@@farmingadviseranathhalder7579ধন্যবাদ।...... বরো চাষ হয়ে গেলে ৪ বিঘাতে ভারত সুন্দরি কুল চাষ করতে চাই স্যার আপনার পরার্মশ মতো। একটু পরার্মশ দিয়ে সাহায্য করবেন স্যার
@@farmingadviseranathhalder7579 Sir , আমি South 24 PGS , মগরাহাট থেকে বলছি , স্যার সমস্যা টা একটা বড় ইসু হয়ে দাঁড়িয়েছে , আমাদের pan 802 রোপণ করা করা হয়েছে , মূল জমি তৈরি করার সময় গপর জৈব সার দিয়ে গাছ লাগানো হয়েছে , তার 15 দিন পরে DAP, Fosfet, Urea মির্শনে দেওয়া হয়েছে বিঘা প্রতি 40কেজি , (33 শতক) । সার প্রয়োগ করা হয়েছে 9 দিন হয়েছে কিন্তু গাছের কোনো প্রতিফল নেই, গাছ বেয়ন বা মাস কাঠি ছাড়ছে না , রোগা হয়ে আছে , এক্ষণ আমার কি করণীয় ? Please sir দয়া করে আমার কমেন্ট টা পড়বেন , এর সলুশন কি দয়া করে বলবেন , আমি আপনার উত্তর এর অপেক্ষায় থাকবো ? দয়া করে বলবেন গাছ কে বড় ও মাস কাঠি কি করে বাড়বে?
এখানে কি করে বলবো অনেক সময় লাগবে। শুধু বলবে বাবাকে ধান গাছের জন্য খুব খুব ভালো টনিক বা ভিটামিন। গাছের পাতাকে চওড়া করবে সেটা করলেই খাবার বেশি তৈরি করবে ,বেশি ফলন দেবে ,শীষের দৈর্ঘ্য বাড়াবে বা বেশি লম্বা করবে। গাছটাকে উচ্চতায় বাড়াবে। পাশকাঠি বাড়াতে সাহায্য করবে। আরো অনেক কাজ করবে।
নমস্কার দাদাভাই , ব্যপসা ভিত্তিক পটল চাষ , রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া, ছত্রাকনাশক ইত্যাদি বিষয়ে একটা অতি প্রয়োজনীয় ভিডিও আশাকরছি , খুব ভালো থাকবেন নমষ্কার 🙏🌿🙏
Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় গাছের গোড়ায়। অথবা Amister Top প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
স্যার , পূর্ব মেদিনীপুর এর কাঁথি (contai) থেকে বলছি ,আমাদের ঐদিকে একবার আসুন এবং কিছু কৃষক দের নিয়ে একটা সভা করুন আর পরামর্শ দিন কি করনীয়.. এতে করে আমরা খুব ঈ উপকৃত হতাম.. দয়া করে আসবেন স্যার..🙏🙏🙏আর যদি আপনার মোবাইল নম্বর টা দিতেন খুব ঈ উপকৃত হতাম..🙏🙏
@@farmingadviseranathhalder7579 sar na pawa gele single phosfet,kotota bighay dewa jete pare...? Alwin top plus er poriborte ki dewa jabe, প্রণাম নেবেন Hooghly theke বলছি...
ঠিকই বলেছেন ।আমাকে আমার দর্শক বন্ধুরা বলছেন যে একই কোম্পানির বীজ বা একই বীজের নাম বহু কোম্পানী ব্যবহার করছে । কোনটা আসল কোনটা নকল কি করে বুঝবে এটা কিন্তু খুব অন্যায় কাজ হচ্ছে। এতে চাষীর ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে পান কোম্পানির লোগো দেখে বীজ নেওয়ার চেষ্টা করবেন।
ওই জল কি নোনা ছিলো ? যদি লবনাক্ত জল হয় তাহলে বেশি করে গোবর সার ব্যবহার করতে হবে। আর দশ দিন ছাড়া যেকোনো পিজিআর প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে স্প্রে করে যাবেন । আসতে আসতে অন্য গাছ গুলো ও ভালো হয়ে যাবে।
স্যার আমি আপনার সব ভিডিও নিয়মিত দেখি এবং সেই সাথে সবসময় নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকি। স্যার আমি এক নতুন চাষী। নতুন চাষী হিসেবে আপনার কাছে নিচের প্রশ্ন গুলির উত্তর জানতে চাই। আশা করি উত্তর দিবেন আমাদের সকল নতুন চাষীদের জন্য। বোরো ধান চাষে নতুন চাষীরা কি কি প্রশ্নের সম্মুখী হয় তার লিস্ট টি নিচে উল্লেখ করা হল: ১. বাংলার কোন মাসে বীজ তলা তৈরী করতে হবে? ২. বীজ তলা তৈরির কত দিন পর বীজ ফেলতে হবে? ৩. বীজ তলা তৈরির সময় কি কোনো সার প্রয়োগ করতে হবে কি? করতে হলে কি কি সার প্রয়োগ করতে হবে? ৪. বীজ বপনের কত দিন পর রোয়া বা চারা উঠতে হবে? ৫. কোন মাসে ধানের জমিতে সার বা পোল্ট্রি লিটার দিয়ে জমি চাষ দিতে হবে? বিঘা প্রতি কত টুকু দিতে হবে? ৬. জমিতে কখন গুড় দিতে হবে আর তা কি পরিমান দিতে হবে ? ৭. রোয়া বা চারা বপনের কত দিন আগে কি কি সার দিতে হবে? ৮. রোয়া বা চারা বপনের সময় কয়টা কুশি বা ধানের চারা একসাথে (২, ৩, ৪ কয়টা) কুশি বা চারা একসাথে বপন বা রোপন করতে হবে? ৯. রোয়া বপনের কতদিন পর সার বা কীটনাশক দিতে হবে ? সার বা কীটনাশক কি পরিমানে দিতে হবে? ১০. কোন কোন রোগের লক্ষণ দেখলে কি কি কীটনাশক দিতে হবে এবং তা কতটুকু পরিমান দিতে হবে? ১১. রোয়া বপনের কতদিন পর পর জমিতে পানি দিতে হবে? ১২. সার প্রয়োগের কতদিন পর বোরন ও অন্যান্য অনুখাদ্য দিতে হবে এবং অনুখাদ্য গুলো কি কি? ১৩. ধান গাছের পাতা লাল হয়ে গেলে বা পাতা পুড়েগেলে করণীয় কি? ১৪. ধান গাছে মাছির আক্রমণ বেড়ে গেলে কি ওষুধ স্প্রে করতে হবে? ১৫. ধানের কুশি বা শীষ আসলে করণীয় কি এবং তখন থেকে কি কি সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে এবং তা কতদিন পর পর? স্যার উপরোক্ত প্রশ্নগুলো বিস্তারিত আপনার কাছথেকে পাওয়ার আশা রাখছি? সম্পর্ণ প্রশ্নগুলির একটা পুরো ভিডিও চাই। ওষুধের ছবি সহকারে এবং কোন কোন ওষুধে কি কি ভিটামিন বা গুনাগুন রয়েছে একটু বলে দিবেন। আপনাকে ধন্যবাদ স্যার। এবং ভালো থাকবেন সবসময়, প্রভুর কাছে আপনার জন্য এই দোয়া করি। তিনি যেন আপনাকে সবসময় ভালো রাখেন। আল্লাহ হাফেজ।
স্যার আজকে জমিতে গিয়াছিলাম দেখি গড়ে 45- 60 টা পর্যন্ত কালী হয়েছে।খুব কম 45। আর চার দিন আগে কাঠা তে 400 ইউরিয়া।,500 পটাস দিয়াছি। সব চাশি আমার জমিতে গিয়ে ডেকছে। খুব ধন্যবাদ স্যার আপনাকে।ভালো থাকবেন sir। খুব খুব সুন্দর গাছ হয়েছে।আমি কোনোদিন এমন গাছ তৈরি করতে পারিনি। ধন্যবাদ sir আপনাকে।ভালো থাকবেন sir।
ধন্যবাদ জানাই। আমি চাই, আমি কিন্তু বলেছি একবার যে আপনাকে ওই মাঠের মধ্যে সেরা ফসল তুলতে হবে । এখন মাজরা পোকা যেন গাছের ক্ষতি না করে বা সাদা শীষ যেন না করে এটা সবসময় খেয়াল রাখতে হবে । আর যদি গাছের পাতা এখন খুব সবুজ বা ফলফলে হয়ে থাকে, অর্থাৎ ইউরিয়া সার বেশি দিলে যেটা হয় এরকম যদি হয়ে থাকে আবহাওয়া খুব খারাপ চলছে কুয়াশা পড়ছে তো এজন্য Aries কোম্পানির Ferty K অথবা নাগার্জুনা কোম্পানির SOP যেকোনো একটা প্রতি লিটার জলে 4gram মিশিয়ে বিকেল বেলায় স্প্রে করতে হবে ।এতে শুধু পটাশ সার আছে। এটা হল এন পি কে 0 0 50 এটা করবেন একবার । যদি গাছের পাতা ওইরকম না হয় তাহলে করার দরকার নেই। আমি আপনার বাড়ির কাছের লোক হলে আপনাকে নিয়ে পৃথিবীর মানুষের সামনে দেখাতাম যে এই চাষী কি করেছে দেখুন। কিন্তু সেরকম করতে পারছিনা। যাই হোক আল্লাহ আপনার মঙ্গল করুন। ভাল থাকুন ,আর এগিয়ে চলুন।
Sirrr doya korun amake, agromin gold, mobomin paini, active gold peyechi ata kamon hobe?? Allwin gold super ar active gold aksathe misiye spray kora jabe???
Kaka babu ami tomar vedio pratiniyato dekhi tomar kache aktai prosno fattera na diye ami fornax gr diyechi ote valo kaj hobe uttor pele ami khub khusi habo🙏
প্রতি লিটার জলে দু গ্রাম জিঙ্ক 12% EDTA সেই সঙ্গে NPK 0 0 50 দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া দু বার। আর চাপান সারের সঙ্গে পটাশ সার অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন।
স্যার আপনার ভিডিওতে সবই বুঝেছি।প্রথম চাপান সারের আগে , অর্থাৎ চাষের সময় শুধু গোবর অথবা পোল্ট্রির লিটার বাদে আরও কোন সার দিতে হবে কিনা সেইটা জানালে খুবই ভাল হয়।
অল উইন গোল্ড সুপার ব্যবহার করতে পারলে ভালো হয়।না পাওয়া গেলে টপ প্লাস ব্যবহার করতে হবে। এখন ধান গাছ কেমন হয়েছে ? নিশ্চয়ই ভালো হয়েছে।আর নুতন যে ভিডিও টা ছেড়েছি ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল।
স্যার, আশা করি ঠাকুরের কৃপায় সপরিবারে নিয়ে ভালো আছেন। বহুদিন পর অনলাইনে এলাম।তবে গাছ লাগানো বন্ধ হয় নি । আবার আপনার গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারবো ।আরও অনেক কিছু জানতে পারবো ।
স্যার আমি আপনার থেকে অনেক কিছু শিখতে পারছি এবং ভবিষ্যতে ও পারবো, আমি কোনদিন ধান চাষ করিনি এবছর 802 পানের এক বিঘা চাষ করব তো যদি একটু আপনি পাশে থাকেন খুব ভালো হয়
যদি এখনো বীজ তলা তৈরি না করে থাকেন তাহলে আর ঐ ধান চাষ করবেন না। পৌষ মাসের 10 তারিখের মধ্যে রোয়া শেষ করতে হবে তবেই খুব ভালো ধান পাবেন। এখন PAN 138 জাত চাষ করতে পারেন কম দিনের ধান অথচ ফলন খুব ভালো।
@@farmingadviseranathhalder7579 স্যার আজকে ধান ফেলে এসেছি বীজ তলাতে 802, ধান তো জমি তো রেডি করার প্রস্তুতি নেব কালকে থেকে তো জমি রেডি হয়ে গেলে কি সার দিয়ে রুইতে হবে?
Namaskar sir, Ami apnar video niyamita dekhi. Jhargram district e allwin top plus and aries company chileted Zink EDTA 12% paoya jachhe na, er poriborte ki babohar kora jabe,ektu balben sir,
নমস্কার স্যার আমি নদীয়া জেলার রানাঘাট থেকে। এর আগে আমি আপনার বহু ভিডিও দেখেছি তাতে আমি ভীষণ ভাবে উপকৃত হয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ। এবার আমি এক বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। প্রথম চাপান সার হিসাবে ইউরিয়া এবং এক বিঘা জমিতে দু কেজি জিংক সালফেট ব্যবহার করেছি। আমার একটা বিষয় জানার এরপরেও কি ওই জমিতে জিংক (চেলামিন) স্প্রে করা দরকার হবে?
স্যার আপনি গরিবের জন্য কৃষকের জন্য অনেক দিন সুস্তভাবে বেচে থাকুন এই দোয়া করি।
তোমরাও সপরিবারে ভালো থেকো আর চলো সকলে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579ধন্যবাদ।...... বরো চাষ হয়ে গেলে ৪ বিঘাতে ভারত সুন্দরি কুল চাষ করতে চাই স্যার আপনার পরার্মশ মতো। একটু পরার্মশ দিয়ে সাহায্য করবেন স্যার
@@farmingadviseranathhalder7579 Sir , আমি South 24 PGS , মগরাহাট থেকে বলছি , স্যার সমস্যা টা একটা বড় ইসু হয়ে দাঁড়িয়েছে , আমাদের pan 802 রোপণ করা করা হয়েছে , মূল জমি তৈরি করার সময় গপর জৈব সার দিয়ে গাছ লাগানো হয়েছে , তার 15 দিন পরে DAP, Fosfet, Urea মির্শনে দেওয়া হয়েছে বিঘা প্রতি 40কেজি , (33 শতক) । সার প্রয়োগ করা হয়েছে 9 দিন হয়েছে কিন্তু গাছের কোনো প্রতিফল নেই, গাছ বেয়ন বা মাস কাঠি ছাড়ছে না , রোগা হয়ে আছে , এক্ষণ আমার কি করণীয় ? Please sir দয়া করে আমার কমেন্ট টা পড়বেন , এর সলুশন কি দয়া করে বলবেন , আমি আপনার উত্তর এর অপেক্ষায় থাকবো ? দয়া করে বলবেন গাছ কে বড় ও মাস কাঠি কি করে বাড়বে?
আপনার কথা মত করেছিলাম বিঘাতে 18 বস্তা বেশি ধান পেয়েছি ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার জিং অল উইন টপ প্লাসের সাথে মাজরার কোনো কোনো ঔষধ মেশানো যাবে?
Khub e Valo sir
Sobji o dhan Chas kore j onek onek uparJon kora jai APNI SEI proman korechen khub sundor sir
Sir amar father আমাকে প্রশ্ম করছে Zink/ allwin top plas ধান গাছের জন্য কী কী কাজ করে থাকে । please bolban.
এখানে কি করে বলবো অনেক সময় লাগবে। শুধু বলবে বাবাকে ধান গাছের জন্য খুব খুব ভালো টনিক বা ভিটামিন।
গাছের পাতাকে চওড়া করবে সেটা করলেই খাবার বেশি তৈরি করবে ,বেশি ফলন দেবে ,শীষের দৈর্ঘ্য বাড়াবে বা বেশি লম্বা করবে। গাছটাকে উচ্চতায় বাড়াবে। পাশকাঠি বাড়াতে সাহায্য করবে। আরো অনেক কাজ করবে।
Sir নমস্কার.আমার ধান এর বয়স 45 দিন. এখন মাজরা লেগেছে এর জন্য কি দেবো? মাজরা ওষুধ এর সাথে এখন Allwin top plus + zinc কি দেওয়া যাবে?
নমস্কার দাদাভাই , ব্যপসা ভিত্তিক পটল চাষ , রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া, ছত্রাকনাশক ইত্যাদি বিষয়ে একটা অতি প্রয়োজনীয় ভিডিও আশাকরছি , খুব ভালো থাকবেন নমষ্কার 🙏🌿🙏
Sir, পূর্ব বর্ধমান থেকে বলছি, খুব বৃষ্টি হয়েছে জল জমে আছে কি ওষুধ স্প্রে করবো আর কি পরিচর্যা করবো বলুন
Xelora প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় গাছের গোড়ায়।
অথবা Amister Top প্রতি লিটার জলে হাফ মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
@@farmingadviseranathhalder7579 স্যার এটা কি আলুর জন্য বলেছেন...?
বাংলাদেশ থেকে আমি আপনার নিয়মিত ধান চাষ উপদেশ অনুসরণ করে চাষ করেছি। 21 দিনে 9/10 টি কুশি এসেছে। ভাল কিছু হবে মনে হচ্ছে।
স্যার , পূর্ব মেদিনীপুর এর কাঁথি (contai) থেকে বলছি ,আমাদের ঐদিকে একবার আসুন এবং কিছু কৃষক দের নিয়ে একটা সভা করুন আর পরামর্শ দিন কি করনীয়.. এতে করে আমরা খুব ঈ উপকৃত হতাম.. দয়া করে আসবেন স্যার..🙏🙏🙏আর যদি আপনার মোবাইল নম্বর টা দিতেন খুব ঈ উপকৃত হতাম..🙏🙏
আমি প্রথম কমেন্ট করলাম।স্যার ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই ভালো থাকুন।
Sir, খুব বিপদে পড়েছি DAP পাওয়া যাচ্ছে না তার পরিবর্তে কি সার ব্যবহার করবো রোযার আগে বলুন sir
কুড়ি কুড়ি 013 সুফলা সেইসঙ্গে গ্রমর 28 28 0 এই দুটো মিশিয়ে দেবেন
@@farmingadviseranathhalder7579 sar na pawa gele single phosfet,kotota bighay dewa jete pare...?
Alwin top plus er poriborte ki dewa jabe,
প্রণাম নেবেন Hooghly theke বলছি...
@@farmingadviseranathhalder7579 Sir DAP পাচ্ছি না.
এখানে 14-35-0 রয়েছে.. কি করব?
@@farmingadviseranathhalder7579 স্যার আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে।
খুব সুন্দর আপডেট দিয়েছেন স্যার।
আপনার দীর্ঘায়ু কামনা করি।🙏🙏
আমি বলেছিলাম স্যার 17 টা আমার হয়েছে।
আমার এক মাসের রোয়া। এখন গোছার কাটি গড় প্রায় ২৬ টা করে হয়েছে
খুব ভালো হয়েছে।
এইভাবেই এগিয়ে চলুন।
ধন্যবাদ জানাই।
এ বৎসর বেশি ধান পেতে হবে।
লাগানোর সময় কয়টা দিয়েছেন
@@mdalamgirhossen4884 শ্রেয়া ধান দিয়ে ছিলাম। গড় ৪/৫ টা করে
ধন্যবাদ স্যার । খুবই উপযুক্ত পরামর্শ । PAN কোম্পানী নিয়ে আমার একটা সংশয় তৈরী হয়েছে। কেননা আমাদের এখানে ঐ একই নামে একটি সংস্থা ধান বীজ প্যাকেজিং করছে।
ঠিকই বলেছেন ।আমাকে আমার দর্শক বন্ধুরা বলছেন যে একই কোম্পানির বীজ বা একই বীজের নাম বহু কোম্পানী ব্যবহার করছে ।
কোনটা আসল কোনটা নকল কি করে বুঝবে এটা কিন্তু খুব অন্যায় কাজ হচ্ছে।
এতে চাষীর ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি।
তবে পান কোম্পানির লোগো দেখে বীজ নেওয়ার চেষ্টা করবেন।
Ami bankura theke bolchi. Okhane harvester lagbe
স্যার আমার বাগানে বন্যারজল ১০দীন দাড়ীয়েছিল কোন গাছের বৃদ্ধি নাই কিন্তু টমেটো গাছ ভালো হয়েছে ধন্যবাদ জানাই
ওই জল কি নোনা ছিলো ? যদি লবনাক্ত জল হয় তাহলে বেশি করে গোবর সার ব্যবহার করতে হবে। আর দশ দিন ছাড়া যেকোনো পিজিআর প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে স্প্রে করে যাবেন ।
আসতে আসতে অন্য গাছ গুলো ও ভালো হয়ে যাবে।
খুব সুন্দর হয়েছে স্যার ভালো থাকবেন
স্যার আমি আপনার সব ভিডিও নিয়মিত দেখি এবং সেই সাথে সবসময় নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকি।
স্যার আমি এক নতুন চাষী। নতুন চাষী হিসেবে আপনার কাছে নিচের প্রশ্ন গুলির উত্তর জানতে চাই। আশা করি উত্তর দিবেন আমাদের সকল নতুন চাষীদের জন্য।
বোরো ধান চাষে নতুন চাষীরা কি কি প্রশ্নের সম্মুখী হয় তার লিস্ট টি নিচে উল্লেখ করা হল:
১. বাংলার কোন মাসে বীজ তলা তৈরী করতে হবে?
২. বীজ তলা তৈরির কত দিন পর বীজ ফেলতে হবে?
৩. বীজ তলা তৈরির সময় কি কোনো সার প্রয়োগ করতে হবে কি? করতে হলে কি কি সার প্রয়োগ করতে হবে?
৪. বীজ বপনের কত দিন পর রোয়া বা চারা উঠতে হবে?
৫. কোন মাসে ধানের জমিতে সার বা পোল্ট্রি লিটার দিয়ে জমি চাষ দিতে হবে? বিঘা প্রতি কত টুকু দিতে হবে?
৬. জমিতে কখন গুড় দিতে হবে আর তা কি পরিমান দিতে হবে ?
৭. রোয়া বা চারা বপনের কত দিন আগে কি কি সার দিতে হবে?
৮. রোয়া বা চারা বপনের সময় কয়টা কুশি বা ধানের চারা একসাথে (২, ৩, ৪ কয়টা) কুশি বা চারা একসাথে বপন বা রোপন করতে হবে?
৯. রোয়া বপনের কতদিন পর সার বা কীটনাশক দিতে হবে ? সার বা কীটনাশক কি পরিমানে দিতে হবে?
১০. কোন কোন রোগের লক্ষণ দেখলে কি কি কীটনাশক দিতে হবে এবং তা কতটুকু পরিমান দিতে হবে?
১১. রোয়া বপনের কতদিন পর পর জমিতে পানি দিতে হবে?
১২. সার প্রয়োগের কতদিন পর বোরন ও অন্যান্য অনুখাদ্য দিতে হবে এবং অনুখাদ্য গুলো কি কি?
১৩. ধান গাছের পাতা লাল হয়ে গেলে বা পাতা পুড়েগেলে করণীয় কি?
১৪. ধান গাছে মাছির আক্রমণ বেড়ে গেলে কি ওষুধ স্প্রে করতে হবে?
১৫. ধানের কুশি বা শীষ আসলে করণীয় কি এবং তখন থেকে কি কি সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে এবং তা কতদিন পর পর?
স্যার উপরোক্ত প্রশ্নগুলো বিস্তারিত আপনার কাছথেকে পাওয়ার আশা রাখছি?
সম্পর্ণ প্রশ্নগুলির একটা পুরো ভিডিও চাই। ওষুধের ছবি সহকারে এবং কোন কোন ওষুধে কি কি ভিটামিন বা গুনাগুন রয়েছে একটু বলে দিবেন।
আপনাকে ধন্যবাদ স্যার। এবং ভালো থাকবেন সবসময়, প্রভুর কাছে আপনার জন্য এই দোয়া করি। তিনি যেন আপনাকে সবসময় ভালো রাখেন।
আল্লাহ হাফেজ।
Dragon ফল নিয়ে একটি ভিডিও করলে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ sir ভালো থাকবেন ।
Sir, bol6i boro dhaner rog ebong tar protikar niya ekta vedio korle khub upokar hoy
খুব ভালো লাগলো। 🙏🙏 নেবেন।
স্যার আজকে জমিতে গিয়াছিলাম দেখি গড়ে 45- 60 টা পর্যন্ত কালী হয়েছে।খুব কম 45। আর চার দিন আগে কাঠা তে 400 ইউরিয়া।,500 পটাস দিয়াছি। সব চাশি আমার জমিতে গিয়ে ডেকছে। খুব ধন্যবাদ স্যার আপনাকে।ভালো থাকবেন sir। খুব খুব সুন্দর গাছ হয়েছে।আমি কোনোদিন এমন গাছ তৈরি করতে পারিনি। ধন্যবাদ sir আপনাকে।ভালো থাকবেন sir।
Dada আপনি জমিতে কবে রোঁয়া করেছেন । please bolban.
Dada Zink/ allwin top plas ধান গাছের জন্য কী কী কাজ করে থাকে। please bolban.
ধন্যবাদ জানাই।
আমি চাই,
আমি কিন্তু বলেছি একবার যে আপনাকে ওই মাঠের মধ্যে সেরা ফসল তুলতে হবে ।
এখন মাজরা পোকা যেন গাছের ক্ষতি না করে বা সাদা শীষ যেন না করে এটা সবসময় খেয়াল রাখতে হবে ।
আর যদি গাছের পাতা এখন খুব সবুজ বা ফলফলে হয়ে থাকে, অর্থাৎ ইউরিয়া সার বেশি দিলে যেটা হয় এরকম যদি হয়ে থাকে আবহাওয়া খুব খারাপ চলছে কুয়াশা পড়ছে তো এজন্য Aries কোম্পানির Ferty K অথবা নাগার্জুনা কোম্পানির SOP যেকোনো একটা প্রতি লিটার জলে 4gram মিশিয়ে বিকেল বেলায় স্প্রে করতে হবে ।এতে শুধু পটাশ সার আছে। এটা হল এন পি কে 0 0 50 এটা করবেন একবার ।
যদি গাছের পাতা ওইরকম না হয় তাহলে করার দরকার নেই।
আমি আপনার বাড়ির কাছের লোক হলে আপনাকে নিয়ে পৃথিবীর মানুষের সামনে দেখাতাম যে এই চাষী কি করেছে দেখুন। কিন্তু সেরকম করতে পারছিনা।
যাই হোক আল্লাহ আপনার মঙ্গল করুন। ভাল থাকুন ,আর এগিয়ে চলুন।
খুব সুন্দর হয়েছে ধন্যবাদ
স্যার বাদাম চাষ নিয়ে একটা ভিডিও দিন। ।
ভিডিও তৈরী হয়ে গিয়েছে খুব শীঘ্রই আমাদের সামনে আনবো।
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ। ।
Sirrr doya korun amake, agromin gold, mobomin paini, active gold peyechi ata kamon hobe?? Allwin gold super ar active gold aksathe misiye spray kora jabe???
Thunk you স্যার, ভালো থাকবেন।
আপনারা ও সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
Sir jio jio
ধন্যবাদ জানাই,
ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
তিল চাষ সম্পর্কে একটা ভিডিও তৈরী করবেন।
একটি ভিডিও অবশ্যই দরকার
Kakdwip theke bolchi
চাষে কি অসুবিধা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে আশাকরি আপনার উপকার হবে।
Kaka babu ami tomar vedio pratiniyato dekhi tomar kache aktai prosno fattera na diye ami fornax gr diyechi ote valo kaj hobe uttor pele ami khub khusi habo🙏
ওটা করমন্ডল ইন্টারন্যাশনাল কোম্পানির খুব খুব ভালো দানাদার বিষ এবং খুব ভালো কাজ করবে।
ওতে আছে কোরাজেন এটা জেনে রাখুন।
স্যার,আপনার ভিডিও গুলি দেখি,খুব ভালো লাগে।একাঙ্গী চাষ নিয়ে ভিডিও দিলে খুব ভালো হয়।
ব্যপারটা জানি।আসলে ঐ চাষ আমাদের এদিকে নেই।
এজন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে।
স্যার, বাংলাদেশে allwin top plus এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি?
বোরো চাষের কীটনাশক ব্যবহার নিয়ে প্লিজ একটা ভিডিও করুন।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন,
দাদা ধান গাছে কতদিন পর PGR ধান গাছে স্প্রে করতে হবে
প্রথম চাপান সার দেওয়ার পর অর্থাৎ চারা রোপনের একমাস পর থেকে পিজিআর স্প্রে করবেন ২০ দিন ছাড়া ছাড়া ।
Sir, boro dhan korle sali dhan korar somoy thakbe ki ar sali dhan vhal hobe
খুব সুন্দর। কি ধান বলেন পান ৮২০
বর্ষা কালে চাষ করা যাবে।
এখন এই জাত টা খারাপ হয়ে গেছে।
করবেন না।
এবৎসর কি কি নতুন বীজ ধান আসছে সেই বিষয় নিয়ে ভিডিও করে জানাবো।
একটু অপেক্ষা করুন। এখুনি বীজ ধান কিনবেন না।
স্যার আমার ধান গাছের পাতায় হাল্কা কালো কালো দাগ দেখা দেখা যাচ্ছে এমত অবস্থায় আমার কি করনীয় কি স্প্রে করবো একটু বললে খুব ভালো হয়
প্রতি লিটার জলে দু গ্রাম জিঙ্ক 12% EDTA সেই সঙ্গে NPK 0 0 50 দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন চার দিন ছাড়া ছাড়া দু বার।
আর চাপান সারের সঙ্গে পটাশ সার অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন।
NPK 0 0 50 ETA KE SPRAY SIR?
জিংক আর অল win gold প্লাস কি একসাথে স্প্রে করা যাবে ;যদি যায় তবে পরিমাণটা একটু জানালে খুব ভালো হয়
আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে কিন্তু আপনি জালা লাগানোর পরে কি কি ব্যবহার করা লাগে এটা একটি ভিডিওতে বলুন তাইলে অনেক ভালো হবে আপনার পদ্ধতিতে
স্যার আপনার ভিডিওতে সবই বুঝেছি।প্রথম চাপান সারের আগে , অর্থাৎ চাষের সময় শুধু গোবর অথবা পোল্ট্রির লিটার বাদে আরও কোন সার দিতে হবে কিনা সেইটা জানালে খুবই ভাল হয়।
400 gram DAP
ও 300 গ্রাম ইউরিয়া সার
এই দুটো ছড়িয়ে দিয়ে দু দিন পরে
রোয়া করবেন ?
হ্যা স্যার নোনা জল ছিল
Sir খুব ভালো লাগলো। আমাদের কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।🙏🙏🙏
Sir Allwin top plas /ban/Zink এক সাথেই বিকালে প্রে করা যাবে কি। Please bolban taratri।
হ্যাঁ একসঙ্গে মিশিয়ে স্প্রে করবে ।আর ধানের নতুন ভিডিও আগামী কাল ছাড়ার
চেষ্টা করবো ভিডিও টা দেখো।
Thank you very much , sir, God bless you 🙏
Many thanks to you for watching my video.
Alwin top plus, zn edta 12, humla insecticide eksathe spray kara jabe sir?
Sir diyechi.. arpor roponer age ki ki sar ebong ki pariman dite hobe bolben please.
এই নিয়ে ভিডিও আনছি।
Thank you sir
Allwin top plus r edta zinc spray morning e kora jabe sir???
হ্যা
এখন তো সকালে বেশি গরম পড়ে নি।
এজন্যই সকালে স্প্রে করতে পারেন।
Crop max r allwin gold super ki eksathe use kora jbe?
Sir , Alwin top plus ar zinc ki eksonge spray kora jabe?
অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন।
কাকা মশাই, কেমন আছেন?? আপনাকে অনেক মিস করছি, ঠিকমত ভিডিও পাই না,, আপনি ছাড়া আমরা কৃষকরা তো অচল,,,
আসলে আমি তো অনেক দূরে থাকি।
এজন্য ভিডিও ছাড়তে অসুবিধা হচ্ছে।
আচ্ছা চেষ্টা করবো ঠিক করতে।
আসলে আমি তো অনেক দূরে থাকি।
এজন্য ভিডিও ছাড়তে অসুবিধা হচ্ছে।
আচ্ছা চেষ্টা করবো ঠিক করতে।
Sir all win top Plus+BAN+Zink একসাথে প্রে করতে পারব। please bolben tatari।
Sir,
Namoskar.
Dhamuya degun lagiyechilam.gach valo hayeche.sabe faldarche.
R. Falgun mase ki jater lafha lagabo
আমি চাষীদের স্বর্নালী লাফা বরবটি র
বীজ বিলি করছি।
Sir allwin top plas/allwin gold supa কোনটা ভালো ধান গাছের জন্য please bolban.
অল উইন গোল্ড সুপার ব্যবহার করতে পারলে ভালো হয়।না পাওয়া গেলে টপ প্লাস ব্যবহার করতে হবে।
এখন ধান গাছ কেমন হয়েছে ? নিশ্চয়ই
ভালো হয়েছে।আর নুতন যে ভিডিও টা
ছেড়েছি ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল।
@@farmingadviseranathhalder7579Haa dhkhechi
sir, jingk ar volim flxi ki ak satha misiye spry kora jabe
অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন।
কোনো অসুবিধা হবে না।
স্যার ধান গাছে কোনধরণের জিঙ্ক স্প্রে করবো..? জিঙ্ক সালফেট নাকি অন্য কিছু..
Sir hamla /profex supar konta valo ধান গাছের জন্য ।
Sir Alwin top plus+ zinc are kaj ta ke aktu details aa bolben
স্যার ধানে পরাগায়ন সম্পর্কে বলবেন
আমার ভিডিও তৈরি হয়ে গিয়েছে এক / দুদিনের মধ্যেই দেখতে পাবেন।
স্যার, আশা করি ঠাকুরের কৃপায় সপরিবারে নিয়ে ভালো আছেন।
বহুদিন পর অনলাইনে এলাম।তবে গাছ লাগানো বন্ধ হয় নি । আবার আপনার গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারবো ।আরও অনেক কিছু জানতে পারবো ।
Sir dhan gache jhalsa lagay ami beam zinc duto mixed kore spray ete ki kaono kaj hobe? Please sir
হ্যাঁ অবশ্যই কাজ হবে।
আমি এ ব্যাপারে ভিডিও আনবো দেখবেন।
Sir Allwin top plus+chelamin এক সঙ্গে পান বরজে স্প্রে করা যাবে
হ্যাঁ স্প্রে করবেন। তবে কম পরিমাণে ব্যবহার করতে হবে।
দাদু আমার ধান গাছের পাশ পাতা আগা থেকে সুকিয়ে গোরা পরযনত গিয়ে পচে যাচ্ছে মাঝের পাতা কিন্তু ঠিক আছে কি দেব দয়া করে বলুন
স্যার আমি আপনার থেকে অনেক কিছু শিখতে পারছি এবং ভবিষ্যতে ও পারবো, আমি কোনদিন ধান চাষ করিনি এবছর 802 পানের এক বিঘা চাষ করব তো যদি একটু আপনি পাশে থাকেন খুব ভালো হয়
যদি এখনো বীজ তলা তৈরি না করে থাকেন তাহলে আর ঐ ধান চাষ করবেন না।
পৌষ মাসের 10 তারিখের মধ্যে রোয়া শেষ করতে হবে তবেই খুব ভালো ধান পাবেন।
এখন PAN 138 জাত চাষ করতে পারেন
কম দিনের ধান অথচ ফলন খুব ভালো।
@@farmingadviseranathhalder7579 স্যার আজকে ধান ফেলে এসেছি বীজ তলাতে 802, ধান
তো জমি তো রেডি করার প্রস্তুতি নেব কালকে থেকে তো জমি রেডি হয়ে গেলে কি সার দিয়ে রুইতে হবে?
Sir টোম্যাটো গাছ ঝলসে গেছে বান প্রে করা যাবে . please bolban
Jomi Chas korechi ,10/12 din pore dhan roya korbo ,ekhon ki sarse khol jomite deya jabe?
Sir mobomin r hamla eksathe spray kora jabe ki
কাকাবাবু একটা অস্ট্রেলিয়ান ওপুনে জবার জৈবিক ভাবে গাছ করার ভিডিও করলে ভালো হয়
Sir, eakbar Hooghly er Kamarpukur e usben ? Tahole amra khub upokrito hobo.
স্যার আমি মথুরাপুর ১ন থেকে বলছি
আমাদের এখানে Allwin top plus পাওয়া যাচ্ছে না Allwin aliixer দেওয়া যাবে কি
Sir gorom kal a sosa kon biz valo hobea? Duten tea companir bolo
Sir Allwin top plus & Allwin super gold and Zink একসঙ্গে স্প্রে করা যাবে কি বলবেন, আর কতদিন পরপর করবো
কাকা বাবু প্রণাম নেবেন, আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে,বাসিভাত গাছে কি ভাবে ব্যবহার করবো একটু জানাবেন
স্যার খসলা চাষ নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ
Namaskar sir, Ami apnar video niyamita dekhi. Jhargram district e allwin top plus and aries company chileted Zink EDTA 12% paoya jachhe na, er poriborte ki babohar kora jabe,ektu balben sir,
Sir kon bagun chara akhon lagano jabo aii somai
Sir রমজান মাসে শসা বেচতে চাই। এখন লাগালে হবে বরষার না শীতের বীজ লাগাব
Sir থিয়োভিট / allwin top plas কি একি কাজ করে থাকে । please bolban.
নমস্কার স্যার আমি নদীয়া জেলার রানাঘাট থেকে। এর আগে আমি আপনার বহু ভিডিও দেখেছি তাতে আমি ভীষণ ভাবে উপকৃত হয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ। এবার আমি এক বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। প্রথম চাপান সার হিসাবে ইউরিয়া এবং এক বিঘা জমিতে দু কেজি জিংক সালফেট ব্যবহার করেছি। আমার একটা বিষয় জানার এরপরেও কি ওই জমিতে জিংক (চেলামিন) স্প্রে করা দরকার হবে?
কাকু ধন্যবাদ। আমি কোন জিঙক ব্যবহার করব দয়াকরে বলবেন।
Sir tahole bolchi singel super phosphate ta kakhn use kora jbe?
মাটি তৈরির অর্থাৎ
শেষ চাষের সময় দেবেন।
Sir amer lebi gach khub ful asachilo but akhon sob jhore gache. Ke korbo answer plz .
Sir mati toiri thkay ses pori charja ta bolun taholay valo vabay bujtay parbo
আরেকটা ভিডিও আনছি কাল পরশুর মধ্যে ভিডিওটাকে দেখবেন।
Sir Zink/allwin top plas আলাদা ভাবে নাকি এক সাথে প্রে করব। Please bolban tatari.
Sir paddy roya hobe tahale ekhon ki fertilizer use hobe tar pariman kindly chart e bolen ekhon
All win top plus এর পরিবর্তে Iffco Sagarika কী ব্যবহার করতে পারি?
আমন ধান নিয়ে video করুন
আমন ধানের তিনটি ভিডিও করা আছে। ভিডিওগুলো দেখুন ,
আশা করি সব বুঝতে পারবেন।
সার মিরাকুলান এর সাথে কি কোন ছত্রাকনাশক দেওয়া যাবে???
স্যার আপনি এতো জায়গায় যাচ্ছেন, গঙ্গাসাগরে একবার একবার আসুন।
Sir biovita x সাথে xink প্রে করা যাবে কি?. please bolben taratar.
Biovita. X ও জিঙ্ক একসাথে মিশিয়ে স্প্রে করবেন।
স্যার, ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে হিসেবে ব্যবহার করলে কখন করতে হবে?
Zink+Pgr er sathe ki Hamla spary kora jabe?
অবশ্যই একসাথে মিশিয়ে স্প্রে করবেন।
পশ্চিম মেদিনীপুর থেকে বলছি তিল চাষের ভিডিও ভিডিও দিন খুবই উপকৃত হব
Sir sorisha khol bigha porti kato kg lagbe?
Sir Allwin top pals khkon spa korbo 11am naki bikal 3.00pm please bolban taratri।
11am তে স্প্রে করবেন তবে ওর সঙ্গে
চিলেটেড জিংক 12% প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে একসঙ্গে স্প্রে করবেন।
good information
ধন্যবাদ জানাই ,ভাল থাকুন, আর চলুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
মেসিনে লাগানো ধানের একটা ভিডিও করুন
sir pgr dile ki dhan bij songrokhon kora jabe
হ্যাঁ অবশ্যই যাবে।
Fartera কোন সময় দেওয়া ভালো????
ব্রি ২৯ ধান, ২ কাঠি দিলে হবে,,, কালকে লাগাবো, আশা করি উত্তর দিবেন
ওকে মাষ্টার মুশাই
Zinc, pgr,salphar aksathe dea jabe ki?