Tomar Akash Duti Chokhe II Luipa II Seylon Music Lounge

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 4,8 тыс.

  • @subratapatra5441
    @subratapatra5441 2 года назад +175

    ভাগ্গিস বাঙালি হয়ে জন্মেছি
    নাহলে হয়তো অর্থ টাই বুঝতে পারতাম না,
    আবার নতুন করে নব প্রজন্মের কাছে নব রূপে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
    আপনাদের প্রচেষ্টা কে অনেক অনেক অভিনন্দন জানাই,,যাতে আপনাদের প্রত্যেক প্রচেষ্টাই আগামী দিনে সফল হয়।
    Seylon music কে জানাই অনেক অনেক ধন্যবাদ।

  • @ahammadali247
    @ahammadali247 Год назад +2824

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গানটা শোনা হতো না প্রিয়😊স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ এই গান শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার ও শুনতে আসবো গানটা 🙂

  • @for-smile-creation
    @for-smile-creation 28 дней назад +126

    কখনো কেউ যদি আমার এই কমেন্টে রিয়াক্ট দিয়ে সরণ করিয়ে দেয় তবে গানটা আবারও শুনে নিবো....🌸🖤

    • @LipikaGhosh-m1v
      @LipikaGhosh-m1v 14 дней назад +6

      Ok 😊

    • @ShirajumMunira-vz9wb
      @ShirajumMunira-vz9wb 14 дней назад +1

      শুনে নিন

    • @AkramTrading-q3u
      @AkramTrading-q3u 14 дней назад +2

      🎉

    • @RsShorna-n9e
      @RsShorna-n9e 14 дней назад +3

      আপনার কমেন্টা পরে ভাবলাম আবার আপনাকে মনে করিয়ে দেই গানটা শোনার জন্য ☺️☺️☺️

    • @snigdhamistry2733
      @snigdhamistry2733 12 дней назад +1

      😊😊😊

  • @BijoyBag-w9v
    @BijoyBag-w9v 11 дней назад +6

    2025❤ এ কে কে এই গানটা শুনছ ❤

  • @milonsamadder7004
    @milonsamadder7004 9 месяцев назад +58

    বাহ! কি চমৎকার গান। মন জুড়িয়ে যায়।

  • @aponroy1940
    @aponroy1940 Год назад +146

    মিস করতেছি তোমাকে ❤খুব ভালোবেসেছিলাম ভাবি নেই যে এভাবে চলে যাবে , সৃতি হিসেবে রেখে গেলাম কেও লাইক করলে আবার নোটিফিকেশন পাবো তখন গান টা শুনবো

  • @amirulislam8975
    @amirulislam8975 6 месяцев назад +251

    2024 এ এই গান টি যারা শুনছেন তারা লাইক দিয়ে যাবেন যাতে আবার গান টি শুনতে পারি

    • @beparielectronicandfurnitu6531
      @beparielectronicandfurnitu6531 3 месяца назад +1

      যে পর্যন্ত জীবিত থাকবো সালের দরকার নেই যাদু মাখা এই গান না শুনে কি পাড়া যায় যতোই শুনি ততই আরো শুনতে মন চায়

    • @RathinKarmokar-l4f
      @RathinKarmokar-l4f 3 месяца назад +1

      আমি

    • @RathinKarmokar-l4f
      @RathinKarmokar-l4f 3 месяца назад

      ruclips.net/p/PLf3BSGNFT0QvXFBtmup2Y1TQV2sgyEfaR&si=iKD7GwLHRtUzhKco

    • @India-n5y
      @India-n5y 2 месяца назад +1

      17oct2024 mot Kato bar sunechi amar mone nei tabe ganta puro mukhosto hoye geche😊😊😊😊😊😊

  • @biswajitpaul-ky9wx
    @biswajitpaul-ky9wx 6 месяцев назад +10

    যিনি গল্পটা পাঠ করেছেন শুধু তার বাচন ভঙ্গী শুনে মনে হলো যে তিনি কাউকে সর্বদাই ধমকে চলেছেন। সম্পূর্ণ গল্পঃ পাঠ করা পর্যন্ত এই ত্রুটি টুকু ছিল। কিন্তু বাকিটা অসাধারন উপস্থাপন ছিল। আপনাদের প্রয়াস এইভাবে বজায় থাকুক। আর আমাদের মত শ্রোতাদের ক্রমশ আনন্দ প্রদান করুক।

  • @jsk53328
    @jsk53328 11 месяцев назад +253

    2024 এ এসেও যারা গানটি শুনতেছেন লাইক দেন ❤

  • @HabibaNasrin-cq3ys
    @HabibaNasrin-cq3ys 9 месяцев назад +106

    এই গানটা শুনলে অন্যরকম একটা ফিলিংস আসে,,, আজ থেকে দুই বছর আগে প্রথম শুনেছিলাম,,, আমার বয়ফ্রেন্ড পাঠিয়েছিলো,,, ভেসে ওঠে সেই স্মৃতি গুলো ❤❤❤❤❤❤❤❤

    • @kaziimtiazahammad1928
      @kaziimtiazahammad1928 8 месяцев назад +6

      Dear Sister where are you from?

    • @mdalihossainripon2703
      @mdalihossainripon2703 3 месяца назад +4

      Hi

    • @Moinulislam2202
      @Moinulislam2202 3 месяца назад

      😢t? totctyrwevzd fbadd😢😢😢😢😢ttt😢t😢t😢😢😢 tttt 😢t😢😢😢😢😢😢ttt😢😢t😢😢😢😢😢😢t😢t😢😢ttt😢t😢😢 ttt ttttt😢😢😢ttttt😢😢😢😢😢@@kaziimtiazahammad1928😢

    • @MdMizan-be4bx
      @MdMizan-be4bx 3 месяца назад +4

      Tai

    • @swarupdas967
      @swarupdas967 3 месяца назад

      ​@@kaziimtiazahammad1928❤❤❤❤❤❤❤❤ ki ki❤W❤❤❤a❤❤❤❤w❤❤❤❤❤ww❤w❤ ar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤a❤❤q❤❤❤❤a❤ AA❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ki❤❤

  • @Mr.Pabnaff
    @Mr.Pabnaff Год назад +48

    ২০৫০ সালের জন্য কমেন্টটা রেখে গেলাম । যারা গানটা শুনতে আসবে । অব্যসই একটা লাইক দিবে❤❤❤

  • @AponDas-b1y
    @AponDas-b1y 20 дней назад +4

    আসলে এই গান গুলে আমার মা বেশি শুনতো তাই তখন থেকে শুনি আরকি যদি কেউ লাইক দেই তাহলে আবার শুনতে আসবো😊

  • @murshedaakter3486
    @murshedaakter3486 11 месяцев назад +120

    ২০২৪ সালে শুনতেছি, খুব সুন্দর গানটি❤❤❤

    • @sojoniakter7042
      @sojoniakter7042 8 месяцев назад +1

      আমি ও

    • @sojoniakter7042
      @sojoniakter7042 8 месяцев назад +1

      আপনি কি ভালো আছেন ও কি করেন আর বাড়িটা কোথায় ❤❤

  • @AbdusSalam-qi4cz
    @AbdusSalam-qi4cz 2 года назад +870

    ২০২৩ এ আমার মতো গানটি কে কে শুনছেন তাঁরা শুধু লাইক দিন

  • @tasmirripon2461
    @tasmirripon2461 Год назад +197

    মনে পরে গেলো সেই পুরনো স্মৃতি,,,,, কেউ লাইক দিলে আবারও শুনতে আসবো এই গানটা

  • @DHUMketu90
    @DHUMketu90 7 месяцев назад +68

    👉 মানুষ প্রেমে পড়লে গান শুনে, আর বিচ্ছেদ হলে গানের অর্থ বুঝে। 👍

  • @mdmehedihasan4362
    @mdmehedihasan4362 2 года назад +417

    তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা (x2)
    এই জীবন ছিল,
    নদীর মতো গতিহারা
    এই জীবন ছিল,
    নদীর মতো গতিহারা, দিশাহারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা।
    আগে ছিল শুধু পরিচয়,
    পরে হলো মন বিনিময় (x2)
    শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,
    শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
    আজ যখনই ডাকি,
    জানি তুমি দেবে সাড়া
    এই জীবন ছিলো,
    নদীর মতো গতিহারা, দিশাহারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা।
    গানে নতুন করে এলো সুর,
    এ যেন আগের চেয়ে সুমধুর (x2)
    নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,
    নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
    বয়ে চলেছে যে তাই,
    ভালবাসার একধারা।
    এই জীবন ছিলো,
    নদীর মতো গতিহারা, দিশাহারা।
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা
    ওগো তোমার আকাশ দুটি চোখে,
    আমি হয়ে গেছি তারা,
    আমি হয়ে গেছি তারা।
    হম ম ম. . .আমি হয়ে গেছি তারা
    আ আ আ. . .আমি হয়ে গেছি তারা।

  • @madinakabasharifmtv
    @madinakabasharifmtv 10 месяцев назад +29

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতোনা প্রিয়। স্মৃতি রেখে গেলাম। যুগ যুগ ধরে যখন মানুষ গানটি শুনতে আসবে তখন লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি বারবার শুনতে আসব প্রিয় গানটা❤❤

  • @nayansarkar0127
    @nayansarkar0127 2 месяца назад +10

    সুরটা এতোটা মিষ্টি, যে ভাষায় প্রকাশ করার মতো না
    আর নজরুলের লিখা অসাধারণ শব্দগুলো শিল্পীর কণ্ঠে শুধু মুগ্ধতা ছড়ালো।

  • @Autopsy_of_ENGLISH_with_Sem
    @Autopsy_of_ENGLISH_with_Sem Год назад +289

    একটা কমেন্ট রেখে গেলাম স্মৃতি হিসেবে। যখন এই ছোট্ট মানুষটির কমেন্ট টি কারো চোখে পড়বে ও একটা লাইক দিয়ে যাবে আমার ফোনে তখন একটা নোটিফিকেইশন বেজে উঠবে, সেটা দেখে হলেও আমি একবারের জন্যে গানটি শুনে যাব। যতদিন বেঁচে থাকব আর চোখের দৃষ্টির সাথে শ্রবণ শক্তি সচল থাকবে।..... ❤️

    • @mosfiquzzamanmiju1488
      @mosfiquzzamanmiju1488 Год назад +8

      কপি পেস্ট মারার আগে দেখে নেবেন গান টা রোমান্টিক গান নাকি বিরহের গান।
      আপনার কমেন্ট অনুযায়ী গান টি বিরহের, কিন্তু গান টি তো রোমান্টিক 😂

    • @Autopsy_of_ENGLISH_with_Sem
      @Autopsy_of_ENGLISH_with_Sem Год назад

      ছাগলের ৩ নাম্বার বাচ্চার আবির্ভাব দেখে আশ্চর্য.... ভাই ছাগলের ৩ নাম্বার বাচ্চা, আমি কি বিরোহী মানুষ নাকি যে স্মৃতি রেখে যাব বিরহের গানে। গানটা ভালো লাগে তাই শুনি, আর সেজন্যে কমেন্ট করছি।
      আর তোর মত ছাগলের তিন নম্বর বাচ্চা এসে বলে কপি পেস্ট করছি।
      আরে আগে লেখার অর্থ বুঝবি তারপর কাউকে নিয়ে কিছু বলবি।
      তুই বাংলা অর্থ না বুঝেই ছাগলের তিন নম্বর বাচ্চা নামক উপাধি নিয়ে গেলি। লজ্জা আর পরিবারের সম্মান থাকলে ভুল ভাল রিপ্লাই দিয়ে নিজেকে জারজ প্রমাণ থেকে বিরত থাকিস। এমনভাবে ফলতাম না, না বুঝে রিপ্লাই দেয়ার জন্য সামান্য উপহার দিয়ে গেলাম।
      এটাও স্মৃতি হয়ে থেকে যাবে।
      যতবার কেউ লাইক কমেন্ট করবে ততবার তোর মত আবাল আর ছাগলের তিন নম্বর বাচ্চার কমেন্টও দেখে যেতে পারব।
      জারজ সন্তান হয়ে জন্ম নিয়ে থাকলে আবার রিপ্লাই দিবি আবার গালি খাবি, তবে পরেরবার এমন গালি দিব তোর পরিবারের কাউকে বাদ দেব না।
      অতএব রিপ্লাই না করে চুপচাপ পড়ে চলে যা। এতে বুঝতে পারব তুই ভদ্র আর কমেন্টের রিপ্লাই টা তুই কপি পেস্ট করছিস না পড়ে।।।। ।।।।

    • @NoyienMira-dt3fp
      @NoyienMira-dt3fp Год назад +3

      We

    • @ashistalukder5130
      @ashistalukder5130 Год назад +2

      ❤❤❤

    • @PriyankaDas-r5e
      @PriyankaDas-r5e 11 месяцев назад +1

      ❤❤❤❤

  • @ashisdas1474
    @ashisdas1474 Год назад +39

    অনুগ্রহ করে পুরোনো গানের এই উপস্থাপনা চালিয়ে যান. অপূর্ব.

  • @senha4369
    @senha4369 Год назад +166

    জন্ম থেকে শুনছি,অথচ আজও নতুন লাগে,আহ্ বাংলা! গান,বার বার শুনতে ইচ্ছে হয়।❤

  • @MohammadIsmail-g8z
    @MohammadIsmail-g8z 2 месяца назад +11

    2024 এ এই গান টি যারা যারা শুনচেন তারা শুধু লাইক দিয়ে যান যাতে আবার শুনতে পারি ❤

  • @NaimForazi-j4f
    @NaimForazi-j4f Год назад +117

    এই গানগুলো মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকুক।

  • @rakeshdas4536
    @rakeshdas4536 11 месяцев назад +220

    2024 কে কে শুনছো ❤❤❤❤

  • @amulyaghosh4277
    @amulyaghosh4277 2 дня назад +1

    নতুন প্রজন্মের কাছে নতুন করে এই গানটাকে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ 🙏🙏

  • @mdalamgirhossain9011
    @mdalamgirhossain9011 9 месяцев назад +33

    মানসিক তৃপ্তি পাওয়ার মতো অসাধারন একটি গান। গায়িকা চমৎকার গেয়েছেন।

    • @MrChef-z3u
      @MrChef-z3u Месяц назад +1

      Right 😢😢😢

  • @akhiaktar3473
    @akhiaktar3473 9 месяцев назад +12

    আমার মতো কে কে ২০২৪ সালে এই গানটি শুনতে এসেছো❤❤

  • @beparielectronicandfurnitu6531
    @beparielectronicandfurnitu6531 2 года назад +31

    জীবনের প্রথম একটা শিল্পী পেলাম যে কিনা আসল শিল্পীকেও হার মানিয়েছে সত্যি অসাধারণ সুর সংগীত গলার টোন

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL Год назад +1

      🙏

    • @beparielectronicandfurnitu6531
      @beparielectronicandfurnitu6531 11 месяцев назад

      আপনার গলায় এমন কি আছে কেনো এই গান না শুনলে ঘুম হয় না কি যাদু মাখা মুখে এই গান গেয়েছিলেন আসল রহস্য টা কি

    • @parimalkrishnachowdhury7754
      @parimalkrishnachowdhury7754 8 месяцев назад +1

      Right

  • @dancedipanwita_98
    @dancedipanwita_98 2 месяца назад +42

    আজ কে কে এই গানটা শুনছো❤

  • @mujibK
    @mujibK 2 года назад +49

    দারুন চমৎকার পরিবেশনা। একদম পুরোনো দিনগুলোতে নিয়ে যায়। কন্ঠশিল্পীর পাশাপাশি যন্ত্রশিল্পীদের নামগুলোও জানতে চাই। সবাই খুবই সুন্দর কাজ করছে, প্রতিটা গানেই।

    • @tanjiaakter7332
      @tanjiaakter7332 2 года назад +1

      Guitarist cheletar nam Bishal.. O amr frnd er husband hoi

  • @MdJahangir-ep9ky
    @MdJahangir-ep9ky 2 года назад +549

    2022 এ এসেও এখনো যারা এই গানটা শুনছেন তাদের জন্য আমার অবিরাম ভালোবাসা ❤️❤️🌹

  • @RakibulIslam-sz7mg
    @RakibulIslam-sz7mg 3 года назад +24

    রিলিজ হওয়ার একদিন পর গানটি শুনতে হচ্ছে বলে দুঃখ হচ্ছে। মিষ্টান্নের স্বাদ যে জিহ্বা ছাড়া কান দিয়েও নেয়া যায়, লুইপার কন্ঠ তার জলন্ত প্রমাণ।

  • @md.zarif2222
    @md.zarif2222 Месяц назад +2

    এসব গান সব যুগে সব কালে সব বয়সের মানুষের কাছে প্রিয় গান হবে, যতদিন থাকবে এ গান মানুষ শুনবে ?

  • @ranjurafiqul9675
    @ranjurafiqul9675 2 года назад +33

    অসম্ভব সুন্দর একটি গান। লুইপা চমৎকার গেয়েছেন। ধন্যবাদ, শিল্পীসহ কলাকৌশলীদের।

  • @pagla0306
    @pagla0306 2 года назад +12

    কি অপূর্ব সমধুর সৃতির মণিকোঠায় এই গান। লুইপা আর সঙ্গীরা চমতকার গেয়েছে। লুইপা র গলা দুলিয়ে গাওয়াটা মনে ধরেছে। আবারো শুনবো।

  • @md.tohaislam372
    @md.tohaislam372 2 года назад +436

    এই গানগুলো যারা শুনে তারাও এক ধরনের বিশেষ মানুষ।❤️❤️❤️❤️

  • @sumsislam1316
    @sumsislam1316 8 месяцев назад +331

    ২০২৪ এসে কে কে শুনছেন

  • @subhas4699
    @subhas4699 3 года назад +1872

    ভাগিস বাঙালি হয়ে জন্মেছি না হলে এই গান গুলি মিস করতাম

  • @mdsaifurrahaman2652
    @mdsaifurrahaman2652 2 года назад +10

    আহারে লুইপা,,, আল্লাহর দেওয়া কন্ঠ কত মধুর💖💖💖

  • @arpanmitra96
    @arpanmitra96 Год назад +62

    আমি যে মেসে ভাড়া থাকতাম সেখানে মাসির ফোনের রিংটোন ছিল এই গানটা,, যখনই খিদে পেত রান্নার জন্য মাসি কে ফোন করতাম আর এই রিংটোনটা শুনতাম,, এখন এই গানটা যখনই শুনি মনটা আনন্দে ভরে উঠে❤❤❤

  • @mdsunny5187
    @mdsunny5187 7 месяцев назад +2

    সেই ছোটবেলা থেকে গানগুলো শুনে শুনে বড় হয়েছি। 3:32 2024 এ এসে গানগুলো শুনে আবারো ফিরে পেলাম স্মৃতিগুলো। এই গানগুলো অবিস্মরণীয়, যতদিন বাঙালি বলে নিজেকে পরিচয় দিতে পারবো, ততদিন এই বাংলা গানগুলো চিরজীবী হয়ে থাকবে।

  • @mdhasemali28
    @mdhasemali28 11 месяцев назад +17

    তুমি আছো আজো আমার মনের মাঝে । তোমায় না পাওয়ার বেথা এখনো আমায় কাদায়।।।।খুব ভালোবাসি তোমায়,,,,,যদি কখনো আমার এই লেখা তোমার চোখে পড়ে তাহলেতো একবার আমার কথা তোমার মনে পড়তে পারে। এটাই আমার শান্তি,,,,,, ভালো থাকুক সবার প্রিয় মানুষ।।।।।।।। 😢❤

  • @জলছবিনয়ন
    @জলছবিনয়ন 2 года назад +9

    ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা😍😍অসাধারণ কণ্ঠের সাথে কালজয়ী গান💝

  • @abhridoy566
    @abhridoy566 2 года назад +108

    যাদের মধ্যে প্রকৃত ভালোবাসা আছে শুধু তারাই এসব গান শুনে

    • @Innocent1230
      @Innocent1230 2 года назад +1

      একদম ঠিক বলেছেন
      আমি ভীষন ভালোবাসি এই রকম গান

    • @eibrahimeibrahim7781
      @eibrahimeibrahim7781 2 года назад

      Anik besi valo basi

    • @shaimislam486
      @shaimislam486 2 года назад

      হুম

    • @azminakhanam7210
      @azminakhanam7210 Год назад +1

      ১২ বছর প্রেম তারপর বিয়ে দোয়া করিয়েন এখন ও এক সাথে আছি দু জন,,,,সারা জীবন এই ভাবে যেন পার করতে পারি

    • @hridoykhan7547
      @hridoykhan7547 Год назад

      মনের কথা বলছেন ❤❤

  • @mostlovelyakter7072
    @mostlovelyakter7072 4 месяца назад +4

    আজ রিমঝিম বৃষ্টি হচ্ছে , মনটাও তেমন একটা ভালো । রুম এর মধ্যে ভালো লাগছে না , তাই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছি আর কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছি । হটাৎ করেই আমার কানে এই গানটা বেজে উঠলো , প্রথম কলিতেই আমি বৃষ্টি আর গানের কল্পনায় ঢুকে গেলাম । এক কাপ চা দিয়ে গেলো মা , চায়ের কাপে ঠোঁট , বাহিরে বৃষ্টি , আর আমার কানে এই গান ।আমাকে এক অন্য জগতে নিয়ে গিয়েছে । আসলেই ভালোবাসা মনে হয় তখনই সুন্দর হয় যখন এক হৃদয়ের সিগন্ধতা অন্য হৃদয়কে ছুঁয়ে যায় । ভালোবাসা সুন্দর হয়ে আসুক সবার জীবনে, কমেন্টটা আজ রেখে গেলাম , যদি কোনো দিন বেঁচে থাকি তাহলে 15 বছর পরে আসবো। এই গানটা কতজন শুনেছেন আর আমার কমেন্টটা কতজন দেখেছেন । আমি আমার ছেলে কিংবা মেয়ের জন্য উৎসর্গ করলাম তারা যেনো তার বাবার মতো ভালোবাসতে জানে।

  • @sanjaysen5206
    @sanjaysen5206 3 года назад +11

    Seylon Tea এর পক্ষ থেকে আজ অনবদ্য উপস্থাপন।👏👏👏
    এমনিতেই এই গানটি আমার প্রিয় গানগুলোর মধ্যে একটি। আজ লুইপা কাঁপিয়ে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ।

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 3 года назад +1

      অনেক ধন্যবাদ 🙏❤️

    • @anayetandroid4037
      @anayetandroid4037 2 года назад

      @@LUIPAOFFICIAL Valo gaisen ? Amader kono ekta program e apnake invite korbo, from zp gaibandha

    • @n.santra3585
      @n.santra3585 Месяц назад

      Thank you

  • @redoanolhoque6630
    @redoanolhoque6630 2 года назад +54

    সারাজীবন এই গানগুলো প্রিয় হয়ে থাকবে 🥰🥰

  • @blueskyksa7864
    @blueskyksa7864 2 года назад +20

    মানুষ হারিয়ে যায়। কিন্তু থেকে যায়। তার কিছু কথা।আর রেখে যেতে পারে যদি কিছু অসাধারন গান।

  • @ToffazzelSaidy
    @ToffazzelSaidy 20 дней назад +1

    গান টা অনেক ভালো লাগে কেন জানি নাহ,,দিনে না হলেও দশ তো শুনবই,কেও যদি ২০২৪লাইক দেয় তো আবার আসবো শুনতে,

    • @ToffazzelSaidy
      @ToffazzelSaidy 19 дней назад

      আহ!কি ভালো লাগলো

  • @md.shahadathossain8435
    @md.shahadathossain8435 2 года назад +17

    মাহতিম সাকিব এর কন্ঠে প্রথম গান টা ♪ শুনেছিলাম , ভালো লেগেছিলো।
    বাট এখন লুইপা আপুর কন্ঠে শুনার পর মনে হচ্ছে বাংলা দেশে জন্মে সার্থক।
    তা নাহলে এমন মধুমাখা সুর মিস করতে হতো..
    Love u apu 🥰

  • @mdmurad1867
    @mdmurad1867 2 года назад +153

    এই গান গুলো কোন দিন পুরোন হবে না। চমৎকার গেয়েছেন, মাশাআল্লাহ।

    • @hilmikato169
      @hilmikato169 2 года назад +1

      Abar, keu, keu kritodas hoye gache

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 2 года назад

      ধন্যবাদ 🙏

    • @aahnafiya
      @aahnafiya 2 года назад +6

      mashallah sob jaygay bola zay na

    • @ZakirHossain-gy5dd
      @ZakirHossain-gy5dd 2 года назад

      @@aahnafiya Allah subhanahu ta'la give you "Hayat e taiyeeba ". In sha Allah.

    • @aahnafiya
      @aahnafiya 2 года назад +1

      @@ZakirHossain-gy5dd you too

  • @armansaidee
    @armansaidee Год назад +6

    'সিলন টি' কে ধন্যবাদ এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য

  • @MahimHasan100
    @MahimHasan100 7 месяцев назад +4

    আমার এই কমেন্টা ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে গেলাম। আমার এই কমেন্টটা করার পর থেকে এই কমেন্টে যত বেশি লাইক হবে আমি মনে করব এই গানটা ততো বেশি ভালো ছিল। 😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @tanjimadnan3690
    @tanjimadnan3690 2 года назад +10

    লুইপা আপু এই ধরনের গান শুনলে গ্রাম বাংলার কথা মনে পরে যায়। গান শুনলে মনটা অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু

  • @ranilata-j4s
    @ranilata-j4s 11 месяцев назад +4

    অসাধারণ

  • @dipakdas7346
    @dipakdas7346 2 года назад +327

    বাঙালী হয়ে জন্মেছি বলেই জীবনে অনেক অনেক ভালো কিছু উপলব্ধি করতে পারছি🌷🌷বাঙালি না হলে এত সুন্দর গানের অর্থই বুঝতাম না❤️❤️আমি একদিন থাকবোনা কিনতু আমার লেখা কমেন্ট থেকেই যাবে✍️

    • @hillncer1
      @hillncer1 2 года назад +9

      বেশ ভালোই কবি কবি ভাব আপনার ভেতরে :)

    • @sabujsen9498
      @sabujsen9498 2 года назад +6

      আহারে

    • @m.a.quashem1989
      @m.a.quashem1989 2 года назад +2

      Dipak Das, Apnar upoloddhi ekdom shathik.Bhalo Thakben.

    • @ComputerVisionR
      @ComputerVisionR 2 года назад +4

      onek valo bolesen

    • @bonnamondal2594
      @bonnamondal2594 2 года назад

      ruclips.net/video/fNuNlcavcRE/видео.html

  • @sambhunathbarman8890
    @sambhunathbarman8890 4 дня назад

    Wow nice song Tumhara Khajuri Chokher ❤❤❤

  • @jahidhasan4897
    @jahidhasan4897 3 года назад +22

    আহা লুইপা,গান টির রিএরেঞ্জ পূর্নতা পেল আপনার জাদুকরী কোমল কন্ঠে। একটানা অনেকক্ষণ ধরে শুনতেছি

    • @LUIPAOFFICIAL
      @LUIPAOFFICIAL 2 года назад

      অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত করলেন এতো সুন্দর করে লিখে 🙏

  • @sabikulnahar8586
    @sabikulnahar8586 Год назад +10

    আহ যেমন গান তেমনই কন্ঠ সব মিলিয়ে অসাধারণ ❤️❤️

  • @sujonkhan3886
    @sujonkhan3886 Год назад +5

    আজ যখন আমি এই গানটা শুনতেছি তখন আমার ভালোবাসার মানুষটা আমার পাশে আছে আর তাই হয়তো গানটা শুনতে এতো ভালো লাগতেছে, তাই বলতে ইচ্ছে করছে যে তোমাকে পেয়ে গেছি বলেই গানটা এতো ভালো লাগতেছে প্রিয় আর যদি কোন কারণে তোমাকে না পাইতাম তাহলে হয়তো এতো সুন্দর গানটার মর্ম কখনো বুঝতে পারতাম না।
    বেঁচে থাকুক সত্যি কারের ভালোবাসা গুলো পৃথিবীতে যুগ যুগ ধরে এই কামনাই করি।
    ❤️আল্লাহ হাফেজ ❤️

  • @storyofmidnight
    @storyofmidnight 3 месяца назад +4

    2024 সাল এখন__ ভবিষ্যত প্রজন্মের জন্য এই কমেন্ট টা রেখে গেলাম

  • @MESGlobalit
    @MESGlobalit 2 года назад +45

    "অসাধারণ একটা গান, আর আপনার মিষ্টি কন্ঠে সেটা আরো সুমধুর হয়েছে ।।।"

  • @banibratasaha6139
    @banibratasaha6139 2 года назад +5

    আহা!! কি অসাধারণ গান। কন্ঠ অতুলনীয় । এই রকম গান সোনার জন্য অপেক্ষায় থাকলাম।

  • @user-mb6gd3kk2em
    @user-mb6gd3kk2em 10 месяцев назад +24

    মনটা খারাপ তাই গানটা শুনছি,,,খুব ভালো লাগে গানটা,,,2024 সালে কমেন্ট করে গেলাম

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 Месяц назад +3

    One of my Favorite Video Song from This Excellent Label Seylon Music Lounge......(!) Respect from France.....!

  • @saptarshimajumdar1502
    @saptarshimajumdar1502 2 года назад +10

    Saylon Tea কে আমার অনেক ভালোবাসা ভারত থেকে ❤🇮🇳 এরকম গান গুলির মূল সৌন্দর্য কে একদম সঠিক ভাবে সঠিক ভাবে প্রদর্শনের জন্য ❤ আরো অনেক উপহার এর আশা করছি 🌼

  • @dipakkundu2707
    @dipakkundu2707 3 года назад +4

    Mon ta just vore galo, darun darun darun, onek valobasa roylo

  • @mahburrahman4735
    @mahburrahman4735 Год назад +19

    29-11-2023 এসে ও শুনলাম।
    অসম্ভব সুন্দর একটি গান❤

  • @turntoexplore
    @turntoexplore 5 месяцев назад +6

    বাঙালি হয়ে না জন্মালে এই গান গুলো থেকে বঞ্চিত রয়ে যেতাম।

  • @anindyabakshi2010
    @anindyabakshi2010 3 года назад +6

    দারুণ দারুণ দারুণ ❤️❤️❤️❤️
    অসংখ্য ধন্যবাদ আপনাদের উপহার দেবার জন্য

  • @rujinaakter3281
    @rujinaakter3281 Год назад +27

    এই গান গুলো কখনো পুরনো হবার নয়।।যত শুনি ততই ভালো লাগে 😊😊

  • @sabinaafrozkitchen
    @sabinaafrozkitchen Год назад +5

    গানের লাইনটা অসম্ভব সুন্দর ❤❤❤

  • @ShamsunNahar-wt8sf
    @ShamsunNahar-wt8sf 19 дней назад +1

    আমার যখন🎉 মনে হয় তখনই শুনি!!!

  • @mdmonnaf4630
    @mdmonnaf4630 Год назад +7

    বাংলায় এত সু মধুর গান আছে বাহ অসাধারণ

  • @mahzarinnuzhat3163
    @mahzarinnuzhat3163 3 года назад +9

    Ufffh amar priyo ekta gaan❤️ khub sundor hoieeche and seylon r cover dekhe vallagche!

  • @NibirDas-r8o
    @NibirDas-r8o 2 дня назад

    আজ থেকে ৫০ বছর পর যখন গানটা আবার সামনে পড়বে তখন, এই যে ফিলিং টা সেটা থাকবে না অনেক কিছু পরিবর্বতন হবে, তারুণ্যে চিরকাল থাকবে না

  • @abdullatif886
    @abdullatif886 2 года назад +71

    আজকের দিনটির স্মৃতি হিসেবে
    কমেন্ট টি রেখে গেলাম😘😇
    ২৫/০৫/২০২২
    😍😍😍

  • @srabanibar375
    @srabanibar375 3 года назад +4

    সত্যি অসাধারণ সুন্দর কন্ঠস্বর এবং গানটি খুব সুন্দর গেয়েছেন। ধন্যবাদ seylon music কে আমাদের এত সুন্দর গান সবসময় উপহার দেওয়ার জন্য

  • @tanmaymukherjee502
    @tanmaymukherjee502 2 года назад +7

    নির্মলা মিশ্রকে স্মরণ করছি।
    পার্থ এন্ড কোং কে মুল সুর এবং মিউজিক ধরে রাখার জন্য অশেষ ধন্যবাদ।

  • @proharimoniruzzaman
    @proharimoniruzzaman Месяц назад +1

    চমৎকার গান প্রহরী মনিরুজ্জামান 🌸

  • @tahminahuqe5673
    @tahminahuqe5673 Год назад +15

    ঠিক কতো বার শুনেছি আর কতো বার শুনলে মন ভরবে আমার জানা নাই❤️❤️❤️

  • @mdsomonkhanmdsomonkhan8352
    @mdsomonkhanmdsomonkhan8352 2 года назад +6

    আমি কিভাবে বুঝাবো এই গানটা যে আমার কত ভালো লাগে যতবার শুনি ততবার ই মুগ্ধ হয়ে যায় উপস্থাপক ও শিল্পী কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার হিসেবে দেওয়ার জন্য

  • @saifulislamrakib2805
    @saifulislamrakib2805 2 года назад +8

    বাঙালি হতে পারে গর্বিত। বাংলাদেশের বাঙালির কন্ঠে ওপার বাংলার কালজয়ী গান। অসাধারণ

  • @mdzafor5209
    @mdzafor5209 6 дней назад

    গানটি শুনছি আমি জাফর ইকবাল সিরাজগঞ্জ থেকে ধন্যবাদ গানগুলো দেওয়াতে

  • @mahfuzurrahman4740
    @mahfuzurrahman4740 Год назад +6

    যতবার এই গানটি শুনি ততবারই যেন স্মৃতি নাড়া দেয় আমাকে।

  • @Indranil111
    @Indranil111 2 года назад +4

    যতই ভালো বলবো ততই কম হবে❤️
    ধন্যবাদ এতসুন্দর উপহার দেওয়ার জন্য।❤️

  • @competitivechannel1476
    @competitivechannel1476 2 года назад +6

    সত্যিই দিদি ভাই এর গলা টা এতো মিষ্টি .....অসাধারণ....❤️❤️❤️

  • @anamikatithi848
    @anamikatithi848 2 года назад +9

    এই জিবন ছিলো নদীর মত গতীহারা,,,,,
    গানের লাইনটা অসম্ভব সুন্দর ❤️❤️❤️

  • @tuhinmolla9773
    @tuhinmolla9773 Год назад +6

    2023 শে এসেও যারা এখন এই গানটি শুনছেন তাদের জন্য আমার ভালোবাসা অবিরাম 🥀🥀

  • @MasumAhmed-vj5uv
    @MasumAhmed-vj5uv 2 года назад +5

    গানটা দারুণ হয়েছে যারা আমার সাথে একমত তারা একটি লাইক দিন

  • @sagarikamolla8891
    @sagarikamolla8891 Час назад

    যত দিন বেঁচে থাকবো ততদিন ভালো লাগবে ❤❤

  • @hanjalabhuiyan7054
    @hanjalabhuiyan7054 2 года назад +25

    এই গানটা শুনার পর কোথায় যেনো হারিয়ে গেলাম 🥰🥰আহ কি গানের গলা🥰

  • @jayntobiswas8298
    @jayntobiswas8298 2 года назад +8

    লুইপার কণ্ঠ সবার থেকে আলাদা । অনেকটা বাচ্চাদের মতো । তাই খুব ভালো লেগেছে ।

  • @komolroy3933
    @komolroy3933 Год назад +9

    আহা😊
    গায়িকার গলার সুরে যেন মধু আছে❤️❤️
    অসাধারণ 😍😍

  • @rokea2423
    @rokea2423 14 дней назад +1

    Peray 6bochor hote chollo....tar mukhei prothom ei gan shunechi🥰
    Tkhn sudhu dekha hole just hi hlw hoto,,tar konthe gan ta odvut legechilo tkhn k janto tar sathei eshb mile aj Smrity hoye thakbe.....

  • @BangkimBiswas-tg3td
    @BangkimBiswas-tg3td Год назад +4

    2023 এসে কে কে গানটি শুনেছেন ,, আমার প্রিয় একটি গান,,, তুমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা,,❤❤

  • @RaonafRehan
    @RaonafRehan 7 месяцев назад +6

    Happy birthday 2 u.... Aj ei din ta r o sundor hok tomar......onnnek onnek happy thako...😔😔😔tomar shuto bacca...lilima

  • @MdSamim-fm3om
    @MdSamim-fm3om 2 года назад +9

    ২০৫০ সালের জন্য কমেন্ট
    করলাম গানটা সত্যি
    অসাধারণ!!!!!!!!!!

  • @nurealamsheikh92
    @nurealamsheikh92 Месяц назад

    এই গানটা এখন পর্যন্ত যাদের মুখে শুনেছি সব থেকে বেশি সুন্দর করে গেয়েছেন লুইপা।