আমি কান পেতে রই | সাধন ঘোষ | অ্যালবামঃ পথ-চাওয়াতেই আনন্দ

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন-দ্বারে বারে বারে
    কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে- বারে বারে ।।
    ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে,
    কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে ।।
    কে সে মোর কেই বা জানে, কিছু তার দেখি আভা।
    কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা।
    মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে,
    ও সে আমার জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে ।।
    তথ্যপঞ্জি:
    রচনার তারিখ: ২ শ্রাবণ ১৩২৯ ( ১৮ জুলাই ১৯২২)। কবির বয়স: ৬১। রচনার স্থান: আত্রাই নদীর উপর বোটে, পতিসর। প্রকাশ: ১. প্রবাসী পত্রিকা, ভাদ্র ১৩২৯, শিরোনাম- গোপনবাসী ২. প্রবাহিণী কাব্য, অগ্রহায়ণ ১৩৩২; ৩. সঞ্চয়িতা, ১৩৩৮; ৪. গীতবিতান (১ম সং) ২য় খণ্ড , আশ্বিন ১৩৩৮; ৫. গীতবিতান (২য় সং) ১ম খণ্ড , ভাদ্র ১৩৪৫; ৬. গীতবিতান (অখণ্ড ), আশ্বিন ১৩৭১। পর্ব: পূজা, ৫৪৬ সংখ্যক গান । উপপর্ব: বাউল। রাগ: বিভাস-বাউল। তাল: দাদ্রা। স্বরলিপি: নবগীতিকা -২ (স্বরবিতান-১৫), দিনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের জীবনকালে প্রথম গ্রামোফোন রেকর্ড: পঙ্কজকুমার মল্লিক,হিন্দুস্থান রেকর্ড ১১৫৫৪, মুক্তি ছায়াছবি ১৯৩৭।
    পাঠভেদ:
    --------- -------- ---------
    ১. আমি কান পেতে রই ও আমার
    ২. ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃতনীল পদ্ম লাগি রে
    ৩. ১,২,৪ ও ৮ পংক্তির শেষে বারে বারে আছে
    : নবগীতিকা- ২ (স্বরবিতান-১৫) ১৩২৯; গীতবিতান (অখÐ ) ১৩৭১
    --------- -------- ---------
    ১. আমি কান পেতে রই আমার
    ২. ভ্রমর সেথা হয় বিরাগী নিভৃতনীল পদ্ম লাগি’-যে
    ৩. ১,২,৪ ও ৮ পংক্তির শেষে বারে বারে নেই।
    : গীতবিতান ১ম সংস্করণ ১৩৩৮ ও ২য় সংস্করণ ১৩৪৫
    সংগীতভাষ্য:
    ১৯২২-এর জুলাইতে পতিসরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। সেখানে আত্রাই নদীর উপর বোটে অবস্থানকালে ১৮জুলাই তিনি রচনা করেন ‘আমি কান পেতে রই’ গানটি। রবীন্দ্র-ধর্মদর্শনের ভিত্তিভূমি উপনিষদ। কিন্তু বাউলের মানবসাধনা তাঁর মনের মধ্যে সহজ হয়ে মিশে গিয়েছিল। ‘আমি কান পেতে রই’ সেই মিশে যাবার গান। বাউলতত্ত্বের মূল কথা, ‘আপনারে চিনলে পরে অচেনারে যায় চেনা’। এ গানে রবীন্দ্রনাথও ‘গোপনবাসীর কান্না হাসির গোপন কথা শুনিবারে কান পেতে থাকেন আপন হৃদয় গহন-দ্বারে’। মানুষের আপনার মধ্যে আছে যে মানুষ রতন তার খোঁজেই বাউল ঘরছাড়া, গভীর নির্জন পথের যাত্রী। আমি কান পেতে রই গানের অন্তরায় ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃতনীল পদ্ম লাগিরে একই ব্যঞ্জনাকে বয়ে আনে। সঞ্চারী অংশের কে সে মোর কেই বা জানে এবং বাউল গানের কে কথা কয় রে দেখা দেয় না, বিপন্ন বিষাদকে সমান্তরালে দাঁড় করিয়ে দেয়। পাখি বুলি বলে শুনতে পাই, / রূপ কেমন দেখি না ভাই, লালন শাহের এ আক্ষেপেরই প্রতিধ্বনি আমি কান পেতে রই গানের শেষ পংক্তিতে ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে ।
    যন্ত্রানুষঙ্গ পরিচালনাঃ দুর্বাদল চ্যাটার্জী
    © কপিরাইটঃ সোমা ঘোষ (সর্বস্বত্ব সংরক্ষিত)

Комментарии • 17

  • @thatloneclone9479
    @thatloneclone9479 Месяц назад +1

    অসাধারণ কন্ঠের কারুকাজ। মন ছুয়ে গেল।

  • @manirulzaman7346
    @manirulzaman7346 2 месяца назад +1

    চমৎকার গায়কী। প্রাণ ছুয়ে যায়।

  • @AKDLTGHT
    @AKDLTGHT 25 дней назад +1

    দাদা। প্রনাম। রবীন্দ্র সঙ্গীত পরিবেশনে আপনার বিশেষ নতুনত্বে যে মাত্রা যুক্ত হলো. শুনে খুবই ভালো লাগছে. এতে রবীন্দ্র সাহিত্যে জ্ঞান সম্বৃদ্ধ হবার সুযোগ সৃষ্টি হচ্ছে।প্রত্যাশা. আপনি ভালো থাকুন. সুস্থ থাকুন ও সুদীর্ঘ্যজীবি হোন পরমপিতার কাছে- এই আমার একান্ত প্রার্থনা।

  • @davidsyed8857
    @davidsyed8857 27 дней назад +1

    রবীন্দ্র সংগীত পরিবেশনে নতুনত্বে অভিনন্দন।

  • @sujayachakraborty2312
    @sujayachakraborty2312 23 дня назад +1

    Khub sundor

  • @kaziehsanul4356
    @kaziehsanul4356 2 месяца назад +1

    স্যরকে ভাল রাখবেন পরম করুনাময় আল্লাহ

  • @Mrittikadebnath
    @Mrittikadebnath Месяц назад

    স্যারের জন্য ঈশ্বরের কাছে অশেষ প্রার্থনা রইল , স্যারের অসাধারণ সৃষ্টি যেন বহু দূর এগিয়ে যাক। স্যারকে সুস্থ ও দীর্ঘ আয়ু কামনা করছি ঈশ্বরের কাছে।

  • @prakashghosh8988
    @prakashghosh8988 2 месяца назад +1

    Prey tirish bachhar par utube apnar chhabi o gan shune khub valo laglo valo thakben thanks from Kolkata the city of jay

  • @DataofNature..
    @DataofNature.. 2 месяца назад +1

    আশা করছি অনেক দূর এগিয়ে যাবেন, সফলতার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কখনো হতাশ হবেন না সময় যতই খারাপ হোক বা ভিউ কম হোক, হতাশ হলেন তো ব্যার্থ হলেন।ভিডিও চালিয়ে যান সফলতা কখন কিভাবে আসবে বুঝতেই পারবেন না, ভালোবাসা রইলো ❤🇧🇩🎉

  • @syedasonia-dv2bm
    @syedasonia-dv2bm Месяц назад +1

    অজানাকে জানলায়
    খুব সুন্দর গায়কি,,, স্যার

  • @nanditamallick2762
    @nanditamallick2762 2 месяца назад +1

    অসাধারণ স্যার!🙏

  • @vision.2034
    @vision.2034 2 месяца назад +1

    স্যার, আপনার কন্ঠ শুনে খুব ভালো লাগছে। আপনি কেমন আছেন?

  • @kazichapal
    @kazichapal 2 месяца назад +1

    -------------প্রিয় গান আমার। ভাল লাগল স্যার