TUMI AMAR GHUM - TAPOSH FEAT. SAINIK : OMZ WIND OF CHANGE [ S:04 ]

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 1 тыс.

  • @alizas4644
    @alizas4644 Год назад +40

    কমেন্ট পড়তে এসে বুঝতে পারছি, কতো শত হৃদয় ভেংগেছে। এই গানগুলো না থাকলে সেই সুখ গুলো যা না পাওয়া হয়ে মনের মধ্যে কবর দেয়া আছে,চাপা কান্না হয়ে আছে তা কিভাবে নাড়া দিতো। মাঝে মাঝে এমন দুঃখ বিলাসেও সুখ পাওয়া যায়। ❤❤❤

    • @PinkybinteHarun
      @PinkybinteHarun 9 месяцев назад +3

      দুঃখ বিলাসেও সুখ পাওয়া যায় ❤

  • @pulokspandan6089
    @pulokspandan6089 2 месяца назад +8

    আজো মনে আছে সেই দিনের কথা।তখন বয়স ১৫ কি ১৬।কাজিন এর বাসায় গিয়ে গানটা প্রথম শুনি।তখন থেকেই যখনই গানটা শুনতাম আর একজনের সাথে রিলেট করতাম।কিন্তু সবথেকে ভাল কথা।আজ আমি আমার সেই সুখের সাথেই ঘর বাধতে পেরেছি😊

  • @lenientvlogs8710
    @lenientvlogs8710 6 лет назад +324

    মনে পড়ে যাচ্ছে সেই ২০০৭ সাল যখন এফ এম রেডিওতে বার বার বাজত এই গানটি।খুব মন দিয়ে তখন শুনতাম গানটি।

    • @samadrafat8930
      @samadrafat8930 5 лет назад

      Lenient Chakma একদম মন দিয়ে

    • @irfan5667
      @irfan5667 4 года назад +1

      amr 88 naam a tokhon ekta show hoto mone achhe vai radio foortir oi show te ei gaan ta beshi hoto

    • @lostgirl641
      @lostgirl641 4 года назад

      😥😥

    • @Mironhsn
      @Mironhsn 4 года назад

      Same

    • @choityrayan991
      @choityrayan991 4 года назад

      Magical akta song

  • @recklessbeauty9262
    @recklessbeauty9262 3 года назад +13

    মনে পড়ে গেলো সেই ২০০৭। প্রিয় মানুষটাকে হারানোর ব্যথা । আজ ১৪ বছর পর তাকে আবার ফিরে পেলাম,কিন্তু ঐ ১৪ বছর যে জীবন থেকে কি বাজে ভাবে নষ্ট হয়ে গেছে তা ভেবে আরো কষ্ট বেড়েই যাচ্ছে।
    আজ সে আর আমি আবারো সামনা সামনি। "তুমি আমার ঘুম"❤

  • @atiqurrahman1104
    @atiqurrahman1104 2 года назад +30

    আমার বড় অপার খুব প্রিয় গান ছিল এটি. আজ আপা নেই। প্রায় আড়াই বছর হলো আপা আমাদের ছেড়ে চলে গেছেন ওপাড়ে। আজ অনেকদিন পর গান টা শুনলাম। বড় অপার কথা মনে পড়ে গেলো। অনেক কষ্ট এই বুকে। কান্না পাচ্ছে খুব

  • @RayhanRubel
    @RayhanRubel 6 лет назад +62

    আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটা। যদি কখনো গুনগুন করে গান গাইতে চাইতাম তাহলে সবসময় এই গানটাই চলে আসে শুরুতেই।
    এতদিন পর নতুন করে এই গানটা পেলাম। গানটার সাথে কতো মানুষের কতো যে স্মৃতি জড়িয়ে আছে......
    আমি শিওর যারা অনেকদিন পর এই গানটা নতুন রূপে শুনলেন তারা সবাই নস্টালজিক হয়ে গিয়েছেন।
    অনেক ধন্যবাদ তাপস ভাই বাংলা গানের রত্নগুলোকে এভাবে নতুন রূপে উপস্থাপন করে জাগিয়ে তোলার জন্য।
    সৈনিক ভাই, আপনার এই একটা গান কতো যে মূল্যবান হাজারো মানুষের কাছে...... অনেকেরই অনেক গল্প জড়িয়ে আছে এই গানের সাথে।

  • @nashiathtasneem4234
    @nashiathtasneem4234 6 месяцев назад +35

    সবার অনেক কমেন্ট দেখে নিজের কথা মনে পড়ল। ক্লাস ৬ থাকতে ৭০ টাকা দিয়ে একটা রেডিও কিনেছিলাম। রেডিও ফুর্তিতে অনুরোধের গান প্লে করার জন্য মেসেজ করা লাগতো। আমি এই একটা গানের জন্য কত যে ম্যাসেজ করেছি একটা সময় 🖤

    • @mdemon4626
      @mdemon4626 3 месяца назад +1

      অনুরোধের গান শুনাইতো তারা?

    • @rafjanentertainment
      @rafjanentertainment 2 месяца назад +1

      similar type of feeling brother

    • @afrojabegum8720
      @afrojabegum8720 Месяц назад

      @@mdemon4626রেডিও করতিপক্ষ

    • @MehediHasan-zi8ps
      @MehediHasan-zi8ps 7 дней назад

      Din gula sondor silo kintw😄

    • @ghg12374
      @ghg12374 6 дней назад

      আমিও এই আমার সব সময়ের প্রিয় গানের জন্য মেসেজ করেছিলাম। গান টা প্লে করেছিল কিন্তু আমার নাম টা ঠিক মত উচ্চারণ করতে পারে নাই।😢
      ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য 😊

  • @alaminanis
    @alaminanis 6 лет назад +33

    কেন জানি চোখ ছলছল করে উঠলো। বিশেষ করে শেষের বাঁশির সুরটা। গানের সেই টানটা পাইনি৷ তবুও পুরোনো স্মৃতির দিকে ঠেলে দেওয়া একটা মাস্টারপিস। সৈনিক ভাই still now আপনি জোস৷ সেই কৈশর থেকে শুনে আসছি এই গান। এক্সপেক্ট করিনি এই গানটা৷ ধন্যবাদ তাপস ভাই।

  • @AbdullahFaruq-d7g
    @AbdullahFaruq-d7g Год назад +9

    বুকের ভিতরে সেই কাটা চামচের আঁচড়ে যাওয়ার অনুভূতিটা ফিরে আসলো.... কাউকে কষ্ট দিয়ে নিজে সুখি হওয়া যায় না। যারাই করেছে সবাই অপরাধবোধে ভোগে। কিন্তু তা প্রকাশ বা স্বীকার করে না। প্রকৃতির বিচার বড় কঠিন।

  • @shahidhossain5924
    @shahidhossain5924 6 лет назад +73

    বাংলা গানকে বৈশ্বিকভাবে পরিচিতি দানের জন্য যারা কাজ করছে কৌশিক তাপস তাদের অন্যতম একজন।এই প্রয়াস সফল হোক।

  • @sajidmahmood4511
    @sajidmahmood4511 6 лет назад +165

    এক ধাক্কায় 10 বছর পিছনে ফিরে গেলাম । থ্যাংকস।

    • @nezamuddin8681
      @nezamuddin8681 6 лет назад

      SAJID MAHMOOD ami o dislike delam.mojar comment korar jonno.peace bro.

    • @lostgirl641
      @lostgirl641 4 года назад

      দেখে তো মনে হয় বয়স ই ১০ 🙄

    • @nauajishAhmedRifat
      @nauajishAhmedRifat 3 года назад

      @@lostgirl641 উনার চ্যানেলটাই ৮ বছর আগের খোলা।
      আর তাতে কি আমার বয়স ১৮ বছর।
      আমিও ৮/৯ বছর থেকে এই গান শুনি।
      এমনকি "বৃষ্টি ঝড়ে যায়" ২০০৯ মানে ১২ বছর আগের থেকে শুনি। তখন বয়স ছিল ৬ বছর।
      বাসায় বড় ভাই শুনত আমার ও শুনতে শুনতে মুখস্থ্য হয়ে গেছিল।

  • @robinroychowdhury8392
    @robinroychowdhury8392 6 лет назад +51

    প্রিয় গান আবার নতুন করে,,,,, এক ধাক্কায় ১০ বছর পিছনে ফিরে গেলাম। অসংখ্য ধন্যবাদ ।

  • @sudipkumarmondal8102
    @sudipkumarmondal8102 3 года назад +38

    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
    আমি বৃষ্টি চাই অবিরত মেঘ,
    তবুও সমুদ্র ছোঁব না,
    মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না
    আমি বৃষ্টি চাই অবিরত মেঘ,
    তবুও সমুদ্র ছোঁব না,
    মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবো না
    তুমি আমার খোলা আকাশ,
    কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
    ভালবাসা জলের মত, দু’হাত যেন ভরে না
    প্রিয় মুখ তারার মত, দু’চোখে গোনা যায় না
    ভালবাসা জলের মত, দু’হাত যেন ভরে না
    প্রিয় মুখ তারার মত, দু’চোখে গোনা যায় না
    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না
    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানি না
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধি না

  • @BanglaSongsYoutube
    @BanglaSongsYoutube 5 лет назад +4

    অাহারে স্মৃতি অাহা অাহা... হিন্দী গানের ভীড়ে ঐ সময়ে প্রিয় বাংলা গান। এদের দিয়ে ই অামাদের মতো শ্রোতারা ফিরেছিলাম বাংলা কাব্যিক গানে।

  • @mrrtarahman1753
    @mrrtarahman1753 6 лет назад +67

    আজ অনেকদিন পর আবারো কাঁদলাম.........
    সোডিয়ামের নিয়ন আলোয় হেঁটে চলি দূর বহু দূর হেঁটে যেতে যেতে তাদের অনুভূতি যেন কথা বলতো, কান পেতে শুনতে পেতাম তাদের হলুদ রঙের দুঃখের গল্প বলা, আর দূর থেকে বহু দূর দুঃখী মানুষগুলোর সাথে পথ দেখাতে সাহায্য করা, এ যেন এক রকমের সেক্রিফাইস......

  • @mahanudhasan1307
    @mahanudhasan1307 3 месяца назад +2

    তুমি আমার ঘুম, সুখ, প্রিয়মুখ, ভালোবাসা, জল, স্বপ্ন, ঘর, খোলা আকাশ, দিন, রাত, সূর্য, সময়। সব মিলিয়ে গানটি অসাধারণ।

  • @Thisshuvo
    @Thisshuvo 6 лет назад +35

    এম এফ রেডিওতে এই গান শোনা, Mp4 এ এই গান বাজিয়ে স্কুলে যাওয়ার দিনটা আবার মনে পরে গেল।আহা কি দিন ছিল

  • @faporbaz5349
    @faporbaz5349 6 лет назад +11

    গানটি প্রথম fm রেডিওতে শুনেছিলাম তার পর থেকেই আমি এই গানের প্রেমে পড়ে যাই।
    ধন্যবাদ গান বাংলা টিভিকে এই সব গুনি শিল্পীদের আবার আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য...........

  • @laddertolearn5808
    @laddertolearn5808 6 лет назад +80

    এই গানটা শুনলেই মনটা কেন জানি উদাস হয়ে যায়। গানটার সাথে মিশে আছে অসংখ্য না পাওয়ার বেদনা, পেয়েও হারানোর আর্তনাদ আর বাস্তবতার কঠিন প্রলেপ। :)

    • @choityrayan991
      @choityrayan991 4 года назад +1

      কি সুন্দর করে সরল ভাবে গুছিয়ে এতো গভীর এক্টা কথা বল্লেন

    • @mdjahir4980
      @mdjahir4980 4 года назад +1

      কতবার শুনেছি জানিনা।

    • @naimulhaque6558
      @naimulhaque6558 3 года назад +1

      Me to

  • @shimatodurer544
    @shimatodurer544 6 лет назад +29

    গতকাল রাত থেকে গান টা গুন গুন করে গাইতেছিলাম , আজকে এই গানটা শোনার জন্যই ইউটিউব এ ঢুকে দেখি চোখের সামনে প্রথমেই এই গান ❤️

    • @SifatArnob
      @SifatArnob 6 лет назад +1

      mittha kotha ✌✌✌✌
      Gul kom maren

    • @shimatodurer544
      @shimatodurer544 6 лет назад +1

      Sifat Arnob1596 ভাই, মিথ্যা কেন বলবো

    • @rizvifaisal5423
      @rizvifaisal5423 4 года назад

      @@shimatodurer544 cz oi vai chapabaj type r ki✌✌✌

  • @zahirimran8876
    @zahirimran8876 5 лет назад +10

    ভালোবাসারা ভালো থাকুক.....
    গানটা অতীত মনে করিয়ে দিলো...
    এখন পর্যন্ত জীবনে এই একটা গানই সম্পূর্ণ মুখস্ত করে ছিলাম...

  • @arnobamlan
    @arnobamlan 6 лет назад +1904

    ক্যাম্পাস এ তার হাত ধরে ঘোরাঘুরি ,রাতভর সীম কলে কথা বলা সেই স্মৃতি গুলা ভেসে উঠছে চোখে। আজ সে অন্য কারো সঙ্গী আর আমি ব্যাস্ত আমার ক্যারিয়ার নিয়ে। শেষ যেদিন তার সংগে কথা হয়েছিল তখন ও তার জন্য ছিল আমার ফোনে এই গানের রিংটোনটা।তার পর আর কখনও তার নাম্বার থেকে ফোন আসেনি রিংটোন ও বাজে নি।আজ আবার এত বছর পর গানটা ঘুম থেকে উঠতেই বেজে উঠল।ছোট ভাই পিসিতে প্লে করছিল। আমি লাফ দিয়ে উঠলাম আবার বুঝি কল দিল সে।তখন ই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম না অই নাম্বার থেকে কল আসবে না আর। আবার অনেকদিন পর গানটা শোনার পর কেন যেন চোখ দিয়ে জল ঝরছিল। দোষ কারোর ই ছিল না। ছিল একটি বেকার ছেলের অনিশ্চিত ভবিষ্যত এর আশঙ্কা।

    • @shawonahmed43ju
      @shawonahmed43ju 6 лет назад +7

      Amlan khan ভাই কি জাহাঙ্গীরনগর এর ছিলেন??

    • @arfinnaeem8823
      @arfinnaeem8823 6 лет назад +2

      জাবিয়ান নাকি ভাই???

    • @JavedAkterSuman
      @JavedAkterSuman 6 лет назад +3

      Botolai giye khawa toh oboshshoi Jabian.

    • @princeiqbal688
      @princeiqbal688 6 лет назад +1

      কোন ব্যাচের এবং কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন??

    • @md.aminulislamrazib7701
      @md.aminulislamrazib7701 6 лет назад +3

      ভালো থাকবেন...

  • @shafikulislam8521
    @shafikulislam8521 6 лет назад +16

    গান বাংলার কারনে অনেক গুলো গান আবার আমাদের কাছে নতুন করে আসতেছে।ধন্যবাদ তাপস স্যার, ধন্যবাদ গান বাংলা।গান বাংলার কারনে এখনো টিভি দেখি

  • @Farhadahmed11
    @Farhadahmed11 28 дней назад +1

    I don't know why this has only 2 million views, for me this should have at least 100million! I love this song; I love the vocalist! Absolute legend

  • @afkzaman
    @afkzaman 6 лет назад +78

    Ohh, pure nostalgia! Thank you Mr. Taposh for bringing most of our nostalgiac songs back. So many songs from this project I can play over and over again, won't get bored. What an awesome project this Wind of Change turned out. All the best.

  • @rbaroki6865
    @rbaroki6865 6 лет назад +13

    কতবার শুনছি কোন হিসাব নাই।প্রতি রাতে ঘুমের আগে একবার হলেও শুনতে হয়।অসাধারন গানের কথা 💕💕💕

  • @saimasumaiya4467
    @saimasumaiya4467 6 лет назад +114

    সেইম গায়ক.. তবে কোথায় যেন কি যেন একটা মিসিং! সম্ভবত গানটার মধ্যে যে প্যাশন ছিল, সেটা। তাছাড়া অসাধারণ গানগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @anmoldeb8515
      @anmoldeb8515 6 лет назад

      ry8. ager moto shei tanta jeno nei.

    • @zappowel
      @zappowel 4 года назад +3

      Young age er gaoa and ekhonkar gaoa.. boyosher fact ache. ar ami jototuk jaani na uni majhkhane khub ekta music a active chilen na.

  • @meghlafakri4565
    @meghlafakri4565 Месяц назад +1

    হৃদয় টুকরো টুকরো করে রেখে দিলেও এ গানটার জন্য অনেক কম হবে। অনেক মানুষ আছে নিজের ভালোবাসার মানুষটার সাথে ঘর বাঁধতে পারেনা। এ গানটা শুনে দীর্ঘশ্বাস ফেলতে পারে।😢

  • @sefanuelhemrom2772
    @sefanuelhemrom2772 3 года назад +11

    আহা,, কি সুখের অনুভূতির সৃষ্টি হত এই গান শুনতে শুনতে ❤️ মিস করছি সেই দিন গুলো ।

  • @md.ruhulamin8358
    @md.ruhulamin8358 6 лет назад +7

    Thnx to Taposh.
    ২০১০-২০১৩ এর পর আজ আবার মনে পড়লো গানটির কথা।
    পুরোনো অনেক স্মৃতি বিজড়িত এই গানটির মাঝে।

  • @কামরুলকামাল
    @কামরুলকামাল 5 лет назад +7

    অসাধারণ গানটা আরো বেশি অসাধারণ লেগেছে...মনে হয়েছে সৈনিক ভাই হয়ত প্রয়োজনে গানটার জন্য তার জীবন দিয়ে দিতে পারতেন... ইন্সট্রুমেন্টাল পার্টগুলি একেবারেই লা জবাব...ধন্যবাদ তাপস ভাই এবং গান বাংলাকে বাংলা গানের জগতে এমন একটা মাস্টার পিস আমাদের উপহার দেয়ার জন্য...পুরো টিমটার কাছে ঋণী হয়ে গেলাম...ভালবাসা সবাইকে

  • @hosnearamamun3234
    @hosnearamamun3234 5 лет назад +3

    এক ধাক্কায় কলেজ জীবনে চলে গেলাম। ২০০৬/০৭/০৮ সালে এত গান টা শোনা হয়েছে, আড্ডায় গাওয়া হয়েছে।আড্ডায় থাকা মানুষগুলো আর কেউ নেই কাছে।গানটা আছে।মানুষগুলোও যদি পাওয়া যেত নতুন করে গানটির মতো।

  • @sajibsiddique7892
    @sajibsiddique7892 4 года назад +3

    এক মুহূর্তের মধ্যে এক যুগ পিছনে চলে গেলাম। সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল।

  • @জাহিদআব্দুল্লাহ
    @জাহিদআব্দুল্লাহ 7 месяцев назад +2

    মন যখন ভিশন খারাপ থাকে তখন কলেজ লাইফের এই গান গুলো শুনা হয়। গান গুলোর সাথে কমেন্টস গুলো পড়ি আর সে গুলো পড়ে কান্না করতে ইচ্ছে করে চিৎকার দিয়ে। লাইফের সব থেকে বেস্ট সময় গুলো যার সাথে কাটিয়েছি সে আজ ১৩ বছর হলো অন্যের। কিন্তু আরো দু:খ লাগে এই ১৩ বছরে সে একবারের জন্যও আমাকে কল করেনি। এখনো অপেক্ষায় থাকি সে কল দিবে আর বলবে কেমন আছি আমি। আর সে দিন আমি বলবো আমায় ছাড়া তুমি যেমন।😓🥀💔

  • @mahmudalrafat1085
    @mahmudalrafat1085 6 лет назад +181

    Off the topic, how about playing 'Sorolotar Protima' by Khalid. It will be great.

    • @shahanmihran4915
      @shahanmihran4915 6 лет назад +9

      Agreed!
      "Ami tomake Gori bhengge chure shotobaar"
      😍😍😍

    • @ishtishama
      @ishtishama 6 лет назад +2

      Mahmud Al Rafat I second you. I was thinking about the same one.

    • @afridanawal3440
      @afridanawal3440 6 лет назад

      Perhaps Nikosh Adhar and dewaler oi too

    • @beatcamp1361
      @beatcamp1361 5 лет назад

      Yes plz !

    • @southbengalmedialtd5921
      @southbengalmedialtd5921 5 лет назад +2

      ভাই আপনি আমার মনের কথা কিভাবে বুঝলেন জানিনা। তবে আমি এক সময় এই দুটু গান খুব শুনতাম এবং গাইতাম...

  • @muzahidulislamtouhid5000
    @muzahidulislamtouhid5000 6 лет назад +24

    This song reminds me back to those days when we used to exchange our playlist by using mobile Bluetooth. It takes so much time to transfer phone to phone. Missing those days when i took that song from my brother by using my mobile Bluetooth and immediately i addicted with that song.
    What a masterpiece by T.W Sainik ❤️
    Taposh good job man 👍👌🏻

  • @isratjahantumpa4380
    @isratjahantumpa4380 6 лет назад +4

    গানটা শোনার সময় এতো কান্না পাচ্ছিল কেন বুঝতেছি না।
    এক সময়ের বড্ড প্রিয় গান

  • @mdjewelhossin1616
    @mdjewelhossin1616 4 месяца назад +2

    আজ থেকে ১৭ বছর আগে গানটা রেডিওতে শুনতাম তখন ও ভালো লাগতো আজও ভালো লাগছে অসাধারণ একটা গান

  • @hasibulislam823
    @hasibulislam823 6 лет назад +105

    টেনে হিচরে কালো অন্ধকারময় অতীতে নিয়ে যাচ্ছে লিরিক্স গুলো...

    • @Newazshabiya
      @Newazshabiya 4 года назад +1

      True.

    • @mdujjal678
      @mdujjal678 3 года назад +1

      হৃদয় ছুয়ে যাই,কিছু গান শুনলেই মনের অজান্তে গুন গুন করে গেয়ে যাই মন

  • @Sakil-H0ssain
    @Sakil-H0ssain 3 года назад +2

    অসম্ভব প্রিও একটা গান ছিল এটা। খুব ভোরে NOKIA 7610 মোবাইলটা হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে রেইল লাইন ধরে এই গান শুনতে শুনতে কত হেঁটেছি তার হিসেব নেই। তাপশ ভাইকে ধন্যবাদ এসব পুরানো গানের মধ্য দিয়ে আমাদের পুরাতন সৃতিতে বিচরণ করতে সাহায্য করার জন্য।
    গরধব বাঙ্গালীর জন্য কিছু কথাঃ অনেক কেই দেখি তাপশ ভাইয়ের ব্যাপারে বাজে মন্তব্য করতে, যেমন- নাক না গলানোর জন্য ধন্যবাদ, চুপ করে থাকার জন্য ধন্যবাদ এরুপ আরও অনেক কিছু। কি অদ্ভুদ জাতি আমরা যার কল্যাণে এসব গান শুনতে পাচ্ছি তাঁকে নিয়েই বিদ্রূপ করি। কেও ভাল কিছু করলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখো বাঙ্গালী বিদ্রূপ নয়।

  • @rockykarmoker6587
    @rockykarmoker6587 2 года назад +3

    কত শত বার গেয়েছি, শুনেছি হিসাব জানিনা। সত্যি এই গান গুলোর সাথে শৈশব স্মৃতি জড়িয়ে থাকে।

  • @ShamimHossain-eu8zf
    @ShamimHossain-eu8zf 3 года назад +2

    গানটা শুনে স্কুল লাইফের কথা মনে পরে গেলো। প্রথম প্রেম তখন ক্লাস Eight এ পরতাম একসাথে স্কুলে যেতাম কথা বলতে বলতে বেশি কিছু না সারাদিন বাসায় কি করেছে খাইছে নাকি এসব আর কি। সে যতক্ষন কাছে থাকত ততক্ষন ভালো থাকতাম, আর যখন থাকতনা তখন সবকিছু মরুভূমি লাগত। আর এই শুন্য সময়ে ভালো লাগার একটাই জিনিস ছিলো এই গান। কতবার যে শুনেছি তার কোনো হিসাব নেয়। আজ সেই মানুষটা আর নেয় গানটা শুনে তার স্মৃতি মনে পরে দু-চোখ বেয়ে পানি পরছে। দোয়া করি ভালো থাকুক ভালোবাসার মানুষটা।

  • @murdhonno_koi
    @murdhonno_koi 3 года назад +7

    -2 years later, If you're still watching this you're a legend.

  • @redwanoulhossain9234
    @redwanoulhossain9234 6 лет назад +3

    গানটার সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি । কখনও ভালোলাগার আবার কখনও নিষ্ঠুর একাকিত্বের। আলবেরুনী হলের কার্নিশে একাকী যেমন শুনেছি আবার স্বপ্ন বুনতে বুনতে শুনেছি শতবার ।আজ এত বছর পরও নতুন আয়োজনে গানটির আবেদন আমার কাছে এতটুকু কমেনি, বরং মুগ্ধতা ছাড়িয়েছে বহুগুণে ।

  • @anisulmursalinbabu7734
    @anisulmursalinbabu7734 6 лет назад +4

    এই গানের সাথে আমার জীবনের অনেক মিল...অনেক দিন পর আবার মনে করিয়ে দিল।গান বাংলা এবং তাপস স্যারকে ধন্যবাদ জানাই।

  • @masudswapnil2600
    @masudswapnil2600 6 лет назад +7

    sohel Arman you beauty. thanks for created this song.T W soinik you are Master piece for this song. No one can sing this song like you

  • @farihatithi2021
    @farihatithi2021 3 года назад +3

    ১৪ বছর আগে কতো শুনতাম এই গান টা........................

  • @Dhrubo-ub7rq
    @Dhrubo-ub7rq 3 года назад +5

    ২০১০ সাল কলেজের চিলেকোটার সিঁড়িতে বসে এইগানটা আমি আর আমার প্রাপ্তন একসাথে শুনতাম একটা ইয়ারফোন দুইজন একটা করে এক কানে দিতাম। গানটা শুনার সময় দুইজন দুজনার হাতটা ধরে থাকতাম কিছুক্ষণ পর পর আড় চোখে তাকাতাম চোখে চোখ পরলেই একসাথে মুচকী হাসি দিতাম আহারে সেই সোনালী দিন আমার হারিয়ে যাওয়া কৌশোর আর কোনদিন ফিরে আসবে না।

  • @rh.limonbd
    @rh.limonbd 4 года назад +11

    I remember the year 2008-09 and it has been at the top of the playlist ever since

  • @habibabrar8348
    @habibabrar8348 5 лет назад +1

    সময় গুলো এতোই নিষ্ঠুর যে আপনাকে চিনিয়ে দিবে আপনি কে?কি আপনার পরিচয়,কি আপনার যোগ্যতা!
    বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি নিজের প্রিয় মানুষ টাও বুঝিয়ে দিয়ে গেলো,আমি কীসের যোগ্য!
    ভালো সে থাকবেই অন্যের সাথে এইটা নিশ্চিত।
    হয়তো আমার মত মানুষের মন খারাপের হাজার কারন থাকলেও,এমন কিছু গান আছে যা শুনলে পুরোনো স্মৃতি তে ঘুরে আসতে হয়!এবং দু চোখের অশ্রু গড়িয়ে পড়তে বাধ্য করে..
    হয়তো রাব্বুল আলামিন একদিন সব কিছুই আমার মত করে দিবেন..

  • @sohanrahman4668
    @sohanrahman4668 6 лет назад +22

    প্রিয় মুখ "তাড়ার" মত অর প্রিয় মুখ "তারার" মত??? এই গানটি রেডিওতে শুনেছি, পরবর্তিতে ফোনে,,অসম্ভব প্রিয় একটা গান। উচ্চারণ এর ত্রুটি কেনো হলো বুঝলাম না, কানে লাগলো ব্যাপারটা 😞।

    • @mriqbal4967
      @mriqbal4967 4 года назад

      সহমত পোষণ করি ।

  • @towseevahmed1807
    @towseevahmed1807 6 лет назад +1

    গানটা শুনে ছোট বেলার অনেক স্মৃতি মনে পড়ে গেলো। অন্যরকম মায়া কাজ করে গানটা শুনলে। তাপস ভাইকে ধন্যবাদ গানটাকে নতুনভাবে কম্পোজিশন করার জন্য।

  • @tanvirahmed3035
    @tanvirahmed3035 5 лет назад +10

    whenever i listen this song ... i feel i am just a 15/16 years boy.. Its amazing.. so much memorable days those was

  • @khairulislamtuhin7457
    @khairulislamtuhin7457 3 года назад +3

    গানটা তার খুব পছন্দের ছিলো, হঠাৎ করে গানটা প্লেলিস্টে বেজে উঠতেই বুকের বা-পাশে কেমন যেন অবশ হলো, আর মনের অজান্তেই চোখের পাতা ঝাপসা হয়ে গেলো।

  • @mhsourav1148
    @mhsourav1148 Год назад +3

    আপনাকেও অনেক ধন্যবাদ তাপস ভাই
    এতো সুন্দর একটা গানে বাঁ-হাত না ঢুকানোর জন্য 🖤

  • @kazirashed8606
    @kazirashed8606 6 лет назад +3

    নতুন করে বলার কিছুই নেই।ভালবাসা রইলো তাপস ভাই।ভালবাসি 🇧🇩, ভালবাসি গানবাংলা পরিবারকে।😘😘😘😍😍😘🙌🙌🙌

  • @monemkhan2541
    @monemkhan2541 6 лет назад +30

    কেন জানি তার জন্য অনেক মায়া হয় মনে পরলে😒😒😒গান শুনার পর ও তার কথা মনে পরে গেল অনেক😭😭

  • @shafiulislamsaddam6083
    @shafiulislamsaddam6083 2 года назад +1

    এই গানটা শুনলেই কেনো জানি উদাস হয়ে যায় গানটার সাথে মিশে আছে অসংখ্য না পাওয়ার বেদনা পেয়েও হারানোর আর্তনাদ আর বাস্তবতার কঠিন প্রলেপ

  • @javedmamun
    @javedmamun 4 года назад +5

    Despite you are my ease
    I don't see any dream of you
    despite you are my happiness
    I don't build any habitat
    along with you
    despite you are my open sky
    I never see the sunshine
    despite you are my day to night
    I don't know the exact time...

  • @abdullahbinamir3463
    @abdullahbinamir3463 2 года назад +1

    খুব বেশি ই মনে হয় তোমার কথা!
    যাওয়ার আগে শুনিয়েছিলে গানটা! আমার তো প্রতিটা দিন ই মনে হয় তোমার কথা!
    অথচ কি সুন্দর করে ভুলে গেলে তুমি....

  • @asifmahmud2955
    @asifmahmud2955 6 лет назад +13

    In the history of wind of change,this one is the best,for god sake!! 💜💜

  • @traveltourism321
    @traveltourism321 6 лет назад +7

    Ai lok take dekhar onk icche cilo.....
    Sudu vabtam kon manus ta ai song ta gaice. R keno kono song pai na..... Aj dekhlam
    Love you bro

    • @SifatArnob
      @SifatArnob 6 лет назад +2

      Ei lok ti amr elakar senior vai
      Hometown :- Nilphamari ❤

    • @hamimislam3
      @hamimislam3 5 лет назад +1

      @@SifatArnob ar amr mama..

  • @mizanuralone
    @mizanuralone 6 лет назад +32

    তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
    তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত..
    আমি যে সময় জানি না……. ।।
    আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ
    তবুও সমুদ্র ছোঁব না
    মরুর আকাশে মেঘ হবো শুধু.. ছায়া হবো …।
    তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত..
    আমি যে সময় জানি না……. ।।
    ভালোবাসা জলের মতন.. দু’ হাত যেন ভরে না
    প্রিয় মুখ তারার মতন..
    দু’ চোখে গোনা যায় না ।।
    তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত..
    আমি যে সময় জানি না……. ।।
    তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
    তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
    তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
    তুমি আমার দিন থেকে রাত..
    আমি যে সময় জানি না……. ।।

  • @tomal62
    @tomal62 6 лет назад +10

    Simply mind blowing work by Taposh and his team and of course Sainik, he will live through this song many years!

  • @masumbillah7007
    @masumbillah7007 3 года назад +4

    Old school,,,,,,,, গানটাকে ঘিরে রয়েছে কত স্মৃতি।।।।

  • @morsalinhasan6404
    @morsalinhasan6404 3 года назад +3

    ফাস্ট গানটা শুনেছি আংকেল এর গলায়,, তারপরই ইউটিউব এ এসে শুনেছি একটানা ১০ বার।প্রতিদিন না শুনলে মনে হয় কিছূ একটা মিসিং আছে।
    প্রিয় মানুষটা দূরে আছে অনেক,তার ভূল বুঝে চলে যাওয়া একদিন ইনশাআল্লাহ বুঝতে পারবে। হয়তো সেদিন তার সাথে অন্য কেউ থাকবে।
    আল্লাহ তায়ালা যেন তাকে সবসময় ভালো রাখে।

  • @kaziihsanbindidar4533
    @kaziihsanbindidar4533 3 года назад +10

    My my, there can never be such a wonderful reminiscence of pure nostalgia than this. Thanks Mr. Taposh (a genuine piece of gem) & Gaan Bangla TV.

  • @arponmehedi
    @arponmehedi 6 лет назад +138

    গায়ক - টি ডব্লিউ সৈনিক
    গীতিকার- সোহেল আরমান
    সুর - ইবরার টিপু
    ________________________________
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
    তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
    তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা...
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
    তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখিনা
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা...
    আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র ছোঁব না
    মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবোনা...
    আমি বৃষ্টি চায় অবিরত মেঘ, তবু সমুদ্র ছোঁব না
    মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবোনা...
    তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখিনা
    তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
    তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
    তুমি আমার খোলা আকাশ, কখনো সূর্য দেখিনা
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা
    ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা
    প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না...
    ভালবাসা জলের মত, দুহাত যেন ভরেনা
    প্রিয় মুখ তারার মত, দুচোখে গোনা যায়না...
    তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখিনা
    তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা .
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
    তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধিনা
    তুমি আমার খোলা আকাশ, কখনো সুর্য দেখিনা
    তুমি আমার দিন থেকে রাত, আমি যে সময় জানিনা
    তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা
    তুমি আমার ঘুম, তবু...
    তুমি আমার সুখ, তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

    • @shahmon2590
      @shahmon2590 6 лет назад +1

      lyrics er mane ta bolte parben???

    • @darkendestiny626
      @darkendestiny626 5 лет назад

      @@shahmon2590 amar o aki proshno.gaan tar mane r bujhi na.onk bar sunsi kintu mane kissui bujhlamna

    • @Abcded11
      @Abcded11 5 лет назад

      @@shahmon2590 আমিও বুঝি না কিন্তু আমি আমার মত করে সাজায় নিই। একজন প্রেমে পরাজিত মানুষ যে কিনা তার প্রিয় মানুষকে আজও ভালোবাসে কিন্তু তাকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখে না। তার প্রিয় মানুষ তার চোখের ঘুম কিন্তু সে তাকে নিয়ে স্বপ্ন দেখে না।তার প্রিয় মানুষ তার কাছে খোলা আকাশ কিন্তু তাতে সে সূর্য দেখে না।

    • @shahriyarshammi4361
      @shahriyarshammi4361 4 года назад

    • @SUZSSR
      @SUZSSR 4 года назад

      সৈনিক,ইনি কি আর্মি তে জব করে?

  • @Plorofect
    @Plorofect 5 лет назад +5

    স্কুল লাইফে যখন গান টা শুনতাম তখন মনে হত কেউ একজন আমার অস্তিত্ব হয়ে আমাকে খুব কাছে ডাকে,, আহ গান!! আহ অনুভুতি!!

  • @nahidhasan5355
    @nahidhasan5355 6 лет назад +3

    আহারে সেই দিন গুলা। অনেক কথা মনে পরে যায়। জানি হয়তো ভালো আছো দোয়া করি ভালো থাকো। যখন এই গানটা অনেক দিন পর শুনলাম অনেক কিছু মনে পড়ে গেল।

  • @arafatshakil
    @arafatshakil 6 лет назад +11

    হাজারো বছর বেঁচে থাকবে সবার মাঝে...
    ভালবাসা নিরন্তর প্রিয় ভাইয়া ❤❤

  • @greatestlines5208
    @greatestlines5208 6 лет назад +15

    That sarangi and flute........ enamored by everything

  • @opumallick8450
    @opumallick8450 Год назад +3

    সেই ১৪-১৫ বছর আগে রেডিওতে রেগুলার শুনতাম। তারপর শুনতাম অল্প মেমরি (16 MB) থাকা ফোনে। যখন আমাদেরকে ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে হতো। সেই অতীত!!!

  • @anuvobbappu6737
    @anuvobbappu6737 4 года назад +1

    হঠাৎ করে এই ভাবে গিটার সলো ইন করাটা কেমন জানি বেমানান শুনতে লাগলো, ইহা ব্যক্তিগত অভিমত।
    গায়কী এবং বাকি সব কিছু অসাধারণ ♥😀

    • @simummahmud2515
      @simummahmud2515 2 года назад

      গান এর সাথে গীটার সলো পার্ট ঠিক ফিল মত যায়নি।

  • @amithdey727
    @amithdey727 6 лет назад +7

    খুব প্রিয় একটা গান। অনেক ধন্যবাদ তাপস দা। অনেক অপেক্ষায় ছিলাম গানটার।😍

    • @uttamgoswami3288
      @uttamgoswami3288 6 лет назад

      পুরান স্মৃ‌তি ফি‌রে অা‌সছে

    • @amithdey727
      @amithdey727 6 лет назад

      @@uttamgoswami3288 এজন্য তাপস দা কে ধন্যবাদের বন্যায় ভাসিয়ে দিতে ইচ্ছে হয়।😍

    • @salmankabir4443
      @salmankabir4443 4 года назад

      @@amithdey727 taposh vai bolen dada

    • @amithdey727
      @amithdey727 4 года назад

      @@salmankabir4443 amra toh dada bolei daki, dakbo😍

  • @nazneenahmed259
    @nazneenahmed259 Год назад +1

    Valobasa zoler moto duhat Zeno vorena prior mukh tararmoto du chokhe gonna zayna. Khub Valo thakar zonno Amon akti gan....e zothesto.May Allah bless you Sainik❤️

  • @BillalHossain-yj4kv
    @BillalHossain-yj4kv 6 лет назад +9

    What a lyric! superb......Remembering past Fm radio memory.....

  • @pakistanidressdesignbd7976
    @pakistanidressdesignbd7976 4 года назад

    আমরা যে আবেগ নিয়ে এই গানটা এফ এম রেডিও তে শুনতাম একই আবেগ নিয়ে এখনকার জেনারেশন উইন্ড অফ চেঞ্জ এ শুনছে।।একই কষ্ট একই হাহাকার ।।শুধু মাধ্যম টা ভিন্ন।। ভালো থাকুক পৃথিবীর সব কষ্টে থাকা মানুষ গুলো।।

  • @srobonfoyezchowdhury3308
    @srobonfoyezchowdhury3308 6 лет назад +5

    পুরানো অনেক কিছু মনে করায় দিল। এই গান উফফ সবার মুখে মুখে ছিল তখন

  • @diproy5768
    @diproy5768 6 лет назад +1

    2007_2008 gaanta porono dinar shriti golo jno mona koira dilo....
    😭😭😭😭😭😭. Thnx taposh bhai ...

  • @shojibbiswas6660
    @shojibbiswas6660 6 лет назад +6

    tapos vai onk donnobad ato sundor gaan gula amadr upohar dewar jorno...💜💜💜💜

  • @sajidshahalam6526
    @sajidshahalam6526 4 года назад +1

    হায়রে সেই পুরোনো স্মৃতি,ফেলা আসা সেই সোনালী দিনগুলো,শুধু কাঁদতে ইচ্ছে করে...

  • @twohidislam2654
    @twohidislam2654 6 лет назад +5

    গান্টার জন্য ঈদের দিন থেকেই অপেক্ষায় ছিলাম। গানটার জবাব নেই

  • @salauddinraju5820
    @salauddinraju5820 7 месяцев назад +2

    যদি তেমাকে ফিরে পেতাম এই গানটা গেয়ে শুনাতাম।জানি সেটা সম্ভব না।ভালো থাকো দোয়া করি।

  • @mashruphasan2025
    @mashruphasan2025 6 лет назад +20

    Seriously Taposh Vai your are doing a great job bringing this faces again. Keep doing this. Songs like this never becomes old. Can you pls request Khalid(from chime band ) to work with you?

  • @safwan176
    @safwan176 14 дней назад +1

    তারিখ: ২১/৮/২০২৪ ইং এই গান শুনলাম। অসাধারণ গান! এই গান কতো যে শুনেছি😢! আজও ছোটবেলার কথা মনে পড়ে! Awesome sung 😊😢💯

    • @safwan176
      @safwan176 14 дней назад +1

      Today: 6/09/24

  • @raihanulabedin
    @raihanulabedin 5 лет назад +31

    you are my sleep,
    but I don't dream about you.
    you are my happiness,
    but I don't make a home with you.
    you are my open sky,
    but I don't see the sun.
    you are my day to night,
    but I don't know the time....
    I want rain, floating cloud,
    but i won't touch the sea.
    I'll be the sun shine in the desert,
    But I wont be the shadow.
    you are my open sky,
    but I don't see the sun.
    you are my day to night,
    but I don't know the time....
    Love is like water,
    can't fill the hand.
    Dear face is like star,
    Eyes cant count them.
    you are my open sky,
    but I don't see the sun.
    you are my day to night,
    but I don't know the time....
    you are my sleep,
    but I don't dream about you.
    you are my happiness,
    but I don't make a home with you.

  • @shmusicworld8186
    @shmusicworld8186 2 года назад +1

    গানটি শুনলে বুকের বা পাশে ছিন ছিন ব্যাথা অনুভব হয়।

  • @Ratulhhh
    @Ratulhhh 6 лет назад +15

    6:03 GOOSEBUMPS

  • @saeedchy
    @saeedchy 2 года назад +1

    কতদিন পর শুনলাম আবার৷ চোখ অশ্রুসিক্ত হলো৷ অথচ আমার পাশেই আমার ছোট্ট বাবু শুয়ে আছে৷ তারপরও আমি হারালাম অতীতে৷ ভালো থাকুক ❤️❤️❤️৷

  • @Nok349
    @Nok349 6 лет назад +6

    শুধু কথার মধুরতায় / এ গান বেঁচে থাকবে যোগ যোগ ❤️

  • @touhidurrahman5063
    @touhidurrahman5063 3 года назад +1

    Wind of change এর সবাই যে জাদুঘর। অসাধারণ সবার প্রতিভা।

  • @shakilahammed8292
    @shakilahammed8292 6 лет назад +6

    আবারও ফিরে গেলাম ১০ বছর আগে।
    ঠিক আগের মতই আছে।

  • @munshieasirislamshawon7135
    @munshieasirislamshawon7135 6 лет назад +1

    ১৫ সালে মনে হই সারাদিন শুনতাম! আহা! সেই রাতগুলা মনে পড়ে গেল!😘

  • @user-kx7rs3km1f
    @user-kx7rs3km1f 6 лет назад +55

    Back to 2007-2008

  • @arifurrahmanbhuiyan1114
    @arifurrahmanbhuiyan1114 Месяц назад

    গাণটি প্রথম কবে শুনেছি ঠিক মনে নেই। অনেক বছর পর আজ শুনে মনে হচ্ছে এটাতো হৃদয় গহীনেই গেঁথে ছিল..........masret piece ❤

  • @linamazumder6760
    @linamazumder6760 6 лет назад +10

    Heart touching song ! Missing him

  • @shamratahmad5695
    @shamratahmad5695 6 лет назад +1

    Wind of change k oshonkho dhonnobadh ei dhoroner 1 ta program present kprar jonne,
    Gaan again and again shune mone holo je ami shei ager jogote fire giyechi,
    So many many thanx.....😌😌😌😌😌

  • @hmmitsrazu4484
    @hmmitsrazu4484 6 лет назад +71

    ভয়েজ আগের মতই আছে একটু ও পালটে নাই
    এই গান কতবার শুনি হিসেব নাই

    • @niazshuvo1860
      @niazshuvo1860 3 года назад

      ভাল করে হুইনা কথা কইয়ো মিয়া পুরো ভয়েজ চেঞ্জ

    • @md.arifuzzaman648
      @md.arifuzzaman648 3 года назад

      vai ektuo paltay nai

  • @ishraatishu9720
    @ishraatishu9720 3 года назад +1

    মানুষ সপ্ন প্রবণ সে যেকোন সময় সপ্ন দেখতে পছন্দ করে!! সপ্নের রাজ্য শুধুই একা তারই রাজত্ব তার আধিপত্য!! ❤