যারা "Coke Studio বাংলা" থেকে এখানে এসেছেন তাদেরকে অভিনন্দন। বাংলা গানের আরো অনেক সৌন্দর্য আপনাদের দেখা বাকি আছে। খুজুন, খুজতে থাকুন এভাবে আরও। প্রেমে পরবেন বারবার বাংলা গানে! Best of luck ❤️
সূক্ষ্ণ দ্বিমত পোষণ করবো। গানটা ঠিক আরাম দেওয়ার মতো কখনো মনে হয়নি। তবে বেদনাবোধে বা নির্জনতায় "খানিক সুখের প্রলেপ দেওয়া", বিরহ-বিলাসের জন্য ঠিক আছে। নিজেকে নিজের মধ্যে আবিষ্ট করে রাখার মতো গান। চিলতে রোদে আর বৃষ্টি রাতে-এ দুটো সবচেয়ে প্রিয়। সত্যি বলতে, আমার কাছে 'চাইনা ভাবিস'-ই অর্ণবের সেরা অ্যালবাম
এই এলবামে আরও দুইটা গান ছিলো এটার মতো - বৃষ্টি রাতে আর আমার হারিয়ে যাওয়া.... ওইটার মিউজিক প্রোডাকসন অদ্ভুত সুন্দর... এই গানগুলো শুনলে বুঝা যায় অর্ণব কতটা এগিয়ে ছিলো ওই সময়ের থেকে বিশেষ করে মিউজিক প্রডাকশন আর এরেঞ্জমেন্টে
এগজ্যাক্টলি। অর্ণব আমার সবচেয়ে পছন্দের। তারমধ্যে ওর জনপ্রিয় গানগুলোর চেয়েও আমার সবচেয়ে প্রিয় এই দুটো গান-চিলতে রোদে, বৃষ্টি রাতে। আর এ গানদুটো অর্ণব নিজেও গাইতে চায় না। একবার একটা লাইভ প্রোগ্রামে অনলাইনে কমেন্ট করেছিলাম বৃষ্টি রাতে গাইতে, সে বলেছিলো খুব কঠিন নাকি গাওয়া, হালকা দুয়েক ছত্র গেয়েছিলো। বৃষ্টি রাতের এমনই ঘোরে আমি ছিলাম, পরিচিত কাছের দূরের সব ভাইবোনকে বলেছি গেয়ে শোনাতে, একজন কেবল শুনিয়েছে, বাকি সবাই বলেছে এটার সুর নাকি কঠিন। যাহোক, 'আমার হারিয়ে যাওয়া'-ও, দ্যাখেন এই তিনটা গানই কিন্তু নির্জন বিষাদ-বিলাসের, নিজেকে আরো নিজের দুঃখবোধের ভিতরে ডুব দেওয়ানোর গান। ক্ষতিকর এবং সুন্দর গান। আমি কোক স্টুডিও ভার্শন শুনিনি এখনও, কিন্তু আফসোস হচ্ছে যে গুপ্তধনের মতো আমার এ গানগুলোতেও এখন বর্গীর উৎপাত চলবে। অর্ণব ঠিক করেনি এটা আবার গেয়ে।
@@caterpillarorchid it is indeed a benchmark. the title track, chaina bhabish, is an experimental song that uses 11 count as its beat (3+3+3+2), which is extremely difficult a rhythm to create a modern song on.
এতো আদর ক্যান ভাই গানটার মধ্যে। অদ্ভুত একটা স্নিগ্ধাতা কাজ করে বিশ্বাস করেন।হাজার বার শুনলেও গানটা নতুনই থাকবে। অর্নব দা আপনার প্রেমে পড়ে গেলাম।আহা কি সুন্দর।
I consider myself very lucky to find this kind of songs from our beloved arnob vaiya in 2007-8 days. I was 7-8 years old then.My sister used to Listen arnobs album and thats what "chilte rod" is. Those colorful days which goes with the song very much. Now people realising how under rated songs he has made in 2005. Arnob is something you could understand as deep as you walk into it! Thats arnob for you.❣️🌺
coke studio তে না শুনলে এই গানটি হয়ত না শোনাই রয়ে যেত! আমি অবাক হচ্ছি, এত সুন্দর একটা গান এতদিন কেনো শুনিনি আমি! অনবদ্য সুরে অসাধারণ লিরিক❤️❤️❤️। তবে একটা প্রবলেম আছে, কেউ যদি মনে কষ্ট নিয়ে গানটা শুনতে বসে তাহলে সারাদিন কেটে যাবে তাও এই একই গান রিপিট হতে থাকবে আর সাথে চোখের পানিগুলো ঝরে ঝরে ফুরিয়ে যাবে!
I didn’t know about the original version. Someone mentioned in the comment section of a reaction video, then I looked up and found it. Equally mesmerising! Arnob is a great musician!
গান শোনা হয় ই না বলতে গেলে অনেক কাল। 'চিলতে রোদ' শুনলাম। জাস্ট এই গানের নামটা দেখে নিজেকে আর দমায় রাখতে পারলাম না। আমি ইউটিউবে অনেক অনেক দিন পরে একটা সম্পূর্ন গান শুনলাম। সাথে ভাওয়াল দিয়ে কোক স্টুডিওর একটা ভার্সন বানানো হইলো। যারা কোক স্টুডিওর কল্যানে এই প্রথম 'চিলতে রোদ' শুনলেন, তাদের এই গান না ভাল লেগে যাওয়ার কথা না। কিন্তু কেন জানি আমার 'চাইনা ভাবিস' এর সলো 'চিলতে রোদে' ই বেশী টানে। মনে হলো অর্নবের ভয়েসের সেই মায়া বয়সের সাথে 'একটু' কমে গেছে। কোক স্টুডিওর গানের মিউজিক (অর্নবের অংশের) ভয়েস এর তুলনায় হালকা বেশী মনে হলো। তবে ভাওয়াল এর অংশ গানের সাথে জোড়া লাগানোয় বেশ ভাল একটা গ্রাম আর শহরের ফিল পাওয়া গেল। বিশেষ করে ভাওয়াইলা টান বেশ ভালই লেগেছে। মোটামুটি ভাল প্যাকেজ ই বলা যায়। তবুও দিনশেষে আমি চাইনা তুই ভাবিস কোক স্টুডিওর 'চিলত রোদ' অরিজিনাল 'চিলতে রোদে' কে পিছনে ফেলেছে।
সেই ২০০৮ এ তোমার এই গান এর সাথে পরিচয়। টিফিন এর টাকা বাচিয়ে ১৬০ টাকা দিয়ে ওই সময় আমার গ্রাম থেকে কিনেছিলাম। আজ কোক স্টুডিও আমাকে টেনে সেই ১৪ বছর আগে নিয়ে এলো।
সেই ২০০৫ এ এই এলবামটা কিনে আমার এক ভাগ্নেকে উপহার দিয়েছিলাম। চিলতে রোদে, আমার হারিয়ে যাওয়া, সে যে বসে আছে এই ৩ টা গান আমার খুব প্রিয় ছিল এই এলবামের। বর্তমানে কোক স্টুডিও ভাওয়াইয়া গানের সাথে মিলিয়ে যে গানটা বানিয়েছে, সেটার চেয়ে অর্ণবের এই সলো গানটা শতগুণ ভালো। অরিজিনাল গানের সৌন্দর্যকে কেন যে আমরা নষ্ট করি রিমেকের নামে!
রেতের বেলা একলা এখন জিরোচ্ছে সব শহরতলী, চোখ দুটো খুব পড়ছে মনে এই কথাটা কেমনে বলি? যখন একটা বাংলা গান খুউব ভাবাচ্ছে। বারবার মনে হচ্ছে গানটা আমার নেতা, আমার প্রতিনিধিত্ব করছে। আমার জন্য লড়ছে, লড়ছে ভালোবাসার জন্য। বরাবর আমার কথাগুলোই বলছে, শুনতে শুনতে ভুলেই যাই এই লিরিক টা আমার না। 💌
চোখ দুটো খুব পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি।🙂একটা মানুষ কিভাবে এতটা আগলে রাখত হঠাৎ কেনইবা এভাবে একা করে দিয়ে চলে গেল?? যদি এমনটাই হবার ছিলো তাহলে কি প্রয়োজন ছিলো এতটা মায়া বাড়ানোর। এই কষ্টটা আসলে বোঝানো সম্ভব না। ভিতরটাকে দুমরে মুচড়ে দেয় প্রতিনিয়ত।🙃🙃
মন খারাপের দিনে যখন আমি গানটা শুনতাম তখন ভিউ দেখে খারাপ লাগতো। এতো সুন্দর গান অথচ অনেকের কাছেই অজানা। কোক স্টুডিও গানের পর আবার এসে ভিউ দেখে ভালো লাগছে। 🌻
২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!
I did not have any idea about this song. Just came here after listening on Coke Studio Bangla. I must say this is an excellent production. Thank you Arnob.❤️
Welcome to the universe of Arnob, we were waiting for you since 2005, this is the place where actually it begun, thank you for coming to this multi verse of madness...
Those who are saying, 'coke studio theke manush asbe' are also listening this for the FIRST time. They are just pretending to know this song for years. 🗿
যারা "Coke Studio বাংলা" থেকে এখানে এসেছেন তাদেরকে অভিনন্দন। বাংলা গানের আরো অনেক সৌন্দর্য আপনাদের দেখা বাকি আছে। খুজুন, খুজতে থাকুন এভাবে আরও। প্রেমে পরবেন বারবার বাংলা গানে! Best of luck ❤️
কথাটি সত্য খুব❤️
পড়বেন*
২০১৭ এ শোনা
Well said...can't but agree more
abar sobai ferot jaben ekdin....
কেন শুনিনি এত চমৎকার সব গানন? ক্ষমা করবেন অর্ণব। আপনি রত্ন! আপনি ভালবাসা!
এই গান শুনেই আমরা কানকে আরাম দিতাম।ইমোশনাল হতাম।
সূক্ষ্ণ দ্বিমত পোষণ করবো। গানটা ঠিক আরাম দেওয়ার মতো কখনো মনে হয়নি। তবে বেদনাবোধে বা নির্জনতায় "খানিক সুখের প্রলেপ দেওয়া", বিরহ-বিলাসের জন্য ঠিক আছে। নিজেকে নিজের মধ্যে আবিষ্ট করে রাখার মতো গান। চিলতে রোদে আর বৃষ্টি রাতে-এ দুটো সবচেয়ে প্রিয়। সত্যি বলতে, আমার কাছে 'চাইনা ভাবিস'-ই অর্ণবের সেরা অ্যালবাম
Acha Ebar theke Suno
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া
বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া
আলতো ঘুমেই দুঃখটাকে
আলতো ঘুমেই দুঃখটাকে
খানিক সুখের প্রলেপ দেওয়া
মাঝদুপুরে হঠাৎ সেদিন
আচমকা সব পড়লো মনে
মাঝদুপুরে হঠাৎ সেদিন
আচমকা সব পড়লো মনে
ব্যস্ত শহর ভীড় জমালো
ব্যস্ত শহর ভীড় জমালো
তাক বুঝে ঠিক ফেললো কোণে
রেতের বেলা একলা এখন
জিরোচ্ছে সব শহরতলী
রেতের বেলা একলা এখন
জিরোচ্ছে সব শহরতলী
চোখ দু′টো খুব পড়ছে মনে
চোখ দু'টো খুব পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
এখন coke studio থেকে মানুষজন আসবে, তাও ভালো যে আসল টাও একটু শুনা হবে মানুষদের :') ❤️
Akdom sotti..amio okhan thekei..😆😆
Same here 😊
😳even amio
এসে গেছি ব্রাদার
😃😃
কোক স্টুডিও জনপ্রিয় করে দিয়ে গেলো গানটাকে। আমার নিজস্ব সম্পত্তি ছিলো এতোদিন! 😥
Sottie🌺
Thik bolsen bhai ! I feel you man 🥺
Same here
And to me, this version is always best.
কোক স্টুডিও জনপ্রিয় করার প্রয়োজন নেই; অর্ণব'দার প্রত্যেকটা গান মাস্টারপিস👌👌👌!
Same here!
এই এলবামে আরও দুইটা গান ছিলো এটার মতো - বৃষ্টি রাতে আর আমার হারিয়ে যাওয়া.... ওইটার মিউজিক প্রোডাকসন অদ্ভুত সুন্দর... এই গানগুলো শুনলে বুঝা যায় অর্ণব কতটা এগিয়ে ছিলো ওই সময়ের থেকে বিশেষ করে মিউজিক প্রডাকশন আর এরেঞ্জমেন্টে
এগজ্যাক্টলি। অর্ণব আমার সবচেয়ে পছন্দের। তারমধ্যে ওর জনপ্রিয় গানগুলোর চেয়েও আমার সবচেয়ে প্রিয় এই দুটো গান-চিলতে রোদে, বৃষ্টি রাতে। আর এ গানদুটো অর্ণব নিজেও গাইতে চায় না। একবার একটা লাইভ প্রোগ্রামে অনলাইনে কমেন্ট করেছিলাম বৃষ্টি রাতে গাইতে, সে বলেছিলো খুব কঠিন নাকি গাওয়া, হালকা দুয়েক ছত্র গেয়েছিলো। বৃষ্টি রাতের এমনই ঘোরে আমি ছিলাম, পরিচিত কাছের দূরের সব ভাইবোনকে বলেছি গেয়ে শোনাতে, একজন কেবল শুনিয়েছে, বাকি সবাই বলেছে এটার সুর নাকি কঠিন।
যাহোক, 'আমার হারিয়ে যাওয়া'-ও, দ্যাখেন এই তিনটা গানই কিন্তু নির্জন বিষাদ-বিলাসের, নিজেকে আরো নিজের দুঃখবোধের ভিতরে ডুব দেওয়ানোর গান। ক্ষতিকর এবং সুন্দর গান। আমি কোক স্টুডিও ভার্শন শুনিনি এখনও, কিন্তু আফসোস হচ্ছে যে গুপ্তধনের মতো আমার এ গানগুলোতেও এখন বর্গীর উৎপাত চলবে। অর্ণব ঠিক করেনি এটা আবার গেয়ে।
Oh man those days... Arnab was like craze.. Arnab defines a generation of our Suburbs before meghdol
ruclips.net/video/e44meSqTkH0/видео.html ... Give it a listen. This guy is a underrated gem**
He was way ahead of his time. We have to also give credit to Sahana and his friend Towfique for penning such amazing poems
@@caterpillarorchid it is indeed a benchmark. the title track, chaina bhabish, is an experimental song that uses 11 count as its beat (3+3+3+2), which is extremely difficult a rhythm to create a modern song on.
রাত ৩টা বেজে ৯ মিনিট। অলরেডি চোখ ভারী হয়ে এসেছে, রাজ্যের সমস্ত ঘুম এসে চড়েছে দুচোখের পাতায়। তবু কোথাও যেন একটা মৃদু টান আমাকে ঘুমুতে দিচ্ছেনা! বালিশ চাদর এপাশ ওপাশ!
শহর জিরচ্ছে, ঘুমুচ্ছে নগরবাসী.. তুমিও হয়ত! কেন জেগে আছি আমি? কেন জেগে থাকা!
আহারে জীবন!
💔🥺
কোক স্টুডিও থেকে সরাসরি চলে এলাম। আহা কি অপূর্ব গান! কি সুর! চমৎকার গেয়েছেন অর্ণব দা।
উঠতি যৌবনের এক বিরাট অংশ জুড়ে ছিলো অর্নবের এই গানগুলো। লাভ ইউ ব্রাদার। ❤️
Original is better than new one. His solo voice has magic.
একমত।
Agree.ekhane voice ta clearly bujjha jai and more clarity than coke studio.
Coke studio is more like a tribute to this original. It doesn’t have to be musically perfect. Let's not compare.
Ekdmm
এতো আদর ক্যান ভাই গানটার মধ্যে।
অদ্ভুত একটা স্নিগ্ধাতা কাজ করে বিশ্বাস করেন।হাজার বার শুনলেও গানটা নতুনই থাকবে।
অর্নব দা আপনার প্রেমে পড়ে গেলাম।আহা কি সুন্দর।
কোক স্টুডিও তে আসার বহু আগ থেকেই এই গান শুনি। বহু রাত কেটেছে এই গান শুনেই। তবে ভাল লাগছে কোক স্টুডিওর মাধ্যমে এটি আবারো নতুন রূপে ফিরে এসেছে।
আমিও অনেক আগে থেকেই শুনি
অর্ণবকে দিন দিন আবিষ্কার করছি!তার আর্টগুলো আমার জীবনকে নতুন মাত্রা দিচ্ছে।ধন্যবাদ অর্ণব!💌
কি আরামের একটা গান। কানে আরাম লাগে। মাথায় আরাম লাগে৷ মুখে ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে।
Coke studio Bangla তে গানটা শুনে আসলাম এটা শুনতে। অর্ণব এর এইখানে ভয়েস টা আরো বেশি ফ্রেশ লাগছে। সত্যি বলতে এই সলো গান টাই বেশ সুন্দর..!❤️
He was a beast back then. What a vocalist
এরকম একটা অনুভুতি এতদিন কোথায় লুকিয়ে ছিল! আহা কি সুন্দর... মনটা ভালো হয়ে গেল just
I consider myself very lucky to find this kind of songs from our beloved arnob vaiya in 2007-8 days. I was 7-8 years old then.My sister used to Listen arnobs album and thats what "chilte rod" is. Those colorful days which goes with the song very much. Now people realising how under rated songs he has made in 2005. Arnob is something you could understand as deep as you walk into it!
Thats arnob for you.❣️🌺
এখনকার genration বুঝুক আমরা ভাগ্যবান, কতোটা অসাধারন গানে কেটেছে আমাদের ছেলেবেলা। ❤️❤️❤️
এত সুন্দর সৃষ্টি, আগে কেন শুনিনি!!!
❤️❤️
coke studio তে না শুনলে এই গানটি হয়ত না শোনাই রয়ে যেত! আমি অবাক হচ্ছি, এত সুন্দর একটা গান এতদিন কেনো শুনিনি আমি! অনবদ্য সুরে অসাধারণ লিরিক❤️❤️❤️।
তবে একটা প্রবলেম আছে, কেউ যদি মনে কষ্ট নিয়ে গানটা শুনতে বসে তাহলে সারাদিন কেটে যাবে তাও এই একই গান রিপিট হতে থাকবে আর সাথে চোখের পানিগুলো ঝরে ঝরে ফুরিয়ে যাবে!
Anyone else felt the strong urge to listen to the og Chilte Rod after hearing the Coke Studio version? 🥺
Here ❤️
Yap, just had to, a trip to my teenage.
I didn’t know about the original version. Someone mentioned in the comment section of a reaction video, then I looked up and found it. Equally mesmerising! Arnob is a great musician!
অরিজিনাল 'চিলতে রোদ' কত সুন্দর ছিলো, কত কৈশোর মিশে আছে এর সুরে কথায়! 🖤
গান শোনা হয় ই না বলতে গেলে অনেক কাল।
'চিলতে রোদ' শুনলাম। জাস্ট এই গানের নামটা দেখে নিজেকে আর দমায় রাখতে পারলাম না। আমি ইউটিউবে অনেক অনেক দিন পরে একটা সম্পূর্ন গান শুনলাম। সাথে ভাওয়াল দিয়ে কোক স্টুডিওর একটা ভার্সন বানানো হইলো। যারা কোক স্টুডিওর কল্যানে এই প্রথম 'চিলতে রোদ' শুনলেন, তাদের এই গান না ভাল লেগে যাওয়ার কথা না।
কিন্তু কেন জানি আমার 'চাইনা ভাবিস' এর সলো 'চিলতে রোদে' ই বেশী টানে। মনে হলো অর্নবের ভয়েসের সেই মায়া বয়সের সাথে 'একটু' কমে গেছে। কোক স্টুডিওর গানের মিউজিক (অর্নবের অংশের) ভয়েস এর তুলনায় হালকা বেশী মনে হলো। তবে ভাওয়াল এর অংশ গানের সাথে জোড়া লাগানোয় বেশ ভাল একটা গ্রাম আর শহরের ফিল পাওয়া গেল। বিশেষ করে ভাওয়াইলা টান বেশ ভালই লেগেছে। মোটামুটি ভাল প্যাকেজ ই বলা যায়।
তবুও দিনশেষে আমি চাইনা তুই ভাবিস কোক স্টুডিওর 'চিলত রোদ' অরিজিনাল 'চিলতে রোদে' কে পিছনে ফেলেছে।
আমি এই গান কোক স্টিডিও তে প্রথম শুনলাম। ওটাই খুব ভালো লাগছে।এটাও সুন্দর।জিও অর্ণব,জিও বাংলা গান।👌👌👌
Just enjoy this piece of art! কোক স্টুডিওর আগে শুনছেন নাকি পরে এইটা দিয়া কিছুই যায় আসে না ভাই! Just enjoy the serenity of this song 💕
অর্নব মানেই অনুভূতির খেলাঘর ❣️
এই জেনারেশনের মানুষ জানুক আমাদের ছেলেবেলা কত অসাধারন কেটেছে 🖤
অর্নব দার ভয়েস, মিউজিক কমপোস গানের কথা সব দিক দিয়ে সেরা। অর্ণব দা মানে একটা আবেগ।
সেই ২০০৮ এ তোমার এই গান এর সাথে পরিচয়।
টিফিন এর টাকা বাচিয়ে ১৬০ টাকা দিয়ে ওই সময় আমার গ্রাম থেকে কিনেছিলাম। আজ কোক স্টুডিও আমাকে টেনে সেই ১৪ বছর আগে নিয়ে এলো।
সেই ২০০৫ এ এই এলবামটা কিনে আমার এক ভাগ্নেকে উপহার দিয়েছিলাম। চিলতে রোদে, আমার হারিয়ে যাওয়া, সে যে বসে আছে এই ৩ টা গান আমার খুব প্রিয় ছিল এই এলবামের। বর্তমানে কোক স্টুডিও ভাওয়াইয়া গানের সাথে মিলিয়ে যে গানটা বানিয়েছে, সেটার চেয়ে অর্ণবের এই সলো গানটা শতগুণ ভালো। অরিজিনাল গানের সৌন্দর্যকে কেন যে আমরা নষ্ট করি রিমেকের নামে!
হে মাননীয়, আপনি নিশ্চয়ই কোক স্টুডিও থেকে এখানে আসিয়াছেন। আপনাকে স্বাগতম!
Ji boss. Apni jeta bolben. Aigailam
Ekdom thik boss
ঠিক ধরেছেন। সুন্দর এই দিনটিতে আপনাকে ধন্যবাদ।
চোখ দুটো খুব পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি...
মনের কথাটা কি সুন্দর সুরে সুরে চলে আসলো...
২০১৩ থেকে গানটা নিজের ছিলো শুধু। কোক স্টুডিও'র বদৌলতে এখন মুখে মুখে।
তাতেই বা কি, অনুভূতি নিজের।❤️
আপনাদের মতো গায়কদের আমাদের জানতে না পারাটা অনেক বড় একটা ব্যর্থতা
this song is a masterpeace undoubty!
but '"চোখ দুটো খুব পড়ছে মনে
এই কথাটা ক্যামনে বলি?" the line hits different
রেতের বেলা একলা এখন
জিরোচ্ছে সব শহরতলী,
চোখ দুটো খুব পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
যখন একটা বাংলা গান খুউব ভাবাচ্ছে। বারবার মনে হচ্ছে গানটা আমার নেতা, আমার প্রতিনিধিত্ব করছে। আমার জন্য লড়ছে, লড়ছে ভালোবাসার জন্য। বরাবর আমার কথাগুলোই বলছে, শুনতে শুনতে ভুলেই যাই এই লিরিক টা আমার না। 💌
অরিজিনাল টা খুজে পেয়েছি কোক স্টুডিও থেকে।
ধন্যবাদ কোক স্টুডিও❤️
Bohubichhor dhore amar daily playlist e. Coke Studior version tar bepare aaji prothom janlam. Shona shuru korlam, kintu shesh korte parini... No regrets 😊
মন জোড়ানো, প্রাণ ছুয়ে যাওয়া গানগুলো কেনযো ইউটিউব সাজেস্ট করে না।
কুক স্টুডিও তে শুনলে এই অসাধারণ গানটা হয়ত না শোনাই থেকে যেত।
goto 10 bochor dhore je gan ta shune cholechi...coke studio te shune ashahoto holam.. ei gan ta goromer dupure ekla shonar jonno..
coke studio থেকে এসে খুশিই হয়ে গেলাম, অর্ণবের গলায় পুরো গানটিই শুনতে পাচ্ছি
২০০৫ এর গান এখন সবাই শুনতে আসছে। এইটাও অনেক আনন্দের। এমন অনেক গান আছে যা অনেকেই শোনেনি। সেই গান গুলো শোনার অনুরোধ জানাচ্ছি।
২০০৫ এ গানটা শুনতাম আর রাত জেগে চলত ম্যাথ করা। গানটা গাইতে গাইতে এমন হয়ে গিয়েছিল, অনেকেই বলত দাদার চেয়েও ভাল নাকি হত।এখন সেগুলো কেবলই নষ্টালজিক করে।
আহা...কি শ্রুতিমধুর আর এন্ডিং টা জাস্ট অসাধারণ! তুলনা করছিনা তবে কোক স্টডিও তে এমন ক্ল্যারিটি আর এন্ডিং থাকলে পার্ফেক্ট হতো!
চোখদুটো খুব পড়ছে মনে,
এই কথাটা কেমনে বলি!!
"রেতের বেলা একলা এখন,
জিরোচ্ছে সব শহরতলী,
চোখ দু'টো খুব পড়ছে মনে,
এই কথাটা ক্যামনে বলি?" 🖤
রাতের বেলা একলা একলা এখন,
জিরোচ্ছে সব শহরতলী,
চোখ দুটো খুব পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি?❤️
একজনের কথাই মনেপড়বে সারাজীবন এই গানটা যতবার শুনবো!
💝
Coke studio থেকে দেখতে আসলাম ! অবায়ব শুরের মহিমায় বাংলা গানের জন্য বাঙ্গালী হয়ে গর্ব বোধ করছি 🌺🥀
মাঝখানে মাঝখানে রিপন দা এর "ও কি একবার আসিয়া " টান টাকে কে কে মিস করছেন? 🤦🏼♂️
আমি না 😂
চোখ দুটো খুব পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি।🙂একটা মানুষ কিভাবে এতটা আগলে রাখত হঠাৎ কেনইবা এভাবে একা করে দিয়ে চলে গেল?? যদি এমনটাই হবার ছিলো তাহলে কি প্রয়োজন ছিলো এতটা মায়া বাড়ানোর। এই কষ্টটা আসলে বোঝানো সম্ভব না। ভিতরটাকে দুমরে মুচড়ে দেয় প্রতিনিয়ত।🙃🙃
এই গানে বরাবর বুকের ভেতর এক হাহাকারের জন্ম দিতো।
মাঝে মাঝেই শুনতাম।
ফিউশন থেকে এটা অনেক রকম , ভালো লাগার,
ভালোবাসার,
কস্টের ...
coke studio থেকে গান প্রিয় মানুষ রা এই গানের আসলের সন্ধানে আসবে! ভালোবাসা সবার জন্য❤️
কোক স্টুডিও বাংলা, থেকে আগত দের অঅভিনন্দন 😎🤟
Jonmer age release howa gan... Ki shundor chilo tokhon kar manusher music taste Jara Arnob e gan shunten
নরম সুন্দর!
কোক স্টুডিও থেকে আসলাম এত সুন্দর গানটা খুজে পেলাম,,, আসলেই অসাধারণ
কোক স্টুডিও থেকে এলাম....
এটা অনেক ভালো... ❤️
মন খারাপের দিনে যখন আমি গানটা শুনতাম তখন ভিউ দেখে খারাপ লাগতো। এতো সুন্দর গান অথচ অনেকের কাছেই অজানা। কোক স্টুডিও গানের পর আবার এসে ভিউ দেখে ভালো লাগছে। 🌻
Amr o same emn tai mone hoto gan ta amr most fvrt gan but views onk kom chilo but now manush eta notun kore shune. Ekhn views onk bere gece
২০২৩ চলে যাচ্ছে, পুরাতন গান নতুনের মতোই আছে! রঙিন মলিন স্মৃতি গুলোর সাথে তোমার ভালোবাসা ছিলো! তুমি নেই, ভালোবাসা আছে! ভালোবাসা অবিরাম অবিরত অনবরত অবধারিত! সব ছিলো, সব আছে, শুধু তুমি ছিলে, তুমি নেই, তুমি হয়তো ছিলে না কখনোই!
আড়মোড়া ভাংগা সকাল এবং নিস্তব্ধ রাতেই আমরা বোধহয় আমাদের অনুভূতির কাছে সবচেয়ে বেশি অসহায়।
রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি🌸
Bro🙇♀️💜 I knew I'd find you here.
অন্য সব কিছু আছে তোমার আমি ছাড়া 👸
I did not have any idea about this song. Just came here after listening on Coke Studio Bangla. I must say this is an excellent production. Thank you Arnob.❤️
আহারে জীবন!
নেশা হয়ে গেছে এই গানের প্রতি 🤍🤍
Seriously i didn't know there is a mind blowing song by arnob.....Really arnob is an another name of love
কোক স্টুডিও এর আগে এই গান এতোদিন শুনেছিলাম না। অবাক হই, আফসোস হয়।
গানটা শুনলে মনে হয় হিমু রূপার প্রেমের গল্প। হিমুর অসম্পূর্ণ প্রেম।
নীলচে মাস্কে মুখটা লুকায়
কেউ বা লুকায় চোখের পানি,
বাস-জানালায় অশ্রু ঝরে,
বাস-জানালায় পড়ছে মনে,
এই কথাটা কেমনে বলি...
ও মুই যাইয়াআআ, চলিয়া রে!
সোনারচান্দ তুমি থাইক ভালো হইয়াআ রে!
অনেক ভালো লিখছেন ভাই।
গানগুলির ভিউ দেখে অনেক কষ্ট হয়! আবার শান্তি পায় এটা ভেবে যে, এই গানগুলো সবার জন্য না!🙂
thik ekdom❤❤❤
Ufff...so soothing!
Adding this to my lullaby playlist ❤️
Could you please share your playlist with us
গানটা অদ্ভুত সুন্দর।
কোক ভিডিও দেখে আসলাম গানটা শোনার জন্য ❤️ আসল গানটা শোনার পর মনটা ভরে গেল 😇😇
Cooke Studio তে শুনার পর যারা এখানে শুনতে আসছে তাদের জন্য খুব মায়া হচ্ছে। এতদিন গানটা আমদের গুটিকয়েক জনের প্রিয় ছিল আজ তারা এসে ভাগ বসাচ্ছে 🥱🥱🙃🙃😔😔
কোক স্টুডিও বাংলাতে গানটা শুনে খুবই ভালো লাগলো তাই শুনতে এলাম।খুবই ভাল লাগলো🥰
Classic Arnob giving his classics a new life .
I must say…..this original version is better than Coke Studio…..but I liked that one either
❤️❤️❤️❤️
অর্নবের প্রায় সকল গান শোনা,এই গানটা মিস হয়েছে কোক স্টুডিও ভার্সন না শুনলে বুঝতাম না❤️
আলাদাই!♥️
Ahaaaa❤️
Bola ache ma ke , Bondhu der keo ! Jeidin Mara jay ei gaan ta shobaike shunte
এখন কোক স্টুডিও থেকে লোক আসবে,! চাইনা ভাবিস, হোক কলরব দুটো গিফট ছিলো অর্নব দ'র পক্ষ থেকে 🌹❣️❣️❤️❤️ ভালোবাসা অবিরাম
এসব এলোমেলো রাতের গান।বিষন্ন সুন্দর রাতে শোনা গান।।রাতের পর রাত শুনে যাওয়া গান♥️
১৪-১০-২২☘️
কোক স্টুডিও থেকে আসলাম।এটাই বেশি ভালো লাগলো....!!!
কোক স্টুডিও আসা লোকদের শুভকামনা এবং সমবেদনা এতদিন তারা এই মাস্টারপিস শুনেন নাই।
অর্নব রা ক্ষনজন্মা। অর্নব রা বার বার আসে না। অর্নব হচ্ছে মিউজিকের জলন্ত "হুমায়ুন আহমেদ"। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা লিজেন্ড।
❤️❤️❤️❤️
Coke studio হতে শুনে পাগল হয়ে এখানে আসলাম💙
আমিও
Welcome to the universe of Arnob, we were waiting for you since 2005, this is the place where actually it begun, thank you for coming to this multi verse of madness...
Those who are saying, 'coke studio theke manush asbe' are also listening this for the FIRST time. They are just pretending to know this song for years. 🗿
আরো আগে এই গান আমার সামনে আসে নাই কেনো!! এই অঙ্কটাই মিলতেছে না.....💔
কোনো পরিবর্তন নেই ভয়েসে❤️
রাত পেরিয়ে দিন আসবে আমরা চলে যাব,ওপারেওএই গানটা শুনতে পাব।
Coke Studio sune aslam ❤️
একটা চিঠি❤️
রোজ সকালে পড়ছে মনে! আহা 🌼💜
Thanks Coke Studio Bangla!
ভয়াবহ সুন্দর
This solo is absolutely a magic💘
আমিও আসছি ওখান থেকেই! ধন্যবাদ।
Thank you Coke Studio Bangla for the reminder
মাঝে মাঝে কিছু কিছু গান শুনলে মনে হয় এই গান গুলো আগে শুনলাম না কেন?
সকালবেলা হোক কিংবা দুপুরবেলা কিংবা রাত্রিবেলা
চোখ দু’টো খুব পড়ছে মনে
এই কথাটা ক্যামনে বলি… 🌸🖤
অর্ণব ভাইয়ের সব এলবাম আমার কেনা। প্লে লিস্টে ওনার সবগুলো গান প্রতি দিন লুপে চলে।