দেখা হবে বিজয়ে I Branding Bangladesh I Episode:50 I Studio of Creative Arts ltd I

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 656

  • @alhajjmuftimuhibbullahmiazi
    @alhajjmuftimuhibbullahmiazi Год назад +76

    মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বিসিএস ক্যাডার।খুশিতে মন ভরে গেলো। আলহামদুলিল্লাহ্।

  • @Maya-mb5en
    @Maya-mb5en 8 месяцев назад +12

    মা এক অমূল্য সম্পদ।দোয়া করি জীবনে অনেক ভালো কিছু করেন।তবে ছোট ভাইয়ের দিকেও খেয়াল রাইখেন।

  • @UmmeHani-h3f
    @UmmeHani-h3f Год назад +36

    ইয়া আল্লাহ আপনি দয়া করে ভাইয়ার মাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন।আমিন সোম্মা আমিন।

  • @alkafi494
    @alkafi494 Год назад +39

    উনি, আমাদের বেগম রোকেয়া
    বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, খুব ভালো করে চিনি, ভালো মানুষ

  • @mstmorjinakhatun5529
    @mstmorjinakhatun5529 Год назад +27

    এই ভিডিও দেখে অনেক অনুপ্রেরণা পেলাম। এই ভিডিওটি না দেখলে হয়তো জানতেই পারতাম না, যে উনি আমাদের এলাকার আকবর কলেজের একজন শিক্ষক। ওনার জীবন কাহিনি শোনার পর ওনাকে সামনে থেকে দেখার আগ্রহটা অনেক বেড়ে গেল।এবং খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ।

    • @RuhulAmin-gn2lz
      @RuhulAmin-gn2lz Год назад +1

      মিষ্টি নিয়ে দেখা করিয়েন

  • @RiponnIslam-sk9ut
    @RiponnIslam-sk9ut Год назад +32

    ভাষা ও শব্দের ব্যবহার মানুষের জীবন বদলে দিতে পারে! -- গোলাম রব্বানী স্যার,

  • @Amazon-dc8lp
    @Amazon-dc8lp Год назад +21

    আমি ব্র্যান্ডিং বাংলাদেশের প্রায় সবগুলো অনুষ্ঠানে দেখেছি। তার মধ্যে আমার কাছে একটি ভিন্ন অনুষ্ঠান। আল্লাহ সবাইকে ভালো কিছু দান করুক।

  • @sabekunnahar9014
    @sabekunnahar9014 Год назад +54

    দুদিন সময় নিয়ে দেখলাম ভিডিও টি । বার বার চোখ ভিজে উঠেছে। কিন্তু এমন শিক্ষকের গল্প শুনে মন ভরে গেল এবং আশাবাদী হয়ে উঠলাম নিজে। ধন্যবাদ কিবরিয়া ভাইজান। শুভেচ্ছা শ্রদ্ধেয় শিক্ষক ।

  • @rojaislam8296
    @rojaislam8296 Год назад +12

    চোখের পানি ধরে রাখতে পারলাম না।আল্লাহ আপনার সর্ব প্রকারের মঙ্গল করুক আমীর

  • @starchannel5843
    @starchannel5843 Год назад +66

    ছোট ভাইকে একটু খেয়াাল রাখবেন কেন না সে শুধুমাত্র ছোট থাকার কারণে আপনার মতো যুদ্ধ করতে পারিনি । আর আপনার মাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন । আপনার মতো সমাজে অনেক ছাত্র আছে যাদের খোজ খবর কেউ নেয় না ।তাদের সবার জন্য দোওয়া করি এরকম সফলতা আনতে পারেন ।

  • @imtisharimran349
    @imtisharimran349 Год назад +43

    যখনি মন ভেঙ্গে যায় যখনি নিন্দুকের কথার আঘাতে হ্নদয় রক্তাত্ব হয়।তখনি bringding bangladesh এ শক্তি ফিরে পাই।যদি লক্ষ থাকে অটুট দেখা হবে বিজয়ে। আল্লাহ পরিশ্রমির পরিশ্রম বৃথা করে দেয় না।

  • @rifahtanjin
    @rifahtanjin Год назад +14

    এরকম শিক্ষক আমাদের দেশে খুব বেশি বেশি দরকার।আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক আর ওনার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক

  • @mdzia3325
    @mdzia3325 Год назад +14

    আমার প্রিয় অনুষ্ঠান।
    বাস্তব মা থেকে কেউ এই পৃথিবীতে বেশি ভালোবাসেনা। মায়ের ভালোবাসা অতুলনীয়। এই জন্যই মায়ের পায়ের নিছে সন্তানের বেহস্ত। আল্লাহর কাছে দোয়া করি সাইফুল ভাইয়ের আম্মাকে জান্নাত বাসি করুক।
    কিবরিয়া ভাইয়ের জন্য দোয়া।
    সাইফুল ভাইয়ে জন্য দোয়া।
    এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ কিবরিয়া ভাইকে ❤️

  • @Graphic_Designer-sunny
    @Graphic_Designer-sunny Год назад +7

    অসাধারণ! মগ্ন হয়ে গিয়েছিলাম। কতো কষ্ট করে একজন মানুষ তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে।

  • @mdriad5969
    @mdriad5969 Год назад +9

    রেজা ভাই আপনার এই অনুষ্ঠান দেখে আমি খুবি আশ্চর্য হয়ে গেছি।
    ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য

  • @جوسينجوسين
    @جوسينجوسين Год назад +8

    আমাদের এই ভাইয়ের জন্য এবং ওনার মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দোয়া রইলো ইনশাআল্লাহ এগিয়ে যান আশা করছি অনেক ভালো কিছু হবে আল্লাহ ভরসা

  • @suvankarshuvoshuvo
    @suvankarshuvoshuvo Год назад +12

    ভাই আপনার কথা গুলো শুনে ভালো লাগল।মণের অজান্তে চোখে পানি এলো।জীবন বড় ই কঠিন ।আপনি তা হাড়ে হাড়ে অনুধাবন করেছেন।আপনার কাছে অকে কিছু শেখার আছে।আপনিই প্রকৃত সৈনিক। স্যালুট আপনাকে।আপনার মা কে জান্নাত বাসি করুক।আপনার প্রতি অনেক অনেক দোয়া রইল।ভালো থাকবেন

  • @mdshahjahan656
    @mdshahjahan656 Год назад +7

    আজকের জীবন গল্পের শেষ পর্যন্ত দেখলাম। আল্লাহ অধ্যাপক সাহেবের সহায় হোন। তার মাকে বেহেশত নসিব করুন।

  • @nasimapuspo3830
    @nasimapuspo3830 Год назад +9

    আস্ সালামু আলাইকুম্।ভাইয়া,পরিশ্রম আপনি করেছেন এটা সত্য।সমস্ত প্রশংসা ঐ মহান আল্লাহর যে আপনার রিযিক সে এইস্তরে নির্ধারণ করেছেন বলেই আপনাকে এতো প্রতিকূল পরিবেশেও টিকে রেখেছেন পড়াশোনার উপরেই।আপনার আম্মার জন্য দু'আ করবেন।প্রায় সময় আলহামদুলিল্লাহ্ পাঠ করবেন।ছোট ভাইটাকে আগলে রাখার সুযোগ সামনে হলো।বাবাসহ পরিবার তো আছেই.(অনুরোধ).....আপনার শরীরের সুস্হ্যতা কামনা করি।উপস্থাপক ও অনুষ্ঠানের প্রতি শুভকামনা রইলো।

  • @kakatua7047
    @kakatua7047 Год назад +54

    মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ।কেউ তার মত না ।যার মা নেই, সেই বুঝতে পারে।

  • @sreebidhan7120
    @sreebidhan7120 Год назад +13

    আমি সম্পুর্ণ ভিডিওতে চোখের পানি ফালাইছি।।।।।৷ আপনার মতো লক্ষ্য থাকলে একদিন সফলতা আসবেই।।।।।

  • @sabinayeasmin6048
    @sabinayeasmin6048 Год назад +9

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া এবং শুভকামনা রইলো বাবা ভালো থাকো

  • @ahmedroton8610
    @ahmedroton8610 Год назад +24

    সাইফুল আমার অত্যন্ত আদরের এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ছোট ভাই, অত্যন্ত ভালো ছেলে তোর জন্য অনেক দোয়া রইলো ভাই।

    • @mn214-r3q
      @mn214-r3q Год назад

      ​@TahmidAbdullah-im1wq৪০ তম বিসিএস শিক্ষা ক্যাডার।

  • @samuelsascension3768
    @samuelsascension3768 Год назад +4

    সত্যি একটি অন্যরকম একটি ইতিহাস। অনেক অনেক আশির্বাদ রইল তোমার জন্য বাবা। সত্যি তুমি হাজার জনের মধ্যে একজন।

  • @SorbotiApa
    @SorbotiApa Год назад +9

    সত্যি ভিডিওটা দেখে আজকে কান্না করেছি। আল্লাহ বলেছেন কষ্টের পরেই আসে স্বস্তি। আপনার মাকে আল্লাহ ভালো রাখুন জান্নাতের রাখুন। চেষ্টা করলে তা কোন দিন বিফলে যায়না আপনি তার বাস্তব উদাহরণ।

  • @evergreen313
    @evergreen313 Год назад +9

    মাশআললা আলহামদুলিল্লাহ আললহ্ এই ভাইয়ের মনের সব আসা পুরুন এই দোয়া ও শুবকামোনা রহিল।

  • @mawimrulhasan8643
    @mawimrulhasan8643 Год назад +10

    সাইফুল প্রিয় ছোট ভাই তোমার জন্য অনেক শুভকামনা রইল আমিও ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসার 2008 সালের ব্যাচ ছিলাম মাদ্রাসার ছাত্ররাই পারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে আল্লাহপাক তোমার মা কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন

  • @rabeyabegumbegum4062
    @rabeyabegumbegum4062 Год назад +2

    শাকিরের জন্য অনেক অনেক দোয়া রইলো।
    আশাকরি সুন্দর একটি জীবন এবং ভবিস্যত আরো বড় হয়ে সন্মানের সাথে জীবনকে এগিয়ে নিয়ে যাবে।

  • @minhajuddin7046
    @minhajuddin7046 Год назад +16

    আমাদের ৫ ভাইয়ের জীবনের সাথে পুরাপুরি মিলে গেছে।১৯৭৪ সনে আধা সের চাউল রান্না করে সবাইকে পরিবেশন করে পাতিলের উপর ঢাক্নি দিয়ে রাখত। মাকে খেয়েছে কিনা জিজ্ঞেস করলে বলত খেয়েছি আসলে খায় নাই। এই হল মা। যার সাথে প্রিথিবির কোন কিছুরই তুলনা হয়না। আল্লাহ সকলের মাকে ত হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করুন আমিন।

  • @imrankhandaker8753
    @imrankhandaker8753 Год назад +11

    আলহামদুলিল্লাহ
    দোয়া করি আল্লাহ আপনার মাকে জান্নাত দান করুক এবং শুভকামনা রইল আপনার জন্য

  • @Saifbcs
    @Saifbcs Год назад +20

    আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী। লক্ষ্য অটুট থাকলে বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ কিবরিয়া ভাইকে আমার সংগ্রামের গল্প তুলে ধরার জন্য।

    • @anamulhasan5118
      @anamulhasan5118 2 месяца назад

      সাইফ ভাই! আপনি হিরো। আল্লাহ আপনাকে সুখী করুন। আমিন.....

  • @MdRasel-ei3xe
    @MdRasel-ei3xe Год назад +66

    মার দোয়া যে পাইছে এবং মাকে কখনো কষ্ট দেই নাই তিনি সফল হবেই মার দোয়াই ইনশাআল্লাহ

  • @mdrahat5860
    @mdrahat5860 Год назад +16

    স্যার আপনার ভিডিওটা সম্পূর্ন দেখেছি। চোখে পানি ধরে রাখতে পারলাম না স্যার। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। ❤

  • @abutaherraihan5320
    @abutaherraihan5320 Год назад +20

    মায়ের জন্যে কৃতজ্ঞতা কান্না সত্যি হ্নদয় ছুয়ে গেল।

  • @Tonmoy1999
    @Tonmoy1999 Год назад +23

    এত কষ্ট করে একটা মানুষ প্রতিষ্ঠিত হতে পারে সত্যি অবিশ্বাস্য,,,,,,এক জন ছেলে হয়ে কিভাবে হাও মাও করে কাদছে আর চোখ মুচ্ছে,,,,,,,কতটা কষ্ট বুকে চেপে মানুষ হয়েছে।।

    • @KamrulHasan-cw6xp
      @KamrulHasan-cw6xp Год назад +2

      সত্যি বলেছেন ভাই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিনা। সহ্য করতে পারছিনা।

  • @ShagorAhmmed-f3t
    @ShagorAhmmed-f3t Год назад +76

    তিনি খুব ভালো মনের একজন মানুষ।নাটোর ওরাকল বিসিএস কোচিং সেন্টারে তার সাথে আমি দেখা করেছি এবং প্রায় ২/৩ ঘন্টা তার সাথে আমি সময় কাটিয়েছি তার বাসায় দুপুরের খাবার খেয়েছি এক সাথে জুম্মার নামাজ পড়েছি।তার সাথে দেখা করার একটাই উদ্দেশ্যে ছিলো আমিও তার মত সংগ্রাম করে ক্লাস ৭ শ্রেণী হতে ভ্যান গাড়ী চালিয়ে পড়াশোনা করতেছি।আজ আমি অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত।

    • @lightlife8030
      @lightlife8030 11 месяцев назад +2

      Kon University vai apni

    • @yeameenahmed3354
      @yeameenahmed3354 10 месяцев назад +1

      Doua thaklo vi,apnio inshaallah akdin success hoben❤❤

    • @KalamIslam-kt2fx
      @KalamIslam-kt2fx 9 месяцев назад

      😅વ આ 😮😮મમમારી 😅😮😅😮😮😮

    • @rahmanmoti
      @rahmanmoti 7 месяцев назад

      বাহ..❤

    • @wasenat2024
      @wasenat2024 10 дней назад

      অনেক অনেক দোয়া রইলো

  • @tarequemahmud9379
    @tarequemahmud9379 Год назад +34

    যেই প্রতিষ্ঠত হইছে
    পরিশ্রমের পাশাপাশি মায়ের দোয়া অপরিহার্য

  • @rabinsarder3088
    @rabinsarder3088 Год назад +5

    ধন্যবাদ ঈশ্বরকে । আপনার কষ্টের জীবনে সফলতা এনে দিয়েছে।

  • @ShakhawatHossain-du2bq
    @ShakhawatHossain-du2bq Год назад +36

    শিক্ষার কোন বিকল্প নাই, ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

  • @MdFahadBhuiyan-y2w
    @MdFahadBhuiyan-y2w Год назад +31

    অনেক দিন হলো চোখ দিয়ে পানি আসেনি।
    কিন্তু, এই এপিসোডের প্রথম ৫ মিনিট সমস্ত শরীর নাড়িয়ে দিলো।
    আল্লাহ তার মাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।
    এবং যাদের মা-বাবা বেঁচে আছে তাদের সেবা করার তৌফিক দান করুক।

  • @kamrunsherin3288
    @kamrunsherin3288 Год назад +8

    এ-ই ভাইয়ের গল্প টা অনেক কস্টের,আল্লাহ আপনাকে ভালো ও সুস্থ রাখুন,

  • @md.mansurulalamdidar4821
    @md.mansurulalamdidar4821 Год назад +11

    ফিআমানিল্লাহ, আল্লাহ আপনার মাকে জান্নাত বাসী করুক(আমিন)

  • @sal2186
    @sal2186 Год назад +19

    আজ এতো দিন পরে জীবন কাহিনী শুনলাম । ইনশাআল্লাহ উনার মা জান্নাতি।

  • @rumaakter3273
    @rumaakter3273 Год назад +33

    আলহামদুলিল্লাহ্❤
    অনেক কষ্টের পরে সুখ ❤
    শুভ কামনা ভাই আপনার জন্য 😢😢

  • @SalmaAkterMoni-ll6ke
    @SalmaAkterMoni-ll6ke 15 дней назад +1

    আলহামদুলিল্লাহ, সার এখন একজন শ্রেষ্ঠ শিক্ষক।

  • @timfashion677
    @timfashion677 Год назад +20

    ভাই আপনার মত যারা মেধাবী কিন্তু সমাজে অবহেলিত আশা করি তাদের পাশে থাকবেন. কারণ তাদের দুঃখটা আপনার চেয়ে আর কে বেশি অনুভব করতে পারে বলুন . আশা করি সততার সাথে দেশ ও জাতির জন্য অবদান রাখবেন, আপনার জন্য দোয়া রইল.

  • @nupaamin7702
    @nupaamin7702 Год назад +13

    What a episode!!! শেষ করেও অনবরত চোখ দিয়ে পানি পরছে…..

  • @MeherunnessaChowdhury-k8t
    @MeherunnessaChowdhury-k8t Год назад +1

    আলহামদুলিল্লাহ। আল্লাহ সাইফুলকে প্রতিষ্ঠিত করুন, তার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আর তার ছোট ভাইটাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান ু।আমিন।

  • @Textile7001
    @Textile7001 Год назад +3

    ভাইয়ের কথাগুলো শুনে চোখে পানি চলে এসেছে
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

  • @mdsamirislam8096
    @mdsamirislam8096 Год назад +2

    অসাধারণ অনেক মোটিভেশন পেলাম।
    আল্লাহ উত্তম প্রতিদান দান করুন আমীন

  • @mdshohidullah843
    @mdshohidullah843 Год назад +9

    আজকের অনুষ্ঠান আমার কাছে অসাধারণ অসাধারণ লেগেছে । দোয়া করি ভাইয়ের মায়ের জন্য মহান আললাহ যেন জাননাত বাসী করেন (আমিন )

  • @amarpothmedia
    @amarpothmedia Год назад +17

    আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জের উললাপাড়া আগবর আলী সরকারি কলেজে রয়েছেন আমাদের কাছেই কলেজ আলহামদুলিল্লাহ 🎉🎉🎉 congratulations sir

  • @Smtrading530
    @Smtrading530 Год назад +10

    আলহামদুলি্লাহ, ওনার কষ্টের জীবন কাহিনী শুনে আল্লাহর কাছে শুকরিয়া, মহান আল্লাহ জন্ম থেকে আজ পর্যন্ত, আমার যোগ্যতার চাইতেও অনেক সুখে রাখছেন। আলহামদুলিল্লাহ ❤❤❤❤

  • @mimic4800
    @mimic4800 Год назад +170

    আল্লাহ এই ভাই এর আম্মু কে jannatul বেহেস্ত দান করুক! Ameen

  • @abdullahal-nahian8489
    @abdullahal-nahian8489 Год назад +26

    মাতৃহারা বেদনা যে কতটা অসহনীয় তা একমাত্ৰ সেই বুঝে যে হারিয়েছে তার মাকে, যেমন আমি

  • @bakulmia7008
    @bakulmia7008 Год назад +4

    আল্লাহ যেন এই ধারাবাহিকতা নিজের মধ্যে বজায় রাখার তৌফিক দান করুন আমীন

  • @Md.AbdurRahman-m2h
    @Md.AbdurRahman-m2h 2 месяца назад +1

    এই ভাইকে কাছ থেকে দেখেছি, অসাধারণ ভাইয়া টা , আল্লাহ পাক ভাইয়াকে ভালো রাখুক সবসময় এই কামনা করি।

  • @mojnumahmuda9783
    @mojnumahmuda9783 Год назад +10

    সমাজের কিছু কিছু মানুষ ছোট ছোট উপকার গুলো করে সেটা তাকে অনেক দুর এগিয়ে নিয়ে যায়

  • @begumafroza02
    @begumafroza02 Год назад +2

    তোমার জীবনের গলপ শুনে অনেকেই সাহসী হবে বাধা বিপততি জীবনে থাকবেই কিনতু মনোবল ও চেষটা সঠিক থাকলে সফলতা আসবেই অনেক অনেক দোয়া তোমার জন্য করুনাময় তোমার মাকে জাননাতবাসি করুন আমিন

  • @nazmulislam5846
    @nazmulislam5846 9 месяцев назад

    এমন সিদ্ধান্ত আমার ও। ধন্যবাদ জানাচ্ছি উভয়কেই। সকল মানুষেরই সফলতা রয়েছে। লেগে থাকতে হবে দৃঢ় চিত্তে। কেবল ব্যক্তি বিশেষে সময়ের ব্যবধান এতটুকু। কোন ভাবেই হাল ছাড়া যাবে না ।।

  • @kamruzzaman6151
    @kamruzzaman6151 11 месяцев назад +1

    আল্লাহ আপনাকে আরো বড় করুন, আপনার মাকে জান্নাতুল ফেরদৌসের বিশেষ দরজা দান করুন। সেইসাথে দোয়া করি আল্লাহ যেন আমাদের ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করেন। আমিন ।

  • @MdYounus-gn2mv
    @MdYounus-gn2mv Год назад +1

    অসাধারণ জার্নি করে ছেলেটা সাকসেসফুল হয়েছে,দোয়া করি ছেলেটার ভবিষ্যৎ আরো যেন সুন্দর হয়,আমাদের দেশের সামনের ভবিষ্যৎ জেনারেশন তা যেন এই ছেলেটার অনুকরণ হয় ,আল্লাহর দরবারে এই দোয়াই করি আমিন।

  • @Jarin_ffs
    @Jarin_ffs 8 месяцев назад

    ভাইজান, আপনার জীবন যুদ্ধটা অনেক অনিশ্চিত ও কঠিন ছিল। আপনার মত পরিশ্রমীদের সাফল্যে অনেক প্রশান্তি লাগে। আল্লাহ্-তায়ালা সর্বদা আপনার সহায় হোক। -আমিন।

  • @NayeemFarazi
    @NayeemFarazi Год назад +15

    ক্যাডার হয়েছেন এই খুশিতে আমারো কান্না আসলো

  • @md.shamsuzzoha1090
    @md.shamsuzzoha1090 Год назад +3

    ❤❤❤ ধন্যবাদ এমন সংগ্রামী শিক্ষকের জন্য । আশা করি দেশ ও জাতি আপনার কাছ থেকে অনেক কিছু পাবে ইনশাআল্লাহ।

  • @DEENFurniturevlog
    @DEENFurniturevlog Год назад +69

    তিনি একটা কথা বলেছে। সেইদিন কাজের স্থান থেকে পালিয়ে না আসলে আজকে সে বিসিএস ক্যাডার হতে পারতো না। লক্ষ্যের দিকে পৌঁছাতে নিজের মন থেকে ছুটতে চায় সেইদিকেই দৌড়ান ❤❤❤❤❤❤

    • @parvinabegum8886
      @parvinabegum8886 Год назад +2

      Asslamualikum kibria bai you have brought a very inspiring topic for everyone, I really solute him how he made effort to reach is goal. Bai your mum is your inspiration may Allah grant her Jannatul ferdaus ameen. 🤲

    • @salmantawhid6640
      @salmantawhid6640 Год назад

      আমাদের চাঁদ পুর

    • @Rafibnp
      @Rafibnp Год назад

      As salamu Alaikum, nowadays I feel like i should join in MMA club, its my urgent need and hoping to learn a lot of things, Zajakallah.

    • @tafurahannan2112
      @tafurahannan2112 Год назад +1

      এই পর্ব টি দেখে যেমনি ভালো লাগলো তেমনি ভীষন আবেগ আপ্লুত হয়ে পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারিনি প্রথমে দুঃখে শেষে সুখের কান্না কেঁদেছি।
      রংপুরের ছেলের জন্যে আমার গর্ব হচ্ছে কেননা আমি নিজেই একজন রংপুরের মানুষ।
      সাইফুল আমার ছেলের মতো মহান রাব্বুল আলামীন ওকে দীর্ঘায়ু করুন আরও অনেক বড় করুন ওর দ্বারায় অনেককেই ( ছাত্র ও ছাত্রীদের) আলোকিত করুন । আমীন।

  • @ahidurrahman9449
    @ahidurrahman9449 Год назад +5

    দোয়া করি আল্লাহ পাক আপনার মা-কে ওপারে ভালো রাখুন। আজ যদি আপনার মা বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতো।

  • @moynulislam2991
    @moynulislam2991 Год назад +4

    সত্যিই কিবরিয়া ভাই অনেক সুন্দর প্রোগ্রামগুলো করে থাকেন সংগ্রহ করেন মাশাল্লাহ

  • @sharminahmed6335
    @sharminahmed6335 Год назад +6

    মায়ের সাথে good bonding ছিলো তাই আল্লাহ রববুল আলামিন নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছেন

  • @bushraaktar9596
    @bushraaktar9596 Год назад +5

    Alhamdulillah, it's the best story. It's full of motivation. Thank you so much.

  • @rabeyabegum2799
    @rabeyabegum2799 Год назад +5

    আল্লাহ উনাকে উনার রহমতের ছায়ায় স্থান দান করুন।
    আল্লাহুমা আমিন।

  • @rayhanagro767
    @rayhanagro767 Год назад +5

    ভাই আজও আপনি মায়ের জন্যএভাবেই কাঁদছেন,এতেই বুঝাযায় আপনার কতটা আবেগ মায়ের জন্য। আল্লাহ আপনার ভালো করুণা।

  • @biplobroy-wh5wg
    @biplobroy-wh5wg Год назад +11

    শেষের উদাহরণটা গৌরাঙ্গ দাদা বলেছিলো হিন্দু ধর্মের মহাভারতের উদাহরণ একটা🙏
    সম্পূর্ণ গল্পটা শুনলাম, দেখলাম অনেক ভালো লাগলো🙂

  • @aimIqbal
    @aimIqbal 7 месяцев назад +1

    যে বাড়িতে মা নাই সেই বাড়িতে কিছুই নাই।
    আমিও মা কে অনেক মিস করি। ভাই আপনার গল্পের শুনতে পারছি না শুধু পানি পড়ে চোখ দিয়ে

  • @tamannaakter8855
    @tamannaakter8855 Год назад +1

    Era hocche god gifted...
    Allah eder k special brain diye toiri koren..unara asoley special ❤❤❤

  • @me.yeasinhossain6215
    @me.yeasinhossain6215 Год назад +15

    এ ধরনের লোক বড় পদে দেখতে চাই

  • @Al__Rubina
    @Al__Rubina 8 месяцев назад

    স্যার আপনার জীবনের গল্প শুনে চোখের পানি থামাতে পারছিনা।
    আল্লাহ আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন

  • @shahinabinteshahid5792
    @shahinabinteshahid5792 Год назад +16

    আজকের এপিসোডটা দেখে সেই ক্লোজআপ ওয়ান এর গানটার কথা মনে হলো" যদি লক্ষ থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।"

  • @mahfujfokir9771
    @mahfujfokir9771 Год назад +8

    আল্লাহ আপনার মা'কে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন আমিন

  • @Bdmylove2255
    @Bdmylove2255 Год назад +37

    সত্যি কষ্টের পরে আল্লাহ্ সুখ দেয়☝🤲😘🇧🇩🇸🇦

  • @khadijaislam8063
    @khadijaislam8063 Год назад +6

    ভাই, কথা, শুনে, চোখের, পানি, ধরে, রাখতে, পারি, নাই

  • @farukhossain7900
    @farukhossain7900 Год назад

    কিছু বলার মতো ভাষা খুজে পাচ্ছিন,,,আমি আল্লাহর অনেক শুক্রিয়া জানাই কারন আমার মা বাবা দুজনেই আছে,,,

  • @zannatlima7372
    @zannatlima7372 Год назад +237

    আমার ছেলের বয়স ১১বছর।আমার ছেলে-মেয়ের মা-বাবা দুই জনই আমি।ওদের বাবা কোনো খোঁজ নেয় না।আমি যদি একটু চেহারা অন্ধকার করি আমার ছেলে বলে আম্মু আমি ভাত খাবো না।আমি না খেলে ও বলে তোমার যখন ক্ষিদে লাগেনি তাহলে আমার ও লাগেনি।আরও অনেক কিছু। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।যাতে ভালো মানুষ হতে পারে।

    • @majidmondal-9194
      @majidmondal-9194 Год назад +2

      স তে

    • @neotymariagomes7895
      @neotymariagomes7895 Год назад +1

      ❤❤❤ নিশ্চয়ই শুভ কামনা থাকবে ❤ সৃষ্টিকর্তা মঙ্গল বারতা পাঠিয়ে দিবেন,, ধন্যবাদ

    • @truepath99bangla
      @truepath99bangla Год назад +1

      অনেক দোয়া রইল 💗

    • @mohammadismyhart3400
      @mohammadismyhart3400 Год назад +1

      দোয়া করি আপু আপনার ছেলের সফলতা আল্লাহ যেন আপনাকে দেখান ❤️❤️

    • @Najmulislam-hl3dl
      @Najmulislam-hl3dl Год назад +1

      ছেলেরা এরকমই হয় মায়ের জন্য

  • @maksudul_karim
    @maksudul_karim Год назад +4

    অসংখ্য ধন্যবাদ ডাচ বাংলা ব্যাংককে। ❤

  • @amarpothmedia
    @amarpothmedia Год назад +12

    ইনশাআল্লাহ লেগে থাকুন সফলতা আসবেই 😊😊

  • @neotymariagomes7895
    @neotymariagomes7895 Год назад +3

    ❤❤ সৃষ্টিকর্তা মহান, তাঁর মঙ্গল বারতা আমাদের সকলের উপর বর্ষিত হোক, শুভ কামনা রইলো, ধন্যবাদ!!

    • @neotymariagomes7895
      @neotymariagomes7895 Год назад +1

      ❤❤ সবটুকু শুনে বুঝতে পারলাম জীবন সত্যিই জীবনের জন্য,, অভিনন্দন ও ভালোবাসা সহ শুভ কামনা,,,,,

  • @AbuHanif-dk9lq
    @AbuHanif-dk9lq Год назад +1

    আমি আপন ঠিকানা সহ কিবরিয়া ভাইয়ের পরিচালনায় সকল অনুষ্ঠানের নিয়মিত ভক্ত কিন্তূ মাঝেমধ্যে কিবরিয়া ভাইয়ের প্রতি আমার অনেক সময় মন খারাপ হয়ে যায় কারণ উনি এমন কিছু অনুষ্ঠান উপস্থাপনা করে যার বেশিরভাগই হৃদয় বিধায়ক আর ঘটনা গুলো শুনতে শুনতে কখন যে অশ্রু জলে বুক যায় নিজে ও অনুভব করতে পারি না কারণ আমি ও একজন ভুক্তভোগী

  • @md.mohiuddin4589
    @md.mohiuddin4589 Год назад +8

    অনেক অনেক দুয়া আর শুভকামনা রইলো ভাই আপনার জন্য। ❤❤❤

  • @sangitamajumdar1002
    @sangitamajumdar1002 Год назад +4

    Anek anek positive story.. ami share korlam amar children der sathe to get inspirations in life. Thank bhai, best of luck for your best journey ! From PARIS ❤

  • @mdabid8240
    @mdabid8240 Год назад +17

    দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ ❤

  • @md.aburaihan7822
    @md.aburaihan7822 Год назад +3

    Best of luck Sir.These life story great inspire me.May Allah peace in sole your mother.

  • @msh949
    @msh949 Год назад +16

    Behind every success there is a bitter yet sweet story.Thank you Saif Vai.

  • @lamiaislam4829
    @lamiaislam4829 7 месяцев назад

    সাইফ ভাইকে ইশ্বর চন্দ্রন বিদ্রা সাগরের সাথে তুলনা করা যায়,যেভাবে পড়াশোনা করেছে,সত্যি বলতে যারা কষ্ট করে পড়াশোনা করে তারাই জীবনে বড় কিছু হয়,সাইফ ভাইর জন্য শুভকামনা রইল।

  • @naharete852
    @naharete852 Год назад +16

    সন্তানের দোয়া পরকালে বাবা মা এর কাছে যায়,আশা করি,আপনি দোয়া এবং দান করতে ভুলবেন না আপনার মায়ের জন্য।

  • @afiajahan5638
    @afiajahan5638 Год назад +2

    ছোট ভাই সাইফুল আপনাকে বলছি আপনার ছোট ভাই কে আপনি সারা জীবন দেখে রাখবেন।ওর জীবনের কষ্ট গুলো দুর করার ব্যবস্থা করে দিবেন।

  • @BeadedHouse
    @BeadedHouse Год назад +4

    শুভকামনা নুতন চাকরিতে.সত্যিই এ ধরনের ভিডিও গুলো খুবই অনুপ্রেরণামুলক।

  • @noormohammed140
    @noormohammed140 Год назад +7

    আল্লাহ আপনার মায়ের জান্নাত নছিব করুক আমিন ছুম্মা আমিন

  • @santwanachaudhuri7687
    @santwanachaudhuri7687 Год назад +7

    রংপুর আমার পিতৃপুরুষের জন্মভূমি।খুব গর্বিত লাগছে। কলকাতা থেকে।

    • @mdkader6748
      @mdkader6748 4 месяца назад

      Vai kolkata city apnar basa
      Apnar number share koren

  • @rashedmia2356
    @rashedmia2356 Год назад +1

    Kibria vai! Insa-Allah ai story ta amro o inspire hobe.Aim..... BCS

  • @ShohagBeverage
    @ShohagBeverage Год назад +12

    ভাই আপনি যখন বললেন আপনি শিক্ষা ক্যাডার সুপারিশ হয়েছেন কথাটা শুনার পর আমার চখের পানি চলে আসছে
    ❤❤❤❤❤❤❤