মনে হচ্ছে কবিতা গুলো এই কণ্ঠের জন্যেই অপেক্ষায় ছিল।অদ্ভুত সুন্দর।এই সংকলন শুধু একবার শোনার জন্য নয়।।বার বার, বার বার যখনই একা হতে ইচ্ছে হবে ,যখনই ডুবে যেতে ইচ্ছে করবে গভীরে তখনই শুনতে হবে এই আবৃত্তি।প্রনাম নেবেন।
যতবার শুনছি অনুভব করছি কিছু মুগ্ধতা যেন কোনো ভাষা দিয়ে ছোঁয়া যায় না, শুধু ঘোরের মধ্যে 'বিস্ময়' জেগেছে---মনে হয়েছে "আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল"
আপনার কন্ঠস্বরে মুগ্ধ হয়ে আপনার পরিবারে অন্তর্ভুক্ত হলাম , প্রিয় কবির কবিতা তার ওপর আপনার বাচন ভঙ্গি মন ছুঁয়ে গেলো, খুব ভালো থাকুন আমাদেরকে কবিতায় ভরিয়ে রাখুন💐🙏
অপূর্ব। প্রতিটা পঙ্কতি, প্রতিটা শব্দের সাথে আরো নতুন, আরো গভীরভাবে পরিচয় হলো। ঠিক যেন মনে হলো, কোনো এক 'কার্তিকের জোৎস্নার' রাতে কবি মাথা নীচু করে কাগজে লিখে চলেছেন, আর তার হৃদয়ের ভিতর যে অনুভুতি আর আবেগ এই শব্দস্রোত তৈরী করছে, তারই যথাযথ অভিব্যক্তি শিল্পীর কন্ঠে।
আপনার বিস্ময়মাখা কণ্ঠের মাধ্যমে এই সংকলনের প্রতিটি কবিতা সরাসরি হাড়ের মজ্জায় এসে লাগে। যখন থেকে শুনেছি তখন থেকেই মনের ভিতর কেমন যেন একটা করছে। ইতিহাস শঙ্খমালার এই কাজকে মনে রাখবেই। প্রণাম স্যার প্রণাম।
সেই অদ্ভুত ভাবে কতবার কতবার কতবার যে শুনলাম,,,,,কি অদ্ভুত কণ্ঠ আপনার sir,,,, ছবি দেখতে পাচ্ছি,,,,,কি অদ্ভুত মায়া কণ্ঠে,,,,,,,আঁধারে বসে কেউ যদি শোনেন,,,,চিত্র তার সামনে এসে দেবে ধরা আন্তরিক শ্রদ্ধা
কী বলবো! এ উচ্চারণ স্তব্ধ করে রাখে অনেকক্ষণ। চলতে থাকে এর অনুরণণ ...এ উচ্চারণ অন্তরকে পরিশুদ্ধ করে ,শান্ত করে ।আবার হৃদয়ে জাগায় এক বিপন্ন বিস্ময়। এই উচ্চারণ আমাদের সঞ্চয়,আমাদের সম্পদ। গভীর নির্জনতায় এই উচ্চারণের কাছে ফিরে ফিরে আসব বারবার।
মুগ্ধতার কোন যে ভাষা হয় না! তা শুধু অনুভবের। জীবনানন্দের কাব্যজগতের যে বিস্ময় তার বিপন্নতা নয়, বরং বাড়ল আবিষ্টভাব, নতুন প্রেক্ষিত তৈরি হল শব্দোচ্চারণের নিরীক্ষণে। এ স্বরক্ষেপন জীবন বোধের, যার শ্রবণে আসে অপার তৃপ্তি।
আমি বিস্মিত।এমন পুরুষ কণ্ঠ দু'পার বাংলায় নেই।শম্ভু মিত্রের পর বাংলা আবৃত্তি শিল্পে তুমি এক নতুন দিগন্ত শ্রোতাদের কাছে উন্মোচিত করছো।তুমি থাকবে।তোমার কণ্ঠ লাবণ্যে মুগ্ধ।যখনই যা করবে আমাকে ধ্যানস্থ হয়ে শোনার সময় দেবে।অনন্ত স্নেহ।শুভেচ্ছা।
Apurba upner kobita. Thaks a lot. Darun. Ami bonolata sen recite korachi utuba. Anek comments payachi. Upner kobita shunta valobasi o follow kori mon pran Diya. Ami shombhu🎉 mitrar vakto. Upni darun balen, mon touch Kora Jay. Thanks a lot
অভিব্যক্তি প্রকাশের যুতসই শব্দ আমার ভাঁড়ারে নেই। অত্যন্ত উচ্চমানের এই উপস্থাপনা পেখম পেজে ভাগ করে নিলাম। আরো বহু নবীন আবৃত্তিকার যেন তোমাকে ছুঁয়ে সংশোধিত চর্চায় নিজেদের নিয়োজিত করতে পারে। 💕
অসাধারণ! জীবনানন্দের কবিতার একেবারে গভীর তলদেশকে ছুঁয়ে থাকা আবৃত্তি! শ্রোতাকে সঙ্গে করে জীবনানন্দে অবগাহন-স্নান!
শম্ভু মিত্রের কন্ঠস্বরের সঙ্গে অদ্ভূত মিল।উচ্চারণ ও আবেগ শম্ভু মিত্রকেও অতিক্রম করে গেছে বলে মনে হল।মুগ্ধ।
মনে হচ্ছে কবিতা গুলো এই কণ্ঠের জন্যেই অপেক্ষায় ছিল।অদ্ভুত সুন্দর।এই সংকলন শুধু একবার শোনার জন্য নয়।।বার বার, বার বার যখনই একা হতে ইচ্ছে হবে ,যখনই ডুবে যেতে ইচ্ছে করবে গভীরে তখনই শুনতে হবে এই আবৃত্তি।প্রনাম নেবেন।
dhonyobad
সকালে উঠে মন্ত্রের মতো শুনছি আর শুদ্ধ হচ্ছি আহা বলার মতো কোনো শব্দ নেই
আহা! কি শুনলাম! বারবার শুনতে ইচ্ছে করে। আরও অনেক অনেক বার শুনবো।
কি বলবো বুঝতে পারছি না। কি গভীর মর্মস্পর্শী উচ্চারণ। প্রতিটি শব্দ যেন বুকের মধ্যে প্রোথিত হয়ে যাচ্ছে। বুঁদ হয়ে শুনলাম। আরও অনেকবার শুনতে হবে।
dhonyobad. share kore pashe thakben
❤
😊😊😊😊😊😊😊
যতবার শুনছি অনুভব করছি কিছু মুগ্ধতা যেন কোনো ভাষা দিয়ে ছোঁয়া যায় না, শুধু ঘোরের মধ্যে 'বিস্ময়' জেগেছে---মনে হয়েছে "আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল"
dhonyobad. share kore pashe thakben
আপনার কন্ঠস্বরে মুগ্ধ হয়ে আপনার পরিবারে অন্তর্ভুক্ত হলাম , প্রিয় কবির কবিতা তার ওপর আপনার বাচন ভঙ্গি মন ছুঁয়ে গেলো, খুব ভালো থাকুন আমাদেরকে কবিতায় ভরিয়ে রাখুন💐🙏
মহামূল্যবান সম্পদ হয়ে রয়ে যাবে এই নির্মান 🙏
dhonyobad. share kore pashe thakben
বহুদিন বাদে এরকম গভীর মর্মস্পর্শী উচ্চারণে আবৃত্তি শুনছি ❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏
কুড়ি বছর পর সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে - বলার সময় যেন কুয়াশার হিম কন্ঠে চোলে এসেছে। চোখের সামনে সবকিছু ছবির মতো ফুটে উঠলো। আহা, অপূর্ব!!!
dhonyobad. share kore pashe thakben
অপূর্ব। প্রতিটা পঙ্কতি, প্রতিটা শব্দের সাথে আরো নতুন, আরো গভীরভাবে পরিচয় হলো।
ঠিক যেন মনে হলো, কোনো এক 'কার্তিকের জোৎস্নার' রাতে কবি মাথা নীচু করে কাগজে লিখে চলেছেন, আর তার হৃদয়ের ভিতর যে অনুভুতি আর আবেগ এই শব্দস্রোত তৈরী করছে, তারই যথাযথ অভিব্যক্তি শিল্পীর কন্ঠে।
dhonyobad. share kore pashe thakben
কাল থেকে বার কয়েক শুনলাম , কী পেলাম , কী ছুঁয়ে গেল তা প্রকাশের ভাষা জানা নেই , শুধু মনে হল এ উচ্চারণ চিরকালীন ...🙏🙏🙏
dhonyobad. share kore pashe thakben
এই জীবনের প্রতিটা দীর্ঘশ্বাসকে আপনি শব্দে আবদ্ধ করে গেছেন। আপনাকে শ্রদ্ধা করি কবি।
Asadharan laglo shambhu mitra ke anusara. Kore abritti khub bhalo laglo
হারিয়ে যাচ্ছি মুগ্ধতায়🙏🙏
dhonyobad. share kore pashe thakben
অসাধারণ সুন্দর আবেগ ভরা অনবদ্য সাবলীল সতঃস্ফূর্ত কণ্ঠে অসামান্য সুন্দর পাঠ পরিবেশন। দারুণ সুন্দর।❤❤
আপনার বিস্ময়মাখা কণ্ঠের মাধ্যমে এই সংকলনের প্রতিটি কবিতা সরাসরি হাড়ের মজ্জায় এসে লাগে। যখন থেকে শুনেছি তখন থেকেই মনের ভিতর কেমন যেন একটা করছে। ইতিহাস শঙ্খমালার এই কাজকে মনে রাখবেই। প্রণাম স্যার প্রণাম।
dhonyobad. share kore pashe thakben
একরাশ অদ্ভুত মুগ্ধতার আবেশ মন জুড়ে ছড়িয়ে পড়ল।
dhonyobad. share kore pashe thakben
সেই অদ্ভুত ভাবে কতবার কতবার কতবার যে শুনলাম,,,,,কি অদ্ভুত কণ্ঠ আপনার sir,,,, ছবি দেখতে পাচ্ছি,,,,,কি অদ্ভুত মায়া কণ্ঠে,,,,,,,আঁধারে বসে কেউ যদি শোনেন,,,,চিত্র তার সামনে এসে দেবে ধরা
আন্তরিক শ্রদ্ধা
কী স্পষ্ট উচ্চারণ !!!❤❤❤
Onekdin por kichu shune jeno shanti pelam....khub sundor path...balanced...etai satyikarer path💙💚
অপূর্ব প্রাণস্পর্শী চয়ন আর উচ্চারণ। হৃদয় ছুয়ে যায়। পূর্ণকরে
ফিল করলাম।
কী বলবো! এ উচ্চারণ স্তব্ধ করে রাখে অনেকক্ষণ। চলতে থাকে এর অনুরণণ ...এ উচ্চারণ অন্তরকে পরিশুদ্ধ করে ,শান্ত করে ।আবার হৃদয়ে জাগায় এক বিপন্ন বিস্ময়। এই উচ্চারণ আমাদের সঞ্চয়,আমাদের সম্পদ। গভীর নির্জনতায় এই উচ্চারণের কাছে ফিরে ফিরে আসব বারবার।
dhonyobad. share kore pashe thakben
মুগ্ধতার কোন যে ভাষা হয় না! তা শুধু অনুভবের। জীবনানন্দের কাব্যজগতের যে বিস্ময় তার বিপন্নতা নয়, বরং বাড়ল আবিষ্টভাব, নতুন প্রেক্ষিত তৈরি হল শব্দোচ্চারণের নিরীক্ষণে। এ স্বরক্ষেপন জীবন বোধের, যার শ্রবণে আসে অপার তৃপ্তি।
dhonyobad. share kore pashe thakben
কেবলমাত্র মুগ্ধতা, অনুভবের শিখরে পৌঁছে গেল।।।।
dhonyobad. share kore pashe thakben
জীবনানন্দের কবিতার অসাধারণ বিস্ময়কর নির্মাণ! আমার প্রিয় বাচিক শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই.. 🌹🌹💖❤️💕🙏
dhonyobad
অসাধারণ অসাধারণ ,বাক্যহারা হয়ে গেলাম।
যেন৷ হৃদয়ের গভীর থেকে নিঃসরিত প্রতিটি শব্দ। খুব ভালো লাগলো ভাই।
অপূর্ব অনুভূতি তে মন ভরে গেলো l কখনো চোখে জল এলো ,কখনো বিষাদ ,কখনো প্রশান্তি l জীবনানন্দ উচ্চারণ এমন করে কখনো শুনিনি l প্রণাম নেবেন স্যার l
dhonyobad
একটা করে কবিতা শুনছি, সেই কবিতাই আবার শুনছি।কি ভালবাসা, কি গভীর উচ্চারণ। কবিকে প্রনাম ও শ্রদ্ধা। প্রণাম জানাই এই কাজের সাথে যুক্ত সকল শিল্পীকে।
onek dhonyobad apnake..pashe thakben.
কি বলবো! শুধু মুগ্ধতা। কি করে এমন উচ্চারণ সম্ভব সব বলা যেন ছবি হয়ে ফুটে উঠেছে 🙏🙏🙏🙏
dhonyobad
Biswanath ghosh
Your presentation is so excellent and modulation is very touchy and impressive. I am one of your greatest fans.
আহা কি অপূর্ব!! প্রিয় কবির লেখা Sir আপনার কন্ঠে-এ যেন বিরাট পাওয়া আমাদের কাছে, অসাধারণ।
dhonyobad. share kore pashe thakben
আমি বিস্মিত।এমন পুরুষ কণ্ঠ দু'পার বাংলায় নেই।শম্ভু মিত্রের পর বাংলা আবৃত্তি শিল্পে তুমি এক নতুন দিগন্ত শ্রোতাদের কাছে উন্মোচিত করছো।তুমি থাকবে।তোমার কণ্ঠ লাবণ্যে মুগ্ধ।যখনই যা করবে আমাকে ধ্যানস্থ হয়ে শোনার সময় দেবে।অনন্ত স্নেহ।শুভেচ্ছা।
dhonyobad
অনুভবে উচ্চারণে মুগ্ধ করে দিয়েছো। ভালো থেকো।
অসম্ভব মননশীলতা দিয়ে কবিতাগুলোকে অনুভব করেছেন আপনি, আর ততটাই পূর্ণতা দিয়ে সেগুলোকে প্রকাশ করলেন বচনে। বিস্মিত হলাম। শম্ভু মিত্রে প্রথম মুগ্ধ ছিলাম, এবার মুগ্ধতায় এলেন আপনিও। শ্রদ্ধা রইল।
dhonyobad
অতি সুন্দর আবৃত্তি।
আহা মন ছুঁয়ে গেল।
আজ থেকে আপনার একজন নতুন ভক্ত।
এক অমোঘ মুগ্ধত্বার আবেশে জড়িয়ে আছে মনের মধ্যে প্রতিটি উচ্চারণ।যতবার শুনছি যেন শোনা শেষ হচ্ছে না,মন্ত্রমুগ্ধ হয়ে আছি এই কন্ঠস্বরে❤️❤️
dhonyobad. share kore pashe thakben
অসাধারণ। খুব ভালো লেগেছে স্যার।
dhonyobad. share kore pashe thakben
গায়ে কাঁটা দিয়ে উঠলো ,তোমাকে শতকোটি প্রনাম দাদাভাই❤️❤️❤️❤️🙏🙏🙏
শান্ত উচ্চারণে নির্জনের কবির প্রতি অনবদ্য অর্ঘ্য। মন ভরে গেলো।
dhonyobad. share kore pashe thakben
Asadharan presentation After Sambhu mitra so so appealing
স্যারের এই উচ্চারণ শোনার পর কিছু বলার ধৃষ্টতা আমার নেই।শুধু মুগ্ধ হয়ে শুনছি।
dhonyobad. share kore pashe thakben
আহা বড় সুন্দর লাগলো, বড় সুন্দর মর্মস্পর্শী উচ্চারণ।
dhonyobad
Hello friend 🌹🙏
Very nice sharing 👍👍🎉🎉❤❤
মন্ত্রমুগ্ধের মত শুনলাম! প্রতিটা শব্দ হৃদয় স্পর্শ করলো। বারবার শুনতে ইচ্ছা করছে! কতটা যে ভালো লাগলো সেটা বোঝানোর ভাষা নেই
dhonyobad. share kore pashe thakben
@@ShankhamalaCreations share korechi☺️
একরাশ মুগ্ধতা। আর কিছু বলার ধৃষ্টতা নেই।
dhonyobad
আহা স্যর কী অপূর্ব... শুধুই মুগ্ধতা।এ এক পরম প্রাপ্তি 🙏🙏
dhonyobad. share kore pashe thakben
আহা কি শুনলাম.. অসাধারণ... বার বার শুনতে ইচ্ছে করবে
জীবনানন্দের অনুধাবনেই জন্য সাহায্য করবে আবৃত্তি।
BG টা সুন্দর ❤
অনাবিল ভালোলাগা বহন করলাম।অসম্ভব ঘোর।শুধু শুনেই যাই.....
dhonyobad
Asadharon o mon mugdhakar upner kobita. Many thanks
Apurba upner kobita. Thaks a lot. Darun. Ami bonolata sen recite korachi utuba. Anek comments payachi. Upner kobita shunta valobasi o follow kori mon pran Diya. Ami shombhu🎉 mitrar vakto. Upni darun balen, mon touch Kora Jay. Thanks a lot
এই অ্যালবাম তোমার শ্রেষ্ঠ নিবেদন সুমন্ত্র. মুগ্ধ হলাম আবার ও. দুর্দান্ত আবহ, জীবনানন্দের কবিতা মূর্ত হলো তোমাদের প্রচেষ্টায়. সাবাস 👌👌🌷🌷
dhonyobad. share kore pashe thakben
অতুলনীয় নিবেদন।
Golar eto sukkho kaaj...tanmoy hoye sunlam...hats off sumantrada tomay...🙏🙏
dhonyobad
মুগ্ধতা একরাশ .....তম্ময় হয়ে শুনলাম ....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
অপূর্ব মুগ্ধতা, শুধু অনুভব করলাম। যে অনুভব ভাষাহীন, অমূল্য
dhonyobad. pashe thakben
শুধুই মুগ্ধতা আর মুগ্ধতা, পরের পর্বের অপেক্ষায় রইলাম, Sir ভালো থাকুন, সুস্থ থাকুন 🙏🙏🙏
dhonyobad
Mon chue gelo. Bar bar shonar ichhe roilo
dhonyobad. share kore pashe thakben
অপূর্ব স্যার। 🙏🙏🙏🙏 ।পরম আবেশে শুনলাম। বারবার শুনতে হবে। এ আকাঙ্খা মেটার নয়।
dhonyobad. share kore pashe thakben
অমূল্য সংগ্রহ হয়ে থাকল আমাদের কাছে।
dhonyobad. share kore pashe thakben
আহা, অসাধারণ! জীবন বাবুর আরও আবৃত্তি চাই, অনুরোধ রইল.....
বারংবার শুনেও মন ভরে না। যতবার শুনি মুগ্ধ হয়ে কেবল শুনেই চলি।
dhonyobad. share kore pashe thakben
Apurbo Apurbo - ki sundor abhibyakti expression jeno chokher samne sabta dekhte pelam - sudu sona nah sate sekhao protita sabdo natun kore jeno 🙏🏻💝
dhonyobad. share kore pashe thakben
অপূর্ব অনুভূতি অনুভব করলাম। এমন কন্ঠ আর উচ্চারণের কাছে প্রণাম।শুভেচ্ছা রইলো।
dhonyobad. share kore pashe thakben
Osadharon sir onek pronam neben
অভিব্যক্তি প্রকাশের যুতসই শব্দ আমার ভাঁড়ারে নেই।
অত্যন্ত উচ্চমানের এই উপস্থাপনা পেখম পেজে ভাগ করে নিলাম। আরো বহু নবীন আবৃত্তিকার যেন তোমাকে ছুঁয়ে সংশোধিত চর্চায় নিজেদের নিয়োজিত করতে পারে। 💕
dhonyobad.
অপূর্ব পরিবেশনায় মুগ্ধ হোলাম শিল্পী!
dhonyobad.share kore pashe thakben
মন দিয়ে শুনলাম। বাকরুদ্ধ আমি। হিমালয়ের কাছে যাবার ভাগ্য সবার হয় না।আমার ধন্য যে আমরা হিমালয়ের সান্নিধ্যে আছি।
dhonyobad
আর কতবার শুনলে মন ভরবে কে জানে!
মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম, কি এক পরম শান্তি 😊
শেয়ার না করে পারলাম না 🙏🙏
Apurbo Apurbo...ki sundar laglo sir...
dhonyobad. share kore pashe thakben
অসাধারণ সুমন্ত দা।✨🌷🌷🙏🙏
অপূর্ব সৃষ্টি ❤❤❤🙏🙏🙏
dhonyobad. share kore pashe thakben
Apurbo!!Mon chune galo🙏🙏
dhonyobad. share kore pashe thakben
কবির লেখা সার্থক রূপ পেলো, মুগ্ধ হয়ে বারবার শুনে যাওয়া...।
dhonyobad
বাড়ির সবাই মিলে বড় টিভিতে দেখলাম, শুনলাম। একটা কথাই বলছি স্যর ৩৬ মিনিট কেঊ আসন ছেড়ে উঠতে পারিনি।
dhonyobad. share kore pashe thakben
অপূর্ব।মন ভরে গেল।
dhonyobad. share kore pashe thakben
ভীষণ ভালো লাগলো। মুগ্ধ হয়ে শুনলাম।
এই উচ্চারণ শোনার পর........কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না।.....বার বার শুধু শুনতেই ইচ্ছে করে।
dhonyobad. share kore pashe thakben
অপূর্ব.. আচ্ছন্ন হয়ে আছি..বারে বারে শুনবো।
dhonyobad
বার্ধ্যক্যের দুয়ারে পৌঁছে আবিস্কার করলাম সুমন্ত্রকে ।একটু হতাশ হয়েছিলাম , আগে কেন পাইনি ।তারপর ভাবলাম , দেরী একটু হয়েছে ঠিকই , তবু পেয়েছি তো।
বিস্মিত,মুগ্ধ.... আরো অনেক অনেক বার শুনব....
dhonyobad
অসাধারণ দাদা। কী প্রত্যয়ী উচ্চারণ! অনেক প্রণাম।
dhonyobad
অসম্ভব ভালো লাগলো ...
মুগ্ধ হলাম 🙏
হে সাধক, তোমার পায়ে নতজানু,সব অহংকার আজ নতজানু
dhonyobad. share kore pashe thakben
এই অ্যালবামে কমেন্ট করার জন্য আমি অতি তুচ্ছ নগণ্য একজন। শুধু একজন মুগ্ধ শ্রোতা, স্তব্ধতা কে আশ্রয় করে বারবার শুনছি, শুধুই শুনছি।
dhonyobad. share kore pashe thakben
সুমন্ত্রমুগ্ধতা শুধু! আর শুধু শেখা নেশামন্ত্রমুগ্ধেষু!💐
dhonyobad
খুব ভালো লাগলো । মুগ্ধতা একরাশ
dhonyobad. share kore pashe thakben
শান্ত স্নিগ্ধ বহমান নদীর মত উচ্চারণে ডুবে গিয়েছি যেন! প্রণাম জানাই স্যার
dhonyobad. share kore pashe thakben
বাচিক শিল্পের গুরুদেব!🙏🙏
dhonyobad
অসাধারণ ...মুগ্ধ হলাম
dhonyobad. share kore pashe thakben
কন্ঠের মাদকতা হৃদয়ে দোলা দিল।
dhonyobad. share kore pashe thakben
কী ভালো যে লাগলো ! ❤
dhonyobad. share kore pashe thakben
অপূর্ব👌👌👌 🙏🙏🙏
dhonyobad. share kore pashe thakben
অপূর্ব..🙏🙏
dhonyobad. share kore pashe thakben
অতলকে ছুঁয়ে ছুঁয়ে গেলো ।আহা।
সুমন্ত্রবাবু সবসময়ই কবিতা যাপন করেন৷৷৷৷৷অসামান্য
dhonyobad. pashe thakben
অপূর্ব, অসাধারণ
Asamanya,apurbo. 🙏🏼🙏🏼🙏🏼
dhonyobad
💐মন্তব্য করার ক্ষমতা নেই, কি করে এমন করে বলা যায় ভেবে পাই না, শুধু অনুশীলন নয়, জন্মগত প্রতিভা। 🙏
dhonyobad. share kore pashe thakben