যেখানে আমরা ভারতের পশ্চিমবঙ্গবাসী ক্রমাগত বাংলা সংস্কৃতিকে ভুলে যাচ্ছি সেখানে বাংলাদেশ এত সুন্দর ভাবে বাংলা সংস্কৃতি , বাঙালি কবি সাহিত্যিকদের সংরক্ষণ করছে, এটা দেখেই খুব ভালো লাগছে.... এ ভাবেই এত সুন্দরভাবে বেঁচে থাকুক বাংলা সংস্কৃতি....... ❤️😊
@@animkumardey7699 Prothom kotha ami dokkhin kolkatar elite noi.. North Calcutta r chele.... Ar manush nije na chaile kokhonoi tar matri bhasa ke bhulte pare na e kotha puro thik.... Ar amra poschim bongo basi r odhikangso to setai korchi.... Nijerai chaichi bangla bhulte.... Noile bolun Bangla medium school gulo eker por ek bondho hoye jaowar moton obosthay eseche keno????? Prottekei to chay amar sontan english medium e poruk.... Jeta jar bhalo , take ami sob somoy e bhalo boli.... Bangladesh sotti e nijeder bhasa ke somman kore, nijeder culture ke bhalobase..... Age nijera sudhran tarpore torko korte asben, jottosob al bal lokjon....😡
@@animkumardey7699 বাংলাদেশেরর মানুষ শুদ্ধ বাংলায় কথাও বলে না তো তুই তো শুদ্ধ ভাষায় কথা বলিস; তো তুই বাংলাদেশী চ্যানেলে আসছিস কেন? আর তুই শুদ্ধ ভাষায় কথা বলে কোন বাল ফেলেছিস? আর আমরা তো বাঙ্গালী তাই আঞ্চলিক ভাষায় কথা বলি তুই তো ঘটি তোর ঘটি ইন্ডিয়ান চ্যানেলে যানা । উনি শুদ্ধ ভাষায় কথা বলে জাতে উঠে গেছেন? যতোসব পাকনা ঘটি।
@@animkumardey7699 ভাষার শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নেই। স্ট্যান্ডার্ড বাংলা বলে একটা জিনিষ আছে বটে, তা শুধু যোগাযোগ কে সোজা করার জন্য। কলকাতা তখন বাংলার কেন্দ্র ছিল বলে এক সময় নদীয়ার ধরন টাকে আদর্শ হিসেবে ধরা হয়েছে। এই আরকি। আমাদের কুষ্টিয়া এক সময় নদীয়ার অংশ ছিল। তারা এখনও আদর্শ বাংলাই বলে। ঢাকায় কেউ ওই বাংলা বলে ও না। আমাদের নাটক বা উপন্যাসে এখন মেট্রোপলিটন বাংলা চলে। বলে রাখা ভালো পশ্চিম বাংলার নাটকে যে বাঙাল ভাষা বলা হয় তা কিন্তু আসলে ফরিদপুরের বাংলা। ঠিক নতুন প্রজন্মের ঢাকাইয়া না ঐটা। পুরাণ ঢাকাইয়া,সিলেটি বা চাটগাঁইয়া এগুলো কে নিয়ে ওই সব অঞ্চলের মানুষের গর্ববোধ হয়। To put it simply, we don't give a fuck about accent. We celebrate it. You should also celebrate the variations.
@@animkumardey7699দাদা মানুষ নিজে না চাইলেও মায়ের ভাষা ভুলতে পারে। মিশরীয়দের এই তো ষোড়শ শতাব্দীদের আগেও তাদের নিজস্ব একটা ভাষা ছিলো কপ্টিক। এখন তারা মুসলিম সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে কপ্টিক ভুলে গেছে। দুই বাংলাতেই বাংলা হেট করে এমন প্রচুর মানুষ আছে। এক দল বাংলাকে হিন্দুয়ানি ভাষা বলে অবজ্ঞা করে আরেকদল যে কি বোঝে আল্লায় ভালো জানে। সম্ভবত তারা হিন্দি ও হিন্দিভাষীদের এলিট মনে করে।
আমার মা কলেজ পর্যন্ত অসাধারন নজরুল সংগীত গাইতেন। পুরো জেলায় সুনাম ছিল। তাঁর বয়স এখন ৬৬। আজ সকালে গানটি শুনিয়ে তাঁর মতামত জানতে চাইলাম। ভাবলাম পুরানো দিনের মানুষ, হয়তো ভালো লাগবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মা হাসতে হাসতে বলে উঠলেন, ’খুবই সুন্দর হইছে’! পুরো গানটি তিনি শুনেছেন এবং নিজেই গুনগুন করছিলেন। সত্যিই, কি অসাধারন হয়েছে সব কিছু। আরো এমন গান চাই। 😍
আমার সাতপুরুষের ভাগ্য যে বাঙ্গালী হয়ে জন্মেছিলাম তাই এরকম শব্দে লেখা গান, এরকম সুরে সুর করা গান মন ভরে উপভোগ করতে পারলাম। নজরুল হাজার বছরেও আর একটা জন্মাবে না নজরুল তার সময়ের থেকে শত বছর এগিয়ে ছিলো💚
এই গানটিকে এখন অনেকেই প্রেমের প্রতিকী হিসেবে ব্যবহার করছে । কদিন ধরে বিভিন্ন সমাজ মাধ্যমে গানটার ক্লিপ ছেয়ে গেল। অথচ - হতভাগা বাঙালি এখনো জানেনা যে এই গানটি একটি নজরুলগীতি। আর এই গানের প্রত্যেকটি শব্দে কবির ছেলে(বুলবুল) হারানোর বেদনা-দায়ক কষ্ট লুকিয়ে আছে। 😢
আমি গানের কমেন্ট গুলি পড় ছিলাম,,, কান্না কান্না পাচ্ছিল ! কারণ পৃথিবীর নানা দেশের মানুষ, মন থেকে গানের প্রশংসা করেছেন । সত্যি এই গানটি আমি ১০০ বার শুনেছি । অসাধারণ । কাজী নজরুল ইসলাম আমাদের নদীয়া জেলার কৃষ্ণনগরে দুই বছর ছিলেন। অসাধারণ গেয়েছেন শিল্পী । সঙ্গীত পরিচালক অর্ণব দাদা ভালো থাকো,,,এই কোক স্টুডিও ১০০ সিজেন চলুক । সবাই ভালো থাকো । আমি নদীয়া জেলার রানাঘাট থেকে বলছি - অনুপ মণ্ডল ( সহজিয়া) কবি,চিত্রশিল্পী, পরিচালক, লোকসংস্কৃতির গবেষক । জয় বাংলা । জয় বাংলা গানের জয়।
আমার বাবা গানের শিক্ষক,গানটি তিনি আমাকেও শিখিয়েছেন।এবার এই গানটি বাবাকে শোনাতে বাধ্য হলাম।বাবা বরাবরই গম্ভীর, চুপচাপ,,,বুঝতে পারছিলাম না বাবার গানটি কেমন লাগছিলো, কিন্তু তিনি মৃদুভাবে হাতে তাল দিচ্ছিলেন।শেষে একটা কথাই বললেন "ছেলেটা অনেক জানে",,,,,, বুঝলাম শিল্পীর গান মনে ধরেছে❤️❤️❤️❤️❤️
নজরুল গীতিতেই গানের হাতেখড়ি হয়েছিল আমার। পুরোনো দিনগুলো মনে পড়ে গেল। বাবা কত গাইতেন নজরুল গীতি। সত্যিই অসাধারণ । আমরা বাঙ্গালীরা যে দেশেরই হই না কেন, আমাদের আত্মা আমাদের সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার। ❤
যেখানে ভারতের বাঙালিরা কোক স্টুডিও পাকিস্তান-এর 'Pasoori' তে মাতাল হয়েছে, আমিই সম্ভবত একমাত্র ভারতের বাঙালি যে কিনা "বুলবুলি" তে বিভোর হয়ে উঠেছি। প্রাতঃভ্রমণ থেকে কর্মক্ষেত্র থেকে রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে এই নিয়ে সম্ভবত শ'দেড়েক বার শুনলাম... খুবই ভালো হয়েছে ❤️💐🥰
এই ভার্সনটা গানটাকে অন্য মাত্রা এনে দিয়েছে..কি পরিমান মুগ্ধ হয়েছি বলে বোঝাতে পারব না..এভাবেই গানে বাঁচুক রবি-নজরুল..God bless you Ritu Raj,You're such a gem..Love from West Bengal..❤️🇮🇳
I asked my mother if she knew the song & lyrics (because she used to sing Rabindra & Nazrul Geeti before her brain stroke) ! I was amazed how beautifully she reacted to the whole song, the way she moves her hand & feet with the beat , recalling some lines from the lyrics! A flashback to some good old days !
পুরনো ঢাকার ৫২ বেচারাম দেউড়ির মৌলভি আবদুল হাসনাত সাহেবের বাড়িটিতে সুন্দর একটা ফুলের বাগান ছিল। নজরুল প্রায়ই সেই বাগানে বসে থাকতেন আর কবির দৃষ্টিতে খেয়াল করতেন। । সেখানেই তিনি এই অসম্ভব সুন্দর এই সুরেলা গান "বুলবুলি" লিখে ফেল্লেন। কবি এই বাড়িতে থাকাকালীন আরও একটা বিখ্যাত গান "কে বিদেশি মন উদাসী " লিখেছিলেন। বর্তমানে সেই বাগিচা টা আর নাই কিন্তু বাড়িটা একটা হেরিটেজ হাউজ হিসাবে দাঁড়িয়ে আছে। বাংলা একাডেমী প্রকাশিত ‘দোলনচাঁপার হিন্দোলে’ বইয়ে উল্লেখ আছে-‘বেচারাম দেউড়িতে নজরুলের ভক্ত ছিলেন পীর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। তার জীবদ্দশায় আনুমানিক ১৯২৬ খ্রিস্টাব্দের দিকে কবি ঢাকার ওই বাড়িতে ছিলেন।’ আপডেটঃ বিঃদ্রঃ আমি কোন একটি পত্রিকায় থেকে ঘটনাটি জেনেছিলাম। তবে উইকিপিডিয়ায় ভিন্ন তথ্য দেয়া আছে যা হুবহু লিখে দিলাম '১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম কেষ্টনগরে সপরিবারে থাকতেন। তার দ্বিতীয় ছেলে (অরিন্দম খালেদ বুলবুল) অসুস্থ হলে, ছেলের চিকিৎসার টাকা যোগাড় করতে রেলগাড়িতে করে কলকাতায় কল্লোল পত্রিকার কার্যালয়ে আসার পথে গাড়িতে পাওয়া একটি কাগজে ছাপা বিজ্ঞাপনের উল্টা পৃষ্ঠায় পেনসিল দিয়ে গজলটি লিখেছিলেন। টাকা জোগাড়ের পর নৃপেনকৃষ্ণ চট্টোপাধ্যায়কে গজলটি দিয়ে দ্রুত চলে যান। নজরুল গজলটি কোন উদ্দেশ্য ছাড়াই আনমনে লিখেছিলেন' আসলে কবিকে নিয়ে অনেক গবেষণা প্রয়োজন অনেক ইতিহাস তুলে আনা প্রয়োজন। তবে গানের কথা অনুযায়ী মনে হয় না ট্রেনে এই গান লেখা। তবে ধারণার ওপরেও তো কিছু বলা যায় না!
আজকে তিনদিন ধরে এই গানটা যেন আমাকে একটা ঘোরের মধ্যে রেখে দিয়েছে। অবিশ্বাস্য রকমের অসাধারণ সংগীতের পরিবেশন করেছে Coke Studio Bangla। জানতাম ভালো হবে, কিন্তু সেটা এতটা ভালো হবে আশা করতে পারিনি। আগের দুটো গানও দুর্দান্ত পরিবেশন করেছিল ওরা, কিন্তু এইবারে যেন সবকিছু ছাপিয়ে গেছে। আর Saxophone এর এতো অসাধারণ ব্যবহার অনেকদিন উপমহাদেশের কোনো গানে শুনিনি। অনেকগুলো style এর দুর্দান্ত fusion ঘটিয়েছে : Balkan, Eastern European, Cuban, Flamenco, Latin, Jazz, Ghazal, এবং তার সাথে বাংলার বিশুদ্ধ নজরুলগীতি, মিলেমিশে সুরের এক মায়াবী স্বর্গপুরী বানিয়ে ফেলেছে। এই সুরের মাদকতা বড়োই গভীর। এই ঘোরটা চলবে। আর শেষমেশ বলতেই হয়, Coke Studio সবসময়ই দুর্দান্ত সংগীত উপহার দিয়েছে, কিন্তু এই বাংলাদেশের পরিবেশনা গুলো হয়তো অনেক পরে হচ্ছে বলেই আরো উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে বাকি সবকটা পরিবেশনা থেকে। সত্যিই Pure Magic। Kudos to Coke Studio Bangla, and all the musical maestros associated with it. respect and lots of love.
নজরুলের যখন কন্যা মারা যায় তখন তার গতি করার মত সামর্থ্য টুকুও ছিল না। যিনি একসময় দেশের জন্য জেল পর্যন্ত খেটেছিলেন, তাঁর দুঃসময়ে কেউ ফিরে তাকায় নি, তো সেই সময় তিনি যথাসম্ভব এক প্রকাশকের কাছে গিয়ে কিছু অর্থের জন্য বললে, সেই প্রকাশক নজরুল কে বলেন যে সেই মুহূর্তে একটি গান লিখে দিতে হবে। এটি সেসময়ের গান, নজরুলের মেয়ের নাম ছিল বুলবুল।
যতবারই শুনছি ততবারই এই ধারণা আরও দৃঢ় হচ্ছে যে এই গান আগামী একশ বছরেও পুরনো হবে না। খুব আফশোস হচ্ছে এই ভেবে যে কবি নজরুল নিজে শুনে গেলেন না তাঁর সৃষ্টির এই অপূর্ব পরিবেশনা। উনি যেমন উদারমনা ছিলেন, আমি নিশ্চিত যে উনি দুহাত বাড়িয়ে এই গানের পরিবেশনার সাথে যুক্ত সব্বাইকে কোলে টেনে নিতেন।
আমি যখন coke studio India, coke studio এর গানগুলো শুনতাম,তখন প্রত্যাশা করতাম যে,আমাদের দেশেও একদিন হবে।তারপর ও একটা সংকোচ কাজ করতো তাহলো যে গানগুলো আমাদের দেশে হবে তা ওনাদের সমকক্ষ হবে কিনা। কিন্তু না,আমার ধারণা ভুল ছিল। পরপর তিন গানগুলো এত অসাধারণ ভাবাই যায় না,খুবই অসাধারণ ❤️❤️❤️ প্রিয় Coke Studio Bangla অসংখ্য ধন্যবাদ, খুবই অসাধারণ গানগুলো আমাদের উপহার দেওয়ার জন্য।
বহু দিন পরে এই নজরুলগীতি টা শুনলাম, কিন্ত এটাকে এই ভাবে present করা যায় এটাই ভাবতে পারিনি। অসাধারণ লাগলো, রক music এ এমন নজরুলগীতি আমি প্রথম শুনলাম। মন ভোরেগেল।
ল্যাটিন ভাইব দিয়ে শুরু, মাঝে ক্লাসিক্যাল, জ্যাজ-সহ বিভিন্ন ধাঁচের মিউজিকের সমন্বয়। গানটিতে যদি ভোকাল সরিয়ে দেয়া হয়, শুধু মিউজিক এরেঞ্জমেন্ট শুনলে বিশ্বের যে-কোন মিউজিশিয়ান ভাবনায় পড়ে যাবে, কেমনে সম্ভব এতো সুন্দরভাবে এত জনারের মিউজিক এড করা?? হ্যাটস অফ টু ইউ অর্ণব। অর্ণবকে এমনেই আমাদের দেশের হীরা ডাকা হয় না, ওয়েল ডিরেক্টেড। ইউ প্রুভড হোয়াই ইউ আর কলড জেম অফ বাংলা মিউজিক। লাভ ইউ। এন্ড স্পেশাল থ্যাংক্স টু শুভেন্দু শুভ - হোয়াট আ কম্পোজিশন ম্যান!!!প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট সাউন্ড আলাদাভাবে বুঝা যাচ্ছে। লাভ ইউ এন্ড বিগ থাম্বস আপ.. ঋতুরাজ আর পাশের দেশের বেনি দায়াল - দু'জনের ভোকাল এতো ক্লিন, এতো শার্প, সাথে বডি ল্যাঙ্গুয়েজ, এপিয়ারেন্স প্রায় একই .. বিশেষ করে ঋতুরাজের উচ্চারণ। এধরণের গানে সবচেয়ে বেশি কঠিন শব্দ উচ্চারণে। সাথে নন্দিতা - এতো মোলায়েম স্বর .. তার সেগমেন্টটা চোখ বন্ধ করে শুনে প্রায় চোখে পানি চলে আসছে। নন্দিতা, ঋতুরাজ এতোই জোশ যে প্রতিটা নোট কানে বাজতেছিলো। আমাদের জাতীয় কবি বর্তমানের চেয়েও বেশি আধুনিক ছিলেন। যদিও আল্লাহ উনাকে অত বেশি দিন সুস্থতা দেন নি, হয়তো আর বছর দশেক হাতে পেলে বিশ্বে আমাদের সাহিত্য কোন পর্যায়ে যেতো তা অকল্পনীয়। উনার সঙ্গীত, কাব্য, রচনা এতো উচ্চমানের যে আজকের এতো ফিউশনের মাঝে তাঁর রচনা, সৃষ্টি কী অসাধারণ রুপ নিয়েছে। হ্যাটস অফ, আগের দু'টোও ভালো ছিলো তবে আজকের কোক স্টুডিওর প্রযোজনা বিয়ন্ড দ্যা লেভেল। এখানে জাজ করার মতো ক্ষমতা নাই। বলাই চলে, কোক স্টুডিও বাংলার আসল যাত্রা শুরু। হ্যাটস অফ।
Prove me I'm wrong...... যে এই গানটি একবার শুনেছে, সে সর্বনিম্ন হলেও কমপক্ষে ১০ বারের বেশি শুনেছে। আর তারপর সবাই গোনা বাদই দিয়েছে যে কতবার শুনল। অসাধারণ একটি গান। কি অসাধারণ গায়কি! দুই জনই চমৎকার গেয়েছেন। Endless & Countless love 💕😘
১৯৫২ সালে বাংলার দামাল ছেলেরা এজন্যই মনে হয় বাংলার ভাষার সম্মান রক্ষা করার জন্য ঝাপিয়ে পড়েছিল। আহ! কত সুন্দর বাংলা গান। গত তিন দিন ধরে শুধু শুনেই যাচ্ছি, যেন শেষ হচ্ছে না।😍
i love this song❤ jo jo a song ko payaar karta hai o like kare নজরুল সঙ্গীত এর আগে কখনও এত মন দিয়ে শুনি নি। সবসময় রবীন্দ্রতে ডুবে থেকেছি। কত সুন্দর নজরুল সঙ্গীত। ধন্যবাদ ঋতুরাজ
I stay in Karnataka. Being a Bangali I was knowing this najrul geeti. I got surprised overwhelmed and proud today when I heard this song playing in a local restaurant in Bangalore. Kudos to the team who brings Najrul geeti to the global platform.
@Shreyasi Ganguly - just noticed that using google auto translate on this page causes your sentence "নজরুলগীতির সাথে jazz music কি অদ্ভুত ভাবে মিলে গেল।" to be translated as "What a wonderful way to screw people over" Auto translation epic fail lol !
'রবীন্দ্র সঙ্গীত' নিয়ে নানান এক্সপেরিমেন্ট শুনেছি। 'নজরুলগীতি'র ক্ষেত্রেও যে এমনটা করা যায়, শুনে অভিভূত হলাম। এই গানের সাথে জড়িত প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইলো। ❤️
Lojjar byapar je gan ta 2 bochor ager...Ar ami kali pujo loud speaker e gan ta sunlam...But thank God sunlam...Thanks Coke Studio...Presentation ek number...
গীটার তো অনবদ্য, এরকম ভাবে পিকাডো বাজাতে আমি কাউকে দেখেনি। অসাধারণ। ঋতুরাজ কী গাইল! অসাধারণ গলা। গান না শেখার আফসোসটা আবার ফিরে এসেছে এই গান শুনে। নন্দিতার গলায় একটা নেশা আছে। এক কথায় অনবদ্য। কতবার যে শুনেছি আর শুনবোও তার হিসাব দিতে পারব না।
#Bulbuli still on repeat … ❤️💚🇧🇩 #চলছে, #চলবে ১. এমনিতেই “কোক স্টুডিও বাংলা, সিজন ওয়ান” বলে যেই মহিলা প্রত্যেক এপিসোড শুরু করেন, তার ফেনারগেন মেশানো ইন্ট্রোও আমি কয়েকবার শুনি .. হুমমমমমম। আচ্ছা, তারপর? ২. চমৎকার একোস্টিক গীটারের সলো শুরুতেই। স্প্যানিশ ফ্লেভারের ঝংকারে চলে গেলাম বাচ্চু ভাইয়ের তারা ভরা রাত গানে। গান বাংলার পাপড়ি গানেও এমন জুতসই একটা ইন্ট্রো ছিলো। কিন্তু এবার সেটা বাজালো আমাদের দেশের একজন, শুভেন্দু দাস শুভ। হা করে বাজানো দেখলাম, কি ক্লিন প্লেয়িং। আমাদের গর্ব। ৩. ঘুর্ণাক্ষনেও ভাবি নাই ঋতু এরপর এভাবে এই গান শুরু করবে। সিরিয়াসলি? নজরুল সংগীতের ফিউশন কোক স্টুডিও তে? ওহ মাই গড, ওহ মাই গড, ওহ মাই গড বলে গান শুনা বন্ধ করে দিলাম। ফরওয়ার্ড করলাম দশ বারোজন বন্ধুকে। ৪. এবার হেডফোন কানে দিয়ে আবার শুরু করলাম। ঋতুর ভয়েস …… আহা… এত সুরেলা, এত কারুকাজ। পুরো গানটা এত চমৎকার করে গাইলো। ক্লাসিকালের দখল যে তার কতটা, সেটা বুঝানোর জন্য এত চমৎকার একটা নজরুল সংগীত না হলে মনে হয় ব্যাপারটা একদমই জমতো না । পৃথ্বীরাজ, ঋতুর ভাই, সুরের এমনই দখল ছিলো ওরও। পৃথ্বীর হঠাৎ করে চলে যাওয়া বাংলা মিউজিকের জন্য অপূরণীয় ক্ষতি। ৫. নজরুল সংগীতে এমন হারমোনাইজেশন? ভাবা যায়! পিওর গুজবাম্প হচ্ছিল। জোড় লাইনের শেষে হোম কর্ডে না ফিরে সেভেন্থ কর্ডে অর্ক্রেস্ট্রেশন, এবং ব্যাক আপ ভয়েজটাও ঐ স্কেলে। আবারও ওহ মাই গড বলার পালা । ৬. বুনো ভাইয়ের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। না নড়াচড়া করেও যে ওয়ার্ল্ড ক্লাস বাজানো যায়, এটা ওনার মত অল্প কিছু মিউজিশিয়ানই পারেন। কি গ্রুভটা বাজালেন। পুরো গানটা আসলে অন্য একটা লেভেলে গেল এই বেজলাইনের জন্যই। যত বারই শুনছি, দুলকি চালে শরীর নাচছে তালে তালে। থামাতে পারছিনা। কি আশ্চর্য । ৭. ১:০৭ - ১:১২ পান্থ কানাইদা এলেন, হাসলেন, জয় করলেন। ব্যাপারটা এমন, যে আমি আছি, তোরা বাজা, টেনশন নিস না। ওনার গা দোলানো দেখে আমি এবার রীতিমত দাঁড়িয়ে পড়লাম। ইয়েস, ওহ ইয়েস। ৮. স্যাক্সোফোনেও হারমোনাইজেশন? পাগল নাকি ? স্যাক্স, ট্রাম্পেট আর অল্টো স্যাক্সের তিন মিশালী .. একদম অস্হির হয়ে গেল ব্যাপারটা। আহা … ৯. “কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে” .. ৩:৩২ এ থেমে গেল সব। এক সেকেন্ড পর তবলার ওই অফ বিটের টুং টা, উফফফ। দিস ইজ নো লেস দ্যান খালেদ মাসুদ পাইলট ওয়েভিং ব্যাট এন্ড রানিং টু দা গ্যালারী আফটার উইনিং আই সি সি ট্রফি। লিটারেলি লাফাতে লাগলাম । ১০. নন্দিতার গান আমি আগে কখনো শুনি নাই । শাওন ভাইয়েরও আগে লেখা কোন গান মনে পড়ছে না এই মুহুর্তে। কিন্তু তাই বলে এইভাবে? ৪:০৩ এ “দোল দোল দোল দিয়েছে” বলে নন্দিতা যখন গেয়ে উঠলো, এবার সেকেন্ড টাইম গুজবাম্প। ঋতুর ভয়েজ যদি সুন্দরবনের আসল মধু হয়, নন্দিতার গলা মসলিনের মত মসৃণ। জাস্ট টু মাচ। হোয়াট এ কম্বো। ১১. অর্ণব আর শুভেন্দু দাস শুভর আয়োজনে এই এপিসোডটা সো ফার কোক স্টুডিওর বেস্ট। এরপর আর কোন গান রিলিজ না হলেও দুঃখ থাকবেনা। বাংলা নববর্ষে এত চমৎকার একটা নজরুল সংগীতকে এভাবে উপস্থাপন করার জন্য কোক স্টুডিও বাংলাকে …… কি বলবো সত্যি বুঝতে পারছিনা। আমার অনেক বন্ধু এই গানটা ছোটকালে একদম পছন্দ করতো না। একেতো নজরুল সংগীত বেশ কঠিন, তার উপর গানটা জোর করে শুনতে হতো মা বাবা দাদা দাদীর কল্যানে। তারা পর্যন্ত এ গানটা রিপিট দিয়ে শুনছে। আশ্চর্য , কি আশ্চর্য। ১২. শুধু একটা জিনিসই খারাপ লাগলো। ৫:৩৮ এ আমাকে এক্সাইটমেন্টের পিনাকলে তুলে দিয়ে সবাই একসাথে থেমে গেল। হোয়াট দ্যা …… আরও শুনতে না পারার অতৃপ্তি নিয়ে শেষ করাটাই মনে হয় লিজেন্ডারী গানের বা শিল্পের স্বার্থকতা। এতদিন শুনেছিলাম কথাটা। আজকে নিজ হাতে (পড়ুন চোখে ও কানে) প্রমাণ পেলাম।
@@Tanmay_Bhowmick_0508 অবশ্যই শুনেছি। আমি রবীন্দ্র সঙ্গীতের অনুরাগী। রবীন্দ্র সঙ্গীতেই সব সময় শোনা হয়৷ নজরুল সঙ্গীতও শুনি। কিন্তু এই গানটা অন্য রকম ভালো লাগা তৈরি করেছে😊
নজরুল যেমন লিখেছেন ব্রিটিশ বিরোধী বিদ্রোহী গান, তেমনি লিখেছেন ইসলামি গজল, তেমনি প্রেমের গান। ব্রিটিশরা তার লেখনি বন্ধ করে দিলেও বন্ধ করতে পারেনি তাঁর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা। এজন্যই তিনি আমাদের জাতীয় কবি। দুই বাংলার মানুষের পক্ষ থেকে কবির প্রতি লাখো সালাম।
মন্ত্রমুগ্ধ হয়ে শুনেই যাচ্ছি একনাগারে।আমার খুব প্রিয় নজরুল গীতিটাকে যেন অন্যমাত্রায় নিয়ে গেছে এই ভার্সনটা!জিপ্সি গিটারের ইন্ট্রো,সাক্সোফোন আর কি চমৎকার ইম্প্রুভাইজেশন!রিতু রাজ,আপনার গলার স্বর যেন ভালোবাসা।নন্দীতা,আপনি অসাধারণ। ভালোবাসা এক আকাশ। কবি যদি শুনতে পেতেন,তিঁনিও বিমোহিত হতেন। Hats off to you Coke Studio Bangla 🖤
শুধু শুধু বাঙ্গালীরা ভাষার জন্য যুদ্ধ করে নাই। ভাষার এতো মাধুর্যতা আপনি আর অন্য কোন ভাষাতেও খুজে পাবেন না। তাই তো নজরুল, রবীন্দ্রনাথ, ভাষা শহীদগণ ও আরো অনেকে এই ভাষার প্রেমে পরেছে। গর্বিত আমি বাঙ্গালী।❤❤❤
আজ গানটা সরাসরি শুনলাম কোলকাতার ইকোপার্কে। অসাধারণ লাগলো।। প্রসঙ্গত উল্লেখ্য কাজী নজরুল ইসলাম দশম শ্রেণীতে যে স্কুলে পড়েছিলেন আমি সেই বিদ্যালয়ের ছাত্র।।
I'm African and have no knowledge of Bengali music or poetry but fell in love with this perfmance straight away. The performance is modern but this poem feels as old as the human heart.
ঋতুরাজে এ গান শুনে নিশ্চয়ই বর্তমান প্রজন্মের ও ঘুম টুটে গেছে যে, নজরুল গীতি কি?আসলে মনে হয় আমাদের ও একটু তন্দ্রা এসেছিল! ধন্যবাদ সেটি ও এ সুরের নেশায় টুটে গেছে.....
Such a sweet and beautiful song! The melody is so soothing, the harmonies are perfect, and the lyrics are absolutely stunning. The whole performance is beautiful, but Nandita’s part is my favourite-it really tugs at my heart and touches me in a way I can't quite explain.
ঋতুরাজের উচ্চারণগুলোও কত সুন্দর, কানে লেগে থাকে। গায়কী তো অসাধারণ! যেই গানটা ফিউশন করা হয়েছে সেটার লিরিকগুলো এত সুন্দর ম্যাচ করেছে, নজরুল আর আধুনিকে মিলে জমে ক্ষীর! অসাধারণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট! গিটারটা কি অনবদ্য বাজিয়েছে, এমনকি মাঝখানে হাততালির শব্দগুলোও অসাধারণ লাগে শুনতে। কোরাস তো এক কথায় অ্যামেজিং! আর শেষের ঋতুরাজে ক্লাসিক্যাল টান, নন্দিতার ইংলিশ অপেরা টাইপের টান, এই দুটো এমন একটা ফিলিং দেয় মনে হয় শেষ হয়েও হইল না শেষ! কোক স্টুডিও বাংলার কাছে প্রত্যাশা অনেক বেড়ে গেল। আশা করি আগামীতে বাংলা গান এবং মিউজিক বিশ্বজুড়ে প্রশংসিত হবে। ❤️❤️❤️❤️
এর আগে কখনও নজরুল ইসলামের গান নিয়ে এত সুন্দর এক্সপেরিমেন্ট শুনিনি। মোহিত হয়ে গেলাম। অনবদ্য ভয়েজ কোয়ালিটি ঋতুরাজের। তার সঙ্গে রয়েছে তুখোড় ইন্সট্রুমেন্টেশনের সঙ্গত। শেষে নন্দিতার ফিনিশিং টাচ গানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। ভীষণ ভাল লাগল। অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইল ঋতুরাজ এবং টিমের জন্য।
গানটা দু'বছর আগে রিলিজ হলেও বর্তমানে ভাইরাল হচ্ছে। একটা বাংলাদেশের coke studio এর হলেও আমরা ভারতীয় বাঙালিরা গানটাকে খুবই উপভোগ করছি। আর এটাও দেখে ভালো লাগলো যে আমাদের দেশেরও আরো অন্যান্য ভাষাভাষীর লোক ও বিদেশের ও অন্যান্য লোকেরাও এই গানটাকে প্রশংসা করেছে। বাংলা ভাষায় জন্মগ্রহণ করে আমি খুবই ভাগ্যবান 😊😊😊😊
গানটি এখন ও অব্দি কতবার শুনলাম , তার কোনো হিসাব নেই। নেশার মত হয়ে গেছে। প্রতিটি musician অসাধারণ। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মানুষ আর তাঁদের সংগীত কে। ঋতু রাজ....আপনি অসাধারণ গায়ক। অনেক অনেক শ্রদ্ধা নেবেন।
কি সুন্দর নির্মান! ১ঘন্টা যাবত গানটি থেকে সরতেই পারছি না। মনে হচ্ছে বার বার শুনি। কোন বোরিং হচ্ছিনা৷ অর্ণবকে অসংখ্য ধন্যবাদ, নজরুল সংগীতকে বিশ্বের মাঝে এভাবে প্রেজেন্ট করার জন্য। এডিটঃ ১৫ জানুয়ারি ২০২৩ এ গান এখনও শুনছি। তবে একা নয়। দু'জনে শুনছি। ওর জন্মদিন আজ। ডেডিকেটেড টু ইউ❣️
আহ সেই ঋতুরাজ ❣️ বাংলাদেশের এক আন্ডাররেটেড প্রতিভা। যার ক্ষমতা রয়েছে গলার কাজ দিয়ে সারা দেশ জয় করার। তাকে কোক স্টুডিও আবার আমাদের সামনে নিয়ে এসেছে এইজন্য অর্ণবদা কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Out of three songs so far this was the most splendid singing by the vocalist. I wont lie, for the first time i have listened to a whole lyrics of our national poet. Words are not enough to praise ❤️❤️❤️
প্রত্যেকদিন এই গানটি শোনার কেমন যেনো অভ্যেস হয়ে গেছে। ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার সময় বাসে এই গানটা প্রত্যেক দিন শুনি। প্রত্যেকদিন কেমন করে যেন সকল চিন্তা, ভাবনা, ক্লান্তি এক নিমেষে ঋতুরাজদার গলার এই অসাধারণ পরিবেশনা দুর করে দেয়। অনেক ধন্যবাদ কোক স্টুডিও বাংলাকে এই অসাধারণ পরিবেশনার জন্য। ঋতুরাজদার জন্য প্রাণ ভরা ভালোবাসা । Love from India
Sei jonno toh ekbar hole o marar age Bangladesh take dekhe aste chai... Bangla charcha take ato sundor bhabe represent karar jonno anek dhanyabad ❣️❣️❣️❣️ from West Bengal, Kolkata 💐💐💐
@@purushnahimahapurush6598 Keno bhai? Apnadr problem ta koi? Facebook ar Godi Media jaa bole shetai bisshash koren? Apnara porashona koren ni? Common sense nei apnadr? Bangladesh is much safer than India. Even for hindus and other minorities. Apni Bangladesh a eshe nijer chokhe dekhe jaan. Apnr thaka khawa ghorar somosto khoroch ami debo. Apni ashun. Social media te boshe boshe gujob choraben naa
রবীন্দ্র সঙ্গীত প্রেমী হয়ে কখনও নজরুল গীতির ওপর সেভাবে গুরুত্ব দিই নি আর আজ শুনে আপসোস করছি যে জীবনের 17 টা বছর লাগলো কাছের জিনিস চিনতে । খুব ভালো ঋতুরাজ দাদা আর নন্দিনী দিদি ❤❤❤ ভারত থেকে ভালবাসা নিও ❤❤
Currently studying in University of Tehran,department of modern language.As It's my topic i studied lot of foreign language.I was quite interested in south asian language history and cultures.since then i read a lot of hindi,urdu,bengali,malayalam poem. Kazi Nazrul is my one of favourite poet.I read him but not much as english version isn't available much.His Karar o looho kopat Ghazal just mesmerised me.i listened it a lot of time.so deep and powerful meaning! Today i found this on suggestion list and listening in a loop❤️❤️ Ahhh what a combination of Gazhal and spanish influence.just loved it. Love from 🇮🇷🇮🇷 (Can i get some suggestion of jaaz and classic bengali song?)
Go through the " NAJRUL GITI" ..... He's our national poet and one of his wonderful creation is classic song... Also "Rabindra Sangeet" have that sort of classic flavour..... Take❤️ from Bangladesh
There are lot of Bangla hit songs... Nazrul Geeti(Song of Nazrul), Rabindra Sangeet (Song of Rabindranath Tagore), Song of Lalon, Song of Hason Raja, Song of Shah Abdul Karim... Their all song are best. I can tell only few new song also : 1) Prematal of Tahsan 2) Shei tumi of Aiub Bacchu 3) Maa of James etc etc
Nazrul was hugely influenced by Persian, Arabic and Turkish literature, and loaned many a word from these languages in his Bengali poems, articles and songs. His Tribhuboner Priyo Muhammad and Shukno Patar Nupur Paye have got the tune of the popular Turkish song Üsküdar'a Gider İken, which has got its variations in lyrics across the countries it has travelled. Probably Iran also possess a variant too. And Karar Oi Louho Kopat is not actually a ghazal.
এক কথায় অসাধারণ ! নজরুলগীতি is not a cup of a tea আর ঋতুরাজ এতো ভালো, আর অদ্ভুত সুন্দর করে গেয়েছেন, তার সাথে আধুনিক গানের লয় এত সুন্দর করে মিশে গেছে.... অসাধারণ 🖤
উফফ নজরুল গীতির যে এতো সুন্দর পরিবেশনা ! আমি মুগ্ধ ৷ কী বলবো ! এই গানটা এতোবার শুনছি প্রায় প্রতিদিন শুনছি কিন্তু মন ভরে না ৷ অসাধারন ৷ অপূর্ব ৷ ❤❤❤❤❤❤❤❤❤ধন্যবাদ কোক স্টুডিও বাংলার প্রতিটি সদস্যকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ৷ ঋতুরাজ স্যার আর নন্দিতা ম্যাম আপনাদের দুজনের কন্ঠে যেন একটা আলাদাই মায়া আছে ৷ সেই মায়া থেকে যেনো বেরোতেই পারছিনা ৷ 😌❤❤উফফ ! কী মারাত্মক একটা আকর্ষন আছে এই গানটায় ৷ 😌😌😌😌এই গানটার মাধ্যমেই ঋতুরাজ স্যার কে জানলাম ৷ নন্দিতা ম্যামের গান অনেক আগেই Seylon tea programme শুনেছি ৷ কিন্তু ঋতুরাজ স্যারের এই গানটা শুনেই ওনার ভক্ত হয়ে গেলাম ৷ ❤❤❤❤ Love from India, west Bengal.❤ 10 Millions 😍❤❤❤❤❤❤ Finally ! 18 june,,2022. 11 Millions ~ 10 july,2022 .😌❤❤ 12 Millions ~ 28 July , 2022 🙂❤ 20 Millions ~ 30 March ,2023 25 Millions ~ 28 Nov, 2023
This is so special to me ❤️❤️❤️ ছোটকালে দাদীর সাথে ঘুমাতাম। প্রতিদিন স্কুল থেকে আসার পরে দাদী গান শুনিয়ে ঘুম পাড়াতো। বড় হয়েছি চট্রগ্রামের দেবপাহাড়ে, আর আমাদের বাসাটাও পাহাড়ের ঠিক সাথেই। বাসার পিছে পাহাড়ে একটা বড় শিমুল তুলার গাছ। নিচ তালার রুমের জানালা দিয়ে শিমুল গাছ দেখতে দেখতে দুপুরবেলা ঘুমাতাম। আর আধেক জেগে আধেক ঘুমিয়ে শিমুল গাছে বুলবুলি পাখি খুঁজতাম। দাদী মাথায় হাত বুলিয়ে দিয়ে গাইতো.. বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল .. Thanks Coke Studio Bangla 🇧🇩
প্রায় দু'ঘন্টা ধরে এই গানই শুনে চলেছি। নন্দিতার শেষের সেই অপেরা সুলভ টান অসাধারণ। আর ঋতুরাজ গানের শুরু দিয়েই মনে সোজাসুজি ঢোকার রাস্তা খুঁজে নিয়েছে। সব মিউজিসিয়ানরা অসাধারণ। যারা পর্দার অন্য পাড়ে কাজ করেছেন তাদেরও কুর্নিশ জানাই। পরিশেষে কবি নজরুল ইসলামকে শত শত প্রণাম জানাই।
এতেকারে ঠিত বলেছেন। আমি জানিনা পশ্চিম বঙ্গবাসী ধীরে ধীরে কেন বাংলাকে এভাবে অবমূল্যায়ন করছে। আরে ভাষাতো ভাষাই, আপনি যে কোন মিডিয়ামে ভাষা রপ্ত করে নেচে গেয়ে যেতে পারেন। কিন্তু বাংলা ভাষাকে যদি ভুলে চলেন; তাইলে আমি বলব; দিদি শক্ত পদক্ষেপ নিক। আশা লতা, মান্না, হেমন্ত , শ্যামল মিত্র........ এমন ভুরি ভুরি শিল্পীরা যা দিয়ে গেছে তা যে কত অমূল্য সম্পদ একটা দেশ ও জাতির জন্য ....... কি আর বলব। আমরা বাংলাদেশীরা এককথায় ভারতীয় এসব শিল্পীর বাংলা গানকে হৃদয়ে ধারণ করি। হ্যা, হিন্দি গানও গাই এফবিতে পোষ্টও করি। কিন্তু বাংলাতো বাংলা। খুব ভাল লাগছে যে, আপনারা বাংলাকে নিয়ে ভাবছেন। আসুন ধরে রাখি হৃদয়ে ....... আমরা তোমরা বলে আর কষ্ট নিবেন না। বাংলাদেশে আসুন বেড়াতে সবাই। দোয়েল কোয়েল পাখির ঠোটে........ একই মূর্চ্ছনা......... এই অনুভবকে বৃথা যেতে দিবেন না।
আমাদের জাতীয় কবির প্রতি অসংখ্য শ্রদ্ধা। Coke studio bangla কে অসংখ্য ধন্যবাদ কবি কাজী নজরুল ইসলামের এই সুন্দর গানটি উপহার দেওয়ার জন্য। এক কথায় অসাধারণ 😍
@@anirbansen9788 Also Bengla Pahela boisakh a maximum Chele meye ra Western dress pore wish dekhlam Instagram a also Temple o geche dekhlam western pore .. aitao khub kharap laglo .. akta Din Aktu Punjabi r Saree or Kurti porle khub Backdated hoye jeto ora ? Please Make sound against Westernisation ! Save Bangla culture 🙏🏼🙂
রিলিজ দেওয়ার ১৩ মিনিটের মাথায় শুনলাম। এরপর থেকে শুধু শুনেই যাচ্ছি। নেশার মতো শুনেই যাচ্ছি। মন ভরছে না তাও। এত সুন্দর আর শ্রুতিমধুর! নজরুল গীতিকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ কোক স্টুডিও বাংলাকে। ঋতুরাজ তো অবশ্যই আউটস্ট্যান্ডিং, সাথে নন্দিতার কন্ঠটাও মাইন্ড ব্লোয়িং। অসাধারন এন্ডিং এর জন্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম। এডিট : এই গান আমি এখনো প্রতিদিন দিনে অন্তত দুইবার শুনি। সকালে কাজে যাওয়ার সময় আর আসার সময় ৩০ মিনিটের ড্রাইভে এই গান লুপে দেওয়া থাকে। মোহের মতো শুনে যাচ্ছি এখনো! ডা. হাসান কানেকটিকাট, ইউএস
বোধহয় ৫০ বার শুনলাম গানটা। প্রতিবারই নতুন লাগছে।খুব ভালো থেকো ঋতুরাজ ❤️ অসম্ভব মিষ্টি সুরে দরদ দিয়ে গেয়েছ তোমরা। পুরো coke studio বাংলা টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। গানটিকে কালজয়ী ও শ্রেষ্ঠত্ব প্রমাণে সবাই মিলেই অপরিসীম পরিশ্রম করেছো, ভালবেসেছ। এগিয়ে চলো। আরো আরো কাজ করতে হবে। নজরুল ইসলামকে ভুলতে দিও না 💖🙏
সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা, সে সময়ের দেড়শো টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল পয়ত্রিশ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা। কবি মনের নীরব কান্না,যতনা লিখে দিলেন কবিতায় "ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি করুন চোখে বেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।
নজরুলগীতি যে এমন মডার্ন ক্লাসিক্যাল মিশেলে এতোটা নান্দনিক হতে পারে এই গানটা না শুনলে আমার ধারণাই হতো না।ঐতিহ্যবাহী সঙ্গীতগুলো এই আঙ্গিকে তুলে ধরলে এই জেনারেশন ভীষন কর্ডিয়ালই রিসিভ করবে।সুস্থ সংস্কৃতির বিকাশে এরকম প্রকাশনা খুবই প্রয়োজন। - বাংলাদেশ
Bhai ami west Bengal theke, if this is made by bangladeshi peoples, just love nd respect for making this and for composer and singers u guys done undoubtedly the best 🔥🔥🔥❤️❤️
কম্পোজার এবং গিটারিস্ট শুভই এবারের কোক স্টুডিওর সবচেয়ে বড় প্রাপ্তী। অসাধারণ, রীতিমতো চমকে যাওয়ার মত কাজ। বুলবুলিই এখন পর্যন্ত সেরা গান কোক স্টুডিও বাংলার। ঋতু রাজ ও নন্দীতাসহ সবাইকে অভিনন্দন।
যখনই কোক স্টুডিও বাংলাদেশ এ আসছে, তখনি আমি বসে ছিলাম ম্যাজিক দেখার জন্যে। না, কোক স্টুডিও এর ম্যাজিক না, শুভ ভায়ার ম্যাজিক। শুভ ভায়া কে আরো দায়িত্ব দিক কোক স্টুডিও, এর পর মজা দেখুক কোক স্টুডিও।
যতবারই শুনি ততবারই কমেন্ট চেক করি আর অন্য দেশের মানুষ জন দের আমাদের ভাষার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হই যেখানে পাশ্চাত্য দেশের সভ্যতা আমাদেরকে দিনে দিনে গ্রাস করে যাচ্ছে সেখানে আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষাকে সম্মান দিয়ে উঁচু পর্যায়ে নিয়ে যাচ্ছি পুরো বিশ্বের কাছে এটা দেখে খুব গর্ব হয়❤️
This song is about the eternal wait for the spring to arrive for Bulbul to come out of his sleep, (poet's son bulbul passed away when he was just 5 years old) and flower to blossom. Spring arrived, but bulbul never came back, as he was sleeping for the rest of his life. When Bulbul passed away poet wrote few poems and songs for Bulbul. Bulbul also represents a type of bird. Qazi Nazrul Islam is the national poet of Bangladesh, currently resting in peace in his grave near the Dhaka University Bangladesh.
@@fahimshuvro8365 I guess that's the beauty of this kinds of writing, no? You can interpret it in so many ways... it's up to the imagination of the beholder.
আসলে আমরা যারা কম বেশি গান করি অথবা গান এর সাথে প্রত্যক্ষ বা পরক্ষ ভাবে জড়িত তাদের জন্য নজরুল সঙ্গীত একটা ভীতিকর ব্যাপার । কারণ এই সঙ্গীত শৈলী আসলেই অনেক কঠিন একটা জিনিস । পুরোপুরি classical না জানা থাকলে গাওয়া যায় না । But hats off to coke studio ... তারা নজরুল সঙ্গীতকে এবাভে ওয়েস্টার্ন টাচ দিয়ে যে পরিবেশন করেছে তাতে এই জেনারেশনের অন্তত নজরুল গিতির উপর একটা অন্যরকম interest চলে এসেছে । তারা এখন গাইতে চেষ্টা করে এই গান গুলি । যারা আগে শুনত না তারা এখন শুনছে । সত্যি coke studio এর উদ্দেশ্য বিধেয় দুটিই success । ❤️
আমি কলকাতা থেকে বলছি,এই গানটা যখনই শুনি মনে শান্তি দেয়,কিসের ভেদাভেদ,গান মানে মনের শান্তি,আর আমি বারে বারে মনের শান্তি পাই,বাকি কলকাতার লোকেরা কি বললো বান্য কেউ কি বললো কি যায় আসে,সব কটা অশিক্ষিত 😊
My journey to this masterpiece👇 I heard the caller tune of this beautiful song in one of my colleagues. Searched in YT. rest is.......... .....no need to describe❤❤❤❤❤❤❤❤
অনবদ্য, এই বাংলা ভাষা যে কতটা মিষ্টতা রয়েছে শুধু বাঙালি জানে। এই বাঙালি শুধু হিন্দু কিংবা মুসলিম নয় এপার বাংলা অপার বাংলা নয়, এই বিহবল সুর মন অভ্যন্তরে সৃষ্টি করে অচেনা শিল্পীর আঁকা এক চিত্র। 🦋❤
এই arrangement টা অসাধারন হয়েছে, কূর্নিশ 🙏। আরেকটি নজরুল গীতি এইরকম নতুন ভাবে আয়োজন করার অনুরোধ রইল 🙏 নিম্নলিখিত গুলোর মধ্যে থেকে 🙏 ১. খেলিছ এ বিশ্ব লয়ে ২. ভুলি কেমনে ৩. দূর দ্বীপ বাসিনী পশ্চিমবঙ্গ, ভারত থেকে ❤️🙏
It’s been over a year since we parted ways because of family reasons, but every day, I admire our love and cherish her memory. Not a single day has passed without missing her-that's both the beauty and the pain of it. Our love is so pure and sacred that I can feel her presence even from 1,500 miles away, and I’m certain she feels the same. I hope and pray to Maa that life will lead us back to each other on its winding roads, and when it does, we’ll marry. That's where pain and beauty come together, united by love. And when i listen to this song----- ❤💙
ঋতুরাজ কি গান শুনালে । কেমন যেন একটা নেশা কাজ করে যখনি শুনি। প্রশংসা করার ভাষা আমার নাই। শুধু এটাই বলবো এরকম গান আরো শুনার সুযোগ করে দিও। love from Kolkata 🇧🇩❤️🇮🇳
বাংলা কোক স্টুডিওর নতুন সব রিলিজ হওয়া গানের মধ্যে এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে... কম্বিনেশন দারুণ, এক গানে দুই সংস্কৃতিকে/ঐতিহ্য শোনা হয়ে যাচ্ছে কি সুন্দর ❤️ বাংলার নজরুল ও ফ্লামিংকো স্প্যানিশ.. 🕊️ যেহেতু কম্বিনেশন টা নতুন তাই প্রথমে নিতে কেমন যেনো লাগতো কেননা নজরুল গানের ক্ষেত্রে কম্বিনেশনের ধারা টা একেবারেই কেউ/কোন দেশের শিল্পীরা কখনোই করেনি কিন্তু রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে এমন অনেক সংস্কৃতির কম্বিনেশন হয়েছে, আর এজন্যই কিন্তু রবীন্দ্র সংগীত বিদেশেও ছড়িয়েছে.... বিশ্বের কাছে নজরুল সংগীতকে ছড়িয়ে দেয়ার জন্য একটু নতুনত্ত্ব আধুনিকীকরণ বা ভিন্ন সংস্কৃতির মিশেল দেয়া খুবই যুগোপযোগী একটা কাজ.... তাই বার বার গানটা প্লে করার পর জম্পেশ মানানসই হয়ে গিয়েছে, এরপর থেকে অসাধারণ লাগা শুরু এবং গানটা যে কতবার শুনছি হিসাব রাখতে পারছিনা.... একদম নতুন অন্যরকম কম্বিনেশন.. ইউনিক... ❤️🕊️
অসাধারণ পরিবেশনা, প্রথমে ধন্যবাদ দাবি রাখেন সকল মিউজিশিয়ান ভাইয়েরা, শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি, কি বাজালেন ভাই আপনারা সবাই, কোন অতিরঞ্জন নেই, specially পান্থ দাদা, very decent drumming, things might have gone wrong had't been you so cool!! ঋতুরাজ এবং নন্দিতাঃ মুগ্ধতা অপার!! Arnab dada..The Maestro...looking forward... you have already made a big difference.. Respect..Just ship the same very style up!! Many thanks Coke Studio বাংলা!!
The true genius behind the composition and arrangement of this song is Shuvendu Das Shuvo bhai(the lead guitarist of this song), by the way. He's a gem!
যেখানে আমরা ভারতের পশ্চিমবঙ্গবাসী ক্রমাগত বাংলা সংস্কৃতিকে ভুলে যাচ্ছি সেখানে বাংলাদেশ এত সুন্দর ভাবে বাংলা সংস্কৃতি , বাঙালি কবি সাহিত্যিকদের সংরক্ষণ করছে, এটা দেখেই খুব ভালো লাগছে.... এ ভাবেই এত সুন্দরভাবে বেঁচে থাকুক বাংলা সংস্কৃতি....... ❤️😊
@@animkumardey7699 Prothom kotha ami dokkhin kolkatar elite noi.. North Calcutta r chele.... Ar manush nije na chaile kokhonoi tar matri bhasa ke bhulte pare na e kotha puro thik.... Ar amra poschim bongo basi r odhikangso to setai korchi.... Nijerai chaichi bangla bhulte.... Noile bolun Bangla medium school gulo eker por ek bondho hoye jaowar moton obosthay eseche keno????? Prottekei to chay amar sontan english medium e poruk.... Jeta jar bhalo , take ami sob somoy e bhalo boli.... Bangladesh sotti e nijeder bhasa ke somman kore, nijeder culture ke bhalobase..... Age nijera sudhran tarpore torko korte asben, jottosob al bal lokjon....😡
@@animkumardey7699 বাংলাদেশেরর মানুষ শুদ্ধ বাংলায় কথাও বলে না তো তুই তো শুদ্ধ ভাষায় কথা বলিস; তো তুই বাংলাদেশী চ্যানেলে আসছিস কেন? আর তুই শুদ্ধ ভাষায় কথা বলে কোন বাল ফেলেছিস? আর আমরা তো বাঙ্গালী তাই আঞ্চলিক ভাষায় কথা বলি তুই তো ঘটি তোর ঘটি ইন্ডিয়ান চ্যানেলে যানা । উনি শুদ্ধ ভাষায় কথা বলে জাতে উঠে গেছেন? যতোসব পাকনা ঘটি।
@@animkumardey7699 ভাষার শুদ্ধ অশুদ্ধ বলে কিছু নেই। স্ট্যান্ডার্ড বাংলা বলে একটা জিনিষ আছে বটে, তা শুধু যোগাযোগ কে সোজা করার জন্য। কলকাতা তখন বাংলার কেন্দ্র ছিল বলে এক সময় নদীয়ার ধরন টাকে আদর্শ হিসেবে ধরা হয়েছে। এই আরকি। আমাদের কুষ্টিয়া এক সময় নদীয়ার অংশ ছিল। তারা এখনও আদর্শ বাংলাই বলে। ঢাকায় কেউ ওই বাংলা বলে ও না। আমাদের নাটক বা উপন্যাসে এখন মেট্রোপলিটন বাংলা চলে। বলে রাখা ভালো পশ্চিম বাংলার নাটকে যে বাঙাল ভাষা বলা হয় তা কিন্তু আসলে ফরিদপুরের বাংলা। ঠিক নতুন প্রজন্মের ঢাকাইয়া না ঐটা। পুরাণ ঢাকাইয়া,সিলেটি বা চাটগাঁইয়া এগুলো কে নিয়ে ওই সব অঞ্চলের মানুষের গর্ববোধ হয়।
To put it simply, we don't give a fuck about accent. We celebrate it. You should also celebrate the variations.
@@animkumardey7699 You need to visit Bangladesh! Mostly Dhaka university!
@@animkumardey7699দাদা মানুষ নিজে না চাইলেও মায়ের ভাষা ভুলতে পারে। মিশরীয়দের এই তো ষোড়শ শতাব্দীদের আগেও তাদের নিজস্ব একটা ভাষা ছিলো কপ্টিক। এখন তারা মুসলিম সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে কপ্টিক ভুলে গেছে। দুই বাংলাতেই বাংলা হেট করে এমন প্রচুর মানুষ আছে। এক দল বাংলাকে হিন্দুয়ানি ভাষা বলে অবজ্ঞা করে আরেকদল যে কি বোঝে আল্লায় ভালো জানে। সম্ভবত তারা হিন্দি ও হিন্দিভাষীদের এলিট মনে করে।
আমার মা কলেজ পর্যন্ত অসাধারন নজরুল সংগীত গাইতেন। পুরো জেলায় সুনাম ছিল। তাঁর বয়স এখন ৬৬। আজ সকালে গানটি শুনিয়ে তাঁর মতামত জানতে চাইলাম। ভাবলাম পুরানো দিনের মানুষ, হয়তো ভালো লাগবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মা হাসতে হাসতে বলে উঠলেন, ’খুবই সুন্দর হইছে’! পুরো গানটি তিনি শুনেছেন এবং নিজেই গুনগুন করছিলেন। সত্যিই, কি অসাধারন হয়েছে সব কিছু। আরো এমন গান চাই। 😍
আপুর কন্ঠের গান শুনেছি আমি। আর দারুন হয়েছে এই গানটা!!!! অনেকবার শুনলাম মামা।
অবশ্যই বলবো আপনার মা ভিশন আধুনিকা
🖤
❤️
@Disha সঙ্গীত কে ভাঙলেই গীত পাবেন। একই অর্থ ভাই।
আমার সাতপুরুষের ভাগ্য যে বাঙ্গালী হয়ে জন্মেছিলাম তাই এরকম শব্দে লেখা গান, এরকম সুরে সুর করা গান মন ভরে উপভোগ করতে পারলাম। নজরুল হাজার বছরেও আর একটা জন্মাবে না নজরুল তার সময়ের থেকে শত বছর এগিয়ে ছিলো💚
আসলেই,❤ যারা নজরুল -রবীন্দ্রনাথে তুলনা করে তাদের মাথায় সমস্যা।
Right 👍
@@doratheexplorer9391 Ekdom ❤
কিন্তু পানি, গোসল, চাচা, নানী, ফুফা এইগুলিগা তোরা
ভাই বুকে তোমার চারপাশে চার্বাক বুদ্ধ মহাস্থানগর শালবন মহাবিহার নিয়ে বসে আছে তাকে খুজে তুলে আনো
এই গানটিকে এখন অনেকেই প্রেমের প্রতিকী হিসেবে ব্যবহার করছে । কদিন ধরে বিভিন্ন সমাজ মাধ্যমে গানটার ক্লিপ ছেয়ে গেল।
অথচ - হতভাগা বাঙালি এখনো জানেনা যে এই গানটি একটি নজরুলগীতি। আর এই গানের প্রত্যেকটি শব্দে কবির ছেলে(বুলবুল) হারানোর বেদনা-দায়ক কষ্ট লুকিয়ে আছে। 😢
ছেলে না মেয়ে
হে ছেলের কাফন এবং কবরের জায়গার টাকার জোগানের জন্য লিখছিলেন 😅
একদম ঠিক বলেছেন
এটা ছেলে হারানোর শোকে লেখেনি, লিখেছিলো অন্য একটি গান।
Hi😊
আমি গানের কমেন্ট গুলি পড় ছিলাম,,, কান্না কান্না পাচ্ছিল ! কারণ পৃথিবীর নানা দেশের মানুষ, মন থেকে গানের প্রশংসা করেছেন । সত্যি এই গানটি আমি ১০০ বার শুনেছি । অসাধারণ । কাজী নজরুল ইসলাম আমাদের নদীয়া জেলার কৃষ্ণনগরে দুই বছর ছিলেন। অসাধারণ গেয়েছেন শিল্পী । সঙ্গীত পরিচালক অর্ণব দাদা ভালো থাকো,,,এই কোক স্টুডিও ১০০ সিজেন চলুক । সবাই ভালো থাকো ।
আমি নদীয়া জেলার রানাঘাট থেকে বলছি - অনুপ মণ্ডল ( সহজিয়া)
কবি,চিত্রশিল্পী, পরিচালক, লোকসংস্কৃতির গবেষক
। জয় বাংলা । জয় বাংলা গানের জয়।
Krishnanagar 🙋
Krishnanagar👋
Chakdaha 🙋
Ami o
❤
আমার বাবা গানের শিক্ষক,গানটি তিনি আমাকেও শিখিয়েছেন।এবার এই গানটি বাবাকে শোনাতে বাধ্য হলাম।বাবা বরাবরই গম্ভীর, চুপচাপ,,,বুঝতে পারছিলাম না বাবার গানটি কেমন লাগছিলো, কিন্তু তিনি মৃদুভাবে হাতে তাল দিচ্ছিলেন।শেষে একটা কথাই বললেন "ছেলেটা অনেক জানে",,,,,, বুঝলাম শিল্পীর গান মনে ধরেছে❤️❤️❤️❤️❤️
👌🤍
সংগীতের জাদু এখানেই।আপনার বাবার জন্য শুভ কামনা🙏🙏🙏🙏❤️❤️
hum, মেয়েটা কেমন যেন শেষ টা পূর্ণ হতে দিল না
@@abdur2583 এ ব্যাপারে নিঃসন্দেহ
ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই
ঋতু রাজ বাংলাদেশের আন্ডাররেটেড শিল্পীদের একজন৷ এই প্রতিভাবান শিল্পীকে কোক স্টুডিও মূল্যায়ন করেছে দেখে ভালো লাগছে। ❤️
ঋতুরাজ, পৃথ্বীরাজ ছিলেন,,পৃথ্বীরাজ এর কণ্ঠে নজরুল সাহেবের "তবু আমারে দেবো না ভুলিতে" গানটি অসাধারণ লেগেছিলো!
Agreed
Exactly
I agree with you.. Her voice was so good. I'm right now big fan hoya galam..
yes. kintu tar konther preme shei close up one thekei pore thaka ami 🥰🥰
নজরুল গীতিতেই গানের হাতেখড়ি হয়েছিল আমার। পুরোনো দিনগুলো মনে পড়ে গেল। বাবা কত গাইতেন নজরুল গীতি। সত্যিই অসাধারণ । আমরা বাঙ্গালীরা যে দেশেরই হই না কেন, আমাদের আত্মা আমাদের সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার। ❤
Apni ooo singer😂😂
@prasantamanna5392 Dada singer aami seta bolini. Bangali der moddhye pray shobai shilpo byapartar sathe jorito. Gaan shikhechhilam bolechi. Eromvabe hashar ki holo bujhlam na.
যেখানে ভারতের বাঙালিরা কোক স্টুডিও পাকিস্তান-এর 'Pasoori' তে মাতাল হয়েছে, আমিই সম্ভবত একমাত্র ভারতের বাঙালি যে কিনা "বুলবুলি" তে বিভোর হয়ে উঠেছি।
প্রাতঃভ্রমণ থেকে কর্মক্ষেত্র থেকে রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে এই নিয়ে সম্ভবত শ'দেড়েক বার শুনলাম... খুবই ভালো হয়েছে ❤️💐🥰
বাহ!শুনে ভালো লাগল।
👌❤️👏
❤️❤️❤️
❤️🇧🇩
Bhai ami apnar dole
এটা আসক্তি! কাজী নজরুল ইসলামের গজলের মন্ত্রমুগ্ধ পরিবেশন! এখন পর্যন্ত কোক স্টুডিও বাংলার সেরা!
I agree
👍
@@jakariasakib6918 shohomot vai
@@jakariasakib6918 Gazal ki bujhen?
এই গজল টা কবি নজরুলের।
এই ভার্সনটা গানটাকে অন্য মাত্রা এনে দিয়েছে..কি পরিমান মুগ্ধ হয়েছি বলে বোঝাতে পারব না..এভাবেই গানে বাঁচুক রবি-নজরুল..God bless you Ritu Raj,You're such a gem..Love from West Bengal..❤️🇮🇳
Ami 300+sune6i
Lovely ❤❤❤❤
Do you know the reason why he write thise poem ?? If you know than you can’t say that …thise version is wrost things happen on. Earth
এই ভার্সনটা গানটাকে অন্য মাত্রা এনে দিয়েছে..কি পরিমান মুগ্ধ হয়েছি বলে বোঝাতে পারব না..এভাবেই গানে বাঁচুক রবি-নজরুল....❤❤
I asked my mother if she knew the song & lyrics (because she used to sing Rabindra & Nazrul Geeti before her brain stroke) !
I was amazed how beautifully she reacted to the whole song, the way she moves her hand & feet with the beat , recalling some lines from the lyrics! A flashback to some good old days !
heart touching..wishing her recovery
@@fahadbinnazir5314 thank you, for the lovely Dua/wishes 🙏💚
Music is the best medicine. Pray for her full recovery.
এটা উনাকে সেন্স এ ফিরিয়ে এনেছে, ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন.....,
What a beautiful thing!
💚
পুরনো ঢাকার ৫২ বেচারাম দেউড়ির মৌলভি আবদুল হাসনাত সাহেবের বাড়িটিতে সুন্দর একটা ফুলের বাগান ছিল। নজরুল প্রায়ই সেই বাগানে বসে থাকতেন আর কবির দৃষ্টিতে খেয়াল করতেন।
। সেখানেই তিনি এই অসম্ভব সুন্দর এই সুরেলা গান "বুলবুলি" লিখে ফেল্লেন। কবি এই বাড়িতে থাকাকালীন আরও একটা বিখ্যাত গান "কে বিদেশি মন উদাসী " লিখেছিলেন। বর্তমানে সেই বাগিচা টা আর নাই কিন্তু বাড়িটা একটা হেরিটেজ হাউজ হিসাবে দাঁড়িয়ে আছে। বাংলা একাডেমী প্রকাশিত ‘দোলনচাঁপার হিন্দোলে’ বইয়ে উল্লেখ আছে-‘বেচারাম দেউড়িতে নজরুলের ভক্ত ছিলেন পীর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। তার জীবদ্দশায় আনুমানিক ১৯২৬ খ্রিস্টাব্দের দিকে কবি ঢাকার ওই বাড়িতে ছিলেন।’
আপডেটঃ
বিঃদ্রঃ আমি কোন একটি পত্রিকায় থেকে ঘটনাটি জেনেছিলাম। তবে উইকিপিডিয়ায় ভিন্ন তথ্য দেয়া আছে যা হুবহু লিখে দিলাম
'১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম কেষ্টনগরে সপরিবারে থাকতেন। তার দ্বিতীয় ছেলে (অরিন্দম খালেদ বুলবুল) অসুস্থ হলে, ছেলের চিকিৎসার টাকা যোগাড় করতে রেলগাড়িতে করে কলকাতায় কল্লোল পত্রিকার কার্যালয়ে আসার পথে গাড়িতে পাওয়া একটি কাগজে ছাপা বিজ্ঞাপনের উল্টা পৃষ্ঠায় পেনসিল দিয়ে গজলটি লিখেছিলেন। টাকা জোগাড়ের পর নৃপেনকৃষ্ণ চট্টোপাধ্যায়কে গজলটি দিয়ে দ্রুত চলে যান। নজরুল গজলটি কোন উদ্দেশ্য ছাড়াই আনমনে লিখেছিলেন'
আসলে কবিকে নিয়ে অনেক গবেষণা প্রয়োজন অনেক ইতিহাস তুলে আনা প্রয়োজন।
তবে গানের কথা অনুযায়ী মনে হয় না ট্রেনে এই গান লেখা। তবে ধারণার ওপরেও তো কিছু বলা যায় না!
উনি কত সালে গানটা লিখেছেন?
@@anafanaf1301 আনুমানিক ১৯২৬ সাল
@Raihan Vai puran dhaka kon jaigay bari tah kindly jodi aktu boltan ?
@@shaan5962 Old Dhaka er becharam deuri
তথ্যটা ভুল ভাই। এটা ট্রেনের টিকেটের উলটা পাশে লিখেছিলেন। তাও ১৯২২ এর দিকে।
আজকে তিনদিন ধরে এই গানটা যেন আমাকে একটা ঘোরের মধ্যে রেখে দিয়েছে। অবিশ্বাস্য রকমের অসাধারণ সংগীতের পরিবেশন করেছে Coke Studio Bangla। জানতাম ভালো হবে, কিন্তু সেটা এতটা ভালো হবে আশা করতে পারিনি। আগের দুটো গানও দুর্দান্ত পরিবেশন করেছিল ওরা, কিন্তু এইবারে যেন সবকিছু ছাপিয়ে গেছে। আর Saxophone এর এতো অসাধারণ ব্যবহার অনেকদিন উপমহাদেশের কোনো গানে শুনিনি। অনেকগুলো style এর দুর্দান্ত fusion ঘটিয়েছে : Balkan, Eastern European, Cuban, Flamenco, Latin, Jazz, Ghazal, এবং তার সাথে বাংলার বিশুদ্ধ নজরুলগীতি, মিলেমিশে সুরের এক মায়াবী স্বর্গপুরী বানিয়ে ফেলেছে। এই সুরের মাদকতা বড়োই গভীর। এই ঘোরটা চলবে। আর শেষমেশ বলতেই হয়, Coke Studio সবসময়ই দুর্দান্ত সংগীত উপহার দিয়েছে, কিন্তু এই বাংলাদেশের পরিবেশনা গুলো হয়তো অনেক পরে হচ্ছে বলেই আরো উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে বাকি সবকটা পরিবেশনা থেকে। সত্যিই Pure Magic। Kudos to Coke Studio Bangla, and all the musical maestros associated with it. respect and lots of love.
That's The best comment.... describes it all...
Nice Explantion!
সত্যি তাই। আমিও একটা ঘোরের মধ্যে আছি
রাইট.
111111
নজরুলের যখন কন্যা মারা যায় তখন তার গতি করার মত সামর্থ্য টুকুও ছিল না। যিনি একসময় দেশের জন্য জেল পর্যন্ত খেটেছিলেন, তাঁর দুঃসময়ে কেউ ফিরে তাকায় নি, তো সেই সময় তিনি যথাসম্ভব এক প্রকাশকের কাছে গিয়ে কিছু অর্থের জন্য বললে, সেই প্রকাশক নজরুল কে বলেন যে সেই মুহূর্তে একটি গান লিখে দিতে হবে। এটি সেসময়ের গান, নজরুলের মেয়ের নাম ছিল বুলবুল।
Meye na chele??
Baro cheler Name Bulbul chilo
@@MehebubaAlam-i4v chele
@@SahanajGain-g8s hmm setai mone korchilam 😊 thanks 🫶🏻🤗
@@srabaninaskar966 chhele
যতবারই শুনছি ততবারই এই ধারণা আরও দৃঢ় হচ্ছে যে এই গান আগামী একশ বছরেও পুরনো হবে না।
খুব আফশোস হচ্ছে এই ভেবে যে কবি নজরুল নিজে শুনে গেলেন না তাঁর সৃষ্টির এই অপূর্ব পরিবেশনা। উনি যেমন উদারমনা ছিলেন, আমি নিশ্চিত যে উনি দুহাত বাড়িয়ে এই গানের পরিবেশনার সাথে যুক্ত সব্বাইকে কোলে টেনে নিতেন।
ৌৌৌৌৌৌৌৌৌৌলেেং
একদম সঠিক বলেছেন👍
@@marufkaisar3079 অনেক ধন্যবাদ
Fully agreed.
I do agree with you.
আমি যখন coke studio India, coke studio এর গানগুলো শুনতাম,তখন প্রত্যাশা করতাম যে,আমাদের দেশেও একদিন হবে।তারপর ও একটা সংকোচ কাজ করতো তাহলো যে গানগুলো আমাদের দেশে হবে তা ওনাদের সমকক্ষ হবে কিনা। কিন্তু না,আমার ধারণা ভুল ছিল। পরপর তিন গানগুলো এত অসাধারণ ভাবাই যায় না,খুবই অসাধারণ ❤️❤️❤️
প্রিয় Coke Studio Bangla অসংখ্য ধন্যবাদ, খুবই অসাধারণ গানগুলো আমাদের উপহার দেওয়ার জন্য।
বাহ!!!!
বৈশাখের উপহার!!!
জাতীয় কবিকে স্মরন করার জন্য ধন্যবাদ কোক ষ্টুডিওকে!!! আর এত দ্রুত গান পাবো ভাবিনি!!
Kobir ei din ta chilo kub e dukker
বহু দিন পরে এই নজরুলগীতি টা শুনলাম, কিন্ত এটাকে এই ভাবে present করা যায় এটাই ভাবতে পারিনি। অসাধারণ লাগলো, রক music এ এমন নজরুলগীতি আমি প্রথম শুনলাম। মন ভোরেগেল।
ল্যাটিন ভাইব দিয়ে শুরু, মাঝে ক্লাসিক্যাল, জ্যাজ-সহ বিভিন্ন ধাঁচের মিউজিকের সমন্বয়। গানটিতে যদি ভোকাল সরিয়ে দেয়া হয়, শুধু মিউজিক এরেঞ্জমেন্ট শুনলে বিশ্বের যে-কোন মিউজিশিয়ান ভাবনায় পড়ে যাবে, কেমনে সম্ভব এতো সুন্দরভাবে এত জনারের মিউজিক এড করা?? হ্যাটস অফ টু ইউ অর্ণব। অর্ণবকে এমনেই আমাদের দেশের হীরা ডাকা হয় না, ওয়েল ডিরেক্টেড। ইউ প্রুভড হোয়াই ইউ আর কলড জেম অফ বাংলা মিউজিক। লাভ ইউ।
এন্ড স্পেশাল থ্যাংক্স টু শুভেন্দু শুভ - হোয়াট আ কম্পোজিশন ম্যান!!!প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট সাউন্ড আলাদাভাবে বুঝা যাচ্ছে। লাভ ইউ এন্ড বিগ থাম্বস আপ..
ঋতুরাজ আর পাশের দেশের বেনি দায়াল - দু'জনের ভোকাল এতো ক্লিন, এতো শার্প, সাথে বডি ল্যাঙ্গুয়েজ, এপিয়ারেন্স প্রায় একই .. বিশেষ করে ঋতুরাজের উচ্চারণ। এধরণের গানে সবচেয়ে বেশি কঠিন শব্দ উচ্চারণে। সাথে নন্দিতা - এতো মোলায়েম স্বর .. তার সেগমেন্টটা চোখ বন্ধ করে শুনে প্রায় চোখে পানি চলে আসছে। নন্দিতা, ঋতুরাজ এতোই জোশ যে প্রতিটা নোট কানে বাজতেছিলো।
আমাদের জাতীয় কবি বর্তমানের চেয়েও বেশি আধুনিক ছিলেন। যদিও আল্লাহ উনাকে অত বেশি দিন সুস্থতা দেন নি, হয়তো আর বছর দশেক হাতে পেলে বিশ্বে আমাদের সাহিত্য কোন পর্যায়ে যেতো তা অকল্পনীয়। উনার সঙ্গীত, কাব্য, রচনা এতো উচ্চমানের যে আজকের এতো ফিউশনের মাঝে তাঁর রচনা, সৃষ্টি কী অসাধারণ রুপ নিয়েছে।
হ্যাটস অফ, আগের দু'টোও ভালো ছিলো তবে আজকের কোক স্টুডিওর প্রযোজনা বিয়ন্ড দ্যা লেভেল। এখানে জাজ করার মতো ক্ষমতা নাই। বলাই চলে, কোক স্টুডিও বাংলার আসল যাত্রা শুরু। হ্যাটস অফ।
যথার্থ বলেছেন....
তবে কম্পোজ শুভেন্দু শুভ ভাইয়ের করা। এটি অর্ণব দা'র নয়
@@kazigiash4066 ধন্যবাদ শোধরে দেয়ার জন্য। কম্পোজিশন ক্রেডিট দিতে মিস করে গেলাম।
Your comment is the best assessment of this production!
ঋতুরাজের মত একটা প্রতিভা দেরিতে হলেও তার প্রাপ্য সম্মান পাচ্ছে দেখে ভালো লাগলো
Prove me I'm wrong......
যে এই গানটি একবার শুনেছে, সে সর্বনিম্ন হলেও কমপক্ষে ১০ বারের বেশি শুনেছে। আর তারপর সবাই গোনা বাদই দিয়েছে যে কতবার শুনল। অসাধারণ একটি গান। কি অসাধারণ গায়কি! দুই জনই চমৎকার গেয়েছেন।
Endless & Countless love 💕😘
Ekdom ❤️
Same🥺
১০ বার কম বলে ফেলেছেন। মিনিমাম ১০০ হবেই হবে।
@@engr.md.mahmdudulhasanshaw5161 Ekhon toh tai mone hocche 😁
Absolutely R8 you are
১৯৫২ সালে বাংলার দামাল ছেলেরা এজন্যই মনে হয় বাংলার ভাষার সম্মান রক্ষা করার জন্য ঝাপিয়ে পড়েছিল। আহ! কত সুন্দর বাংলা গান। গত তিন দিন ধরে শুধু শুনেই যাচ্ছি, যেন শেষ হচ্ছে না।😍
Comment 🖤💥
More than three Days 😜
Seriously. I have been addicted to this song
🎯❤️
@doyalbaba ki bollen?😆
i love this song❤ jo jo a song ko payaar karta hai o like kare
নজরুল সঙ্গীত এর আগে কখনও এত মন দিয়ে শুনি নি। সবসময় রবীন্দ্রতে ডুবে থেকেছি। কত সুন্দর নজরুল সঙ্গীত। ধন্যবাদ ঋতুরাজ
I stay in Karnataka. Being a Bangali I was knowing this najrul geeti. I got surprised overwhelmed and proud today when I heard this song playing in a local restaurant in Bangalore. Kudos to the team who brings Najrul geeti to the global platform.
Thanks mam
Tnx my country Bangladesh wish you
I also lived in Karnataka for job reason. How you miss Kolkata?
thank u
V
নজরুলগীতির সাথে jazz music কি অদ্ভুত ভাবে মিলে গেল। ঋতুরাজ কে এই প্রথম শুনলাম, মুগ্ধ হয়ে গেলাম। কলকাতা থেকে প্রচুর ভালোবাসা ❤️
Couldn’t agree with you more! কিন্তু এটাতে জ্যাজ নেই। ফ্ল্যামেংকো আর রুম্বার ফিউশন রয়েছে ইন্ডিয়ান ক্ল্যাসিকাল এর সাথে।
Flemingo techniques with ramba
Or boro vai ke tahole sunen ni....prithwi raj. . Amader arek classical bird chilen... ☹️....
This song is for prithwi raj dada 🙏
@@sadekeenshovon9702 সুন্দর গানের জ্ঞানের জন্য ধন্যবাদ 🙏🏻
@Shreyasi Ganguly - just noticed that using google auto translate on this page causes your sentence "নজরুলগীতির সাথে jazz music কি অদ্ভুত ভাবে মিলে গেল।" to be translated as "What a wonderful way to screw people over" Auto translation epic fail lol !
'রবীন্দ্র সঙ্গীত' নিয়ে নানান এক্সপেরিমেন্ট শুনেছি। 'নজরুলগীতি'র ক্ষেত্রেও যে এমনটা করা যায়, শুনে অভিভূত হলাম। এই গানের সাথে জড়িত প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইলো। ❤️
Rabindranath niye prothom drastic and bold experiment Arnob er.
Shei khetre Arnob -Tagore aar Nazrul Ei dui experiment er jonnoi crititter daabi daar.
Nazrul jeeti is far more easier to experiment as Nazrul geeti is based on music and Rabindrasangit on composition .
Excellent presentation
Lojjar byapar je gan ta 2 bochor ager...Ar ami kali pujo loud speaker e gan ta sunlam...But thank God sunlam...Thanks Coke Studio...Presentation ek number...
So true 😂😂
গীটার তো অনবদ্য, এরকম ভাবে পিকাডো বাজাতে আমি কাউকে দেখেনি। অসাধারণ। ঋতুরাজ কী গাইল! অসাধারণ গলা। গান না শেখার আফসোসটা আবার ফিরে এসেছে এই গান শুনে। নন্দিতার গলায় একটা নেশা আছে। এক কথায় অনবদ্য। কতবার যে শুনেছি আর শুনবোও তার হিসাব দিতে পারব না।
#Bulbuli still on repeat … ❤️💚🇧🇩
#চলছে, #চলবে
১. এমনিতেই “কোক স্টুডিও বাংলা, সিজন ওয়ান” বলে যেই মহিলা প্রত্যেক এপিসোড শুরু করেন, তার ফেনারগেন মেশানো ইন্ট্রোও আমি কয়েকবার শুনি .. হুমমমমমম। আচ্ছা, তারপর?
২. চমৎকার একোস্টিক গীটারের সলো শুরুতেই। স্প্যানিশ ফ্লেভারের ঝংকারে চলে গেলাম বাচ্চু ভাইয়ের তারা ভরা রাত গানে। গান বাংলার পাপড়ি গানেও এমন জুতসই একটা ইন্ট্রো ছিলো। কিন্তু এবার সেটা বাজালো আমাদের দেশের একজন, শুভেন্দু দাস শুভ। হা করে বাজানো দেখলাম, কি ক্লিন প্লেয়িং। আমাদের গর্ব।
৩. ঘুর্ণাক্ষনেও ভাবি নাই ঋতু এরপর এভাবে এই গান শুরু করবে। সিরিয়াসলি? নজরুল সংগীতের ফিউশন কোক স্টুডিও তে? ওহ মাই গড, ওহ মাই গড, ওহ মাই গড বলে গান শুনা বন্ধ করে দিলাম। ফরওয়ার্ড করলাম দশ বারোজন বন্ধুকে।
৪. এবার হেডফোন কানে দিয়ে আবার শুরু করলাম। ঋতুর ভয়েস …… আহা… এত সুরেলা, এত কারুকাজ। পুরো গানটা এত চমৎকার করে গাইলো। ক্লাসিকালের দখল যে তার কতটা, সেটা বুঝানোর জন্য এত চমৎকার একটা নজরুল সংগীত না হলে মনে হয় ব্যাপারটা একদমই জমতো না । পৃথ্বীরাজ, ঋতুর ভাই, সুরের এমনই দখল ছিলো ওরও। পৃথ্বীর হঠাৎ করে চলে যাওয়া বাংলা মিউজিকের জন্য অপূরণীয় ক্ষতি।
৫. নজরুল সংগীতে এমন হারমোনাইজেশন? ভাবা যায়! পিওর গুজবাম্প হচ্ছিল। জোড় লাইনের শেষে হোম কর্ডে না ফিরে সেভেন্থ কর্ডে অর্ক্রেস্ট্রেশন, এবং ব্যাক আপ ভয়েজটাও ঐ স্কেলে। আবারও ওহ মাই গড বলার পালা ।
৬. বুনো ভাইয়ের মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। না নড়াচড়া করেও যে ওয়ার্ল্ড ক্লাস বাজানো যায়, এটা ওনার মত অল্প কিছু মিউজিশিয়ানই পারেন। কি গ্রুভটা বাজালেন। পুরো গানটা আসলে অন্য একটা লেভেলে গেল এই বেজলাইনের জন্যই। যত বারই শুনছি, দুলকি চালে শরীর নাচছে তালে তালে। থামাতে পারছিনা। কি আশ্চর্য ।
৭. ১:০৭ - ১:১২ পান্থ কানাইদা এলেন, হাসলেন, জয় করলেন। ব্যাপারটা এমন, যে আমি আছি, তোরা বাজা, টেনশন নিস না। ওনার গা দোলানো দেখে আমি এবার রীতিমত দাঁড়িয়ে পড়লাম। ইয়েস, ওহ ইয়েস।
৮. স্যাক্সোফোনেও হারমোনাইজেশন? পাগল নাকি ? স্যাক্স, ট্রাম্পেট আর অল্টো স্যাক্সের তিন মিশালী .. একদম অস্হির হয়ে গেল ব্যাপারটা। আহা …
৯. “কবে সে ফুলকুমারী ঘোমটা চিরি আসবে বাহিরে” ..
৩:৩২ এ থেমে গেল সব। এক সেকেন্ড পর তবলার ওই অফ বিটের টুং টা, উফফফ। দিস ইজ নো লেস দ্যান খালেদ মাসুদ পাইলট ওয়েভিং ব্যাট এন্ড রানিং টু দা গ্যালারী আফটার উইনিং আই সি সি ট্রফি। লিটারেলি লাফাতে লাগলাম ।
১০. নন্দিতার গান আমি আগে কখনো শুনি নাই । শাওন ভাইয়েরও আগে লেখা কোন গান মনে পড়ছে না এই মুহুর্তে। কিন্তু তাই বলে এইভাবে? ৪:০৩ এ “দোল দোল দোল দিয়েছে” বলে নন্দিতা যখন গেয়ে উঠলো, এবার সেকেন্ড টাইম গুজবাম্প। ঋতুর ভয়েজ যদি সুন্দরবনের আসল মধু হয়, নন্দিতার গলা মসলিনের মত মসৃণ। জাস্ট টু মাচ। হোয়াট এ কম্বো।
১১. অর্ণব আর শুভেন্দু দাস শুভর আয়োজনে এই এপিসোডটা সো ফার কোক স্টুডিওর বেস্ট। এরপর আর কোন গান রিলিজ না হলেও দুঃখ থাকবেনা। বাংলা নববর্ষে এত চমৎকার একটা নজরুল সংগীতকে এভাবে উপস্থাপন করার জন্য কোক স্টুডিও বাংলাকে ……
কি বলবো সত্যি বুঝতে পারছিনা। আমার অনেক বন্ধু এই গানটা ছোটকালে একদম পছন্দ করতো না। একেতো নজরুল সংগীত বেশ কঠিন, তার উপর গানটা জোর করে শুনতে হতো মা বাবা দাদা দাদীর কল্যানে। তারা পর্যন্ত এ গানটা রিপিট দিয়ে শুনছে। আশ্চর্য , কি আশ্চর্য।
১২. শুধু একটা জিনিসই খারাপ লাগলো। ৫:৩৮ এ আমাকে এক্সাইটমেন্টের পিনাকলে তুলে দিয়ে সবাই একসাথে থেমে গেল। হোয়াট দ্যা …… আরও শুনতে না পারার অতৃপ্তি নিয়ে শেষ করাটাই মনে হয় লিজেন্ডারী গানের বা শিল্পের স্বার্থকতা। এতদিন শুনেছিলাম কথাটা। আজকে নিজ হাতে (পড়ুন চোখে ও কানে) প্রমাণ পেলাম।
অসাধারণ রিয়েক্ট।
অনেকের কথা আপনি একাই বলে দিলেন।
আপনার একটা ভিডিও রিয়েক্ট চাই যেখানে আপনি আপনার মত করে আলোচনা করবেন।
ধন্যবাদ
What an explanation 😍
💗
Wow.
কী চমৎকার বিশ্লেষণ!!!!!!
উফ.... ফাটায় দিসে তো, ইন্ডিয়া থেকে শুনছি, একদম সেরা হয়েছে কাকা 🔥🔥🔥🔥
Thank you for listening.
Etow na
ধন্যবাদ কাকা ।
@@nazmulhossain2017 🤣🤣kaka
এবার দেখ হিন্দুদের কি করছে 😅
Such a painful song with such ironically enjoyable music. I want more people to know about Bengali music. RIP Nazrul! May they all know you more.
নজরুল সঙ্গীত এর আগে কখনও এত মন দিয়ে শুনি নি। সবসময় রবীন্দ্রতে ডুবে থেকেছি। কত সুন্দর নজরুল সঙ্গীত। ধন্যবাদ ঋতুরাজকে, নন্দিতাকে। এত সুন্দর পরিবেশনার জন্য৷ স্পেশালি ঋতুরাজের কণ্ঠ এত মোলায়েম, এত মিষ্টি। ভালোবাসা ঋতুরাজ💖
#প্রিয়াসাখা
আপনি আরেকটি গান শুনতে পারেন কবি নজরুলের মোর ঘোম ঘরে এলে মনোহর।
আমার পছন্দের গান আশাকরি আপনার ও ভালো লাগবে।
Nazrul had real talent than Rabindranath
আলগা করগো খোঁপার বাঁধন শুনেন নি?? অবাক হলাম।
@@Tanmay_Bhowmick_0508 অবশ্যই শুনেছি। আমি রবীন্দ্র সঙ্গীতের অনুরাগী। রবীন্দ্র সঙ্গীতেই সব সময় শোনা হয়৷ নজরুল সঙ্গীতও শুনি। কিন্তু এই গানটা অন্য রকম ভালো লাগা তৈরি করেছে😊
নজরুল যেমন লিখেছেন ব্রিটিশ বিরোধী বিদ্রোহী গান, তেমনি লিখেছেন ইসলামি গজল, তেমনি প্রেমের গান। ব্রিটিশরা তার লেখনি বন্ধ করে দিলেও বন্ধ করতে পারেনি তাঁর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা। এজন্যই তিনি আমাদের জাতীয় কবি। দুই বাংলার মানুষের পক্ষ থেকে কবির প্রতি লাখো সালাম।
মন্ত্রমুগ্ধ হয়ে শুনেই যাচ্ছি একনাগারে।আমার খুব প্রিয় নজরুল গীতিটাকে যেন অন্যমাত্রায় নিয়ে গেছে এই ভার্সনটা!জিপ্সি গিটারের ইন্ট্রো,সাক্সোফোন আর কি চমৎকার ইম্প্রুভাইজেশন!রিতু রাজ,আপনার গলার স্বর যেন ভালোবাসা।নন্দীতা,আপনি অসাধারণ। ভালোবাসা এক আকাশ। কবি যদি শুনতে পেতেন,তিঁনিও বিমোহিত হতেন।
Hats off to you Coke Studio Bangla 🖤
শুধু শুধু বাঙ্গালীরা ভাষার জন্য যুদ্ধ করে নাই। ভাষার এতো মাধুর্যতা আপনি আর অন্য কোন ভাষাতেও খুজে পাবেন না। তাই তো নজরুল, রবীন্দ্রনাথ, ভাষা শহীদগণ ও আরো অনেকে এই ভাষার প্রেমে পরেছে। গর্বিত আমি বাঙ্গালী।❤❤❤
Hmm tai to😊. Tobe porechhe banan ta thik koro
@@mahanbharatiyasabhyata3834পাগল নাকি আপনি? এতো ভুল না ধরে বাংলা ভাষার প্রতি ভালোবাসা থাকলে। বাংলায় বানান টা শুদ্ধ করে দিতেন। ফালতু পাবলিক 🫤
Being a Bengali, I am feel very proud. The way song is portraited stole my heart ❤
Love and respect from 🇮🇳
আজ গানটা সরাসরি শুনলাম কোলকাতার ইকোপার্কে। অসাধারণ লাগলো।। প্রসঙ্গত উল্লেখ্য কাজী নজরুল ইসলাম দশম শ্রেণীতে যে স্কুলে পড়েছিলেন আমি সেই বিদ্যালয়ের ছাত্র।।
উনি দশম পড়েছেন????
@@meglameyeonti6582 স্কুলে ভর্তি হন। তারপর যুদ্ধে যান।।
কোন স্কুল?
@@armanstatistics6601 searsole raj high school
❤️❤️
I'm African and have no knowledge of Bengali music or poetry but fell in love with this perfmance straight away. The performance is modern but this poem feels as old as the human heart.
It’s a song written 70-80 years ago by a poet and song writer named Kazi Nazrul Islam. Thank you
This song Written by Bangladeshi National Poet Kazi Nazrul islam. He is also know as rebel poet of Bangla literature
Love from Bangladesh 💚
Nearly 100 years ago created by our national poet.
Thank you.
Thanks a lot for having such emotion for our songs.
ঋতুরাজে এ গান শুনে নিশ্চয়ই বর্তমান প্রজন্মের ও ঘুম টুটে গেছে যে, নজরুল গীতি কি?আসলে মনে হয় আমাদের ও একটু তন্দ্রা এসেছিল! ধন্যবাদ সেটি ও এ সুরের নেশায় টুটে গেছে.....
Such a sweet and beautiful song! The melody is so soothing, the harmonies are perfect, and the lyrics are absolutely stunning. The whole performance is beautiful, but Nandita’s part is my favourite-it really tugs at my heart and touches me in a way I can't quite explain.
ঋতুরাজের উচ্চারণগুলোও কত সুন্দর, কানে লেগে থাকে। গায়কী তো অসাধারণ! যেই গানটা ফিউশন করা হয়েছে সেটার লিরিকগুলো এত সুন্দর ম্যাচ করেছে, নজরুল আর আধুনিকে মিলে জমে ক্ষীর! অসাধারণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট! গিটারটা কি অনবদ্য বাজিয়েছে, এমনকি মাঝখানে হাততালির শব্দগুলোও অসাধারণ লাগে শুনতে। কোরাস তো এক কথায় অ্যামেজিং! আর শেষের ঋতুরাজে
ক্লাসিক্যাল টান, নন্দিতার ইংলিশ অপেরা টাইপের টান, এই দুটো এমন একটা ফিলিং দেয় মনে হয় শেষ হয়েও হইল না শেষ!
কোক স্টুডিও বাংলার কাছে প্রত্যাশা অনেক বেড়ে গেল। আশা করি আগামীতে বাংলা গান এবং মিউজিক বিশ্বজুড়ে প্রশংসিত হবে। ❤️❤️❤️❤️
অসাধারণ বিশ্লেষণ আপনার। আসলেই মন্ত্রমুগ্ধ
Thanks 🥰
❤
২য় গানটি নতুন করে লেখা এবং সুর করা হয়েছে বুলবুলির উত্তর হিসেবে।
@@shuvobarua7766 সেটা তো গানের কথা শুনলেই বোঝা যায়। তাছাড়া behind the magic এ বলেও দেয়া হয়েছে।
এর আগে কখনও নজরুল ইসলামের গান নিয়ে এত সুন্দর এক্সপেরিমেন্ট শুনিনি।
মোহিত হয়ে গেলাম। অনবদ্য ভয়েজ কোয়ালিটি ঋতুরাজের। তার সঙ্গে রয়েছে তুখোড় ইন্সট্রুমেন্টেশনের সঙ্গত। শেষে নন্দিতার ফিনিশিং টাচ গানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। ভীষণ ভাল লাগল।
অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইল ঋতুরাজ এবং টিমের জন্য।
Ami tai bolshe
এর আগে তাঁর গান নিয়ে রক ধারার এক্সপেরিমেন্ট হলেও এই ধরনের এক্সপেরিমেন্ট এটাই প্রথম বলে মনে হয়।
গানটা দু'বছর আগে রিলিজ হলেও বর্তমানে ভাইরাল হচ্ছে। একটা বাংলাদেশের coke studio এর হলেও আমরা ভারতীয় বাঙালিরা গানটাকে খুবই উপভোগ করছি। আর এটাও দেখে ভালো লাগলো যে আমাদের দেশেরও আরো অন্যান্য ভাষাভাষীর লোক ও বিদেশের ও অন্যান্য লোকেরাও এই গানটাকে প্রশংসা করেছে। বাংলা ভাষায় জন্মগ্রহণ করে আমি খুবই ভাগ্যবান 😊😊😊😊
Right ...
Amra bangali amar gorbo..
Setai @@activebalak3116
একদম
❤❤❤❤❤❤
সত্যি অসাধারণ মুগ্ধ হয়ে গেছি 💜💜💜💜💜
kazi nazrul the man the legend
আল্লাহ তারে নিজ হাতে দিছে, এতো কম পড়ে কেমনে একটা মানুষ এতো উচ্চ লেভেলের কথা লিখলো❤❤❤❤❤
গানটি এখন ও অব্দি কতবার শুনলাম , তার কোনো হিসাব নেই। নেশার মত হয়ে গেছে। প্রতিটি musician অসাধারণ। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মানুষ আর তাঁদের সংগীত কে। ঋতু রাজ....আপনি অসাধারণ গায়ক। অনেক অনেক শ্রদ্ধা নেবেন।
কি সুন্দর নির্মান! ১ঘন্টা যাবত গানটি থেকে সরতেই পারছি না। মনে হচ্ছে বার বার শুনি। কোন বোরিং হচ্ছিনা৷ অর্ণবকে অসংখ্য ধন্যবাদ, নজরুল সংগীতকে বিশ্বের মাঝে এভাবে প্রেজেন্ট করার জন্য।
এডিটঃ
১৫ জানুয়ারি ২০২৩ এ গান এখনও শুনছি। তবে একা নয়। দু'জনে শুনছি। ওর জন্মদিন আজ।
ডেডিকেটেড টু ইউ❣️
Same
পাগল হয়ে গেছি গানটা শুনে।
Aj abaro dujon eksathe❣️❣️
Amar theke mone hosse tumi ganei beshi mogno🤔🤔
@@sonialimu767 😘😘
আহ সেই ঋতুরাজ ❣️
বাংলাদেশের এক আন্ডাররেটেড প্রতিভা। যার ক্ষমতা রয়েছে গলার কাজ দিয়ে সারা দেশ জয় করার। তাকে কোক স্টুডিও আবার আমাদের সামনে নিয়ে এসেছে এইজন্য অর্ণবদা কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Out of three songs so far this was the most splendid singing by the vocalist. I wont lie, for the first time i have listened to a whole lyrics of our national poet. Words are not enough to praise ❤️❤️❤️
একদমই। ক্লাসিকাল এর উপর এতো ক্লিয়ার ব্যাজ মনে হয় বাংলাদেশে খুব কম মানুষের আছে। এমন রত্নের যত্ন হয়নি এতোদিন ❤️
পশ্চিমবঙ্গের ও উচিত বাংলা সংস্কৃতি গুলো ধরে রাখা যেমন বাংলাদেশ ধরে রেখেছে ।।।। বাঙালি হয়ে আমরা হিন্দি গানে আসক্ত হয়ে যাচ্ছি ❤
প্রত্যেকদিন এই গানটি শোনার কেমন যেনো অভ্যেস হয়ে গেছে। ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার সময় বাসে এই গানটা প্রত্যেক দিন শুনি। প্রত্যেকদিন কেমন করে যেন সকল চিন্তা, ভাবনা, ক্লান্তি এক নিমেষে ঋতুরাজদার গলার এই অসাধারণ পরিবেশনা দুর করে দেয়। অনেক ধন্যবাদ কোক স্টুডিও বাংলাকে এই অসাধারণ পরিবেশনার জন্য। ঋতুরাজদার জন্য প্রাণ ভরা ভালোবাসা । Love from India
this song is epic
Tai...same
❤️
আমারও খুব ভাল লাগে গানটা।
gd compliment ♥
সবাই দেখছি story দিচ্ছে গান টা ভালো লাগলো তাই চলে এলাম RUclipsএ দেখতে, খুব সুন্দর গান টা ❤
Same amio😊
❤❤
Amio
Amio😊
Amio ❤❤
Sei jonno toh ekbar hole o marar age Bangladesh take dekhe aste chai... Bangla charcha take ato sundor bhabe represent karar jonno anek dhanyabad ❣️❣️❣️❣️ from West Bengal, Kolkata 💐💐💐
স্বাগতম। অবশ্যই আসবেন।
স্বাগতম !
Ekhon bolun....jaben?
@@purushnahimahapurush6598 Keno bhai? Apnadr problem ta koi? Facebook ar Godi Media jaa bole shetai bisshash koren? Apnara porashona koren ni? Common sense nei apnadr? Bangladesh is much safer than India. Even for hindus and other minorities. Apni Bangladesh a eshe nijer chokhe dekhe jaan. Apnr thaka khawa ghorar somosto khoroch ami debo. Apni ashun. Social media te boshe boshe gujob choraben naa
Ki jbn naki ? Gle jdio hy tupi porte hbe nyto kothay gayeb hoye jbn thik nei 😂😂😂
Belive me this song sounds as astounding as without music.... Power of Bengali lyrics nd singers 💪🔥
রবীন্দ্র সঙ্গীত প্রেমী হয়ে কখনও নজরুল গীতির ওপর সেভাবে গুরুত্ব দিই নি আর আজ শুনে আপসোস করছি যে জীবনের 17 টা বছর লাগলো কাছের জিনিস চিনতে । খুব ভালো ঋতুরাজ দাদা আর নন্দিনী দিদি ❤❤❤ ভারত থেকে ভালবাসা নিও ❤❤
❤
ভালবাসা নিবেন 🇧🇩
ইনারা সকলেই ঈশ্বরীয় শক্তির অধিকারী।আমরা সাধারণ মানুষ তাই মূল্য জানিনা।
Currently studying in University of Tehran,department of modern language.As It's my topic i studied lot of foreign language.I was quite interested in south asian language history and cultures.since then i read a lot of hindi,urdu,bengali,malayalam poem.
Kazi Nazrul is my one of favourite poet.I read him but not much as english version isn't available much.His Karar o looho kopat Ghazal just mesmerised me.i listened it a lot of time.so deep and powerful meaning!
Today i found this on suggestion list and listening in a loop❤️❤️
Ahhh what a combination of Gazhal and spanish influence.just loved it.
Love from 🇮🇷🇮🇷
(Can i get some suggestion of jaaz and classic bengali song?)
Go through the
" NAJRUL GITI" ..... He's our national poet and one of his wonderful creation is classic song...
Also "Rabindra Sangeet" have that sort of classic flavour.....
Take❤️ from Bangladesh
Mahtim shakib sang some classics. You can also listen to Arnob's rabindro sangeet (songs of Tagore)
There are lot of Bangla hit songs... Nazrul Geeti(Song of Nazrul), Rabindra Sangeet (Song of Rabindranath Tagore), Song of Lalon, Song of Hason Raja, Song of Shah Abdul Karim... Their all song are best.
I can tell only few new song also :
1) Prematal of Tahsan
2) Shei tumi of Aiub Bacchu
3) Maa of James etc etc
ruclips.net/video/e395g7neEJY/видео.html
If possible translate this song.
Nazrul was hugely influenced by Persian, Arabic and Turkish literature, and loaned many a word from these languages in his Bengali poems, articles and songs. His Tribhuboner Priyo Muhammad and Shukno Patar Nupur Paye have got the tune of the popular Turkish song Üsküdar'a Gider İken, which has got its variations in lyrics across the countries it has travelled. Probably Iran also possess a variant too.
And Karar Oi Louho Kopat is not actually a ghazal.
এক কথায় অসাধারণ ! নজরুলগীতি is not a cup of a tea আর ঋতুরাজ এতো ভালো, আর অদ্ভুত সুন্দর করে গেয়েছেন, তার সাথে আধুনিক গানের লয় এত সুন্দর করে মিশে গেছে.... অসাধারণ 🖤
Yes নজরুল গীতি is not a cup of tea..! They are awosme..! 🖤
নজরুলগীতি is not a cup of a tea .................................... Valo cilo line ta
Exactly
Nazrul r gaan kicu bujar ache.🌹🌹🌹
Hrituraj❤
O my God, আমি কোথায় ছিলাম এতোদিন। ২৪ এ এসে শুনলাম, কতো বার শুনলাম তার কোনো হিসেব নেই।
আমার মতো আর কে কে শুনছেন ?
উফফ নজরুল গীতির যে এতো সুন্দর পরিবেশনা ! আমি মুগ্ধ ৷ কী বলবো ! এই গানটা এতোবার শুনছি প্রায় প্রতিদিন শুনছি কিন্তু মন ভরে না ৷ অসাধারন ৷
অপূর্ব ৷ ❤❤❤❤❤❤❤❤❤ধন্যবাদ কোক স্টুডিও বাংলার প্রতিটি সদস্যকে এতো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ৷ ঋতুরাজ স্যার আর নন্দিতা ম্যাম আপনাদের দুজনের কন্ঠে যেন একটা আলাদাই মায়া আছে ৷ সেই মায়া থেকে যেনো বেরোতেই পারছিনা ৷ 😌❤❤উফফ ! কী মারাত্মক একটা আকর্ষন আছে এই গানটায় ৷ 😌😌😌😌এই গানটার মাধ্যমেই ঋতুরাজ স্যার কে জানলাম ৷ নন্দিতা ম্যামের গান অনেক আগেই Seylon tea programme শুনেছি ৷ কিন্তু ঋতুরাজ স্যারের এই গানটা শুনেই ওনার ভক্ত হয়ে গেলাম ৷ ❤❤❤❤
Love from India, west Bengal.❤
10 Millions 😍❤❤❤❤❤❤
Finally ! 18 june,,2022.
11 Millions ~ 10 july,2022 .😌❤❤
12 Millions ~ 28 July , 2022 🙂❤
20 Millions ~ 30 March ,2023
25 Millions ~ 28 Nov, 2023
welcome
💚❤️❣️
Kichu mone korbenna
apni eltu beshi kotha bolen
@@arifariffulislam2246Tor ki hingsha hocche besi kotha bolche bole 😂 o 😅
@@Ahid_edit_06 tokhn ami boka Chilam. Hate comment Kortam. Jemon ekhon apni korlen
This is so special to me ❤️❤️❤️
ছোটকালে দাদীর সাথে ঘুমাতাম। প্রতিদিন স্কুল থেকে আসার পরে দাদী গান শুনিয়ে ঘুম পাড়াতো। বড় হয়েছি চট্রগ্রামের দেবপাহাড়ে, আর আমাদের বাসাটাও পাহাড়ের ঠিক সাথেই। বাসার পিছে পাহাড়ে একটা বড় শিমুল তুলার গাছ। নিচ তালার রুমের জানালা দিয়ে শিমুল গাছ দেখতে দেখতে দুপুরবেলা ঘুমাতাম। আর আধেক জেগে আধেক ঘুমিয়ে শিমুল গাছে বুলবুলি পাখি খুঁজতাম। দাদী মাথায় হাত বুলিয়ে দিয়ে গাইতো..
বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে দিসনে আজি দোল ..
Thanks Coke Studio Bangla 🇧🇩
High Five ✋🏻
দেবপাহাড় আসলেই পাহাড়ের কোল অসাধারণ এক জায়গা। বৃষ্টির দিনে আরো সুন্দর লাগে। কিন্তু বুলবুলি কখনো ডাকে না এখানে।
কমেন্ট টা পড়ে অনেক ভালো লাগছে
কি সুন্দর
@@starboxrock9133 আশির দশকের শেষ দিকের কথা বলছি। তখন অনেক পাখি ডাকতো। তার কোনটা বুলবুলি ছিল নাকি জানিনা।
খুব সুন্দর স্মৃতি
প্রায় দু'ঘন্টা ধরে এই গানই শুনে চলেছি। নন্দিতার শেষের সেই অপেরা সুলভ টান অসাধারণ। আর ঋতুরাজ গানের শুরু দিয়েই মনে সোজাসুজি ঢোকার রাস্তা খুঁজে নিয়েছে। সব মিউজিসিয়ানরা অসাধারণ। যারা পর্দার অন্য পাড়ে কাজ করেছেন তাদেরও কুর্নিশ জানাই। পরিশেষে কবি নজরুল ইসলামকে শত শত প্রণাম জানাই।
অসাধারণ পারফরম্যান্স ও যুগোপযোগী প্রেজেন্টেশন। যদি এই কমেন্ট কর্তৃপক্ষের নজরে আসে তবে অনুরোধ করবো নজরুল গানগুলোর এইরকম গায়কীতে আরও শুনতে চাই। ধন্যবাদ🙏
এরকম অসাধারন সৃষ্টি কেবল কাজী নজরুল ইসলামের পক্ষেই সম্ভব।
" শিশিরের স্পর্শ সুখে ভাঙ্গবেরে ঘুম, রাঙবেরে কপোল" - কিরকম অসাধারন লিরিক,!! শিহরিত হতে হয়।ধন্যবাদ ঋতুরাজ ও সহশিল্পীদের এতো দরদ দিয়ে গাওয়ার জন্য।
বাংলার সংগীত জগতে একটি নিরব বিপ্লব ঘটে গেছে এই গানের মাধ্যমে। অমুল্য গানগুলোর এভাবেই নবজাগরণ হোক।
ধন্যবাদ Coke studio বাংলা।
Alhamdulillah
@Superstar Hero Alom Qq1Q
এতেকারে ঠিত বলেছেন। আমি জানিনা পশ্চিম বঙ্গবাসী ধীরে ধীরে কেন বাংলাকে এভাবে অবমূল্যায়ন করছে। আরে ভাষাতো ভাষাই, আপনি যে কোন মিডিয়ামে ভাষা রপ্ত করে নেচে গেয়ে যেতে পারেন। কিন্তু বাংলা ভাষাকে যদি ভুলে চলেন; তাইলে আমি বলব; দিদি শক্ত পদক্ষেপ নিক। আশা লতা, মান্না, হেমন্ত , শ্যামল মিত্র........ এমন ভুরি ভুরি শিল্পীরা যা দিয়ে গেছে তা যে কত অমূল্য সম্পদ একটা দেশ ও জাতির জন্য ....... কি আর বলব। আমরা বাংলাদেশীরা এককথায় ভারতীয় এসব শিল্পীর বাংলা গানকে হৃদয়ে ধারণ করি। হ্যা, হিন্দি গানও গাই এফবিতে পোষ্টও করি। কিন্তু বাংলাতো বাংলা। খুব ভাল লাগছে যে, আপনারা বাংলাকে নিয়ে ভাবছেন। আসুন ধরে রাখি হৃদয়ে ....... আমরা তোমরা বলে আর কষ্ট নিবেন না। বাংলাদেশে আসুন বেড়াতে সবাই। দোয়েল কোয়েল পাখির ঠোটে........ একই মূর্চ্ছনা......... এই অনুভবকে বৃথা যেতে দিবেন না।
দয়া করে আপনারা Coke Studio টা অফ করবেন না,
অনেক অনেক দরকার আপনাদের।
নতুন করে বাংলাকে ভালোবাসতে।
অনেক অনেক থাকেন আপনারা..
শুভ নববর্ষ ❤❤
Exactly R8💗
Those who knows the context of this song can feel the pain behind! it brings tears. so is the life of the great artists.
আমাদের জাতীয় কবির প্রতি অসংখ্য শ্রদ্ধা।
Coke studio bangla কে অসংখ্য ধন্যবাদ কবি কাজী নজরুল ইসলামের এই সুন্দর গানটি উপহার দেওয়ার জন্য।
এক কথায় অসাধারণ 😍
এটা গান নয়, মাদকদ্রব্য , হ্যালুশিনেশান । ঘোরের মধ্যে আছি । নববর্ষের দিন এর চাইতে ভালো উপহার হতে পারে না। ধন্যবাদ বাংলাদেশ ❤️
তুমি কি পশ্চিমবঙ্গের?
@@anafanaf1301 হ্যাঁ ,দাদা😀 ... নববর্ষের শুভেচ্ছা নেবেন
@@anirbansen9788 তোমাকেও নববর্ষের শুভেচ্ছা। 🤎
@@sajandewan4547 তা যা বলেছেন !! 😔
@@anirbansen9788 Also Bengla Pahela boisakh a maximum Chele meye ra Western dress pore wish dekhlam Instagram a also Temple o geche dekhlam western pore .. aitao khub kharap laglo .. akta Din Aktu Punjabi r Saree or Kurti porle khub Backdated hoye jeto ora ? Please Make sound against Westernisation ! Save Bangla culture 🙏🏼🙂
গানটা থেকে বের হয়ে আসতে পারছিনা। কি একটা ঘোরের মধ্যে আছি। নজরুলের গান আধুনিকতার ছোঁয়ায় যেন আরো প্রানবন্ত হয়ে উঠলো। শিল্পীদের জন্য শুভ কামনা।
Coke studious Bangladesh you drop this 👑
Just speechless!
Amazing!!!🎶
ঋতুরাজ তো রীতিমতো সুর নিয়ে খেলেছেন! আর নন্দিতা গানের মিষ্টতা বাড়িয়েছেন বহুগুণ।
রিলিজ দেওয়ার ১৩ মিনিটের মাথায় শুনলাম। এরপর থেকে শুধু শুনেই যাচ্ছি। নেশার মতো শুনেই যাচ্ছি। মন ভরছে না তাও। এত সুন্দর আর শ্রুতিমধুর! নজরুল গীতিকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ কোক স্টুডিও বাংলাকে। ঋতুরাজ তো অবশ্যই আউটস্ট্যান্ডিং, সাথে নন্দিতার কন্ঠটাও মাইন্ড ব্লোয়িং। অসাধারন এন্ডিং এর জন্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম।
এডিট : এই গান আমি এখনো প্রতিদিন দিনে অন্তত দুইবার শুনি। সকালে কাজে যাওয়ার সময় আর আসার সময় ৩০ মিনিটের ড্রাইভে এই গান লুপে দেওয়া থাকে। মোহের মতো শুনে যাচ্ছি এখনো!
ডা. হাসান
কানেকটিকাট, ইউএস
নন্দিতার জন্য শেষে ফালতু হয়ে গেছে।
ও যদি না থাকতো তাহলে এটা বেস্ট গান হতো।
ঋতুরাজ ১০/১০
আপনি মিউজিক বুঝেন কিনা জানি না। কিন্তু নন্দিতার জন্যই লাস্টে একটা অন্যরকমের ভালো লাগা কাজ করছে এই গানে। একমত নই আপনার সাথে।
কবি লিখেছিলেন এ গান তাঁর ছোট ছেলের মৃত্যুর পরে, যার ডাকনাম ছিলো বুলবুল - খুবই দুঃখের একটা নজরুলগীতি।
বোধহয় ৫০ বার শুনলাম গানটা। প্রতিবারই নতুন লাগছে।খুব ভালো থেকো ঋতুরাজ ❤️ অসম্ভব মিষ্টি সুরে দরদ দিয়ে গেয়েছ তোমরা। পুরো coke studio বাংলা টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। গানটিকে কালজয়ী ও শ্রেষ্ঠত্ব প্রমাণে সবাই মিলেই অপরিসীম পরিশ্রম করেছো, ভালবেসেছ। এগিয়ে চলো। আরো আরো কাজ করতে হবে। নজরুল ইসলামকে ভুলতে দিও না 💖🙏
সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়ে ছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার দেড়শো টাকা, সে সময়ের দেড়শো টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল পয়ত্রিশ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।
ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল। এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা।
কবি মনের নীরব কান্না,যতনা লিখে দিলেন কবিতায়
"ঘুমিয়ে গেছে শান্ত হয়ে
আমার গানের বুলবুলি
করুন চোখে বেয়ে আছে
সাঁঝের ঝরা ফুলগুলি।
Amii download korecii...basar baire gelew suni...basai asle to choloi❤️
গানটি আসলেই অসাধারণ,শুনলেই মন টা ভালো হয়ে যায়,আর কিছু বলার ভাষা পাচ্ছি না,just awsome,compose,music,voice সব মিলে অসাধারণ🖤😍
@@nowrinjahan9739 proti din 20bar minimum ☺️, last kobe etobar kno gan shunechi mone pore na.
খব সুন্দর লেখেছেনে 👌
ভালোবাসা আপনার প্রতিও অবিচার ❤️❤️❤️❤️
স্পষ্ট উচ্চারণ, অসাধারণ গলার কাজ! কঠিন কথার গান কত অবলীলায় পানির মত করে গাইলো!
অসাধারণ শিল্পী!!!❤️
নজরুলগীতি যে এমন মডার্ন ক্লাসিক্যাল মিশেলে এতোটা নান্দনিক হতে পারে এই গানটা না শুনলে আমার ধারণাই হতো না।ঐতিহ্যবাহী সঙ্গীতগুলো এই আঙ্গিকে তুলে ধরলে এই জেনারেশন ভীষন কর্ডিয়ালই রিসিভ করবে।সুস্থ সংস্কৃতির বিকাশে এরকম প্রকাশনা খুবই প্রয়োজন।
- বাংলাদেশ
Bhai ami west Bengal theke, if this is made by bangladeshi peoples, just love nd respect for making this and for composer and singers u guys done undoubtedly the best 🔥🔥🔥❤️❤️
কম্পোজার এবং গিটারিস্ট শুভই এবারের কোক স্টুডিওর সবচেয়ে বড় প্রাপ্তী। অসাধারণ, রীতিমতো চমকে যাওয়ার মত কাজ। বুলবুলিই এখন পর্যন্ত সেরা গান কোক স্টুডিও বাংলার। ঋতু রাজ ও নন্দীতাসহ সবাইকে অভিনন্দন।
মুগ্ধ হয়ে শুনতেছি ভাই। এইটা জাস্ট অসাধারণ। কানের ভেতর আরাম আরাম অনুভূতির। ❤️
যখনই কোক স্টুডিও বাংলাদেশ এ আসছে, তখনি আমি বসে ছিলাম ম্যাজিক দেখার জন্যে। না, কোক স্টুডিও এর ম্যাজিক না, শুভ ভায়ার ম্যাজিক। শুভ ভায়া কে আরো দায়িত্ব দিক কোক স্টুডিও, এর পর মজা দেখুক কোক স্টুডিও।
@@sadiquehossain8533 sathe Arnob Dao ache. ❤️
নাসেক নাসেক সেরা
নজরুল গীতি শোনা হয়না খুব একটা। কখনো একটু ধৈর্য ধরে শোনাও হয়নি। কিন্তু আজকের গানটা মনকে ভরিয়ে দিলো। কতবার যে শুনতেছি। অনেক অনেক ভালো লাগলো। keep it up.
যতবারই শুনি ততবারই কমেন্ট চেক করি আর অন্য দেশের মানুষ জন দের আমাদের ভাষার প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হই যেখানে পাশ্চাত্য দেশের সভ্যতা আমাদেরকে দিনে দিনে গ্রাস করে যাচ্ছে সেখানে আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষাকে সম্মান দিয়ে উঁচু পর্যায়ে নিয়ে যাচ্ছি পুরো বিশ্বের কাছে এটা দেখে খুব গর্ব হয়❤️
ফিনল্যান্ড থেকে শুনছি, সেই অনূভুতি গানটির মধ্যে।🎉
লোকটার কন্ঠে নজরুল সংগীত টা শুনে আমি মুগ্ধ হয়েছি। নজরুল সংগীত টা শুনে মনে হলো বিধাতা যেন সমস্ত কণ্ঠস্বর তাকে উজার করে দিয়েছে থ্যাংকস গড।
❤️
lok ta abar ki he ? bhadro bhabe katha bolte ki kasto hoy?
Ami sadharonoto karo dara mugdho hole tar somporke jototuku somvob janar chesta kori. Apni mone hoy ektu onnorokom🙂
কি অসাধারণ শব্দ চয়ণ, কি বিশুদ্ধ বর্নানা, কি স্পষ্ট অথচ প্রাণবন্ত প্রকাশ।
কাজী নজরুল ইসলাম 💗
This song is about the eternal wait for the spring to arrive for Bulbul to come out of his sleep, (poet's son bulbul passed away when he was just 5 years old) and flower to blossom. Spring arrived, but bulbul never came back, as he was sleeping for the rest of his life. When Bulbul passed away poet wrote few poems and songs for Bulbul. Bulbul also represents a type of bird. Qazi Nazrul Islam is the national poet of Bangladesh, currently resting in peace in his grave near the Dhaka University Bangladesh.
Thank you for this back story
Thanks for the information.
@md rasel, thanks for sharing this info.
@@fahimshuvro8365 I guess that's the beauty of this kinds of writing, no? You can interpret it in so many ways... it's up to the imagination of the beholder.
Thanks for this, this provides a lot of context.
কাজী নজরুল ইসলামের লেখা অপূর্ব একটি অমৃত সংস্কৃতি কবিতা❤❤❤
আসলে আমরা যারা কম বেশি গান করি অথবা গান এর সাথে প্রত্যক্ষ বা পরক্ষ ভাবে জড়িত তাদের জন্য নজরুল সঙ্গীত একটা ভীতিকর ব্যাপার । কারণ এই সঙ্গীত শৈলী আসলেই অনেক কঠিন একটা জিনিস । পুরোপুরি classical না জানা থাকলে গাওয়া যায় না । But hats off to coke studio ... তারা নজরুল সঙ্গীতকে এবাভে ওয়েস্টার্ন টাচ দিয়ে যে পরিবেশন করেছে তাতে এই জেনারেশনের অন্তত নজরুল গিতির উপর একটা অন্যরকম interest চলে এসেছে । তারা এখন গাইতে চেষ্টা করে এই গান গুলি । যারা আগে শুনত না তারা এখন শুনছে । সত্যি coke studio এর উদ্দেশ্য বিধেয় দুটিই success । ❤️
Ar ache erokom kono gaan coke studior??
@@gourabchatterjee5011 Coke Studio বাংলার ১ম সিজন এটা। এটি সহ ৩টা গান প্রকাশ করেছে তাঁরা।
আমি কলকাতা থেকে বলছি,এই গানটা যখনই শুনি মনে শান্তি দেয়,কিসের ভেদাভেদ,গান মানে মনের শান্তি,আর আমি বারে বারে মনের শান্তি পাই,বাকি কলকাতার লোকেরা কি বললো বান্য কেউ কি বললো কি যায় আসে,সব কটা অশিক্ষিত 😊
❤Àà 😊
wow ami too just.....pagol hoye gechi
There's no ভেদাভেদ bro, love from BD.
Lovely comment ❤
ধ্রুব সত্যি
My journey to this masterpiece👇
I heard the caller tune of this beautiful song in one of my colleagues.
Searched in YT.
rest is..........
.....no need to describe❤❤❤❤❤❤❤❤
নজরুল পৃথিবীতে একজন'ই জন্মায়।গায়ককেও অভিনন্দন এত সুন্দর গায়কীর জন্য।
Yes dear
ruclips.net/video/_HKZGlLUMqc/видео.html
@@mahmudul-hasan-diu humm
Akdom
@@narayanganj.shoishobfashio5446
অনবদ্য, এই বাংলা ভাষা যে কতটা মিষ্টতা রয়েছে শুধু বাঙালি জানে। এই বাঙালি শুধু হিন্দু কিংবা মুসলিম নয় এপার বাংলা অপার বাংলা নয়, এই বিহবল সুর মন অভ্যন্তরে সৃষ্টি করে অচেনা শিল্পীর আঁকা এক চিত্র। 🦋❤
এই arrangement টা অসাধারন হয়েছে, কূর্নিশ 🙏। আরেকটি নজরুল গীতি এইরকম নতুন ভাবে আয়োজন করার অনুরোধ রইল 🙏 নিম্নলিখিত গুলোর মধ্যে থেকে 🙏
১. খেলিছ এ বিশ্ব লয়ে
২. ভুলি কেমনে
৩. দূর দ্বীপ বাসিনী
পশ্চিমবঙ্গ, ভারত থেকে ❤️🙏
'ভুলি কেমনে' আমার খুব প্রিয় একটি গান।
একটা সিজনের সব গান কমপ্লিট এর পর রিলিজ হয়... তার মানে এ সিজনে আর হচ্ছে না... আশা করা হোক পরের সিজনেও এমন কিছু পাওয়া যাবে... ❤️
@@himeltawhid season 1 sesh?
@@jungkook7506 shooting sesh, sob gaan release ekhno baki ache IG
খেলিছো এই বিশ্বলয়ে -অনুপ জতলা কন্ঠে গাওয়াটা স্পিরিচুয়াল। আশা করবো এটা কোক স্টুডিওতে দেখবো।
It’s been over a year since we parted ways because of family reasons, but every day, I admire our love and cherish her memory. Not a single day has passed without missing her-that's both the beauty and the pain of it. Our love is so pure and sacred that I can feel her presence even from 1,500 miles away, and I’m certain she feels the same. I hope and pray to Maa that life will lead us back to each other on its winding roads, and when it does, we’ll marry. That's where pain and beauty come together, united by love. And when i listen to this song----- ❤💙
ঋতুরাজ কি গান শুনালে । কেমন যেন একটা নেশা কাজ করে যখনি শুনি। প্রশংসা করার ভাষা আমার নাই। শুধু এটাই বলবো এরকম গান আরো শুনার সুযোগ করে দিও। love from Kolkata 🇧🇩❤️🇮🇳
same here bro..
এটা গজল।
true
@@pavelparves7248 jina 😑
@@전라히 এটা কাজী নজরুল ইসলামের লেখা গজল,ভালোভাবে জেনে নিন।
Coke studio Bangla একটার পর একটা চমক দিয়ে অবাক করে দিচ্ছে আমাদের। বাঙালির নববর্ষে এত সুন্দর নজরুলগীতি উপহারের জন্য ধন্যবাদ🙏🙏🙏
বাংলা কোক স্টুডিওর নতুন সব রিলিজ হওয়া গানের মধ্যে এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে... কম্বিনেশন দারুণ, এক গানে দুই সংস্কৃতিকে/ঐতিহ্য শোনা হয়ে যাচ্ছে কি সুন্দর ❤️ বাংলার নজরুল ও ফ্লামিংকো স্প্যানিশ.. 🕊️ যেহেতু কম্বিনেশন টা নতুন তাই প্রথমে নিতে কেমন যেনো লাগতো কেননা নজরুল গানের ক্ষেত্রে কম্বিনেশনের ধারা টা একেবারেই কেউ/কোন দেশের শিল্পীরা কখনোই করেনি কিন্তু রবীন্দ্র সংগীতের ক্ষেত্রে এমন অনেক সংস্কৃতির কম্বিনেশন হয়েছে, আর এজন্যই কিন্তু রবীন্দ্র সংগীত বিদেশেও ছড়িয়েছে.... বিশ্বের কাছে নজরুল সংগীতকে ছড়িয়ে দেয়ার জন্য একটু নতুনত্ত্ব আধুনিকীকরণ বা ভিন্ন সংস্কৃতির মিশেল দেয়া খুবই যুগোপযোগী একটা কাজ.... তাই বার বার গানটা প্লে করার পর জম্পেশ মানানসই হয়ে গিয়েছে, এরপর থেকে অসাধারণ লাগা শুরু এবং গানটা যে কতবার শুনছি হিসাব রাখতে পারছিনা.... একদম নতুন অন্যরকম কম্বিনেশন.. ইউনিক... ❤️🕊️
shout out for the 'name'
Whatta name man! Respect+100
অপূর্ব ভগবানপ্রদত্ত গলায় গানটা গায়ে কাঁটা দিয়ে দেয় ঋতুরাজ দা কে স্যালুট ❤❤
৫৬ বার শুনা শেষ....৫৭ বার লোডিং 💞
এই গানের কোন সমালোচক থাকতেই পারে না।। এ এক অপূর্ব সৃষ্টি....
#cokestudiobangla র জয় হোক।
১০০ বারের বেশি শুনলাম। যতোবার শুনি মনে হয় আমি হয়তো মনোযোগ দেই নাই তাই বিশাল একটা অংশ মিস করছি। আবার শোনা লাগবে। লুপ থেকে বের হতে দিচ্ছে না গানটা।
আমি গুনি নাই কতবার শুনলাম। কোথায় থাকেন, ভাই?
👍
Apni abar ese sunun tai like dilam
লোম দাঁড়া করা একটি পরিবেশনা। নজরুলের অনবদ্য কথা আর সুরের সাথে ঋতুরাজের হৃদয়চেরা কণ্ঠ। যতবারই শুনছি তৃষ্ণা মিটছে না। অসাধারণ সঙ্গীত সজ্জা।
অনবদ্য ❤️
Right👌👌💜
সাবাস ঋতু রাজ.. অসাধারণ গায়কি.. কোন সন্দেহ নেই কাজী নজরুল ইসলাম বেঁচে থাকলে উনিও প্রশংসাও করত... কোক স্টুডিও-কে ধন্যবাদ...
১ম ৪৯ সেকেন্ড যাচ্ছে যাচ্ছে....আর এরপর কি অসাধারণ একটি পরিবেশনা ... ধন্যবাদ ঋতুরাজ দাদা
অসাধারণ পরিবেশনা, প্রথমে ধন্যবাদ দাবি রাখেন সকল মিউজিশিয়ান ভাইয়েরা, শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি, কি বাজালেন ভাই আপনারা সবাই, কোন অতিরঞ্জন নেই, specially পান্থ দাদা, very decent drumming, things might have gone wrong had't been you so cool!!
ঋতুরাজ এবং নন্দিতাঃ মুগ্ধতা অপার!!
Arnab dada..The Maestro...looking forward... you have already made a big difference.. Respect..Just ship the same very style up!!
Many thanks Coke Studio বাংলা!!
The true genius behind the composition and arrangement of this song is Shuvendu Das Shuvo bhai(the lead guitarist of this song), by the way. He's a gem!
@@abrarbw vai behind the scenes dekhe ashen
যতই গান টা শুনি মহান কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি সম্মান টা আরো বেড়ে যায়। কি ছিল তার ক্রিয়েটিভ মাইন্ড❤️
লিজেন্ড নেভার ডাই
💝💝💝💝
Sotyi e tai..
Mon matiye dewa gayoki..
Pronam Kazi Nazrul Islam🙏
@@promachatterjee4333
আপনাকেও প্রণাম জানাই ঠাকুর। এই শুদ্রকে আশীর্বাদ করবেন।