কিছুদিন পর পর আসি, শুনি , আর কমেন্ট বক্সে এসে মানুষগুলোর গল্প গুলি পড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানটির সাথে। Thanks To Encore For gifting Us this Song 💙
এই গানটা আমার জীবনের গল্প। আমি তাকেও ডাকতাম পরী নামে।সেই দিনগুলো বড় মধুর ছিল । গানের মত তার ফোনে আমি আমাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তির সন্ধান পাই। তারপর অনেক একাকীত্বতা এবং কানে হেডফোন দিয়ে অনেক সময় কাটিয়েছে। সেই তৃতীয় ব্যক্তির সাথে ও তার সম্পর্কের অবসান ঘটলো। সবকিছুর পরেও, এখন আমি অনেক ভালো আছি। তাকে শুধু বলতে চাই, "তোমার সবকিছু মিশে যাবে ধুলোর মাঝে। আজ তুমি চাইলেও আমায় আর ছুঁতে পারবে না।"
স্বর্গের পরীরা স্বর্গেই থাকে,যদিওবা ভুল করে এই পৃথিবীতে নেমে আসে তা ক্ষণিকের জন্যই হয়ে থাকে,আর আমাদের কাছে তা সারা জীবন স্মৃতি হয়ে বয়ে বেড়ানো লাগে.... কি অদ্ভুত পরীদের খেয়াল... বাহ....
অনেকদিন খোঁজ নেই তোমার। এই শহরটা এতো ছোট, তবু হুট করে আমাদের কখনো দেখা হয়না। তবু রাস্তায় মাঝে মাঝে প্রেমযুগলদের হাত ধরে হেঁটে যেতে দেখলে তোমার কথা মনে পড়ে। চোখ বন্ধ করে এক অদৃশ্য সত্ত্বার কাছে প্রার্থনা করি- যেখানেই থাকো, ভালো থেকো।
৩ বছর পর সে ফিরে এসেছে আমার কাছে কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। এখন সে শুকনো পাতার মতোই ঝরে যাচ্ছে। আমাকে ছেড়ে বেশি দূরে যেতে পারেনি কিন্তু আমি তাকে ছেড়ে চলে এসেছি অনেক দূরে। 🥰
পৃথীবির সব ফ্যাকাশে হয়ে যায় সময়ের সাথে সাথে শুধু তোমায় দেখার সাধটা মিটে না কখনই না । আমাদের যেবার শেষ দেখা হয়েছিল তোমার হাতটা ধরে বুঝতে পেরেছিলাম এবারেই শেষ দেখা,তাই খুব শক্ত করে ধরে ছিলাম। শেষাটা কতইনা মধুর!
2016 থেকে শুনে আসছি। জানতাম একদিন এই গান হিট হবেই। আজ হিট। একদিন এই গান দুনিয়া কাপাবে...।! হৃদয় ভাঙ্গা হাজারো মানুষের অবসাদের সঙ্গী হবে এই গান। সেদিন আমার কমেন্ট টা মনে করবে সবাই :) সেই দিনের অপেক্ষায়
no one will blv how much difficulty i had to take to get this song!!! gan bangla channel a gan ta sunsi but band nam nd gan er nam ta dekhte pari nai then youtube a google a gann er line search disi but painai boro vai der ask korsi even gan bangla channel er page a knock disi but they didn't response!!! i lost hope... u guyz wont blv ai gan tar jnno ki na korsi.... erokom uniqe sound je hoy ai world a amr jana silo na just amazing.. onk xoss!!!
রাত ৩:২০ শুনতেছি ননস্টপ মজার ব্যাপার হলো অন্য কোনো গান ভালো লাগছে না এখন। ২১ বার রানিং চলছে। চলুক🖤❤ ১ বছর পর আবার আসলাম আচমকা নিজের কমেন্টটা চোখে পরল। এটা সব সময়ের জন্য প্রিয় হয়ে থাকবে।
কেউ কারো ডানা কখনো কেটে ফেলতে পারে না, এটা শুধুই আমাদের মনের একটা উইশফুল থিংকিং, কল্পনা। নিজেকে স্বান্তনা দেয়ার চেষ্টা ছাড়া আর কিছু না। কেউ যদি কারো ডানা কেটে ফেলতে পারতো, কারো বদদোয়া যদি সত্যি লাগতো তাহলে তো হতোই। মানুষগুলো আরেকটা মানুষকে জীবন্ত অঙ্গার করে দিয়ে কত সুখে আছে!! তাও শুনি, ভালো লাগে শুনতে, ভাবতে, নিজেকে স্বান্তনা দিতে।
আমাদের হটাৎ পরিচয় সেটা সম্পর্কে গড়ালো তোমার মিথ্যে হাসিতে আমি মুগ্ধ ছিলাম তোমার অভিমানটা কখনোই বুঝি নাই। সেই যখন তোমাক চেনার মতন করে চিনলাম দেখলাম আমাদের সবকিছুই মিথ্যে ছিলো। মিথ্যের মাঝেই তুমি আবারো জিতে গেলে পরাস্ত হলো শুধু তোমাতে আসক্ত এক নিষ্প্রাণ হৃদয়ের 😊💔✨
লাইফ এ যতো গান শুনছি সবগুলোই কয়েকদিন সারাক্ষণ শুনার পর আর ভালো লাগতো নাহ। কিন্তু এই গান টা আজ এক বছর ধরে প্রতিদিন কমপক্ষে দশ বার শুনি। তাও নতুন লাগে। অসম্ভব সুন্দর একটি গান ❤️❤️
এই গান টা গানবাংলা তে দেখার পর আমি পাগলের মত খুজেছিলাম। গান এর নাম জানা ছিল না যার কারনে আমি খুজে পায়নি। আজ পেয়ে গিয়েছি তাই অনেক বেশি খুশি! Thanks a lot.... এইরকম গান উপহার দেওয়ার জন্য
হতেই পারে ভুল মানুষের, পরীর পক্ষে কিকরে সম্ভব হয়? This lile.. ♡ আসলেইতো..! মানুষ ভুল করতে পারে কিন্তু সেতো পরী, পরী কিভাবে ভুল করতে পারে? Thanks Encore for this masterpiece ❤️
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
আরে অ.নে.কদিন পরে না, অনেকদিন পরে না যেকোন সময় আপনেরে করোনায় ধইরা কুক কইরা দিতে পারে। ( হইতে পারে আগামী ২ সপ্তাহের মধ্যেই দেবে, ইন্না-লিল্লাহ.....)। আরে যেই পরিচিত লোকজনের কথা বলতেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পর পর হ্যারাও দুনিয়া থেকে একলগে কুইক্যা গেছে, আপনের কমেন্ট পরার সুযোগ পায় নাই। সব ঊর্ধমুখি কাফেলা.... আল্লাহ বাচাইয়ো😁😎
কত দূর যাবে তুমি আমায় ফেলে একা, তোমার ডানা দুটি আমি যে পুড়িয়ে ফেলেছি। শুকনো পাতারই মতো তুমিও ঝরে যাবে, তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে। Just love this chorus
এইটা কমেন্ট বক্স নয়... প্রতিটি কমেন্ট এক একটা গল্প... কাউকে হারিয়ে ফেলার গল্প অথবা পেয়েও হারিয়ে ফেলার গল্প। গল্পের শুরু সুন্দর হলে শেষ কেনো সুন্দর হয় না... তাই তো এই গান ❣️
আমরা জীবনে যত পাপ করি তার শাস্তি পাওয়ার জন্য আমারা কাউকে ভালোবেসে ফেলি। কিন্তু সৃষ্টি কর্তা খুব অদ্ভুত।কারণ সেই পাপের ঘা কাটিয়ে ওঠার জন্য এই গান গুলো সৃষ্টি করে দেওয়া হয়েছে। ভালোবাসা কখনো খারাপ নয়।সবার ভালোবাসা সুন্দর।হোক সে অন্যকারো তবুও বেঁচে থাকুক ভালোবাসা অনন্তকাল।আজ সেই অপূর্ণ ভালোবাসাকে পূর্নতা দিতে আমারা এই গান গুলোকে ভালোবাসি 🖤 Thanks encore 🖤
২০১৬ সালে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে পাওয়ার গল্প না পাওয়ার গল্প হিসেবেই থেকে গেলো আমি সারাজীবন অপেক্ষা করতে রাজি ছিলাম কিন্তু কোনদিনও তোমাকে আমার মনের কথা শুনাতে রাজি ছিলাম না তোমার অজান্তেই তোমাকে একজন অনেক ভালোবেসে গেলো। ভালো থাকো সবসময় যে তোমার জীবনে এখন আছে তার প্রতিও দোয়া রইলো।
কত দূর যাবে তুমি আমায় ফেলে একা, তোমার ডানা দুটি আমি যে পুড়িয়ে ফেলেছি। শুকনো পাতারই মতো তুমিও ঝরে যাবে, তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে। wooooow 😮😮😮
রাত ২ টা ৪৮ মিনিট। ঘুমানোর সময় দেখলাম গানটা। ৭ বার টানা শুনলাম! এরপর বের হয়ে আসলাম বাড়ি থেকে ! আজ রাতে আর ঘুম হবে না। ফাকা রাস্তায় তার ৩ টায় হাটছি আর হেডফোনে গান! ধন্যবাদ এনকোর এই মুহূর্তটা উপহার দেয়ার জন্য।
কমেন্ট পড়তেই আসি আর হারিয়ে যায় বারংবার..... বুঝতেই পারিনা প্রত্যেকটা মানুষের মাঝে এতো কষ্ট লুকিয়ে আছে। কখন যে চোখের কোনে জ্বল নেমে আসে বুঝতেই পারিনা। সকলের সু্স্ততা কামনা করছি আল্লাহ পাকের কাছে
সে আজ হাসপাতালে! ঘুমের ৩৮টা ট্যাবলেট খেয়ে হাসপাতালের বেডে পড়ে আছে🙂 গিয়েছিলাম দেখতে কিন্তু সে সেন্সলেস ছিল। ছাদে বসে জয়েন্ট হাতে, কানে হেডফোন চলছে এই pure composition এর রক গান আর লিরিক্স এর সাথে যেনো চোখের কোণে অঝোরে পানি চলে এলো।🙂🥀
আজকে দুটা বছর হয়ে যাচ্ছে! কিন্তু ব্যাপার নাহ সে আমার কখনো ছিলোই নাহ! তাকে মনে পড়লেও আমি সরিয়ে ফেলি আমার সবকিছু থেকে 😅 জীবন একটাই! নিজের জন্য না হয় বাকিটা সময় দিই♥️
১২:০৬:২০২১ আমার দেড় বছরের ভালোবাসার সমাপ্তি,এই গানটি তার কানে পৌঁছে দেওয়া হোক,ক্ষণিকের জন্য খুঁজুক আমায় 💔 বছর খানিক পর এই কমেন্টটা আমার স্মৃতি আবার জেগে তুলবে 💔
০৬/০৬/২০১৭ থেকে ১৫/০৬/২০২১ ভাই ৪ বছরের সমাপ্তি 😁 চিল থাকেন ভাই, অযথা মাইন্ডরে প্যারা দিয়েন না। একদিন আপনার জীবন আপন গতিতে চলবে, বাট যে সময়টুকু হারাবেন তা ফিরে পাবেন না। খুঁজ নিয়ে দেখেন সে আপনার কথা মোটেও চিন্তা করতেছে না। আপনি তার কথা চিন্তা করে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করছেন। আমি এইভাবে মাইন্ডকে সেটাপ দিচ্ছি, আপনি চাইলে পারবেন 😥
প্রতিটা শব্দের গাঁথুনিতে গানটার অর্থ একদম আত্মার গভীরতাকে সহ নাড়া দিয়ে উঠে। এবং সুরের সাথে মিউজিকের কম্পোজিশনটা অসাধারণভাবে মিলে একটা ম্যাজিক উপহার দিয়েছে এনকোর। ডোন্ট ফরগেট দা মিউজিক ভিডিও। সব মিলিয়ে ফ্যান্টাসটিক জব ❤❤
একজনকে ভালবাসতাম নিজের চেয়েও বেশি। সেই ছিল প্রথম অগ্রাধিকারে। অন্ধের মত বিশ্বাস করতাম । কোন কারণে সে প্রতারনার হাত্তুকু বাড়িয়ে দিয়েছিল আল্লাহ তাআলা ভাল জানেন। মানুষ ভুল করে কিন্তু প্রতারনা করে না। প্রতারনা করে চলে গিয়ে সুখিও হয়া যায়না।তবে দোয়া করি ভাল থাকুক সবসময় । প্রতারনা করে না বরং দুজনের সিদ্ধান্ত অনুযায়ি একজন আরেকজন থেকে লিভ নেয়াটা ভাল।। তবে সেও এতার জন্য শুকনো পাতার মত ঝড়ে যাবে
সময় তখন ২০১৬.. সবে মাত্র ব্যান্ড গান শোনা শুরু করেছি .. এক বন্ধু আমাকে এনকোরের এই গান টা শুনতে বললো শুরুতে তেমন ভালো লাগে নাই ২০১৮ তে আবার শুনি তখন থেকে অনেক প্রিয় একটা গান সময় এখন ১ টা বেজে ১৮ মিনিট, ২০২১ গানটা এখন আজো প্রিয়তম...
ভালোবাসাহীনতার মধ্যে যে কাব্যিক বিষন্নতা,তা অনেকেই নিতে পারে না। কেউ পারে, যারা অনেক পরে বিরাট কবি হয়ে যায়। যারা পারে না? বাদামের খোসার মতন একটা শরীরে থাকে না একবিন্দু প্রাণ শক্তি। তাদের জন্য প্রেম অভিশপ্ত, নরকের আগুন তাদের বাস্তবতা। "আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।"
আজ ৩ টা বছর হয়ে গেল, তুমি আমাদের মাঝে নেই। সেদিন শত বাড়নের স্বত্তেও দেখা করতে আসছিলে আমারই ভুল ছিল সেদিন যদি তোমাকে আগিয়ে দিয়ে আসতাম তাহলে হয়তো আজ আমাকে তোমার স্মৃতি নিয়ে বাচতে হতো না। বিশ্বাস করো সেদিনের পর থেকে কেয়ারলেস ভাবে কিছু করি না,তোমার ফেমিলির ও কেয়ার নি,আর সেদিন তোমার ঐ সড়ক দুর্ঘটনার কথা শুনে আমার দিদা যে বিছানায় শুইছেন তারপর থেকে হাত পা নাড়ানোর শক্তিও সে হারিয়ে ফেলছে। তোমার স্মৃতি নিয়েই বাকি জীবনটা পাড় করে দিব ইনশাআল্লাহ 🖤❤️
তাদের বলছি যারা এই গানে ডিসলাইক দিছেন, আপনারা এখনো 1985 সালে পড়ে আছেন। অপরাধি গান শুনেন, এই গান আপনাদের জন্য না। - নতুন ব্যন্ড গুলো এই ধরণের গান গাইতে পারে জানা ছিল না। শুভ কামনা রইল।
রাত বাজে ২:৫৯ ৪ বার শুনলাম অন্য রকম অনুভূতিতে নিয়ে গেল এই গানটি। হয়ত বা কোনো একদিন কেও এক জন কমেন্টে লাইক দিলে গানটা আবারও শুনতে আসবো আবারও চলে যাব অন্য এক অনুভূতিতে।
অদ্ভুত ভাবেই তার সাথে পরিচয়। ঠিক রূপকথার গল্পের মতো।দিন দিন যতই কথা বলি ততই তার মায়ায় আবদ্দ হয়ে যাচ্চি।দিনের শুরু থেকে ভাবি শুধু তাকেই নিয়ে।কিন্তু সে তা কখনও জানতেও পারবে না তাকে গোপনে কেউ একজন কতটা ভালোবাসে। সত্যিই....একতরফা ভালোবাসার অনুভূতিটাই অন্যরকম🙂💔🥀
কেউ কভু জানবে না, অলস বিকেলে তোমায় খুঁজেছি কত :') কষ্টের তাড়নায় ফুলের সুবাসে শুকিয়েছি হৃদয় ক্ষত। হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কি করে সম্ভব হয় :')
প্রতিদিন তার দেখা পাই। দূর থেকে দাঁড়িয়ে আনমনে চেয়ে থাকি তার নিষ্পাপ চোখজোড়া যদি একটু তাকায়।এখনো হয়নি কথার সূচনা শুধু হৃদয় জুড়ে তোমার অনুভূতির ছোঁয়া।তোমায় নিয়ে আমার বাঁধভাঙা মুগ্ধতা যেনো থেকে যায় অনন্তকাল। শোনো মেয়ে আজও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি জানিনা কখন যে কথা বলবে তুমি
সে আমার খোজ নেয় না ইচ্ছে করে,, আর আমি খোজ নিতে পারি না অধিকার নেই বলে 🙂 চাইলেই কি জোর করে রাখা যায় যদি ঝোঁক টা থাকে অন্যের প্রতি! 🙃 ভাই আফসোস নাই যে গেছেগা না ওয় একদিন বুঝবো আমি ওর দেওয়া বিন্দু বিন্দু কষ্ট কেমনে সহ্য করছি 🙂💔
Gan ta shunechi ber howar koyek mash porei, tokhon thekei shuni. Tokhon kichu lekhini, tobe mone holo aj kichu lekha uchit. Manusher gan shirshir korano wala gaan khubi ache, but eta surely tader moddhe ekta. Aj theke onek bochor por jokhon notun bachhara ei gan ta khuje pabe, totodine ami chai band ta jeno shei porichiti ta pay jetar tara joggo. Buke lage bhai gan ta shunle, buke lage
Jokhon theke chinta korlam je Kobita shunbo, Mon jurano Kobita, tokhon theke Bangladeshi Band er gaan shuna start kore dei. Eto sundor lekha & sob kichu miliye ami ajo sob gula Bands er fan. Er moddhe ENCORE o ekta fav
এই গান গুলো ইউটিউব এ এসে শুনি শুধু মাত্র লিরিকঃ গুলোর সাথে জীবন্ত লাশের লিখে যাওয়া কিছু কমেন্ট পড়তে 😌 আর এক অদ্ভুত রকম মানুষ-ই এ গান গুলো জানেন কতটা সুন্দর গান গুলো 😊
সে অন্য কাউকে যায়গা দেওয়ার পর ও তাকে নিজের কাছে রাখাটা কেমন দেখায় এটা হয়তো জানিনা................কিন্তু আমি সেই পরীটাকেই ভালোবাসি..কাছে থাকুক বা দূরে থাকুক...ভালো থাকুক সে...💔💔💔
কিছু স্মৃতি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত ভাবায় আর কাদায়। 💔 মানুষ জীবন্ত লাশে পরিনত হয় সেই স্মৃতি গুলোর জন্য তবুও মানুষ ব্যাথা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করে 💔
দিনটি ছিল ১৬ই ফেব্রুয়ারী তাকে দেখার জন্য একটা বড় আপুর মাধ্যমে তাদের স্কুলের পিকনিকে যাওয়ার আগে আনলাম খাতা নেয়ার বাহানা করে। তাকে দেখে একদম দূর্বল হয়ে পরলাম তাকে শুধু জিজ্ঞেস করলাম কেমন আছো সে উত্তরে বলল ভালো আছে। তাকে দেখতে গিয়ে আমি তাকে খুব ইতস্ততবোধ করালাম যার কারণে নিজের উপর অত্যাচার করলাম। সব ঠিকই ছিল কিন্তু তার পরের দিনই শুনলাম সে নাকি তার প্রাক্তনের সাথে আবার সম্পর্কে যায়। কত মিথ্যা বলেছিলে তুমি আমায়.. সত্যিটা বলতা অনেক আগেই সরে আসতাম রূপসী.. যাই হোক ভালো থেকো এই দোয়াটাই রইল -ইতি তোমার বোকা প্রেমিক
পৃথিবীতে কিছু ব্যাপার থাকবে, যেগুলো সমুদ্রের ঢেউয়ের মতোই। আপনি যতই ভাবুন বা চিন্তা করুন, ঐ ব্যাপার গুলো কখনোই আপনার নিয়ন্ত্রণে আসবে না,আনতেও পারবেন না।এজন্য জীবনে কিছু ব্যাপারে কোনো এক্সেপ্টেশন রাখতে নেই।
I love this song so much. Srotoshini sunte su te spotify te auto chole aschill. Music sunei bujhe gesi joss. Pore pura gaan sune eitar oreme eto baje vabe porsi j ei gasn na sunle ghum hoy na. One of the Masterpiece in bd❤️❤️❤️❤️
এইসব গানের স্রতাদের রুচির প্রতি রইলো সম্মান ও ভালোবাসা। ১০০ বছর পরেও শোনার আকাংখা থেকে যাবে
ovinetrir ki naam? bolte parben? o ki bangladeshi?
@@tanmoymitra1952 Jasia islam
Kane eir phone .ar ai gun gular jonno lom gulo dance dite thake
@@tanmoymitra1952 Salman Muqtadir er Girlfriend chilo, ekhon nai ar maybe janina .....
Same
যে এই গানটি লিখেছেন তাঁর জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আহা কী সুন্দর অনুভূতির বিশ্লেষণ করছে! এই গান মানুষ ১০০ বছর পরও শুনবে!
কিছুদিন পর পর আসি, শুনি , আর কমেন্ট বক্সে এসে মানুষগুলোর গল্প গুলি পড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানটির সাথে। Thanks To Encore For gifting Us this Song 💙
এই গানটা আমার জীবনের গল্প। আমি তাকেও ডাকতাম পরী নামে।সেই দিনগুলো বড় মধুর ছিল । গানের মত তার ফোনে আমি আমাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তির সন্ধান পাই। তারপর অনেক একাকীত্বতা এবং কানে হেডফোন দিয়ে অনেক সময় কাটিয়েছে। সেই তৃতীয় ব্যক্তির সাথে ও তার সম্পর্কের অবসান ঘটলো। সবকিছুর পরেও, এখন আমি অনেক ভালো আছি। তাকে শুধু বলতে চাই, "তোমার সবকিছু মিশে যাবে ধুলোর মাঝে। আজ তুমি চাইলেও আমায় আর ছুঁতে পারবে না।"
kew ki jante chaise?
❤
@@nabiljazz dude relax he just wanna share his feelings.
@@nabiljazz Hae ami chaisi
@@nabiljazzvaiyer ki problem ase?
Se tar fellings share korse.
স্বর্গের পরীরা স্বর্গেই থাকে,যদিওবা ভুল করে এই পৃথিবীতে নেমে আসে তা ক্ষণিকের জন্যই হয়ে থাকে,আর আমাদের কাছে তা সারা জীবন স্মৃতি হয়ে বয়ে বেড়ানো লাগে....
কি অদ্ভুত পরীদের খেয়াল... বাহ....
Lines❤❤❤
Same ❤❤❤ your comment bro
অনেকদিন খোঁজ নেই তোমার। এই শহরটা এতো ছোট, তবু হুট করে আমাদের কখনো দেখা হয়না। তবু রাস্তায় মাঝে মাঝে প্রেমযুগলদের হাত ধরে হেঁটে যেতে দেখলে তোমার কথা মনে পড়ে। চোখ বন্ধ করে এক অদৃশ্য সত্ত্বার কাছে প্রার্থনা করি- যেখানেই থাকো, ভালো থেকো।
ভাল থাকুক ভালবাসা ❤️
ভালোবাসা 💔
ভালো থাকুক 🧡🧡🧡🖤🖤🖤
ছোট এই শহরে না চাইতে অনেকের সাথে দেখা হয়।বহুদিন হলো শুধু তোমার সাথেই দেখা হলো না। এক আকাশ ভালোবাসা উড়িয়ে দেই, ভালো থেকো আমার ভালোবাসা💔
হয়তো এটাই প্রকৃত ভালোবাসা ❤️
৩ বছর পর সে ফিরে এসেছে আমার কাছে কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি।
এখন সে শুকনো পাতার মতোই ঝরে যাচ্ছে।
আমাকে ছেড়ে বেশি দূরে যেতে পারেনি কিন্তু আমি তাকে ছেড়ে চলে এসেছি অনেক দূরে। 🥰
মানুষের প্রতি ভালোবাসা থাকে না স্মৃতি গুলোর প্রতি ভালোবাসা থাকে...
নীরা কৃতজ্ঞতা জানাই তোমায়..!
তুমি এভাবে আমার জীবন এর জন্য অবৈধ না হলে
এইসব গান এর সন্ধান হয়তো পেতাম না..! ☺️
পৃথীবির সব ফ্যাকাশে হয়ে যায় সময়ের সাথে সাথে শুধু তোমায় দেখার সাধটা মিটে না কখনই না । আমাদের যেবার শেষ দেখা হয়েছিল তোমার হাতটা ধরে বুঝতে পেরেছিলাম এবারেই শেষ দেখা,তাই খুব শক্ত করে ধরে ছিলাম। শেষাটা কতইনা মধুর!
এই গান গুলোর comment section এ আসলে মন টা ভরে যায় এইটা ভেবে যে শুধু আমি না আমার মতো আরো হাজারো মন ভাঙা মানুষ এখানে আসে একটুখানি শান্তির খোঁজে। 😊
💔🙂🥀
❤❤😅
Achi vhi
2016 থেকে শুনে আসছি। জানতাম একদিন এই গান হিট হবেই। আজ হিট। একদিন এই গান দুনিয়া কাপাবে...।!
হৃদয় ভাঙ্গা হাজারো মানুষের অবসাদের সঙ্গী হবে এই গান।
সেদিন আমার কমেন্ট টা মনে করবে সবাই :) সেই দিনের অপেক্ষায়
aajo hit hoini cz it desereve more
I agree with you bro.
এখনো শুনি💔💔
It's 2024, but it still here😢
This song is piece of art
এসব গান বোঝার মতো ক্ষমতা সবার নাই। যাদের বোঝার ক্ষমতা আছে শুধু তারাই জানে এই গানগুলা কতটা সুন্দর! ❤️❤️
Ekdom thik
Hmm
Brother tumar ei comment ta viral hoia geche koekta page e dekhlam comment soho screen recording koira post korche
hmm
@@r3p3rgaming19 আমার চ্যানেল এর অনেক কিছুই কপি করা হয় ভাই
no one will blv how much difficulty i had to take to get this song!!! gan bangla channel a gan ta sunsi but band nam nd gan er nam ta dekhte pari nai then youtube a google a gann er line search disi but painai boro vai der ask korsi even gan bangla channel er page a knock disi but they didn't response!!! i lost hope... u guyz wont blv ai gan tar jnno ki na korsi.... erokom uniqe sound je hoy ai world a amr jana silo na just amazing.. onk xoss!!!
Thank you so much for the love and appreciation and support brother. ❤
@@mirzasabir5957 amr shatheo amon hoisilo😂 2 din tana Gaan Bangla open kore rekhe disilam. Pore ekdin gaan ta shunaise abr. Tokhon jeye paisi🤣
pura same situation brother
Same Bhai
same
এই গান কখনো পুরোনো হবার নয়!
প্রায় রোজ সময় করে এসে শুনে যাই!
হয়তো ১০০ বছর পরেও কেউ গানটি শুনবে।তাদের রুচির প্রতি সম্মান রইলো!❤
ইউটিউবে আর যাইহোক ফেসবুকের মত থার্ড ক্লাস পাবলিকের কমেন্ট নেই💔
একেকটা কমেন্ট একেকটা গল্প।আর আমি গল্প পড়তেই আসি🖤
right
Thik bolsen😊😊
Apni nijei toh third class bhai.. xD
@@rit1237 hahahaha
@@rit1237 hqhqhq onek kul hoye gelam. XD bole
রাত ৩:২০
শুনতেছি ননস্টপ
মজার ব্যাপার হলো অন্য কোনো গান ভালো লাগছে না এখন।
২১ বার রানিং চলছে।
চলুক🖤❤
১ বছর পর আবার আসলাম
আচমকা নিজের কমেন্টটা চোখে পরল।
এটা সব সময়ের জন্য প্রিয় হয়ে থাকবে।
08.04.2020
অপ্রত্তাশিত ভাবে এখন 3:20 বাজে!
২.০৫
রাত ৩ঃ২৩ 😅 চলছে চলুক
@@nahid3570 বেশ ব্যাপার এখন ৩টে ১৫ বাজে। প্রথমবার শুনছি । এরপর রিপিটে রাখতে হবে যা বুঝছি ।
One of the most versatile Bengali band. Most underrated Band . Big fan from India..
কেউ কারো ডানা কখনো কেটে ফেলতে পারে না, এটা শুধুই আমাদের মনের একটা উইশফুল থিংকিং, কল্পনা। নিজেকে স্বান্তনা দেয়ার চেষ্টা ছাড়া আর কিছু না। কেউ যদি কারো ডানা কেটে ফেলতে পারতো, কারো বদদোয়া যদি সত্যি লাগতো তাহলে তো হতোই। মানুষগুলো আরেকটা মানুষকে জীবন্ত অঙ্গার করে দিয়ে কত সুখে আছে!!
তাও শুনি, ভালো লাগে শুনতে, ভাবতে, নিজেকে স্বান্তনা দিতে।
আমাদের হটাৎ পরিচয় সেটা সম্পর্কে গড়ালো তোমার মিথ্যে হাসিতে আমি মুগ্ধ ছিলাম তোমার অভিমানটা কখনোই বুঝি নাই। সেই যখন তোমাক চেনার মতন করে চিনলাম দেখলাম আমাদের সবকিছুই মিথ্যে ছিলো। মিথ্যের মাঝেই তুমি আবারো জিতে গেলে পরাস্ত হলো শুধু তোমাতে আসক্ত এক নিষ্প্রাণ হৃদয়ের 😊💔✨
লাইফ এ যতো গান শুনছি সবগুলোই কয়েকদিন সারাক্ষণ শুনার পর আর ভালো লাগতো নাহ। কিন্তু এই গান টা আজ এক বছর ধরে প্রতিদিন কমপক্ষে দশ বার শুনি। তাও নতুন লাগে। অসম্ভব সুন্দর একটি গান ❤️❤️
❤️❤️
এই গান টা গানবাংলা তে দেখার পর আমি পাগলের মত খুজেছিলাম। গান এর নাম জানা ছিল না যার কারনে আমি খুজে পায়নি। আজ পেয়ে গিয়েছি তাই অনেক বেশি খুশি! Thanks a lot.... এইরকম গান উপহার দেওয়ার জন্য
আমিও ভাই ☺
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
হতেই পারে ভুল মানুষের, পরীর পক্ষে কিকরে সম্ভব হয়? This lile.. ♡
আসলেইতো..! মানুষ ভুল করতে পারে কিন্তু সেতো পরী, পরী কিভাবে ভুল করতে পারে?
Thanks Encore for this masterpiece ❤️
স্বপ্ন দেখিয়ে কাছে আসা যে মানুষগুলো সবকিছু পিছে ফেলে ছুটে যায় নতুনের সন্ধানে, নতুন কাউকে স্বপ্ন দেখাতে, সে মানুষগুলো না পাওয়ার গল্প হয়েই থাক। ভালো থাকুক।
What a comment bro😃
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
💕💕💕
আরে অ.নে.কদিন পরে না, অনেকদিন পরে না যেকোন সময় আপনেরে করোনায় ধইরা কুক কইরা দিতে পারে। ( হইতে পারে আগামী ২ সপ্তাহের মধ্যেই দেবে, ইন্না-লিল্লাহ.....)।
আরে যেই পরিচিত লোকজনের কথা বলতেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার পর পর হ্যারাও দুনিয়া থেকে একলগে কুইক্যা গেছে, আপনের কমেন্ট পরার সুযোগ পায় নাই। সব ঊর্ধমুখি কাফেলা.... আল্লাহ বাচাইয়ো😁😎
Baler copy comment
আপনি একা না আপনার আমার মতো কয়েক হাজার জীবন্ত লাশ দিন শেষে এখানে এসে ভিড় জমায়🖤
হুম 😅
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
Just love this chorus
এইটা কমেন্ট বক্স নয়...
প্রতিটি কমেন্ট এক একটা গল্প...
কাউকে হারিয়ে ফেলার গল্প
অথবা পেয়েও হারিয়ে ফেলার গল্প।
গল্পের শুরু সুন্দর হলে শেষ কেনো সুন্দর হয় না...
তাই তো এই গান ❣️
"একি ভুল করেছ তুমি, আমাকে ভুলে গিয়ে? নিজের সামর্থ্যকে হেলায় হারিয়ে, আজ আমি দেখিয়ে দিলাম, তুমি যাকে হারিয়েছো, সে হারানোর মতোই ছিল।"
আমি নেশাগ্রস্ত,
আমি আসক্ত।
কোনো মাদকদ্রব্যে নয়-
তুমিময় তোমাতে আর
একাকীত্বের সঙ্গী এই গানে।
১০-০১-২০২১
👌👌👌♥️♥️
wake up
This is the most underrated band in BD. I wish people could value musicians like Encore. Lots of love. Please don't stop!
True....most underrated band in BD Encore 🙃
৫ বছর আগে গান টা যখন প্রথম প্রকাশ করা হয়েছিল কে জানতো,তরুণ কিছু ছেলের গান এটা সবার হৃদয়ে একসময় বেজে যাবে?
আমরা জীবনে যত পাপ করি তার শাস্তি পাওয়ার জন্য আমারা কাউকে ভালোবেসে ফেলি। কিন্তু সৃষ্টি কর্তা খুব অদ্ভুত।কারণ সেই পাপের ঘা কাটিয়ে ওঠার জন্য এই গান গুলো সৃষ্টি করে দেওয়া হয়েছে। ভালোবাসা কখনো খারাপ নয়।সবার ভালোবাসা সুন্দর।হোক সে অন্যকারো তবুও বেঁচে থাকুক ভালোবাসা অনন্তকাল।আজ সেই অপূর্ণ ভালোবাসাকে পূর্নতা দিতে আমারা এই গান গুলোকে ভালোবাসি 🖤
Thanks encore 🖤
২০১৬ সালে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে পাওয়ার গল্প না পাওয়ার গল্প হিসেবেই থেকে গেলো আমি সারাজীবন অপেক্ষা করতে রাজি ছিলাম কিন্তু কোনদিনও তোমাকে আমার মনের কথা শুনাতে রাজি ছিলাম না তোমার অজান্তেই তোমাকে একজন অনেক ভালোবেসে গেলো। ভালো থাকো সবসময় যে তোমার জীবনে এখন আছে তার প্রতিও দোয়া রইলো।
রাফা,, অজয় এর পর আরেকজন পাওয়ার ভোকাল,,,
গিটারিস্ট ড্রামার মোটামুটি সবই ভালো,,,,সত্যি বলতে কাপাই দিয়েছেন,,,,,ভালোবাসা রইলো
কত দূর যাবে তুমি
আমায় ফেলে একা,
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি।
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে,
তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
wooooow 😮😮😮
রাত ২ টা ৪৮ মিনিট। ঘুমানোর সময় দেখলাম গানটা। ৭ বার টানা শুনলাম! এরপর বের হয়ে আসলাম বাড়ি থেকে ! আজ রাতে আর ঘুম হবে না। ফাকা রাস্তায় তার ৩ টায় হাটছি আর হেডফোনে গান! ধন্যবাদ এনকোর এই মুহূর্তটা উপহার দেয়ার জন্য।
❤❤❤
❤
কতদূর যাবে তুমি আমায় ফেলে একা? তোমার ডানা দুটি আমি , যে পুরিয়ে ফেলেছি
কমেন্ট পড়তেই আসি আর হারিয়ে যায় বারংবার.....
বুঝতেই পারিনা প্রত্যেকটা মানুষের মাঝে এতো কষ্ট লুকিয়ে আছে।
কখন যে চোখের কোনে জ্বল নেমে আসে বুঝতেই পারিনা।
সকলের সু্স্ততা কামনা করছি আল্লাহ পাকের কাছে
সে আজ হাসপাতালে! ঘুমের ৩৮টা ট্যাবলেট খেয়ে হাসপাতালের বেডে পড়ে আছে🙂
গিয়েছিলাম দেখতে কিন্তু সে সেন্সলেস ছিল।
ছাদে বসে জয়েন্ট হাতে, কানে হেডফোন চলছে এই pure composition এর রক গান আর লিরিক্স এর সাথে যেনো চোখের কোণে অঝোরে পানি চলে এলো।🙂🥀
আজকে দুটা বছর হয়ে যাচ্ছে! কিন্তু ব্যাপার নাহ সে আমার কখনো ছিলোই নাহ! তাকে মনে পড়লেও আমি সরিয়ে ফেলি আমার সবকিছু থেকে 😅
জীবন একটাই! নিজের জন্য না হয় বাকিটা সময় দিই♥️
You are really strong brother! 👍
আপনার জন্নে ভালো কিছু অপেক্ষা করছে ভাইয়া ❤️
Leaders
Same here @abir Ahmed
Vai ami dik aki kaj kortasi @abir Ahamed
১২:০৬:২০২১ আমার দেড় বছরের ভালোবাসার সমাপ্তি,এই গানটি তার কানে পৌঁছে দেওয়া হোক,ক্ষণিকের জন্য খুঁজুক আমায় 💔
বছর খানিক পর এই কমেন্টটা আমার স্মৃতি আবার জেগে তুলবে 💔
🖤🥺
💖🌺
18-01-2021, amar 4 bosorer valobasar somapti
০৬/০৬/২০১৭ থেকে ১৫/০৬/২০২১
ভাই ৪ বছরের সমাপ্তি 😁
চিল থাকেন ভাই, অযথা মাইন্ডরে প্যারা দিয়েন না।
একদিন আপনার জীবন আপন গতিতে চলবে, বাট যে সময়টুকু হারাবেন তা ফিরে পাবেন না। খুঁজ নিয়ে দেখেন সে আপনার কথা মোটেও চিন্তা করতেছে না। আপনি তার কথা চিন্তা করে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করছেন। আমি এইভাবে মাইন্ডকে সেটাপ দিচ্ছি, আপনি চাইলে পারবেন 😥
@@pesgamingrock561 বেশ ভালো আছি ভাই এখন আলহামদুলিল্লাহ 😌❤️
সে থাকলে হয়তো আজ এই গান গুলো শোনা হতো না
হয়তো এর মর্ম বুঝতে পারতাম না
গানটিতে প্রতিটি সময় তাকেই খুঁজে পাই 😌💔
আমি যে রাতে কেঁদেছি সে রাতের নাম 'তুমি'। আমার দুঃখগুলোর ডাকনামও 'তুমি'।
না পাওয়ার গল্পে তুমি আমার...
Oh, simple thing, where have you gone? Somewhere only we know?
Thank you soo much ENCORE🖤
It's been 7 years!
Thanks 🎉❤
I'm getting old and I need someone to rely on
Keane😌
আমি চাই এসব গান ভাইরাল না হোক। কিছু গান থাকুক নিজের দুঃখের সময়ের অবিচল সাথী🖤🥀
Yes, You are right
মন খারাপ থাকলে গানটা শুনি। অসম্ভব ভালো লাগে। এক ধরণের অমৃত স্বাদ পাই এই গানের থেকে। ভালোবাসা রইলো Encore Team এর প্রতি ❤
প্রতিটা শব্দের গাঁথুনিতে গানটার অর্থ একদম আত্মার গভীরতাকে সহ নাড়া দিয়ে উঠে। এবং সুরের সাথে মিউজিকের কম্পোজিশনটা অসাধারণভাবে মিলে একটা ম্যাজিক উপহার দিয়েছে এনকোর। ডোন্ট ফরগেট দা মিউজিক ভিডিও। সব মিলিয়ে ফ্যান্টাসটিক জব ❤❤
চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমার সবকিছু মিশে যাবে ধুলোর সাথে...🥀🥀🍂🍂
এটা একান্তই আমাদের মন বলে ওঠে ,কিন্তু দিনশেষে আসলেই তারা অনেক ভালোই থাকে।😑😑
একজনকে ভালবাসতাম নিজের চেয়েও বেশি। সেই ছিল প্রথম অগ্রাধিকারে। অন্ধের মত বিশ্বাস করতাম । কোন কারণে সে প্রতারনার হাত্তুকু বাড়িয়ে দিয়েছিল আল্লাহ তাআলা ভাল জানেন। মানুষ ভুল করে কিন্তু প্রতারনা করে না। প্রতারনা করে চলে গিয়ে সুখিও হয়া যায়না।তবে দোয়া করি ভাল থাকুক সবসময় । প্রতারনা করে না বরং দুজনের সিদ্ধান্ত অনুযায়ি একজন আরেকজন থেকে লিভ নেয়াটা ভাল।। তবে সেও এতার জন্য শুকনো পাতার মত ঝড়ে যাবে
Nudity 0%
Swearing 0%
Drugs 0%
Flexers 0%
Raw Talent 100%
Cast e maiya raikha bole 0% nudity lmfao
@@_xplosion5557 toh meye thakle e nudity hoye gelo?
সময় তখন ২০১৬..
সবে মাত্র ব্যান্ড গান শোনা শুরু করেছি ..
এক বন্ধু আমাকে এনকোরের এই গান টা শুনতে বললো
শুরুতে তেমন ভালো লাগে নাই
২০১৮ তে আবার শুনি
তখন থেকে অনেক প্রিয় একটা গান
সময় এখন ১ টা বেজে ১৮ মিনিট, ২০২১
গানটা এখন আজো প্রিয়তম...
অনুভব এমন একটা জগৎ, যেখানে অতীত একটা মহাকাব্য।
ভালোবাসাহীনতার মধ্যে যে কাব্যিক বিষন্নতা,তা অনেকেই নিতে পারে না। কেউ পারে, যারা অনেক পরে বিরাট কবি হয়ে যায়। যারা পারে না? বাদামের খোসার মতন একটা শরীরে থাকে না একবিন্দু প্রাণ শক্তি। তাদের জন্য প্রেম অভিশপ্ত, নরকের আগুন তাদের বাস্তবতা।
"আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।"
আজ ৩ টা বছর হয়ে গেল, তুমি আমাদের মাঝে নেই।
সেদিন শত বাড়নের স্বত্তেও দেখা করতে আসছিলে আমারই ভুল ছিল সেদিন যদি তোমাকে আগিয়ে দিয়ে আসতাম তাহলে হয়তো আজ আমাকে তোমার স্মৃতি নিয়ে বাচতে হতো না।
বিশ্বাস করো সেদিনের পর থেকে কেয়ারলেস ভাবে কিছু করি না,তোমার ফেমিলির ও কেয়ার নি,আর সেদিন তোমার ঐ সড়ক দুর্ঘটনার কথা শুনে আমার দিদা যে বিছানায় শুইছেন তারপর থেকে হাত পা নাড়ানোর শক্তিও সে হারিয়ে ফেলছে।
তোমার স্মৃতি নিয়েই বাকি জীবনটা পাড় করে দিব ইনশাআল্লাহ 🖤❤️
Vhai karo ktha mone kray dila 🙂
Ishan!!??? :')
😣😣
🥺😭
🥺🥺
এই ইমোশান গুলো অনেকেই বুঝবে না। প্রতিটি লাইনই মনে হচ্ছে নিজের জীবনের গল্প❤️
স্মৃতি রেখে গেলাম কমেন্ট এ লাইক পড়লে আবার গানটি শুনতে আসবো। নতুন প্রজন্ম একদিন বুঝতে পারবে আমরা কোন গানের নেশায় আসক্ত ছিলাম ❤️🥀
সে সত্যিই আমাকে ছাড়ে চলে গেছে, আত্মহত্যা মহাপাপ তাই করি নাই। মৃত্যুর অপেক্ষায় আছি, আল্লাহ তাকে ভালো থাকুক এই দোয়া করি সবসময়
রাতে ঘুম নেই, ছাঁদে বসে কানে হেডফোন।
হাতে একটা বেনসন
মাথায় পুরনো সৃতি
আর না পাওয়ার গল্প 💔
১০০ বছর পরেও যদি ইউটিউবে থাকে আর তোমরা কেউ যদি এই গানগুলো শুনো তাহলে তোমাদের রুচির প্রতি সম্মান রইলো
এই গানের সাথে আমার বাকি ৫০ টা ক্লাসমেটের যেই স্মৃতি , তা কোনোদিন ভুলব না।আই মিস দেম।
কেউ কভু জানবেনা অলস বিকেলে তোমায় খুজেছি কত.... অনেক বছর পরে যখন এই গানটা কেউ শুনতে আসবে তখন জেনে নিও এইটা আমার খুব পছন্দের একটি গান ছিলো
অনেক বছর পর কেউ এসে দেখবে সে একাই এই Legendary গান শুনতে আসেনি, তার আগের অনেক প্রজন্ম এই গানে আসক্ত ছিলো......🙂
তাদের বলছি যারা এই গানে ডিসলাইক দিছেন, আপনারা এখনো 1985 সালে পড়ে আছেন। অপরাধি গান শুনেন, এই গান আপনাদের জন্য না। - নতুন ব্যন্ড গুলো এই ধরণের গান গাইতে পারে জানা ছিল না। শুভ কামনা রইল।
Mora manuser doon miya music chara kno bal o suna jay nah are matha betha kore? Baler lyric kno mill nnai kono tar sathy kono tar
1995 সালে এর থেকে অনেক বেটার গান বেরিয়ে ছিলো বড় ভাই, যদিও এই গানটি আমার ভালো লাগে।
Nije like deya niya poira thaken,arek jon ki korche oida niya chul paknami koren ken
আপনি ত ২০৫০এ চলে গেসেন।
আমার ইউটিউব জীবনের প্রথম ডিজলাইকটা দিলাম 🤐
রাত বাজে ২:৫৯
৪ বার শুনলাম অন্য রকম অনুভূতিতে নিয়ে গেল এই গানটি। হয়ত বা কোনো একদিন কেও এক জন কমেন্টে লাইক দিলে গানটা আবারও শুনতে আসবো আবারও চলে যাব অন্য এক অনুভূতিতে।
🥺
অদ্ভুত ভাবেই তার সাথে পরিচয়। ঠিক রূপকথার গল্পের মতো।দিন দিন যতই কথা বলি ততই তার মায়ায় আবদ্দ হয়ে যাচ্চি।দিনের শুরু থেকে ভাবি শুধু তাকেই নিয়ে।কিন্তু সে তা কখনও জানতেও পারবে না তাকে গোপনে কেউ একজন কতটা ভালোবাসে।
সত্যিই....একতরফা ভালোবাসার অনুভূতিটাই অন্যরকম🙂💔🥀
একি ভুল করেছো তুমি আমায় ভুলে গিয়ে, কত দূর যাবে বলো আমায় ফেলে একা ❤ heart touching this lines. ❤
৪ বছরের সম্পকের মাঝে বিচ্ছেদ হয়... সে আমাদের মাঝে অন্য কাউকে নিয়ে আসে
তারপর থেকে এই গান টা সংগী হয়ে আছে...
এটি শুধু একটি গান নয়। এটি আমাদের generation এর একটি masterpiece #Encore...🔥
1:20 ওরে কি বলতাম রে ভাই। আকাশে উঠে গেছি।
৩০ জুন ২০২০। স্টিল রানিং। ❤️✌️
কেউ কভু জানবে না, অলস বিকেলে তোমায় খুঁজেছি কত :')
কষ্টের তাড়নায় ফুলের সুবাসে শুকিয়েছি হৃদয় ক্ষত।
হতে পারে ভুল মানুষের
পরীর পক্ষে কি করে সম্ভব হয় :')
তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো ভালোবাসার স্বাদ কেমন হয় বোঝানোর জন্য, তুমি কোনদিন জানবে না অলস বিকেলে তোমায় খুঁজেছি কতো 💞😔💔
প্রতিদিন তার দেখা পাই। দূর থেকে দাঁড়িয়ে আনমনে চেয়ে থাকি তার নিষ্পাপ চোখজোড়া যদি একটু তাকায়।এখনো হয়নি কথার সূচনা শুধু হৃদয় জুড়ে তোমার অনুভূতির ছোঁয়া।তোমায় নিয়ে আমার বাঁধভাঙা মুগ্ধতা যেনো থেকে যায় অনন্তকাল। শোনো মেয়ে আজও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি জানিনা কখন যে কথা বলবে তুমি
সে আমার খোজ নেয় না ইচ্ছে করে,, আর আমি খোজ নিতে পারি না অধিকার নেই বলে 🙂
চাইলেই কি জোর করে রাখা যায় যদি ঝোঁক টা থাকে অন্যের প্রতি! 🙃
ভাই আফসোস নাই যে গেছেগা না ওয় একদিন বুঝবো আমি ওর দেওয়া বিন্দু বিন্দু কষ্ট কেমনে সহ্য করছি 🙂💔
@Ar Anik 😂😂
😆😆😆
Gan ta shunechi ber howar koyek mash porei, tokhon thekei shuni. Tokhon kichu lekhini, tobe mone holo aj kichu lekha uchit. Manusher gan shirshir korano wala gaan khubi ache, but eta surely tader moddhe ekta. Aj theke onek bochor por jokhon notun bachhara ei gan ta khuje pabe, totodine ami chai band ta jeno shei porichiti ta pay jetar tara joggo. Buke lage bhai gan ta shunle, buke lage
Jokhon theke chinta korlam je Kobita shunbo, Mon jurano Kobita, tokhon theke Bangladeshi Band er gaan shuna start kore dei. Eto sundor lekha & sob kichu miliye ami ajo sob gula Bands er fan. Er moddhe ENCORE o ekta fav
এই গান গুলো ইউটিউব এ এসে শুনি শুধু মাত্র লিরিকঃ গুলোর সাথে জীবন্ত লাশের লিখে যাওয়া কিছু কমেন্ট পড়তে 😌
আর এক অদ্ভুত রকম মানুষ-ই এ গান গুলো জানেন কতটা সুন্দর গান গুলো 😊
1:31
তোমার ডানা দুটি আমি
যে পুড়িয়ে ফেলেছি
শুকনো পাতারই মতো
তুমিও ঝরে যাবে.... 🖤🥀
🔥💔💔
Remember Rajshahi
Sby Gaitechilm
Encore ER Concert e
Memorable Day ❤️
সে অন্য কাউকে যায়গা দেওয়ার পর ও তাকে নিজের কাছে রাখাটা কেমন দেখায় এটা হয়তো জানিনা................কিন্তু আমি সেই পরীটাকেই ভালোবাসি..কাছে থাকুক বা দূরে থাকুক...ভালো থাকুক সে...💔💔💔
এসব গান কখনো পুরনো হয় না। এই কয় বছরে কত হাজার বার শোনার পর আজ আবার ও মনে হচ্ছে নতুন কিছুই শুনছি এতটাই ইউনিক ।
কিছু স্মৃতি মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত ভাবায় আর কাদায়। 💔
মানুষ জীবন্ত লাশে পরিনত হয় সেই স্মৃতি গুলোর জন্য
তবুও মানুষ ব্যাথা নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করে 💔
1:20 পরে এটা কি গাইলি ভাই! কলিজায় লাগে!! best Part! 🚬🔪🚬🔥🚬
1:6 🌛✌
৩০ জুন ২০২০। সেরা ভাই। ❤️✌️
Akdom
They deserve a lot more subscribers!! seriously!
দিনটি ছিল ১৬ই ফেব্রুয়ারী
তাকে দেখার জন্য একটা বড় আপুর মাধ্যমে তাদের স্কুলের পিকনিকে যাওয়ার আগে আনলাম খাতা নেয়ার বাহানা করে।
তাকে দেখে একদম দূর্বল হয়ে পরলাম তাকে শুধু জিজ্ঞেস করলাম কেমন আছো সে উত্তরে বলল ভালো আছে।
তাকে দেখতে গিয়ে আমি তাকে খুব ইতস্ততবোধ করালাম যার কারণে নিজের উপর অত্যাচার করলাম।
সব ঠিকই ছিল কিন্তু তার পরের দিনই শুনলাম সে নাকি তার প্রাক্তনের সাথে আবার সম্পর্কে যায়।
কত মিথ্যা বলেছিলে তুমি আমায়..
সত্যিটা বলতা অনেক আগেই সরে আসতাম রূপসী..
যাই হোক ভালো থেকো এই দোয়াটাই রইল
-ইতি তোমার বোকা প্রেমিক
পৃথিবীতে কিছু ব্যাপার থাকবে,
যেগুলো সমুদ্রের ঢেউয়ের মতোই।
আপনি যতই ভাবুন বা চিন্তা করুন,
ঐ ব্যাপার গুলো কখনোই আপনার নিয়ন্ত্রণে আসবে না,আনতেও পারবেন না।এজন্য জীবনে কিছু ব্যাপারে কোনো এক্সেপ্টেশন রাখতে নেই।
৯ বছর শেষ হতে চললো_
চলবে চলুক_
সে আজও আমারে তার কাছে তুচ্ছ বানিয়ে রেখেছে আজও,তো..!
ভালোবাসা পয়লাদিনের মতন বাঁচিয়ে রেখেছি_
When says কেউ কভু জানবে না অলস বিকেলে তোমায় খুঁজছি কত it's really hurt💔
I love this song so much. Srotoshini sunte su te spotify te auto chole aschill. Music sunei bujhe gesi joss. Pore pura gaan sune eitar oreme eto baje vabe porsi j ei gasn na sunle ghum hoy na. One of the Masterpiece in bd❤️❤️❤️❤️
কেউ কখনো জানবে না অলস বিকালে তোমায় খুঁজেছি কত 💙💙
জানি না কত কষ্টের, হারানোর বেদনা
বারবার ফিরে আসি এই গানটি শুনবার অপেক্ষায়
সে দিয়েছিল এই গান টা শুনার জন্য। কেন দিয়েছিল তখনও জানতাম না। মানুষ চলে যায় সাথে স্মৃতি গুলো কেন নিয়ে যায় না!
Don't cry for someone who doesn't deserve it. Give your precious time only to yourself because you deserve it, not her.
Agreed😊
Well said bro 🖤
This type of music should be appreciated and promoted. Very nice work.
গান গুলো আগে ভালো লাগতো না
সবাই গাইলে খুব বিরক্ত লাগতো
কিন্তু এখন বুঝি গানটার একেকটা লিরিকের মূল্য😊
মানুষের অনুপস্থিতি অনেক কিছু বুঝতে শিখায় 💜
তবুও স্মৃতির পাতায় রয়ে যাবে কিছু মানুষ💔
যারা হয়তো কহনো জানবেই না তাদের কতোটা করে চাওয়া হয়েছিলো💔🖤
If you are here, congratulations. You have good music taste❤
amazed that BD got so many talented bands like you guys....why havnt I heard of you before........ keep it up....
গান বুঝার জন্য খারাপ সময় পার করতে হয়। আর এই গান গুলো যুগ যুগ থেকে যাবে।।
এই গান তারাই শোনার ক্ষমতা রাখে যারা ঠকেছে
তার মানুষটার কাছে🌸💝