বাংলা বা হিন্দি সিনেমা থেকে অনেক অনেক ভালো লাগে এই চরখানপুরের ভিডিও গুলো দেখে। কেন জানি মনে শান্তি আসে............. মনের শান্তির জন্য আমি কিছু দিন পর পরই এই চরখানপুরের ভিডিও দেখি
চর খান পুরের ভিডিও আমার কাছে ipl, BPL, PCL থেকেও অনেক বড়ো,,,, চোর খান পুরের একটাই সেরা ব্যাটসম্যান আর বলার আজিজুল ভাই,,,, এই চরম রোদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে দোয়া চাই,,, Malda (W,B) থেকে
আমি ভারত থেকে দেখি। আজিজুল ভাই কে দেখলে সত্যিই খুব ভালো লাগে। যদিও আমি হিন্দু, কিন্তু তবুও বলছি আল্লাহ্ আজিজুল ভাই এবং ওনার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করুন ❤❤❤❤🙏🙏
ভাই হিন্দু মুস্লিম বলে না যে যার যেমন ইচ্ছা নিজ ধর্ম পালন করি কিন্ত খারাপের সাথে যেন কেউ না থাকি। যাই হোক দাদা আপনারা পানি দিতে চান না কেন বাংলাদেশ কে?
চরখান পুরকে দেখলে অনেক ভালো লাগে সুমন ভাই, মায়ার এক গ্রাম, মায়ার এক মানুষ আব্দুল আজিজুল ভাই। জাযাকাল্লাহ খাইরান সুমন ভাই। আপনার ভিডিও আর আপনার ছন্দমাখা কথা আমায় মুগ্ধ করে।
সুমন ভাই খুবই বিনয় মানুষ ❤ তিনি আজিজুল ভাইকে নিজের পরিবারে একটা অংশ করে নিছে, আমি যখন চরখানপুরো ভিডিও দেখি। বিশ্বাস করেন ভাই এক সেকেন্ড এর জন্য ও কেটে কেটে দেখি না, ❤❤❤❤
আপনার এপিসোড গুলো হয়ে থাকে অনেক অসাধারণ আমি সব সমই দেখি আপনার এপিসোড গুলো।এত ভাল লাগে যে যা বলার ভাষা নেই কারন আপনি সব সমই গ্রামের দৃশ্য তুলে ধরেন তা দেখে আমার মন ভরে যায়। অনেক অনেক ভালোবাসা রইলো সুমন ভাইয়া।আর আমার জন্য দোয়া করবেন কয়েকদিন পরেই আমার সিজার।
আপনার ব্লগ গুলো আগে দেখতাম না। বলতে গেলে আগে আপনাকে চিনতামই না। কিন্তু এখন যত দেখি ততই ভালো লাগে। নতুন কোনো ভিডিও দেখলে মিস করতে ইচ্ছে করে না। একটা জিনিস খুব ভালো লাগে,আপনি ধনী গরীব কোনো ভেদাভেদ করেন না।সবার সাথে সমান ভাবে মিশে যান।।আশা করছি সব সময় এরকম থাকবেন।।। ইনশাআল্লাহ ❤️❤️❤️
ভিডিওটি সম্পূর্ণই সুন্দর। নদীতে গোসল ও পুটি মাছ ধরা দেখে ভালো লাগলো। তবে বিশেষ করে ট্রাক্টর টি যখন চরের বালির উপর দিয়ে যাত্রীদের নিয়ে ছুটছিলো। ড্রোন ক্যামেরায় উপর থেকে ভিউ টা দেখে মনে হচ্ছিল কোন বিদেশী মুভির অসাধারণ দৃশ্য দেখছি। কোন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও টা কোরিয়া থেকে দেখলাম। এবং লাইক ও সাবস্ক্রাইব করলাম❤❤
ওপার বাংলা,এপার বাংলার কত শত কবি, লেখক মুগ্ধ হয়েছিলো আমার মাতৃভূমির আকাবাকা নদীর পারের গ্রাম আর মাঠ দেখে,,,তাই তো আমি এত্ত ভালোবাসি আমার মাটিকে।প্রভু এই মাটিতেই মৃত্যু দিও,যেন মায়ের কোলে ঘুমিয়ে থাকতে পারি❤
চর খানপুরের ভিডিও যত দেখি ততই ভালো লাগে। অনেক ইচ্ছে করে একবার ঘুরে আসবো।। সুমন ভাই আপনকে অনেক অনেক ধন্যবাদ। চরখানপুর নিয়ে আরো নতুন নতুন ভিডিও উপস্থাপন করবেন এই আশা করি।
আপনার প্রায় সবগুলো ভিডিও এই আমার দেখা হয়। আপনার সাবলীল উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। আবার চরখানপুরে গেলে যদি সম্ভব হয় ভাই কিছু গাছের চারা নিয়ে যাবেন। আজিজুল ভাইয়ের বাড়ির চারপাশে গাছের চারা রোপণ করলে, গাছের ছায়ায় অন্তত তারা একটু শান্তি খুঁজে পাবে, অবিরাম ভালোবাসা চরখানপুরবাসীর জন্য❤❤❤❤
আমার বাড়ী মালদহ জেলায় ,আমি google এ খুঁজেছি চরখান পুর কিছুতেই পেতাম না আজ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম অনেক ধন্যবাদ । আপনার প্রতিটি ভিডিও মুগ্ধ হয়ে দেখি । অনেক শুভ কামনা রইলো, ভালো থাকবেন দাদাভাই।
আপনি একজন মানুষ যার ভিডিও তে আমি কখনো দেখিনাই বাজে কমেন্ট করতে কারণ আপনি মানুষ টাই এমন।কি সাবলীল ভাষা।কি সুন্দর কথা গুলো আপনার।কোন artificial এর কিছু নাই।এতো ভালো লাগে।মিউজিক টাও মন ছুয়ে যায়।একদম গ্রাম বাংলায় হারিয়ে যাই।ইচ্ছা করে সব ছেরে অচেনা অজানা কোন এক গ্রামে চলে যাই
আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভাল আছে, কুষ্টিয়া থেকে - আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। ছোট বেলা থেকে ভ্রমণ পিপাসু মনমানুষিকতা থাকা সত্বেও বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করতে পারিনি। প্রকৃতির যে একটা টান সেটা সব সময়ই আমাকে ডাকে কিন্তু আমি সেই ডাকে সাড়া দিতে পারিনি। কিন্তু আপনার জন্য আমি অনেকটাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি, আপনার প্রতিটি ভিডিওতে আমি ডুবে যায়, অনেক অনেক ভাল লাগে যা প্রকাশ করতে পারছি না। আশা রাখি আমাদের মতো কিছু মানুষের জন্য আপনি এধরনের ভিডিও বানাইতেই থাকবেন। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আমিন।ধন্যবাদ 💞💞
আজিজুল ভাই আন্তরীকতা দেখে আর আজিজুল ভাই এর প্রতি আপনারও এত দয়া-ভালবাসা দেখে গত দুই বছর এর আগে প্রথম করা ভিড়িওটি আবার দেখে নিলাম. যে সর্ব প্রথম কি ভাবে আজিজুল ভাই এর সাথে দেখা হয়ে ছিল.. সত্যি আপনি ভাল মানুষ চিনতে তখন ভূল করেন নাই ভিড়িওটিতে দেখেছি 10মিনিটের মাথায় দেখা আজিজুল ভাই কে দুই জন মানুষ বসে আছে তখন আজিজুল ভাইও ওখানে এসে দাঁড়িয়ে আছেন ওখান থেকে আজিজুল ভাই আপনাকে সব কিছু বিনা পয়সায় ঘুরে ঘুরে দেখালেন. এমন কি ফিরে আসার সু-ব্যবস্তাও করে দিয়েছেন. আহা সত্যি খুবই ভাল মনের একজন মানুষ এই আজিজুল ভাই. ওনার জন্য দোয়াও ভালবাসা রইল 💖💞💞💞💞
সুমন ভাই আমরা পশ্চিমবঙ্গে গত সপ্তাহে ৪৪-৪৫ ডিগ্রি তাপমাত্রায় কাটিয়েছি, সত্যিই এই বছরের রেকর্ড তাপমাত্রা। এখন প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হাওয়াতে।
চরখানপুরের ভিডিও এত ভালো লাগে যে বুজানোর মত ভাষা নেই সুমন ভাই, মন চায় প্রতিদিন চরখানপুরের ভিডিও দেখি কিন্তু তা কি সম্ভব?? সম্ভব হলে চরখানপুরের বাসিন্দা হয়ে যান, তাহলে প্রতি দিন চরখানপুরের ভিডিও দেখতে পাব।
Live stock's situation is actually what you are describing.Whole atmosphere is boiling.Beutiful program.For the dead Padma India is responsible 100 percent.
অনেক ভালো লাগলো ভাই,,আসলে দেশের মানুষ এত গরমে অভস্ত্য না তাই এমন লাগে।।আর বাহিরে আমরা ৪৮/৫০/৫২ কখনো ৫৪ ও যায়।।এই ভাবে ৬/৭ বা ৮ মাসের উপরে ও কাজ করে যাই।
ভাইয়া অনেক ভালোলাগে আপনার এই চরের ভিডিওগুলো। বিষেশ করে এই চরখানপুরের ব্লগ।আমি আপনার আনেক বড় দর্শক ।আমার খুব ভাল লাগে হয়তো কখনও যেতে পারবো না কিন্তু অনুভব করতে পারি ভাইয়া ইউটিউবে শুধুমাত্র আপনার ভিডিও দেখি আর অপেক্ষা করি কবে আপনি চরে যাবেন আর ভিডিও দেখার জন্য আকুল হয়ে থাকি।
গত বছর লালগোলা গেছিলাম পদ্মা নদী দেখতে এপ্রিল মাসে আর পদ্মার বিশাল চর দেখে অবাক হয়েছিলাম আর আজ সেখানকার মানুষের সরল কিন্তু কষ্টকর জীবন সংগ্রাম দেখে একটা অদ্ভুত অনুভূতি হলো।
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
জীবনে দেখা সেরা এপিসোড গুলোর মধ্যে চরখানপুর অন্যতম।অধির আগ্রহে থাকি কখন আপনার চরখানপুরের কোনো এপিসোড আসবে।❤❤❤
একদম আমিও সবগুলা ভিডিও দেখছি চাচারে কি জমি কিনে দিছে
True
Same
ঠিক আমিও
সুমন ভাইয়ের জন্য দোয়া করি,আল্লাহ জেন হেফাজতে রাখেন ❤️
চরখান পুর অন্যতম, সালাহউদ্দীন সুমন ভাইয়ের ব্লগ এ। আলহামদুলিল্লাহ 🇧🇩🌏🎉
বাংলা বা হিন্দি সিনেমা থেকে অনেক অনেক ভালো লাগে এই চরখানপুরের ভিডিও গুলো দেখে। কেন জানি মনে শান্তি আসে............. মনের শান্তির জন্য আমি কিছু দিন পর পরই এই চরখানপুরের ভিডিও দেখি
চর খান পুরের ভিডিও আমার কাছে ipl, BPL, PCL থেকেও অনেক বড়ো,,,, চোর খান পুরের একটাই সেরা ব্যাটসম্যান আর বলার আজিজুল ভাই,,,, এই চরম রোদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে দোয়া চাই,,, Malda (W,B) থেকে
এই চর খানপুর এর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করে, যতোই দেখিনা কেন, তারপরেও দেখার প্রবল ইচ্ছে থেকেই যায়।❤
আমার মত কে কে আছেন এই চরখানপুরের গত গুলি আর এই দুই-পর্ব গুলি খুবই আনন্দের সাথে দেখে উপভোগ করেছেন.
আমি ভারত থেকে দেখি। আজিজুল ভাই কে দেখলে সত্যিই খুব ভালো লাগে। যদিও আমি হিন্দু, কিন্তু তবুও বলছি আল্লাহ্ আজিজুল ভাই এবং ওনার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করুন ❤❤❤❤🙏🙏
apnader momota didi k bolen farakkar pani chartey...ei elaka moruvumi varot er deya farakka baadh er jonno...
Azizul namer manush golo mon balo hoi dada sobar haty mily jay
Aponake allah talai valo rakhe jen
Bol hoile khoma korben ami bangla basha janina
ভাই হিন্দু মুস্লিম বলে না যে যার যেমন ইচ্ছা নিজ ধর্ম পালন করি কিন্ত খারাপের সাথে যেন কেউ না থাকি।
যাই হোক দাদা আপনারা পানি দিতে চান না কেন বাংলাদেশ কে?
চরখান পুরকে দেখলে অনেক ভালো লাগে সুমন ভাই, মায়ার এক গ্রাম, মায়ার এক মানুষ আব্দুল আজিজুল ভাই। জাযাকাল্লাহ খাইরান সুমন ভাই। আপনার ভিডিও আর আপনার ছন্দমাখা কথা আমায় মুগ্ধ করে।
😊আইপিএল ম্যাচ দেখা বাদ দিয়ে ভিডিও দেখছি🙂❤️🙌চরকানপুর এর ভিডিও যত দেখি তথ দেখতে মন চায় মন ভরে না শুদু চর কানপুরের ভিডিও দেখতে চাই দাদা 🙂❤️❤️🇮🇳🇮🇳❤️❤️🙌
চরখানপুর, এক আবেগ ও ভালোবাসার নাম। যেখানে জড়িয়ে আছে সুমন ভায়ের স্মৃতি। হয়তো আপনি না থাকলে কখনোই জানতামনা আজিজুল ভাইদের কষ্টের কাহিনি। পরের এপিসোডের অপেক্ষায় রইলাম।
এটাকেই বাংলার প্রকৃত গ্রাম বলা চলে।অপরুপ গ্রাম নেই কোন আধুনিকতার ছোঁয়া । ❤❤
চরখানপুরের মানুষের জন্য একটা ভালো মানের ক্লিনিক স্হাপন করবো ইনশাআল্লাহ
খুব খুব ভালো লাগে চরখানপুর এর ভিডিও কারণ চরখানপুর একটা মায়ার গ্রাম ওইখানের মানুষ গুলো ও অনেক মায়াবি
এতো এতো ব্লগ দেখি বাট আমার দেখা সেরা ব্লগ এই এপিসোডটা....... মায়ার জালে ডুবে গেলাম ❤❤❤❤
আমি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দাদার সব ভিডিও দেখি কিন্ত চরখানপুরের ভিডিও কখন পাবো তার জন্য অধির আগ্ৰহে অপেক্ষা করে থাকি ❤💕💖
*চরখানপুরের ভ্লগ গুলো আজিজুল ভাইয়ের জন্যই ভালো লাগে ❤️❤️❤️❤️❤️*
সত্যি অনেক প্রাণবন্ত ভিডিও মন দিয়ে দেখলাম।।
আজিলুল দা কে মাটি নিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনেক ভালো।।
Salute দাদা।। মুর্শিদাবাদ থেকে
পুটিমাছ ধরে আপনার শৈশবের দুরন্তপনা তুলে ধরেছেন প্রিয় সুমনভাই✌️❤️ বিবাহের পর প্রথম ঈদ আশাকরি ভাল কেটেছে 🥰🥰
চরখানপুর চরখানপুর কতো মায়াই ঘেরা,চরখানপুরের ভিডিও গুলো আমার জীবনে দেখা সেরা সেরা ভিডিও, ধন্যবাদ সুমন ভাই,♥♥
সুমন ভাই আমার জীবনের সেরা ভিডিও দেখলাম আজ চর কানপুরের মানুষের।সুস্থতা কামনা করি আল্লাহ পাকের কাছে
খুব ভাল লাগল ❤❤ আসাম শিলচর থেকে দেখছি 🇮🇳🇮🇳
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজানের সুর কত মধুর সোবহানাল্লাহ
সুমন ভাই খুবই বিনয় মানুষ ❤
তিনি আজিজুল ভাইকে নিজের পরিবারে একটা অংশ করে নিছে,
আমি যখন চরখানপুরো ভিডিও দেখি।
বিশ্বাস করেন ভাই এক সেকেন্ড এর জন্য ও কেটে কেটে দেখি না,
❤❤❤❤
এতো কষ্ট করে এই চরের মানুষের জীবন ধারা তুলে ধরার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।
অপূর্ব! বাস্তব চিত্র -- কষ্ট পেলাম- ভালো লাগলো- কান্নাও পেলো -- চিত্র গ্রহন অসাধারণ!! টিভিতে ডকুমেন্টারিটা দেখছিলাম-- কমেন্ট না করে পারছিলাম- তাই মোবাইল হাতে নিলাম!!
মাটি ও মানুষের প্রান
সালাউদ্দিন সুমন আপনি এগিয়ে যান
দাদা এই চরখান পুরের মানুষ গুলোর
পাশে আপনি সবসময়ই পাশে থাকবেন
@dabugupta6264 সহমত। ধন্যবাদ 💚❤💚
আপনার এপিসোড গুলো হয়ে থাকে অনেক অসাধারণ আমি সব সমই দেখি আপনার এপিসোড গুলো।এত ভাল লাগে যে যা বলার ভাষা নেই কারন আপনি সব সমই গ্রামের দৃশ্য তুলে ধরেন তা দেখে আমার মন ভরে যায়। অনেক অনেক ভালোবাসা রইলো সুমন ভাইয়া।আর আমার জন্য দোয়া করবেন কয়েকদিন পরেই আমার সিজার।
আপনার ব্লগ গুলো আগে দেখতাম না। বলতে গেলে আগে আপনাকে চিনতামই না। কিন্তু এখন যত দেখি ততই ভালো লাগে। নতুন কোনো ভিডিও দেখলে মিস করতে ইচ্ছে করে না। একটা জিনিস খুব ভালো লাগে,আপনি ধনী গরীব কোনো ভেদাভেদ করেন না।সবার সাথে সমান ভাবে মিশে যান।।আশা করছি সব সময় এরকম থাকবেন।।। ইনশাআল্লাহ ❤️❤️❤️
অশেষ কৃতজ্ঞতা। পাশে থাকার জন্য ধন্যবাদ।
এমন রূপ সুন্দর্য কেউ ধরে তুলতে চায় না। বিশেষ করে আমি আপনার প্রতি কৃতজ্ঞ কারন আমি এই অনুষ্ঠান গুলো পছন্দ করি। ধন্য বাদ ভাই
লাভ ইউ
চরকানপুরের ভিডিওগুলা দেখে আমিও আপনার মত চবকানপুরের মায়ায় পড়ে গেলাম♥️♥️
এক কথায় অসাধারন, কত সুন্দর আমাদের এই দেশ, কত সুন্দর এই দেশের সৌন্দর্য, আর আপনার সাবলীল উপস্থাপনা, হৃদয় ছুয়ে যাওয়া সব শব্দ চয়ন, মনটাকেই ভালো করে দেয়।
অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া ❤❤❤❤❤❤এতো সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য বিশেষ করে রাজশাহীর চরখানপুরের ভিডিও
চরখানপুরের ভিডিও এর জন্য অপেক্ষা করি সবসময়ই ♥️🥀🌸
আহ!চরখানপুর😍মন,প্রাণ জুড়িয়ে যায়।
অনেক অপেক্ষায় ছিলাম সারাদিন, তোমার ভিডিও দেখলে আমার অসুস্থ মন সুস্থ হয়ে যায় ❤❤❤ অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার জন্য সুমন ভাই ❤❤
ওরে বাবা 🤣🤣🤣🤣🤣
@@জীবণমানেকৃষি এতো হাসি এতো কান্না কেন,,,
সুমন ভাই এর অসাধারণ কন্ঠ, অসাধারণ হাসি আর অসাধারণ চরখান পুর !
অসংখ্য ধন্যবাদ দাদা, লোকেশন টা ভালো করে বুঝিয়ে বলার জন্য। খুব সুন্দর লাগছে।
আমার দেখা এই চ্যানেলের সেরা এপিসোড এটা অসাধারণ লাগলো আজকের এপিসোড (❤❤ লাভ ইউ সুমন ভাই ❤❤)
ভিডিওটি সম্পূর্ণই সুন্দর। নদীতে গোসল ও পুটি মাছ ধরা দেখে ভালো লাগলো।
তবে বিশেষ করে ট্রাক্টর টি যখন চরের বালির উপর দিয়ে যাত্রীদের নিয়ে ছুটছিলো। ড্রোন ক্যামেরায় উপর থেকে ভিউ টা দেখে মনে হচ্ছিল কোন বিদেশী মুভির অসাধারণ দৃশ্য দেখছি।
কোন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও টা কোরিয়া থেকে দেখলাম। এবং লাইক ও সাবস্ক্রাইব করলাম❤❤
চার খানপুর এর ভিডিও দেখে আমি ক্লান্ত হবো না, যত দেখি ততই ভালো লাগে
ভাই আপনার চরখান পুর এর ভওডিও গুলো অনেক ভালো লাগে
অসাধারণ এই চরখানপুর
চরখানপুরের বিডিওর জন্য অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ ❤
চর খানপুরে কখনো যায়নি। কিন্তু ভিডিও যখনই দেখি খুবই ভালো লাগে। খুব অপেক্ষায় থাকি চরখানপুরের ভিডিওর জন্য।
আপনার ভিডিও যত দেখি। চরখানপুরের যাওয়ার ইচ্ছে টা অনেক গুন বেড়ে যায়। ইচ্ছে টা কবে যে পূরণ হবে।কি সুন্দর অপরুপ আমাদের বাংলাদেশ।
চানখারপুরের এপিসোড গুলো দেখি আজিজুল ভাইয়ের সহজ সরল কথা শুনার জন্য।আজিজুল ভাইকে খুব ভাল লাগে।
আজিজুল ভাই তোমাকে তোমার পরীবারের সবইকে শুভেছা, সাথে গ্রামবাসীদে 🙏🙏🙏❤️🤲
ওপার বাংলা,এপার বাংলার কত শত কবি, লেখক মুগ্ধ হয়েছিলো আমার মাতৃভূমির আকাবাকা নদীর পারের গ্রাম আর মাঠ দেখে,,,তাই তো আমি এত্ত ভালোবাসি আমার মাটিকে।প্রভু এই মাটিতেই মৃত্যু দিও,যেন মায়ের কোলে ঘুমিয়ে থাকতে পারি❤
চড়ে ট্রাক্টর যাওয়া দৃশ্যটা চমৎকার হয়েছে ❤️❤️
আমি আসাম দৰং জেলা থেকে দেখছি। আহ কি যে মায়া চৰখানপুৰে। আপনার ভিডিও গুলোর নিয়মিত দৰ্শক আমি। আজিজুল ভাই ভাল থাকুক সৰ্বাদা।
কুমিল্লা থেকে দেখছি ভাই,,,,। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি,,,,,কিন্তু ঐ এলাকার মানুষ গুলা কত কষ্টে আছে 😢
প্রিয় সুমন ভাই আপনাকে অনেক দিন পর দেখছি, আপনার কথা গুলো আমার শুনতে অনেক ভালো লাগে, আপনার জন্য ভালবাসা অবিরাম।
নদীতে গুসল করার দৃষটি দারুন লেগেছে সুমন ভাইয়া
ধন্যবাদ সুমন ভাই অনেক দিন পর আবার আজিজুল ভাইয়ের এলাকা।চরখানপুর দেখলাম সত্যি অসাধারণ। Love salauddin sumon vai
আমি যত গুলো এপিসোড দেখেছি সুমন ভাইয়ের তার মধ্যে পুরাদহের মেলার এপিসোডটা অন্যতম
পুরো আমাদের মুর্শিদাবাদের ভাষা ♥️♥️
মাশাআল্লাহ আজিজুল ভাই মানুষ যদিও নিষ তার মনটা অনেক বড় আল্লাহ এই সরল মানুষ গোলাকে ভাল রাখেন আমিন ❤❤❤🤲🇧🇩
চর খানপুরের ভিডিও যত দেখি ততই ভালো লাগে। অনেক ইচ্ছে করে একবার ঘুরে আসবো।। সুমন ভাই আপনকে অনেক অনেক ধন্যবাদ। চরখানপুর নিয়ে আরো নতুন নতুন ভিডিও উপস্থাপন করবেন এই আশা করি।
ভিডিওটার অপেক্ষায় ছিলাম কয়দিন ধরে
আরো দেখতে চাই এই মায়াবী চরখাঁন পুরের ভিডিও সুমন ভাই ❤😢❤
অনেক দিন যাবত খুঁজাখুজি করে ভিডিও টা আবার বের করছি। অনেক ভাল লাগছে ভিডিও টা তাই আবারও দেখলাম।
খুবই সুন্দর vlog আপনার উপস্থাপনা অসাধারণ।মন ভালো হয়ে যায়।next vlogএর অপেক্ষায় থাকলাম। অনেক অনেক ধন্যবাদ।
আপনার প্রায় সবগুলো ভিডিও এই আমার দেখা হয়। আপনার সাবলীল উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। আবার চরখানপুরে গেলে যদি সম্ভব হয় ভাই কিছু গাছের চারা নিয়ে যাবেন। আজিজুল ভাইয়ের বাড়ির চারপাশে গাছের চারা রোপণ করলে, গাছের ছায়ায় অন্তত তারা একটু শান্তি খুঁজে পাবে, অবিরাম ভালোবাসা চরখানপুরবাসীর জন্য❤❤❤❤
আসলে গ্রাম বাংলা যতো ভিডিও দেখি আমি মুগ্ধ হয়ে যায়
আমি শ্রীঙ্গল থেকে আপনার বিডিও গুলা দেখি আপনাকে অসেশ ধন্যবাদ।
আমার বাড়ী মালদহ জেলায় ,আমি google এ খুঁজেছি চরখান পুর কিছুতেই পেতাম না আজ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম অনেক ধন্যবাদ । আপনার প্রতিটি ভিডিও মুগ্ধ হয়ে দেখি । অনেক শুভ কামনা রইলো, ভালো থাকবেন দাদাভাই।
চরখানপুরের প্রেমে পড়ে গেছি ভাই ❤️❤️
আপনার ভিডিও য়তই দেখি ততই ভালো লাগে কারন চরখানপুর এলাকার একসময়ের বাসিন্দা ছিলাম চর এর ভিডিও সত্যি অসাধারন
ভাই আপনার সাথে কি কোন দিন দেখা করার সুয়োগ হবে
শেষ হয়েও হইলো না শেষ "😌।। সুমন ভাই চরখানপুর এর পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকলাম 🤗।।খুব ভালো থাকবেন 💖
চরখানপুরের যে অন্যরকম অভিজ্ঞতা, বলা বড় শক্ত।
Asadharon video suman bhai.
bhalo thakun azijul bhai.bhalo thakun charkhanpurbasi.
আপনি একজন মানুষ যার ভিডিও তে আমি কখনো দেখিনাই বাজে কমেন্ট করতে কারণ আপনি মানুষ টাই এমন।কি সাবলীল ভাষা।কি সুন্দর কথা গুলো আপনার।কোন artificial এর কিছু নাই।এতো ভালো লাগে।মিউজিক টাও মন ছুয়ে যায়।একদম গ্রাম বাংলায় হারিয়ে যাই।ইচ্ছা করে সব ছেরে অচেনা অজানা কোন এক গ্রামে চলে যাই
সুমন ভাই চর খানপুরের ভিডিও মানে আমার জীবনে সবচেয়ে মূল্যবান, তাই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চর খানপুরের ভিডিও দেখতে চলে আসি
আমি ইন্ডিয়া থেকে নিয়মিত আপনার ভিডিও দেখি।খুবই ভালো লাগে। ইচ্ছে আছে বাংলাদেশ ঘোরার।
আমরা প্রবাসী নিজের দেশটাকে এইভাবে দেখলে অনেক ভালো লাগে ❤️❤️❤️
সহমত
দেশের জন্যে বিদেশ থেকে আপনাদের ভালবাসা সত্যি অনেক আবেগ প্রবন হয়ে গেলাম। #BanglarMethopoth
আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভাল আছে, কুষ্টিয়া থেকে - আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। ছোট বেলা থেকে ভ্রমণ পিপাসু মনমানুষিকতা থাকা সত্বেও বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করতে পারিনি। প্রকৃতির যে একটা টান সেটা সব সময়ই আমাকে ডাকে কিন্তু আমি সেই ডাকে সাড়া দিতে পারিনি। কিন্তু আপনার জন্য আমি অনেকটাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারি, আপনার প্রতিটি ভিডিওতে আমি ডুবে যায়, অনেক অনেক ভাল লাগে যা প্রকাশ করতে পারছি না। আশা রাখি আমাদের মতো কিছু মানুষের জন্য আপনি এধরনের ভিডিও বানাইতেই থাকবেন। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আমিন।ধন্যবাদ 💞💞
যতই দেখি ততই বিস্মিত হই।
আজিজুল ভাই আন্তরীকতা দেখে আর আজিজুল ভাই এর প্রতি আপনারও এত দয়া-ভালবাসা দেখে গত দুই বছর এর আগে প্রথম করা ভিড়িওটি আবার দেখে নিলাম. যে সর্ব প্রথম কি ভাবে আজিজুল ভাই এর সাথে দেখা হয়ে ছিল..
সত্যি আপনি ভাল মানুষ চিনতে তখন ভূল করেন নাই ভিড়িওটিতে দেখেছি 10মিনিটের মাথায় দেখা আজিজুল ভাই কে দুই জন মানুষ বসে আছে তখন আজিজুল ভাইও ওখানে এসে দাঁড়িয়ে আছেন ওখান থেকে আজিজুল ভাই আপনাকে সব কিছু বিনা পয়সায় ঘুরে ঘুরে দেখালেন. এমন কি ফিরে আসার সু-ব্যবস্তাও করে দিয়েছেন. আহা সত্যি খুবই ভাল মনের একজন মানুষ এই আজিজুল ভাই. ওনার জন্য দোয়াও ভালবাসা রইল 💖💞💞💞💞
সুমন ভাই আমরা পশ্চিমবঙ্গে গত সপ্তাহে ৪৪-৪৫ ডিগ্রি তাপমাত্রায় কাটিয়েছি, সত্যিই এই বছরের রেকর্ড তাপমাত্রা।
এখন প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হাওয়াতে।
সত্যি ভাই মন থেকে বলছি, আপনার ভিডিও তে চর খানপুর দেখতে দেখতে এখন মনে হয়, চর খানপুর আর আজিজুল ভাই আপনজন বা কোন আত্মার আত্মীয় 😢😢❤❤❤❤
চরখানপুরের ভিডিও এত ভালো লাগে যে বুজানোর মত ভাষা নেই সুমন ভাই, মন চায় প্রতিদিন চরখানপুরের ভিডিও দেখি কিন্তু তা কি সম্ভব?? সম্ভব হলে চরখানপুরের বাসিন্দা হয়ে যান, তাহলে প্রতি দিন চরখানপুরের ভিডিও দেখতে পাব।
আজকের দিনটা তোমার আমার স্মরণীয় হয়ে থাকবে এক এক মৌসুমের এক এক রকমের রুপ চর খানপুরের ♥️♥️♥️
Live stock's situation is actually what you are describing.Whole atmosphere is boiling.Beutiful program.For the dead Padma India is responsible 100 percent.
Beautiful blog’s. Thank you
অসাধারণ একটি ভিডিও । @SalahuddinSumon ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। #BanglarMethopoth
অনেক ভালো লাগলো ভাই,,আসলে দেশের মানুষ এত গরমে অভস্ত্য না তাই এমন লাগে।।আর বাহিরে আমরা ৪৮/৫০/৫২ কখনো ৫৪ ও যায়।।এই ভাবে ৬/৭ বা ৮ মাসের উপরে ও কাজ করে যাই।
Vi Bangladesh er 43-44 celcius mddleeast er 50+ Celsius er shoman, karon aikhan humidity beshi onek
@@fahim4654 na vai apnar kothay ekmot hote parlam na...
কত সুন্দর আন্তরিক এই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা
অনেক সুন্দর একটা ভিডিও অনেক ভালো লাগছে ভাই ধন্যবাদ সৌদি পোবাসি
ভাইয়া অনেক ভালোলাগে আপনার এই চরের ভিডিওগুলো। বিষেশ করে এই চরখানপুরের ব্লগ।আমি আপনার আনেক বড় দর্শক ।আমার খুব ভাল লাগে হয়তো কখনও যেতে পারবো না কিন্তু অনুভব করতে পারি ভাইয়া ইউটিউবে শুধুমাত্র আপনার ভিডিও দেখি আর অপেক্ষা করি কবে আপনি চরে যাবেন আর ভিডিও দেখার জন্য আকুল হয়ে থাকি।
আপনাদের এই আকুলতাই আমাকে উদ্দিপ্ত করে চরখানপুরে বার বার যেতে। ভালো থাকুন সব সময়।
আমি সর্বপ্রথম এই চরখানপুরের একটা ভিডিও দেখেই আজিজুল ভাইয়ে ফ্যান হয়ে যাই, তার সবগুলো ভিডিও অনেক অনেক ভালো লাগে।
ভাই আপনার ভিডিও এমনিতেই অনেক ভাল লাগে তার উপর আরো ভালো লাগে বেকরাউন সুর
গত বছর লালগোলা গেছিলাম পদ্মা নদী দেখতে এপ্রিল মাসে আর পদ্মার বিশাল চর দেখে অবাক হয়েছিলাম আর আজ সেখানকার মানুষের সরল কিন্তু কষ্টকর জীবন সংগ্রাম দেখে একটা অদ্ভুত অনুভূতি হলো।
সুমন ভাই তোমার সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ, চরখানপুরের জীবন যাত্রা এত ভয়ঙ্কর তা তোমার ভিডিওর মাধ্যমে সবাই জানতে পারছি, পুনে মহারাষ্ট্র ইন্ডিয়া
আমাদের নতুন ভাবীর দেওয়া সাদা টিশার্ট টি খুবই সুন্দর। ভাইয়া আপনাকে মানিয়েছে দারুণ। ❤
আহ চরকানপুর❤️
আহ, আজিজুল ভাই🤩
যতই দেখি মনভরে না।
অপেক্ষা করতে করতে যাই হোক সুমন ভাইয়ের ভিডিও পেলাম তাহলে❤পশ্চিম্বঙ্গ আলিপুরদুয়ার থেকে রইল অবিরাম ভালোবাসা ❤❤❤❤❤❤
ভালো থাকবেন❤️💕❤️
@@SalahuddinSumon বলতে হবে , আল্লাহ আপনাকে ভালো রাখুক।
আমি বাংলার মানুষ তাই খান পুরের ভিডিও দেখি।😊
খুব ভালো লাগে😊❤।
সুমন ভাইয়ে বৌ ভাত থেকে আজিজুল ভাই,তার পর এক এক করে চরখানপুর দেখছি,মনে হয় আমি ওদেরই একজন। ডিউটি থেকে এসে খাবার শেষে কম্বল আর মুবাইল,আর চরখানপুর দারুণ ধন্যবাদ সুমন ভাই,ভালোবাসা অবিরাম সৌদি আরব জেদ্দা থেকে ❤❤
এ-তো ভালো লাগে বলার মতনা
সুমন ভাই আমার জেতে মোন চায় ভাই,,জুদি আল্লাহ হায়াতে বাচিয়ে রাখে বা নসিবে রাখে তা হলে আমি জাব,ইনশাআল্লাহ।
সুমন ভাই খুব ভালো উপস্থাপনা ।ওখানে আরও মাএায় গাছ লাগাতে হবে।ভালো থেকো।w b hooghly
সুমন ভাই এতো কষ্ট করে আপনি চরখাঁপুর গিয়ে আজিজুল ভাইয়ের খুজ খবর নিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ