মেট্রোলাইফ এর প্রথম আনপ্লাগড গান "তোমরা যেদিন শহরে আসবে", যে গানের জন্ম নিতান্তই কিছু এলোমেলো কবিতার লাইন আকারে, সেটা ব্যান্ড শুরু করবারও আগের কথা। ২০১৮ সালের ডিসেম্বরের এক বিকেলে পাবলিক বাসে বসে মোবাইলের নোটপ্যাডে অয়নের লেখা ছোট্ট একটা কবিতাই আজ পূর্ণতা পেয়েছে সুর হয়ে, যাতে উঠে এসেছে সময়ের প্রয়োজনে দূরে চলে যাওয়া বন্ধুদের স্মৃতি রোমন্থনের বিষাদগ্রস্ত গল্প। এ গানের আর্টওয়ার্ক থেকে শুরু করে এনিমেশন পর্যন্ত সবগুলো কাজই আমাদের অপরিপক্ক হাতে তৈরি। আশা করি গানটা শ্রোতাদের ভালো লাগবে ...
প্রথম দিন থেকেই গানটার প্রেমে পড়ে গেছি ভাই,এক সপ্তাহ ধরে সারাক্ষণ কানে বাজছে, ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ❤️❤️
ছেলেরা অনেক কিছু হারায়। বুকে ধারণ করে থাকা কোনো এক স্রোতস্বিনী আর পাশে বসে থেকে কাঁধে হাত রাখা বন্ধুগুলোও একসময় হারিয়ে যায়। দিনশেষে শূন্যতাই শাসন করে যায় ছেলেদের জীবন। ছেলেরা কখনো কাঁদে নাহ, পরবর্তী সিগারেটটা ধরায় শুধু... 1:20 সুখগুলো বহুদূর ; শহরতলীর বুক ; শূন্যতা নির্জন আকাশে MetroLife 💙 হারিয়ে যাওয়া জিনিসগুলোকে সুর দিয়ে এক করে দেয়ার জন্য ধন্যবাদ ✨
জীবনের সেরা সময়গুলোর গল্পগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই গানটির মধ্যে যে ভেবে ভেবে কান্না পেয়ে যাচ্ছে কিসব দিন ফেলে এসেছি পেছনে। আর সুরের কথা কি বলবো ঘুমিয়ে ঘুমিয়ে গুনগুন করছি। আশাকরছি আরো এরকম সুন্দর গান উপহার হিসেবে দেবেন আমাদের। ভালোবাসা রইল। ❤❤❤ from India
এসব গান আন্ডাররেটেড থাকুক চিরকাল!! আমাদের মতো কতিপয় উস্কুখুস্কু চুলের বিমর্ষ আত্না আসুক এ গানের স্বাদ গ্রহণ করতে!! সিগারেটের আগুনের তপ্ততার সাথে এ গানের শীতলতা মিশে যাক!! 🖤
ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্বের সম্পর্ক গুলো,অনেক দিন বাঁচুক,,,,হারিয়ে যাওয়ার ভয়ে নয়,বন্ধন গুলো শক্ত হওয়ার জন্য,বন্ধুরা থাকুক সকল সুখ দুঃখ ভাগাভাগির জন্য, Metro life got a long way to go,,,best wishes
সবাই তো আর সেম না।ফুটকি মারা খাইছে সেটা আপনার ব্যর্থতা কারণ আপনি সঠিক বন্ধু যাচাই-বাচাই না করে করে ফেলেছিলেন যার কারণে ফুটকি মারা খাইছেন।@@MahtabKhan-cc1us
হয়তো সবাই ইউনিভার্সিটি লাইফ বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি লাইফ অনেক ইনজয় করে।কিন্তু আমি ডিপ্রেশন ইনজয় করতে আছি। আমার কোনো ভালো বন্ধু নাই ভাই।স্কুল জীবনে যেই রকম আন্ডাররেটেড ছিলাম সেই রকম ই আছি।ভাবছিলাম হয়তো অনেক পরিবর্তন হইবে অনেক এক্সপেক্টেশন ছিলো কিন্তু কিছুই পাইলাম না।একটা মেয়েও পছন্দ হইছিলো কিন্তু হয়তো এইডাও পাওয়া হইয়া উঠবে না কোনো দিন। কিন্তু এই গানের কথাগুলা সবসময় আমার সাথে থাকবে। শুন্যতা একাকিত্ব আর ডিপ্রেশন এর জন্যই হয়তো এই গান😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 লাভ ইউ মেট্রোলাইফ❤❤❤
এই গানটা অনেক সুন্দর । বিশেষ করে 'দোতালা বাসের ভীড়, বিষাদেই চৌচির' এই অংশটুকু শুনলে অনেক কিছু মনে পড়ে যায় । প্রায়ই শুনি গানটা । অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ❤
First of all thanks a lot team Metrolife!আমরা এই জেনারেশনের ছেলে-মেয়েরা অড সিগনেচার কিংবা আফটারম্যাথের গানগুলো শুনতে শুনতে যখন ই বিষণ্ণ হয়ে পড়বো তখন ই মেট্রোলাইফের গানগুলো শুনে প্রশান্ত হয়ে যাবো❤️
কি সুন্দর একটা গান। এদেশের শ্রোতাদের একটা অংশ সুন্দর গান গুলো অনেক পরে শুনে। যখন গান গুলো যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার বিশ্বাস এই গান একদিন অনেক মানুষ শুনবে। আর মেট্রোলাইফের জন্য অনেক অনেক শুভকামনা। ♥️
প্রথম শুনলাম metrolife এর গান আর সাথে সাথে একটা আলাদাই সম্পর্ক হয়ে গেলো..শুনেই গেলাম শুধু শুনেই গেলাম... ধন্যবাদ এত ভালো একটা গান উপহার দেওয়ার জন্য আমাদের❤
গানটা হয়তো হাজার বার শোনবার পরে কিছু লিখতেছি। এতবার শুনেও গানটা যেন নতুনের অনুভূতি দেই। কত সুন্দর টান, সুর, লিরিক্স। এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।❤
আহা! আহা!! বুকের ভেতরটায় কোথায় গিয়ে যেন লাগে! আরও আগে কেন শুনিনি এই গান। তবু বেচেঁ থাকার সৌভাগ্যে শোনা হল দু 'বছর পরে, তাই 'ই বা কম কি! বহুদূর হেটে যাও। অনেক শুভকামনা রইলো ❤
শূন্যতায় ভরপুর মধ্যরাত গুলোর না বলা কথায় মিশে থাক এই গানের প্রতিটি কথা। আমাদের মত একা মানুষগুলো বার বার ফিরে আসুক প্রতিটি অক্ষর এর টানে। কিছু না বলা কথা নিজেকে নিজে বলতে এই গানটি ভীষণ প্রয়োজন।
অনেকদিন ধরেই শুনছি। কিন্তূ কমেন্ট করা হয়নি। প্রথম যেদিন Imagin Radio তে গানটা শুনেছিলাম, তখন গানটার প্রতি অদ্ভুদ ভালোবাসা সৃষ্টি হয়। সাথে সাথে আমি ইউটিউব থেকে শোনা শুরু করলাম। গানটা যদি শেষ না হতো তাহলে বেশ ভালো হতো। আমি আজও জানি না মানুষ এতো সুন্দর গান কিভাবে কম্পোজ করতে পারে! আপনাদের মারাত্মক সুন্দর ট্যালেন্ট আছে। ইনশাল্লাহ আপনারা বহুদূর যাবেন। সাথেই আছি, রইলো অবিরাম ভালোবাসা।
গানটা আগেও শুনেছি। কিন্তু আজ ভার্সিটির শেষ সময় যখন বন্ধুরা নতুন জীবনে পা দেওয়ার জন্য ছুটে চলা শুরু করেছে আবার নিয়ে আসলো এই গানের কাছে। যতবার শুনতেছি ততো অনুভব করছি🥺 Thank you Metrolife ❤ long way to go 🥰 best wishes
কিছু কথা নির্বাক মানুষগুলোর কাছে জমা থাকতে বড্ড ভালোবাসে। এই গানটার কথাগুলো যখন হেয়ালি হয়ে আত্মপ্রকাশ করছে........ তখন এর সাথে নিজের মতো করে নিজের সাথে মেলাতে বেশ ভালো লাগছে এই একলা আমার।।।। জীবনটা শুধু চলে যাওয়া প্রিয় মানুষটাকে নিয়ে নয় অনেকের জীবন বাস্তবতার শিকলেও আটকে যায়!!!! thanks a lot @Metrolife TV... For giving a gift like this!!!!!!!
গানটা শোনা হয়েছে এখন পর্যন্ত শতবার। কখনো কমেন্ট করব এমন মানসিকতা ছিলনা, সচরাচর করিনা। কিন্তু গানটা হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে যে একটা স্মৃতি রেখে যেতে বাধ্য হলাম। যদি কেউ আসে আমাকে খুঁজতে, আমাকে যেন এখানে পায়। আলিফ তাজ, ২০২২ মালয়েশিয়া।
আমি সাধারণত ইউটিউব ভিডিও তে কমেন্ট করি না। কিন্তু গান টা শুনে নিজের কমেন্ট করা টা কে আটকে রাখতে পারলাম না। অনন্য!❤️ গানের প্রাণবন্ত লিরিক্স সেই সাথে সুনিপুন সুর এক অদ্ভুত সুন্দর আবহ তৈরি করেছে। রাতের ক্লান্ত, অবসন্ন সময়ে এই গান টা আমায় এক দারুণ স্বস্তি দিবে। আপনারা শুধু হারিয়ে যাবেন না।
আজ থেকে কয়েক বছর পর যখন মেট্রোলাইফ খুব বেশি জনপ্রিয় হয়ে উঠবে, হয়তো সবার মুখে মুখে থাকবে ওদের নাম। সেদিন গর্ব করে বলবো আমি শুরু থেকেই ওদের গান শুনতাম, ওদের একেকটা গানে আমি একেকটা জীবন সুর পেয়েছি। আমি তখন থেকেই ওদের ভালোবাসি❤️
Just let this music flow eternally. It's like finally being at PEACE after a journey which has hurt you !!! You may have a broken heart right now.....but you know that the painful journey is over !!!!
গানের প্রতিটি কথা যেন পুরানো শৈশবকে মুঠোবন্দী করে তুলে। গান টা খুব কম মানুষ দেখলে ও এই গান সবার জন্য না, বিশেষ কিছু মানুষের জন্য এই গান সবাই এই গানের মর্ম বুঝতে পারে না
আগামী ৫/৬ মাসের মধ্যে আমাদের সার্কেলের সবাই দেশের কোথাও না কোথাও ছড়িয়ে যাবে হইতো নিজেও দেশ ছেড়ে পাড়ি জমাবো অন্য দেশে এসব কিছু ভাবতে ভাবতে কানে বেজে ওঠে “সুখগুলো বহুদূর, শহরতলীর বুক শূন্যতা নির্জন আকাশে, সিগারেটে আগুনটা জ্বলে ওঠে শেষবার, তারপর হয়ে যায় ফ্যাকাশে” ভালো থাকুক সব বন্ধুরা 😊
মানে এত সেরা যে,, এই ব্যান্ড এর সব গান সন্ধ্যা,তোমরা যেদিন শহরে আসবে,দ্বিপ্রহর,এখানে আকাশ মেশে,ঘুনপোকা,খতিয়ান ইত্যাদি সব গান আমার ভালো লাগে আরও আপলোড দিন Masterpiece all song & this band
আরো ৩ মাস আগে হঠাৎ করে গানটা সামনে আসলো,এইদিন হাতে কিন্তু সিগারেট ছিলো,আর গানটা শুনে যেন সিগারেট এর ফিলটা ভালোই ফেলাম,এইদিন থেকে আমি মেট্রোলাইফের অনেক বড় ফ্যান হয়ে গেলাম,মুটামুটি সব গুলো গান শুনছি মেট্রোলাইফের তবে এই গানটা আমার মুখস্থ হয়ে গেছে একদম,কত বার যে শুনেছি তার ঠিক নেই,প্রতিদিন হাজার বেস্ততার মাঝে ও একবার শুনা হয়💖
amader college farewell e amra 3rd year er student ra mile nijeder lekha ekta natok present krechilam . tate amra amader 3 bochorer kichu muhurto aar college sesh howar por kivabe sobai alada hoye jabo seta present krechilam. natok seshe ei gaan ti diye amra natok ti sesh kri.. r backstage e amra prottek e kede feli.. jara dekhchilo tarao. amader college jibon r 2 mas..tarpor cigarette e agun ta nive jabe..kintu oi muhurto gulo fakase hbe na konodino.. bole bojhate parbo na ei gaan ta amader kache kotota mulloban. thank you for making this gem. 20 bochor por abar jokhon sunbo abaro hoyto kede uthbo😌
Tomra Jedin Shohore Ashbe Song Lyrics In Bengali : শীত বিকেলের রোদ ক্লান্ত সে অনুরোধ, রেখে গেছে প্রেয়সীর ওড়নাতে জলছাপ, দোতালা বাসের ভীড় বিষাদেই চৌচির, জীবনের গল্পটা ঝরে যায় চুপচাপ। সে তো কানামাছি খেলা ছুটির বিকেলবেলা, উড়ে চলে হাওয়াতে মিছে চাওয়াপাওয়াতে। সুখগুলো বহুদূর, শহরতলীর বুক শূন্যতা নির্জন আকাশে, সিগারেটে আগুনটা জ্বলে ওঠে শেষবার, তারপর হয়ে যায় ফ্যাকাশে। আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে নীরবেই মিশে যায় আঙিনায়, মৃত ঘাসফড়িঙের খণ্ডিত দেহে কী রং খোঁজো বলো মিছে বাহানায় ? তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন মেঘ হয়ে ভাসেনি এ আকাশে। শীত বিকেলের রোদ ক্লান্ত সে অনুরোধ, রেখে গেছে প্রেয়সীর ওড়নাতে জলছাপ, দোতালা বাসের ভীড় বিষাদেই চৌচির, জীবনের গল্পটা ঝরে যায় চুপচাপ। সে তো কানামাছি খেলা ছুটির বিকেলবেলা, উড়ে চলে হাওয়াতে মিছে চাওয়াপাওয়াতে। সুখগুলো বহুদূর, শহরতলীর বুক শূন্যতা নির্জন আকাশে, সিগারেটে আগুনটা জ্বলে ওঠে শেষবার, তারপর হয়ে যায় ফ্যাকাশে।
I told my friends that this is going to be our song in future days. Metrolife will go a long way. Love and support for you guys. One of the best Eid gift💙
গানটা যখন আমি শুনলাম তখন সত্যিই চেনা মানুষ সময় এর প্রয়োজনে, জীবনের জন্য দূরে। আমাদের শহরতলী এখন আলাদা। সুখগুলো বহুদূর, শহরতলীর বুক, শূন্যতা নির্জন আকাশে🍀 ভালোবাসা Metrolife🌻
শীতকাল আসে আর গানটা একটা ধাক্কা দেয়।গত শীতেও এই গান রিপিটেডলি শুনেছি,এই শীত আসার মুহুর্তে আবারও শুরু🖤অপরিপক্ক অ্যানিমেশন আর এলেমেলো কবিতার গুটি দিয়ে তৈরি মালাটাই এত ঝলমলে❤️
এক মায়াবি গান, সম্পূর্ণ গান টাই যেন জীবনের প্রথম ভালবাসার সাথে মিশে আছে, সে আজ নাই তবে গানের প্রতিটা লাইন আর প্রতিটা টানে, আজ তাঁকে খুঁজে পাই, খুঁজে পাই সেই মুহূর্ত গুলোকে । ধন্যবাদ এত সুন্দর গানটা উপহার দেওয়ায় ।
আমি সিগারেট খাইনা। তবুও গ্রীষ্মকালেও বাষ্প বেরোয় নাক মুখ দিয়ে। একটা অনিশ্চয়তা যখন ঘিরে রেখেছে কাউকে কিছু বলার জায়গা পাইনি। তখনই এই গান, মেট্রোলাইফ আর এক বিশাল সমুদ্র❤
প্রিয় মেট্রোলাইফ এর গান অনেক আগে থেকেই শোনা হয় ❤, কিন্তু আজকে একটি তথ্য জানতে পারি 😊 যেটা শুনে মেট্রোলাইফ এর প্রতি আরও ভালবাসা বেরে গেলো।।😊😊❤।। ❤নিলয় ভাইয়া আমার সালাম নিয়েন😊।।
এপার বাংলা থেকে অনেক অনেক ভালবাসা, আমি খুব একটা কমেন্টে করায় বিশ্বাসী নই, তাও না করে পারলাম না। বাংলা ভাষায় আমার শোনা অন্যতম সেরা গান এটা। যতবার শুনি, একটা মনকেমন ভাব ঝাঁকিয়ে বসে। অনেকদুর যাবে, মেট্রোলাইফ 💙
একটা সময় পর দেখা যায় জীবন থেকে অনেক বন্ধু হারিয়ে যায়।যাদের সাথে কতো খেলাধুলা, হাসাহাসি,কতো আড্ডা,কতো সৃতি তাদের কে নিয়ে। অথচ তারাই একটা সময় পর অনেক দূরে চলে যায়।😢ভালো থাকুক হারিয়ে যাওয়া বন্ধুরা।😢
সত্যি বলতে গানটার নাম যখন প্রথম শুনলাম, তোমরা যেদিন শহরে আসবে, তখন থেকেই অন্যরকম Expectation ছিল,তখন পর্যন্ত গানটা শোনা হয় নাই, সময়ের অপেক্ষায় ছিলাম, আর এখন গানটা শুনতেছি ২ দিন যাবত, যেই আসা নিয়ে গানটা প্লে করেছিলাম পুরোটাই যেন এই গানে আছে,Metrolife namei ekta shanti,Metrolifelove
হয়ত এটা দর্শন,হয়ত এটা হতাশা,হয়ত এটা বিষন্নতা,হয়ত এটা অসম্পূর্ণ অসমাপ্ত কাব্য ,হয়ত এটা আশা ,হয়ত এটা ভালোবাসা ,হয়ত এটা একতরফা চাওয়া ,হয়ত কিছু দুঃখ পাওয়া । কিন্তু এটাই জীবন । জীবনের এই গল্পে এমন একটি অপূর্ব সুন্দর গান জীবন নামক গল্পটাকে পরিপূর্ণতা দেয় । অনেক ভালোবাসা রইল আমার প্রিয় একটি ব্যান্ড এর জন্য।❤️💙💛💚
Shomoyer shathe amio aj amr onk kacher bondhu k hariye felechi. Akhn amra onk dure ek ek jon . kintu bondhutto tao roye jay shob shomoy. Oshadharon Metrolife gaaner kotha gula jeno ekdom nijer . oshonkho bar shona hoye giyeche eitimoddhe. Go Ahead Metrolife 💙💙💙
অনেক সময় অতিক্রান্ত, কিন্ত আমরা বিভোর হয়ে আজও শুনছি, তবুও তৃশনা মেটে না.। কি ছিল এই গান গুলিতে..? ছিল অবশ্যই ছিল.। সেগুলো বোধ হয় আমাদের সারল্য, তারুণ্য সোজাসরল সহচরেরা, সোনালী বিকেল, পড়ন্ত সূর্য, উদার আকাশ ইত্যাদি.।
what a terrific tune, lyrics my heart just melt, have a great feel, beautiful beyond words. wish, you guys will get more famous and get tons of famous backers for your future gigs.💖
অনেক দিন ধরে এই গানটা শুনি না।আজ পাশের বাসা থেকে কেউ একজন শুনতেছিল।হঠাৎ সুর টা কানে বেজে উঠেলো!এরপর সারাদিন ধরে শুনছি এই গানটা।কেমন জানি হাহাকার জেগে উঠলো।কত কিছু হারাতে হারাতে বড় হয়ে উঠছি।এত কিছু হারিয়ে বড় হয়ে যেতে হবে জানলে বোধহয় কোনোদিন ও চাইতাম না এত বড় হতে! আসলেই কত দিন ধরে দেখি না সেই প্রিয় মানুষ গুলোর চেনা মুখ গুলো,মেঘ হয়ে ভেসে উঠে না তারা! শুধু হারিয়ে যাচ্ছে একেকটা দিন! সুখগুলো হয়তো বহুদূর! বহুদুর!
স্কুল জীবন শেষ করে যে যার মতো পাড়ি জমিয়েছি বিভিন্ন শহরে। প্রচুর মনে পড়ে স্কুলের বন্ধুদের। আর কিছু দিন পরে কলেজে জীবনও শেষ হতে চলছে। আবারও প্রয়োজনের তাগিদে ভিন্ন ভিন্ন গন্তব্যে পা বাড়াবো। খুব মিস করবো কলেজ লাইফের বন্ধুদের। আমার অনেক সফলতা, প্রাপ্তি, অর্জন তাদের জন্যই সম্ভব হয়েছে। ❤
মেট্রোলাইফ এর প্রথম আনপ্লাগড গান "তোমরা যেদিন শহরে আসবে", যে গানের জন্ম নিতান্তই কিছু এলোমেলো কবিতার লাইন আকারে, সেটা ব্যান্ড শুরু করবারও আগের কথা। ২০১৮ সালের ডিসেম্বরের এক বিকেলে পাবলিক বাসে বসে মোবাইলের নোটপ্যাডে অয়নের লেখা ছোট্ট একটা কবিতাই আজ পূর্ণতা পেয়েছে সুর হয়ে, যাতে উঠে এসেছে সময়ের প্রয়োজনে দূরে চলে যাওয়া বন্ধুদের স্মৃতি রোমন্থনের বিষাদগ্রস্ত গল্প। এ গানের আর্টওয়ার্ক থেকে শুরু করে এনিমেশন পর্যন্ত সবগুলো কাজই আমাদের অপরিপক্ক হাতে তৈরি। আশা করি গানটা শ্রোতাদের ভালো লাগবে ...
অবশ্যই ভালো লেগেছে🥰🥰
আমার এখন নিতান্তই, নির্জনে চলার পথে সূর বাজিয়ে মোহনীয় করার তোলার এক উত্তম উপকরণ
ভবিষ্যতে আরো ভালো কাজ উপহার দিবেন। প্রত্যাশা টা বেড়ে গেলো।
প্রথম দিন থেকেই গানটার প্রেমে পড়ে গেছি ভাই,এক সপ্তাহ ধরে সারাক্ষণ কানে বাজছে,
ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য।
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ❤️❤️
@@niher007 সাথেই থাকুন!
হঠাৎ করেই শুনলাম। শীতের রোদের মতোই ওম জড়িয়ে দিল ❤️
❤️❤️❤️
@@metrolife_music❤
right
ছেলেরা অনেক কিছু হারায়। বুকে ধারণ করে থাকা কোনো এক স্রোতস্বিনী আর পাশে বসে থেকে কাঁধে হাত রাখা বন্ধুগুলোও একসময় হারিয়ে যায়। দিনশেষে শূন্যতাই শাসন করে যায় ছেলেদের জীবন। ছেলেরা কখনো কাঁদে নাহ, পরবর্তী সিগারেটটা ধরায় শুধু...
1:20 সুখগুলো বহুদূর ; শহরতলীর বুক ; শূন্যতা নির্জন আকাশে
MetroLife 💙 হারিয়ে যাওয়া জিনিসগুলোকে সুর দিয়ে এক করে দেয়ার জন্য ধন্যবাদ ✨
❤️❤️
জীবনের সেরা সময়গুলোর গল্পগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই গানটির মধ্যে যে ভেবে ভেবে কান্না পেয়ে যাচ্ছে কিসব দিন ফেলে এসেছি পেছনে। আর সুরের কথা কি বলবো ঘুমিয়ে ঘুমিয়ে গুনগুন করছি।
আশাকরছি আরো এরকম সুন্দর গান উপহার হিসেবে দেবেন আমাদের।
ভালোবাসা রইল।
❤❤❤ from India
Take love from Bangladesh ❤️❤️
"তোমাদের চেনা মুখগুলো জানো কত দিন
মেঘ হয়ে ভাসেনি এ আকাশে" - অসাধারন লাইন মন ছুঁয়ে গেল এই শেষ লাইনটাই ❤❤❤। এভাবেই এগিয়ে যাও Metrolife ❤।
❤️
এসব গান আন্ডাররেটেড থাকুক চিরকাল!! আমাদের মতো কতিপয় উস্কুখুস্কু চুলের বিমর্ষ আত্না আসুক এ গানের স্বাদ গ্রহণ করতে!! সিগারেটের আগুনের তপ্ততার সাথে এ গানের শীতলতা মিশে যাক!! 🖤
❤❤
🖤
Vai... 😌.. Hebby likhecho. ❤️
আমাকেও এ গানের স্বাদ নিতে হয়
ভালো লাগে, আবার ভালো লাগতে লাগতে চোখে পানি আসে
❤️❤️
ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্বের সম্পর্ক গুলো,অনেক দিন বাঁচুক,,,,হারিয়ে যাওয়ার ভয়ে নয়,বন্ধন গুলো শক্ত হওয়ার জন্য,বন্ধুরা থাকুক সকল সুখ দুঃখ ভাগাভাগির জন্য,
Metro life got a long way to go,,,best wishes
Thanks a lot.
Stay connected.
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কোনরকম ঝগড়া ঝাটি চাঁড়াই সবাই ধিরে ধিরে হারিয়ে যাচ্ছে মনের লিস্ট থেকে সত্যি বলতে সময়ের কাছে আমরা খুবই অসহায়
baal er bondhutto amar bondhu amare putki maira dise baal er gaan
সবাই তো আর সেম না।ফুটকি মারা খাইছে সেটা আপনার ব্যর্থতা কারণ আপনি সঠিক বন্ধু যাচাই-বাচাই না করে করে ফেলেছিলেন যার কারণে ফুটকি মারা খাইছেন।@@MahtabKhan-cc1us
হয়তো সবাই ইউনিভার্সিটি লাইফ বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি লাইফ অনেক ইনজয় করে।কিন্তু আমি ডিপ্রেশন ইনজয় করতে আছি। আমার কোনো ভালো বন্ধু নাই ভাই।স্কুল জীবনে যেই রকম আন্ডাররেটেড ছিলাম সেই রকম ই আছি।ভাবছিলাম হয়তো অনেক পরিবর্তন হইবে অনেক এক্সপেক্টেশন ছিলো কিন্তু কিছুই পাইলাম না।একটা মেয়েও পছন্দ হইছিলো কিন্তু হয়তো এইডাও পাওয়া হইয়া উঠবে না কোনো দিন।
কিন্তু এই গানের কথাগুলা সবসময় আমার সাথে থাকবে।
শুন্যতা একাকিত্ব আর ডিপ্রেশন এর জন্যই হয়তো এই গান😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
লাভ ইউ মেট্রোলাইফ❤❤❤
❤️❤️
❤❤❤
😢😢😢
বাদ দেন ভাই,এগুলো সবার কপালে নাই 😅
এই গানটা অনেক সুন্দর । বিশেষ করে 'দোতালা বাসের ভীড়, বিষাদেই চৌচির' এই অংশটুকু শুনলে অনেক কিছু মনে পড়ে যায় ।
প্রায়ই শুনি গানটা । অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ❤
ভালোবাসা রইল প্রিয় সোহান ভাই❤️
দোতং পাহাড়ে ভরা পূর্ণিমার রাতে গানের আসরে বসবো কোনো একদিন আমরা!
First of all thanks a lot team Metrolife!আমরা এই জেনারেশনের ছেলে-মেয়েরা অড সিগনেচার কিংবা আফটারম্যাথের গানগুলো শুনতে শুনতে যখন ই বিষণ্ণ হয়ে পড়বো তখন ই মেট্রোলাইফের গানগুলো শুনে প্রশান্ত হয়ে যাবো❤️
❤❤❤
Odd signature ar aftermath er Onk joss apne ai shob bolte paren nh
ami o❤❤❤😊
কি সুন্দর একটা গান। এদেশের শ্রোতাদের একটা অংশ সুন্দর গান গুলো অনেক পরে শুনে। যখন গান গুলো যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার বিশ্বাস এই গান একদিন অনেক মানুষ শুনবে। আর মেট্রোলাইফের জন্য অনেক অনেক শুভকামনা। ♥️
It means a lot to us! Stay connected..
আসলেই ✨
প্রথম শুনলাম metrolife এর গান আর সাথে সাথে একটা আলাদাই সম্পর্ক হয়ে গেলো..শুনেই গেলাম শুধু শুনেই গেলাম... ধন্যবাদ এত ভালো একটা গান উপহার দেওয়ার জন্য আমাদের❤
i am obsessed with this man's vocal 🥺 how clean it is. I don't know why metrolife is so underrated 🥹 keep it up guys. 🖤
এই গানটা খুবই নস্টালজিক। যতবার শুনি ততবার কান্না পায়
❤️❤️❤️
গানটা হয়তো হাজার বার শোনবার পরে কিছু লিখতেছি। এতবার শুনেও গানটা যেন নতুনের অনুভূতি দেই। কত সুন্দর টান, সুর, লিরিক্স। এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।❤
আহা! আহা!!
বুকের ভেতরটায় কোথায় গিয়ে যেন লাগে! আরও আগে কেন শুনিনি এই গান। তবু বেচেঁ থাকার সৌভাগ্যে শোনা হল দু 'বছর পরে, তাই 'ই বা কম কি!
বহুদূর হেটে যাও। অনেক শুভকামনা রইলো ❤
ভালো থাকুক সব বন্ধুরা 🖤
যারা চলে গেছে সময়ের টানে অথবা হারিয়ে গেছে এই পৃথিবীর কঠিন বাস্তবতায়। 🙂
যারা চলে গেছে সার্থের টানে 😊
Stay connected. 💚
😊
সুখগুলো বহুদূর শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে....
ভালোবাসা অবিরাম মেট্রোলাইফ 🥰
❣️
শূন্যতায় ভরপুর মধ্যরাত গুলোর না বলা কথায় মিশে থাক এই গানের প্রতিটি কথা। আমাদের মত একা মানুষগুলো বার বার ফিরে আসুক প্রতিটি অক্ষর এর টানে। কিছু না বলা কথা নিজেকে নিজে বলতে এই গানটি ভীষণ প্রয়োজন।
❣️❣️❣️
আহা! মেট্রোলাইফ 🥰
❤️❤️
অনেকদিন ধরেই শুনছি। কিন্তূ কমেন্ট করা হয়নি। প্রথম যেদিন Imagin Radio তে গানটা শুনেছিলাম, তখন গানটার প্রতি অদ্ভুদ ভালোবাসা সৃষ্টি হয়। সাথে সাথে আমি ইউটিউব থেকে শোনা শুরু করলাম। গানটা যদি শেষ না হতো তাহলে বেশ ভালো হতো। আমি আজও জানি না মানুষ এতো সুন্দর গান কিভাবে কম্পোজ করতে পারে! আপনাদের মারাত্মক সুন্দর ট্যালেন্ট আছে। ইনশাল্লাহ আপনারা বহুদূর যাবেন।
সাথেই আছি, রইলো অবিরাম ভালোবাসা।
সাথেই থাকুন। শহরজীবনের এই না বলা আবেগ গুলো পরের গানেও পাবেন আশা রাখি! কখনো হাল্কা তালে, কখনো বা হেভি সাউন্ডে!
সেই নির্মম অতীতে ফিরে যাই বার বার গানের প্রতি লাইনের সাথে
Masterpiece song❤️
❣️❣️
আহ! মেট্টোলাইফ 💙
মন ছুয়ে যেতে বাধ্য। অনেক শুভ কামনা, সকল শ্রোতাদের কাছে পৌঁছে যাক তোমাদের এই অসাধারণ গানগুলো।
গানটা আগেও শুনেছি। কিন্তু আজ ভার্সিটির শেষ সময় যখন বন্ধুরা নতুন জীবনে পা দেওয়ার জন্য ছুটে চলা শুরু করেছে আবার নিয়ে আসলো এই গানের কাছে। যতবার শুনতেছি ততো অনুভব করছি🥺
Thank you Metrolife ❤ long way to go 🥰 best wishes
❤️❤️
তুমি কখনো বোঝতেও পারবে না, তোমাকে পাওয়ার কতোটা তীব্র ইচ্ছে নিয়ে, তোমার কাছ থেকে দূরে চলে আসছি! 🖤
Hea💔😓
❤
কিছু কথা নির্বাক মানুষগুলোর কাছে জমা থাকতে বড্ড ভালোবাসে।
এই গানটার কথাগুলো যখন হেয়ালি হয়ে আত্মপ্রকাশ করছে........ তখন এর সাথে নিজের মতো করে নিজের সাথে মেলাতে বেশ ভালো লাগছে এই একলা আমার।।।।
জীবনটা শুধু চলে যাওয়া প্রিয় মানুষটাকে নিয়ে নয়
অনেকের জীবন বাস্তবতার শিকলেও আটকে যায়!!!!
thanks a lot @Metrolife TV... For giving a gift like this!!!!!!!
❣️❣️
গভীর রাতে যখন ফোনের এপাশ থেকে আর কিছুক্ষন কথা বলার মনোভাব প্রকাশ অপর পাশ থেকে বিরক্তির ছাপ তখন তাকে ছেরে দিয়ে এই গানগুলোই হয়ে ওঠে সময়ের সঙ্গী 🖤
গানটা শোনা হয়েছে এখন পর্যন্ত শতবার। কখনো কমেন্ট করব এমন মানসিকতা ছিলনা, সচরাচর করিনা। কিন্তু গানটা হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে যে একটা স্মৃতি রেখে যেতে বাধ্য হলাম। যদি কেউ আসে আমাকে খুঁজতে, আমাকে যেন এখানে পায়।
আলিফ তাজ, ২০২২
মালয়েশিয়া।
আমি সাধারণত ইউটিউব ভিডিও তে কমেন্ট করি না। কিন্তু গান টা শুনে নিজের কমেন্ট করা টা কে আটকে রাখতে পারলাম না। অনন্য!❤️ গানের প্রাণবন্ত লিরিক্স সেই সাথে সুনিপুন সুর এক অদ্ভুত সুন্দর আবহ তৈরি করেছে। রাতের ক্লান্ত, অবসন্ন সময়ে এই গান টা আমায় এক দারুণ স্বস্তি দিবে। আপনারা শুধু হারিয়ে যাবেন না।
অসংখ্য ধন্যবাদ। Means a lot ❤
আজ থেকে কয়েক বছর পর যখন মেট্রোলাইফ খুব বেশি জনপ্রিয় হয়ে উঠবে, হয়তো সবার মুখে মুখে থাকবে ওদের নাম। সেদিন গর্ব করে বলবো আমি শুরু থেকেই ওদের গান শুনতাম, ওদের একেকটা গানে আমি একেকটা জীবন সুর পেয়েছি। আমি তখন থেকেই ওদের ভালোবাসি❤️
ভালবাসা ও কৃতজ্ঞতা ❤
Just let this music flow eternally. It's like finally being at PEACE after a journey which has hurt you !!! You may have a broken heart right now.....but you know that the painful journey is over !!!!
❤️❤️❤️
তোমরা হারিয়ে যেওনা একদম!
তোমাদের জন্য অনেক অনেক ভালবাসা আর শুভকামনা..টিকেট কেটে তোমাদের কনসার্ট দেখতে চাই।🖤
Means a lot! ❣️
গানের প্রতিটি কথা যেন পুরানো শৈশবকে মুঠোবন্দী করে তুলে। গান টা খুব কম মানুষ দেখলে ও এই গান সবার জন্য না, বিশেষ কিছু মানুষের জন্য এই গান সবাই এই গানের মর্ম বুঝতে পারে না
Thank you so much.
Stay connected.
এত মোহনীয় একটা গান! ১ মাসে মনে হয় হাজার বার শুনেছি. ❤️
Love you metrolife
Thanks a bunch!
Amio vai 🖤
আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে,
নিরবেই মিশে যায় আঙিনায়। ❤️
তোমাদের চেনা মুখ গুলো জানো কতদিন,
মেঘ হয়ে ভাসেনি এই আকাশে ❤️❤️
Nice to talk
আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে
নীরবেই মিশে যায় আঙিনায়,
মৃত ঘাসফড়িঙ এর খণ্ডিত দেহে কী
রং খোঁজো বলো মিছে বাহানায়?
অনেক অনেক সুন্দর, এগিয়ে যাক মেট্রোলাইফ ।
আরো ভালো লাগছে গানটার রেকর্ডিং এর সময় থেকেই পাশে থাকার জন্য❤️
আহ অসাধারণ হয়েছে! গানের মাঝে আমিও হারিয়ে গেছি,ভালোবাসা সবসময়🖤❤️
Thank u❣️
আগামী ৫/৬ মাসের মধ্যে আমাদের সার্কেলের সবাই দেশের কোথাও না কোথাও ছড়িয়ে যাবে
হইতো নিজেও দেশ ছেড়ে পাড়ি জমাবো অন্য দেশে
এসব কিছু ভাবতে ভাবতে কানে বেজে ওঠে “সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা
জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে”
ভালো থাকুক সব বন্ধুরা 😊
মানে এত সেরা যে,, এই ব্যান্ড এর সব গান সন্ধ্যা,তোমরা যেদিন শহরে আসবে,দ্বিপ্রহর,এখানে আকাশ মেশে,ঘুনপোকা,খতিয়ান ইত্যাদি সব গান আমার ভালো লাগে আরও আপলোড দিন
Masterpiece all song & this band
আরো ৩ মাস আগে হঠাৎ করে গানটা সামনে আসলো,এইদিন হাতে কিন্তু সিগারেট ছিলো,আর গানটা শুনে যেন সিগারেট এর ফিলটা ভালোই ফেলাম,এইদিন থেকে আমি মেট্রোলাইফের অনেক বড় ফ্যান হয়ে গেলাম,মুটামুটি সব গুলো গান শুনছি মেট্রোলাইফের তবে এই গানটা আমার মুখস্থ হয়ে গেছে একদম,কত বার যে শুনেছি তার ঠিক নেই,প্রতিদিন হাজার বেস্ততার মাঝে ও একবার শুনা হয়💖
সুন্দর বলে তুচ্ছ করবো না.....গান টা শোনার পর জীবনের অনেক স্মৃতি মনে পড়ে যায় এক কথায় অসাধারণ❤
সব গান সবার জন্য না। আজকে প্রথম শুনলাম ভালো লেগে গেলো।
একান্ত মুড ছাড়া এইসব গানের সাথে নিজের জীবনের সামঞ্জস্যতা খুজে পাওয়া যায় নাহ❤️
🙏🏼🖤
আহা 😍
এত ভালো হয়েছে গান টা! মন ছুঁয়ে যাওয়ার মত একটা গান। বেস্ট ওইশেস ফর সাচ ট্যালেন্টেড পিপল ❤️❤️❤️
Thanks a lot!!
বাহ নেক্সট জেনারেশন এর ফেভারিট ব্যান্ড দের মধ্যে একটা হবে "মেট্রোলাইফ"। কি সুন্দর প্রেজেন্টেশন। কি সুন্দর মিষ্টি বেদনায় ভরা গান!সুখ পেলাম!
thanks a bunch!
মুখগুলো বহুদূর শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে
আহ! লিরিক্স❤️❤️
amader college farewell e amra 3rd year er student ra mile nijeder lekha ekta natok present krechilam . tate amra amader 3 bochorer kichu muhurto aar college sesh howar por kivabe sobai alada hoye jabo seta present krechilam. natok seshe ei gaan ti diye amra natok ti sesh kri.. r backstage e amra prottek e kede feli.. jara dekhchilo tarao. amader college jibon r 2 mas..tarpor cigarette e agun ta nive jabe..kintu oi muhurto gulo fakase hbe na konodino.. bole bojhate parbo na ei gaan ta amader kache kotota mulloban. thank you for making this gem. 20 bochor por abar jokhon sunbo abaro hoyto kede uthbo😌
ধন্যবাদ ও ভালবাসা জানবেন!
Tomra Jedin Shohore Ashbe Song Lyrics In Bengali :
শীত বিকেলের রোদ
ক্লান্ত সে অনুরোধ,
রেখে গেছে প্রেয়সীর
ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির,
জীবনের গল্পটা
ঝরে যায় চুপচাপ।
সে তো কানামাছি খেলা
ছুটির বিকেলবেলা,
উড়ে চলে হাওয়াতে
মিছে চাওয়াপাওয়াতে।
সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা
জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে।
আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে
নীরবেই মিশে যায় আঙিনায়,
মৃত ঘাসফড়িঙের খণ্ডিত দেহে কী
রং খোঁজো বলো মিছে বাহানায় ?
তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন
মেঘ হয়ে ভাসেনি এ আকাশে।
শীত বিকেলের রোদ
ক্লান্ত সে অনুরোধ,
রেখে গেছে প্রেয়সীর
ওড়নাতে জলছাপ,
দোতালা বাসের ভীড়
বিষাদেই চৌচির,
জীবনের গল্পটা
ঝরে যায় চুপচাপ।
সে তো কানামাছি খেলা
ছুটির বিকেলবেলা,
উড়ে চলে হাওয়াতে
মিছে চাওয়াপাওয়াতে।
সুখগুলো বহুদূর, শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে,
সিগারেটে আগুনটা
জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে।
❤️❤️
এত সুন্দর গানটা শুনতে আমার খুব দেড়ি হয়ে গেলো
I told my friends that this is going to be our song in future days. Metrolife will go a long way. Love and support for you guys. One of the best Eid gift💙
Thank you ♥
Metrolife ta ki Bangladesh er band naki indiar?
eid mubarak dada
Bangladesh er
গানটা শুনে বুকের মধ্যে কোথায় যেন একটা চিন চিন ব্যাথা অনুভব করছি, অনেক কিছু থেকেও কি যেন একটা নেই নেই এমন অনুভূতি ❤💙💙
❤️❤️❤️
ভালো থাকুক হারিয়ে যাওয়া বন্ধুরা, হারিয়ে যাওয়া প্রিয়জনেরা, হারিয়ে যাওয়া ভালোবাসা, ভালো থাকুক সবাই।
ভালো থাকুক মেট্রোলাইফ।
love uu vhaiya💙🥀
গানটা যখন আমি শুনলাম তখন সত্যিই চেনা মানুষ সময় এর প্রয়োজনে, জীবনের জন্য দূরে। আমাদের শহরতলী এখন আলাদা। সুখগুলো বহুদূর, শহরতলীর বুক, শূন্যতা নির্জন আকাশে🍀
ভালোবাসা Metrolife🌻
Thank you!
ধন্যবাদ এতো সুন্দর একটা গান উপহার দেয়ার জন্যে!💌
My God, I just can't believe. How soothing the voice is... Great dear champs ❤️
Thank you!
আজ আমি বিষন্ন মস্তিষ্কের মাণুষ না হলে এই গানটা হয়তো কখনো শোনা হতো না....!!!😢😭 বারবার ফিরে আসবে গানটি শুনার জন্য।
গানের লিরিকের সাথে সাথে বন্ধুদের সাথে কাটানোর মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে... 😌🖤
তোমাদের ভাইরাল হবার দরকার নেই তোমাদের শোনার জন্য আমাদের মত কিছু ছায়া ই যথেষ্ঠ 😇😇😇
শুভকমনা রইলো মেট্রোলাইফের জন্য🖤🖤🖤
শীতকাল আসে আর গানটা একটা ধাক্কা দেয়।গত শীতেও এই গান রিপিটেডলি শুনেছি,এই শীত আসার মুহুর্তে আবারও শুরু🖤অপরিপক্ক অ্যানিমেশন আর এলেমেলো কবিতার গুটি দিয়ে তৈরি মালাটাই এত ঝলমলে❤️
শীত আসছে, আবারও হেডফোনে বাজুক এই গানটা!
আরো একটা শীত এসে পড়লো 🖤
আহা.. এই শহরে আরেকটা সুন্দর গান ছড়াচ্ছে
দারুন ভাবে... কি সুন্দর !
Thanks a lot!
সময় চলে যাক
দিন চলে যাক
সপ্তাহ চলে যাক
মাস চলে যাক
বছর চলে যাক
শুধু বন্ধুত্ব রয়ে যাক
LOVE FOR ALL FRIENDSHIP OF THE WORLD ❤
শীতের বিকেলে শুনছি তোমার গান,সময় যেন থমকে গেল ,😊
৮ বছর আগে ইস্কুলের ভাঙ্গা জানালার ধারে বসে থাকা আমার( আমি কারো বন্ধু না)সঙ্গে দেখা করে এলাম |
❤️❤️❤️
আহহ লিরিক্স❤ যখন অনেক বয়স হয়ে যাবে তখন এই সময় গুলো খুব মনে পড়বে তখন এই লিরিক্স গুলো শুনে 😢
❤️❤️❤️
আপনাদের এই সব লাইফ রিলেটেড গান গুলো আমাদের জীবনে আলাদা একটা প্রশান্তি এনে দেয়।
ধন্যবাদ আপনাদের❤
right
এক মায়াবি গান, সম্পূর্ণ গান টাই যেন জীবনের প্রথম ভালবাসার সাথে মিশে আছে, সে আজ নাই তবে গানের প্রতিটা লাইন আর প্রতিটা টানে, আজ তাঁকে খুঁজে পাই, খুঁজে পাই সেই মুহূর্ত গুলোকে । ধন্যবাদ এত সুন্দর গানটা উপহার দেওয়ায় ।
❤️❤️
hmm
৬ মাস আগেও একবার শুনেছি তখন ভালো লেগেছিল , আর ৬ মাস পরে এসে মনে হচ্ছে মাস্টারপিস 🖤
ধন্যবাদ মেট্রোললাইফ 🌼🖤
❣️❣️❣️
আমি সিগারেট খাইনা। তবুও গ্রীষ্মকালেও বাষ্প বেরোয় নাক মুখ দিয়ে। একটা অনিশ্চয়তা যখন ঘিরে রেখেছে কাউকে কিছু বলার জায়গা পাইনি। তখনই এই গান, মেট্রোলাইফ আর এক বিশাল সমুদ্র❤
Didn't think I'll stumble upon a gem like this 6 in the morning. It's beautiful, it's pure. Felt the melancholy. Thanks for this.
Thank you!
প্রিয় মেট্রোলাইফ এর গান অনেক আগে থেকেই শোনা হয় ❤, কিন্তু আজকে একটি তথ্য জানতে পারি 😊 যেটা শুনে মেট্রোলাইফ এর প্রতি আরও ভালবাসা বেরে গেলো।।😊😊❤।।
❤নিলয় ভাইয়া আমার সালাম নিয়েন😊।।
এগুলো একেকটা গান নয়তো, যেন জ্বলন্ত আবেগ♥️♥️
অনেক এগিয়ে যান প্রিয় মেট্রোলাইফ
❣️❣️❣️
এপার বাংলা থেকে অনেক অনেক ভালবাসা, আমি খুব একটা কমেন্টে করায় বিশ্বাসী নই, তাও না করে পারলাম না। বাংলা ভাষায় আমার শোনা অন্যতম সেরা গান এটা। যতবার শুনি, একটা মনকেমন ভাব ঝাঁকিয়ে বসে। অনেকদুর যাবে, মেট্রোলাইফ 💙
ভালোবাসা রইল এপার বাংলা থেকে ❤️
অসাধারণ একটা গান.. আমার আফসোস হচ্ছে এতোদিন পরে কেনো শুনলাম...
মেট্রোলাইফের ফ্যান হয়ে গেলাম 💞
Thanks a lot!
একটা সময় পর দেখা যায় জীবন থেকে অনেক বন্ধু হারিয়ে যায়।যাদের সাথে কতো খেলাধুলা, হাসাহাসি,কতো আড্ডা,কতো সৃতি তাদের কে নিয়ে। অথচ তারাই একটা সময় পর অনেক দূরে চলে যায়।😢ভালো থাকুক হারিয়ে যাওয়া বন্ধুরা।😢
সিগারেটে আগুনটা জ্বলে ওঠে শেষবার,
তারপর হয়ে যায় ফ্যাকাশে।
#এ_গানটা_আমার_আমাদের
#ভালোবাসার 🖤🖤
❣️❣️
সত্যি বলতে গানটার নাম যখন প্রথম শুনলাম,
তোমরা যেদিন শহরে আসবে, তখন থেকেই অন্যরকম Expectation ছিল,তখন পর্যন্ত গানটা শোনা হয় নাই, সময়ের অপেক্ষায় ছিলাম, আর এখন গানটা শুনতেছি ২ দিন যাবত, যেই আসা নিয়ে গানটা প্লে করেছিলাম পুরোটাই যেন এই গানে আছে,Metrolife namei ekta shanti,Metrolifelove
❣️❣️❣️
এ বছরের সবচেয়ে প্রিয় দুটি গান
১। উপসংহার
২। তোমরা যেদিন শহরে আসবে
Thanks a lot! Keep supporting us
Ayon vai, osthir gaichen..❤❤
❤️❤️
Masterpiece... We Proud of our Bangladeshi band
Gan ta prthom sulam, Mona h66a aga kno sunini a to amdr jnni toiri🙂 from today I becm a fan of metrolife❤❤
❤️❤️
Most underated band in Bangladesh. Wish you success
❣️❣️❣️
Spotify তে অসংখ্য বার শুনছি,শুনতেছি......পুরনো কোন অনূভুতি ফিরে আসে।অন্যরকম গানের ফ্লেভার আমাকে মুগ্ধ করে রেখেছে।🥰🥰🥰🥰
❣️
সুখগুলো বহুদূর শহরতলীর বুক
শূন্যতা নির্জন আকাশে🧡
🖤🖤
সুখগুলো বহুদূর শহরতলীর বুক,
শূন্যতা নির্জন আকাশে,,!!❤️🩹
হয়ত এটা দর্শন,হয়ত এটা হতাশা,হয়ত এটা বিষন্নতা,হয়ত এটা অসম্পূর্ণ অসমাপ্ত কাব্য ,হয়ত এটা আশা ,হয়ত এটা ভালোবাসা ,হয়ত এটা একতরফা চাওয়া ,হয়ত কিছু দুঃখ পাওয়া । কিন্তু এটাই জীবন । জীবনের এই গল্পে এমন একটি অপূর্ব সুন্দর গান জীবন নামক গল্পটাকে পরিপূর্ণতা দেয় । অনেক ভালোবাসা রইল আমার প্রিয় একটি ব্যান্ড এর জন্য।❤️💙💛💚
thanks!
So much calmness in the tune. The voice is sooting. The song itself creates a serenity in the heart. Lots of love for the band.
❣️❣️❣️
ekta song eto heart touching hoy kivabe .. Really Loved the lyrics and Voice.
Kolkata theke shunchi ... Bangla koto duur jete pare ... R ro onek duur jao
ভালোবাসা রইল এপার বাংলা থেকে ❤️
Shomoyer shathe amio aj amr onk kacher bondhu k hariye felechi. Akhn amra onk dure ek ek jon . kintu bondhutto tao roye jay shob shomoy. Oshadharon Metrolife gaaner kotha gula jeno ekdom nijer . oshonkho bar shona hoye giyeche eitimoddhe. Go Ahead Metrolife 💙💙💙
Thanks a lot, stay connected!!
@@metrolife_music Always ❤️
অনেক সময় অতিক্রান্ত, কিন্ত আমরা বিভোর হয়ে আজও শুনছি, তবুও তৃশনা মেটে না.। কি ছিল এই গান গুলিতে..? ছিল অবশ্যই ছিল.। সেগুলো বোধ হয় আমাদের সারল্য, তারুণ্য সোজাসরল সহচরেরা, সোনালী বিকেল, পড়ন্ত সূর্য, উদার আকাশ ইত্যাদি.।
Shada shidhe gaan gulor moddhe sob theke magical song eita 💙
ভালো থাকুক সেই বন্ধু গুলো,, যার আজ সার্থের টানে দূরে,,। ভালো থাকুক সব প্রিয় মানুষ গুলো,, যারা না চাইতে দিয়েছে অনেক কিছু। 🌼🌼
'সুখগুলো বহুদূর শহরতলীর বুক, শূন্যতা নির্জন আকাশে' কথাগুলো মাথা থেকে বের হচ্ছে না।
ভালোবাসা! 💔
Thanks a bunch!!
what a terrific tune, lyrics my heart just melt, have a great feel, beautiful beyond words. wish, you guys will get more famous and get tons of famous backers for your future gigs.💖
কৃতজ্ঞতা ❣️❣️
সুখগুলো বহুদূর
শহরতলীর বুক
শূণ্যতা নির্জন আকাশে ❤
অন্যরকম ঘোর আছে গানটায়, শুভ কামনা রইল
অনেক অনেক ধন্যবাদ!!
অনেক দিন ধরে এই গানটা শুনি না।আজ পাশের বাসা থেকে কেউ একজন শুনতেছিল।হঠাৎ সুর টা কানে বেজে উঠেলো!এরপর সারাদিন ধরে শুনছি এই গানটা।কেমন জানি হাহাকার জেগে উঠলো।কত কিছু হারাতে হারাতে বড় হয়ে উঠছি।এত কিছু হারিয়ে বড় হয়ে যেতে হবে জানলে বোধহয় কোনোদিন ও চাইতাম না এত বড় হতে!
আসলেই কত দিন ধরে দেখি না সেই প্রিয় মানুষ গুলোর চেনা মুখ গুলো,মেঘ হয়ে ভেসে উঠে না তারা!
শুধু হারিয়ে যাচ্ছে একেকটা দিন!
সুখগুলো হয়তো বহুদূর! বহুদুর!
❤️❤️
Slow tune,Soulful lyrics,And the angelic voice of Ayon 🖤
Just loved it 🖤
স্কুল জীবন শেষ করে যে যার মতো পাড়ি জমিয়েছি বিভিন্ন শহরে।
প্রচুর মনে পড়ে স্কুলের বন্ধুদের।
আর কিছু দিন পরে কলেজে জীবনও শেষ হতে চলছে। আবারও প্রয়োজনের তাগিদে ভিন্ন ভিন্ন গন্তব্যে পা বাড়াবো। খুব মিস করবো কলেজ লাইফের বন্ধুদের। আমার অনেক সফলতা, প্রাপ্তি, অর্জন তাদের জন্যই সম্ভব হয়েছে। ❤
শতবছর শ্রোতার মনে বেঁচে থাক গান টা !❤️🍁
@@metrolife_music Best of Luck guys..❤️