রাজশাহীর চরখানপুর সীমান্তের মাটির মানুষ || Char Khanpur
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- কেমন আছেন চরখানপুরের মানুষেরা? আজিজুল ভাই এখন কী করছেন। তার পরিবারের জন্য সামান্য কিছু ঈদ উপহার নিয়ে আবারো গিয়েছিলাম চরখানপুরে। আবারো দেখে এলাম সেখানকার মানুষের জীবন। সেই চিত্রই উঠে এসেছে এই ভিডিওতে।
Contact :
sumonmcj@yahoo.com
#char_khanpur #rajshahi
এতো খুশি হয়েছি অজান্তেই চোখে পানি চলে এসেছে। ঈদের খুশি ভাগ করে নেওয়ার জন্য।অসাধারণ আল্লাহ আপনার রিজিক ও বরকত বাড়িয়ে দিক। আমিন
@@zariensubha314 😂😂😂🤣😂🤔🤔🤔🤔
আমিন
Ameen
আজিজুল ভাইদের চর খানপুরে যাওয়ার আমার খুব ইচ্ছা
ভাই আমার ,এই ব্লগ দেখে চোখ ভরে জল আছে।তোমার ভালোবাসা ওদের প্রতি ,এটা ভাষায় বোঝানো যাবে না।ভালো থেকো
জীবনে যত ভালো কাজ করেছেন তার মধ্যে মনে হয় এটাই সেরা মাশাআল্লাহ।
সুমন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ , চরখানপুরের উপর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই অনন্য সৃজনশীলতা খুবই বেদনাদায়ক । আপনার দেওয়া ঈদের উপহার পেয়ে তাঁরা যে কতো খুশি হয়েছেন, সেই সুন্দর অভিব্যক্তি দেখে খুবই অভিভূত। তবে এবার আসি কাজের কথায়। ওখানের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা শুণ্য এবং দ্বীপের অধিবাসীরা চরম দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত। এদের বাঁচবার কোনো উপায় নেই, সম্ভাবনা নাই। একমাত্র উপায় হচ্ছে মূল ভুখন্ডে চলে যাওয়া। যতো তাড়াতাড়ি চরবাসীরা এটি বুঝতে পারবেন ততই মঙ্গল এবং ভালো বলে মনে করি। কোলকাতা এসেছিলেন। দেখলাম আপনার একটি ডকুমেন্টারিতে। খুব ভালো লেগেছে। ভালো থাকবেন।
চরখানপুর, হৃদয়ে গেঁথে গেছে এই জায়গাটা। গতকালকেও খুঁজতেসিলাম ইউটিউবে। যদি, পাওয়া যায়, চোখের খোরাক মেটাবো। অবশেষে, সুমন ভাই💚❤️💚
আপনি একজন নিরেট ভালো মানুষ। এজন্যই হাজার হাজার মানুষ আপনাকে ভালোবাসে। আবারও ভালবাসা নিবেন সুমন ভাই ❤️🖤❤️
অসাধারণ, মাটির সাথে মিশে থাকা মানুষদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। 🇮🇳
কি অদ্ভুত মায়া লাকির হাসিতে। কি যেনো আলাদিনের চেরাগ প্রাপ্তির আনন্দ।
অসম্ভব সুন্দর ঈদের উপহার আমাদের সবার জন্যে। ভালোবাসা নেবেন সুমন ভাই। কলকাতা থেকে।💚💚💚
হুম ভাইয়া
হুম
সুমন ভাই ভালোবাসা নিবেন সব সময় ভালোবাসা বিলিয়ে দিয়ে যান।
অনেক ভালো থাকবেন এই আর্শীবাদ করি
এই চরখানপুরের ভিডিও গুলো দেখেছি আপনার চ্যানেল থেকে।
বুঝেছি মানুষের জীবনে সংগ্রাম কতটা কঠিন হয়।
তবে একটা জিনিস খুবি ভালো লাগলো বাস ঝারের নিচে শুয়ে আছে দুইজন লোক অনেক শান্তির ঘুম - ঘুমাচ্ছে।
আপনি কথাটা সত্যি বলেছেন কোটি টাকা খরচ করেও এমন শান্তি বা সারপ্রাইজ কোন টাই পাওয়া যাবেনা।
দ্বিতীয় পাঠ এর অপেক্ষা করছি গো দাদা তারাতাড়ি দেন।🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
আবারো রাজশাহীর চরখানপুর!!
অসাধারণ সালাহউদ্দীন সুমন ভাইয়া।
সুমন ভাই ঈদ মোবারক ।
অনেক দিন আগে চরখানপুরের ভিডিও দেখেছিলাম । সেখানকার মানুষ দের জীবন জীবিকা সত্যিই খুব কষ্টের। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ,যেন সেখানকার মানুষদের একটা মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্তা করা হয় ।এবং চব্বিশ ঘন্টা মেডিক্যাল পরিসেবা দেওয়া যায় ।ভালো থাকবেন।সুস্থ থাকবেন ।
***** শান্তিনিকেতন ***** পশ্চিমবঙ্গ *****
আহা,,
বিদেশের মাটিতে বসে এই ভিডিও দেখলে চোখে পানি চলে আসে।
😂😂😂notanki sala
প্রথম বার আপনার মুখে ইনসাআল্লাহ্ শোনলাম!
ঈদের দিনে ঘরে বসেই পর্বটি দেখলাম,দেখতে দেখতে মনে হলো যেনো ঈদের আনন্দ, এই অদ্ভুত সুন্দর চর খানপুরের মাটি আর সুমন ভাইয়ের ক্যামেরার ফ্রেমেই বন্দী রয়েছে। সত্যিই অসাধারণ সুন্দর এক অনুভূতি। সবাইকে ঈদের শুভেচ্ছা।।
অমৃত কুম্বলের সন্ধান পেতে কাহিনীর উপসংহারে আরও গুরুত্ব দিতে হবে সুমন ভাই। পশ্চিম বঙ্গ থেকে।
চরখান পুরের ভিডিওর অপেক্ষায় ছিলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই ভালো থাকবেন
আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই! অনেক ভালোবাসা ভাই ভারত থেকে🇮🇳🖤
Bangladeshi Ronaldo in india😂
Go back go back 😂😂😂 mia
৫ মাস ধরে অপেক্ষা করে গেছি। অপেক্ষার ফল যে সুমিষ্ট, তা আবার প্রমান করে দিলেন সুমন ভাই।ভালোবাসা নিবেন দাদা।
সালাউদ্দীন সুমন ভাই, প্রথমেই আপনার মহানুভবতার প্রশংসা করতে হচ্ছে। গত পর্বও আমি দেখেছি। প্রমত্তা পদ্মার ভগ্নদশা, পদ্মার বুকে জেগে ওঠা চরে বসবাসকারীদের দূর্বিষহ জীবনের বাস্তব রূপ ও প্রাকৃতিক সৌন্দর্য আপনার সাবলীল শব্দ সম্ভারে ভরপুর বর্ননায় চমৎকাভাবে ফুটে উঠেছে যা আমার মনকে কেড়ে নিয়েছে। আজিজুল ভাইয়ের মায়ের চর ছেড়ে যাবার যে মর্ম বেদনা , বসতভিটা কিনে দেবার আশ্বাস, পরিবারের সবাইকে ঈদ উপহার কিনে দেবার মাধ্যমে সবার মুখে হাসি ফোটাবার চেষ্টাও আমাকে আবেগে আপলুত করেছে। কারন আমি একজন পদ্মা অববাহিকার মানুষ তাই এই লোকগুলোর জীবনের কষ্ট আমাকে ভীষনভাবে নাড়া দেয়। বিঃ দ্রঃ- ঐ গাছটির নাম “ঢোল কলমী”।
আপনার সার্বিক মঙ্গল কামনা করছি। আপনাকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
মনির ভাই, আরেকটু ভাল করে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছ গুলো ঢুল কমলি ছিল না।
আজিজুল ভাই, আমি আপনার ভিডিও ডকুমেন্টারীগুলী খুব মনোযোগ সহকারে দেখি। একেবারেই বাস্তব কাহিনীর বহমান ধারা। চরখানবাসিদের জানাই অনেক অনেক আমন্ত্রণ। ভালোবাসার আমন্ত্রণ । তবুও বলবো এই সকল অনুন্নত জায়গায় না থাকাই ভাল বলে মনে করি।
সত্যিই এই চরখানপুরের এপিসোড এর জন্য অনেক অপেক্ষা
কখন যে আবার সালাহউদ্দিন ভাই যাবেন
সেই আজিজুল ভাই
তার পরিবার
গ্রামের সব মানুষ
সবাইকে দেখার জন্য অনেক অপেক্ষা করলাম
আমার যদি সম্ভব হয়
আমিও একদিন যাবো
চরখানপুর এ
সালাউদ্দিন ভাইয়ের কাজটি খুবই ভালো লাগলো এরকম অসহায় মানুষের পাশে থাকার সংকল্প নিয়েছেন, সৃষ্টিকর্তা সবসময় তার ভালো রাখুক।
কেন জানি না। চরখানপুরের ভিডিও দেখলেই মন টা ভালো হয়ে যায়। সালাউদ্দিন সুমন ভাই এর ভিডিও মানেই অন্য রকম ভালো লাগা।
চর কোনদিন দেখিনি, আপনার জন্য দেখা হোচ্ছে,,,।। অনেক ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশ এর সকল কে ঈদ মোবারক জানাই ভারত থেকে।ভালো থাকবেন সবাই❤️🙏
Eid Mubarak
Ami India taki video diker
বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক
আপনাকেও সুন্দর একটি ঈদ মোবারক
You are welcome
আমি কলকাতা বাসী (ইন্ডিয়া) আমার এতো ভালোলাগে বাংলাদেশ মনোময় প্রকৃতি,শুধু সুমন দাদা ভাই এর প্রতিদানে আমি যখন খুশি তখন ভ্রমন করে আসি আমাকে বাঁধা দেবার কোনো শক্তি নেই, শুধু সৃষ্টি কর্তা ছাড়া..কিন্তু? সৃষ্টি কর্তা ও বাধা দিতে অক্ষম সুমন দাদা ভাই এর এই সুন্দর মানবীকাতার জন্য.. সৃষ্টি কর্তার কাছে একটাই আবেদন সুমন দাদা ভাই এর মতো সন্তান ঘরে ঘরে আবির্ভাব হয়❤️
সৃস্টিকর্তা কখনো অক্ষম হয়না!!!
Ja Bangladeshi tor bari bangladesh Dvoter bangladeshi😂😂😂😂😂
রাজশাহী বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর এবং পরিচন্ন একটি সিটি। আর তার ই-পাশে এরকম একটি দুর্ঘম একটি এলাকা ভাবতে অবাক লাগে।আপনারা যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনারা সেখানখার পরিস্থিতি তোলে ধরবেন।যাতে করে সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসেন
পরের পর্বটা দেখতে চাই। চরখানপুরের মানুষের প্রশান্তির রুপটা দেখার জন্য মনটা উদ্বেগ হয়ে আছে।। আপনার জন্য শুভ কামনা ভাই। ভালো থাকবেন সবসময়।
মানুষ গুলো কতো সরল
অল্পতেই কতো খুসী
এটাই সত্যিকারের বাংলাদেশ
সুমন ভাই আসসালামু আলাইকুম আমার বাড়ি ভোলা জেলা।আমাদের বাড়িও নদীতে কয়েকবার ভেঙেছে। আপনার ভিডিও গুলো খুবই মনযোগ সহকারে দেখি আর চোখের পানি ফেলি।এতো বড় মনের মানুষ আপনি। আমারও মন চায় আপনার সাথে চরখানপুর যেতে। আজিজুল ভাইয়ের বাড়িতে। সাহায্য র হাত বাড়িয়ে দিতে। আমার যদি টাকা পয়সা অনেক থাকতো চরের সকল পরিবারকে বাড়ি ঘর করে দিতাম। এতো হৃদয় স্পর্শী পর্ব গুলো
মানবিক এই চিন্তা ভাবনার জন্য অসংখ্য ধন্যবাদ । পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার ভাটপাড়া শহর থেকে প্রতিবেদন প্রত্যক্ষ করলাম ।
আমারো charkhanpur যাবার ইচ্ছে হয়। আজিজুল ভাই মাটির মানুষ। কত সরল। মনে হয় সুমন ভাইয়ের সাথে যাই। কিন্তু আমার বাড়ি পশ্চিম বঙ্গতে। যাক ওরা ভালো থাক।
সুমন ভাই আমার খুব প্রিয় জায়গা ও চরের মানুসগুলো সহজ সরল মানুষ অনেক বার আমিও গিয়েছি য়খন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিলাম কিন্তুু আজ দেশের বাহীরে বিদেশে থেকেও আপনার ভিডিওর মধ্য দিয়ে দেখতে পেলাম তার জন্য অশেস ধন্যাবাদ ভাই ও দোয়া রইল আপনার জন্য
চর খানপুরের ভিডিও দিয়ে আপনার ভিডিও দেখা সুরু করেছিলাম। এবার তৃতীয় বারের মত চর খান পুরের ভিডিও পেয়ে আমি সত্তি খুবি খুশি😇😇
দুঃখি মানুষের জির্ণ আঙ্গিনায় এক চিলতে ঝলমলে আলো দেখে কেনো জানিনা চোখের কোণে হঠাৎ করে পানি চিক চিক করে উঠলো। ধন্যবাদ সমুন স্যার। অনেক অনেক ধন্যবাদ।
Masha Allah 👍👍💜💜💜
নিজের অজান্তেই চোখে পানি চলে অাসছে।
ভাই কিছু বলার নাই।এক কথায় অসাধারণ।
ঈদ মোবারক ভাই। আপনার মতো লোকদের জন্য ই পৃথিবী এখনও সুন্দর।খূব ভালো থাকবেন।
আলহামদুলিল্লাহ সুন্দর কমেন্ট।
যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন, তবু প্রবাসের মাটিতে মনটা অনেক খারাপ ছিল,আপনার এই ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেল,নিয়মিত আপনার ভিডিও গুলো দেখি সিঙ্গাপুর থেকে আপনার জন্য শুভকামনা সব সময়।💝
খুব ভাল লাগল ভিডিও টা
আমি ইন্ডিয়া থেকে বলছি 💓💓💓
ভাই বিশাল একটা মহৎ কাজ করছেন।
আপনার এতো ময়া আজকে জানতে পারলাম ভাই।। অসংখ্য ধন্যবাদ ভাই
সালাউদ্দিন সুমন কুয়েত থেকে দেখলাম। আপনার সব ভিডিও দেখি। অনেক ভালো বাসা আপনার জন্য।
চমখানপুরে এক নজিরবিহীন ইতিহাস রচনা করলেন, একটি দরিদ্র পরিবারে প্রত্যেকের জন্য নতুন কাপড় দেওয়া দেখে নিজের অজান্তে আবেগে আপ্লুত হয়ে গেলাম আসলে সালাউদ্দিন সুমন ভাই আপনি অনেক মহান আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল
আপনার উপস্থাপনা এত সুন্দর যে এত বড় একটা ভিডিও একবারের জন্যও বোর ফিল করিনি।
পদ্মা নদীর বিশালতা আমায় মুগ্ধ করেছে।
আপনার নিয়ে যাওয়া উপহারে ওদের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা সবচেয়ে বড় প্রাপ্তি
😃😃😃
আনন্দে কিভাবে চোখে জল আসে আজকে তা পরখ করে দেখলাম ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই আপনি শুধু আজিজুল ভাইয়ের পরিবারের ঈদের আনন্দ বয়ে দেননি আমাদের মত লক্ষ কোটি দেশ-জাতি সজন বিহীন প্রবাসীর হৃদয়ে ও ঈদের আনন্দ বয়ে দিয়েছেন মালয়েশিয়া থেকে দেখছি
আগেরবার পানি ছিলোনা, তখন অনেকটা পথ পায়ে হেটে পাড়ি দিয়েছিলেন, আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ❤️
যদি ভোট হতো সকল ইউটিউবারদের নিয়ে, আমি আপনাকে ১০০ ভোট দিতাম ভাই। অসাধারণ... ♥️
Vaijan video ta dekha mon vorlo na. Ro dekhar iccha roya galo. 💕💕💕
আল্লাহ খুব সুন্দর জায়গা আমার বাড়ি নওগাঁ আমি সৌদি আরবে থাকি এগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ
সুমন ভাই ভিডিও টা দেখা মন টা ভোরে গেল
Koto sundor na... ei manush gulor mon... apni prothom jakhn gechilen... hotat eee apnar sathe azijul vai er porichoi... dekheo bhlo lge.... ekhn sei hotat dekha somporko ta kotota govir.... onk valobasa roilo ❤
অনেক অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ ভাই
khub valo laglo
খুব ভাল লাগল দেখে ভাইজান। অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল ।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এ দোয়া করি । আমাদের বাড়ি রাজশাহী এ চরের ঠিক উল্টো পাড়ে।
Dada bolchi west bengal er kon jaygata Chor Khan er ulto dike pore bolte paren?
ভাই আপনার ভিডিও সব সময় দেখি কিন্তু কিছুটা অন্যরকম মজা পাইলাম
রাজশাহী শহরের কাছে নদীর এই অবস্থা খুব দুঃখ লাগলো। নদীর গতি পথ পালটে দেয়া পরিবেশ পকৃতির জন্য খারাপ।তবে ভাই আপনি সাধারণ মানুষেমানুষের পাশে দাঁড়ানো খুব ভালো লাগলো
অদ্ভুত একটা ভালো লাগার চ্যানেল
সুমন ভাই আপনার কথা বার্তা উপস্থাপনা মাটি ও মানুষের সাথে মিশে গেছে অসাধারণ লাগলো ভিডিও, আমি সবসময় আপনার ভিডিও গুলো দেখি, আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
কয়দিন যাবৎই ভাবছিলাম যে কি অবস্থা চর খানপুরের? সেই আজিজুল ভাই আর তার পরিবারই বা এখন কোথায় কেমন আছে? আজ একেবারে কাঙ্খিত একটি ভিডিও পেয়ে গেলাম আপনার কাছ থেকে সুমন ভাই। আজিজুল ভাই কে একটা জমি কিনে দিতে চাচ্ছেন শুনে কি যে ভালো লাগলো কথাটা সুমন ভাই যে কি বলবো, দুআ আল্লাহ সুবহানাহুতায়ালার কাছে যেন আজিজুল ভাই ভালো একটি জমি পেয়ে যান সেখানে।
আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই।
পদ্মা নদীর অবস্থা দেখে দু একটা কথা না বললেই নয় সুমন ভাই। যে পানির কারণে আজ সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রাম ভেসে ইতিহাসের সবচেয়ে বড় বন্যা দুর্যোগের কবলে আর সেই পানিরই কিনা অভাব আজ পদ্মা নদীতে তাও আবার বর্ষায়! কেমন লীলাখেলা প্রকৃতির! শুধুই দুআ আল্লাহ সুবহানাহুতায়ালার নিকট যে নদীটা যেন Aral sea না হয়ে যায়........
ইনশাল্লাহ শুনে খুব ভালো লাগলো
খুবই ভালো লাগলো অসহায় পরিবারের প্রতি আপনার এত ভালোবাসা দেখে আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুন।
*অধীর অপেক্ষা ছিলাম এই ভিডিও টার জন্য*
আমিও
মাশাআল্লাহ হাজার বার এই চরখানপুরের ভিডিও দেখতে ইচ্ছা করে।
সুমন ভাই যকন সময় পাবেন তখন ছুটে আসবেন এই চরখানপুরের মাটিতে
আপনার প্রতিটা ভিডিও দেখি।
খুব ভালো লাগে।
এটিও একটি স্পেশাল এপিসোড হয়ে থাকলো।
আজিজুল ভাইয়ের পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ আপনাকেও ভাল রাখুক।
Suman dada khub Valo Moner manush . Apni aajizul vaike Jomi kine dite parle , onar otai Hobe Eid er Upohar . Suman dada r aajizul Vai dujonei Valo thakun r bhagoban apnader mongol koruk . 🥰❤️
অসাধারণ চর খানপুর এর প্রকৃতি অনেক ভালোবাসা india theke
খুব ভালো লাগলো সুমন ভাই আসলে আপনি খুব ভালো মনের মানুষ,,
ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো
সুমন ভাই খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
সালাম, সুমন ভাই ভালো আছেন? খুবিই খুশি হলাম চরখানপুরের আজিজুল ভাই ও তার পরিবারের সদস্যদের নতুন পোষাক দেওয়াই।
আজিজুল ভাইয়ের বাসায় এক টি রাত কাটাও খুব ভালো লাগবে তুমি খুব ভালো মানুষ উদার মন ❤️❤️❤️
সুমন ভাই পরিবারটিকে দেখা শুনার জন্য 🌹, অসাধারণ ঈদের কেনাকাটা, মাশাল্লাহ,
ভাই অনেক অনেক ভালো লাগল ভিডিওটা
ধন্যবাদ ভাই তুমি এরকম একটা মানুষকে সাহায্য করার জন্য
আজ প্রথম দেখলাম. সুন্দর উপস্থাপনা + কবি -সহ সবকিছুই ভালো লাগলো
খুব সুন্দর উপস্থাপনা করেছেন
ভিডিও ধারণ করেছেন
প্রাকৃতিক সৌন্দর্য
আল্লাহর দান
আপনাকে ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ সুমন ভাই কে
Great work Sir, Salute from India 👍
কুমিল্লা থেকে অসাধারণ । ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ্ খুব ভালো লাগছে
Mon ta vore gelo Khushi te aj amr
অসাধারণ ভাই। ভগবান আপনার মঙ্গল করুক। ভালো থাকবেন।
আমি যত দেখি ততই হতবাক হয়ে যায় ,,,, আজিজুল ভাই কে দেখলে আমার প্রিয় মামার কথা মনে পড়ে যায় ,,,, খুব ভালো লাগলো ,,,,,
পোশাক গুলো পেয়ে তারা যেই খুশি হয়েছে তা ছিলো একেবারে ন্যাচারাল। সত্যিই সুমন ভাই আপনি অসাধারণ
অসাধারন সুমন ভাইএই পরিবার কে সবসময় স্মরণ করার জন্য,,,
সালাউদ্দিন কথাগুলো অসাধারণ ভালো লাগে শুনতে উপস্থাপনা অনেক ভালো এভাবে আপনি সবার পাশে থাকেন ভালোবাসা রইলো চর খানপুর মানুষের জন্য
@মদিনার গোলাম Tv জি ভাই কার সাথে যোগাযোগ করতে বলছেন ভাইয়া??
সত্তি খুশিতে চোখে জল চলে আসছে কেনো জানি চিটকার করে কান্না করতে ইচ্ছে করছিলো
সুর টা শুনে রাতে ঘুমাই সুমন ভাই। মন জুরিয়ে যা
ভাই আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক ভালো থাকেন। আল্লাহ রহমতে আপনি অনেক বড় হন
ভাই, অনেক উপভোগ করলাম।
বাহ,খুব সুন্দর ❤️❤️
Wonderful video! Your kindness is truly appreciated!. I really enjoy watching your videos. Keep it up.
মাটির মানুষদের ভিডিও করার জন্য, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ প্রতিবেদন 🙏🙏🙏🙏,চরের সীমান্তের এপারে মুর্শিদাবাদ থেকে ইদ মোবারক রইল দাদা
অসাধারণ অনেক ধন্যবাদ আপনাকে।
খুবই ভালো হয়েছে.. From Murshidabad, West Bengal, India.
ভাই অনেক সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
সুমন ভাইয়ের এই ভিডিওটির সর্বশেষ যেই দুটি কথা বলেছেন আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই সুন্দর কথা বলেছেন এবং খুবই বাস্তব কথা বলেছেন ধন্যবাদ আপনাকে
ঢোল কলমি গাছ। যেটা পশ্চিম বঙ্গের মাঠেঘাটে জলাশয়ে দেখা যায়। আপনার ভিডিওর মাধ্যম দিয়ে গ্রাম বাংলার প্রকৃতিকে ঘরে বসে দেখে দেখে প্রান ভরে যায়। ঈদ উল আজহা মুবারক।
গাছটা ঢোলকোলমি না বিষকাটালি?
আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দান করুক দুয়া করি ভাই যান
Masallah..apni khub vlo kaj korcen Vai..vlo laglo..Allah apnar vlo koruk Vai..Ami apnar vidio dekhi..vloi lage..r Allah ei corer Manus gular uporeo jeno rohom koren..Amin..
আছছালামু আলাইকুম। ছালাউদ্দিন সুমন ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসলেই আপনি একজন ভালো মানুষ এবং সত্যিকারের সাদা মনের মানুষ।