PAPRI KENO BOJHENA - TAPOSH FEAT. MIZAN : OMZ WIND OF CHANGE [ S:03 ]

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • TRACK - PAPRI KENO BOJHENA
    A TRIBUTE TO AZAM KHAN
    TAPOSH FEAT. MIZAN
    SINGER : MIZAN
    LYRICS & TUNE : AZAM KHAN
    RE-COMPOSITION & KEYS : KAUSHIK HOSSAIN TAPOSH
    DRUMS : GERGO BORLAI
    BASS GUITAR : ANTON DAVIDYANTS
    KEYS : ANNA VIBE
    VIOLIN : ANNA RAKITA
    ELECTRIC GUITAR : EVGENY POBOZHIY
    FLAMENCO GUITAR : DANIEL CASARES
    TRUMPET : ERNESTA SVELNYTE
    KEYS : VALERI TOLSTOV
    CELLO : ANNA KAPUL
    VIOLIN : NATASHA
    VIOLIN : KSENIYA
    VIOLIN : RUSLANA
    BACK-UP VOCALS : ANGELIKA, OLIKA, MEHEDI & TAITEE
    Produced by : KAUSHIK HOSSAIN TAPOSH & FARZANA MUNNY from TM PRODUCTION exclusively for GAAN BANGLA TELEVISION
    All rights reserved by ONE MORE ZERO GROUP , BANGLADESH
    Wind of Change is an international manifesto of cultural exchange, originating from Bangladesh. It is currently the most diverse musical fusion platform in the World!
    In a world full of differences and disagreements, music is the most eloquent instrument to bring people together. “Wind of Change” brings talented musicians from across the globe collectively on one stage to create musical masterpieces. This noble concept symbolizes that the world is one through the sync of soul and achieving universal peace is not just a cliché.
    The main objective of ‘Wind of Change’ is to have a positive impact on the world by making music for goodwill and unity. The “Change” is meant not just for music itself but the people and by extension the various cultures it affects.
    The creators of ‘Wind of Change’, Taposh & Munny have been working relentlessly towards fulfilling the integral goal of the project, which is ‘Music for Peace’.
    A prized possession of TM PRODUCTION, ‘Wind of Change’ is a dedication to standing up against injustice, inequality and all form of negative energies that try to mar our beautiful world.
    Let us unite the world through music!
    #windofchange #musicforpeace

Комментарии • 5 тыс.

  • @evilprince2009
    @evilprince2009 4 года назад +2323

    ধন্যবাদ সেই পাপড়িকে , না বোঝার জন্য। তিনি বুঝলে হয়ত আমরা এমন একটা মাস্টারপিস পেতাম না।

    • @vagabondasad7367
      @vagabondasad7367 3 года назад +90

      কোথাও ভুল হচ্ছে মনে হয়, পাপড়ি বোঝে না এমনটা নয়। পাপড়ি বোজে না মানে চোখের পাপড়ি বন্ধ হয় না, তাই ঘুম আসে না।

    • @towhidulislamniloy8002
      @towhidulislamniloy8002 3 года назад +121

      @@vagabondasad7367 না এটা আজম স্যারের প্রেমিকা পাপড়িকে নিয়ে লিখসিলো আজম খান। যে পাপড়ির সাথে বিয়ে ঠিক হয়েও পাপড়ির বাবা পরে বিয়ে দেয় নি 😞

    • @vagabondasad7367
      @vagabondasad7367 3 года назад +9

      @@towhidulislamniloy8002 যখন গানটা গাইবো তখন কি বলে গাইবো, পাপড়ি বোঝে না নাকি বোজে না....?

    • @banglaonlineshop7853
      @banglaonlineshop7853 3 года назад +7

      লেখক আজম খানের কল্পনায় হয়তো পাপড়ি; বাস্তবে নেই হয়তো....

    • @ibrahimsagor3942
      @ibrahimsagor3942 3 года назад +24

      @@banglaonlineshop7853 কাহিনীটা বাস্তব!

  • @0joyi
    @0joyi 6 лет назад +614

    মনে হচ্ছে গানটাকে গিলে ফেলি,নিজের ভেতরে মিশিয়ে ফেলি এতো ভালো লাগছে। আমাদের পুরোনো গানগুলো হচ্ছে হীরের খনিতে পরে থাকা কয়লার মতো। যার মর্ম মানুষ ঘষা মাজা করলে পরেই বুঝতে পারে। কিন্তু শিল্পের একটা নিজস্ব গড়ন থাকে এর ভেতরে শিল্প যদি থাকে তবে সেটা লেম লাইট নাই বা পাক তার মান কিন্তু কিছুতেই কম হয়ে যায় না। এভাবেই কারো না কারো দ্বারা একদিন ফিরে আসবেই। ধন্যবাদ তাপস ভাইকে। অনেকদি পর আজম খানজে আবার জীবিত করে তুলবার জন্য সত্যি মন থেকে ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাইকে এতো সুন্দর করে গানটা গাইবার জন্য।

    • @rockyashleyraye5595
      @rockyashleyraye5595 6 лет назад +1

      one of the best song of Sir Azam Khan...

    • @md.aftabhossain8592
      @md.aftabhossain8592 6 лет назад +1

      Joyosree Acharjee koylar khonite hirer moto

    • @habibsattar908
      @habibsattar908 6 лет назад +2

      তুমি ঠিকেই বলেছো দিদি Joyosree Acharjee, আমি ট্র‍্যাকটা শোনার পর আবেগে কেঁদে ফেলেছি।

    • @hafizrahman4757
      @hafizrahman4757 6 лет назад

      Joyosree Acharjee gile felar motoi thik bolsen

    • @BrotherlewisDhaka
      @BrotherlewisDhaka 6 лет назад

      Joyosree Acharjee preme cheka khele, erokom gaan onek valo lage.

  • @nephophile_00
    @nephophile_00 3 года назад +2612

    স্কুল লাইফের অবুঝ প্রেম আমার! ওর নামটাও পাপড়ি ছিল।ও মুসলিম আর আমি হিন্দু । দেড় বছরের এক কাব্যের ইতি এ কারণেই টানতে হল। আর তারপর এ গানটা সেই খোয়ানো জায়গাটা নিয়ে নিয়েছে। সবার জীবনেই পাপড়িরা থাকে, সবাই হারায় আবার সবাই পূরণ করে নেয়, আমি একটাতেই আটকে আছি, গানটার সাথে সাথে তাকেও ভালবেসে যাব আজীবন❤️

  • @Mahedi71
    @Mahedi71 2 года назад +58

    গুরু আজম খানকে ট্রিবিউট! এই গান ট্রিবিউটের একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে। ট্রিবিউট হতে হলে এমনই হওয়া উচিত!
    কোন জবাব নেই। মিজান তাঁর সব টুকু ঢেলে দিয়েছেন। ভালোবাসা গুরুর জন্য। ভালোবাসা মিজানকে।

  • @meshkatmahmud1887
    @meshkatmahmud1887 5 лет назад +226

    এর চেয়ে ভালো মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এর চেয়ে আকুলতাপূর্ণ ভোকাল আর সম্ভব নয়। গুরু বেঁচে থাকলে নিজেকে ধন্য মনে করতেন। হ্যাটস অফ মিজান এ্যান্ড তাপস।

  • @ishakalampirifthi637
    @ishakalampirifthi637 5 лет назад +248

    ভাগ্যিস সেদিন বোঝেনি! তাই তো এমন একটি অমর ব্যার্থ প্রেমিকের এক কালজয়ী আর্তনাদ শোনার সৌভাগ্য হয়েছে ।

  • @tahseenmahmood2014
    @tahseenmahmood2014 6 лет назад +619

    গুরুর গানের এত সুন্দর কভার আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যেভাবে আজম খান গানের কথাগুলো নিজের মনে ভেবে গাইতেন, মিজান ঠিক সেভাবেই গাইলেন... অনবদ্য, দুর্দান্ত!

    • @tahseenmahmood2014
      @tahseenmahmood2014 6 лет назад +6

      FAHAD SARKAR NOTUN RONI ধন্যবাদ। গুরুর প্রতি আপনার ভালোবাসা অতুলনীয়। আপনার সাথে আমার মতের পার্থক্য আছে, কিন্তু আজম খানের গান নিয়ে আপনার ডেডিকেশনকে আমি সশ্রদ্ধ স্যালুট জানাই।

    • @kaziovi4283
      @kaziovi4283 6 лет назад

      papri by riad. arek joner cover kora ache gaan ta.
      অইটা এটার চেয়েও অনেক সুন্দর।একবার শুনে দেখবেন।

    • @abirchandraroy50
      @abirchandraroy50 6 лет назад +2

      otar just guiter solo ta valo..

    • @joysarder6910
      @joysarder6910 6 лет назад +14

      vai kicu public thake jara osbsmy ble gan r kicu hyni,, ei gan tai jodi azam khan na geye mizan vai gaito r onno kew cover krto sekhane o same kotha blto.. era muloto gan r kicu bojhena,, azam khan r mizan 2 jn ek nanush na tai gayoki te diferrence thakbe e.. ei normal bisoy tuku na mante prle apnadr cover kra kno gan sunte hbe na, shudhu shudu singer dr frustrate kre ki moja pan bujhina.. eisob fatrami bad den,, somman dekhate jeye nijer somman ta haraiyen na.. guru azam khan is best but this one oviously better... evabe kharap blben na.. # rony
      .

    • @abdussobhan4168
      @abdussobhan4168 6 лет назад +4

      kazi ovi, I was skeptical yet went to hear your recommended version of this epic song. I was absolutely right, Riad's version is simply a below average at best. Riad has no melody in his vocal, he could not even go to medium notes properly. Whereas Mizan's version is outstanding, by the way, did you know about Mizan's classical background? He is brilliant in every sense.

  • @rupok_
    @rupok_ Год назад +61

    00:10 -> starting best
    00:45 -> here masterpice
    01:10 -> begining
    03:00 -> my favourite
    04:00 -> peaceeee
    05:11 -> papri

  • @thefahadfactor
    @thefahadfactor 5 лет назад +562

    গান এমন ভাবে গেয়েছে জীবনে কেউ প্রেম বা ছ্যাকা না খেলেও ৪/৫ মিনিটের জন্য পাপড়িকে জীবনের অংশ মনে করে ফেলবে এবং পাপড়িকে হারানোর কষ্ট ও পুরাবে তাকে এই ৪/৫ মিনিট।
    কি লেবেলের দরদ থাকলে এমন হয়!!!
    গানটা যথাযথ সম্মান দেয়া যাকে বলে তাই দিয়েছে মিজান ভাই

  • @mfs3092
    @mfs3092 5 лет назад +493

    ড্যানিয়েল সাহেবের গিটারটা কি কাঁদছে?
    কেন এত মায়া বোবা শব্দগুলোয়?
    কিভাবে পারে তাপসদা এত হীরা দিয়ো মালা গাঁথতে

    • @devilpiepie2742
      @devilpiepie2742 5 лет назад +1

      ওরে ভাই, হারী না বোকা,,এ ভাই🙆🙆🙆 হীরা 🙇🙇🙇🙋🙋

    • @mfs3092
      @mfs3092 5 лет назад +1

      এডিটেড

    • @lilianamessi
      @lilianamessi 5 лет назад +1

      @@mfs3092 ok

    • @Shimulnath96
      @Shimulnath96 5 лет назад +2

      Nice comment

    • @alisujat4176
      @alisujat4176 4 года назад +2

      Sala chad utechilo gogone🤣🤣

  • @mohammadfayselalihimu2594
    @mohammadfayselalihimu2594 3 года назад +850

    ভারত থেকে শুনছি, উফ বাংলাদেশ কি সুনাচ্ছো👌👌👌

    • @likhonahmed1038
      @likhonahmed1038 3 года назад +11

      It's call Bangladeshi music

    • @tnitilast9631
      @tnitilast9631 3 года назад +12

      আরে ফয়সাল ভাই ,,আম্নে এইহানে কিয়ারেন??
      আর আঁর দুইশ ফনের টিয়া ফেরত দেন মিয়া

    • @jasimrony2865
      @jasimrony2865 3 года назад +3

      ধন্যবাদ।
      বাংলাদেশের আরো অসংখ্য অসম্ভব সুন্দর গান রয়েছে শুনবেন।

    • @mdsahinzaman3264
      @mdsahinzaman3264 3 года назад +1

      Love you

    • @khandakersonet4199
      @khandakersonet4199 3 года назад +2

      Original shonle pagol hoye jaben

  • @Musicdays24
    @Musicdays24 Месяц назад +1

    মিজান ভাই আপনি শুধু একজন শিল্পী নন, আপনি আমাদের অনুভূতিগুলোর এক সুরেলা অনুবাদক।
    এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
    চলে যাব চিরতরে ।।
    সবাই চলে যায়
    কতটুকুই বা পায়
    পাপড়ি কেন বোঝে না
    তাই ঘুম আসে না ।।

  • @tawhidjalil2919
    @tawhidjalil2919 3 года назад +398

    শ্রদ্ধাভরে স্বরন করছি বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জনক গুরু আজম খান কে। মিজান ভাই নিজের সেরাটা দিয়ে গানটা গেয়েছেন শুনলেই বুঝা যায় ❤️ হাজার হাজার বছর বেচে থাকুক এসব গান গুলা ❤️

  • @sakhawathossain1184
    @sakhawathossain1184 6 лет назад +204

    শুধু কন্ঠ থাকলেই গান হয় না আবেগও থাকতে হয়। এই গান শুনেই তাই বুঝা যায়। এ গান দিয়ে যেন দুই প্রযন্মের মিলন হলো। সালাম গুরু, মিজান ও গান বাংলার পরিবারকে।😊

  • @shishirsaidy183
    @shishirsaidy183 Год назад +30

    "Staying awaken for the whole night,
    I recall many memories.
    Why doesn’t Papri (a girl) realise?
    So I can't sleep.
    Why are you and I so far
    Searching each other roaming around?
    What does my mind want?
    It only cries out of pain.
    I will depart from the world, full of affection.
    Everyone departs.
    How much do they get
    What they desire?"
    (My small attept for the non Bengali listeners. It's a master piece. Don't deprive yourselves, pls. ❤)

    • @victorteixeira1914
      @victorteixeira1914 2 месяца назад

      Thanks 🇧🇷

    • @victorteixeira1914
      @victorteixeira1914 2 месяца назад

      When I put this lyric into Google Translate to translate it into Portuguese, Papri was translated as "the petals".

    • @Serendipity7425
      @Serendipity7425 15 часов назад +1

      “Papri” literally means petals of eyes. So, the lyric says, “papri” doesn’t listen to me (or my commands), thus I remain sleepless! But “Papri” is also a common Bangladeshi female name. So, the lyric to this song leaves us to many interpretations! 😊

  • @AkibRaihan
    @AkibRaihan 6 лет назад +593

    গিটারিস্ট কী কাঁদছিলেন এত সুন্দর ঝংকার তোলার সময় ? তিনি কী বাংলা ভাষায় মিজানের অসম্ভব মাদকীয় গলায় প্রেমিকের আকুতি বুঝতে পেরেছিলেন ?

    • @GaanBanglaTV
      @GaanBanglaTV  6 лет назад +196

      Sir, Music has no language, race or nationality... #musicforpeace

    • @farukabdullah2785
      @farukabdullah2785 6 лет назад +29

      গানের ভাষা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট সুর।সুতরাং ভাষা না বুঝলেও এই সকল গান যেকোন গানপ্রেমিকের শিহরনে কড়া নাড়তে বাধ্য।

    • @RF-musicstudio
      @RF-musicstudio 6 лет назад +3

      watch my cover of this song
      ruclips.net/video/_Aelcs0OyFQ/видео.html

    • @mustakimnurkafi3486
      @mustakimnurkafi3486 6 лет назад +5

      @@RF-musicstudio 👎

    • @aliazman6053
      @aliazman6053 5 лет назад +5

      এই গানটি শুনতেই থাকি! আগা-মাথা কিছুই বুঝতাম না! কেম্নে বুঝবো রাসান তো পারিনা! দেখতে পারেন ruclips.net/video/PkTmLVUFavg/видео.html

  • @infotanzir
    @infotanzir 6 лет назад +586

    ধন্যবাদ সেই মহীয়সী নারীকে যিনি আজম খানকে ছেড়ে চলে গিয়েছিলেন,নাহলে হয়তো এতো সুন্দর গানটা আমরা পেতাম না।

    • @sikdersikdershowrob897
      @sikdersikdershowrob897 5 лет назад +8

      কি গান শুনলে মন জুড়িয়ে যায়

    • @hira81
      @hira81 5 лет назад +4

      Guru Papri ke pele ki beshi valo hoto na

    • @rssiamahmedrafi2921
      @rssiamahmedrafi2921 5 лет назад +1

      @@hira81 hmm bro tahole aro sondor gan petam

    • @mdjoy1341
      @mdjoy1341 4 года назад

      khati😂😂😂😆😆😆

    • @RezaulIslamramimHawlader
      @RezaulIslamramimHawlader 4 месяца назад

      আপনাদের মত সস্তা মানসিকতার লোক থেকে কবে বাংলাদেশ মুক্ত হবে একজনের আবেগ এর মূল আপনার কাছে নেই আপনার থেকে বনের পশু রা উওম

  • @shkanon7964
    @shkanon7964 5 лет назад +60

    কমেন্ট রেখে গেলাম।
    অনেকদিন পরে যখন আমরা থাকবোনা আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

  • @hamimul2002
    @hamimul2002 Год назад +3

    জনাব "মিজান"
    অসাধারণ গায়কী।
    সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে অসম্ভব কণ্ঠ।

  • @neelail9660
    @neelail9660 6 лет назад +39

    মাথা নষ্ট করা cover...
    Normally গুরুর গান cover করা এতো সহজ না।
    But বাংলাদেশের কিছু unique vocal আছে,যারা god gifted talented..মিজান ভাই তাঁদের মধ্যে ১জন।
    গানতো অনেকেই গাইতে পারে,but feel করে গাইতে কয়জনে পারে???
    & such a great afford by the musicians...আর তাপস দার music নিয়ে নতুন কিছু বলার নাই। উনি boss😍😍😍👌👌👌👏👏👏

    • @RF-musicstudio
      @RF-musicstudio 6 лет назад

      watch my cover of this song
      ruclips.net/video/_Aelcs0OyFQ/видео.html

  • @tusharahmed6067
    @tusharahmed6067 4 года назад +280

    ড্যানিয়েল সাহেব কি মিজান ভাইয়ের আবেগ মাখানো তীরে কাতরাচ্ছেন,আর গিটারকেও কাদাচ্ছেন।
    "মাস্টারপিস একটা গান"

  • @rofsankhan
    @rofsankhan 5 лет назад +78

    প্রকৃত শিল্পকে যে শ্রদ্ধা করতে জানে সেও একজন শিল্পী। ধন্যবাদ জনাব তাপসকে পপ গুরু স্মরণে এমন অসাধাণ আয়োজন উপহার দেওয়ার জন্য। বরাবরের মতই ভালোবাসা মিজান ভাইকে।

  • @yezmapoppy499
    @yezmapoppy499 2 года назад +12

    ভালো থাকুক না পাওয়ার ইচ্ছে গুলো,সুখে থাকুক যারা নিজের ইচ্ছেতেই প্রিয়জনদের ছেড়ে চলেগেছে অনেক দূর.....!

  • @emonchowdhury2912
    @emonchowdhury2912 6 лет назад +154

    With Due Respect.
    #ওয়ারফেজে মিজান ভাই এর গান শোনা হয়নি।কিন্তু পপ গুরুর গান ভাই যেই লেবেল এর সন্মান আর মায়া দিয়ে গাইলেন।প্রথম বার শুনেই মিজান ভাই এর ভক্ত হয়ে গেলাম।

    • @mehrajhossain9641
      @mehrajhossain9641 5 лет назад +1

      buxlam na, sobar comment, amar sathe mile jacce.... 😊

    • @SXDOW_STRLZZ
      @SXDOW_STRLZZ 5 лет назад

      Wow....

    • @কথারপ্যাঁচ
      @কথারপ্যাঁচ 5 лет назад +5

      মিজান ভাই ওয়ারফেজ কে যা দিয়েছে কোন ভোকাল ওয়ারফেজ কে দেই নি...... আপনি ওয়ারফেজের লাস্ট এলবামের পূনর্তা শুনতে পারে মিজান ভাইয়ের গাওয়া

  • @romanbabu7532
    @romanbabu7532 3 года назад +177

    মাদকের নেশা কেমন আমি তা জানি না,
    কিন্তু এই গান টা আমার মাদকের নেশার চেয়েও বেশি নেশা।

    • @mdsumonhowlader1443
      @mdsumonhowlader1443 3 года назад +1

      hum

    • @naziburrahman5382
      @naziburrahman5382 3 года назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @mdross9023
      @mdross9023 3 года назад +1

      Madoker nesai bujen na tahole madoker sathe kemne tulona korlen..khub hassokor bro..😜

    • @romanbabu7532
      @romanbabu7532 3 года назад +1

      @@mdross9023 মাদকাসক্ত দের দেখে বুঝতে পারছি ব্রো

    • @raiyeed71
      @raiyeed71 3 года назад

      @@romanbabu7532 I appreciate it! 😍

  • @saumalya1203
    @saumalya1203 5 лет назад +167

    Love from Kolkata...
    Mizan via, want to meet with you... I am your big fan since warfaze days

    • @AbuTaher-ix1mp
      @AbuTaher-ix1mp 5 лет назад

      facebook.com/mizanvocal/
      facebook.com/mnb.band/
      +88-01955-081771

    • @raiyanrek1119
      @raiyanrek1119 5 лет назад

      is that his number?

    • @sujonmahmud9729
      @sujonmahmud9729 5 лет назад

      এই গানটা অনেক প্রিয় আমার

    • @sohanhack5727
      @sohanhack5727 4 года назад

      Raiyan Rek aita jaman vi ar number mizan and brothers ar guiterist

    • @moshiurrahmanarif9799
      @moshiurrahmanarif9799 4 года назад

      please listen apon por by mizan

  • @nahidshahariar9929
    @nahidshahariar9929 2 года назад +6

    অনেক বছর পরে আবার এই গানের আশ্রয় নিতে হলো,
    আসলেই পাপড়িরা ভালোবাসা বোঝে না😊
    সাজানো গোছানো জীবন এক নিমিষেই জরাজীর্ণ 😊
    ভালো থেকো,
    যেমন প্রয়োজনে মনে করতে,ঠিক তেমনি না হয় মনে রেখো❤️

  • @anikabraham178
    @anikabraham178 5 лет назад +142

    রাত বাজে ২ টা বাইরে প্রচন্ড বাতাশ,সেই সাথে চারদিকে সুনসান নীরবতা।এই রকম একটা মূহুর্তে এই গানটা সুনছি,।এক কথায় অসাধারণ এক অনূভুতি।

  • @darksk8290
    @darksk8290 6 лет назад +171

    গুরুর সেই পাগলাটাই এত আবেগ ঢেলে দিয়েছে। মিজান ভাই 😍😍 গুরু বেচে থাকলে আজকে তার চোখেও পানি চলে আসতো। সেও নিজের আবেগ ধরে রাখতে পারতো না নিশ্চয়।
    ধন্যবাদ তাপস ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ গান বাংলাকে।
    # Take_Love

  • @mahfuzahmed8740
    @mahfuzahmed8740 4 года назад +293

    Turn off lights, sit by the window, pick best earphone and close your eyes. best way to enjoy this magic. thank u Azam khan..

  • @subhankarpatra1998
    @subhankarpatra1998 3 года назад +27

    দারুন লাগলো গান টা প্রথম বার শুনেই।অনেক ভালোবাসা🇮🇳🇮🇳

  • @amithaasan2577
    @amithaasan2577 5 лет назад +87

    মিজান ভাই ওয়ারফেজ ছেড়ে যাওয়ার তার উপর একটা অভিমান ছিল, আজ ক্ষমা করে দিলাম। ধন্যবাদ গান বাংলা টিম কে, এই গান টির মাধ্যমে পপ গুরু কে এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে পৌছে দেওয়ার জন্য।

  • @nooralom5355
    @nooralom5355 3 года назад +92

    এত আবেগময় কন্ঠ ,,,,, কত গভীর সেই প্রেম আর না পাওয়ার করুন আকুতি। এত ভালো উপস্থাপনা ভাষাহীন নির্বাক হয়ে যাই। যতবার শুনি ততবার চোখ ভিজে যায়। আজম খানের তুলনা তিনি নিজেই। মিজান ভাই অসম্ভব ভালো হয়েছে।

  • @এপিটাফ_এর_লেখা

    মিজানের মত ভোকাল দ্বিতীয়টি হবে না কখনো। বেস্ট ট্রিবিউট এভার টু গুরু আজম খান।

  • @folkuncutbd4138
    @folkuncutbd4138 Год назад +22

    গানটা যতবার শুনি তোমার কথা মনে পড়ে যায় প্রিয়,কত কাছের ছিলে তুমি,কতটা দূরে চলে গেলে কত আবেগ কত আক্ষেপ লুকিয়ে আছে গানটির মধ্যে হয়তো বুঝবে না।
    "পাপড়ি কেন বোঝেনা,তাই ঘুম আসে না"
    Memory:15-12-2022

  • @ashrafulalamwasim9320
    @ashrafulalamwasim9320 5 лет назад +73

    এই মিজান ভাইটা কেই প্রতিটা মুহূর্ত খুজে বেড়ায়। এমন দরদ মাখানো কন্ঠ আর কারো গলায় খুজে পায়না। খুব মিস করি মিজান কে আর অপেক্ষায় থাকি।
    আর এই গান নিয়ে তো বলার কিছুই নাই। ভালবাসা সবসময় ছিলো আর এই গান শুনার পর মিজান ভাইয়ের প্রতি সীমা ছাড়িয়ে গেলো।

  • @shaikatneal3192
    @shaikatneal3192 5 лет назад +192

    মাস্টারপিস একটা গান এটা । গানটাকে রিক্রিয়েশন করে করে অন্য লেভেল এর আরেকটা মাস্টারপিস বানানোর জন্য তাপস'দা কে এবং গান বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই । আর মিজান ভাইয়ের কথা আর কি বলবো ! কিছু বলতে গেলে ও সেটা কম হয়ে যাবে ! এতো আবেগ দিয়ে গানটা গেয়েছে ! যতবার গানটা শুনি জাস্ট বুকে গিয়ে লাগে ! মিজান ভাই অস্থির রকমের ভালো গেয়েছে ! হ্যাটস অফ মিজান ভাই । এর চেয়ে বেস্ট এই গানের আর রিক্রিয়েশন হতেই পারে না । ভিনদেশী গিটারিস্ট ও খুব ভালো বাজিয়েছে ! সাথে অন্যান্যরা ও ... মোট কথা বাংলা গানের মাঝে এটা ওয়ান অফ দ্যা বেস্ট রিক্রিয়েশন এভার !

  • @bestkidsgamereview3854
    @bestkidsgamereview3854 5 лет назад +83

    কি পরিমান ভালো লেগেছে তা জানানোর ভাষা নেই। মিজান ভাই অসাধারণ গেয়েছেন।
    যারা বাজিয়েছেন এক কথায় অসাধারণ। একেবারে প্রাণে যেয়ে লাগে।

    • @manzur139
      @manzur139 2 года назад

      কেউ ট্রাম্পেট বাদকের কথা বলে না

  • @IqbalHasan-on3px
    @IqbalHasan-on3px 8 месяцев назад +11

    ধন্যবাদ জানাই সেই পাপড়ি-কে, সে যদি বুঝতো তাহলে এমন মাস্টারপিস গানটা পেতাম না। মিজান ভাইয়ের জন্য নিরন্তর শুভকামনা ❤

  • @mr_r3z4
    @mr_r3z4 4 года назад +267

    আমাদের জন্ম সার্থক, আমাদের একজন আযম খান ছিল।
    থ্যাঙ্কিউ মিজান ভাই

  • @mehrajhossain9641
    @mehrajhossain9641 6 лет назад +215

    গানটা পুরো ফিল করার মত, শুরু থেকে গিটারের টোন, গানের স্কিল্ আপ টু বোটম, পুরাটাই একটা মিথ, একটা স্বপ্ন! 😍
    ভালবাসি আজম খানকে, তাপস ভাই, মিজান ভাই এবং ভিনদেশি গিটারিস্টকে! ✌💜💜💜

  • @rezvivlog4966
    @rezvivlog4966 5 лет назад +636

    পাপড়ি যদি বুঝতো।।
    তাহলে এত সুন্দর একটা মাস্টারপিস পাইতাম নাহ!!!!😣😥😥

  • @zulfiquralih
    @zulfiquralih Год назад +13

    Hats off to Azam Khan for composing such a heart throb song. I was 13 when I first listened to this song in joniki cinema hall. Those days after liberation the band concert used to take place there
    Thanks to Gaan Bangla and the singer for presenting the song in a more melodic way. Special thanks to musicians to mention guitarist and violinist. Wonderful simply wonderful 👍

  • @sherlock1848
    @sherlock1848 5 лет назад +56

    this is the best work of Gaanbangla ever....... God Bless the singer..Azom Uncle shune kaadto shotti....i was his neighbor :'(

  • @imranhossain4798
    @imranhossain4798 6 лет назад +152

    এরচেয়ে বেশি অসাধারণ হওয়া সম্ভব নয়।

  • @mehedihasanrony4060
    @mehedihasanrony4060 5 лет назад +38

    মন কি যে চায়... আহারে কি লাইন।
    অথচ এখনকার বাংলা গানের দূর্দশা দেখলে মায়া লাগে

    • @monishsaha2126
      @monishsaha2126 5 лет назад

      Bangl gaan er dur dosa koi dekhlen vai😮

  • @kamrulhasanhimu8972
    @kamrulhasanhimu8972 3 года назад +1

    এই ধরনের কালজয়ী মহান সৃষ্টির বিনির্মাণ বার বার হয় না । এক পৃথিবী সমান ভালোবাসা এই কালজয়ী মহান সৃষ্টির কারিগরকে ।

  • @ahmedrafi4778
    @ahmedrafi4778 4 года назад +47

    একটা আস্ত রাত ফুরাবার পর খেয়াল হল একটা গান কয়বার শুনছি! কি অদ্ভুত সুরের ঈন্দ্রজাল, মিজান ভাইয়ের কন্ঠে বেদনা ঝরছিল। ভালোবাসা নিবেন মিজান ভাই ❤

    • @nayeemahmmad3506
      @nayeemahmmad3506 2 года назад

      ❤️

    • @ferdousibegum5349
      @ferdousibegum5349 2 года назад

      After a whole night, I noticed how many times I was listening to a song! What a strange melody,
      Mizan viewill takelove..

  • @kaushikbarua9498
    @kaushikbarua9498 5 лет назад +61

    ভালবাসার আজম খান, এখন বুঝি উনি কতটা মূল্যবান রত্ন ছিলেন। মিজান ভাই বরাবরের মতই মন ছোয়ানো গায়কি❤❤❤

    • @imnobody4917
      @imnobody4917 3 года назад

      Sowar mari han fatti Siri felaiom sodmaranir saar daag..@kaushik barua

  • @alifhossain7054
    @alifhossain7054 3 года назад +265

    "সবাই চলে যায়, কতটুকুই বা পায় "
    this line hits inner of my heart

    • @oprushi_opy
      @oprushi_opy 3 года назад +2

      Exactly 🙂

    • @hillncer1
      @hillncer1 2 года назад +7

      "বাধা দিওনা, না দিওনা ও মোর প্রেম" গানটাও তাকে নিয়েই গাওয়া

    • @ishanshurov4835
      @ishanshurov4835 2 года назад

      .

  • @antorahmed8051
    @antorahmed8051 2 года назад +2

    এটা মিজান ভাইয়ের গলায় চমৎকার মানায়..
    সকাল সন্ধ্যায় নিয়ম করে শোনা হয় যখনই মনে পড়ে।।
    পাপড়ি বেঁচে থাকুক

  • @shahidursayeam4305
    @shahidursayeam4305 6 лет назад +138

    GB এর নির্দিষ্ট কোন গানকে বেস্ট বলার উপায় নেই, একটা আরেকটা থেকে ভাল, যখন যেটা শুনি তখন সেই গানের ভেতর ঢুকে যাই

  • @lipiart7180
    @lipiart7180 5 лет назад +54

    এর চেয়ে সুন্দর গান আর হয় না । বলার কিছু রাখেনা । আজম খান এক বস, বসের গান আরেক বস উপস্থাপন করল ওমায়িক সুন্দর ভাবে । মিজান ভাই কে বস মানলাম ।

  • @legendsneverdie6482
    @legendsneverdie6482 6 лет назад +1367

    এই গানের পিছনে একটি কাহিনী আছে। পপ সম্রাট আজম খাঁন পাপড়ি নামে একটি মেয়েকে অনেক ভালোবাসতো। সেই পাপড়ি মেয়েটির যে রাত্রে বিয়ে হয় সেই রাত্রেই আজম খাঁন এই গানটি লিখেন ও সুর করেন। এই গানটি গুরু আজম খাঁনের খুবই প্রিয় একটি গান। তিনি প্রায় এই গানটি গাইতেন। উনি ছিলেন একজন সুন্দর মনের মানুষ। জীবনে তার কোনই চাওয়া পাওয়া ছিলনা। তিনি শুধু দিয়েই গেছেন বিনিময়ে কিছুই চাননি। আমার শশ্রদ্ধ সালাম তার প্রতি। সেই সাথে গান বাংলা ও মিজান ভাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এত সুন্দরভাবে এই গানটাকে উপস্থাপন করার জন্য।

    • @bestmusic796
      @bestmusic796 6 лет назад +14

      LEGENDS NEVER DIE ১০০% সত্য ঘটনা।

    • @nasidturag9823
      @nasidturag9823 6 лет назад +3

      LEGENDS NEVER DIE great

    • @shahadathossain54
      @shahadathossain54 6 лет назад +1

      h

    • @mahelalrashed7289
      @mahelalrashed7289 6 лет назад +5

      ১০০% সত্যি কথা।

    • @D0M1N4T1NG
      @D0M1N4T1NG 6 лет назад +7

      সত্য কথা তাঁর রেফারেন্স কই?

  • @aladdinkhan1845
    @aladdinkhan1845 Год назад +1

    কী অদ্ভুত! এক শহরে থাকি কিন্তু দেখা হয় না ১০ বছর! তোমার সাথে শেষ দেখা হয়েছিল সেই ২০১২ সালে, তার পর কেটে গেল অজস্র বছর! ভাবতেই অবাক লাগে!

  • @sumanmondal318
    @sumanmondal318 4 года назад +10

    এতো সুন্দর কাকে ছেড়ে কাকে নিয়ে বলবো।সবাই অনবদ্য।drum যিনি বাজিয়েছে তার কথা তেমন শুনলাম না। অসাধারণ বাজিয়েছেন।

  • @SHPritom19
    @SHPritom19 5 лет назад +378

    গুরু যদি দেখে যেতে পারতেন। আমার বিশ্বাস মিযান ভাইএর মাথায় চুমু খেতেন তিনি।

  • @mahedihasanrume1394
    @mahedihasanrume1394 5 лет назад +11

    ধন্যবাদ পাপড়ি নামের সেই মানুষটাকে
    গুরুর জীবন থেকে চলে যাওয়ার জন্য
    নাহয় হয়তো এমন একটা গান আজ পেতাম না😍😍😍😍🥰🥰🥰

  • @sourovfriends
    @sourovfriends 2 года назад +3

    রাত পৌনে একটা, চোখের কোণে অজান্তেই জল এসে গেছে। ধন্যবাদ পাপড়ি দের , সম্রাটের জীবনে পাপড়ি না থাকলে আমরা এই মাস্টারপিস পেতাম না।আর আমাদের জীবনে পাপড়ি না থাকলে এ গান উপলব্ধি করতে পারতাম না। 💔

  • @0joyi
    @0joyi 6 лет назад +240

    তাপস ভাইয়ের কাছে একটা অনুরোধ রইলো প্রত্যেকটা পুরানো গান বাছাইয়ের পেছনে নিশ্চই একটা ভাবনা থাকে আর গান গুলো নতুন ভাবে তৈরির পেছনেও একটা গল্প থাকে সেই গল্পটা যদি চ্যানেলে প্রকাশ করতেন ভালো লাগতো।

    • @GaanBanglaTV
      @GaanBanglaTV  6 лет назад +68

      Sir, your thoughts are deep and meaningful. Truly, there are thousands of untold stories behind the making of each of these songs. Only time can tell whether these will ever be disclosed.
      However, thank you for the valuable suggestion!

    • @SkyFall121
      @SkyFall121 6 лет назад +1

      Joyosree Acharjee, I think #gaanvangla can do that on there own in description with every song. Think that, if Taposh talking before every song, it could be appealing.

    • @naoshinhaidersuny6388
      @naoshinhaidersuny6388 6 лет назад

      Gaan Bangla TV Taposh vai er Kather bari gaan ta you tube a kobe pabo?

    • @parvezsikder4454
      @parvezsikder4454 6 лет назад +1

      আমিও সহমত আপনার সাথে।

    • @reviewboxbangla
      @reviewboxbangla 6 лет назад

      Joyosree Acharjee hm right

  • @saju3791
    @saju3791 6 лет назад +46

    Nobody covered Azam Khan songs so melodiously. Mizan said many times that he loves Azam Khan songs. I never saw any BD singer saying that.

    • @forbiddencloudman
      @forbiddencloudman 6 лет назад +2

      I have heard AB vai, Shahed vai saying the same

    • @saju3791
      @saju3791 6 лет назад

      Ab could say that but none of them sang those songs so beautifully. And did they said this like the way Mizan meant??? Check it out at 9min of this video
      ruclips.net/video/Bc9Ad3JcyXs/видео.html

    • @forbiddencloudman
      @forbiddencloudman 6 лет назад

      No doubt about it, Mizan vai did a tremendous job.

  • @hridoyabedin6931
    @hridoyabedin6931 6 лет назад +22

    Respect AZAM KHAN!
    ওয়ারফেজ ছারার পর প্রথম মিজান ভাইয়ের কোন পারফরমেন্স দেখে মুগ্ধ হলাম ♥♥

  • @simulsifayet
    @simulsifayet 2 месяца назад +2

    কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

  • @mdsantonu1652
    @mdsantonu1652 6 лет назад +40

    এ রকম মিউজিক আর গান শুধু বাংলাদেশেই সম্ভব

  • @islamtamimTamim
    @islamtamimTamim 3 года назад +57

    Happy Birthday Legend Azam Khan❤️
    2021 ❤️
    হয়ত ২০৪১ সালে পাপরী কেনো বুঝেনা জানার জন্যে এসে এই কমেন্ট টি দেখে নস্টালজিক হয়ে যাবো!

  • @TheRonVerse
    @TheRonVerse 5 лет назад +52

    Papri might be also crying after listening this...mind blowing ! salute

  • @pallabbose8480
    @pallabbose8480 5 лет назад +6

    বাংলাদেশ এর সংগীত প্রিয় মানুষ সারা জীবন গুরু আজম খান কে শ্রদ্ধার সাথে মনে রাখবে, ইনশাল্লাহ।

  • @krishnaprashad7866
    @krishnaprashad7866 6 лет назад +174

    থ্যাংকস তাপস ভাই,
    ভালো একটা গান দিলেন এজন্য না ।
    গান-বাংলা এর আগেও অনেক ভালো ভালো গান দিয়েছে ।
    শুধু গানের মধ্যেখানে আপনি নিজে যে ঢুকে যান নাই জোর করে এইজন্য অনেক অনেক ধন্যবাদ । আপনি গান ডিরেক্ট করেন,কম্পোজ করেন ওটাই ভালো,গায়েন না প্লিজ লাগে

    • @Crypyosh
      @Crypyosh 5 лет назад +3

      krishna prashad best comment ... I hope that he will see ur comment

    • @armanhossainakash7165
      @armanhossainakash7165 5 лет назад

      Really thanks
      Tapos Vai..

    • @mithunbiswas9837
      @mithunbiswas9837 5 лет назад +1

      absolutely right

    • @artsofrimu6881
      @artsofrimu6881 5 лет назад +2

      hoho kore hasi paise...haha react nai bole dite parchina...best comment so far...moner kotha bole disen!

    • @tariqshurid8925
      @tariqshurid8925 5 лет назад

      krishna prashad তন্ময়ের টিপ টিপ বৃষ্টির বারোটা বাজাইছে তাপস

  • @abiryeasar357
    @abiryeasar357 6 лет назад +214

    মিজান ভাইয়ের মত লিরিক্সের প্রতিটা শব্দ ফিল করে কেউ গাইতে পারে না... ♥♥♥

    • @user-vd4mi7tw5b
      @user-vd4mi7tw5b 6 лет назад +2

      Abir Yeasar.... apnar kotha sune mone hocche mizan chara ei world a r keo gaan janena. sudhu mizan e silpi. r keo noi

    • @abiryeasar357
      @abiryeasar357 6 лет назад +17

      তা আমি কি করব এখন?

    • @arghyaroy4116
      @arghyaroy4116 6 лет назад +4

      abal e vorpur duniya mama.. ignore

    • @zamanhunter
      @zamanhunter 6 лет назад +9

      Play Boy আপনি যেই রিপ্লাই দিলেন, এরপর মনে হলো আরও শিল্পী এরকম আছে বাট আপনার মত কিছু আবালের জন্য তাদের রেসপেক্ট বা ট্যালেন্টের কিছু আসে যায় না!
      They'll provide this magic anyway & You can Fuck yourself at peace! ✌

    • @abiryeasar357
      @abiryeasar357 6 лет назад +12

      জামান ভাই, খেয়াল কইরেন আমি কিন্তু মিজানের "চেয়ে" বলি নাই, "মত" বলছি। "silpi" ভক্তরা আর কি বুঝবে? এই পা চাটাদের কারণে মিউজিকটাও রসাতলে যাইতেছে। গান ভাল হোক, খারাপ হোক- "সহমত ভাই" মিউজিক নিয়েও খুঁচাইতে আসে!

  • @shuvro5950
    @shuvro5950 Год назад +1

    পাপড়ি বুঝলে কি আর এই গানটা পাইতাম?
    এই গানটা এখন আমার খুব কাজে দেয়।

  • @ismailjoy8635
    @ismailjoy8635 6 лет назад +12

    আজম খানের অমর সৃষ্টির এক নতুন রুপ দিলেন মিজান ভাই।
    প্রতিটি শব্দের গভীরতা নিপুনভাবে তুলে ধরেছেন।

  • @allimran8667
    @allimran8667 5 лет назад +176

    আমার মতো নিশাচরদের.....
    আত্মার খোরাক।
    প্রচন্ড কষ্টের মাঝে
    আরেকটু ভিন্ন স্বাদের
    কষ্ট...মন্দ কি.?

    • @SabirAlam-tz7my
      @SabirAlam-tz7my 5 лет назад

      গুরু♥

    • @প্রাপ্তীপ্রহর
      @প্রাপ্তীপ্রহর 5 лет назад

      ভাল বলেছেন

    • @mehrajhossain9641
      @mehrajhossain9641 5 лет назад

      🖤🙏🖤

    • @mohammadshahalam9684
      @mohammadshahalam9684 4 года назад

      এফএ 3এতে 333এতে রেরে 333এফএ 33এতে 3করে 33এতে 33এতে 3এতে এ3এতে 333রেএেএেেেএেররেএেেএেেেএেএএেেেএেএএেেরেেেেেএএেেেএেেেরেেেএরেেেেএরেরেরেেরেেেেেেেেএে

  • @mohiuddinmahmud
    @mohiuddinmahmud 6 лет назад +16

    মন ভাল করে দেয়ার মত একটা গান বহুদিন পর শুনতে পেলাম।খুব ভাল লাগলো, আমাদের বাংলা গান কত সুন্দর হতে পারে তুমি গুরু(আজম খান) দেখিয়ে দিলে।মিজান ভাই আপনি কি আবার প্রমাণ করলেন।তাপস দা কিচ্ছু বলার নাই।

    • @RF-musicstudio
      @RF-musicstudio 6 лет назад

      watch my cover of this song
      ruclips.net/video/_Aelcs0OyFQ/видео.html

  • @ahmedatiqujjaman
    @ahmedatiqujjaman 2 года назад +1

    ইতিমধ্যে কয়েক হাজারবার শুনা হয়ে গেছে গান'টা! তবু প্রতিবার নতুন লাগে। মিজান ভাইয়ের এই গান আমি কয়েক মিলিয়ন বার শুনতে রাজি; জানিনা কি আশ্চর্য মায়া আছে এতে।

  • @maxkar22
    @maxkar22 6 лет назад +197

    ❤️ love from India ❤️ soul touching song.

  • @priyoprianka3794
    @priyoprianka3794 6 лет назад +201

    How beautiful an acoustic guitar can be!! Starting was tremendously soothing. Was he crying during playing guitar? How devotedly each and every person was playing all instruments! Lots of love to all of them. Mizan bhai is a precious diamond in our music arena. Thanks to Taposh bhai. Always miss that great soul 'Azam Khan'.

  • @jonyanik6290
    @jonyanik6290 3 года назад +9

    যদি প্রেমিকার চোখে পড়ে কখনো এই লিখা, বুঝে নিও তোমার চলে যাওয়ার পর এই মায়া মাখা লিরিক্স গুলো আমায় সঙ্গ দিত, যদি অনুভব হয় ব্যথা বুঝতে হয়তো তেমন অসুবিধে হবেনা রাতগুলো কেমন ছিল আমার😭

  • @MII-u1x
    @MII-u1x 2 года назад +3

    কারো সাথে কোনদিন আমার প্রেম ছিলোনা।কিন্তু গানটি শুনি আর কোন এক অপরিচিতার কথা ভাবি।
    প্রত্যেক পাপড়ির তার বৃন্তের সাথে মিলন ঘটুক।

  • @mehrajhossain9641
    @mehrajhossain9641 5 лет назад +70

    5:46
    that drop! কলিজা ছিড়ে যায় যায় অবস্থা, নিতে পারবেন তো 🙏🖤🙏

  • @sayeedrobin9831
    @sayeedrobin9831 5 лет назад +5

    মিজান ভাইয়ের পারফরমেন্স সরাসরি দেখেছিলাম চান্দগাঁও আবাসিক এলাকায়, কিন্তু মিজান ভাই এ গান টি তখন না করলে ও, মিজান ভাই কি জিনিস তা সবাই বুঝে গেছে, ব্যান্ড জগতের অন্যতম একজন সেরা ভোকাল, সেরা শিল্পী

  • @piashmd2752
    @piashmd2752 4 года назад +209

    এর চাইতে ভালো গাওয়া সম্ভব নয় ভালোবাসা রইল মিজান ভাই ❤❤❤❤🖤🖤🖤🖤❤❤💖💖

  • @xxxtent589
    @xxxtent589 4 месяца назад +1

    সে বুঝেনি আমার ব্যাকুলতা।
    নিরব চাহনির শত কথা।
    কতো কথা বলেছি চোখের ভাষায়।
    তুমিও মনে রেখেছো আমায়।
    মনের এক কোনায়।

  • @itsfahadbabu
    @itsfahadbabu 6 лет назад +53

    you are the most versatile singer of Bangladesh... Mizan Take my love.. 😍😎

  • @MhAshiq
    @MhAshiq 5 лет назад +4

    এত সুন্দর গানের ভিডিও সম্ভবত আমি এর আগে কোনদিন দেখিনি। অনেক পুরানো, কিন্তু অনেক সুন্দর। গানের সঙ্গে পুরপুরি মানানসই এবং প্রাণ কাড়া। প্রত্যেকটা এপিসোড গ্রামের সাধারণ দুষ্ট ছেলেদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আজম খান আমার অতি প্রিয় মানুষদের একজন। আপনার জন্য দয়া রইল।

  • @asibulakash4322
    @asibulakash4322 6 лет назад +662

    মিজান হইলো আমগো ফ্রেডি মার্কেরি ♥
    শত বছরে একজন মিজান আসে।

    • @mdmirajulislam3072
      @mdmirajulislam3072 5 лет назад +2

      bristy sesee gunta amer posonder

    • @Dipuzaman
      @Dipuzaman 5 лет назад +26

      sunjoy has left the chat

    • @arafishty4438
      @arafishty4438 5 лет назад +2

      @@Dipuzaman বুঝলাম না ভাই

    • @arttex3096
      @arttex3096 5 лет назад +1

      হাছ কইছেন মনের কথা

    • @almosthonest6660
      @almosthonest6660 5 лет назад +23

      @@Dipuzaman lol u just nailed it in one sentence jodio onek manhuser mathar upor dia jabe "joke" ta xD

  • @withabd8111
    @withabd8111 2 года назад +5

    গুরু আজম খান এর পর কেও মিজান ভাইয়ের মত এত যত্ন করে এই গান গাইছে আমার জানা নাই।

  • @affirmativedave.1846
    @affirmativedave.1846 6 лет назад +172

    এত দরদ তোমার গলায়, মিজান! বেঁচে থাকো বহুকাল।

  • @md.shayem7617
    @md.shayem7617 3 года назад +7

    বুকটা দুমরে মুচরে যায়। গানের গলায় এতো কেনো বেদনা, উফ! কু অসম্ভব বেদনামিশ্রিত ভালোলাগা, কাঁন্না করতে মন চায়। হাজম স্যারকে অনেক ধন্যবাদ উনি আসলেই সত্যিকারের প্রেমিক ছিলেন। মিজান ভাই আপনি অসম্ভব, অসাধারণ।

  • @ayaanrahman14
    @ayaanrahman14 3 года назад +13

    পাপড়িরা বুঝি এমনই হয়???
    গান শুনে স্পস্ট অতীত খুঁজে পাই। দারুণ গেয়েছেন...আর এভাবে না কাদালেই কি নয়???

  • @iftanik4604
    @iftanik4604 2 года назад +14

    Seems like the flamenco guy is feeling every bit of Paapri's rejection. His guitar is literally pouring all the tears of the earth with Mizan's voice 🔥

  • @tahmidimamraad
    @tahmidimamraad 3 года назад +213

    Anyone still listening in 2021? Can we just appreciate the effort of the Guitarist? He has taken this song to another level to be honest!

    • @tanmoyjeetu221
      @tanmoyjeetu221 2 года назад +1

      August 2022❣️

    • @rafsanrafat7160
      @rafsanrafat7160 Год назад

      listen the other songs of wind of change where he plays.....sure he"s gonna blow ur mind.....grerat guitarist indeed

  • @papribaneerjee
    @papribaneerjee 3 года назад +72

    Rabindranath Tagore bole chilen"banglar bodhu buk bhara madhu..."Banglar purush manusher koto boro hriday(heart) je kau chere chole gale amon gan lekhen ar sur koran.

    • @noman01726625652
      @noman01726625652 3 года назад +1

      সকল পাপড়ী‌দের প্রতি রইল আ‌গের মতই শুভ কামনা।

    • @jamilmahmud3726
      @jamilmahmud3726 3 года назад +1

      আপনি কি সেই পাপড়ী??

    • @papribaneerjee
      @papribaneerjee 3 года назад +2

      Na ami noi

    • @sadnanhasansaad1968
      @sadnanhasansaad1968 3 года назад +1

      @@papribaneerjee 😂😂😂😂

  • @mehrajhossain9641
    @mehrajhossain9641 5 лет назад +63

    Daily ই শুনি, daily ই like, unlike দেখি! Daily ই ভাবি, একটা গান কিভাবে এতোটা addiction হতে পারে!!!
    অসাধারণ, প্রতিরাতে ই শুনি।

    • @mosum7724
      @mosum7724 4 года назад +1

      একই অবস্থা আমারও..

    • @tajrinakter3732
      @tajrinakter3732 4 года назад +1

      একদম!

  • @hasfeer4788
    @hasfeer4788 2 года назад +5

    না হলাম জগতের,না হলাম সংসারের,না হলাম তুমি পাপড়ির..!
    ভালো থেকো পাপড়ি ❤️

  • @tofayelahmed4254
    @tofayelahmed4254 4 года назад +6

    আমি খুব সৌভাগ্যবান, আমি মিজানকে জীবনে একবার হলেও কাছ থেকে দেখেছি, হাতে হাত মিলিয়েছি।
    মিজান আমার কাছে একটা অনুভূতির নাম। ধন্যবাদ পপগুরু আজম খানকে পাঁপড়িকে বুঝাতে না পারার কষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনি অমরত্বে আছেন আমাদের মাঝে। তাপস ভাইয়ের সর্বকালের সেরা রি-ক্রিয়েশন হয়ে থাকবে এই গানটা। গানটা শতবার শোনা হয়ে গেছে, আরো সহস্র সহস্রবার হয়তো শুনবো।
    Thank you so very much.💙

    • @tahmidimtiaz4474
      @tahmidimtiaz4474 2 года назад

      Azam Khan k kach dekhe dekhechi kotha bolechi gan shunechi oshonkho bar❤️
      Pasha pashi thaktam

  • @ArifMoynuddin
    @ArifMoynuddin 5 лет назад +124

    এতো বড় একটা মিউজিক্যাল টিম এর প্রত্যেকটা মেম্বার মজা নিয়ে বাজায়, আনন্দ নিয়ে বাজায়.. যখন শিল্পী প্রতিটা নোট ধরতে পারেন, ম্যাজিক এনে দেন।
    What a musical masterpiece! Take a bow.

  • @prodiptoprohor2138
    @prodiptoprohor2138 5 лет назад +11

    এমনি তেই গান টা ছিলো প্রিয় গান গুলার মধ্যে অন্যতম।
    মিজান ভাইয়ের ভয়েস এ গান টা শুনে রক্তের সাথে মিশে গিয়েছে একদম গান টা ।
    এ রকম মিজান ভাই শত বছরেও আর আসবে না।
    ভালোবাসি মিজান ভাই। 💙💙💙

  • @fatemakhan4782
    @fatemakhan4782 Год назад +3

    কোন একদিন একজন প্রিয় মানুষের সাথে কাটানোর মূহুর্তের সময়ে । হঠাৎ করে তিনি বলে উঠলেন এই গান টা অনেক সুন্দর গান শুনলে প্রেমে পড়ে যাবে।।।। হুম সত্যিই গানটার প্রেমে পড়ে গেলাম।।🥰🥰

  • @husfus
    @husfus 3 года назад +136

    The best song in this whole series. The composer should get the credit as it's due. Hats off to the singer, guitarists, violinists, drummer, and others. Thank you for this.

  • @tanmoyferdous
    @tanmoyferdous 6 лет назад +88

    Mizan Bhai is one of the strongest vocals in this industry. It's a pleasure to watch him singing in this scale and feel. Hat's off to the team. And respect for The Great Azam Khan.