আপনার কথা শুনে মনে হয় আমরা মানসিক দিয়ে কত দরিদ্র।এতো অসাধারন শাস্ত্র আমাদের। কত মুল্যবান আমাদের সম্পদ।আপনাকে সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকবেন।এমনি করেই আমাদের সমৃদ্ধ করুন। প্রনাম নেবেন।
কেবল মন্ত্রমুগ্ধের মতো শুনে যাওয়া ... এমন সমৃদ্ধময় বিশ্লেষণধর্মী বক্তব্য শোনার পর ঋদ্ধ না হয়ে পারা যায় না । অত্যন্ত প্রণম্য সজ্জন এই ব্যক্তিত্ব; তাঁকে আমার শতসহস্রকোটি প্রণাম ।
শ্রদ্ধেয় স্যার, প্রতিটি লেকচারার মতো এই আলোচনাটি বারবার শুনছি। অসন্দিগ্দ্ধম বিশ্বতমুখম্ বক্তব্যটি কত ফ্যাসেট্স যে ছুঁয়ে গেলো, একেকটি লেকচার একেকটি গবেষণাগ্রন্থের আকর। আজ বাণীবন্দনার প্রাকদিবসে অনেক কথাই আসছে সোডার মতো ভসভসিয়ে। আপনার কাছে ক্ষমাভিক্ষা চেয়ে বলি ফেলি। আলোচনা শুনতে শুনতে মন ছোটবেলা চলে যায়, ঠামার কাছে ব্রম্ভবৈবর্ত পূরাণ শুনছি, 'ঠামা, কটাক্ষ মানে কি ? ঠামা বললেন, চোখে চোখে কথা, মা যেমন চোখ রাঙায়। বুঝে গেলাম। আবার জাম্পকাটে কলেজ জীবন, বন্ধুদের মধ্যে দুজনের চোখের বার্তা আরেকজনের নজরে পড়ে গেলো, তাই নিয়ে মান অভিমান । পুরাণশাস্ত্রগুলি এতোটাই জীবনরসসমৃদ্ধ তাই বোধহয় এতো জনপ্রিয়, আপনি সেই স্রোতে আবার জোয়ার এনেছেন। দর্শনশাস্ত্রে পূর্বপক্ষী-সিদ্ধান্তীর বাদানুবাদে বাগ্দেবীর আবাহন হয় । কঠ, কেন, বৃহদারণ্যক উপনিষদও প্রশ্নোত্তরের মাধ্যমে এগোচ্ছে, দেবী সত্ত্বগুণময়ী তাই কি শুভ্রা? আলোচনা চললে মনে এইসব চিন্তাতরঙ্গ ওঠে। বিনম্র নিবেদন এই যে নদীরূপা দেবী গঙ্গা, নর্মদা, সরস্বতী বিষয়ে যদি আলোকপাত করেন। পরিশেষে জানাই আপনার লেকচার দ্বারা আমরা এতো অনুপ্রাণিত হই, প্রতিটি আলোচনা ছেলেদের( 19, 14) সামান্য অনুবাদ করে শোনাই। বড়ছেলে( ইতিহাস পাঠরত) শালগ্রাম শিলা বিষয়টি নিয়ে সেমিনার পেপার লিখেছে, ancient history নিয়ে পড়ার ইচ্ছা, আপনার আশীর্বাদ প্রার্থনা করি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই নতুন প্রজন্মের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এতো মনোমুগ্ধকর ভাবে পরিবেশন করে চলেছেন। আপনার সর্বাঙ্গীন কুশল এবং চ্যানেলের সমৃদ্ধি প্রার্থনা করি। আভূমি প্রণাম জানালাম ।
অসাধারণ। দুবারই বাকরুদ্ধ হয়ে শুনলাম। নদী সরস্বতীর দেখা পেয়েছি বদ্রীনাথ পার হয়ে মানাগ্রামের কাছে। ওপর থেকে এসে ৫০/১০০ মিটার এগিয়ে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। খুব সম্ভব তারপর থেকে সরস্বতী অন্তসলিলা। এদিকে আবার প্রয়গে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী একসাথে বহমান।
অসাধারণ। রবীন্দ্রনাথ ও মধুসূদনের যে উদাহরণ দিলেন সত্যিই অতুলনীয়।🙏একজন ইংলিশ honours এর স্টুডেন্ট হলেও এই আলোচনা আমি প্রায় শুনি।দারুন ব্যাখ্যা।অতনু।বীরভূম
আপনার অনবদ্য কিন্তু সাবলীল এমন অসাধারণ ব্যাখ্যা -বিশ্লেষনে ভীষণ ভাবে সমৃদ্ধ ও উপকৃত হলাম। এতো মহান সুগভীর আমাদের পুরাণ উপনিষদ যে তার তল পাওয়া দুস্কর। আবার এতো সংকেকিত যে যে কেউ এর মানেও বুঝবে না যিনি নিজে সচেষ্ট না হবেন। আপনার বিশ্লেষণ এর জন্য মোটা মাথায় একটু বোঝার চেষ্টা করছি।এই জন্যই বোধকরি পুরাণ কে ইংরেজি তে Mythology বলে যার মানেই ভেতরে আছে Myth.. hidden truth!! আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরাও সমৃদ্ধ হই। 🙏
অসাধারন, আশা করি আগামী সরস্বতী পূজায় আরও অজানা বিষয়ে জানতে পারবো, কিছু দিন আগে রটন্তী কালি পূজা ছিল, কালির এতো সব রূপ নিয়ে অল্প অল্প করে যদি কিছু জানতেন, খুব ভালো লাগতো❤️
🙏আপনার কথা শুনে বার বার সমৃদ্ধ হই আর মনে জাগে আমাদের শাস্ত্রে কতো কিছু রয়েছে যার রসাস্বাদন করা প্রয়োজন কিন্তু সেই শিক্ষা আমার নেই 🙏আপনার প্রতিবেদন গুলো শুনে সেই অক্ষমতা কিছুটা পূরণ করা চেষ্টা করি 🙏🙏🙏
পশ্চিম বঙ্গের সরস্বতী মন্দির :- ১) বীরভূম জেলার ইলামবাজারের কাছে অবস্থিত একটি সরস্বতী মন্দির। ২) বীরভূম জেলার সাঁইথিয়া তহশিলের ক্ষতিপুর গ্রামে অবস্থিত সরস্বতী মন্দির। ৩) বীরভূম জেলার সিউড়ির কাছে অবস্থিত সরস্বতী মন্দির। ৪) বীরভূম জেলার খয়রাশোল তহশিলের হানুলিয়ার সরস্বতী মন্দির। ৫) বীরভূম জেলার খয়রাশোল তহশিলের গেরুয়াপাহাড়ি গ্রামের সরস্বতী মন্দির। ৬) বীরভূম জেলার সিউড়ি ২ ব্লকের ইমদপুর গ্রামের সরস্বতী মন্দির। ৭) বীরভূম জেলার খয়রাশোল তহশিলের পুরাতন নাগ্রাকোণ্ডা গ্রামের প্রাচীন সরস্বতী মন্দির। ৮) বীরভূমের বেলুটি বা রয়ান-বেলুটি গ্রামের সরস্বতী মন্দির - সম্ভবতঃ এটিই পশ্চিমবঙ্গের প্রাচীনতম সরস্বতী মন্দির। ৯) বীরভূমেরই নানুরের বিশালাক্ষী বা বাশুলি মন্দির, যা আসলে মহাসরস্বতী মন্দির। ১০) পূর্ব বর্ধমানের অম্বলগ্রামের সরস্বতী মন্দির। ১১) পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জের কাছে অবস্থিত একটি সরস্বতী মন্দির। ১২) বর্ধমান জেলার জামালপুর তহশিলের গোপীকান্তপুরের সরস্বতী মন্দির। ১৩) দুর্গাপুরের আরহা গ্রামের সরস্বতী মন্দির। ১৪) পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের সরস্বতী মন্দির। ১৫) পশ্চিম বর্ধমান জেলার কেশবপুরের সরস্বতী মন্দির। ১৬) পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের নিমসা গ্রামের সরস্বতী মন্দির। ১৭) পশ্চিম বর্ধমান জেলার বরাবানি ব্লকের পুচরা গ্রামের সরস্বতী মন্দির। ১৮) আসানসোলের সরস্বতী মন্দির। ১৯) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই গ্রামের সরস্বতী মন্দির। ২০) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের সরস্বতী মন্দির। ২১) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের সরস্বতী মন্দির। ২২) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বণ্ডালহাটি গ্রামের সরস্বতী মন্দির। ২৩) বাঁকুড়া জেলার সালতোরা তহশিলের হারোকার সরস্বতী মন্দির। ২৪) বাঁকুড়া জেলার ছাতনা তহশিলের ঝিকুড়িয়া গ্রামের সরস্বতী মন্দির। ২৫) বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ তহশিলের গাংতারা গ্রামের সরস্বতী মন্দির। ২৬) বাঁকুড়া জেলার ছাতনা তহশিলের আমপাহাড়ি গ্রামের সরস্বতী মন্দির। ২৭) বাঁকুড়া জেলার সোনামুখীর দে পরিবারের ১১৪ বছরের পুরোনো সরস্বতী মন্দির। ২৮) পুরুলিয়া জেলার পারা তহশিলের পবরা গ্রামের সরস্বতী মন্দির। ২৯) পুরুলিয়া জেলার নেতুরিয়ার কাছে আলুথিয়া গ্রামের সরস্বতী মন্দির। ৩০) মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকায় হরি সিনেমা চকে টাউন স্কুলের পিছনে অবস্থিত সরস্বতী মন্দির। ৩১) হাওড়ার পঞ্চাননতলার সরস্বতী মন্দির। ৩২) কলকাতার বালিগঞ্জের ডোভার টেরাসে অবস্থিত সরস্বতী মন্দির।
স্যার প্রণাম নেবেন ভিডিও দেখতে দেখতে মাঝখানে থামিয়ে কমেন্ট না লিখে পারলাম না 😆 ঝগড়া নিয়ে আপনার উপলব্ধি এবং শ্রুতি সুন্দরম এত সুন্দর ব্যাখ্যা রাত দুটো তেও আমাকে ভিতর থেকে স শব্দে হাসি উপহার দিলো যাই হোক আমিও এক অর্বাচীন আবার বলি প্রণাম নেবেন 🙏
অপ্রতিম প্রতিভার অধিকারী................. আপনার ভাষায় স্বাক্ষাৎ দেবী সরস্বতীর বাস। .......... আপনার এই ছোট্ট প্রয়াস সমস্ত ভারতবাসীর কাছে তাদের প্রাচীন ঐতিহ্যের সুস্পষ্ট প্রতিপ্রভা সৃষ্টি তে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন আশা রাখি। .......... খুব ভালো লাগল আপনার এই প্রস্তূতি। ..........অনেক বিব্রত ধারণা শৃঙ্খলা বদ্ধ আকারে চিন্তাধারা কে সমৃদ্ধ করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ 😊😊😊
প্রণাম গুরুদেব আপনার লেখা অনেক বই আমি পড়েছি ।আজ আপনি এই ভাবে বিশ্লেষন করে আমাদের বোঝালেন যে খুব সহজ সরল অন্তরে নিতে পারলাম । তাই কোটি কোটি প্রণাম আন্তরিক জানাই লেখক গুরুদেব । অতুলনীয় , বেদ বাক্য যেন স্বয়ং ঈশ্বর কে দেখলাম ।
মন্ত্রমুগ্ধের মত আপনার কথা শুনি। কিছু বুঝি, কিছু বোঝার চেষ্টা করি।মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। তবুও ভীষণ ভালো লাগে শুনতে। আসলে এত পড়াশোনা তো করিনি বেদ, উপনিষদ। আপনার পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধা জানাই। সুস্থ থাকুন এবং আমাদের সমৃদ্ধ করুন। প্রণাম। 🙏❤️
আপনার কথা শুনে মনে হয় আমরা মানসিক দিয়ে কত দরিদ্র।এতো অসাধারন শাস্ত্র আমাদের। কত মুল্যবান আমাদের সম্পদ।আপনাকে সশ্রদ্ধ প্রণাম। ভালো থাকবেন।এমনি করেই আমাদের সমৃদ্ধ করুন। প্রনাম নেবেন।
একদম ঠিক বলেছেন।আমরা কতটুকুই বা জানি আমাদের শাস্ত্র সম্পর্কে... সশ্রদ্ধ প্রণাম জানাই ওনাকে।
@@titligarai9291 ok hvlz
🎉🎉@@titligarai9291
Sotti apnar paandityo amader mugdho kore bhalo thakben
@@subirsarangi6000❤❤
কেবল মন্ত্রমুগ্ধের মতো শুনে যাওয়া ...
এমন সমৃদ্ধময় বিশ্লেষণধর্মী বক্তব্য শোনার পর ঋদ্ধ না হয়ে পারা যায় না । অত্যন্ত প্রণম্য সজ্জন এই ব্যক্তিত্ব; তাঁকে আমার শতসহস্রকোটি প্রণাম ।
শ্রদ্ধেয় স্যার,
প্রতিটি লেকচারার মতো এই আলোচনাটি বারবার শুনছি। অসন্দিগ্দ্ধম বিশ্বতমুখম্ বক্তব্যটি কত ফ্যাসেট্স যে ছুঁয়ে গেলো, একেকটি লেকচার একেকটি গবেষণাগ্রন্থের আকর।
আজ বাণীবন্দনার প্রাকদিবসে অনেক কথাই আসছে সোডার মতো ভসভসিয়ে। আপনার কাছে ক্ষমাভিক্ষা চেয়ে বলি ফেলি। আলোচনা শুনতে শুনতে মন ছোটবেলা চলে যায়, ঠামার কাছে ব্রম্ভবৈবর্ত পূরাণ শুনছি, 'ঠামা, কটাক্ষ মানে কি ? ঠামা বললেন, চোখে চোখে কথা, মা যেমন চোখ রাঙায়। বুঝে গেলাম। আবার জাম্পকাটে কলেজ জীবন, বন্ধুদের মধ্যে দুজনের চোখের বার্তা আরেকজনের নজরে পড়ে গেলো, তাই নিয়ে মান অভিমান । পুরাণশাস্ত্রগুলি এতোটাই জীবনরসসমৃদ্ধ তাই বোধহয় এতো জনপ্রিয়, আপনি সেই স্রোতে আবার জোয়ার এনেছেন।
দর্শনশাস্ত্রে পূর্বপক্ষী-সিদ্ধান্তীর বাদানুবাদে বাগ্দেবীর আবাহন হয় । কঠ, কেন, বৃহদারণ্যক উপনিষদও প্রশ্নোত্তরের মাধ্যমে এগোচ্ছে, দেবী সত্ত্বগুণময়ী তাই কি শুভ্রা? আলোচনা চললে মনে এইসব চিন্তাতরঙ্গ ওঠে।
বিনম্র নিবেদন এই যে নদীরূপা দেবী গঙ্গা, নর্মদা, সরস্বতী বিষয়ে যদি আলোকপাত করেন।
পরিশেষে জানাই আপনার লেকচার দ্বারা আমরা এতো অনুপ্রাণিত হই, প্রতিটি আলোচনা ছেলেদের( 19, 14) সামান্য অনুবাদ করে শোনাই। বড়ছেলে( ইতিহাস পাঠরত) শালগ্রাম শিলা বিষয়টি নিয়ে সেমিনার পেপার লিখেছে, ancient history নিয়ে পড়ার ইচ্ছা, আপনার আশীর্বাদ প্রার্থনা করি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই নতুন প্রজন্মের কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি এতো মনোমুগ্ধকর ভাবে পরিবেশন করে চলেছেন। আপনার সর্বাঙ্গীন কুশল এবং চ্যানেলের সমৃদ্ধি প্রার্থনা করি। আভূমি প্রণাম জানালাম ।
কি যে অতুলনীয় বিশ্লেষণ যত শুনি মুগ্ধ হয়ে যাই প্রনাম আপনাকে
আপনার বক্তব্য, এককথায় অসাধারণ, অতুলনীয়, শ্রদ্ধা জানবেন।
সত্যি, আপনার সুমধুর বর্ণনায় অনেক ঋদ্ধ হলাম। কি অগাধ আমাদের শাস্ত্র!! ঠিক বলেছেন, মানুষের নেওয়া ও বিচারই শেষ কথা। অগাধ শ্রদ্ধা জানাই 🙏
আপনাকে জানাই আন্তরিক প্রনাম,,আপনার প্রতিটি বাক্য মন্ত্রমুগ্ধের মতো শুনে যাই।
হে গুণী,তব শ্রীচরণযুগলে প্রণাম বারংবার।
কিছুই জানতাম না। ভীষণ ভীষণ সুন্দর লাগলো। প্রণাম নেবেন আমার। 🙏🙏
সরস্বতীর অশেষ কৃপায় আপনার মুখ হতে এত অমৃতবাণী বর্ষিত হচ্ছে। প্রণাম স্যার।❤
আপনার উপস্থাপনা বিস্তারিত তাই সহজেই গ্রহণ করা যায়। গত দু দশক ধরে পড়ছি।আশায় রইলাম অনেক উপস্থাপনা।
কি অপূর্ব বিশ্লেষণ ও বর্ণনা
খুব সুন্দর
বিমুগ্ধ হলাম।
প্রণাম নেবেন 🙏🙏🙏
বাহ্ অপূর্ব!! 🙏🙏🙏🙏
অসাধারণ। দুবারই বাকরুদ্ধ হয়ে শুনলাম। নদী সরস্বতীর দেখা পেয়েছি বদ্রীনাথ পার হয়ে মানাগ্রামের কাছে। ওপর থেকে এসে ৫০/১০০ মিটার এগিয়ে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। খুব সম্ভব তারপর থেকে সরস্বতী অন্তসলিলা। এদিকে আবার প্রয়গে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী একসাথে বহমান।
Maker of the sound is enjoyed by the maker. Quite symbolical. Nothing physical about it.
But sound is not Saraswati Saraswati is actually creator of sound
@@achintyabiswas5388 this is the relation not only between brahma and saraswati, within heart mind and soul.
অসাধারণ। মুগ্ধ হলাম।
অসাধারণ আলোচনা।সুন্দর বিশ্লেষণ। মন্ত্রমুগ্ধের মত শুনলাম। 🙏🙏🙏🙏🙏
Thanks a lot to you 🙏 for discussion. Jai Mata Saraswatidevi, Jai Mata Ganga 🙏, Jai Mata Lakshmi, Jai Bharat Mata 🙏.
অসম্ভব ব্যাখ্যা সম্ভব কেবল আপনার দ্বারা । প্রণাম মহাশয়। খুব ভাল লাগলো।
নতুন একটা দৃষ্টিভঙ্গি পেলাম আজ। অনেক অনেক ধন্যবাদ।
অসাধারণ ব্যাখ্যা। অবশ্য ই যুক্তিসমৃদ্ধ। অনেক ধন্যবাদ আপনাকে।প্রণাম নেবেন।
অসাধারণ আলোচনা ❤।
অসংখ্য ধন্যবাদ জানাই খুবই সমৃদ্ধ হলাম এই আলোচনা থেকে আগামীতে আরও অনেক শোনার অপেক্ষা এ রইলাম।
অসাধারণ অসাধারণ অসাধারণ, স্যার।
আপনি
প্রণম্য, খুব সমৃদ্ধ হই আপনার আলোচনায়🙏🙏🙏
অপূর্ব সুন্দর বিশ্লেষণ।
নীল সরস্বতী সম্পর্কে কিছু তথ্য বলবেন sir
কতটা সমৃদ্ধ হলাম শব্দে বোঝাতে পারবো না, আরও অনেক কিছু জানবার অপেক্ষায় রইলাম।
অসাধারণ। প্রনাম Sir
কতবার যে শুনলাম। বারবার মন্ত্রমুগ্ধ হয়ে উঠি। সুস্থ শরীরে দীর্ঘায়ু হয়ে আমাদের আলোর পথ দেখান 🙏🙏🙏🙏
অসাধারণ। রবীন্দ্রনাথ ও মধুসূদনের যে উদাহরণ দিলেন সত্যিই অতুলনীয়।🙏একজন ইংলিশ honours এর স্টুডেন্ট হলেও এই আলোচনা আমি প্রায় শুনি।দারুন ব্যাখ্যা।অতনু।বীরভূম
কি অপূর্ব শুনলাম…মুগ্ধ হয়ে গেলাম..আমার সশ্রদ্ধ প্রণাম জানাই🙏🙏🙏
Thank you sir. 🙏🏽 Regardful. Share done ✅.
কত অজানাকে জানলাম ।আপনার পরিবেশনায় ।আপনাকে শত কোটি প্রণাম ।
অপূর্ব বললেও কম বলা হয়।
আমি অভিভূত।
আপনার শ্রুতিমধুর বিশ্লেষণের, অপেক্ষায় থাকি।
আপনার ব্যাখ্যা শুনে এক অনির্বচনীয় অনুভূতি লাভ করে আমরা প্রতিদিনই নিজেদের ভাগ্যবান মনে করছি। ভালো থাকুন ।
আপনি আমাদের পাবনার মানুষ এটাই আমাদের গর্ব ❤
অসাধারণ আলোচনা।
মন্ত্রমুগ্ধ এর মত কথা গুলো শুনছিলাম
"তাই তোমার। আনন্দ আমার পর......."👏🏼
Ki Osadharon explanations....
🌼🌼📋🧠🖋️🌼🎨🖌️🌼🌼 গুরুজন অসাধারণ সুন্দর বক্তব্য এবং সুস্বাদু সত্য শব্দ তরঙ্গ 🌼 আমার একান্ত ভালোবাসা নিবেন এবং প্রণাম 🌼🙏🌼🧡🤍💚
আপনার অনবদ্য কিন্তু সাবলীল এমন অসাধারণ ব্যাখ্যা -বিশ্লেষনে ভীষণ ভাবে সমৃদ্ধ ও উপকৃত হলাম। এতো মহান সুগভীর আমাদের পুরাণ উপনিষদ যে তার তল পাওয়া দুস্কর। আবার এতো সংকেকিত যে যে কেউ এর মানেও বুঝবে না যিনি নিজে সচেষ্ট না হবেন। আপনার বিশ্লেষণ এর জন্য মোটা মাথায় একটু বোঝার চেষ্টা করছি।এই জন্যই বোধকরি পুরাণ কে ইংরেজি তে Mythology বলে যার মানেই ভেতরে আছে Myth.. hidden truth!! আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরাও সমৃদ্ধ হই। 🙏
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ।আপনি আমার প্রণাম নেবেন ।
আপনার মত মহান ব্যক্তিরাই আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রেখেছেন অসংখ্য প্রণাম
অসাধারণ বিশ্লেষণ স্যার 🙏 অত্যন্ত মনোগ্রাহী আলোচনা। যারপরনাই সমৃদ্ধ হলাম। প্রণাম নেবেন
অসাধারণ একটি উপস্থাপনা।🙏
মা সরস্বতীর অসীম কৃপা আপনার উপর..
Shuna riddho holam. 🙏🙏grohon korban.
SOTTI MAA GANGA MAA SARASWATI AAR MAA LAKKHI R JANARDHAN EER LEELA TI APURBO.....SOTTI KHUB E SRUTI MODHUR
😊😊😊😊😊🙏🙏🙏🌸🌸🌸
প্রণাম স্যার 🙏🙏
Sir asadharan
অসাধারন, আশা করি আগামী সরস্বতী পূজায় আরও অজানা বিষয়ে জানতে পারবো, কিছু দিন আগে রটন্তী কালি পূজা ছিল, কালির এতো সব রূপ নিয়ে অল্প অল্প করে যদি কিছু জানতেন, খুব ভালো লাগতো❤️
Your concept is acceptable. I understand.
🙏আপনার কথা শুনে বার বার সমৃদ্ধ হই আর মনে জাগে আমাদের শাস্ত্রে কতো কিছু রয়েছে যার রসাস্বাদন করা প্রয়োজন কিন্তু সেই শিক্ষা আমার নেই 🙏আপনার প্রতিবেদন গুলো শুনে সেই অক্ষমতা কিছুটা পূরণ করা চেষ্টা করি 🙏🙏🙏
পশ্চিম বঙ্গের সরস্বতী মন্দির :-
১) বীরভূম জেলার ইলামবাজারের কাছে অবস্থিত একটি সরস্বতী মন্দির।
২) বীরভূম জেলার সাঁইথিয়া তহশিলের ক্ষতিপুর গ্রামে অবস্থিত সরস্বতী মন্দির।
৩) বীরভূম জেলার সিউড়ির কাছে অবস্থিত সরস্বতী মন্দির।
৪) বীরভূম জেলার খয়রাশোল তহশিলের হানুলিয়ার সরস্বতী মন্দির।
৫) বীরভূম জেলার খয়রাশোল তহশিলের গেরুয়াপাহাড়ি গ্রামের সরস্বতী মন্দির।
৬) বীরভূম জেলার সিউড়ি ২ ব্লকের ইমদপুর গ্রামের সরস্বতী মন্দির।
৭) বীরভূম জেলার খয়রাশোল তহশিলের পুরাতন নাগ্রাকোণ্ডা গ্রামের প্রাচীন সরস্বতী মন্দির।
৮) বীরভূমের বেলুটি বা রয়ান-বেলুটি গ্রামের সরস্বতী মন্দির - সম্ভবতঃ এটিই পশ্চিমবঙ্গের প্রাচীনতম সরস্বতী মন্দির।
৯) বীরভূমেরই নানুরের বিশালাক্ষী বা বাশুলি মন্দির, যা আসলে মহাসরস্বতী মন্দির।
১০) পূর্ব বর্ধমানের অম্বলগ্রামের সরস্বতী মন্দির।
১১) পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জের কাছে অবস্থিত একটি সরস্বতী মন্দির।
১২) বর্ধমান জেলার জামালপুর তহশিলের গোপীকান্তপুরের সরস্বতী মন্দির।
১৩) দুর্গাপুরের আরহা গ্রামের সরস্বতী মন্দির।
১৪) পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের সরস্বতী মন্দির।
১৫) পশ্চিম বর্ধমান জেলার কেশবপুরের সরস্বতী মন্দির।
১৬) পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের নিমসা গ্রামের সরস্বতী মন্দির।
১৭) পশ্চিম বর্ধমান জেলার বরাবানি ব্লকের পুচরা গ্রামের সরস্বতী মন্দির।
১৮) আসানসোলের সরস্বতী মন্দির।
১৯) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই গ্রামের সরস্বতী মন্দির।
২০) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের সরস্বতী মন্দির।
২১) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের সরস্বতী মন্দির।
২২) বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বণ্ডালহাটি গ্রামের সরস্বতী মন্দির।
২৩) বাঁকুড়া জেলার সালতোরা তহশিলের হারোকার সরস্বতী মন্দির।
২৪) বাঁকুড়া জেলার ছাতনা তহশিলের ঝিকুড়িয়া গ্রামের সরস্বতী মন্দির।
২৫) বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ তহশিলের গাংতারা গ্রামের সরস্বতী মন্দির।
২৬) বাঁকুড়া জেলার ছাতনা তহশিলের আমপাহাড়ি গ্রামের সরস্বতী মন্দির।
২৭) বাঁকুড়া জেলার সোনামুখীর দে পরিবারের ১১৪ বছরের পুরোনো সরস্বতী মন্দির।
২৮) পুরুলিয়া জেলার পারা তহশিলের পবরা গ্রামের সরস্বতী মন্দির।
২৯) পুরুলিয়া জেলার নেতুরিয়ার কাছে আলুথিয়া গ্রামের সরস্বতী মন্দির।
৩০) মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকায় হরি সিনেমা চকে টাউন স্কুলের পিছনে অবস্থিত সরস্বতী মন্দির।
৩১) হাওড়ার পঞ্চাননতলার সরস্বতী মন্দির।
৩২) কলকাতার বালিগঞ্জের ডোভার টেরাসে অবস্থিত সরস্বতী মন্দির।
বাঁকুড়া জেলার, ইন্দপুর থানার, গোলকপুর গ্ৰামে একশত বছরের পুরনো সরস্বতী মন্দির আছে 🌼❤️
ধন্যবাদ king sir পশ্চিমবঙ্গর এতো গুলো সরস্বতী মন্দির আছে তা জানানোর জন্য
বৈদিক, পৌরাণিক আলোচনায় একশো দেড়শো বছরের মন্দিরের উদাহরণ। এসবই তো আধুনিক কালের মন্দির। এবার কি আপনি বিভিন্ন মহাপুরুষদের মন্দিরের তুলনাও টেনে আনবেন নাকি?
অসাধারণ Sir আপনার বলার ভঙ্গিমা। দয়া করে সরস্বতী নদী থেকে কি করে দেবীতে রূপান্তরিত হলেন এর উপরে অপবার বই পেলে খুব উপকৃত হবো। প্রণাম নেবেন।
Pranam.apnar ei Barnana sonar Sujog pachhi .dhanya hochhi.
Amusing ,excellent.
He bakta apanar jivagre saraswati amdet sparsa karcha apnake sata kati pranam
অসাধারণ আলোচনা। পান্ডিত্ব বিপুল। মনে হয়েছে বাঙালি শংকরাচার্য।
স্যার প্রণাম নেবেন
ভিডিও দেখতে দেখতে মাঝখানে থামিয়ে কমেন্ট না লিখে পারলাম না 😆 ঝগড়া নিয়ে আপনার উপলব্ধি এবং শ্রুতি সুন্দরম এত সুন্দর ব্যাখ্যা রাত দুটো তেও আমাকে ভিতর থেকে স শব্দে হাসি উপহার দিলো
যাই হোক আমিও এক অর্বাচীন
আবার বলি প্রণাম নেবেন 🙏
অসাধারণ বিশ্লেষণ করলেন।🙏
অপূর্ব উপস্থাপনা। প্রনাম স্যর।
PRANAM ACHARIYA 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
অপ্রতিম প্রতিভার অধিকারী................. আপনার ভাষায় স্বাক্ষাৎ দেবী সরস্বতীর বাস। .......... আপনার এই ছোট্ট প্রয়াস সমস্ত ভারতবাসীর কাছে তাদের প্রাচীন ঐতিহ্যের সুস্পষ্ট প্রতিপ্রভা সৃষ্টি তে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন আশা রাখি। .......... খুব ভালো লাগল আপনার এই প্রস্তূতি। ..........অনেক বিব্রত ধারণা শৃঙ্খলা বদ্ধ আকারে চিন্তাধারা কে সমৃদ্ধ করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ 😊😊😊
Anek kichu jante parlam...jegulo na janleo jibon choley..🙏
Joy ma ❤
ব্রহ্মা সরস্বতীর যে সম্পর্ক, বাক্য ও বাক্য স্রষ্টার যে সম্পর্ক, অন্তিমে জীবাত্মা ও পরমাত্মারও তো একই সম্পর্ক মনে হলো। ধন্যবাদ। প্রণাম।
খুব অপূর্ব ভাবে সমৃদ্ধ হলাম
অনেক জানলাম। খুব ভালো লাগলো। আমাদের শাস্ত্র কত বিশদ খুব ভালো ব্যাখ্যা শুনলাম।। প্রণাম নেবেন।
অপূর্ব বিশ্লেষণ 🙏🙏
অসাধারণ অতুলনীয় ব্যাখ্যা!
প্রণাম গুরুদেব
আপনার লেখা অনেক বই আমি পড়েছি ।আজ আপনি এই ভাবে বিশ্লেষন করে আমাদের বোঝালেন যে খুব সহজ সরল অন্তরে নিতে পারলাম । তাই কোটি কোটি প্রণাম আন্তরিক জানাই লেখক গুরুদেব । অতুলনীয় , বেদ বাক্য যেন স্বয়ং ঈশ্বর কে দেখলাম ।
কি অসাধারণ আপনার উপস্থাপনা ।খুব ভালো লাগল ।আপনি আমার প্রণাম নেবেন ।ভালো থাকবেন ।
প্রণাম মহাত্মা।
Joy MaaSaraswati 🙏🙏🌻🌻❤️❤️❤️🍉🥥
কি অপূর্ব!
মন্ত্রমুগ্ধের মত আপনার কথা শুনি। কিছু বুঝি, কিছু বোঝার চেষ্টা করি।মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। তবুও ভীষণ ভালো লাগে শুনতে। আসলে এত পড়াশোনা তো করিনি বেদ, উপনিষদ। আপনার পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধা জানাই। সুস্থ থাকুন এবং আমাদের সমৃদ্ধ করুন। প্রণাম। 🙏❤️
আপনার অতি সুন্দর , সহজ ও যুক্তিগ্রাহ্য আলোচনায় ধর্মগ্রন্থের দুরূহ উক্তিগুলি সাধারণ মানুষের বোধগম্য হয়।
Anek সমৃদ্ধ হলাম স্যার।
অসাধারণ ব্যাখ্যা অসাধারণ বিশ্লেষণ।অনুভব করে উপলব্ধি করতে পারলে যথার্থ হৃদয়ঙ্গম হবে। অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ...
I just learned something new and interesting!
What a beautiful speech ! Pranam
Khoob sundor lagche, pronam neben
Shabda Bramho🙏Pranam 🙏
শতকোটি প্রণাম।
অপূর্ব!!!
আহা আহা আহা! সশ্রদ্ধ প্রণাম! কিছু বলা উচিত নয় এই পাণ্ডিত্যের কাছে।
বাংলাদেশের কক্সবাজার জেলা থেকে
আপনাকে জানাই দণ্ডবৎ প্রণাম।
Nice advise. Pronam grudeb
স্যার অপূর্ব 🙏🙏🙏
স্যার,
নীল সরস্বতী সম্মন্ধে বিস্তারিত জানতে চাই।প্রার্থনা রইলো।
Asadharan byakhya. Apner agadh panditya.
Darun
খুব সুন্দর মনোগ্রাহী বিশ্লেষণ। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকি কবে মহাভারতের মহান বর্ণনা করবেন। রামায়ণ বিশ্লেষণ সাগ্রহে গ্রহণ করি।
জয়গুরু। খুব সুন্দর আলোচনা। 🙏🙏🙏প্রণাম নেবেন। জয়গুরু।
Khub valo laglo.Apnar explanation amader mato alpo budhir manusrao bujhte parbe aasa kori.Ekta khub importent topic ,apni khub valo bhokhalen.Anek anek dhanyabad.
একজন সংস্কৃত সাহিত্যের ছাত্র হিসেবে আপনার শব্দ, কথা গুলোকে খুব relate করতে পারছি। ধন্যবাদ আপনাকে।
শুনে মনে হচ্ছে অমৃত পান করছি।
প্রণাম নেবেন। 🙏🏻
অপূর্ব।।
অসাধারণ লাগল শুনে। আপনি আমার প্রণাম নেবেন।