Shironamhin | Ei Obelay | Official Music Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 май 2019
  • Subscribe for exclusive Shironamhin videos, including live performances, interviews, official videos, behind-the-scenes footage & more - rebrand.ly/Subscribe2shironamhin
    Check out the official music video for 'Ei Obelay', a ballad by Shironamhin.
    "PERFUME" Album Available: www.rokomari.com/book/236801/...
    Find us @
    Facebook - / shironamhin.net
    Twitter - / theshironamhin
    Spotify - bit.ly/ShironamhinSpotify
    RUclips - / shironamhintv
    itunes - bit.ly/ShironamhiniTunes
    Website - shironamhin.net
    Copyright © 2019 Shironamhin. All Rights Reserved.
    Song: Ei Obelay
    Lyric: Ziaur Rahman
    Tune: kazy Ahmad Shafin
    Band: Shironamhin
    The wound is the place where the Light enters you. - Rumi
    গান: এই অবেলায়
    প্রকাশকাল: ২০১৯
    ব্যান্ড: শিরোনামহীন
    কথা: জিয়াউর রহমান
    সুর: কাজী শাফিন আহমেদ
    এই অবেলায়, তোমারি আকাশে, নিরব আপোষে
    ভেসে যায়
    সেই ভীষন শীতল ভেজা চোখ
    কখনো দেখাইনি তোমায়
    কেউ কোথাও ভালো নেই যেন সেই,
    কতকাল আর হাতে হাত অবেলায়?
    কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
    ভেজা চোখ দেখাইনি তোমায়
    সেই কবেকার ভায়োলিন, বেজে যায় কতদিন
    প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।।
    কখনো অভিমান, অবাধ্য পিছুটান
    জানিনা কি কষ্টে এই অবেলায়
    তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
    ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।
    ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
    একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন
    আজও তাই, অবাক রঙে এঁকে যাই
    সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই
    ভীষণ কালো মেঘ, পুড়ে ছাই আবেগে আজও তাই
    অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।
    এই সন্ধ্যায়, দুচোখ সাগরে, বুকের পাঁজড়ে
    ভেসে যায়
    অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
    ভেজা চোখ দেখাইনি তোমায়।।
    Ziaur Rahman (bass, cello)
    Kazy Ahmad Shafin (drums, sarod, guitar, back voice)
    Diat khan (guitar)
    Sheikh Ishtiaque (voice)
    Symon Chowdhury (keyboard)
    Guest artist : Maria grig from russia (violin)
    Recording studio : Miniorchestra studio (Russia)
    Noizemine, Shobdojog (Bangladesh)
    Sound engineer : Shafiqul Islam
    Direction:
    Mir Shariful Karim Srabon
    Editing & Color Grading:
    Mostafa Prokash
    Director of Photography
    Saqeeb Niloy
    Cast
    Shironamhin
    Nishat Farzana Sinthy, Prantar Dastider, Aqsa Samara Karim
    Title Animation
    Intisar Hasnain
    First Assistant Director
    Prantar Dastider
    Assistant Directors
    Anisul Islam, Ashfak Islam Abir
    Associate Cinematographer
    Ashfak Islam Abir
    Assistant Cinematographer
    Jewel
    Art Direction
    Tamanna Tasmeem
    Assistant Art Director
    Kamran Anand
    Tamvir Hossain Srijon
    Shishir Ghosh
    Towfiq Tuan
    Raisa Iqbal
    Juliet Sinthy
    Still Photography
    Arman Ontor
    Ashkin Ayub
    Sound Control
    Khalifa Sohel
    Makeup & Hair-style
    Manik
    Costume
    Tamanna Tasmeem
    Lights
    Dulal
    Transportation
    Zoom Rent a Car
    Production House
    Van Gari
    Production Controller
    Tamanna Tasmeem
    Executive Producer
    Anisul Islam
    Special Thanks to
    Topu Bhai (Pathshala)
    Academia School Authority
    Amjad Bhai (Moinot Ghat)
    Chunnu Bhai
    Sinthy's Parents
    Resh, Wasi, Jolly Bhabi
    Tisha, Danial
    Ahanya
    Stottro Studio
    Video Story:
    Kazy Ahmad Shafin
    Screenplay
    Anisul Islam
    Prantar Dastider
    Audio Artwork & Design
    Ziaur Rahman
    #Shironamhin #EiObelay #OfficialMusicVideo
  • РазвлеченияРазвлечения

Комментарии • 30 тыс.

  • @shironamhin
    @shironamhin  Месяц назад +636

    আপনি কি জানেন, শিরোনামহীন তাদের ৮ম অ্যালবামে গান রিলিজ করছে? "জানেনা কেউ" এবং "বাতিঘর" শুনে আপনার মতামত জানাতে পারেন।
    ruclips.net/video/vOPxlN9L_II/видео.htmlsi=4Cxh3kVJo3lOSf6Q
    ruclips.net/video/0-YHfciuSJU/видео.htmlsi=bh_B8xYut6-9u1ws

    • @asifadnan312
      @asifadnan312 Месяц назад +16

      শুনেছি দুটাই। জানেনা কেউ , বাতিঘর দুটা গানই এই অবেলায় এর মত প্রতিদিন শুনি। মাস্টারপিস

    • @KawsarAhmed-ey3yu
      @KawsarAhmed-ey3yu Месяц назад +6

      😊😊

    • @RoNyKhan-up1sf
      @RoNyKhan-up1sf Месяц назад

      😊​@@asifadnan312

    • @nusratnadia-gv1hv
      @nusratnadia-gv1hv Месяц назад +6

      Halar beta like diya gelam o aiya gaanta huneya jaich

    • @user-sk4wi8rt2o
      @user-sk4wi8rt2o Месяц назад +4

      Vaiya re jibone santi bolte kichui ni😭😭😭

  • @Beast-bb1lt
    @Beast-bb1lt 3 года назад +16101

    আমি একটা কমেন্ট করে যাচ্ছি। কারন, কেউ যখন লাইক দিবে আর নোটিফিকেশন আসবে আবার গানটা শুনতে আসবো💖

    • @nasim3528
      @nasim3528 3 года назад +219

      ভালোবাসা থাকলেই এমনেই শুনে মানুষ লাইক দিলে শুনতে আসে না, আজব!

    • @shafinahmed7727
      @shafinahmed7727 3 года назад +59

      @arghya ঠিক বলেছেন। আমি নিজেই হঠাৎ হঠাৎ শুনি!

    • @MasudRana-rk3sk
      @MasudRana-rk3sk 3 года назад +57

      ব্রোও আবার শুনেন

    • @Singular136
      @Singular136 3 года назад +58

      আপনার জন্য আমার সংকেত ❤️❤️

    • @reallifeschoolbd
      @reallifeschoolbd 3 года назад +28

      Yeah

  • @mohammadjamil2987
    @mohammadjamil2987 3 года назад +26126

    এই গানগুলো যারা শুনে তারাঁও একধরনের বিশেষ মানুষ।❤

    • @saberhossain4873
      @saberhossain4873 3 года назад +248

      ASOLEY, THIK BOLECHEN

    • @kanizhasnin2193
      @kanizhasnin2193 3 года назад +174

      right bro

    • @mdniloy2205
      @mdniloy2205 3 года назад +638

      আমার রুমমেট রা সব সময় বলে এইগুলা কোন গান হলো।।। কিন্তু আমি তো ছাড়তে পারিনা। গান গুলো দিনে একবার হলেও শুনতে হয়। বিশেষ করে এ্যশেজ, শিরোনামহীন,আর্টসেল, ওয়ারফাজ, আর্ক,এল আর বি, এইগুলা ব্র‍্যান্ড এর গান না শুনলে যেনো আমার সময়ই কাটে না।

    • @yasinarafat7746
      @yasinarafat7746 3 года назад +146

      @@mdniloy2205 নগরবাউল মিস করছেন ব্রো

    • @naeemahmed5670
      @naeemahmed5670 3 года назад +84

      Gan ta kotobar sunci ta nije o jani na..gan er prottek ta kotha buke lage

  • @WalidTalukder-uv2mh
    @WalidTalukder-uv2mh 2 месяца назад +203

    অনেক তো শুনছি... কেউ গানটা শুনলে লাইক কইরো... গানটা আবার শোনা হবে 🙂

  • @riducreatorshorts480
    @riducreatorshorts480 2 месяца назад +98

    শিরোনামহীন কোন গানের দল নয়, এটি আমাদের ভেঙে যাওয়া হৃদয় গুলোর ইমোশন।

  • @niazahammed5485
    @niazahammed5485 3 года назад +2535

    মনপুরা থেকে লঞ্চে ভোলার উদ্যেশ্যে ফিরছি
    মাত্র সন্ধ্যা নামলো।
    হেডফোনে ফুল সাউন্ড, প্রচুর বাতাস।
    এইটাই হয়তো এই অবেলা ❤️

    • @himelkhan5977
      @himelkhan5977 3 года назад +19

      আসলে ভাই এক সাথে থেকেও মোন-মানুসিকতার মিল মানুসের দেখা হয় না ভাই

    • @feeney8715
      @feeney8715 3 года назад +3

      monpura kon jayga vai?

    • @nextpage9151
      @nextpage9151 3 года назад +3

      @NIAZ_AHAMMED মনপুরা কোন জায়গায় ঠিকানাটা বলবেন ?

    • @almuntasirfamim7911
      @almuntasirfamim7911 3 года назад +2

      @@feeney8715 ভোলায়।

    • @jaanandbaiby2625
      @jaanandbaiby2625 3 года назад +1

      ruclips.net/video/VnOGo9AbWNo/видео.html

  • @zubaernasif6050
    @zubaernasif6050 4 года назад +560

    ২০১৫ আমার মেডিকেলে যখন শিরোনামহীন গান গাচ্ছিল,আমরা ঠোট মেলাচ্ছিলাম।সেদিন ব্যাচমেটরা বিদায়ে মনভরে কেদেছিলাম।
    উফ্ফ কি গান শুনলাম আজ!!! ৬ ঘন্টা ধরে টানা শুনছি।আমার সন্তানও এভাবে শুনবে একদিন।করোনা ডিউটিতে এই ২ মাস মন ভালো ছিলনা।কিন্তু আজ মনে হল ফিনিক্স পাখির মত জেগে উঠলাম।
    ধন্যবাদ শিরোনামহীন।

    • @AshikurRahman-gm7nj
      @AshikurRahman-gm7nj 3 года назад +17

      আপনাকেও অনেক ধন্যবাদ এই মহামারির মধ্যে কষ্ট করে সেবা দিয়ে যাওয়ার জন্য।

    • @SabbirAhmed-tv2hv
      @SabbirAhmed-tv2hv 4 месяца назад

      you live in the heaven of fool

    • @hasanimam4790
      @hasanimam4790 3 месяца назад

    • @sazzadhosain7540
      @sazzadhosain7540 Месяц назад

      অসাধারণ ❤

  • @sharmin-im4dp
    @sharmin-im4dp 2 месяца назад +120

    আমিও কমেন্ট করতে আসলাম।গত ৩ বছরেরও বেশি সময় ধরে গানটি শুনি কিন্তু কমেন্ট করার সাহস হয়ে উঠেনি।প্রিয় মানুষ টি ছেড়ে গেছে ২০১৮ তে।।কিন্তু তারপ্রতি এখন আরো বেশি দুর্বলতা কাজ করে। অনেক কথা বলার ছিল অনেক কিছু করার ছিল কিন্তু পোড়া কপালে সেটা হলোনা। হঠাৎ জানতে পারি তার এই গানটা খুব বেশি পছন্দ তো তখন থেকে আমারও বেশি পছন্দের হয়ে গেছ।জীবনে অনেকটা আগিয়েছি কিন্তু চোখ বন্ধ করলে মনে হয় সেই ২০১৬ তে আটকে আছি।।ভালো থাকুক সে তার জীবনে তার ভালোবাসা নিয়ে। দোয়া করবেন সবাই ❤❤❤

    • @Mohuasdairy2027
      @Mohuasdairy2027 2 месяца назад +1

      Issss😢
      Akdin tar thekew ভালো manush paben hoito....
      তখন আর pichoner manushgulor কথা মনে porbe na 😅

    • @safwanenilsunny
      @safwanenilsunny Месяц назад

      2018

    • @prokashpaul880
      @prokashpaul880 Месяц назад

      2022 e chole gache chere.. Ekbar o fire asar chesta o kore ni. Fire ele hoito ei gaan ta r sona hoto na 😢

    • @nobabmoinulhasan6059
      @nobabmoinulhasan6059 Месяц назад +1

      2019 😢

    • @Mohuasdairy2027
      @Mohuasdairy2027 Месяц назад

      @@nobabmoinulhasan6059 Isss😕
      Apnr age koto bro
      আর tar koto ছিল?

  • @user-xz6fv1sb6y
    @user-xz6fv1sb6y Месяц назад +17

    আমার ডিপ্রেশন দূর করার জন্য নামাজই যথেষ্ট...আলহামদুলিল্লাহ🥰🥰

  • @storageone2647
    @storageone2647 2 года назад +140

    এই গানটা রিলিজের পর, এর সাথে পথ পাড়ি দিতে দিতে জীবন কত দূরে চলে এলো ভাবছি। সেই দিনগুলো স্মরণে আসে খুব,২০১৯ এর! সবেমাত্র কেউ একজন পাশে থাকার প্রতিশ্রুতি ভেঙে বিদায় নিয়েছে। রাজশাহীতে,নিউমার্কেটের পাশের ছিমছাম একটা মেসের ভীষণ একা এক কক্ষে, অসহ্য দিন কাটছে। নিয়ম করে নির্ঘুম রাত যাচ্ছে! যার চিন্তায় এই অনিয়ম, তখন শুনি সে তিনশো মাইল দূরে অন্য কোনো বিহঙ্গসঙ্গে সুখ খুঁজে নিতে আমার থেকে বিদায় নিয়েছিলো। মনের বয়স কম ছিলো, "সারভাইভ্যাল ফর দ্য ফিটেস্ট" তত্ত্ব তখনও পড়িনি। অন্য কেউ আমার চেয়ে যোগ্য হতে পারে তার কাছে, সেটা জানা ছিলোনা। তাই হয়তো তাই হয়তো এ সুখ সহ্য হয়নি। জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। আচ্ছা এটা কি আসলেই হিংসা ছিলো?
    ২০১৯ এর শেষ ছ'মাসে এমন কোনো রাত্রি আমার মনে পড়েনা যেদিন লাইট বন্ধ করে, জানালা খুলে দিয়ে, বিছানায় বসে, দেওয়ালের সাথে ঠেস দিয়ে বসে এই অবেলায় শুনিনি। সেই নির্জন কক্ষের দেয়ালের প্রত্যেকটা ইট, পাথর আমার ভারী নিঃশ্বাস আর চোখের জলের দেখেছে। কেউ সমবেদনা দিতে আসেনি!🙂
    শিরোনামহীনের ওপরে আমার মাঝে মাঝে খুব অভিমান হয়। একটা গান লিখে কাউকে এভাবে এত কাঁদানো যায়? এতই কাঁদিয়েছেন যে চোখ দিয়ে আর পানিই বেরোয়না। এমনকি গতবছর প্রাক্তন যখন ডেকে নিয়ে তার "ফিটেস্ট" বিহঙ্গ তাকে কিভাবে ঠকিয়েছে তার বর্ণনা করছিলো, তার সমব্যথী হওয়ার ভং ধরতে গিয়ে চোখ থেকে এক ফোঁটা মেকি পানিও বের করতে পারলাম না! আবার তার ফিরে আসার অনুরোধটাও রাখতে পারলাম না। কারো অনুরোধ রাখতে না পারলে খুব খারাপ লাগে। প্রাক্তনের সামনে আমার মত সাধারণ শ্রোতাদের এভাবে অপ্রস্তুত করে আপনারা কি ফায়দা লুটতে চান তা জানতে চাই! ✊✊✊

    • @sagordiscussion922
      @sagordiscussion922 2 года назад +5

      Din seshe sobai valo thake
      Shudu valo thaka hoi na apnar amar moto kichu maya na katano manush gular😊

    • @azadrahman3453
      @azadrahman3453 2 года назад

      🥰🥰✌️

    • @storageone2647
      @storageone2647 2 года назад +4

      @@sagordiscussion922 একদিন বুঝলাম, আমি শুধু তখনই ভালো থাকবো, যখন আমি সিদ্ধান্ত নেবো ভালো থাকার!
      আলহামদুলিল্লাহ্! বেশ আছি। কষ্ট? হয়, তবে ও আমার রাস্তা আটকানোর জোর হারিয়ে ফেলেছে!🙂

    • @farhadreza4324
      @farhadreza4324 2 года назад

      love you vai...........

    • @alaminsuvo4440
      @alaminsuvo4440 3 месяца назад

      @@storageone2647 shera man shera. kisuta mil ase tai motivated holam>>>

  • @hmlavelu6808
    @hmlavelu6808 3 года назад +215

    ১০০ বছর পরে ও যদি ইউটিউব থাকে আর যারা এই গান টা শুনছো তোমাদের রুচির প্রতি শ্রদ্ধা

  • @essmotaramou4053
    @essmotaramou4053 Месяц назад +16

    এতো আর্তনাদ, এতো অভিমান, নিশ্বাস বন্ধ হয়ে যাওয়া কষ্টে মুহুর্ত গুলো ভালোবাসার স্বাক্ষী। এই ভেজা চোখ কেউ কোন দিন দেখেনি,দেখবে ও না💔

  • @Munna-s.Vision
    @Munna-s.Vision 3 месяца назад +92

    এইখানে সব ১৮-২৫ বছরের বয়সের ছেলেরা বেশি তারা এই গানটার প্রতিটা লাইনের স্বীকার ❤️

    • @prince6976
      @prince6976 2 месяца назад +4

      Bro your wrong I am only 14 year old still I understand this song

    • @user-ph1sw5ef1b
      @user-ph1sw5ef1b 2 месяца назад +1

      @@prince6976 😂😂😂

    • @nehalridoy8857
      @nehalridoy8857 2 месяца назад

      😄

    • @nehalridoy8857
      @nehalridoy8857 2 месяца назад

      ​🤣🤣🤣

    • @salwachowdhury4921
      @salwachowdhury4921 2 месяца назад +1

      Bro I’m 17 and I’m a girl and I feel every line here. So sometimes life isn’t the same for everyone ain’t it?

  • @abhijitgupta3134
    @abhijitgupta3134 2 года назад +732

    আমি শত শত ফানুস দেখিনি,তবে কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মৃত মানুষের হাহাকার শুনেছি,বেঁচে থাকার প্রচন্ড আর্তনাদ শুনেছি।বেঁচে থাক শিরোনামহীন,বেঁচে থাক তাদের শ্রোতারা❤

  • @minhazuddin2669
    @minhazuddin2669 3 года назад +635

    রাত ১.৪৫ মিনিট ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছি।
    পুরা বাস গভির ঘুম।
    কানে হেডফোন আর ফুল স্পিডে বাজছে অবেলায়।
    এই সময়টাই হয়তো অবেলা
    ভালোবাসার শিরোনামহীন 💚

    • @ruddrovhuian
      @ruddrovhuian 3 года назад +1

      ভাল বলেছেন ❤️❤️❤️

    • @abmshaikat8664
      @abmshaikat8664 3 года назад +16

      আর যদি সিট হয় প্রথমের & স্পিড 80+....সামনে হেড লাইটের আলো ...👌

    • @subrotasarker353
      @subrotasarker353 2 года назад +2

      অসাধারণ ফিলিংস

    • @mashiurrahman9425
      @mashiurrahman9425 2 года назад

      ভালোবাসা নিয়েন🥰❤️

    • @badc4top616
      @badc4top616 2 года назад

      Ekhn o ekta, 1.45😘🏴‍☠️🥵

  • @RafiuzzamanRafi-yh1qo
    @RafiuzzamanRafi-yh1qo 2 месяца назад +67

    বিশ্ববাসী যদি বাংলা ব্যান্ড গানের ভাষা বুঝত,
    তাহলে এই গানটা বিলিয়নে হিট করত 🖤🌼🌺

  • @promanath3384
    @promanath3384 29 дней назад +15

    সেই ভিষণ শীতল ভেজা চোখ কখন দেখাইনি তোমায়!!!

  • @CyberCityOfficial
    @CyberCityOfficial 2 года назад +723

    আকাশে কখনো একসাথে অনেক ফানুশ উড়তে দেখিনি। কিন্তু সেদিনরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজারের ও বেশি মানুষকে এই অবেলায় তোমারই আকাশে' বলে চিৎকার দিতে দেখেছি ❤

    • @mjyt4056
      @mjyt4056 2 года назад +3

      really

    • @mohammadebadurrahman702
      @mohammadebadurrahman702 2 года назад +5

      হুম৷

    • @ahnafrabbi1949
      @ahnafrabbi1949 2 года назад +5

      আকাশে কখন ও একসাথে অনেক ফানুস উড়তে দেখিনি কিন্তু সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজারের ও বেশী মানুষকে এই অবেলায় তোমারি আকাশে বলে চিৎকার দিতে দেখেছি আমার দেখা বেষ্ট মোমেন্ট 🥰🥰

    • @irfanhabib8260
      @irfanhabib8260 2 года назад +3

      Aar ami Jadavpur University te 20000 er o besi manusher chitkar dite kalke sunlam

    • @MrGolammoinuddin
      @MrGolammoinuddin 2 года назад +2

      @@irfanhabib8260 সত্য ভাই অবাক করার মত যাদবপুরে এক সাথে এত ভিড় আগে দেখেনি।

  • @MdRubel-vj6uo
    @MdRubel-vj6uo Год назад +259

    শিরোনামহীন,
    যারা গানটি সার্চ দিয়ে শুনেছেন,
    তাদের রুচির গভীরতা যে কত মানসম্মত ছিলো তা টের পাবে আগামী প্রজন্ম🖤🖤

  • @yasirarafat5473
    @yasirarafat5473 Месяц назад +16

    আমি শুনবো, আবার শুনবো, শুধুই শুনবো, পরে আবার এসে শুনবো তবে কেনো যেনো ক্লান্ত হবনা । অদ্ভুত সুন্দর মিউজিক।

  • @TasnimulKawserNurGaming
    @TasnimulKawserNurGaming Месяц назад +16

    তোমাকে পেয়ে গেলে হয়তোবা কখনো এমন একটা গানের প্রেমে পোরতাম না। ভালো থাকুক না অবেলায় হারিয়ে যাওয়া প্রীয় মানুষ গুলো, থাকুক না অন্যের হয়ে। আমি এই ২৪ সালেই এসে এই গানের প্রেমে পড়েছি আমার আগে কিছু বড় ভাইদের কমেন্ট পরে বুজলাম এই গানটি অমর। আর আমার কমেন্ট রেখে গেলাম আমার পরর্তী প্রজন্মের জন্য ❤❤Love You Sironamhin ❤❤

  • @aqashahmed1596
    @aqashahmed1596 5 лет назад +225

    প্রতি ঈদে এমন উপহার এমন ভালোবাসা দেওয়ার জন্য কৃতজ্ঞতা।

  • @Ribhu_JU
    @Ribhu_JU 2 года назад +265

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাইভ শুনলাম গত সন্ধ্যায়। সারাজীবন স্মৃতিটুকু রয়ে যাবে। ভার্সিটির শেষ পেপার আগামীকাল। এটুকু নিয়ে যাবো সম্বল করে। এপার বাংলা থেকে ভালোবাসা নিও শিরোনামহীন৷ ❤️

    • @mohammadsharif206
      @mohammadsharif206 2 года назад +13

      ভালোবাসা নিবেন ভাই।ইচ্ছে হয় ওপার বাংলায় একটু ঘুরে আসি, কেনো যে
      এতো আপন মনে হয় এই বাংলার মানুষকে জানিনা। ♥

    • @fokirmohammadakik4994
      @fokirmohammadakik4994 2 года назад

      ওও

    • @dibbendhudas970
      @dibbendhudas970 3 месяца назад

      একটি কমেন্টস বার বার মনে করে দেয় , তোমাতেই থেমেছিলাম , তোমাতেই থেমে গেলাম।

  • @saifuddinmuhammadkhaled9432
    @saifuddinmuhammadkhaled9432 20 дней назад +10

    ১১ বছর পর আবারো শোনা হলো। nostalgic.
    London
    22 june 23

  • @juborajfaisal9658
    @juborajfaisal9658 Месяц назад +6

    আজকে প্রথম আলোর কিআ অনুষ্ঠানে আমাদের সবার প্রিয় শিরোনামহীন এসেছিল !সম্মানিত শিল্পীদের আমি জিজ্ঞেস করেছিলাম তাদের পছন্দের গান সম্পর্কে ।তাদের গানের চয়েস খুবই প্রশংসনীয়। কখন ভাবিনি এতো পছন্দের ব্যান্ডকে মাত্র কয়েক ফুট দূরত্বের থেকে দেখতে পারবো। প্রশ্ন করতে পারবো।উত্তর পেতে পারবো।কথা বলতে পারব। জাদুকর,এই অবেলায় ও বাতিঘর সহ দুর্দান্ত হৃদয়স্পর্শী এতো সুন্দর ও অসাধারণ গানগুলো এত ভালো করে শুনতে পারবো কখনও চিন্তাও করতে পারিনি। তাদের ব্যান্ড টাকে শীর্ষস্থানে পৌঁছানোর পিছনের পরিশ্রম সম্পর্কে আজ শুনেছি।তাদের চ্যালেঞ্জ সম্পর্কে শুনেছি।আমি জীবনে অনেক অফলাইন গান শুনেছি এবং বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান ও দেখেছি কিন্তু এতো অসাধারণ ও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ,এতো সুন্দর উপস্থাপনা ও এতো উত্তেজনাময় অসাধারণ অনুভূতি অন্য কোনো অনুষ্ঠানে এই পর্যন্ত আমি পাইনি।
    তারা মজা করে বলেছিলেন শিরোনামহীনের জন্য একটা নাম খুঁজতে কিন্তু নামটা কি বলা হয়েছিল জানেন?
    ছেলেটি বলেছিল যে শিরোনামহীনের জন্য তার বেঁচে নেয়া নামটি হল "সেরা ব্যান্ড"!!!
    শিরোনামহীন আসলেই সেরা!!!
    অসংখ্য ও অনেক অনেক ভালোবাসা শিরোনামহীনের জন্য!!❤️✨😳
    Edit: what!?? I got a love from SHIRONAMHIN?!!!! DAMN..love you so much ❤️😳✨

  • @jonaidsaty440
    @jonaidsaty440 2 года назад +2020

    পরবর্তী প্রজন্মরা একদিন বলবে ২১ দশকের মানুষের রুচিবোধটা অতুলনীয় ছিল,,, শিরোনামহীনের এক একটা গান যেন এক একটা সাহিত্য

  • @rafsan4870
    @rafsan4870 3 года назад +19108

    এই গান শুনতে শুনতে যদি আমার এই লেখা আপনার চোখে পরে, তবে আপনাকে বলছি আপনি একজন রুচিশীল মানুষ। কিন্তু আফসোস এদেশে আপনার মতো লোকের সংখ্যা খুব বেশি না। তাই এমন মাস্টারপিস গানে মাত্র ৬ মিলিয়ন ভিউ। অন্যদিকে বস্তাপচা "অপরাধী", "ও ললনা" ১০০/২০০ মিলিয়ন ভিউ পায়😐।
    Edit : TSC concert er por ekhon 22 million 🙂

    • @gopalbari9463
      @gopalbari9463 3 года назад +410

      জ্বী, জাহাপনা,
      এই গানটা আমি তখনি শুনতে আসি,
      যখন, ভালোবাসার সাম্রাজ্যে আমি বিদ্রোহী সম্রাজ্ঞী ওয়ে ওঠি,
      ভালোবাসা নিইও😪
      রাফসান,❤️

    • @ahsan_habib_2
      @ahsan_habib_2 3 года назад +200

      রুচিহীন গুলোর সাথে থাকতে থাকতে কখন যে আমি নিজেও রুচিহীন হয়ে পরছি সেটা ভাবতেও নিজেরী ঘৃণা লাগে নিজের প্রতি😔

    • @abuhanatamal2252
      @abuhanatamal2252 3 года назад +117

      আজ মনে হয় ১০ বার শুনলাম

    • @undergroundcriminal9594
      @undergroundcriminal9594 3 года назад +32

      Absolutely

    • @gopalbari9463
      @gopalbari9463 3 года назад +24

      @@undergroundcriminal9594 ke apni

  • @user-ug7wt4ef3e
    @user-ug7wt4ef3e 21 день назад +9

    তুমি আমার শেষ না হওয়া এক গল্প। আমি কখনোই চাই না তুমি অন্য কারো হও। তুমি শুধু আমার না হওয়া এক শ্রেষ্ঠ কবিতা জার কবি ছিলাম আমি

  • @Ahomed_Santo
    @Ahomed_Santo Месяц назад +7

    এই গানটা প্রতিটা ছেলের প্রতিদিনের অজানা বাস্তব এক লাইন
    যা আপনা-আপনি ভেতর থেকে চলে আসে😢
    কিছু স্মৃতি রেখে গেলাম আগামী ভবিষ্যতের জন্য
    জানি কেউ আসবে আমারই মত গানটা শোনার জন্য😢

  • @jannatulmitu8875
    @jannatulmitu8875 2 года назад +160

    যেদিন গানটা রিলিজ হয় সেদিনই ইউটিউব এ সাজেস্ট লিস্টে আসে।তখন থেকে এখন অবধি গানটার চরম ভক্ত আর প্রায় শুনি❤️

  • @shahilmahmudrana
    @shahilmahmudrana 2 года назад +901

    গানটা তাদের জন্য,
    যারা সব হারানোর পরও প্রকাশে নয়, লুকিয়ে কাঁদে
    তাদের ভেজা চোখ কখনো কেউ কোনোদিন দেখেনি, দেখবে নাহ💔
    ধন্যবাদ শিরোনামহীন🥀

    • @chaklahouse3500
      @chaklahouse3500 2 года назад +3

      😂😂😂💘😂😂😂

    • @wahidulislam610
      @wahidulislam610 Год назад +2

      Hoito Istiak vai amder moto seleder kosto buje

    • @AsifKhan-dg4kd
      @AsifKhan-dg4kd Год назад

      Right bro
      Jemon ami

    • @tafazzalkhan7829
      @tafazzalkhan7829 Год назад

      আমি বিদেশে আসার পরে সব শেষ করে দিল এখন কান্না ছাড়া আর কিছু করার নাই

    • @muniaahsan6185
      @muniaahsan6185 Год назад +1

      Hmm

  • @fsfahim6740
    @fsfahim6740 3 месяца назад +9

    একজন বীর পুরুষ ও জীবনে 2 বার ভয়ে কাঁদে এক মৃত্যুর যন্ত্রণায় আর ভালোবাসা হারানোর ভয়ে

  • @Najim_Uddin
    @Najim_Uddin 2 месяца назад +12

    আপনি এই গানের কমেন্ট বক্সে এসেছেন মানে আপনার রুচির প্রশংসা করতে হয় ❤️❤️❤️

  • @mastibankunlimited4827
    @mastibankunlimited4827 4 года назад +681

    অন্ততপক্ষে ১০ টি তরুণ অকাল অাত্নহননের দুয়ার থেকে ফিরে অাসবে
    ধন্যবাদ
    শিরোনামহীন
    ❤❤❤❤❤ from India

    • @mdrafatanulkabir7564
      @mdrafatanulkabir7564 4 года назад +14

      বাংলাদেশের ব্যান্ড আসলেই সেরা সারা এশিয়ার মধ্যে ♥️♥️♥️

    • @mahmudulhasan6718
      @mahmudulhasan6718 3 года назад +1

      এই গান এর ভিডিও এর কাহিনী আমি কোনভাবেই বুঝি না
      আমাকে বুঝাবেন?

    • @backbench9001
      @backbench9001 3 года назад +1

      take love brother ♥️

    • @USPhite
      @USPhite 3 года назад +1

      @@mdrafatanulkabir7564 এশিয়ার কয়টা ব্যান্ডের গান শুনছেন ভাই?

    • @bcscadre197
      @bcscadre197 2 года назад +2

      @@USPhite আমি একুশটা শুনেছি তুই কয়টা শুনেছিস???

  • @user-ok1py1jf8g
    @user-ok1py1jf8g 10 месяцев назад +1023

    জীবনযুদ্ধে হেরে গিয়েও হাসিমুখে থাকা মানুষগুলোই শিরোনামহীন❤

    • @arpitaacharya4636
      @arpitaacharya4636 9 месяцев назад +8

      Jibon juddhe here jaoya Mane mritu

    • @user-xs9in4yv3i
      @user-xs9in4yv3i 8 месяцев назад +2

      শিরনামহীন

    • @hridoykhondker9973
      @hridoykhondker9973 7 месяцев назад +1

      Respect for the comment.

    • @sujonbsl0971
      @sujonbsl0971 6 месяцев назад +1

      অসাধারন কথা ভাই

    • @md.masudrana7218
      @md.masudrana7218 5 месяцев назад +2

      জীবনযুদ্ধে হেরে গিয়েও হাসিমুখে থাকা মানুষগুলোই শিরোনামহীন❤

  • @cookingwithsheba4755
    @cookingwithsheba4755 14 дней назад +3

    যেখানে থাকে অপূর্ণতার ছায়া! সেখানে বসে যায় মানুষের মায়া..!🖤🌸

  • @arop6528
    @arop6528 Месяц назад +4

    শিরোনামহীনের গানগুলোতে অদ্ভুত কিছু একটা আছে।
    কারণ ওদের একটা গান যতবার শুনি, আবার শুনতে ইচ্ছা করে।

  • @debashishdas8110
    @debashishdas8110 2 года назад +82

    কিছু নাম না প্রকাশ না পেলেও যেমন প্রতিভার স্বাক্ষর, শিরোনামহীন ব্যান্ডটাও ঠিক তাই l আমার জানা ছিল না এই নাম, এই প্রথমবার যখন শুনলাম যে শিরোনামহীন আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ভেবেছিলাম লোকাল ব্যান্ড। কিন্তু প্রথমবার শুনে বুঝলাম কেনো এতো ভীড় ছিল সেদিন। মুগ্ধ হয়েছি, ভালোবেসেছি আর সারাজীবনের পাথেয় করে নিয়েছি। বুঝতে পারিনি যে এই সুরগুলো কখনো এত প্রিয় হয়ে যাবে। ভালো থেকো শিরোনামহীন। দরকার নেই শিরোনামের, শুধু ভালো গান আর প্রতিভা দিয়েই এভাবেই মন জয় করে যেয়ো সবার ।

    • @humayranur1754
      @humayranur1754 2 года назад +1

      ধন্যবাদ দাদা

    • @shohansaharier4947
      @shohansaharier4947 Год назад

      ‌[শিরোনামহিন] শুধু ব্যান্ড না
      পুরোটাই ইমোশন 💙🙂

    • @crazyexplorer7202
      @crazyexplorer7202 Год назад

      Hashi Mukh. Kal joyee song
      Please listen

  • @loushikdey007
    @loushikdey007 3 года назад +202

    কোনো নিস্তব্ধ সন্ধ্যায়। কানে হেডফোন লাগিয়ে শিরোনামহীন এর এই অবেলায় শুনে হাজার হাজার মানুষের ডিপ্রেশন কেটে যেতে পারে। এমন একটা গান মানুষের জীবনে ঘুরে দাঁড়ানোর পথ হয় উঠতে পারে।
    Love you Shironamhin from India🇮🇳❤️

    • @gourmohanbarik3739
      @gourmohanbarik3739 2 года назад

      কি বলবো l এতো গভীর কথা আর সুর l ওহ l কতবার যে শুনছি......

    • @NAHIID9
      @NAHIID9 2 года назад

      Is it Loushik Dey or Koushik Dey ???

  • @MEHEDIHASAN-eo6me
    @MEHEDIHASAN-eo6me 3 месяца назад +10

    কিছু মানুষ থাকে নতুনের খোঁজে, আর কিছু মানুষ পুরোতনেই সারা জীবন আসক্ত থাকে!

  • @nafizashohani
    @nafizashohani 23 дня назад +4

    Aita kono shadharon gaan na atai Valobasha ❤❤❤

  • @MehediHasan-vi4yh
    @MehediHasan-vi4yh 4 месяца назад +263

    সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায় ,,,,,,,,,,,,,! হাজারো ছেলের আবেগ❤
    এই একটা গান বাংলা ব্যান্ডকে পূর্ণতা দিয়েছে

    • @user-rc7jz2jy2q
      @user-rc7jz2jy2q 3 месяца назад +1

      🥹🥹🥹

    • @mdsahadothosen1849
      @mdsahadothosen1849 2 месяца назад +3

      যেতে হবে অনেক দূর
      কামাইতে হবে টাকা 💸💸
      এই শহরে 🌁🌁
      খালি পকেটে 😏😏
      কেউ ভালোবাসে না
      কাকা

    • @mdlazimislam
      @mdlazimislam 2 месяца назад +4

      Amio take amar veja chokh dekhaini 🥹 hoyto ajo tar amar kotha mone ase,

    • @TripleSCOOK
      @TripleSCOOK 2 месяца назад +2

      Sudhu chele noi onk meyedr o abeg

    • @MdAshiqurRahman-wx6tf
      @MdAshiqurRahman-wx6tf 2 месяца назад

      @@mdsahadothosen1849 sahi bad bola

  • @anikantor489
    @anikantor489 3 года назад +252

    এটা গান না ভাই!
    এটা বালিশে কান গুঁজে রাখার পর মস্তিষ্কের রক্তক্ষরণ!
    এই অবেলায়!

  • @priyasarkar5283
    @priyasarkar5283 3 месяца назад +10

    কাউকে না পাওয়ার ব্যাথা বারবার নতুন করে জেগে ওঠে এই গানটা শুনে,,,কমেন্ট রেখে গেলাম কেউ লাইক দিলে আরো একবার শুনতে আসবো,,ভালো থেকো প্রিয়😢😢😢

  • @rafiahammed2006
    @rafiahammed2006 12 дней назад +1

    মানুষ যখন একা থাকে তখনই বোধ হয় নিজেকে অনুভব করতে পারে এবং প্রেমিকাকে হারানোর অনুসূচনায় একাকীত্ব ভোগে

  • @cjoygaming795
    @cjoygaming795 2 года назад +142

    শিতল কুয়াশায় হালকা বাতাস রাত ২টা, ডিউটি দারিয়ে ইয়ারফোনে এই অবেলায়, মনে পরে সেই হারিয়ে যাওয়া ভালোবাসা💔💔(as a Army person) love u sironamhin

    • @ahmedbinarman8246
      @ahmedbinarman8246 2 года назад

      ২ঃ১০ এ এখন শুনতেছ ডিউটি শেষ করে🙂💔

  • @HasanRakib-oo6ez
    @HasanRakib-oo6ez Месяц назад +3

    আমি মন্তব্য করে যাচ্ছি! জিয়া ভাই তুহিন ভাই.... এখন গান গুলো শুনলে চোখ ভিজে যায়... আবার আভাস এ তুহিন ভাই ও আপনাদেরই মনে করে তার গানের মাধ্যমে, ঠিক আপনারা ও তুহিন ভাই কে এখনো ভালো বাসেন কারণ, শিরোনামহীন কলিজার একটা অংশ তুহিন ভাই এর আভাস কে দিচ্ছে আবার জিয়া ভাই এবং আপনাদের কলিজার একটা অংশ তুহিন ভাই আভাস এর মাধ্যমে দিচ্ছে।। এটা আমার ব্যক্তিগত মতামত এবং তা আপনাদের গানেই ফুটে উঠেছে।। আর আমরা যারা শিরোনামহীন এর পাগল " এখন আমরা ছাগলের মতো ভুক্তভোগী হয়ে যাচ্ছি" ঐ কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রান যায়" আমাদের অনেক কস্ট হয় এই ভেবে জিয়া ভাই এবং আপনারা সবাই আমাদের গর্ব ( শিক্ষা, উদ্ভাবনী শক্তি এবং মিউজিক এর একটা পারফেক্ট কমবিনেশান) জিয়া ভাই যেন নিজের হাতে গড়া সবচেয়ে প্রিয় ছোট ভাই কে কুরবানী দিয়েছেন আবার সেই ছোট ভাই ও গানের মাঝেই তার ভালবাসা জানিয়ে দিচ্ছে।। চেনা শহর চেনা রাস্তা পরিচিত ঢাকা, ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে জাহাজির মতো একা...... এই গানটা যদি এখন তুহিন ভাই গায় আভাস এ কিন্তু পূর্নতা হবে না আবার শিরোনামহীন যদি অন্য কোন ভোকাল দিয়ে গাইতে বলে তাও পূর্নতা হবে না। " কথা গুলো আবেগে বলছি কারণ আমি তো সেই শিরোনামহীন এর পাগল যেখানে কোন অপুর্নতা ছিলো না" তাই মন্তব্যগুলো করে গেলাম এখন যারা শৈশবের শিশু তাদের জন্য ২০_৩০ বছর পরে ওরা খুঁজে খুঁজে এই গানগুলো শুনবে... যেমনটা আমরা সেই ৮০_৯০ দশকের গান গুলো খুঁজে খুঁজে শুনেছিলাম এবং শুনতেছি এখনো❤️❤️❤️

  • @arjunkumarroy3153
    @arjunkumarroy3153 29 дней назад +4

    এই গানগুলা নিয়ে পড়ে থাকতাম একসময়,,,,,মনে পড়বে,,, কোনো একসময়,,,😢😢😢

  • @mithinaba115
    @mithinaba115 Год назад +153

    আমি India আর কলকাতা দিয়ে বলছি ওপার বাংলার মানুষের মনে একটা আলাদা ভালোবাসার নেশা আছে।।।। ঠিক এই গান টার মত।।।❤️

    • @ziahaq00
      @ziahaq00 Год назад

      নেশাকে চিনতে পারাটাও একটা নেশা... এমন নেশা ছড়িয়ে যাক মানুষের রক্তে রক্তে...

    • @molla0709
      @molla0709 Год назад +1

      Ji.

    • @sheikhrafan1791
      @sheikhrafan1791 Год назад +3

      Love from Bangladesh

    • @AkashKhan-gq7pk
      @AkashKhan-gq7pk Год назад +1

      Ei song jara jara comment korcy sobar pokko teky valobasa roilo apnar jonno

    • @mithinaba115
      @mithinaba115 Год назад +2

      @@AkashKhan-gq7pk ধন্যবাদ।।।আর অনেক ভালোবাসা রইলো বাংলাদেশের মানুষদের জন্যে আমার তরফ দিয়ে❤️❤️

  • @SabbirOsinath-df3ws
    @SabbirOsinath-df3ws 23 дня назад +3

    গানটার বয়স ৫ বছর হয়ে গেছে ২০২৪ সালে। তুমি আমাকে ছেড়ে গিয়েছো ঠিক ৫ বছর আগেই😢। গানটার মতোই তোমার ছেড়ে যাওয়ার কষ্টটা আজও তাজা, তীব্র, তীক্ষ্ণ, ধারালো😪। তোমার কথা সবসময় মনে পড়ে, আর গানটা যখন শুনি তখন আর নিজেকে আটকিয়ে রাখতে পারি না, দুচোখ ভিজে যায় আর ভিতরে ভিতরে হাওমাও করে কাদি। 😢

  • @user-nh2pd8sg2r
    @user-nh2pd8sg2r Месяц назад +3

    এইমাত্রই গানটি প্রথম শুনলাম আর গানটি একটি স্মৃতি জন্ম দিয়ে গেল কে জানে কতদিন লাগবে ভুলতে নাকি এইসব সময় কখনো ভুলার নয়।

  • @user-ee1kc4ql2d
    @user-ee1kc4ql2d 2 года назад +683

    ~ প্রতিটি বিচ্ছেদের একটি সহজ সংঞ্জা হলোঃ-
    ''একজন মন থেকে ভালোবাসতো''🙂
    ''আর অন্যজন শুধু প্রেমে পরেছিলো''...!💔

    • @shafiqulemon161
      @shafiqulemon161 2 года назад

      হুম 💔

    • @afrinnagha4279
      @afrinnagha4279 2 года назад +2

      Hmm🙂💔🥀

    • @mdsufian2722
      @mdsufian2722 2 года назад +3

      কারো আবার পরিবার ভাইঙ্গা দেয়

    • @romanreigns4640
      @romanreigns4640 2 года назад

      🙂🙂🙂🙂🙂

    • @nayandash3982
      @nayandash3982 2 года назад +1

      হুমম ভাই, কথাটা অসম্ভব ভাল লাগছে❤❤

  • @asif298
    @asif298 3 года назад +1185

    তাকে ঘৃণাতে রাখিনা; প্রার্থনাতেও না! যে ছেড়ে গেছে, সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে: সে আমার কেউ না!🖤

  • @NasirUddin-ro2br
    @NasirUddin-ro2br Месяц назад +4

    গভীর রাত, নিথর দেহ!! হেডফোনের সাউন্ড ফুল, সাথে শিরোনামহীনের অবেলা😢😢
    মনে হচ্ছে পৃথীবি আমার মাথায় ভর করেছে, অবেলার খপ্পরে পড়ে গেছি😢
    "ভেজা চোখ দেখাইনি তোমায়"

  • @sujitdas6970
    @sujitdas6970 2 месяца назад +12

    Prio manus ta jedin theke chole geche sedin theke aii gan ta amar prio hoito ata prio hoyei roye jabe ☺

  • @user-xj6ti6co9g
    @user-xj6ti6co9g 2 года назад +170

    পাগল করে দেওয়া সুর, সারাদিন-রাত বসে শুনলেও মন ভরবেনা!🖤

    • @rifathassan1579
      @rifathassan1579 2 года назад

      Sotti atunio akta sur....adm mone gate jawa akta gan❤️❤️

    • @mdjaforikbal3579
      @mdjaforikbal3579 2 года назад +1

      হুম ঠিক বলছো আপ্পি

    • @tawsifrahman5322
      @tawsifrahman5322 2 года назад

      কথা সত্য।সারাদিন গানটা শুনলেও মন ভরবে না।

    • @akah3406
      @akah3406 2 года назад

      Asolei 💔💔

  • @akashghosh3508
    @akashghosh3508 Год назад +436

    বিচ্ছেদ জিনিসটা অতো সোজা নয়, শরীরের সব টুকু জোর এক জায়গায় এনে বলতে হয় "ভালো থেকো".. ❤️😊🌻

    • @tamannamitu7574
      @tamannamitu7574 Год назад

      👍👍👍

    • @amro.kaanon
      @amro.kaanon Год назад +2

      খুবই কষ্টের ভাই যা ভাষায় প্রকাশ করা যায় না৷

    • @simabiswas471
      @simabiswas471 Год назад

      😅😅

    • @fatemariya1781
      @fatemariya1781 Год назад

      .

    • @rifatahamed2496
      @rifatahamed2496 Год назад +5

      বিচ্ছেদ জিনিসটাও এতো সোজা নয়, শরীরের সব টুকু জোর এনে বলতে হয় ''ভালো থেকো".. ❤️😊🌻

  • @NayonShafeeTheTraveler
    @NayonShafeeTheTraveler 14 дней назад +1

    প্রিয় একটা গান😥২০২২ সালে আমারাই একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম, তখন সকলের সামনেই এই সুন্দর গানটা গেয়েছিলেন শিরনামহীনের এই শিল্পী 👌

  • @MdRiyon234
    @MdRiyon234 Месяц назад +2

    মহান প্রেমিক ছাড়া এই রকম গান রচনা করা সুর করা অসম্ভব!!😩😩

  • @sharekatannu3054
    @sharekatannu3054 2 года назад +127

    এই গানটায় নিশ্চয়ই কিছু আছে! প্রতিটি রাত আমাকে এর নেশায় টেনে নিয়ে আসে এবং আমার একত্বতার সঙ্গী হয়ে যায়!
    "কখনো অভিমান, অবাধ্য পিছুটান
    জানি না কী কষ্টে এই অবেলায়" 💕

    • @blinddrunk7013
      @blinddrunk7013 2 года назад

      I am waiting for you....Tannu🖤

    • @sharekatannu3054
      @sharekatannu3054 2 года назад

      @@blinddrunk7013 who are you?

    • @blinddrunk7013
      @blinddrunk7013 2 года назад +1

      Unknown..but I want to khow you🖤🖤

    • @blinddrunk7013
      @blinddrunk7013 2 года назад +1

      Thanks^^^^🖤🖤🖤

    • @ArifKhan-pj6rg
      @ArifKhan-pj6rg 2 года назад +2

      কখনো অভিমান,অবাধ্য পিছুটান
      জানি না কী কস্টে এই অবেলায় 💔💔🌹🌹💔💔

  • @ishakifty8429
    @ishakifty8429 3 года назад +848

    সুন্দরেরও একটা সীমা থাকা উচিত ❤🎸

    • @almanimostakim3926
      @almanimostakim3926 3 года назад +10

      💝💝💝 sironamhin tar urddhe 💝💝💝💝💝💝💝💝💝💝

    • @musfikanaznin6823
      @musfikanaznin6823 3 года назад +3

      হ্যাঁ 😑

    • @sabbirkhan6736
      @sabbirkhan6736 3 года назад +2

      🤎

    • @foysalahmed466
      @foysalahmed466 Год назад

      Thik

    • @ramurx4686
      @ramurx4686 3 месяца назад

      এই সব গান মুলত, পাবলিক ইউনিভার্সিটিতে পড়া লোয়ার ক্লাস ফ্যামিলির পোলাপান্দের জন্য।
      এই সব গান বেশি দিন মার্কেটে টিকেনা, মানুষ বেশিদিন মনে রাখেওনা....
      ফালতু,মিনিংলেস....

  • @samrat8681
    @samrat8681 17 дней назад +1

    একটা গান কতটা relate করতে পারে হাজার হাজার ছেলে দের সাথে😊... সত্যিই ভেজা চোখ টা কোনোদিন দেখাইনি তাকে😄

  • @riderslife97
    @riderslife97 Месяц назад +2

    I am getting goosebumps even though I don’t understand a single word I wanna thank my girlfriend for suggesting me this song as she is bengali ❤❤❤

  • @AAAman-uy5hk
    @AAAman-uy5hk 3 года назад +191

    প্রতিটা লাইনকে বিশ্লেষণ করলে,
    এক একটা জীবনের গল্প পাওয়া যায়🖤

  • @arzuahmed8160
    @arzuahmed8160 7 месяцев назад +217

    সময় চলে যাবে, এই প্রজন্ম আর থাকবেনা কিন্তু এই গান রয়ে যাবে কালজয়ী হিসেবে ।❤

  • @mdriponmolla325
    @mdriponmolla325 Месяц назад +2

    Ami onekbar sunechi.aj comment korei dilam.i really like it****

  • @nahianniha2739
    @nahianniha2739 2 месяца назад +7

    ২০২০,২০২১,২০২২ সালে আমার প্রিয় গান ছিল। 🥀😅

  • @GolperShohor
    @GolperShohor 2 года назад +70

    Dark room + Lights off + Midnight + Alone + Headphones full sound +This song = Lots of emotions... 5 January 2022 at 1:45 am

  • @iftedanoor2179
    @iftedanoor2179 17 дней назад

    Not everyone have the ability to understand this song ,It’s different.Not any song in this world can beat this song.

  • @FARUKALOM-qu2fd
    @FARUKALOM-qu2fd 2 месяца назад +3

    সব প্রেমিকা যদি এই গানটা শুনতো তা হয় কোন বিচ্ছেদ এর গল্প থাকতো না🤐

    • @sanjanarahman8262
      @sanjanarahman8262 Месяц назад

      Premikar karone bicched hoy? Premiker karone hoy na? Chelera thokay na? Somporko Thakte onno meyer sathe kotha bole na? 😂😂
      Beiman

  • @Fatema_Aiham_Lima
    @Fatema_Aiham_Lima 2 года назад +422

    This Lines "এই অবেলায় তোমারি আকাশে নিরব আপোষে ভেসে যায়
    সেই ভিষন শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়"🙂💯
    hits Different✨🥀💔

    • @asadppc
      @asadppc 2 года назад +1

      😔😔😔

    • @fx10gaming11
      @fx10gaming11 2 года назад +1

      এই অবেলায় তোমারি আকাশে নিরব আপোষে ভেসে যায়।
      সেই ভিষন শিতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়!🥀

    • @Eftyabedinso
      @Eftyabedinso 2 года назад +3

      এসব গানগুলো গভিরতা সবাই বুঝতে পারে না 💔🙂!!

    • @limonahmed4920
      @limonahmed4920 2 года назад +1

      😴😴😴

    • @hridoyyousuf43
      @hridoyyousuf43 2 года назад +3

      এটি শুধু গান নয়,ভেঙ্গে যাওয়া মানুষের আবেগও।

  • @prachurjyamajumdar4574
    @prachurjyamajumdar4574 2 года назад +420

    সেদিন যাদবপুর ইউনিভার্সিটির কন্সার্টে "এই অবেলায় তোমারি আকাশে নিরব আপোষে ভেসে যায়" বলে চিৎকার দিয়েছিলাম। অনেক ধন্যবাদ ভারতবর্ষে আসার জন্য, অবিরাম ভালোবাসা রইল।🇮🇳

    • @toxicgamer2501
      @toxicgamer2501 2 года назад +4

      Kon University?

    • @swapnilbose8465
      @swapnilbose8465 2 года назад +6

      @@toxicgamer2501 Jadavpur University

    • @ahsanhabib8840
      @ahsanhabib8840 2 года назад

      @@toxicgamer2501 ruclips.net/user/shortsazLuo6lCJ5o?feature=share

    • @md.sabbirhossain5342
      @md.sabbirhossain5342 Год назад +2

      @@toxicgamer2501 h!

    • @meherunmeherun3002
      @meherunmeherun3002 Год назад +5

      Apnara tao chitkar dite paren but amra meyera tao parina...buke jno pathor bedhe thake...😔😔😔

  • @user-cm3wn8lm8c
    @user-cm3wn8lm8c Месяц назад +12

    সেই ভীষন শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়!!!😢

  • @rakibhasan5748
    @rakibhasan5748 Месяц назад +2

    রাত ১.২০ মিনিট কানে হেড ফোন
    প্রিয় মানুষের কথা ভেবে গান শুনা!!!🙂🖤

  • @fahmidapromi1383
    @fahmidapromi1383 2 года назад +636

    হাজার হাজার বার শুনলেও এই গানের প্রতি কোনো বিরক্তি আসে না..না জানি কত রাত এই গান আমার সঙ্গী হয়েছে!
    সত্যি জীবনের একটা অংশ এটা 🖤

    • @kawsarahmead8864
      @kawsarahmead8864 2 года назад +1

      হুম কিছু কিছু গান কখনও পুরনো হয় না,, ঠিক তেমনি একটা গান

    • @amitoo7486
      @amitoo7486 2 года назад +2

      🌸❤️

    • @rabbih972
      @rabbih972 2 года назад +1

      আমার ও একমত,,,,😓

    • @IqbalHossain-ls9mg
      @IqbalHossain-ls9mg 2 года назад

      😍🤩Nice song

    • @salimsordar7014
      @salimsordar7014 2 года назад

      Right

  • @abhisheksannigrahi8487
    @abhisheksannigrahi8487 2 года назад +211

    অসাধারন.... ভালোবাসা ভারত থেকে.... 🇮🇳❤🇧🇩...... বাঙালী দের রুচি এমনিই ❤

  • @mdjahidhasan713
    @mdjahidhasan713 Месяц назад +2

    এসেছিল কেউ, ভালোবাসেনি‌‌ তবে অসম্ভব মায়ায় বেঁধে গেছে।🙂

  • @ataurrahman-px1hb
    @ataurrahman-px1hb 20 дней назад +1

    জীবন্ত লাশের ময়নাতদন্ত হয়না,
    ময়নাতদন্ত হলে প্রিয় মানুষটির ফাঁসি অবধারিত🥺

  • @noyonhossain3304
    @noyonhossain3304 Год назад +608

    একাকিত্ব কে জয় করে যারা বেচে থাকে তারাই প্রকৃত শিরোনামহীন মানুষ😔🥀

    • @islamiclife4688
      @islamiclife4688 Год назад +4

      একাকিত্ব কে জয় করে যারা বেচে থাকে তারাই প্রকৃত শিরোনামহীন মানুষ🥀🥀

    • @Hridoyofficial-1
      @Hridoyofficial-1 Год назад

      @@islamiclife4688
      Right

    • @NUSRATJAHAN-iw2xq
      @NUSRATJAHAN-iw2xq Год назад

      You are right 🙃

    • @takeadvice8800
      @takeadvice8800 Год назад

      শয়তান ও চায় আপনার একাকীত্ব কে কাজে লাগাতে !!!

    • @Ragnar-199_8
      @Ragnar-199_8 Год назад

      💪💪

  • @shahadatantor3989
    @shahadatantor3989 Год назад +789

    জীবনযুদ্ধে হেরে গিয়েও হাসি মুখে থাকা মানুষগুলোই শিরোনামহীন 🖤

    • @MDFoysal-143
      @MDFoysal-143 Год назад

      😇😇

    • @tahaminajaman9502
      @tahaminajaman9502 Год назад +1

      Hmm😢

    • @hosnearabagum8028
      @hosnearabagum8028 Год назад

      🙂🙂😇😇 Salute you

    • @shakibaovgaming3671
      @shakibaovgaming3671 Год назад

      Hmm vaia 💔🙂

    • @shafatahamad4291
      @shafatahamad4291 Год назад +9

      শত কষ্টের পর যারা হাসি মুখে সব মেনে নেই তাদের জন্য এই গান গুলো।
      শিরোনামহীন।

  • @NayonShafeeTheTraveler
    @NayonShafeeTheTraveler 14 дней назад +2

    আমার ইউনিভার্সিটি লাইফে গানটা রিলিজ হয় যতদুর মনে পড়ে, তখন ঢাকার মোহাম্মদপুর থাকতাম বন্ধুরা মিলে, অনেক শুনতাম গানটা সবাই মিলে ক্লাস শেষে বাসায় ফেরার পর, আজ দেশের বাইরে কাজের ফাকে গানটা মনে পড়ে গেলো🥹 হায়রে মেমোরিজ😥😥অহ সুন্দর সেই দিনগুলো🥹

  • @rakibcomedy6006
    @rakibcomedy6006 2 месяца назад +5

    2024 সালে এসে গানটি শুনতে আসছেন তাদের কে দেখতে চাই।

  • @user-xf6ky1le9n
    @user-xf6ky1le9n 4 года назад +300

    Sironamhin song:
    0% naked girls
    0%bad words
    100%talent
    100% hardwork.

  • @mohammadyousuf5822
    @mohammadyousuf5822 2 года назад +321

    এক কাপ চা, চাঁদনী রাত, একটা সিগারেট, সিগারেটের ধোঁয়া, অতীতের কিছু স্মৃতি
    আর এই গানটা!
    অসাধারণ এক অনুভূতি!❤️

  • @aliafsar821
    @aliafsar821 8 дней назад +2

    ❤ from Zimbabwe 🇿🇼🇿🇼🇿🇼🇿🇼🇿🇼

  • @labibajeem1085
    @labibajeem1085 2 года назад +282

    এই গান শুনতে সাহস লাগে!!💔🥀
    যতবার শুনি, ঠিক ততবার শেষ হয়ে যাই💔💔🥀

    • @tanzilhassan2826
      @tanzilhassan2826 2 года назад +2

      উক্তিটি অনেক ভয়ংকর চিলো

    • @smnabil6664
      @smnabil6664 2 года назад +3

      কেন জানি শেষ হয়ে ও, শেষ হয় না।

    • @pullsoftravel2867
      @pullsoftravel2867 2 года назад +3

      gay kaponi diye ase.. ami ki sotti ee here jai😭😭

    • @mdontor908
      @mdontor908 2 года назад +1

      hummmmmmmmmmmmm

    • @md.khairulislam7876
      @md.khairulislam7876 2 года назад

      এই ভয়ঙ্কর উক্তিটির সম্মুখীন হলে গায়ে কাঁপুনি দিয়ে ওঠে।

  • @rudradatta1250
    @rudradatta1250 5 лет назад +4014

    এই কারণেই আমি আত্মহত্যার বিপক্ষে। যে কোনো সময় প্রিয় ব্যান্ড নতুন সুন্দর গান দিতে পারে :)

    • @Asif_Aahmed
      @Asif_Aahmed 5 лет назад +8

      বাস্তব 😍

    • @deenislam4621
      @deenislam4621 5 лет назад +2

      😃😃😃😃

    • @hamimhasan9055
      @hamimhasan9055 5 лет назад +191

      এই কমেন্টটা পিন করে রাখা উচিৎ, কে জানে কতগুলো জীবন ঘৃণা করা মানুষকে বাচার পথ দেখাবে!❤

    • @reyanshryhno7225
      @reyanshryhno7225 5 лет назад +11

      Comment ta valo laglo onek

    • @hasans.m.nayeem8220
      @hasans.m.nayeem8220 5 лет назад +4

      that was sweet thank you

  • @abidasultana-eu5qi
    @abidasultana-eu5qi 22 дня назад

    এটা এমন একটা গান যে গান কথা বলে হৃদয়ের, যে গান কথা বলে দুটি আত্মার। ❤

  • @SoumenDas-ul6li
    @SoumenDas-ul6li 14 дней назад +2

    আমরা ও শিরোনামহীন। কোথায়, কবে, কখন হারিয়ে গেছি জানা নেই। বেঁচে নেই, তবুও বেঁচে আছি জীবন্ত লাশ হয়ে।

  • @Fatin007
    @Fatin007 Год назад +197

    না করেছি প্রেম
    না খেয়েছি ছ্যাঁকা
    তবুও এ গানটা দিয়ে যায় অদ্ভূত এক ব্যাথা🙂

    • @RAHATKHAN-ii2zq
      @RAHATKHAN-ii2zq Год назад +2

      যাকে ভালোবাসি তাকেই পেয়েছি
      তবুও এই গান শুনলে মনে হয় কত কষ্টে ই জানি আছি।সে এক অদ্ভুদ অনুভূতি 🙂🙃

    • @hassnstodant857
      @hassnstodant857 Год назад

      You are Right

    • @ratulhasan351
      @ratulhasan351 Год назад +4

      Same vai
      তবে আমি আরো এক ধাপ এগিয়ে
      কখনো কাউকে আমার পছন্দই হয়নি 😂😂😂😂😂

    • @windofchange2126
      @windofchange2126 Год назад

      @@ratulhasan351 😂😂😂

    • @user-er3gx9rg8e
      @user-er3gx9rg8e Год назад +1

      Same

  • @soumikhasantarafder5356
    @soumikhasantarafder5356 3 года назад +135

    "এই অবেলায়" বাংলা ব্যান্ড জগতের একটি অন্য লেভেলের সৃষ্টি । এরকম মাস্টারপিস কয়েকশ বছরে একবার আসে🖤🌼

  • @aspenshagor1167
    @aspenshagor1167 16 дней назад

    এটা কোনো কমেন্ট বক্স না এটা হাজারো মানুষের মনের আবেগ শেয়ার করার জায়গা।
    জমা কথা গুলো বলে যাওয়ার জায়গা....

  • @muradhossain2567
    @muradhossain2567 5 дней назад +3

    সবাই এই গানের অনুভূতি উপলব্ধি করতে পারবে না। 🫠❤

  • @nusaibaislam2166
    @nusaibaislam2166 2 года назад +261

    যখন একদম ভেঙ্গেচুরে মাটিতে প্রায় মিশে যাচ্ছিলাম গান টা তখন ও প্রিয় ছিলো এখনো যখন মাথা উচু করে দাড়াতে শিখেছি এখনো ভাল লাগে।
    সব সময়ের ভাললাগার লিস্টে থাকবে এই গান❤️

  • @md.rakibulislamtopu2914
    @md.rakibulislamtopu2914 21 день назад +2

    গানটি সবার ভালো লাগবে কারণ এ গানের সাথে সবার জীবনের মিল আছে 🥺🥺

  • @omorfaruk-ry6jq
    @omorfaruk-ry6jq Месяц назад +3

    একা একা গানটা শুনলে খুব ভালো লাগে গভীর রাতে। 15.05.24

  • @shojiburislamshojib4823
    @shojiburislamshojib4823 Год назад +645

    2023 এসে যারা শুনছেন সারা দিয়ে যান😍

  • @mdnazmulhaque6845
    @mdnazmulhaque6845 2 месяца назад +1

    তোমাকে পেয়ে গেলে হইতো এত সুন্দর একটা গান শুনতে পেতাম না প্রিয়🤗😅

  • @RajComedyBn
    @RajComedyBn 3 месяца назад +2

    গানটির বয়স শত বছর পার হলে ও পুরানো হবে না আমার মত মানুষের কাছে❤

  • @not_your_girl_
    @not_your_girl_ 2 года назад +128

    ৩১ মে, ২০১৯ঃ
    ইফতারের কিছুক্ষণ আগে, বিকালের দিকে রাইদ ভাইয়া এসে বললেন, "কিডো, এই অবেলায় গানটা নামা তোহ। প্লে দে।" জিজ্ঞেস করলাম, কার গান ভাইয়া? বলল, শিরোনামহীন। কালকেই রিলিজ হইসে। বললাম, আচ্ছা। ডাউনলোড করে প্লে দিলাম। কয়েকজন মিলে প্রথমবার গানটা শুনেছিলাম সেদিন বিকালে।
    তখনো আমার জীবন সুন্দর। ৩১মে থেকে ১৯ জুলাই পর্যন্ত মন খারাপ হলে কারণে অকারণে প্রায়ই গানটা শুনতাম, মিউজিক আর লিরিকস গুলো ভালো লাগত তাই। ১৯ জুলাই রাতে আমি মরে গেলাম। একদম সত্যি সত্যি মরে গেলাম, তবে ভিতর থেকে। বাইরের আবরণটা এখনো নিঃসন্দেহে নিঃশ্বাস ফেলে। মরে যাওয়ার পর চেষ্টা করছিলাম সেটা যাতে কেউ না দেখে। কেউ যাতে বুঝতেও না পারে যে মেয়েটা তো মৃত। অন্তত আমার খুনিরা যাতে না বুঝতে পারে। নাহলে জিন্দা কবর দিয়ে দিতে চাইবে। সেই রাতের ঠিক দুই একদিন পর কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছিলাম, ভেজা চোখ নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে ছিলাম। কানে হেডফোনে শাফল হয়ে একের পর এক গান বাজছিল। হঠাৎ সেন্স ফিরল একটা লাইনে, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি, ভেজা চোখ দেখাইনি তোমায়। মনে হল কেউ আমার ভিতর থেকে কথাটা বলে উঠল। গানটা আবার শুনলাম, আবার শুনলাম, আবারো শুনলাম। প্রতিটা সেকেন্ডে মনে হল এটা আমার গান। হ্যাঁ, সেই রাত থেকেই "এই অবেলায়" আমার গান হয়ে যায়। যখন বেঁচে ছিলাম, তখন গানটাকে গান হিসেবে শুনতাম। মরে যাওয়ার পর গানটায় থাকা শুরু করলাম। মৃত মানুষদের কিন্তু থাকার জায়গার খুব অভাব হয়, সেটা জানেন? যারা আবারো বাঁচতে চায়, তারা কারো না কারোর কাছে থাকার জায়গা খুঁজে নেয়। কিন্তু যারা মরেই থাকতে চায়, তারা থাকার জন্য অন্য কারোর আশ্রয় খুঁজে না। তাদের মানুষ সহ্য হয়না। আমার হত না, এখনো হয় না। আমি অন্ধকার খুঁজতাম। এই গানটায় পেয়ে যাই, এখানেই থাকা শুরু করি। এই অবেলায় আমাকে কখনো ঘরছাড়া করেনি, সবাই করলেও। সকালে রিকাশায় করে কলেজে যেতাম যখন, কানে এই অবেলায় দিয়ে চোখ বন্ধ করে থাকতাম। যাতে মানুষ দেখতে না হয়। মানুষ বাজে। যখন অনেক গুলো স্লিপিং পিল খেয়ে ঘুম আসার অপেক্ষা করতাম, এই অবেলায় বাজত। শ্বাসকষ্ট হচ্ছে, অস্থির লাগছে, চুপ থাকতাম। মানুষকে বলতাম না। মানুষ বাজে। হসপিটালের বেডে মৃত্যুশয্যায় যখন পাশের বেডে মানুষগুলোকে দেখতাম বুকে একরাশ ভয় নিয়ে ঘুমাতে, কানে এই অবেলায় বাজত। আমারো খুব কান্না পেত, হসপিটালের সাদা বালিশে মুখ চেপে কাঁদতাম। মানুষকে দেখাতাম না। মানুষ বাজে। আর এমনিও, সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাতে হয়না। দেখাইনি। ২বছরের বেশি হল। এখনো মরে আছি কিন্তু দেখাইনি। ধন্যবাদ এই অবেলায়, এই মৃত মানুষটাকে অন্ধকারে জায়গা দেয়ার জন্য.. 🖤

    • @md.shofiullah7987
      @md.shofiullah7987 2 года назад +1

      ১৪১২১৪

    • @fazlerabbi8161
      @fazlerabbi8161 2 года назад +1

      জানি না কেনো এক ফোঁটা পানি চলে আসলোl🖤🖤

    • @sheikhsadia8268
      @sheikhsadia8268 2 года назад +2

      গানটাতে আমিও বেঁচে থাকি...
      ছলছল চোখ বুজে গানটা শোনার মাঝে একটা তৃপ্তি আছে কারন ভেজা চোখ কখনোই কাউকে দেখাতে নেই..!!

    • @eshratnusrat4922
      @eshratnusrat4922 2 года назад +1

      Khb kosto lagsee💔

    • @shujatali503
      @shujatali503 2 года назад +1

      অসাধারণ লেখনি