AAMAR APONAR CHEYE - TAPOSH FEAT. LUIPA : OMZ WIND OF CHANGE [ S:02 ]

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2017
  • TRACK - AAMAR APONAR CHEYE
    [ A Tribute to Late Kazi Nazrul Islam ]
    Lyrics & Tune: KAZI NAZRUL ISLAM
    Singer: LUIPA
    Re-Composition & Keys: KAUSHIK HOSSAIN TAPOSH
    Keys: ANNA VIBE
    Violin: ALICJA CHRZĄSZCZ
    Bass: MOHINI DEY
    Drums: NELLI BUBUJANCA
    Mandolin: U RAJESH
    Santoor: SANDIP CHATTERJEE
    Esraj: ARSHAD KHAN
    Guitar: RHYTHM SHAW
    Produced by : KAUSHIK HOSSAIN TAPOSH & FARZANA MUNNY from TM PRODUCTION exclusively for GAAN BANGLA TELEVISION
    All rights reserved by ONE MORE ZERO GROUP, BANGLADESH.
    To set this song as your caller tune:
    GP: Type WT space 6890212 and send to 4000
    Robi : Type GET space 6875573 and send to 8466
    Airtel: Type CT space 6875573 and send to 3123
    After the colossal success of the preceding season, ‘Wind of Change’ is proud to declare - Season 2! This incredible musical platform has already established itself as the grandest stage of Bangladesh and has also transcended the borders to become a global phenomenon. World-renowned musicians are eagerly joining the revolution as ‘Wind of Change’ sets its sight to be the new benchmark for musical fusion globally.
    Supported by One More Zero Group and heralded by TM Production, “Wind of Change” is an extraordinary Fusion concept that acts as an international manifesto of cultural exchange, promoting global peace and harmony. Music has no boundaries and is the most unrestricted form of expression that exists. Thus, in a world full of differences and disagreements, music is one of the most eloquent instruments to bring the people together. The idea of bringing musicians from around the world together on one stage symbolizes that the world is one through the sync of soul and achieving universal peace is not just a cliché. The “Change” is meant not just for music itself but the people and by extension the various cultures it affects.
    The creators of ‘Wind of Change’, Taposh & Munny have been working relentlessly towards fulfilling the integral goal of the project, which is ‘Music for Peace’. This innovative concept is a dedication to standing up against injustice, inequality and all form of negative energies that try to mar our beautiful world. Muse is inspiration and Music was first conceived to bring peace to the soul and its role is to realize peace as its ultimate goal. Thus, Wind of Change has chosen its slogan, its motto to be ‘Music for Peace’
  • РазвлеченияРазвлечения

Комментарии • 366

  • @atiqulhaque2319
    @atiqulhaque2319 7 лет назад +52

    আমার প্রিয় নজরুলগীতি। ভালোই গেয়েছে লুইপা। অনেকেই দেখলাম সমালোচনা করছেন। নতুন প্রজন্ম নজরুলের গানে যদি উৎসাহী হয়, উৎসাহ দিতে না পারলে চুপ থাকুন। দোকানে অনেক প্রোডাক্ট থাকবে। কেউ আপনাকে কোন নির্দিষ্ট পন্য কিনতে বাধ্য করেনা। তাই ভালো না লাগলে এড়িয়ে যান। গুড ট্রাই লুইপা...

  • @rotonshanshan1809
    @rotonshanshan1809 8 месяцев назад +15

    অসাধারণ গায়কী তোমার লুইপা, আমাদের দেশের গর্ব তুমি বোন, আমাদের দেশে এই আঙ্গিকের শিল্পী খুবই কম তাই তুমিই হালটা ধরে রেখো তুমি বোন, তোমার জন্য অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন রইল বোন, জয় হোক তোমার জয় গুরু জয় গুরু।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 7 месяцев назад

      দোয়া করবেন। সাথেই থাকবেন ❤

  • @pabitraKR2023
    @pabitraKR2023 3 месяца назад +20

    নতুন বা পুরাতন😊 কেউ গানটি শুনতে আসলে অবশ্যই আমার কমেন্টে লাইক করবেন। লাইক পাওয়ার সাথে সাথে আমি গানটা শুনবো। সত্যি বলতে কি গানটি শুনে খুব মুগ্ধ হয়ে যাই।

  • @SadmimHossain
    @SadmimHossain 6 лет назад +74

    ধন্যবাদ Wind of change for bringing this songs! আমি আরও নজরুলগীতির জন্য অপেক্ষা করব। আসলে আমাদের এখানে রবীন্দ্র যেমন যুগের সাথে মডার্ন এবং নতুন রুচির সাথে পরিবেশিত হচ্ছে নজরুল তেমন হচ্ছে না। তাই আমি আরও বেশি বেশি করে আমাদের জাতীও কবির পুরাতন গানগুলোকে বর্তমান যুগোপযুগি করে পরিবেশনের জন্য নিবেদন করব।

  • @fromsourav0
    @fromsourav0 3 месяца назад +13

    স্মৃতি রেখে গেলাম, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি❤

    • @pabitraKR2023
      @pabitraKR2023 3 месяца назад

      আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি শুনলাম আপনি ও শুনেন 😊😊

  • @risalatjannatashru
    @risalatjannatashru 6 лет назад +362

    এই ফিউশন গুলো এই ক বছর হল শুনছি। মজার ব্যাপার হল যে কোন গানের সুর একটু এদিক সেদিক করে আমি গাইতাম আরো ২২ বছর আগে থেকে ই। আর মিউজিক কলেজে কাটানো ১০ বছর শিক্ষা সব ডিপার্টমেন্ট এর আমরা এমন করে গাইতাম! আমরা যারা গীতিকার,সুরকার আছি বা যাদের একটা স্টাইল আছে তারা অন্য গান গাইতে গেলে একটু ভিন্নতা চলেই আসে। আজ লুইপার গান শুনে আবারো মুগ্ধ হলাম। বেচে থাক সোনা!

    • @Bon_jamai
      @Bon_jamai Год назад +2

      আমি এর আগে থেকেই সুর এদিক সেদিক করে গাইতাম

    • @swapankumargain5543
      @swapankumargain5543 Год назад +7

      কৌশিকী চক্রবর্তীর গাওয়া অনুসরণ করেই কিছুটা ব‍্যতিক্রম
      ঘটিয়েছে।
      প্রত‍্যেক গানের একটি ভাব আছে।
      যেখানে সেখান মুড়কী,সপাট কাজ
      দেখালে সে ভাব অনুভূতি থাকে না।
      গানের ভাবটা বজায় রেখে গাওয়া
      বড় মুশকিল।
      ধন্যবাদ।

    • @nazmulmedia3408
      @nazmulmedia3408 Год назад

      থামমো কাকু তুমি যে গরুর প্যারগিরাপ শুরু করলে,

    • @rashedrahman5417
      @rashedrahman5417 9 месяцев назад

      কেমন গলা শুনি

    • @subhrachandra8340
      @subhrachandra8340 8 месяцев назад +1

      Khub bhalo

  • @syedasohanabakht5144
    @syedasohanabakht5144 6 лет назад +56

    এতো মধুর কন্ঠ!!!!! এই একটি গানই আমার মন খারাপের দিনে মন ভালো করে দিতেই যথেষ্ট 😘😘😘😘

  • @shakooramin3935
    @shakooramin3935 6 лет назад +23

    একটি গান যখন আমরা সেই বাবাদের বা দাদাদের আমল থেকে শুনে আসছি সেইযে একটা গায়কী তার থেকে আজ আমাদের গানের instrument এ অনেক নতুনত্ব এসেছে
    তাই নতুনত্বের মধ্যে আমাদের দেখতে হবে গানের হৃদয় টাকে .
    আর আমি মনে করি লুইপা অসাধারণ গেয়েছো
    wind of change শুধু হাওয়া পরিবর্তন নয়
    আমাদেরকে বুঝতে শিখিয়াছে যে নতুন যুগের instrument ও নতুন প্রজন্মের শিল্পী দিয়েও পুরানো গানগুলোকে প্রাণের অন্তস্তল থেকেও গাওয়া যায়
    তাপস অসাধারণ কাজ ভাই
    salute you and your all team

  • @mapallen1997
    @mapallen1997 6 лет назад +26

    গান টা শুরুর সময় অনেক কিউরিয়াস ছিলাম, বাট পুরাটা শোনার পর স্পিচলেস হয়ে গেসি। অসাধারন

  • @totandey2737
    @totandey2737 2 месяца назад +13

    2024 এ এসেও যারা এই গান শুনছেন তাদের রুচিকে আমার শত কোটি প্রণাম ।

    • @user-is2bq7wq3r
      @user-is2bq7wq3r 2 месяца назад +1

      ভালবাসা জানবেন প্রিয় ভাই। সকল নজরুল প্রেমিকের জন্য ভালবাসা।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL Месяц назад

    • @nazmulhuda2026
      @nazmulhuda2026 20 дней назад +1

      কোটি বছর পরও এ ধরনের গানগুলি একইরকম ডিমান্ড থাকবে শ্রোতা সমাজে। ❤️‍🩹❤️‍🩹

  • @mousumezannat8399
    @mousumezannat8399 6 лет назад +108

    এটার মেকিং টা অনেক দারুণ হইছে। কানে লাগার মত এক্সট্রা টিউন নাই।
    ভয়েস টাও দারুণ।
    এক কথায় অসাধারণ।
    কীপ ইট আপ। 😊😊

  • @Mahmud_Hafiz
    @Mahmud_Hafiz 6 лет назад +90

    কৌশির পর লুইপা চমৎকার গাইল। তাপসের মিউজিক আয়োজনও চমৎকার।

  • @mdsolimankhanShumon
    @mdsolimankhanShumon Год назад +13

    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমি শুনি যেন তার চরণের ধ্বনি
    শুনি যেন তার চরণের ধ্বনি
    আমার পিয়াসী বাসনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমারি মনের তৃষিত আকাশে
    কাঁদে সে চাতক আকুল পিয়াসে
    কভু সে চকোর সুধা-চোর আসে
    কভু সে চকোর সুধা-চোর আসে
    নিশীথে স্বপনে জোছনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
    অশনি আলোকে হেরি তারে থির বিজুলী-উজল অভিরাম
    বিজুলী-উজল অভিরাম
    আমারি রচিত কাননে বসিয়া
    পরানু পিয়ারে মালিকা রচিয়া
    সে মালা সহসা দেখিনু জাগিয়া
    সে মালা সহসা দেখিনু জাগিয়া
    আপনারি গলে দোলে হায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমি শুনি যেন তার চরণের ধ্বনি
    শুনি যেন তার চরণের ধ্বনি
    আমার পিয়াসী বাসনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়

  • @enricevansagar9427
    @enricevansagar9427 Год назад +15

    এত কঠিন ক্ল্যাসিক্যাল টি এত অপরুপভাবে, এত নিখুঁত ও দরদ দিয়ে গেয়েছেন লুইপা। আমি মুগ্ধংবোধে সম্মোহিত হই বারংবার। অজস্রবার শুনছি....

  • @syedmahmud1224
    @syedmahmud1224 4 месяца назад +10

    পরমাত্মাকে পাবার ব্যাকুল বাসনা আর আকাঙ্ক্ষার রূপ চাতকপাখি হয়ে কবি নিজেই ব্যকুল, এই ভক্তিমুলক সুফীবাদের গানকে মিউজিক দিয়ে প্রেমের গান বানায়ে ফেলেছে। তবে লুইপার অসাধারণ ম্যাচিয়ুর গলা সবকিছুকে ছাপিয়ে অন্য এক লেভেলে নিয়ে গেছে আর সে কারনেই গানটা এতো মধুর

    • @arnoldmizanur
      @arnoldmizanur 2 месяца назад +1

      রাইট। তবে ক্ষতি নেই। অনবদ্য একটা অভিজ্ঞতা।

  • @ArpataKundu
    @ArpataKundu 14 дней назад +3

    Ato sundor gailan ken??

  • @profdrmahannan2977
    @profdrmahannan2977 Год назад +7

    25.5.2023 is the 124th Birth Anniversary of our National Poet Kazi Nazrul Islam.I had a glimpse at NTV tonight where I saw Luipa was performing this masterpiece at a Live programme on the occasion of 124th Birth Anniversary of our National Poet .Excellent ,mind blowing rendition,Luipa. You are the luminous symbol of musical versatility in our country.We are proud of you.Thank you so much. All the instrumentalists demand admiration for their excellent performance.May Allah grant our National Poet Zannatul Ferdous.

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 7 месяцев назад +1

      Thank you so much for such a nice comment 💖

  • @SaifulIslamOfficial
    @SaifulIslamOfficial 6 лет назад +88

    দারুন! গায়িকার কণ্ঠে আরো এরকম কয়েকটা নজরুল গীতি চাই। চমৎকার কণ্ঠ!

  • @asmanishut175
    @asmanishut175 9 месяцев назад +7

    দুই মিনিট ধরে মিউজিক দেয়া টা ভালো লাগেনি😢এ ছাড়া গান টা অসাধারন মনো মুগ্ধকর লেগেছে❤❤❤জাস্ট অস্থির❤❤

  • @sumitarit2162
    @sumitarit2162 3 месяца назад +5

    প্রত্যেকে মার্জিত রুচির দরদী শিক্ষিত শিল্পী । আহা:❤❤

  • @user-fm2ji2tu9d
    @user-fm2ji2tu9d 9 месяцев назад +9

    এখানে কেউ কেউ গানের মিউজিক বেশি হয়েছে বলে কমেন্ট করেছেন। আসলে ধরতে গেলে মিউজিকটা গানেরই একটা অংশ। এটাই গানকে ফিলের জগতে নিয়ে যায়। একটা গানে সঠিক ফিল দিয়ে বাজাতে একজন মিউজিশিয়ানের কি পরিমান কষ্ট হয়,,সেটা কেবল সেই মিউজিশিয়ানই জানে। আর আমরা হুটহাট মন্তব্য করে বসি। আরে ভাই চোখ বন্ধ করে ধৈর্য্য নিয়ে মন দিয়ে গানটি শুনুন আপনারা। ভিডিও দেখে নয়; তবে বুঝবেন গান এবং মিউজিকের আসল খেলাটা আসলে কি❤❤❤
    পরিশেষে, ধন্যবাদ শিল্পী এবং সকল কলাকারদের🙏🙏🙏

  • @shahidulhuqkhokon3253
    @shahidulhuqkhokon3253 6 лет назад +197

    বাংলা প্রসিদ্ধ গান গুলোকে আরো সমৃদ্ধ করার জন্য তাপস ভাইকে অভিনন্দন।

  • @sajibsukanta3832
    @sajibsukanta3832 9 месяцев назад +5

    লুইপা বরাবরই অদ্বিতীয় ❤️❤️❤️❤️

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 7 месяцев назад

      ❤❤ এতো সুন্দর কমেন্ট পড়ে মন টা খুশি হয়ে যায় 💖💖

  • @bipulsarker9857
    @bipulsarker9857 7 лет назад +11

    one of the best song I have ever heard in Wind of the change...and the singer Luipa has sung it just magically...

  • @mdnehalmahmud6765
    @mdnehalmahmud6765 2 месяца назад +2

    কবি নজরুল তুমি অমর হয়ে থাকবে এতো সুন্দর কথা আর ছন্দের মাঝে । কি সুন্দর অনুভূতি

  • @ziadabedin478
    @ziadabedin478 7 лет назад +14

    লুইপা আপনার ওপর আল্লাহর রহমত আছে...গলায় এমন সুর তিনি সবাইকে দেন না...আপনার আগামীর পথচলা সুন্দর হোক...

  • @ononthojoy9577
    @ononthojoy9577 11 месяцев назад +6

    আমার আয়ু টেনে নিয়ে যায় স্রষ্টা,
    আর আমাকে টেনে নিয়ে যাও তুমি।🖤🌼

  • @chotokhokondpk7333
    @chotokhokondpk7333 7 месяцев назад +5

    যা শুনছি, লুইপার গলা অনেক পরিণত , এত মিউজিক , ফিউশন, ইত্যাদির কী প্রয়োজন, গানের একটা উদাসী ভাব , মনের অন্তরস্থল ছোঁয়া বিষয় আছে, মিউজিক কমুক, অনেক জায়গায় কৌশিকী চক্রবর্তীর নকল সোনা যাচ্ছে।

  • @fakrularefin9779
    @fakrularefin9779 3 месяца назад +3

    অসংখ্যবার শুনলেও মন ভরবে না, এত মধুর সুর, আর এত সুন্দর প্রেসেন্টেশান, মুগ্ধ না হওয়া অসম্ভব।

  • @Dhruboshondhi
    @Dhruboshondhi 6 лет назад +33

    Best song of this season! Speechless!

  • @asmanishut175
    @asmanishut175 9 месяцев назад +5

    চোখের পানি ধরে রাখতে পারছি না ,এই গান শুনে কি আবেগ😢কি করবো আবেগে বুঝতে পারিনা❤

  • @mushfiqurmiraj4
    @mushfiqurmiraj4 6 лет назад +110

    অসাধারন অসাধারন....আরও নজরুল গীতি চাই

  • @md.mahbubulalam8644
    @md.mahbubulalam8644 Год назад +5

    লুইপা তুমি অসাধারন গাও। অনেক বড় হবে।

  • @khalidridoy950
    @khalidridoy950 7 лет назад +29

    ভাল গাইছেন উনি ভোকাল সুন্দর😊
    নজরুলগীতি শুনে যারা অভ্যস্ত তাদের নতুন নতুন মুড়কী গুলো হজম করতে একটু সময় লাগবে আর আর্টিস্টদের পারলে ভাল কমেন্ট করে উৎসাহিত করুণ না পারলে দরকার নাই কিন্তু ফালতু কমেন্ট করে অনুৎসাহিত কইরেন না

  • @NHstorm
    @NHstorm 3 месяца назад +3

    নজরুল মানেই কলিজায় লাগার মতো লিরিক্স ❤

  • @fluid2326
    @fluid2326 2 месяца назад +1

    লুইপা একজন দক্ষ শিল্পী। এতো music এর আতিসজ্জের কোনো প্রয়োজন ছিলোনা।

  • @aynalahmmed9476
    @aynalahmmed9476 Год назад +5

    আহা কি মিষ্ঠি কন্ঠ, সৃতিতে মন ছুটে যায় শিল্পীর গানে, এ যেন এক আবেগময় অনুরাগের ছোয়া

  • @sukantabiswas2945
    @sukantabiswas2945 3 месяца назад +2

    Musician দের অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে পরিবেশন করার জন্য

  • @sabrinaislam1926
    @sabrinaislam1926 7 лет назад +7

    oshadharon....bohudin por natural beauty..mon vore gelo

    • @lovemontreal6417
      @lovemontreal6417 7 лет назад

      Sabrina Islam gaan na gayika kaar kotha bolchen ?

  • @Krantykeys
    @Krantykeys 6 лет назад +85

    wow r kisui bolar nai
    এমন কোন মানুষ নাই যে বাংলা জানেন এই গান শুনে কবির মনের গভীর কষ্ট টা বুজবেন না
    perfect you guys did justice to the lyrics and original composition

  • @md.awladbinhakim6759
    @md.awladbinhakim6759 6 лет назад +44

    লুইপা অসাধারণ নজরুল গীতি শিল্পী

  • @user-vj8dq9to6m
    @user-vj8dq9to6m 6 месяцев назад +5

    বাংলাদেশে বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত। উনিই সেরা❤❤

    • @prottashaskitchen.9035
      @prottashaskitchen.9035 3 месяца назад

      নজরুল বলি আর রবীন্দ্রনারথ বলি তাদের জন্ম তাদের সবকিছু ভারতে,,তার বাংলাদেশের সম্পদ না।।নজরুল কে মারা যাবার হাতে গোনা কয়দিন মাত্র আগে বাংগালি রা নিয়ে গিয়ে জাতীয় কবি উপাধি দিলেই তো নজরুল বাংলাদেশের নাগরিক বা সম্পদ হয়ে যায়না।।বাংলাদেশের লোক নজরুল কে অবহেলা করুক,, রবীন্দ্রনাথ কে নিয়ে কটু কথা বলুক যাইই করুক না কেন।।তাতে কি আসে যায় ।ভারতে তারা পুজিত সম্মানের সাথে,কারন ভারতের বুকেই তাদের জন্ম।তারা ভারতের সম্পদ

  • @mdarifuddin
    @mdarifuddin Год назад +58

    কবি নজরুলের কিছু কিছু গান শুনলে সেজদায় লুটিয়ে পরতে ইচ্ছে করে! আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি আমি তারে আপনায়... আহা! কার কথা বলে গেছেন তিনি?

    • @eleuskabir1940
      @eleuskabir1940 Год назад

      মনের মানুষের কথা।

    • @nahidhassan5438
      @nahidhassan5438 Год назад +2

      Amar to mone hoy Allahor kotha bole gesen kobi Nazrul

    • @md.rafiqulislam2456
      @md.rafiqulislam2456 Год назад +5

      এখানে সম্ভবত স্রষ্টাকে খুঁজে পাওয়ার আকুলতাকে বুঝিয়েছেন কবি।

    • @rahatkhan3283
      @rahatkhan3283 Год назад +2

      @@md.rafiqulislam2456 "আমি শুনিগো তাহার চরণের ধ্বনি" দিয়ে স্রষ্টাকে কিভাবে বুঝিয়েছেন?

    • @md.rafiqulislam2456
      @md.rafiqulislam2456 Год назад +3

      @@rahatkhan3283 রূপক অর্থে।

  • @SheikhFaisalBinAabul
    @SheikhFaisalBinAabul 7 лет назад +7

    Amazing composition. One of the best #Nazrul_Giti. Lots of love for #KaziNazrulIslam. Thanks to #WindOfChange for made it.

  • @MstRabeya-xb1xk
    @MstRabeya-xb1xk Год назад +4

    আহা খুব অসাধারণ মনটা জুড়িয়ে যায়

  • @esrajarshadkhan
    @esrajarshadkhan 7 лет назад +11

    Lajawaab fabulous

    • @esrajarshadkhan
      @esrajarshadkhan 7 лет назад

      Geeti Potro thank you so much dear god bless you

  • @siddharthamondal2814
    @siddharthamondal2814 4 месяца назад +6

    কণ্ঠে তোমার সাক্ষাৎ সরস্বতী মাতার বসবাস।❤🙏

  • @moinhabib3650
    @moinhabib3650 7 лет назад +8

    my all time favourite song, found something new in total composition & singing.... fantastic... carry on Taposh vaai & Long way to go Wind of Change...

  • @bipashaahmed564
    @bipashaahmed564 2 месяца назад +1

    কি অপূর্ব কি সুন্দর নজরুলের সৃষ্টি কি গায়কী কি সুর শরীরের একেকটা পশম কাঁটা দিয়ে ওঠে।

  • @MrinmoyChiran
    @MrinmoyChiran 3 месяца назад +3

    এখানে স্মৃতি রেখে গেলাম পেয়েছিলাম তোমাকে 5টি বছর ছিলে আমার সাথে কিন্তু তুমি চলে গেলে। মনে রেখো প্রিয় তুমি ছিলে আমার সেই কল্পনার মেয়ে। ভালো থেকো।

  • @maheenmahebub7241
    @maheenmahebub7241 6 дней назад

    শান্তি❤

  • @TH_TONMOY
    @TH_TONMOY 2 месяца назад +1

    এই গানগুলো শুনলে বাঙ্গালী হিসেবে নিজেকে খুব ভাগ্যবান মনে ......আহ কত সুন্দর আমার বাংলা ভাষা ❤❤❤

  • @space-time-somdeep
    @space-time-somdeep 10 месяцев назад +4

    কি ভাষা রে বাবা.. উফফ উফফ উফফ 😢❤

  • @user-nh7gu6dy7f
    @user-nh7gu6dy7f 10 месяцев назад +10

    গান টা আমার খুবই ভালো লাগে, কৌশিকী চক্রবর্তীর পর লুইপা কেই ভালো লাগে, মিউজিকটা একটু বেশি হয়ে গেছে। তবে কৌশিকী চক্রবর্তীর গাওয়াটা ভিশনই ভালো লাগে। 🫶🙂🌼

  • @kodulau3548
    @kodulau3548 6 лет назад +23

    May be the best performance of gaan bangla team

  • @shanaullahbappy6583
    @shanaullahbappy6583 7 лет назад +7

    ভাল হয়েছে গানটি।লুইপার গায়কী সুন্দর।শুভকামনা :-)

  • @ABINFINITE
    @ABINFINITE 6 лет назад +38

    বাংলা music এর লেভেল অনেক high....season 2 এর সেরা গান

  • @JoyitaChowdhury
    @JoyitaChowdhury 7 лет назад +7

    Chomotkar arrangement
    Ei gaan te gayoar khub icha korcey

  • @MdNahidAziz
    @MdNahidAziz 7 лет назад +5

    বাহ বাহ
    অসাধারণ

  • @hridoysd9220
    @hridoysd9220 2 месяца назад +6

    OverviewLyricsVideosListenArtists
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমি শুনি যেন তার চরণের ধ্বনি
    শুনি যেন তার চরণের ধ্বনি
    আমার পিয়াসী বাসনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমারি মনের তৃষিত আকাশে
    কাঁদে সে চাতক আকুল পিয়াসে
    কভু সে চকোর সুধা-চোর আসে
    কভু সে চকোর সুধা-চোর আসে
    নিশীথে স্বপনে জোছনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম
    অশনি আলোকে হেরি তারে থির বিজুলী-উজল অভিরাম
    বিজুলী-উজল অভিরাম
    আমারি রচিত কাননে বসিয়া
    পরানু পিয়ারে মালিকা রচিয়া
    সে মালা সহসা দেখিনু জাগিয়া
    সে মালা সহসা দেখিনু জাগিয়া
    আপনারি গলে দোলে হায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়
    আমি শুনি যেন তার চরণের ধ্বনি
    শুনি যেন তার চরণের ধ্বনি
    আমার পিয়াসী বাসনায়
    আমার আপনার চেয়ে আপন যে জন
    খুঁজি তারে আমি আপনায়

  • @praktan9304
    @praktan9304 7 лет назад +7

    এত দিন কোথায় ছিলে বস 😍

  • @KCShitol
    @KCShitol 3 месяца назад +2

    অসাধারণ ❤

  • @srabonibiswas4118
    @srabonibiswas4118 8 дней назад

    আমার অনেক প্রিয় একটা গান

  • @KalyanBanik
    @KalyanBanik 6 лет назад +72

    Finishing harkatt was just awesome

  • @golamhosen-nr4ik
    @golamhosen-nr4ik Год назад +4

    Very excilent background music 🎶🎼...The RBR.

  • @mushfiqurmiraj4
    @mushfiqurmiraj4 6 лет назад +91

    Gaan Bangla team er best performance chilo eita

  • @Arms792
    @Arms792 Месяц назад +1

    অসাধারণ ❤❤❤❤

  • @peacewind
    @peacewind Год назад +9

    এই গানটা,সুরটা খুব টানে....

  • @pabitraKR2023
    @pabitraKR2023 3 месяца назад +2

    ❤❤ খুব সুন্দর একটা গান ❤❤ মন ভরে গেল আমার 😮😮

  • @jusnasarkar2866
    @jusnasarkar2866 Год назад +2

    অসাধারণ।অনেক বার শুনেছি,শুনবো।❤️❤️❤️

  • @MdSonyKhan
    @MdSonyKhan 6 лет назад +8

    one of the best performances of wind of change.

  • @tusherism
    @tusherism 7 лет назад +4

    সেতার আমার কাছে সেকালে মনে হতো...কিন্তু গান বাংলার সিজন ২ আমাকে সেতার ভালোবাসতে বাধ্য করেছে।
    অসম্ভব ভালো বাজান সবাই।

  • @arnoldmizanur
    @arnoldmizanur 2 месяца назад +2

    আমাদের কাজী নজরুল ইসলাম না থাকলে এমন গান ও সুর কখনোই পেতাম না হয়তো।

  • @songandpeaceMH
    @songandpeaceMH Год назад +6

    totally this song is a piece of heaven tune😮

  • @asimadutta5600
    @asimadutta5600 2 месяца назад +1

    অসাধারণ, অসম্ভব সুন্দর arrangement

  • @mishelgreen3412
    @mishelgreen3412 7 лет назад +7

    I loved it, nice music arrangements 💗

  • @ujjwalbarik143
    @ujjwalbarik143 Год назад +2

    নাহ্ হলোনা মনের মতো
    Bttr lk next time

  • @dnag02
    @dnag02 11 месяцев назад +1

    Apurbo!! Sounds Apurbo even though a lot of fusion. Musicians excellent!!

  • @FerdousAdnanofficial
    @FerdousAdnanofficial 6 лет назад +9

    এক কথায় অসাধারণ

  • @Sahityanandana1966
    @Sahityanandana1966 2 месяца назад +1

    Unbelievable ! What a lovely composition!

  • @sonalijoreehause
    @sonalijoreehause 3 месяца назад +2

    এই গায়িকার কন্ঠে গান শুনে আমি মাতাল হয়ে গিয়েছি আরো কয়েকটা গান শুনতে চাই এই গায়িকার কন্ঠে তাও আবার নজরুল সংগীত

  • @shafayatzaman22
    @shafayatzaman22 7 лет назад +10

    সুন্দর হয়েছে গাওয়া, কিন্তু নজরুল গীতি তাই প্রত্যাশাও অনেক বেশী, ধন্যবাদ লুইপা। অসংখ্য ধন্যবাদ তাপস ভাইকে...

  • @islamsafu8488
    @islamsafu8488 6 лет назад +20

    Amazing,,really very good voice.thanks OMZ.

  • @ArmeenMusa
    @ArmeenMusa 6 лет назад +28

    Luipa and Arshad Khan

  • @Kaushik6158
    @Kaushik6158 Год назад +2

    4:54 this sound made me cry! : ) It's very emotional.

  • @md.jahangiralom9213
    @md.jahangiralom9213 6 месяцев назад +2

    when i listen such type of najrul's song,i am very emotional again &again.

  • @selinahussain5816
    @selinahussain5816 6 лет назад +53

    Wonderful voice and wonderful music

  • @pabitraKR2023
    @pabitraKR2023 3 месяца назад +2

    অমায়িক সুর আমি মুগ্ধ হয়ে গেলাম।

  • @samuelbiplob8601
    @samuelbiplob8601 6 лет назад +16

    অসাধারণ। ।।

  • @rifatbinkarim4922
    @rifatbinkarim4922 6 лет назад +15

    magical voice

  • @prantodebnath8496
    @prantodebnath8496 7 лет назад +9

    👌👏💜

  • @MishuAkter-wp2tg
    @MishuAkter-wp2tg 2 месяца назад +3

    Osadharon Luipa apu

  • @BIPALARANIBARMAN
    @BIPALARANIBARMAN 18 часов назад

    eto vlo kemone gelo🖤🖤🥺

  • @Theladylifestyle1234
    @Theladylifestyle1234 3 месяца назад +1

    Excellent singing .love you dear ❤

  • @emonkhan8799
    @emonkhan8799 6 лет назад +22

    এইটা এত ভালো কেনো ছিলো!

  • @shahedabashar9175
    @shahedabashar9175 Год назад +2

    We want more Nozrul gity from you please, your voice is tremendous.

  • @sayeduzzamanshuvo1321
    @sayeduzzamanshuvo1321 7 лет назад +5

    aaaahhh,,,onek gaan shune aram lage...

  • @rudromondal4489
    @rudromondal4489 8 месяцев назад +3

    GB চ্যানেলের আমার দেখা সব থেকে সেরা গান এটা ❤️❤️❤️❤️

  • @akashpandit8134
    @akashpandit8134 Год назад +2

    You guys just kill the vibe of this song.

  • @Rosebloomers
    @Rosebloomers Год назад +2

    Opurboo❤️