কচ্ছপ || Tortoise, The Steady || Nrisingha Prasad Bhaduri

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #avatar #kurma #nrisingha_prasad_bhaduri #puran #mythology #indianmythology #sastra #dasavatar #vedas #mahabharat #samudramanthan

Комментарии • 146

  • @mitachatterjee454
    @mitachatterjee454 2 года назад +12

    অসাধারণ বোঝালেন ।অনেক কিছু জানতে পারছি। কিন্তু কতটা নিতে পারবো জানি না।দুই মেয়ে এখন পড়াশোনা করছে। সংসারের সব কাজ শেষ করে। আপনার অনেক ব্ই পড়া বাকি রয়ে গেছে। খুব মনের দিক থেকে কষ্ট পাচ্ছি লাম। এখন কিছু টা হলেও সময় করে শুনছি। মনটা ভরে যাচ্ছে ।আমার আন্তরিক প্রনাম জানাই। ধন্যবাদ দিলাম না। আমি ধন্যবাদ বদলে বাবার বয়সী গুরুজন দের প্রনাম জানাতে ই বেশি ভালো বাসি। ❤️❤️❤️❤️👍👍

  • @jayantachatterjee5360
    @jayantachatterjee5360 2 года назад +17

    পরম শ্রদ্ধেয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর প্রতি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম।
    পুরোটাই শুনলাম এবং সমৃদ্ধ হলাম 🙏

  • @sibabratagangopadhyay5701
    @sibabratagangopadhyay5701 2 года назад +4

    কবে থেকে মনে নেই তবে বহু বছর ধরে শারদীয়া পত্রিকাতে আপনার সমস্ত লেখা পড়ে চলেছি। এখন আপনার এই video গুলি আমার জ্ঞান বাড়িয়ে চলেছে।

  • @sohamkumarsengupta2395
    @sohamkumarsengupta2395 2 года назад +6

    আমি সংস্কৃত নিয়ে পড়াশোনা করি। আমাদের একাদশ শ্রেণীতে সংস্কৃতে জয়দেবের দশাবতার স্তোত্রম ছিল। এই শ্লোক গুলি আমার চেনা। এরকমভাবে শ্লোকগুলির অর্থ কেউ বোঝায়নি। ধন্যবাদ। এতসুন্দর বোঝানোর জন্য স্যার।

  • @feministaekhon
    @feministaekhon 2 года назад +11

    Awesome. I teach Philosophy in a small community college in the UAS, just overwhelmed with this lecture. Thanks.

  • @minatipatra1710
    @minatipatra1710 2 года назад +4

    🙏🙏🙏 প্রণাম নেবেন , অনেক উপকৃত হলাম । বর্তমান প্রজন্ম বিভ্রান্ত , আমাদের সনাতন ধর্মের কিছুই জানতে পারছে না । আধুনিক সভ্যতার সাথে তাল মেলাতে গিয়ে বাচ্চাদের ভুল পথে চালিত করছি , আমরা মা বাবা ও শিক্ষক সমাজ । এই সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু ভাবুন , দয়া করে । এটাই আপনার কাছে অনুরোধ করছি ।🙏🙏🙏🙏

    • @sumongoswami2688
      @sumongoswami2688 2 года назад

      সনাতন ধর্ম মানে বেদ। বেদে কোন হিন্দু ধর্মের কথা বলা হয় নি

  • @swetas4010
    @swetas4010 2 года назад +2

    Pujor upohar amader jnyoo...tikh jeno "Sharodiya galpo samvar "...
    Apnar dirgho nirog rasamay jibon kamona kori, Prabhu Jagannatha er kache 🙏♥️🙏

  • @somachakraborty8646
    @somachakraborty8646 2 года назад +6

    স্যার, আপনার লেখার, বর্তমানে এই বক্তৃতা সমূহের প্রায়ান্ধ ভক্ত আমি। বর্তমানে 'কথা অমৃতসমানে'র বটের ঝুরির মধ্যে রয়েছি।
    একটা জিজ্ঞাসা ছিল।
    বিবাহ বিষয়ে প্রজাপতি শব্দটি অবশ্যই প্রজাপতি ব্রহ্মা বা সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত মানি, জানি। বাটারফ্লাই নয়। কিন্তু, প্রকৃতিতে গাছপালা ফল / বীজ জন্মের ক্ষেত্রে প্রজাপতি নামক ক্ষুদ্র প্রাণীটির বিশেষ ভূমিকা আছে। সেই কথা মাথায় রাখলে, প্রজননের সঙ্গে কি কোনোভাবে এই প্রাণীটির যোগ পাওয়া যাচ্ছে না ? প্রজাপতি ব্রহ্মার সঙ্গে মিল মনে করেই কি এর এই নামকরণ ? কোনোভাবেই দুটিকে এক করছি না, এটা কৌতূহল থেকেই করছি।
    এভাবে কি ভাবা যায়? 🙏

  • @pranabdutta1087
    @pranabdutta1087 2 года назад +6

    পরবর্তী কোনো পর্বে সমুদ্র মন্থন নিয়ে বিষদে আলোচনা করার অনুরোধ রইল । 🙏

  • @nilimamukherjee9175
    @nilimamukherjee9175 Год назад

    অপূর্ব কথা । আপনাকে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম । প্রণাম নেবেন ।

  • @unseenjourney199
    @unseenjourney199 2 года назад +1

    দীর্ঘ ভিডিও তবুও একটানা শুনলাম শুধু সমৃদ্ধ হবার জন্য। ধন্যবাদ।
    🙏🙏🙏

  • @sanjitadas2795
    @sanjitadas2795 Год назад

    পরপর কয়েকটা আলোচনা শুনলাম। প্রাঞ্জল ভাষায় অপূর্ব বিশ্লেষণ আপনার ,আরো বেশি বেশি শোনার অপেক্ষায় আছি .. শ্রদ্ধা জানাই 🙏

  • @sanjuktamondal6511
    @sanjuktamondal6511 Год назад

    আমরা বেশিরভাগ লোক সংস্কৃত জানি না। তাই বৈদিক যুগের পৌরাণিক যুগের অনেক কিছু আমরা ধারণ করতে পারি না। এটা আমাদের বিরাট গলদ। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, আর আপনার বিপুল জ্ঞানের কিছু কিছু আরোহণ করতে পারছি। খুব ভালো লাগছে।

  • @sumidey7044
    @sumidey7044 Год назад

    খুব খুব ভালো লাগলো। তার আর একটি কারণ আমার মা।যিনি ঠিক এমনটাই আমাদের মনের ভিতরে ভাবনা গুলো ঢুকিয়ে দিতেন। আর অবাক হয়ে শুনতাম।অথচ তিনি একজন সাধারণ গৃহবধুই ছিলেন। তবে হতভাগ‍্য আমরা মা'কে খুব তারাতারি হারিয়ে ফেলেছি।🙏💐

  • @jayantachakrabarti4473
    @jayantachakrabarti4473 2 года назад

    অসাধারণ লাগছে । আমার মতো সর্ব অর্থে একজন অ -সংস্কৃত মানুষ খুবই উপকৃত হচ্ছি। প্রসঙ্গত জানাই, তন্ত্রেও এই কুর্মের গুরুত্ব আছে। শুনেছি দক্ষিণেশ্বরের মন্দিরটি যে ভূমিতে অবস্থিত সেটি কুর্ম পৃষ্ঠাকৃতি। এটি সাধনার পক্ষে যেমন উপযুক্ত তেমন অধিক বৃষ্টিতে জল জমার সম্ভাবনাও নেই !!
    আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। 🙏 সুদেষ্ণা চক্রবর্তী

    • @smritisarkar4246
      @smritisarkar4246 2 года назад

      শুধু মনে হয় , এইভাবে যেন শুনেই যাই।। এর শেষ যেন না হয়।। খুব সমৃদ্ধ হোলাম। প্রণাম নেবেন। স্মৃতি সরকার।

  • @urjeshutthasani3714
    @urjeshutthasani3714 2 года назад +10

    Please keep on posting these discussions ....it is so educational.

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Год назад

    Apnar eto sundor alochana khub bhalo laglo 🙏🙏

  • @siddharthsengupta1426
    @siddharthsengupta1426 2 года назад

    ধন্যবাদ আপনাকে অনেক দিন ধরে খুঁজ ছিলাম আপনার লেখা গুলোআপনার অনুসরণকারীদের জন্য এই চ্যানেল খুব ভালো।

  • @haripriyachowdhury3336
    @haripriyachowdhury3336 Год назад

    Apnake pronam... apurbo bakkha... montromugdher moto sunlm..

  • @simanachariye9253
    @simanachariye9253 2 года назад +1

    Khub valo laglo.. ki osadharon gyan ar ato shundor kore bojhano.. Pronam neben
    🙏

  • @mousumibanerjee5825
    @mousumibanerjee5825 2 года назад +1

    খুব ভালো লাগল, স্যার। পরবর্তী র অপেক্ষায় থাকছি। নমস্কার জানাই।

  • @mitalibhattacharya823
    @mitalibhattacharya823 2 года назад +2

    কি গভীর তাৎপর্য !মুগ্ধতায় রয়েছি।

  • @ramchandrade2826
    @ramchandrade2826 Год назад

    অসীম শ্রদ্ধা জানাই আপনাকে,খুব ভালো লাগলো আজকের বিবরণ।

  • @simadas4430
    @simadas4430 2 года назад

    Eto din onar lekha poreychi...aj onar alochona sunlam....vison e valo laglo..
    🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @ansumandaschakrabarty8715
    @ansumandaschakrabarty8715 Год назад

    Khub sundar laglo.

  • @sohamkumarsengupta2395
    @sohamkumarsengupta2395 2 года назад +1

    ধন্যবাদ এই দশাবতারের কচ্ছপঅবতার নিয়ে আলোচনা করার জন্য।

  • @Navadayarohini
    @Navadayarohini 2 года назад +1

    Apnar charone koti pronam mastar mosai

  • @kumareshkcb4076
    @kumareshkcb4076 2 года назад +4

    স্যার
    আমি🇧🇩🇧🇩 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে নিয়মিত দেখি এবং আপনার অনেক গুলো বই আমার সংগ্রহে আছে।। আমার এটা অনুরোধ আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে ভগবত গীতাকে খুব সহজ ভাবে বাংলায় অনুবাদ করা যায় কিনা ভেবে দেখবেন কারণ আমি এ পর্যন্ত অনেক গুলা ভগবত গীতা সংগ্রহ করে পড়েছি কিন্তু সহজ ভাবে কোনটার অনুবাদ পায়নি এমনি অনুবাদের পরও বাংলায় কিছু কিছু শব্দ বুজতে অসুবিধা হয় এবং সত্যি কথা সম্পূর্ণ মানেটা হয়ে দাঁড়ায় জটিল - তাই আপনার কাছে বিনতি অনুরোধ যদি সম্ভব হয় গীতার সহজ অনুবাদ করা যায় কিনা ভেবে দেখবেন না হলে আমার মত অনেক সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ ভয়ে গীতার পড়বে না কারণ যে ভাষায় অনুবাদ করা হয়েছে সেটা বাংলা হয়েলেও এখনো জটিল এবং দুর্বুদ্ধ। ধন্যবাদ আপনার সুস্বাস্থ্যের কামনা করছি।।

    • @sarmisthaacharya697
      @sarmisthaacharya697 2 года назад +2

      জগদীশ্বরানন্দ ও জগদানন্দ সম্পাদিত গীতা অতীব মধুর।

    • @rajuroy4549
      @rajuroy4549 2 года назад

      @@sarmisthaacharya697 উপনিষদ অনুবাদ কোনটি ভালো হবে।জানালে উপকৃত হব।

  • @p.k.barman7401
    @p.k.barman7401 2 года назад +8

    নমস্কার স্যার! আর্য সমাজী-রা তো অবতার মানেন না।ঈশ্বরের পরম ব্রক্ষ্ম রূপেই মানেন।এ বিষয় নিয়ে একটু আলোকপাত করলে কৃতার্থ হবো।🙏

  • @vr2394
    @vr2394 Год назад +1

    Darun sir,anek ajana jinis janlam

  • @abantimajumdar9577
    @abantimajumdar9577 2 года назад

    খুব ভালো লাগছে আপনার এই অপূর্ব অসাধারণ আলোচনা 🙏

  • @soumitramandal8142
    @soumitramandal8142 2 года назад +2

    স‍্যার প্লিজ ভগবান শ্রী বিষ্ণুর সব অবতারের একটি করে ভিডিও বানাবেন।
    নমঃ বিষ্ণু🕉️🙏

  • @maitreyeechattopadhyay9513
    @maitreyeechattopadhyay9513 Год назад

    Darun sir....darun🙏🙏❤️❤️❤️

  • @arupdutta1824
    @arupdutta1824 Год назад

    প্রথমে সশ্রদ্ধেয় আপনি আমার প্রণাম নেবেন । আপনার বিশ্লেষণ আলোচনায় আমার খুবই ভাল লাগছে ! জ্যোতিষ বিষয়ে কিছু জানার আগ্রহ আছে ! যদি কিছু জানান; তাহলে সত্যতা স্বীকার করতে বাধ্য হই !!

  • @biraditi4268
    @biraditi4268 2 года назад

    This man very much wise in knowledge .Deep respect to him🙏

  • @tarawalrishi
    @tarawalrishi 2 года назад

    Ki asadharon....

  • @monalishasain3879
    @monalishasain3879 2 года назад

    অসাধারণ লাগলো..... আরো শোনার অপেক্ষা য়

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 2 года назад +1

    অসাধারণ বিশ্লেষণ স্যার।। প্রণাম নেবেন 🙏

  • @jhumurbanerjee8109
    @jhumurbanerjee8109 2 года назад +1

    Apurbo bllisheson...
    🙏🙏🙏

  • @gorachandman7603
    @gorachandman7603 Год назад

    Pronaam neben sir! 🙏🙏🙏🙏

  • @sutanu7571
    @sutanu7571 2 года назад

    Asadharon!! Samriddho hochhi 🙏🏻

  • @kasid8335
    @kasid8335 2 года назад

    অনেক কিছু জানলাম। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন 🙏🏻

  • @rk8604
    @rk8604 2 года назад +1

    অপূর্ব বিশ্লেষণ

  • @ajaymajumder2010
    @ajaymajumder2010 2 года назад

    Thank you sir, I have overwhelmed after listening to this discussion.

  • @gargimukherjee4670
    @gargimukherjee4670 2 года назад +2

    আপনার কল্যাণে আমি অমৃতরস পান করার সুযোগ পাচ্ছি ।

  • @sumantabhattacharjee1113
    @sumantabhattacharjee1113 2 года назад

    মন তৃপ্তিতে পূর্ণ হয়ে গেল ।🙏

  • @manabendrakaran2353
    @manabendrakaran2353 2 года назад

    Apurbo... Aha.. pranam Sir Ji

  • @sayantanchakraborty1595
    @sayantanchakraborty1595 2 года назад +3

    Amra onek somoy suni je bhromho gyan hole krodh rag esober moto khudrota chole jae... Tahole Rishi Muni gon rager boshoporti hoe obhishap diten keno eta jodi explain koren kritoggo bodh korbo... Abhumi Pronam apnake...🙇

  • @shreyanbiswas1050
    @shreyanbiswas1050 2 года назад +3

    অসাধারণ লাগছে আপনার ব্যাখ্যা, প্রাণ্ঞ্জল। একটা বিষয় জানতে চাই, যেকোন দেব দেবীর ধ্যান মন্ত্র কেন কূর্ম মুদ্রাতেই পাঠ করতে হয়? এবিষয়ে একটু আলোকপাত করলে উপকৃত হবো।

  • @MrAbelfromindo
    @MrAbelfromindo 3 месяца назад +1

    ১ বছর পর আরেকবার দেখলাম ভিডিওটি

  • @rupamsaha152
    @rupamsaha152 2 года назад

    স্যার, বাংলায় বিশ্বকর্মা পুজোর প্রচলন কবে থেকে ও কিভাবে হয়েছে তা নিয়ে একটা ভিডিও করুন please..

  • @mitadutta5234
    @mitadutta5234 2 года назад +1

    কি অপূর্ব ব্যাখ্যা করেন!!! গভীর জ্ঞান না থাকলে এভাবে বলা অসম্ভব!! প্রণাম গ্রহন করবেন

  • @amitasclasses8330
    @amitasclasses8330 2 года назад

    আহা .. কি অপূর্ব 🙏🏻প্রণাম নিন

  • @gautammukherjee638
    @gautammukherjee638 Год назад

    আপনি আমার প্রমাণ গ্রহণ করুন। আপনার পৌরাণিক সমস্ত কাহিনী শুনি ও খুব আনন্দ পাই

  • @amiyakumarchakrabarti8801
    @amiyakumarchakrabarti8801 Год назад

    Respected sir. Excellent discussion.

  • @naturerealoaded
    @naturerealoaded 2 года назад

    আমার এতো ভালো লেগেছে।।। 🙏🙏🙏🙏

  • @vr2394
    @vr2394 Год назад +1

    Pranam neben sir🙏🙏❤️

  • @susantabhattacharya4066
    @susantabhattacharya4066 2 года назад

    darun. anar pet vore gelo. ei sob sunbo ar khide teshta pabena. Bank account e taka o dhuke jabe. chalie jan. khub upokar hocche

  • @rumadasgupta5047
    @rumadasgupta5047 2 года назад

    অপূর্ব।আপনাকে ধন্যবাদ।

  • @riyas1614
    @riyas1614 2 года назад

    Khub bhalo laglo sir. Upanishad er opor alochona korle sombriddho hobo.

  • @swapnamaity8396
    @swapnamaity8396 2 года назад +1

    🙏🙏 ASADHARON EXPLANATION TEACHING MESSAGE SIR (MAHARAJ)...ANEK KICHU JANLAM &AMADER SANATAN DHARANA JANACHHI 👍 APURBO ANUBHAV ANUBHUTI PRADAN KORLAN SWASWADHA PRONAM GRAHAN KORBEN 🙏🙏💖🌷🌷🙏🙏

    • @debichakraborty2748
      @debichakraborty2748 2 года назад

      অসাধারণ বিশ্লেষণ করলেন স্যার। কুরম অবতার সমন্ধে সচ্ছ ধারণা হলো।অপেক্ষা য় থাকলাম।🙏🏻🙏🏻🙏🏻

  • @rabirini
    @rabirini 2 года назад +1

    নমস্কার স্যার 🙏🏼 ! আপনাকে RUclips এ পেয়ে আনন্দিত হচ্ছি, সেই ছোট থেকে আপনার কত লেখা পড়েছি ।

  • @priyankabhattacharjee1931
    @priyankabhattacharjee1931 2 года назад +2

    স্যার,
    আপনার কথা গুলো ভিডিওতে মুগ্ধ হয়ে শুনি 🙏আমার প্রণাম নেবেন।
    আপনার কাছে একটা অনুরোধ আছে,
    আর আপনার কাছে আমার জানার খুব ইচ্ছা আছে,
    সামাজিক দৃষ্টিতে আমি জন্মগত ব্রাহ্মণ,বিবাহের পর আমি ব্রাহ্মণ নই, এর জন্য আমায় অনেক জায়গায় ছোট হতে হয়, ব্রাহ্মণদের কোনো অনুষ্ঠানে যেতে আমায় দশ বার ভাবতে হয়।
    আমার সামান্য বুদ্ধিতে আমি এইটুকু শুনেছি ,
    ব্রাহ্মণ হতে গেলে নিজের মধ্যে ব্রম্ভ লাভ ও জ্ঞানের খুব প্রয়োজন।
    আমার এই টুকু শুধু জানার ইচ্ছা,
    ব্রাহ্মণ থেকে অন্য জাতে বিয়ে করাটা কি অপরাধ?
    বিবাহ তো একজন ভালো মানুষ এবং তার ভালো মন দেখে করা উচিত,
    জাত দেখে কি?
    আমাদের পৌরাণিক গ্রন্থ গুলি কি মানুষ কে এই ভাবে ছোটো করতে শেখায়?
    কিছু যদি বলেন খুব ভালো হয়🙏

    • @sipradas6454
      @sipradas6454 2 года назад

      Apner. Lekha. Kub. Valo. Laglo. Onek. Kichu. Jante. Pari. Pronam. Neben. Sir.

    • @antudas8471
      @antudas8471 2 года назад

      আসলে দিদি এইসব কিছু কুসংস্কার অনেক আগে থেকে চলে আসছে এখনও কিছু আছে। আপনি অব্র্যাক্ষন বিয়ে করে কোনো অপরাধ করেন নি।আপনি সুখী হোন

    • @antudas8471
      @antudas8471 2 года назад

      মহাভারতে ভীমও রাক্ষসকুলের কন্যা হিরিমবা রাক্ষসীকে বিয়ে করেছে এতে কোনো সমস্যা হয়নি।

  • @AnkitKabi-pe7bb
    @AnkitKabi-pe7bb Год назад

    পঞ্চসতী নিয়ে একটা ভিডিও বানান 🙏

  • @swastikdev8908
    @swastikdev8908 2 года назад +2

    GREAT!!

  • @SUBRATADAS-nk1er
    @SUBRATADAS-nk1er Год назад

    Very nice presentation.

  • @dipankermukerjee77
    @dipankermukerjee77 Год назад

    প্রণাম আপনাকে

  • @ajanapathik1729
    @ajanapathik1729 2 года назад +1

    আপনি এই ধরনের ভিডিও দিন। অনেক কিছুই জানা যাচ্ছে।

  • @somasmixedbag221
    @somasmixedbag221 2 года назад

    Osadharon

  • @tanushreeroy9406
    @tanushreeroy9406 2 года назад +1

    আপনাকে প্রনাম জানাই।

  • @ashimbarua4001
    @ashimbarua4001 10 месяцев назад

    ভূ-বিজ্ঞান মতে হাজার হাজার বছর আগে ভূমিকম্প'র ফলে অনেক অনেক সু-উচ্চ পর্বত সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। অত্র পর্বতপতনের সাথে তার কোনো যোগ আছে কী, স্যার!?

  • @suuto6896
    @suuto6896 2 года назад

    গুরুমশাই, আপনার থেকে জানতে পারলাম যে 'শ্বর' শব্দের অর্থ কাল যেমন নশ্বর মানে কাল যা থাকবেনা। একথা শুনে মনে প্রশ্ন জাগে যে 'ঈশ্বর' শব্দের অর্থ কি?

  • @kuntalbhattacharya9152
    @kuntalbhattacharya9152 2 года назад

    WONDERFUL SIR .

  • @SWAPANKUMARDUTTAKOLKATA
    @SWAPANKUMARDUTTAKOLKATA 2 года назад

    অসাধারন ভাল লাগলো স্যার প্রনাম নেবেন

  • @nabanitamajumdar8848
    @nabanitamajumdar8848 Год назад

    🙏🙏💐

  • @nursammy2077
    @nursammy2077 2 года назад +1

    মহাভারত কয়খণ্ড বের হয়েছে জানালে বাধিত হবো।

  • @RaajSomu
    @RaajSomu 2 года назад

    Amazing !!✨

  • @ashimbarua4001
    @ashimbarua4001 10 месяцев назад

    স্যার, প্রণাম নেবেন🙏 সমুদ্রমন্থন নিয়ে কি একটা আস্ত পরব করা যায়? ধৃষ্টতা মার্জনীয় 😇

  • @sajalroychowdhurybaban8108
    @sajalroychowdhurybaban8108 10 месяцев назад

    🙏🙏

  • @bimalmukherjee4132
    @bimalmukherjee4132 2 года назад

    Bramha,Bishnu, Maheswar enader janmo brityanto jante khubi agrohi
    Zadi daya kore janan. Kara onader pita mata ityadi.

  • @kalimohanmukherjee553
    @kalimohanmukherjee553 2 года назад

    সশ্রদ্ধ প্রণাম স্যার।

  • @indranichakraborti4169
    @indranichakraborti4169 Год назад

    🙏

  • @rupalideb1144
    @rupalideb1144 2 года назад +1

    Pronam🙏🙏

  • @rinkupaul5790
    @rinkupaul5790 Год назад

    দূর্গা পূজায় দূর্গা প্রতিমা তৈরি করতে ব্যেশা বাড়ির মাটি কেন লাগে |প্লীজ বলবেন

  • @sanatanmovement108
    @sanatanmovement108 2 года назад

    শ্রীমৎ ভাগবত গীতায় বলা হয়েছে গায়ত্রী ছন্দের মাতা এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ছন্দের মধ্যে তিনি গায়ত্রী স্বরূপ এই গায়ত্রী সম্পর্কে একটি ভিডিও এপিসোড করলে খুব ভালো হয়।

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paroj9564
    @paroj9564 2 года назад +1

    PRONAM...

  • @diptichakraborty2691
    @diptichakraborty2691 2 года назад

    Thank you sir,🙏

  • @konsepts3239
    @konsepts3239 2 года назад

    Please keep it on

  • @sumitanandy3077
    @sumitanandy3077 2 года назад

    Kurma avatar er Vagabad Geeta ye ja achhe ,Shree Shree Thakur Ramkrishna o kathamrite sei guner udaharan diyechhen,Kurma Avabatarer eto bsichitra bapti jantam na,sadharon manush janeo na mone hoy,Ei episode na shunle ta jana va bojha jeto na,Pranam neben Sir🙏

  • @sundarbannatureclub5280
    @sundarbannatureclub5280 Год назад

    আপনি কি বর্ণ ভেদ প্রথা সম্পর্কে কিছু জানান তাহলে আমরা কিছু জানতে পারি

  • @ritasingharoy1411
    @ritasingharoy1411 Год назад +1

    প্রণাম ।যারা বলেন ভগবান নেই এ ই ব্যাখ্যা গুলো শুনে তারা কি বলবেন ।বিজ্ঞান কিবলবে? সব মিথ্যা ?

  • @jagannathsutradhar8175
    @jagannathsutradhar8175 2 года назад

    প্রণাম

  • @adityasamrat8401
    @adityasamrat8401 2 года назад

    नमो नमः l

  • @sambhunathbasak7523
    @sambhunathbasak7523 2 года назад

    🙏🙏 নমস্কার স্যার 🙏🙏

  • @Kumro83
    @Kumro83 Год назад

    Sir..apnar encyclopedia er project ta kobe sesh hobe ?

  • @sohamkumarsengupta2395
    @sohamkumarsengupta2395 2 года назад

    বাংলার জাতিভেদ প্রথায় কেন ক্ষত্রিয় বৈশ্যর জায়গা য় বৈদ্য, কায়স্থ আছে? এদের উৎপত্তি কিভাবে হলো শাস্ত্রমতে?

  • @andrio5639
    @andrio5639 2 года назад

    Amr ekta confusion keu ki clear korte parben please... Bali Maharaj holen bhakt Prahlad er grandson ebar Hiranyakashipu ke bodh kore Narasinghdev jini 4rth Avatar but kurma avatar to 2nd .... ki kore Bali Maharaj tar hiranyakashipu r ager time e exist korchen?

  • @mousumimukherjee227
    @mousumimukherjee227 2 года назад +1

    প্রনাম নেবেন স্যার

  • @rk8604
    @rk8604 2 года назад

    Sir next video anun please