আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত দাদার কথা শুনে নতুন অনেক কিছু জানতে পারলাম। প্রখ্যাত আবৃত্তিশিল্পীদের আলাপচারিতা শুনে তরুণ আবৃত্তিকর্মীরা উৎসাহ পায় এবং অনেক কিছু শেখা যায়। এ ধরনের অনুষ্ঠান উপহার দেয়ার জন্য নাজমুল ভাইকে আন্তরিক অভিনন্দন। শুভ কামনা রইলো ...।
শুধুই যে, নামেই ,, কোন জুড়ায়, জরিতো হলে হয় না,, কাজের মধ্যে, সত্য সটিক,,,,, রুপে দেখা না যায়,, তাহলেই, যে,,শুরু শেষ,, দেখিবে,,,,, তুমি, শূন্য,, শূন্য, শুধুই,, শূন্যতা,,অনন্ত অসীম সীমাহীন শূন্য তা,, তখন শুধু ই,, সেই,, শূন্য তার,,সেই, শুরু শেষ,,,,, একক,গল্পে, কবিতা, লিখতে, লিখতে,, জীবন বেলা, শেষ হবে,, অবেলায়,, আর সেই সাথে, তোমার, চির সংগী,সাথী হয়ে থাকবে, কিছু অস্থির নিশ্বাস, অনন্ত ভাবনা কল্পনা,
আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত দাদার কথা শুনে নতুন অনেক কিছু জানতে পারলাম। প্রখ্যাত আবৃত্তিশিল্পীদের আলাপচারিতা শুনে তরুণ আবৃত্তিকর্মীরা উৎসাহ পায় এবং অনেক কিছু শেখা যায়। এ ধরনের অনুষ্ঠান উপহার দেয়ার জন্য নাজমুল ভাইকে আন্তরিক অভিনন্দন। শুভ কামনা রইলো ...।
খুব ভালো প্রগ্রাম,আমার ভীষন ভালো লাগে।ভালো থাকো সুমন্ত,তোমার মন্ত্র বেঁচে থাকুক।
ভীষণ ভীষণ ভালো লাগলো আপনাদের কথোপকথন। শুভকামনা নিরন্তর।
খুব ভালো লাগলো স্যার
অনেক কিছু জানতে পারলাম ।খুব ভালো লাগলো।ধন্যবাদ।
Najmul vai Asesh Kritoggota janai apnake erokom ekti asadharon Uposthapona upohar deoar jonnyo.
Sir er kobita sunle mone ta khub bhalo hoye jay...
ধন্যবাদ। সত্যি তাই। সৃজন আনন্দে থাকুন
ভালো লাগলো
Najmul vai khub valo laglo
জানা ছিল না এরকম দুই বাচিক শিল্পীর কথোপকথন, জেনে আমাদেরও ভালো লাগল, দুজনকেই ভালোবাসা জানাই।
শুধুই যে, নামেই ,, কোন জুড়ায়, জরিতো হলে হয় না,,
কাজের মধ্যে, সত্য সটিক,,,,,
রুপে দেখা না যায়,, তাহলেই,
যে,,শুরু শেষ,, দেখিবে,,,,,
তুমি, শূন্য,, শূন্য, শুধুই,, শূন্যতা,,অনন্ত অসীম সীমাহীন
শূন্য তা,, তখন শুধু ই,, সেই,,
শূন্য তার,,সেই, শুরু শেষ,,,,,
একক,গল্পে, কবিতা, লিখতে,
লিখতে,, জীবন বেলা, শেষ
হবে,, অবেলায়,, আর সেই
সাথে, তোমার, চির সংগী,সাথী
হয়ে থাকবে, কিছু অস্থির নিশ্বাস, অনন্ত ভাবনা কল্পনা,
❤❤❤❤❤❤
এই কবিতা গুলো কোন গ্রন্থে পাব। দয়া করে জানাবেন।
আ..হা..
সঞ্চালক মহাশয়কে বিনীত ভাবে বলি, কথাটি 'আবৃত্তি '# আবৃতি নয়!
ভাল লাগলো.............. এমন কবিতা আগে কখনো শোনেননি - ruclips.net/video/PGigQqnAoqs/видео.html
আর্থ পরাথ মিলিয়ে দিলে কবিতা আত্মার..... প্রকাশ্যে বা নিভৃতে
আলাপচারিতার পেছনে যন্ত্রসঙ্গীতের ব্যবহার বিরিক্তকর।