সুমন ভাই ফলিমারি চরের ভিডিও দেখে গতকাল যেমন চোখের পানি টপটপ করে পড়তে পড়তে ছিল আজকে আবার ঐ বৃদ্ধ মুরুব্বি এবং তার বৃদ্ধা বোনের এই পর্বে দেখতে পেয়ে চোখ দিয়ে আবারো পানি চলে আসলো সত্যি ভাই আপনি একজন মহৎ মনের মানুষ আবারো আপনাকে সেলুট জানাই।
এখনই ফেসবুক থেকে আপনার ভিডিও দেখে আসলাম খুব ভালো লাগলো ফলিমারি চরের মানুষের অপর বাংলাদেশ সরকারের দৃষ্টি পাত করা খুবই দরকার , এপার বাংলা থেকে আপনাকে ধন্যবাদ,
দারিদ্র্য মানুষের সব কিছু কেড়ে নিতে পারে না। সরল মন সব সময়ই সরলই থাকে। মনুষ্যত্বই শ্রেষ্ঠ। "Hunger is the best sauce." আপনার ভিডিও না দেখলে মন কেমন করে। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।ধন্যবাদ ।
সুমন ভাই, আপনি গ্রাম বাংলার সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিশে যেতে পারেন এই বিষয় টি আমাকে মুগ্ধ করে। সাধারণ মানুষের সঙ্গে না মিশলে তাদের সুখ দুঃখ অনুভব করা যায় না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
সুমন ভাই, আপনার ভিডিওগুলি দেখলে চোখে জল চলে আসে। আপনার আন্তরিক আবেগ আমাদের মধ্যেও সঞ্চারিত হয়ে যায়। শুধু প্রার্থনা করি, সরকার যেন এই গরিব অসহায় মানুষদের কথাও একটু ভাবে আর এঁদের কল্যাণে কিছু করে যাতে এঁরাও মানুষের জীবন যাপন করতে পারেন।
চরের মানুষের জীবন তো ভাঙা গড়ার খেলা। কিন্তু তাঁদের অন্তর অনেক বড় , মায়ায় জড়ানোই স্বাভাবিক। অনেক ধন্যবাদ কষ্ট করে তাঁদের জীবন কথা আমাদের সাথে শেয়ার করার জন্য
আমার বাড়ি লালমনিরহাটে, আমরা বন্ধুরা মিলে প্রায় মোগলহাট ঘুরতে যাই, জানি তারা অনেক কষ্টে থাকে। কিন্তু কখনো আজকের মত উপলব্ধি করতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️ চেষ্টা করব তাদেরকে হেল্প করার জন্য যতটুকু পারি
শ্রদ্ধেয় ভাই, আপনি আমাদের বগুড়া বাসীর গর্ব। আমাদের সকলের পক্ষ থেকে এই মুনসুর ভাইকে❤ জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আল্লাহ পাক তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন আমীন🤲🤲🤲
আপনার ভিডিও তে ফুটে ওঠে হত দরিদ্রদের জীবনযাপন তা দেখে সত্যি অনেক বেশি ব্যথিত হই, তার সাথে তাদের আন্তরিকতায় ভীষণ মুগ্ধ হই । আর সুমন ভাই একজন কোমল প্রকৃতির সাদা মনের মানুষ অবশ্যই ।
সুমন ভাই ভালো মানুষের কোন তুলনা হয় না, আসলে আপনি একজন ভালো মানুষ তাই সব মানুষ গুলি আপনার কাছে ভালো মনে হয়। আমি লন্ডন থাকি কুমিল্লা আমার জিলা। আপনার নান্বার পাইলে খুব খুশি হবো। দয়া করে দিবেন কি???
প্রাকৃতিক দৃশ্য সাথে জীবন সংগ্রামী মানুষের জীবন কাহিনি যা অনেকেই আমরা বুঝতে পারিনা কাদের জীবন কতটা কষ্টে কাটে।আপনার ভিডিওগুলো দেখলে অনেকে বুঝতে পারে জীবনটা কতো কষ্টের।
একটা মানুষ কত সহজে সবার সাথে মিশে যেতে তা সুমন ভাই কে না দেখলে জানতেই পারতাম না সত্যি ভাইয়া আপনার মনটা অনেক ভালো আর পান খাওয়া দেখে খুবি ভালো লাগলো🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️অভিরাম ভালোবাসা রইল সুমন ভাই
সুমন ভাইয়ের সবগুলো ভিডিও অত্যন্ত প্রশংসনীয়। এইভাবে কেউ ইতিপূর্বে ভিডিও করে প্রাকৃতিক ও বিভিন্ন দূর্যোগ অঞ্চলের মানুষের জীবন যাপন তুলে ধরেন নাই, একমাত্র সুমন ভাই যা করেছেন তা আমরা প্রত্যেকের ঘরে বা যে কোন জায়গায় থেকে ভিডিও দেখি থাকি। তখন মন ও মানসিক খুব ভালো লাগে যা বলার ভাষা নেই আমার।
ভাই এই ভিডিওটা দেখে দেশের কথা মনে পরে গেলো ৭বছর হয়েছে দেশের বাহিরে ফ্রান্স এ আছি এবার যদি আল্লাহহুকুমে দেশে বাংলাদেশের প্রতিটি এলাকায় ভ্রমণ করবো ইনশাআল্লাহ ভাই আমাদের সিলেটে একটা ব্লগ করেন আমার বাড়িতে আপনার দাওয়াত 😊🥰
Assalamualikum. Apni onk down to earth akta person a jonno e amr apnake onk valo lage. Apnar video gulo dekhi r mugdho hoi shotti e.....💖💖💖 Apni onk valo onk simplicity kaj kore apnar majhe. Amr o mone chilo oi buro women er jonno kichu korle valo hoto. Valo thakben onek.🙂🙂🙂 Tobe apnar sathe rag korechi.☹️☹️☹️
কোলকাতা থেকে.. ভাই আপনাকে ভালোবাসা অবিরাম ❤️❤️❤️, আপনার প্রতিটি ভিডিওই শিক্ষনীয় , নদীমাতৃক এলাকার মানুষের জীবন যাপন এত কঠিন সেটা বোধ হয় আপনার ভিডিও না দেখলে বুঝতাম না।
পান খাওয়ানোটা বোধ হয় চরের মানুষদের ঐতিহ্য। ভোলার এক চরে গিয়েছিলাম পরিবারের সাথে,উনারা খুবই আন্তরিক এবং বাড়ি ডেকে নিয়ে গিয়ে পান নিজ হাতে বানিয়ে খাওয়ালো।
প্রকৃতি দেখতে ভালোই লাগে,কিন্তু প্রকৃতিতে মিশে থাকা মানুষদের কষ্ট ভাবতেই মন কেদে উঠে,,তার পরও মানতেই হবে প্রকৃতির নিয়ম,,হে আল্লাহ তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই,আমিন।
যারা নাটক-সিনেমা-খবর ও গান দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😡
গরীব মানুষের মন চিরকালই অনেক বড়ো হয় 💟💟
Apnar ai kotha ta amio sb SMI boli. R apni oo j ai katha ta bollen, mon vre gelo.🙏
Ekdom thik bolesen .
Ekdom sotti kotha ata mashallah
গরীব না বলে আমরা বলি অভাবী বা নিম্ন আয়ের মানুষ।
আসলেই গরিব মানুষ অনেক বোরো হয়.আমার বাড়ি যশোরে এ. আমি যশোর এর অনেক গ্রামে যাই উনারা আমাকে জোর করে খাওয়াই মাটিতে বসে খাই.উনারাদের রান্না খুব সুন্দর হয়.
সুমন ভাই ফলিমারি চরের ভিডিও দেখে গতকাল যেমন চোখের পানি টপটপ করে পড়তে পড়তে ছিল আজকে আবার ঐ বৃদ্ধ মুরুব্বি এবং তার বৃদ্ধা বোনের এই পর্বে দেখতে পেয়ে চোখ দিয়ে আবারো পানি চলে আসলো সত্যি ভাই আপনি একজন মহৎ মনের মানুষ আবারো আপনাকে সেলুট জানাই।
মুনসুর ভাইয়ের মতো সুন্দর মনের মানুষরা বেচে থাকুক চিরকাল। দোয়া রইলো ❤️❤️
আমিন
এই সিরিজ টা প্রথম থেকে দেখছি এত অভাব অনটনের মধ্যে ও তারা মেহমানদারি করতে ভুলে নাই রেস্পেক্ট👍 😍😍🥰 তাদের থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে
Amar poribare asen Ami o jabo apnar poribare
@@royroykitchenlifestyle aboshoy
দামী জিনিস,বড় দালান নেই,কিন্তু বিশাল মন রয়েছে তাদের।❤️💕 দেখে অনেক ভাল লাগল
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি 🥰🥰🥰🥰
ভাল মানুষের খাবারের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হয়ে যায়, যেমন আজিজুল ভাই
ভাই, আপনার ভিডিও গভীরভাবে মানুষের জীবনকে ধারণ করে! যাতে কোন কৃত্রিমতা নেই!
শুভ কামনা ও ভালোবাসা নেবেন♥
মানুষ গুলো অসহায় অভাবি হলেও তারা খুব সরল ও খুবই বড়ো মনের মানুষ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁরা যেন সব সময় ভালো থাকে।
এই চরের মানুষদের মন এই চরের আয়তনের তু্লনায় হাজার গুন বেশী। আর 'মনসুর ভাই'-কে কোটি কোটি সালাম।
এখনই ফেসবুক থেকে আপনার ভিডিও দেখে আসলাম খুব ভালো লাগলো ফলিমারি চরের মানুষের অপর বাংলাদেশ সরকারের দৃষ্টি পাত করা খুবই দরকার , এপার বাংলা থেকে আপনাকে ধন্যবাদ,
Amar poribare asen Ami o jabo apnar poribare 🙏
Thanks
আহা, কত সরল অথচ সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি। ধন্যবাদ
১০০% খাটি গ্রামীণ পরিবেশ ও খাবার ধরন। অনেক অনেক ভাল লাগলো।
দারিদ্র্য মানুষের সব কিছু কেড়ে নিতে পারে না। সরল মন সব সময়ই সরলই থাকে। মনুষ্যত্বই শ্রেষ্ঠ। "Hunger is the best sauce." আপনার ভিডিও না দেখলে
মন কেমন করে। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।ধন্যবাদ ।
ভালোই লাগলো গ্ৰাম বাংলার দুঃখী মানুষের হৃদয়ের ভালবাসা দেখে। তাদের এই ভালোবাসা চির অবিনশ্বর।
মানুষের এত বড় আন্তরিক এবং ভালোবাসা এত সুন্দর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে তাই আপপনাকে অনেক ধন্যবাদ
খুব ভাল লাগল আপনার উপস্থাপনা। মনসুর ভাই এর কাছে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সবুজ সাথী সাইকেল দেখে খুব ভালো লাগলো।
ঐ দেশের টাকায় বাংলাদেশীরা চলক নাকি?
সুমন ভাই, আপনি গ্রাম বাংলার সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিশে যেতে পারেন এই বিষয় টি আমাকে মুগ্ধ করে। সাধারণ মানুষের সঙ্গে না মিশলে তাদের সুখ দুঃখ অনুভব করা যায় না। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
খুবই ভাল লাগলো!!মানুষগুলো খুব সহজসরল।সরকারের উচিত এসব গরিব মানুষগুলোর জীবনমান উন্নয়নের দিকে জোর দেওয়া
সুমন ভাই, আপনার ভিডিওগুলি দেখলে চোখে জল চলে আসে। আপনার আন্তরিক আবেগ আমাদের মধ্যেও সঞ্চারিত হয়ে যায়। শুধু প্রার্থনা করি, সরকার যেন এই গরিব অসহায় মানুষদের কথাও একটু ভাবে আর এঁদের কল্যাণে কিছু করে যাতে এঁরাও মানুষের জীবন যাপন করতে পারেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি 🥰🥰🥰🥰
একদম আজিজুল ভায়ের মতো আন্তরিক।
এসব মানুষের মেহেমান দারি সত্যি অতুলনীয়।
এই শহর জীবন ছেড়ে মনে হয় এমন সাধারণ মানুষের সাথে মিশে যায়। সত্যি অসাধারণ একটা অনুভূতি হলো ধন্যবাদ ভাই
খুব ভালো মনের মানুষ সুমন ভাই আপনি💙আপনার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা
চরের মানুষের জীবন তো ভাঙা গড়ার খেলা। কিন্তু তাঁদের অন্তর অনেক বড় , মায়ায় জড়ানোই স্বাভাবিক। অনেক ধন্যবাদ কষ্ট করে তাঁদের জীবন কথা আমাদের সাথে শেয়ার করার জন্য
মনসুর ভাইয়ের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি❤️❤️❤️
সুমন ভাই আপনাকে ধন্যবাদ,চরের মানুষের বাস্তব চিত্র তুলে ধরার জন্য।
ঢাকা থেকে ফ্যামিলির সবাই আপনার ভিডিও দেখি❤️অনেক আবেগী হয়ে যাই।
আমার বাড়ি লালমনিরহাটে, আমরা বন্ধুরা মিলে প্রায় মোগলহাট ঘুরতে যাই, জানি তারা অনেক কষ্টে থাকে। কিন্তু কখনো আজকের মত উপলব্ধি করতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ ❤️❤️ চেষ্টা করব তাদেরকে হেল্প করার জন্য যতটুকু পারি
সৌদিআরব থেকে দেখতাছি আমি আপনার সব ভিডিও দেখি। আপনার চরের মানুষদের নিয়ে ভিডিও গোলা খুব ভালো লাগে। আহ মানুষকে যে কতো যুদ্ধ করে জীবনে বেচে থাকতে হয়।
শ্রদ্ধেয় ভাই, আপনি আমাদের বগুড়া বাসীর গর্ব। আমাদের সকলের পক্ষ থেকে এই মুনসুর ভাইকে❤ জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আল্লাহ পাক তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন আমীন🤲🤲🤲
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি 🥰🥰🥰🥰
আপনার ভিডিও তে ফুটে ওঠে হত দরিদ্রদের জীবনযাপন তা দেখে সত্যি অনেক বেশি ব্যথিত হই, তার সাথে তাদের আন্তরিকতায় ভীষণ মুগ্ধ হই । আর সুমন ভাই একজন কোমল প্রকৃতির সাদা মনের মানুষ অবশ্যই ।
সুমন ভাই ভালো মানুষের কোন তুলনা হয় না, আসলে আপনি একজন ভালো মানুষ তাই সব মানুষ গুলি আপনার কাছে ভালো মনে হয়। আমি লন্ডন থাকি কুমিল্লা আমার জিলা। আপনার নান্বার পাইলে খুব খুশি হবো। দয়া করে দিবেন কি???
পৃথিবী এই জন্য এত সুন্দর মনে হয়
এরকম মাঠির মানুষ আছে বলে
সত্যি মনোমুগ্ধকর পরিবেশ
মালেশিয়া থেকে দেখলাম
প্রাকৃতিক দৃশ্য সাথে জীবন সংগ্রামী মানুষের জীবন কাহিনি যা অনেকেই আমরা বুঝতে পারিনা কাদের জীবন কতটা কষ্টে কাটে।আপনার ভিডিওগুলো দেখলে অনেকে বুঝতে পারে জীবনটা কতো কষ্টের।
ফলিমারী চরের সব গুলো পর্ব খুব চমৎকার এ রকম পর্ব আরও চাই।
চমৎকার মেহমানদারি ♥️। দেখে বোঝা যায় খাবারগুলো টেষ্টি।
অনেক অনেক শুভ কামনা ভাই আপনার জন্য। পাশাপাশি এটাও চাই সরকার যেনও দ্রুত এই চরবাসি মানুষের পাশে দাড়ায়।।
আপনি দেখাচ্ছেন,আমরাও দেখতেছি আর নিজেকে তাদের জায়গাতেই কল্পনা করছি।।জয় হোক মেহনতি সাধারণ মানুষের।।।
ভালবাসা অবিরাম♥️♥️♥️
ভাই আপনার ভিডিও গুলো দেখতে এক ধরনের অন্যরকম ভালোলাগা কাজ করে। সেই আপনার কলকাতার ভ্রমণের ভিডিও থেকে আপনার ভিডিও দেখা শুরু করেছি ❤️
এত ঘনঘন ভিডিও পাব ভাবতে পারিনি। খুব খুশি আমি। সবগুলো ভিডিও দেখব কিন্তু সময় পাচ্ছি না। ফ্রি হলে ই সবগুলো ভিডিও দেখব।ইনশাআল্লাহ
একটা মানুষ কত সহজে সবার সাথে মিশে যেতে তা সুমন ভাই কে না দেখলে জানতেই পারতাম না
সত্যি ভাইয়া আপনার মনটা অনেক ভালো আর পান খাওয়া দেখে খুবি ভালো লাগলো🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️অভিরাম ভালোবাসা রইল সুমন ভাই
হা কি অসাধারণ স্বাদ৷
আপনি সত্যিই ভাগ্য বান ।
ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে থাকুক।
এই চরের সব গুলো ভিডিও আমার মন জয় করছে।
ভাই আপনার এক এক অঞ্চলে ভ্রমণের বিচিত্রময় ভিডিও দৃশ্য গুলো দেখে আমার মনে হল আসলেই আপনি একটা মাটির মানুষ সবার সাথে কিভাবে তাল মিলিয়ে থাকেন 😀😀❤️❤️
আজিজুল ভাই আর মুনসুর ভাই, দুজনেই অসাধারণ।
Amar poribare asen Ami o jabo apnar poribare 🙏
@@royroykitchenlifestyle আপনার ঠিকানা কি?
আমার জেলাকে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
U are a Amazing person, u bring the real life story from villagers. Thank you.
I dont miss any episodes of folimari char. Its simply incredible.
দালান কোঠা হলেই শান্তি হবে এমন কোন কথা নেই। মনসুর ভাইয়ের ভাঙা ঘরেই পাই শান্তির ঠিকানা।❤️ উত্তর ২৪ পরগনা, রাজারহাট নিউটাউন, পশ্চিম বঙ্গ।
মনচুর ভাই আজিজুল ভাই ওনারা অনেক ভালো মনের মানুষ। সত্যি অসাধারণ
সরল মানুষের হৃদয়, আকাশের মত হয়।
সুমন ভাইয়ের সবগুলো ভিডিও অত্যন্ত প্রশংসনীয়। এইভাবে কেউ ইতিপূর্বে ভিডিও করে প্রাকৃতিক ও বিভিন্ন দূর্যোগ অঞ্চলের মানুষের জীবন যাপন তুলে ধরেন নাই, একমাত্র সুমন ভাই যা করেছেন তা আমরা প্রত্যেকের ঘরে বা যে কোন জায়গায় থেকে ভিডিও দেখি থাকি। তখন মন ও মানসিক খুব ভালো লাগে যা বলার ভাষা নেই আমার।
চরের মানুষের জীবন চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ, 🥺🙏
আমাদের মতো সাধারণ মানুষের
মন অনেক বড় আল্লাহ সাধারণ
মানুষের সহায় হবেন।
মনসুর ভাই ও আজিজুল ভাই দুই জন সরল মনে মানুষ।
Dada apnar sob gulo video khub e vlo lge
Protidin opekkhay thaki apnar video er jnno....love from India ❤️🇮🇳
আন্তরিকভাবে কোনো জিনিস কেউ সামনে দিলে সেটার স্বাদ অমৃত মনে হয়. অসাধারণ অতিথি অভ্যর্থনা. মহৎ কাজ.
এই মানুষ গুলো র ভালো বাসা একটু ও কম নাই,অসাধারণ।
মুনসুর ভাই এর সাইকেলটা পশ্চিম বঙ্গ সরকার এর সবুজ সাথী প্রকল্প থেকে বিনামূল্যে পাওয়া সাইকেল ....দেখে ভালো লাগলো
#love for india
#WB
আমাদের দেশের হলুদ সাংবাদিকতার চেয়ে আপনার এমন অন্য রকম কিছু একটু হলেও মানুষের উপকারে আসবে ইনশাআল্লাহ্।
ভাই আপনার ভিডিও দেখেতেছি অনেক আগে থেকে। আপনার ভিডিও দেখে যা বুঝতে পেরেছি আপনি নিজেও অনেক ভালো মনের মানুষ আর সাধামাটা জীবনযাত্রা আপনাকে খুশি দেয়।
মন টা জুরাই যায় সালাউদ্দিন সুমন ভাইর কণ্ঠ সুনলে আর ওনাকে দেখলে
ধন্যবাদ কলিজার ভাই
আমার ও খুব খেতে ইচ্ছা করতেসে অসাধারণ ভাল লাগল দেখে 💚💚🥀🥀
গরিব মানুষ হলোও এদের মন অনেক ভালো। আরো একটি জিনিস ভালো লাগলো যে আপনারা এগুলো খাবার খেয়েছেন
Sumon bhai chokhe pani chole ashlo... Lok ta ki Shundor vabe bujhalo... Tar shomossha dim ta khabe nah... Eto Shundor atithiota... Oshadharon.... 💖
♥♥♥♥♥ তাদের কষ্টে যেরকম কষ্ট পেলাম সেরকম চরের ভ্লগ দেখে ভালো লাগলো এই চরের ভ্লগ গুলো খুব ভালো লাগে বিশেস ভাবে চরখান পুরের ভ্লগ
ওরা সহজ সরল কিন্তু ওরা সহজ ভাবে রান্না করে খাবার গুলো মজা হয় আল্লাহ আমাদের কে কত সুখে রাখছে আল্লাহ কাছে এই দোয়া করি আল্লাহ জেনো সবাই কে ভালো রাখেন
আলুর ডাল ভাই আমারো অনেক অনেক প্রিয় 🥰🥰🥰🥰
দাদা খুব ভালো লাগো তোমার ভিডিও
ভাই এই ভিডিওটা দেখে দেশের কথা মনে পরে গেলো ৭বছর হয়েছে দেশের বাহিরে ফ্রান্স এ আছি এবার যদি আল্লাহহুকুমে দেশে বাংলাদেশের প্রতিটি এলাকায় ভ্রমণ করবো ইনশাআল্লাহ ভাই আমাদের সিলেটে একটা ব্লগ করেন আমার বাড়িতে আপনার দাওয়াত 😊🥰
🇮🇳🇮🇳🇮🇳 মনসুর ভাই এর সাইকেলটা পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের আওতায় স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া সাইকেল।
🇮🇳🇮🇳🇮🇳
আমি সেটাই লক্ষ্য করছিলাম আর কমেন্ট দেখছিলাম যে কেউ লক্ষ্য করেছে কিনা
ভাই যেখানে হাজার হাজার গরু পাচার হয়ে যাচ্ছে সেখানে সাইকেল তো ছোট ব্যাপার।
বাংলাদেশের সরকারকতৃক বিনামুল্যে সরবরাহকৃত জন্মনিয়ন্ত্রণ সুখী বড়ি উত্তরাঞ্চল লাগোয়া পশ্চিমবঙ্গে এভাবেই সয়লাব হয়ে গিয়েছে এটাও একবার আমাদের জাতীয়মানের এক পত্রিকায় দেখলাম
Assalamualikum.
Apni onk down to earth akta person a jonno e amr apnake onk valo lage. Apnar video gulo dekhi r mugdho hoi shotti e.....💖💖💖 Apni onk valo onk simplicity kaj kore apnar majhe.
Amr o mone chilo oi buro women er jonno kichu korle valo hoto.
Valo thakben onek.🙂🙂🙂
Tobe apnar sathe rag korechi.☹️☹️☹️
সুমন ভাইয়া,আপনার চরন যদি একবার আমার বাড়িতে পরতো তাহলে খুবই ধন্য হতাম। দিনহাটা থেকে দেখি নিয়মিত। ❤️❤️❤️
সুমন ভাই দারুণ ভাবে জীবন টাকে উপভোগ করছে।
চর খানপুর রে ঈদ বা রোজার সময় ইফতার এইসব দেখতে চাই সুমন ভাই আপনার আজিজুল ভাইএর বাড়ি থেকে। তবে এইসব বিশেষ ভিডিও আমায় মুগ্ধ করেছে। ভারতের হাওড়া থেকে
আপনার ভিডিও দেখে আমার মন ছুয়ে যায় ভাই অসাধারণ অনুভুতি পায়।
দোয়া ও ভালোবাসা রইলো। আপনি এই সহজ সরল মানুষগুলার সাথে মিশে যান।
মুনছোর ভাই একটা বড় মনের মানুষ ❤️❤️
শীতকালে ফলিমারী চর নিয়ে আবার ভিডিও দেখতে চাই।
অবশ্যই যাবো
খুব পরিষ্কার পরিছন্ন আন্তরিক পরিবেশ। এই ফ্যামিলির জন্য শুভ কামনা।
আজিজুল ভাই আর মনসুর ভাই ওনারা খুব ভালো মানুষ চর খানপুর আর পলি মাটির চর এই দুই চরের আমি যেন প্রেমে পড়ে যাই ♥️♥️♥️
আপনার ভিডিও দেখলে মনে হয় গ্রাম বাংলার ঐতিহ্য সাংস্কৃতি তুলে ধরছেন,, দেশের কত সুদখোর ঘুষখোর দুর্নীতি মানুষ আছে,, এই সব গরীব মানুষের পাশে কেউ থাকেনা
Bharat theke dekhlam dada sottiyi chokhe jol chole elo.apnar videogulo sotyi jibonto
একমাত্র সুমন ভাইয়ের ভিডিও না টেনে পুরোটা দেখি ইউটিউবে অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর ভিডিওর জন্য ❤❤
কোলকাতা থেকে.. ভাই আপনাকে ভালোবাসা অবিরাম ❤️❤️❤️, আপনার প্রতিটি ভিডিওই শিক্ষনীয় , নদীমাতৃক এলাকার মানুষের জীবন যাপন এত কঠিন সেটা বোধ হয় আপনার ভিডিও না দেখলে বুঝতাম না।
ভাজা পেয়াজ আলু ভরতা সত্যি অসাধারণ লাগে পশ্চিম বঙ্গ মালদা জেলার ভারত থেকে বলছি
মালদা জেলার ভারত না ভারতের মালদা জেলা জই
Hamio মালদা hcpur থাইক্যা কহছি
সুবহানআল্লাহ।চরের একজন গরীব ভাই আল্লাহর মহিমা বুঝতে পারে আর শহরের বড় ইমারতে থেকেও মানুষ আল্লাহর মহিমা বোঝার চেষ্টাও করে না।
আমাদের লালমনিরহাট জেলার মানুষ গুলো মেহমান দেরকেঅনেক ভাল বাসে
সুমন ভাই অসাধারণ মানুষ
সবার সাথে মিশে যায়,,
সব হাতের রান্না খায়,,,আমার ভালো লাগার একজন মানুষ,,
আমি একটা মেয়ে,, তারপর এ ভিডিও গুলো সব সময় দেখি
ভাই আপনার কথা বলার ধরন ও উপস্থাপন আমার অনেক ভাল লাগে।আল্লাহ আপনাকে ভাল রাখুন।
আবারও দেখার অপেক্ষায় রইলাম ফলিমারি চর, হয়তো কোনো দিন জেতে পারবো না, ভালো থাকবেন ভাই
পান খাওয়ানোটা বোধ হয় চরের মানুষদের ঐতিহ্য। ভোলার এক চরে গিয়েছিলাম পরিবারের সাথে,উনারা খুবই আন্তরিক এবং বাড়ি ডেকে নিয়ে গিয়ে পান নিজ হাতে বানিয়ে খাওয়ালো।
ভোলার কোন জায়গায়?
@@স্মৃতিরপাতা-ড৬য তুলাতলি ঘাট থেকে দৌলতদিয়া চর বা এরকমই নামটা হবে , সাত বছর আগের কথা তাই সঠিকভাবে বলতে পারছি না ।
ধন্যবাদ ভাইয়া🥀🥀এত সুন্দর পর্ব দেওয়া জন্য
সালাউদ্দিন ভাই আপনার ভিডিও আমি সবসময় দেখি এসব চরের হত দরিদ্র মানুষদের জিবন দুঃখ কষ্ট তুলে ধরবার জন্যে আপনাকে ধন্যবাদ জানায়
প্রকৃতি দেখতে ভালোই লাগে,কিন্তু প্রকৃতিতে মিশে থাকা মানুষদের কষ্ট ভাবতেই মন কেদে উঠে,,তার পরও মানতেই হবে প্রকৃতির নিয়ম,,হে আল্লাহ তুমি ছাড়া রক্ষা করার কেউ নেই,আমিন।
পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে ভগবান তাদের ভালো একটা মন দিয়েছেন কিন্তু তাদের সাত আছে সাধ্য নাই
আল্লাহ এই গরিব ভাই রিজিক বরকত বারিয়ে দেক আল্লাহর কাছে দোয়া করি
সাদা মনের মানুষদের জন্য দোয়া রহিল সুস্থ থাকুন সর্বদা সবাই আমিন
যারা নাটক-সিনেমা-খবর ও গান দেখতে এসে আল্লাহ্ এবং রাসূলের পবিত্র নাম কে অপবিত্র করে এবং লাইক কমেন্ট এর জন্য ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জুতার বাড়ি ১০০% 😡😡
❤️❤️ অসাধারণ ভাই, ❤️❤️ কিন্তু মানুষের কষ্ট দেখে খারাপ লাগছে