Madhubangshir Goli || মধুবংশীর গলি || Sumantra Sengupta || Kalyan Sen Barat || জ্যোতিরিন্দ্র মৈত্র

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 136

  • @biplabb04
    @biplabb04 11 месяцев назад +3

    খুব বড়ো মাপের কাজ হলো একটা।

  • @VisualShadow100
    @VisualShadow100 6 месяцев назад +1

    আরে বাহ! এ তো কবিতা নয় আস্ত একটা কবি। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

  • @nareshdas392
    @nareshdas392 6 месяцев назад +1

    এক কথায় অপূর্ব !!! যেমন কবিতা, তেমন'ই তার উপস্থাপনা !!! অসাধারন 👌❤️🙏

  • @nanditamajumdar9102
    @nanditamajumdar9102 10 месяцев назад +1

    আমরা কিছুই বুঝিনা কিন্তু এই কবিতাশুনে গায়ে কাঁটা দিল।

  • @moitrayeekanjilal4902
    @moitrayeekanjilal4902 5 месяцев назад

    কণ্ঠের জাদুকর আপনাকে প্রণাম। অনবদ্য সৃষ্টি।

  • @papiakundu1778
    @papiakundu1778 11 месяцев назад +3

    কবিতার শব্দের অনুরণন মস্তিষ্ক কে জাগ্রত করে।হৃদয়কে পরিশুদ্ধ করে।সার্থক উপস্থাপনা ।অপূর্ব !অপূর্ব!

  • @gopikanandachattopadhyay3456
    @gopikanandachattopadhyay3456 8 месяцев назад

    কিছু বলার নেই , অনবদ্য অনবদ্য এবং অনবদ্য।

  • @shouvikchattopadhyay2592
    @shouvikchattopadhyay2592 11 месяцев назад

    মনের অনুভূতি প্রকাশের জন্য কোনো বিশেষণই যথেষ্ট নয়। যতবারই শুনি, আবারো একবার শোনার ইচ্ছে হয়।
    ধন্য হে শিল্পী। আভূমি প্রণাম।
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jabirabdullah1260
    @jabirabdullah1260 9 месяцев назад +1

    অপূর্ব!
    সর্বকালের সেরা আবৃত্তি!
    কবিকে বেশ উত্তেজিত মনে হলো 😮
    কিতা 😊

  • @somaaich4447
    @somaaich4447 11 месяцев назад

    বলার ভাষা নেই।শুধুই মুগ্ধ হয়ে শুনলাম।একটা চিরকালীন দলিল হয়ে থাকলো এই উচ্চারণ।

  • @pianica..musicalvibranceby2933
    @pianica..musicalvibranceby2933 5 месяцев назад

    কোন প্রশংসাই যথেষ্ট নয়,,, প্রণাম🙏🙏🙏

  • @taniadaschaki8246
    @taniadaschaki8246 11 месяцев назад

    মন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনলাম....আপনি প্রণাম নেবেন....

  • @sumanaghosal6119
    @sumanaghosal6119 11 месяцев назад

    মুগ্ধ হলাম আর শিখলাম।🙏

  • @subarnachowdhury786
    @subarnachowdhury786 9 месяцев назад

    অনেকবার শোনার পরও আবার ফিরে আসতে হলো শোনার জন্য।

  • @krishnanagchowdhury9078
    @krishnanagchowdhury9078 6 месяцев назад

    অসামান্য, অনবদ্য আবৃত্তি।

  • @saptarshighatak4226
    @saptarshighatak4226 11 месяцев назад +1

    অসামান্য। থেকে যাওয়ার মতো কাজ🙏

  • @ruthadassahoo
    @ruthadassahoo 11 месяцев назад +1

    অপূর্ব অপূর্ব

  • @saswatidasgupta8082
    @saswatidasgupta8082 11 месяцев назад +2

    আবৃত্তি শিল্পের ইতিহাসে চিরকাল অক্ষয় হয়ে থাকার মত সৃষ্টি।

  • @gopikanandachattopadhyay3456
    @gopikanandachattopadhyay3456 9 месяцев назад

    খুব খুব সুন্দর ........!

  • @subirg2009
    @subirg2009 11 месяцев назад

    আহা।। অসামান্য কাজ।। 👏👏👏 ❤🙏

  • @mausumichandra
    @mausumichandra 11 месяцев назад

    এ এক অসাধারণ সৃষ্টি, এক ইতিহাস তৈরি এই উচ্চারণে, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunangshuaratrikghosh6812
    @arunangshuaratrikghosh6812 11 месяцев назад

    কি অসাধারণ …🙏

  • @mousumidas8
    @mousumidas8 9 месяцев назад

    কত বার যে শুনছি তাও মন
    ভরছে না, প্রণাম স্যার।কণ্ঠের এই জাদু যদি কোনোদিন একটুকুও নিজের কণ্ঠে ধারণ করতে পারি তবে সেদিন আমার জীবন সার্থক হয়েছে বলে ভাববো ।অবাক হয়ে শুনি🙏🙏

  • @dipansenguptaabritti
    @dipansenguptaabritti 11 месяцев назад

    বাকরুদ্ধ!
    অতুলনীয়!!!!

  • @indranidutta3199
    @indranidutta3199 8 месяцев назад

    কবিতাটা শোনার পর একটা অক্ষর ও লিখতে পারলাম না, এক অদ্ভুত আবেগ মন আচ্ছন্ন করে দিলো।
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rebasen7587
    @rebasen7587 11 месяцев назад +1

    অসাধারণ, শুধু মুগ্ধ হয়ে শুনলাম।

  • @polydey9875
    @polydey9875 11 месяцев назад

    Osadharon.

  • @smritikonabhadury
    @smritikonabhadury 11 месяцев назад

    অনন্য বাচনভঙ্গি ও আবহ

  • @umasankarchakraborty1516
    @umasankarchakraborty1516 11 месяцев назад

    অপূর্ব

  • @chandranibhattacharyya5729
    @chandranibhattacharyya5729 11 месяцев назад

    একরাশ মুগ্ধতা নিয়ে শুধু শুনে গেলাম 🙏

  • @anjanaanjaniya1454
    @anjanaanjaniya1454 11 месяцев назад +1

    অপূর্ব সুন্দর লেখনী ও পাঠ, ধন্যবাদ

  • @snehashisghoshal7592
    @snehashisghoshal7592 11 месяцев назад

    মাইলস্টোন আবৃত্তি হয়ে থাকবে। অনবদ্য। 🙏

  • @locktounlock7121
    @locktounlock7121 11 месяцев назад +1

    আহা অপূর্ব সুন্দর। 🙏🙏

  • @basudebnandy1627
    @basudebnandy1627 11 месяцев назад

    কিভাবে মিস করে গেলাম বুঝতে পারছি না দাদা। এ এক অসাধারণ নিবেদন। অসম্ভব ভালো লাগলো। মুগ্ধ হয়ে শুনে গেলাম শুধু। বাক্ রুদ্ধ। সত্যিই অসাধারণ..... কুর্নিশ জানাই.....

  • @sudipmukherjee6746
    @sudipmukherjee6746 11 месяцев назад

    শুধুই মুগ্ধতা... মন ভরে গেলো। আন্তরিক শ্রদ্ধা এবং শুভকামনা জানালাম।

  • @manashirakshitde1815
    @manashirakshitde1815 11 месяцев назад

    আমার শম্ভু মিত্রের আবৃত্তি টাই ভালো লেগেছে।

  • @shreyasibhattacharya7050
    @shreyasibhattacharya7050 11 месяцев назад

    অপূর্ব সুন্দর উপস্থাপন। পুরো মন্ত্রমুগ্ধ করে রেখেছিল পুরোটা সময়। অসাধারণ।

  • @anirbanchattopadhyay
    @anirbanchattopadhyay 11 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤....Ki sundor ❤️...chokh bondho hye jay emnitei....

  • @krishnaroy7539
    @krishnaroy7539 11 месяцев назад

    মুগ্ধ। বহুদিন পর শুনলাম। অনবদ্য বললেও কম বলা হয়।

  • @ritamukherjee2901
    @ritamukherjee2901 11 месяцев назад

    দাদা আপনার কবিতা বার বার শুনি আর মন টা ভরে যায়।বলতে ইচ্ছে করে তোমাকে সেলাম তোমাকে সেলাম 🙏🙏

  • @mollydas9760
    @mollydas9760 11 месяцев назад

    মন্ত্র মুগ্ধের মতো শুনলাম। কতো বার যে শুনবো তার ইয়ত্তা নেই। বাচিক শিল্পের মাইল স্টোন।

  • @tanuganguly3737
    @tanuganguly3737 10 месяцев назад

    অভিভূত। বারংবার শুনবো। ❤❤❤

  • @BhaswatiPal-n1h
    @BhaswatiPal-n1h 11 месяцев назад

    অনবদ্য উপস্থাপন !! বলিষ্ঠ অথচ আবেগ মথিত নিবেদন ! কোন প্রশংসাই যথেষ্ট নয় । 🙏🏼🙏🏼🌹🌹🥀🥀💐💐

  • @doremon12345-l
    @doremon12345-l 11 месяцев назад

    আবৃত্তি শিল্পে আবারও ইতিহাস রচিত হলে।❤❤❤

  • @sujataghoshroy1092
    @sujataghoshroy1092 11 месяцев назад

    এ কবিতার অংশবিশেষ মঞ্চে শুনেছি.., পূর্ণ মাত্রায় রক্তের রক্তরসে কোথাও এক মহাকালের অনুরণন। মধ্য থেকে শেষ.... ছুঁয়ে যায় কথা ও অকথায় মধু বংশীর ওই গলি!!!!!

  • @kakalighosh3871
    @kakalighosh3871 11 месяцев назад +2

    এ আবৃত্তি নিয়ে কিছু বলার মত এত টুকু যোগ্যতা আমার নেই, শুধু শুনছি আর ভাবছি এমন একজন শিল্পীর পদতলে বসে তার কথা শুনে আবৃত্তি করার যে চেষ্টাটুকু করি সেটাই বুঝি অনেক বেশি গর্বের।প্রনাম জানাই স্যার।🙏🙏

  • @passion700010
    @passion700010 11 месяцев назад

    শম্ভু মিত্র কণ্ঠে এই কবিতা একটা সময়ে ইতিহাস তৈরী করেছিলো। কিন্তু ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলি আপনারটা সম্পূর্ণ অন্যধরনের। খুব ভালো 🙏🏻🙏🏻🙏🏻

  • @arpitanaha9148
    @arpitanaha9148 11 месяцев назад +1

    অসাধারণ 🙏
    মনপ্রাণ ভরে গেলো🎉

  • @somapal1002
    @somapal1002 11 месяцев назад

    অসাধারণ সৃষ্টি শুধুই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি 🙏🙏

  • @surajitchattopadhyay27
    @surajitchattopadhyay27 11 месяцев назад

    সদ্য কৈশোর উত্তীর্ণ বেলায় যে কবিতাগুলো আমাকে কবিতাকে ভালোবাসতে শিখিয়েছিল জীবনের সম্পৃক্ততায় তার মধ্যে অন্যতম জ্যোতিরিন্দ্র মৈত্রের 'মধুবংশীর গলি'কবিতাটি অন্যতম। সাগ্রহে অপেক্ষায় ছিলাম সুমন্ত্রদার কন্ঠে শোনার জন্য। অসাধারণ বললেও কম বলা হবে শ্রদ্ধেয় শম্ভু মিত্রের উচ্চারণকে পাশে রেখে যে স্বকীয়তার নৈপুণ্যে কবিতাটি আমাদের ভেতরটাকে নাড়িয়ে দিল 'সামাজিক যক্ষ্মার কাশি'-র গড্ডলিকায় প্রবাহিত স্বার্থী মধ্যবিত্ত সত্তাকে দাঁড় করিয়ে দিল আয়নার সামনে আবার,তা ভাষায় বোঝাতে পারবো না।এই অনন্য আবৃত্তি আমার বাকি সময়ের সঙ্গী হয়ে রইলো ঋদ্ধতায় ,সৌকর্ষে।আবহও মন ছুঁয়ে যাওয়া।

  • @bisansengupta6616
    @bisansengupta6616 11 месяцев назад +1

    Very good খুব ভালো লাগলো।

  • @sangbadkholakhuli4606
    @sangbadkholakhuli4606 11 месяцев назад

    একটি ঐতিহাসিক কবিতা গলায়
    তুলে নিলে। শুনলাম।কবিতার অন্তর
    ছুঁয়েছ।

  • @jhumasarkhel645
    @jhumasarkhel645 11 месяцев назад

    মন্ত্র মুগ্ধের মত শুনলাম। আহা কি শুনলাম...🙏

  • @ekbaggoppo
    @ekbaggoppo 11 месяцев назад

    অপূর্ব ।অসাধারণ।শ্রদ্ধা জানাই।

  • @jayamukhopadhyay8720
    @jayamukhopadhyay8720 10 месяцев назад

    এ এক অনবদ্য ধারণ। আপনাকে প্রণাম জানাই।

  • @anitabhattacharyya8329
    @anitabhattacharyya8329 9 месяцев назад

    শ্রদ্ধায় মাথা নত করলাম

  • @jayitabanerjee7130
    @jayitabanerjee7130 10 месяцев назад

    আজ এই নিয়ে প্রায় শতবার শুনে ফেললাম।স্কুল যাওয়ার পথে প্রায় শুনি।মারাত্মক শক্তি দেয় এই উচ্চারণ।অদ্ভুত প্রশান্তি।স্বর ক্ষেপণ এর অসামান্য ব্যবহার,,,,প্রতি টি শব্দের যত্ন করে উচ্চারণ।hats off to you sir ,,,,,,,, it's a great achievement indeed in the following years ❤️❤️❤️

  • @dipankarrfi
    @dipankarrfi 11 месяцев назад +1

    উষ্ণশোণিতদের উষ্ণায়নের সাথে সাথে শ্রবণশাণিত এই শর বিদীর্ণ করুক বর্তমান সমাজ কঙকালের হৃদয়, এই শুভাকাঙ্খা রইলো।
    💐🙏💐

  • @monersukhmonerosukh
    @monersukhmonerosukh 11 месяцев назад +1

    অতি সুন্দর।

  • @rajunag5868
    @rajunag5868 11 месяцев назад

    শুধুই মুগ্ধতা। এক ঐতিহাসিক সৃষ্টি

  • @subhabratalahiri3138
    @subhabratalahiri3138 10 месяцев назад

    শম্ভূ মিএ পর্বতের মতো বাধা হয়ে দাঁড়ালেও খুব ভালো লাগলো

  • @subhankarbhattacharyya4639
    @subhankarbhattacharyya4639 11 месяцев назад

    Masterclass!

  • @samipchatterjee6419
    @samipchatterjee6419 11 месяцев назад +2

    এই আবৃত্তি কেমন হয়েছে, তা বলার কোনো ভাষা আমার জানা নেই, শুধু বুঁদ হয়ে শুনে যেতে ইচ্ছে করছে। তেমনি অসাধারণ আবহ। সবচেয়ে ভালো লাগলো প্রবাদপ্রতিম শিল্পী শম্ভু মিত্রর আবৃত্তি এতবার শোনার পরেও সম্পূর্ণ প্রভাবমুক্ত এই নিবেদন। আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল, গর্ব অনুভব করি আপনার আশ্রয়ে আমরা কবিতা চর্চা করতে পারি ভেবে।

  • @bhabaniprasad2975
    @bhabaniprasad2975 11 месяцев назад

    আহা , কতো কিছু শেখার আছে এই নিবেদনে।তবে সব ভেদ করে এই কবিতার মূল ভাব প্রত্যেকের মনে ছড়িয়ে পড়ুক।তবেই স্যার এর এত কষ্টের এই সৃষ্টি সার্থকতা লাভ করবে।আবহ এই সময়ের সেরা বলে আমার মনে হয়েছে।

  • @kalyanbhattacharya2698
    @kalyanbhattacharya2698 11 месяцев назад

    অপূর্ব.... এ যেন হৃদয় থেকে আপনা হতেই উৎসারিত জীবনের উপাখ্যান।

  • @Poetry.Dialogues-ACSD
    @Poetry.Dialogues-ACSD 11 месяцев назад

    কী ভালো একটি সময়োচিত কাজ! কুর্নিশ।

  • @jhumamisra4185
    @jhumamisra4185 11 месяцев назад

    Apurbo...... 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @juindey9449
    @juindey9449 11 месяцев назад

    আপনার বোধ, আপনার কন্ঠ, দাপটের সাথে উচ্চারণ তা সত্যিই একটি কবিতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।
    প্রতিটি কাজ এত যত্ন সহকারে করেন যে প্রত্যেকটি আবৃত্তি শিল্পের asset হয়ে থাকছে।

  • @AjantaChakraborty
    @AjantaChakraborty 11 месяцев назад

    Speechless

  • @linabiswas1088
    @linabiswas1088 11 месяцев назад

    শুধু শুনছি, প্রকাশ করার মতো কোনো শব্দ আমার জানা নেই ..🙏🙏.

  • @VoiceofDr.RitaNag
    @VoiceofDr.RitaNag 11 месяцев назад

    মুহূর্তটা একটা ঘোরের মধ্যে কাটলো। কন্ঠের জাদু, কন্ঠের খেলা আর কন্ঠের সংযম শুধু শুধুই মুগ্ধতা গ্রাস করে রেখেছে এখনো ।সেলাম,..........
    রইল আমার শ্রদ্ধা আর প্রণাম দাদা।

  • @SomaDey-z4m
    @SomaDey-z4m 11 месяцев назад

    অনবদ্য

  • @manosibanerjee8459
    @manosibanerjee8459 11 месяцев назад

    অপূর্ব উচ্চারণ 🙏🌹🙏 দাদা দুবার শুনলাম

  • @kobitasketch4767
    @kobitasketch4767 11 месяцев назад

    অসাধারণ লাগে যতবার শুনি, আপনার গলায়

  • @bandanabanerjee1144
    @bandanabanerjee1144 11 месяцев назад +1

    অপূর্ব....অসাধারণ....অনবদ্য....ইতিহাস!

  • @priyankabhattacharjee7003
    @priyankabhattacharjee7003 11 месяцев назад

    মন্ত্রমুগ্ধ,বরাবরের মতোই। আমার প্রণাম আপনার উচ্চারণ কে।🙏🌿🙏

  • @adrijachatterjee3590
    @adrijachatterjee3590 11 месяцев назад

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম ...অসাধারণ ...🙏🏻🙏🏻

  • @suparnabhattacharjee3653
    @suparnabhattacharjee3653 10 месяцев назад

    মুগ্ধ।
    আনত।

  • @swatichatterjee4985
    @swatichatterjee4985 11 месяцев назад

    অপূর্ব । বিদ্রোহীর পরে আবার একটি নির্মাণ যা আবৃত্তিজগতের আরেকটি মাইলফলক হয়ে রইলো ।❤

  • @kobitaybiplab007
    @kobitaybiplab007 11 месяцев назад

    অসাধারণ অনবদ্য অপূর্ব এই শব্দগুলো এখানে ক্লিশে। এই আবৃত্তিকে সম্মান জানাতে অন্য শব্দ প্রয়োজন।

  • @buddhadebmukherjee2988
    @buddhadebmukherjee2988 11 месяцев назад

    আসাধারণ

  • @somachakraborty4447
    @somachakraborty4447 11 месяцев назад

    অসাধারণ বললে কম হয়। শুধুই শুনলাম

  • @joyitachakraborty8235
    @joyitachakraborty8235 11 месяцев назад

    ভাষাহারা❤❤❤

  • @monalishasain3879
    @monalishasain3879 11 месяцев назад

    অনবদ্য 🙏

  • @Indranildasofficial
    @Indranildasofficial 11 месяцев назад

    খুব ভাল লাগল। অসাধারণ!🙏🙏

  • @manosibanerjee8459
    @manosibanerjee8459 11 месяцев назад

    অনবদ্য আবৃত্তি।প্রণাম জানাই 🙏

  • @mousumikhan731
    @mousumikhan731 11 месяцев назад

    অসাধারণ 🙏🙏

  • @masuduzzamanmasud3435
    @masuduzzamanmasud3435 11 месяцев назад

    মুগ্ধ হলাম আবারও সুমন্ত্র দা

    • @subhabratalahiri3138
      @subhabratalahiri3138 10 месяцев назад

      শুনতে শুনতে শম্ভুমিত্র বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তবু বলবো অসম্ভব ভালো লাগলো।

  • @jhumpaghosh8536
    @jhumpaghosh8536 11 месяцев назад

    Darun darun

  • @pratipsarkar8306
    @pratipsarkar8306 11 месяцев назад

    Shudhui mugdhota 🙏🙏🙏

  • @chitrangan5435
    @chitrangan5435 11 месяцев назад

    অসাধারণ অসাধারণ

  • @Debashis.1963
    @Debashis.1963 11 месяцев назад

    আহা কি অপূর্ব সৃষ্টি। মথিত হয়ে যেতে হয়। এ কবিতা নতুন করে বর্তমান হয়ে ওঠে। যেমন আবহ তেমনি উচ্চারণ। এক স্বপ্নের ঘোর তৈরি করে কবিতা শোনার পরতে পরতে। কতো অধ্যাবসায় থেকে যায় একটি কবিতা নির্মাণে । অভিনন্দন।

  • @আবৃত্তিরআঙিনা-ল৯ম

    স্যার আপনার আবৃত্তি নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই ।শুধু মুগ্ধ হয়ে শুনি আর শিখি।

  • @nupurmukherjee7727
    @nupurmukherjee7727 11 месяцев назад

    এ এক অনবদ্য সৃষ্টি শম্ভু মিত্রের যোগ্য উত্তরসূরি একালের শ্রেষ্ঠ আবৃত্তিকার, আমার প্রনাম নেবেন এও ইতিহাস হয়ে রইলো।

  • @mihirchowdhury8505
    @mihirchowdhury8505 11 месяцев назад

    তোমার আবৃত্তি যত শুনি আমি মুগ্ধ হয়ে যাই ❤❤❤ সুমন্ত্রদা এরকম আরো আরো কবিতা শুনতে চাই।

  • @swapnanilsarkar6060
    @swapnanilsarkar6060 11 месяцев назад

    অপূর্ব! চোখ বুজে বারবার শুধু শুনেই চলেছি...

  • @bhaswatidasgupta6565
    @bhaswatidasgupta6565 11 месяцев назад

    অপূর্ব!

  • @sandipsumanbhattacharya8064
    @sandipsumanbhattacharya8064 11 месяцев назад

    খুব ভালো লাগল।

  • @soumyamishra5006
    @soumyamishra5006 11 месяцев назад

    স্তব্ধ হয়ে গেলাম বিশেষ কিছু বলার মত শব্দ পাচ্ছি না

  • @somensamajdar9769
    @somensamajdar9769 11 месяцев назад

    অনবদ্য।