Encore - Neelanjana (নীলাঞ্জনা) | Official Audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1,7 тыс.

  • @sadafhmehedi7608
    @sadafhmehedi7608 Год назад +55

    দেশ ছেড়ে চলে এসেছিলাম স্মৃতি কাটা দিতো তাই। ধানমন্ডি পান্থপথ রবিন্দ্র সরোবর জিগাতলা শুক্রাবাদ যে জায়গায় অনেকটা সময় কাটিয়েছি একটা সময় সে জায়গায় থাকতে পারিনি স্মৃতির যন্ত্রনায়। পালিয়ে এসেছি এক প্রকার চুপি চুপি সবাইকে ছেড়ে। দেশ ছেড়ে ভালোবাসার মানুষ কে ছেড়ে পরিবার ছেড়ে হাজার মাইল দুরে যখন সারাদিনের ডিউটি শেষ করে নিরিবিলি একা বসে পাহাড়ের কিনারে নিজের হারিয়ে যাওয়া আমি কে খুজি তখন একান্ত সঙ্গী হয় "স্রোতস্বিনী" কে আমার "নীলাঞ্জনা" রুপে "না পাওয়ার গল্প" " ... thank you encore

    • @imamulmottakin7578
      @imamulmottakin7578 7 месяцев назад +5

      আপনার মত আমারো একই কাহিনি।

    • @hasibulhossenshanto9985
      @hasibulhossenshanto9985 21 день назад +2

      wow

    • @tasfikalhasanturzo4199
      @tasfikalhasanturzo4199 День назад

      আহ্ আমারো ধানমন্ডি লেক, শুক্রাবাদ, পান্থপথ, জিগাতলা, রবীন্দ্রসরোবরের স্মৃতি 💜

  • @sawrizu
    @sawrizu Год назад +2319

    কখনো হয়তো তার বিশেষ কেউ হয়ে উঠতে পারিনি কিন্ত জীবনের অনেকটা বছর কটিয়েছি তাকে ভালোবেসে, আজও ভালোবাসি, ভালোবেসে যাব আমৃত্যু। সময়, পরিবার,পরিস্থিতি সব ছিল আমাদের বিরুদ্ধে তবুও তার পথের সঙ্গী হিসেবে ছিলাম সর্বদা। শেষে তার সুখের কথা ভেবে তাকে তুলে দিয়েছিলাম অন্য কারো হাতে। আজ আমি নিঃশেষ, ক্লান্ত হয়ে জীবনের দিশাহীন হয়ে নিজেকে খুঁজে বেড়াই এসকল গানের মাঝে।

    • @saqeeb512
      @saqeeb512 Год назад +35

      Okay < I Understand < No earn Lots of Money Brother

    • @mkwazbanglabd.9390
      @mkwazbanglabd.9390 Год назад +7

      😢

    • @tashivnihal1729
      @tashivnihal1729 Год назад +24

      may allah give you the strength to make as much money you want and full fill your dreams (Amin Amin Amin)

    • @EsmiSagor-j7i
      @EsmiSagor-j7i Год назад +26

      Vai namz poren allah sob thik kore debe !
      Hoito take kokono vulte parben na kinto apnake sara shay valo ase apnake o valo takte hobe sob vul a akta sondor moy jibon soro koren allah apnr pase ase insahallah ❤

    • @mr.mehedi7224
      @mr.mehedi7224 Год назад +4

      Same here😢

  • @pspiash5690
    @pspiash5690 Год назад +26

    একতরফা ভালোবাসার মাঝেও এক অদ্ভুত রকমের শান্তি আছে। সেখানে না থাকে কোন চাহিদা , আর না থাকে কোন প্রত্যাশা। সবসময় তাকে নিজের মতো করে ভালোবেসে যাওয়া যায়। ভালোবাসাটি থাকে সবসময় সম্পুর্ণ। ভালোবাসলে যে তাকে পেতেই হবে, এমন তো কোন কথা নেই। থাকনা কিছু ভালোবাসা একতরফা হয়েই।

  • @hudamisatv
    @hudamisatv Год назад +103

    অসম্ভব সুন্দর একটা গান শুনলাম।
    আমার বয়স ৬০ এর কাছা কাছি , শুরু হয়েছিল গুরু প্রয়াত আজম খান এর গান শুনে, বড়ো হয়েছি ফিডব্যাক, সৌলস, আরো কত দল। কিন্তু আমাদের তখন এতো ব্যান্ড ছিল না শোনার মতন। আর এখন কত ব্যান্ড আর সবাই এতো ভাল গান করে, ভালো গান লিখে, গর্বে বুক ভরে যায়। যুগ যুগ ধরে বেঁচে থাকুক বাংলা, মৌলিক বাংলা গান।

  • @SaifulIslam-ei7cw
    @SaifulIslam-ei7cw Год назад +14

    এই ব্যান্ডের ইলেকট্রিক গিটারিস্ট কে আমি জানিনা। কিন্তু গানটা শুরু হবার পর থেকেই অপেক্ষায় ছিলাম কখন গিটারের সলো মিউজিক আসবে আর কান কাপাবে। 4:40 থেকে শুরু করে 5:33 পর্যন্ত সময়ে সেই মুহূর্ত আসলো। একেবারে কানের অর্গাজম ঘটিয়ে দিলো।

  • @Raseldadu02
    @Raseldadu02 2 месяца назад +23

    যারা এই গানটি সার্চ দিয়ে শুনতে এসেছেন তাদের রুচির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি

  • @shubjaan
    @shubjaan Год назад +387

    - নীলাঞ্জনারা কখনো হারিয়ে যায় না.'
    তারা বেচেঁ থাকে নির্জন একাকীত্বে স্মৃতির গভীরে..✨🖤

  • @shakibxten
    @shakibxten Год назад +69

    নীলাঞ্জনা কে ছেড়ে থাকা সহজ, তবে ভুলে থাকা অসম্ভব! নীলাঞ্জনারা আমাদের নিদ্রারত ভাবনায় জুড়ে থাকে প্রতিটি মূহুর্তে! নীলাঞ্জনারা মিশে থাকে মায়া নামক এক ক্ষতের গভীরে!"💙

  • @imrulkayes2634
    @imrulkayes2634 Год назад +23

    খুজে বেড়াচ্ছি তোমায় নিরঞ্জনায় ,
    হয়তো পাবো শীতল কোন স্নেহের ছোঁয়ায়🖤

  • @fmsazzad
    @fmsazzad Год назад +17

    এই গানটা এমন যে মনে হচ্ছে মনের ভিতর মোম গলে পড়ছে আর সুপ্ত তাপে ভেতরটা পুড়ছে।ভালো থাকুক Encore, ভালো থাকুক নীলাঞ্জনারা।বিকেলগুলো তাদের থাক,গানটা সঙ্গী হোক আমার রাতের 💔

  • @samiulyeam8928
    @samiulyeam8928 Год назад +471

    একটা সময় স্রোতস্বিনী শুনতাম,কারো ধোঁকায় 🙂
    আর এখন প্রিয় মানুষকে সাথে নিয়ে নীলাঞ্জনা শুনতেছি🥰
    হ্যা,আমি আমার নীলাঞ্জনাকে পেয়ে গেছি🤍

    • @applegaming3565
      @applegaming3565 Год назад +2

      thik acy boss

    • @sidhaixuniverse3338
      @sidhaixuniverse3338 Год назад +1

      ❤❤❤❤❤

    • @youcanwin473
      @youcanwin473 Год назад +6

      ager ta kake vule arekta banay nilen?
      tobuo to,ager jon ke pelen na,
      apnar dukkho komeche kintu domka haoya komeni,kombeo na

    • @samiulyeam8928
      @samiulyeam8928 Год назад +8

      @@youcanwin473 Maybe I deserved better and I've got it 😊
      Isn’t it enough?

    • @johnmiller6696
      @johnmiller6696 Год назад +2

      ​@@youcanwin473coping by putting down other people's happiness lmao

  • @lyricsyouwant5404
    @lyricsyouwant5404 Год назад +23

    "আমার বুকে মাথা রেখে তুমি ধরতে কত বায়না" this line hits different man.
    এক সময় আমারও নীলাঞ্জনা ছিল। সে আমার স্মৃতিতে সারাজীবন থাকবে। কিন্তু কোন বিকেলে আর ফিরে আসবেনা। আমি তাকে অনেক ভালবাসি অনেক। মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব।

  • @rakibeditz7264
    @rakibeditz7264 Год назад +648

    যারা সার্চ দিয়ে গানটি শুনছেন, তাদের রুচির প্রতি সম্মান জানাই 💝😌

  • @ratulislamshovon1284
    @ratulislamshovon1284 Год назад +472

    "নীলাঞ্জনা" "স্রোতস্বিনী" দের ঘিরে আমাদের যত "না পাওয়ার গল্প" 😀
    Another Masterpiece, thanks ENCORE!!😮‍💨💙

  • @ashesrajjab2855
    @ashesrajjab2855 Год назад +3

    আমি গভীর থেকে এনকর এর ফ্যান, লিরিকগুলো মনের অত্যন্ত প্রিয়, বিশেষ করে এই গানের "আমার বুকে মাথা রেখে তুমি ধরতে কত বায়না, আমার দেওয়া নীল শাড়িটা আর বুঝি মানায় না......!! যা সম্ভবত দশ বছর পরেও প্রিয় মানুষটার রঙিন সেই স্মৃতি গুলো মনে করিয়ে দিবে হয়তো।

  • @Tultulcore
    @Tultulcore Год назад +10

    "আজ সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর" ki shundor ekta linee.

  • @fahimhussan04
    @fahimhussan04 3 месяца назад +5

    নীলাঞ্জনারা কখনো হারিয়ে যায় না
    তারা বেঁচে থাকে নির্জন একাকিত্বে স্মৃতির গভীরে..

  • @osthirrk863
    @osthirrk863 Год назад +27

    রাতের অন্ধকার....হাতে সিগারেট..... সাথে এই গান....অসাধারণ অনুভুতি...❤❤❤

    • @iftesham8455
      @iftesham8455 Месяц назад

      Hey big brother try again and again maybe u will heal

    • @joymiah8166
      @joymiah8166 Месяц назад

      প্রিয় নীলাঞ্জনা কি আছে এখন ও নাকি সিগারেট আর গান এই রয়ে গেলো সংগি হিসাবে 😅

    • @iftesham8455
      @iftesham8455 Месяц назад

      @joymiah8166 sorry for ur lose

    • @bohemianrakib5111
      @bohemianrakib5111 28 дней назад

      🙂🖤

  • @rashedjaman5843
    @rashedjaman5843 Год назад +20

    "স্রোতস্বিনী" আর "নীলাঞ্জনা"দের নিয়ে আমাদের যত "না পাওয়ার গল্প" 😌❤️🌺

  • @shakilahmed355
    @shakilahmed355 Год назад +12

    তুমি পাশে নেই কত বছর হয়ে গেল,তবুও তোমার স্মৃতি এখনও আমাকে ঘিরেই রয়ে গেছে!
    "Encore" কে অনেক ধন্যবাদ এতো সুন্দর গান উপহার দেওয়ার জন্য।অনেক বছর পর কেউ গানটি শুনতে আসলে বুঝতে পারবে যে আমরাও একসময় তার মতো পরিস্থিতির স্বীকার ছিলাম!
    1 May,2023

  • @Akmkabbo
    @Akmkabbo Год назад +21

    "আমার বুকে মাথা রেখে তুমি ধরতে কত বায়না
    আমার দেয়া নীল শাড়ীটায় আর বুঝি মানায় না" This Line..!

  • @Roby-10-x8h
    @Roby-10-x8h Год назад +46

    প্রিয় মানুষের নামের সাথে মিল রেখে যেসব গান তৈরি, সবগুলোই যেন অপার্থিবভাবে হৃদয়ে এসে হানা দেয়।
    আন্দোলিত করে প্রতিটা প্রকোষ্ঠকে।
    এক অনিরুদ্ধ হাহাকার থাকলেও হৃদয়ে প্রশান্তি এনে দিতে এনকোরের এমন গানগুলোই যথেষ্ঠ!
    প্রিয় মানুষটি এ গান শুনলে কখনো জেনে রেখো,
    অকৃত্রিমতা ছাড়িয়ে নিজের সবটা জুড়ে ভালোবাসি তোমায়।
    #নীলা 💙

    • @mr.sho_rts
      @mr.sho_rts 5 месяцев назад +1

      Miles er neela shunen

    • @Roby-10-x8h
      @Roby-10-x8h 2 месяца назад +1

      @@mr.sho_rtsশুনি সবসময়ই

  • @nostalgiccamp4242
    @nostalgiccamp4242 Год назад +13

    তোমার গানের প্রতিটি সুরে আমি প্রকৃতির স্নিগ্ধতা খুঁজে পাই। তোমার সুরে ওই মুগ্ধতায় হারিয়ে ফেলি আমি নিজেকে। জানিনা কেন তবুও মনে হয় তুমি স্রোতস্বিনীর মত আমার জীবনে চিরবহমান, মনে হয় যেন নিলাঞ্জনার মত পেয়েও হারিয়ে ফেলা কোনো-এক প্রিয় জন।💝💝

  • @mahmudulhaquejihan3074
    @mahmudulhaquejihan3074 Год назад +53

    "নীলাঞ্জনা" "স্রোতস্বিনী" দের কে ঘিরে আমাদের সকল "না পাওয়ার গল্প" 😊

  • @amithasan5151
    @amithasan5151 Год назад +8

    "ছিলো সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর" hits different

  • @jesanjubayer-po7xr
    @jesanjubayer-po7xr Год назад +110

    "আজ সবই তোমার উপর,আর তুমি আমার ভিতর" hits different 🦋🖤

  • @_Tabassum._.0101
    @_Tabassum._.0101 Год назад +2

    "আমি" হিসেবে আমি অনন্য
    "প্রেমিক" হিসেবে আমি জঘন্য,,,
    "সেই প্রেমিক মৃত যে ভাবে
    প্রেমের জন্য সে যথেষ্ট "

  • @md.fahimwahid3369
    @md.fahimwahid3369 Год назад +6

    Encore এ আসক্ত আমি। ধন্যবাদ এতো সুন্দর একটা ঈদ উপহারের জন্য।

  • @arafatitzme-lb6ee
    @arafatitzme-lb6ee Год назад +6

    তার সাথে বিচ্ছেদের সময়টাতেই "নীলাঞ্জনা" এসেছিলো🙂
    তারে ডাকতাম নীলাঞ্জনা নামে কিন্তু বুঝিনি, আমার গল্প টাও নীলাঞ্জনা গানের মতো হয়ে যাবে🥀
    ধন্যবাদ Encore🖤

  • @timelesstreasures14
    @timelesstreasures14 Год назад +8

    বিষাক্ত নগরীর নিকৃষ্টতায় মিশে যাওয়া পথিকের পরিত্যক্ত আবেগের স্রোতধারায় ভেসে যায় থমকে যাওয়া সময়,
    পাপের খেলায় নিঃস্ব জুয়াড়ী হাতড়ে বেড়ায় নেশার আশ্রয়

  • @mdabirhossinpretul8134
    @mdabirhossinpretul8134 Год назад +1

    আমি চাই এত সুন্দর গানটি underrated ই থাকুক, কারণ বাড়তি viral হয়ে পচে যাওয়ার চেয়ে গানটি সর্বদা এমন masterpiece হয়েই থাকুক। তাকে না পাওয়ার অভিমান,তার সমস্ত স্মৃতি,তার প্রতি আমার ভালোবাসা,সমস্ত আবেগ নিয়ে গানটি বেঁচে থাকুক বছরের পর বছর 🖤

  • @OFFICIAL-sv2rg
    @OFFICIAL-sv2rg Год назад +15

    হুট করেই চোখের সামনে পড়ে যায় গানটি, গানের নামেই মাঝে লুকিয়ে আছে একটা সৌন্দর্য। স্মৃতির জন্য একটা কমেন্ট করে রেখে যাওয়া। 🥰🥰

  • @hrhridoy4955
    @hrhridoy4955 2 месяца назад +2

    নীলাঞ্জনা কে ছেগে থাকা সহজ, তবে ভুলে যাওয়া অসম্ভব! নীলাঞ্জনা আমার নিদ্রারত ভাবনায় জুড়ে থাকা প্রতিটি মুহুর্ত, নীলাঞ্জনা মিশে থাকা মায়া নামক ক্ষতের গভীরে! 💔

  • @mdalifahmedali2575
    @mdalifahmedali2575 Год назад +21

    আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀

  • @adittohasan14335
    @adittohasan14335 Год назад +25

    ছিলো সবই তোমার উপর 🙂
    আর তুমি আমার ভিতর🥰
    হাজার বছর বেঁচে থেকো নীলাঞ্জনা❤

  • @jalis_mahmud_munna14
    @jalis_mahmud_munna14 5 месяцев назад +11

    যদিও জীবনে কোনো নিলাঞ্জনা আসেনি।
    কিন্তু গানটা শুনলে কারো শুন্যতার অনুভূতি হয়।...!😊

  • @sajidmahmud17
    @sajidmahmud17 Год назад +63

    স্মৃতি রেখে গেলাম। যখন কেও লাইক দিবে তখন নোটিফিকেশন পেয়ে আবারও গানটা শুনতে আসবো❤

  • @chayansaha7069
    @chayansaha7069 Год назад +4

    একটা সময় আমারে চোখে হারাইতো সে,একদিন না দেখলে ছটফট করতো কখন দেখবে সেই আশায়।
    জানি না কি এমন হইলো,কার নজর লাগলো এখন সে সেই আমাকেই দেখলে ভ্রু কুঁচকায়, আমাকে দেখলে দৌড়ে পালায়।
    কিন্তু ঈশ্বর স্বাক্ষী কোনদিন নিজের অজান্তেও তার কোন ক্ষতি বা ক্ষতির চিন্তা করিনি।
    তবুও দোআ করি এখন সে যারে চোখে হারায়,যারে না দেখলে থাকতে পারে না তারে দেখেই বাকীটা জীবন সুখে কাটাক।
    আর আমি তার সেই আমারে দেখা চোখগুলা কল্পনা করে কাটিয়ে দিবো🥰

  • @SakibulislamSomudro
    @SakibulislamSomudro 2 месяца назад +5

    নীলাঞ্জনা রা আসলেই মরে না। বেচে থাকে সৃতির ভিতর। তাইতো আজও মানুষ তার খোজ করে "নীলাঞ্জনা " তে। 😇

  • @mushfiqurrahmanjeesar5948
    @mushfiqurrahmanjeesar5948 Год назад +216

    যারা এই ধরনের গান শোনে তাদের নেশা করতে হয় না,,,,, এই গান গুলো শুনলে নেশা হয়ে যায়🥺গান গুলোর প্রতিটি লাইন থেকে মায়ার নেশা বের হচ্ছে😄💔🥺

    • @MehediHasan-nq8eq
      @MehediHasan-nq8eq Год назад +6

      Like me

    • @NoOne-tg3xl
      @NoOne-tg3xl Год назад +22

      Sosta abeg faltu comment

    • @mobinulislam1975
      @mobinulislam1975 Год назад +7

      এই সব আলতো পালতো কমেন্ট না করে, গানের প্রশংসা করা যায় না???

    • @akterzaman3644
      @akterzaman3644 Год назад

      একমাত্র নেশাখোররাই এমন কথা বলতে পারে।গানের সাথে নেশা র কি সম্পর্ক?!

    • @tubenet5948
      @tubenet5948 Год назад

      Jara ashol vokto tara basher vag e nesha kora asa gan gula shunba

  • @mdpappu6514
    @mdpappu6514 5 месяцев назад +1

    নীলাঞ্জনা কে ছেড়ে থাকা সহজ, তবে ভুলে যাওয়া অসম্ভব! নীলাঞ্জনা আমার নিদ্রারত ভাবনায় জুড়ে থাকা প্রতিটি মুহূর্ত! নীলাঞ্জনা মিশে থাকে মায়া নামক ক্ষতের গভীরে!

  • @abirhasanmollah
    @abirhasanmollah Год назад +12

    প্রকৃত ভালোবাসা না পাওয়ার মাঝেই নিহিত থেকে যায়। সবকিছু পেলেই যে সুখী হওয়া যায় সেটা ভাবা নিতান্তই ভুল। ভালোবাসা একবারই আসে এবং শেষ পর্যন্ত থেকে যায়। এই ছোট একটা জীবনে কাউকে ভালোবেসে তাকে না পেয়েই বেঁচে থাকার যে কষ্টকর একটা সুখ সেই সুখ নিয়েই ভালো থাকা যায়। দিন শেষে ভালোবাসার জয় হোক সেটা সফল হোক কিংবা ব্যর্থ।❤🥀

  • @shairasharminadiba
    @shairasharminadiba Год назад +11

    এমন একটা গান কি অদ্ভুত অনুভূতি জাগানোর ক্ষমতা রাখে..!
    যত বার শুনি ততবার হারিয়ে যাই লিরিক্স গুলোর মাঝে 💙

  • @tanvirsarkar119
    @tanvirsarkar119 Год назад +3

    “ নীলাঞ্জনারা " সবার জীবনেই কম বেশী থাকে । অনেক না পাওয়ার গল্প থাকে ।
    এ গানের মাধ্যমে তাদের উৎসর্গ করা।🖤
    লিরিক্স অন্য লেভেলের 🖤

  • @Akmkabbo
    @Akmkabbo Год назад +38

    "আজ সবই তোমার উপর, আর তুমি আমার ভিতর" Heart Touching!🖤

  • @MdMehedi-pq5kp
    @MdMehedi-pq5kp Год назад +7

    কি এক আজব মায়া. 🌸
    তাকে হারিয়ে আমি তিলে তিলে শেষ আর সে তো আমায় ছাড়া দেখি খুব রাংতামাসা আছে...!! 💔🥀

  • @alexad-yc5uv
    @alexad-yc5uv Год назад +6

    Once a wise man said, "Only you know you love her when you let her go." that's why i let my mona go. It's been almost 5 month. Gone through alcohol & drug addiction, done cross country tour, had my bike crashed, been on hospital bed for almost 2 month but still can't forget her. Every night when nurse takes my phone away i just keep looking at the ceilings & ask God why am i not good enough?

  • @mahadihasanmim7807
    @mahadihasanmim7807 Год назад +2

    ""রিক্ত শূন্য দেহতে
    আজও চোখের পাতা মেলে,
    রাখি যদি আসো ফিরে
    বেদনার নীলপাহাড় ভেঙে""🎈

  • @SamirArafat5252
    @SamirArafat5252 Год назад +10

    - স্রোতস্বিনী আর নীলাঞ্জনাদের ঘিরে আমাদের যত না পাওয়ার গল্প 😊
    - ছিলো সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর 😊❤️

  • @SADMAN_ANIK
    @SADMAN_ANIK Год назад +11

    গানটা মনে দাগ কেটে গেল এককথায় masterpiece ❤❤❤আজ থেকে 50 বছর পর গানটা শুনলেও মনে কোন বিরক্তি আসবেনা🖤🖤🖤

  • @CrazyEventVideo
    @CrazyEventVideo Год назад +3

    নীলাঞ্জনা গানটা আমার খুব প্রিয়

  • @nobirhossain1376
    @nobirhossain1376 7 дней назад +1

    আপনাদের বেজিস্ট+ কোরাল্স অসাধারণ..! মারাক্তক কোরাল্স দেয়.., মনে হয় মেন ভোকাল এর গলার সাইট দিয়া আরেকটা ভোকাল বের হইতেসে..! বলতে গেলে অসাধারণ কম্বিনেশন..! অসাধারণ!

  • @SrabaniMondal-kb5ee
    @SrabaniMondal-kb5ee Год назад +8

    আমি শ্রাবনী কলকাতা তে বাড়ি একজন মেয়ে হয়ে বলছি সারারাত কেঁদেছি গানটা শুনে একটা চাপা কষ্ট শুধু ছিটকে বের হয়ে আসতে চাইছে বাইরে,,,
    আমরা একজনকে ভালোবাসি সে মানুষ টা সময় এর সাথে হারিয়ে যাই আমাদের থেকে শুধু কষ্ট গুলো জমে যাই মনে সেটা কেও নিতে পারেনা কেও না।,,,,,,,
    আবার আশ্রয় পেতে ইচ্ছে করে সবকিছু থেকে যেখানে কষ্ট থাকবে না থাকবে শান্তি,,,, মা পাশে শুয়ে গুমোচ্ছে আর আমি কাঁদছি তিনি ও জানে না কি চলে আমার মধ্যে আমাদের মধ্যে বা কি চলছে হয়তো আমরা দেখাতে চাই না,,,,,, আমি এর আগে কখনো বাংলা ব্যান্ড এর গান জানতাম ও না আমার একটা দাদা আছে অরিজিৎ ও আমাকে শোনালো এই গানটা প্রথম ধন্যবাদ দাদা ধন্যবাদ Encore আমাকে একটা মুহূর্ত খুশি দেয়ার জন্য কখনো কলকাতা তে দেখা হবে আমাদের আর আমিও আজ থেকে আপনাদের গান শুনবো। আমি জীবন পেয়েছি এই গানে

    • @BossKing-jv8gt
      @BossKing-jv8gt 9 месяцев назад

      ইচ্ছে করছে কিছুক্ষণ আড্ডা দেই আপনার সাথে

    • @ssevsseven
      @ssevsseven 7 месяцев назад

      ​@@BossKing-jv8gt sob nostami

  • @emonmuttakir5032
    @emonmuttakir5032 Год назад

    মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কতো বোকা আমাদের হৃদয়।

  • @mdtanoytalukder3886
    @mdtanoytalukder3886 Год назад +9

    Encore is always the best💙
    1) Na pawar golpo
    2) Srotoshini
    3)Cyanide
    4)Nilanjana

  • @tom1394
    @tom1394 8 месяцев назад +4

    পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে
    জীবিত মানুষকে হারিয়ে ফেলা

  • @MdNaiem-v4u
    @MdNaiem-v4u 11 месяцев назад +1

    রুমের লাইট বন্ধ, কানে হেডফোন, হাতে একটা সিকারেট, সব মিলিয়ে আছি বেশ, অসাধারণ লিরিক্স, ধন্য বাদ তোমাকে তুমি আমার জীবন থেকে হারিয়ে না গেলে হয়তো এই সুন্দর গান টি না শেনায় থাকত,,

  • @voboghure...
    @voboghure... Год назад +6

    মারাত্মক প্রেমে পরে গেলাম এই নিলাঞ্জনার । ধন্যবাদ Encor কে এমন একটা গান উপহার দেওয়ার জন্য❤️❤️❤️ এই গান আজীবন বেঁচে থাকবে মানুষের কাছে এক অসীম মায়ার কল্পনায়।

  • @mdtajimhasan07
    @mdtajimhasan07 9 месяцев назад

    "আমার বুকে মাথা রেখে তুমি ধরতে কত বায়না
    আমার দেয়া নীল শাড়ীটায় আর বুঝি মানায় না" This Line.

  • @Sabviru
    @Sabviru Год назад +3

    দেখা হইনা কথা হয়না,তবুও কোথাও না কোথাও তুমি আছো।মাঝ রাতে গভীর ঘুমে আছো,বুকের ভিতর কঠিন যন্ত্রণায় তুমি আছো।এই এলোমেলো জীবন টা তোমার জন্য।আমার যা কিছু ভালো হওয়ার কথা ছিল সে সব ভালো তোমার হোক।যারা মায়া বাড়ায় অথচ ভালোবাসে না, তাদের সাথে আমার আর কোনো দিন দেখা না হোক

  • @mrinmoy9656
    @mrinmoy9656 Год назад +1

    the line হে নীলাঞ্জনা, সাথে যাবে কি আমার যদি দিতে পারো একটি বিকেল ঘুরে আসি অজানায় 😌❤

  • @nirobsarker4605
    @nirobsarker4605 Год назад +8

    মনটা জুরে গেল এই গান্টি শুনে।মনের ভিতর শিরায় শিরায় জলতরঙ্গ ছড়িয়ে যাওয়ার এক প্রতিধ্বনি ❤️

  • @jahidhasanayon2596
    @jahidhasanayon2596 Год назад +1

    গানটা শুনিতেছি আর বার বার গানের প্রতিটা লাইনে তারে খুজতেছি,অথচ সে আমার ইনবক্সে কথা বলতেছি ও তার সাথে, আর আমার মন টা ও নরম হয়ে আছে, এই গানের মধ্যে এমন কি আছে

  • @mahirtahsan
    @mahirtahsan Год назад +8

    "নীলাঞ্জনা আর স্রোতস্বিনী কে ঘিরে যত গল্প" 😌

  • @masumparvez561
    @masumparvez561 10 дней назад

    তাকে একটা কথা ই বলতে পেরেছিলাম শেষবারের মতো। তারপর আর কোনো কথা আসেনি মুখ দিয়ে।
    " ** আমি তো তোমাকে ভালোই বেসেছিলাম। কী প্রয়োজন ছিল আমার বিশ্বাসটা এতোভাবে ভেঙে দেওয়ার? "

  • @drmazeda1974
    @drmazeda1974 Год назад +26

    Mark my words, this song's gonna blow up in a few years just like Srotoshini

  • @Riko-488
    @Riko-488 2 месяца назад

    ২য় বার যখন রাজশাহী যায় তোমার সাথে দেখা করতে ,গান টা প্রথম শুনেছিলাম ,তোমার সাথে গানটা একেঁ ছিলাম।আজ রাজশাহী ছেড়ে দিতে...যাছিচ ,কেমন মনে হছেচ গত কালের কথা .এতো সহজেই সব শেষ ..

  • @shanto372
    @shanto372 Год назад +5

    হে নীলান্জনা, বেলা হলো শেষ
    চাইলে ভেবে দেখো আরেকবার
    বাড়াবার আগে হাত🖤🌺

  • @kowshiqueahmed3820
    @kowshiqueahmed3820 Год назад +3

    আরে...।কত সুন্দর একটা গান। কয়বার শুনলাম এই কয়দিনে? ২০ বার না ১০০ বার কে জানে। বউএর চেহারাটা মনে পড়ে গানটা শুনলে।

  • @shakilrabindrauniversity6508
    @shakilrabindrauniversity6508 Год назад +16

    হে নীলাঞ্জনা, সাথে যাবে কি আমার?
    যদি দিতে পারো একটি বিকেল,
    ঘুরে আসি অজানায়।
    হে নীলান্জনা, বেলা হলো শেষ,
    চাইলে ভেবে দেখো আরেকবার
    বাড়াবার আগে হাত। 1:02 1:02 1:02 1:02 1:02 1:02 1:02
    তোমায় ছাড়া নীল গালিচায়
    একটুও ওড়া যায় না,
    তুমিহীনা মেঘের বাগিচায়
    রংধণু ছড়ায় না, না, না।
    আমার বুকে মাথা রেখে তুমি
    ধরতে কত বায়না,
    আমার দেয়া নীল শাড়ীটায়
    আর বুঝি মানায় না, না, না।
    আজ সবই তোমার ওপর
    আর তুমি আমার ভেতর,
    নীলাকাশে, ডানা মেলে,
    অজানায়, অবেলায়, হারাবে।
    ছিলো সবই তোমার ওপর
    আর তুৃৃমি আমার ভেতর,
    পাল তুলে, নীল সাগরে,
    পাড়ি দাও বহুদূর জাহাজে ..
    রিক্ত শূন্য দেহতে
    আজও চোখের পাতা মেলে,
    রাখি যদি আসো ফিরে
    বেদনার নীলপাহাড় ভেঙে,
    প্রতিস্রুতির আদলে
    যে প্রাসাদ গড়েছিলে,
    তা ভেঙে তিলেতিলে ..
    ও হো হো তোমায় ছাড়া নীল গালিচায়
    একটুও ওড়া যায় না,
    তুমিহীনা মেঘের বাগিচায়
    রংধণু ছড়ায় না, না, নানা।
    আমার বুকে মাথা রেখে তুমি
    ধরতে কত বায়না,
    আমার দেয়া নীল শাড়ীটায়
    আর বুঝি মানায় না, না, না।
    আজ সবই তোমার ওপর
    আর তুমি আমার ভেতর,
    নীলাকাশে, ডানা মেলে,
    অজানায়, অবেলায় হারাবে।
    ছিলো সবই তোমার ওপর
    আর তুৃৃমি আমার ভেতর,
    পাল তুলে, নীল সাগরে,
    পাড়ি দাও বহুদূর জাহাজে ..
    আজ সবই তোমার ওপর
    আর তুমি আমার ভেতর,
    পাল তুলে, নীল সাগরে,
    পাড়ি দাও বহুদূর জাহাজে।

  • @najmulhuda11
    @najmulhuda11 Год назад

    নীলাঞ্জনারা পাশে না থাকলেও কোথাও না কোথাও থেকে যায়। হয়তো কথায় নয়তো নীরবতায়, নতুবা হাসিতে অথবা কান্নায়।

  • @dot1358
    @dot1358 Год назад +9

    When I hear Encore, I feel the vibe of Linkin park, Pink floyd,Poets of the fall,maybe deftones at the same time.
    That's why Encore will rise as the greatest Bangla band of all time

  • @Fasal1971
    @Fasal1971 Год назад +14

    হে নীলাঞ্জনা তোমার প্রতীক্ষায় ❤ প্রতিশ্রুতি ভুলে যেও না 😊

  • @sadianur777
    @sadianur777 Год назад +4

    এই গানটা না সেদিন রিলিজ হলো,দেখতে দেখতে কবে যে ৬ মাস হয়ে গেল। "নীলাঞ্জনা" নামটা আমার খুবই পছন্দের,তাই গানটা রিলিজ হওয়ার পর খুব আগ্রহ নিয়ে শুনেছিলাম।গানের লিরিক্স এতটা ভাল লাগে যে নামের সাথে সাথে গানটাও সেদিনই আমার পছন্দের প্লেলিস্টে অ্যাড হয়ে যায়।এখনো শুনি,যতদিন বেঁচে থাকব "নীলাঞ্জনা" র প্রতি আমার অনুভূতি শেষ হবে না 💙🖤

  • @mridulapramanik9515
    @mridulapramanik9515 Год назад +5

    নীলাঞ্জনা হতে চাই না কিন্তু মোন চায় বারে বারে ইস্ যদি আমিও কারোর নীলাঞ্জনা হতে পারতাম তাহলে আমার জন্যেও কেউ এত ভালোবাসা অনুভূতি রাখত আমার জন্যে সেও আকাশের তারাদের সাথে অহেতুক আলাপ জমাতো চাঁদের আলোর হাঁটের মাঝে, ইস্ যদি হতে পারতাম..................❤

    • @mdfahim5642
      @mdfahim5642 Год назад

      Tomi nilanjona hota choi kano tomi Mridula oi balo aso

  • @browncrow6071
    @browncrow6071 Год назад +5

    "ছিলো সবই তোমার উপর;
    আর তুমি আমার ভেতর"

  • @melodist5291
    @melodist5291 Год назад +4

    আমার নীলাঞ্জনা নীলের মতোই বিষাক্ত সুন্দরী ছিলো। হয়তো আজও আছে!নীলাঞ্জনা শুনি আর ডুবে যাই নীলে নীলে💙🤘🏻🎧

  • @alaminsojib5751
    @alaminsojib5751 Год назад +6

    - টাকা না কামানোর বয়সে সবচেয়ে প্রিয় মানুষটা কে পছন্দ হইলো,,টাকা জমাইতে জমাইতে সে অন্য কারো কাছে বিক্রি হইয়া গেছে😔🥀

  • @Gamingpro78219
    @Gamingpro78219 9 месяцев назад +2

    হয়তো তোমাকে পেয়ে গেলে এই গান আর শুনতে সেই আধ্যাত্বিক মজা টা আনতে পারতাম না মনে। আজ তুমি নেই তাই গান টা হয়তো আমার এত প্রিয়❤

  • @R_o_b_i_u-l_1
    @R_o_b_i_u-l_1 Год назад +4

    This line...
    "আজ সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর"❤❤❤

  • @hafizurrahman511
    @hafizurrahman511 Год назад +2

    দূর থেকেই তাকে আজো ভালবাসি, সে এখন আমার নেই। তবে তার প্রতি আমার অসীম ভালোবাসা আজও রয়ে গেছে।
    মানুষগুলো হারিয়ে গেল ভালোবাসা কখনো হারিয়ে যায় না, স্মৃতির পাতায় কোথাও থেকে যায় 🖤

  • @AjoyDatta
    @AjoyDatta Год назад +20

    গান এ্যাপে প্রথম দিনই শুনে নিয়েছিলাম, তারপর বহু বহু বার শুনেছি শুনছি, খুব সুন্দর ENCORE প্রতিটি গানে আপনাদের নিজস্ব ছাপ পাই ♥️

  • @jahidhasan4505
    @jahidhasan4505 Год назад +2

    এতো বেসি সময় ধরে কখনো একটা রিলিক শুনি নাই যতখন ধরে এই নীলাঞ্জনা শুনলাম!!!
    আসলে সত্যি কথা বলতে আমি ফেসবুক টাইম লাইনে রিলিক টা শুনে ইউটিউবে এসে শুনছিলাম আর এতো টাই বেসি আমার বাসা রাজশাহীতে আমি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হওয়া থেকে সিরাজগঞ্জ পয়ন্ত এই একটা গানই শুনেছি
    এখন আমি বাইপেইল তাও শুনতেছি
    সকল নীলাঞ্জনা সকলের কাছে ভালো থাকিক, কিন্তু আমার টা নেই!!!

  • @himelnath0119
    @himelnath0119 Год назад +8

    ❤❤ যদি কখনও সে গানটি শুনে ❤️❤️ তার জন্যে রেখে গেলাম
    ভালোবাসি তোমায়

  • @mehedihasanimroze6842
    @mehedihasanimroze6842 Год назад +1

    পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখের অধিকারী 'দীপা', এই গানে শুনুন আমার হৃদয়ের কথা।❤️

  • @Hmnahid748
    @Hmnahid748 Год назад +8

    Need more headphones 🎧
    আজ সবই তোমার উপর আর তুমি আমার ভেতর
    নীল আকাশে,
    ডানা মেলে,
    অজানায়,
    অবেলায়,
    হারাবে
    ছিল সবই তোমার উপর আর তুমি আমার ভেতর
    পাল তুলে,
    নীল সাগরে,
    পারি দাও বহুদূর জাহাজে..
    And my good wife is here with me and those headphones for continue 4:40 to last second 🖤 seriously it's amazing 🙃
    Or right now 1:50am June 29-2023

  • @RA89Official
    @RA89Official Год назад +1

    কয়েকটা লাইন আমাকে নিয়ে গিয়েছিলো ফেলে আসা আমার অতীতে এক মুহূর্তের জন্য মনে হয়েছিলো নীরা ফিরে এসেছে।
    গান শেষ হওয়ার পর চোখ মেলে দেখি আমার ভুল গান শুনে বারবার আমি সেই ভুল করতে চায়,আমার কল্পনায় নীরার অস্তিত্ব আছে বাস্তবে বিলীন।

  • @bushraanjumpriyota3955
    @bushraanjumpriyota3955 Год назад +6

    "আজ সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর" 💙

  • @MinYoongi-brn
    @MinYoongi-brn Год назад +2

    নীলাঞ্জনা আমার জীবন থেকে নীল রং মুছে দিয়ে চলে মিলিয়ে গেছে রংধনুতে 🌺🦋

  • @nilaazad4463
    @nilaazad4463 Год назад +16

    আমি হয়তো আজ কারো গল্পে সেই নীলাঞ্জনা। 💔সে হয়তো এই গানটি শুনে আমাকে মনে করবে। আমি কতটা কষ্ট বুকে নিয়ে তার থেকে দূরে সরে এসেছি সেটা তাকে বলে বুঝাতে পারবো না। তার কাছে আমি হয়তো এক বিশ্বাসঘাতক ছাড়া অন্য কিছু নয়। পরিবারের দিকে তাকিয়ে আজ তার থেকে দূরে। আমি তার ভেতর না থাকলেও সে আমার ভেতর সারা জীবন থেকে যাবে। কখনো আর সরাসরি তাকে ভালোবাসি বলা হবে না জানি। তাই এখানে কিছু মনের কথা রেখে গেলাম। যে কথাগুলো বলার মত কোনো মানুষ খুঁজে পাচ্ছিলাম না। 💌
    ধন্যবাদ Encore

    • @fabinahmed
      @fabinahmed 6 дней назад

      আপনি সত্যিই সার্থপর কারন আপনার পরিবারের জন্য একজন কে জীবন্ত লাস বানিয়ে দিয়েছেন

  • @rahmanmoti
    @rahmanmoti 20 дней назад +2

    স্মৃতিই শেষ প্রিয়তমা...❤♪

  • @faruk_vaiofficial
    @faruk_vaiofficial Год назад +3

    যদি ভাগ্যক্রমে তোমাকে পেয়ে যাই, তাহলে তুমি হবে আমার সবচেয়ে বড় উপহার 🖤🌸

  • @TRTanvir-h9n
    @TRTanvir-h9n 3 месяца назад +1

    হেই নীলাঞ্জনা সাথে যাবে কি আমার,
    যদি দিতে পারো একটি বিকেল ঘুরে
    আসি অজানায়,🖤
    নীলাঞ্জনা :Encore 🖤

  • @shawonahmed2960
    @shawonahmed2960 Год назад +4

    নিল আকাশ আর নিল সাগর তারই মাঝে এক নিলাঞ্জনা। ধন্যবাদ প্রিয় গানটির জন্য

  • @rizvyahmedrony2478
    @rizvyahmedrony2478 Год назад +2

    তাকে ছাড়া কোনো স্বপ্ন দেখিনি
    দেখিনি কোনো আলো
    সে দিয়েছে অন্ধকার আমার
    সারাজীবন এর জন্য 🥀

  • @mondol7645
    @mondol7645 Год назад +3

    সেই প্রথম দিন থেকেই শুনতেছি ❤❤❤ অসম্ভব সুন্দর একটা গান ❤️❤️❤️ প্রিয় মানুষ হারানো মানুষগুলো এই গানের প্রতি এক অদৃশ্য মায়ায় আটকে থাকবে 😢😢😢 আরেকটা পছন্দের গান যেটা না শুনলে দিন কেমন জানি শূন্য লাগে ' হারানো বিজ্ঞপ্তি '

  • @rafibintofa5014
    @rafibintofa5014 Год назад +9

    সম্ভবত ২০০ বারের ওপর শুনে ফেলছি। মাস্টারপিস ভাই!

  • @ninjaff1096
    @ninjaff1096 4 месяца назад

    নীলাঞ্জনারা কখনো হারিয়ে যায় না,
    তারা বেছে থাকে সৃতির গভীরতম মূল্যবান এক স্থানে 🌺

  • @Umamatasnim-jd
    @Umamatasnim-jd Год назад +3

    Kew manen ar na manen! Encore is one of the best underrated band in our generation. He received a great voice (shakib ul alam vai-vocalist) as a gift from god!

  • @salmanhossainsajeeb2196
    @salmanhossainsajeeb2196 Месяц назад +1

    নীলাঞ্জনা কে ভুলে থাকা অসম্ভব আর তাকে ছাড়া ভালো থাকাও! এমন একটা সিঙ্গেল দিন নাই যে তাকে মনে করি না! জানি এই কমেন্টস তার অব্দি পৌঁছাবে না আর আমার অনুভূতি গুলাও তাকে কখনো ছুঁতে পারবে না! তবুও সে থেকে যাবে নীল শাড়ি পরে হিমুর গল্পে!💙