আজিজুল ভাই সত্যিই লোভহীন মানুষ,প্রকৃতি সূখি সেই যার অন্তরে লোভ কম❤লোভ কম মানেই চাহিদা কম,চাহিদা কম মানেই মনে তৃপ্তি,যার মনে তৃপ্ত সেই প্রকৃত সূখি মানুষ
চরের মানুষের কিছু না থাক মন আছে।চোখে জল চলে আসে তাঁদের প্রতি আন্তরিকতায়।একটা গোটা পি.এইচ.ডি থিসিস করা যায় বাংলার চর নিয়ে।এত আবেগ ........আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি।
আমার সাথে হয়তো সবাই একমত হবেন সুমন ভাইয়ের এই চরখানপুরের ভিডিও সিরিজটা সেরা মনে হয়, আমি যখনি দেখি এতো ভালো লাগে যে ভাষায় প্রকাশ করতে পারবো না, ধন্যবাদ সুমন ভাইকে মাটি ও মানুষের চিত্র তুলে ধরার জন্য,ধন্যবাদ সবাইকে
আহ কত শান্তি মিশে আছে এই চরখানপুরে! কত মায়া! ইচ্ছে করছে চরখানপুর এবং এখানকার খেটে মানুষদের সরাসরি দেখে আসি। যাব একদিন ইনশাআল্লাহ। এরাই হল প্রকৃত সোনার মানুষ।
একটা সময়ে এসে মানুষের মাঝে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায়। আপনি তার ব্যতিক্রম, সত্যিকারের মানুষ যাকে বলে। নেই একবিন্দূ অহমিকা , মায়ায় ভরা মন । একেই তো বলে সত্যিকারের বাঙালি। ধন্যবাদ ভাই।
সুমন ভাই- এত দিন পর ফাটিয়ে দিয়েছেন ৷ আমাদের সেই সুমন ভাই- আমাদের অনুরোধে খুবই তারাতারি চরখানপুরের video আমাদেরকে উপহার দিল ৷ সেই আমাদের আজিজুল ভাই- আর সেই আমাদের প্রিয় সুমন ভাই ৷ যার অদ্ভুত এক কন্ঠ দিয়েছেন মহান আল্লাহ তাআলা, আল হামদুলিল্লাহ | ভাল থাকবেন নতুন জীবন সঙ্গীনি নিয়ে ৷
এখানেই প্রকৃত শান্তি,, ওদের মধ্যে শুধু বেচে থাকার লড়াই,, ধনী হওয়ার প্রতিযোগিতা নেই, অট্রালিকা গড়ার সপ্ন ওঁদের নেই,, এই জীবন টাই ভালো ছিল, হিংসা,বিধেধষ লোভ,যেখানে নেই, পাকা বাড়ি,এসি,যান্ত্রিক বাহন,অসহ্য ব্যসততা,ওদের অভাব আছে, অশান্তি নেই, খুব ভালো লাগে এসব ভিডিও,, ধন্যবাদ ভাই
@@Parvez-Mahmud ব্রিটিশরা সেই সময়কার নেতাদের মধ্যে ভোট করেছিলো দুই বাংলা একই থেকে নতুন রাষ্ট্র হবে নাকি ভাগ হয়ে এক অংশ ভারতের সাথে থাকবে, আরেক অংশ পাকিস্তানের সাথে থাকবে।।। এতে পূর্ব বাংলার সেই সময়কার নেতারা প্রায় একমত বাংলা নামক নতুন রাষ্ট্র হবে।। কিন্তু পশ্চিমবাংলার নেতারা বিশেষ করে হিন্দু প্রভাবশালী নেতা গুলা তাদেরকে ভারতের সাথেই রেখে দিতে।। যার ফলে আমাদের পাকিস্তানের অধীনে ফেলে দেয়, তারা ভারতের সাথে থেকে যাই।।
ভাগ করো শাসন করো এটা ছিলো মূলত বৃটিশদের কৌশল। সব ধর্মমতে ভাগ করা আর শাসন করা এই যে নীতি সেটা সম্পূর্ণ হারাম। ভাগ শুধু এক জায়গায় সেটা হলো ন্যায় আর অন্যায়ের।❤❤
সত্যি মন ছুঁয়ে যায়, চর খানপুরের ভিডিও দেখলে,যেখানে তামান দুনিয়ার মানুষ অধুনিকতার সাথে বসবাস করে আর চরখানপুরের মানুষ সহজ সরল জীবন যাপন,তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, সেই সাথে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা ও দুয়া। ❤❤❤❤
সালাউদ্দীন সুমন ভাই মানেই সহজসরল মানুষ আর গ্রামীণ পরিবেশের বাস্তবমুখী বিষয় যা সত্যিই অনেক ভালো লাগে তাই সকলের প্রিয় সালাউদ্দীন সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভাইয়ের জন্য শুভ কামনা❤❤❤❤।
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
আপনার চরখানপুরের ভিডিওতে কমেন্ট করেছিলাম ২০২০ সালে।তখন সেই কমেন্টে ভারতীয় একজন ভাই কমেন্ট করে।তার সাথে আজ তিনবছরের বন্ধুত্ব।উনি খুব নম্র-ভদ্র।ইচ্ছা আছে ভারতে ঘুরতে যাবার।
ঐতিহাসিক vlog চাই দাদা। অনেক ইনফরমেশন পাওয়া যায়।হৃদয় যেনো ঐতিহাসিক স্থান এ কখন প্রবেশ করে জানতে পারিনা। এসবই সুমন দার উপস্থাপনা। প্লিজ ঐতিহাসিক vlog চাই।ভারতের কলকাতা থেকে।
আমি আর আমার ওয়াফ এক সাথে বসে ভাত খেতাম আর আপনার ভিডিও গুলো দেখতাম বিশেষ করে চরখান পুরের ভিডিও গুলো ভাগ্যের পরিহাসে আজ সে আমার সাথে নেই একা একা দেখতে বসলে আপনার ভিডিও অনেক মনে পড়ে তার কথা, যাই হোক ভাই আমি আপনার ভিডিও একদম শুরু থেকে দেখে আসছি এখনো দেখি সামনেও দেখবো ইনশাআল্লাহ।
এক ভালো লাগার নাম চরখানপুর,,কোন একদিন যাওয়ার ইচ্ছা আছে,,আর এই জায়গার সাথে পরিচিত হলাম একমাত্র সুমন ভাইয়ের কারনে,,কত ভিডিও দেখি সুমন ভাইয়ের ভিডিওর মতো কোনটাই ভালো লাগে না,,কত সুন্দর চুলচেরা বিশ্লেষণ আর মধুর কন্ঠ, এ যেন জীবন্ত কিংবদন্তি সুমন ভাই,,আপনার জন্য মুর্শিদাবাদের ইতিহাস আবারো জানা হলো,,,ভালো থাকবেন সবসময় এই দোয়ায় করি,❤️🖤❤️🩹❤️🩹🖤🖤❤️🖤❤️🩹❤️🩹🖤🖤❤️❤️🖤❤️🩹❤️🩹🖤🖤❤️❤️🖤❤️🩹❤️🩹❤️🩹🖤🖤❤️❤️🖤❤️🩹❤️🩹🖤❤️🖤❤️🩹❤️🩹🖤❤️❤️🖤❤️🩹❤️🩹🖤❤️❤️🖤❤️🩹❤️🩹#রিমা
এইরকম ভিডিও দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ভাইজান পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার কোন এক কণা থেকে আপনার ভিডিও দেখি ভাইজান আমার নিজের বাড়িই পদ্মা নদীর পাড়ে তবুও আপনার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে ভাইজান ধন্যবাদ আপনাকে ভাইজান 💓👍
চরখানপুরের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। আজিজুল ভাইয়ের কথা এবং আজিজুল ভাইকে দেখলে খুবই ভালো লাগে। চরখানপুরের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে। ❤
সুমন ভাই আমি চরখান পুরের সব কয়টা ভিডিও ই মোটামুটি দেখছি, কি বলবো ভাই এই চরের আর আজিজুল ভাই এর প্রতি আমার আলাদা একটা মায়া জন্মে গেছে, এতো সুন্দর প্রকৃতি মনে হয় সব কল্পনার মত, আপনি আরো বেশি করে চরখান পুরের ভিডিও দিবেন, অনেক অনেক ভালোবাসা❤❤
আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি নিজের দেশের জায়গা গুলোই দেখানোর চেষ্টা করবেন থাইল্যান্ড সিঙ্গাপুর আর অন্য যত বিখ্যাত কিছু- আছে তার চেয়ে অনেক বেশি ভালো আমাদের দেশ ❤
আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নিবাসী। চরখানপুরের ভিডিও আমি সত্যিই খুব এনজয় করি। বাংলাদেশের আরো এরকম অনেক চরের ভিডিও প্রতীক্ষায় রইলাম।
আজিজুল ভাই সত্যিই লোভহীন মানুষ,প্রকৃতি সূখি সেই যার অন্তরে লোভ কম❤লোভ কম মানেই চাহিদা কম,চাহিদা কম মানেই মনে তৃপ্তি,যার মনে তৃপ্ত সেই প্রকৃত সূখি মানুষ
আরো অনেকবার দেখতে চাই চর খান পুর। হৃদয়ের সাথে যেন মিশে গেছে। ভাই আমাকে একটু নিয়েন কোন এক বার
চরের মানুষের কিছু না থাক মন আছে।চোখে জল চলে আসে তাঁদের প্রতি আন্তরিকতায়।একটা গোটা পি.এইচ.ডি থিসিস করা যায় বাংলার চর নিয়ে।এত আবেগ ........আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি।
আমার সাথে হয়তো সবাই একমত হবেন সুমন ভাইয়ের এই চরখানপুরের ভিডিও সিরিজটা সেরা মনে হয়, আমি যখনি দেখি এতো ভালো লাগে যে ভাষায় প্রকাশ করতে পারবো না, ধন্যবাদ সুমন ভাইকে মাটি ও মানুষের চিত্র তুলে ধরার জন্য,ধন্যবাদ সবাইকে
আহ কত শান্তি মিশে আছে এই চরখানপুরে! কত মায়া! ইচ্ছে করছে চরখানপুর এবং এখানকার খেটে মানুষদের সরাসরি দেখে আসি। যাব একদিন ইনশাআল্লাহ। এরাই হল প্রকৃত সোনার মানুষ।
চরখানপুর স্বপ্নের একটি রুপকথাকেও হার মানাবে,,,,,,,সত্যিই হার মানাবে,,,,,ভারত, পশ্চিমবঙ্গ
সত্যিই এই মানুষ গুলোর জন্য খুব মায়া লাগে, সবার জন্য শুভ কামনা থাকবে।
আবার সেই ভালোবাসার চরখান পুর আর মাটির মানুষ জন।। সবাই সুস্থ হয়ে যাক ❤
দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় ছিলাম ❤ ধন্যবাদ সুমন ভাইয়া 🇮🇳
খুবই সুন্দর লাগে ভিডিও দেখতে চর খান পুরের ❤
একটা সময়ে এসে মানুষের মাঝে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায়। আপনি তার ব্যতিক্রম, সত্যিকারের মানুষ যাকে বলে। নেই একবিন্দূ অহমিকা , মায়ায় ভরা মন । একেই তো বলে সত্যিকারের বাঙালি। ধন্যবাদ ভাই।
এতো ভালো লাগে চরখান পুরের ভিডিও দেখতে,, খুব ইচ্ছে করে চরখান পুরের মানুষের সাথে মিশে যেতে❤❤
দারুন লাগলো ভিডিওটি ধন্যবাদ সুমন ভাই।
পরেরবার যাওয়ার সময় যদি পারেন একজন পশু ডাক্তার নিয়ে যাবেন
পশু গুলো দেখে খুব খারাপ লাগলো
চমৎকার ভিডিও ভাই!
অসংখ্য ধন্যবাদ আপনাকে ❤
সুমন ভাই- এত দিন পর ফাটিয়ে দিয়েছেন ৷ আমাদের সেই সুমন ভাই- আমাদের অনুরোধে খুবই তারাতারি চরখানপুরের video আমাদেরকে উপহার দিল ৷ সেই আমাদের আজিজুল ভাই- আর সেই আমাদের প্রিয় সুমন ভাই ৷ যার অদ্ভুত এক কন্ঠ দিয়েছেন মহান আল্লাহ তাআলা, আল হামদুলিল্লাহ | ভাল থাকবেন নতুন জীবন সঙ্গীনি নিয়ে ৷
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই❤️🙏❤️
অনেকদিন পর সরকাম পুরের ভিডিও দেখলাম,, মন ভরে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ,, দোয়া করি সরকান পুরের মানুষকে যেন আল্লাহ সহি সালামতে রাখেন
আলহামদুলিল্লাহ আমরা যাঁরা এখন ও এদের থেকে ভাল। আছি,, শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আর দোয়া করি এই বঞ্চিত মানুষ গুলো যেনো সবসময় ভাল। থাকে??? 😢
চরখানের সবগুলো পর্ব আমার অনেক অনেক ভালো লাগছে❤🎉 ধন্যবাদ সুমন ভাই 🎉
সুমন ভাইয়ের ভিডিও দেখে হৃদয় ছুঁয়ে যায়।
সুমন ভাই এই পর্ব দেখার জন্য অপেক্ষা করছিলাম।ভালবাসা অবিরাম ভাই।
অনেক ভালোবাসা❤️
আল্লাহ সকল বাবা মা কে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন
Amin
মনৃ
চরখানপুরের দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় .....love from westbengal Sumanda
এক কথায় অসাধারণ, ধন্যবাদ ❤❤❤
এই চরকানপুরের ভিডিও গুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যায় যতই টেনশনে থাকিনা কেন মনটা শান্তিতে ভরে জায় ধন্যবাদ সুমন আমাদেরকে এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য
এখানেই প্রকৃত শান্তি,, ওদের মধ্যে শুধু বেচে থাকার লড়াই,, ধনী হওয়ার প্রতিযোগিতা নেই, অট্রালিকা গড়ার সপ্ন ওঁদের নেই,, এই জীবন টাই ভালো ছিল, হিংসা,বিধেধষ লোভ,যেখানে নেই, পাকা বাড়ি,এসি,যান্ত্রিক বাহন,অসহ্য ব্যসততা,ওদের অভাব আছে, অশান্তি নেই, খুব ভালো লাগে এসব ভিডিও,, ধন্যবাদ ভাই
তৃতীয় পার্টের জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না।তারা তাড়ি দিবেন সুমন ভাই। India থেকে সব সময় ভিডিও গুলো দেখি।দারুন লাগে
সুমন ভাই আপনার কন্ঠে যাদু আছে।দোয়া রইলো ভাই।
আপনার ভিডিওটা দেখে মনে হচ্ছে নিজ চোখে চর খানপুর দেখে ঘুরে আসি। আমি মুগ্ধ গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখে।
এক কথায় অপূর্ব
ভাই আসলেই দুই দেশে ভাগনা হলেই খুব ভালো হত চড়খান পুর আমার কাছে খুব সুন্দর লাগে ভারত সুরধরবন থেকেই ❤🇮🇳🇧🇩🌹
ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু
দেশ ভাগ হয়েছে গান্ধী-জিন্নাহর ক্ষমতার দ্বন্দে,,,।।
আর বাংলাভাগ হয়েছে তখনকার প্রভাবশালী হিন্দুদের প্রভাবে।।।
ভাই বাংলা ভাষি এক দেশ বাংলাদেশ হলে ভালো হতো
@@Parvez-Mahmud ব্রিটিশরা সেই সময়কার নেতাদের মধ্যে ভোট করেছিলো দুই বাংলা একই থেকে নতুন রাষ্ট্র হবে নাকি ভাগ হয়ে এক অংশ ভারতের সাথে থাকবে, আরেক অংশ পাকিস্তানের সাথে থাকবে।।। এতে পূর্ব বাংলার সেই সময়কার নেতারা প্রায় একমত বাংলা নামক নতুন রাষ্ট্র হবে।। কিন্তু পশ্চিমবাংলার নেতারা বিশেষ করে হিন্দু প্রভাবশালী নেতা গুলা তাদেরকে ভারতের সাথেই রেখে দিতে।।
যার ফলে আমাদের পাকিস্তানের অধীনে ফেলে দেয়, তারা ভারতের সাথে থেকে যাই।।
ভাগ করো শাসন করো এটা ছিলো মূলত বৃটিশদের কৌশল। সব ধর্মমতে ভাগ করা আর শাসন করা এই যে নীতি সেটা সম্পূর্ণ হারাম। ভাগ শুধু এক জায়গায় সেটা হলো ন্যায় আর অন্যায়ের।❤❤
সত্যি মন ছুঁয়ে যায়, চর খানপুরের ভিডিও দেখলে,যেখানে তামান দুনিয়ার মানুষ অধুনিকতার সাথে বসবাস করে আর চরখানপুরের মানুষ সহজ সরল জীবন যাপন,তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, সেই সাথে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা ও দুয়া। ❤❤❤❤
চরখানপুরের প্রতিটা ভিডিও দেখলে মন ভরে যায়সুমন ভাই,, আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখুক
খুব ভালো লাগলো চরখাঁন পুর দেখে,আপনি তো অনেক মানুষের উপকার করেছেন তাদের ওখানে গরুর ডাক্তার নিয়ে একটু সাহায্য করেন❤,,
ভাইয়ের ভিডিও ধারনগুলো অনেক ভালো লাগলো। আরো নতুন নতুন ভিডিও চাই
চরখানপুরের মানুষের জীবনযাপন দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে যায়! প্রকৃত গ্রামীণ জীবন যাপন চরখানপুরেই ফুঠে ওঠে 🥰
সালাউদ্দীন সুমন ভাই মানেই সহজসরল মানুষ আর গ্রামীণ পরিবেশের বাস্তবমুখী বিষয় যা সত্যিই অনেক ভালো লাগে তাই সকলের প্রিয় সালাউদ্দীন সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভাইয়ের জন্য শুভ কামনা❤❤❤❤।
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
আলহামদুলিল্লাহ
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইজান বহুদিনের ইচ্ছেটা পূর্ণ করার জন্য।
একবার হলেও যেতে চাই এই মায়ার চর চরখানপুরে❤❤
সাদা মনের মানুষদের সাদামাটা জীবন... দেখে অনেক ভাল লাগলো ভাই... অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️❤️❤️
সুমন ভাই আমি চরখান পুরের বিডিও দেখার জন্য পাগল হয়ে থাকি। আমি বাংলাদেশে আসলে চরখান পুরে যাব।🇮🇳
আপনার চরখানপুরের ভিডিওতে কমেন্ট করেছিলাম ২০২০ সালে।তখন সেই কমেন্টে ভারতীয় একজন ভাই কমেন্ট করে।তার সাথে আজ তিনবছরের বন্ধুত্ব।উনি খুব নম্র-ভদ্র।ইচ্ছা আছে ভারতে ঘুরতে যাবার।
আমিও চরখান পুর ভিডিও মিস করি না upold হওয়ার সাথে সাথে দেখি ভারত siliguri teke
@@lewraff8617❤❤❤❤
ঐতিহাসিক vlog চাই দাদা। অনেক ইনফরমেশন পাওয়া যায়।হৃদয় যেনো ঐতিহাসিক স্থান এ কখন প্রবেশ করে জানতে পারিনা। এসবই সুমন দার উপস্থাপনা। প্লিজ ঐতিহাসিক vlog চাই।ভারতের কলকাতা থেকে।
সুমন ভাইয়া আপনাকে ধন্যবাদ এই রকম গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরার জন্য।
মায়ারী চরখানপুর সাথে মিষ্টি কণ্ঠের অধিকারী সালাউদ্দিন সুমন ভাই,মাশাআল্লাহ
আমি আর আমার ওয়াফ এক সাথে বসে ভাত খেতাম আর আপনার ভিডিও গুলো দেখতাম বিশেষ করে চরখান পুরের ভিডিও গুলো ভাগ্যের পরিহাসে আজ সে আমার সাথে নেই একা একা দেখতে বসলে আপনার ভিডিও অনেক মনে পড়ে তার কথা, যাই হোক ভাই আমি আপনার ভিডিও একদম শুরু থেকে দেখে আসছি এখনো দেখি সামনেও দেখবো ইনশাআল্লাহ।
চলে আসলাম চরখান পুরের ভিডিও দেখার জন্য
এক ভালো লাগার নাম চরখানপুর,,কোন একদিন যাওয়ার ইচ্ছা আছে,,আর এই জায়গার সাথে পরিচিত হলাম একমাত্র সুমন ভাইয়ের কারনে,,কত ভিডিও দেখি সুমন ভাইয়ের ভিডিওর মতো কোনটাই ভালো লাগে না,,কত সুন্দর চুলচেরা বিশ্লেষণ আর মধুর কন্ঠ, এ যেন জীবন্ত কিংবদন্তি সুমন ভাই,,আপনার জন্য মুর্শিদাবাদের ইতিহাস আবারো জানা হলো,,,ভালো থাকবেন সবসময় এই দোয়ায় করি,❤️🖤❤️🩹❤️🩹🖤🖤❤️🖤❤️🩹❤️🩹🖤🖤❤️❤️🖤❤️🩹❤️🩹🖤🖤❤️❤️🖤❤️🩹❤️🩹❤️🩹🖤🖤❤️❤️🖤❤️🩹❤️🩹🖤❤️🖤❤️🩹❤️🩹🖤❤️❤️🖤❤️🩹❤️🩹🖤❤️❤️🖤❤️🩹❤️🩹#রিমা
সুমন ভাই মানেই খাটি বাঙ্গালী 💯
আর চর খানপুর মানেই মায়া মমতা আর ভালোবাসা......💞💞
এইরকম ভিডিও দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ভাইজান
পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার কোন এক কণা থেকে আপনার ভিডিও দেখি ভাইজান আমার নিজের বাড়িই পদ্মা নদীর পাড়ে তবুও আপনার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে ভাইজান
ধন্যবাদ আপনাকে ভাইজান 💓👍
চরখানপুরের ভিডিও দেখতে খুবই ভালো লাগে। আজিজুল ভাইয়ের কথা এবং আজিজুল ভাইকে দেখলে খুবই ভালো লাগে। চরখানপুরের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে। ❤
শহরের কোলাহল ছেড়ে মনে চায় চলে যাই চর খানপুর❤
সুমন ভাই আপনি চরখানপুর গেলে জামালপুর থেকেই আমার মনটা ভরে যায় কি বলবো আর।
অনেক দিন পর আবার চরখানপুরের ভিডিও দেখে মনটা ভরে গেল।
ভাই চর খান পুরের বিডিও
প্রতি মাসে মাসে দিবেন
অনেক ভালো লাগে
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন
হৃদয় ছুঁয়ে যাওয়ার মত ভিডিও
মই অসমৰ দৰং পৰা সদাই আপোনাৰ ভিডিঅ বোৰ চাও আৰু বহুত ভাল লাগে এই মানুহ বোৰৰ দুখ বেদনা বোৰ দেখি বেয়াও লাগে❤
সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুবই ভালো চর খানপুর ভালো লাগে
সুমন ভাই আমি চরখান পুরের সব কয়টা ভিডিও ই মোটামুটি দেখছি, কি বলবো ভাই এই চরের আর আজিজুল ভাই এর প্রতি আমার আলাদা একটা মায়া জন্মে গেছে, এতো সুন্দর প্রকৃতি মনে হয় সব কল্পনার মত, আপনি আরো বেশি করে চরখান পুরের ভিডিও দিবেন, অনেক অনেক ভালোবাসা❤❤
অনেকদিনের পর আজিজুল দাদাকে দেখতে পেলাম ,,, খুব ভালো লাগছে,,,,, ফ্রম মালদা টাউন
খুশি হলাম ভাই আমার প্রানের রাজশাহী জন্মভুমি আমার সুমন ভাই আজিজুল ভাই আমার চরখানপুরের মানুষ সবার জন্য রইল ভালোবাসা দোয়া
আলহামদুলিল্লাহ, চরখাঁনপুরে ভিডিও দেখলে, মন জুড়ে যায় ভাই, খুব শীগ্রই আগামী পর্ব গুলো পাবো ইনশাআল্লাহ, প্রিয় সালাউদ্দিন সুমন ভাই ভালোবাসার অবিরাম রইলো ভাই ❤️
এগুলো দেখে খুব ভালো লাগে ছোট সময়ের কথা মনে পড়ে এখন বর্তমানে সব জায়গায় এরকম নাই। অনেক ভালো লাগলো
আলহামদুলিল্লাহ! চরখান পুরের ভিডিও গুলি মনযোগ সহকারে দেখলাম,
অনেক দিন পর আপনার ভিডিও পুরো দেখলাম মন দিয়ে।
অপেক্ষার প্রহর শেষে দেখছি নতুন ভিডিও ❤❤
আপনার এই চরখানপুরের ভিডিও গুলো খুব ভালো লাগে, শুকরিয়া,, আল্লাহ আপনার মঙ্গল করুন
অনেক ভালো হয়েছে ভিডিও টি... নানু বাড়ির অনেক কথা মনে পরে গেলো... নওগাঁর আত্রাই নদীতে এভাবে পাট ধোয়া দেখি এখনো
মালয়েশিয়া থেকে দেখছি!খুবই ভাল লাগছে এমন কিছু দেখলে মনে হয় প্রবাসে এসে দেশের অনেক কিছু মিস করছি।
সুমন ভাই অনেক দিন পরে মনেরমত একটা ভিডিও দেখলাম ভাই অনেক অনেক ভাল লাগল ভাই ধন্যবাদ
হাজারো ভিডিওর মধ্যে চরখানপুর সেরা
Shumon vai oshadharon,chorkhan purer ei matir jibon.Thanks
মায়াবী গ্রাম চরখানপুরের ভিডিও দেখলেই মনটা শিতল হয়ে যায়
সুমন ভাইয়ের সকল ব্লগের মধ্যে সেরা হলো চরখানপুর❤❤
পুরো ভিডিও দেখলাম, সুন্দর উপস্থাপনা সাথে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য।। আমি অভিভূত।। ❤❤❤🎉🎉😮
অসাধারণ আজিজুল ভাই ও ভাবি আসলেই মাটির মানুষ
Mash Allah...
Oninddoo Sunddor jibon japon.....
#Salahuddinsumon অপেক্ষার অবসান।
আমার খুব সুন্দর লাগে চরখানপুর।❤🙏
আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি নিজের দেশের জায়গা গুলোই দেখানোর চেষ্টা করবেন থাইল্যান্ড সিঙ্গাপুর আর অন্য যত বিখ্যাত কিছু- আছে তার চেয়ে অনেক বেশি ভালো আমাদের দেশ ❤
আমার সব থেকে প্রিয় পর্ব এই চরখানপুরের মানুষদের জীবনযাত্রা। অনেক ভালো লাগে সুমন ভাই আপনার ভিডিও❤
দ্বিতীয় পর্বটি অসাধারণ হয়েছে❤
চড়খানপুর পর্বগুলো দেখতে ভালই লাগে
চরখান পুরের ভিডিও আমার অনেক ভালো লাগে ❤
অনেক দিন পর চরখামারপুরের ভিডিও দিলেন সুমন ভাই ধন্যবাদ ❤️❤️
চরখানপুরের সবগুলো ভিডিও খুব সুন্দর
চরখানপুরের এক জীবন যুদ্ধার নাম আজিজুল চাচা❣️🌼
আপনার ভিডিওগুলো আমি দেখা শুরু করছি এই চরখানপুর দেখে।
ভালোবাসা রইলো
সুমন ভাই গরুগুলার চিকিৎসার ব্যবস্থা করেন, তাহলে সবাই উপকৃত হবে ❤
অনেক সুন্দর লাগলো ভিডিও দেখে
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। ইন্ডিয়া থেকে।
কালকে ২য় পর্বের জন্য অপেক্ষায় ছিলাম ইউটিউব এ ঢুকে আপনার ভিডিও না দেখলে মন তৃপ্ত হয়না /জয়পুরহাট থেকে আমি মোঃ নাহিদ হোসেন
দাদা অপেক্ষায় ছিলাম ❤
Ami India theke dekhi ... Onek valo lage Bangladesh natural beauty
ধন্যবাদ সুমন ভাই ❤️, ভাবির কাছে বিচার দেয়ার আগেই,
video পেয়ে গেলাম ❤️
সবসময় , ভালো থাকবেন ভাই,
শুভ কামনা ❤️
Assalamualaikum অপেক্ষায় ছিলাম এই ভিডিও টার জন্য india theke
Part 2 অপেক্ষায় ছিলাম ।❤❤❤❤
অবশেষে এমন ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ,,
খুব ভালো লাগলো। নিয়মিত আপনার ভিডিও দেখি।
আপনার ভিডিওগুলো ভালো লাগে,কারণ আপনি যে জায়গায় যান, সেখানের সৌন্দর্য ও সেখানে বিস্তারিত ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন