অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব। চলুন সকলে এগিয়ে চলি আর একটা ছোট্ট অনুরোধ রাখব আমার ভিডিওগুলো দেখতে থাকুন অনেক কিছু জিনিস শিখতে পারবেন ধন্যবাদ।
স্যার, আপনার চ্যানেলে আমি নতুন। কিন্তু ইতিমধ্যেই আপনার ফ্যান হয়ে গেছি। আপনার চ্যানেল দেখলে শুধু গাছপালা সম্পর্কিত জ্ঞানই হয় না কিছুটা জীবনদর্শনও হয়। সাথে সাথে আপনার মধুর স্বভাবের জন্য মনের মধ্যে অনাবিল আনন্দের আভাস পাই । এইভাবেই সাথে থাকুন। অনেক শুভেচ্ছা রইল।
সত্যি দাদা আপনি সত্যি কারের গাছের ভগবান। আপনার মতো মানুষ হয় না। আপনি যেভাবে গাছ সম্বন্ধে খুলে বলেন,এরকম কথা কেউ বলে না। আপনার মতো মানুষের খুব দরকার। আপনার শত শত বছর যেন আয়ু হয়। ধন্যবাদ দাদা।
দাদা প্রণাম, গাছ করি না করি আপনার সরলতা ও ভালোবাসা মাখা কথাগুলো আমাকে আপনার প্রতি আরো শ্রদ্ধাশীল করে তুলেছে. ভগবানের কাছে আপনার দীর্ঘ এবং শান্তিপূর্ণ জীবন কামনা করছি. ভালো থাকুন ও আপনার মুল্যবান পরামর্শ সমস্ত গাছ প্রেমিকদের দিতে থাকুন.
আল্লাহ আপনার মঙ্গল করুন।আমি সবসময়ই জৈব সার দিয়ে চাষ পছন্দ করি এবং চাই আমার বাংলার মাটি উর্বরতা বৃদ্ধি করুক।আপনি চমৎকার একটি ভিডিও করলেন দাদা,ধন্যবাদ।বাংলাদেশ থেকে🇧🇩
Excellent! I knew many things from you and gathered a new experience. It's a fantastic style of convincing people having hobbies in gardening. I appreciate you for your amazing technique of preparing compost fertilizer. Mind blowing!
কাকু আপনি যে ভাবে বাগান, ছাদ বাগানি,ও কৃষক দের জন্য এই ভাবে নিরন্তর সহযোগ দিয়ে যাচ্ছেন সরল মনে, আমি অভিবূত হয়ে যাই, ভগবান আল্লাহ্ গড আপনাকে আরো অনেক অনেক বছর আপনি এই পৃথিবীতে বিরাজ করবেন.
নমস্কার এবং প্রণাম নিবেন স্যার , আপনার চ্যানেলে মাত্র দুদিন হলো ভিডিও দেখছি এবং সত্যি বলতে যতই দেখছি ততো অনবদ্য ফেন হয়ে যাচ্ছি , আপনার দেওয়া টিপস এ প্রচুর মানুষ উপকৃত হচ্ছে তাই আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি 🙏
অনাথদা আপনাকে বহুদিন পর পেয়ে খুব ভালো লাগলো। আপনার জৈব পরামর্শ আমি অনেক দিন থেকে মানতে চেষ্টা করি তাতে আমার ছোট জায়গায় প্রচুর ফুল এমনকি শীতকালেও জবা ও টগর ফুল ফোটে। আপনাকে আমার প্রণাম জানালাম। জয়গুরু।
আপনি৷ সুস্থ থেকে আরও ৬৫ বছরের বেশি দিন বেচে থাকেন।আপনি যেম ন গাছের ব্যাপারে সাহস দেন।এমন কেহ দেয় না। তাই আপনাকে সব ছাদ বাগান ও কৃষ ক দের দ রকার আছে। সবাই আপ্নাকে ভাল বাসে। ঢাকা থেকে।
I'm of the opinion that it won't be useful for the farmers only but also people in general would be benefited. Dada, I appreciate you for your innovative idea! This is very much exciting! There are lots of things to be learnt. Thanks a lot!
Hello Krishna Sarker, thanks for your appreciation. I am 'KRSNA' bhokto, although I am by born a Christian. Luckily, somebody named 'Krishna' knocked to me. It is a blessings. I am not regularly monitoring my online activities. I do apologize for late response. You can have my Email. jgtraining46526@gmail.com. Be safe, and God's bless be with you. Thanks.
অনেক দেরীতে উত্তর দিলাম কিছু মনে করবেন না ।প্রশ্নগুলো খুঁজে পাচ্ছিলাম না। আমার ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবেন ।ধন্যবাদ জানাই সেই সঙ্গে শারদ শুভেচ্ছা রইল ভালো থাকুন।
@@farmingadviseranathhalder7579 আপনার উপর প্রকৃতির আশীর্বাদ আছে, আপনি আমাদের আশীর্বাদ করুন আমরাও যেন আপনার মতো জৈব সার বাড়িতেই বানিয়ে গাছ মানুষ করতে পারি l আপনাকে দেখলেই মনটা ভরে যায় l খুব ভালো থাকবেন sir, প্রণাম নেবেন l আর sir বলছি যদি আমি 100g লাল বাদাম আর 100g কালো সরষের ওই পেস্ট 2লিটার জলে 10দিন পচিয়ে তার সাথে আরও 18লিটার পরিষ্কার জল মিশিয়ে সমস্ত ফুল ফলের গাছে দিই তাহলে কোনো সমস্যা হবে না তো? একটু বলবেন sir দয়া করে l আবারও ধন্যবাদ
May God bless you with his love.Dada thank you so much for your innovative ideas. I am very much impressed with your service to farmers.however if you make a video for rooftop gardener about organic nutrition with dosages so that they would be benefited.
Excellent tips for fertilizer. I am a beginner gardener, very helpful and influential for me. would you kindly share more videos about vegetables and the appropriate compost or fertilizer within particular vegetables?
আপনার দীর্ঘায়ু কামনা করি আর নমস্কার জানাই। 🙏 আমার বাড়ির এতকাছে এরকম প্রতিভাবান ব্যাক্তির খবর এতদিন জানা ছিল না। আপনার থেকে অনেক জানার এবং কাজে প্রয়োগের চেষ্টা করছি।
অসাধারণ একটি ভিডিও,,,, প্রতিটি শব্দ হৃদয় স্পর্শ করে।প্রকৃত শিক্ষক,,, আপনার জ্ঞানের ভাণ্ডার কে আমার প্রনাম। এমন যোগ্য, প্রকৃতি দরদী, হিতাকাঙ্খী ব্যক্তি কে আমার শ্রদ্ধা আর ভালোবাসা।❤️❤️
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলেই এগিয়ে চলি। আমি সেই সঙ্গে বড়দিনের শুভেচ্ছা জানাই। মহান যীশুখ্রিস্টের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক ।
DEAR SIR, HOW CAN WE MEET DEFICIENCY OF POTASSIUM / POTAS ORGANICALLY FOR MATURE FRUIT PLANTS? IN MATUTE FRUIT PLANTS IN WHICH MONTH / TIME POTASSIUM FERTILIXER SHOULD BE APPLIED? SHOUL POTASH FERETILIZER SHOULD BE USED ONLY AT THE RIME / BEFORE FLOWERING IN MATURE FRUIT PLANTS? PLEASE CLAER IT. WE USE BANANA SKIN / BURNT WOOD ASH.
খুব ভালো লাগলো আপনার কাছ থেকে মূল্যবান কিছু পরামর্শ পেয়ে। আমি আমার জবা গাছের জন্য এইভাবে মাটি তৈরি করবো এবার। আমার জবা গাছের অবস্থা খুবই খারাপ। মৃতপ্রায়, ফুল আসা তো অনেক দূরের ব্যাপার।
ঐ ভাবে মাটি তৈরি করে গাছের গোড়ায় ব্যবহার করুন। তারপর অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া ছাড়া চার বার। ফুল খুব বড় হবে এবং গাছ ও চকচকে থাকবে।
আপনার কথাগুলো শোনার পরে আমার ভেতরে এমন অবস্থা হয় ভাষায় প্রকাশ করা যায়না। এত আপন করে কথা বুঝিয়ে বলেন স ত্যিই অসাধারণ। আপনি মানুষকে জাগাতে পারেন। দীর্ঘ জীবি হউন।
দাদা আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ প্রতিটি ভিডিও যেকোন প্রকৃতিপ্রেমিক, গাছপ্রেমিক, বাগানপ্রেমিকদের কাছে অমূল্য সম্পদ। আমি নিজে বাগান সম্পর্কিত যেকোন নতূন তথ্য পেলে , আগে সেবিষয়ে আপনার কোন মতামত আছে কিনা দেখে নিয়ে তবে গ্রহন করি। ভালো থাকবেন।
আপনি ও সপরিবারে ভালো থাকুন। আর এগিয়ে চলুন, পাশে আছি। এখন আমি হাজার হাজার চাষীদের সঙ্গে কাজ করছি পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্তে শালবনি ব্লকে। বিভিন্ন ফসল চাষের মাধ্যমে চাষীদের আর্থিকভাবে স্বচ্ছল করে তোলাই আমার কাজ। এ ব্যাপারে একটা বড়ো কোম্পানি আমাকে পুরোপুরি সাহায্য করছে।
আমি আজ প্রথম আপনার ভিডিও দেখলাম। এই বয়সে আপনার উৎসাহ, এনার্জি, জ্ঞান এবং নতুন প্রজন্ম কে তা প্রেরণ করার ইচ্ছা কে কুর্নিশ জানাই। আমার মতো নতুন বাগানী দের আপনার মতোই পথ প্রদর্শকের প্রয়োজন।
অবশ্যই অবশ্যই ভাল কাজ পাবেন কথা দিলাম এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন আমি বলেছিলাম যে আমার ভিডিওগূলো দেখলে একজন পাক্কা কৃষিবিদ তৈরি হয়ে যাবেন।আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন নিশ্চিত আপনি এগিয়ে যেতে পারবেন । ভালো থাকুন , আল্লাহ্ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
@@farmingadviseranathhalder7579 জ্বী, আমি এরই মধ্যে অনেক ক'টা ভিডিও দেখেছি। আমি বাগান নিয়ে থাকবো বলেই ঢাকা শহর ছেড়ে গ্রামে এসেছি। কিন্তু অনেককিছু না জানার কারণে বিশেষ করে সবজির ফলন ঠিক পেরে উঠছিনা। আরেকটা সমস্যা দাদা। আপনি যে কীটনাশকগুলোর কথা বলেন ওটার গ্রুপ উল্লেখ করলে আমাদের এখানে খুঁজতে সুবিধা হতো। ভালো থাকবেন।
অবশ্যই ব্যবহার করবে এবং ভালো ফল পাবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন পাতা কুঁকড়ে না যায় বা পাতায় যেন পোকা না আসে। সাদা মাসির হাত থেকে রক্ষা করতে হবে। তাহলে ঠিক আছে।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই সত্যিই বলছি। 6 নম্বর টা করে দেখুন জীবনে কখনোই ভুলতে পারবেন না।আর আমি কখনোও ভুল বলবো না। মানুষ কে ঠকাবোনা ,কথা দিলাম। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন এই কামনা করবো।
Ishwarer kache prarthona kori Sir apni dirghayu hon . Apnar proti ti video omulyo. Eto sohoj bodhyo ebong upokari videos apnar jonye amra dekhte pachhi jante pachhi. Apnake amar pronam.
আপনি দীর্ঘ জীবি হোন।
ভগবান আপনাকে অসংখ্য আয়ু দিক।
অসংখ্য কৃষিজীবী মানুষ আপনার কাছ থেকেই উপকৃত হচ্ছেন তাদের শুভকামনা আপনার সঙ্গে আছে, থাকবে।
🙏🙏🙏
দাদা দয়া করে নমস্কার শব্দটির মিনিং কি ? বলে দিন ।
অনাথ বাবু,নমস্কার।বাদাম -সরষে পচানো জল মরশুমী ফুলের গাছে প্রয়োগ করা যাবে?
অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো কাজ পাবেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব। চলুন সকলে এগিয়ে চলি আর একটা ছোট্ট অনুরোধ রাখব আমার ভিডিওগুলো দেখতে থাকুন অনেক কিছু জিনিস শিখতে পারবেন ধন্যবাদ।
Tttttbttttttrtgrhrttttgtthttttttt
আপনি সত্যি মাটির মানুষ , আপনার কথা শুনতে ভীষন ভালো লাগে, আর পরামর্শ ? Just অসাধারণ ! চালিয়ে যান...
Orchid er opor ekta video banane anath da
Koopppppppplpppplmmlpp
Dada amar bedana fole kalo kalo chop chop nasto hoye jache doya kore bolben
স্যার, আপনার চ্যানেলে আমি নতুন। কিন্তু ইতিমধ্যেই আপনার ফ্যান হয়ে গেছি। আপনার চ্যানেল দেখলে শুধু গাছপালা সম্পর্কিত জ্ঞানই হয় না কিছুটা জীবনদর্শনও হয়। সাথে সাথে আপনার মধুর স্বভাবের জন্য মনের মধ্যে অনাবিল আনন্দের আভাস পাই । এইভাবেই সাথে থাকুন। অনেক শুভেচ্ছা রইল।
খুব ভালোভাবে বুঝিয়ে বললেন।আমি আপনার চ্যনেলে নতুন।ভীষন ভালো লাগলো।আপনার দীর্ঘায়ু কামনা করি। সরলতা আপনার বাচনভঙ্গিতে স্পষ্ট।
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার আপনি আমাদের আদর্শ। আপনার শিক্ষাই আমরা অনেক পরিণত হচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রণাম নেবেন। ভগবানের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করি।
You are a original teacher of soil and plants. Thanks a million sir.
Thank you very much and be happy in life.
আপনার সাথে কথা বলতে চাই। কেমন করে বলব?
আপনার কথার ধরনে বোঝা যায় আপনি অভিজ্ঞ একজন মানুষ এবং আপনি এই কাজকে মন থেকে ভালবাসেন। অনেক ধন্যবাদ
সত্যি দাদা আপনি সত্যি কারের গাছের ভগবান। আপনার মতো মানুষ হয় না। আপনি যেভাবে গাছ সম্বন্ধে খুলে বলেন,এরকম কথা কেউ বলে না। আপনার মতো মানুষের খুব দরকার। আপনার শত শত বছর যেন আয়ু হয়। ধন্যবাদ দাদা।
দাদা প্রণাম, গাছ করি না করি আপনার সরলতা ও ভালোবাসা মাখা কথাগুলো আমাকে আপনার প্রতি আরো শ্রদ্ধাশীল করে তুলেছে. ভগবানের কাছে আপনার দীর্ঘ এবং শান্তিপূর্ণ জীবন কামনা করছি. ভালো থাকুন ও আপনার মুল্যবান পরামর্শ সমস্ত গাছ প্রেমিকদের দিতে থাকুন.
যুগ যুগ ধরে আমাদের বাঙালিদের মনের খোরাক যোগিয়ে আসছেন কবি গুরু রবি ঠাকুর ঠিক তেমনি নিরাপদ খাদ্য উৎপাদনের সুকৌশল বাতলিয়ে আসছেন শ্রদ্ধেয় অনাথ হালদার স্যার। আপনার প্রতি সর্বদা শুভকামনা।
আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি
আপনার ভিডিও গুলো এত আন্তরিক যে মনে হয় পরিবারের কেউ পরামর্শ দিচ্ছেন। প্রার্থনা করি দীর্ঘ দিন সুস্থ আর এমনি প্রাণবন্ত থাকুন।
আপনি ও সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।
দাদা আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ভাষা হারিয়ে ফেলেছি, ঈশ্বরের কাছে কামনা করি আপনি যেন শতবর্ষ আয়ু পান 🙏🙏সকল বাগানীদের জন্য এই ভিডিও খুবই লাভদায়ক |
আল্লাহ আপনার মঙ্গল করুন।আমি সবসময়ই জৈব সার দিয়ে চাষ পছন্দ
করি এবং চাই আমার বাংলার মাটি উর্বরতা বৃদ্ধি করুক।আপনি চমৎকার একটি ভিডিও করলেন দাদা,ধন্যবাদ।বাংলাদেশ থেকে🇧🇩
এমন বিস্তারিত সুন্দর ভাবে,
সহজ ভাষায়, নির্স্বার্থ ভাবে উপস্থাপন আর কেহ পারে নাই, পারবে ও না!!!
অসাধারন আপনার উপস্থাপনা,,,আপনার মানসিকতা💗সুস্থ থাকুন,,,দীর্ঘজীবি হউন আপনি দোয়া করি।
বহূদিন পরে এতো সরল মনের স্যার পেলাম। প্রনাম স্যার।
সপরিবারে ভালো থাকবেন সেইসঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই
নমষ্কার স্যার, আপনার ভিডিওগুলো খুব সহজ সরলভাবে তথ্যবহুল ও প্র্যাকটিক্যাল । সমৃদ্ধ হলাম।
আবার ধন্যবাদ জানাই।ভালো থাকবেন এগিয়ে যাবেন এই কামনা করবো।
দীঘজীৱি হোন দাদা।আপোনাৰ কথা শুনতে ভালো লাগিল। ধন্যবাদ।
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
Excellent! I knew many things from you and gathered a new experience. It's a fantastic style of convincing people having hobbies in gardening. I appreciate you for your amazing technique of preparing compost fertilizer. Mind blowing!
কাকু আপনি যে ভাবে বাগান, ছাদ বাগানি,ও কৃষক দের জন্য এই ভাবে নিরন্তর সহযোগ দিয়ে যাচ্ছেন সরল মনে, আমি অভিবূত হয়ে যাই, ভগবান আল্লাহ্ গড আপনাকে আরো অনেক অনেক বছর আপনি এই পৃথিবীতে বিরাজ করবেন.
তোমাদের আশীর্বাদ ও ঈশ্বরের করুনায় যতদিন পারি এই কাজ করে যাওয়ার চেষ্টা করবো।ভালো থেকো সবাই, আর চলো সকলে এগিয়ে চলি।
@@farmingadviseranathhalder7579 ,
খুব ভালো লাগলো আপনার ভিডিও।ভাত কোন সময় গাছের গোড়ায় দেবো?
নমস্কার এবং প্রণাম নিবেন স্যার , আপনার চ্যানেলে মাত্র দুদিন হলো ভিডিও দেখছি এবং সত্যি বলতে যতই দেখছি ততো অনবদ্য ফেন হয়ে যাচ্ছি , আপনার দেওয়া টিপস এ প্রচুর মানুষ উপকৃত হচ্ছে তাই আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি 🙏
অনেক অনেক ধন্যবাদ জানাই ? আপনার ভিডিও দেখে নতুন কিছু শিক্ষতে পারি।
অসাধারণ!!!আপনাকে অনেক ধন্যবাদ দাদা। 🙏
অনাথদা আপনাকে বহুদিন পর পেয়ে খুব ভালো লাগলো। আপনার জৈব পরামর্শ আমি অনেক দিন থেকে মানতে চেষ্টা করি
তাতে আমার ছোট জায়গায় প্রচুর ফুল এমনকি শীতকালেও জবা ও টগর ফুল ফোটে। আপনাকে আমার প্রণাম জানালাম। জয়গুরু।
এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ 🙏
আরেকটা অসাধারণ ভিডিও। হরিবোল বলবেন না। আপনার জন্য দীর্ঘ জীবন সবার কাম্য।
pp
শসার টবে পরিচর্যা
Apurba.Asadharan.Badam,sarse r bhat sar ami kalkei korbo Dada.Namaskar.
আপনি৷ সুস্থ থেকে আরও ৬৫ বছরের বেশি দিন বেচে থাকেন।আপনি যেম ন গাছের ব্যাপারে সাহস দেন।এমন কেহ দেয় না। তাই আপনাকে সব ছাদ বাগান ও কৃষ ক দের দ রকার আছে। সবাই আপ্নাকে ভাল বাসে। ঢাকা থেকে।
আমার হিন্দু ভাইরা আপনারা কোরআন টা একবার হলে ও পরেন আপনাদের প্রতি আমার অনুরোধ কোরআন পরুন ইসলাম গ্রহন করুন শান্তিতে থাকবেন
কাকু আপনার দেওয়া ভিডিও খুব ভালো লাগলো
I'm of the opinion that it won't be useful for the farmers only but also people in general would be benefited. Dada, I appreciate you for your innovative idea! This is very much exciting! There are lots of things to be learnt. Thanks a lot!
Kaku ey proses gulo gtober gache korte parbo?
Excellent teaching sir, Thanks a lot for your kindness.
আমি কাত্তিক চন্দ্র দাস সিংরাইল থানা কালনা। এম 9153176658. আপনার সাথে দেখা বা কথা বলতে চাই।
কাকু,,, খুব খুব খুব ভালো লাগলো,,, আপনার কথা বলা ও আপনার সাজেশন, ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতো ভালো মানুষ আমাদের খুব দরকার
Ki sohoj vabe bojhan ..khub valo laglo
I am totally impressed, and highly inspired having touch such a wonderful human. Thanks for sharing your experiences with us.
আপনার কথাবার্তা খুব খুব ভালো লাগল। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কাছে সাহায্য চাই। কিভাবে পাবো ফোন নম্বর।
Hello Krishna Sarker, thanks for your appreciation. I am 'KRSNA' bhokto, although I am by born a Christian. Luckily, somebody named 'Krishna' knocked to me. It is a blessings. I am not regularly monitoring my online activities. I do apologize for late response. You can have my Email. jgtraining46526@gmail.com. Be safe, and God's bless be with you. Thanks.
Khub informative content sohoj bhasay bollen, excellent laglo, asha korchi aro information pabo apnar theke, thank you.
হ্যাঁ এটি একটি নতুন জিনিস শিখলাম
আপনার ভিডিও খুব ভালো লেগেছে
এটি খুব ভালো কাজ করে
অনেক দেরীতে উত্তর দিলাম কিছু মনে করবেন না ।প্রশ্নগুলো খুঁজে পাচ্ছিলাম না। আমার ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি অনেক নতুন নতুন জিনিস শিখতে পারবেন ।ধন্যবাদ জানাই সেই সঙ্গে শারদ শুভেচ্ছা রইল ভালো থাকুন।
@@farmingadviseranathhalder7579 আপনার উপর প্রকৃতির আশীর্বাদ আছে, আপনি আমাদের আশীর্বাদ করুন আমরাও যেন আপনার মতো জৈব সার বাড়িতেই বানিয়ে গাছ মানুষ করতে পারি l আপনাকে দেখলেই মনটা ভরে যায় l খুব ভালো থাকবেন sir, প্রণাম নেবেন l আর sir বলছি যদি আমি 100g লাল বাদাম আর 100g কালো সরষের ওই পেস্ট 2লিটার জলে 10দিন পচিয়ে তার সাথে আরও 18লিটার পরিষ্কার জল মিশিয়ে সমস্ত ফুল ফলের গাছে দিই তাহলে কোনো সমস্যা হবে না তো? একটু বলবেন sir দয়া করে l আবারও ধন্যবাদ
Outstanding lecture
Thank you very much and may God bless you.
দাদা অসাধারণ আপনি খুব খুব ভাল থাকুন আর সকলের জন্য ভাল ভাল ভিডিও দিতে থাকুন
May God bless you with his love.Dada thank you so much for your innovative ideas. I am very much impressed with your service to farmers.however if you make a video for rooftop gardener about organic nutrition with dosages so that they would be benefited.
I am publishing organic farming very soon. Thank you so much
হ্যাঁ এ ব্যাপারে আমি ভিডিও করব আগে বলি অনেক দেরীতে উত্তর দেওয়ার জন্য সত্যিই দুঃখিত ধন্যবাদ জানাই নমস্কার নেবেন।
Farming adviser Anath Halder আমি অপেক্ষা করি আপনার নুতন ভিডও দেখার জন্য ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Simple living but high thinking. May God give you a long long life. My deepest PRANAM to you.
দারুন দারুন আপনার জৈব সার তুলনাহীন আমি ব্যবহার করে sir অনেক উপকার পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Outstanding explanation sir, Thank you very much
Excellent tips for fertilizer. I am a beginner gardener, very helpful and influential for me. would you kindly share more videos about vegetables and the appropriate compost or fertilizer within particular vegetables?
I will try my best to publish different videos regarding vegetables kindly follow my channel
আপনার দীর্ঘায়ু কামনা করি আর নমস্কার জানাই। 🙏 আমার বাড়ির এতকাছে এরকম প্রতিভাবান ব্যাক্তির খবর এতদিন জানা ছিল না।
আপনার থেকে অনেক জানার এবং কাজে প্রয়োগের চেষ্টা করছি।
Waste Decomposer দিয়ে কি ১. রান্না করা ভাতকে পচানো যায়। ২. সরিষা ও বাদামকে পচানো যাবে?
Thank you sir for this useful video 👍❤️
আজই দেখলাম আপনার ভিডিওটা....খুব সহজ পদ্ধতি....আরও ভিডিও করুন...খুব ভাল থাকুন....সুস্থ থাকুন...আপনাকে আমাদের প্রয়োজন
অসাধারণ
Thank you sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️🙏🙏
Just amazing
অসাধারণ একটি ভিডিও,,,, প্রতিটি শব্দ হৃদয় স্পর্শ করে।প্রকৃত শিক্ষক,,, আপনার জ্ঞানের ভাণ্ডার কে আমার প্রনাম। এমন যোগ্য, প্রকৃতি দরদী, হিতাকাঙ্খী ব্যক্তি কে আমার শ্রদ্ধা আর ভালোবাসা।❤️❤️
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলেই এগিয়ে চলি। আমি সেই সঙ্গে বড়দিনের শুভেচ্ছা জানাই।
মহান যীশুখ্রিস্টের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক ।
@@farmingadviseranathhalder7579
ধন্যবাদ দাদা।প্রনাম নেবেন।🙏
স্যার এই ভাত আর প্যাঁক কি ফল আসার সময় দেবো , না ফল আসার পর দেবো?
বছরে কত বার দেবো?
Bhat pocha dile naki poka Hoi???
Thank you....
👍
অসাধারণ লাগে আপনার ভিডিও , আপনি ভালো থাকুন সুস্থ থাকুন , আপনার দীর্ঘ আয়ু কামনা করি , r এভাবেই যেন আপনি আমাদের শিখিয়ে যেতে পারেন । ❤
Apnar bari kothai
Ami Bangladesh teke.
ভাত কে কিভাবে পচাতে বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি।ছোট গাছের জন্য কিভাবে ব্যবহার করবো
আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক নতুন জিনিস জানলাম।
অবশ্যই এই গুলি ব্যবহার করে চাষ করার চেষ্টা করব।
অসংখ্য ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
মাটি তে চাল গুঁড়ো মেশানোর পর মাটি খুব গরম হয়ে আছে । কি কারণ দাদা?
Ota to hobei.. ota sadaron bikriya, tarpor suru hobe action..(kriya)
Sathe ki pani dite hobe ? Naki emni cal gura r mati misiye rakhlei hobe?
DEAR SIR, HOW CAN WE MEET DEFICIENCY OF POTASSIUM / POTAS ORGANICALLY FOR MATURE FRUIT PLANTS?
IN MATUTE FRUIT PLANTS IN WHICH MONTH / TIME POTASSIUM FERTILIXER SHOULD BE APPLIED?
SHOUL POTASH FERETILIZER SHOULD BE USED ONLY AT THE RIME / BEFORE FLOWERING IN MATURE FRUIT PLANTS?
PLEASE CLAER IT.
WE USE BANANA SKIN / BURNT WOOD ASH.
Use 1:9 Chicken Manure and Soil.
ধন্যবাদ দাদা, অনেক শুভ কামনা রইলো। শিশুদের শিক্ষাদানের মতো করে উপস্হাপন করা আপনার ভিডিওটি খুব ভালো লাগলো।
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
অসাধারণ ভিডিও। আমার দেখা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। এখনও পৃথিবীতে ভালো মানুষ আছেন। ভগবান আপনাকে দীর্ঘ জীবন দান করুন।
ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন,আর চলুন সকলে বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলি।
খুব ভালো লাগলো আপনার কাছ থেকে মূল্যবান কিছু পরামর্শ পেয়ে। আমি আমার জবা গাছের জন্য এইভাবে মাটি তৈরি করবো এবার। আমার জবা গাছের অবস্থা খুবই খারাপ। মৃতপ্রায়, ফুল আসা তো অনেক দূরের ব্যাপার।
ঐ ভাবে মাটি তৈরি করে গাছের গোড়ায় ব্যবহার করুন। তারপর অল উইন গোল্ড সুপার প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া ছাড়া চার বার। ফুল খুব বড় হবে এবং গাছ ও চকচকে থাকবে।
বাংলাদেশ থেকে দোয়া, কৃতজ্ঞতা এবং ভালবাসা প্রকাশ করছি।সবসময় মহান আল্লাহ্ আপনাকে সুস্থ এবং সুখি রাখুন।
আপনি ও সপরিবারে ভালো থাকুন আর আল্লাহ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Apnar video gulo ami baar baar dekhi,onek kichu sikhte pari.Bhagoban apnake dirghayu koruk ei prarthona kori.
আপনিও সপরিবারে ভাল থাকুন ,সুস্থ থাকুন এই কামনা করবো, আর চলুন সকলে এগিয়ে চলি।
জৈব সার সম্পর্কে আমার অজানার দরজা খুলে গেল।
ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন, সুস্থ থাকুন এই কামনা করবো।
অশেষ ধন্যবাদ 🎉🎉🎉 দাদা আপনি সুস্থ ও ভালো থাকুন, নমস্কার 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ধন্যবাদ।
খুব ভালো বক্তৃতা দিলেন, দেখা যাক কতটা সম্ভব।
ধন্যবাদ
এত সরল, সহজ,প্রানবন্ত শিক্ষার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।
আর চলুন সকলে এগিয়ে চলি।
Apnar moto manuske amra dirghodin pete chai. Apni je tuku tips dan setuku nirvajal apnar vedeo dekhte khub bhalo laghe
অতুলনীয় কথা বলেছেন, আগামী প্রজন্মদের জন্য।
মাটিকে সুস্থ রাখা খুব জরুরী।
ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যের জন্য
আপনার পরামর্শ অনুযায়ী আমি গাছের যত্ন করে আমি খুব উপকার পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
ধন্যবাদ জানাই ভাল থাকুন সপরিবারে আর চলুন সকলে এগিয়ে চলি।
স্যার নমস্কার, পান্তা ভাত লেবু গাছে দিয়েছি,খুব ফল ধরেছে, আপনার ভিডিও গুলি খুব ভালো,বাংলাদেশ 🙏🙏
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন।
খুব ভালো লাগে আপনার ভিডিও,। আপনার দীর্ঘ জীবন কামনা করি।নারকেল গাছ নিয়ে সমস্যায় আছি -মুচি ফুল সব ঝরে যায়, সাদা মাছি নেই তবুও
ধন্যবাদ জানাই।
আর নারকেলের উপরে আমার চ্যানেলে
তিনটি ভিডিও করা আছে।
ভিডিও গুলো দেখুন সব বুঝতে পারবেন।
ধন্যবাদ দাদু আপনার এই জিনিসগুলো আমার খুবই কাজে লেগেছে তার জন্য আপনাকে আমি আরেকবার ধন্যবাদ জানাই🥰😊
খুব ভাল লাগল আপনার এই ভিডিও । অসাধারণ ।
ধন্যবাদ জানাই,
সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন,
আর এগিয়ে চলুন।
খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন কাকাবাবু
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
দাদা আপনি সুস্থ সবল ভাবে কমপক্ষে ১০০ বৎসর বাঁচুন আর আমাদের গুরুত্বপূর্ণ tips গুলি দিন। 🙏🙏❤❤
আপনার কথাগুলো শোনার পরে আমার ভেতরে এমন অবস্থা হয় ভাষায় প্রকাশ করা যায়না। এত আপন করে কথা বুঝিয়ে বলেন স ত্যিই অসাধারণ। আপনি মানুষকে জাগাতে পারেন। দীর্ঘ জীবি হউন।
6 নাম্বার আইটেম টা একবার ব্যবহার করুন।
কখনোই ভুলতে পারবেন না।
@@farmingadviseranathhalder7579 6 নাম্বারে টা কতদিন পরপর এবং কতটুকু পরিমান করে টবে দিব?
নমস্কার দাদা। আপনার উপস্থাপনা এত সহজ সরল আর প্রানবন্ত যে মুগ্ধ হয়ে শুনি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আপনারাও সপরিবারে ভাল থাকুন ,সুস্থ থাকুন এই কামনা করবো , আর চলুন সকলে এগিয়ে চলি । ধন্যবাদ।
Khub khub khub sundor bhabe bojhalen Dadu , 🙏🏻🙏🏻🙏🏻
Apnar kotha bolar style khub valo
আপনার বর্ণনার পদ্ধতিটি চমৎকার।সহজ ও সাবলীল।
আপনার ভিডিওটা অসাধারণ। অনেক উপকৃত হলাম, অনেক মজা করে কথা বলেন আপনি।
ধন্যবাদ জানাই। সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
ঢাকা কেরানীগঞ্জ থেকে শুনছি আপনার জন্য আশীর্বাদ রইল
সোনার বাংলার মানুষ কে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
দাদা অসাধারণ লাগল আপনার জৈব সার তৈরী পদধতি।আপনি সুস্থ থাকবেন,ভাল থাকবেন,আর এই ভাবে আমাদের পথ দেখাবেন।আমার নমষকার নেবেন।
ধন্যবাদ জানাই দিদিমনি।
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
ঠ্যাঙ্কিউ কাকু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ🙏💕 ভালো থাকুন, সুস্থ থাকুন আপনি।
আপনি ও সপরিবারে ভালো থাকুন আর
চলুন সকলে এগিয়ে চলি।
দাদা আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে কথা বলেন এবং খুব ভালো করে বুজিয়ে দিন
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
Excellent 👍👌... Apnak joto dekhchi, Toto sraddha barche. Apnar dirghayu kamona kori.
তোমরাও সপরিবারে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করবো আর চলো সকলে এগিয়ে চলি। ধন্যবাদ।
আপনার channel দু দিন হলো দেখা শুরু করেছি, এত ভালো লেগেছে যে কি বলবো, ঈশ্বর আপনাকে সুস্থ শরীর, দীর্ঘ আয়ু দিন এই প্রার্থনা।
আপনারাও সপরিবারে ভাল থাকুন।
আর বিভিন্ন ফসল চাষ করে এগিয়ে চলুন।
আপনাদের সাফল্য কামনা করি।
দাদা আপনার অভিজ্ঞতা সমৃদ্ধ প্রতিটি ভিডিও যেকোন প্রকৃতিপ্রেমিক, গাছপ্রেমিক, বাগানপ্রেমিকদের কাছে অমূল্য সম্পদ। আমি নিজে বাগান সম্পর্কিত যেকোন নতূন তথ্য পেলে , আগে সেবিষয়ে আপনার কোন মতামত আছে কিনা দেখে নিয়ে তবে গ্রহন করি। ভালো থাকবেন।
আপনি ও সপরিবারে ভালো থাকুন।
আর এগিয়ে চলুন, পাশে আছি।
এখন আমি হাজার হাজার চাষীদের সঙ্গে কাজ করছি পশ্চিম মেদিনীপুরের শেষপ্রান্তে শালবনি ব্লকে। বিভিন্ন ফসল চাষের মাধ্যমে চাষীদের আর্থিকভাবে স্বচ্ছল করে তোলাই আমার কাজ। এ ব্যাপারে একটা বড়ো কোম্পানি আমাকে
পুরোপুরি সাহায্য করছে।
আমি আজ প্রথম আপনার ভিডিও দেখলাম। এই বয়সে আপনার উৎসাহ, এনার্জি, জ্ঞান এবং নতুন প্রজন্ম কে তা প্রেরণ করার ইচ্ছা কে কুর্নিশ জানাই। আমার মতো নতুন বাগানী দের আপনার মতোই পথ প্রদর্শকের প্রয়োজন।
ধন্যবাদ জানাই , সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন , সুস্থ থাকুন এই কামনা করবো। আর চলুন সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি।
খুৰ উপকৃত হলাম
অনেক ধন্যবাদ দাদ। কেন যে আগে আপনার ভিডিও দেখতে পাইনি! আমি বাগানে এবার এই সারগুলোই প্রয়োগ করবো। খুব ভালো থাকবেন।
অবশ্যই অবশ্যই ভাল কাজ পাবেন কথা দিলাম এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন আমি বলেছিলাম যে আমার ভিডিওগূলো দেখলে একজন পাক্কা কৃষিবিদ তৈরি হয়ে যাবেন।আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন নিশ্চিত আপনি এগিয়ে যেতে পারবেন । ভালো থাকুন ,
আল্লাহ্ আপনার মঙ্গল করুন এই কামনা করবো।
@@farmingadviseranathhalder7579 জ্বী, আমি এরই মধ্যে অনেক ক'টা ভিডিও দেখেছি। আমি বাগান নিয়ে থাকবো বলেই ঢাকা শহর ছেড়ে গ্রামে এসেছি। কিন্তু অনেককিছু না জানার কারণে বিশেষ করে সবজির ফলন ঠিক পেরে উঠছিনা। আরেকটা সমস্যা দাদা। আপনি যে কীটনাশকগুলোর কথা বলেন ওটার গ্রুপ উল্লেখ করলে আমাদের এখানে খুঁজতে সুবিধা হতো।
ভালো থাকবেন।
Sir khub valo laglo eta dekhe.. ami Lanka gache proyog korbo egulo.. 🙏🙏 thanks
অবশ্যই ব্যবহার করবে এবং ভালো ফল পাবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন পাতা কুঁকড়ে না যায় বা পাতায় যেন পোকা না আসে। সাদা মাসির হাত থেকে রক্ষা করতে হবে। তাহলে ঠিক আছে।
অনেক ধন্যবাদ দাদাভাই।আপনার বলার ভঙ্গিতে একটা বিশ্বাস আছে,খুব ভালো লাগে,,সাহস পাই।আপনি এভাবেই থাকুন,অনেকদিন।প্রনাম নেবেন।
ধন্যবাদ জানাই,
সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
বাংলাদেশের থেকে দেখছি,কাকু আপনার ভিডেও এবং কথা গুলা খুব ভালো লাগে
ধন্যবাদ জানাই।
সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
কথাগুলো খুবই সহজ সরল ভাবে বললেন,দীর্ঘায়ু কামনা করছি🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
শুভেচ্ছা রইল।
সত্যি করে সব বলছেন...ভাল লাগলো
হ্যাঁ,
অবশ্যই অবশ্যই সত্যিই বলছি।
6 নম্বর টা করে দেখুন জীবনে
কখনোই ভুলতে পারবেন না।আর আমি কখনোও ভুল বলবো না। মানুষ কে ঠকাবোনা ,কথা দিলাম।
আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সকলের মঙ্গল করুন এই কামনা করবো।
Ishwarer kache prarthona kori Sir apni dirghayu hon . Apnar proti ti video omulyo. Eto sohoj bodhyo ebong upokari videos apnar jonye amra dekhte pachhi jante pachhi. Apnake amar pronam.
বাংলাদেশ থেকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য. আমাদের মাঝে আপনি আরো শতবর্ষ বেঁচে থাকুন!
সোনার বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই ।
সপরিবারে ভালো থাকুন ,
আর এগিয়ে চলুন ,
এই কামনা করবো।
Darun darun Sundar classification upner. may God bless u. Long live sir. I salute u once again. Bye
Many thanks to you for watching my video and be happy life.
Thakur aapane Khoob Bhalo Jale👍👍👍👍👌🏼👌🏼👌🏼👌🏼
দাদা কৃষির উপরে আপনার সব গুলি পোষ্ট দেখি।খুব ভালো লাগে।ধন্যবাদ।
আপনাকে ও ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভাল থাকুন ,সুস্থ থাকুন এই কামনা করবো।আর ভিডিওগুলো দেখুন আশা করছি উপকারে আসবে।
ওহকাকা দরুন এজন্যই আপনাকে এতো ভালো লাগে
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
স্যার আপনার ভিডিও খুব ভালো লাগে, আপনার কথা খুব সুন্দর খুব সুন্দর 💖💖💖💖💯💯💯👈👈
ধন্যবাদ জানাই।
ভালো থাকুন ,আর এগিয়ে চলুন । অনেকে পরে জানালাম।
সবে প্রশ্নটা আজকে খুঁজে পেলাম কিছু মনে করবেন না।