পদ্মা নদীর চিংড়ি ভাজি আর মাসকলাইয়ের ডাল দিয়ে ভাত খেলাম চরখানপুরে || Char Khanpur Part 03

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 826

  • @muhammadshamsuddoha7654
    @muhammadshamsuddoha7654 Год назад +17

    টাকা পয়সা নাই তাতে কি । আর টাকা পয়সার মাঝে এই ভালোবাসা কখনই খুজে পাওয়া যাবেনা । আজিজুল ভাইয়ের রিদয় নিংড়ানো ভালবাসাকে স্যালুট জানাই ।

  • @meghaakter5689
    @meghaakter5689 Год назад +7

    এইগুলো হলো অরিজিনাল গ্রামের পরিবেশ,যাহা প্রায় দুষ্কর,,,,, খুবই সুন্দর 😍 ভিডিও,,,, ধন্যবাদ,,,,,,,,❤❤❤❤❤❤

  • @mdnahidhossain9703
    @mdnahidhossain9703 Год назад +283

    সুমন ভাই আজিজুল ভাই আপনার জন্য অনেক প্রকার রান্না করে রাখছে গরীব মানুষের অতিথি আপ্যায়নের তুলনা হয়না অনেক ভালোবাসা রইলো আপনাদের সকলের জন্য

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад +35

      অনেক ধন্যবাদ💕

    • @noorabdullah2810
      @noorabdullah2810 Год назад +4

      ​@@SalahuddinSumonভাই আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো। আমি নিজেও ছোট একজন ইউটিউবার। আপনার ভিডিও গুলোতে আপনি সুন্দর সুন্দর মিউজিক গুলো কোথা থেকে সংগ্রহ করেন ভাই একটু জানাবেন প্লিজ।

    • @drsanowerkhan5744
      @drsanowerkhan5744 Год назад +4

      ​@@SalahuddinSumon ভাই আমার খুব শখ আপনি বাংলাদেশের যেখানে থাকেন আমি একবার আপনার সাথে দেখা করবো

    • @atreyeechattergi3606
      @atreyeechattergi3606 Год назад +1

      Aamar mone hoy char khan pure jai kemon jeno tane.

    • @rayyanali16
      @rayyanali16 Год назад +2

      Dear Suman Bhai. Bin Binar Char Farad Bhai er Bari Jaben Please. Farad Bhai er Apnake Cheler Moto Ador Kore Vaat Khaiye Chilen. Farad Bhai Apnake Kadhe Kore Paar Kore Chilen. Love from India. Agartala❤

  • @AROBINDUMONDOL-uh2jc
    @AROBINDUMONDOL-uh2jc Год назад +40

    আজিজুল ভাইয়ের চরখানপুর মানেই এক অসমাপ্ত গল্প, যত দেখি যেন আরো দেখতে ইচ্ছে হয় চরের ভিডিও।

  • @Ronaldo-y5r
    @Ronaldo-y5r Год назад +6

    আমাদের মূর্শিদাবাদ ( ভারত) সীমান্ত থেকে হয়ত বা 5-7 মিনিট বাইকের পথ এই চরখানপুর কিন্তু সামান্যতম এই কাঁটাটার এর বেড়া বেঁধে ফেলেছে আমাদের দুই বাংলার মানুষদের! তবে এই বাঁধন ভেঙে বাংলাদেশ গিয়ে অবশ্যই দেখে আসবো এই চরখানপুর! Love from এপার বাংলা ❤

  • @kawsarmia1349
    @kawsarmia1349 Год назад +26

    আজিজুল ভাই গরিব হলেও মনের দিক থেকে গরিব নয়..কথায় আছে ধনের মানুষ বড় নয় মনের মানুষই বড়..বেঁচে থাকুক আজিজুল ভাই আর সালাউদ্দিন সুমন ভাইয়ের আন্তরিকতা। সব ভিডিও দেখেছি চরখানপুরের।

  • @sharifajhar2636
    @sharifajhar2636 Год назад +6

    যত দেখি ততোই ভালো লাগে, চরখানপুর আজিজুল ভাই, অথিতি আপপায়ন! অসাধারণ।

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 Год назад +12

    "চরখানপুরে আমার হৃদয়
    গিয়েছে চূরি"
    ভোজন রসিক সুমন ভাইয়ের নেই কোনো জুড়ি।
    সাধারণের সাধারণ খাবার যেন অমৃত
    সুমন ভাই যত খান, ততই
    হন তৃপ্ত।
    সারল্য মানুষকে করে মহৎ উদার
    যেখানে মানুষ সরল সেখানে তুলনা নেই তার।
    ধন্যবাদ সুমন ভাই ।আপনারা ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।

  • @fardinhammed64
    @fardinhammed64 Год назад +64

    আজিজুল ভাই প্রকৃত ধনী মানুষ ❤️❤️❤️❤️❤️❤️আল্লাহ আজিজুল ভাই এর সংসারের উন্নতি দান করুন

  • @nuralamkhan5661
    @nuralamkhan5661 Год назад +12

    অনেক সময় নিয়ে ভিডিও টা দেখি খুব ভাল লাগে । আরো ভাল লাগত যদি আজিজুল ভাইয়ের জন্য অনেক অনেক গিফট নিয়ে যেতেন । আজিজুল ভাইকে একটা গরুর কামার করে দিলে এত দিনে অনেক উন্নতী হত । আজিজুল ভাই অনেক ভাল মানুষ।

  • @ahsanulhoque1579
    @ahsanulhoque1579 Год назад +63

    অন্যান্য ভিডিও দিতে miss হলেও, চরখানপুরের আজিজুল ভাইয়ের ভিডিও দিতে যাতে miss না হয়,
    চরখানপুরের ১০০০ পর্ব দেখতেও কোনো সমস্যা নেই 😊 আরো দিবেন এই ভিডিও❤

  • @Release21
    @Release21 Год назад +37

    সুমন ভাই খেয়ে দেয়ে যেভাবে রেষ্ট নিচ্ছেন।😂মনে হচ্ছে কোন আত্মাীয়ের বাড়িতে গেছেন।আজিজুল ভাইয়ের সাথে আপনার সম্পর্ক আত্মীয়ের চেয়ে বেশি। সত্যি খুব অসাধারণ।

  • @mdmushfiq2195
    @mdmushfiq2195 Год назад +4

    আজিজুল ভাই এর চেহেরায় যে সরলতা ছবির মত ভেসে উঠে, তা কোন শিল্পীর তুলিতে সম্ভব না..... একমাত্র স্রষ্টাই পারেন..... শুভকামনা দোয়া রইল আাজিজুল ভাই ও তার সহজ সরল পরিবারের সকল সদস্যদের জন্য❤ আমার প্রিয় কন্টেন ক্রিয়েটর সালাউদ্দীন সুমন ভাই ও নতুন ভাবীর জন্য শুভকামনা....

  • @mdss1736
    @mdss1736 Год назад +18

    সত্যিই খাবারগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে।

  • @nurjaman9641
    @nurjaman9641 Год назад +30

    চর খান পুরের সুখে-দুঃখে আজিজুল ভাইয়ের আত্মীয়তা যতই বলি কম হবে ভিডিওটি চমৎকার এবারের চরখানপুর❤❤❤❤❤❤🇧🇩

  • @abulaisady5939
    @abulaisady5939 Год назад +19

    সায়েরি আপা আর সুমন ভাই
    দুজনেরই উপস্থাপনা অসাধারণ❤

  • @NahidHasan-wq8yy
    @NahidHasan-wq8yy Год назад +9

    এই ডিজিটাল বাংলাদেশে এমন নিরিবিলি প্রাকৃতিক সুন্দর গ্রাম এখন দেখাই দুরূহ বেপার, ভিডিও দেখে মনে হয় ১৯৯০ দশকে চলে গিয়েছি❤❤

  • @amlanbarua3983
    @amlanbarua3983 Год назад +6

    আজিজুল চাচার ভালোবাসার কোনো তুলনা হয় না,ভালোবাসা অবিরাম সুমন ভাই,আপনার উপস্থাপনা দারুণ❣️

  • @TumiNoLBasi
    @TumiNoLBasi Год назад +35

    মানুষ্টা গরিব হলে কি হবে,মনটা অনেক বড় আজিজুল ভাইয়ের 💌

  • @nehaluddinbhuiya9793
    @nehaluddinbhuiya9793 Год назад +32

    মানুষ গুলো গরীব হলে তাদের আছে ভালোবাসা উদার মন খাওয়া দাওয়া দেখে ভালো লাগছে ❤❤

  • @mamunurrashid2585
    @mamunurrashid2585 Год назад +10

    চরখান পুরের আগের ভিডিও দেখেই আপনার ভিডিও গুলা নিয়মিত দেখি,আবার অনেক দিন পর সেই চরখানপুর দেখে মন রা জুরায় গেলো ভাই, আর আজিজুল ভাই অসাধারণ মানুষ,এর আগের পর্বের দেখিছি,ভালোবাসা অবিরাম ভাই

  • @s.hfunnytv8274
    @s.hfunnytv8274 Год назад +4

    আজিজুল ভাইয়ের বড় মনের মানুষ,
    আজিজুল ভাইয়ের জন্য দোয়া রইলো,,
    প্রিয় সালাউদ্দিন সুমন ভাই জন্য ভালোবাসা অবিরাম রইলো, সুমন ভাই জন্য আজ আজিজুল ভাই সবার কাছে পরিচিত ❤️❤️

  • @xman9012
    @xman9012 Год назад +9

    উফফফ!!! চিংড়ি ভাজাটা দেখতে যা লাগছে!! আমার ভীষণ প্রিয়। নদীর টাটকা টা না জানি কি মজা লাগবে!! 🤤

  • @lifeisamazing1785
    @lifeisamazing1785 Год назад +51

    সুমন ভাই ভাবির জন্য একটা শাড়ি নেওয়া উচিত ছিল।
    She deserves it….

    • @mdromanrafi4840
      @mdromanrafi4840 Год назад +10

      ঠিক ভাই এই কাজটা আমার পছন্দ হয়নি

    • @rupakhatun4456
      @rupakhatun4456 Год назад +11

      আসলেই ,,, সুমন ভাই চাইলেই একটা শাড়ি ভাবির জন্য নিয়ে আসতে পারতেন ,,,, বিষয়টা আমারও পছন্দ হলো না 😥😥😥

    • @mdmasudalamalam7702
      @mdmasudalamalam7702 Год назад

      shobei Professional thinking er jonno mon laagy. Bujhlm uni land kener jonno taka deby but tarporey unaky jay uppayon kora hoy ta takadeyeo kena jay na. kichu korty holey mon laagy . er emnety uni ektu kiptush typer manush.@@rupakhatun4456

    • @mdmasudalamalam7702
      @mdmasudalamalam7702 Год назад

      shobei Professional thinking er jonno mon laagy. Bujhlm uni land kener jonno taka deby but tarporey unaky jay uppayon kora hoy ta takadeyeo kena jay na. kichu korty holey mon laagy . er emnety uni ektu kiptush typer manush@@mdromanrafi4840

  • @stake.R662
    @stake.R662 Год назад +2

    কতো সুন্দর করে আপনি তাদের গ্রহণ করেন,আজিজুল ভাইও আপনাকে তেমন করে গ্রহণ করে। কি মধুর সমপর্ক আপনাদের। দেখতে,ভালো লাগে,ভালোবাসা রইল।❤

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 Год назад +4

    ভিডিওটি দেখে তৃষিত হ্রদয় শান্তি পেলো, অনেকদিন না দেখার ফল.আমরা দর্শকরা আসলে উনার ফ্যামিলি এবং চার খানপুল বাসিন্দার সংগে একাত্ব হয়ে গিয়েছি. রান্নাতো আসলেই লোভনীয় ছিলো, সেই সংগে আন্তরিকতার ছোঁয়া রান্নাকে আরো মধুময় করেছে.

  • @মোমিলনহোসেন-শ১থ

    খুব সুন্দর একটা ভিডিও দেখলাম ❤❤❤

  • @highlightnotesofjscsschsc8099
    @highlightnotesofjscsschsc8099 Год назад +16

    আজিজুল ভায়ের দ্রুত উন্নতি হোক❤❤❤

  • @bistyfashionandtips5187
    @bistyfashionandtips5187 Год назад +12

    আহা জিভে পানি চলে আসে আর কার কার আসে বন্ধু।

  • @StreamLabs34
    @StreamLabs34 Год назад +3

    বরাবরের মতোই আপনার ভিডিও অনেক ভালো লাগে, তবে আপনার আর্থিকভাবে ধনী হয়েও আপনার সরলতা আর মায়াবী আচরণ আমাকে মুগ্ধ করে। 🥲

  • @subhashispaul1723
    @subhashispaul1723 Год назад +9

    চরখানপুর এ রাত্রিবাস দেখার ইচ্ছে রইলো।। শুভেচ্ছা রইল ভারত 🇮🇳🇮🇳 থেকে।।

  • @MintoRoy-e3p
    @MintoRoy-e3p 16 дней назад

    একে বলে খাঁটি বাঙালির খাঁটি বাঙালি খাবার, সেই সাথে আজিজুল ভাইয়ের আতিতীয়টা অসাধারন ও অতুলনীয় ❤❤❤❤

  • @sumonsheikh5063
    @sumonsheikh5063 Год назад +14

    বহুদিন পর চরখান পুরের সেই ভিডিও।
    নস্টালজিক।❤️

  • @SubolKantiDey
    @SubolKantiDey Год назад +13

    আজিজুল ভাইকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। এভাবে ও সরল হওয়া যায়!

  • @foyzeahmad2180
    @foyzeahmad2180 Год назад

    সুমন ভাই আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত। আপনার প্রতিটা ভিডিও আমি খুব আগ্রহ এবং মনোযোগ দিয়ে দেখি। প্রতিটি ভিডিওতে নিশ্চয় ইতিহাস,ঐতিহ্য, এবং ঐতিহাসিক বিষয় গুলোকে যেভাবে তথ্য ভিত্তিক ভাবে উপস্থাপন করা, এটা সত্যি সুন্দর। আল্লাহ আপনাকে আরো হায়াত দান করুক।

  • @modhuislam6717
    @modhuislam6717 4 месяца назад

    সুমনভাই, আপনি নিরহংকার একজন মানুষ। সহজেই গ্রামের সহজ সরল মানুযের সাথে মিশে যেতে পারেন। এটাই আপনার সবচাইতে বড়গুন। মধু,বিরল,দিনাজপুর।

  • @rayhanrahi8427
    @rayhanrahi8427 Год назад +1

    Sumon bap apnar sob video dekthe amar valo lage dowa o valobasha roilo ❤❤❤❤

  • @jalaluddin-no2is
    @jalaluddin-no2is Год назад +1

    আমার চোখে দেখা প্রিয় সুমন ভাইয়ের দেশ-বিদেশ ঘুরার সেরা অনুষ্ঠান, অনেক অনেক ভালোবাসা রইল সুমন ভাই।

  • @apuahmed2610
    @apuahmed2610 Год назад +161

    ভাবী ও বাচ্চাগুলোর জন্য কিছু উপহার নেওয়ার দরকার ছিলো ৷

  • @sorwarhossain5398
    @sorwarhossain5398 Год назад +5

    দুই জনেরই মন অনেক বড়, আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে

  • @jagabandhuroy.cbpbu99
    @jagabandhuroy.cbpbu99 Год назад +5

    ভগবানের কাছে প্রার্থনা করি চরখানপুরের সকলে যেন সুস্থ থাকে।

  • @AbulKalam-we3zs
    @AbulKalam-we3zs Год назад +7

    সুমন ভাই ও আজিজুল ভাই কে অনেক ধন্যবাদ। ভিডিও টি অনেক সুন্দর হয়েছে।❤ ধন্যবাদ ❤❤❤❤

  • @mdkazal3577
    @mdkazal3577 Год назад +2

    সুমন আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা গ্রামীন পরিবেশ দেখানোর জন্য

  • @sadiafarhana8392
    @sadiafarhana8392 Год назад +5

    অনেক অনেক সুন্দর মনে মানুষ এই চরখানপুরের বাসী❤❤

  • @kousikbiswas5153
    @kousikbiswas5153 Год назад +79

    আজিজুল ভাইয়ের দ্রুত উন্নতি হোক ❤

  • @অবহেলা-ম১ব
    @অবহেলা-ম১ব Год назад +7

    আজিজুল ভাইয়ের পরিবার টা দেখলে কেন জানি খুব বেশি মায়া লাগে।

  • @abbaslaskar7521
    @abbaslaskar7521 Год назад +12

    আজিজুল ভাইয়ের বউ কেও একটি শাড়ি দান করা দরকার ছিল উনি আপনার জন্য অনেক কষ্ট করে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করছেন।

    • @AshrafulIslam-mi6ef
      @AshrafulIslam-mi6ef Год назад +3

      দান কেন বললেন এটাত ভালবাসা ভাল বেসে দিত ঐটা বলতেন

  • @sajedurrahaman3411
    @sajedurrahaman3411 Год назад +21

    অসাধারন আয়োজন।
    মাসকলাই ডালের স্বাধ শুনতে শুনতে খেতে মন চাচ্ছে ভাই।
    আপনার এই ভিডিও বেশি সুন্দর ❤

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад +9

      মাসকলাইয়ের ডাল আসলেই খুব সুস্বাদু💕

    • @masumshaikh22
      @masumshaikh22 Год назад +3

      ​@@SalahuddinSumonআজিজুল ভাইয়ের সাথে সম্পর্ক টা আজিবন যেনো থাকে মানুষ টা সত্যি অসাধারন সহজ সরল

    • @nazninaktersonia7819
      @nazninaktersonia7819 Год назад

      Amr favourite oi dal ta😊

  • @HelloBangladeshAlone
    @HelloBangladeshAlone Год назад +15

    চর খানপুরের কথা মনে পড়লেই সবার আগে ভেসে ওঠে আজিজুল ভাইয়ের নাম ভালোবাসা রইলো সবার জন্য ❤️👍

    • @roshnisultana1056
      @roshnisultana1056 Год назад

      সুমন ভাই সালাম নিবেন।আপনার এ-ই চরখানপুরের ভক্ত হয়েগেছি আমি আর আমার হাসবেন্ড। আমরা ২জন ভাছি কোনো একদিন সুমন ভাই কে বলবো আমাদেরকেও একবার চরখান পুর একবার নিয়ে দেখার সুযোগ যদি ক রে দেন।

  • @MdRajkhan-qp3wk
    @MdRajkhan-qp3wk Год назад

    আপনার তো সামর্থ্য আছে সুমন ভাই যতটুকু পারবেন আজিজুল ভাইকে সবসময় সাহায্য করবেন এটাই কামনা করছি কারণ গরিব মানুষ অল্পতেই সন্তুষ্ট আপনি যা কিছু দিবেন অল্প হলেও তারা অনেক খুশি হবে❤❤❤❤❤

  • @recipesandvlogsbyshamimaafrin
    @recipesandvlogsbyshamimaafrin Год назад +1

    সুমন ভাই,আপনার ভিডিওগুলো ভালো লাগে। আজিজুল ভাই এর পরিবারের জন্য আরো বেশি করে গিফ্ট নিয়ে যাবেন।

  • @debasishmandal4754
    @debasishmandal4754 Год назад +1

    অসাধারণ......অসাধারণ। সাধারণ জীবনকে অসাধারণ করে তুলেছেন।অভিনন্দন।

  • @mdtowhidurrohoman6335
    @mdtowhidurrohoman6335 Год назад +4

    ধন্যবাদ সুমন ভাই চরখানপুরে ভিডিও দেখানোর জন্য ৩টি ভিডিও দেখলাম আমি ব্যক্তিগতভাবে ৭থেকে৮ কমেন্ট করে ছিলাম চরখানপুরে ভিডিও জন্য ❤❤❤

  • @mayeasin4889
    @mayeasin4889 Год назад +2

    ভিডিওটা দেখে আমার আনন্দে চোখ দিয়ে পানি বের হয়ে গেল 😊🥀🌹💐🌺🌷

  • @goonhridoy
    @goonhridoy Год назад

    আসলে তাদের ভালবাসায় কোন ক্ষুদ নেই , তাদের এই ইনোসেন্ত ভালোবাসা সত্যি মন ছুয়ে যায়ে যারা ঢাকা থাকি হয়তো তারা এই ভালোবাসা বা আবেগ হয়তো কেউ বুঝতে পারবে না ,

  • @delowarmoral
    @delowarmoral Год назад +4

    অনেক ধন্যবাদ আপনাকে আজিজুল ভাই এর সাথে নতুন ভিডিও জন্য। শুভ কামনা নিরন্তর।

  • @mdss1736
    @mdss1736 Год назад +2

    মাটির মানুষ আজিজুল ভাই, তার মনটা অনেক বড়। সুমন ভাই, সোহেল ভাই এরকম ভিডিও দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

  • @SharminAkhter-e2m
    @SharminAkhter-e2m Год назад

    চরখান পুরের ভিডিও সব সময় চাই, খুব ভালো লাগে সুমন ভাই আপনার চরখান পুরের ভিডিও।

  • @সাজ্জাদ-ন২ম

    ভাই, আজিজুল ভাই ভুলে যাইয়েন না। এই সম্পর্ক সবসময় জীবত থাকুক এ দোয়া রইল

  • @setusworld
    @setusworld Год назад +1

    সত্যি দেখে খুব ভালো লাগলো

  • @আওয়াজ-BD
    @আওয়াজ-BD Год назад +1

    খুব ভালো লাগে।

  • @MdRimon-jx7tc
    @MdRimon-jx7tc Год назад +4

    আজিজুল ভাই অনেক সরল মনে মানুষ সবাই টাকা থাকলে মানুষকে খাওয়াতে পারে না ধন্যবাদ সুমন ভাই আপনাকে ❤❤❤❤

  • @fxlearningandearning9236
    @fxlearningandearning9236 Год назад +21

    অনেক সুন্দর খাবারের পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছে।এটাই বাংলার ঐতিহ্য।মালদ্বীপ থেকে দেখছি, কোন এক সময় সুমন ভাই এর সাথে দেখা করার খুব ইচ্ছে। ❤

  • @Sharmin_Poly
    @Sharmin_Poly Год назад

    Mash allah onek sundor video

  • @ShahijannatNuhu
    @ShahijannatNuhu Год назад +2

    অনেক মাস পর আজিজুল ভাইকে দেখে সত্যি মন ভরে গেলো আরো ভালো লাগলো আজিজুল সুস্থ আছে এটা দেখে❤️‍🩹🌼

  • @mdmizanur7889
    @mdmizanur7889 Год назад +6

    ভাই কির্গিস্থান থেকে ভালোবাসা রইলো❤ প্রবাসীদের পক্ষ থেকে ❤

  • @razayekhan3127
    @razayekhan3127 Год назад +11

    খুব ইচ্ছে করে আজিজুল ভাইয়ের মাটির বারান্দায় বসে খেতে।

  • @mdmosaddekshake7802
    @mdmosaddekshake7802 Год назад +4

    চর খানপুর মানেই আজিজুল ভাইয়ের হার না মানা এক জীবন যুদ্ধের কাহিনী ❤ আজিজুল ভাইয়ের আদর আপ্যায়ন আমায় মুগ্ধ করে ❤ আমার অনুরোধ সুমন ভাইয়ের কাছে, ভাই আপনি মাঝে মাঝে আজিজুল ভাইয়ের খুজ খবর নিবেন,, গাজীপুর থেকে 🇧🇩🇧🇩

  • @মোফয়সালরানা

    ভাবী ও বাচ্চাদের জন্য গিফট নিয়ে যাওয়ার উচিত ছিলো সুমন ভাই।
    আশা করি পরবর্তীতে গেলে নিয়ে যাবেন গিফট।

  • @sifullahmuhammedkhaled7991
    @sifullahmuhammedkhaled7991 Год назад

    Really wonderful invitation by Bhai and babizan good Still has good man

  • @chunnuhasnat8704
    @chunnuhasnat8704 Год назад

    অনেক comments পড়লাম, কিন্তু যেই মানুষটা এত গরমে নদীর পানি ভরা মৌসুমে ঝুকি নিয়ে , মায়াবী অদ্ভূত এক কন্ঠ দিয়ে আমাদের কে একটির পর একটি video উপহার দিচ্ছেন, আমাদের মন ভরিয়ে দিচ্ছেন , আমাদের অনেক ভালবাসার মানুষ টি হলো ' সালাউদ্দিন সুমন ভাই ৷ অন্য একজন vloger আজিজুল ভাইয়ের video করেছে কিন্তু ভাষা কন্ঠ ঠিক হয়ে উঠেনি, ওনার জন্য শুভ কামনা রইল৷ .. যাইহোক গ্রামের সহজ সরল আজিজুল ভাই এবং সুমন ভাইয়ের প্রতি রইলো আমাদের অবিরাম ভালবাসা ৷ পরবর্তীতে আমরা সব subscriber মিলে সুমন ভাইয়ের সাথে আজিজুল ভাইয়ের জন্য একটি বাড়ী তৈরি করে দিব, এটা আমার ইচ্ছা ৷ সবাই ভাল থাকবেন ৷

  • @Sohel.Gulandaz628
    @Sohel.Gulandaz628 Год назад

    চরখানপুরের নামটা শুনলেই আজিজুল ভাইয়ের নাম চলে আসে। ভালো থাকুক এই চরের মানুষগুলো।

  • @RayesMiah-py1nk
    @RayesMiah-py1nk 7 месяцев назад +2

    আজিজুল চর খান পুরের মানুষের কোরবানি ঈদে কেমন চলে দেখাবেন

  • @prasantaray4711
    @prasantaray4711 Год назад +1

    Khub sundor laglo❤❤

  • @tohidulislam6366
    @tohidulislam6366 Год назад

    প্রবাসী জীবন রাত ২:৫৮ সুমন ভাইয়ের ভিডিও আমায় অনেক আবেগি করে তুলেন,সে সাথে বাঁশি সুর বুকে এক প্রকার কম্পন সৃষ্টি করে, কেন এই ইমোশনাল হয়ে যায় আমি নিজেও জানি না। তিন পর্বের শেষের পর্ব দেখে আরো বেশী খারাপ লাগছে, কারণ বিদায় বেলাটা আমার অন্তরে বিষন্নতা বাড়িয়ে দেই।ভালো থাকুক আজিজুল ভাই।ভালো থাকুক ওনার পরিবার। ভালো লাগার দুইজন মাটির মানুষ আজিজুল ভাই,বেলায়ত সরদার।

  • @Rubelhossain-v3z
    @Rubelhossain-v3z Год назад +1

    অসাধারণ চরখান পুরের ভিডিও

  • @FarjanaaUSA
    @FarjanaaUSA Год назад +2

    অতিথি আপ্যায়ন আর আন্তরিকতায় মুগ্ধ ❤

  • @sbssheikh92
    @sbssheikh92 Год назад +46

    দেখে খাইতে ইচ্ছে হচ্ছে 🤤😢 অনেক সুন্দর সুমন ভাই ❤🎉

  • @sultanarazia1646
    @sultanarazia1646 Год назад +1

    আজিজুল ভাইয়ের পরিবারের মন অসাধারণ অতিথি সেবায়

  • @bluetaje8501
    @bluetaje8501 Год назад +3

    সত্যি ভাই যত দেখছি তত প্রাণ মন ভরে যাচ্ছে অসাধারণ যেমন জায়গা। তার থেকেও বেশি সুন্দর মনের মানুষের অসাধারণ মানুষ এদের রান্নার ভিতরে ভালোবাসা জড়িয়ে থাকে অসাধারণ রান্না হয়ে যায় সাধারণ রান্না গুলো খুবই মজা লাগলো এখানে আমিও আছি আমরা খেতে ইচ্ছে করছিল খুব ভালো লাগলো মানুষগুলো খুবই ভালো। আজিজুল ভাই তারপর ভাবি সবাই খুব ভালো মানুষ খুবই ভালো মনের মানুষ মাটির মানুষ সাদা মনের মানুষ। 🐟🐠💙💜💚🧡❤️💛👌👌👌

  • @towhidulalam7022
    @towhidulalam7022 Год назад +12

    উপহার তো উপহারই তারপরও বলবো আপনার উপহার গুলি আমার দৃষ্টিতে আরও ভালো হতে পারতো ৷

    • @mdromanrafi4840
      @mdromanrafi4840 Год назад

      Right

    • @towhidulalam7022
      @towhidulalam7022 Год назад

      @@user-dx3cn5qh9z আপনার পড়াশুনা কোন পর্যন্ত ???

  • @mdkhokonsagor5038
    @mdkhokonsagor5038 Год назад +1

    চরের ভিডিও সত্যিই অসাধারণ লাগে । সুমন ভাইয়ের কাছে একটা অনুরোধ চরখানপুরের পাশাপাশি অন্য চরের ভিডিও দিলে অনেক ভালো লাগতো

  • @jiyadgazi
    @jiyadgazi Год назад +21

    কষ্টো লাগলো শুধু মাত্র আজিজুর ভাইয়ের জন্য একটা শাট আনলেন ভাবী এতো কষ্টো করে রান্না করে খাওয়ায় তার জন্য কিছু আনা উচিত ছিলো বলে আমি মনে করি। ভুল হলে খমা করবেন

    • @mdasikahmed8373
      @mdasikahmed8373 Год назад +1

      একদম ঠিক বলেছেন ভাই

    • @muftimuhammadaliqasemi
      @muftimuhammadaliqasemi Год назад

      सहीह काहा ह आप

    • @siammaruf
      @siammaruf Год назад +3

      Kipta manus r ki anbe...baccader jonno kisu ana dorkar silo..

    • @ruhulalam257
      @ruhulalam257 Год назад

      E video ta holo 2nd part ,1st part deken

  • @shaheedsarwer1163
    @shaheedsarwer1163 Год назад

    আপনার সব ভিডিওর মধ্যে চর খানপুরের ভিডিও আমার খুব ভালো লাগে,,,প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি

  • @sukantasarkar9939
    @sukantasarkar9939 Год назад

    Sotti char Khan purer vedio dekhi sudhu ajijol bhai er poribar ke ek jholak dekhar janno, amon lok sotti ajj kal birol, sob theke ato khusi legeche je din ato kasto piche rekhe o sumon bhai er bao vaate giyechilo ai ajjijol bhai 🙏🙏🙏🙏

  • @samarolislam3088
    @samarolislam3088 Год назад

    মাশাআল্লাহ ভাই জান অনেক সুন্দর বিডিও❤❤❤

  • @azizgolap9385
    @azizgolap9385 Год назад +1

    আজিজুল ভাই ও সুমন ভাইয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আজিজুল ভাই ও সুমন ভাইয়ের সফলতা কামনা করছি। ❤❤

  • @BaktearAlam
    @BaktearAlam Год назад

    প্রিয় সালাউদ্দিন সুমন ভাই। আপনার সৌজন্যে চরখানপুরের সাথে পরিচয়। আপনার এ চরের সব ভিডিও আমার দেখা। এ জায়গার প্রতি আমার ভীষণ মায়া পড়ে গেছে। অসাধারণ এক জায়গা এবং সেখানকার মানুষ। বিশেষ করে আজিজুল ভাই ও ভাইয়ের পরিবার। আমি নিজেও একজন ভ্রমণ পিপাসু মানুষ। খুব দেখার ইচ্ছা চরখানপুর। আগামীতে যেকোন সময় দেখে আসবো চরখানপুরের সৌন্দর্য। ধন্যবাদ ভাই।।

  • @muhammadjalil3306
    @muhammadjalil3306 Год назад

    Azizul Bhai is the pranpurush of all char Khan pur vlogs by Salahuddin Sumon

  • @julfikarahmed1685
    @julfikarahmed1685 Год назад +5

    আপনার বানানো আবহমান গ্রাম বাংলার ভিডিওগুলো অনেক ভালো লাগে
    আমার বাসা রাজশাহীতে, চর খানপুরে
    গিয়েছিলাম আজিজুল ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে,,, ভালো মানুষ তিনি 🌺

  • @tayebaakter8775
    @tayebaakter8775 Год назад

    চরখান পুরের ভিডিও সেই, দেখলেই মন ভরে যায়।

  • @dulalhaze5691
    @dulalhaze5691 Год назад +1

    আলহামদুলিল্লাহ বড় সুন্দর কথা ভাই আমি কুয়েত থেকে দেখতে ছি ধন্যবাদ

  • @enjoyshopping4248
    @enjoyshopping4248 Год назад +7

    অপেক্ষায় ছিলাম ❤❤❤সুমন ভাই ভালোবাসা রইল। অনেক দূর এগিয়ে যান।

  • @nadimtechbd2806
    @nadimtechbd2806 Год назад

    এমন একটা ভিডিও। শুধু দেখতে মন চায়। ধন্যবাদ ভাই আপনাকে।

  • @sajibagrofarmandhatchery
    @sajibagrofarmandhatchery Год назад +1

    আজকের মুরগির বাচ্চার দামঃ ২৮.০৯.২৩ | সোনালি, হাইব্রিড, ফাউমি, দেশী, Ajker Murgir Baccar Dam
    ruclips.net/video/nrA1cuW5_z8/видео.html

  • @md.uzzalhossen1873
    @md.uzzalhossen1873 Год назад +3

    সুমন ভাই আসলে এক অসাধারণ মানুষ। ❤❤

  • @travelwithme4694
    @travelwithme4694 Год назад

    ভাই আপনি এবং আজিজুল ভাই আপনারা দুজনই আমার ভীষণ পছন্দের।
    ধন্যবাদ আপনাকে এভাবে আজিজুল ভাইয়ের পরিবারকে আপন করে নেওয়ার জন্য।
    আপনাকে মহান সৃষ্টি কর্ত্তা অনেক আশীর্বাদ করুন।

  • @Bd_people-b7h
    @Bd_people-b7h Год назад +2

    an amazing vlog.... waiting for long time .... this char khanpur video..... .....

  • @Touhid54
    @Touhid54 Год назад +60

    আজিজুল ভাইয়ের বউকে একটা সুন্দর গিফট দেওয়া দরকার। তাহলে আরও স্বাদ করে রান্না করে খাওয়াবে। ❤❤❤

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Год назад +36

      সত্যিই ভাবির জন্য ভালো উপহার নিয়ে যেতে হবে💕

    • @mdnabil325
      @mdnabil325 Год назад

      😂😂😂❤❤❤

    • @zamankhandakar4181
      @zamankhandakar4181 Год назад +2

      amar tai mone holo

    • @liyajesmin
      @liyajesmin Год назад +4

      ​@@SalahuddinSumonভাই বিন বিনার চরে আর একবার যাইয়েন।খুব দেখতে ইচ্ছে করছে।

    • @PiyaliGupta-tv7eu
      @PiyaliGupta-tv7eu Год назад +5

      ভাইয়া কলকাতা একবার আমাদের বাড়ি আসবে। জন্ম ভূমির কেউ কে পেলে খুব খুশি হবো।

  • @azharulislamrasel0652
    @azharulislamrasel0652 Год назад +3

    সুমন ভাইয়ের খাবার ভিডিও দেখলে এম্নিতেই আমার মুখে জল চলে আসে,তবে এই ভিডিও টা দেখার সময় আমি খাবার খাচ্ছি আর দেখছি আমার খাবার টাও মজার ছিলো তবে ভাবির হাতের চিংড়ি মাছ হলে আরও মজা পেতাম😊❤