বিয়ে আমার পছন্দে নাকি বাবা-মার পছন্দে করবো? (Podcast-61) |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 307

  • @saymatanjila2841
    @saymatanjila2841 Год назад +35

    আজ পর্যন্ত রিলেশন নিয়ে যত প্রশ্ন মাথায় ঘুরতো তার সব উত্তর একসাথে।🩷

  • @fatehajannat7883
    @fatehajannat7883 Год назад +50

    অনেক মূল্যবান, কথা, অনেক জরুরি কথা, সবগুলোই কথা ঠিক আছে- আল্লাহর দিকে চেয়ে জীবন কাটাইতেছি যে যা বলে বলুক- আল্লাহ আমাকে জান্নাত দিবেন 🤲

  • @shirinsultana4621
    @shirinsultana4621 Год назад +7

    পরকীয়া একটা সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। যুগোপযোগী, আর অত্যন্ত দিক নির্দেশনামুলক জ্ঞানগর্ভ আলোচনা।উভয়কেই ধন্যবাদ।

    • @ashiqurrahman3461
      @ashiqurrahman3461 Год назад

      এটা অসৎ চরিত্রের বহিঃপ্রকাশ

  • @nijhorsultana6713
    @nijhorsultana6713 Год назад +21

    অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি মনোযোগ দিয়ে শুনেছি এবং সমগ্র আলোচনা শুনে মনে হলো আমরা যদি বিয়ের ক্ষেত্রে বা প্যারেন্টিং রএ ক্ষেত্রে যদি আমরা ইসলামকে অনুসরন করি সেক্ষেত্রে অনেক বড় বড় সমস্যা সমাধান পাওয়া যায়।

  • @runakabir4201
    @runakabir4201 10 месяцев назад +3

    ইয়াহিয়া ভাইয়ের প্রত্যকটা প্রোগ্রাম গুলা শুনতে এতভাল লাগে মনে হয় সারাদিন শুনতে থাকি।।।আললাহ উনাকে নেকহায়াত দলরাজ করুন এবং আরও বেশি বেশি করে মানুষদের কে হেদায়েত দান করুন।।।।।আমিন

  • @M.ABULLAH
    @M.ABULLAH 11 месяцев назад +2

    খুবই চমৎকার ভাবে সমস্যা গুলো তুলে ধরেছেন ।
    আশা করি অনেকেই উপকৃত হবে।
    আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুক

  • @MeharunNisa-n7k
    @MeharunNisa-n7k Год назад +1

    কথাগুলো আমার সাথে মিলে গেলো।আমাদের 6 বছরের সম্পর্ক শুধুমাত্র পরিবারের জন্য ভেঙে গেলো।তাদের এইকাজের জন্য তাদের উপর ক্ষোভ আমার সারাজীবন রয়ে যাবে।আমার পরিবারের কথা আমরা এই জায়গা ছাড়া অই জায়গায় আত্মীয়তা করতে ইচ্ছুক নই।আমরা আরও ভালো জায়গায় আত্মীয়তা করবো।তোমর পছন্দ তোমার যোগ্য না আরও কতো ডিমান্ড। আমার খুশি টা কেউ দেখলো না🙂

  • @abdullahalifaz
    @abdullahalifaz Год назад +10

    মাশা আল্লাহ।কিভাবে ইসলামের আলোকে কথা গুলো বুঝিয়ে দিয়েছেন❤

  • @saidarashid8493
    @saidarashid8493 Год назад +12

    Yesss divorce is not always a solution until it's toxic.

    • @chyafrin
      @chyafrin Год назад

      যে জীবনে,,যে,, কিছুতেই,,টেকে,যায়
      সে,,, সেখান,,, থেকেই শিক্ষা অর্জন করতে পারে, আমিন, সুবহানআল্লাহ

  • @tulipkhan4890
    @tulipkhan4890 Год назад +12

    মানুষের মতামত এমন একটা জিনিস যা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে। বরং ইসলাম এমন একটা ধর্ম, যার মধ্যে সব সমস্যার সমাধান আছে।

    • @Pretty_Islam987
      @Pretty_Islam987 11 месяцев назад

      True❤❤❤

    • @Hassan-xs4ng
      @Hassan-xs4ng 6 месяцев назад

      ইসলাম যুদ্ধ হানাহানি, চারটা বিযে, হুজুরের কামডা কামডি 😅😮😊

  • @ahsanmohammad2430
    @ahsanmohammad2430 Год назад +43

    আমার বোন একজন ডিভোর্স পার্সন। ওর বিয়ে নিয়ে পরিবারের সবাই খুব স্ট্রাগল করছি। আল্লাহর কাছে চাওয়া, আপনাদের এই "পালকি" উদ্যোগ এর মাধ্যমে যেন একটা কূলের নাগাল পেতে পারি।

    • @Sheikh-jahid
      @Sheikh-jahid Год назад +3

      ফি-আমানিল্লাহ্ ভাই

    • @nahidulislamnahid374
      @nahidulislamnahid374 Год назад +2

      Ordhekdeen check korben jekono akta solution peleo Pete paren..dhonnobad

    • @Shorifulislam70902
      @Shorifulislam70902 Год назад +1

      আপনার বোনের পড়াশোনা সম্পর্কে বলুন।

    • @chyafrin
      @chyafrin Год назад +1

      আহারে,,,পালকি,,, বা,,বিয়ে,, এবং
      ভালবাসা,,,এই,,শ্বব্দ,,,বা,,,ওয়আর্ড,,
      দেখা,,,বা,, শুনতে,, পাওয়া,,আমার,
      না,,, কেমন,,, জানি,,লাগে,,,মস্তিসকো
      থেকে,,,শুরু,,করে,,পা,,,অব্দী,,যেন,,
      ঝীম,,ঝীম,,, করে,,, শুনতে,,ভাল,,না
      লাগলে ও,,, তবুও,, শুনতে,,,চায়,,,,
      কারণ,,, আমি,, মনে করি,,, কিছু তো
      শিখতে,,, পারবো,,,,,বা,,, নতুন,,,,
      প্রজম্মের,,, জন্য,,, কিছু না কিছু,, করতে,,,পারবো,,,তাই,,তো,,, শুনি,,
      নিজের,,, জীবন,,তো,,,প্রায়,,, শেষের দিকে,,,, অজান্তে,,, জীবন,,যুদ্ধে হেরে
      যাওয়ার,,,মানি,,,টা,,, একমাত্র আল্লাহ
      জানেন,,,ভাল,,, আর,,,কেউ,,জানে
      না,,,, সুবহানআল্লাহ,,,লা,,,থাকনাতু,
      মীর রহমত্বীল্লাহ,,,,,আল্লাহু আকবার,,

    • @rowshonnadira6296
      @rowshonnadira6296 Год назад

      Palki kire bhai? Ektu bolben?

  • @Tasikurah
    @Tasikurah Год назад +9

    অসাধারন আলোচনা ।সঠিক আলোর পথে চলার পেরনা পাবে পথহারা পথিক।but need to understand their intentions

  • @fakesmile7496
    @fakesmile7496 Год назад +35

    আমার বাবা মা রা সব ভুল কচ্চে, 😁😁😁😁
    এটা বেষ্ট ছিলো স্যার 🥰

  • @chyafrin
    @chyafrin Год назад +2

    ডিবোর্সের। আলোচনা,,,টি,,, অনেক,
    গুরুত্ব,,, পূর্ণ,, একটি বিষয়,,, শুনতে,
    পেয়ে,,, অনেক,,ভাল, লেগেছে,,,,,
    যে,,, সংসারে,,,কোন,, মূল্য বোধ না,
    থাকে,,সেখানে,,ডিবোর্স,, হয়ে,যাওয়া টা,, অতীব,, প্রয়োজন,, মনে,,করি, না
    হয়,,সমশ্যার,,কখনো,, সমাধান,, হবে না,, শুকরিয়া আলহামদুলিল্লাহ,,

  • @aberzist
    @aberzist Год назад +7

    খুবই গুরুত্তপূর্ণ আলোচনা।
    সবার শুনা উচিৎ।

    • @chyafrin
      @chyafrin Год назад

      জীবন সংগী,,,মানি,,,ফুল বা ফুলের,,,
      সুভাষ,,,নয়,, শুধু,,যে ফুলের,,সজীবতা
      শুভাস,,চলে, গেলে,,ছুরে,,ফেলে, দেবে
      এই,রকম,,,হলে,,, ইহকাল,, থেকে পরকাল অব্দী, টিকে থাকতে পারে না

    • @chyafrin
      @chyafrin Год назад +1

      একজন,, ভালবাসা,হীন,বস্তুর,মতো,
      অসহায়,ব্যত্তি,এর,কী, পরিমাণ, দুঃখ,
      একমাত্র আল্লাহ, জানেন,, আর, কেউ,
      জানে না,, সুবহানআল্লাহ,

    • @chyafrin
      @chyafrin Год назад +1

      হায়রে,,, মানুষের,মন,,,বরয়, বিচিত্র,
      কারো,, জীবনে,যদি,, জীবন বীমায়,
      ভালবাসার,,বিন্দু,ও, না, থাকে,, তাহলে
      সে,,, আল্লাহর,,দয়ার,, উপর বর্ষার,ছাতা টি,মাথার উপর দিয়ে,রাখেন,
      সুবহানআল্লাহ,

  • @chyafrin
    @chyafrin Год назад +2

    সার,,, গুরুত্ব পূর্ণ,, কথা,,তুলে, ধরেছেন শুনে,,কতোটা,ভাল,,লাগছে,
    বলে,বোজাতে, পারবোনা,, সবার জীবনের জন্য, অনেক, দরকারে আসবে,
    আমিন সুবহানআল্লাহ

    • @chyafrin
      @chyafrin Год назад

      বাইরে,,সটিক,, বয়সে,,যদি,এই,কথা, শুনতে,,পারতাম,,, জীবন,কে,,শূন্যতার বাসা,বেঁধে,থাকতে,হতো না সুবহানআল্লাহ

    • @chyafrin
      @chyafrin Год назад

      আসলে,,ছেলেরা,,বয়স,,হলেও,,বিয়ে
      করতে,,পারে, কিন্তূ, মেয়েরা,তা, পারে না

  • @kaziahmed3108
    @kaziahmed3108 Год назад +2

    Your discussion always helpful, I married fathers choice still together thirty five years

  • @mainuddinrumel5348
    @mainuddinrumel5348 11 месяцев назад +3

    সকল মা বাবার প্রতি সম্মান রেখেই বলি, মানুষকে সবচেয়ে বেশি ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাবা মা। দেখা যায় বিয়ের ক্ষেত্রে তারা তাদের পছন্দের ছেলে বা মেয়ের সাথে বিয়ে দিল। বিয়ের পরে কোনোরকম সমস্যা হলে তারা বারবার বলে, ভাগ্য খারাপ কি করব বলো? আমি/আমরা কি জানতাম যে এমন হবে? একই পরিস্থিতি যদি নিজের পছন্দের বিয়ের ক্ষেত্রে হয়, তখন তারা বলেন, দেখ এবার বুঝ মা বাবার অমতে বিয়ে করলে কি হয়।!! কোনো ক্ষেত্রে এমনও দেখা যায় সেই ছেলে বা মেয়ে যদি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, চারিত্রিক সব দিক দিয়ে যোগ্যও হয়, তবুও সে অপমানিত হয় শুধুমাত্র পরিবারের অমতে বিয়ে বলে।

  • @MizanurRahman-xl8we
    @MizanurRahman-xl8we Месяц назад

    ১. তাড়াহুড়া করছো কিনা
    ২. রিপিটেড পরকিয়া, গায়েহাত, খারাপভাষ প্রমানসহ
    ৩. অন্যজন ভালো হবে তার কি প্রমাণ
    ৪. সন্তানদের কি হবে।
    ৫. কষ্ট কমবে না বাড়বে

  • @faridanooruddin7382
    @faridanooruddin7382 Год назад +1

    আসসালামুআলাইকুম
    আলহামদুলিল্লাহ আললাহ মহান শুকরিয়া তারি।আপনাদের আলোচনা অনেক সুন্দর । আপনাদের মতো মানুষ মানুষ কে অন্ধকার হতে আলোতে আশার পথ দেখাচ্ছে। দূয়া থাকল এ ভাবেই মানুষ কে পথ দেখান।ধন্যবাদ

  • @hkabir023
    @hkabir023 Год назад +7

    Highly underrated discussion!! Great work vaiya 😊

  • @aloakter9472
    @aloakter9472 Год назад +1

    কি বোলবো ইয়াহিয়া স্যার আপনার প্রত্তেক্টা কথা একদম ঠিক যা আমি জিবনে মিল পেয়েছি 😢😢

  • @tasminmahmody4574
    @tasminmahmody4574 Год назад +2

    i hope ami ei podcast gula aro 4/5 bochor age dekte partam.tahole jibon er besh kisu boro decision boje shone nite partam.eta khub e jogupogugi alochola.sobar ekber holeo dekha uchit.

    • @mumithossain5555
      @mumithossain5555 Год назад

      Kno apu?mane apni apnar abbu ammur kotha shune biye korsilen?

  • @ihram6265
    @ihram6265 Год назад +2

    আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছে সাহায্য করেন এবং তিনিই প্রবলপরাক্রমশালী, পরম দয়ালু।
    সূরা আর রুম : ৫

  • @ইফতুশুভ-ঙ৪ব
    @ইফতুশুভ-ঙ৪ব Год назад +8

    মাশা-আল্লাহ, চমৎকার একটি Podcast.

  • @anabiyaakram1158
    @anabiyaakram1158 Год назад +131

    বিয়ের পর ও অনেক পুরুষ শুধু নিজেকে নিয়েই চিন্তা করে,সে যে মেয়েটার দায়িত্ব নিলো,যে মেয়েটা তার সকল আপনজন ছেড়ে স্বামীর হাত ধরলো তার প্রতি একজন পুরুষের দায়িত্ব সম্পর্কে একটু বলবেন 🙏🙏🙏🙏🙏

    • @Helal_Bin_Sham.s
      @Helal_Bin_Sham.s Год назад

      পুরুষরা এখন অধিকাংশ'ই বিয়ের পর তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন নয়...!

    • @princerayhanrayhan3541
      @princerayhanrayhan3541 Год назад +4

      এরকম টা কিছু মেয়েরাঅ করে

    • @Homeo786
      @Homeo786 Год назад +6

      ভাইয়া আমার একটা প্রশ্ন স্বামী যদি মা তুলে গালাগালি করে সেই স্বামীর সঙ্গে থাকা কি ঠিক সব সময় বাবা মায়ের কাছে যায় টাকা চাওয়া কি সম্ভব এই বিষয়ে যদি একটু বলতেন ভাইয়া

    • @Homeo786
      @Homeo786 Год назад +2

      ভাই আমার দুইটা মেয়ে আছে ছোট ছোট কি যে করবো বুঝতেসিনা এভাবে তো আর পারতেছিনা আব্বু আম্মুর উপরে আর কতদিন বোঝা হয়ে চলবো

    • @mutahirabid9137
      @mutahirabid9137 Год назад +8

      ঠিক এর উল্টোটা আমার সাথেই হয়েছে। বর্তমানে এমন আত্মকেন্দ্রিক স্বার্থপরতা মেয়েরাই বেশী করতেছে (আমি নিজেই একজন ভুক্তভোগী স্বামী)

  • @linajahanchowdhury9212
    @linajahanchowdhury9212 Год назад +1

    Ma Shah Allah.
    Khub bastob sommoto discussion chilo ja ami ashe pashe oho roho dekhtesi & nijeo eysob problem face kortesi.

  • @abdulmojid808
    @abdulmojid808 Год назад

    অনেক প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে
    ধন্যবাদ দুইজন কে ই

  • @aninditasristi1602
    @aninditasristi1602 Год назад +1

    Purush manuse rup dekhe gun dekhe sob e upovog kore atai vaiba se valo ase tar family valo ase kintu ak jon ke kosto diye sei manuse ta kivabe arek jon ke aivabe valobashbe ma baba r valobasa jemon r kawl dewa jay na amr mone ami feel kori ak jon ke valobashle seita r karo sate feel kora jay na🖤💙

  • @sayedanazninara6616
    @sayedanazninara6616 Год назад +3

    Life is your own, so its the matter of you, most of the time will cut with you & parents will not stay up to long, they will die after few year, but you may with her for a long time, so we need to decide own choose!

  • @nayeefachowdhury
    @nayeefachowdhury Год назад +12

    Great discussions! I have seen teenagers and young adults repelled by the thoughts of "a marriage of convenience". It is quite difficult to convince them away from a romanticised idea of marriage.

  • @soyaibasultanatuba1724
    @soyaibasultanatuba1724 Год назад +7

    Highly commendable podcast. ❤

  • @reshmashaon6044
    @reshmashaon6044 Год назад +2

    Vaya ami onek upokrito hoyesi . Doa kori susto , kormokkom dirgo jibon apnara lav koren

  • @tuhinabegum1749
    @tuhinabegum1749 Год назад +2

    Vishon sundor bastob kothaguli..., anek solution paoa gelo.

  • @KhusiKhan-uz5vt
    @KhusiKhan-uz5vt 6 месяцев назад

    আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম।❤

  • @ayeshasiddiqua3024
    @ayeshasiddiqua3024 Год назад +2

    Palki ekta good job..Ami cai er Dara amr help howk..sir plz janaben kivave ki korbo..Ami shotti khub proyojon...may Allah bless you sir

  • @EmranHossainBlog
    @EmranHossainBlog Год назад +1

    Yahia bhai, ami goto 1.5 bosor jabot apnar video gulo dekhi, sotti onek kcu sikhar ase apnar theke. Maje maje ami mugdho hoi MashAllah Allah apnake koto geyan diyese. Keep up the good work.

  • @rezaurrahman8876
    @rezaurrahman8876 2 месяца назад

    দারুণ আলাপ, শুভকামনা রইল।

    • @yahiaamin
      @yahiaamin  2 месяца назад

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

  • @lighthouselifehacks9195
    @lighthouselifehacks9195 Год назад +2

    ভালবাসার জন্য বিয়ের সম্পর্কে যাওয়ার আগে ভালবাসাটার সজ্ঞা নির্ধারন করা অপরিহার্য। কেন ভালবাসেন?
    শারীরিক আকর্ষন নাকি গুণের কারণে।
    সবার পক্ষে নিজে এটা পারা যায়না হেতু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এটা স্থির করতে হবে এবং এখানে এক নং কেই ছেড়ে আসতে হবে দুই নং এর জন্যে।

  • @ummenusaiba5056
    @ummenusaiba5056 Год назад +1

    টক্সিক কথা বার্তা আমাদের পরিহার করতে হবে।

  • @priotaa_
    @priotaa_ 11 месяцев назад

    more people need to hear this..A great Masterpiece.

  • @faridihasan6190
    @faridihasan6190 Год назад +1

    Ai alochona jodi 6bocor agy thakto onk upokar hoto

  • @rayhankabir8382
    @rayhankabir8382 Год назад +11

    Believe me এখানে প্রতিটি কথা আমাকে নিয়ে হয়েছে। আমি বিয়ে করতে চাচ্ছি একটা ভদ্র মেয়েকে কিন্তু আমার বাবা মা সেটা করাচ্ছে না শুধু মাত্র মেয়ে টা সর্ট বলে।

    • @mistyakter6665
      @mistyakter6665 Год назад +1

      ​@Tahmid Abdullah মৃত্যু কখনো সমাধান হতে পারে না আর কবে ওনার বাবার মৃত্যু হবে কবে বিয়ে করবে? উনি ওনার বাবা-মাকে বুঝানোর পর বিয়ে যদি না দেয় উনি নিজে নিজে বিয়ে করতে পারে আস্তে আস্তে বাবা-মা মেনে নেবে ইনশাআল্লাহ

    • @DoodleDoo
      @DoodleDoo Год назад +1

      Just do it. After having children, they will accept easily. I have seen many such cases and they are very happy after marriage.

    • @raisa_cherry35
      @raisa_cherry35 Год назад

      Sorry to hear that brother ❤

    • @konnichiwahsayonara
      @konnichiwahsayonara Год назад

      Apni shongsar korben .ajonno decide apnar kora dorkar.
      Ma babar pochonde biye korechi .ki lav holo .kopal a poreche serial cheater, bodmaish. Na sharirik sukh pelam, manushik shanti nei, financial support niye struggle kori. Ak prokar ami akta furniture er moto ai shongsar a . Barti kichu na. She shukhei ache .ami more lash er moto jibon par korchi .norokiyo jontrona ses hobe na hoyto. Ami hoyto unak jibon aw maf korbo na

  • @tauhidbd
    @tauhidbd Год назад

    অসাধারন পডকাস্ট।এ বিষয়ে আরো পডকাস্ট করুন।

  • @DrMaria-kr2ze
    @DrMaria-kr2ze 11 месяцев назад +2

    Plz do a podcast on narcissism or narcissistic relations @yahia amin bhai

  • @islamicsocialservicefoundation
    @islamicsocialservicefoundation Год назад +3

    খুব ভালো আলোচনা। মায়ের কথা শুনে একজন মেয়েকে ছেড়ে দিয়েছিলাম সে গরিব ছিলো বলে না পছন্দ করেনি৷ কিন্তু আজ জাকে প্রেম করে আবার বিয়ে করেছি তাকে নিয়ে আমি সুখি নয়৷ কিন্তু ওই আগের মেয়েটার জন্য আমি এখোনো আফসোস করি। কিন্তু তার ও বিয়ে হয়ে গেছে। এখন কিছু করার নেই। এখন মনে হয় 2nd marriage করি একটা সব কিছু দেখে শুনে ভালো মেয়ে। আচ্ছা ২nd marriage নিয়ে ইসলাম এবং বাস্তব এ এটা করা ঠিক হবে কিনা? একটি ভিডিও দিবেন এটা নিয়ে।

  • @jakirhussain2256
    @jakirhussain2256 Год назад +2

    Yahia amin real wise and brought minded man.

  • @Nurjannatul_127
    @Nurjannatul_127 Год назад +3

    আমরা সবি হতে চাই কিন্তু ভালো মানুষ হতে চাই না। ভালো স্বামী হতে চাই না। আমরা জানি না আমাদের কি করনীয়। আমরা দেহের চিকিৎসা নেই কিন্তু মনের চিকিৎসা নেই না

    • @ashiqurrahman3461
      @ashiqurrahman3461 Год назад

      ভালো মানুষ মহা মূলবান।

  • @syedsensei6441
    @syedsensei6441 Год назад +2

    সাদা সাট আরও ধার্মি ক কথা বলবেন তাহলে আরো মন ছুয়ে যাবে

  • @aaronadam4747
    @aaronadam4747 Год назад +6

    Please do a episode on the struggles of being a homosexual and is it right for gays to remain celibate according to Islam.

    • @nayeefachowdhury
      @nayeefachowdhury Год назад

      Important topic.

    • @DoodleDoo
      @DoodleDoo Год назад

      They will probably say you are mentally ill and need treatment to become heterosexual. Think logically instead of relying on ancient ideology that doesn't always make sense.

    • @manzurelahi4873
      @manzurelahi4873 Год назад

      Aarey tor toe gordan neoa uchit

  • @ayeshasiddiqua3024
    @ayeshasiddiqua3024 Год назад +2

    Very very helpful... thank you so much both of you sir..

  • @nasimaakter4182
    @nasimaakter4182 Год назад +3

    2,Sir, k thanks very very Rhidoy jurano alochona rhidoy juriye deche R, Sobi Sotthi kotha valo laglo thai 7 jon k sheer korlam protthekti kotha Enproten

  • @Morsheda_Akhter_Mitu.
    @Morsheda_Akhter_Mitu. 10 месяцев назад

    বর্তমান যুগের প্রেক্ষাপটে ছেলে হোক বা মেয়ে বিয়ের ক্ষেত্রে পদমর্যাদা দেখে অর্থাৎ ছেলে যদি ভালো পজিশনে থাকে আর মেয়েটা যদি তার থেকে নিচের পজিশনে থাকে বা মেয়েটা ডিভোর্সী হলে তাকে ছেলেটা হেয় প্রতিপন্ন করে এটা কতটুকু যুক্তিসঙ্গত??

  • @fossthinker
    @fossthinker Год назад +9

    Bro please make a video about how raise child Islamic way. These days even madrasa's student don't show interest in Islam in general life. Most child spent childhood on mobile & learn garbage thing. Short video are making situation worse. There is many issue. Please talk about these.

    • @DoodleDoo
      @DoodleDoo Год назад

      Just put him in a strict madrasa so that his teacher will give him enough tight and he will forget about mobile.

    • @zimk.4619
      @zimk.4619 Год назад

      ​@@DoodleDoo you can't stop someone doing something by showing strictness...Rather try to know how to convince him/her so that he/she don't do wrong thing even when he/she has option to do.

  • @aklimaanwarakhi
    @aklimaanwarakhi Год назад +1

    ❤ মাশাল্লাহ দারুন আলোচনা

  • @mohammedjafar5900
    @mohammedjafar5900 Год назад +2

    জাযাকাল্লাহু খাইরান।
    চমৎকার আলোচনা

  • @Tsquarewithyou21
    @Tsquarewithyou21 Год назад

    Khub valo conversation ❤❤

  • @user-kg8ji6jt9t
    @user-kg8ji6jt9t 10 месяцев назад

    বিয়েটা সারাজীবন জন্য ভেবে চিন্তে সময় নিয়ে করতে হয় বর্তমানে ডিবোস হচ্ছে প্রতি টা ঘরে পরকিয়া প্রেম চলছে বিশাস ভরসা সব উঠে গেছে মানুষ এর সব সময় অন্যর সিদ্ধান্ত নিতে হয়না আমি ও ছোট বেলায় আমার বোনের সিদ্ধান্ত নিয়েই আমি আজ এতটা কষ্ট করছি আমার ও ছোট বেলায় বিয়ে হয়েছিল সেখানে আমি যাঈনি একদিন ঘর সংসার করিনি আমি যখন জানতে পারছি তার বাড়িতে বৌ বাচ্চা আছে তখন আমি তাকে ডিবোস দিছি সেই থেকে আমি একাই আছি আর বিয়ে করিনি আমি জানি জীবন কি জীবন আমার সিদ্ধান্ত আমার সব সময় পরিবারের সিদ্ধান্ত যে ভালো হবে তা কিন্তু না আমি সব সময় আপনার অনুষ্ঠান দেখি ভালো লাগে মৌ যশোর থেকে দেখছি

  • @adblaze4808
    @adblaze4808 Год назад

    Interesting discussion.

  • @Jamshed9071
    @Jamshed9071 Год назад +1

    Osadaron kota..sobay ata boje na...

  • @lokmanhossain5276
    @lokmanhossain5276 Год назад +5

    এ-ই ভিডিওটা বিয়ের আগে কেন দেখলাম না?😢

  • @relishbee187
    @relishbee187 Год назад

    Much needed conversation and topic. with wise advice.TYSM!

  • @HusNa-e6i
    @HusNa-e6i Год назад

    life er manyy taii bujlam na... Jokhn.. J position a thakii kothawww...ohhh santii paii nahh..
    Sobb jnoo..birokktoo kor... 🥲🥲🥲 hotashaaa jnoo sas hoi nahh 😊

  • @mizanstalin
    @mizanstalin Год назад +3

    ধৈর্য ধরেন।

  • @evanasultana1878
    @evanasultana1878 Год назад

    Thank you so much for this conversation... It's really helpful.. Thank you

  • @afrinnahar-rq4qn
    @afrinnahar-rq4qn 11 месяцев назад

    Meyera Jodi baba maer obaddho Hoye biye Kore feli r tkn Jodi Tara sekhan theke niye ese devorce dite bole tahole tkn ki kora uchit??please ans ta diyen,,Ami khubi bipode aci ei bisoita niye,,Ami already diye felaici amdr akno 3mash par Hoye jaini

  • @MonserAli-g9o
    @MonserAli-g9o Год назад +11

    ইয়াহিয়া স্যারের কথোপকথন আমার জীবনের সঙ্গে মিলে গেছে বাট আমি
    ডিভোর্স দিতে পারছি না ।

    • @HELENRAHMAN
      @HELENRAHMAN Год назад +1

      এক‌ই অবস্থায় আমিও বিরাজ করছি।😢😢😢

    • @taniarashed4901
      @taniarashed4901 11 месяцев назад +2

      আমার ও এক অবস্থা প্রয়ই গায়ে হাত তোলার পরও ছাড়তে পারতেছিনা কারণ একটি বিয়ে ঠিক হয়ে ভেংগে যায় বিয়ে হওয়ার আগেই পরে তার সাথে বিয়ে হয় বর্তমান দুই টা বাচ্চা থাকার কারণে মান সম্মান ভেবে কিন্ত প্রতিদিন মরতেছি একটু একটু করে😌🥲

  • @samiha_humayra_
    @samiha_humayra_ Год назад +3

    2:56 damn true Sir. It hurts a lot when they do this.

  • @muhammadgolammawla7891
    @muhammadgolammawla7891 Год назад

    Meyeta jakhon tar baba make sob kisu share kore, husband er cheye tar parents er decission follow kore?

  • @mohshinuzzamanhelal7849
    @mohshinuzzamanhelal7849 Год назад +2

    বিয়ের আগে প্রেম ভালোবাসা, ধর্মগ্রন্থ কি বলে? যাদের ধর্ম বোধ আছে তারা বিয়ের আগেও প্রেম ভালোবাসা করে না।বিয়ের পরেও পরক্রিয়া প্রেম করেনা।

    • @konnichiwahsayonara
      @konnichiwahsayonara Год назад +1

      Ki lav holo na kore?. Biyer por na pelam valo choritroban shami na parlam tar moto porokiya korte.ato nijeke shongzoto rekhew Allah amon shami amak kno dilo😢

  • @smaxain8537
    @smaxain8537 Год назад

    39:03 hahhahahahah eta moja paisiiii!!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    podcast ta valo laglo!!

  • @kaziahmed3108
    @kaziahmed3108 Год назад

    Good discussion anyway thanks

  • @MostMyashaTasmin
    @MostMyashaTasmin 5 месяцев назад

    স্যার ,আমার দুইটা ছেলে মেয়ে আছে।আমার 14 বছরের বিবাহিত জীবন। আমার স্বামী কোম্পানির জব করে, আমাদের সংসার কোন রকমে চলছিল। বিয়ের তিন বছরের মাথায় আমার স্বামী আরো একটি বিয়ে করে, মেয়েটি জানত না তার বউ এবং সন্তান আছে, দের 2 বছর পর তুমি কি আমার স্বামীকে ডিভোর্স দেয়। তারপর থেকে আমাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ 9 বছর পর আমার স্বামী পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে একটি বিবাহিত মেয়েকে বিয়ে করে। ওই মহিলাকে নিয়ে আমার স্বামী অনেক ভালো আছে। ছেলে মেয়ের চিন্তাও করে না।আমার স্বামী আমাদের কাছে আসতেও চায় না। আমাদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা কিছুই নেই। শুধু সে জন্য মাসের খরচ পাঠায়। অসহ্য যন্ত্রণা আমি আর মানতে পারছিনা। আমার কি ডিভোর্স দেওয়া উচিত

  • @maksudameem5438
    @maksudameem5438 Год назад +1

    মা শা আল্লাহ সুন্দর আলোচনা

  • @Fartismyart
    @Fartismyart Год назад

    পরিবার আমার কোনো কথা শুনছে না। আমি যা করতে চাই ভবিষ্যতে যা আমার স্বপ্ন সবকিছু ভেঙে দিয়ে জোর করে আমাকে অন্য লাইনে দিচ্ছে। আমি মানসিক ভাবে অনেক ভেঙে পড়েছি আমার কোনো কথা শুনছে না কি করবো এই মুহূর্তে আমি??..

  • @fariaakter3724
    @fariaakter3724 Год назад +2

    কিন্তু যখন স্বামী চিট করে তখন আমাদের মত মেয়েদের কি করা। দিনের পর দিন অবহেলা কোনো যোগাযোগ না করা। ভরণপোষণ না দেয়। তখন বলেন আমারা কি করব

    • @chyafrin
      @chyafrin Год назад +4

      আমি,,,মনে,,করি,,,আমাকে,কেউ
      যদি,,অন্যয়,,, ভাবে,,,হেনস্ত, করে
      এর,,, শাস্তি,, আল্লাহ র,, দরবারে,,,
      অবধারিত,,,এতে,,, আমার,,ক্ষতি,
      হবে না,,,আমি নিশ্বব্দ,,,নিশ্চুপ,,যদি
      থাকতে,,,পারি,,, না,, শূন্যতায়,,বা,,
      জ্বলহীন,, সাগরে,, কিভাবে,, সাঁতার
      কাটা,যায়,, ,,এর,,,ই,,, নাম,,, জীবন
      নদী,,

  • @excellentboymahi3414
    @excellentboymahi3414 Год назад +1

    Amazing podcast vaiya

  • @chyafrin
    @chyafrin Год назад +2

    যে খানে,,,এ,,,টু,,,জেট,,,একটি,,,
    জীবনের,, মূল্য বোধ,, না,,থাকে,,,,,,
    সেখানে,শত,,অশান্তির, মূল,,তাই,,
    অশান্তি,,,মানি,,,অমিল,,,মানি,শূন্যতা
    আর,,,শূন্যতাই,,কেউ,,থাকতে,চাই না
    তাই,,অশান্তি,,মানি,, শুধুই,,একান্ত,,,,,
    মেনে নেওয়া,,মানি,,হয় না,,,
    অশান্তি মানি,,তীয়াগ,করাই ভাল,,মনে করি

  • @explorer1161
    @explorer1161 Год назад +1

    আল্লাহ কি করে সর্বশক্তিমান ঈশ্বর হতে পারে?
    1) যে ঈশ্বরের শত্রু থাকে এবং যে গালাগালি করে সে কি করে আল্লাহ নামের সর্বশক্তিমান ঈশ্বর হতে পারে?
    (কোরান 2:98) ‘যে শত্রু হবে আল্লাহর, তাঁর ফেরেশতাদের, তাঁর রাসূলগণের, জিবরীলের ও মীকাঈলের তবে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু’।
    (কোরান 8:60) আর তাদেরকে মুকাবালা করার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব-বাহিনী সদা প্রস্তুত রাখবে যদ্বারা তোমরা ভয় দেখাতে থাকবে আল্লাহর শত্রু আর তোমাদের শত্রুকে, আর তাদের ছাড়াও অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জান না কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। তোমরা আল্লাহর পথে যা খরচ কর তার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেয়া হবে, আর তোমাদের সাথে কক্ষনো যুলম করা হবে না।
    2) আল্লাহ নামের যে ঈশ্বর মানুষের কাছে পয়সা ধার চায় সে কি করে ঈশ্বর হতে পারে?
    (কোরান 2:245) কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন? আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তাঁরই নিকট তোমাদেরকে ফিরানো হবে।
    (কোরান 57:11) এমন কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ? তাহলে তিনি বহু গুণ এটাকে বৃদ্ধি করবেন তার জন্য। আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরুস্কার ।
    3) যে ঈশ্বর বলে মহিলা সঙ্গী না থাকার জন্য তার বাচ্চা হচ্ছে না সে কি করে ঈশ্বর হতে পারে?
    (কোরান 6:101) তিনি আকাশমন্ডলী ও যমীনের উদ্ভাবক, কীভাবে তাঁর সন্তান হতে পারে যেহেতু তাঁর কোন সঙ্গীণীই নেই, সব কিছু তো তিনিই সৃষ্টি করেছেন, আর প্রতিটি জিনিস সম্পর্কে তিনি পূর্ণ জ্ঞান রাখেন।
    4) যে আল্লাহ তার নবীকে দাসীর সাথে সেক্স করতে বলে সে কি করে ঈশ্বর হতে পারে?
    (কোরান 66:1) হে রাসূল! আপনি কেন নিজের জন্য আল্লাহ কর্তৃক হালালকৃত বস্তু তথা মারিয়াকে দাসী হিসাবে ব্যবহার করা হারাম করে নিয়েছেন? এতে করে আপনি নিজের স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন। যখন তারা এর ব্যাপারে ঈর্ষান্বিতা হলো। বস্তুতঃ আল্লাহ আপনার প্রতি ক্ষমাশীল ও দয়াশীল। (আরো বিস্তারিত জানতে হাদিস Sunan an-Nasa'i 3959 দেখুন)
    5) যে আল্লাহ তার নবীকে ছেলের বৌয়ের সাথে সেক্স করতে বলে সে কি করে ঈশ্বর হতে পারে?
    (কোরান 33:38) নবী মুহাম্মদের উপর আল্লাহর পক্ষ থেকে হালালকৃত বিষয় তথা তার পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ের ক্ষেত্রে কোন প্রকার পাপ কিংবা অভিযোগ নেই। তিনি তাতে পূর্বের নবীদের আদর্শের অনুসরণ করেন মাত্র। এতে তিনি নতুন কিছু উদ্ভাবন করেন নি। বস্তুতঃ এহেন বিবাহ বাস্তবায়ন করা ও পালকপুত্রের ব্যাপারে প্রচলিত বিশ্বাসকে খÐন করা আল্লাহর অমোঘ বিধান যা অবধারিত। তাতে নবীর কোন অভিমত ব্যক্ত করার সুযোগ নেই। আর না তাকে প্রতিহত করার কিছু আছে।

  • @KashfiandEkra
    @KashfiandEkra Год назад

    আমার স্বামি আমার সাথে সাত বছর সম্পক করে দুই পরিবারের মিলে বিয়ে হয় তারপর আমি দুইটা বাচ্চা হবার পর আমার স্বামি অন মেয়ের সাথে সম্পক করে আবার বিয়ে করছে আমি কি করবো একটা সাজেশন দেন প্লিস

  • @puhjj669
    @puhjj669 Год назад +1

    আপনাদের কথা গুলো সত্যি খুব ভালো লাগে স্যার কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে সব ডিভোস সব বিয়ে ভেঙে যাওয়ার পিছনে অনেক কারন আছে কিছু কিছু ছেলে মেয়ে ইচ্ছে করে কারন এখন বেশি ভাগ ছেলে মেয়ে একজনে আসক্ত হয়ে থাকতে পারে না হয় আর কিছু মেয়ে আছে এতোকষ্ট দেওয়া হয় তাকে শারীরিক মানসিক ভাবে তার ছেরে যাওয়ার ছারা কোনো উপায় নেই তা ছাড়া আছে মৃত্যু কিন্তু এখন এটা অনেক মেয়েরা করে না এখন আমাদের দেশটা অনেক অনেক উন্নতি হয়েছে মেয়েদের সম্মান অধিকার দেওয়া আমি তার জন্য প্রথান মন্ত্রী কে শতো কোটি 🙏🙏🙏 জানাচ্ছি নারী কে সম্মান শ্রদ্ধা নিয়ে বাঁচার জন্য এখন নারী কে পায়ের নিচে রাখতে পারে না মার দিলে ও পায়ে পরে ভিক্ষা চায় না এটার জন্য এখন নারী খারাপ হ্যা আমি বলবো না সব নারীর সাথে এটা হয় আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি একটা নারী কে দিনের পর দিন অবোহেলা মানসিক শারীরিক ভাবে অত্যাচার নির্যাতন করে সে কি করবে তার স্বামী সে করবে প্লিজ এটা নিয়ে কিছু বলবেন 🙏🙏🙏

  • @khadizaswittyrecipe
    @khadizaswittyrecipe Год назад

    Excellent discussion

  • @lmlamiamuna2195
    @lmlamiamuna2195 Год назад +2

    আপনাদের সাথে দেখা করতে চাই। কিভাবে দেখা করতে পারি।

  • @MuskanKhan-df5sr
    @MuskanKhan-df5sr Год назад

    আপনার কথাগুলো অনেক ভালো লাগে

  • @RushmeRashid
    @RushmeRashid Год назад +1

    আপনাদের কথা গুলো এই জুগের ছেলেমেয়েদের শুনা উচিত

  • @mohamoedjubayer
    @mohamoedjubayer Год назад

    Brother, I have a very close friend, who is facing a common problem. A boy likes her a lot. But my friend doesn't like him. He is trying to impress him for a long time. But my friend can't like him at all. the boy is becoming suicidal recently. And blackmailing her to marry him.

  • @parvinparvin9509
    @parvinparvin9509 Год назад

    sir amar husband prokia kore 2 biye kore akhon ami ki korbo. amar 3 sontan. amar sami akhonn r valobasena.please Bolden.

  • @f.s.bristy37
    @f.s.bristy37 Год назад +1

    Onaka valo.laglo😊

  • @Nurulamin.blackboy
    @Nurulamin.blackboy Год назад +3

    আমার দুই প্রিয় মানুষ গুলো ❤️❤️

  • @ournyclife874
    @ournyclife874 Год назад

    খুব সুন্দর কথা ,আলহামদুলিলাহ।

  • @time_burner7
    @time_burner7 Год назад +2

    01:21:43 🙃

  • @AbdulWhide-u1n
    @AbdulWhide-u1n Год назад

    ভাই 48 মিনিট এর কথার পর আমি আমার ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরতও রয়েছি

  • @hallalkhan5034
    @hallalkhan5034 Год назад

    আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন 🤲

  • @zannatulferdous2245
    @zannatulferdous2245 Год назад

    সুন্দর আলোচনা

  • @sumaiyahossain5393
    @sumaiyahossain5393 Год назад +2

    ভাইয়া প্রেম করে চিট করে চলে গেছে ডাক্তার এখন বিয়ে করে ফেলছে ৫ বছরের সম্পর্ক ও চাইলে পারত। এরা কি ভাল থাকে ভাইয়া? pls ans

    • @Shorifulislam70902
      @Shorifulislam70902 Год назад

      নতুন করে শুরু করুন জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ।

  • @rafinakter7877
    @rafinakter7877 7 месяцев назад

    Ami onek upokar paici

  • @spirulinabangladesh4875
    @spirulinabangladesh4875 Год назад +2

    ভাই এটা বলেন না কেন, যে পছন্দ করা টা হারাম ওদিকে নিয়ে যান না কেন?আমার একজন রিলেটিভ কে আমরা দেখে শুনে বিয়ে দিছি কিন্তু সে ছেলে এডিকটেড।এখন আমরা কি করব?
    ভাই সত্যি কারের ইসলামি জ্ঞান টা ডুকান তাতেই সব শান্তি।

  • @JerinSultana-x7x
    @JerinSultana-x7x Год назад +1

    আমি ডিভোর্স দেওয়া চিন্তা করছি আমার হাসব্যান্ড কে। বিয়ে ৭ বছর চলে, একটা ৬ বছরের একটা বাচ্চা আছে।
    ভিডিও যে বললেন ৩ রেড ফ্ল্যাগ তার মধ্যে ২ টা আমার সাথে মিলে।
    বিয়ে টা পারিবারিক ভাবে হল তবে আমার ব্যাকগ্রাউন্ড আর আমার হাসব্যান্ড ব্যাকগ্রাউন্ড চিন্তা ভাবনা একনা। আমি শহরে থেকে বড় হইয়েছি আর আমার হাসব্যান্ড গ্রামের। Age ডিফারেন্ট ও অনেক ১২ বছরের। হাসব্যান্ড এডুকেশন ও লো ssc ও দেয়নি। (আমার বাবা, ভাই নেই দুলাভাই রা দেখে বিয়ে দিছে বিয়ে সময় হাসব্যান্ড অনেক মিথ্যা কথা বলছে তার এডুকেশন, age, আমাকে কি ভাবে রাখবে, তার কি কি আছে, তার বাবা সম্পত্তি etc )
    বিয়ে পর আমি তার ফ্যামিলি তে অ্যাডজাস্টমেন্ট করে নিছি আলহামদুলিল্লাহ তার বাবা মা ভালো ফ্যামিলি ভালো তবে হাসব্যান্ড হিসাবে ঐ দায়িত্বশীল না। আমার ভালো লাগা আমার সাথে টাইম spend করা আমার কি প্রয়োজন আমার কি পছন্দ, আমি অসুস্থ কিনা আমি রাগের কারণ কি, বাসায় কিছু হল তাকে টা জানালাম টা সল্ভ না করে ইগনোর বা আমাকে ব্লেম,আমি শারীরিক সম্পর্কে যাওয়ার জন্য ইচ্ছুক কিনা, আমি কোন কিছু নিয়ে কষ্ট পাচ্ছি রাতে কান্না করছি টা ঐ দেখল তাও জিজ্ঞাসা করবে না কেন কান্না করছি ,আমাকে তার ব্যাপারে কিছু বলা (এখন কোথাই আছে এইটা আমাকে বলবে না ) এই সব নিয়ে কখন তার মধ্যে ফিলিংস কাজ করতে দেকি নি বা জানতে চাই ও নি। আমি বাবা বাড়ি গেলে কবে আসব বা ঐ আসবে আমার বাবা র বাড়িতে এই সব নিয়ে ও তার আবেক কিছু দেখি নি আমি ১ উইক থাকলেও ও বলবে না চলে আসো। ফোন কথা ও ১ মিনিট প্রমালিটি মত। এইবা আসি তার কাজ নিয়ে বাবা দেওয়া দোকান আর পুঁজি দিয়ে ব্যবসা করতে। যা বিয়ের ৬ বছর পযন্ত করছে অনেক দেনা করে ফেলছে , অন্য কিছু করা জন্য টা কোন চিন্তা ইচ্ছা তার কখন ছিল না। দোকানে অনেক দেনা পরে শশুর টা দোকান বাড়া দিয়ে তার দেনা কিছু ক্লোজ করল মান সমান বাঁচাল। তারপর ঐ বেকার কোন কিছু যে করবে টা নিয়ে ওর মধ্যে কোন চিন্তা নেই। আমি আমার ফ্যামিলির ছোট মেয়ে আমার কে ছাড়া আমার বোন রা ভালো জায়গায় আব্বু বিয়ের দিয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো পসিশন আছে। আমার হাসব্যান্ড টা ফ্রেন্ড এর চাচা কে বলে আমার বাহারা আমাকে টেনে নিবে। এমন করে ঐ ২/৩ মাস বেকার ছিল সেভিংস দিয়ে আমার সংসার চলছি। তার মধ্যে কোন দায়িত্ব বোধ ছিল না বলে আমি আমি আমার শশুর আর বড় বাসুর সাথে কথা বললাম তারা ও কিছু জানে না তাদের সাথে কিছু শেয়ার করে না কথা ও বলে না। পরে ওরা আমার আর আমার বাচ্চা কথা চিন্তা করে আমার বাসুর নিজের দোকানে স্টাফ পদে আমার হাসব্যান্ড কে ১৩ কে স্যালারি তে চাকরি দে। ঐ একবছর তাঁদের দোকানে ছিল এই বাইরে কিছু নিজে করা প্ল্যান ইচ্ছা ছিল না। তার বাচ্চা স্কুলে ভর্তি করা নিয়ে ও তার অমত ছিল। বাচ্চা কে নিয়ে ও দায়িত্বব বলতে কিছু নেই। এই মধ্যে ঐ জায়গায় জায়গায় আরো দেনা করা শুরু করছে যা আমাকে কিছু বলতো না।
    আমার বেসিক প্রয়োজন জিনিস ও দিতে ঐ চাইতো না কোথায় নিত না।
    এই সবে মাঝে ঐ একজন সাথে পরকীয়া ও করছে যা আমি প্রুফ পাইছি ঐ শিকার ও করছে তার ফ্যামিলি ও জানে ঐ মাপ চাইছে আর করবে না।
    আমি বিয়ের ৩ বছর পরে থেকে আলাদা বাসায় থাকি ওর সাথে আমার সংসার A to Z আমার ফ্যামিলি দেওয়া। ঐ কিছু জোড়ায় নি। সে আশায় থাকে আমার কষ্ট দেখে আমার ফ্যামিলি জিনিস জোড়ায় দিবে। অনেক মিথ্যা কথা বলে। বলতে গেলে তার প্রতি কথা মিথ্যা কথা থাকবে। আর ২ face নিয়ে চলে আমার সামনে এক রকম আমাকে নিয়ে আমার ফ্যামিলি সামনে আমাকে নিয়ে অন্য রকম টা বেহেব। যা কারণে এত বছরের আমার ফ্যামিলি আমার কোন কথা বিশ্বাস করত না। পরে এই ভাবে চলতে দেখে তাকে আমার এক দুলাভাই সাথে বিসনেস পার্টনারশীপ নিয়ে গেল ঢাকা তে। পার্টনারশীপ ১ tk ও ঐ নিজের পকেট থেকে দেয়নি। আমার গোল্ড, আমার আম্মু, আমার বোন রা পুঁজি যোগা করছে তাই পার্টনারশীপ আমার নাম দেওয়া যে নিয়ে ও অখুশি টার নাম দিল না কেন।
    নতুন বিসনেস কাজ শিক্ষা নিয়ে তার কোন আগ্রহ নেই। তার এই ভাবনা আমি যত দিন আছি তার লাইফ তাকে পিছনে পীরতে হবে না কাজ না করলে ও স্যালারি ঠিক পাবে। এই সব পরে ও আমার প্রতি আবেক মায়া তার বাচ্চা জন্য মায়া কোন কিছু আসল না। আমি এক শহর ঐ অন্য শহর ৫ মাস ও তার আমার দে কে কাছে আসতে মন চাইল না নিজের থেকে তাকে আমার দুলাভাই যাইতে বলল তো আসল। পিজিক্যালি আনফিট ২ ইয়ার দরে যা ঐ মানতে নারাজ।
    এর মধ্যে আমি গেছি তার কাছে যাই ঢাকা কিছু জগরা মানে আমাকে আমার দুলাভাই কিছু জিনিস নিয়ে বকল টা এই সব দেখে আড়ালে হাসা start এই সব আর এত বছরের তার অবহেলা দেখে আমি সিদ্বান্ত নি আমি টা সাথে থাকব না। যা আমার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না।

    • @tituboss8439
      @tituboss8439 Год назад

      এই যে এত বড় লেখা লিখছেন। এটা একটা সাইন। যে সমস্যা আপনার। বেশি বাচাল জেদি মেয়েদের সংসার টিকে না। আর ভদ্র মেয়েদের সংসার ভাঙ্গে না

    • @princerayhanrayhan3541
      @princerayhanrayhan3541 Год назад

      আপু আসচজ্য্য জিনিস
      আমার বয়স২৫। নতুন বিয়ে অস্মবভ ভালো সময় কাটাচ্চিলাম আলহামদুলিল্লাহ। আমার বউএর একটা পরাসুনা করবে বলে জামেলা চিলো তা আমার কথায় মেনে নিয়েচে
      তারপর আমার বাবা মা খারাপ চিল ভারিতে থাকতে দেয়না আমি বিদেসে আসচি
      এই জামেলার পরে সব কিচু বিন্ন আচরণ হয়ে গেচে
      আমি বুজাইচি অনেক এখানে আমার দোস নাই
      আমি সেসে বুজলাম আমার বাবা মা তো খারাপ চিলো
      আমার বউ তার বাবা গরিব চিলো তার পডা লেখা করানোর জন্য আমাদের ভারি এবং অবস্থা দেখে বিয়ে করে এক কথা সে সাকচেজ হওয়ার জন্য
      বিয়ে টা হয়েচে তাদের কোনো আত্তিয় র সাথেও ভালো সম্প্রক নাই অন্য রকম
      এইগুলা দেখার পরে আমার আচরণ এখন সব দিকে আপনার সামির মতো

    • @tanzilatitir7200
      @tanzilatitir7200 Год назад

      same সমস্যায় আমিও ভুগছি

  • @farjanaanamul177
    @farjanaanamul177 Год назад

    আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।

  • @alammoni5006
    @alammoni5006 Год назад

    ঠিক ঝাপায় পড়ার কিছু নাই কথায় হাসি পেয়েছে কিন্ত কথা খুব গুরুত্ব ।