Popeye (Bangladesh) - Bishonno Shundor (বিষণ্ণ সুন্দর) Official Lyrics Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 6 тыс.

  • @turjaunaktermitu153
    @turjaunaktermitu153 3 года назад +70

    এগুলো জীবনের লিরিক্স!
    এগুলো মনের খোরাক,একাকিত্বের সাথি, অসহ্য সুন্দর।

  • @sakibzaman7719
    @sakibzaman7719 Год назад +61

    আজ ২৮ সেপ্টেম্বর, ২০২৩। আমার ২৬ বছরের জীবনে প্রথমবার এই গান টি শুনলাম। কত স্বপ্ন ছিলো, ভালোবাসা ছিলো সময়ের সাথে সাথে আজ সব অতীত। হয়তো এইটাই নিয়তি, এইখানেই জীবনের মাধুর্য ও স্বার্থকতা। যাকে ছাড়া আপনি আগামীর দিন কল্পনায় করতে পারতেন না তাকে ছাড়াই দিব্যি চলে যাচ্ছে। আসলেই কি দিন চলে যায়!? হ্যাঁ চলে যায়, পৃথিবীটাকে নতুন ভাবে দেখতে, ভাবাতে, শিখতে দিন গুলো পার হয়ে যায়। আমি কল্পনা করি আজ থেকে বহু বছর পরও সে আমার হদয়ে থাকবে, তাকে না পাওয়ার বেদনা আমাকে তাড়া দিবে এবং আমার করা ভুল গুলো তখনও আমাকে যন্ত্রণা দিবে। কারণ আমি তাকে সত্যিই ভালোবেসেছিলাম।❤❤

    • @blackstargaming6666
      @blackstargaming6666 Год назад +3

      Jara Bhalobashte shikeche tara ditio bar bhalobashe ni.

    • @mdshahedulislamrocky8866
      @mdshahedulislamrocky8866 Год назад +1

      Bhai sotti kar ar balovasa kkono Mon taka Jai. Nh ...ar onno kaw Mona asta para nh

    • @W_g_nexus2004
      @W_g_nexus2004 3 месяца назад +2

      Aj bhai 1 bochor holo
      Ekhn kemon achen?

  • @ajmainasif1769
    @ajmainasif1769 2 года назад +76

    The line goes infinite when it says "সময় কেড়ে সবই শুধু নেয়,
    কিছু ফিরে দেয় না..."

  • @MdlimonHossain-sm9cs
    @MdlimonHossain-sm9cs Год назад +24

    আপনার গানগুলো প্রথমে যতটা না ভালো লাগে তারচেয়ে ও কয়েকবার শোনার পর যখন লিরিক্স গুলা আস্তে আস্তে মাথায় ঢুকে তখন ধীরে ধীরে নেশা হয়ে যায়।আর এর জন্যই popeye অন্য সবার চেয়ে আলাদা। এই জন্যই আলাদা রকমের অফুরন্ত ভালোবাসা রইল আপনার প্রতি ♥

  • @shahjabintasnim5996
    @shahjabintasnim5996 3 года назад +10

    ২ বছর হতে চললো প্রায় যেখানে বিষন্ন সুন্দর জাপটে ধরে বসে আছি।
    আর আসলেই মনে হয়,"কোন স্মৃতি মন ভেঙে না কাঁদায় এতো কভু হয়না।সময় কেড়ে সবই শুধু নেয়, কিছু ফিরে দেয়না"।

    • @KeoNa77
      @KeoNa77 3 года назад

      Listening this for 4-5 hour continuously ,

  • @md.shahriarshamim2173
    @md.shahriarshamim2173 3 года назад +139

    এটা সাড়ে ৫ মিনিটের গান মোটেই না।এটা অনন্তকালের ঘুমন্ত এক গান যেখানে নিজের অনুভূতিগুলো সুরক্ষিত থাকে অতি যত্নে।

  • @sleppyydude5901
    @sleppyydude5901 6 лет назад +485

    "এখানে, কোথাও নেই ভালবাসা শুধু জমা বিষন্নতা.." এই লাইনের ব্যাখ্যা অনেক.. নিজের অপ্রাণ চেষ্টায়, আগলে রাখা ভালবাসার মানুষটি যখন সব স্বপ্ন ছাড়খাড় করে দিয়ে যায় তাদের মিথ্যে মায়াজালে ঘেরা অভিনয়ে, তখন জীবনটাও ক্ষনিক এর জন্য থমকে দাড়াঁয়..এবং ওইটা সেই সময়! যখন নিজেদের হাসি বদলে গিয়ে মিথ্যে অভিনয়ের হাসিতে পরিণত হয়ে যায়.. হাহা!! ঠিক যেমন বিষন্ন সুন্দর..! আসলেই! এতটা সুন্দর যে,
    সে কখনো ভাবেওনি তারও একদিন বিষন্নতায় দিন কাটবে.. তার আবেগ জড়ানো ভালবাসাও একদিন হার মানবে..স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে..ভাললাগার, ভালবাসার সূপরিচিত চেহারা মুছে যাবে..তাকেও একদিন বাস্তবতার কাছে হার মানতে হবে.. ভালবাসা তুচ্ছ হয়ে যাবে..!!!!!!
    কোনো স্মৃতি মন ভেঙে না কাঁদায়, এতো কভু হয়না..
    সময় কেড়ে সবই শুধু নায়, কিছু ফিরে দেয় না...

    • @AnnNaser
      @AnnNaser 5 лет назад +9

      ভাই সুন্দর বিশ্লেষণ করেন

    • @hamidasurma8006
      @hamidasurma8006 5 лет назад +3

      Amar shathe na airokom hoise j airom korse taro airokom hobe

    • @alisiddiqueovi446
      @alisiddiqueovi446 5 лет назад +1

      khuub sundor likhsen vai...

    • @obelargaan9416
      @obelargaan9416 5 лет назад

      @@hamidasurma8006 same thing...

    • @jannatuljannat4007
      @jannatuljannat4007 4 года назад +19

      সময় কখনো কখনো ফিরিয়েও বোধহয় দেয়,,হয়তো তাকে নয়,,,অন্য রূপে অন্য কোনো প্রতিমা।।।বিষন্ন সুন্দরের মাঝে যে মিথ্যে হাসি আপনি হাসতে শিখে গেছেন, সেই হাসিকে হঠাৎ সত্যি করে দেবার জন্য হয়তো অন্য কোনো মারাত্মক অদ্ভুত এমন কেউ চলে আসতেই পারে,,,,তখন আর তাকে ফিরিয়ে দিবেন না,,দেওয়া উচিত হবে না,,কারণ সে হয়তো আপনার বিষন্ন সুন্দর মিথ্যে হাসিতেও আপনাকে ভাবিয়ে তুলবে, আপনার সুপ্ত বিষন্নতা কাটাতে আপনি বাধ্যই হবেন।🙃

  • @alwaysfire96
    @alwaysfire96 Год назад +10

    দীর্ঘ ২ বছর পর আজকে হঠাৎ করেই তার ছবি আমার চোখে পরে,পুরনো স্মৃতি গুলো আবার আস্তে আস্তে মনে পরতে থাকে সারা দিন,,সারা দিনে তার কথা কয়েকবার বলে ফেলছি,,এখন রাত হয়ছে আর শূন্যতার পাহাড় যেনো বৃদ্ধিই পাচ্ছে, এতো একাকিত্ব, এতো শূন্যতা আমাকে দুটি চোখ এক করতে দিচ্ছে না😢

  • @RahatKhan-zl1gi
    @RahatKhan-zl1gi 10 месяцев назад +37

    সৃতি রেখে গেলাম হঠাৎ এক সময় আবার দেখা হবে। ফিরে যাবো ২০২০ সালে।

  • @morsalinantor527
    @morsalinantor527 5 лет назад +190

    "সময় কেড়ে সবই শুধু নায় কিছু ফিরে দেয় না না না।" কল্পনাতীত লিরিক্স ❤
    ,
    প্রতিটি লাইনের অর্থই যেন আলাদা আর বিশাল।♥💜

  • @rimonmahmud6569
    @rimonmahmud6569 Год назад +13

    রাত ১:২৪। নির্ঘুম চোখ আর ক্লান্ত শরীরে একটখানি স্বস্তি দিচ্ছে এই, "বিষণ্ণ সুন্দর!"

  • @EnamulHaqueEmon-e8b
    @EnamulHaqueEmon-e8b Год назад +91

    এই ধরনের গান শুনে যে অনুভব করতে পারে সেই আসল গান প্রেমিক..🌸🖤🙂

  • @desheep84
    @desheep84 3 года назад +1227

    Translation - Beautiful Gloominess
    00:14 - 00:26
    Sleep doesn't take over
    Keeps us awake all night.
    Leaves Don't move in the slightest..
    Everything is silent.
    00:27 - 00:45
    Pain floats in the air.
    Touching the lips rush inside.
    No one smiles in this gloomy town.
    As if everyone is dead.
    00:46 - 01:03
    Birds don’t fly towards their nests.
    Dark cloud blankets the sky.
    Flowers don’t bloom in the garden.
    Weed carpets our mind lawn.
    01:03 - 01:40
    There's no affection here.
    Just a bunch of hurting wounds.
    Can't hide nor can bear this.
    Life pushes us to the brink (of life)
    You and me..(x2)
    01:42 - 01:54
    Sunset is colorless.
    Everything is so grey.
    No lights in the forest..
    There are no fireflies.
    01:55 - 02:12
    No one hears the cuckoo singing
    Here in this city.
    With the torn papers,
    Poetry floats away.
    02:13 - 02:31
    Hour glass never turns.
    Everything is frozen.
    Time stands still.
    Yet we grow older.
    With every breath gloominess takes over.
    02:33 - 03:09
    There's no love here.
    Everything is grey.
    No mercy, no affection..
    Life pushes us to the brink(of life)
    You and me..(x2)
    (Instrumental)
    03:45 - 04:11
    None walks in the rain for the pleasure of it. *
    Feels nothing looking at the full-moon at night.
    Even in this huge crowd there's no one for anyone.
    Everyone is alone.
    No one dreams happy dreams anymore.
    04:12 - 04:36
    Stringless kites don't fly around here.
    Dragonflies don’t skip in the morning dew.
    No memory leaves our mind unscathed.
    Time takes away everything..
    Gives nothing back...
    04:36 - 05:47
    There's no affection here.
    Just a bunch of hurting wounds.
    Can't hide nor bear this.
    Life pushes and pushes away..
    There's no love..
    Only a bunch of depressing souls.
    No mercy, no affection,
    Life pushes us to the brink(of life)
    You and me..(x4)
    * Rain is considered romantic by many Bengali poets. The fact that people dosn't walk in the rain anymore for the pleasure, it reflects the lovelessness of the town the lyricist has painted in this song.

    • @shoummohasan443
      @shoummohasan443 3 года назад +11

      Touch the flesh enter inside

    • @Unknown42Life
      @Unknown42Life 2 года назад +14

      Thanks for the translation. It was beautiful.

    • @desheep84
      @desheep84 2 года назад +16

      @@shoummohasan443 touching the lips sounds more poetic, doesn’t it?😐

    • @desheep84
      @desheep84 2 года назад +2

      @@Unknown42Life ❤️

    • @K.R.X
      @K.R.X 2 года назад +1

      This is beautiful.

  • @shubjaan
    @shubjaan Год назад +14

    “তুমি মানে এক আকাশ দীর্ঘশ্বাস,
    তুমি মানে এক সাগর দুঃখ বিলাস ”।

  • @s.a.h.hridoy8680
    @s.a.h.hridoy8680 2 года назад +29

    সময় কেড়ে সবই শুধু নেয়
    কিছু ফিরে দেয় না...
    "বিষন্ন সুন্দর" শুন্য হৃদয়ে যেন এক অপ্রকাশিত অনুভুতির নাম...🤍

    • @s.m.nayeem1489
      @s.m.nayeem1489 Год назад

      সময় কেড়ে সব‌ই শুধু নেয় কিছু ফিরে দেয় না বিষন্ন সুন্দর শুন্য হৃদয়ে যেন এক অপ্রকাশিত অনুভূতির নাম।

  • @shuvokhan9731
    @shuvokhan9731 Год назад +6

    গানটা যে জীবন এ কতো বার শুনেছি তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজ ঠিক এখন গানটা শুনতেছি আর লিখতেছি.....ঠিক জীবনের শুরু যতটুক বয়স থেকে মনে পড়ে ঠিক তখন থেকে এখন(12/06/2023) সময় ভোর ৫:৫১ মিনিট পর্যন্ত না করে দয়া, কোনো না মায়া...সময় কেড়ে সবই শুধু নেয়, কিছু ফিরে দেয় না, না
    Thanks to Popeye Bangladesh 🤍

  • @nahinhasanlxix6920
    @nahinhasanlxix6920 3 года назад +107

    পৃথিবীতে থেকে হারিয়ে যাওয়া আগে প্রিয় কিছু গানের মাঝে স্মৃতি রেখে গেলাম যাতে পরের প্রজন্ম তার পূর্ব পুরুষেদের রুচি সম্পর্কে ধারণা রাখতে পারে।

  • @sheikhdipu123
    @sheikhdipu123 6 лет назад +231

    সুখে চোখ ঘুমে বাঁধে না, সারারাত জাগায়ই
    গাছে পাতা কোনো নড়ে না, এত সবই নীরবই
    বেদনা সকল বাতাসে উড়ে, ছুঁয়ে এই গা ভেতরে ঢুকে,
    এ শহরে কেওতো হাসে না, যেন মৃত সকলেই
    পাখি উড়ে ঘুড়ে ফিরে না, কালো মেঘেই আকাশেই,
    ফুটে না কোনো ফুলি বাগানে, শুধু বুনো ঘাস গজা এ মনে, এখানে ...
    কোথাওই নেই ভালোলাগা শুধুই গাঁদা জীবন্ত ক্ষতই
    লুকানো যায় না যায় পালা, জীবন তেড়ে বেড়ায় তোমাকে আমায় ... তোমাকে আমায়
    গোধূলি রঙে সাজে না, সবই সাদামাটাই,
    রাতে আলো বনে জ্বলে না, কোনো নেই জোনাকী
    কোকিলের কুহূ ডাকেরা কানে, আসে না কারো এই নগরে,
    কবিতারা উড়ে যায়, পাতা ছেঁড়া কাগজে,
    ঘড়ি কাটা লাগে ঘুরে না, সবই থেমে বসে,
    কাটে না সময় বয়সী বাড়ে, প্রতি শ্বাসে মনে দুঃখ গ্রাসে,
    এখানে, কোথাওই নেই ভালোবাসা, শুধুই জমা বিষন্নতায়,
    না করে দয়া, কোনো না মায়া, জীবন ধেয়ে বেড়ায় তোমাকে আমায় ,
    এখানে সুখে মনের ঝড়ে কেউতো ভিজেনা,
    চেয়ে রাতে পূর্ণিমা চাঁদ কিছু বোধই করে না,
    এত ভিড়েতেও নাতো কারো কেও, সবই বড় একেলা,
    স্বপ্ন গুনে খেয়ে ধরে ধুল কারো চোখে সয় না,
    এখানে উড়ে না অজানা ঘুড়িরা
    ভোরে জমা শিশিরে ফড়িংয়েরা খেলা করে না
    কোনো স্মৃতি মন ভেঙে না কাঁদায়, এতো কভু হয়না
    সময় কেড়ে সবই শুধু নায়, কিছু ফিরে দেয় না ...

  • @rafiyajahan3
    @rafiyajahan3 3 года назад +15

    এ গানগুলোর লিরিক্স কোনো সাধারণ মানুষ লিখতে পারে না।
    অসম্ভব বিষ্ময়কর ❤

  • @shabab.180
    @shabab.180 11 месяцев назад +9

    যখন গানটি রিলিজ পায় তখন এর অর্থ বোঝার জন্য অনেক ছোট ছিলাম কিন্তু এখন ঠিকই এর অর্থ বুঝতে পারছি। মনে হয় কতগুলো বছর কাটিয়ে দিলাম এই মায়াবীর বুকে❤

    • @sajidfaraizy1580
      @sajidfaraizy1580 5 месяцев назад

      ভাই মনের কথা টা কইছেন

  • @muhaiminarafatswapnil
    @muhaiminarafatswapnil 3 года назад +2674

    এসব গানের লিরিকের প্রকৃত অর্থ বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা হয়তো সবার নাই। যাদের বোঝার ও অনুভব করার ক্ষমতা আছে শুধু তারাই জানে এসব গান প্রকৃত অর্থে কতটা সুন্দর! 💙

  • @anansultana5259
    @anansultana5259 3 года назад +14

    রাফফান ভাই!
    অনেক ভালোবাসা রইলো এত সুন্দর গানটা আমাদের মতো হতাশাগ্রস্ত মানুষদের উপহার দেওয়ার জন্য।
    কেমন একটা স্বস্তি কাজ করে🖤

  • @kibriajb
    @kibriajb Год назад +15

    জানি না কত বছর আগের গান কিন্তু ২০২৩ সালে এসে আমি বুঝতে পারছি গানের প্রতিটি লাইন বাস্তবতার সাথে মিলে যায়।💔
    এখানে..
    কোথাও নেই ভালোলাগা..
    এখানে...
    কোথাও নেই ভালোবাসা..
    আহহহ কি লাইন.... 😢

  • @tahmidsarker573
    @tahmidsarker573 19 дней назад +1

    শহরে কেউত হাসে না,যেন মৃত সকলেই
    পাখি উড়ে ঘরে ফিরেনা কালো মেঘেই আকাশেই
    ফুটে না কোনো ফুলে বাগানে
    শুধু বূনো ঘাস গজায় মনে
    এখানে কোথাওই নেই ভালোলাগা
    শুধুই গাদা জীবন্ত ক্ষতই।😢

  • @amitbikromroy3598
    @amitbikromroy3598 Год назад +17

    ২০১৮ কে খুব মনে পড়ে যতবার বিষন্ন সুন্দর শুনি। সুস্মিতাকে আজও মৃদু মৃদু মায়ায় বাঁচিয়ে রেখেছি বুকের কোনে।

  • @inulanik7577
    @inulanik7577 3 года назад +188

    গানটার সময় ৩০ মিনিট হলেও,ঐ ৩০ মিনিটই কোন বিষন্নতা ছাড়া শোনা যেত❤️

  • @piashskype
    @piashskype Год назад +13

    এই গানের প্রতিটা লিরিক্স বুঝতে হলে ঢুকতে হবে ভীষণ গভীরে! মাঝে মাঝে মনে হয়,
    একটা মৃত লাশকে জীবন দিচ্ছো মন হয় 💝

  • @kaushikrifat2903
    @kaushikrifat2903 Год назад +249

    ৫ বছর পরেও যারা সার্চ করে গানটা শুনেছেন তাদের রুচির প্রতি সম্মান রইলো 💝

  • @debanjandebnath8758
    @debanjandebnath8758 2 года назад +162

    I'm from india, and is bengali and listened to green day, sum 41, yellowcard, breaking Benjamin, jimmy eat world, lnkin park, dream theatre ,all American rejects all my life. I have listened to folk, country 70s 80s pop. I can surely say that the purest form of "alternative rock" genre comes from Bangladesh bands and singers and Popeye is at the top. These songs just calms down the mind. Most western bands mix punk rock with heavy metals which are fine but not so soothing, this is the genre of my heart.

    • @thm_41
      @thm_41 2 года назад +12

      Damn. Pretty sure a lot of Popeye fans won’t understand your references but that’s quite some praise. As a Bangladeshi, ধন্যবাদ! :)

    • @debanjandebnath8758
      @debanjandebnath8758 2 года назад +4

      @@thm_41 do you understand the references? If u do ill get that we have same music taste

    • @ishrakahmed1525
      @ishrakahmed1525 Год назад

      Breaking Benjamin is a good choice

    • @rayanr1264
      @rayanr1264 Год назад +1

      ive had my phase of alternative punk pop rock ish stuff, being a huge fan of all the bands you mentioned as well as listening to deathcore/metalcore and shit but these songs are just merely poetry.

    • @doctorpain9369
      @doctorpain9369 Год назад +1

      Indalo, Meghdol, Shironamhin, Aurthohin, Nemesis soft alternative rock er jonno best. Ar metal er jonno Artcell, Warfaze, prime time er black era best.

  • @abdullahal-mamun8408
    @abdullahal-mamun8408 5 лет назад +44

    এতো ভালোবাসা কই থেকে আসে ভাই আপনার! এতো স্মার্ট ভয়েস আপনার। ও আল্লাহ! আর কি লিরিক লিখেন ভাই, জাস্ট মন দিল সব ছুঁয়ে যায়। বেঁচে থাকুন ভালোবাসায় আর আমাদেরকে আরও নতুন নতুন গান উপহার দিন আপনার গলায়।

  • @samirbinhalimdipto523
    @samirbinhalimdipto523 7 лет назад +34

    গানটা শুনে আমি নিজেই এতটা ইমোশনাল হয়ে গেছিলাম যে বলার মত না।তোমার ভিতরের সব আবেগ ফুটে উঠছে এই গানে, এরকম ভয়েস কখনো শুনি নাই।

  • @ayanroy3784
    @ayanroy3784 Год назад +36

    বাঙালি হয়ে না , জন্মালে হয় তো এতো সুন্দর গানগুলা সোনা হতো না 🙂😌😌🇮🇳🇮🇳🇧🇩🇧🇩

    • @efazmahamud2173
      @efazmahamud2173 Год назад

      India koi theke asche!? Eita Bangladeshi song.

    • @ayanroy3784
      @ayanroy3784 Год назад

      @@efazmahamud2173 ami jani ami Indian to tai amder flage ta dilam 🙂

    • @TonyStark-xc7hu
      @TonyStark-xc7hu 10 месяцев назад

      ​@@efazmahamud2173abal naki tumi? India koi theke ashche mane? India te ki bangali nai?

    • @efazmahamud2173
      @efazmahamud2173 10 месяцев назад

      @@TonyStark-xc7hu ore bolod amra bangali na Bangladeshi! Rendia der amra count kori na

    • @neps5017
      @neps5017 10 месяцев назад

      ​@@efazmahamud2173 ওরে মূর্খ, বাংলাদেশীরাও বাঙ্গালী, ওয়েস্ট বেঙ্গলের গুলাও বাঙ্গালী। তোর কাউন্ট করা না করা নিয়ে কেউ বসে নাই, আর স্কুলের সমাজ বিজ্ঞান বইটা নিয়া ভালোভাবে পড়, তোর জ্ঞানের ঘাটতি, নিজের এথনিসিটি কী সেটাই জানস না, লজ্জাজনক।

  • @shuvomahmud3633
    @shuvomahmud3633 2 года назад +5

    2017 সালের ১০ সেপ্টেম্বর গানটি প্রথম শুনি এক বড় ভাইয়ে মোবাইলে তার পরে থেকে খোঁজা শুরু করি কোন ব্রান্ডের গান এটা ২০১৮ সালরর প্রথমে জেনেছি এটা পপাই এর গান সেই থেকে তো ভক্ত হয়ে ওঠি তবে পপাই ভাইয়ে সাথে দেখা করার ইচ্ছে অনেক জানি না কোন দিন দেখা হবে কি না?

  • @_ShamsPathan
    @_ShamsPathan 6 лет назад +7

    বাহ ! অসাধারন একটা গান শুনলাম মাত্র। মনে হচ্ছে গায়কের চারপাশে কয়েকটা হৃদয় বসে বসে ঢুলে ঢুলে গান শুনছে। জীবন বিষন্ন সুন্দর !

  • @rajeshdey9587
    @rajeshdey9587 4 года назад +31

    বলার ভাষা হারিয়ে ফেলেছি 😥
    এতে সুন্দর গান ওয়াও 😍😍
    সত্যি অসাধারণ 👌👌

  • @sifatbinntesaiif
    @sifatbinntesaiif Год назад +3

    ২৭. ১০.২০২৩
    ঢাকা থেকে চট্টগ্রাম, নিজের বাড়িতে এসেছি পূজোর ছুটিতে, কাল চলে যাবো। এই বিদায়বেলায় গানটা শুনছি পুরোনো যায়গায়, পুরোনো রাস্তায় এবং পুরোনো স্মৃতির বারান্দায়। এবং সেই পুরোনো আমিকে খোঁজার ব্যার্থ চেষ্টা করছি।

  • @mahamudurrahman539
    @mahamudurrahman539 Год назад +7

    এখানে সুখে মনের ঝড়ে কেউতো ভিজেনা,
    চেয়ে রাতে পূর্ণিমা চাঁদ কিছু বোধই করে না,
    এত ভিড়েতেও নাতো কারো কেও, সবই বড় একেলা,
    স্বপ্ন গুনে খেয়ে ধরে ধুল কারো চোখে সয় না !! ❤

  • @Sakil.Ahmmed
    @Sakil.Ahmmed Год назад +14

    পৃথিবীর সব গান একদিকে, 'বিষণ্ণ সুন্দর' আরেকদিকে'!

  • @nihonryugakusei9090
    @nihonryugakusei9090 7 лет назад +101

    ক্লাসিক মাস্টারপিস। কোন কথা হবেনা। সবাই শুধু শুনছি লাইক দেয়ার অবসর পাচ্ছিনা।

  • @JuddhojahajOfficial
    @JuddhojahajOfficial 7 месяцев назад +5

    আপনাকে মনে হয় বাংলাদেশের গানের জগতের হৃদয় বলা হয়। যদি সত্যিই বলা হয় তাহলে কোনো ভুল বলা হয়না। আপনি নিজেকে সত্যিই সেরকম জায়গাতে নিয়ে গেছেন। প্রত্যেকটা গানই একটা মনোমুগ্ধকর পরিস্থিতির সৃষ্টি করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 🖤💙

  • @Tribeless4694
    @Tribeless4694 4 года назад +51

    I don’t understand why he’s so underrated in our country.
    He’s one of the best lyricist with a great voice in our country

    • @NurulIslam-vc4rm
      @NurulIslam-vc4rm Месяц назад +1

      It requires being a masterclass listener to listen to these masterpieces, a considerably smaller number of masterclass people out there😃

  • @hasanmahedi6239
    @hasanmahedi6239 4 года назад +18

    কেমন মাদকতা গানটার মধ্যে!
    মনে করিয়ে দেয় দূরের অতীত কে, যেখানে খুব কাছের একজন ছিলো আমার । আহা, সেই অতীত, আমার বিষন্ন সুন্দর সে অতীত...

    • @sonjitdas536
      @sonjitdas536 3 года назад

      দাদা বেইমান কে
      আপনি না ওনি
      দাদা বেইমান কে
      আমি না ও
      কথা দুই টা যদি কোন ম্যাথ হইত
      সলিউশন কেউ করতে পারত না আমার মত
      মাত্র পোট করলাম একটা জয়েন্ট
      কানে বিষন্ন সুন্দর ঘোর গাড়ি
      চোখে কমেন্ট গুলা পরে এমনি তে পানি পারছে।
      ২১/০৩ /২০২১
      রাত ১২ টা ৩৩ মিনিট 🙂💔🖤

  • @alsami7506
    @alsami7506 4 года назад +20

    " কোনো স্মৃতি মন ভেঙে না কাদায় এতো কভু হয় নাহ" ❤️❤️❤️ Universal truth

  • @rahadsframe7398
    @rahadsframe7398 10 дней назад +2

    আঁচল, আজ ১৮ ডিসেম্বর
    আপনার মনে আছে গতবছর এই দিনে আমরা সারাদিন একসাথে ঘুরেছিলাম, আমাদের একটা ইচ্ছা ছিলো একসাথে ভোরে শীতে হাটা
    BDR gate, ঢাবি, মধুর ক্যান্টিন, রমনায় আমাদের সকাল । আপনার মনে আছে আঁচল ?
    আর রাতে যখন আবার গেলাম, ফেরার সময় বার বার কি যেন মনে হচ্ছিলো, আর আপনাকে বার বার বলছিলাম আঁচল আমার কেন যেন আপনার এইবারের বাড়ি যাওয়াটা নিয়ে খুব ভয় হচ্ছে, ভয় যে এভাবে সত্যি হয়, আমার জানা ছিলো না আঁচল ।
    নাহলে কখনো ছাড়তাম না সেদিন আপনাকে ।
    আপনি যে আমার জীবন থেকেও চলে যাবেন এটা এক মুহুর্তের জন্যও মাথায় আসলো না আঁচল ।
    আপনার সাথে এই জার্নিটা আমি গর্ব করে কাউকে বলবো, দেখিয়েন
    আমাদের নাতিনাতনিদের এই গল্প গুলো একসাথে নাই বা শোনাতে পারলাম, একা নিশ্চয়ই পারবো আল্লাহ হায়াত দিলে ।
    জানেন, এখন আর কেউ রোজ রাতে বলেনা 'তুসবিহুন আলা খায়ের' !

  • @khandanihfamu5314
    @khandanihfamu5314 3 года назад +22

    কিছু গান আসলেই আন্ডারেটেড থাকা দরকার, সর্ব শ্রেনীর মানুষের জন্য এই গান নহে✌️ সবার অধিকার নেই এই গান শুনার🙂
    আধিপত্য বাদ দিয়ে ফিল করো লাইনগুলো, শান্তিপূর্ণ এই জীবন💜

  • @armansarkar5382
    @armansarkar5382 Год назад +7

    সব ব্যান্ডের গানই শুনছি, কিন্তু এই ব্যান্ডের গান যে এতো সুন্দর তা জানতাম না,

  • @ArigatoX-n8e
    @ArigatoX-n8e Год назад +43

    Bengali songs = Bangladeshi singers❤
    Love from India🇮🇳

  • @mehediaftab7283
    @mehediaftab7283 Год назад +17

    কি অসাধারন অনুভূতি
    কি অদ্ভুত তৃপ্তি
    কি সেই ভালো লাগা
    যা যায় নি পালা আর যায় নি ভুলা 😊

  • @imsomrat_
    @imsomrat_ Год назад +20

    ১০০ বছর পরেও যদি ইউটিউব থাকে আর তোমরা কেউ যদি এই গান শুনো তাহলে তোমাদের রুচির প্রতি সম্মান রইলো।💝

  • @mitu7861
    @mitu7861 Год назад +8

    - তোমার কাছ থেকে শোনা গানটাও আজ আমার প্রিয়ো হয়ে গেলে তুমি নেই তবে তোমার স্মৃতির একটা অংশ হয়ে গেছে, আসলেই বিষন্ন সুন্দর, তোমায় পেয়ে গেলে হয়তো এই গান শোনা হতো না,
    আজ আমার জীবনও বিষন্ন সুন্দর 😅🖤

  • @Mdsijohnny
    @Mdsijohnny 3 года назад +369

    I'm actually glad that this song is underrated. Some masterpiece deserve to be known only by a few people with best taste!

    • @ahmedshuvo1709
      @ahmedshuvo1709 3 года назад +6

      Agreed🎶

    • @SabbirHasan-uu7wr
      @SabbirHasan-uu7wr 3 года назад +15

      Since when 7M plays are underrated?

    • @itsabrar509
      @itsabrar509 3 года назад +5

      right

    • @darkboy2208
      @darkboy2208 2 года назад +5

      @@SabbirHasan-uu7wr Cause there is almost 20 Crore people in Country .☺

    • @aurnab1206
      @aurnab1206 2 года назад

      @@itsabrar509 kirre mahii🙂

  • @abdullahrana4175
    @abdullahrana4175 7 лет назад +908

    বাংলাদেশের মাস্টারপিছ এক্টা ভয়েস

  • @thesecretclassroom5419
    @thesecretclassroom5419 3 года назад +5

    4 বছর ধরেই বার বার এই গানেই ফিরে আসি। তবে এইবার বেশিই দেরি হয়ে গেলো (৭মাস পর শুনছি)। জীবনের বেস্ততায় অনেক আবেগ অনুভূতি প্রায় মুছে গেছে। কোথাও নেই ভালোলাগা।

    • @mdishtiak3773
      @mdishtiak3773 3 года назад

      সত্যিই ভাই,সময়ে একে সবই শুধু নেয় কিছু ফিরে দেয় না -না...

  • @MostakmozahidMahi
    @MostakmozahidMahi 9 месяцев назад +7

    বন্ধুত্ব বিচ্ছেদ মনে হয় পৃথিবীর সব থেকে কষ্টের একটা বিষয়, একসময় যার সাথে দিনের ৭০ ভাগ সময় কাটাতাম আজকে তাকে দেখলে অন্য রাস্তা দিয়ে হেটে যাই, ১২ই এপ্রিল ২০২৩, জীবনের সব থেকে প্রিয় বন্ধুটাকে হারাইলাম, ৬ বছরের বন্ধুত্বটা ৬ মিনিটে শেষ হয়ে গেলো, আজকেও ওর সাথে দেখা হলো, ও একরাস্তায় চলে গেলো আমি আর এক রাস্তায়। যার সাথে একদিন দেখা না হলে পরের দিনের গল্প করতে করতে সময় পাইতাম না, আজকে প্রায় ১ বছর থেকে ওর সাথে কোনো কথাই হয় না। গল্পের সময় বেশি পাওয়ার জন্যে দুইজনের এ সাইকেল থাকাতেও হাটতে হাটতে স্কুল থেকে বাসায় আসতাম, তাও গল্প শেষ হতো না। বন্ধুমহল এখনো একই আছে, তবে ও আসলে আমি উঠে যাই আর আমি আসলে ও উঠে যায়। বুকটা ছিড়ে যায় রে। জানি সম্পর্কটা আর কখনোই ঠিক হবে না, বিশ্বাস কর ভাই, ফেসবুকে যখন কোনো মেমোরাইস আসে, বুকের ভেতরটা ফেটে যায়। মাঝে মাঝেই তোর আইডি টা চেক করি, ভাবি যদি আমাকে নিয়ে একটা পোস্ট দিস।কি থেকে কি হয়ে গেলো বল তো। তুই এখানে এসে দেখবি না আমি কি বললাম। বিশ্বাস কর ভাই আমি তোকে খুব মিস করি। শুধু অভিমানে তোকে জড়ায় ধরে বলতে পারি না, চল আর একবার ফিরে যাই ২০১৯ এ। তোকে এখনও খুব ভালোবাসি। মাঝে মাঝেই স্বপ্নে দেখি আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গেছে,কিন্তু বাস্তবতা ভিন্ন। তোকে খুব মিস করি সিয়াম। তুই সারাজীবন আমার একটা বেদনা হয়ে থাকবি। কখনো কাউকে বলি নাউ তোক ঠিক কতোটা মিস করি। ভালো থাক ভাই

    • @alifrahaman1471
      @alifrahaman1471 8 месяцев назад +2

      Apnar friend er link ta diben plz

    • @jannatulkobraurme1694
      @jannatulkobraurme1694 7 месяцев назад +2

      ঠিক করে নিলেই তো হয়। রাগ, অভিমান তো আকাশ সমান হয় কিন্তু ভালোবাসা তো তার থেকে বেশি।

    • @MostakmozahidMahi
      @MostakmozahidMahi 7 месяцев назад

      @@jannatulkobraurme1694 কখনো কখনো ক্ষণিকের অভিমান, অভিযোগটা চিরস্থায়ী ভালোবাসার চেয়েও ভয়ানক হয়ে উঠে, দূরে আসতে আসতে এমন জায়গায় এসে দাড়িয়েছি দুজনে আর ফেরা সম্ভব না।

    • @wassupguys
      @wassupguys 26 дней назад

      Ki hoisilo?

  • @lutforrahmanevan7572
    @lutforrahmanevan7572 Год назад +13

    গানটার মধ্যে কী আছে?
    এই পর্যন্ত মিলিয়ন বারের বেশি শুনা শেষ। তাও প্রতিবার শোনার সময়ই কোথাও যেনো হারিয়ে যাই। একটা আলাদা শহরে, যে শহরে কেউ তো হাসে না, যেনো মৃত সকলে💔।

  • @likhonahmed4491
    @likhonahmed4491 2 года назад +10

    রেখে গেলাম আমার স্মৃতি এখানে , যদি কোনদিন মনে পড়ে আমার কথা ওই দূর আকাশের তারার দিকে তাকিও আমি জ্বলে উঠবো 🙂🖤

  • @adhodiary
    @adhodiary 2 года назад +241

    A message to the future generation. Don't let this song die

  • @sazidmahamud2963
    @sazidmahamud2963 11 месяцев назад +4

    বিষন্ন সুন্দর,, বিষন্ন মায়া
    heart melting
    Big fan of you Mr.popeye

  • @arhammohammad7184
    @arhammohammad7184 3 года назад +10

    কিছু গান শুধু শুনতে ভালো লাগে,
    কিন্তু কিছু কিছু গান যখন বাস্তবতা প্রকাশ করে তখন তা সরাসরি হৃদয় ছুয়ে ফেলে। তখন তা নেশা হইয়ে যাই।🖤

  • @darkpark.official
    @darkpark.official Год назад +19

    এই গান গুলো কোনদিনও পুরোনো হবে না; এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জায়গা করে নিবে!❤️

  • @naimulbashar2369
    @naimulbashar2369 Год назад +4

    "এখানে কোথাওই নেই ভালোলাগা, শুধুই গাঁদা জীবন্ত ক্ষতই
    লুকানো যায়, না যায় পালা..?

  • @md.muztahidshaharierhasi-qq9nl
    @md.muztahidshaharierhasi-qq9nl Месяц назад +22

    এই নভেম্বরের ২য় দিন ২০২৪ ও বিদায় এর দারপ্রান্তে কোন একদিন মনে করে দিন কারো লাইকের কারণে ফিরে আসবো আবার শুনে যাব গানটা এসব স্রিতি চারন হবে আবার

  • @someOne-nl5zl
    @someOne-nl5zl 3 года назад +5

    জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে যাওয়া প্রত্যেকটা সোলের কাছে এইটা শুধু গান না,ঔষধের মত।🖤

  • @asifzaman9998
    @asifzaman9998 7 лет назад +199

    maybe you are the most underrated solo singer in our country. Your songs are so unique as well as your voice... always touch the soul...respect man.

    • @Khatibanglafusion
      @Khatibanglafusion 7 лет назад +3

      asif xaman Really unique

    • @nihonryugakusei9090
      @nihonryugakusei9090 7 лет назад +32

      classic people always stay underrated...they are 1%....and can only be discovered by another 1%. and the rest ..lets forget those unlucky souls.

    • @alexios1961
      @alexios1961 4 года назад

      @@ezioauditore070 no

    • @extraordinarycontents9105
      @extraordinarycontents9105 3 года назад +1

      @@nihonryugakusei9090 well said 👏

  • @tansirafridi7712
    @tansirafridi7712 2 года назад +11

    কোনো স্মৃতি মন ভেঙে না কাঁদায়,
    এ তো কভু হয়না💔
    সময় কেড়ে সবই শুধু নেয়,
    কিছু ফিরে দেয় না 🙃

  • @shubjaan
    @shubjaan 5 месяцев назад +1

    অতীত। ভবিষ্যৎ। বর্তমান।
    ছুরি দিয়ে কেটে-কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো প্রবৃত্তি না হলেও। জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে; ব্যর্থতা আছে, সফলতা আছে; হাসি আছে, অশ্রু আছে...

  • @th13semi6
    @th13semi6 3 года назад +25

    বাংলাদেশের মিউজিক কতটা উন্নত,মনমুগ্ধকর, কতটা জীবনমিস্রিত তা এ গান শুনলেই বুঝা যায়। অসংখ্য ধন্যবাদ এরকম একটা সতেজকর গান আমাদেরকে উপহার দেয়ার জন্য। 🖤

    • @Redwan008
      @Redwan008 Год назад

      বাংলাদেশে,,, বাংলা গান গুলোই অসাধারণ.৷৷

  • @tapashroy3400
    @tapashroy3400 3 года назад +60

    আমার ২১ বছরের জিবনটাকে এক গানেই গেয়ে দিলে🙂🥀

  • @khalilurrahmanparvez7146
    @khalilurrahmanparvez7146 3 года назад +8

    এখানে কোথাও নেই ভালবাসা 💔 শুধুই জমা বিষন্নতা 🖤
    ক্লাসিক মাস্টারপিস

  • @sajenrased72536
    @sajenrased72536 Год назад +10

    Maturity is when you understand 'বিষন্ন সুন্দর' 😌💖

  • @lutforrahmanevan7572
    @lutforrahmanevan7572 2 года назад +18

    কখনো কোনো গানে কমেন্ট করিনা। কিন্তু গানটা এতটাই প্রিয়❤...এ পর্যন্ত কত হাজার বার শুনেছি জানি না
    গানটার বিশেষত্ব হলো,এটি কষ্টগুলাকে সুখে পরিণত করে।
    thousands love to popeye❤❤❤

  • @Ruhulamin-fw6vp
    @Ruhulamin-fw6vp Год назад +27

    পরবর্তী প্রজন্মের জন্য সৃতি রেখে গেলাম,,,, তারা যেন আমাদের গানের রুচি সম্পর্কে ধারণা পায়,,,,,

  • @whyitshappen3996
    @whyitshappen3996 5 лет назад +5

    পপিয়ে বেন্ড এর মূল ভিন্নতা অন্য বেন্ড থেকে হলো এই যে এর "ভোকাল"।
    " নেশার বোঝা " গানে অদ্ভুত সুন্দর সুর ও ভোকাল ছিল। "রাতের কথা" গানেও অনেক ভিন্ন সুর ও ভোকাল। "বাজে ছেলে" গানে আবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের সুর ছিল। আর "বিষন্ন সুন্দর" গানের কথা তো আর বলা লাগবে না।
    পপিয়ে বেন্ড এর আরেকটা অসাধারণ জিনিস হলো তাদের লিরিক্স। তাদের গান অসাধারণ শব্দের সংযোগে তৈরি। মন ও হৃদয় ছোয়া লিরিক্স। আর প্রতিটি গান একটার থেকে অন্যটা অনেক বেশি ভিন্ন। সুর,তাল,বাজনা প্রতিটি গানের ভিন্ন এবং অসাধারণ।
    ভালোবাসা = পপিয়ে 💔💕

  • @user-ke6jq7dc6w
    @user-ke6jq7dc6w 6 месяцев назад +1

    হৃদয় বিদ্ধ করে যায়, যখন বলে - "এখানে.... কোথাও ই নেই ভালোবাসা" ❤️‍🩹

  • @zakhrifa-al-jannat8599
    @zakhrifa-al-jannat8599 7 лет назад +122

    this song is from out of the universe. are you alien? I never heard so attractive voice as yours from anyone. May Allah bless you, sir!

    • @Khatibanglafusion
      @Khatibanglafusion 7 лет назад +2

      Zakhrifa - Al - Jannat out of dis universe....shunle mone hoy veshe beracchi

    • @moktadersabbir5715
      @moktadersabbir5715 7 лет назад +4

      এত সুন্দর কেন গানটা। শুনতে বসলে শুনতেই থাকি খালি

    • @nihonryugakusei9090
      @nihonryugakusei9090 7 лет назад +2

      exactly...you and me are lucky that we found it.

    • @Ahnaaf255
      @Ahnaaf255 4 года назад +1

      thank u !!

  • @mohammadrafi7181
    @mohammadrafi7181 3 года назад +6

    মৃত্যু মুখ থেকে বাচানোর জন্য একটি গান যথেষ্ট-! যদিও এইটা গান বললে ভুল হবে-!
    অসখ্য ধন্যবাদ 💝
    বিষন্নতা মৃত্যুর আরেক নাম🙂

  • @sayemabdullahkhan7253
    @sayemabdullahkhan7253 3 года назад +18

    Not a Sad song. Just explaining the sad part of our life. It’s amazing how these artists perfectly interpretes our life with words we can’t put together.

  • @THE_smile69
    @THE_smile69 5 месяцев назад +2

    জীবনের এমন একটা বয়সে আছি, মনে হই প্রটিটা লাইন আমার জীবন এর উপরে লেখা, আসলে এমন পরিস্থিতি বর্ণনা করা যায় না। এই গানটা শুনলে মনে হয় আমার পরিস্থিতি। গানে বলা হয়েছে😔

  • @alienalive9200
    @alienalive9200 3 года назад +40

    Stop asking who is still listening? We always listen!💚

  • @pritulkhan4777
    @pritulkhan4777 5 лет назад +5

    "এখানে, কোথাও নেই ভালোবাসা শুধু জমা বিষন্নতা.."

  • @Khatibanglafusion
    @Khatibanglafusion 7 лет назад +63

    Popeye is always something different.Music,lyric,composition, singing.....Just ONE MAN SHOW!

  • @__wasif_here__1174
    @__wasif_here__1174 10 месяцев назад +2

    ''এখানে সুখে মনে ঝড়ে কেউ তো ভিজে না''......
    এইখান থেকে গানটা বেশিই ফিল দিয়ে ফেলে!.🖤

  • @tajwaarmjunayed
    @tajwaarmjunayed 7 лет назад +553

    পুরো জীবনটাকে একটা গানে গেয়ে দিলেন :)

  • @fiztherider96
    @fiztherider96 4 года назад +26

    এসব গান বেচে আছে বলেই আমাদের মতন ইন্ট্রোভার্ট গুলো প্রাণভরে শ্বাস নিয়ে বেচে আছে... 🙂🙂🖤

  • @rakibalhasan1963
    @rakibalhasan1963 Год назад +5

    এতো সুন্দর গানটি আজ প্রথম শুনলাম!

  • @anan-da
    @anan-da 2 года назад +7

    " কোথাও নেই ভালোবাসা, শুধুই জমা বিষন্নতায়!"💙

  • @alexikamran7039
    @alexikamran7039 4 года назад +7

    I stopped listening bangal music since I am millennial kid and cant adopt this Gen Z type but you guys touched my soul! I can feel the my teen and early youth 2003 to 2011 the best time of music.

  • @tattughora2639
    @tattughora2639 3 года назад +62

    এই গানটি কিছু সময়ের জন্য বিশ্বের সকল মনভাঙ্গা মানুষের হৃদয় কে শাসন করবে🖤🖤

  • @mhhasibhossan9221
    @mhhasibhossan9221 5 месяцев назад +3

    কোনো স্মৃতি মন ভেঙে না কাঁদায়, এ তো কভু হয়'না
    সময় কেড়ে সবই শুধু নেয়,কিছু ফিরে দেয় না..!
    😢

    • @MdMehediHassan-uk7ib
      @MdMehediHassan-uk7ib 5 месяцев назад

      সময় হোক ফিরিয়ে দিবো!! 🙂

  • @raiyanmahmudtanim1992
    @raiyanmahmudtanim1992 4 года назад +69

    Thank you for this song. Isn't it amazing how some songs get attached to a particular memory? Those 4 am nights on the balcony, listening to this, crying, hoping for an escape, thinking all the impossible things, and accepting the reality in the process. Every night, it repeats. Thank you for this song, this amazing gift. The song surely made me cry a lot, but it kept me alive as well. I will pray for you're well-being as long as I live Popeye.

  • @ariyanrussellar5259
    @ariyanrussellar5259 Год назад +6

    ব্যার্থতার শেষ সীমানায় দাড়িয়ে আছি শূন্য হাতে,,। জীবন থেকে দুঃখ বাদে কিছুই পাইনি ,,,। জীবনটা আসলেই "বিষণ্ণ সুন্দর" হয়ে আছে,,,,।।🙂🙂💔💔

  • @tanzimhossain_rl4440
    @tanzimhossain_rl4440 2 года назад +24

    The most unique thing about this song is, it creates an image with each and every lyric, something which is very rare to find in a song. Not to mention "বিষন্ন সুন্দর" is an amazing name for a song.

  • @MdFardin-i1s
    @MdFardin-i1s 7 месяцев назад +3

    আমার জন্যেই মনে হয়এই গান টা লেখা।।১০০০০ বার শুনার থেকও বেশি টা আমার হৃদয় এর সাথে বেঁধে আছে, 😅😅 গানের লাইন গুলো।।। যাইহোক আমি কি তবে তোমাকে ভালোবেসে ঠিক করছি এটা মৃর্তুর মতন সত্য 🥰

  • @fiztherider96
    @fiztherider96 4 года назад +16

    এখানে কোথাও নেই ভালবাসা 💔 শুধুই জমা বিষন্নতা 🖤

  • @MdRabbi-id7jy
    @MdRabbi-id7jy 2 года назад +35

    এক সমুদ্র শূন্যতা থেকেই এমন গান করা সম্ভব।
    love from the heart for popeye ❤️✌️

  • @catlover2287
    @catlover2287 5 месяцев назад +3

    প্রতিটি রাতের খোরাক।।।মনের কথাগুলো এককরে বলা হয়েছে

  • @monermanuesh
    @monermanuesh 2 года назад +6

    - কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে.!🙂
    - সেটা শুধু সময়'ই বলে দেয়.!💔

  • @sabitrahim5135
    @sabitrahim5135 4 года назад +47

    Popeye took all the true words in this song . every single word has a very deep meaning . only he has the abelites to give every single word a deep meaning .

  • @bijoyhabib46
    @bijoyhabib46 Год назад +22

    Almost 2022 and I'm gonna cherish this song for the rest of my life. As I get older I know this song is teaching me how to value things before it's too late. What beautiful lyrics ..

  • @sojibislam1559
    @sojibislam1559 8 месяцев назад

    কান্না ভেজা চোখ, কনে ইয়ারফোন, মাথায় হাজারো ভাবনা,মনে কষ্ট,অন্ধকার রুম, সাথে এই গান।😊