অতীতের হাট-বাজারের এ দৃশ্য দেখে মনে পড়ে গেল আমাদের গ্রামীণ বাজারে বিক্রি হতো কিটনাশক মুক্ত তরিতরকারি। আজ আর আমাদের হাটবাজারে কিটনাশক যুক্ত তরিতরকারির রমরমা ব্যবসা। আমার মনে হয় আজিজুল ভাইদের চরখানপুরের বাজারে কিটনাশক মুক্ত তরিতরকারির বিশাল সমাহার। বাহ্ সত্যিকার অর্থে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ জনপদের মানুষের হৃদয়ে গাঁথা চমৎকার একটি হাটবাজার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় সালাউদ্দিন সুমন ভাই,আপনি এতো সুন্দর একটি ভিডিও ফুটেজ আমাদের উপহার দেওয়ার জন্য।
আমি ব্যক্তিগত ভাবে আলতু ফালতু কন্টেন্ট দেকি না। কিন্তু আপনার ভিডিও এর জন্য বার বার অপেক্ষায় থাকি। এসব ভিডিও থেকে কিছু জানা যায়,শিখা যায়। আপনার জন্য শুভকামনা ❤️❤️❤️
সুমন ভাই নিয়মিত দেখি" সহজ সরল মানুষগুলাকে দেখলে ভালোই লাগে "আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ "আজিজুল ভাইয়ের সাথে আপনার একটা গুড রিলেশন "আমরা সব সময় দেখতে চাই " 🥰🥀❤
সবসময়েই চরখানপুরের আজিজুল ভাইয়ের ভিডিও মানে যেন নতুন কিছু! আর এবারে সেই নতুনে যুক্ত হলো চরখানপুরের নতুন হাট যা কিনা কিছুটা হলেও দুর্গম চরের মানুষের চাহিদা মেটাবে। খুবই ভালো লাগলো দেখে চরখানপুরের নতুন হাট বাজারের দৃশ্য। আরো ভালো লাগলো সুমন ভাইয়ের কথাগুলো যে "দূর হয়ে যাক চরখানপুরের কঠিন সংগ্রামী মানুষের দুঃখ দুর্দশা সব"
ভাই আজিজুল ভাই এর সংগে চরখান পুরে প্রথম পরিচয়ের ব্লগ টি দেখলাম আর আজকের ব্লগ টিও দেখলাম, সত্যি মানুষের সংগে প্রথম পরিচয় ধীরে ধীরে ভাললাগা, ভালবাসা অবাক করে দেবার মত......❤
সুমন ভাই আমি চাই সারা জীবন আপনাদের দুজনের ভালোবাসা বেঁচে থাকুক।সুমন ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা। এভাবেই আপনি চড়ে মানুষকে ভালোবেসে যান। আজিজুল ভাইকে কখনো ভুলে যাবেন না। আমি যদি পারি একবার হলেও সুমন ভাই আপনার সাথে দেখা করব। এবং চর খানপুরে যাব। আজিজুল ভাইর সাথে দেখা করব
সত্যিই অসাধারণ ছোটবেলার স্মৃতিগুলো দুটি চোখের সামনে ভাসছে আর মনের অজান্তেই চোখের কোন থেকে পানি নামছে আমাদের ছোটবেলায় জাস্ট এরকমই দেখতাম সেই অতীতটা চোখের সামনে ভাসছে।
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
আজিজুল ভাই একজন সাদা মনের ভালো মানুষ। আজিজুল ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুমন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি হবিগঞ্জ জেলা সদর থেকে।আমি আপনার সব ভিডিও দেখছি এবং চরখানপুরের সাধারণ মানুষের জীবন যাপন দেখে সত্যিই খুব ভালো লাগছে। আজিজুল হক ভাই একজন চমৎকার মানুষ।❤❤❤❤❤❤❤❤
অসাধারণ একটা ভিডিও দেখলাম। আপনার ভিডিও দেখে চরখানপুর যেতে ইচ্ছা করে কিন্তু অনেক দূর কিভাবে যাবো।আমার বাসা রাজশাহী শহরেই।মাঝে মধ্যে মুক্তমন্চ বিজিবি ঘুরতে গেলে মনে হয় নদীর ঐ পাশেই চরখানপুর।তবে মনে হয় কখনো হয়তো আপনার সাথে আজিজুল ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে♥️♥️
ভাই আপনার ভিডিওর জন্য সবসময়ই অপেক্ষা করতে থাকে।। আপনার ভিডিও অনেক ভালো লাগে। রেগুলার দেখি।। ভাই আপনি কখনো নিজেকে পরিবর্তন করেন না।। এমনি থাকবেন।। আজিজুল ভাইকেও এমন করেই ভালবাসবেন।।
আপনার এই ভিডিও দেখে রিজিক নিয়ে চিন্তাভাবনা ছেড়ে দিয়েছি কারণ আল্লাহ তাআলা এই চরের মানুষগুলোকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন কত কষ্ট করে তারা বাজার সদাই করে কতদূর পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে তারা কত বড় বিশাল নদী পাড়ি দিয়ে তারা বেঁচে আছে তাদের এই দুঃখ কষ্ট দেখে জীবনের প্রতি অভিযোগ নেই কোনো ধন্যবাদ আপনাকে আমরা যারা শহরে আছি আমরা তো বুঝতেই পারিনা চর অঞ্চলের মানুষের জীবনযাপন কিভাবে করে। 🥲🥲🥲🥲
এই খানে ছোট্ট একটা স্বাহ্য ক্লিনিক থাকলে অনেক ভালো হতো, এবং এখানকার মানুষেরা সেবা যত্ন নিতে পারতো, এককথায় অসাধারণ দৃশ্য লাগলো ভিডিও দেখে,
চরকানপুরে একটা মসজিদ বানাতে চাই ইনশাআল্লাহ। সালাহউদ্দিন সুমন ভাইয়ের সহযোগিতা কাম্য।
ভালো কিছু করার চেস্টা বৃথা জাবেনা ইনশাআল্লাহ,,, আশা করি সুমন ভাই উদদেক নিবেন।।
ভাই মসজিদের বদলে একটা ছোট খাটো বিদ্যালয় খুললে এই চরখানপুর এলাকার বাচ্চাদের লেখা পড়বার সামান্য সূযোগ পেতে পারে।
Shahabagi nk uncle?Charkhanpur bazarer kase ki school dekhen ni?Shohod minar dekhen ni?@@debasishbhattacharjee7933
@@debasishbhattacharjee7933apni ki deken ni oi primary sc ar samnei hat
ভাল করে ভিডিও না দেখে কমেন্ট করেন কেন? হাট বাজার যে বসছিল ঐটা কি আপনার বাবার বাড়িতে বসছিল।
চোখের শান্তি মনের শান্তি।। অপূর্ব ❤️❤️।
অপূর্ব সুন্দর একটা হাটের দৃশ্য দেখালেন। খুব সুন্দর হয়েছে
৩৬জনের পরিবার আপনাদের সহযোগিতা ফেলে একদিন 36kতে পরিনত হবে।please suport কামনা করছি❤
@@rituuncutlifestyle9272লিঙ্ক দিন
অসাধারণ হাট, সুমন ভাই আপনি অনেক ভালো মানুষ আমরা জানি,তারপর ও বলছি ভাই আপনি আজিজুল ভাই কে সুন্দর একটা বাড়ি করে দিবেন,,,❤
আমি ভারত থেকে দেখছি ভাই এই গ্ৰামীণ পরিবেশের হাট দেখে মন মুগ্ধ হয়ে গেছে ভালোবাসা অবিরাম রইল 🇮🇳♥️🇧🇩
Ami Amar Sarkar Ke video dikhaiye download
Hi
আমি ও। ইন্ডিয়া তাকে দেখে ছি
একটি চরে প্রথম হাট, সেই হাটের যাওয়া অভিজ্ঞতা হলো আপনার জন্য। ভালোবাসা নিবেন ভাই
আমাকে কবে নিবেন ভাই
@@AbdullahSumonVlogs-tu9rd আমি আপনার কাছেই যাচ্ছি ভাই
ভাই কি বারে হাট বসে ?
@@TravellerRocky শুক্রবার আর সোমবারে
😂😂😂
খুব ভালো লাগলো ভাইজান,, আমি ভারত বর্ষ থেকে দেখছি, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম,,, এগুলো তো হল আমাদের গ্রাম বাংলার গর্ব😊
অপূর্ব গ্রামের বাজার দেখতে এত সুন্দর শুধু মনে মনে ভাবি যদি ভিডিও টা শেষ না হতো 😮
চড় খান পুড় অনেক ধন্য হয়ে গেলো সুরুতেই মিডিয়াতে এসে গেলো অনেক ধন্যবাদ সুমন ভাই কে
অতীতের হাট-বাজারের এ দৃশ্য দেখে মনে পড়ে গেল আমাদের গ্রামীণ বাজারে বিক্রি হতো কিটনাশক মুক্ত তরিতরকারি।
আজ আর আমাদের হাটবাজারে কিটনাশক যুক্ত তরিতরকারির রমরমা ব্যবসা।
আমার মনে হয় আজিজুল ভাইদের চরখানপুরের বাজারে কিটনাশক মুক্ত তরিতরকারির বিশাল সমাহার।
বাহ্ সত্যিকার অর্থে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ জনপদের মানুষের হৃদয়ে গাঁথা চমৎকার একটি হাটবাজার।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় সালাউদ্দিন সুমন ভাই,আপনি এতো সুন্দর একটি ভিডিও ফুটেজ আমাদের উপহার দেওয়ার জন্য।
আপনার ভিডিও দেখার তৃষ্ণা মেটে না ভাই এক কথায় অসাধারণ
সুমন দাদার দৃষ্টি আকর্ষণ করছি চর খানপুরের বাচ্চাদের একদিন আহারের ব্যবস্থা করলে বাচ্চারা খুব খুশি হবে 🙏🙏🙏
Taile sumon vai sesh, Onar takar poti onk maya.
@@CowBazarআপনার কি কম মায়া টাকার প্রতি
আজিজুল ভাইয়ের যত ভিডিও গুলো দেখি সবগুলো ভিডিও ভালো লাগে
আমিও
খুব সুন্দর একটি ভিডিও । সুমন ভাইকে অশেষ ধন্যবাদ ।
এ এক সৌন্দর্যে পরিপূর্ণ হাট, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়।।👍
মানুষের সম্পর্ক গুলা যে এত সুন্দর হতে পারে যা আসলেই চরখানপুরের সাথে আপনার হৃদ্ধতা না দেখলে বুঝা যেত না!
আবার দেখা হোক চরখানপুরে।
আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন,আলহামদুলিল্লাহ।
অসাধারণ!
চরখানপুর আর আজিজুল ভাই।
অনেক অনেক ভালোবাসা সুমন সাহেব আপনার জন্য। চমৎকার উপস্থাপন করেছেন।
Salam brother thanks for sharing it was enjoyable nice journey
আহ চর খানপুর, চোখের শান্তি....মনের তৃপ্তি.....হাটে যাব ইনশাল্লাহ.
অসাধারণ লাগলো প্রাকৃতিক দৃশ্য ,,এবং দুই পক্ষের মানবতা দেখে,,এগিয়ে যান আরও সামনে,,দোয়া রইল ভাইজান❤❤
সত্যিই অসাধারণ দৃশ্য। গ্রামীণ হাট
পুরাতন ঐতিহ্য ।
অসাধারণ ভাই চরের মানুষ অনেক সহজ সরল হয় আমি খুব মিস করি ❤
খুব ভাল লাগল। বারবার দেখতে চাই আবহমান বাংলার তথ্য চিত্র। আপনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা ভাই, সব সময় সুন্দর তথ্যবহুল ডকুমেন্টারি দেখানোর জন্য।
খুবববববব ভালো লাগলো ভিডিওটা। কী যে মায়া কথাগুলোতে। একেবারে প্রাণবন্ত জীবন্ত ভিডিওটা। গ্রামের মানুষগুলো কতোই না সহজ সরল। আজিজুল ভাইকে নিয়ে করা ভিডিওগুলো একেবারে হৃদয়স্পর্শ করে।
আমি ব্যক্তিগত ভাবে আলতু ফালতু কন্টেন্ট দেকি না। কিন্তু আপনার ভিডিও এর জন্য বার বার অপেক্ষায় থাকি। এসব ভিডিও থেকে কিছু জানা যায়,শিখা যায়।
আপনার জন্য শুভকামনা ❤️❤️❤️
দেখে ভালো লাগলো। ধন্যবাদ এমন কষ্ট করে চর জীবনের চিত্র তুলে ধরার জন্য।
অসাধারণ অনুভুতি চরখানপুরের হাট আজিজুল ভাই চরের প্রাক্রিতিক সৌন্দর্য আর সুমন ভাইএর মনোমুগ্ধকর পরিবেশনা সত্যি সত্যিই যেন হারিয়ে গেলাম চরে
চরখান পুর এক অভূতপূর্ব জায়গা। দেখে চোখ জুড়িয়ে গেল।
সুমন ভাই নিয়মিত দেখি" সহজ সরল মানুষগুলাকে দেখলে ভালোই লাগে "আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ "আজিজুল ভাইয়ের সাথে আপনার একটা গুড রিলেশন "আমরা সব সময় দেখতে চাই " 🥰🥀❤
সবসময়েই চরখানপুরের আজিজুল ভাইয়ের ভিডিও মানে যেন নতুন কিছু! আর এবারে সেই নতুনে যুক্ত হলো চরখানপুরের নতুন হাট যা কিনা কিছুটা হলেও দুর্গম চরের মানুষের চাহিদা মেটাবে।
খুবই ভালো লাগলো দেখে চরখানপুরের নতুন হাট বাজারের দৃশ্য। আরো ভালো লাগলো সুমন ভাইয়ের কথাগুলো যে "দূর হয়ে যাক চরখানপুরের কঠিন সংগ্রামী মানুষের দুঃখ দুর্দশা সব"
বারিক মৃধা স্যারকে দেখে ভালো লাগলো, অনেকদিন পর দেখলাম।সুমন ভাই আপনাকে ধন্যবাদ হাট-বাজার দেখানোর জন্য।ছোটবেলার সেই বাজারের কথা মনে পড়ে গেল।
চর খান পুরের ভিডিও আমার কাছে অনেক ভালো লাগলো এমন ভিডিও দেখে উপকৃত হলাম ধন্যবাদ
ভাই আজিজুল ভাই এর সংগে চরখান পুরে প্রথম পরিচয়ের ব্লগ টি দেখলাম আর আজকের ব্লগ টিও দেখলাম, সত্যি মানুষের সংগে প্রথম পরিচয় ধীরে ধীরে ভাললাগা, ভালবাসা অবাক করে দেবার মত......❤
সুমন ভাই আমি চাই সারা জীবন আপনাদের দুজনের ভালোবাসা বেঁচে থাকুক।সুমন ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা। এভাবেই আপনি চড়ে মানুষকে ভালোবেসে যান। আজিজুল ভাইকে কখনো ভুলে যাবেন না। আমি যদি পারি একবার হলেও সুমন ভাই আপনার সাথে দেখা করব। এবং চর খানপুরে যাব। আজিজুল ভাইর সাথে দেখা করব
ভাই আমিও ভাবছি একবার আজিজুল ভাইয়ের বাড়িতে যাব।
চর খানপুরের ঈদ কেমন হয় আমরা দেখতে চাই
সত্যিই অসাধারণ ছোটবেলার স্মৃতিগুলো দুটি চোখের সামনে ভাসছে আর মনের অজান্তেই চোখের কোন থেকে পানি নামছে আমাদের ছোটবেলায় জাস্ট এরকমই দেখতাম সেই অতীতটা চোখের সামনে ভাসছে।
গ্রামীণ হাট সত্যি অসাধারণ চর কানপুরের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, ধন্যবাদ ভাই❤
আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি খুব ভালো লাগে।
আপনার সুবাদে আজিজুল হক ভাইয়ের পরিবারের জন্য মায়া অনুভব হয়।
সুমন ভাই এতো সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
যতবার দেখি ততবারি নতুন দেখি। সুমনভাই, আপনি, চরখানপুর আর আজিজুল ভাই এক ও অভিন্ন। মধু, বিরল, দিনাজপুর।
আজিজুল ভাই একজন সহজ সরল মানুষ সত্যি সে অনেক একজন ভালো মনের মানুষ আল্লাহ তাকে উত্তম নেক হায়াত দান করুক আমিন
Khub sundor gram Banglar manush gulo ...gorib manush der mon khub sundor hoy... sumon da apnake onek onek dhonyobad..
আপনার ভিডিও চিত্র এর মাধ্যমে এদের জিবন জাপন আমরা দেখি আর আজিজুল ভাই এর বাড়ি ও সহানুভূতি অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ
,আমি জয়পুরহাট থেকে।আপনার ও আমার কথার ধরন একই রকম।ভালবাসা রইল। চরখানপুর এর জন্য দোয়া রইল।
সুমন ভাই আপনি অসাধারণ একজন মানুষ
আমি চাই চরের মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনি কাজ করেন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে।
সুমন ভাইয়ের গ্রাম বাংলা ভিডিও গুলা সত্যি অসাধারণ। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল👌👌👌
আমার অনেক ইচ্ছে ছিল যে বাজারটা দেখব কখন দেখুন দেখব দেখা হল খুবই ভালো লাগছে আশা করি হাঠটা যেন ভালোভাবে জমে ওঠে
Video sesher jaigata osadharon chilo
Wow সুমনদা দারুন দৃশ্য দেখালেন। পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো।
সুমন ভাইয়ের ভিডিও অনেক ভালো লাগে
আজিজুল ভাই এর সামর্থ কম থাকলেও আন্তরিকতার কমতি নেই এজন্য খুব ভালো লাগে
নেশাগ্রস্ত হয়ে গেলাম সুৃমন ভাই, আপনি চরখানপুর আর আজিজুল ভাইকে দেখার জন্য। মধু,বিরল,দিনাজপুর।
Sera video গ্রামের আমার দেখা ❤😍
আপনি সত্যি অসাধারণ মানুষ 🫶🏽
আসাধারন লাগলো গ্রামের পরিবেশ
Video গুলো দেখলে মনটা একটু অন্য রকম হয়ে যায় | .. ভাল থাকবেন সুমন ভাই |
আপনার আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম
মাশাআল্লাহ। অনেক। সুন্দর ভাই
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 0:28
*এই বাজারকে আল্লাহ অনেক বড় করুক সেই দোয়া করি*
অসাধারণ,এরকম হাট দেখা যায়না বললেই চলে Kolkata r আসে পাশে গ্রাম্য পরিবেশে গ্রাম্য সহজ সরল মানুষ অসাধারণ দাদা...
খুবই মনোমুগ্ধকর সুমন ভাই
Hat Bazar ta khub vlo laglo
সত্যি সূয্ অস্থের মুহূর্ত টা বেশ সুন্দর ছিল ❤
চরখান পুরের ভিডিও গুলো অনেক ভালো লাগে
ভাই অসাধারণ ভিডিও। শেষ কথাটির তুলনা হয় না। বাংলার এত রূপ থাকতে বিদেশ গিয়ে কি হবে।
সুমন ভাই আপনার সংগে আমরাও চর খান পুর হাঠ দেখলাম আজিজুল ভাইকে খরছ করে দিয়েছেন সবাই খুশি আপনাকে ধন্যবাদ।
খুব ভালো লাগলো ❤️সুমন দা
সুমন ভাই আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন । আপনার অনুষ্ঠান আমার মন ছুয়ে যায়।
সুন্দর একটা ভিডিও
দৃশ্যগুলো অনেক সুন্দর
১টা মানুষ ততটাই সহজ সরল হলে এভাবে সাধারণ মানুষের সাথে মিশতে পারে।
অসাধারন অসাধারন যতই দেখি ততই মুগ্ধ হই
সালামুআলাইকুম আপনার অনেক ভিডিও দেখি বান্দরবানের ভিডিও খুবই ভালো লাগলো ওখানে না গিয়েও অনেক কিছু জানতে পেরেছি তাই আপনাকে ধন্যবাদ
চরের এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে সুমন ভাই
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
চমৎকার ভিডিও সুমন ভাই
আজিজুল ভাই একজন সাদা মনের ভালো মানুষ। আজিজুল ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুমন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি হবিগঞ্জ জেলা সদর থেকে।আমি আপনার সব ভিডিও দেখছি এবং চরখানপুরের সাধারণ মানুষের জীবন যাপন দেখে সত্যিই খুব ভালো লাগছে। আজিজুল হক ভাই একজন চমৎকার মানুষ।❤❤❤❤❤❤❤❤
অনেক সুন্দর ভিডিও ও উপস্থাপনা
আলহামদুলিল্লাহ এই চরে গিয়ে একরাত ছিলাম।অনেক নিরিবিলি একটা জায়গা। খুব ফ্রেস হাওয়া পাওয়া যায়।
অসাধারণ একটা ভিডিও দেখলাম। আপনার ভিডিও দেখে চরখানপুর যেতে ইচ্ছা করে কিন্তু অনেক দূর কিভাবে যাবো।আমার বাসা রাজশাহী শহরেই।মাঝে মধ্যে মুক্তমন্চ বিজিবি ঘুরতে গেলে মনে হয় নদীর ঐ পাশেই চরখানপুর।তবে মনে হয় কখনো হয়তো আপনার সাথে আজিজুল ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে♥️♥️
আপনার সব ভিডিও আমি দেখি বিশেষ করে সৌদি আরবের এপিসোড গুলো অনেক ভালো লাগছে আমার ফ্যামিলি নিয়ে আমি দেখছি নবীজির অনেক কিছু জানতে পারছি
ভাই আপনের মন ভাল আজিজুল ভাই র সহজ সহরল অনেক দোয়া ও শুভকামনা রইল ভাই।
সুমন ভাই আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন।
এই ভিডিয়ো গুলো দেখলে মনে অন্যরকম একটা অনুভুতি কাজ করে।❤
খুব ভালো লাগলো ভাইয়া
ভাই আপনার ভিডিওর জন্য সবসময়ই অপেক্ষা করতে থাকে।। আপনার ভিডিও অনেক ভালো লাগে। রেগুলার দেখি।। ভাই আপনি কখনো নিজেকে পরিবর্তন করেন না।। এমনি থাকবেন।। আজিজুল ভাইকেও এমন করেই ভালবাসবেন।।
অসম্ভব সুন্দর চর ও চরের মানুষ
আপনাকে ভালোবাসা শুধু চরখানপোর এর ভিডিও দেখেই
সুমন দা আইজুল ভাই দুজনাকে খুব মিস করছি,
অনেক দিন পড়ে আবার চরখানপুর দেখলাম ধন্যবাদ ভাই আপনাকে
অনেক অপেক্ষায় ছিলাম
আপনার এই ভিডিও দেখে রিজিক নিয়ে চিন্তাভাবনা ছেড়ে দিয়েছি কারণ আল্লাহ তাআলা এই চরের মানুষগুলোকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন কত কষ্ট করে তারা বাজার সদাই করে কতদূর পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে তারা কত বড় বিশাল নদী পাড়ি দিয়ে তারা বেঁচে আছে তাদের এই দুঃখ কষ্ট দেখে জীবনের প্রতি অভিযোগ নেই কোনো ধন্যবাদ আপনাকে আমরা যারা শহরে আছি আমরা তো বুঝতেই পারিনা চর অঞ্চলের মানুষের জীবনযাপন কিভাবে করে। 🥲🥲🥲🥲
চরখানপুরের হাট চরখানপুর বাসির জন্য এক আশীর্বাদ স্বরুপ।
অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো সত্যি কথা বলতে দেখতে চোখ জুড়িয়ে যায় এ-র পর ও দেখার সাধ মিটে না।
সুমন ভাইয়ের ভিডিও দেখে মনে হচ্ছে আমি চলে জায়
সালাউদ্দিন সুমন ভাইয়ের সবচেয়ে সেরা ভিডিও চরখানপুরের ভিডিও
আমার অনেক ভাল লাগে।
এক কথায় অসাধারণ ভিডিও ❤️❤️❤️👌👌👌👌👌🥰🥰🥰
এইসব ভিডিও যেন আজ থেকে ৫০-১০০ বছর আগের দিনের কথা মনে করওলিয়ে দেয় 😊❤