আমরা সত্যিই, সত্যিই অভিভূত আপনাদের ভালোবাসা পেয়ে। সবার কমেন্টের রিপ্লাই হয়ত দিতে পারছিনা। কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্যে অনেক অনেক অনেক ভালবাসা। আমরা বিশ্বাস করি, মেট্রোলাইফ কেবল আমাদের ৫ জনের না। মেট্রোলাইফ আপনাদের, আপনাদের সবার ❤
যখন এই গানের সুর ছিলোনা তখন হলে রুমের পিছনে বসে অয়নের লিখা এই গানের কথাগুলো আওড়াচ্ছিলাম দুজনে মিলে৷ মসৃণ স্মৃতিগুলো অমলিন থাকুক আর অমলিন থাকুক এই গানের প্রতিটি সুর প্রতিটি কথা। অনেক ভালোবাসা প্রিয় মেট্রোলাইফের সকলের জন্য ❤️
'কার্ণিশে তুলে রাখো বেদনার নীল বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা' এই লাইনটা বেস্ট। অনেক অনেক শুভ কামনা রইলো আপনাদের ব্রান্ডের জন্য, আশা রাখছি খুব তাড়াতাড়ি আপনাদের এই গানটি মিলিয়ন ভিউ অতিক্রম করবে। আশা করি এরকম সুন্দর গান বেশি বেশি উপহার দিবেন আমাদের। ভালোবাসা অবিরাম। 💙
5 November 2021, 7:32pm. টি এস সি তে আপনাদের শো উপভোগ করলাম। যদিও এখন আমি এখানেই বসে আছি। প্রথম সামনাসামনি দেখা হলো। এটাই আমার প্রথম কনসার্টে আশা। আর আমার জীবনের প্রথম কনসার্টে প্রথমেই পারফর্ম করেছেন আপনারা। আপনাদের প্রতিটি গানের লিরিক্স আমার পুরো মুখস্ত, তাই আমার বেশ সুবিধাও হয়েছে। আপনাদের সাথে এই মিলনায়তন চিরকাল মনে রাখবো।
এইগুলো গান হয় কিভাবে? এ-তো আমার আপনার আমাদের মনের কথা। আহা কত মিল। কি অসাধারণ বাক্য সাধারণ শব্দে রচিত। ভালোবাসা রইলো Metrolife. ধন্যবাদ এতো সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।
জীবনের সবথেকে প্রিয় মানুুষটার কাছে প্রথমে গানের কিছুটা অংশ শোনা,,,তারপর গানটা পুরো শোনা,,,,সত্যি হৃদয় ছুঁয়ে গেছে গানটা,, ❤️❤️❤️তুমি এই নগরীর অপরিচিতা চীল❤️❤️❤️
আজ আমার জন্মদিন অনেকে'ই শুভেচ্ছা জানিয়েছে কিন্তু এডমিশন টেস্টে এর জন্য বাসা থেকে ৫০০ কি.মি দূরে, প্রিয়জন থেকে অনেক দূরে স্বপ্ন পূরনের জন্য। ধন্যবাদ এমন দিনে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ Bangla Band Music🎵 Group যাতে তপু নামক এক ভাইের পোস্ট দেখে গানটা প্রথম শোনা হয়েছিলো। এখন প্রায় প্রতিনিয়ত শোনা হচ্ছে গানটি। একদম মনে গেঁথে গেছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা Metrolife আপনারা যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন।
আহ্ অনেক দিন পর এমন একটা লিরিক্সের গান শুলনাম 😍 ধন্যবাদ মেট্রো লাইফকে এত সুন্দর মনোমুগ্ধকর একটা গান উপহার দেওয়ার জন্য 🥰 🥀 প্রিয় দের তালিকায় সারা জীবন ধরে রাখতে চায় মেট্রো লাইফকে 😍 আর আশা করছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গান দিয়ে সব মন জুড়িয়ে যাবে মেট্রো লাইফ❤️ এখনো বহু পথ চলা বাকি আছে , অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল মেট্রো লাইফের জন্য 🥰🤲
কেউ কোনো কারণ ছাড়া পাশে থাকে না। আর যারা কোনো কারণ ছাড়াই পাশে থাকে তখন সেটা কে বলা হয় ভালোবাসা। আর গান এর যারা কারিগর আমরা গান পিপাসুরা কারণ ছাড়াই তাদের পাশে সবসময় আছি💗। এটাই গান আর গানের কারিগর এর প্রতি আমাদের ভালোবাসা।
গানটি আজ রিলিজ হলো ২১/১০/২০১ অনেক অপেক্ষার প্রহর শেষ। গানটি সত্যিই ছুঁয়েছে মনটা পুরো। সস্তা গানের যুগে, এমন গান শুনে কম লোকজন। ভিউ হবে কম। তবে আমরা যারা শুনি তাদের রুচির প্রসংশা করতেই হব্বে।
এই গানটা প্রথম দিন থেকেই খুব ভালো লেগে গেছিলো। নতুন instrument এর ব্যাবহার সবসময়ই নতুন কিছু শেখায়। যেভাবে ukulele এর lead আর kazoo ব্যাবহার করা হয়েছে, তা গানটিকে আরও অনেকগুন ভালো করে দিয়েছে। খুব ভালো গান।
৪ই ডিসেম্বর আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেত্রলাইফের কনসার্ট সাথে শিরোনামহীন।শিরোনামহীনের ফ্যান আমি তাই টিকেট কিনে ফেলেছি।কিন্তু কিনে দেখি মেট্রোলাইফ নামের একটা ব্যান্ডও পারফর্ম করবে ।তারপর সার্চ দিয়ে গান গুলো শুনলাম মেট্রোলাইফের।এখন আফসোস হচ্ছে আগে কেনো পায়নি খুঁজে 😢সব গুলো গান কতবার করে যে শুনতেছি হিসেব নেই।ভালোবেসে ফেললাম মেট্রোলাইফ❤️🔥
Lyrics:
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা,
কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালবাসা।
বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ
মুখোমুখি যেন ভুবনের দুই পাখি,
আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ?
অপলকভাবে চলো আজ চেয়ে থাকি।
আকাশবন্দী সীমানায় ডানা মেলে
শুন্যে নিশানা এঁকে খুঁজে ফিরি বাসা,
কার্ণিশে তুলে রেখো বেদনার নীল,
বাকিটুকু জুড়ে মিশে থাক ভালবাসা।
চলো দুজনে খড়কুটো করি জড়ো
হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর
বুকের গভীরে প্রেম রেখে যাব আরও
হাতে হাত রেখে, ভেবোনা আমিও পর!
ব্যস্ত শহরে নিয়নের বাতি যখন,
তোমার প্রিয় আঁধারেই ফিরে আসা,
কার্ণিশ জুড়ে আনন্দ অনাবিল
সন্ধ্যার বাসে ছুটে চলা ভালবাসা!
আহা লিরিক্স!!!!
বাস্তবতা মিশানো একটা ভালোবাসার আমন্ত্রণ পত্র
❤️❤️
কি সুন্দর!🖤
রাফি ভাই😍
পবিপ্রবি 🥰
Best wishes Metrolife
Means a lot... ❤️❤️❤️
Thank you so much!!! We're honored 🖤
❤️❤️
A good gesture from shironamhin
Big fan
Onek shundor gaan !! Take love ❤️
Thank you Ashes❤😘
Ashes❣️❣️
Ashes ❤️
Big fan of Ashes
Means a lot brother❤️❤️
Best wishes 💙
Thanks a lot brother ❤️
সখের পুরুষ একদিন এই গানে গলা মিলিয়েছিল , ঐ দিন, হ্যাঁ ঐ একটা দিন আমি বেঁচে ছিলাম, আমি খুশি ছিলাম।
ভালোবেসে ভালো নেই কেউ
আমরা সত্যিই, সত্যিই অভিভূত আপনাদের ভালোবাসা পেয়ে।
সবার কমেন্টের রিপ্লাই হয়ত দিতে পারছিনা। কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্যে অনেক অনেক অনেক ভালবাসা। আমরা বিশ্বাস করি, মেট্রোলাইফ কেবল আমাদের ৫ জনের না। মেট্রোলাইফ আপনাদের, আপনাদের সবার ❤
খুব সুন্দর লাগছে
সুর আর লিরিক্স দুটাই সমানে ভাইব দেয়, অসাধারণ। wish you guys go further more.. 🖤
apanader youtube channel e upload diye diyen gaanta
take my love metr❤️❤️
Vaia guitar chord gulo dila vlo hoi....
'ব্যস্ত শহরে নিয়নের বাতি যখন,
তোমার প্রিয় আঁধারেই ফিরে আসা,
কার্ণিশ জুড়ে আনন্দ অনাবিল
সন্ধ্যার বাসে ছুটে চলা ভালবাসা!'
গানের সবথেকে প্রিয় অংশ এটি। খুব ভালো লাগে গানটা।
তুমি এই নগরীর অপরিচিতা চিল
নখের কারুতে অর্ধেক বাঁধো বাসা,
কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালবাসা।
পুরো গানটাই একটা ভালোবাসা❤️
যখন এই গানের সুর ছিলোনা তখন হলে রুমের পিছনে বসে অয়নের লিখা এই গানের কথাগুলো আওড়াচ্ছিলাম দুজনে মিলে৷
মসৃণ স্মৃতিগুলো অমলিন থাকুক আর অমলিন থাকুক এই গানের প্রতিটি সুর প্রতিটি কথা।
অনেক ভালোবাসা প্রিয় মেট্রোলাইফের সকলের জন্য ❤️
Take love ♥
'কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা' এই লাইনটা বেস্ট। অনেক অনেক শুভ কামনা রইলো আপনাদের ব্রান্ডের জন্য, আশা রাখছি খুব তাড়াতাড়ি আপনাদের এই গানটি মিলিয়ন ভিউ অতিক্রম করবে। আশা করি এরকম সুন্দর গান বেশি বেশি উপহার দিবেন আমাদের। ভালোবাসা অবিরাম। 💙
শিরোনামহীন, মেঘদলের পথে হাটছে মেট্রোলাইফ। এমন লিরিক, এমন নাগরিক গান চাই সব সময়। 💝🤘
এতবড় সম্মান! আমরা অভিভূত! অনেক ধন্যবাদ 🖤🖤🖤
@@metrolife_music এটা কোন দেশের ব্যান্ড?
@@riasadrafi4599 our motherland 😊
আসক্ত মন, বিশাক্ত প্রেম, অপরূপ সৌন্দর্য্য, মিথ্যা মায়া সবই আছে এই গানে❣️
অসম্ভব সুন্দর🤍🗯️
যারা পৌছে গেছো এখানে-
অভিনন্দন বন্ধু!তোমার মিউজিক টেস্ট অনেক পরিচ্ছন্ন।
কৃতজ্ঞতা
5 November 2021, 7:32pm.
টি এস সি তে আপনাদের শো উপভোগ করলাম। যদিও এখন আমি এখানেই বসে আছি। প্রথম সামনাসামনি দেখা হলো। এটাই আমার প্রথম কনসার্টে আশা। আর আমার জীবনের প্রথম কনসার্টে প্রথমেই পারফর্ম করেছেন আপনারা। আপনাদের প্রতিটি গানের লিরিক্স আমার পুরো মুখস্ত, তাই আমার বেশ সুবিধাও হয়েছে। আপনাদের সাথে এই মিলনায়তন চিরকাল মনে রাখবো।
Means a lot vai... 🖤🖤
"তুমি এই নগরীর অপরিচিতা চিল", এই লাইনটার জন্যই গানটা বহুকাল বেঁচে থাকবে। মেট্রোলাইফ বহুদূর ছড়িয়ে পড়ুক...🖤
🖤🖤
নগরীর ভালোবাসা গুলো বেচে থাকুক মিথ্যে আশ্বাসের বিষাদময় অসহায়ত্ব থেকে। কেও মাঝরাতে এমন গান শুনে অনুভুতির দাবানলে নিশ্চুপ না হয়ে যাক।ভালোবাসাগুলো পূর্ণতা পাক।
Best Wishes from BBMFC. Loved the creation
Thank you so much for the appreciation, BBMFC!
তাকে পেয়ে গেলে হতো এ রকম গান অনুভব করতে পারতাম না,,
ধন্যবাদ মেট্রোলাইফ কে?
রাত ১.৩০ টার সময় এমন সুন্দর একটা গান রেকমেন্ডে আসবে কল্পনায় ছিলো না 🥀
গানটার প্রেমে পরে গেছি প্রথমবার শুনেই ❤️
শুভকামনা রইলো ❣️
এইগুলো গান হয় কিভাবে?
এ-তো আমার আপনার আমাদের মনের কথা।
আহা কত মিল।
কি অসাধারণ বাক্য সাধারণ শব্দে রচিত।
ভালোবাসা রইলো Metrolife.
ধন্যবাদ এতো সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।
🖤🖤🖤🖤
পার্থ দিবস চৌধুরীকে ধন্যবাদ এই সুন্দর উপস্থাপনার জন্য! অসাধারণ একটা টাইপোগ্রাফি! ❤❤
মহারানী তোমাকে গানটি ডেডিকেট করে দিলাম আজকের এই দিনে 🖤🥀
চলো দুজনে খড়কুটো করি জড়ো,
হৃদয়ের টানে বাঁধি ছোট্ট ঘর ❤
গান শুনতে শুনতে হঠাৎ হোম স্ক্রিনে ভিডিওটা এলো , ৬ টা মিনিট আমায় মুগ্ধ করে রেখে দিলো.
জীবনের সবথেকে প্রিয় মানুুষটার কাছে প্রথমে গানের কিছুটা অংশ শোনা,,,তারপর গানটা পুরো শোনা,,,,সত্যি হৃদয় ছুঁয়ে গেছে গানটা,,
❤️❤️❤️তুমি এই নগরীর অপরিচিতা চীল❤️❤️❤️
Ekhanei amader sarthokota.... 🖤🖤
ব্যাস্ত শহরে নিয়নের বাতি যখন
তোমার প্রিয় আধারেই ফিরে আসা
কার্ণিসে জুড়ে আনন্দ অনাবিল
সন্ধ্যার বাসে ছুটে চলা ভালোবাসা....🖤
🖤🖤
প্রথম বার শোনার পর মনে হয়েছিলো গান টার মাঝে কি জেন আছে। তারপর দেখি সব লিজেন্ডদের আনাগোনা। অসাধারন। 🥰😍
সিনেমাটোগ্রাফি, গানের লিরিক্স!
পুরো ব্যাপারটা নিয়ে কথা বলার ভাষা নেই।
(শুভকামনা রইলো প্রিয় "মেট্রোলাইফ")
অনেক অনেক ধন্যবাদ 🖤
জুনায়েদ ইভেন ভাইয়ের পেইজ থেকে পোস্ট থেকে শুনতে আসলাম। এত সুন্দর লিরিকঃ শুভকামনা রইলো ব্যান্ডের জন্য ❤️
" হ্যাঁ ,আমিই তো এই নগরীর অপরিচিতা চিল !
যার নখের কারুতে অর্ধেক বাসা বাঁধা হয়ে গিয়েছে -
সযত্নে কার্ণিশে ,তুলে রেখেছি বেদনার নীল
আর সত্যিই বাকী টুকু জুড়ে আমাদের ভালোবাসা আছে " !💙
♥♥
best wishes for you
Best reply for this song❤️🌺
জুনায়েদ ইভান ভাইয়ের শেয়ার করা পোস্ট দেখে আসলাম।
ভালো লাগছে 👌
গানটা একবার শুনে মন ভরে না... বার বার শুনতে মন চায়।ভালবাসার চিঠি হয়ে গান তা পৌঁছে যাক সব মনের ডাক বাক্সে , এইটাই প্রত্যাশা !!
অসংখ্য ধন্যবাদ জাভেদ ভাই! আমাদের সাথে থাকার জন্যে এবং আমাদের সাপোর্ট দেবার জন্যে
আজ আমার জন্মদিন অনেকে'ই শুভেচ্ছা জানিয়েছে
কিন্তু এডমিশন টেস্টে এর জন্য বাসা থেকে ৫০০ কি.মি দূরে, প্রিয়জন থেকে অনেক দূরে স্বপ্ন পূরনের জন্য।
ধন্যবাদ এমন দিনে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।
এরকম ভালোবাসার জন্যে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤❤
সাথে থাকবেন সবসময়....
তুমি এই নগরীর অপরিচিতা চিল!
আহা!
অমায়িক পুরা❤️
ভাই অস্থির।আপনাদের আমি চিনিনা।হঠাৎ গানটি সামনে পেলাম।ভাই আপনার গানটি মন থেকে ভালো লাগছে ভাই
প্রেম নেই! বিচ্ছেদ নেই! এমন সন্ধ্যাও নেই! তাহলে শুনতে শুনতে দীর্ঘশ্বাস কেন আসলো?🙂
মানুষ সম্ভবত প্রকৃতিগতভাবেই বিরহে সুখ খুঁজে পায়!🖤
গানটা আমার প্রেমিকার মতো;
অদ্ভুত সুন্দর!
সময়ক্ষেপণ-কাঠগোলাপের সাদার মায়া!❤️
2024 e eseo sun6i ..eto valo lage
আহা লিরিক্স,
আহা ভালোবাসা!❤️
কৃতজ্ঞতা ♥
ধন্যবাদ Bangla Band Music🎵 Group যাতে তপু নামক এক ভাইের পোস্ট দেখে গানটা প্রথম শোনা হয়েছিলো। এখন প্রায় প্রতিনিয়ত শোনা হচ্ছে গানটি। একদম মনে গেঁথে গেছে। ধন্যবাদ
এবং শুভেচ্ছা Metrolife আপনারা যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন।
এতই সুন্দর বলার ভাষা নেই 🤗
শুভকামনা সবার জন্য ♥
ধন্যবাদ ♥
আহ্ অনেক দিন পর এমন একটা লিরিক্সের গান শুলনাম 😍 ধন্যবাদ মেট্রো লাইফকে এত সুন্দর মনোমুগ্ধকর একটা গান উপহার দেওয়ার জন্য 🥰 🥀 প্রিয় দের তালিকায় সারা জীবন ধরে রাখতে চায় মেট্রো লাইফকে 😍 আর আশা করছি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গান দিয়ে সব মন জুড়িয়ে যাবে মেট্রো লাইফ❤️ এখনো বহু পথ চলা বাকি আছে , অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল মেট্রো লাইফের জন্য 🥰🤲
🖤🖤🖤
@@Apogeeproduction 🥀🥀
কেন জানি এই গানটা শোনার সময় একটা অন্যরকম ভালো লাগা কাজ করে,,,,,❤❤ Best wishes metrolife❤️❤️❤️
বাকিটুকু জুড়ে মেট্রোলাইফ এর প্রতি আমাদের ভালোবাসা 🖤
ভালোবাসা অবিরাম ❤
কেউ কোনো কারণ ছাড়া পাশে থাকে না।
আর যারা কোনো কারণ ছাড়াই পাশে থাকে তখন সেটা কে বলা হয় ভালোবাসা।
আর গান এর যারা কারিগর আমরা গান পিপাসুরা কারণ ছাড়াই তাদের পাশে সবসময় আছি💗।
এটাই গান আর গানের কারিগর এর প্রতি আমাদের ভালোবাসা।
Apnader jnnoi ekhno musician ra music kore...
Respect 🖤
আমার সবচেয়ে প্রিয় গান, আর আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম, আমার প্রিয় মানুষটার মূখে গানটা শুনছিলাম, মন ছুয়ে ছিলো গানটা, most favorite song ❤❤❤❤❤❤
গানটার সুরে কত আবেগ কত ভালোবাসা! কি সুন্দর লিরিক্স!আহা!
আরও ভালোকিছুর অপেক্ষায় রইলাম
খুব তাড়াতাড়ি ১ মিলিয়নে পৌঁছে যাবে এই গান😊
ফ্যান হয়ে গেলাম মেট্রো-লাইফ
ভালোবাসা নিবেন🥰
এক যুগ পর , হৃদয় ভাঙ্গা নতুন কিছু মুখ এই গান শুনবে 🌸🖤
গানটি আজ রিলিজ হলো ২১/১০/২০১
অনেক অপেক্ষার প্রহর শেষ।
গানটি সত্যিই ছুঁয়েছে মনটা পুরো।
সস্তা গানের যুগে, এমন গান শুনে কম লোকজন। ভিউ হবে কম। তবে আমরা যারা শুনি তাদের রুচির প্রসংশা করতেই হব্বে।
অনেক ধন্যবাদ ভাই। সাথে থাকবেন সবসময় 💛💛
♥♥
কেন এই গান শুধু একা একা শুনছি। এ গান শুনে শোনানোর জন্য। এতটাই স্বর্গীয়।আজ কয়েকটি মাস ধরে দৈনিক এ গান শোনা যেন দস্তুর হয়ে গেছে।
লিরিক্স, সিনেমাটোগ্রাফি আর সুর এক কথায় অসাধারণ। এগিয়ে যাও বন্ধুরা...এগিয়ে যাও মেট্রোলাইফ।
কৃতজ্ঞতা ❤
কথা গুলা খুব স্থির ভাবে কলিজাই লাগে।।। শুভ কামনা মেট্রোলাইফ।।।
অসম্ভব অসম্ভব বেশি সুন্দর একটা গান!!! আমার গানটা শুনলে খুব বেশি পাগল পাগল লাগে!! অস্থির লাগে!!! নিজেকে খুঁজে পাই শুধুই!!!
জুনায়েদ ইভান -ভাই এর পোষ্ট থেকে গানটার সম্পর্কে জেনে শুনতে এলাম🖤অসাধারণ গান❤️
Sem vai ami o
Zunayed evan vhai ar post dekha aslam🥰
অসাধারণ গান❤️❤️
এই গান এতোদিন পর হঠাৎ ফেসবুকের এক ভিডিওতে সামনে আসলো। আফসোস হচ্ছে এই ভেবে যে আগে দেখিনি কেনো। অসাধারণ। কেমন একটা আবেশ সৃষ্টি করেছে এই গান।❤❤
❤️❤️
কি নিখুঁত লিরিকস😊
আহ লাইনগুলো শুনলেনই
শান্তি লাগে💜
সন্ধ্যার বাসে ছুটে চলা ভাবাসা
বেশ সুন্দর লিরিক ও সুর। বেশ লেগেছে আমার! অনেক অনেক শুভ কামনা 🌸
আমি মেট্রোলাইফ এর গান এই প্রথম শুনলাম। যতটুকু বুঝলাম আবারও গানটা কখনো না কখনো শুনতে হবেই। শুভকামনা রইলো।
❤️❤️
অনেক সুন্দর গান মেট্রোলাইফ। সবসময় শোনা যাবে এমন একটা গান। চারিপাশে কি সুন্দর শান্ত করে দেয়... আপনাদের জন্যেও ভালোবাসা। 🌸❤️
❤❤❤
কি দারুন গান, কি দারুন তার অর্থ।।। ভালোবাসা দীর্ঘজীবী হোক।।
কি আছে এই গানে এতবার কেন শুনি?
সুন্দর, অসম্ভব সুন্দর যাই বলি না কেন এই গানটির জন্য কম হয়ে যাবে 🥰❤️
এই গানটা প্রথম দিন থেকেই খুব ভালো লেগে গেছিলো। নতুন instrument এর ব্যাবহার সবসময়ই নতুন কিছু শেখায়। যেভাবে ukulele এর lead আর kazoo ব্যাবহার করা হয়েছে, তা গানটিকে আরও অনেকগুন ভালো করে দিয়েছে। খুব ভালো গান।
🖤🖤🖤
OMG ki banaisen vai .......sotti ossadharon
এর আগে মেট্রোলাইফের কোন গান শোনা হয়নি।ফ্যান হয়ে গেলাম😍
অনেক শুভকামনা আর ভালোবাসা রইলো❤️
ভালোবাসা নিবেন ❤
অসাধারণ ❤এতদিন চোখে পড়লো না এমন অসাধারণ গান 🥰
আজকে আমার শুনা সেরা গানে আমার এক যাদুকরী কমেন্ট রেখে গেলাম❤।যখন কেও আমার এই কমেন্ট পড়ে রিপ্লাই বা লাইক করবে তখন আবারো এই গানটি শুনা হবে😊🥰
@@mdparvejahmedjoy595 আজকে আবার শুনেন
ভাইয়া এটা একটা মাস্টারপিস❣️
দিনে কমপক্ষে ২০ বার তো শুনিই ❣️❣️
এত্তো ভালো লাগে! কি যে বলবো 🥰
এরকম আরো গান শুনতে চাই 😊😊
হ্যাঁরে শুনছিস!!!
কার্নিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা🖤
এইতো তিনদিন হলো আপনাদের গান সাজেশনে আসছিল। তারপর গভীর রাতে এখন থেকে আপনারাও হবেন আমার নিকোটিনের ধোঁয়ার সহচর। ভালবাসা নিবেন 💜
❤️
আহা!!!
কি অসম্ভব সুন্দর লিরিক।
শুভকামনা মেট্রোলাইফের জন্য।এগিয়ে যাও অনেক দূর।
❤️❤️
Bob Dylan er Sad Eyed Lady of the Lowlands er oshadharon transcript toiri koreche Metrolife. Sotyi'i mon bhore jay ei gan tay.
হঠাৎ করেই ইউটিউবে সামনে আসলো। এখন লুপ চলছেই। জানিনা কতক্ষণ চলবে। আপনাদের একজন ভক্ত হয়ে গেলাম। ফর লাইফটাইম।
Means a lot 🖤🖤
এমন সুন্দর কিছু শুনার অপেক্ষায় ছিলাম।
এগিয়ে যাও বহুদূর ভালোবাসার মেট্রোলাইফ।
যেকোনো মোমেন্ট এর জন্যে যেকোনো স্থান এর জন্যে পারফেক্ট একটা গান।
❤️
একদম শেষে যখন বলে "বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা" ঐ অংশটুকু 😍😍😍 আর পুরো গানটার মধ্যে যে 90's এর একটা vibe আসে, that's just lovely 🤍🤍🤍
shuna sesh e hocche naa... aar koto bar shunle birokto hobo? naki hobo na... moner kinare lege jasse gann ta... bhalobasha roilo
কার্ণিশে তুলে রাখো বেদনার নীল
বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা💙💙
গানটার প্রত্যেকটা শব্দ এতটাই মুখস্থ আর মনে গাথা যা বলে বুঝানো যাবে না❤️
সেরাদের তালিকায় থাকবে এই গান,
শুভকামনা রইল 🤎
খুবই তারাতাড়ি মিলিয়নের মাইলফলক স্পর্শ করবে,
আমাদের মতো সঙ্গীত প্রেমিদের কাছে এরুপ হঠাৎ চমৎকার একটা গান শুনতে পারার সৌভাগ্য এক অসাধারণ অনুভূতি।
,,,,,,ধন্যবাদ,,,,,,
❤️
শীতের আগে পুরো শীত জুড়ে শোনার মত একটা গান পেয়ে গেলাম। টেক লাভ ❤️
❤❤❤❤❤
অসম্ভব সুন্দর দাদা, এগিয়ে যান আমারা ব্যান্ড ফ্যানরা আছি আপনাদের সাথে! আশা শুধু এটুকুই, এরকম সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিবেন;❤️
অনেক ধন্যবাদ! কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো 🖤
হঠাৎ
দুজন দু দিকে। মাঝখানে একটা দেয়াল। অনর্থক এ ভালোবাসা।
এইসব গানের জন্য ভালবাসা ছাড়া আর কিছু দেওয়ার নাই❤️❤️❤️❤️
মেট্রোলাইফ আপনাদের প্রতি আমার বুক চিড়ে যদি ভালোবাসা দেখাতে পারতাম নিজের কাছে সুখ পেতাম।
অসাধারণ ভালোবাসা নিবেন 🖤🖤
প্রতিদিন নিয়ম করে শুনি। অনুভবে ভালোবাসা নিও মেট্রোলাইফ।🌻
গানটার মাঝে কেমন যেন একটা সৈন্দর্য্য লুকিয়ে আছে , অঞ্জন দত্তের গানের মতো কিছুটা ফিল পাওয়া যায় ।
এতো সুন্দর আর করে কেই বা বলতে পারে,বাকিটুকু জুড়ে আমাদের ভালোবাসা।
এক রাশ ভালোবাসা মেট্রোলাইফ❤️
❤️❤️❤️
Gaan ta shune monta vlo hoye gelo..etoh shundor ganer protita line❤❤!
মেট্রোলাইফের জন্য ও থাকবে আমাদের ভালোবাসা❤️
অনেক অনেক ভালোবাসা 🖤🖤🖤
লিরিক্স গুলি খুব সুন্দর।শুনলেই বোঝা যায় কত ভালোবাসা ❤ দিয়ে গানটা তৈরি করা হয়েছে। আরও অনেক অনেক এরকম গানের অনুরোধ রইলো 🙏
সত্যি মন ভরে গেলো গান টা শুনে। অনেক সুন্দর। 💕❤️❤️❤️
❤️❤️❤️❤️
৪ই ডিসেম্বর আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে মেত্রলাইফের কনসার্ট সাথে শিরোনামহীন।শিরোনামহীনের ফ্যান আমি তাই টিকেট কিনে ফেলেছি।কিন্তু কিনে দেখি মেট্রোলাইফ নামের একটা ব্যান্ডও পারফর্ম করবে ।তারপর সার্চ দিয়ে গান গুলো শুনলাম মেট্রোলাইফের।এখন আফসোস হচ্ছে আগে কেনো পায়নি খুঁজে 😢সব গুলো গান কতবার করে যে শুনতেছি হিসেব নেই।ভালোবেসে ফেললাম মেট্রোলাইফ❤️🔥
কিছুদিনের মধ্যেই শহুরে জীবন কাটানো শুরু করবো তাই গানটা শুনে মনে হচ্ছে আমার জন্যেই লেখা হইছে।
Niloye Bhai sei
অসাধারণ মিউজিক কম্বিনেশন আর লিরিক তোও পুরো মন মাতানো।অনেক দূর এগিয়ে যান আপনারা। অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য আর সব সময় পাশে আছি। টেক লাভ ব্রাদার্স
Thanks for coming in the premiere brother, despite of having much trouble..
We love you ❤
😍❤️
Khob sundor hoise ..
Valobasa roilo 💙💙❤️🤗
অনবদ্য একটি গান।
মেট্রোলাইফ - ভবঘুরে নভোশ্চর। ❤
ভালোবাসা নিবেন ❤