Taalpatar Shepai | Moddhorate | Official Audio | Original Composition

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @TaalpatarShepai
    @TaalpatarShepai  4 года назад +793

    If my heart calls for you at midnight,
    Do answer my utter.
    when the whole world would be drenched into moonlight.
    Melody of misery has sang you to sleep,
    made you eloped in some lone distance
    Now my vision is mesmerized by some mystic country stream,
    Oh! I fear, what if I loose thee?
    Our love blossomed with the symphony of cricket's song,
    When the night visited our home along.
    Being unrequited in this play,
    I'm singing a song in a humble way.
    In hope of receiving a homecoming letter.
    Though cities of memory are in deep sleep
    I wish you to call upon me
    For the love that I bear in my heart.
    Where my mind still struggles against your thought
    My heart ends up by loosing everytime
    Look how brilliantly the war is fought
    In settling down the huff..
    But A stubborn wall stands around
    And you're too proud to climb.
    Far away through this tangled path
    Where the river flows wild and free
    I wish to burn down this rivalry
    And hope you'd come with me.
    Being unrequited in this play
    I'm singing a song in a humble way
    And letting myself blown in the wind.
    Knowing there is nothing left
    I still yearn to take the step
    Forgetting everything we would sit by the shore
    Holding hands in hand
    That we adore
    Watching the night getting burnt by moonlight
    My eyes still craves for your sight...

    • @afrozabegum349
      @afrozabegum349 4 года назад +11

      Taalpatar Shepai Thank you desperately needed the translation for this beautiful song 💛

    • @stwzdevil
      @stwzdevil 4 года назад +10

      Halka more gelam.

    • @babarmondal2031
      @babarmondal2031 4 года назад +8

      দাদা অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ গুলো তে কবে শুনতে পাবো এই গান গুলো? সব গান, সব কথা, আমার মনের কাছাকাছি। মন ভালো মন খারাপ সব সময়ের কথা অনুভব করি।

    • @sam0nemo
      @sam0nemo 4 года назад +7

      ধন্যবাদ। অধম তোমাদের গুণমুগ্ধ শ্রোতা। এই গানটা অন্ততঃ আমার বাংলা-না-জানা বউটার সঙ্গেও ভাগ করে শুনতে পারবো এবার।

    • @tuhinsubhramajumdar1982
      @tuhinsubhramajumdar1982 4 года назад +1

      @@babarmondal2031 jio savan e ache

  • @sandhikroy
    @sandhikroy 5 лет назад +752

    তালপাতার কিনা সেটা জানি না কিন্তু তোমরা বাংলা ভাষার, এই সংস্কৃতির সেপাই বটেই। লড়াইটা চালিয়ে যাও, পাশে আছি।

    • @audiobook.ehtesham
      @audiobook.ehtesham 5 лет назад +20

      এর থেকে ভালো কমেন্ট আর কি হতে পারে

    • @sojibhasan8066
      @sojibhasan8066 Год назад

      অনেকগুলি কমেন্ট পড়েছি কিন্তু এইটার মতো এতো সুন্দর কমেন্ট দেখিনি 🥺🥹

  • @DishaPalMelodyDirection
    @DishaPalMelodyDirection 2 года назад +97

    আজ গানটা শুনতে শুনতে হঠাৎ কি মনে হলো কমেন্ট গুলো পড়ছিলাম.. সত্যি... আমাদের জেনারেশনটা মানসিক ভাবে ঠিক কতটা বিপর্যস্ত.. তবু social media তে ভালো থাকার লড়াই.....এই গুমরে থাকা ভাষা গুলোকে আপনারাই শীতল সুরে ভরিয়ে তুলুন... এই ভাবেই... 💙 না বলতে পারা কথারা একটু শান্তি পেয়ে ঘুমোক... ভালো থাকুন আপনারা.. ভালো থাকুক মধ্যরাত... 💙

  • @sumantaghosh8562
    @sumantaghosh8562 5 лет назад +2374

    দারুন। তালপাতার সেপাই এর এই গানটা কালজয়ী হবেই, সে আজ থেকে যত বছর পরই হোক না কেন। মাঝরাতে অনেকেই বারবার ফিরে আসবে। Go Ahead 👍

  • @nahidreza4331
    @nahidreza4331 5 лет назад +358

    তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
    জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
    আমার আঙুল লিখছে যেন আড়ি
    তুমিও ভীষণ জেদি; অহংকারী...

  • @debalinadas8603
    @debalinadas8603 4 года назад +307

    এভাবে কেউ অভিমান ভাঙ্গায় না...অভিমান জমে জমে মানুষটাই শেষ হয়ে যায়..তবুও কেউ অভিমান ভাঙ্গায় না...

  • @anushreekarar
    @anushreekarar 5 лет назад +408

    প্রায় এক বছর আগে 'বাউণ্ডুলে'র 'ধরো যদি হঠাত সন্ধ্যে' যেমন আজও মনের মাঝে তোলপাড় করে এই গানটিও ঠিক তেমনই কালজয়ী হবে।
    God bless you..

    • @Farha-2426
      @Farha-2426 4 года назад +4

      Hmm.. Akhn ai 2 ta gaan e por por shunlm... Akebare nesha lege jay. 😍

    • @ujbook
      @ujbook 4 года назад +9

      as far as I know, 'dhoro jodi' is not a song of baoundule. Spandan Bhattacharya is the original singer of that song. so pls stand with the real artist. শিল্পীদের বাঁচান, তখনই বাংলা গান বাঁচবে 🙏🙏

    • @bijoyghorai2527
      @bijoyghorai2527 4 года назад +1

      একদম মনের কথা বলেছেন...

    • @rajeshkarmakar6578
      @rajeshkarmakar6578 4 года назад

      You R right boss

    • @biswasronit
      @biswasronit 4 года назад

      @@ujbook sottie . ei gaan er copyright niye ja struggle o koreche amar nijer chokhe dekha. 31 tarikh dekha hochhe or ar amate.

  • @mtraveller3392
    @mtraveller3392 3 года назад +501

    4 am, I'm currently working in a COVID ward, 30 beds, filled up with patients, just got out of my shift, only song that I hear is this... Thanks to the creators for this mesmerizing soothing sounds. 🥰

    • @TaalpatarShepai
      @TaalpatarShepai  3 года назад +44

      We are really glad.❤️

    • @morshedulislamriaad6496
      @morshedulislamriaad6496 3 года назад +10

      Hope you are ok. Fighter.

    • @rajeshset6034
      @rajeshset6034 3 года назад +2

      @@morshedulislamriaad6496 টটট্রটটটট্রটট ট্রটঠ্য ঠ্যট্কট্লট ঠ্যঠঠ্যট্রট্রঠ্যঠঠটঠঠ্যঠঠঠঠঠ

    • @molyghosh7971
      @molyghosh7971 3 года назад +7

      Tomra jagay thako tai amader mato kato sadharan manush nishtintay ghumay, salute to you

    • @kaifhossain4188
      @kaifhossain4188 2 года назад +2

      Hats off to you☺️💗

  • @moonmoonbiswas450
    @moonmoonbiswas450 4 года назад +320

    রাতগুলো আর অন্য কারো অপেক্ষা করেনা।
    ভাল থাক যে যার যায়গায়
    আমাদের বাচিয়ে রাখুক প্রিয় সেপাই রা

    • @khan72943
      @khan72943 3 года назад +12

      আপনার কথাটাও আমাকে আর একটু বাচতে শেখালো।

    • @joymukherjee8997
      @joymukherjee8997 2 года назад +5

      🙏👍

    • @bohemianrakib5111
      @bohemianrakib5111 Год назад

      🙂🖤

    • @MdSahRiar-
      @MdSahRiar- Год назад

      Hum asolei😅

  • @abirmahamud5163
    @abirmahamud5163 Год назад +122

    রাত ১১ টা ১১:৩৪,,,,,,,
    চট্রগ্রাম জেলা,,,সন্দ্বীপ উপজেলা,,,,
    কেউ কমেন্ট এর রিয়েক্ট দিলে আবার আসব গান টি শুনতে,,,,,,

  • @aworongoalif
    @aworongoalif 3 года назад +42

    আমি ইউটিউবে কখনো কোনো ভিডিওতে কোনো কমেন্ট করিনি।
    Its my very first comment on RUclips.
    আমি এই গানটা রিলিজ হওয়ার পর থেকে শুনেই যাচ্ছি।অলমোস্ট প্রতিদিন শোনা হয়।এমন ও হয়েছে পর পর ২০+ বার এই গান টা শুনেছি।গানটার মধ্যে extraordinary কিছু একটা আছে।জীবনে শোনা অন্যতম সেরা একটা গান।
    "মধ্যরাতে" কখনো পুরোনো হবে না।❤️❤️❤️

  • @ranjuprasadmandal4667
    @ranjuprasadmandal4667 3 года назад +408

    মহালয়ার ঠিক আগের রাতে বাড়ি থেকে অনেক দূরে জার্মানির এক শহরে বসে শুনছি। কেমন শীত করছে, এত মনকেমন করছে..

    • @rbhaskarsarkar6209
      @rbhaskarsarkar6209 2 года назад +4

      মনের কথা মনে থাকবে। পরিবারের কথা মনে করিয়ে দেয়

    • @sayankundu5830
      @sayankundu5830 2 года назад +3

      What a coincidence ! কাল ভোরে মহালয়া ২০২২ আর আমি কোলকাতায় বসে শুনছি

    • @tomarahman6301
      @tomarahman6301 Год назад

      @@rbhaskarsarkar6209 1a

    • @supritibhattacharya6105
      @supritibhattacharya6105 Год назад +3

      কি অদ্ভুতভাবে এত্তগুলো কমেন্টের মধ্যে আপনার কমেন্টেই হঠাৎ চোখ আটকে গেল... নামটা বেশ চেনা ঠেকলো.. পরক্ষণেই আবিষ্কার করলাম আপনি আমার বহুদিনের পরিচিতা বান্ধবীর দিদির husband.. সত্যিই পৃথিবীটা বড্ড ছোট... ভালো থাকবেন পূবালী দি এবং আপনি দুজনেই😊😊

    • @IqbalMahmudweb
      @IqbalMahmudweb Год назад +2

      ঠিক রাত ৪ টার পরে শুনছি। Aschaffenburg এর কেউ একজন ঘুমিয়ে গেছে। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে তাকে খুব মিস করছি আর শুনছি। Life is full of coincidence 😊 আমার বুকের ভাল থাকার বাসাটা আজকে খালি করে মানুষ টা অনেক দূরে...

  • @PriyaDas-ws6bx
    @PriyaDas-ws6bx 3 года назад +160

    মধ্যরাতে ডাকলে দিও সাড়া
    চাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া!
    তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,
    গান লিখেছো অভিমানের সুরে...
    এখন চোখে গ্রামীণ কোনো নদী
    ভয়েই থাকি; হারিয়ে গেলো যদি!
    রাত নেমে যায় তালপাতাদের ঘরে
    আদর বাড়ে ঝিঁঝিঁ পোকার স্বরে...
    দাবার গুটি; একলা দান
    আলতো সুরে গাইছি গান...
    ঘরে ফেরার চিঠির আশায় আশায়!
    স্মৃতির শহর ঘুমিয়ে তাও
    চাইছে তুমি ডাক পাঠাও
    আমার বুকে ভালো থাকার বাসায়...
    তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
    জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
    আমার আঙুল লিখছে যেন আড়ি
    তুমিও ভীষণ জেদি; অহংকারী...
    শহর ছেড়ে সরীসৃপ এই পথে
    নদীও যেন বইছে নিজের মতে...
    দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতে
    ভাবছি যদি ফিরতে আমার সাথে!
    দাবার গুটি; একলা দান
    আলতো সুরে গাইছি গান...
    হাওয়ার মত বইছি ধীরে ধীরে...
    শেষের পরেও ভাবছি তাও
    চাইছি শুরুর ডাক পাঠাও
    হাতটা ধরে বসবো নদীর তীরে...
    রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
    চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে...!!
    আমার মধ্য রাতের সাথী, রোজ রাতে কত বার শোনার পর যে চোখের পাতা বন্ধ করি নিজেও জানি না, কথা গুলো মনকে স্পর্শ করে যায় প্রতি বার❤️

    • @tariqulislamarnob2914
      @tariqulislamarnob2914 2 года назад

      🤍

    • @najmulhossainhridoy6414
      @najmulhossainhridoy6414 2 года назад

      অসাধারণ মানসিকতার তুমি,,,,, না দেখেই তোমায় চিনেছি আমি

    • @aeshaafrin1110
      @aeshaafrin1110 Год назад

      শেষের পরেও ভাবছি তাও
      চাইছি শুরুর দাক পাঠাও
      হাতটা ধরে বোসব নদীর তীরে......

    • @politic569lifestoryrealiy
      @politic569lifestoryrealiy Год назад

      Thanks

    • @Nasiruddin-ik3yf
      @Nasiruddin-ik3yf Год назад

      অনেক কষ্ট করে লিখেছেন

  • @prashantakumarsarker7910
    @prashantakumarsarker7910 3 года назад +30

    রাত ১২:৩০। পারফেক্ট মধ্যরাত।
    বাস জার্নি করছি শ্রাবণের শেষে। বাইরে বৃষ্টি। গানটি ২য় বার শুনছি। ইচ্ছে করছে সারাটি রাস্তা শুনি।
    আজ থেকে বহু যুগ পরেও কেও এই কমেন্ট দেখে মুহূর্তটা অনুভব করবে।

  • @pallabsaha1271
    @pallabsaha1271 5 лет назад +52

    ভয়েস টা পুরো স্বচ্ছ জলের মতন, গান শেষ হলেও কানে বাজতে থাকে। ভগবান এত সুন্দর ভয়েস দিয়েছে প্রীতম, জীবনে অনেক সফল হয়ে সেই দানের প্রতিদান রেখ!
    গানের লিরিক্স তেমন ফলো করি না কিন্তু আজ শোনার পাশাপাশি দুই দফা পড়লাম ও। সামনে এমন লিরিক্স আরও পাওয়া যাবে নিশ্চিত কৃতির থেকে।
    যদিও জানি অডিও গান তবুও সুমনের এক্সপ্রেশন গুলো ব্যাপক ভাবে মিস করতেছি।
    লাভ ফ্রম বাংলাদেশ।

    • @stockbrokerfellow
      @stockbrokerfellow 4 года назад

      Asadharon gaan o uposthapona.. nihsandehe.. nije ekjon songeet sadhok hisebei bolchhi... taalpatar sepahi er jonyo roilo antorik preeti shubhechchha.. a nek dur jaabe era.. ei bishwas raakh
      tobe "গানের লিরিক্স তেমন ফলো করি না " - er artho bujhlam na ? adbhut laaglo kothata.. karon ki jante pari @pallab saha ?

  • @abhisinha5543
    @abhisinha5543 5 лет назад +155

    কতটা ভাবলে এমন লিরিক্স লেখা যায়?
    শিহরণ জেগে গেল। 😌❤
    এমন মিষ্টি সুর। আর লিরিক্স।।

  • @shrabontybairagi5730
    @shrabontybairagi5730 3 года назад +201

    রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপে
    চোখের পাতা তোমায় ভেবেই কাঁপে!❤
    সত্যিই!!💕

  • @arkasarkar857
    @arkasarkar857 5 лет назад +641

    রাত ভালো করার জন্য এখন 2 টো গান দরকার
    1) ধরো যদি হঠাৎ সন্ধ্যে
    2) মধ্যরাতে

    • @asifrana1760
      @asifrana1760 5 лет назад +7

      সম্পুর্ন একমত 😍

    • @suvajitdey1101
      @suvajitdey1101 4 года назад +3

      একদম।।।।

    • @zannatulahana8509
      @zannatulahana8509 4 года назад +6

      ভাইয়া আপনি ঠিক কথা বলেছেন রাতে এই ২ টা গান দরকার❤️😘

    • @rajeshkarmakar6578
      @rajeshkarmakar6578 4 года назад +3

      Ekdom sotti boss
      Er ekta gan a6e
      "Jokhon nijhum rate"

    • @mocktaaail
      @mocktaaail 4 года назад +8

      ধরো যদি হঠাৎ সন্ধ্যের পর এটা শুনতে এলাম। তাও প্রথমবার গানটি শুনছি এবং কমেন্ট পড়সি। 😊

  • @Version-9
    @Version-9 5 лет назад +33

    সিগারেটে‌ ঠোঁট পড়ায়, আর এই গানটা অতীত, বর্তমান সবই পুড়িয়ে দেয়।
    সাথে কলিজার ভিতরের হারিয়ে মানুষ এর স্মৃতিগুলো ও

  • @ProjonmoShoot
    @ProjonmoShoot Год назад +11

    তুমি জীবনে যা দিয়ে গিয়েছো, আমি তা কোনদিন অস্বীকার করতে পারবো না। আমার হয়তো তোমাকে কোনদিন ও ছেড়ে যেতে ইচ্ছে হতো না, কথা দিয়েছিলাম আমি থাকবো, চেষ্টাও করেছিলাম। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েও আমি পারি নি। সৃষ্টিকর্তা হয়তো সেভাবে চায় নি। উনি আমাকে একটা নতুন জীবন দিয়েছেন, নয়তো সেদিনের সেই আগুনে আর ৫-১০ মিনিট এদিক সেদিক হলেই আমার সমাপ্তি হয়ে যেত। উনি নিজ থেকে আমাকে বাচিয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা হয়তো চায়নি এভাবে আর থাকা চলতে থাকুক। তাই উনার কাছেই তোমাকে রেখে আমি তোমার থেকে দূরে সরে এসেছি। দূরে সহস্র আলোকবর্ষ দূরে। উনি তোমাকে ভালো রাখবেন। খুব ভালো যেনো থাকো তুমি। অপঘাতের মৃত্যু থেকে আমায় উনি বাচিয়েছেন, সবার জন্যই উনি মঙ্গল করবেন। ভালো থাকুক পুরনো প্রেমিকারা, ভালো থাকুক স্মৃতিপটে আকা অজস্র মূহুর্তগুলি, ভালো থাকুক মর্ত্যের সকল প্রাণ। থাকুক সম্মান, থাকুক হাহাকার, থাকুক দীর্ঘশ্বাস, থাকুক কিছু শব্দ না বলার, না কথার, না উচ্চারণের...

  • @infokolkata
    @infokolkata 4 года назад +36

    আজ একবছর হয়ে গেল এই গানটা শুনছি... গানটার কথা গুলো শুনলে মনের কোনো এক কোনায় খুব ধাক্কা মারে... চোখ থেকে জল পড়ে কোনো কারণ ছাড়াই... কাউকে হারানোর কষ্ট নেই কাউকে পাওয়ার ইচ্ছাও নয় তবুও কোনো এক কারণে সত্যিই চোখের পাতা কাউকে ভেবে কাঁপে...

  • @parthaghosh4712
    @parthaghosh4712 2 года назад +7

    গতকাল বইমেলায় দেখলাম তোমাকে। ভাবলাম ডেকে কথা বলি, কিন্তু কেমন যেন একটা দ্বিধার ফেরে পড়ে আর ডাকা হলো না। যেটা বলতে চাইছিলাম, সেটা অগত্যা এখানেই লিখে জানাই।
    এই গানটা না শুনলে আজকাল রাতে ঘুম আসতে চায়না। প্রত্যেকদিন শুনতেই হয়।
    এত অল্প বয়সে এত ট্যালেন্ট, কুর্নিশ জানাই। আরো অনেক অনেক গান গেয়ে ভরে রেখো আমাদের। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অজস্র শুভকামনা রইলো।

  • @yourfriendprem9044
    @yourfriendprem9044 8 месяцев назад +4

    চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। রাত প্রায় দুটো এখন। হাতে জ্বলন্ত সিগারেট। হেডফোনে এই গান। কত কত স্মৃতি । চোখে জল। কি লিরিক্স ! কি সুর ! কি গান ! কি গান ! আহঃ জীবন! ❤

  • @anjirrumey
    @anjirrumey 5 лет назад +104

    তালপাতার সেপাই,এমন একটা ভালোবাসা।যার প্রতিটা গান প্রথম শুনাতেই ভালো লাগে।কখনও গান ছেড়োনা প্রীতম,একটা গানের জন্য অনেক অপেক্ষা করি❤💛
    ওপার বাংলা 🇧🇩 থেকে মন থেকে ভালোবাসা রইলো

  • @beyondthemap
    @beyondthemap 4 года назад +55

    "শেষের পরে ভাবছি তাও
    চাইছি শুরুর ডাক পাঠাও...."
    এই লাইনদুটো পড়ে আত্মদ্বন্দে পড়ে গেলাম, রবীন্দ্রনাথের 'হঠাৎ দেখা' কবিতার উপসংহারে চাপা কষ্টময় হতাশার বিরুদ্ধে যেন এই লাইনদুটি বিদ্রোহ ঘোষণা করেছে!

    • @dimplegirlgharami
      @dimplegirlgharami Год назад +1

      হ্যাঁ বিদ্রোহ ঘোষণা করেছে "তাকে আর চাই না, তাকে আর ভালবাসি না" এই কথার বিরুদ্ধে 😌

    • @soumyadeepmandal1599
      @soumyadeepmandal1599 Год назад +1

      Aha this comment is ❤

  • @meshkathossain4203
    @meshkathossain4203 3 года назад +28

    ফজর নামাজটা শেষ করে ইউটিউবে স্ক্রল করছিলাম, নামটা অন্য রকম লাগলো, 🤔🤔
    প্লে করলাম ভোর০৬ঃ৩৯ মিনিটে 😔
    অসাধারণ লাগলো।❤️❤️❤️

  • @stevenpeterson1803
    @stevenpeterson1803 5 лет назад +16

    এমন গান হাজার যুবক-যুবতীর মধ্যরাতের ঔষধ হয়ে থাকবে।
    ভালোবাসা বাংলাদেশ থেকে।

  • @sumanamisty529
    @sumanamisty529 5 лет назад +35

    ক্লান্ত শরীর আর ঘুম চোখ.. তার মধ্যে তোমার লাবণ্য ময় সুরে স্নিগ্ধ গলার গান অদ্ভুত শান্তি দিল ৷ খুব সুন্দর ৷ আরো সার্থক গায়ক হয়ে ওঠো

  • @Wow-Rono
    @Wow-Rono Год назад +8

    নিজের দুঃখগুলো মাকে বললে মা সন্তানের চেয়ে বেশি দুঃখ অনুভব করে।
    তাই-মাঝেমাঝে নিজের দুঃখগুলো আমরা নিজেদের কাছেই রেখে দেই।কারন মাকে জানালে মা দ্বিগুন কষ্ট পাবে।আমরা চাই-আমাদের দুঃখ থাকলে থাকুক-তবুও মায়ের মুখে হাসি থাকুক।❤️

  • @shreoshidas4098
    @shreoshidas4098 4 года назад +108

    "তুমিও ভীষণ জেদী, অহঙ্কারী"
    এই জেদ, অহংকারের জন্যই মিষ্টি সম্পর্কের কাব্য গুলো আর শেষ হয় না। থেকে যায় এক অসমাপ্ত গল্পের ঝুলি🖤

    • @tanvir-info
      @tanvir-info 3 года назад

      Keno keu ki duka diyece apnak...?

    • @rahidahmed929
      @rahidahmed929 3 года назад

      এখন আর মদ চারা জিবন টা আর চলে না

    • @mehedishanto6658
      @mehedishanto6658 3 года назад

      Relax

    • @samiksarkar5289
      @samiksarkar5289 3 года назад

      💞💔

    • @ziaurrahaman1904
      @ziaurrahaman1904 2 года назад

      এইটা তো মেয়েরা বেশি হয়।😑

  • @metrolife_music
    @metrolife_music 3 года назад +23

    মধ্যরাতের আবেগ, জোছনায় ভেসে যাক ভালবাসা!
    শুভকামনা আর ভালবাসা ওপার বাংলা থেকে, তালপাতার সেপাইদের জন্য!

    • @RumeyAhmed
      @RumeyAhmed 2 года назад

      আমাদের মেট্রোলাইফ 😍😍💝

  • @rajeshkarmakar.773
    @rajeshkarmakar.773 2 года назад +1

    যিনি লিরিক্স লিখেছেন উনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ... এই গান একদিন না একদিন কালজয়ী হবেই.. হাজারো মানুষ তাদের ভালবাসাকে হারিয়ে এই গান মধ্যরাতেই শুনতে আসে.. মধ্যরাতে গান একাকিত্বের গান.. আর "তালপাতার সেপাই" তোমরা তালপাতার সেপাই নাও আবেগের সেপাই.. এই গানটি আমার বেছে বেছে খুব ভালোলাগার গানগুলোর মধ্যে একটি.. গানের এমন কোন লাইন নেই যেটা কিনা মন ছুয়ে যায় না প্রতিটা লাইন হৃদয় স্পর্শী..
    হারিয়ে যাওয়া যন্ত্রণা এবং তাকে পাওয়ার আশা কত তীব্র হতে পারে তা এই গানে বোঝা যায়..
    Big salute to " তালপাতার সিপাই"

  • @tapasriganguly2132
    @tapasriganguly2132 4 года назад +10

    অনেকে অনেক কিছু লিখেছে।বাকি নেই আর কিছু লেখার।শুধু এই টুকু বলব তোমরা অসাধারণ ভাই।মন প্রাণ আনন্দে ভরে গেল ।আর একটা কথা বলব
    গান ছেরো না বন্ধু
    বরং কণ্ঠ ছার জোরে
    দেখা হবে তোমায় আমায়
    অন্য গানের ভোরে ।
    ভালো থেকো ভাই

  • @mahmudshaahil7174
    @mahmudshaahil7174 4 года назад +211

    সময় ভোর ৫:৩০ !! গানটা প্রথম শুনতেছি আজকে, বুঝে নেন সবাই কি অবস্থা আমার 😭
    এরপর 'ধরো যদি হঠাত সন্ধ্যে' চলবে, চলবে এটাও !! আবারো বার বার ❤

    • @tanmoyghosh6786
      @tanmoyghosh6786 4 года назад +2

      Ghumiya poro vai...nahole chok chude jabe😂

    • @zannatulahana8509
      @zannatulahana8509 4 года назад +7

      আমি এই গান টা শুনেছি সময় রাত তিন টা একুশ বাজে তখন। সুনতে অনেক ভালো লাগে 💙

    • @mamunurrashid5139
      @mamunurrashid5139 3 года назад +4

      @@zannatulahana8509 এখনো কেবল ২ঃ১৫ মিনিট

    • @zannatulahana8509
      @zannatulahana8509 3 года назад +3

      @@mamunurrashid5139 ❤️❤️

    • @mamunurrashid5139
      @mamunurrashid5139 3 года назад +2

      @@zannatulahana8509 🤍🖤

  • @farjanaahmedsrabon638
    @farjanaahmedsrabon638 Год назад +2

    22/07/23
    প্রচুর জ্বর অনুভুতি লিখতে পারছি না তবে প্রতিটি লাইন স্নিগ্ধ ভাবে অনুভব করছি,তাই একটা স্মৃতি রেখে গেলাম।

  • @TaalpatarShepai
    @TaalpatarShepai  5 лет назад +21

    "Moddhorate"is now available on major online streaming sites.
    Spotify- open.spotify.com/track/0KPW3poEvmwcyTqcvYjxG6?si=dfRVPqtYSV-VkkSwJ7sArA
    Jiosaavn- www.jiosaavn.com/song/moddhorate/KTEifSJ4AkY
    Googleplay- play.google.com/store/music/album?id=Buxbs4dpcjsxgxpu2lw63vl22ei&tid=song-Txsoiakawvmrjsgimvxlj6crem4&hl=en

  • @moumitadas6793
    @moumitadas6793 5 лет назад +8

    আহা কি মিষ্টি, মধ্যরাতের গানটা আমার সকালটাকে মিষ্টি করে দিল।তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গানের জন্য।....
    যা ছুয়ে যায় সকলের প্রান
    আসলেই তাই তো গান।

  • @Mimiii-y2q
    @Mimiii-y2q 8 месяцев назад +1

    আমি প্রায়ই অসুস্থ থাকি, যখন খুব কষ্ট হয় তখন এই গানটা শুনি। ধীরে ধীরে মনে হয় খারাপ লাগাটা বোধয় কমে এসেছে। কি অদ্ভুত!
    রাত ৩:০৮ ...

  • @SomsubhraBandyopadhyay
    @SomsubhraBandyopadhyay 5 лет назад +18

    বারবার শুনছি গানটা, আর হৃদয়টাকে ছুঁয়ে চলেছে সে... প্রিতম দা, কৃতী দি, রিয়া দি-সুমন দা আর বিশ্বজ্যোতি দা দারুন।।

  • @shubhadeepbanerjee2439
    @shubhadeepbanerjee2439 5 лет назад +5

    এই গানের কোনো স্পেসিফিক কমেন্ট করা যায় না। কোনো ভাষা নেই বলার মতো। গানের কথা আর সুর এতটাই সুন্দর যে মন ছুঁয়ে গেলো, অনেক আবেগ আছে গানে। এই গানটি অনেক নাম অর্জন করুক.... Best wishes!!

  • @Adlinanoyome
    @Adlinanoyome Год назад +1

    এই গানটা কতো বার যে শুনেছি হিসেব নেই, একদম শুরু থেকেই আপনাদের গান শুনি।
    এখন রাত ৩:২২, শুনছি আর ভাবছি একটা মানুষ কিভাবে এতো সুন্দর গায়! আর দিদিটা এতো ভালো লেখে কি করে!
    সতি্য গানগুলো শুনে শান্তি পাই, বিশেষ করে মধ্যরাতে।🌻
    আরো কতো কতো রাত যে গানটা শুনবো......!

  • @dr.tirthankarbanerjee9758
    @dr.tirthankarbanerjee9758 4 года назад +8

    আজ থেকে বছর তিনেক আগে হারিয়ে গেল আমার ভালোবাসা টা। এখন এই মাঝরাতে, একটা কঠিন রুগী সরানোর চেষ্টায় পাগল পাগল হচ্ছি, এই গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে। বারবার চোখটা ভিজে যাচ্ছে! কি ভাগ্যিস, মাস্কের আড়ালে কান্না বোঝা যায়না। ধন্যবাদ, সেপাই।।ভালোবাসা নিও তোমরা❤️❤️❤️

    • @TaalpatarShepai
      @TaalpatarShepai  4 года назад +4

      Hope you find peace 💙.

    • @dr.tirthankarbanerjee9758
      @dr.tirthankarbanerjee9758 4 года назад +3

      @@TaalpatarShepai ভালোবাসা নিও তোমরা, রাত নামার পর তালপাতা গুলো জোনাকি হয়ে যাক❤️❤️

    • @srishtidey3116
      @srishtidey3116 4 года назад +1

      আজ থেকে দুই বছর আগে আমিও 17 নভেম্বর দিনটিতে আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছিলাম। আজ এই গানটি শুনতে শুনতে কিছু স্মৃতি আবার যেন জীবন্ত হয়ে উঠলো। আশা করব তুমি তোমার ভালোবাসা আবার নতুন রূপে তোমার সামনে পাবে, আশা ছেড়ো না বন্ধু।

  • @abirbindrobo8706
    @abirbindrobo8706 5 лет назад +120

    এটা কী দিলেন দাদা! পুরো ঘায়েল করে দিলেন। ডানাহীন পাখির মত ছটপট করছি। না পারছি উড়তে, না পারছি থাকতে। আমি বড়ই ভাগ্যবান বাংলা আমার মাতৃভাষা, আমি বাংলাটাই বেশি বুঝি নাহয় আপনাদের গান হয়তো শোনা হতো না।
    বাংলাদেশ থেকে ভালোবাসা রইলো। ❤❤

  • @Amriitaaa
    @Amriitaaa 7 месяцев назад +2

    এই গান টা যখন প্রথম শুনেছিলাম সে পাশে ছিল ভেবেছিলাম সারাজীবন থাকবো সেটা হয়নি তার হঠাৎ ই মনে হয়েছিল আমি ঠিক নই তার জন্য 3 বছর কেটে গেছে তার বোধহয় আমার কথা মনে পরে না। তাতে দুঃখ নেই সে ভালো থাকুক তার নতুন জীবনে। আমি মধ্যরাতে শুনি আর মনে করি সে ও একসময় আমায় গেয়ে শোনাতো এই গান। স্মৃতি গুলো থাকুক মধ্যরাতে একান্ত নিজের হয়ে। বেঁচে থাকুক মধ্যরাত। বেঁচে থাকুক তালপাতার সেপাই।❤

  • @ami.boundless
    @ami.boundless 4 года назад +371

    কোনো প্রেমিকা তার প্রেমিকের জন্য গানের লিরিক্স লিখে দিয়েছে, যার প্রেমিক হয়ত খ্যাতির ভীড়ে বেশ খানিকটা দূরে, কিছুটা ব্যাস্ত তার স্বপ্নের পথে।
    অভিমানী প্রেমিকা,
    খুব করে চাইছে তাকে কাছে,
    চাইছে তাকে কোনো নদীর পাড়ে;
    পুরোনো স্মৃতির হাতছানিতে-
    আবারো শুরু করতে চাইছে-
    সকল অহংকার, অভিমান মুছে দিয়ে,
    কোনো মাঝরাতের মায়ায়-
    চাঁদের আলোয়, ঝিঁঝিঁ পোকার গানে,
    দূরত্ব ঘুচিয়ে নিবিড় হতে চাইছে,
    খুব করে ভালোবাসতে চাইছে আবার।
    🙂
    রাত ৪ টা ৩৬ মিনিট
    ১ ফেব্রুয়ারি, ২০২০
    (ঢাকা, বাংলাদেশ)

  • @msacharya149
    @msacharya149 2 месяца назад +3

    মধ্যরাত গুলো হয়তো আর আসবেনা, সেই নিঃশব্দ রাতে বসে হয়তো আর চুলে বিলি কাটা হবেনা, হয়তো বা আমাদের এই গানের সাথে সাথে চাঁদ দেখাটা ও হবেনা। শুধু সাথে আর মনের মধ্যে এই গানটাই থেকে যাবে 😊❤ ভালো থাকিস বাবি ❤

    • @shomotolislam5575
      @shomotolislam5575 2 месяца назад

      কত-কত সুখের স্মৃতি মাড়িয়ে এমন একলা থাকার বিষন্নতা আসে…

  • @jhumaacharjya3602
    @jhumaacharjya3602 3 месяца назад +1

    তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
    জিতবো ভেবেও হারছি প্রতিবারই।
    আমার আঙুল লিখছে যেন আড়ি
    তুমিও ভীষণ জেদি; অহংকারী...
    ei line ta sune mone pore gelo amar past er kotha se o chilo jedi ohongkari....

  • @zarinsubah6049
    @zarinsubah6049 5 лет назад +41

    তালপাতার সেপাই এর সাথে পরিচয়টা কয়েক মাসের মাত্র৷ কিন্তু এই পরিচয়টা ইনশাল্লাহ্ থাকবে আমৃত্যু ❤
    তালপাতার সেপাই বরাববের মত এইবারও আশাহত করে নি!❤
    ভালোবাসা রইলো অনেক বাংলাদেশ থেকে🇧🇩❤

  • @ashrafulakib
    @ashrafulakib Год назад +8

    সাত তালায় একটা চিলেকোঠা বাসার বারান্দায় বসে পূর্নিমার চাঁদের আলোর দিকে তাকিয়ে কানে হেডফোন দিয়ে এই গানটা শুনছি।🙂
    সত্যি বলতে এটা শুনছি আর কত কথা মনে পড়ছে সবকিছুই যেন আমাকে বিদায় করে দিচ্ছে 💔

  • @dihanmahmud7197
    @dihanmahmud7197 2 года назад +1

    কোনো এক তন্দ্রাহারা মধ্যরাতে কেউ একজন এই গানটা আমায় সাজেস্ট করেছিলো, তাই যতোবারই এই গান শুনি মনে হয় যেন তার প্রতিচ্ছবিই উঁকি দিয়ে ভেসে ওঠে!
    মাঝেমাঝে তো এমনও মনে হয় It's kinda like our song...

  • @circledge
    @circledge 3 года назад +3

    ঠাকুরগাঁ এর সেই সমতলের চা বাগানের সেই ইন্ডিয়ান সীমান্তবর্তী এলাকার বহমান নদীর পারে বসে শোনা এই গান আজকাল নাকি কাউকে আমার কথা স্মরণ করিয়ে দেয়। শুনে বেশ ভালোই লাগলো। মিস করি তার সাথে গান শোনার সেই মুহূর্তকাল।

    • @adibaislamannesha1353
      @adibaislamannesha1353 3 года назад +2

      Actually I miss that time too..
      One of my best memory🥰

    • @circledge
      @circledge 3 года назад +2

      If it is so, then it's my honor to know.

  • @moshiurrahmanshakib1050
    @moshiurrahmanshakib1050 3 года назад +23

    শেষের পরেও ভাবছি তাও
    চাইছি শুরুর ডাক পাঠাও,
    হাতটা ধরে বসবো নদীর তীরে!
    _____

  • @piupiyali1944
    @piupiyali1944 2 года назад +5

    ভীষণ একা লাগছে.... গান টা শুনছি আর তার কথা মনে পড়ছে.... তার এখন অন্য কারোর সাথে ঘর... সে ভালো থাকুক..... 🤗আমি তো আর কটা দিন কোনোরকম এ কাটিয়ে দেবো....

  • @sucharitaroy4726
    @sucharitaroy4726 3 года назад +7

    ২:৪৪ ... আগেও অনেকবার গানটা শুনেছি।যতবার শুনি ততবার অন্যরকম অনুভূতি কাজ করে।তবে আজ ঠিক এতটা রাতে এমন করে গানটা মন ছুঁয়ে যাচ্ছে।
    ভয়েসটার প্রেমে পড়েছি।❤️

  • @MustafaShahriar
    @MustafaShahriar 9 месяцев назад +3

    ২০২০ সালে এফএম এ শুনেছিলাম প্রথম৷ তখন রেকর্ড করে রেখেছিলাম৷
    হঠাৎ ২০২১ এর এক ব্যস্ত সময়ে আবার ইউটিউবে চোখে পড়ল৷ সেদিন মধ্যরাতে চোখের পাতা বন্ধ করে ঝি ঝি পোকার আওয়াজের সাথে শুনেছিলাম৷
    মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হয়েছিল৷ অতীতে ফিরে যাওয়ার মুহূর্ত ছিল৷ অজান্তে চোখের কোণে পানির অনুভব করলাম৷ আসলেই
    জিতব ভেবে হারছি প্রতিবারই।
    কয়েক মুহূর্তের জন্য দম আটকে গিয়েছিল৷ যেন তালপাতার জীবন এক আমাদের৷
    তখনও ভাবছিলাম যদি ফিরতে আমার সাথে 🙂!!!#

    • @hafsanira5709
      @hafsanira5709 9 месяцев назад

      ডিপ্রেশনে পড়ছেন? 😢

  • @pritamkundu5990
    @pritamkundu5990 Год назад +2

    না কোনো দিন break up হয় নি। ৯ বছর প্রেম করে প্রথম প্রেম কেই বিয়ে করেছি। বউ এর সঙ্গে ঝগড়া ও হয় নি। তবু গান টা শুনলে কেমন শিহরণ হয়। আমি যে এখনও যান্ত্রিক হয়ে যায় নি এটাই তার প্রমাণ।
    Pritam, Suman, kritee অনেক ভালোবাসা আর আশীর্বাদ রইলো তোদের জন্য। ভালো থাকিস তোরা।

  • @aditibala6649
    @aditibala6649 3 года назад +9

    এখন রাত 2.01,প্রাণের মানুষটা ঘুমিয়ে গেছে, মনে পড়ছে তাকে তখনি ইউ টিউবে গানটা সামনে এল,
    একদম মিলে গেলো কথা গুলো, আর কিছু নিকোটিনের ধোয়া ❤️🤘

  • @joyaahmed05
    @joyaahmed05 Год назад +38

    It's 2:41 am from Bangladesh.
    Everyone's asleep but I can't. Suddenly came to hear it again, an unknown feeling is knocking in my heart . Can't express what a rolarcoster of emotions I'm going through.
    24 April 2023
    Update : it's been 1 month already . And you guys are gonna come here for a concert . I really wish with all my heart to attend the concert :)
    6 June 2023
    After another month here I am . You guys came and I was really happy . But it's sad that I couldn't join the concert . :(
    12 July 23

    • @romjanjobayer
      @romjanjobayer Год назад

      rat er jonmoi jno siriti guloke mone koriye deyar jonno...

    • @xqfy
      @xqfy Год назад

      Hi
      15 August
      From CU
      At exactly 1:45 A.M

    • @absiddik-jf7yt
      @absiddik-jf7yt Год назад

      Hi

  • @TheSapiophileplumber
    @TheSapiophileplumber 5 месяцев назад +2

    এখন রাত আড়াইটা গোটা ওয়ার্ড ঘুমোচ্ছে ..... কিছুতেই ঘুম আসছে না অনেকদিন বাদে আবার শুনছি গানটা .... আমিও কিরকম চেষ্টা করেও হেরে যাচ্ছি

  • @anitmondal1393
    @anitmondal1393 2 года назад +7

    ভেবেছিলাম গানটা শুনব না, কারন গানটা শুনলেই চোখের জল আটকানো যায় না, ৫৪দিন হলো আর কথা নেয়, তাই comment রেখে গেলাম 'তোমায় নিয়ে স্মৃতির লড়াই জারি'😊
    চোখের পাতা তোমায় ভেবে কাঁপে 🥀

  • @dipudip2570
    @dipudip2570 2 года назад +7

    Love from Bangladesh 🇧🇩 প্রথম রিলিজের দিন থেকে আজ পর্যন্ত যত বার শুনেছি ভালোলাগা বেড়েছে বৈকি কমে নি। ভালোবাসা।।

  • @sharminnishi9489
    @sharminnishi9489 8 месяцев назад +2

    এখন রাত ১:২০,গানটা শুনছি, বেশ কয়েকবার শুনেছি, যার কথা মনে পড়ছে তাকে ফোন করেছিলাম ফোনটা ধরলো না হয়তো ব্যস্ত।ভালো থাকো তুমি সব সময় এই দোয়াই করি🥲🥲

  • @adityasekhardas4169
    @adityasekhardas4169 2 года назад +19

    Tomader ei gaan aager din Presidency University'r auditorium ke kadiyeche, preme bhoriyeche, aro koto kichu. Dhonnobad diye choto korbo na. Erom gaan aro shune erom bhabei prottek baar kurnish janate chai. ভালোবাসা রইলো ❤

  • @musicdilse2413
    @musicdilse2413 5 лет назад +31

    দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতে
    ভাবছি যদি ফিরতে আমার সাথে.. ❤⏳

  • @hasanmuhammadnishat4014
    @hasanmuhammadnishat4014 Год назад +1

    এই গানটা যখন শুনছি জীবন নিয়ে হাজারটা প্রশ্ন আমাকে ঘিরে রেখেছে।আমি ছুটছি পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা।
    একটু আমি কেন্দ্রিক হয়ে বাচতে চাই।
    আজকের তারিখ ১৯জুলাই,২৩।কি সম্মোহনী শব্দমালা,আহা!

  • @ProjonmoShoot
    @ProjonmoShoot 3 года назад +14

    "শেষের পরেও ভাবছি তাও, চাইছি শুরুর ডাক পাঠাও, হাতটা ধরে বসবো নদীর তীরে "_
    এই লাইনের গভীরতা নিজের জীবনে ঠের পাই।
    আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু সে ডাক পাঠাবে কবে? মধ্যরাত কি তা জানে?
    _____scanner♥

  • @tawbah24
    @tawbah24 Год назад +9

    ভাইরে ভাই স্ট্যার্টিং ইন্সট্রুমেন্ট 🔥🔥🔥
    কত হাই-লেভেল ট্রেনিং এর পর এমন স্মুথ ভয়েস আসে!
    স্যালুট বস🔥

  • @shantanutalukdar8
    @shantanutalukdar8 Год назад

    আদতেই মধ্য রাতেই এই গানটা শুনছি, এক অদ্ভুত অস্থিরতা নিয়ে এই গানটা শুনছি মেঘালয় এর এক ঘরে বসে, চাইছি খুব বেশি করে চাইছি"তুমি ডাক পাঠাও"। যার কাছে ডাক পেতে চাইছি সে বাঙলা জানে না। কিন্তু এই গানটা কে বড় বেশি করে সত্যি আমার জীবনে এই মুহুর্তে। আদতে আমি খুব ভীতু, তাই তাকে বলতে পারিনি।

  • @sagarroy6213
    @sagarroy6213 5 лет назад +557

    এখন মধ্যরাতে গানটা কে শুনছে?😍

  • @nabanitabhattacharjee1900
    @nabanitabhattacharjee1900 5 лет назад +98

    গান শুনে এতটা ও শান্তি কি আদৌ পাওয়া যায়😌
    জানা ছিলো না❤

    • @souryadeeplikesyoutube8028
      @souryadeeplikesyoutube8028 5 лет назад +1

      সত্যি

    • @sinikdhaaktermitu4983
      @sinikdhaaktermitu4983 3 года назад +1

      Onk pawa jai api

    • @sondipdas154
      @sondipdas154 3 года назад +1

      কিছু গান হয়তো এজন্য কালজয়ী হয়ে থেকে যায়।।।মানুষের মন ছুয়ে যায় যে সেজন্য

  • @kyameliasarkar1939
    @kyameliasarkar1939 8 месяцев назад

    এই গানটা কোনো এক সময় আমাকে বাঁচিয়ে দিয়েছিল। যতবার শুনি ততবার যেন জিভের ডগায় সেই নোনতা স্বাদটা ফিরে ফিরে আসি। এত অনুভূতির রঙমশাল অন্য কোন গানে জ্বলেনি... আজ সময়টা পেরিয়ে লিখতে পারছি

  • @anishgandhik600
    @anishgandhik600 2 месяца назад +3

    ২০২১ সালের ১৪ ই ডিসেম্বর প্রিয় মানুষ ছেড়ে চলে গেছিলো আজও এই ডিসেম্বর এলে যেন কেনো যেনো হালকা শীতের ছোঁয়ার সঙ্গে জন্য প্রাক্তন ভালোবাসার স্মৃতি বার বার ফিরে আসে। আর সত্যি ২০২১ এর ডিসেম্বর এর পর আর বসন্ত আসে নি জীবনে

  • @imranjahid5009
    @imranjahid5009 3 года назад +30

    শেষের পরেও ভাবছি তাও
    চাইছি শুরুর ডাক পাঠাও
    হাতটা ধরে বসবো নদীর তীরে....
    ❤️🇧🇩 ১২/১০/২০২১

  • @ঋকদে
    @ঋকদে 2 года назад

    অন্ধকার কোনো জায়গায় শুয়ে,হালকা হাওয়া, হাতে একটা জয়েন্ট ,আর কানে হেডফোন এ এই গানটা,,,উফফফ। জাস্ট ফিল.....

  • @HimadriShankarSen
    @HimadriShankarSen 3 года назад +5

    Listening to this every day, I thought of leaving another comment. This will easily go down as one of my all-time favourite Bengali songs ever. Atto opurbo lyrics ke erom shundor music diye compliment korte para tayi onek boro bepar! Lyrics er modhe kon line ta favourite shetai akhono thik korte parini!! Moddhorater amar daak er shaara eyi gaan tai....

  • @saswatipaul8301
    @saswatipaul8301 4 года назад +30

    "তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারি
    জিতব ভেবেও হারছি প্রতিবারই"
    ❤❤❤

  • @rajeshkarmakar.773
    @rajeshkarmakar.773 2 года назад +1

    Gan ta khub e underrated..
    Proti moddho rat e koto jibonto lash ey gann ta sune thake...
    "Chokher pata tomay vabe kape" 😔
    Thank you talpatar sepay.. Ey emotions gulo dewar jonno

  • @nibirislam7371
    @nibirislam7371 5 лет назад +4

    অসাধারণ গান এর সাথে যখন রিলেটেবল কিছু অনুভব করা যায় তখন বিশেষায়িত করার কোনো ভাষা খঁুজে পাওয়া যায় না।
    ধন্যবাদ এমন একটা অনুভুতি উপহার দেয়ার জন্য।

  • @shouvikdey605
    @shouvikdey605 5 лет назад +5

    তোমাদের JioSaavn এ খুঁজে পেলাম না। এই গানটিকে কলার-টিউন করার ইচ্ছে ছিল খুব!
    যতবার শুনি ততবার শান্তি পাই। ❤️

  • @imonrahman2319
    @imonrahman2319 Год назад

    রাত প্রায় 1 টা বাজে
    অন্ধকার ঘর, পুরনো কিছু স্মৃতি, সাথে হেডফোনটাতে এই গান, আর বুকে চাপা কষ্ট গুলোর কারণে নিজের অজান্তেই চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি....
    এটাই হয়তো আকাশ সমান ভালোবাসার প্রতিদান ছিল...

  • @abby_ab_BanicK
    @abby_ab_BanicK 5 лет назад +4

    তালপাতার সেপাই এর সবথেকে সুন্দর সৃষ্টি💝
    এত আবেগঘন লিরিক্স আর হতে পারেনা এই গানছাড়া... অনবদ্য।
    তোমরা আরো দূরে এগিয়ে যাও...

  • @minhajulislamantor8294
    @minhajulislamantor8294 3 года назад +3

    মধ্যরাতে কথা বলার কেউ না থাকলে আমি এই গানটার কাছে ফিরে আসি। কী অদ্ভুত মাদকতা এই গানটায়! ❤️

  • @gourabsinha
    @gourabsinha 2 года назад

    Today we got separated and it was my second love. I always failed in love. 2010-2018, 2020-2022. Hope one day I’ll not fail in love. Durga puja ar durga puja mone hobe na, bhanga mon niye kothao ar ghora hobe na, ekakitto jibon er purnabritti, dirghosas ar ghum raat evabei kete jabe koiekta bochar abar.
    Thank you for making this masterpiece song.

  • @srijonimukherjee8561
    @srijonimukherjee8561 3 года назад +5

    কিরকম নেশা লেগে যায়!এত সুন্দর সৃষ্টি তোমাদের পক্ষেই সম্ভব।আরো সুন্দর সুন্দর সৃষ্টি কোরো শুধু মরুহৃদয়ে হঠাৎ বৃষ্টির সম্ভাবনা জাগাতে!

  • @tahmina833
    @tahmina833 2 года назад +16

    ঠিক পাশেই শুয়ে আছে মানুষটা। যার সঙ্গে বিগত কয়েক বছর ভীষণ রকম ভালোবাসার টানে ঘর বেঁধেছি ভালো থাকবো বলে।
    দিন যায় - রাত যায়, তারও সাথে মানুষটা কেমন কঠিন থেকেও কঠিনতম হয়ে যায়!
    ছোটছোট ভুল, কিছু মনের ভুল, কিছু বেখেয়ালি চিন্তা, কিছু পেয়ে যাওয়ার ইগো, সারাক্ষণ জিতে যাওয়ার জেদ আমায় ভেতর থেকে কেমন যেন দুমড়েমুচড়ে ভেঙে দিচ্ছে রোজ!
    আমি কাঁদি, তাকে বোঝাই, আদর করি, চিৎকার করি, অনুনয় করি, রাগ করি, ছেড়ে যাব ভয় দেখাই, আবার কাঁদি, আবার বোঝাই!
    কিন্তু দিনশেষে তার জেদটাই জিতে যায় প্রতিদিন, প্রতিরাত!
    দিনে দিনে চোখের জলে কেমন যেন ধূসর হয়ে যাচ্ছে আমার সোনার সাজানো ছোট্ট সংসারটা! সারাক্ষণ শুধু ভাবি- কি করলে সে বুঝবে? কি করলে তার ইগো, জেদ, অহংকার হেরে আমাদের সম্পর্কটা জিতে যাবে!? কি করে বোঝাই- একটা একটা দিন করে আমাদের অনেকগুলো দিন নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে জীবন থেকে বৃথাই!
    আমি কি করিনি?
    আমি কি কিছু করার বাকি রেখেছি এখনো?
    জানিনা! সত্যিই জানিনা কি হবে!
    প্রতিরাতে পাশফিরে নীল আলোয় তার মুখের দিকে চেয়ে গানটা শুনি, চোখ বেয়ে কতটুকু জল পড়ে যায়, আমার ভালোবাসার মানুষটা তা কখনো জানতেও পারবেনা। কতশতবার বলেই যাচ্ছি নিঃশব্দে-
    "ভাবছি, যদি ফিরতে আমার সাথে!" 🌻

  • @amrabekar285
    @amrabekar285 Год назад

    গানটা মনে আমার জন্য লেখা, তুমি কি কোনদিন এটা শুনিয়ে উঠতে পারবো? আমি কি কোনদিন বোঝাতে পারবো তাকে? গুরুদেব তুমি পুরো সেরা লিখেছ আমার কিছু বলার নেই। আমি কিছু বলতে পারি না কেন আমি জানিনা আর একটা একতরফা ভালোবাসা গুলো মরে শুধু না বলতে পারার জন্য। সবথেকে বড় কথা আমি চাই না সে আমায় ভালোবাসুক বা না বাসুক। আমি এই ভাবেই যেন সারা জীবন ভালবাসতে পারি।

  • @CanopiedTales
    @CanopiedTales 3 года назад +3

    যেমন লেখনী তেমন সুর !! অসাধারণ একটা সৃষ্টি..

  • @avinashdidwania1451
    @avinashdidwania1451 2 года назад +3

    And when you realise youre never gonna get the same happiness again,you come here for this song,it drains you down and help you get through the next day. This song touches that part of your soul,you didnt even know existed.

  • @rupsaroychoudhury961
    @rupsaroychoudhury961 3 года назад +2

    3:24 am.. puro ekta golpo vese uthlo chokhe... sei golper nayika ami, ar nayok sei manush ta.. 🍃
    thank you talpatar Shepai for this wonderful yet painful song...

  • @arnabdutta4630
    @arnabdutta4630 3 года назад +17

    2021 a দাঁড়িয়ে আমার মতো বারবার করে কে কে শুনছো?? গানটা যতো বার শুনি সব ক্লান্তি সরিয়ে আবার নতুন লাগে সব।। ❤️ ❤️

  • @maitreyeeganguly3283
    @maitreyeeganguly3283 5 лет назад +4

    "ঘরে ফেরার চিঠির আশায় আশায় ... "
    আহা !! কি যে শান্তি ছড়িয়ে দিল গানটা .. :)

  • @dokhinhawa803
    @dokhinhawa803 2 года назад

    আমি থাকবো না , তবু রোজ মধ্যরাত আসবে। আমার মতো কেউ জানালার পাশে, বাইরের দিকে তাকিয়ে, রিপিট মোডে গানটা শুনতেই থাকবে। সেই সমস্ত মানুষের জন্য শুভকামনা রেখে গেলাম।
    রাত কেটে ভোর হোক সবার জীবনে। শুরুর ডাক আসুক সকালে

  • @ashikur.shovon
    @ashikur.shovon 4 года назад +6

    রাত সাড়ে তিনটা র সময়েই কেনো এমন গান সাজেশনে আসতে হবে ? চোখ পোড়ায় । ভালোবাসা বাংলাদেশ থেকে

  • @witch_quinn
    @witch_quinn 5 лет назад +8

    গানটা শুনে কেমন মন শান্ত হয়ে গেলো না! বিশাল একটা দীর্ঘশ্বাস ফেললে যেমন হালকা লাগে তেমন।❤

  • @nrityamdanceacademy4164
    @nrityamdanceacademy4164 Год назад +2

    অনেক দিন পর আবার এই গান টা শুনছি। এখন রাত 2 টো বাজে। সত্যি জানি না কি হারিয়েছি তবু যেনো বুকের ভেতরটা শূন্য লাগে। গান টা খুব মায়াবী ।

  • @prasnikde
    @prasnikde 4 года назад +9

    I don't know why I am feeling that this song will be remembered as a milestone and classic in future. Kudos to Talpatar Shepai. Thank you for spell bounding 4 minutes.

  • @itzme3817
    @itzme3817 5 лет назад +5

    স্মৃতির শহর ঘুমিয়ে তাও
    চাইছে তুমি ডাক পাঠাও
    আমার বুকে ভালো থাকার বাসায়...
    - nice lyrics, love from BD...... caliye jao.....pashe asi

  • @sayantikapaul93
    @sayantikapaul93 Год назад +2

    রোজ মধ্যরাতে চুপিসারে কাঁদে আমার মন,,, ভালো নেই আমি জানো না কি তুমি??? অস্ফুট কন্ঠে বললাম ভালো থাক সকলের ভালোবাসা,,,, পূর্ণতা পাক সকলের ভালোবাসা❤❤❤
    "তালপাতার সেপাই" আরও অনেক সুন্দর সুন্দর গান উপহার দিও।।।

  • @mahjabinoishi6745
    @mahjabinoishi6745 5 лет назад +10

    মন খারাপ লাগছে.... কি করবো?
    তবুও বার বার শুনছি।

  • @piyalisharma7812
    @piyalisharma7812 5 лет назад +4

    Tmdr protita gaan mon chuye jay kintu ei gaan ta sottiii osadharon.... Protita line montro mughdho kore dilo