Tor Premetey Andho তোর প্রেমেতে অন্ধ- Bappa Mazumder বাপ্পা মজুমদার- Alive Experience, 23 Sep, 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024
  • Alive Experience ended with the magical performance of Bappa Mazumder, leaving us stunned. The phenomenon would not be possible without the support of our many partners and the passionate audience who attended and sang along with every song. Thanks to Air Astra and Polar Ice Cream for making this musical movement possible.
    -Team Alive Experience
    Event Date: 23 Sep 2022
    Venue: ICCB, Hall 3
    Song: Tor Premetey Andho (তোর প্রেমেতে অন্ধ)
    Performed by Bappa Mazumder
    Original Singer: James
    Tune: Bappa Mazumder
    Lyrics: Hasibur Reza Kallol
    All music produced by Bappa Mazumder
    Guitar: Bappa Mazumder, Masum Wahidur Rahman, Tamal
    Keyborads: Sohel Aziz, Golam Raabbi Shohag
    Bass Guitar: John S Munshi
    Drums: Dano Sheikh
    Percussion: Mithun Das
    Flute: Rana
    Sarangi: Ananda
    Back Vocal Artists:
    Sazzad Hossain Shawon
    Saif Zaman
    Antara Rahman
    Anchal
    Sound:
    Sound Designed By Samim Ahmmed
    FOH: Sajib Far
    Monitor: Moinuddin Rashed, Mamun
    Audio Record, Mixing & Mastering: Syed Amzad Hosen Bappy
    Light
    Light Designed and Engineer: Mohammed Ridwan
    Graphics: Drohi
    Video Production: Head Link
    Technical support:
    Sound: DJ Pro, Sound Sense
    Light: AV Pro
    Led: Green Vision International
    Graphics: Ecube
    Video Editing and post-production: Bee Emmz Workstation
    Audio Recording and post-production: Bee Emmz Workstation
    Show Concept: Bappa Mazumder
    Show coordination: Shahan Kabondho
    Photograph: Bayezid Bin Waheed, Ahmed Rumel (RAW Xposure)
    Creative and execution by Carrotcomm
    LED Content Visualization: Emdad Ahmed Shohel
    Creative Visualization: Mithun M. Hassan, Abdullah Ahmmed Jubayer, Md. Almas Uddin
    Copywriting Supervision: Snehashish Chakrabarty, Arman Bin Kamal
    Communication Supervision: Mobinul Haque Asif, Shafayet Hossain, Harunur Rashid Opu, Tasneem Zaria, Masbaho Uddin, Yasin Islam
    On-Ground Experience Team: Bashir Ahmed Rony, Mamun Hossain, Istiak Masud, Shajib Hossain, Sheikh Selim, Saqib Ahmad Raif, Tanvir Ahmed, Iftaker Hossain Bipu, Nasim Ahmed, Mridul Islam Babu, Rezaul Islam Robin.
    Special Thanks to
    Rakibul Hassan Joheb
    Tania Hossain
    Kona
    Konal
    Shuvo
    Joyita
    Sandhi
    Imran Asif
    Lamia Tabassum
    Ali Ahmed
    Jakir Hossain
    More videos from this concert
    • Alive Experience by Ba...
    Spotify
    artists.spotif....
    Facebook
    / bappa.mazumd. .
    bappa-mazumder...
    ** ANTI-PIRACY WARNING **
    This content's Copyright (Audio, video) is reserved for Shubhashish Mojumder Bappa. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented. ©℗ Reserved by Shubhashish Mojumder Bappa

Комментарии • 1,5 тыс.

  • @bappamazumderbd
    @bappamazumderbd  Год назад +392

    Thank you all for supporting and loving this track!!!
    My deepest gratitute to James bhai, one of the finest musicians and artists of bangladesh who sang this song in the film "satta" and taken the song skyhigh! My deepest love to the director of the film Hasibur Reza Kallol who is also like a younger brother to me!
    My sincere gratitude to all my band mates and the listeners who has made it possible to reach to the "one million" mark.. !!!
    With my bestest wishes to all of you!!!
    Bappa Mazumder!

  • @tamalmukherjee727
    @tamalmukherjee727 10 месяцев назад +60

    আপনার গান যতই শুনছি মুগ্ধ হচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে ভালবাসা নেবেন ❤

    • @NuhashAmp
      @NuhashAmp 2 месяца назад

      ছোট বেলার ক্রাশ

    • @rezaulhasanrafi7642
      @rezaulhasanrafi7642 2 месяца назад

      He is one of the best from all legends of Bangladesh. You should have known him

    • @rumonsarker-c5u
      @rumonsarker-c5u 17 дней назад

      areh dada

  • @IshraqBro
    @IshraqBro 9 месяцев назад +24

    ছোট বেলায় এই গান আমার আব্বু শুনতো, আমার ভালো লাগতো না but আজকে বড় হয়ে এই গান টা কে বেস্ট বলছি। এটাই গান এর শক্তি। 🖤

  • @user-iz3fr6ye4tTazim
    @user-iz3fr6ye4tTazim Год назад +130

    দাদা,আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আমার স্ত্রীর সাথে আমার প্রেমের শুরুই হয়েছিলো আপনার গান দিয়ে, আলহামদুলিল্লাহ আজকে ১৭ বছর একসাথে আছি।দোয়া রইল আপনার জন্য, আপনি আমাদের জন্য আরও অনেক গান সৃষ্টি করবেন, এই আশা করি।

    • @diliproydiliproy-hp7wr
      @diliproydiliproy-hp7wr 7 месяцев назад +7

      আপনাদের জুটির ভালবাসা যেন আমৃত্যু টিকে থাকে, দোয়া রইল,,,,,

    • @Mahbub_Abdullah
      @Mahbub_Abdullah 6 месяцев назад

      drrxd​@@diliproydiliproy-hp7wr

    • @voiceofhimel2920
      @voiceofhimel2920 5 месяцев назад +1

      আপনাদের জন্য অনেক আশীর্বাদ ও শুভকামনা রইলো

    • @thebrowncoffee3947
      @thebrowncoffee3947 23 дня назад

      এই গানের বয়স কত??

  • @capsule6071
    @capsule6071 Год назад +22

    যখন মনে ঝড় চলে তখন জেমস গুরুর কন্ঠে।
    কোন এক নির্জন জায়গায় বসে বাপ্পা ভাইয়ের কন্ঠে৷

  • @nazranhashmi
    @nazranhashmi Год назад +74

    একটানা ৫০ বার শুনলাম সাউন্ড বক্সে, মনের তৃষ্ণা যেন বেড়েই চলছে। আরও ২০০ বার শুনবো।
    প্রিয় শিল্পীর জন্য অনেক অনেক দোয়া,

  • @mimosanupur9911
    @mimosanupur9911 Год назад +24

    আমিও এই গান টা দেখার পরেই জানলাম যে এটা বাপ্পা মজুমদারের সুর।আশ্চর্যের ব্যাপার হল একই গান অথচ দুইজনের গায়কী তে মনে হচ্ছে যেন দুইটা গান।জেমস যেমন তার স্বতন্ত্র গায়কীতে চমৎকার গেয়েছেন বলাই বাহুল্য, তেমনি বাপ্পা মজুমদারের গলাতেও এই গান মানিয়ে গেছে।শুভকামনা অন্তহীন

  • @mm-fp1ni
    @mm-fp1ni Год назад +1030

    এক অর্থে আসলে এটাই অরিজিনাল । অনেকেই জানে না এই গানটার সুরকার বাপ্পা মজুমদার কিন্তু গেয়েছিলেন গুরু জেমস ।

  • @aslam-1997
    @aslam-1997 Год назад +210

    এরাই প্রকৃত শিল্পী যাদের কন্ঠে সকল ধরনের গান ফোঁটে। হৃদয় ছুঁয়ে গেল দাদা। এক কথায় অসাধারণ।❤

    • @antudey1918
      @antudey1918 Год назад

      R8👍

    • @Hafizurngb
      @Hafizurngb Год назад

      🤭🤭🤭🤭🤭🤭💩

    • @aparajitanag
      @aparajitanag Год назад

      Just awesome ❤❤❤

    • @nadim-uddin_nur193
      @nadim-uddin_nur193 Год назад +3

      এইটা বাপ্পা দাদার গান। জেমসের জন্য করছিলেন এইটা। এখন নিজে আবার উপস্থাপন করেছেন নতুন রূপে

    • @mainulfaisal8582
      @mainulfaisal8582 Год назад

      eta unar lekha gaan :p james gayche.

  • @azimhossainimo5774
    @azimhossainimo5774 Год назад +25

    বাপ্পার অবিসংবাদিত কন্ঠের সাথে যারা বাজিয়েছেন তারা সবাই প্রসংশা হকদার।

  • @RaselMia-b9i
    @RaselMia-b9i Год назад +19

    (Bappa Mazumder❤)
    এরাই লুকিয়ে থাকা আসল মানুষ,
    যাদের গান গুলো,,গায়ক রা গেয়ে পরিচিতি পায়,,
    গান হচ্ছে মানুষের অন্তরের কথা,
    ভাব প্রকাশ করার একটি মাধ্যম।
    যারা এই রকম গান তৈরি করে মানুষের মন কে আকৃষ্ট করে,,,
    তাদের কে সম্মান❤❤❤❤

  • @riponasif5008
    @riponasif5008 Год назад +16

    বাপ্পা দাদা বাংলাদেশর লিজেন্ড। শুভকামনা অবিরাম।

  • @hasibulislam71
    @hasibulislam71 Год назад +18

    এতো ভালো ভয়েস কিকরে হয় একজন মানুষের?🥰

  • @sohagahmed8375
    @sohagahmed8375 Год назад +127

    লাইভ গাইছে তাও কি গলা!
    কি সুর!
    ❤❤❤❤
    Love you Bappa Da❤

    • @Creator413
      @Creator413 Год назад +1

      পারফেক্ট সব জায়গাতেই। অরিজিনাল ভয়েজ। যা অনেকের বেলায় দেখা যায় না।

  • @ঘোর-ষ৮ঙ
    @ঘোর-ষ৮ঙ Год назад +9

    বাপ্পাদার এই জিনিসটাই আমার বেশি ভাল্লাগে, উনি নিজের অন্যের না করে বরং ভালো একটা গান হলে উনি সেই গানটাই করেন। যার নিজের এতো কালজয়ী গান থাকার পরও অন্যদের ভালো গান গুলো মাঝে মাঝে গেয়ে শুনান, এটাই একজন শিল্পীর বড় গুন ❤️
    Love u bappa da 🌺

    • @rongcha4455
      @rongcha4455 Год назад

      Eta baapar composition.
      Onner na

  • @susmitasarkardipa2074
    @susmitasarkardipa2074 9 месяцев назад +9

    এই গানটা আমার ভীষণ প্রিয়। ❤ "আগুন জেনেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাপ।
    তোর আমার প্রেম ছিলোরে বন্ধু ছিলো পুরোটাই পাপ।"
    কথাগুলো!🙂

    • @mrrifatmahamud684
      @mrrifatmahamud684 2 месяца назад

      আগুন জেনেও পুরলাম আমি দিলাম তাতে যাব

  • @mdrafikuzzaman2687
    @mdrafikuzzaman2687 Год назад +42

    গুণী মানুষের কাজের ধরন এই আলাদা!!!! কত সুন্দর আয়োজন এর কত সুন্দর সফল প্রচেষ্টা!!! মুগ্ধ হয়ে শুনলাম আর আফসোস করলাম যে মানুষের কত টেলেন্ট!!!! গুণী মানুষ বেছে থাকুক আর মানুষ কে মুগ্ধ করুক আজীবন!!!❤❤❤❤❤

  • @mdsalmanhossain914
    @mdsalmanhossain914 Год назад +7

    আপনি বাংলা মিউজিকের এক জাদুকর বাপ্পা দা। আমাদের এই প্রজন্ম এই সময়ে বাংলাদেশ থেকে কতটুকু কি পেয়েছে জানি না তবে আপনিসহ আমরা কিছু আর্টিস্ট পেয়েছি কিছু ব্যান্ড পেয়েছি কিছু বেঁচে থাকার গান পেয়েছি।
    2023 থেকে বলছি আমাদের প্রজন্ম বাংলা গানের ইতিহাসের সোনালী সময়ে বেড়ে ওঠা প্রজন্ম।

  • @kishorerdaptar
    @kishorerdaptar Год назад +231

    জেমস হতে বাপ্পা বা বাপ্পা হতে জেমস। এটাই আমার বাংলাদেশ 🇧🇩❤️🙏💐

    • @sd5157
      @sd5157 Год назад +3

      না ভাই জেমস মনে গুরু। 😎😎

    • @Think.twi.e
      @Think.twi.e Год назад +6

      গানটা মূলত বাপ্পার সূর করা।
      তাই বাপ্পা থেকে জেমস হয়ে আবার বাপ্পার৷ কাছে।

    • @tusharnandi7298
      @tusharnandi7298 Год назад

      ​@@sd5157ভাই এই গানের সুরকার কে জানেন

    • @RafiKhan-d6k
      @RafiKhan-d6k 8 месяцев назад +2

      হুম 😢

    • @naziyatmahmudnabil
      @naziyatmahmudnabil 6 месяцев назад

      ​@@sd5157এটা ওনারই সুর করা

  • @AsifAhmed-m9y
    @AsifAhmed-m9y 5 месяцев назад +7

    একজন আন্ডাররেটেট ট্যালেন্টেট শিল্পী।ভালো অবিরাম দাদা।

  • @AbirGolder
    @AbirGolder Год назад +117

    স্রষ্টার কন্ঠে সৃষ্টি শোনার অনেক দিনের সাধ পূরন হলো🙏

    • @muhammodali8637
      @muhammodali8637 Год назад

      স্রষ্টা কে ?

    • @BdHill
      @BdHill Год назад +2

      স্রষ্টা বলতে উনি এই গানের স্রষ্টা বুজিয়েছেন।

  • @binaminislam8152
    @binaminislam8152 Год назад +8

    হঠাৎ সামনে আসলো। কি বলবো!!!
    বলার এতোটুকু যে আমাদের আইয়ুব বাচ্চু, জেমস, বাপ্পা আছেন। আমার মনে হয় আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির মানুষরা অনেক দিক দিয়াই আগানো। আমাদের অনেক কিছু নাই। কিন্তু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের অনেক কিছু না থাকার পরেও সেরা।

  • @sumonpaul3765
    @sumonpaul3765 Год назад +72

    জেমসের পর একমাএ বাপ্পা দাদার কন্ঠে এক কথায় মাস্টারপিস লাগছে এই গানটি.. কতবার যে শুনছি তার হিসাব নেই.. এখন রাএ ৪.৩০ এই গান শুনছি..
    কখনো দেখা করার সুযোগ হলে একটা প্রনাম করতে চাই দাদা

    • @mdsiam7357
      @mdsiam7357 2 месяца назад

      আজ আমার এখানে ৪:৫৫!

  • @bdspeak2518
    @bdspeak2518 11 месяцев назад +6

    সঞ্জীব দাদা কে ভীষণ মিস করছি। একই মুদ্রার দুপিঠ, সৃষ্টি কর্তা সঞ্জীব দাদাকে স্বর্গ দান করুন।
    আজ সঞ্জীব দাদা থাকলে কত খুশি হতেন বলার মত না।

  • @TopWorld-dl3jk
    @TopWorld-dl3jk Год назад +23

    এক লিজেন্ডের গান আরেক লিজেন্ডের গলায় অসাধারণ!

  • @omarfaruk4140
    @omarfaruk4140 День назад

    কেমন করে সইবো আমি প্রেম অনলের তাপ, তোর আমার প্রেম ছিলরে বন্ধু ছিল পুরোটাই পাপ...! সেরা বস🤞😊

  • @uniquetvbd8810
    @uniquetvbd8810 Год назад +233

    গানের কারিগর যখন নিজের সৃষ্টিকে আদর করে❤️❤️

    • @wahidtowsif7503
      @wahidtowsif7503 8 месяцев назад +1

      কোনো ভাবেই বাপ্পার ভোকালে যাচ্ছেনা, শুনতে খুবই বাজে লাগতেছে ওর ক্লাসিকাল গলায়

    • @HossainIqbal-ys5wq
      @HossainIqbal-ys5wq 6 месяцев назад

      কামলা​@@wahidtowsif7503

    • @tarifrahmatullah4454
      @tarifrahmatullah4454 5 месяцев назад +1

      Wht a comment..!

    • @hamzakhulna4384
      @hamzakhulna4384 3 месяца назад

      Amr kache to or golatei valo lagtiche amar James er vocal a pochondo hoy nai ​@@wahidtowsif7503

    • @FarhanBhuiyan0.2
      @FarhanBhuiyan0.2 3 месяца назад

      ​@@wahidtowsif7503gan e or vai sur kora antaje cmt kora thik na

  • @eliassarker5505
    @eliassarker5505 Год назад +12

    অবিশ্বাস্য ভয়েস,,কি সুন্দর সুর। বাপ্পা মজুমদার বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম গায়ক

  • @shokher_jajabar
    @shokher_jajabar Год назад +20

    বাপ্পা থেকে জেমস, জেমস থেকে পুরনো স্মৃতিতে। কতকিছু মনে পড়ে গেলো।

  • @AljaminToha
    @AljaminToha 23 дня назад +3

    এই গানটার সুরকার ও সংগীত পরিচলক হলো বাপ্পা মজুমদার।

  • @dannybd4228
    @dannybd4228 Год назад +5

    matro Facebook-er ekta bangla band ganer group theke dekhlam ganta. shune ami obak...khubi, khubi, khubi shundor!!!!

  • @nadim-uddin_nur193
    @nadim-uddin_nur193 Год назад +4

    গুরুর জন্য সৃষ্টি করেছিলেন
    এখন আবার নতুন করে দাদা আপনার উপস্থাপন।
    পুরাতন মায়া আবার নতুন রূপে দিলো ধরা।

  • @rifatrifu6453
    @rifatrifu6453 Год назад +54

    আমরা পাবনাবাসী গর্বের সাথে বলতে পারি আমাদের একজন চঞ্চল চৌধুরী এবং একজন বাপ্পা মজুমদার আছে❤️

    • @alaminbiswas2003
      @alaminbiswas2003 11 месяцев назад +1

      ভাই বাপ্পা মজুমদার স্যারের বাড়িও কি পাবনা জেলায়?
      আমার বাসাও পাবনা

    • @shaplasultanasuma3092
      @shaplasultanasuma3092 8 месяцев назад

      Love for বাপ্পা মজুমদার From পাবনা❤️❤️❤️

    • @UzzalKarmokar-qr1mk
      @UzzalKarmokar-qr1mk 8 месяцев назад +1

      ভাই বারিন মজুমদার কে চেনেন?

    • @leonbabu2948
      @leonbabu2948 4 месяца назад

      Dadar shate contract korte chai. Dadar number or oner manager ar number dite parben

    • @mdtanberahammed-fi8rq
      @mdtanberahammed-fi8rq 4 месяца назад

      Sate akta pagla garot oo naki ace😂

  • @mainulislamshopon8516
    @mainulislamshopon8516 Год назад +8

    স্যার ২টা কবার সেরা মনেহল আমার কাছে
    ১,ইচ্ছে ঘুড়ি
    ২, তর প্রমেতে অন্ধ
    ❤❤দোয়া ও ভালবাসা রইল স্যার❤❤

  • @mohsenakhanom8868
    @mohsenakhanom8868 Год назад +66

    এখন মনে হচ্ছে গানটা বাপ্পা মজুমদারেরই গাওয়া উচিৎ ছিলো। কি স্পষ্ট উচ্চারণ আর কি সুন্দর সুর

    • @mahmuduljewel7150
      @mahmuduljewel7150 Год назад +5

      গুরু জেমস অসম্ভব সুন্দর গেয়েচ্ছেন মাশাআল্লাহ❤ বাপ্পা দা একজন অসম্ভব গুণী শিল্পী এটা নিঃসন্দেহ

    • @zebanir2226
      @zebanir2226 Год назад

      বাপ্পা দাদা কথাগুলো অসাধারণ ছিলো। এরকম ভালো গানের অপেক্ষায় রইলাম।

  • @mosaddikujjol2887
    @mosaddikujjol2887 11 месяцев назад +4

    এটা বাপ্পা মজুমদারের কণ্ঠেই যায়! আমাদের একজন বাপ্পা মজুমদার আছেন ❤️🙏❤️

  • @kongkonbablasushil-gg3ll
    @kongkonbablasushil-gg3ll Год назад +22

    টানা ২৩ বার শুনেছি দাদা!!কি গাইলেন?? উফফফ অসাধারণ হয়েছে?? শৈশবের প্রেম বাপ্পা দা😍😍

  • @shahsohelrana7064
    @shahsohelrana7064 Год назад +12

    এই গানটা আমার এমনিতেই পছন্দের,তবে আরো বেশি ফেবারিট হলো বাপ্পা মজুমদার দাদার কন্ঠে শুনে।এক কথায় অসাধারন হয়েছে।

  • @md.nazmulhasan3280
    @md.nazmulhasan3280 Год назад +9

    তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?
    বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে
    তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?
    বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে
    আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ
    তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ
    আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ
    তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ
    তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?
    বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে
    তোর কারণে ভুললাম আমি গোত্র-জাতি-কুল
    কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল
    তোর কারণে ভুললাম আমি গোত্র-জাতি-কুল
    কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল
    কেমন করে সইবো আমি প্রেম-আগুনের তাপ?
    তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ
    কেমন করে সইবো আমি প্রেম-আগুনের তাপ?
    তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ
    পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব
    তোর আমার এই প্রেমের কী দাম দেবে বিশ্ব?
    পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব
    তোর আমার এই প্রেমের কী দাম দেবে বিশ্ব?
    প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ
    তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ
    প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ
    তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ
    তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?
    বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে

  • @tanjineazam
    @tanjineazam Год назад +2

    জেমস এর গান বাপ্পার গলায়,,সহস্র বার শুনলেও অতৃপ্ত থাকবো আমি।।

  • @RanbirXRoni
    @RanbirXRoni Год назад +22

    দাদা আপনি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আপনার গান শোনলে দুনিয়া ভুলে যাই ♥️

  • @ingeniousabid2041
    @ingeniousabid2041 Год назад +1

    বাংলাদেশে সেমি ক্লাসিকাল শোনা শুরু করেছিলাম আপনার গান দিয়ে,এরপর মিফতাহ ভাইয়ের গান।আপনার গান " আমার ডাকে আকাশ ভেংগে বৃষ্টি ঝিরিঝিরি " দিয়ে সেমি ক্লাসিকালে ভালোবাসা এসেছিলো,এরপর থেকে ইউনিভার্সিটি অব্দি এখনও দিন বাড়ি যায় আর সূর্য স্নানে ক্যাম্পাসের বারান্দা গেয়ে উঠে আমার সাথে।আহা।দাদা,ভালোবাসা নেবেন।

  • @GaziTuran-fg9yw
    @GaziTuran-fg9yw 2 месяца назад +4

    গানের কারিগর যখন নিজের সৃষ্টি কে আদর করে
    ভালোবাসা অবিরাম দাদা ❤

  • @dystopian_1
    @dystopian_1 Год назад +2

    বাপ্পা মজুমদারের এই গানের টিউন করাটা অসাধারন হয়েছে। এখন আমার বয়স ৩৩ বছর... কিন্তু সেই কিশোর বয়স থেকেই বাপ্পা মজুমদারের কিছু অসাধারন গান শুনে বড় হয়েছি... বায়োস্কোপ গানটা এখনো অন্তরের সাথে কানেক্টেড আছে!

  • @shahidulislamrakib3014
    @shahidulislamrakib3014 Год назад +7

    এ্যানি, দেখেছিস; বাপ্পা দা কী অসাধারণ গাইছেন...
    তোর প্রেমেতে অন্ধ ছিলাম...😢

  • @shivsays24
    @shivsays24 4 месяца назад +5

    বাপ্পা দা জাস্ট অনবদ্য
    জেমস(গুরু) র টা একটা অন্য জগত।❤❤❤❤❤❤❤

  • @aminulislamapurbo2310
    @aminulislamapurbo2310 10 месяцев назад +3

    জেমস স্যার আর বাপ্পা দার এই কম্বোটা সত্যি অসাধারন।
    আর এই গানের এই ভার্শনটা আমার কাছে আলাদা ভাবে প্রিয়। লাইভে কি সুর আপনার! সত্যি বারবার শুনতে মন চায়।

  • @rajrum8634
    @rajrum8634 Год назад +10

    সেই নব্বই দশক থেকে,
    বাপ্পা দার গান আর কম্পোজিশন মানেই জাদু...‼️

  • @rmdrabbi1864
    @rmdrabbi1864 25 дней назад

    আমার এই ২২ বছরের জিবনে তার কন্ঠে কখনো কোনো গান শুনি নি এই প্রথম আরেকটা লিজেন্ড এর গলার সূরে পাগল হয়ে গেলাম। এক কথায় অসাধারণ

  • @mamunanwarkhan6021
    @mamunanwarkhan6021 Год назад +10

    আর কতবার শুনার পড়ে মোহ কাটবে ঠিক জানা নেই।
    ভীষণ যন্ত্রণায় ক্ষত বিক্ষত ভেতর বাহির..
    এই গানটা যেন সব হারিয়ে নিঃস্ব হয়ে, আবারও নিঃস্ব হয়ে হয়ে যাওয়া!!
    গান বলতে আপনাকেই বুঝি, গান বলতেই আপনি❤❤
    কত নির্ঘুম রাত কাটছে আপনার গানকে সঙ্গী করে দাদা🙏❤️
    ভালোবাসা❤ শ্রদ্ধা 🙏

  • @ComedyCompany-n5h
    @ComedyCompany-n5h Год назад +1

    আমি বাপ্পা মজুমদারের ফ্যান হয়েছিলাম
    সূর্যস্নান থেকে
    কি দারুন ছিলো
    সেই সময়গুলো
    তারুন্যের হাত ধরে
    গানের ভেতর হারিয়ে যেতাম
    অন্য এক জগতে
    অসম্ভব ভালো লাগতো বাপ্পা মজুমদারের গান

  • @MdRakib-pn5ls
    @MdRakib-pn5ls Год назад +3

    প্রথম নগর বাউল গুরু ❤❤।। দ্বিতীয় বাপ্পা মজুমদার ❤️

  • @a.sabbir3023
    @a.sabbir3023 Год назад +13

    আমাদের উচ্চারণ প্রেমি বাপ্পা দা ❤️

  • @liyaahmed5045
    @liyaahmed5045 Год назад +2

    Just wow voice ta marattok

  • @jhonycomilla7186
    @jhonycomilla7186 Год назад +5

    সত্যিই, শিল্পী শিল্পীতেই সৃষ্টি।
    বেঁচে থাকো হাজার বছর বাপ্পা ভাই,
    অনেক ভালোবাসা নিও❤❤👈
    বলছি কুমিল্লা থেকে......

  • @Jakaria-2000
    @Jakaria-2000 22 дня назад

    হয়তো বাপ্পা মজুমদার স্যারের গানের ভিউ কম, কিন্তু ভিউ দিয়ে কি আর শিল্পী বিচার করা যায়, আমরা যারা গান করি তারা তো জানি বাপ্পা স্যার আমাদের দেশে সংগীতের একটা নক্ষত্র, ভালবাসা স্যার❤️

  • @golpopraan5678
    @golpopraan5678 Год назад +7

    " কেমন করে সইবো আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ " লাইনটা হৃদয়টাকে এফোর ওফোর করে দেওয়ার ক্ষমতা রাখে :)

  • @debjathihowlader6155
    @debjathihowlader6155 5 месяцев назад +1

    গান এর কথা গুলো এতোটাই গভীর যে তা শুনলে চোখ থেকে জ্বল গড়িয়ে পড়ে।মনে হয় গান গুলো বোধয় আমার জন্যই। কিন্তু দিনের আলোতে কতই নাহ রঙিন মানুষ আমরা দেখতে পাই। রাত বাড়লেই সেই রঙিন মানুষ গুলো সাদা কালোর সেই মলিন রঙে হারিয়ে গিয়ে একাকিত্বের অতল সাগরে ভেসে যায়,,আর সঙ্গী হয় এই গানগুলো। সেই মানুষ গুলোকে আমরা দেখতে পাই না দিনের আলোর চাকচিক্যে।
    মনে পরে গেলো অতীতের কিছু পুরনো স্মৃতি। এ শহরে কত সহস্র ব্যার্থ মানুষ যারা হেরে যায় পরিবার ও সমাজ নামক কিছু কঠিন সমাজব্যবস্থার ওপর।
    চিরতরে হারিয়ে যায় ভালোবাসার মতো এক পবিত্র সম্পর্ক।

  • @hasanrobe947
    @hasanrobe947 Год назад +11

    আর দশটা মানুষের মত আপনি আমার ও অনেক প্রিয় একজন শিল্পী সেই ছোটবেলা থেকে আপনার গান যত শুনি ততই বিমোহিত হই🥰🥰🥰🥰🥰

  • @mdarifulshamim3767
    @mdarifulshamim3767 2 месяца назад +2

    বাপ্পাদা আমাদের শিল্পী সংস্কৃতির অনদব্য অবদান

  • @hasanmahfuztamim3142
    @hasanmahfuztamim3142 5 месяцев назад +4

    বাপ্পা মজুমদার খুব ভালো সুরকার সে তার সর্বোচ্চ চেষ্টা করছে গানটা ভালো গাওয়ার জন্য। কিন্তু গুরুর ছাড়া এই গান অন্য কেউ ঐ ভাবে গাইতে আরবে না।

  • @Md.KamalHossain-n4r
    @Md.KamalHossain-n4r 9 месяцев назад +1

    লিজেন্ড বাপ্পা এবং জেমস বস। অসাধারণ কন্ঠ উনাদের। ইতিহাস হয়ে থাকবে আমাদের আগামী দিনের প্রজন্মের কাছে।

  • @tiplupipu5713
    @tiplupipu5713 Год назад +4

    এতো রাতে গুরুর গানটা বাপ্পাদার কন্ঠে শুনে অনেক ভালো লাগলো

  • @AmitXAkash
    @AmitXAkash 2 месяца назад

    "প্রেম ঘুমিয়ে গেলে,
    স্মৃতিরা সজাগ হয়"
    না থাকা তুমিটা-স্মৃতি হয়ে কথা কয়!!🖤

  • @gatewaynet2202
    @gatewaynet2202 Год назад +5

    অসাধারন ছিল দাদা। নিজের সুরে নিজের কণ্ঠে গাইলেন। অনেক্ষণ দ্বীধায় ছিলাম কোনটা বেষ্ট এইটা ভেবে। সেষ পর্যন্ত দ্বীধা ভেঙ্গে দেখলাম আপনার ও জেমস এর ২ টাই বেষ্ট।

  • @ratulbauphal92
    @ratulbauphal92 3 месяца назад +1

    এই প্রথম কোন গান যেটা সত্যি গায়কের থেকেও গীতিকার এবং সুরকার কণ্ঠে আরো সুন্দর, আরেকটি সত্যি সেটা জেমস এর কণ্ঠে না হলে গানটার পরিচিতি এতটা পেতোনা, 🙏এখানে আমি কাউকে ছোট করে কথা বলিনি 🙏কারণ দুজনই আমার পছন্দের ❤️ তাই আমি দুজনাতেই মুগ্ধ ❤️ 🌹আর গানের কথা না হয় নাই বললাম, একটু বলে যাই আগামী ১০০ বছরেও এমন কথার সুরের গান হবেনা।
    দর্শক কথাটি মনে রাইখেন 🌹

  • @Shanjoydas
    @Shanjoydas Год назад +9

    গুরুর গান আপনার কন্ঠে ❤❤❤। এইগানটা আমার ভীষণ প্রিয় একটা গান। এখন আবার নতুন করে শুনছি আপনার গলায়। এই অনুভূতি লিখে বুঝানো সম্ভব না। এক প্রিয় শিল্লীর গান আরেক প্রিয় শিল্পীর কন্ঠে ❤️❤️❤️❤️

    • @lmrankhanringku
      @lmrankhanringku Год назад

      এই গানটা দাদার সুর করা,জেমসের জন্য করেছিলেন।

  • @jahinimam1561
    @jahinimam1561 Год назад +1

    বাপ্পা মজুমদারের গলাতেই এই গানটা সবচেয়ে ভালো মানিয়েছে।

  • @bappamazumderbd
    @bappamazumderbd  Год назад +237

    Song: Tor Premetey Andho (তোর প্রেমেতে অন্ধ)
    Performed by Bappa Mazumder
    Original Singer: James
    Tune: Bappa Mazumder
    All music produced by Bappa Mazumder
    Guitar: Bappa Mazumder, Masum Wahidur Rahman, Tamal
    Keyborads: Sohel Aziz, Golam Raabbi Shohag
    Bass Guitar: John S Munshi
    Drums: Dano Sheikh
    Percussion: Mithun Das
    Flute: Rana
    Sarangi: Ananda
    Back Vocal Artists:
    Sazzad Hossain Shawon
    Saif Zaman
    Antara Rahman
    Anchal

    • @tiplupipu5713
      @tiplupipu5713 Год назад +9

      দাদা আপনার কন্ঠে গুরুর গানটা অনেক অনেক ভালো লাগলো

    • @dallasbond
      @dallasbond Год назад +2

      Where is the lyricist name? Sad

    • @mrubelrana6652
      @mrubelrana6652 Год назад +6

      অনেক সুন্দর গেয়েছেন যদিও জেমসের কন্ঠে বিদ্রোহী প্রেমিকের সুরটা দারুণ উঠে আসে। আপনার কন্ঠে ব্যর্থ প্রেমিকের সুরটা খুজে পেলাম। এটাও ভালো লাগছে 🥰

    • @stupid_coder01
      @stupid_coder01 Год назад

      @@dallasbond সোহানী হোসেন

    • @SmSumon-p9v
      @SmSumon-p9v Год назад

      ❤❤❤

  • @basileBiswas
    @basileBiswas Год назад +2

    দারুন মুহুর্ত কেটে গেল। আসলে আমাদের অনেক দারুণ সব সুরকার গীতিকার আছেন এটা মানতেই হবে।

  • @burningice5545
    @burningice5545 Год назад +5

    কখনো দেখে নিও.... আমার তোমাকে নিয়ে বাপ্পা দা গাইছেন.... তুমি আমার, আমার আজীবনের অন্ধত্ব হয়ে থাকবে ভালো থেকো ভালো থেকো যেখানেই আছো ভাল থেকো

  • @mdjahidurrahman5387
    @mdjahidurrahman5387 Год назад +1

    ২০০৭ সালে স্কুলে টিভিতে "বৃষ্টি পড়ে" গানটা শুনি এরপর থেকেই বাপ্পা দার গানের ভক্ত। দলছুটের প্রতিটা এ্যলবামের প্রতিটা গান কতবার যে শুনেছি।
    বাপ্পা দা ভালোবাসা নিয়েন। ❤

  • @faisalahmed7539
    @faisalahmed7539 Год назад +16

    গান শুনে বড় হবার বেশ অনেকটা সময় জুড়েই আপনি সাথে ছিলেন, সেই ধুলো পড়া চিঠি থেকে এখন পর্যন্ত। আপনার একেকটা গান একেকটা সময়কে মনে করিয়ে দেয়। ভালো থাকবেন সবসময় দাদা। 💜

  • @abdulkadir-1992
    @abdulkadir-1992 Год назад +1

    বাপ্পা, জেমস এমনই শতশত নক্ষত্র সমৃদ্ধ করেছে বাংলা সঙ্গীত জগত। বাংলা গান গর্ব করার মত, পৃথিবীর অন্য যে কোনো ভাষা থেকে...

  • @amikishor6810
    @amikishor6810 Год назад +6

    Bappa Mazumder: Picasso of Music..

  • @Anjum509
    @Anjum509 Месяц назад

    বাপ্পা দার সুর কষ্ঠ সত্যি প্রশংসার দাবিদার। নিজের সৃষ্টি নিজে গাওয়া অনেক দারুণ হয়েছে।

  • @ShaheenRezaNur
    @ShaheenRezaNur Год назад +15

    লাভ ইউ স্যার। আপনি গায়ক হিসাবে এক পিস আমাদের দেশে। আর মানুষ হিসাবে আপনি যে কতটা ভালো মানুষ সেটা আমি লিখে বোঝাতে পারবোনা। আপনার সাথে জেনস গ্লোরিয়াতে একবার দেখা হওয়াতে বুঝতে পেরেছি। আপনি আপনার শ্রোতাদের বুকে টেনেনেন। অনেক ভালোবাসি প্রিয় গায়ক লাভ ইউ বস❤️❤️

  • @joydas3343
    @joydas3343 Год назад +28

    গানটা প্রেমে আরেকবার অন্ধ হলাম 🙏🏿
    আর এটা আপনার সুর করা সেটা গান এতদিন জানতাম না সত্যি। 😊
    অনেক ভালোবাসা নিবেন স্যার🎉

  • @mitondas2697
    @mitondas2697 2 месяца назад

    একটা গানকে কতটা মায়া দিয়ে গাইলে তা জীবন্ত হয়ে উঠে আপনি তার জীবন্ত উদাহরণ।
    ধন্যবাদ দাদা এমন গান উপহার দেওয়া জন্য।❤️❤️❤️

  • @nabihossain9271
    @nabihossain9271 Год назад +7

    ❤মেঘনা নদীর তীরে রাতের অন্দকারে শীতল বাতাসে গানটি শুনছি।

  • @shafinpayel2774
    @shafinpayel2774 Месяц назад

    আমার কাছে পৃথিবীর এটাই একমাত্র গান যেটা দুই গলাতেই মানিয়ে গেছে। মনে হচ্ছেনা আগে শুনেছি। নতুন করে শুনলাম, বাপ্পাদার গলায় চমৎকার মানিয়েছে।

  • @NilanjanGhoshal
    @NilanjanGhoshal Год назад +3

    এতদিন কিশোর কুমারের অন্ধ ভক্ত ছিলাম এখন হয়েছি বাপ্পা মজুমদারের অন্ধ ভক্ত ❤ গানের জগতে কোনো বৈরীতা নেই 🌍🙏💚❤️

  • @NaeemOnTheWay
    @NaeemOnTheWay Год назад +2

    দাদা আপনি সেই বাল্যকাল থেকে গানের জগতে সবচেয়ে পছন্দের একজন হয়ে আছেন৷ আমার শৈশব কেটেছে আপনাকে শুনে৷ ধন্যবাদ আপনাকে!

  • @foysalkabirrashed3056
    @foysalkabirrashed3056 Год назад +4

    গুরু জেমসের ভক্ত হয়েও বলছে গুরুর থেকে বাপ্পা'দার টা চরম হয়েছে ❤

  • @raqibulhasan4351
    @raqibulhasan4351 9 месяцев назад +1

    জেমসেরটা আগে শুনেছিলাম.... ভালো লেগেছিল..... হেডফোন লাগিয়ে এটাও শুনলাম...শুধু ভালোই না অসাধারণ লাগলো...বরং জেমসের গানটি থেকে আরোও বেশি দুর্দান্ত লাগলো

  • @shoibibnashofiqueshoaib9379
    @shoibibnashofiqueshoaib9379 Год назад +5

    এভাবে কেউ গায় ? ভিতরটা ছিঁড়ে গেলো 💔
    অনেক ভালোবাসা রইলো ❤

  • @shafinpayel2774
    @shafinpayel2774 Месяц назад

    তোর প্রেমেতে অন্ধ হলাম, কিহ দোষ দিবি তাতে! আহ কি পরিশুদ্ধ ভাষা, কি সুর, কি কন্ঠ। মাস্টারপিস, গুরু আর বাপ্পাদা'র অসাধারণ সৃষ্টি

  • @belalhossen5466
    @belalhossen5466 Год назад +5

    বাপ্পা মজুমদার মানেই আগুন

  • @SaminSaad-k4r
    @SaminSaad-k4r Месяц назад

    কি বলবো দাদা... তোমার কথা যতই বলি ততই আরও বলার ইচ্ছে হয়! সত্যিই অসাধারণ তুমি দাদা❤

  • @mushroomandfun3212
    @mushroomandfun3212 Год назад +4

    bappa দা -এর নিজের জীবন নিয়ে লেখা গানটি সম্ভবত।♥️♥️

  • @fanmindbd9085
    @fanmindbd9085 3 месяца назад

    এই প্রথম কোনো গান গুরু র কন্ঠে শোনার পর অন্য কারোর কন্ঠে বাহবা শুনলাম মানতেই বাপ্পা দা ওয়ান পিছ❤❤❤

  • @subassinha
    @subassinha Год назад +5

    মনটা শীতল হয়ে গেল, আপনি লিজেন্ড দাদা💝

  • @Creator413
    @Creator413 Год назад +2

    সেরা সুরকারের পুরুষ্কার পেয়েছিলেন গানটায় বাপ্পা দা ও জেমস্ সেরা গায়কের।

  • @sayeedsumon2895
    @sayeedsumon2895 Год назад +14

    অসাধারণ গেয়েছেন দাদা,যতবার শুনি ততোবার গুরু জেমস কে হারানোর কষ্ট হয়।
    আপনারা দীর্ঘজীবি হোন,প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।❤❤

    • @mrshohag1993
      @mrshohag1993 Год назад

      জেমস কোথায় হারিয়েছে?

  • @saimunparvez
    @saimunparvez 2 месяца назад

    বাপ্পা দা দারুন তোমার সৃষ্টি তুমি সত্যিই বাংলাদেশের গর্ব, দারুন তোমার গলা তোমার জন্যে শুভকামনা 😊

  • @ramifainur
    @ramifainur Год назад +69

    James's voice was like sound of heartbeats & ur voice is like honey in the ears! ❤❤❤

  • @bishalcbs6954
    @bishalcbs6954 Год назад +2

    রেখে গেলাম ভালোবাসা। সফট ভয়েসে গানটা শোনার খুব ইচ্ছে ছিলো।আপনি তা-ই পূরণ করলেন।

  • @nakbocha
    @nakbocha Год назад +4

    খুব প্রিয় একটা গান। প্রিয় শিল্পীর কন্ঠে শুনে কতটা খুশি হলাম একমাত্র সৃষ্টিকর্তাই জানে।
    আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, যেন আরো অনেক অনেক দিন আপনার গান শুনে যেতে পারি
    খুব ভালো থাকবেন প্রিয় শিল্পী 💕🙏

  • @kawsarkhan5728
    @kawsarkhan5728 Год назад +2

    আহা জীবনের করুণ অধ্যায় বুঝি সব এ গানে প্রকাশ পায় 🥺🥺
    যতোবারই শুনি অতীতের ব্যথা বুকে আঘাত হানে

  • @ovijeetdas594
    @ovijeetdas594 Год назад +6

    গানটা শুনলেই ওই বেইমান মানুষটার কথা বেশি মনে পরে😥তবুও ভালো থাকুক সে ❤️অন্য কারও ভালোবাসায়❤️‍🔥❤️‍🔥