আমি বুঝতে পারি না, কেন আমরা নতুন কিছু সহজে নিতে পারি না!!! আমি মনে করি তাপস ভাই দারুণ কাজ করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসাধারণ সব মিউজিসিয়ানদের এক করে আমাদের ই প্রিয় গানগুলোকে আন্তর্জাতিক মানের করে উপস্থাপন করছেন। ধন্যবাদ গান বাংলাকে!
কিছু কিছু গান থাকে যা শুধু গান নয়। একেকটা স্বপ্ন ,একেকটা জীবন, একেকটা ভালোবাসা...গানটা শুনে কখন যে চোখ দিয়ে পানি পড়ছিল-শরীরের প্রতিটা রক্তকোনিকা অবেক্ত শিহরনে অস্থির হয়েছিলো বুঝতেই পারিনি। ধন্যবাদ বাপ্পা দা-তাপোস দা এই অসাধারণ গানটিকে নতুনভাবে উপহার দেয়ার জন্য ...
সন্জীব দাদার অপূর্ব গানটি আগে তেমন ভাবে শোনা হয়নি। আসলেই গানটির কথা ও সুর মিলেমিশে একাকার,অসাধারণ সৃষ্টি রেখে গেলেন সঞ্জীব দা। যেখানেই থাকবেন সব সময় ভালো থাকবেন। 😢😢
ভয়াবহ সুন্দর লাগলো। তাপস দা কে অনেক ধন্যবাদ কিংবদন্তী মানুষ গুলোর গানগুলো নতুন করে আমাদের সামনে তুলে আনছে। হুমায়ূন স্যারের কোন একটি গান এই সিজনে শুনতে চাই
দীর্ঘ চার বছর দুজন দুজনের খোঁজ রাখি না। বিরান পথে আর হেঁটে যাই না অনেকদিন। আমার সমস্ত অভিযোগ তোমার উপর ছিলো। 'তুমি কান্নার রঙ তুমি জোঁছনার ছায়া' এই লাইনটি যতবারই শুনি ততবারই একটা শুষ্ক ব্যথা অনুভব করি 😢 প্রেমিকেরা ভালো থাকুক ❤
আহ্ কি যে মায়া আছে এই গানে! যত বার শুনি মনটা থমকে যাই। রেখে গেলাম আমার ক্ষুদ্র একটি কমেন্ট। যতবার লাইক পাব, ততবার শুনব আর তত বার এক মুহূর্তের জন্য থমকে যাবো❤
তাপস এর Wind of Change এ যতগুলো গান দেখলাম তার মধ্যে সবচেয়ে ভালো এটাই। ধন্যবাদ তাপস আপনাকে, সঞ্জীবদা নেই কিন্তু আপনি মনে হয় উনাকে এর একবার এই প্রজন্মের কাছে নতুন করে পরিচিত করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর বাপ্পা তো সবসময় সুপার.... বাশিটা দারুন বাজিয়েছেন জালাল।
বাপ্পা দা'র তুলনা নেই। তবে কেন যেন মনে হল এখানে তাপস দার কন্ঠটাই বেশি মানান সই লেগেছে। তাছাড়া বাপ্পা দা'র উচ্চারণে একটু সমস্যা ছিল মনে হল! যাই হোক, সব কিছুর উর্ধ্বে এই কম্পোজিশন দারুণ প্রশংসার দাবি রাখে। বেস্ট অফ লাক ওয়াইন্ড অফ চেঞ্জ, গান বাংলা এবং তাপস দা। :)
এককথায় গানটি অসাধারণ.... কয়েকটি শব্দে এ গানকে সংজ্ঞায়িত করা অসম্ভব তাও কিছু বলতে চাই... গানটি খুব আজব এক অনুভূতি দিয়ে যায়... কাউকে পাওয়ার আছে বা হারিয়েছি তেমন নয়।প্রেম-ভলোবাসা এখনো আসেনি আমার জীবনে অথচ এ গান শুনলে প্রতিবার বুকের ভেতর একটি সূক্ষ্ম ব্যথা অনুভব হয়।আরও অবাক করার কথা হলো সে অনুভূতিটাও কেনো জানি ভালো লাগার সৃষ্টি করে।আর আমার মনে হয় এখানেই একজন শিল্পীর সার্থকতা।যখন তাপস ভাই বলেন-"আমি কাউকে বলিনি সে নাম,কেউ জানেনা না জানে আড়াল"-বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠে।পৃথিবীর বুকে যতদিন বাংলা ও বাঙালি জীবিত থাকবে ততদিন এ গানটিও বেঁচে থাকবে🖤 ধন্যবাদ সঞ্জীব চৌধুরীকে তার সৃষ্টির জন্য।ধন্যবাদ বাপ্পা মজুমদার, তাপস ভাই ও তার টিমকে🙏 ১৪ফেব্রুয়ারি,২০২৪-রাত:১.৫১
তাপস ভাই আমি গান বাংলায় প্রথম একটা গান দেখে ইন্টারনেট এ খোজ করি। তারপর RUclips e গান দেখে মুগ্ধ।এগিয়ে যান আমার দোয়া রইল আপনার জন্য।অসাধারণ কাজ।তুলনাহীন।
ami ai song tar onk boro akta fan..Bappa dada amar onk favorite akjon singer,,r Taposh Vai apner upor full crashed,, ami nijeo song kori,,r ai song ta atto sundor kore korar jonno sotti onk thnxs,,
আমি তোমাকেই বলে দেবো কিযে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরাণ পথে। আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেবো কিযে একা দীর্ঘ রাত, আমি হেটে গেছি বিরাণ পথে। আমি তোমাকেই বলে দেবো সেই ভুলেভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা, না জানে আড়াল, জানে কান্নার রঙ জানে জোছনার ছায়া। তবে এই হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া। তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেবো কিযে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরাণ পথে। আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া।
Some of the criticisms of this piece is that it is not like the original. That might be so but, here we have musicians expressing themselves in an excellent interpretation albeit in a western cross over arrangement. If we leave everything in its original rendition, then we close the door to growth and development of our culture. I am from the West Indies of East Indian heritage, unable to understand the lyrics but, the song, voice and musical arrangement are soulful and evoke emotions, and I love it.
:)..odhikar onidhikarer kono kotha ki bola hoyeche? The way Taposh sang by sticking closely to the original tune sounded better to me..Bappa's improvisation ruined it for me, period. I have this "odhikar" to express my bhalo/kharap laga don't you think? Good day!
আমি বুঝতে পারি না, কেন আমরা নতুন কিছু সহজে নিতে পারি না!!! আমি মনে করি তাপস ভাই দারুণ কাজ করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসাধারণ সব মিউজিসিয়ানদের এক করে আমাদের ই প্রিয় গানগুলোকে আন্তর্জাতিক মানের করে উপস্থাপন করছেন। ধন্যবাদ গান বাংলাকে!
এক কথায় অসাধারণ ,তাপস ভাই খুব ভাল করছেন , আমি ওনার সাফল্য কামনা করছি।
❤❤
সবার মতামত এক না সবার পছন্দ এক না, মতামত ভিন্ন ভিন্ন হতেই পারে,যাদের কাছে ভালো লাগছে তারা সবসময় তাদের পছন্দের গান খুজতে আসবে।😊
😊😊😊
আসলেই❤❤
কিছু কিছু গান থাকে যা শুধু গান নয়। একেকটা স্বপ্ন ,একেকটা জীবন, একেকটা ভালোবাসা...গানটা শুনে কখন যে চোখ দিয়ে পানি পড়ছিল-শরীরের প্রতিটা রক্তকোনিকা অবেক্ত শিহরনে অস্থির হয়েছিলো বুঝতেই পারিনি। ধন্যবাদ বাপ্পা দা-তাপোস দা এই অসাধারণ গানটিকে নতুনভাবে উপহার দেয়ার জন্য ...
সন্জীব দাদার অপূর্ব গানটি আগে তেমন ভাবে শোনা হয়নি। আসলেই গানটির কথা ও সুর মিলেমিশে একাকার,অসাধারণ সৃষ্টি রেখে গেলেন সঞ্জীব দা। যেখানেই থাকবেন সব সময় ভালো থাকবেন। 😢😢
আমি কাঁদছি , ও সঞ্জীব দা কেনো চলে গেল এতো তাড়াতাড়ি , কি এমন তাড়াহুড়া ছিলো তোমার .
উউউফফফ..... প্রতিটি শব্দ ঠিক বুকে এসে বেধে! থাম্বস আপ ফর দ্য টিউনিং, ম্যান।
প্রীতি জানবেন।
মিউজিক ইন্ডাস্ট্রি থেকে যত মানুষ চলে গেছে তাদের মধ্যে সঞ্জীব চৌধুরীকে সব থেকে বেশি মিস করি।।
মনে পড়ে গেল সঞ্জীব চৌধুরীকে আবারো।।।
অসাধারণ ;;;;;;;;;;;;
এত সুন্দর করে গাইলেন দুজনে মিলে,, ,, চোখে জল চলে আসে সেই গুণী লোকটার জন্য ।।।।।
সন্জীব দাদাকে খুব মনে পড়ে গেল ।।।।
চোখের জল আসে?? এ্যাঁ
কি কস,,, জুরে ক, বেডা ছাগল চিড়া মফিজ
এএই তোর জল আসে ক্যা
চোখের জল কি পুটকির লোম বেডা ছাগল
সঞ্জীব দা, বাপ্পা দা, তাপস দা 💜
বাপ্পা দা'র কিছু টানে মাঝেমাঝে কেঁপে উঠেছি.. থ্যাংকস #GaanBangla
এএই চাপাবাজ
আলু মারিছ না
তৈল মর্দন কর
না পারলে তৈল মার
খাইটা খাঁ
উফফফ... বাপ্পা দা! এত্তো সুন্দর গায়কী!
ভয়াবহ সুন্দর লাগলো।
তাপস দা কে অনেক ধন্যবাদ কিংবদন্তী মানুষ গুলোর গানগুলো নতুন করে আমাদের সামনে তুলে আনছে।
হুমায়ূন স্যারের কোন একটি গান এই সিজনে শুনতে চাই
দীর্ঘ চার বছর দুজন দুজনের খোঁজ রাখি না। বিরান পথে আর হেঁটে যাই না অনেকদিন। আমার সমস্ত অভিযোগ তোমার উপর ছিলো। 'তুমি কান্নার রঙ তুমি জোঁছনার ছায়া' এই লাইনটি যতবারই শুনি ততবারই একটা শুষ্ক ব্যথা অনুভব করি 😢 প্রেমিকেরা ভালো থাকুক ❤
হুইস্কি 🥃তে একবার চুমুক দিয়ে দেখ বাকি সব কিছু লোম-ছোম মনে হবে 😂
প্রেম বলে কিছু হয় না সব শরীরী খেলা
❤❤❤
ভাইয়া দুঃখ বিলাস শুনে আসো একবার, 😅❤
আহ্ কি যে মায়া আছে এই গানে! যত বার শুনি মনটা থমকে যাই। রেখে গেলাম আমার ক্ষুদ্র একটি কমেন্ট। যতবার লাইক পাব, ততবার শুনব আর তত বার এক মুহূর্তের জন্য থমকে যাবো❤
তাপস এর Wind of Change এ যতগুলো গান দেখলাম তার মধ্যে সবচেয়ে ভালো এটাই। ধন্যবাদ তাপস আপনাকে, সঞ্জীবদা নেই কিন্তু আপনি মনে হয় উনাকে এর একবার এই প্রজন্মের কাছে নতুন করে পরিচিত করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর বাপ্পা তো সবসময় সুপার.... বাশিটা দারুন বাজিয়েছেন জালাল।
যে যাই বলুক, বাপ্পা মজুমদার হচ্ছে আমার টিন এইজের একটা দুর্বলতার নাম... Love you boss 🍂♾️
আমার ও ঠিক তাই
Same
প্রথমত সঞ্জীবদার প্রতি বিনম্র শ্রদ্ধা। ঈশ্বর তোমার মঙ্গল করুক। যে যেভাবেই গানটা করুক দাদাকে খুজেঁ পাই স্মরন করি।
Just Heavenly
বাপ্পা ভাইয়ের এই গানটা আমাকে খুব কাছে টেনেছে,, এখন সকালে আর রাতে বেশ কর একবার শুনতে হয়,,,কেমন যেন একটা নেশার মতো হয়ে গেছে
বাপ্পা দা'র তুলনা নেই। তবে কেন যেন মনে হল এখানে তাপস দার কন্ঠটাই বেশি মানান সই লেগেছে। তাছাড়া বাপ্পা দা'র উচ্চারণে একটু সমস্যা ছিল মনে হল! যাই হোক, সব কিছুর উর্ধ্বে এই কম্পোজিশন দারুণ প্রশংসার দাবি রাখে। বেস্ট অফ লাক ওয়াইন্ড অফ চেঞ্জ, গান বাংলা এবং তাপস দা। :)
এককথায় গানটি অসাধারণ....
কয়েকটি শব্দে এ গানকে সংজ্ঞায়িত করা অসম্ভব তাও কিছু বলতে চাই...
গানটি খুব আজব এক অনুভূতি দিয়ে যায়...
কাউকে পাওয়ার আছে বা হারিয়েছি তেমন নয়।প্রেম-ভলোবাসা এখনো আসেনি আমার জীবনে অথচ এ গান শুনলে প্রতিবার বুকের ভেতর একটি সূক্ষ্ম ব্যথা অনুভব হয়।আরও অবাক করার কথা হলো সে অনুভূতিটাও কেনো জানি ভালো লাগার সৃষ্টি করে।আর আমার মনে হয় এখানেই একজন শিল্পীর সার্থকতা।যখন তাপস ভাই বলেন-"আমি কাউকে বলিনি সে নাম,কেউ জানেনা না জানে আড়াল"-বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠে।পৃথিবীর বুকে যতদিন বাংলা ও বাঙালি জীবিত থাকবে ততদিন এ গানটিও বেঁচে থাকবে🖤
ধন্যবাদ সঞ্জীব চৌধুরীকে তার সৃষ্টির জন্য।ধন্যবাদ বাপ্পা মজুমদার, তাপস ভাই ও তার টিমকে🙏
১৪ফেব্রুয়ারি,২০২৪-রাত:১.৫১
Flute playing of Jalal Bhai has taken the song to another level... ..hats off
Tapash dar gola ta osadharon....jno sanjeeb dai geye uthlen....!!!
নতুন প্রজন্মকে নতুন সুরে পুরানো গানের কথাগুলো শুনিয়ে দিলো!
সঞ্জিব দা বেস্ট তাও হেটস অফ তাপস এন্ড বাপ্পা দা!!
Never Thought this song can be made any more beautiful & never felt this much pleased to be proven wrong!
সঞ্জীব দা, আপনার জন্য এখনো মন কাঁদে... ধন্যবাদ সবাইকে...
Ammar Khan ভাই আমারো অনেক প্রিয় একজন মানুষ ছিলেন .
কান্না ছুঁয়ে গেলো...
এটুকুই বলবো।
আমার কেনো জানি মনে হয় আমার একটা দুর্বলতার জায়গা হচ্ছে "বাপ্পা মজুমদার " Love you দাদা ❣️
তাপস ভাই এর কন্ঠে গানটা যেনো নতুন আর একটা রুপ পেলো .....অনেক বেশী ভালো লাগলো
অসাধারন, সণ্জীবদা বেঁচে থাকুক গানের মাঝে
"A message to the future generations...
Don't let this masterpiece song die....♥️"
তাপস ভাই আমি গান বাংলায় প্রথম একটা গান দেখে ইন্টারনেট এ খোজ করি। তারপর RUclips e গান দেখে মুগ্ধ।এগিয়ে যান আমার দোয়া রইল আপনার জন্য।অসাধারণ কাজ।তুলনাহীন।
বাপ্পা মজুমদার স্যারের গান গুলো শুনলেই মন ভালো হয়ে যায়।সুরের মধ্যে অন্য রকম একটা বেপার আছে।যা আমাকে সব সময় মুগ্ধ করে❤️
অসাধারণ। শুধু যদি এখানে সঞ্জীব দা থাকতো.....................
অনেক যত্ন করে গাওয়া। কিন্তু সন্জীব দার শুন্ন্যতা থেকেই গেছে ।
ও পাখি শুনছো আজ তোমার আঘাতে তৃষ্ণা পাচ্ছি এই গানে। ধন্যবাদ তাপস ভাইকে❤
আগের কম্পোজিশনটা ছিলো দুধ!!! আর এখন যা হইসে মাখন, মাখন!! আর জালাল ভাই আপনি সব সময়ের মতই awesome!!!!!!
আমি কল্পনা করতেছি এই মিউজিক সেটাপ আর ভোকালে সঞ্জীব দা যদি হইত। পুরা আগুন লাগায়া দিত। যদিও ভাল হয়েছে তারপরেও কেন যেন সঞ্জীব দার টাই ভাল লাগবে সবসময়।
Bhai Apni Legend , Main Point ta Apni Find-out Korsen ,
R Ei jono legend Because Senior Music Enthusiast
আহ! সঞ্জীব দা!!💜💜💜
অসাধারণ...!!! 👌👌👏😍 মিচ ইউ সঞ্জীব দা 😒 যেখানে থাকেন অনেক অনেক ভাল থাকুন ☺ ধন্যবাদ #gaanbangla ✌
আমি আসলে কি দিয়ে ধন্যবাদ জানাবো আমার কৌশিক হোসাইন তাপস ভাই কে, কারণ বাংলাদেশের বুকে এত বড় সংগীত আয়োজন করাকে নিয়ে, আমার হ্রদয়ের স্পন্দন
আমার গায়ের প্রতিটা লোম বলতে পারবে গান টার অনুভূতি,, মনটা ছুঁয়ে গেল,, 😊
uff eto sundor ki vaby hoy....dowa kori apnader moto singar chiro jibon bachy thak redoye....tapos vai apnake hajar o salam.
কড়া নেড়ে গেছি ভুল দরজায় ♥
তুলনা নেই বাপ্পামজুমদার
ভুলের অপর নাম টি হয়তো বা
অপূর্ণ তা,,,,, আহ কি অসাধারণ সুন্দর গান টি,,,,,
কি দারুন কম্পোজিশন ❤
গান টা শুনে দাদা কে খুব মিস করছি...তাপস ভাই খুব ভালো গেয়েছে...এগিয়ে চলেন আপনি..
ami ai song tar onk boro akta fan..Bappa dada amar onk favorite akjon singer,,r Taposh Vai apner upor full crashed,, ami nijeo song kori,,r ai song ta atto sundor kore korar jonno sotti onk thnxs,,
ছুঁয়ে কান্নার রঙ
ছুঁয়ে জোছনার ছায়া....
Ashadharon... Aii fusion music, song's prothom sunlam....ame aka hete gachi biran poth.just fatafati
চারপাশ অন্ধকার, নিস্তব্ধ আর প্লেলিস্ট এ এরকম অপূর্ব মুগ্ধময় গান। রাত দুইটা, 2024
আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলে ভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলেভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।
আমি কাউকে বলিনি সে নাম
কেউ জানেনা, না জানে আড়াল,
জানে কান্নার রঙ
জানে জোছনার ছায়া।
তবে এই হোক
তীরে জাগুক প্লাবন,
দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
তুমি কান্নার রঙ,
তুমি জোছনার ছায়া।
আমি তোমাকেই বলে দেবো
কিযে একা দীর্ঘ রাত,
আমি হেঁটে গেছি বিরাণ পথে।
আমি তোমাকেই বলে দেবো
সেই ভুলে ভরা গল্প,
কড়া নেড়ে গেছি ভুল দরজায়।
ছুঁয়ে কান্নার রঙ,
ছুঁয়ে জোছনার ছায়া।
Bappa da...gaaner shuru te ei piece ta...Just wow!!
খারাপ সপ্ন দেখে রাত ৩ টায় উঠেই গানটা শুনলাম।মনটা ভাল হয়ে গেল।
সঞ্জীব দা'র গানের উপর পলিশিং এর মাধ্যমে দারুন একটা টুইস্ট করা হয়েছে ।
I will tell you on this endless night.
I was lonely because you were out of sight.
Touching the color of your tears.
I pulled you out of your fears.
Some of the criticisms of this piece is that it is not like the original. That might be so but, here we have musicians expressing themselves in an excellent interpretation albeit in a western cross over arrangement. If we leave everything in its original rendition, then we close the door to growth and development of our culture. I am from the West Indies of East Indian heritage, unable to understand the lyrics but, the song, voice and musical arrangement are soulful and evoke emotions, and I love it.
এই গানটায় তাপস ভাইয়ের গায়কীর জন্য হলেও তাকে সারা জীবন মনে রাখা যায়।
👌
Hat's off Taposh daa!😍👌
এই একটা গান এতটা বিষাদময় কেন? 💔
What a beautiful song and what a beautiful music composition, the best song of GB and now one of mine fav song ..Thank you
একটা গান কত জনে সেই গানের একি ব্যাখ্যা রেখে গেলো। শুধু গানটা প্রিয় থেকে আরো প্রিয় হলো।
আজও ভাল লাগে শুনতে... হয়ত তুমি শুনিয়েছিলে বলে !!!
This gave me GOOSEBUMPS
একেকটা স্বপ্ন ,একেকটা জীবন, একেকটা ভালোবাসা..
গান টি,, কারো জীবনে একেবারে মিলে যায়,,,,, নীলের মধ্যে নীল বর্ণের মতো,,
এ-ই গানের সুরে বলে দিচ্ছে,,
যেনো, অবেলা জীবন বেলার,
শত, অদৃশ্য রহস্যের কথা,
Onek din por kadlam.
thanks taposh da
❤❤❤আমি কাউকে বলিনি সে নাম।।
হোক সে আরাল।।তবুও সে আমার।.।.
Ek kothai asadharan laglo ..
🙏🙏💐💐
Oshadharon !! Rest in peace Sanjeeb da.
এই গানগুলো যারা শুনে তাদের মন মানসিকতা কখনোই খারাপ হতে পারে না❤😮
এক কথায় অসাধারণ......!!
যেমন গান তেমন কম্পোজিশন।
বাপ্পা মজুমদার এত মায়া আর যত্ন দিয়ে গাইছে এত শুনি আরো শুনতে ইচ্ছে করে
গানটা শুনলেই এক অন্য জগতে নিয়ে যায় ।গানের কথা নতুন ভাবনার জন্ম দেয়।
Ashadharon ❤. International performance.
BAPPA LISTENING TO THIS SPECIAL SONG. NEVER KNEW YOU HAVE SUCH A RICH MATURED VOICE.
PRAYING FOR YOUR LONG LIFE. WATCHING AT GB SAME TIME
সঞ্জীব চৌধুরি 💜
Legends never die
you are always alive Sanjeeb da
Nobody can take your place
Awesome song Bappa bhai & Taposh bhai
অসাধারন ❤️
bappa' s improvisation took away melody of the song. I wish Taposh sang the whole song.
:)..odhikar onidhikarer kono kotha ki bola hoyeche? The way Taposh sang by sticking closely to the original tune sounded better to me..Bappa's improvisation ruined it for me, period. I have this "odhikar" to express my bhalo/kharap laga don't you think? Good day!
Beautiful work. Mr. Tapash Can try other songs of Sanjib da.
জানিনা কেন মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল!!!
বাপ্পা মজুমদার দাদার গান শুনলে মনে অনেক শান্তি পাই I LOVE THIS song❤
অসাধারণ, মনটা ছুয়ে গেছে
Music arrangement ta osthir hoise
গানগুলো অাবার নতুন ভাবে কভার করে সামনে অানায় GB কে ধন্যবাদ৷ তাছাড়া এগুলো শুধু গান না এগুলো ভালোবাসা....
অামি কাউকে বলিনি সে নাম...
ড়
Great job taposh vae
তাপস দা দারুন গাইলে,
বাপ্পা দা. আসল টা হারিয়ে গ্যাছে
Ufffff just chitke gelam, ki marattoook 😍😍
সঞ্জীবদার সাথে তাপসদার কন্ঠটা অনেক মিলে
Thanks Mr. Taposh. It seems that the voice is from sanjeeb choudhury...
THE WAY YOU MODIFY WITH YOUR CLASSICAL TOUCH IS ❤❤❤❤❤❤❤❤
Bangladesh ank dhap egiye music nie westbengal er che. Ami kolkata thekeo Bangladesh er music ke besi spprt kori
Arnab Basak Official music egiye pichiyer byapar ta manina....apekhhik puro byapar tai....ei tulona gulo boroi odvut....
Shilpo kokhono best ba egiye pichiye hoy na....
Shilpo holo progotishil....!!!
Credit to Taposh bhai.
Absolutely brilliant! I am mesmerized!
I miss Sanjib da... badly in era of music
Again amazed by that Esraj Solo *_*
এক কথায় অপূর্ব
❤️ ❤️ from India 🇮🇳 ♥️
its totally amazing.. mind blowing... Hats off Tapos vai