কোন্ পুরাতন প্রাণের টানে | সাধন ঘোষ | অ্যালবামঃ পথ-চাওয়াতেই আনন্দ

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июл 2024
  • কোন্ পুরাতন প্রাণের টানে
    ছুটেছে মন মাটির পানে ।।
    চোখ ডুবে যায় নবীন ঘাসে, ভাবনা ভাসে পূব-বাতাসে-
    মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে ।।
    লাগল যে দোল বনের মাঝে
    অঙ্গে সে মোর দেয় দোলা যে।
    যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
    আজ এই মেঘের শ্যামল মায়ায়
    সেই বাণী মোর সুরে আনে ।।
    তথ্যপঞ্জি:
    রচনা: ১৩ শ্রাবণ ১৩৩৬ (২৯ জুলাই ১৯২৯)। কবির বয়স ৬৮। রচনার স্থান: শান্তিনিকেতন। প্রকাশ: ১. বিচিত্রা পত্রিকা, আশ্বিন ১৩৩৬; ২. বনবাণী কাব্য, আশ্বিন ১৩৩৮, বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব অংশের গান; ৩. প্রবাসী পত্রিকা, ভাদ্র ১৩৪১; ৪. গীতবিতান (১ম সং) ৩য় খণ্ড, শ্রাবণ ১৩৩৯; ৫. গীতবিতান (২য় সং) ২য় খণ্ড, ভাদ্র ১৩৪৬; ৬.গীতবিতান (অখণ্ড), আশ্বিন ১৩৭১। পর্ব: প্রকৃতি, ৫৪ সংখ্যক গান। উপপর্ব: বর্ষা। রাগ: ইমনকল্যাণ। তাল: কাহারবা। পূর্বতন স্বরলিপি: ১. বিচিত্রা পত্রিকা, আশ্বিন ১৩৩৬, দিনেন্দ্রনাথ ঠাকুর, প্রবাসী পত্রিকা, চৈত্র ১৩৪১, শৈলজারঞ্জন মজুমদার। প্রচলিত স্বরলিপি: স্বরবিতান-১, দিনেন্দ্রনাথ ঠাকুর।
    সংগীতভাষ্য:
    ১৯২৮ সালের ১৪ জুলাই শান্তিনিকেতনে বর্ষামঙ্গল উৎসবের অঙ্গ হিসেবে রবীন্দ্রনাথ দুটো অনুষ্ঠানের প্রবর্তন করেন- বৃক্ষরোপণ এবং পরের দিন শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসব। এক বছর পরে ২৯ জুলাই হলকর্ষণ উৎসবের জন্য তিনি রচনা করেন কোন্ পুরাতন প্রাণের টানে গানটি। কিন্তু উপলক্ষ্যকে ছাপিয়ে এটি হয়ে উঠেছে বর্ষা ঋতুর একটি অনন্য গান। ঋতুর মধ্যে বর্ষাই কেবল একা একমাত্র। তাহার জুরি নাই- কথাগুলো রবীন্দ্রনাথের এবং বিশেষ করে গানে এ ঋতুর প্রতি তাঁর খোলামেলা পক্ষপাতিত্ব। বর্ষা কখনও তাঁকে সঙ্গীহীন করিয়া ছাড়িয়া দেয়, যে দিন ভেসে গেছে চোখের জলে কখনও তাঁর ছায়া পড়ে শ্রাবণ গগণতলে, কখনও শ্রাবণের ধারাকে তাঁর মনে হয় ঈশ্বরের করুণাধারা। এই বর্ষাই আবার কবির কাছে কখনও হয়ে ওঠে ভুবনভরসা, অমৃতবারির বার্তা। কোন্ পুরাতন প্রাণের টানে গানটিতে বহু যুগের ওপার হতে বর্ষী বহন করে এনেছে প্রাণকে। সুদূর আঁধার আদিকালে এক দিন প্রাণেরে ডাক দিয়েছিল যে অবিরাম বর্ষণ, নিত্য নবীন হয়ে সে-ই ধানের ক্ষেতের অংকুরে ছড়িয়ে দেয় প্রাণ। প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ-গানে।
    যন্ত্রানুষঙ্গ পরিচালনাঃ দুর্বাদল চ্যাটার্জী
    পরিকল্পনা ও কপিরাইটঃ সোমা ঘোষ (সর্বস্বত্ব সংরক্ষিত)
    কারিগরি সহায়তাঃ দেবজ্যোতি সরকার

Комментарии • 7

  • @manasjana7540
    @manasjana7540 3 дня назад

    ব্যতিক্রমী প্রয়াস,,,,,, ভালো লাগলো।

  • @AKDLTGHT
    @AKDLTGHT 25 дней назад

    তথ্যপঞ্জি ও সঙ্গীতভাষ্যসহ অসাধারণ রবীন্দ্র সঙ্গীত পরিবেশনার জন্য বিনম্র শ্রদ্ধা জানাই।

  • @biswanathlahiri8608
    @biswanathlahiri8608 9 дней назад +1

    ঋদ্ধতা ও মুগ্ধতাকে ছাপিয়ে যাওয়া এই সঙ্গীত ধারার বিররণ যেন ঈশ্বর কাননে হঠাৎ এসে পড়া কোনও অর্বাচীনের বিস্ময়াপন্ন অস্তিত্বকেই যেন বারংবার সুচিত করে চলেছে । ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏 দীর্ঘজীবন কামনা করি আপনার ।

  • @syedasonia-dv2bm
    @syedasonia-dv2bm 27 дней назад

    ভীষণ ভালো লাগছে স্যার,, গানের সংগে গানের ইতিহাস

  • @nanditanazma1942
    @nanditanazma1942 25 дней назад

    প্রণাম, স্যার। অনেক ভালো লাগলো। 🙏🙏

  • @Mrittikadebnath
    @Mrittikadebnath 27 дней назад

    বাহ্, অসাধারণ স্যার 🙏

  • @chittamandal3347
    @chittamandal3347 27 дней назад

    শুভ কামনা রইল দাদা । ভীষণ ভীষণ ভালো । নতুন করে বলার কিছু নেই