Neelbasana Sundori By Panchkari Dey | Sudip, Anujoy, Deep, Mir|
HTML-код
- Опубликовано: 24 ноя 2024
- অত্যাশ্চর্য নারীহত্যা! মেহেদী-বাগানের হত্যাকাণ্ডের মত অদ্ভুত হত্যাকাণ্ড আর কখনও ঘটেনি।
Mirvana presents
Goppo Mir er Thek Episode 80 - Panchkari Dey's ‘Neelbasana Sundori’
Directed by - Mir Afsar Ali
Content Head: Godhuli Sharma
Adaptation: Poushali Samanta
Music Direction, Sound Design: Pradyut Chatterjea
Assistant Sound Designers: Aagniva Deb, Arjya Dev Chatterjee, Shantanu Sarkar
Poster Design & Motion: Join The Dots
Project Mentor: Anindita Chatterjee
Strategy Consultant: Kay Ten
Digital Media Intern: Souvik Jana
Executive Producer: Saurav Bhattacharya
Recording Studio: Raja's Studio (Raja Narayan Deb)
Sound Recordist: Debojit Sengupta & Aagniva Deb
Music Label: Mirvana Entertainment Pvt Ltd
Special Thanks: Dr. Soma Bhattacharjee
Song Credits:
Song: Bhalobashar Atordani
Vocals - Ankita Das
Lyrics and Music - Pradyut Chatterjea
Starring
Debendrabijoy- Sudip Mukherjee
Mobarak - Anujoy Chattopadhyay
Munshi Johuruddin - Debapratim Dasgupta
Majid - Deep Basu
Moniruddin - Soumen Chakraborty
Mojam - Rajeev Chatterjee
Latiman & Gani-r Maa - Papiya Rai Chakraborty
Sujat - Rounak Chakraborty
Srisha - Pushan Dasgupta
Zohra, Sakhiya & Hamida Bibi - Ankita Das
Hariprasanna - Dipankar Chakraborty
Karim-er Maa - Sreya Adhikari
Chhele - Souvik Jana
Bhrityo - Aagniva Deb
Diljaan - Godhuli Sharma
Arindam Babu, Paharawala, Jonoiko & Narrator - Mir Afsar Ali
এখন রাত 2.25AM সবে শোনা শেষ করলাম। সারা সপ্তাহ office করেও ঘুম এলোনা। এক টান টান উত্তেজনায় শেষ হলো গল্পটা। এটা সত্যি গপ্পোমীরের ঠেকের কৃতিত্ত্ব। খ্যাপা সিরিজের আগেই আবার প্রলয়ে অভিনয় দেখেছি, খুবই সুন্দর লাগলো নতুন শিল্পীর কাজ। এভাবেই এগিয়ে যাও আর আমাদের আনন্দ দান করে যাও। LOVE YOU TEAM GOPPO MIRER THEK ❤❤
❤
❤❤
golpo a 2to channele sunlam. ei ta best..
Oshadharon ❤❤❤
Dada faluda chi plz dhaka thaka
মির যে গল্প বলে সে গল্পের মান বেড়ে যায়।। মির একটি ব্রান্ড যা আর কারও মধ্যে নেই নেই নেই।।
Mir king of audio story......
Deep❤ mir❤
সকল নারী চরিত্র , সরকারি গোয়েন্দা থেকে শুরু করে পুরো মিউজিক সিলেকশন, এক কথায় অনবদ্য সৃষ্টি। শেষে এসে মুবারক এর শিকারুক্তি মধ্যে যেই সূক্ষ্ম অনুভূতি গুলো জড়িয়ে ছিলো ... মানে 'flawless ' টার্ম টার যদি কোনো উদাহরণ থাকে তাহলে এই গল্প টি । Thanks to the entire team 😌❤️✨
Tai bole golper sesh bole deben?? Comment kortei hobe sob kichute ??
Part heart heart heart heart ০০০p
কী ভয়ানক!!!..... অনেক চরিত্রের মুখে এই dialogue ta!!... খুবই সুন্দর উপস্থাপনা ❤❤
Sunday suspense vs goppo mir er thek ❌
Both are love ❤❤❤❤both are emotion❤❤
Totally agreed ❤❤❤
@@Rajasaha413scb yes brother
Agreed❤
That's what I wanted to hear from everyone 😭
@@Blink_x_1DMe too
বাংলাদেশ থেকে আছি সব সময়ই।
প্রতিরাতে আপনার গপ্প না শুনলে ঘুম আসেনা।
তবে বাংলাদেশের সম্প্রতি কোটা আন্দোলনের জন্য গত এক সপ্তাহ শুনতে পারিনি সব ধরনের নেট কানেকশন অফ ছিলো।
কেবলি নেট আসলো।
ওমনি আপনার নাম লিখে সার্চ দিলাম।
আহ শান্তি নতুন এপিসোড দেখে।
প্রাণে খুঁজে পেলাম প্রাণ।
ধন্যবাদ প্রিয় মুখ।
বাংলাদেশের খুলনা থেকে আছি, ভালোবাসা অবিরাম।❤❤❤
আমি চাঁদপুর থেকে
❤❤❤❤❤😊
সমস্তটাই এত্ত সুন্দরভাবে পরিবেশনা করা হয়েছে যে, সবটাই চোখের সামনে স্পষ্ট এবং চরিত্রায়ন করে নিতেও বেশি সময় নষ্ট হয়না। ভীষণ সুন্দর এক পরিবেশনা পেয়ে বাংলা সাহিত্য এবং অবশ্যই তোমাদের টিমকে নমস্কার অনবদ্যভাবেই এসে পরে। অনেক অনেক ধন্যবাদ।
দুই চ্যানেলের গল্প পর পর শুনলাম। প্রথমে ঠেক তারপর মিরচি।দুটো চ্যানেলই আমার খুব প্রিয়। তাই যাদের যেটা ভালো লেগেছে সেটাই বলছি।
১. গল্প আমার পড়া নয়। তাই গল্প সংক্ষিপ্তকরণ ঠেকের টা বেশি ভালো লেগেছে।যথাযথ। আমার তো বুঝতে কোনো সমস্যা হয় নি।
২. Story Narration দীপ দা.... অসাধারণ।
৩. দেবেন্দ্র বিজয় চরিত্রে ঠেকের সুদীপ বাবু জাস্ট ফাটিয়ে দিয়েছেন। কোনো তুলনা হয় না।
৪. BGM মিরচি এর টা বেশ থ্রিলিং লাগলো।
বাকি অন্যান্য চরিত্র গুলো দুই চ্যানেলে স্বতন্ত্র ভাবে ভালো লেগেছে। দুই চ্যানেল কে অনেক ভালোবাসা ❤
অসাধারণ প্রেজেন্টেশন। মীরদার ন্যারেশন সাথে সুদীপদার গোয়েন্দাগিরি। দারুণ লেগেছে। দারুণ। পাঁচকড়ি দে' র লেখা আগে পড়া হয়নি, মীরদা দৌলতে প্রথম শুনলাম।
The last hour of the story was riveting particularly due to Anujoy’s unforgettable performance. The way he has brought out the pain, betrayal, guilt, and helpless anger of a rejected lover is just out of the world!! He is such an asset to GMT and radio story universe!!
Oh my god!
Those last 15minutes. 🙏
That pain in his voice!!!!!
Incredible! Simply unparalleled...
It was too long...dragging...and artificial. Till that part the story was going great.
The ending was a disaster
নীলবসনা সুন্দরীর খুনী কে, জানতে পারলে? কেমন লাগলো গপ্পোমীরকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।
Darun mon vore gelo
ফেলুদা হয়ে যাক একদিন। Please sir 🫶🫡❤️
আমি যে বাঙালি হয়ে জন্ম গ্রহণ করেছি এটা আমার কত জন্মের সৌভাগ্য , সব গল্পঃ তো আর সারা জীবনে পড়ে জেতে পারবোনা , কিন্তু মির দা আপনার জন্য অনেক গল্পঃ হয়তো শুনে জেতে পড়বো। সবে শেষ করলাম গল্পটা , খুব ভালো লাগলো ধন্যবাদ।🙏
তিন ঘণ্টা পার একটানা গপ্পো শুনলাম বাপরে বাপ.. ডিনার করলাম আজ রাত সাড়ে বারোটায় মীর আফসার আলী.. এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে শেষ করেছি গপ্পো.. "মোবারক" ওরফে সৌমেন খুনী তাই তো..!?? তবে যেই হোক, সৌমেন বা অনুজয়, লাস্ট moment ফাটাফাটি চরিত্রের চরিত্র রূপায়ণ.. awesome 👍 🙏 🎉 সবটাই মীর আফসার আলীর বলিষ্ঠ নিপুণতা.. 🤗🙏🤗🙏🤗 💞💞
ONNO CHANNEL TAO SAME GOLPO UPLOAD KORCHE AJJ😅..CO INCIDENCE NAKI ONNO KICHU??😂😂
PURO CHHAPPA CHOLCHE🙂🙂
শনিবার মানেই রাত 9 টার পর Goppo meer-er thek এ এসে গল্প শোনা। কানে 🎧🎧 আর বাইরে হালকা বৃষ্টি আলাদাই combination.❤❤❤❤
Mobarak stole the show... ❤❤❤
Anujoy is Outstanding, what a acting of the tragic death,, mind blowing❤
মীর দা,,, আপনার বলা যেনো মুগ্ধ,, সারাদিনের ক্লান্ত পথিক পথ পায়, আপনাদের এই গল্প পরিবেশনায়
শেষ দৃশ্যে অনুজয় দুর্দান্ত। আর captain তোমার presentation নিয়ে কোনো কথা হবে না। ❤❤
ওহ হো হো,, অবশেষে "নীল বসনা সুন্দরী" র গুলজারি আসরের দরজা খুলল.. আহ্ হা, শুরুতেই rounak আর soumen এর কথোপকথন নমস্য.. 🙏 মীর আফসার আলী, এ যে চরম উপস্থাপন তোমার কর্ম কাণ্ডে.. ওদের কন্ঠে কথা গুলো শুনছি আর আমার শরীর শিউরে উঠছে.. awesome 👍 🙏 মোবারক আর সুজাত ওরফে সৌমেন, rounok excellent 👌 💚 এখন বাকী গুলো শুনি.. আজ ভীষণ ভাবে গপ্পো শুনতে শুনতে মোহিত হয়ে যাচ্ছি.. আর মীর আফসার আলীর স্পষ্ট গপ্পো পাঠ তো চিরকালের চিরায়ত পরম নমনীয় আহ্বান.. 🤗 ❤🤗 🙏🌿🙏✌️
@@osimakhatun310 eta ki 18+ golpo
Mobarak play korechen Anujoy... Soumen korechen Maniruddin... Credits eo lekha ache..
@@arunavamukherjee2631 ওহ হো, বুঝতে পারিনি ❤️
@@osimakhatun310 vai reply dilen na ?????
Ai golpo ta 18 + ????
@@khokon42011 na na atotao barabari noy... Normal U/A galpo
এককথায় অসাধারণ লাগল 🔥🔥
৩ ঘন্টা ৪০ মিনিট কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না 😇
গল্পপাঠে মীরদা প্রতিবারের মতোই অনবদ্য আর অরিন্দমবাবুর ছোট চরিত্রেও মনে আলাদা জায়গা করে নিয়েছেন 💙 সুদীপবাবুকেও দেবেন্দ্রবিজয়ের চরিত্রে আমার ভালো লেগেছে 😊 ক্লাইম্যাক্সে অনুজয়দাও ফাটিয়ে দিয়েছেন 🙂 বাকিদের অভিনয়ও যথাযথ ।
শেষে প্রদ্যুতদাকে আবহসঙ্গীতের জন্য আবারও কুর্নিশ জানাই 🙏🙏
আশাকরি পাঁচকড়ি দের আরও রহস্য কাহিনী গপ্পোমীরের ঠেকে ভবিষ্যতে শুনতে পাবো 💙💙💙
❤❤
Mir ar balchara fan😂😂😂😂😂
@@RajBiswas-so7nu r tui ki mirchir pechon chata fan 😂😂😂😂
esob nongra comment kore nije koto boro chotolok bujia dicchen
@@RajBiswas-so7nuMir jai Kore tor moto public er fete jay
@@RajBiswas-so7nuUDGANDU TUMI EKTA 😂
মন্টেক্রিষ্ট র মতো কিছু শুনাবেন মীর দা,ওটা আমার জিবনের ওনেককিছু পরিবর্তন করে দিয়েছে
A Tale of Two Cities ও আগাথা ক্রিস্টির "মিস মার্পেল" এর গল্পের আশায় রইলাম। গোয়েন্দা কাহিনীর ভিড়ে উনি যেন একটু বেশিই হারিয়ে গেছেন। শুনতে পেলে ভালোলাগবে। ধন্যবাদ
Jemon ki poriborton ase6ee
Eta ekdom shotti kotha @snehangshuchakraborty
Somoy ke somoy dile somoy shesh hole somoy er fol apni hater muthoy ese dhora dey...❤ ei line tar ekta aladai fan base ache...
Sotti.
এক কথায় অসাধারণ 😊❤ অনুজয় দা কে নিয়ে তো কিছুই বলার নেই outstanding performance 🎉🎉 সমস্ত টিম যে কি পরিমান পরিশ্রম করছে ta নীলবসনা, kauriburi egulo na শুনলে কেউ জানতে পারবে না
অনেক অনেক অভিনন্দন রইলো আগামী দিনের সাফল্যর জন্য 🎉❤❤
কি অপূর্ব সুন্দর পরিবেশনা। অত্যন্ত ভাল লাগল। অতুলনীয়। বই আছে, গল্প টাও পড়া, কিন্তু এত সুন্দর উপলব্ধি হয়নি যতটা এখন শুনে হ'ল।
গল্প টা সত্যি অসাধারণ অনবদ্য কিন্তু এটা এমন একটা গোয়েন্দা গল্প যেখানে রহস্য উন্মোচনে গোয়েন্দার কোনো হাত নেই😂
রহস্যে ঘেরা গপ্পো-"নীলবসনা সুন্দরী"-- অপেক্ষা করছি ❤❤
জমে যাবে 🔥🔥
মীর অপূর্ব। তোমরা আমাদের জন্য এত ধৈর্য ধরে এত সুন্দর গল্প পাঠ করো। কিন্তু কিছু শ্রোতা খালি নিজেদের মধ্যেই কথা বলতে থাকে।
Akdam thik.. kichutei jano kichu srota tara khushi hoyna.
যে ধরনের গল্পো আপনারা তুলে আনেন সত্যি প্রশংসনীয় ❤❤❤
Goppo Mirer Thek , প্রত্যেকটা প্রোডাকশনে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে চলেছে, চরিত্রাভিনেতা , গল্প পাঠ নিয়ে নতুন করে আর কী বলব, তবে যেটা নিয়ে বলতে চাই, সেটা হলো আবহ, আর ব্যাকগ্রাউন্ড স্কোর, ফলি অসাধারণ ❤️🙏🏻🙏🏻
Kakababu r golpo sunte chaii😢😢😢 ei bristir dine besh romanchokor kichu ❤❤
Ajker goppoti o sera laglo❤
আমার এইবার একটু দেরী হয়ে গেল শুনতে...গতকাল রাতে টানা শুনলাম.... সত্যি বলতে কি এই গল্পটি আমার পড়া ছিল না.... কিন্তু গপ্পো মীরের ঠেকের উপস্থাপনায় মনে হল...একই সঙ্গে পড়লাম...👍 শুনলাম...👍 এবং দেখলাম...👍
এই কাহিনীতে মোবারক চরিত্র টির কন্ঠাভিনয় বহুদিন মনে থাকবে.... বিশেষত শেষাংশটিতে...👌👌👌
তা ছাড়া প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ👌
আর আমাদের ন্যারেটার ক্যাপ্টেন মীর দার পারফরম্যান্স নিয়ে তো নতুন কিছু বলার নেই!!!! যথারীতি ফাটিয়ে দিয়েছেন....👌👌👌
সব মিলিয়ে 'নীল বসনা সুন্দরী' র রহস্যময়ী আবেদন আবারও আমাদের ঘায়েল করল, প্রতিবারের প্রতিটি গপ্পের মত....💐❤💐
বৃষ্টি ভরা রাত,এক cup coffee, আর মির আসিফ আলীর গলায় গল্প সত্যি এ যেন নৈসর্গিক শুখ।
Asif na bondhu .Afsar ali
দুই চ্যানেলে দুইজন কথক এর বলার ভঙ্গি সরল ও বাস্তব এবং আমার প্রিয়
আজকে নীলবসনা সুন্দরী গল্পটা রোমাঞ্চকর রহস্যময় গল্প।গল্প শুরুর প্রথমে Rounak আর soumen এর কথোপকথন আমার দারুন লাগো তোমার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই মীর দা ❤❤❤
3 ghonta 40 min.... bassss ar kichu dekhini... sunte suru korechi ... ❤ love you team GMT...❤ content r performance niye kono katha hobe na... sunday dupur.... jome khir ❤
Bomkesh বা শার্লক হোমস হলে আরো তারা তারি Case টা solve করতে পারতো😅😅 গল্প শোনা শেষ করতে করতে আমার সকাল 7 বেজে গেল🫥😑 গল্পটা ভালো হয়েছে সবাইকে খুব দারুন ভাবে মানিয়েছে। ❤👌 Mir দা আমি চললাম সারা রাত তোমার ঠেকে বসে গল্প শোনার পর এখন একটু ঘুমাতে হবে😄
Ekdom thik bolechen last 2 ghonta mathar upor diye gelo tal gol puro pakiye ekakar.
Anujoy as Mobarak and Moniruddin as Soumen... love those characters, love it. damn! top notch.
আমার বাবার মা মানে আমার ঠাকুমা স্বর্গীয় কল্পনা সুন্দরী শেঠ এর বাবা ছিলেন পাঁচকড়ি দে।
তো?
😂😂@@Vijay.actorofficial
বাহ ভীষণ ভালো। আপনার তো গর্ব করা উচিত আজ।❤️
Congratulation 🙃🙃🙃
❤
খুব ভালো একটি পরিবেশনা। পাঁচকড়ি দের অসামান্য একটি কাহিনী এত সুন্দর করে তুলে ধরার জন্য সমগ্র টিমকে সাধুবাদ জানাই। অণুজয় , দেবপ্রতিম বাবু, সুদীপবাবু, গোধূলি সকলে অসামান্য কাজের পরিচয় দিলেন। অনেকদিন এই পরিবেশনার কথা স্মরণে থাকবে।
Eta to coincidence hote parena je same same golpo hoye gelo ekta week e sunday sunpense r goppo mir er thek e... amra apnader dujon kei bhalobashi ... onekdin dhore sunchi... duto alada golpo hole duto golpo petum
amio tai vabchi..eta keno holo?
Anujoy Chatterjee as Mobarak Uddin just best।।। Far better than today's chyablamo marka cinema serials ❤
Oi last mrityu porjay ta oshadharn acting chilo।। Best acting of the whole story।।।।
*_Ami pure Sunday suspense er fan .. tobe goppomir er thek suru thekei sunchi.. aj Neel bosona sundori sunlam dui jayga thekei.. ami bolbo j goppo mir er thek ei golpota best serve koreche... Sunday suspense onek biboron diye boring kore diyeche.. but mir sir ekdom bor hote den ni ... Best best😊_*
জি একদম ঠিক বলেছেন, ডিটেকটিভ গল্প এত বেশি স্লো হলে খুবই বোরিং লাগে,, gmt is better than ss.
এক কথায় অনবদ্য,প্রত্যেকেই অসাধারন,ক্লাইম্যাক্স এ অনুজয় দা just awesome❤।
Sunday Suspense আর এইটা দুটোই শুনলাম। আগে কিছু পার্থক্য যে গুলো আমার চোখে পড়লো সেগুলো বলি। SS আর GMT র একই গল্পের মধ্যে চরিত্রের কিছু নাম বদল হয়েছে দেখালাম। maniruddin এর চরিত্র SS এ হয়ে গেছে আমির, মজিদ এর নাম হয়ে গেছে রশীদ, zohra হয়ে গেছে alia। আমি যদি ভুল শুনে থাকি তাহলে কেউ শুধরে দেবেন। SS আর GMT র মধ্যে Narrative এর পার্থক্য রয়েছে। দু ক্ষেত্রেই ঘটনার আধিক্য আর omission দুটোই ঘটেছে। এবার কে টেনে টেনে বাড়িয়েছে আর কে ছেঁটে বাধ দিয়ে দিয়েছে সেটা মূল গল্প যারা পড়েছেন তারাই বলতে পারবেন। তবে একটা বিষয়ে SS থেকে GMT এর adaptation আর rendition ভালো লেগেছে। রেডিও মীরচি শ্রুতিনাটকের attempt ছিল ভালই কিন্তু ওরা সেটা করতে গিয়ে হেজিয়েছে ভালোই। GMT rendition অনেকটা টানটান।
Ami thik etai vabchilm shunte shunte.... 2i jaygar story shune bojha jacche na kon naam original story te ache
@@rishachakraborty2003 there's a high chance that GMT original ta koreche.
Original পাঁচকড়ি দে-র "নীলবসনা সুন্দরী" যতটুকু দেখলাম সেটি মূলত সাধু ভাষায় লেখা যা অবশ্যই শ্রোতাদের সুবিধার্থে এখানে চলিত করা হয়েছে, এবং রইল পড়ে চরিত্রের নামগুলি - সেগুলি "গপ্পো মীর-এর ঠেক" originally ই গ্রহণ করেছে , তাদের দিক থেকে কোনোরকম বদল তারা আনেননি। So, I think it's almost authentic.
মীরের চ্যানেলে চরিত্রায়ন অনেক বেটার,,, দীপ দা আর মির দার মধ্যে nothing to differ but গোয়েন্দা চরিত্র অর্বাচীন গৌরব বাবুর চেয়ে সুদীপ মুখার্জি অনেক অভিজ্ঞ এবং চরিত্রের জন্য পারফেক্ট, একটু রাশভারী গলার স্বর।
@@snehasisdas8037 আমারও তাই মত
অসাধারণ লাগল গল্প টা শুনতে যেমনটা প্রতিবারেই লেগে থাকে। গপ্পো মীরের ঠেক থেকে এরকমটা আমরা আশা করেই থাকি প্রতিবারেই। বিশেষ ভাবে বলবো Mobarak - Anujoy Chattopadhyay has done a tremendous job in the last part. একবারের জন্যেও মনে হয় নি এটা অকৃত্তিম। আসাধারন লেগেছে শেষের অংশটুকু, একেবারে বলার বাইরে। অসংখ্য ধন্যবাদ Anujoy Chattopadhyay, পুরো গপ্পো মীরের ঠেক এবং মিরদা কে। ❤❤❤
এই প্রায় 4 ঘণ্টার একটা দীর্ঘ কাহিনী একেবারে উপহার দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ মীর দা ❤️।
সাধারণত এত দীর্ঘ গল্পকে অন্যান্যরা 2-3 টুকরো করে 2-3 সপ্তাহ চালিয়ে দেই আর শ্রোতা দের অপেক্ষায় রেখে দেই😢।
আবারো একবার অনেক ধন্যবাদ ❤️
Mirchi bangla Chowdhury barir rohosyo golpota dekhe asun 1 part a 4:30 hrs ultopalta bolar age aktu vebe dekhben...
Bangladesh theke suntechi amader ekhane net er je obostha jani na 3hour 41min er golpo sunte kotokhon lage.... Thanks Team Goppo Mir Er Thek❤❤❤❤❤
BGM দারুন হয়েছে। Pradyut is a gem!
Khuub khuub valo laaglo, ei golpo taa peye! Thanks a lots of love, to the entire team of 'Goppo Mir er Thek'! Erom typer aaro golpo chaai...
কত শুনেছি এই গল্পের কথা আজ শুনলাম, অনেক ধন্যবাদ
বৃষ্টিমুখর নিঝুম রাত, কানে হেডফোন, সঙ্গে মীরের গলায় ডিটেকটিভ উপন্যাস, এর থেকে বেশি আর কি চাওয়ার থাকতে পারে 👌❤
Koto log to koto kicuri fan hoi ami akojoner fan mir da thankyou so much gmt team
খুব ভাল লাগল। উপস্থাপনা দারুন। গল্পটা যদিও আমার মাঝারি মানের লেগেছে।
মিরদা তোমায় অপমান করছি না আমি তোমার ব্যোমকেশ এর ভক্ত কিন্তু তুমি হেরে গেলে আজ sunday suspense এর কাছে, গল্প পাঠে deep দা সেরা একদম আগুন
Akdom♥️
হক কথা
Akdom❤❤
Sunday suspense galper er climax er performance ta otota valo laglona r ektu slow laglo. over all darun,etodine thik thak galpo choice kora suru koreche mirchi.
@@supravatjana3819 thik e to 6ilo valoi ovinoy hoye6e sesh ta
সানডে সাসপেন্স ও গপ্পোমীর উভয়েরই গল্প শুনলাম। দারুণভাবে উপভোগ করলাম বটে। তবে আমাদের মত সাধারণ শ্রোতাদের হতভাগ্য যে আমরা আরেকটি অন্য গল্প শোনার থেকে বঞ্চিত হলাম। অন্যান্য সপ্তাহে দু-দুটো গল্পের উপহার অভ্যস্ত তো, তাই দুই জায়গাতেই একই গল্প দেখে প্রথমটা হতচকিত হয়ে গিয়েছিলাম বটে, পরে ভিন্ন স্বাদে একই গল্প শুনে বেশ মজাও পেলাম।
আমি শ্রোতা সমগ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত যে প্রত্যেকে দাঁড়িপাল্লা নিয়ে সানডে সাসপেন্স ও গপ্পোমীরের তুল্যমূল্য বিচার করতে বসেছে।
গপ্পোমীরের যে নিজস্ব অভিনয়, অলংকরণ, অভিযোজন শৈলী সেভাবেই এই গল্পেরও অসাধারণ আকর্ষণীয় উপস্থাপনা করেছে। আর সানডে সাসপেন্সের যে সরলতাপূর্ণ চলিত নাট্যরূপ শৈলী তা তো আমাদের সাধারণ শ্রোতাদের প্রথম থেকেই হৃদয়ে একটি আলাদাই জায়গা করে আছে।
উভয়েই নিজেদের উপস্থাপনায় অনবদ্য ও অনন্য।
❤❤❤
দুর্দান্ত কাহিনী.... দুর্দান্ত উপস্থাপন... Hats off to the whole team 🙏
Onnorokom er golpo sunlam besh vlo laglo ..
Next Saturday r oppekhay takhlam
❤❤❤❤❤❤
Amio
মোবারক এর স্বীকারোক্তি পার্ট টা অসাধারণ ❤️❤️
কি অদ্ভুত!Mirchi r comment section dekhchi mir er name r mir comment section e mirchi r name সমালোচনা চলছে।যার যেখান থেকে ভালো লাগছে সেখান থেকে শুনলেই হয়।এত কথার কি আছে🙄..... Ami toh dujayga thekey sunchi
Aki soptahe 2 greats Sunday Suspense and Goppo Mir er Thek with same story. Sehane Sehane Tokkor...❤
একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই হল , না সেটা মীর আর মির্চির নয় । আমাদের মধ্যে যারা দুটোকেই 💯% ভালবাসি । তবে কিন্তু এবার মীর এগিয়ে গেলো । আর অনুজয় অসাধারণ , অসাধারণ ।
দিনের বেলা তেও গায়ে কাঁটা দেওয়ার মতন গল্প 🔥মন্ত্র মুগ্ধ হয়ে শুনলাম ❤️গপ্পো মীরের ঠেক কে অশেষ ধন্যবাদ আমাদের শ্রোতা দের এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ❤️😌
Sunday suspense far better than gmt in presentation adaptation bgm and duration....
Mir golpotake kete kete barota bajiye diyeche
দিন দিন অবাক হচ্ছি আপনাদের উপস্থাপনা দেখে। সত্যি অতুলনীয়ও অভিনয়, ঠিক ততটাই ভালো সাউন্ড। উফফ কাঁটা দিচ্ছে গায়ে ❤❤❤
আমরা যারা গল্প শুনতে ভালোবাসি তারা দুটি চ্যানেলেরই গল্প শুনি..... দুটো channel এ এক গল্প দিলে খুব খারাপ লাগে 😢.... সবারই ভালো ভালো গল্প শোনাক ভালো কাজ করুক.... প্রতিযোগিতার কী দরকার 🙏
Sei to konta sunbo thik kore uthte parchi na kichutei 😅
@@halderkinkar mirchi te 40 min shune baki ta akhne shunlam...... Last gia mone holo ai rokom akta golpo nia ato kichu 🙂.... Golpoer presentation amar akhne better legeche.....
@@smritibaroi8625 ohh, thanks 😊
দেবেন্দ্র বিজয়ের কথা প্রথম পড়েছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ অমনিবাসের ভূমিকাতে ।আজ অডিও স্টোরি হিসেবে শুনতে পেয়ে খুব ভালো লাগছে। অনুজয় ফাটাফাটি ❤❤
অসাধারণ গল্প, অসাধারণ উপস্থাপনা চলছে 🤩🤩🤩
(বিঃদ্রঃ- একই গল্প দুই channel-এ দুই রকমভাবে পরিবেশিত হচ্ছে/হবে দুটোই শুনব)❤❤❤😅😅😅
সুদিপ সাহেব তো ফাটিয়ে দিলেন। অসাধারণ ❤️❤️
গপ্পো মীর থেকে আমাদের সকলের প্রিয় অভিনেতা সুদীপ মুখার্জি কে একবার লাইভে দেখতে চাই। তোমরা কে কে একমত
"ম" দিয়ে কত নাম গো 😢প্রথম এক ঘণ্টা ধরে নাম গুলো ভালোভাবে বুঝতে হল 😅😅
যাইহোক গল্পের প্লট, অভিনয় দক্ষতা উপস্থাপনা সবমিলিয়ে ভীষণ ই চিত্তাকর্ষক হয়ে উঠেছে । এককথায় অনবদ্য❤❤❤😊
ও মীর দা, তোমার কাছে এবার চোখের বালি শুনতে চাই। সোনাবে গো?
ও মীর দা...
না ওটা আর না 😢
Sathe arekta gaan timir dar golai
@@TufanDebsingha-bd3ly Keno?
ওই গল্পগুলোর ভিউ বেশি হয়না
mir da tomar k hoi...
GOPOO MIR ER THEK EK অনবদ্য গপ্পো আমাদের উপহার দিয়েছেন
Thanks to gopoo mir er thek ❤
Sunday suspense এবং গল্প মির ঠেক এ একই গল্প প্রকাশিত করা হয়েছে । তবে কম্পেয়ার করলে আমি সানডে সাসপেন্স কে এগিয়ে নিয়ে যাবো । বাকি এখানকার পরিবেশনাও সুন্দর ❤।
কেন এগিয়ে সেটা বলুন।।
Khub shundor lagche shunte
Ei matro Sona sesh korlam galpo ta......khub valo laglo.... specially last er swikarokti ta durdanto chilo!!
Sunday suspense er tao besh bhalo laglo❤❤
❤❤❤
এখন রাত তিনটে,,…..... শুরু থেকে শেষ পর্যন্ত এক ভাবে না শুনতে পারলে, বুঝতাম না কেন এই অদ্ভূত রহস্য গল্প , ঠেকে জায়গা নিয়েছে !
এমন দীর্ঘ যুক্তি , তর্ক , বিচার, কারন এর না না প্রকার শাখা, প্রশাখা ছড়িয়ে 3:43:01 ছিলো যে শেষ পর্যন্ত না শুনলে , এমন রহস্যের জট কে বোঝা অসম্ভব !
গল্প যেমনই লেখা হোক কিন্ত, এত টা সময় মন কে বেঁধে রেখেছে --- সুত্রধর মীরের অসামান্য প্রতিভা এবং বিশেষ দক্ষতা , যার কোনো বিকল্প হতে পারে না !
অবশ্যই ঠেকের সবার নিজস্ব কাজ যথেষ্ট উন্নত করবার আন্তরিক চেষ্টা সম্পূর্ণ সার্থক|
মীরের কন্ঠের যাদুতে সম্পূর্ণ গল্পটা যেন বিনা সুতোয় বোনা অপূর্ব সৌন্দর্য্য ও রহস্যের অসাধারণ এক কথার মালা , যা শোনা যায় ঘন্টার পর ঘন্টা.........! ধন্য মীরের অক্লান্ত পরিশ্রম ও প্রতিভা যা, বাংলা র " অহংকার " .........!
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ঠেকের সকলের জন্য , নতুন দিন ভালো কাটুক 👌❤️🙏
নাহ্ জমল না 🥹
গল্প টাকে কেটে কাটাপ্পা বানালেন।
চললুম ওখানে.... পুরোটা শুনতে ❤
মীর দা তোমায় খুবই ভালবাসি তাও বলছি আর একটি যে চ্যানেলে এ এই গল্প শুনলাম সেটা একটু বেশি ভালো লাগলো 😊
Team goppo Mir er thek ar kache akta e request je porer Saturday akta Feluda goppo chai❤
গল্পটা এতটাই রহস্যজনক, যে শুনতে শুরু করলে না শুনে আর উপায় নেই। গপ্পো মির এর ঠেক কে শুধু ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। শুধু বলবো এভাবেই এগিয়ে যাও,..........
গপ্পো মিরের ঠেক VS সানডে সাসপেন্স 😂
একই গল্প😊
I like both but waiting for presentation.❤
মোবারকের মৃত্যুর অংশটা দুর্দান্ত হয়েছে! শেষ থেকে শুরু পুরো টান টান উত্তেজনা ছিল, মনে হচ্ছিল আমিও যেন সামনেই ছিলাম। ❤
Movie theke better GMT❤
Just Amazing Mir Da
খুব ভালো লাগলো। অসাধারণ একটি গল্প এরকম গল্প আরো শুনতে চাই
অনুজয়দা তুখোড় অভিনয় , উফফ একেবারে মাস্টারস্ট্রোক 🔥
মারাত্মক, অসাধারন, confession style plus voice plus acting 100/100 , brilliant 👏👏👏
অনুজয় দা বরাবরই GMT এর MVP... He is a brilliant actor..
Exactly 💯 @@thenameisrul
গল্প টা সত্যিই খুব ভালো হয়েছে,গল্প টা শুনতে শুনতে একটা শিহরণ অনুভব করছিলাম, শেষে জানতে পারি কে খুন টা করেছে সেটা শুনে খুব অবাক হয়েছি,খুব ভালো হয়েছে, আশা করি এরকম গল্প আরও আসবে
গল্প মিরের ঠেকে ফেলুদা কে আর খুঁজে পাওয়া গেলো না🥺। সব্যসাচী ও সোনার কেল্লা চাই 🥰 please 😊
বাংলাদেশে নেট সমস্যার কারণে এতদিন এই গল্পটা শুনতে পারিনি আজ হাতে পেয়ে শুনতে শুরু করেছি খুব ভালো লাগছে নিশ্চয়ের শেষটাও খুব চমৎকারই হবে
মীরদা আপনি যে গল্পটাই শোনেন সেটাতেই আমি খুশি।
গল্প যেমনি হোক উপস্থাপনা একটা বড়ো ব্যাপার।। চালিয়ে যাও গুরু!!!! 🎉🎉🎉
গল্পে এত গুলো "জান", খেয়াল রাখতে আমারই জান বেরিয়ে গেল।।
😁😁
প্রেত কথা থেকে এসেছি........
গৌরব দার কন্ঠ আমার খুব সুন্দর লাগলো 😊
মির দার মতো কখনও হয়নি আর হবেও না😂😂😂
Gadha @@Kidsnight090
A Ja cold war cholcha,
Cold war+civil war..... Ki Ja hochaa. Kal Sunday suspense a to ai golpo ta ascha😮😮😮😮
#mirafsarali Sir... রেডিও মিরচি সানডে সাসপেন্স এবং গপ্পো মিরের ঠেক - দুটো ক্ষেত্রে নীল বর্ষণের সুন্দরী গল্পটা শুনলাম এবং রেডিও মিক্সের ক্ষেত্রে যেটা আমার ভীষণভাবে মনে হলো যে গল্পগুলোর ক্লিয়ার ভাবে বোঝানো হয়নি। কমপেয়ার করছি না কিন্তু মীর স্যারের এডিটিং ভীষণ সুন্দর।
ঘটনাগুলো যত কঠিন হোক যত বেশি ক্যারেক্টার থাকুক না কেন অত্যন্ত সহজ বদ্ধ হয়ে ওঠে।
আর সবশেষে বলবো টানটান উত্তেজনায় দুটো ঘটনা দুবার দুবার করে শুনলাম কিন্তু তবুও এইখানে ঘটনাটা শুনে অনেক বেশি সহজ লাগল #goppomirerthek team great job 👍 Gulzar bai এর গান লাইভ 👏👏👏
Mir Sir I Love you 💟😚 mobarak khaan 20 min script in 1shot.. ❤❤❤❤❤ love you Sir.
একই গল্প নানা চ্যানেল এ হচ্ছে, অসুবিধে নেই এর ফলে আমরা শ্রোতার উপকৃত হচ্ছি, স্বাস্থ্যকর লড়াই 😂
কি উপকার হচ্ছে শ্রোতাদের? 3 ঘন্টা ধরে একটা গল্প সোনার পর সেই একই গল্প কজন শুনে উঠতে পারে। হ্যাঁ, গল্প আলাদা হলে অন্য বেপার।
@@furythefurysteriouspetworl6860 সেতো ব্যোমকেশ, ফেলুদা, kiriti নানা চ্যানেল এ হচ্ছে, কেউ কি শুনছে না, ভালো যেটা হচ্ছে সেটা মানুষ শুনছে।
সাগ্রহে অপেক্ষায় রইলাম
💙💙💙💙💙💙💙
আমার কাছে এইটাই বেস্ট লেগেছে,,, মির্চি বাংলা থেকে mirchi bangla অনেক স্লো লেগেছে..
হ্যাঁ একদমই তাই...
"Soumen" is getting better and better. Please use him more
I love him
Ajke r sera Anujoy da...dada kere Nile mon ta .....sera bolle tumi....amar mone hochhilo j Mobarak er character ta tumi chara ar keu valo korte parto na........
Sunday suspense ❤
❤❤
Mir Afsar Ali alltime 😍😍😍😍
Yes, there is no replacement of Mir da..but sorry to say, Mirchi made this story more realistic and better vocals than this channel.
মাশাআল্লাহ রোমহর্ষক একটা কাহিনী অসাধারণ....আপনাদের পরিবেশনা অতুলনীয়❤
সানডে সাসপেন্স এর রিসোর্স বেশি, তাই তাদের প্রেজেন্টেশনও বেটার। তবে একই গল্প দুই চ্যানেলে বিষয়টা সরাসরি তুলনা নিয়ে আসে, তাছাড়া দৃষ্টিকটু লাগে। মীরদা যদি অন্য কোন গল্প দিতেন ভাল হত কারণ মির্চি আগেই ঘোষণা দিয়ে দিয়েছিল।
তাই নাকি ? তবে মিরচীর কাজ তত ভাল হয়নি।দুটোই শুনেছি।
@@kaziserajulislam4058 মিরচির প্রেজেন্টেশন ভাল লেগেছে আমার। শ্রুতিনাটক এর মত
Apurbo 'mobarak'-e shikarokti obhinoy, gaye kanta diyeche. Salute dada.