স্যার একটি বিষয় জানার ছিল সেটি হচ্ছে আমেরিকান npks + ফ্লোরা +রুটোন+ বোরন +সালফার এক সাথে মিশিয়ে ধান গাছে স্প্রে করা যাবে কি?আর এই স্প্রে করলে ধান গাছের কোনো ক্ষতি হবে কিনা???
Npks তে সালফার আছে, বোরণ একটা সার, ফ্লোরা আগাছানাশক ছাড়া সকল প্রকার সারের সাথে মেশানো যায়, রুটোন ফ্লোরা দুটোই হরমোন তাই যে কোন একটি ব্যবহার করতে পারেন। আর যদি সন্দেহ থাকে তাহলে পরীক্ষামূলক সমস্ত মিশ্রন আলাদা ভাবে ১ শতাংশ জমিতে প্রয়োগ করতে পারেন।
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম চাপান সার দেয়ার পর এক বার শুকাবেন এবং হালকা ফেটে যাওয়ার পর সেচ দিবেন এতে কুশি বেশি ছাড়বে। এছাড়া জমিতে শেওলা জন্মাতে দেখা গেলে অথবা চারা পঁচা রোগ দেখা দিলে বিঘাপ্রতি ৫-৭ কেজি পটাশ সার ছিটিয়ে দেওয়ার পর শুকিয়ে দিবেন।
ধন্যবাদ স্যার বিনা ধান ২৫ বয়স ২৩ দিন জমিরপরিমান ৪৮ শতাংশ ১৫ দিন বয়সে১৫ কেজি ইউরিয়া +১.৫ কেজি সালফার + ২ কেজি দানাদার কীটনাশক দিয়েছি এবং ফ্লোরা + চিলেটেট জিংক স্প্রে করে দিয়েছি এখন ধানের পাতা হলুদ এবং ফ্যাকাসে হয়ে আছে এখন করনিয় কি প্লিজ জানাবেন
আমি প্রতি১০শতাংশ জমিতে ২কেজি ৫০০ গ্রাম ডিএপি+২কেজি৫০০গ্রাম এমওপি+১কেজি ৫০০গ্রাম জিপসাম +৩০০গ্রাম ম্যাগনেসুয়াম +৩০০গ্রাম জিংক+১কেজি সরিষার খৈল ১ম চাপানে ব্যবহার করেছি। এখন কি পাশকাঠি বাড়ানোর জন্য থিয়োভিট ব্যবহার করতে পারব কি স্যার? জানালে উপকৃত হব, রোপনের বয়স ২০ দিন চলতেছে, ইউরিয়া কি পরিমান ব্যবহার করতে পারি
প্রথম চাপান সারে ইউরিয়া নেবেন ১০-১৫ কেজি+ থিয়োভিট ৩৫০-৫০০ গ্রাম/ বিঘা। এছাড়াও জমির উর্বরতার মান অনুযায়ী সারের পরিমাণ টা কিছু পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Tricyclazole 75% গোত্রের ছত্রাকনাশক ইনতেফা কোম্পানির DIFA 75WP প্রতি লিটার পানিতে ১-৩ মিলি এবং তার সাথে Hexaconazol ১০% গোত্রের ছত্রাকনাশক যেমন ইনতেফা কোম্পানির শাবাব ডি ১০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলিয়ে স্প্রে করতে পারেন। তাহলে খুব সুন্দর ভাবে প্রতিকার হবে।
অনেক ধন্যবাদ আপনাকে স্যার,খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা।।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ 💞
important tips... Very good
Thanks
Sokol krishok der jonno akti important video... Thanks 💚💙
Welcome
সুন্দর পরামর্শ, খুব ভালো লাগলো ধন্যবাদ
Welcome 🤗
ধানের ফলন বৃদ্ধির জন্য সুন্দর পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ❤
Welcome 🤗
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকেউ অসংখ্য ধন্যবাদ
❤❤❤❤❤
Thanks
Thanks
সুন্দর পরামর্শ দিয়েছেন
Thanks 👍
নাইচ ❤
ধন্যবাদ
informative content' verry good
Glad you think so!
ওয়ালাইকুমসালাম
জাযাকাল্লাহু খইরান 💞
Very good ❤❤❤
Thanks
Very good 👍
Thank you!
ধন্যবাদ
Welcome
আমেরিকান NPKS খুব ভালো কাজ করে,❤❤❤
ধন্যবাদ
রুটোন কি বীজতলায় ব্যবহার করা যায়
যাবে
❤❤
Thanks 👍
ভাই, ধানের বয়স ২২ দিন ইউরিয়া ও থিয়োভিট প্রতি লিটার পানিতে কত গ্রাম স্প্রে করা যাবে। দয়া করে জানাবেন।
প্রথম চাপান সার উপরি প্রয়োগ হিসেবে কি কি সার কতটুকু পরিমান প্রয়োগ করেছেন?
২৪ শতাংশ জমিতে ১০ কেজি ইউরিয়া, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ৮ কেজি খৈল, ৪কেজি জিপসাম, ১ কেজি সালফক্স, ৪ কেজি পটাশ
কতদিন বয়সে এসব সার প্রয়োগ করেছেন, আর বর্তমানে ধানের জমিতে কি কি সমস্যা দেখা যাচ্ছে
১৬ দিন বয়সে দিয়েছি কিন্তু ধানের পরিবর্তন তেম লক্ষ করা যাচ্ছে না
৫ কেজি ইউরিয়া সারের সাথে ২৫০ মিলি ফ্লোরা মিশিয়ে প্রয়োগ করতে পারেন।
ধানের বয়স ৪৫ দিন এখন আমার ধানের পাতা ফেকাসে বর্ন হয়েছে এখন সবুজ হবার জন্য কি কি স্প্রে করতে হবে
(জিংক ৩৬% + সালফার ১৭.৫০% ) যেমন গ্রোজিন বিঘাপ্রতি ১-২ কেজি উপরি প্রয়োগ করতে পারেন।
স্যার একটি বিষয় জানার ছিল প্রথম সার প্রয়োগের সময় সালফার+ চিলেটেট জিং+ পিজিআর + এনপিকেএস এক সাথে স্প্রে করা যাবে দয়া করে জানাবেন
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, যদি চাপান সারে টিএসপি ব্যবহার না করেন তাহলে যাবে।
ফ্লোরা দ্বিতীয় চাপান সারের (৪৫ দিন)সাথে দেওয়া যাবে?
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ যাবে।
রুটোন পঞ্চগড়ে পাওয়া যায়না কি দিব
এসিআই কোম্পানির " বাম্পার রুটগ্রো" প্রয়োগ করতে পারেন।
রুটন কতবার দেয়া যায়
১ বার
নিজের ঢোল নিজেই পিটায়
স্যার একটি বিষয় জানার ছিল সেটি হচ্ছে আমেরিকান npks + ফ্লোরা +রুটোন+ বোরন +সালফার এক সাথে মিশিয়ে ধান গাছে স্প্রে করা যাবে কি?আর এই স্প্রে করলে ধান গাছের কোনো ক্ষতি হবে কিনা???
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দেয়া যাবে, সমস্যা নেই।
@@Agroadvertising অনেকে তো বলছে ধান গাছের পাতা নাকি পুড়ে যাব
Npks তে সালফার আছে, বোরণ একটা সার, ফ্লোরা আগাছানাশক ছাড়া সকল প্রকার সারের সাথে মেশানো যায়, রুটোন ফ্লোরা দুটোই হরমোন তাই যে কোন একটি ব্যবহার করতে পারেন।
আর যদি সন্দেহ থাকে তাহলে পরীক্ষামূলক সমস্ত মিশ্রন আলাদা ভাবে ১ শতাংশ জমিতে প্রয়োগ করতে পারেন।
ধানের জমি কোন সময় শোকাতে হয়?
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথম চাপান সার দেয়ার পর এক বার শুকাবেন এবং হালকা ফেটে যাওয়ার পর সেচ দিবেন এতে কুশি বেশি ছাড়বে। এছাড়া জমিতে শেওলা জন্মাতে দেখা গেলে অথবা চারা পঁচা রোগ দেখা দিলে বিঘাপ্রতি ৫-৭ কেজি পটাশ সার ছিটিয়ে দেওয়ার পর শুকিয়ে দিবেন।
ধন্যবাদ স্যার বিনা ধান ২৫ বয়স ২৩ দিন জমিরপরিমান ৪৮ শতাংশ ১৫ দিন বয়সে১৫ কেজি ইউরিয়া +১.৫ কেজি সালফার + ২ কেজি দানাদার কীটনাশক দিয়েছি এবং ফ্লোরা + চিলেটেট জিংক স্প্রে করে দিয়েছি এখন ধানের পাতা হলুদ এবং ফ্যাকাসে হয়ে আছে এখন করনিয় কি প্লিজ জানাবেন
ruclips.net/video/K6AwwPPXCuw/видео.html
ধানের বয়স 25 দিন এখন , এন পি কে এস ব্যবহার করতে পারবো কিনা?
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথম চাপান সার প্রয়োগ করেছেন?
আমি প্রতি১০শতাংশ জমিতে ২কেজি ৫০০ গ্রাম ডিএপি+২কেজি৫০০গ্রাম এমওপি+১কেজি ৫০০গ্রাম জিপসাম +৩০০গ্রাম ম্যাগনেসুয়াম +৩০০গ্রাম জিংক+১কেজি সরিষার খৈল ১ম চাপানে ব্যবহার করেছি। এখন কি পাশকাঠি বাড়ানোর জন্য থিয়োভিট ব্যবহার করতে পারব কি স্যার? জানালে উপকৃত হব, রোপনের বয়স ২০ দিন চলতেছে, ইউরিয়া কি পরিমান ব্যবহার করতে পারি
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধানের চারা রোপণের কতদিন বয়সে এই মিশ্রণটি প্রয়োগ করেছেন?
@@Agroadvertising মিশ্রণটি দিয়ে তারপর রোপন করেছি,
প্রথম চাপান সারে ইউরিয়া নেবেন ১০-১৫ কেজি+ থিয়োভিট ৩৫০-৫০০ গ্রাম/ বিঘা।
এছাড়াও জমির উর্বরতার মান অনুযায়ী সারের পরিমাণ টা কিছু পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ
@@Agroadvertising অসংখ্য ধন্যবাদ স্যার, আল্লাহ আপনার মঙ্গল করুন
শুকরান, জাযাকাল্লাহু খাইরান
ধানের চার বয়স আট দিন আমি বিঘা প্রতি ইউরিয়া ৭ কেজি ডিএসপি ৪ কেজি জিপসাম ২ কেজি দশটা হাফ কেজি এর সঙ্গে ফ্লোরা দিতে চাই এতে কি কোন ক্ষতি হবে।
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰
শেষ চাষের সময় কি কি সার ব্যবহার করেছেন?
ধানের ৫০ দিন বয়স এখন ধানের পাতা উপরি ভাগ হলুদ রঙের হয়ে গেছে থিও ভিট ও জিংক ও ইউরিয়া দেওয়ার পরও এখন কি করব পরামর্শ চাই
প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Tricyclazole 75% গোত্রের ছত্রাকনাশক ইনতেফা কোম্পানির DIFA 75WP প্রতি লিটার পানিতে ১-৩ মিলি এবং তার সাথে Hexaconazol ১০% গোত্রের ছত্রাকনাশক যেমন ইনতেফা কোম্পানির শাবাব ডি ১০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলিয়ে স্প্রে করতে পারেন। তাহলে খুব সুন্দর ভাবে প্রতিকার হবে।
ভিডিওটা ভাল তবে একটি কোম্পানির হয়ে বললেন
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, পরবরর্তীতে আরো ভালো ভিডিও তৈরি করা চেষ্টা করবো।
ধন্যবাদ
Welcome & thanks 💞