আমি পশ্চিমবঙ্গে বসবাসকারি একজন সত্তরোর্ধ বৃদ্ধ্।গান শুনেই বেশীরভাগ সময় কেটে যায় Sylon Music Lounge পরিবেশিত পুরনো দিনের গানগুলি অবশ্যই আমার মত শ্রোতাদের মুগ্ধ করে।কিন্তু আমি খুবই দুঃখিত হই,যখন দেখি যাদের জন্য গানগুলি এতো সুন্দর ভাবে পরিবেশিত হচ্ছে, সেইসব যন্ত্রসঙ্গীত শিল্পীরা অপরিচিত থেকে যাচ্ছে।আমি জানিনা,আমার এই লেখা শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া পর্যন্ত পৌঁছাবে কিনা,যদি পৌছায়,তবে যেন তিনি সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাথে আমারমতো স্রোতাদের পরিচয় করিয়ে দেন।
আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার গান আর নয় ওগো প্রিয় মোর খোল বাহু ডোর পৃথিবী তোমারে যে চায়। আর নয় নিস্ফল ক্রন্দন শুধু নিজের স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন ধরনীর ধুলি হোক চন্দন টিকা তার মাখে আজ পরে নাও পরে নাও পরে নাও। কার ঘরে প্রদীপ জ্বলেনি কার বাছার অন্ন মেলেনি কার নেই আশ্রয় বর্ষায় দিন কাটে ভাগ্যের ভরসায় তুমি হও একজন তাদেরই কাঁধে আজ তার ভার তুলে নাও তুলে নাও তুলে নাও। আজ নয় গুনগুন ...
অসাধারণ! অপূর্ব! অনেকদিন পর নন্দিতার গান পেলাম। আর নন্দিতার গান মানেই অনিন্দ্য সুন্দর অনুভূতি! কি ভালোবাসা গায়কীর মধ্যে, কি অপূর্ব music arrangement, সিলন মিউজিক কে ধন্যবাদ এই শিল্পী দের কে আমাদের কাছে এনে দেবার জন্য। আর একটা কথা বলতেই হবে। নন্দিতার গানের সাথে তার বাঁশীও শুনতে পেলাম। এটাও বাড়তি পাওনা নিশ্চয়!
অতুলনীয় আপনার কন্ঠ, সুরের দখল, গায়কী এবং অভিব্যক্তি। যন্ত্রশিল্পীদের কথা যত বলা যায় ততই কম মনে হয়। ভালো থাকবেন আপনারা সকলে আর এইভাবেই ভালো রাখবেন আমাদের।
এই পর্যন্ত কতবার যে শুনলাম,হিসেব নেই!কতটা অসাধারণ গেয়েছেন নিজেই হয়তো জানেন না।আরও অনেক অনেক গানের অপেক্ষায় রইলাম।সিলন মিউজিকের সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা।
নন্দিতা মানেই সুরের ও গায়কীর স্বকীয়তার ভালোবাসা 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜। আর মিউজিশিয়ানগুলোকে কি পরিমাণ যে ভালো লাগে। Seylon tea এর গানের অনুষ্ঠানটা মানেই ব্যতিক্রম কিছু ভালোবাসা 💜💜💜💜। নন্দিতার আরো গান চাই।
খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন. This line ufffffff . পুরো মন ছুঁয়ে গেল। আমি গত তিন দিনে এই গানটি তিনশো বার মতো শুনেছি তবুও মন ভরছে না 😊😊
mon chuye gelo gaan ta sune.sob theke valo laglo eto sundor voice er sathe eto sundor music .originally rekhe eto sundor kora ta stti darun.r cinematography outstanding.
অনেক দিন পর আবারও প্রিয় নন্দিতা দিদির গান। আমাদের দেশের বিখ্যাত যে কয়টি রিমেইক মিউজিক ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে মন জয় করা একটি Seylon Tea Music Lounge। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল আরও আরো গান নিয়ে আসুক প্রিয় চ্যানেল
" তোমার হয়তো আজো খুব করে মনে আছে একদিন সন্ধ্যায় ফুচকার টেবিলে শক্ত করে আমার হাত ধরেছিলে আমাদের ক্লোজারে!' যমুনার পাড়ে' দুজন দুজনের দিকে তাকিয়ে এই গান শুনতে ছিলাম! আমরা খুব ভালো করে করে জানতাম আমাদের এই পরিবার সমাজ, রাষ্ট্র, ধর্ম কেও কখনো মেনে নিবে না! ভালোবাসলে যে জাত, রাষ্ট্র, ধর্ম ,লিঙ্গ সবকিছু দৃষ্টির বাইরে থাকে সেটা কখন বুঝবে এই সমাজ ? কোন দিন দেখা হলে একটা ডাইরি যত্নে রেখেছি! তারপরও দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম! তুমি এখন ভিন্ন আমিও ভিন্ন! তবে তোমার জন্য এখনও আমি ' যমুনার পাড়ে ' বসে থাকি হয়তো তুমি আসবে হয়তো আসবে না!
ইমরান..... প্রতিটি coin এর দুটো পিঠ থাকে.... মিলন হয়নি বলেই হয়তো ভালোবাসাটা অমর হয়ে এখনো রয়ে গেছে........ যমুনার পাড়ে না বসে পথ চলা শুরু করুন..... পথের কোনো ধারে coin এর অন্য পিঠ নতুন গল্প নিয়ে হয়তো বসে আছে
এতো ভীষন সুন্দর একটি গানের আয়োজন আর প্রত্যেকটি গায়ক- গায়িকা এবং এদের সাথের যন্ত্র সঙ্গীত শিল্পীদের কি যে, ভালো লাগে বোঝানো মুশকিল!! সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো।
কী অদ্ভুত সুন্দর পরিবেশনা আপনাদের! অত্যন্ত সাবলীল। আর নন্দিতা দি আপনার সবথেকে বড় প্রতিভা হলো আপনি গানের কথাগুলোকে খুব সুন্দর করে ব্যক্ত করেন আপনার facial expression এর মাধ্যমে। আপনি একজন সার্থক শিল্পী ❤️।
বাহ বেশ খুব সুন্দর আমি কলকাতা থেকে আপনার গান শুনে আপনার প্রতি মুগ্ধ হয়ে গেছি যেরকম সুন্দর আপনি ঠিক ততটাই সুন্দর আপনার কন্ঠস্বর একটু নস্টালজিক হয়ে পড়লাম আপনার গান শুনে 👌🏻👌🏻❤️
পার্থ দা আপনি কিন্তু পারেন এই বাদ্যকরদের নিয়ে একটি গানের রিয়েলিটি শো করতে।এরা কিন্তু অসাধারণ বাজায়। যেমন বাদ্যকর তেমনই সব সুন্দর ভয়েজ আর মনোমুগ্ধকর পরিবেশ তাই ।আমার মনে হয় তাদের নিয়ে শো করলে এটাই হবে বাংলাদেশের সবচেয়ে দারুন রিয়েলিটি শো। আশীর্বাদ রইলো সবার জন্য।♥
শিল্পী কে আমি দেখেছি।আর আমাদের কাঁথি তে একটা ফাংশনে এসে আমাদেরকে ২০ টা গান শুনিয়ে ছিলেন। আমি একটা গানের অনুরোধ করেছিলাম। সেটা পালকিতে বৌ চলে যায়। এটা দারুন গান। অপূর্ব সুন্দর কণ্ঠস্বর শিল্পীর।❤❤
Partha Barua, along with Bachchu, James, Hamin, Shafin, Manam, Mac, Kamal, Lincoln, Ershad; today’s Minar, Sunny and countless band members in Bangladesh are the finest musicians. So called ‘cultured’ music listeners never listened to their original and beautiful creations. And now they are appreciating Partho Barua for these old cover songs! Nonetheless, Seylon team is doing a great job.👏
গানটার সাথে একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে আছে গানটার মায়ায় পড়ে গেলাম এবং প্রত্যেকদিন গানটা একবার করে আমি শুনি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল দিদিভাই আপনার উপর 💐💐💐
সত্যি, নন্দিতা দিদি গানটি তুমি অপূর্ব গেয়েছ আর সিলন টিম এর বাদ্যকার অবদান খুবই ভালো, আরো ভাল গান গেয়ে সবাইকে খুশি করো এই কামনা ভগবানের কাছে করি,ভালো থাকবে সবাই।
আমি আসামে।বসবাস কর। নন্দিতার কন্ঠ অসাধারন, উনার কন্ঠের গান শুনে মন ভরে যায় । পার্থদাকে একটি অনুরোধ করছি,,যারা Music বাজিয়েছেন তারাএক একজন অসাধারণ,,তাই, তাদের,সাথে, একটু পরিচয় করিয়ে দিলে খুব খুশী হতাম ।🙏
শিলং টি কে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা 🎉🎉🎉।শ্রীলংটি মিউজিক চ্যানেল আমাদেরকে অনেক অনেক আনন্দদায়ক গান পরিবেশন করছেন আমাদের মন ভালো করার জন্য বেছে বেছে মধুর কন্ঠি শিল্পীদের মনোনীত করেছেন, এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে শিল্পীদেরও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম, ও প্রণাম রইল।
"Aaj Noy Gungun Preme" by Sanjida Mahmud Nandita is a captivating Bengali song that beautifully encapsulates the theme of love and longing. Sanjida’s vocals are both soothing and expressive, drawing listeners into the heartfelt emotions of the lyrics. The melody is enchanting, with a blend of traditional and contemporary elements that enhance its appeal. The instrumentation is well-crafted, complementing her voice without overshadowing it. The overall arrangement creates a warm atmosphere that feels intimate and inviting. Sanjida’s delivery conveys a deep sense of passion, making the song resonate on multiple levels. This track is a delightful addition to anyone's playlist and showcases Sanjida Mahmud Nandita’s talent as an artist. Highly recommended for those who appreciate emotive and melodious Bengali music.
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ, ফুল, জোছনার গান আর নয় ওগো প্রিয় মন খোলো বাহুডোর পৃথিবী তোমারে যে চায় আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ, ফুল, জোছনার গান আর নয় ওগো প্রিয় মন খোলো বাহুডোর পৃথিবী তোমারে যে চায় আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজেরই স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন আর নয় নিষ্ফল ক্রন্দন শুধু নিজেরই স্বার্থের বন্ধন খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন ধরণীর ধূলি হোক চন্দন টীকা তার মাথে আজ পরে নাও, পরে নাও, পরে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে কার ঘরে প্রদীপ জ্বলেনি কার বাঁচার অন্ন মেলেনি কার নেই আশ্রয় বর্ষার দিন কাটে ভাগ্যের ভরসায় কার ঘরে প্রদীপ জ্বলেনি কার বাঁচার অন্ন মেলেনি কার নেই আশ্রয় বর্ষার দিন কাটে ভাগ্যের ভরসায় তুমি হও একজন তাদেরই কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ, ফুল, জোছনার গান আর নয় ওগো প্রিয় মন খোলো বাহুডোর পৃথিবী তোমারে যে চায়
শুধু গায়িকাই নয় ,তার সাথে musician দেরও সমান প্রশংসা প্রাপ্য..........
একরাশ বসন্তের ভালোবাসা......💐💐💐
আমি পশ্চিমবঙ্গে বসবাসকারি একজন সত্তরোর্ধ বৃদ্ধ্।গান শুনেই বেশীরভাগ সময় কেটে যায় Sylon Music Lounge পরিবেশিত পুরনো দিনের গানগুলি অবশ্যই আমার মত শ্রোতাদের মুগ্ধ করে।কিন্তু আমি খুবই দুঃখিত হই,যখন দেখি যাদের জন্য গানগুলি এতো সুন্দর ভাবে পরিবেশিত হচ্ছে, সেইসব যন্ত্রসঙ্গীত শিল্পীরা অপরিচিত থেকে যাচ্ছে।আমি জানিনা,আমার এই লেখা শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া পর্যন্ত পৌঁছাবে কিনা,যদি পৌছায়,তবে যেন তিনি সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীদের সাথে আমারমতো স্রোতাদের পরিচয় করিয়ে দেন।
শ্রদ্ধা নিবেন
@@beutyakter181 অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
100% Right 👍 you said
আসসালামু আলাইকুম জনাব, এতো গভীরভাবে মানুষকে সম্মানিত করার প্রয়াস কেবলমাত্র সুচিন্তিত মানুষের দ্বারায় সম্ভব। ধন্যবাদ
আমাদের নবীনদের ও একা সময় এই গন গুলোই ভালো লাগে ওগো প্রবীণ❤️আর এই গানের লিরিকের গভীরতা অনেক
কে বলে বাংলা বা বাঙালী সেই গৌরব হারিয়ে ফেলেছে। দুই বাংলা এক হলে আমরাই হতাম বিশ্বসেরা প্রতিভা। আমি এপার বাংলা থেকে অভিনন্দন 🎉
Ak dom thik bolechen
Thik bolechen.. Kintu ekota thakle.. Aaj aamrai sera... Thaktam..
Bangali... Sob jaigai sera... Eta bastob... Aabeg noi...
Amader culture best.....
আপনার কন্ঠে সেই মাধুর্য আছে যা বাংলার স্বর্ণযুগের গায়ক গায়িকাদের কন্ঠে ছিল l পুরো টিমকে আমার কুর্নিশ জানাই l
এক কথায় অসাধারণ এদের কারণে বাংলা ভাষার আসল সৌন্দর্য ফুটে উঠেছে। এভাবেই হাজার বছর টিকে থাকুক বাঙালির প্রানের এবং সংগ্রামের মাতৃভাষা।
আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমে
চাঁদ ফুল জোছনার গান আর নয়
ওগো প্রিয় মোর খোল বাহু ডোর
পৃথিবী তোমারে যে চায়।
আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন
ধরনীর ধুলি হোক চন্দন
টিকা তার মাখে আজ
পরে নাও পরে নাও পরে নাও।
কার ঘরে প্রদীপ জ্বলেনি
কার বাছার অন্ন মেলেনি
কার নেই আশ্রয় বর্ষায়
দিন কাটে ভাগ্যের ভরসায়
তুমি হও একজন তাদেরই
কাঁধে আজ তার ভার
তুলে নাও তুলে নাও তুলে নাও।
আজ নয় গুনগুন ...
💞
😍
দারুন
❤❤❤❤
নন্দিতা একজন ছোট্ট মেয়ে, এতো সুন্দর করে আবেগ দিয়ে গান গায়! শুভকামনা রইলো ওর জন্য।
Exilunt musission guitrist saluit didi darun geychhen
Na bes boro boro to
2025 এই গানটা কে কে শুনছেন 🥰
সত্যি ই অসাধারণ।
গানগুলো ধরে রাখার জন্যে সিলন মিউজিককে ধন্যবাদ।
সিলোন মিউজিক লাউঞ্জ বাঙলা ও বাঙালির গর্ব। বাঙলার স্বর্ণ যুগের গানগুলোর এত সুন্দর, পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়।
সত্যিই অসাধারন। যেমন নন্দিতা তেমন মিউজিশিয়ান! একেকটা গান কতবার যে শুনি তার ঠিক নেই
কাকু....উনার নাম নন্দিতা....বয়স হইসে তোমার বুঝাইই যায়
যেমন নিখুঁত পরিবেশনা,,তেমন রুচিশীল ড্রেস,সব মিলিয়ে সেলন টি অসাধারণ
অসাধারণ! অপূর্ব! অনেকদিন পর নন্দিতার গান পেলাম। আর নন্দিতার গান মানেই অনিন্দ্য সুন্দর অনুভূতি! কি ভালোবাসা গায়কীর মধ্যে, কি অপূর্ব music arrangement, সিলন মিউজিক কে ধন্যবাদ এই শিল্পী দের কে আমাদের কাছে এনে দেবার জন্য। আর একটা কথা বলতেই হবে। নন্দিতার গানের সাথে তার বাঁশীও শুনতে পেলাম। এটাও বাড়তি পাওনা নিশ্চয়!
লতা মঙ্গেশকর এর গান এতো টা নিখুঁত ভাবে আর কাউকে গাইতে শুনিনি,,, 🙏
o jhor jhor jhorna | Salil chowdhury | classical version | Aditi Chakraborty
Ekbar shune dekhte paren please
Lata mungeskar ke chapiye gechen.
Lata Mangeshkar koti bochore(year) ektai janmai. Maa saraswati
@@ansumanbarman1681অদিতি চক্রবর্তী ও চমৎকার গায়। ❤😊
Shreya Ghoshal er gan sonen ni mone hoy kono din..apni... Tai bollen... 😊😂😢😮
অতুলনীয় আপনার কন্ঠ, সুরের দখল, গায়কী এবং অভিব্যক্তি। যন্ত্রশিল্পীদের কথা যত বলা যায় ততই কম মনে হয়। ভালো থাকবেন আপনারা সকলে আর এইভাবেই ভালো রাখবেন আমাদের।
Simply ঝাকাশ !!
কোন কথা হবে না
⁰
@@moumitapratihar6036 'o' mane ?
@@rohittrulyurs ⁰pp
Q
Sorry O mane bhujte parlam na...
এই পর্যন্ত কতবার যে শুনলাম,হিসেব নেই!কতটা অসাধারণ গেয়েছেন নিজেই হয়তো জানেন না।আরও অনেক অনেক গানের অপেক্ষায় রইলাম।সিলন মিউজিকের সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা।
Ohhhho darun...
Khub sundor
নন্দিতা মানেই সুরের ও গায়কীর স্বকীয়তার ভালোবাসা 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜। আর মিউজিশিয়ানগুলোকে কি পরিমাণ যে ভালো লাগে। Seylon tea এর গানের অনুষ্ঠানটা মানেই ব্যতিক্রম কিছু ভালোবাসা 💜💜💜💜। নন্দিতার আরো গান চাই।
খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন. This line ufffffff . পুরো মন ছুঁয়ে গেল।
আমি গত তিন দিনে এই গানটি তিনশো বার মতো শুনেছি তবুও মন ভরছে না 😊😊
বহু দিন পর পেলাম আরো একটি নতুন নিবেদন ধন্যবাদ "সিলন টি"।
সিলন টি সংগীত আয়োজন যেমন মন ছুঁয়ে যায় তেমনি ইচ্ছে জাগে "সিলন টি" পান করার।
mon chuye gelo gaan ta sune.sob theke valo laglo eto sundor voice er sathe eto sundor music .originally rekhe eto sundor kora ta stti darun.r cinematography outstanding.
অনেক দিন পর আবারও প্রিয় নন্দিতা দিদির গান। আমাদের দেশের বিখ্যাত যে কয়টি রিমেইক মিউজিক ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে মন জয় করা একটি Seylon Tea Music Lounge। অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল আরও আরো গান নিয়ে আসুক প্রিয় চ্যানেল
This y.t channel is not the best in our country as a remaker of old melodies. We also have SANAM as a remaker of hindi old melodies... So .....
কি সুন্দর পরিবেশন করলেন আপনি! আমি অভিভূত। সলিল বাবুর কথায় সুরে আপনার সুললিত উপস্হাপনা। অনবদ্য।
সলিল চৌধুরীর এক অনবদ্য সৃষ্টি লতা মঙ্গেশকর গেয়েছিলেন অসাধারন জনপ্রিয়তা অর্জন করেছে এই গানটি।এখন যিনি গাইছেন এক কথায় চমৎকার সঙ্গের মিউজিক অনবদ্য।
আমি তো আপনার কন্ঠের প্রেমে পড়ে গেলাম।
অসাধারণ ছিল, এমন গান ও আছে যেই গানের মাধ্যমে মানুষকে সাহায্য করার অনুপ্রেরণা পাওয়া যায় তা যান্তাম ই না।
❤️🥀❤️🥀
সত্যি নিজেকে বাঙালি বলে গববোধ করি🙂 দিদি ধন্যবাদ অত সুন্দর গান উপহার দেওয়ার জন্য😚❤️
" তোমার হয়তো আজো খুব করে মনে আছে একদিন সন্ধ্যায় ফুচকার টেবিলে শক্ত করে আমার হাত ধরেছিলে আমাদের ক্লোজারে!' যমুনার পাড়ে' দুজন দুজনের দিকে তাকিয়ে এই গান শুনতে ছিলাম! আমরা খুব ভালো করে করে জানতাম আমাদের এই পরিবার সমাজ, রাষ্ট্র, ধর্ম কেও কখনো মেনে নিবে না! ভালোবাসলে যে জাত, রাষ্ট্র, ধর্ম ,লিঙ্গ সবকিছু দৃষ্টির বাইরে থাকে সেটা কখন বুঝবে এই সমাজ ? কোন দিন দেখা হলে একটা ডাইরি যত্নে রেখেছি! তারপরও দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম! তুমি এখন ভিন্ন আমিও ভিন্ন! তবে তোমার জন্য এখনও আমি ' যমুনার পাড়ে ' বসে থাকি হয়তো তুমি আসবে হয়তো আসবে না!
AJ abar shey pote deka hoye gelo
এটা কি সত্যি?
খুব দুঃখজনক @imran
@@rrcom6813 হুমমমমম 😔😔😔
ইমরান..... প্রতিটি coin এর দুটো পিঠ থাকে.... মিলন হয়নি বলেই হয়তো ভালোবাসাটা অমর হয়ে এখনো রয়ে গেছে........ যমুনার পাড়ে না বসে পথ চলা শুরু করুন..... পথের কোনো ধারে coin এর অন্য পিঠ নতুন গল্প নিয়ে হয়তো বসে আছে
এতো ভীষন সুন্দর একটি গানের আয়োজন আর প্রত্যেকটি গায়ক- গায়িকা এবং এদের সাথের যন্ত্র সঙ্গীত শিল্পীদের কি যে, ভালো লাগে বোঝানো মুশকিল!! সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো।
শিলন টি-এর এত সুন্দর পরিবেশনায় যন্ত্রসঙ্গীত শিল্পীদের অবদান কম নয়, কিন্তু তাদের কোনো নাম নেই কোথাও, এটা অত্যন্ত দুখজনক
ETA DUKKHO PAOAR KICHU NOY SIR...BCZ AMRA MUSICIAN JARA TADER KAJ HOLO SHILPI K SUPPORT KORA।।R EI KARONEY AMRA MUSICIAN।।ETAI PRACTICAL
Thik e bolechen, tobu bolbo musicians ra aro ektu gurutto paoa uchit.
They deserve it.
না এমনটি বলবেন না এইরকম সুন্দর যন্ত্র সঙ্গীত rare to the rarest.
@@surajitdeymusicalgroup4083 vvvvvvv
Bass line ta sei❤
কী অদ্ভুত সুন্দর পরিবেশনা আপনাদের! অত্যন্ত সাবলীল। আর নন্দিতা দি আপনার সবথেকে বড় প্রতিভা হলো আপনি গানের কথাগুলোকে খুব সুন্দর করে ব্যক্ত করেন আপনার facial expression এর মাধ্যমে। আপনি একজন সার্থক শিল্পী ❤️।
Tume o khub beauty...
বাহ বেশ খুব সুন্দর আমি কলকাতা থেকে আপনার গান শুনে আপনার প্রতি মুগ্ধ হয়ে গেছি যেরকম সুন্দর আপনি ঠিক ততটাই সুন্দর আপনার কন্ঠস্বর একটু নস্টালজিক হয়ে পড়লাম আপনার গান শুনে 👌🏻👌🏻❤️
দারুন!এই গানটা আমার নিজের ভীষন পছন্দের। আজ চোখ বন্ধ করে শুনলাম। কোন তফাৎ পাইনি। আমি বড় কোন বোদ্ধা নই, সাধারণ শ্রোতা। আমার কানে তো ভালোই লাগলো।
Very nice..."jodi naam dhore tare dakii" ...gaan tar request roilo...
অসাধারন মন ছুঁয়ে গেলো❤️❤️❤️ ,, গায়কার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো 🥰🥰🥰
Splendide Voice and Composition......(!) EXTRAORDINAIRE......! Love with Respect from France.....!
কতদিন অপেক্ষা করলাম নতুন গানের জন্য...মন জুড়িয়ে গেল! নন্দিতার কন্ঠে 'সুরের এই ঝর্ ঝর্ণা ' শোনার ইচ্ছে রইলো 💜🙏
🤎 mature women in business
🤑🤑🤑🤑🤑🤑
👌👌👌👌👌
😿😿😿😿😿
😭😭💜yytf
অসাধারণ পৃথ্বী জিৎ দা অসাধারণ মন ছুঁয়ে গেল তোমার এই গান... তোমার এই গান হোক প্রতিবাদ এর হাতিয়ার ভালো থেকো দাদা।
এতো এতো চমৎকার উপস্থাপনা আর শ্রুতি মধুর পরিবেশনা,শুধু মুগ্ধ হয়ে শুনেছি।
ওল্ড ইজ গোল্ড এই জন্যেই বলে। আপনি অসাধারণ গেয়েছেন। এই গানের মাধ্যমে সকলকে মানবিক হবার যে আবেদন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এই গানটি শুনে কার কার মন কেড়েছে এক টা লাইক কমেন্ট করে জানাবেন বন্ধু ❤️❤️❤️❤️👍🙏
Onak sundor hoise❤❤
গায়কির অপূর্ব উপস্থাপন। তুলনাহীন। সব অবক্ষয়ের এ যুগে একটি নির্মল আনন্দের উৎস । এ নবীন প্রানের সাফল্যের আমাদের অন্তহীন প্রার্থনা
অপূর্ব এই মিষ্টি গানগুলো ধরে রাখার জন্যে সিলন মিউজিককে ধন্যবাদ।
Nice.
দারুন
9u
কি গান?
@@plabonislam9671 লতা মঙ্গেসকরের গান বলে কথা
Mon ta bhore gelo amader somoyer gan ta sune...bhabchhi ki bole bojhabo j kiiii j sundor laglo ar ki j sundor geyechho ar ki j misty gan....❤❤❤👌👌👌
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো! ভালোবাসা অবিরাম অবিরত!
পার্থ দা আপনি কিন্তু পারেন এই বাদ্যকরদের নিয়ে একটি গানের রিয়েলিটি শো করতে।এরা কিন্তু অসাধারণ বাজায়। যেমন বাদ্যকর তেমনই সব সুন্দর ভয়েজ আর মনোমুগ্ধকর পরিবেশ তাই ।আমার মনে হয় তাদের নিয়ে শো করলে এটাই হবে বাংলাদেশের সবচেয়ে দারুন রিয়েলিটি শো। আশীর্বাদ রইলো সবার জন্য।♥
নন্দিতা তোমার কন্ঠে এই গানটা শুনে আমার জীবনের মানেটাই পাল্টে গেলো! এতটাই হৃদয় ছুঁয়ে গেলো যে, জীবনটাকে নতুন করে ভাবতে শুরু করলাম...
বাংলা গানের স্বর্ণযুগের এই একজন শিল্পী এখনো জীবিত রয়েছেন।
অনন্ত শ্রদ্ধা রইল শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায় এর জন্য। 🙏
এত সময় উপযোগী উপস্থাপনা সেটা আপনারা বলেই সম্ভব। গানটা শুনতে শুনতে খালি আফগান শরণার্থীদের অবস্থা চোখের সামনে ভেসে উঠছে। কি দুঃসহ সময় তাদের। সলিল চৌধুরী কি অসাধারণ একটা গান তৈরি করেছিলেন।
শুনে মন ভরে যায়
Truly said
P bi
অসাধারণ পরিবেশন, বাংলা ভাষা জানি বলে গর্ব অনুভব হয়, (ভারতবর্ষ থেকে শুভেচ্ছা রইল)
কোলকাতা থেকে বলছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গান গুলো উপহার দেওয়ার জন্য।
সত্যি, এত সুন্দর গান কোনো দিন ভোলা যায় না। অপূর্ব, গানের মধ্যে উনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন ❤❤❤❤❤
এমন গান শোনলে যেন ক্লান্তি কেটে যায়। ধন্যবাদ এমন গান এর জন্য।
Wah wah , ami impressed,,, prothibi dakche tomai.. Jago.. 😅😊😊😢😢
just wonderful sister..god gifted voice...great delivery....superb musicians...
অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আপনাদের। কি অপূর্ব কম্পোজিশন আর কি অসাধারণ উপস্থাপনা।love u guys
নির্মলা মিশ্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায় এর কিছু গান অসাধারণ এই গায়িকা নন্দিতার কন্ঠে শোনার আশায় থাকলাম। দিল্লি থেকে বিভাস।
দুর্দান্ত লাগলো..... ❤❤❤❤ হেডফোনে শুনতে আরও ভালো লাগলো। প্রায় ৪ বার শুনলাম। এতো সুন্দর গানের কথা আর হবে না।
খুঁজে বেড়ানো গানগুলো পেয়ে তৎক্ষণাৎ ধরে রাখলাম , খুব ভালো লগছে।
শিল্পী কে আমি দেখেছি।আর আমাদের কাঁথি তে একটা ফাংশনে এসে আমাদেরকে ২০ টা গান শুনিয়ে ছিলেন। আমি একটা গানের অনুরোধ করেছিলাম। সেটা পালকিতে বৌ চলে যায়। এটা দারুন গান। অপূর্ব সুন্দর কণ্ঠস্বর শিল্পীর।❤❤
আজ আমি 62 বছরের বৃদ্ধ . আজ মেয়েকে গান টা শোনানোর পর ও বললো পাপা please forward this song to me . আমি হায়দ্রাবাদ বাসী. মেয়ে আরো দূরে ......
Hydrabad e bengali bujhe ?
@@wahidreza4290 ?! Hyderabad e Bengali lokjon thakena?🤔
@@istiaquekhan263 hmm thaktei pare ..
@Subhendu Sekhar আপনার মেয়ে এতদিন এই গানটা শোনেন নি? উনি বাঙ্গালী তো?
পুরোনো দিনের গান শুধু নয়, এ তো যুগের অলঙ্কার ❤️
Ageo bolivar ei gan sunechi....BTW ei prothom ato valo Laglo....just mon chuye galo....!darun....around enek Eric Gan sunte chai
এই গানের মধ্যে দিয়ে মানব জাতির মহান আবেদন ফুটে উঠেছে...
Kono kotha hobe na.. Apner expression khub attractive ata gan take r o sundor kore deachea.. Oshadharon.. Mon thakea..
2024 এ এই গানটি গেটে শুনছেন আমাকে একটু জানাবেন।
Ami achi...
Ami sunchi
@@priyankasantra969 😊
@@abhijitchatterjee4739 🌝
Ami
পুরোনো গান গুলোকে নতুন প্রান দেয়ার জন্য ধন্যবাদ,সিলন মিউজিক, এই প্রোগ্রাম এর সকলকে❤❤❤
অসাধারণ গলা এবং মিউজিক❤
Just osadharon....goose bump dilo...jerom Nandita r voice, thik tototai osadharon music arrangements....
Ankdin por.
Nandita er golay amr pochnder ekta gaan.. Dhonnobad. 🇮🇳
❤❤❤❤❤❤Nandita, tomar apurbo presentation, tomor body language mixed with song, khub valo thako. Ami from India
Partha Barua,
along with Bachchu, James, Hamin, Shafin, Manam, Mac, Kamal, Lincoln, Ershad; today’s Minar, Sunny and countless band members in Bangladesh are the finest musicians.
So called ‘cultured’ music listeners never listened to their original and beautiful creations. And now they are appreciating Partho Barua for these old cover songs!
Nonetheless, Seylon team is doing a great job.👏
Do u think partho Barua is a singer?Much better singer u can find out from train station.
Yes, you are absolutely right about this musical band.
@@asifm.siddique1360 cannot disagree more........
And Souls, Tapan Chowdhury, Ferdous Waheed, Lucky Akand, Happy Akand, Nazma Zaman, and so many more
@@asifm.siddique1360 are you mad? partho is one of the best singer .
Subhechha o Subha kamona roilo, eto valo ganta gaile. 👌👌🌹🌹
অসাধারণ কন্ঠ স্বর, ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুস্থ রাখুক। হরে কৃষ্ণ
গানটার সাথে একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে আছে গানটার মায়ায় পড়ে গেলাম এবং প্রত্যেকদিন গানটা একবার করে আমি শুনি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল দিদিভাই আপনার উপর 💐💐💐
চমৎকার গান, সুন্দর গেয়েছেন, সুন্দর বাজিয়েছেন। এরকম সুন্দর আরো গান আপনাদের কাছ থেকে শুনতে চাই। সবাই ভালো থাকুন। ভারত থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।
So beautiful….
Nandita you’re simply amazing.
Ki opurbo shundor dekhte lagchhe👍👍👍
Her presentation is just out of this world.
CONGRATS.
গানটির সাথে গায়িকার atitude যেনো মিলে মিশে একাকার।।
মনে থাকবে সিলন মিউজিক এর কথা এত ভালো কণ্ঠে এই ধরনের গান উপহার দেওয়ার জন্য।।
কতোবার যে শুনি, মুগ্ধতার রেশ কাটেই না বরং মুগ্ধতায় ডুবে থাকি।
সত্যি, নন্দিতা দিদি গানটি তুমি অপূর্ব গেয়েছ আর সিলন টিম এর বাদ্যকার অবদান খুবই ভালো, আরো ভাল গান গেয়ে সবাইকে খুশি করো এই কামনা ভগবানের কাছে করি,ভালো থাকবে সবাই।
Fantastic Nandita. Overall production is mind blowing. God bless you all.
BEAUTIFUL.
You have touched all the notes of legendary Salil Chowdhury ..all the best wishes from Kolkata.
আপনাদের রিঅ্যারেঞ্জমেন্ট গুলো দারুন লাগে। (আমি এপার বাংলার মেদিনীপুর থেকে)
আমি আসামে।বসবাস কর। নন্দিতার কন্ঠ অসাধারন, উনার কন্ঠের গান শুনে মন ভরে যায় । পার্থদাকে একটি অনুরোধ করছি,,যারা Music বাজিয়েছেন তারাএক একজন অসাধারণ,,তাই, তাদের,সাথে, একটু পরিচয় করিয়ে দিলে খুব খুশী হতাম ।🙏
অনেকদিন থেকেই আপনার গানের প্রতীক্ষায় ছিলাম। আজ অবসান হলো। দারুন লেগেছে, আরো চাই।
শিলং টি কে প্রথমে অনেক অনেক শুভেচ্ছা 🎉🎉🎉।শ্রীলংটি মিউজিক চ্যানেল আমাদেরকে অনেক অনেক আনন্দদায়ক গান পরিবেশন করছেন আমাদের মন ভালো করার জন্য বেছে বেছে মধুর কন্ঠি শিল্পীদের মনোনীত করেছেন, এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে শিল্পীদেরও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম, ও প্রণাম রইল।
গানটা শুনে আমার মন ভালো হয়ে গেল ❤❤❤❤❤❤❤❤❤👍
"Aaj Noy Gungun Preme" by Sanjida Mahmud Nandita is a captivating Bengali song that beautifully encapsulates the theme of love and longing. Sanjida’s vocals are both soothing and expressive, drawing listeners into the heartfelt emotions of the lyrics. The melody is enchanting, with a blend of traditional and contemporary elements that enhance its appeal.
The instrumentation is well-crafted, complementing her voice without overshadowing it. The overall arrangement creates a warm atmosphere that feels intimate and inviting. Sanjida’s delivery conveys a deep sense of passion, making the song resonate on multiple levels.
This track is a delightful addition to anyone's playlist and showcases Sanjida Mahmud Nandita’s talent as an artist. Highly recommended for those who appreciate emotive and melodious Bengali music.
You are not old at 70. If you love songs, then you’re young in your heart! Live for long!
প্রিয়" সিলন টি" অনেক অনেক ভালবাসা তোমাদের জন্য। পৃথিবীর সেরা শিল্পীর (লতাজি) গান এত সাবলীল ভাবে গেয়েছ যে আমি মুগ্ধ। আর্শীবাদ রইল সবার জন্য।
বাংলা গান শ্বাশত সুন্দর। পুরনো গান নতুন করে , অসাধারণ লাগছে।😍😍অসাধারণ কণ্ঠ।।
উফফফফ, কী সুন্দর গলা আপনার দিদি। Seylon ke dhonnybad. 🙏👍
মন ছুঁয়ে গেল গানটি।
মিউজিক কম্পোজিশন পারফেক্ট।
কোকিল কন্ঠি।। অসাধারণ লাগলো।। বিশেষ করে অন্তরাটা।। 💐
এই অনুষ্ঠানটা এতো ভালোলাগে যে বলার আমার কাছে ভাষা নেই ☺☺☺🙂
আমি সত্যিই JUST মুগ্ধ। SEYLON MUSIC LOUNGE এর অসাধারন গানের
কোন কথা হবে না।❤
আমার প্রিয় বাংলা গান যা সবচেয়ে বেশি শুনেছি ও দেখেছি।
পশ্চিমবঙ্গ এর haroa থেকে সত্যজিৎ।
Sotti asadharon ❤❤❤❤❤❤
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
চাঁদ, ফুল, জোছনার গান আর নয়
ওগো প্রিয় মন
খোলো বাহুডোর
পৃথিবী তোমারে যে চায়
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
চাঁদ, ফুল, জোছনার গান আর নয়
ওগো প্রিয় মন
খোলো বাহুডোর
পৃথিবী তোমারে যে চায়
আর নয় নিষ্ফল ক্রন্দন
শুধু নিজেরই স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন
আর নয় নিষ্ফল ক্রন্দন
শুধু নিজেরই স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন
ধরণীর ধূলি হোক চন্দন
টীকা তার মাথে আজ পরে নাও, পরে নাও, পরে নাও
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
কার ঘরে প্রদীপ জ্বলেনি
কার বাঁচার অন্ন মেলেনি
কার নেই আশ্রয় বর্ষার
দিন কাটে ভাগ্যের ভরসায়
কার ঘরে প্রদীপ জ্বলেনি
কার বাঁচার অন্ন মেলেনি
কার নেই আশ্রয় বর্ষার
দিন কাটে ভাগ্যের ভরসায়
তুমি হও একজন তাদেরই
কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও
আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে
চাঁদ, ফুল, জোছনার গান আর নয়
ওগো প্রিয় মন
খোলো বাহুডোর
পৃথিবী তোমারে যে চায়
ধন্যবাদ। । from siliguri, WB
Thank You 🎧
" কার বাছার অন্ন মেলেনি "
বানান ভুল আছে
Mathe noi, mathay
ঘুব সুন্দর গান🎧🎤🎶❤🎉😊
Thanks for strengthening the BANGLA bhasa all over the World. Great initiative... Love from India...
অপুর্ব গানের কণ্ঠ। হাজার বার শুনলেও মনে হয় প্রথম শুনতেছি। অসাধারণ নন্দিতার গান। নতুন গানের অপেক্ষায় থাকলাম।