এ মণিহার আমায় নাহি সাজে | সাধন ঘোষ | অ্যালবামঃ পথ-চাওয়াতেই আনন্দ

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2024
  • এ মণিহার আমায় নাহি সাজে-
    এরে পরতে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে।।
    কন্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে-
    ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে ।।
    তাই তো বসে আছি,
    এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি।
    ফুলমালার ডোরে বরিয়া লও মোরে-
    তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে ।।
    তথ্যপঞ্জি:
    রচনার তারিখ: ৮ ভাদ্র ১৩২০ (২৪ আগস্ট ১৯১৩)। কবির বয়স: ৫২। রচনার স্থান: 16 More`s Garden, Cheney walk, London-এর বাসভবন। প্রকাশ: ১. ভারতী পত্রিকা, পৌষ ১৩২০, শিরোনাম- গান; ২. প্রবাসী পত্রিকা, পৌষ ১৩২০, শিরোনাম- মণিহার; ৩. গীতিমাল্য কাব্য ১৩২১, ৩৪ সংখ্যক কবিতা; ৪. Fruit Gathering, অনূদিত কবিতা-সংকলন ১৯১৬, ১১ সংখ্যক কবিতা , কবিকৃত ইংরেজি অনুবাদ It decks me only to mock me this jewelled chain of mine......; ৫. গীতবিতান (১ম সং) ২য় খণ্ড, আশ্বিন ১৩৩৮; ৬. গীতবিতান (২য় সং) ১ম খণ্ড, ভাদ্র ১৩৪৫; ৭. গীতবিতান (অখণ্ড), আশ্বিন ১৩৭১।
    পর্ব: পূজা, ৪৮৯ সংখ্যক গান। উপপর্ব: বিবিধ। রাগ: ইমন। তাল: একতাল। পূর্বতন স্বারলিপি: ১. আনন্দসঙ্গীত পত্রিকা, পৌষ ১৩২০, ইন্দিরা দেবী; ২. গীতলেখা (৩য় খণ্ড), ১৩২৭, দিনেন্দ্রনাথ ঠাকুর। প্রচলিত স্বারলিপি: স্বরবিতান-৪১, দিনেন্দ্রনাথ ঠাকুর।
    পাঠভেদ:
    --------------------------------------
    ১.এরে পরতে গেলে লাগে....
    ২.তবেই আমি বাঁচি....
    স্বরলিপি, গীতিলেখা- ৩, ১৩২৭; গীতবিতান (অখণ্ড) ১৩৭১।
    --------------------------------------
    ১. পরতে গেলে লাগে....
    ২. তবে আমি বাঁচি...
    গীতবিতান ১ম সংস্করণ ২য় খণ্ড ১৩৩৮; ২য় সংস্করণ ১ম খণ্ড ১৩৪৫।
    সংগীতভাষ্য:
    ২৭ মে, ১৯১২। পাশ্চাত্য-ভ্রমণে বের হলেন রবীন্দ্রনাথ। প্যারিস হয়ে লণ্ডন। সেখান থেকে আমেরিকা, আবার লণ্ডনে। প্রায় ১৬ মাসের প্রবাস। বিপুল সংবর্ধনা ও প্রশস্তিতে তাঁকে বরণ করে নিল সেখানকার মানুষ। এই প্রবাসের শেষের দিকে ১৯১৩-র ২৪ আগস্ট লণ্ডনে অবস্থানকালে তিনি রচনা করেন এ মণিহার আমার নাহি সাজে। পাশ্চাত্যের বিপুল সংবর্ধনা ও প্রশস্তিগাথা তাঁকে ক্লান্ত করে তুলেছিল। সম্ভবত তারই মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে এ গানে। একটি চিঠিতে তিনি এ সময় লিখেছিলেন, ‘কাজ যখন সাধনার চেয়ে বড় হয়ে উঠতে চায় তখন তাকে ঝেঁটিয়ে ফেলে বেরিয়ে পড়বার সময় আসে- আমার সেই সময় এসেছে’। চিঠির এ কথা গুলোরই শিল্পিত প্রতিধ্বনি এ মণিহার আমায় নাহি সাজে। অনুরাগীদের সংবর্ধনার কোলাহল থেকে, প্রশংসার প্রাচুর্য থেকে, অবিশ্রাম কর্মের ভার থেকে মুক্ত হয়ে তাঁর কবিসত্তা ফিরে যেতে চায় প্রশান্ত সাধনায়। খ্যাতির মণিহার নয়, কবি-আত্মার প্রার্থিত বরণসজ্জা ফুলমালার ডোর।
    যন্ত্রানুষঙ্গ পরিচালনাঃ দুর্বাদল চ্যাটার্জী
    © কপিরাইটঃ সোমা ঘোষ (সর্বস্বত্ব সংরক্ষিত)

Комментарии • 9

  • @shilpabairagi8948
    @shilpabairagi8948 3 месяца назад +2

    ❤🙏❤

  • @AKDLTGHT
    @AKDLTGHT 2 дня назад

    খুব ভালো লাগলো।শুভকামনা রইলো।

  • @syedasonia-dv2bm
    @syedasonia-dv2bm 27 дней назад +1

    খুব ভালো একটা কাজ শুরু করেছেন স্যার, ধন্যবাদ আপনাকে।‌

  • @hoihullor6018
    @hoihullor6018 Месяц назад +1

    স্যার , অসাধারণ। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম

  • @Mrittikadebnath
    @Mrittikadebnath 25 дней назад +1

    স্যার, অশেষ শ্রদ্ধা রইল। অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন, খুব ভালো হয়েছে। গান গুলো চমৎকার গেয়েছেন স্যার।

  • @nanditanazma1942
    @nanditanazma1942 3 месяца назад +1

    তথ্য সমৃদ্ধ গান খানি অন্য মাত্রা দিয়েছে।
    স্যার, খুব ভালো উদ্যোগ। আপনার সুস্থতা কামনা করি। 🙏🙏🙏

  • @-TarakChandDhali-
    @-TarakChandDhali- 3 месяца назад +1

    যাদুময় উচ্চারণ আর অনন্য সুরের দ্যুতি প্রাণে দোলা দিয়ে গেল।অখণ্ড শ্রদ্ধা,স্যার।

  • @user-yd6pe8cg9l
    @user-yd6pe8cg9l 3 месяца назад +1

    প্রণাম স্যার

  • @bandanabhattacharya2618
    @bandanabhattacharya2618 13 дней назад

    খুব সুন্দর ❤