শুনিয়েছিলে তুমি আমায় এ গানটি।সেই থেকে মনে হয় গানটির মাঝে কেবল তুমিই আছো থাকবে।তোমার জায়গা কেউ নিতে পারবে নাহ্ কমেন্ট দেখে বুঝতে পারবে তুমি ছিলে আমার আকাশ জুড়ে।
Bishas korben ki na jani na kintu ei gaan ta amer jibone kono dino purono hbe nah.. Etar modhe ek alada santi ase jeta er kothao nai..ekhon to sobai english hindi gan shune mon kharap hole..kintu amer mon kharap e sobar age etar kothai mone pore.mone pore hajaro sritir kotha sotti eta kono vhular moto jinish na..er eta kono gaan na amr kache eta amer kache koyekta word e amer life er sob sriti ek sathe 🦋✨💗🫶🏻🌙♥️
দিনদিন যতো বড়ো হচ্ছি রবীন্দ্র সংগীতের ভাষা বুঝতে শিখছি,,,,এইসব গানগুলো শোনার সময় না থাকে কোনো দুঃখ না থাকে কোনো চিন্তা,,,,শুধু কিছু স্মৃতি আর কিছু অজানা অনুভূতি,,,,
দাদা আপনার কমেন্ট টা পড়ে কেনো জানি চোখে জল চলে আসলো। লেখাটার মধ্যে যে ভাব আছে সেটা অনুভব করলাম মনের গভীর থেকে। আমার মাতৃভাষা ❤️❤️,,, আমার মনের ভাব টাই যেনো আপনি শব্দে তুলে ধরেছেন ❤️
আমরা যত ম্যাচুর হয় ততই রবীন্দ্র সংগীতের মিনিং বুঝতে পারি। আসলেই দারুন এক কবি ছিলেন তিনি। কোন লিরিক্স হার্ট টাচ করবে তার এক অসাধারণ প্রতিভার অধিকারী তিনি। স্যালুট। 🖤
কোন এক সময় রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতাম না।বয়সের সাথে সাথে সেও পছন্দ হয়ে গিয়েছে,, এখন শুনলেই মনে হয় নিজেকে খুঁজে পাচ্ছি এসব গানের মধ্যে। শুনি আরো অনেক বছর আগে থেকেই কিন্তু কখনোই কমেন্ট করা হয়নি। আমি 90 দশকের মেয়ে এখন 2023 সাল চলতেছে কোন এক সময় বৃদ্ধ হয়ে যাব, যদি কেউ আমার কমেন্টটা পড়ো লাইক দিয়ে যাবেন। হয়তো তখন মনে পড়বে আমিও একদিন ইয়াং জেনারেশনের ছিলাম।
বাস্তব জীবনে সত্যিই আমরা প্রত্যেকেই কোনো না কোনোও দিকে অসুখী, কস্ট দুঃখে জীবন অতিবাহিত করছি এর মধ্যেই কিছু কথা কিছু গান সত্যিই এতো অসাধারণ, শুনতে পেলে একটু হলেও কোথাও যেন মনে শান্তি পাই সুখ পাই সেই রকমই একটা গান তোমার জন্যে।
স্মৃতি রেখে গেলাম, কোনো এক ব্যাস্ত দিনের সব ক্লান্তি শেষে এই গানটি শুনতে চাই, হোক সেটা ৫ বছর পর,আর হোক সেটা ১০ বছর পর 😊😊 যদি আল্লাহ তায়ালা বাচিয়ে রাখেন তাহলেই 😊
রবি ঠাকুর আমাদের যত দিয়েছেন, কি দিয়ে শোধ করবো সেই ঋণ? গান টা শুনলেই স্তব্ধ হয়ে যাই! কি মেধার অধিকারী ছিলেন তিনি! কি চিন্তা করে সৃষ্টি করেছেন এমন সব অমর কীর্তি!! আহা!! কি মায়া!! কি প্রেম! কবিগুরুর প্রতিটি শব্দ যেন জীবন্ত প্রেমের বহিঃপ্রকাশ। গভীর শ্রদ্ধা রইলো বাঙালির অহংকার, আমাদের বিশ্বকবি!!
কেন মেঘ আসে,হৃদয়ও আকাশে..... হয়ত ১০ বছর পরেও আবার কোনো এক সন্ধ্যায় নির্জনে নদীর তীরে বসে তাঁর জন্য অপেক্ষা করবো আর এই গান শুনবো.... আর এই লেখা পড়ে স্মৃতি মন্থন করবো.....
রবি ঠাকুর বাঙালির প্রবলতম সুখ ও গভীরতম গোপন দুঃখের চিরন্তন সঙ্গী। এটি রবি ঠাকুরের একটি অসাধারণ প্রার্থনামূলক গান। স্রষ্টাকে কাছে পাওয়ার প্রবল আকুতি প্রকাশ পেয়েছে এই গানটিতে। স্রষ্টা আমাদেরকে মাঝে মাঝে দেখা দেয়; মাঝে মাঝে বিরহের সাগরে ভাসিয়ে লুকিয়ে থাকে বিস্তৃতির অতল গভীরে। সৃষ্টিকর্তার প্রতি মানুষের এই যে বিরহ তা চিরন্তন। এই বিরহ ও প্রেম অত্যন্ত মনোরম,সুন্দর ও পবিত্র।
আমি ছেলেবেলা থেকেই রবীন্দ্র ভক্ত দের মাঝে একজন । ছোটবেলায় রবীন্দ্র সংগীত আমার কাছে যেমন ছিল এখনো তেমনই আছে । রবীন্দ্র সংগীত আমার কাছে কখনো মরবে না । কবিগুরু আজও বেঁচে আছেন এবং তিনি কখনোই গত হবেন না । আমার জন্মের পূর্বেই দেহত্যাগ করেছেন, আজ আমার বয়স ষাটোর্ধ কিন্তু তিনি আমার কাছে তেমনই আছেন ।। ❤
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরের প্রতি নিবেদিত একটি অপূর্ব গান। উপলব্ধি করতে পারি ঐশ্বরিক প্রেম জাগতিক প্রেম থেকে কত গভীর ও সুন্দর। যা মনকে শান্ত ও স্নিগ্ধ করে। যা কখনও মলিন হয় না।
ভাই, এটি পূজা পর্যায়ের গান। কবি তাঁর ঈশ্বর 'দর্শনের' আকুলতা এই গানটির অনবদ্য কথা ও সুরের মাধ্যমে প্রকাশ করেছেন। তবে কেউ যদি বিরহ বেদনায় কাতর হয়ে এই গানকে আশ্রয় করতে চান তা নিশ্চয় দোষনীয় নয়।🙏🏽
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
যাকে একটা সময় না পাওয়ার ভয়ে থাকতাম, আজ আমি তার ঘরের ঘরনি। শশুর বাড়ি শত কষ্ট আর কথার পরও তার অতৃপ্ত ভালোবাসায় হাজারও সুখ খুঁজে পায়।সবাই দোয়া করবেন আমার জন্য।।
Gan ta sunte sunte computer gulo porchilam .......... Khud bhaloo laglo ___ Jibon a sobay tar priyo manush er satha thakar ,e6a thaklau thakte pare na ______________ Best of luck agami din gulor janooo 🍁
বড়ো হওয়ার সাথে সাথে রবীন্দ্র সংগীত এর মর্ম বুঝতে পারছি 😌🧡এই গান কখনো পুরোনো হয় না রোজ শুনলেও এই গান বারবার করে শুনতে ইচ্ছে হয় , এক আলাদা অনুভূতি যা ব্যক্ত করা খুব কঠিন কমেন্টটা রেখে গেলাম ❤️
এখন পর্যন্ত গানটা অনেকবার শুনে ফেলেছি কিন্তু তাও এখনও শুনতে ইচ্ছা করছে। রবীন্দ্রসঙ্গীত কোনোদিনও পুরোনো হবে না। কবিগুরুর সৃষ্টি সবসময় অমর হয়ে থাকবে।❤️
এটা ইশ্বরপ্রমের গান, নর-নারীর প্রেম এই গানের মুল উদ্দেশ্য নয়। তবে এটা ঠিক যে নর-নারীর প্রেম থেকেই ইশ্বরপ্রমের সুত্রপাত হয়। Physical love leads to spiritual love.
@@MohammadAli-ni9bd এই লাইনটি প্রখ্যাত English poet John Donne এর কয়েকটি কবিতার (The Ecstasy) মুল উপজীব্য। এটা নাস্তিকবাদীদের কথা নয়। নাস্তিক্যবাদীরা Spiritulity নামক কোন concept এ বিশ্বাস করে না।
আপনাকে আগে বুঝতে হবে কবি গুরু যেখানে জন্ম নিয়েছেন সেটা বাংলার অংশ । এখন না হয় পশ্চিমবঙ্গের অধিনে চলে গেছে । পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার মুর্শিদাবাদ আষাম এতো বাংলার -ই অংশ । বাংলার থেকে আলাদা করবেন কি করে ?
মাঝে মাঝে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথাগুলো মনে পড়লেও এই গান টা শুনলে তাদের কথা বেশি করে মনে পড়ে😢😢। এই গানটা শুনলে নিজের আবেকটাকে ধরে রাখতে পারি না। এত মায়া এই গানটাতে❤❤কতসব অতিতের কথা মনে পড়ে যায়।। যখন আমার কমেন্টটাতে কেউ লাইক বা কমেন্ট করে তবে আবার আসবো এই মায়াভরা গানটা শুনতে।।শিল্পীটাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আবেকমিশ্রিত গানটা পরিবেশন করার জন্য❤❤❤❤
কাউকে বোঝানোর দরকার পড়বে না। একটু দূরত্বে যেয়ে দেখো, তোমার প্রতি একটা আলাদা টান আজীবন রয়ে যাবে। যাকে পেলাম তাকে মেনে নিতে পারলাম না, যাকে চেয়েছিলাম তাকে কোনোদিন ভুলতে পারলাম না। ঠিক এমন অবস্থা হবে। আসলে আমাদের সামনে থাকা মানুষের প্রতি কোনো গল্প তৈরি হয়না। গল্পঃ গড়ে তার থেকে একটু দূরে যাওয়াতে। সব কিছু ভাবনা এই দূরত্বে লুকিয়ে থাকে। গানটা তে বলছে যে, ক্ষণিকের আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ভালোবাসাটা হচ্ছে একটা অনুভুতি, অনুভব। সামনে থাকলে ঝগড়া, আর দূরে গেলে সেই ঝগড়া টাই আসল ভালোবাসা।😊
গানের প্রতিটা শব্দ জীবনের সাথে বড্ড মিলে যায় ...🍁 মনে হয় গানটা যেনো জেনে শুনে আমাদের জীবন নিয়েই লেখা, তিনি কীভাবে যেনো প্রত্যেকটা প্রজন্মের অনুভুতি ইতিমধ্যেই নিজের কলমে ধরে ফেলেছেন 🖤🥀
হে আল্লাহ? যে যাকে ভালোবাসে তাকে তার কাছে ফিরিয়ে দিও!! আমিন, ওহে ভালো মানুষ, তুমার অপেক্ষায় থাকি,মাজে মাজে দেখা না দিয়ে একদম সারাজীবনের জন্য হয়ে যাও! ❤❤
একাকীত্ব তাই ভোগার পর এই গানটি জীবনে সঙ্গী হয়েছে । এবং সমস্ত অনুভূতিকে জাগিয়ে রেখে ভালো রেখেছে আমায়। তবে এই একাকীত্ব এখন আমি ভীষণভাবে উপভোগ করি । খোলা আকাশের নিচে চোখ বন্ধ করে এই গানটি শোনার অনুভূতি তো সেই ।
কিছু গান আছে যা শতবছরে একবার রচিত হয় কিন্তু মানুষের হৃদয়ে রয়ে যায় হাজার বছর। কিছু লেখক আছেন যারা শতবছরে একবার জন্মায় কিন্তু তাদের সৃজনশীল প্রতিভার কারণে মানুষের হৃদয়ে রয়ে যান হাজার বছর। তেমনই একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর🥰। কিভাবে যে তিনি এতো আবেগময় গান ও কবিতা লিখেছেন তা সত্যিই এক বিস্ময়ের বিষয়! এ বাংলায় না জন্মালে হয়তো রবীন্দ্রসংগীতের অর্থ বুঝতামনা। তাই বাংলায় জন্মে ও বাংলাভাষী হওয়ায় খুবই গর্ববোধ হয় এবং এর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ🤲 😌। প্রজন্মের পর প্রজন্ম আসবে, সময়ও তার আপন নিয়েমে চলে থাকবে কিন্তু কবিগুরু ও তার গান চিরকাল অমর হয়ে থাকবে বাঙালির হৃদয়ে ❤️ - দাউদ ইব্রাহীম ২১/০২/২০২৩
ঈমাণের অবস্থান মানুষের অন্তরে। আল্লাহ আমাদের বিচার করবেন অন্তরের ঈমান দিয়ে, আচরণ দিয়ে, কর্ম দিয়ে। শুধু বাহ্যিকভাবে দৃশ্যমান ধর্মাচারণ দিয়ে ইসলাম বিচার করা কতটা সঠিক হবে ভেবে দেখা প্রয়োজন।
এই গানটি আমি আমার এক প্রিয় মানুষের থেকে শুনেছিলাম তারপর থেকে এই গানটি আমি বারে বারে শুনি জানিনা ও এখন কোথায় আছে যদি কখনো এই কমেন্ট টা পড়ো জানবে এখনও আমি তোমার অপেক্ষায় আছি।
গানটা যতবার শুনি মনে হয়, কবি গুরু যেনো আমার জীবনের কথা গুলোই বলেছেন। প্রতিটা শব্দ সম্পূর্ণ মিলে যায়। মনটা খূব খারাপ করে আবার আত্মা থেকে শান্তিও অনুভব করি। কবি গুরু কে প্রণাম 🙏।
কোনো একদিন কেউ লাইক দিলে আবার আসব গানটি পুনরায় শুনতে।ভালোবাসার মানুষটিকে হঠাৎ দেখলে বুকের ভেতর যে কম্পন অনুভূত হয়। যা বলে বোঝানো যাবে না। যেখানেই থেকো ভালো থেকো, প্রিয়
গানটি লেখার এতোগুলো বছর পরেও অনেকেই এই গানের সাথে নিজেদের ভালোবাসার মিল খুঁজে পায় 😌। গানটা লেখার পিছনে কবির যে দূরদর্শিতা তার যত প্রশংসা করি ততই কম 🙏। শুধু বদলে যাবে মানুষগুলো আর প্রজন্মগুলো ; কিন্তু ভালোবাসা ছিল , আছে এবং থাকবে । 💖
I'm from Pakistan 🇵🇰, I'm a Punjabi. I literally don't understand a single word. But this song is beautiful I can't explain in words how it feels. Bangla language ♥️✌🏻
2051 সালের জন্য একটা কমেন্ট কোরে গেলাম, 30 বছর পর কোনোএক সন্ধ্যায় একাকি বোসে যখন আবার এই গানটি শোনব, তখন মনেপড়েযাবে জীবনের ফেলেআসা কিছু স্মৃতি 🍂🥀🖤
😌🤞
"জন্য"actual spelling
Ei rokom gaan shunle sab klanto dur giye jay..ei voyonkor somoye...
This Song fully Divotanal and
Spritual Tagore Dedecated to
Ishwar 🌹🙏🏼
😇😇😇😇
যতই আধুনিক গান আসুকনা কেনো ,রবীন্দ্রনাথ ঠাকুরের গান সেরছিলো ,সেরা আছে ,আর চিরকাল সেরা থাকবে 🙏😇🙂
👍🏻
Yes 😌
😂😂🤣
শুনিয়েছিলে তুমি আমায় এ গানটি।সেই থেকে মনে হয় গানটির মাঝে কেবল তুমিই আছো থাকবে।তোমার জায়গা কেউ নিতে পারবে নাহ্ কমেন্ট দেখে বুঝতে পারবে তুমি ছিলে আমার আকাশ জুড়ে।
Absolutely 💯
2024 সালেও এসে যারা শুনছেন, তাদের রুচির প্রতি সম্মান রেখে গেলাম... এইসব গান পুরনো হবে না কোনদিন!!☺️🙂
Bishas korben ki na jani na kintu ei gaan ta amer jibone kono dino purono hbe nah.. Etar modhe ek alada santi ase jeta er kothao nai..ekhon to sobai english hindi gan shune mon kharap hole..kintu amer mon kharap e sobar age etar kothai mone pore.mone pore hajaro sritir kotha sotti eta kono vhular moto jinish na..er eta kono gaan na amr kache eta amer kache koyekta word e amer life er sob sriti ek sathe 🦋✨💗🫶🏻🌙♥️
You are a donkey 🐴😂😂
Old is Gold❤
@@towaminaakter9339 Yeah
নাতনীদের কথা মনে পড়লে গানটা শুনি।
ভালো লাগে।❤
মন খারাপের সময় একমাত্র সঙ্গী রবীন্দ্রসংগীত।
ধন্যবাদ কবি গুরু 🙏
ঠিক বলেছো
একসময় রবীন্দ্রসঙ্গীত অনেক বোরিং লাগতো।তবে এখন উপলব্ধি করতে পারি এটা কী জিনিস!বাঙালির অমূল্য সম্পদ❤
Right 👍🏻
same feelings
Same....
But ..now, l can feel that ❤
I feel that❤❤
Hm
অভিযোগ ফুরায়•যোগাযোগ ফুরায়•অধিকার ফুরায়🙃 তবুও কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না 🥀🙂
💔💔💔
Ekdom...thik kotha😪😪
😌😌
💯
Hm ।। Thik hoye toh
গানটা যদি ৯৯৯ বার শুনি তবে ১০০০ বার এর সময় মনে হবে এই গানটা আবার নতুন করে শুনছি। কত যে আবেগ নিএ এই গানটা শুনি বলে বুঝাতে পারবো না।
Thik bolchho
sotti kotha
ঠিক বলেছেন। যার কণ্ঠই হোক না কেন তবুও নতুন করে আবেগতাড়িত হয়ে পরি 🙏🏻
সত্যি😌❤️
@@chaitalisikder6101 same to u
প্রেম নেই বিচ্ছেদ নেই
তবুও আমরা বিরহে থাকি।সত্যি বলতে মানুষ বিচ্ছেদকেই উপভোগ করে কারণ প্রকৃত সুখ বিচ্ছেদই
ভাই মনের মতো একটা কথা বলেন ❤
এতো সুন্দর করে বলার জন্য ধন্যবাদ💝💝💝💝💝💝
koi pan eto ganer kotha?
না বিচ্ছেদে নয় ভালোবাসাতেই প্রকৃত সুখ অনুভব করা যায়
bissed ei prokito sukh eita sudhu shantona matro😅
দিনদিন যতো বড়ো হচ্ছি রবীন্দ্র সংগীতের ভাষা বুঝতে শিখছি,,,,এইসব গানগুলো শোনার সময় না থাকে কোনো দুঃখ না থাকে কোনো চিন্তা,,,,শুধু কিছু স্মৃতি আর কিছু অজানা অনুভূতি,,,,
Same here.. ❤
Sotti tai
Ekdum thik
This is the speciality of Rabindrasangeet
Tik
এই গান কোনো ট্রেন্ড না থাকলেও বাংলার মানুষের মনে এটা সারা জীবন অমূল্য সম্পদ হিসেবে থেকে যাবে🍂🍁📖।। সৃতি রেখে গেলাম সেই স্থানে April 16,2024🍂🕊️
আহ!এই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি মধুর ভাষা, রক্তের বিনিময়ে অর্জিত ভাষা, আমার মাতৃভাষা "বাংলা"❤️❤.....
১ জুলাই,২০২১
সার্চ দিয়ে শুনলাম 😍
Sotti
@@riadalam2060 গানটা হারিয়ে ফেলেছিলাম। খুব কষ্টে খুঁজে পেয়েছি😵
ঠিক
দাদা আপনার কমেন্ট টা পড়ে কেনো জানি চোখে জল চলে আসলো। লেখাটার মধ্যে যে ভাব আছে সেটা অনুভব করলাম মনের গভীর থেকে। আমার মাতৃভাষা ❤️❤️,,, আমার মনের ভাব টাই যেনো আপনি শব্দে তুলে ধরেছেন ❤️
কি করে যে রবীন্দ্রনাথ আমার মনের কথাগুলো শতবছর পূর্বে লিখেছেন। এতটা সুন্দর করে।
কিছু গান হয়তো ট্রেন্ডিং এ থাকে না,
কিন্তু হাজার মানুষের হৃদয়ে থাকে আজীবন।
Akdom tik
ekdome sir
Right
হৃদয়ে গেথে গেল কথাটা🤗🤗🤗🤗🤗🤗
Right 👍❤
মাতৃভাষার প্রতি যতটা ভালোবাসা, তার পেছনে রবীন্দ্র সংগীতের অবদান সীমাহীন 💖💖
এটাই সর্বোত্তম মিষ্টি ভাষা এই মহাপৃথিবীর!তোমার আমার সব বাঙালির মায়ের ভাষা বাংলা ভাষা।জয় বাংলা,জয় বাঙালী জাতি ধর্ম নির্বিশেষে।
@IT WORLD what! nonsence?
@IT WORLD ĺ
@@nehabiswas6101 জয় বাংলা তোমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা।
@IT WORLD বাংলা ভাষায় খিস্তিগুলো খুব সুন্দর হয় খাবি নাকি
একটা গানে এত শান্তি, এত অনুভূতি ভাষায় প্রকাশ করার মত শব্দ নেই আমার কাছে!! বাঙালি হয়ে সত্যিই গর্বিত,এত মিষ্টতা আমার ভাষায় 😌 ❤️
Hm
hmm
100%
@@shreyaroy4679 aaaaqaa
@@mariamaysha9097 hi
বয়স যতো বাড়ছে,রবীন্দ্র সংগীতের প্রতি ভালোবাসা ততোই বাড়ছে।
পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কবিগুরুর সৃষ্টি অমর হয়ে থাকবে।বাংলা আমার গর্ব ও অহংকার ❤️🇧🇩
Ajaira
❤️🇧🇩❤️
@@alihossen3651 I a
আমার প্রাণ
@@SanaUllah-gk8kc k?
আমরা যত ম্যাচুর হয় ততই রবীন্দ্র সংগীতের মিনিং বুঝতে পারি। আসলেই দারুন এক কবি ছিলেন তিনি। কোন লিরিক্স হার্ট টাচ করবে তার এক অসাধারণ প্রতিভার অধিকারী তিনি। স্যালুট। 🖤
hmm 🙂
ক্ষনিকের দেখা পাওয়ায় যে তৃপ্তি আছে,
চিরদিনের দেখা পাওয়ায় সেই তৃপ্তি নাই।🖤🥀🖤
You are right
❤
Ekdom, kaal feel korechi
Right❤❤
sotti bhai 😅
🙂🙂 একদম লাগছে
রবীন্দ্র সংগীত এর প্রেমে যারা পড়ছে, তারাই একমাত্র উপলব্ধি করছে রবীন্দ্র সংগীত এর মধ্যে কতটা প্রেম আছে❤️🫶
রাত 12 টা,ফাঁকা খোলা মাঠ , মাঠের মাঝখানে বসে গানটা শোনা আর ফেলে আসা স্মৃতিগুলোকে স্মরণ করা, সত্যিই অন্যরকম অনুভূতি 🌓
Sotti tai ❤️❤️❤️❤️❤️❤️
👍🏼👍🏻👍🏻👍🏻🙂🙂
ভরা পূর্ণ চাঁদের সীমাহীন মিষ্টি আলোয় ফাঁকা মাঠে রাত 2 তোয় কেমন যেন উন্মাদ উন্মাদ লাগে। আর যদি স্থানটি হয় শান্তিনিকেতন, তাহলে কোন কথাই হবে না।
Ager criti manei buk tah pure charkar kora 😔
পিছন ফিরে একবার দেখুন।👻
প্রেমের পূর্ণতা যে শুধু মিলনেই তা হয় না কিছু কিছু প্রেম বিচ্ছেদ আর বিরহেও পূর্ণতা পায়❤️🥀
R8
@@hujjatullah4499 🥀
hmmmm kotha sotto
😥😥😥😥
Eta prem er gaan noi.
কোন এক সময় রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতাম না।বয়সের সাথে সাথে সেও পছন্দ হয়ে গিয়েছে,, এখন শুনলেই মনে হয় নিজেকে খুঁজে পাচ্ছি এসব গানের মধ্যে। শুনি আরো অনেক বছর আগে থেকেই কিন্তু কখনোই কমেন্ট করা হয়নি। আমি 90 দশকের মেয়ে এখন 2023 সাল চলতেছে কোন এক সময় বৃদ্ধ হয়ে যাব, যদি কেউ আমার কমেন্টটা পড়ো লাইক দিয়ে যাবেন। হয়তো তখন মনে পড়বে আমিও একদিন ইয়াং জেনারেশনের ছিলাম।
2:06 2:08 ❤❤❤❤
বাহ্যিক অবয়বে বয়সের ভাঁজ হয়ত পড়ে যাবে প্রকৃতির নিয়মে, মনটাকে না হয় ধরে রাখুন, রাখুন চিরসবুজ।
আমিও ৯০ দশকের ❤❤
আমিও ৯০ এর দশকের। আপনার কমেন্ট অনেক সুন্দর
। তাই কমেন্ট
না করে পারলাম না
সুস্থ থাকুন সবসময় 💜
বাস্তব জীবনে সত্যিই আমরা প্রত্যেকেই কোনো না কোনোও দিকে অসুখী, কস্ট দুঃখে জীবন অতিবাহিত করছি এর মধ্যেই কিছু কথা কিছু গান সত্যিই এতো অসাধারণ, শুনতে পেলে একটু হলেও কোথাও যেন মনে শান্তি পাই সুখ পাই সেই রকমই একটা গান তোমার জন্যে।
স্মৃতি রেখে গেলাম, কোনো এক ব্যাস্ত দিনের সব ক্লান্তি শেষে এই গানটি শুনতে চাই, হোক সেটা ৫ বছর পর,আর হোক সেটা ১০ বছর পর 😊😊 যদি আল্লাহ তায়ালা বাচিয়ে রাখেন তাহলেই 😊
❤❤
❤❤❤
❤হয় বাই❤😊
নির্ঘুম রাত + খোলা আকাশ + একলা চাঁদ + অসংখ্য তারা + মিটমিট জোনাকির আলো + কিছু দীর্ঘশ্বাস + পুরোনো স্মৃতিচারণ + জমে থাকা অভিমান + নিয়ন্ত্রণ হীন অবাধ্য আবেগ + গলার কাছে দলা পাকিয়ে যাওয়া কান্না + তবুও অনেকটা আশা আর অনেকটা ভালোলাগার সঙ্গী।
🌑🍁
Alada fellings ....😌🖤🤞
আহা
Agree with you ☺️💘😌
ওয়াও?? আপনার কমেন্ট অনেক সুন্দর❤️।আপনিও নিশ্চয় অনেক সুন্দর 🤍
Wahhhh.... 💗
গানটি আবার প্রমাণ করল (না পাওয়ার মধ্যেই আসল প্রেম নিহিত) কথাটা সত্য।
এই গানটা শুনলে, যাকে ভালোবাসি তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে।
@@nirmalaswapnarozario7458 একদম ঠিক বলছেন ❤️
Ki sundor bole bojhano jabe na
I don't think that's the case.
হুম ঠিক
আজ 2024 সালের 28 জুন কেউ যদি এ কমেন্ট দেয়া লাইক দেই notification দেখে আবার গানটি শুনবো
Dilam ame
😂
Apni bolod naki?
ì😮jhhbuhhv?j😮😮😮{😮😮😮7ju😮j😢jju???k jjjj! j8b?if y
আমাদের কবিগুরু কতটা আধুনিক ছিল, তার প্রমাণ এগুলোই। ❤️❤️❤️❤️
Ei th adhunik to amra banailm kintu ei th porom korunamoyer kase kobir abdar.ei th vokti porjayer gan
আমিও সেটাই ভাবি যখনি মন ভালো লাগে না তখন শুনি আর ভালো থাকার চেষ্টা করি।
@@sutapadutta396 haa... Mon valo kore deoar moton gaan . 💞
Khubb sotty bolechen dada♥️
@@taniahati3278 yes! But aapnam name ta ki eta bujhlam na ? Hati ???
রবীন্দ্র সংগীত+কানে হেডফোন + বৃষ্টি ভেজা রাত + অন্ধকার ঘর + জানলা দিয়ে আকাশ দেখা + হাতে চায়ের কাপ + অতীতের কিছু ঘটনা=☺️❤️
Apnar mon ta akta hira
amer moner kotha ta bole debar jonne😊❤
✨❤️
ভাগ্যিস মাতৃভাষা আমাদের বাংলা🤞❤️
Indeed
রবীন্দ্র সঙ্গীতের সাথে
বয়সের একটা যোগসূত্র আছে,,
যত বয়স বাড়ছে,
ততই রবীন্দ্র সঙ্গীতের প্রতি মন ঝুঁকছে,,🖤🥀
Hum same to u
যথার্থ, এর মর্মার্থ বুঝতে হলে কিছুর সাথে একাত্ম হতে যেমন, প্রকৃতি,প্রেম, প্রার্থনা আর বয়স।
Akdom
Thik kotha
Exactly 😊🙂
কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না 🥀
ক্ষনিকের দেখা পাওয়ায় যে তৃপ্তি আছে,
চিরদিনের দেখা পাওয়ায় সেই তৃপ্তি নাই। 🖤🌻
1000% right🤜🤛
Absolutely 100% right
pz
Ekdom thik
thik
রবীন্দ্রনাথ এ-র লেখা গানগুলো সত্যিই অসাধারণ💛
কতটা আধুনিক ছিল কবিগুরু, সৃষ্টি অমর হয়ে থাকবে, "ওহে কারো পানে,
চাহিবো না আর,করিবো আমি প্রাণপন"
Absolutely 👌
Aha darun bolle
This line..ওহে,,কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে..!!😌❤️🩹
কি জাদু এই মধুর রবীন্দ্র -সংগীত এ যতোবার শুনি ঠিক ততোবার এ চোখের কোন হইতে জল বেয়ে পড়ে...
😍😍😍
Ekdom
বিশ্বকবির শ্বশুরবাড়ি, কেউ কী দেখেছেন?কিছুদিন আগে গিয়েছিলাম. ভিডিওটি দেখতে আমার ছবির উপর ক্লিক করুন, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন।
Amar name o roshni 😅
হ্যা ঠিকই বলেছেন এটাই হল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাহত্ব
ঠিক আমার কথাটা,,,
রবি ঠাকুর আমাদের যত দিয়েছেন, কি দিয়ে শোধ করবো সেই ঋণ? গান টা শুনলেই স্তব্ধ হয়ে যাই! কি মেধার অধিকারী ছিলেন তিনি! কি চিন্তা করে সৃষ্টি করেছেন এমন সব অমর কীর্তি!! আহা!! কি মায়া!! কি প্রেম! কবিগুরুর প্রতিটি শব্দ যেন জীবন্ত প্রেমের বহিঃপ্রকাশ। গভীর শ্রদ্ধা রইলো বাঙালির অহংকার, আমাদের বিশ্বকবি!!
জান্নাত বলে যদি কিছু থাকে এটিই
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤নখববডডকচবপডডডটটটটডযযঙযচপডপটত। োবরর্সসসস৷
ৃ।ম
।ম।কদততততগতড়🎉@@ujjaldas4557
ছোটবেলায় যখন রবীন্দ্রসংগীত বুঝতাম না তখন খুবই বিরক্ত লাগতো শুনতে,বড় হওয়ার পর বুঝতে পারতেছি কত যে মধুর এই রবীন্দ্রসংগীত🥰🥀
Ekdam ekdam.same aamaro!!!😭😭😭😭😭😭kato bhul korechhilam jibone!!!
এটার আসল কারণ সময়ের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতকে গাওয়ার শৈলী পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন বাদ্য যন্ত্রও একসাথে ব্যাবহার করা হচ্ছে।
আর অবশ্যই বয়সের ব্যাপারটাতো আছেই।
গান এবং সহযোগী বাদ্যযন্ত্র অসাধারণ। এই গান যেন অন্য জগতে নিয়ে যায়। ❤❤
কেন মেঘ আসে,হৃদয়ও আকাশে.....
হয়ত ১০ বছর পরেও আবার কোনো এক সন্ধ্যায় নির্জনে নদীর তীরে বসে তাঁর জন্য অপেক্ষা করবো আর এই গান শুনবো....
আর এই লেখা পড়ে স্মৃতি মন্থন করবো.....
এই গানটার সৌন্দর্য গায়িকার কন্ঠে পূর্ণতা পেয়েছে❤
বিক্রম সিং এর গলায় একবার শুনবেন।
Ekdom
ঠিক বলেছেন
বাঙালীর প্রবলতম সুখ এবং গোপনতম দুঃখের চিরন্তন সঙ্গী হয়েই না হয় থাক রবি ঠাকুর ❤️
Priya
বেশ বলেছেন 😊
একদম ঠিক কথা বলেছেন...
সত্যি কথা পিনাক
রবি ঠাকুর বাঙালির প্রবলতম সুখ ও
গভীরতম গোপন দুঃখের চিরন্তন সঙ্গী। এটি রবি ঠাকুরের একটি অসাধারণ প্রার্থনামূলক গান। স্রষ্টাকে কাছে পাওয়ার প্রবল আকুতি প্রকাশ পেয়েছে এই গানটিতে। স্রষ্টা আমাদেরকে মাঝে মাঝে দেখা দেয়; মাঝে মাঝে বিরহের সাগরে ভাসিয়ে লুকিয়ে থাকে বিস্তৃতির অতল গভীরে। সৃষ্টিকর্তার প্রতি মানুষের এই যে বিরহ তা চিরন্তন। এই বিরহ ও প্রেম অত্যন্ত মনোরম,সুন্দর ও পবিত্র।
আমি ছেলেবেলা থেকেই রবীন্দ্র ভক্ত দের মাঝে একজন । ছোটবেলায় রবীন্দ্র সংগীত আমার কাছে যেমন ছিল এখনো তেমনই আছে । রবীন্দ্র সংগীত আমার কাছে কখনো মরবে না । কবিগুরু আজও বেঁচে আছেন এবং তিনি কখনোই গত হবেন না । আমার জন্মের পূর্বেই দেহত্যাগ করেছেন, আজ আমার বয়স ষাটোর্ধ কিন্তু তিনি আমার কাছে তেমনই আছেন ।। ❤
আহা, এই না হলে আমাদের বাংলা।
যতবার এই গান শুনি ততবার গর্ব হয় যে আমরা বাঙালি 😇
সত্যি তাই😊
একদম।
রাতের নিস্তব্ধ চারদিকে যখন তখন এই গানগুলো শুনলে একধরণের চাপা কষ্ট অনুভব হয় । অসম্ভব সুন্দর একটি গান।
I miss someone
@@poliaktar316 me too
@@poliaktar316 Jake miss koren se ki onek dure chole gechen
Yes
Dure thakleo se Amer onk kacha
আর কতো বার প্রেমে পড়বো জানি না, এ গান এর ❤️
ও মা, তাই??😁
😂😂😂😘
Comment section a egulo ki suru hoyeche??
@amirul minto 😂😂😂 exactly
প্রেমে পড়াটা একটা ভালো মানুষের পরিচয়। Don't avoid it, Run with Love.
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরের প্রতি নিবেদিত একটি অপূর্ব গান। উপলব্ধি করতে পারি ঐশ্বরিক প্রেম জাগতিক প্রেম থেকে কত গভীর ও সুন্দর। যা মনকে শান্ত ও স্নিগ্ধ করে। যা কখনও মলিন হয় না।
রবীন্দ্রনাথ কাকে না পেয়ে এমন মনোভাব প্রকাশ করলো। আসলে সব পুরুষের ভেতর বাহির জুড়ে এক প্রিয়তমার বসবাস থাকে। যতদিন শ্বাস ততদিন তার আশ।
ভাই, এটি পূজা পর্যায়ের গান। কবি তাঁর ঈশ্বর 'দর্শনের' আকুলতা এই গানটির অনবদ্য কথা ও সুরের মাধ্যমে প্রকাশ করেছেন।
তবে কেউ যদি বিরহ বেদনায় কাতর হয়ে এই গানকে আশ্রয় করতে চান তা নিশ্চয় দোষনীয় নয়।🙏🏽
@@sushobhansarker9668 প্রেমিকের কাছে প্রেম হলো প্রার্থনার মত।
ইশ্বর
Premika chara ki duniyay kichu nai??? Faltu sab
@@bulapaul7694kobi manei premik
বয়স বাড়ার সাথে সাথে এই গান গুলোর প্রতি ভালোবাসাটাও যেন বেড়ে যাচ্ছে🥰🥀❤
Thik
Akdm 🖤
রাইট কথা 🎶
আমি শিউর দিয়ে বলতে পারি ইউটিউব আপনাকে এই গানটা সাজেস্ট করেনি,😊আপনি এই গানটাকে সার্চ দিয়ে শুনছেন এবং মনের তৃষ্ণাটা তৃপ্তি সহকারে মিটাছেন একদম গভীর থেকে অনুভব করে।😌🥀
Right
amake suggest korechhilo
একদম ঠিক বলেছেন। জীবনের শেষ প্রান্তে এসে মনে হয় এই গানটির মানে খুঁজে পেলাম।
😂
Right 😅❤
এই গানটি হয়তো কোনোদিন পুরোনো হবে না 🥀♥️♥️💓
যাকে একটা সময় না পাওয়ার ভয়ে থাকতাম, আজ আমি তার ঘরের ঘরনি। শশুর বাড়ি শত কষ্ট আর কথার পরও তার অতৃপ্ত ভালোবাসায় হাজারও সুখ খুঁজে পায়।সবাই দোয়া করবেন আমার জন্য।।
I can fell that love🥰💔
আপনার ভাগ্য ভাল তাই মনের মানুষ টিকে পেয়েছেন। সবার তো হয় নাহ
পৃথিবীতে ২ টা জিনিষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার,
মানুষের মন, আর মনের মতো মানুষ👍
Best of luck🥰🥰
Gan ta sunte sunte computer gulo porchilam ..........
Khud bhaloo laglo ___
Jibon a sobay tar priyo manush er satha thakar ,e6a thaklau thakte pare na ______________
Best of luck agami din gulor janooo 🍁
"ওহে কী করিলে বলো
পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখি "
এই দুই লাইন ছুঁয়ে যায়
Amar ei 2 lain khuv shundor lage
সত্যি
Right
Amar barita ashla
রবীন্দ্রনাথ এই গানটি কিন্তু কোন মানব/মানবীর উদ্দেশ্যে লেখেননি, তিনি ঈশ্বরের উদ্দেশ্যে লিখেছেন।
বড়ো হওয়ার সাথে সাথে রবীন্দ্র সংগীত এর মর্ম বুঝতে পারছি 😌🧡এই গান কখনো পুরোনো হয় না রোজ শুনলেও এই গান বারবার করে শুনতে ইচ্ছে হয় , এক আলাদা অনুভূতি যা ব্যক্ত করা খুব কঠিন
কমেন্টটা রেখে গেলাম ❤️
আপনার কথা সত্যি
আরেক বার শুনতে আসবেন হয়তো আমার জন্য 🥰
Sotti tai
@@mhummadnill😅
Op
রবীন্দ্র সংগীত গুলো যখন শুনি আবেগ প্রবন হয়ে পড়ি 😢
মনে হচ্ছে যেন কাছের মানুষ টারে যদি পশে পেতাম পুরো জীবন হতো সার্থক 😢
ক্ষনিকের দেখা পাওয়ার যে তৃপ্তি আছে,,
চিরদিনের দেখা পাওয়ার সেই তৃপ্তি নাই 🖤🥀
Hmmm সত্যি
Right 😊
এখন পর্যন্ত গানটা অনেকবার শুনে ফেলেছি কিন্তু তাও এখনও শুনতে ইচ্ছা করছে। রবীন্দ্রসঙ্গীত কোনোদিনও পুরোনো হবে না। কবিগুরুর সৃষ্টি সবসময় অমর হয়ে থাকবে।❤️
Ha sotti amaro tai
This bolachan
আমারও অনেক ভালো লাগে এই গানটা।🥰😍
এই গানটা এমন একটি গান যেটি সোনার পর প্রাণ জুড়িয়ে যায় ❤️ভালোবাসার মানুষ কে আরও ভালোবাসতে ইচ্ছে করে❤️
Kno bollen emon... Gaan ta sunle asru jhore pore emnite ee ar taar upar apanar ei comment ta pore to r asru jhora atkate parchi naaa go....
এটা ইশ্বরপ্রমের গান, নর-নারীর প্রেম এই গানের মুল উদ্দেশ্য নয়। তবে এটা ঠিক যে নর-নারীর প্রেম থেকেই ইশ্বরপ্রমের সুত্রপাত হয়। Physical love leads to spiritual love.
@@rosywings8465 thik bolcen vai,tobe seser line ta ulto kore manben,nastikbadider sikkha nile astik thaka duskor.
Gunti download korte parchi na ki vbe korbo ektu bolben
@@MohammadAli-ni9bd এই লাইনটি প্রখ্যাত English poet John Donne এর কয়েকটি কবিতার (The Ecstasy) মুল উপজীব্য। এটা নাস্তিকবাদীদের কথা নয়। নাস্তিক্যবাদীরা Spiritulity নামক কোন concept এ বিশ্বাস করে না।
এই গানটা কেন জানি না অনেক ভালো লাগে শুনতে 😊😊❤❤❤
_"~মাঝে মাঝে তব দেখা পাই,,,,...!!
একটা গান এক দুবারের বেশি ভালো লাগে না কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত টা একশো বারের বেশি শুনেছি। গান টা শুনলে মনথেকে অনুভব করা যায় কিছু স্মৃতি ❤
সত্যি কথা বলতে যতো শুনি তত বেশি করে শুনতে ইচ্ছে করে, আর শুনলেই মনে হয় একটা অন্য শান্ত জগতে চলে গেছি এই অশান্ত জগৎ থেকে....
রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি আর তাঁর গানের ভাষা অসাধারণ। আমার এই গানটা শুনলে সত্যি চোখে জল চলে আসে আর কিছু স্মৃতি মনে পড়ে যায়।🙂💓
রবীন্দ্র সংগীত গুলোর মাঝে আলাদা একটা শান্তি খুঁজে পাই❤
শত কোটি সালাম হে বিশ্বকবি। অসাধারণ, অনবদ্য সৃষ্টিকর্ম।হৃদয় মোদের চির বাঙ্গালী। বাঙ্গালীদের মাঝে চিরকাল বেঁচে থাকুক🙏
😊
Ml
এজন্যই তো রবীন্দ্রনাথ বিশ্বকবি তার গান সকলেরই একটা অনুভূতি জাগায়।তিনি যতটা পশ্চিমবঙ্গের ততটা ভারতের ততটা বাংলাদেশের ততটা পুরো বিশ্বের।
আপনাকে আগে বুঝতে হবে কবি গুরু যেখানে জন্ম নিয়েছেন সেটা বাংলার অংশ । এখন না হয় পশ্চিমবঙ্গের অধিনে চলে গেছে । পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার মুর্শিদাবাদ আষাম এতো বাংলার -ই অংশ । বাংলার থেকে আলাদা করবেন কি করে ?
hmm
সমগ্র চেতনা ۔۔۔۔۔অনুভূতি ۔۔۔۔۔۔আবেগে ۔۔۔মিশে আছে ۔۔রবীন্দ্র সংগীত . . . .
প্রবলতম সুখ আর গোপনতম দুঃখের একমাত্র সাথী ۔۔۔۔۔۔
Lovely comment 🥰🥰
@@kartickbasak6168 ধন্যবাদ 🙏
@@A---BMaitriSarkar aha ki byakha!!montromugdho Kore nitey chay!!
@@sumitroy1102 ধন্যবাদ আপনাকে 🙏
প্রবলতম সুখ গোপনতম দুঃখ😔
এই যুগে এসেও আমার এক আকাশ পরিমান ভালোবাসা এই গানগুলোর প্রতি ❤😊
মাঝে মাঝে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথাগুলো মনে পড়লেও এই গান টা শুনলে তাদের কথা বেশি করে মনে পড়ে😢😢। এই গানটা শুনলে নিজের আবেকটাকে ধরে রাখতে পারি না। এত মায়া এই গানটাতে❤❤কতসব অতিতের কথা মনে পড়ে যায়।। যখন আমার কমেন্টটাতে কেউ লাইক বা কমেন্ট করে তবে আবার আসবো এই মায়াভরা গানটা শুনতে।।শিল্পীটাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আবেকমিশ্রিত গানটা পরিবেশন করার জন্য❤❤❤❤
আমি কমেন্ট করেছি। জানিনা নিখিল কে কখনো পাবো নাকি😢❤❤❤
🖤🖤🖤
নিজেকে চরম ভাগ্যবান বলে মনে করি, কারণ বাঙালি হয়ে না জন্মালে রবীন্দ্রসংগীতের স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত থাকতাম ❤️❤️❤️
- ভালোবাসা মানে কারো প্রতি আকর্ষণ নয়!😶
- ভালোবাসা মানে শ্রদ্ধা,সম্মান বিশ্বাস.!🖤🙂
রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমার ভালো লাগে
"ওরে হারাই হারাই সদা হয় ভয়"🖤
কিছু মানুষকে এতো ভালোবেসেও বোঝানো যায় না😌 তাকে কতটা ভালোবাসি ❤️🙂
কাউকে বোঝানোর দরকার পড়বে না। একটু দূরত্বে যেয়ে দেখো, তোমার প্রতি একটা আলাদা টান আজীবন রয়ে যাবে। যাকে পেলাম তাকে মেনে নিতে পারলাম না, যাকে চেয়েছিলাম তাকে কোনোদিন ভুলতে পারলাম না। ঠিক এমন অবস্থা হবে। আসলে আমাদের সামনে থাকা মানুষের প্রতি কোনো গল্প তৈরি হয়না। গল্পঃ গড়ে তার থেকে একটু দূরে যাওয়াতে। সব কিছু ভাবনা এই দূরত্বে লুকিয়ে থাকে। গানটা তে বলছে যে, ক্ষণিকের আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ভালোবাসাটা হচ্ছে একটা অনুভুতি, অনুভব। সামনে থাকলে ঝগড়া, আর দূরে গেলে সেই ঝগড়া টাই আসল ভালোবাসা।😊
Thik
heart touching...! 💓
Hi..
গানের প্রতিটা শব্দ জীবনের সাথে বড্ড মিলে যায় ...🍁 মনে হয় গানটা যেনো জেনে শুনে আমাদের জীবন নিয়েই লেখা, তিনি কীভাবে যেনো প্রত্যেকটা প্রজন্মের অনুভুতি ইতিমধ্যেই নিজের কলমে ধরে ফেলেছেন 🖤🥀
ঠিক
hmmmm
Hm
একটা comment কৱে গেলাম ৰেচে থাকলে 2040 সালে ও দেখৰো।তখন সৰ অতীত
রবীন্দ্রনাথ ঠাকুর এমনি এমনি বাঙ্গালির মনে বেঁচে নেই❤️❤️❤️❤️আজীবন থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম।
হে আল্লাহ?
যে যাকে ভালোবাসে তাকে তার কাছে ফিরিয়ে দিও!! আমিন,
ওহে ভালো মানুষ, তুমার অপেক্ষায় থাকি,মাজে মাজে দেখা না দিয়ে একদম সারাজীবনের জন্য হয়ে যাও! ❤❤
"মাঝে মাঝে তব দেখা পাই.. চিরদিন কেনো পাইনা?"
These lines are hitting hard rn 🙂💔
🤩
Accha akon ki status, deka phan?
মাঝে মাঝে দেখার যে তৃপ্তি তা সবসময় দেখার মধ্যে মনে হয় থাকে না।❤❤
রবি ঠাকুর ছিলেন বলেই এতো সুন্দর সুন্দর গান আমরা শুনতে পারছি।
Hmm
Lovely This songs
Right👌
Sotti
সত্যি কথা।
সত্যিই অসাধারণ গান লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে কবি যেমন শ্রেষ্ঠ গায়িকা কিন্তু কম নয়!অসামান্য কৃতিত্ব
গায়িকা র
👍
বিক্রম সিং গাওয়া এই গানটি ইউটিউবে শুনুন। বিক্রম সিং মাত্র 32 বৎসর বয়সে আমাদের ছেড়ে গেছেন।
একাকীত্ব তাই ভোগার পর এই গানটি জীবনে সঙ্গী হয়েছে । এবং সমস্ত অনুভূতিকে জাগিয়ে রেখে ভালো রেখেছে আমায়। তবে এই একাকীত্ব এখন আমি ভীষণভাবে উপভোগ করি । খোলা আকাশের নিচে চোখ বন্ধ করে এই গানটি শোনার অনুভূতি তো সেই ।
কিছু গান আছে যা শতবছরে একবার রচিত হয় কিন্তু মানুষের হৃদয়ে রয়ে যায় হাজার বছর। কিছু লেখক আছেন যারা শতবছরে একবার জন্মায় কিন্তু তাদের সৃজনশীল প্রতিভার কারণে মানুষের হৃদয়ে রয়ে যান হাজার বছর। তেমনই একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর🥰। কিভাবে যে তিনি এতো আবেগময় গান ও কবিতা লিখেছেন তা সত্যিই এক বিস্ময়ের বিষয়! এ বাংলায় না জন্মালে হয়তো রবীন্দ্রসংগীতের অর্থ বুঝতামনা। তাই বাংলায় জন্মে ও বাংলাভাষী হওয়ায় খুবই গর্ববোধ হয় এবং এর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ🤲 😌। প্রজন্মের পর প্রজন্ম আসবে, সময়ও তার আপন নিয়েমে চলে থাকবে কিন্তু কবিগুরু ও তার গান চিরকাল অমর হয়ে থাকবে বাঙালির হৃদয়ে ❤️
- দাউদ ইব্রাহীম
২১/০২/২০২৩
Shotti.Bangali hoye na jonmale hoyto eto ta shoubhaggo hoto na
Nc
সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি
মন্ত্রমুগ্ধ হলাম
সত্যিই মন ছুয়ে গেল ❤️
রবীন্দ্রসঙ্গীত সবসময় মন ভালো করার ওষুধ❤️
মন ভাল হইল কয় ভাই।। মন তো আরো খারাপ হইয়ে গেল :-(
Ekdom..
Correct
Kothata vol apni aper mon j rokom korbe mon tmone hobo
Satti 😊😊
যতদিন বাংলা আছে বাঙালি আছে রবীন্দ্রনাথ ততদিন থাকবেন। নিরন্তর ভালোবাসা প্রিয় কবি।বাংলা দেশ থেকে।
Rabindranath aar Nazrul Islam jotodin thakbe Bangali thakbe
সম্পূর্ণভাবে ঈশ্বর বন্দনা। এত গভীর ভাবে আগে কখনো শোনা হয়নি। ❤❤❤। শ্রদ্ধাঞ্জলি গুরু জ্বী সমীপে।
এটা মূলত রবিন্দ্র নাথ ঈশ্বরকে চিন্তা করেই লিখেছেন।
কিন্তু সবাই এই গানটিকে অন্য ভাবে নেই।
অবশ্যই উনি সৃষ্টিকর্তাকে নিয়ে লিখেছেন উনার অনেক প্রেম ছিল আল্লাহর প্রতি কেন যে উনি ইসলাম গ্রহণ করেন নাই ।
ঈমাণের অবস্থান মানুষের অন্তরে। আল্লাহ আমাদের বিচার করবেন অন্তরের ঈমান দিয়ে, আচরণ দিয়ে, কর্ম দিয়ে। শুধু বাহ্যিকভাবে দৃশ্যমান ধর্মাচারণ দিয়ে ইসলাম বিচার করা কতটা সঠিক হবে ভেবে দেখা প্রয়োজন।
অধিক মাত্রায় কষ্ট পাওয়া মানুষ এই গান গুলি আমাদের অমর সৃতি হিসেবে রেখে গেছেন যাতে আমরা দুঃখের সময় ভেঙ্গে না পড়ি
কি অদ্ভূত সুন্দর কথাগুলো , যত শুনি ততই কেমন যেন একটা অনুভূতি হয়...
Sotti e tai
কবিগুরুর মতো এতো হৃদয় ছোয়া গীতিকার সারা বিশ্বে আর কোনো দিন আসবে না
এই গানটি আমি আমার এক প্রিয় মানুষের থেকে শুনেছিলাম তারপর থেকে এই গানটি আমি বারে বারে শুনি জানিনা ও এখন কোথায় আছে যদি কখনো এই কমেন্ট টা পড়ো জানবে এখনও আমি তোমার অপেক্ষায় আছি।
গানটা যতবার শুনি মনে হয়, কবি গুরু যেনো আমার জীবনের কথা গুলোই বলেছেন। প্রতিটা শব্দ সম্পূর্ণ মিলে যায়। মনটা খূব খারাপ করে আবার আত্মা থেকে শান্তিও অনুভব করি। কবি গুরু কে প্রণাম 🙏।
Right
কোনো একদিন কেউ লাইক দিলে আবার আসব গানটি পুনরায় শুনতে।ভালোবাসার মানুষটিকে হঠাৎ দেখলে বুকের ভেতর যে কম্পন অনুভূত হয়। যা বলে বোঝানো যাবে না। যেখানেই থেকো ভালো থেকো, প্রিয়
অনুভবে আসো ভাই একবার
লাইক দিলাম, গানটি পুনরায় শুনবেন।
Sotti❤️😍
হুম৷
আসেন আরো একটি বার গান টি শুনুন
রাতে নির্জনে শুয়ে শুয়ে কানে হেডফোন লাগিয়ে গানটা শোনা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোথায় যেন নিয়ে যায় গানটা।❤️❤️
আমি এই গানটা আগে অনেকবার শুনেছি কিন্তু আজ কোনো একজনের callertune শুনে আবার শুনতে আসলাম,.. অন্যরকম একটা অনুভুতি লাগছে .. অসংখ্য ধন্যবাদ কবিগুরুকে 🙏🏼❤️
গানটি লেখার এতোগুলো বছর পরেও অনেকেই এই গানের সাথে নিজেদের ভালোবাসার মিল খুঁজে পায় 😌। গানটা লেখার পিছনে কবির যে দূরদর্শিতা তার যত প্রশংসা করি ততই কম 🙏। শুধু বদলে যাবে মানুষগুলো আর প্রজন্মগুলো ; কিন্তু ভালোবাসা ছিল , আছে এবং থাকবে । 💖
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না.....
অনেক কষ্ট লুকিয়ে রয়েছে লাইন দুটোতে 🙂💔
aha re shona amr ki kosto tmr
একদমই তাই
hummm
@@banglast7466 😒 ho vai onk
@@pakhiskitchen are o sostar nesha kore likhche , ignore it.
হে রবীন্দ্রনাথ তোমার কৃতিত্ব আজও সারা বিশ্বে বিরাজমান ❤❤
যখন একটা গান বাস্তব জীবনের সাথে মিলে যায় তখন সেই গান শোনার আগ্রহ ও বেড়ে যায়
আহা প্রাণ জুড়িয়ে গেল। বাহ্ কমেন্ট দেখে খুব ভালো লাগছে আমার মত রবি প্রিয় মানুষ অনেক আছে। আমি নিজে রবীন্দ্রসঙ্গীতে এম. এ করছি।
আমি তো রবীন্দনাথের গানের পাগল
o tai
@@amitbanik1138 yes
Bah khub Valo Didi.. ❤️
আমিও তো এম.এ করছি
আমরা সবাই গর্বিত যে আমরা কবিকে পেয়েছি এবং আমাদের মাতৃ ভাষা বাংলা ❣️🙏❣️
এই গানটি আমি কম করে হলেও একশো বার শুনেছি তবু ও বার বার শুনতে ইচ্ছে করে
@@nilimakha2650 we
I'm from Pakistan 🇵🇰, I'm a Punjabi. I literally don't understand a single word. But this song is beautiful I can't explain in words how it feels. Bangla language ♥️✌🏻
Rabindranath Tagore song
Eivallah Gardas❣️
Thanks for appreciate
I am from 🇧🇩 and feel proud that you feel the rhythm of Bangla song t রবীন্দ্রনাথ সংস are famous in both🇧🇩🇮🇳
Excellent
বয়স বাড়ার সাথে সাথে রবীন্দ্র সঙ্গীতের প্রতিটি লাইনের সাথে বাস্তবতা খুঁজে পাই!😊❤