নেতাজী সুভাষচন্দ্র বসুর সঙ্গে RSS বা সংঘপরিবারের রাজনৈতিক মতাদর্শ গত বিরোধ ছিল এটাকি বিজেপি দল কিংবা RSS কখনো অস্বীকার করেছে নাকি? সর্দ্দার বল্লভভাই প্যাটেলের মুর্তি প্রতিষ্ঠা করে বিজেপি কখনো নিজেদের লোক বলে প্রচার করেছে? আজ যদি নেতাজী সুভাষচন্দ্র বসু কে ভারতের স্বাধীনতার প্রধান স্থপতি ঘোষণা করা হয় তাতে অন্যায় কি? যদি রাজনীতির কথাই আসে তাহলে ৬০ বছরের উপরে যারা ভারতবর্ষের শাসন করেছে এবং বিভিন্ন সময় যে সমস্ত দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সঙ্গে ক্ষমতা ভোগ করেছে এই রাজনীতিটা তারা করেনি কেন? যাই হোক বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজী সুভাষচন্দ্র বসু কে সম্মান জানাতে চলেছে এটা ভালো দিক তার সঙ্গে জানাই, নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলায় জন্মগ্রহণ করেছিলেন বলেই তিনি তো শুধু বাংলার নেতা নন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীর র ভালোবাসা শ্রদ্ধা ও আবেগের নাম নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন আছেন থাকবেন, জয় হিন্দ্ ভারতমাতা কি জয়।
@@dulalbanerjee8430 ..... আপনার কথাও ঠিক... কিন্তু আমার মনে হয় ফরওয়ার্ড ব্লক এর সুযোগ্য নেতৃত্বের অভাব ছিল এবং আছে যারা নেতাজীর মতাদর্শ কে জনগণ এর কাছে তুলে ধরবে ও নেতাজীর দেখা স্বপ্ন কে সফল করবে ।
Forward Block,CPM er saathe entente korechhilo.Communists ra Netaji ke Japan er PM er Kukur bole describe korechhilo.Forward Block er eto abanati bhaba jai na.
@@sudiptoc506 er age to bichipi sorkar chilona..kon baba netaji ke ei samnno somman tau diyechilo ble mne hoi? . Pappu ba tar eger keu.. Jeta valo koreche... Setake valo bola sekh
আপনার মতামত খুব মনোগ্রাহী. লজিক্যাল ও যুক্তিপূর্ণ. তবে নেতাজিকে বাঙালী বলে দেখানোটা মোটেও সমীচীন নয়. উনি ভারতীয়, এটাই ওনার প্রথম ও সর্বশেষ পরিচয়. বাংলা সুভাষের মাতৃভাষা ও সংস্কৃতি মাত্র. নেতাজি কিন্তু ভারতের.
নেতাজির অবশ্যই আমাদের কাছে শীর্ষ সম্মানীয় এছাড়াও যতীন্দ্রনাথ বা বাঘ যতীন,ক্ষুদিরাম বসু,চিত্তরঞ্জন দাস,কানাইলাল বসু,সেই সময় বাঙালি মানেই স্বাধীনতা সংগ্রামী
nana South India te Netaji r bisal fan roeche.. infact Go boloye o roeche.. oi Gandhi family actually brainwash kore chilo bole madness ta kom paoa jae jeta ekhane Besi.. but ami non Bengali prochur Netaji r mad fan dekhechi.. abar Bengali koekjon k dekhechi Netaji r byapare casual 😀
দিদি, আপনার কন্টেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি শুরু থেকেই আপনাদের চ্যানেলের এবং আপনার ভক্ত। কিন্তু আজকের ভিডিওর একটা তথ্য একটু কানে বাজলো। নেতাজির জন্ম পশ্চিমবঙ্গের মাটিতে নয়। ব্রিটিশ ভারতে কটক শহর বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল ঠিকই, কিন্তু টেকনিক্যালি তিনি পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করেননি। যাই হোক, নেতাজি গোটা ভারতবর্ষের হলেও তাঁর শিকড় বাঙলাতেই। এটা অস্বীকার কোনো ভাবেই করা যায়না।
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে। - হুজুক টিম
@@Hothatjodiuthlokotha প্রথমত, ব্যাখ্যাটি দেওয়ায় জন্য অনেক ধন্যবাদ। আসলে আপনি 'পশ্চিমবঙ্গ' বলেছিলেন, তাই কানে বেজেছে। বেঙ্গল প্রেসিডেন্সি আর পশ্চিমবঙ্গ - ঐতিহাসিক বা ভৌগলিক, কোনো ভাবেই সমার্থক নয়। তবে যাই হোক না কেন, নেতাজির জন্মভূমি যদি বর্তমানের বাংলা নাও হয়, তাঁর কর্মভূমি অনেকাংশেই বাংলা। তাঁর শিকড় বাংলাতেই। তিনি বাঙালি, এবং তিনি বাংলার। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।
@@Hothatjodiuthlokotha .... Ei logic jodi theek hoy tahole, mone kora jaak নেতাজি Dhaka te jonmo niyechilen. oi logic niye ki eta bola jeto je নেতাজি is from West Bengal ? That is not at all a correct representation. As his mother tongue is Bengali we can say that he is a Bengali. But technically as he was born in Cuttack, Orissa, we MUST say that he was a Probashi Bengali.
নেতাজী জন্মেছিলেন অবিভক্ত বাংলার মাটিতেই, যতই ইংরেজদের দালালরা বাংলা ভাগ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ প্রভৃতি আলাদা করে দিক! বাংলাদেশকে এখনই না ফিরাতে পারলেও, নেতাজীর অনুগামীরা সুবে বাংলার বাকি ভূমিকে এক ও অভিন্ন বলে মানেন ✊️✊️✊️আজাদ হিন্দ সরকার জিন্দাবাদ ✊️✊️✊️জয় নেতাজী
দিল্লির 'অমর জ্যোতি' র জায়গায় বসছে নেতাজির মূর্তি, যা স্বাধীন ভারতের ইতিহাসে এতদিন পর্যন্ত অচিন্তনীয় ছিল । দীর্ঘতম সময়কালীন দেশ শাসন করার সময় কংগ্রেস কি করছিল ?
আপনার কথাই কথাই ছুটি চান কেনো!!! নেতাজি সুভাষচন্দ্র বসু কর্মের প্রতীক, তার জন্মদিন ছুটি নিয়ে পালন করলে তার অপমান করা হবে। বরং তার জন্মদিনটি কঠিন প্রশ্রমের মাধ্যমে পালন করুন, তাতেই সঠিক মর্যদা দেওয়া হবে।
সব ঠিক আছে মা । চমৎকার বলেন। খুব analytical. মনে রাখবেন, meeting point 👉, স্বামীজি। সেখান সব দিক থেকে ever winner BJP . কারন core nationalism . সেখান কোন অর্বাচীন অশিক্ষিত অশালীন ছোট মনের রাজনৈতিক আজীবন শিক্ষানবিস এর কোন স্থান নেই। মনে রাখা দরকার, a man 👨 or woman 👩 is known by the company she or he keeps . এর দেশের প্রতি এত নিচু assessment যে নিজের self assessment করা সাধ্যর বাইরে । ভাবে , ভারতের প্রধান হওয়ার যোগ্য সে । ভারত এত অধঃপতিত হতে পারে । যেই লোভী রা এটা ভাবতে পারে , তারা দেশের শত্রু । স্বামীজি নেতাজী তাদের বোধের অগম্য। এই সুযোগে কিছু বিহার শ্রী পি কে প্রভুত অর্থ করার সুযোগ পাচ্ছে ।
Irrespective of political parties, be it Trinamool Congress or BJP, Netaji Subhash Chandra Bose must get recognition throughout India which he deserves but has been denied till date.
আমরা বাঙালিররাই কি সুভাষচন্দ্রকে বা তাঁর আদর্শকে মনে রেখেছি? নেতাজির প্রতি এত ভক্তি, তাহলে তাঁর হাতে গড়া পার্টি ফরোয়ার্ড ব্লককে বাঙালি প্রত্যাখ্যান করল কেন? 23 শে জানুয়ারি আসলেই নেতাজিকে নিয়ে বাঙালি সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার এই চেষ্টা (না কি অপচেষ্টা?) বন্ধ হোক।
@@arunbasu48 forward block soja CPM r kachhe atmasamarpan korlo r lal hatao desh bachao awaj e TMC elo swa gourab e tar sathe Forward block minus Netaji hoye gelo .
ভারতের স্বাধীনতার জন্য নেতাজী সুভাষচন্দ্রের অবদান , প্যাটেল- গান্ধীর থেকে আনেক বেশি। তাই প্যাটেল -গান্ধী কে নিয়ে রাজনীতি হোক কিন্তু ভারত প্রেমী নেতাজী সুভাষচন্দ্র বসুকে - নিয়ে যেন কোনো রাজনীতি না হয়।
আগে একটাই পার্টী ছিল।সবাই সেখানেই ছিল। তারপর সবাই আলাদা হয়। সুভাষ, রবীন্দ্রনাথ কে সব জায়গায় কোট করা ঠিক না। বিশেষতঃ দেশ ভাগ তখন ধর্মের ভিত্তিতে হয়েছে।
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে। - হুজুক টিম
নেতাজী যে দিন জন্ম গ্রহন করেন, সে দিন > বলে কোন রাজ্য বা প্রেসিডেন্সী ছিল না। নেতাজী স্থানে জন্মেছিলেন, তা তখন ছিল > পরে তা অন্তর্ভুক্ত হয় 'উরিস্যায়' । ধন্যবাদ ।
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে। - হুজুক টিম
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে। - হুজুক টিম
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে। - হুজুক টিম
Cuttack e jonmo holeo, uni jonmechilen Bangali family te jara Bangla bhasha te kotha bolto, Odia bhasate noi. Jemon Ronald Ross School of Tropical Medicine e research kore Malara parasite abishkar korechilen, kintu tar Nobel prize ta kintu India r bole dabi kora hoi na. Karon Ronald Ross School of Tropical Medicine research korleo chilen ekjon British.
Netaji has been sidelined ignored insulted by Congress party .What is the wrong if other parties embrace Netaji and his ideology . After all he is the greatest leader of India .
Yes, Netaji is ignored by congress...but however it doesn't mean BJP will bark about him just for the sake of votes but at the end of the day won't follow him even at the least bit...
One should Shake off the misconceptions that other political parties are "following the ideology of Netaji". All political parties, if they are political, excepting for grabbing power,there can be no other "ideology", whatsoever.Common people,too are not following any "ideology", excepting for chasing due and undue benefits.
Its a beautiful analysis. This is the burning topic today in India that if India will endeavor to get back their lost civilization or will deluge in the upsurge of the religious fanaticism!
Netaji ke didi eto sonman dite iche chelo to 23rd jan dry day rakha uchit chelo kintu didi ek diner moder sale ye loss hobe aage cpm yer somoye 23rd jan dry day thakto sob rajniti.
নেতাজিকে প্রথমবার এই কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও সম্মান প্রদর্শন করেছে সারা দেশ এবং বলতে গেলে বিশ্বের কাছে যা আমাদের রাজ্যের কোনো সরকার কোনোদিন দেখায় নি। আপনার কাছে অনুরোধ করবো declassified files এর কিছু relevant ও important তথ্য জনগনের সামনে আনার জন্য কারন সেগুলো কোথায় কিভাবে দেখা ও পড়া যাবে সাধারণ মানুষ জানে না।
😀😁😂🤣😄😆😉 বিগত শতাব্দীর ষাটের ও সত্তুরের দশকে ভারতবর্ষে প.বঙ্গের ইন্ডাস্ট্রির অবদান ছিল ২৫-২৭%!! বর্তমানে ইন্ডাস্ট্রিতে প. বাংলার অবদান ৫-৭%!! ভারতের হিন্দি বলয় কি এমন কাজ করলো যে, গুজরাট, মহারাষ্ট্র ও উওর-পশ্চিম ভারত তড় তড় করে শিল্প উপরে উঠছে???????
যে দল যতোই চেস্টা করুক, নেতাজি মানুষ এর ছিল, থাকবেও 🙏♥
Sir please be respectful to "Netaji"
Tai naki
Tai bodhhoye manush er kissu jaye asheyna j tar shohor e Victoria memorial iconic landmark Netaji Bhavan noye 😁
Netaji k re vai? Joy Sri Narendra Modi ..Bharat Mata ar Narendra Modir joy
নেতাজী সুভাষচন্দ্র বসুর সঙ্গে RSS বা সংঘপরিবারের রাজনৈতিক মতাদর্শ গত বিরোধ ছিল এটাকি বিজেপি দল কিংবা RSS কখনো অস্বীকার করেছে নাকি? সর্দ্দার বল্লভভাই প্যাটেলের মুর্তি প্রতিষ্ঠা করে বিজেপি কখনো নিজেদের লোক বলে প্রচার করেছে? আজ যদি নেতাজী সুভাষচন্দ্র বসু কে ভারতের স্বাধীনতার প্রধান স্থপতি ঘোষণা করা হয় তাতে অন্যায় কি? যদি রাজনীতির কথাই আসে তাহলে ৬০ বছরের উপরে যারা ভারতবর্ষের শাসন করেছে এবং বিভিন্ন সময় যে সমস্ত দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সঙ্গে ক্ষমতা ভোগ করেছে এই রাজনীতিটা তারা করেনি কেন? যাই হোক বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজী সুভাষচন্দ্র বসু কে সম্মান জানাতে চলেছে এটা ভালো দিক তার সঙ্গে জানাই, নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলায় জন্মগ্রহণ করেছিলেন বলেই তিনি তো শুধু বাংলার নেতা নন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসীর র ভালোবাসা শ্রদ্ধা ও আবেগের নাম নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন আছেন থাকবেন, জয় হিন্দ্ ভারতমাতা কি জয়।
Indeed 🤍
সুভাষচন্দ্র বসু ওড়িশার কটকে জন্মগ্রহণ করেছিলেন। ওড়িশাও তো তাহলে ট্যাবলের জন্য কান্না জুড়তে পারে
নেতাজি কে তার যোগ্য সম্মান দেওয়া হোক ..... তাতে যে রাজনৈতিক দলই দেক কেনো । আমি তাকে সম্পূর্ন ভাবে সাপোর্ট করবো
তাহলে নেতাজির নিজের তৈরি দল ফরোয়ার্ড ব্লক তলিয়ে গেলো কেন ?তাকে সমর্থন করেন না ?
@@dulalbanerjee8430 ..... আপনার কথাও ঠিক... কিন্তু আমার মনে হয় ফরওয়ার্ড ব্লক এর সুযোগ্য নেতৃত্বের অভাব ছিল এবং আছে যারা নেতাজীর মতাদর্শ কে জনগণ এর কাছে তুলে ধরবে ও নেতাজীর দেখা স্বপ্ন কে সফল করবে ।
Forward Block,CPM er saathe entente korechhilo.Communists ra Netaji ke Japan er PM er Kukur bole describe korechhilo.Forward Block er eto abanati bhaba jai na.
যাই হোক নেতাজি যে তার প্রাপ্য সম্মান পাচ্ছেন আমি এতেই খুশি। আশা করি এরপর ক্ষুদিরাম, বিবাদী, মাস্টার দা, প্রীতিলতা এরাও ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এর মতই পপুলারিটি পাবে।
Ami o apnar sathe ek mot
@@sudiptoc506 er age to bichipi sorkar chilona..kon baba netaji ke ei samnno somman tau diyechilo ble mne hoi? . Pappu ba tar eger keu.. Jeta valo koreche... Setake valo bola sekh
আপনার মতামত খুব মনোগ্রাহী. লজিক্যাল ও যুক্তিপূর্ণ. তবে নেতাজিকে বাঙালী বলে দেখানোটা মোটেও সমীচীন নয়. উনি ভারতীয়, এটাই ওনার প্রথম ও সর্বশেষ পরিচয়. বাংলা সুভাষের মাতৃভাষা ও সংস্কৃতি মাত্র. নেতাজি কিন্তু ভারতের.
Netaji sara Asia r , sudhu Bharoter o noi.
@@anindyadasgupta3537 নেতাজী শুধু এশিয়ারই নয়, গোটা বিশ্বের ...
Uni manuser chilo
এত নেতাজীর প্রতি সম্মান প্রদর্শনকারী নেতা,নেত্রীরা কেউই নেতাজীর অন্তর্ধানের রহস্য আজও প্রকাশ করার সাহস দেখালো না।
ও রহস্য প্রকাশ পেলে দেশ লজ্জায় পড়বে।
সরষের মধ্যে ভূত যেখানে, সেখানে সত্যিটা কোথা থেকে বেরিয়ে আসবে?
@@goutambasak1451 দেশ নয় বলুন কিছু ক্ষমতালোভী ব্যাক্তি আর স্বর্থানেস্বী মহল ।
@@goutambasak1451 দেশ নাকি দেশকে ভোগে পাঠানো নোংরা নেতারা?!!
নেতাজির অবশ্যই আমাদের কাছে শীর্ষ সম্মানীয় এছাড়াও যতীন্দ্রনাথ বা বাঘ যতীন,ক্ষুদিরাম বসু,চিত্তরঞ্জন দাস,কানাইলাল বসু,সেই সময় বাঙালি মানেই স্বাধীনতা সংগ্রামী
কিছু করলেও বদনাম আর না করলেও বদনাম, আমরা সব জায়গায় রাজনীতির রং দেখি, সেটা ভালো মন্দ যাই হোক না কেন ।
।
Poriskar bujha jachhe ATI BJP birodhi chenel
নেতাজি অবশ্যই ভারতবাসীর। তবে বাঙালির কাছে নেতাজি ছাড়া আর কোনো স্বাধীনতা সংগ্রামীর প্রতি বাঙালির এত দুর্বলতা এবং ভক্তি নেই।
nana South India te Netaji r bisal fan roeche.. infact Go boloye o roeche.. oi Gandhi family actually brainwash kore chilo bole madness ta kom paoa jae jeta ekhane Besi.. but ami non Bengali prochur Netaji r mad fan dekhechi.. abar Bengali koekjon k dekhechi Netaji r byapare casual 😀
দিদি, আপনার কন্টেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি শুরু থেকেই আপনাদের চ্যানেলের এবং আপনার ভক্ত। কিন্তু আজকের ভিডিওর একটা তথ্য একটু কানে বাজলো। নেতাজির জন্ম পশ্চিমবঙ্গের মাটিতে নয়। ব্রিটিশ ভারতে কটক শহর বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল ঠিকই, কিন্তু টেকনিক্যালি তিনি পশ্চিমবঙ্গের মাটিতে জন্মগ্রহণ করেননি।
যাই হোক, নেতাজি গোটা ভারতবর্ষের হলেও তাঁর শিকড় বাঙলাতেই। এটা অস্বীকার কোনো ভাবেই করা যায়না।
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে।
- হুজুক টিম
I humbly suggest you to read history more carefully Ms.Moitra.
@@Hothatjodiuthlokotha প্রথমত, ব্যাখ্যাটি দেওয়ায় জন্য অনেক ধন্যবাদ।
আসলে আপনি 'পশ্চিমবঙ্গ' বলেছিলেন, তাই কানে বেজেছে। বেঙ্গল প্রেসিডেন্সি আর পশ্চিমবঙ্গ - ঐতিহাসিক বা ভৌগলিক, কোনো ভাবেই সমার্থক নয়।
তবে যাই হোক না কেন, নেতাজির জন্মভূমি যদি বর্তমানের বাংলা নাও হয়, তাঁর কর্মভূমি অনেকাংশেই বাংলা। তাঁর শিকড় বাংলাতেই। তিনি বাঙালি, এবং তিনি বাংলার। এ বিষয়ে কোনো দ্বিমত নেই।
@@Hothatjodiuthlokotha .... Ei logic jodi theek hoy tahole, mone kora jaak
নেতাজি Dhaka te jonmo niyechilen. oi logic niye ki eta bola jeto je নেতাজি is from West Bengal ? That is not at all a correct representation. As his mother tongue is Bengali we can say that he is a Bengali. But technically as he was born in Cuttack, Orissa, we MUST say that he was a Probashi Bengali.
নেতাজী জন্মেছিলেন অবিভক্ত বাংলার মাটিতেই, যতই ইংরেজদের দালালরা বাংলা ভাগ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ প্রভৃতি আলাদা করে দিক! বাংলাদেশকে এখনই না ফিরাতে পারলেও, নেতাজীর অনুগামীরা সুবে বাংলার বাকি ভূমিকে এক ও অভিন্ন বলে মানেন ✊️✊️✊️আজাদ হিন্দ সরকার জিন্দাবাদ ✊️✊️✊️জয় নেতাজী
দিল্লির 'অমর জ্যোতি' র জায়গায় বসছে নেতাজির মূর্তি, যা স্বাধীন ভারতের ইতিহাসে এতদিন পর্যন্ত অচিন্তনীয় ছিল । দীর্ঘতম সময়কালীন দেশ শাসন করার সময় কংগ্রেস কি করছিল ?
নিখুঁত রাজনৈতিক পর্যবেক্ষণ। অনেক অনেক ধন্যবাদ।
KHUB SUNDAR BAKKHYA. AKDAM 100%
মনীষীরা আজকে রাজনৈতিক দলের ভোটের একটা তুরুপের তাস হয়ে গেছে, নিজেদের স্বার্থের ব্যাবহার যোগ্য একটা বস্তু হয়ে গেছে, দারুন স্বাধীনতা।
একদম সত্যি কথা।
খুব ভালো বিশ্লেষণ করেন । ভালো থাকবেন দিদি
কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে উচিত ছিল নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা।
সব কিছুতেই জাতীয় ছুটি! কুড়েদের হয় এইরকম চিন্তা ভাবনা। মনে হয় না সুভাষ স্যার থাকলে এটা করতে দিতেন।
@Jayanta apnader moto kure der jonno Bangali jatir ei durobostha. Kaj karun aram porei korte parben.
@@somenathpaul ছুটি নিয়ে বল্লেন ভালো লাগলো
কিন্তু একটু ভাতা নিয়ে বল্লে আরো খুশি হোতেম আমরা কুরেরা
অসাধারণ বিশ্লেষণ
নেতাজি ভারতবর্ষের
কোনো ব্যক্তি বিশেষের নয়।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
দারুন বিশ্লেষণ। ঠিক বলেছ
পর্বটি খুব ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিনটি অতি অবশ্যই জাতীয় জুটির দিন হিসেবে পালন করা উচিত।
আপনার কথাই কথাই ছুটি চান কেনো!!!
নেতাজি সুভাষচন্দ্র বসু কর্মের প্রতীক, তার জন্মদিন ছুটি নিয়ে পালন করলে তার অপমান করা হবে। বরং তার জন্মদিনটি কঠিন প্রশ্রমের মাধ্যমে পালন করুন, তাতেই সঠিক মর্যদা দেওয়া হবে।
Netai Subhash Chandra Bosur chorone koti koti koti koti koti koti koti koti koti koti pronam.
Very nice speech. Excellent. Practical. Welcome.
আপনাদের এই প্রতিবেদন অত্যন্ত সময়োপযোগী । প্রতিবেদনটির বিশ্লেষন খুব পরিষ্কার । আর আপনার উপস্থাপনা অত্যন্ত সাবলীল এবং বলিষ্ঠ ।
কংগ্রেস বল্লভ ভাইকে যে সন্মান দেইনি বিজেপি তা দিয়েছে আশাকরি আগামীদিনে নেতাজিকেও তার উপযুক্ত সম্মান দেবে ।
এগিয়ে চলুন। আমরা আপনার সাথে আছি।
Ur talks r wonderful and thought provoking. More so it is Bengali language strong and so fluent. Simply enjoyable.
সবাই চায় যোগ্যতার প্রমাণ সহ সঠিক সম্মান যে সরকার নেতাজী সুভাষচন্দ্র বসুকে এই সম্মান করবে সেই সরকার কে মানুষ মূল্য দেবে ।
i support
নেতাজি ভারতের বাংলার সবার সাধারণ মানুষের
খুব সুন্দর বিশ্লেষণ।
There is no substitute of Netaji...so far.He was the most dedicated leader of the Nation in India and Asia too.
খুব ভালো analysis. God bless.
নমস্কার। খুব ভালো লাগলো। যথাযথ মূল্যায়ন করা হয়েছে।
সব ঠিক আছে মা । চমৎকার বলেন। খুব analytical. মনে রাখবেন, meeting point 👉, স্বামীজি। সেখান সব দিক থেকে ever winner BJP . কারন core nationalism . সেখান কোন অর্বাচীন অশিক্ষিত অশালীন ছোট মনের রাজনৈতিক আজীবন শিক্ষানবিস এর কোন স্থান নেই। মনে রাখা দরকার, a man 👨 or woman 👩 is known by the company she or he keeps . এর দেশের প্রতি এত নিচু assessment যে নিজের self assessment করা সাধ্যর বাইরে । ভাবে , ভারতের প্রধান হওয়ার যোগ্য সে । ভারত এত অধঃপতিত হতে পারে । যেই লোভী রা এটা ভাবতে পারে , তারা দেশের শত্রু । স্বামীজি নেতাজী তাদের বোধের অগম্য। এই সুযোগে কিছু বিহার শ্রী পি কে প্রভুত অর্থ করার সুযোগ পাচ্ছে ।
Irrespective of political parties, be it Trinamool Congress or BJP, Netaji Subhash Chandra Bose must get recognition throughout India which he deserves but has been denied till date.
Great that u have said " Irrespective of political parties..." in the beginning cuz now I can agree with u 100%
আমরা বাঙালিররাই কি সুভাষচন্দ্রকে বা তাঁর আদর্শকে মনে রেখেছি? নেতাজির প্রতি এত ভক্তি, তাহলে তাঁর হাতে গড়া পার্টি ফরোয়ার্ড ব্লককে বাঙালি প্রত্যাখ্যান করল কেন? 23 শে জানুয়ারি আসলেই নেতাজিকে নিয়ে বাঙালি সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার এই চেষ্টা (না কি অপচেষ্টা?) বন্ধ হোক।
@@arunbasu48 forward block soja CPM r kachhe atmasamarpan korlo r lal hatao desh bachao awaj e TMC elo swa gourab e tar sathe Forward block minus Netaji hoye gelo .
Sundor aalochona
Discussion ta khub informative.. Khub valo laglo
ভারতের স্বাধীনতার জন্য নেতাজী সুভাষচন্দ্রের অবদান , প্যাটেল- গান্ধীর থেকে আনেক বেশি। তাই প্যাটেল -গান্ধী কে নিয়ে রাজনীতি হোক কিন্তু ভারত প্রেমী নেতাজী সুভাষচন্দ্র বসুকে - নিয়ে যেন কোনো রাজনীতি না হয়।
@𝗧𝗵𝗲 𝗧𝗵𝗶𝗿𝗱 𝗘𝘆𝗲 no Patel only gandhi
ফরওয়ার্ড ব্লকও সুভাষচন্দ্র কে use করেছেন, কারণ CPM সুভাষ বসু কে টোজের কুকুর বলেছিলেন।
আগে একটাই পার্টী ছিল।সবাই সেখানেই ছিল। তারপর সবাই আলাদা হয়। সুভাষ, রবীন্দ্রনাথ কে সব জায়গায় কোট করা ঠিক না। বিশেষতঃ দেশ ভাগ তখন ধর্মের ভিত্তিতে হয়েছে।
Good day good analytics and polite🙏 lady great great great great God bless you🙏
Netaji was born in Orissa. Should he not be considered as BOHIRAGOTO ?
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে।
- হুজুক টিম
ভাল লাগল কথা গুলো!
👌👌👌👌👌👌👌👌
রাষ্ট্রবাদী নেতাজী ke Desh premi Modi ji ke Koti koti pronam 🙏🙏🙏🙏💐💐💐💐
খুব ভালো এনালিসিস, ধন্যবাদ। ফরোয়ার্ড ব্লক কোথায় গেলো? এটা ওনাদের উচ্চ কণ্ঠে বলা উচিৎ ও দু দলকেই ধাক্কা দেওয়া দরকার।
Khub valo bislesan
এই কফি-মগগুলো কি কিনতে পারবো না আমরা, পারবো না আমরা কিনতে?! 😭😭
নেতা কে নিয়ে সব অভিনেতা টানা টানি করছে। আজকে বিশ্বাস বাবু হেরে গেলেন আর আমিও, ভারতবাসী তো আজকে সান্তনা পুরস্কার নিয়েই খুব খুশি।
এ তো উভয় সংকট, সম্মান দিলেও প্রশ্ন আর না দিলে তো প্রচুর প্রশ্ন । এর সমাধানের যুক্তিযুক্ত একটি ভিডিও চাইছি ।
ম্যাডাম, অটলবিহারী র মন্ত্রী সভায় পশ্চিম বঙ্গ থেকে যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তখন নেতাজি কে নিয়ে তারা কতটুকু ভেবেছিলো, এর বিশ্লেষন করবেন।
দুই সরকার যাই করুক, যাই বলুক, সুভাষচন্দ্র বসু ভারতীয়দের মনে শ্রদ্ধার আসনে চিরজাগ্রত থাকবেন ।
.Ati sundar presentation .Apni jathartai think katha bolechhen
দিদি আমার একটা প্রশ্ন ছিল যে "জয় শ্রী রাম" এই স্লোগান টার জন্য এতো বাধা কেন আর কেনই বা মূখ্যমন্ত্রী রেগ যান দয়া করে জানাবেন দিদি
নেতাজি সুভাষচন্দ্র বসু be like: আমাকে নিয়ে আর টানাটানি করিসনা বাবা।
অসাধারণ ভিডিও। ধন্যবাদ।
খুব ভালো বিশ্লেষণ। চালিয়ে যান ম্যাডাম।
তখন ত BJP চিলই না মতাদৰ্শগত তফাৎ প্ৰসংগ আসেই না ৷
Sathik Katha balechen madam,good explain.
Very intellectual discussion 👍
নেতাজী দেশপ্রেম RSS এর দেশপ্রেম পথ আলাদা ঠিক RSS এর দেশ ভক্তি কোনও অংশে কম নয়
নেতাজী যে দিন জন্ম গ্রহন করেন, সে দিন > বলে কোন রাজ্য বা প্রেসিডেন্সী ছিল না। নেতাজী স্থানে জন্মেছিলেন, তা তখন ছিল > পরে তা অন্তর্ভুক্ত হয় 'উরিস্যায়' । ধন্যবাদ ।
Bhalo laglo. Kintu Netaji Cuttack e jonme chhilen. Thank you.
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে।
- হুজুক টিম
All true Indians must respect Netaji, our parliament, BSF and our soldiers.
ধর্ম নিয়ে মনীষীদের নিয়ে এই অসভ্যতামি এ জিনিস কোনদিন এ রাজ্যে ছিল না, ইদানিং আমদানি হয়েছে, রুচি,সভ্যতা,সঙস্কৃতি এখন কেতাবি ভাষা।
আপনি এ রাজ্যে কতো দিন ধরে আছেন?
Khub sundor kono party r proti partiality na kore khub bhalo analysis
Your political analysts.... Tooo good ❤️
সব কিছু ঠিকঠাক বলেন না কিন্তু আজকের টা খুবই সঠিক বিশ্লেষণ ছিল,
খুব সুন্দর বিশ্লেষণ, বোঝা গেল রাজনীতি -র ফাঁদে রাষ্ট্রনায়ক কাঁদে। আগামী দিনের নুতন স্বাদের অপেক্ষায় রইলাম।
একদম সত্য কথা।
খুব ভালো বিশ্লেষণ।
underline message ta khub delict
'সুভাষ চন্দ্র বসু যে মাটিতে জন্মেছেন'.... সুভাষচন্দ্র বসু ওড়িষার কটকে জন্মেছেন।
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে।
- হুজুক টিম
Neta jir jonmo west Bengal a ?? Baah Darun
Apurbo
"Hatath.jadi.utlo .kotha". Madam.ja.baktobo. rakhlen.100℅ jukti jukto.Danyabad
Good information. You are a good narrator.. 👍
🙏🇮🇳Netaji is Great🇮🇳🙏
Best Theory cal video. You understanding of khnwnology of political party
Khub valo uposthapona... But just a small correction. Netaji's birthplace is Cuttack, Orissa not West Bengal or Bengal.
নেতাজি জন্মেছিলেন অবিভক্ত বাংলায় যখন উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সেই সময়ের একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আমরা বলছি, তাই বাংলাকে তাঁর জন্মভূমি এবং নেতাজিকে একজন বাঙালি বলাই সঠিক মূল্যায়ন হবে।
- হুজুক টিম
@@Hothatjodiuthlokotha আবেগে বলতে পারেন কিন্তু ওটা উড়িষ্যার মাটি বাংলার মাটি বলার প্রয়োজন নেই। যাইহোক নেতাজি একজন খাঁটি বাঙালি ছিলেন আছে থাকবে।
@@Hothatjodiuthlokotha
Yes
Eta apnader alochona
Apnara ichhamoto boltei paren
@@Hothatjodiuthlokotha Exactly my point. Thanks for this explanation.
Cuttack e jonmo holeo, uni jonmechilen Bangali family te jara Bangla bhasha te kotha bolto, Odia bhasate noi. Jemon Ronald Ross School of Tropical Medicine e research kore Malara parasite abishkar korechilen, kintu tar Nobel prize ta kintu India r bole dabi kora hoi na. Karon Ronald Ross School of Tropical Medicine research korleo chilen ekjon British.
এটা খুবই দুর্ভাগ্যজনক যে মনীষীদের আদর্শ কে অনুসরণ না করে রাজনৈতিক কারণে ব্যবহার করা অন্যায়। মানুষের চেতনা কবে হবে।
Banglar manuser madhhe chetana
ba subudhhi jinisti vagaban anek
bachar agei kere niyeche , ter praman 2021 er Bidhan sabha o
terpar kolkata purasabha nirbachan .
Correct analysis.
Netaji has been sidelined ignored insulted by Congress party .What is the wrong if other parties embrace Netaji and his ideology .
After all he is the greatest leader of India .
Yes, Netaji is ignored by congress...but however it doesn't mean BJP will bark about him just for the sake of votes but at the end of the day won't follow him even at the least bit...
One should Shake off the misconceptions that other political parties are "following the ideology of Netaji".
All political parties, if they are political, excepting for grabbing power,there can be no other "ideology", whatsoever.Common people,too are not following any "ideology", excepting for chasing due and undue benefits.
Can you list Netaji's ideologies. For ease of others understanding.
Its a beautiful analysis. This is the burning topic today in India that if India will endeavor to get back their lost civilization or will deluge in the upsurge of the religious fanaticism!
Wonderful analysis, Ms. Nag.
কি ভাগ্যিস নেতাজি আজ বেঁচে নেই ।
Thakle Hoyto amader rajnitir emon durabosta hoto na..
অসাধারণ বিশ্লষণ
অপূর্ব
ekdom thik...
হুঁ, নেতাজীর আদর্শ তথা ভারতীয় প্রগতিশীল সমাজতন্ত্র গ্রহণীয়,বিবাদ নয়, ধন্যবাদ।
Very good contents and amazing presentation as usual
তৃনমূল দল 1998'য়ে গঠিত হয়েছিল, সেই সময় থেকে নেতাজি সম্পর্কে তাদের কী ভূমিকা আছে জানতে আগ্রহী।
BJP tar o age
CPM tar o age
Ekdam thik katha
হক কথা বলার জন্য বুকের পাটা শক্ত ও শীরদাঁড়া সোজা রাখতে হয়,যেটা আপনার আছে, চালিয়ে যান এইভাবে, আমরা সাথে আছি।
Netaji ke didi eto sonman dite iche chelo to 23rd jan dry day rakha uchit chelo kintu didi ek diner moder sale ye loss hobe aage cpm yer somoye 23rd jan dry day thakto sob rajniti.
Very nice explanation. We general public do not understand the inner meaning of the fact, but now it is clear what is actually going on.
Excellent madam
Excellent presentation. Thanks
দেশের মানুষ যেটা চাইছে সরকার সেটাই করছে …. এখানে রাজনীতির প্রশ্ন আসছে কেন? সত্যিটাকে সুন্দর ভাবে গ্রহন করা উচিত.🙏
অনবদ্য বিশ্লেষণ ।
"মেরা দেশ মহান"
আমাদের দেশের রাজনৈতিক আরো মহান
Very nice video
নেতাজিকে প্রথমবার এই কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও সম্মান প্রদর্শন করেছে সারা দেশ এবং বলতে গেলে বিশ্বের কাছে যা আমাদের রাজ্যের কোনো সরকার কোনোদিন দেখায় নি। আপনার কাছে অনুরোধ করবো declassified files এর কিছু relevant ও important তথ্য জনগনের সামনে আনার জন্য কারন সেগুলো কোথায় কিভাবে দেখা ও পড়া যাবে সাধারণ মানুষ জানে না।
😀😁😂🤣😄😆😉 বিগত শতাব্দীর ষাটের ও সত্তুরের দশকে ভারতবর্ষে প.বঙ্গের ইন্ডাস্ট্রির অবদান ছিল ২৫-২৭%!! বর্তমানে ইন্ডাস্ট্রিতে প. বাংলার অবদান ৫-৭%!! ভারতের হিন্দি বলয় কি এমন কাজ করলো যে, গুজরাট, মহারাষ্ট্র ও
উওর-পশ্চিম ভারত তড় তড় করে শিল্প উপরে উঠছে???????