মরুময় পথে ট্রাক্টরে চেপে আবারো গেলাম চরখানপুর || Char Khanpur Again

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • মরুময় পথে ট্রাক্টরে চেপে আবারো গেলাম চরখানপুর
    Contact :
    Email : sumonmcj@yahoo.com
    Whatsapp : +880 1879-131239 (Only for Business Purpose)
    #char_khanpur #rajshahi #চরখানপুর #রাজশাহী

Комментарии • 614

  • @TowsifHasanAshik
    @TowsifHasanAshik Год назад +25

    চরখান পুরের মায়ায় পড়ে গেছি। আজিজুল ভাই খুব বড় মনের মানুষ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক এবং তার পরিবারের সকল কেউ❤

  • @Jahaji_জাহাজী
    @Jahaji_জাহাজী Год назад +68

    মহসীনুল হাকিম ভাইয়ের মাধ্যমে আমরা সুন্দরবন এবং বেলায়েত সর্দারদের মত মানুষকে জানতে পারছি তেমনি আপনার মাধ্যমে যেমন চকখানপুরের আজিজুল ভাই।

  • @ImtiazAhmedSrabon02
    @ImtiazAhmedSrabon02 Год назад +7

    আমার মন ছুয়ে যায় চরখানপুরের ভিডিও দেখলে খুব ভালো লাগে আরো চায় চরখানপুরের ভিডিও

  • @ShahabuddinAhmed-o6p
    @ShahabuddinAhmed-o6p Год назад +2

    আসসালামু আলাইকুম।
    ভাই সালাহউদ্দীন সুমন এর জন্যে অনেক অনেক দোয়া সালাম ও অফুরন্ত ভালোবাসা মোবারক বাদ জানাই।

  • @riyadahmed1996
    @riyadahmed1996 Год назад +2

    background music টাও চমৎকার সুন্দর ♥️🎧💚

  • @harishbiswas8133
    @harishbiswas8133 Год назад +1

    Gram banglar চিত্র তুলে ধরার নায়ক, ভাই salute

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 Год назад +8

    মানুষের মন মানুষকে মহৎ করে
    বর্ধিত মন হৃদয় প্রসারিত করে।
    "মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী
    আমার যতটুকু সাধ্য করিব তা আমি।"
    উৎসবের প্রাক মুহূর্তে আপনার এই
    অবদান প্রশংসনীয়
    সকলে হবেই খুশী, খুশী হয়েছি আমিও।
    ওদের মুখের সরল হাসির থেকে আর প্রাপ্য কিই বা হতে পারে
    ভরে উঠল মন প্রসারিত হলো হৃদয় সুমন ভাইয়ের তরে।
    ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।
    ধন্যবাদ।

  • @ArifulIslam-jp9np
    @ArifulIslam-jp9np Год назад +1

    সালাউদ্দীন সুমন ভাই চরখানপুর আমার খুবই ভালো লেগেছে আজিজুল ভাইকে ভাল লাগল আপনার সাথে কোন এক দিন যদি
    যেতে পারতাম তাহলে আরো ভাল লাগতো

  • @RaselKhan-gd3uv
    @RaselKhan-gd3uv Год назад +1

    খুব ভালো লাগে আপনার এই মহত্ত্ব দেখে। এতো ব্যস্ততা আর এতো জনপ্রিয়তা আপনাকে কখনো আউজুল ভাই থেকে আলাদা করেনি। আপনাকে স্যালুট ভাই।

  • @dipankarsinha4559
    @dipankarsinha4559 Год назад +14

    সুখে দুঃখে হাসি কান্নায় বেঁচে বর্তে থাক এই জনপদের অতি সরল নিরীহ মানুষ গুলি । সুমন ভাই এর থেকে এই রকম আরও ভিডিও চাই । ----------------- কলকাতা, ভারত থেকে।

  • @tan80
    @tan80 Год назад +2

    কী যে একটা মায়া লাগিয়ে দিলেন সুমন ভাইয়া!!! সবসময় মনে হয়,ইশশশ যদি এই শহরের কোলাহল ছেড়ে ওই চরখানপুরে গিয়ে সারাজীবন থেকে যেতে পারতাম,,যেখানে কোনো প্রযুক্তির ছোঁয়া নেই!কী সুন্দর মেলামেশা মানুষের মধ্যে! কী ‌অদ্ভুত মায়া!!
    আমি যদি আপনার কোনো কাছের‌ আত্নীয় হতাম‌ তাহলে সত্যিই আমি আপনার সাথে চরখানপুরে গিয়ে সবসময়ের জন্য থেকে যেতাম!!!🙂

  • @RobiulIslam-ki7lt
    @RobiulIslam-ki7lt Год назад +2

    ধন‍্যবাদ সুমন ভাই চরখানপুরের সহজ সরল নীরহ শত শত আজিজুল ভাইদের জীবনের গল্প তুলে ধরার জন্য । দিনাজপুর থেকে রবিউল ।

  • @vimalkrishna7375
    @vimalkrishna7375 Год назад +18

    য়তবার দেখি ভিডিও, তুবুও মন ভরে না, মায়াই পরে যায় এই সরল সজা আজিজুল ভাই ও গ্রামের মানুষ গুলোর, আর সুমন ভাই তো এক কথাই ভালোবাসার মানুষ♥♥

  • @ShahabuddinAhmed-o6p
    @ShahabuddinAhmed-o6p Год назад +2

    আসসালামু আলাইকুম।
    ভাই সালাহউদ্দীন সুমন আপনি এতো কষ্টো করে বাংলাদেশের চর অঞ্চলের সহজ সরল মানুষের জীবন জীবিকা তুলে ধরছেন এটা খুবই ভালো উদ্যোগ।
    এদেশের মানুষ জানতে পারছে কি কষ্টকর জীবন চর অঞ্চলের মানুষের।
    এতো উন্নয়ন কিন্তু চর অঞ্চলের মানুষের কি উন্নয়ন হয়েছে আমরা জানিনা।
    🤲🤲
    ☝️

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 Год назад +4

    ওফফফফফফফফ্ ভালো লাগার আবারও সেই "আজিজুল ভাই" কে নিয়ে আমাদের সবার খুবই প্রিয় "সালাউদ্দিন সুমন" ভাইয়ের অসাধারণ ভিডিও। মাটির মানুষ আজিজুল ভাই।

  • @mamunpradhan9378
    @mamunpradhan9378 Год назад +4

    চরখানপুরের অনুষ্ঠান দেখলে, আমার মনটা প্রশান্তিতে ভরে যায়। খুবই ভালো লাগে।ধন্যবাদ সুমন ভাইকে।

  • @BanglaVillageVlog1
    @BanglaVillageVlog1 Год назад +6

    Char Khan pur er Azizul bhai r Ai Char er video dekle onno Ekta feelings ashe. America teke deki... Deshe gele apnar sathe jugajug kore amio Jete Chai Charkan pur a :)

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад +4

      আসুন, আমি নিয়ে যাবো।❤️

  • @sm.Sagor.Ahmed-
    @sm.Sagor.Ahmed- Год назад +52

    বার বার মায়াই পড়ে যায় এই চর খাঁনপুরের ভিডিও দেখলে,,,মন চায় ছুটে চলে যায় এখানে ❤

    • @AhmedKhan-oh3ge
      @AhmedKhan-oh3ge Год назад

      ই ; য় নিয়ে জাতি বড়ই বেকায়দায় !

    • @sm.Sagor.Ahmed-
      @sm.Sagor.Ahmed- Год назад

      @@AhmedKhan-oh3ge 💗

  • @NAJMULHASAN-lv4cr
    @NAJMULHASAN-lv4cr Год назад +1

    সুমন ভাইয়ের প্রতি অন্তর থেকে অন্য রকম ভালোবাসা হয়ে গেছে আজিজুল ভাইয়ের ভিডিও দেখতে দেখতে

  • @GitaBarua-ou7fp
    @GitaBarua-ou7fp Год назад +1

    আপনার ভিডিও তে গ্রামীণ এ দৃশ্য মানুষের সুখ দুঃখ ভড়া জীবন বড়ই সুন্দর লাগে দেখতে,

  • @mdsamrat4531
    @mdsamrat4531 Год назад +7

    কেন যেন মনের অজান্তে চরখানপুরের মায়ায় পড়ে গেছি।

  • @mdjonymahamud383
    @mdjonymahamud383 Год назад +1

    আমি আজ পর্যন্ত সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও সবগুলো দেখেছি একটা ও বাদ দেইনি। বিশেষ করে চরখানপুরের ভিডিও গুলো দেখার জন্য অনেক অপেক্ষায় থাকি। বিশেষ করে আজিজুল ভাইকে ভিষণ মিস করি। ❤️❤️

  • @sheponislam8401
    @sheponislam8401 Год назад +1

    ভালবাসা কত মধুর হলে, এত গরম সয্য করা যায়, চিন্তা করতে পারছিনা,, ভালোবাসার মানুষ কে দির্গ দিন বাচিয়ে রাখুক মাহাম আল্লাহ্

  • @amritaghosh44
    @amritaghosh44 Год назад +1

    Charkhanpur sotti mayar char,Ami gramei thaki tobu charkhanpur ato valo lage,apni Roja rekhe ato kasto kore gechhen,khub valo laglo

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 Год назад +6

    আবারো চরখানপুরে!! মানেএএএ, অন্যরকম এক অনুভূতি।

  • @abrahamcruze6061
    @abrahamcruze6061 Год назад +1

    আপনি অনন্য, অসাধারণ,, আপনার সব ভিডিও দেখি❤।আগরতলা, আসাম,ত্রিপুরা, হিমাচল, মিযরাম,নাগালেন্ড,মেঘালয়, দারজিনগ,কাশ্মির, কন্নাকুমারি,রাম সেতু,, দেশের ভিতরের জত ভিডিও আছে আজ পরজন্ত মিস করিনি।ভাল থাকবেন। ধাকাতেই থাকি হয়তো কোন দিন দেখা হতেই পারে,,আপনি জদি চান।অবিরাম শুভকামনা ❤❤❤।

  • @priyotcg8119
    @priyotcg8119 Год назад +2

    দাদা হচ্ছেন এক কথায় এক অসাধারণ ভালো লাগার মত ভালো মানুষ।
    ভিডিও চিত্রধারণও অসাধারণ ভাবে করেছেন। 🎉🎉🎉❤❤❤

  • @0nickharune53
    @0nickharune53 Год назад

    আমার কাছে এই চরখানপুর এতটাই ভাল লাগে যা আমি আমার লেখার মাধ্যমে বোঝাতে পারবো না,মনের ভিতরে যে তৃপ্তি পাই তা শুধুই আমার মন জানে. আমার কাছে আপনার এই চরখানপুরের ভিডিও আমি অন্য অন্য ভিডিও চেয়ে সব সময় টপ লেভেলে রাখবো. আমি চাই প্রতেক মাসে মাসে এই চরখানপুরের ভিডিও উপভোগ করি. মন থেকে রইলো চরখানপুর বাসির জন্য অবিরাম ভালবাসা. এবং সালাউদ্দিন সুমন ভাইয়ের জন্য রইলো মন থেকে শ্রদ্ধা এবং দোয়া.

  • @Eliaspointইলিয়াছপয়েন্ট

    এই দৃশ্যটি মনে হয় ঈদের জন্য সরা

  • @hasakib7267
    @hasakib7267 Год назад +5

    চরখানপুরের আরো ভিডিও চাই,বিশেষ করে এখনের ভিডিও কারণ এখন চরখানপুরের সৌন্দর্য আরো বেড়ে যাবে বর্ষার জন্য❤

  • @aktarulmj7514
    @aktarulmj7514 Год назад

    সুমন ভাই আপনি যখন প্রথম দিন চরখানপুরে আজিজুল ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন পায়ে হেটে গেয়েছিলেন, আমার আজকে প্রথম দিনের কথা মনে পড়ে গেল,,

  • @ripponmazumder3087
    @ripponmazumder3087 Год назад +6

    😌🥰ভাইয়া কি যে বলবো সন্দেশ খাচ্ছি আর আর চরকানপুর এর সুন্দর্য দেখছি কী যে মজা পাচ্ছি আর আপনি তাদেরকে উপহার দিয়েছেন এগুলা দেখে অনেক ভালো লাগলো আর সফিক ভাইয়া আর পাঁচ হাজার টাকা দেওয়া আহহ কী যে বলবো নিরীহ এই আজিজুল ভাই এর হাতে ❤❤❤❤❤❤❤🙌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😊😊❤❤❤❤❤❤❤

  • @redowansajeeb713
    @redowansajeeb713 Год назад +10

    চরখানপুরে যেতে মন চাচ্ছে 🥺
    ভালোবাসা জমে গেছে ইনশা আল্লাহ একদিন যাবো❤

  • @SharifulIslam-zg3kx
    @SharifulIslam-zg3kx Год назад +16

    অচেনা নাম না জানা সহজ সরল আজিজুল ভাই আজ সকলের প্রিয়, ভালোবাসা রইলো সুমন ভাই

  • @mahabuburrahman1317
    @mahabuburrahman1317 Год назад +2

    ঈদের দিনে আপনার চরখানপুরের ভিডিও পাব ভাবতেই পারি নাই।যত দেখি চরখানপুর যেন আরও দেখতে মন চায়।

  • @jolfikerali4924
    @jolfikerali4924 Год назад +6

    আহ, চরকানপুরের আজিজুল ভাই ❤️
    যত দেখি তত ভালো লাগে🤩

  • @saikatkghose8501
    @saikatkghose8501 Год назад +3

    সত্যিই মানুষের এই ভালোবাসার কোন মূল্য হয় না❤❤❤🙏🙏🙏🙏

  • @hillncer1
    @hillncer1 Год назад

    সত্যিই এক নতুন কিছুই দেখলাম সেইসাথে আপনারও সুমন ভাই এক নতুন অভিজ্ঞতা, মরু চর অঞ্চলে ট্রাক্টরে করে যাওয়া যেখানে কি থাকার কথা ছিল পানি! দৃশ্যাবলিও খুব সুন্দর ধারণ করেছেন সুমন ভাই!
    আসলেই চর অঞ্চলের মানুষের যেন দুঃখের শেষ নেই, আছে যদি ভাঙ্গন আর শুস্ক মৌসুমে প্রখর গরম যে গরমের ভেতর দিয়ে তাদের যেতে হয়ে মাইলের পর মাইল তপ্ত বালুচরে হেঁটে। কিন্তু তারপরেও যেন চরের মানুষ এই বালুচরের মায়া ছাড়তে পারেনা যেমন আজিজুল ভাইয়ের মতো মানুষেরা।
    সবসময়েই অপেক্ষায় থাকি চর খানপুরের ভিডিওর যেখানে কিনা দেখা যাবে আজিজুল ভাই ও তার পরিবারবর্গকে। তবে সুমন ভাই একবার ভাবীকে নিয়ে তো চর খানপুরে যেতে পারেন, ভাবিও নিশ্চই খুবই আগ্রহী আপনারে সাথে একবার চর খানপুরে যেতে..........

  • @sabirkazi2657
    @sabirkazi2657 Год назад +4

    আজিজুল ভাই এর মন মানসিকতার কোন তুলনাই নাই যতো বার চর খান পুরের ভিডিও দেখি ততো বারি ভালো লাগে সুমন ভাই আজিজুল ভাই ঈদের শুভেচ্ছা রইলো

  • @jontusutradhar4276
    @jontusutradhar4276 Год назад +1

    ভাই আপনার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়।কতটা সুন্দর মনের অধিকারী আজিজুল ভাই তা বলা কঠিন।। আপনার জন্য শুভ কামনা। 🖤

  • @barindraghosh608
    @barindraghosh608 Год назад +1

    সবাই যদি পূজা বা ঈদে বা অন্য কোন ধমীয় অনুষ্ঠানে নিজ নিজ সাধ্যের হাত দুস্থদের জন্য বাড়িয়ে দেয়,তবে এই পৃথিবীকে সর্গ বলে মনে হবে
    ঈশ্বর আপনার মঙ্গল করুন।

  • @prochestaabiram4396
    @prochestaabiram4396 Год назад +2

    অভিনন্দন প্রিয় সুমন ভাই, ১৫ লাখ সাবস্ক্রাইব পাওয়ার জন্য ।

  • @ArifHossain-ev5dx
    @ArifHossain-ev5dx Год назад +1

    চরখানপুরের এই দৃশ্য দেখলে মনটা প্রশান্তিতে ভরে যায়। ভালবাসা অবিরাম সালাউদ্দিন সুমন ভাই, ❤

  • @babluhaque7909
    @babluhaque7909 Год назад +1

    সুমন ভাইয়ের ভিডিও যতই দেখি ততই মন ভরেনা বিশেষ করে চরখানপুরের মানুষের ভিডিও আমাকে মুগ্ধ করেছে চরখান পুরের মানুষের কষ্ট দেখে মনে খুব কষ্ট লাগে।আল্লাহ সবাই সুস্থ থাকার তৌফিক দান করুক।আমিন।পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার জেলা থেকে

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад +1

      ভালো থাকু সব সময়❤️

    • @niharbasu6004
      @niharbasu6004 Год назад

      আপনার মত আমার ও একই অনুভূতি হয়। মনে হয় ওদের মধ্যে মিশে গিয়ে ওদের সুখ দু'খের ভাগী হই।

    • @newasshorif1270
      @newasshorif1270 Год назад

      ​@@SalahuddinSumonপাকা ঘর টা কার হচ্ছে ভাই?

  • @mg7-seater773
    @mg7-seater773 Год назад

    আজিজুল ভাই অন্তত একটা সহজ-সরল ভালো মানুষ আজিজুল ভাইয়ের মত এরকম মানুষ প্রত্যেক জেলায় জেলায় দরকার

  • @Zakirlovebangladesh
    @Zakirlovebangladesh Год назад +2

    আজকে আমাদের এখানে ঈদ হয়ে গেল প্রবাস থেকে আপনার এই গ্রাম বাংলার ঐতিহ্য ভিডিও গুলো দেখতে কত যে ভালো লাগে কালকের শর্ট ভিডিওর মাধ্যমে জানতে পারলাম আজকে পূর্ণ ভিডিও আসবে তাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ভিডিওটি দেখার জন্য।

  • @hojaifaislamicmedia6218
    @hojaifaislamicmedia6218 Год назад +15

    চরখান পুরের প্রেমে পড়ে গেলাম!

  • @md.nazrulislamkhan6295
    @md.nazrulislamkhan6295 Год назад +3

    আজকের ভিডিওটা আমার কাছে অসাধারন, খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ সুমন ভাই, বরিশাল থেকে জানাই ঈদ মোবারক

  • @shameemahmed5909
    @shameemahmed5909 3 месяца назад

    সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤

  • @muhammadjalil3306
    @muhammadjalil3306 Год назад +1

    Vlogs old/new about char Khan pur is always real real charming, particularly to see and hear from two uncommon personalities ---Azizul Bhai and Salah Uddin Sumon.

  • @nusratsumi7741
    @nusratsumi7741 Год назад +1

    আসসালামু আলাইকুম । ভাই আপনারা যদি ছাতা নিয়ে যেতেন তাহলে রোদের তাপ থেকে কিছুটা হলেও শান্তি পেতেন। আপনার সব ভিডিও আমি দেখি আর খুব ভালোও লাগে। আমার খুব মন চায় আপনার সাথে আজিজুল ভাইয়ের বাড়িতে যাই। আল্লাহ চাইলে যাবো একদিন ইনশাআল্লাহ।

  • @MohammadShahinur-ov1hz
    @MohammadShahinur-ov1hz Год назад

    ভাই অসাধারন লেগেছে এই ভাবে এগিয়ে জান অসোহায় মানুষের কাছে আজিজুল ভাই অনেক খুশি হোয়েছে

  • @md.tuhientu9440
    @md.tuhientu9440 Год назад +2

    ভাই ভিডিও দেওয়ার কথা তো ছিলো ঈদের দিন বিকাল বেলা তার আগেই পেয়ে গেলাম ধন্যবাদ সুমন ভাই ,,,,, দিনাজপুর থেকে আপনাকে স্বাগতম,,,,,ঈদ মোবারক

  • @mdebrahim7231
    @mdebrahim7231 Год назад +9

    পবিত্র মক্কা মদিনা ভ্রমন করবেন একদিন ইনশাআল্লাহ

    • @niharbasu6004
      @niharbasu6004 Год назад +1

      মানুষের মধ্যেই তো মক্কা মদিনা। মানুষকে ভালবাসুন । মানুষের সেবা করুন। ক্ষুধার্তকে খাদ্য দিন। তাহলেই মক্কা মদিনা দর্শনের দোয়া অর্জন করতে পারবেন।

    • @shanusantra9851
      @shanusantra9851 Год назад

      এসব করবে না খালি জ্ঞান দেবে বোকাচোদা র দল

    • @rafihassan4030
      @rafihassan4030 Год назад

      @@niharbasu6004 manusher moddhei to Durga sharahati ro bunch of GOD. Manush k Valo basun. Puja kora off korun. Manush k Valo bashlei puja korar soyab paben.

  • @riyadahmed1996
    @riyadahmed1996 Год назад +1

    চরখানপুরের ভিডিও গুলা এক কথায় অসাধারণ 🖤🥀🌺

  • @anupamdolai7801
    @anupamdolai7801 Год назад +6

    অনেক দিন পর চরখানপুর
    খুব ভালো লাগলো সুমন দা♥️

  • @mehersk388
    @mehersk388 Год назад

    চর খানপুর মানেই আবেগ চর খানপুর মানেই সেরা কন্টেন্ট ধন্যবাদ সুমন ভাই

  • @Biddut24
    @Biddut24 Год назад

    একজন ইউটিউবার হিসেবে বলতে পারি, আপনি একজন বড় মাপের ইউটিউবার। আপনার ভিডিওটি দেখলাম খুব সুন্দর লেগেছে। আপনার ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য শুভকামনা রইল। ঈদ মোবারক।

  • @RakibHassan-ct5yz
    @RakibHassan-ct5yz Год назад

    সুমন ভাই আপনার পতিটা বিডিও দেখি খুব বালো লাগে।সবচেয়ে বালো লাগে এই চরখানপুরের বিডিও গুলা সাথে আরো আজিজুল ভাই। দেখেই বুঝা যায় বালো মানুষ।

  • @shukchand_vp-tv
    @shukchand_vp-tv Год назад +2

    চরখান পুর কথা শুনলে আমার মনটা ভালো হয়ে যায় কিন্তু নদীতে জল কম তাই সন্দর্য টা একটু কম লাগছে কিন্তু তবু মনটা ভালো হয়ে গেলো❤

  • @bholanathpandey4851
    @bholanathpandey4851 Год назад +1

    Unique VDO and your presentation. Sumon Bhai.... My respect to Azijul Bhai,and the people'of Charkhanpur....ED MUBARAK. To ALL.....From India

  • @nafisbhuiyan6804
    @nafisbhuiyan6804 Год назад +1

    রাজস্থান ভাইভ আসতাছে ❤

  • @mdmamun-nr4cd
    @mdmamun-nr4cd Год назад

    চরখানপুরের সব কয়টি পর্ব আমি দেখেছি অনেক ভালো লাগে সবাইকে ঈদ মোবারক

  • @rastimasud9808
    @rastimasud9808 Год назад +5

    ভাইয়া আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। আর রোজা রেখে এতো কষ্ট করে আজিজুল ভাইদের সাহায্য করতে গেছেন সেটা দেখে আরও অনেক ভালো লাগলো।

  • @mdasadulislam6775
    @mdasadulislam6775 Год назад

    সুমন ভাই আপনি একজন ভালো মানুষ তাই বার বার চরখানপুর যান আর আজিজুল ভাইদের খবর রাখেন। ধন্যবাদ ভাইয়া।

  • @dinislamislam5001
    @dinislamislam5001 10 месяцев назад

    অনেক ধন্যবাদ আমাদের এইরকম কিছু তুলে দরার জন্য

  • @shaikhibnasazzad
    @shaikhibnasazzad Год назад

    আপনার প্রতিটি কনটেন্টই আমি দেখি।ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর আপনার ভয়েজ দুইটাই কনটেন্টগুলোকে পরিপূর্ণ করে তোলে।আমার বাসা রাজশাহীতেই।আপনার সাথে রাজশাহীতে দেখা করতে আগ্রহী আমি।সুযোগ থাকলে জানাবেন।

  • @k.k.chakraborty5132
    @k.k.chakraborty5132 Год назад

    সালাহউদ্দিন সুমন, ঈদ মোবারক। আপনার রুচিবোধ, ধৈর্য্য এবং ড্রোনের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও রেকর্ডিং করার অভিজ্ঞতাকে সালাম জানাই। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে চালিয়ে এই প্রার্থনা করছি উনার আপনার সহায়ক হউন ।

  • @Gispatidey1234
    @Gispatidey1234 Год назад +5

    Another lovely 👌 beauty of Char Khan pur in summer 🙂 Thank you Suman Bhai.Eid Mubarak 🌹♥️ From India West Bengal 🇮🇳🇧🇩

  • @mohammadbiplob5491
    @mohammadbiplob5491 Год назад

    আপনার জন্য সর্বদা দুয়া ও ভালো বাসা,,
    পরবর্তী কিছু দিলে আজিজুল ভাই কে
    পাঞ্জাবি পায়জামা দিয়েন।
    ভাবিকে একটা বোরকা দিয়েন।❤

  • @mydrimsiti9327
    @mydrimsiti9327 Год назад

    নোটিফিকেশনে থাকা সব ভিডিও ছেড়ে সবার আগে চড়খানপুরের ভিডিওটি দেখি এতটাই ভালোলাগে চড়খানপুরের ভিডিও সুমন দা, আমি ভারতে থাকি🙏

  • @allvideotips2948
    @allvideotips2948 Год назад

    সত্যি দাদা আপনার এই চরখান পুর ভিডিও জন্য অপেক্ষায় থাকি,, আপনার অন্য সব ভিডিওর থেকে,, চরখান পুরের ভিডিও সেরা

  • @nayeemazam880
    @nayeemazam880 Год назад

    সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ চরখান পুরে বারবার জাওয়ার জন্য আমার অনেক ভালো লাগে চরখান পুরের ভিডিও গুলি দেখতে

  • @SK_SHAHIN_DANCE
    @SK_SHAHIN_DANCE Год назад +3

    আজিজুল ভাইয়ের বাড়ির ভিডিও গুলো দেখলে অন্যরকম একটা শান্তি লাগে❤❤❤

  • @hafezabdullahalmamun56
    @hafezabdullahalmamun56 Год назад

    মাশাআল্লাহ শফিক ভাইয়ের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, এবং আপনার জন্য দোয়া রইল।

  • @mdrajumiha7680
    @mdrajumiha7680 Год назад

    সত্যিই অসাধারণ লাগলো ধন্যবাদ সুমন ভাই

  • @mdmostakimislam2764
    @mdmostakimislam2764 Год назад +1

    আজিজুল ভাইয়ের পরিবারকে এই পোশাকগুলো দিলেন খুব ভালো লাগলো

  • @holydaystar24
    @holydaystar24 Год назад +3

    দাদা আপনার কোন তুলনা হয় না। শিরাজুল ভাই এর প্রতি আমাদের দোয়া রইল ❤❤❤

  • @biplabbarua4754
    @biplabbarua4754 Год назад

    অসাধারণ একটা অনুভূতি কাজ করছে ভিডিও টা দেখে!! you Are so great. ❤ you bro ❤ you. Remain well.

  • @JEWELVLOGSDHOBAURA
    @JEWELVLOGSDHOBAURA Год назад +1

    অসাধারণ ভাই আপনার ভিডিও গুলা আমার অনেক ভাল লাগে আমিও একদিন আপনার মত সারা পৃথিবি ভ্রমন করব ইনসাআল্লাহ....আমার বাসা ধোবাউড়া ময়মনসিংহর্।

  • @সবাইসাপোর্টকরুনবন্ধুরা

    আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে, বর্তমানে ছেলে মেয়েদের অনেক কিছু শেখার আছে,, আপনার জন্য রইল ভালোবাসা❤❤❤,

  • @sopnohin158
    @sopnohin158 Год назад

    বার বার চরখআন পুরের ভিডিও দেখতে ভালো লাগে। ধন্যবাদ সুমন ভাই ভালো থাকবেন।

  • @ahmedaalkouser156
    @ahmedaalkouser156 Год назад

    যেনো হাড়িয়ে যান বার বার চরখানপুরে

  • @shis94
    @shis94 Год назад

    Love you Salauddin Sumon Bhaijaan.. Apni sottie ekta valo manush ❤️❤️❤️ Allah apnar sob somoy valo korben Inshaallah ❤️❤️❤️❤️

  • @muhammadanassiddiki5753
    @muhammadanassiddiki5753 Год назад +1

    ট্রাক্টরের একটা আলাদা মজা আছে, আর রাজশাহী, তথা উত্তরবংগের বালুময়তার(পানির সান্নিধ্যে)-ও একটা আলাদা সৌন্দর্য আছে!

  • @sukantasarkar9939
    @sukantasarkar9939 Год назад

    Sotti char Khan pur nam ta dekhlei mobile ta on kore feli amon ekta maya lege geche 💕

  • @nurhosenmiya6396
    @nurhosenmiya6396 Год назад

    মনটা আনন্দে ভরে গেল সুমন ভাই বেচে থাক ভালো বাসা যুগ যুগ ধরে

  • @dipakdhor4637
    @dipakdhor4637 Год назад +2

    মানুষ ও মালামাল নেওয়া যায় একটু ট্রাকটার আরো কয়েকটি হলে হয়ত তাদের চলাচল অনেক সহজ হত।কষ্ট ও কম হত,,, অসাধারণ

  • @environmentandnatureblogs5977
    @environmentandnatureblogs5977 Год назад

    ভাই আপনি যতবার চরখানপুর এ গিয়েছেন আপনার মাধ্যমে আমি ঠিক ততোবারই চরখান পুর গিয়েছি মায়াবী এক চর যতবার দেখি ভালো লাগে

  • @farhadhussainhussain1621
    @farhadhussainhussain1621 Год назад +1

    আলহামদুলিল্লাহ , সব ভালো,, কিন্তু আর তো অনেক মানুষ ছিলো,, ছোট ছোট বাচ্চারা ছিলো তাদের জন্য একটু কিছু দিলে আরও ভালো হতো ভাই,,।
    ভাই ইনকাম তো মনে হয় ভালো হয়,, পাশাপাশি গরিব দুখি দের পাশে দারায়েন

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад +1

      আমি কাকে কতো দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার ইনকাম দেখার আপনি কে? যারা জীবনে কাউকে এক পয়সাও দেয় না, তারাই আপনার মতো এমন অনধিকার চর্চা করে।

    • @fahimsojib1511
      @fahimsojib1511 Год назад

      ঠিক কথা বলেছেন সুমন ভাই❤❤

    • @robelhossen8389
      @robelhossen8389 Год назад

      সুমন ভাই আপনার অনেক অহংকার বেরে গেসে ভাই।

  • @merazhosen4776
    @merazhosen4776 Год назад

    সুমন ভাই চরের সবাইকে বলবেন অনেক বেশি গাছ লাগাতে তাহলে গরম কম অনুভূত হবে specially যে গাছগুলো বেশি বড় হয়
    যা দেখলাম গাছের নিচে একটু বসার জায়গাও নেই
    Whatever you doing it’s a great job proud of you brother ❤ again tell everyone to plant huge amount of trees
    Thanks

  • @rasel6379
    @rasel6379 Год назад +20

    চরখানপুরের মানুষগুলোকে দেখলেই ভালো লাগে ❤❤ সবাইকে ঈদ মোবারক ❤❤

  • @mithusarker1837
    @mithusarker1837 Год назад

    Vai Eder upohar dekhe khubi valo laglo dhonnobad....

  • @saidaligayensa8156
    @saidaligayensa8156 Год назад

    সত্যি বলছি আপনার মত ভালো মানুষ এই পৃথিবী তে খুব কম আছে গরিবদের কে ভালো বাসবেন আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমি ভারত থেকে 🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️🇮🇳🌺🌹🥀

  • @palashmalik9415
    @palashmalik9415 Год назад +1

    Suman da your photography very very beautiful ❤️🌺🌹 thanks and onek onek dhoya o bhalobasa janalam ❤️🍏🍒

  • @jolfikerali4924
    @jolfikerali4924 Год назад +1

    আজিজুল ভাইয়ের ভিডিও গুলো দেখলে মন ভরে যায়❤️
    এত্ত ভালো লাগে কেরে আজিজুল ভাইকে🤩

  • @hossainmdnabi7687
    @hossainmdnabi7687 Год назад

    আমার সবচেয়ে জনপ্রিয় ভিডিও আপনার চরখানপুরের ভিডিও

  • @hasibhasib1767
    @hasibhasib1767 Год назад

    Salauddin vai asha kori valo achen.....apni ai chorkhanur er video gula 1 mashe 2 ber kore diben...onek valo lage..

  • @mdanarulhaque19
    @mdanarulhaque19 Год назад

    এক কথাই অসাধারণ লাগল, ধন্যবাদ ভাই

  • @zillurrahman6313
    @zillurrahman6313 Год назад

    অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ।