মহাপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত গুরুত্ব পূর্ণ ও যুক্তি নির্ভর তাফসীর করার জন্য সম্মানিত এই হুজুরকে তাঁর অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনার জন্য অন্তরের অন্তঃসস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
যে কেউ এক জন আলেম নামধাৱি ইউটোবে এসে দিন ইসলামেৱ অৰ্ধেক মুছে দেবে পৱি পুৰ্ন পূৰ্নাংজ্ঞো সুৱক্ষতি দীন ইসলামকে ইসলামেৱ অতি গুৱূততপূৰ্ন বিষয় তা হলো সুননাহৱ কিতাব আললাহৱ ৱাছূল সঃ এবং সকল সাহাবিদেৱ তাবিঈন তাবে তাবি ঈনদেৱ সহ সকল ইমামদেৱ আত্যো ত্যাগেৱ বিনিময়ে যে সুৱক্ষিত দীনেৱ অৰ্ধেক অৰ্ধাংগো অপৱিহাৰ্জ ৱাছূল সঃ এৱ পবিত্ৰ কালাম কথা বা সহীহ হাদিস কে মুছে দেবে অসিকাৱ কৱবে আৱ সাধাৱন মানুষকে বিবভ্ৰানত কৱবে ।আমি আমৱা চুপ থাকবো ।জাহাননামে ঢোকাৱ জন্য এতটুকই যথেসঠো
অত্যন্ত যুক্তিসংগত বক্তব্য যা আমার দীর্ঘদিনের প্রশ্ন।আমি আপনার এই মূল্যবান বক্তব্যের সাথে সম্পূর্ন একমত।আমার উত্তর পেয়ে গেছি।আল্লাহ আপনার মঙ্গল করুন।আমীন।
যে কেউ এক জন আলেম নামধাৱি ইউটোবে এসে দিন ইসলামেৱ অৰ্ধেক মুছে দেবে পৱি পুৰ্ন পূৰ্নাংজ্ঞো সুৱক্ষতি দীন ইসলামকে ইসলামেৱ অতি গুৱূততপূৰ্ন বিষয় তা হলো সুননাহৱ কিতাব আললাহৱ ৱাছূল সঃ এবং সকল সাহাবিদেৱ তাবিঈন তাবে তাবি ঈনদেৱ সহ সকল ইমামদেৱ আত্যো ত্যাগেৱ বিনিময়ে যে সুৱক্ষিত দীনেৱ অৰ্ধেক অৰ্ধাংগো অপৱিহাৰ্জ ৱাছূল সঃ এৱ পবিত্ৰ কালাম কথা বা সহীহ হাদিস কে মুছে দেবে অসিকাৱ কৱবে আৱ সাধাৱন মানুষকে বিবভ্ৰানত কৱবে ।আমি আমৱা চুপ থাকবো ।জাহাননামে ঢোকাৱ জন্য এতটুকই যথেসঠো।নামাজেৱ কথা পবিত্ৰ কুৱআনে পাচ ওয়াকত কোথাও লেখা আছে ?? ঝাকাতেৱ দেয়াৱ কথা পবিত্ৰ কোৱআনে শুধু বলা আছে কত দিতে হবে কি পৱি মান সমপদ কত কত দিন থাকলে কাৱ জন্য জাকাত ফৱজ ব্যধ্যতা মুলক এগুলো কিছু কুৱআনে বলা হয়নি ।বিয়েৱ ব্যপাৱে পবিত্ৰ কুৱআনে শুধু কাকে কাকে বিয়ে কৱা যাবে এবং যাবেনা এতটুকু বলা আছে ।কি ভাবে কোন পদধতিতে বিয়ে এবং তালাক বা বিচছেদ হবে তা পবিত্ৰ কুৱআনে বিসতাৱিত বলা হয়নি।মেৱাজ ৱজনি কুৱআন মাজিদে শুধু মাসজিদ হাৱাম থেকে মাসজিদ আকসাৱ উলল্যেখ আছে এবং অন্য সুৱা অন্য আয়াতে জীবৱাঈল আঃ কে সিদৱাতুল মুনতাহায় একবাৱ ৱাছূল সঃ এৱ দেখাৱ কথা উললেখ কৱা হয়েছে।মৃত্যুৱ পৱ গোসল কৱানো জানাযা নামাজ সহ অন্যান্যে সব কিছু সমপৰ্খে পবিত্ৰ কোৱআনে বলা হয়নি ।এ সব কিছুৱ সবটা বিসাল পৱিসৱে কোথায় কাৱ হুকুমে কে নিৰ্ধাৱন কৱেছে ??তাৱ সব কিছু হাদিসেৱ কিতাব বা সুননাহৱ কিতাব নিদধাৱন কৱেছে ।
কুরআন এবং হাদীস ত এই ভাবেই বুঝতে হয় । সুন্দর আলোচনা । এখন কে কতটুকু প্রাকটিক্যাল কাজ করে পরীক্ষায় নম্বর বেশি নিয়ে পাশ করতে পারি তার ওপর নির্ভর করছে আমাদের মুক্তি , পুরস্কার অথবা শাস্তি ।
সূরা যুমার্ আয়াত ৪২: আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্যে। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। --বিঃদ্রঃ এই আয়াতের দিকে একটু লক্ষ্য করলেই স্পষ্ট হয়ে যায় ' নিদ্রা মৃত্যুর সমতুল্য 'শারীরিক অনুভূতি নিদ্রাকালে এবং অবধারিত মৃত্যুর মধ্যে কোনো তফাৎ নাই সুতরাং নিদ্রাকালে কোনো দুঃস্বপ্নে আমরা রীতিমতো ঘায়েল হতেই পারি যদি ঘুম না ভাঙে তাতো আঘাতের পর আঘাত চলতেই থাকলো এটাই কবরের আজাব বলে ধরে নিতে পারি ।
হুজুরের গ্যানগব'আলোচনা শুনলাম। অন্যান্য ইসলামী এসকলারদের সাথে উনার কিছু বিষয়ে দিমত দেখতে পাচ্ছি। হুজুর কে। অনুরোধ করবো দিমত বিষয় গুলো নিয়ে অন্যান্য আলেমদের। সাথে আলোচনায় বসে বিষয় গুলোর সমাধান করা। এতে আমাদের মত সাধারণ মুসলিম সম্প্রদায়ের লোকেরা উপকৃত হবো।
Sajal Roshan der explanation jodi ektu kheal koren tobe dekhte paben je amader Hadith manar temon Ekta dorkar nai ja Allah's Nabi o Rasul Mohammad Sallalahu Alyhiwasallam Salam ke oshikar korar namantor. Etobeshi namaj porar dorkar nai, masjid madrasa te daan korar dorkar nai etc etc. Uni ki Islam er Daiyee or Ihudi nasarader pokhher look ta bevey dekhar obokas achey.
Allah Amader Khub ador O jotno kore baniysen Amora kotha na sunleto kosto debei Etai Neom.Ami namazer Somoy Illen ke mone kore Namaj Pori. ALLAH sober chey mohan
আসসালামুয়ালাইকুম হুজুর,,, আপনার অনেক গুলো ভিডিও আমি দেখলাম,, আমার মনে অনেক গুলো প্রশ্ন ঘুরপাক খেতো সবসময়,, অনেক হুজুরের কথা শুনেছি কিন্তু আমি আমার মনের মতো কোনো উত্তর পাইনি,,, আপনার তাফসির শুনে আমি যে উত্তর গুলো আমি খুঁজে বেড়াইছি সেগুলো সবগুলো উত্তর আলহামদুলিল্লাহ পেয়ে গেছি,, আরো কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মনে,, মুমিনের মৃত্যু বা খারাপ লোকের মৃত্যু আমরা কিভাবে বুঝতে পারবো,,,বারযাখ জীবনে আমাদের আগে আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হবে কিনা এবং বারযাখ জীবনে দুনিয়ার আত্নীয় স্বজনের কথা মনে পড়ে কিনা,,,যারা সিজ্জীন এ থাকবে তারা তো শাস্তি পাবে কেয়ামত পর্যন্ত তাহলে সেই শাস্তি হলেও কি সে হাসরের পরে জাহান্নামে যাবে,, এইগুলো নিয়ে তাফসির করবেন দয়া করে
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ قَدْ يَئِسُوا مِنَ الْآخِرَةِ كَمَا يَئِسَ الْكُفَّارُ مِنْ أَصْحَابِ الْقُبُورِ﴾ ১৩) হে ঈমানদারগণ, যাদের ওপর আল্লাহ গযব নাযিল করেছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না৷ আখেরাত সম্পর্কে তারা ঠিক তেমনি নিরাশ যেমন কবরস্থ কাফেরা নিরাশ৷ সুরা মুমতাহিনা
যেমন বিদ্যুত বা ইলেকটিক ছটে যখন মানুষ আক্ৰানত হয় তখন কিযে ভয়া বহ কষট যন্ৰনা ভোগ কৱতে থাকে সেটা কাছেৱ মানুষ বা দুৱেৱ মানুষ কেউ বুজতে পাৱেনা ।আৱ তাৱ শৱিৱে কোন ভয়াবহ আঘাতেৱ চিননহ বা আগুনে পুৱে ভমব হয়া ঝলসে যায়াৱ কোন চিনহ দেখতে পায়া যায়না
60:13 হে মুমিনগণ! আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, তারা তো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। যেমন হতাশ হয়েছে কাফিররা কবরবাসীদের বিষয়ে। (সুরা আল মুমতাহিনা)
কোরআনে আছে, ‘প্রতিটি মানুষকেই মৃত্যুস্বাদ আস্বাদন করতে হবে’। মুখোমুখি হতে হবে তিনটি প্রশ্নের। যা ‘সওয়াল জওয়াব’ নামে পরিচিত। কবরে শায়িত করার পর তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে ১.মান রাব্বুকা (তোমার প্রতিপালক কে?) (মুমিন হলে) উওর: রাব্বি আল্লাহ্ (আমার প্রতিপালক আল্লাহ)। ২.মান দীনুকা (তোমার ধর্ম কী ছিল) (মুমিন হলে) উত্তর: দীনি আল ইসলাম (আমার দীন ইসলাম)। ৩. মহানবী স. কে দেখিয়ে বলা হবে ‘মান হাযার রাজুল? (এ ব্যক্তিটি কে?) (মুমিন হলে) উত্তর: হাযা রাসুলুল্লাহ্ (তিনি আল্লাহর রাসুল) এ তিনটি প্রশ্ন বোখারি শরিফের হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সা: বলেন, বান্দাকে যখন কবরে রেখে তার সঙ্গীরা বিদায় নিয়ে চলে যায়, সে তাদের পায়ের জুতা বা স্যান্ডেলের আওয়াজও শুনতে পায়। ওই সময়েই দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। জিজ্ঞেস করেন, ‘এ লোকটি অর্থাৎ মুহাম্মদ সা. সম্পর্কে তোমার ধারণা কী? মুমিন ব্যক্তি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তাকে বলা হয়, তাকিয়ে দেখো, ওই যে জাহান্নামে তোমার আসনটা, সেটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন বরাদ্দ করে দিয়েছেন। উভয় আসনই সে দেখতে পাবে। মুনাফিক বা কাফেরকে প্রশ্ন করা হবে তুমি কি বলতে পারো এ লোকটা সম্পর্কে? সে বলবে, আমি তো কিছু জানি না। লোকেরা যা বলত, আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি তো জানতে চাওনি, অনুসরণও করনি। আর ওই মুহূর্তেই বিশাল এক লৌহ হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হবে। আঘাতের ফলে সে বিকট স্বরে আর্তচিৎকার করে উঠবে, যা তার আশপাশে জিন, ইনসান এ দুই সৃষ্টি ছাড়া আর সবাই শুনতে পাবে। (বুখারি শরিফ)। অন্যান্য হাদিসে এসেছে, প্রথম প্রশ্ন হবে তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন থাকবে রাসূলুল্লাহ সা: সম্পর্কে। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর আসসালামুয়ালাইকুম হুজুর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিতেছি আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আল্লাহ আপনাকে সকল প্রকার অসুখ বিসুখ বালা-মুসিবত থেকে নিরাপদে রাখুন আমিন আমি আপনাকে আমার জ্ঞানে বর্তমান জগতের মানুষের মধ্যে সবথেকে বড় আলেম মনে করি আমি আমার অন্তর থেকে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সবসময় শান্তিতে রাখুন আমিন
Please opine what is the difference between azrail and malakul mauth fereshta. I also solicit opinion about monkir - nokir questions and when or in which station it will be held.
হুজুর একটা বিষয় পসট হছছেনা যে রুহ্ ইললিন ওসিজজিল এ থাকবে ইললিন ও সিজজিল কি? এটাকি সাজা ভোগের জায়গা তাই যদি হয় তাহলে আমরা জানি বিচারের আগে কোন সাজা হবেনা আর বিচার হবে হাশরের দিন তাহলে মাঝখানে র সময় টা রুহ্ এর কিহবে?
খুব সুন্দর আলোচনা আমার একটি প্রশ্ন হলকোরআন এবং হাদিসের অনেক সমস্যার সমাধান সরাসরি নেই সেই ক্ষেত্রে সমাধান কি? সব হাদিস মানা যাবে না সেটা ঠিক আছে? হাদিস গ্রন্থে জাল হাদিস আনা আনার কারণ কি? তারতো ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসে আছে?
আপনার কোরআন ভিত্তিক দলিল প্রশাসনীয়। কিন্ত অনেক হাদীস সরাসরি কোরআনের সঙ্গে না মিল পাওয়ার কারণ হাদীস কে বাদ দেওয়া যদিও হাদীস টি সহি। যদিও এই হাদীসের সঠিক অর্থ আপনার অজানা। তাই শুধুমাত্র যুক্তি দিয়েই হাদীস কে বাদ দেওয়াটি সঠিক হবে না , ইসলাম যা বলেছেন । ধন্যবাদ
আসলেই ঠিক, অনেক হাদিসের অর্থই হুজুরের অজানা। যার কারণে কোরআনের সাথে হাদিসকে মিল করতে পারতেছেন না। যার কারণে অনেক সহিহ হাদিসকেও উনি কোরআনের সাথে সাংঘর্ষিক বলে বাদ দিয়ে যাচ্ছেন।
মহাপবিত্র গ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত গুরুত্ব পূর্ণ ও যুক্তি নির্ভর তাফসীর করার জন্য সম্মানিত এই হুজুরকে তাঁর অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনার জন্য অন্তরের অন্তঃসস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আসসালামুয়ালাইকুম হুজুর আপনি ঠিক বলেছেন আপনি আপনার ওয়াজ আমরা আমি শুনি খুব ভালো লাগে আপনি যা বলেন সঠিক কথাই বলেন আমরা বিবেক বিবেচনা করি
যে কেউ এক জন আলেম নামধাৱি ইউটোবে এসে দিন ইসলামেৱ অৰ্ধেক মুছে দেবে পৱি পুৰ্ন পূৰ্নাংজ্ঞো সুৱক্ষতি দীন ইসলামকে ইসলামেৱ অতি গুৱূততপূৰ্ন বিষয় তা হলো সুননাহৱ কিতাব আললাহৱ ৱাছূল সঃ এবং সকল সাহাবিদেৱ তাবিঈন তাবে তাবি ঈনদেৱ সহ সকল ইমামদেৱ আত্যো ত্যাগেৱ বিনিময়ে যে সুৱক্ষিত দীনেৱ অৰ্ধেক অৰ্ধাংগো অপৱিহাৰ্জ ৱাছূল সঃ এৱ পবিত্ৰ কালাম কথা বা সহীহ হাদিস কে মুছে দেবে অসিকাৱ কৱবে আৱ সাধাৱন মানুষকে বিবভ্ৰানত কৱবে ।আমি আমৱা চুপ থাকবো ।জাহাননামে ঢোকাৱ জন্য এতটুকই যথেসঠো
আলহামদুলিল্লাহ। মোজাম্মেল হক সাহেবের বক্তব্য কোরানে পাক ভিত্তিক। আমার ভালো লাগে।
আলহামদুলিল্লাহ্ হুজুরের আলোচনা সত্যিই খুব যুক্তি পুর্ন। আল্লাহ্ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।
কোরআন সত্য, আপনার আলোচনা সঠিক বলে আমি বিশ্বাস করি, এবং যুক্ত যুক্তি আছে।
হুজুরের কথা অনেকে না বুজে আবোল তাবোল বক্তব্য শুরু করেছেন। আল্লাহ সঠিক বুজ দান করুন। আমিন!!!
অত্যন্ত যুক্তিসংগত বক্তব্য যা আমার দীর্ঘদিনের প্রশ্ন।আমি আপনার এই মূল্যবান বক্তব্যের সাথে সম্পূর্ন একমত।আমার উত্তর পেয়ে গেছি।আল্লাহ আপনার মঙ্গল করুন।আমীন।
হুজুর অত্যান্ত জ্ঞানী মানুষ এবং মেধাবী। ইসলামের অফুরন্ত জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ আপনি তাকে নেক হায়াত দান করুন।
Huzurer boktobbyo zothesto zoralo
@@ajemmelmallick4730 l
যে কেউ এক জন আলেম নামধাৱি ইউটোবে এসে দিন ইসলামেৱ অৰ্ধেক মুছে দেবে পৱি পুৰ্ন পূৰ্নাংজ্ঞো সুৱক্ষতি দীন ইসলামকে ইসলামেৱ অতি গুৱূততপূৰ্ন বিষয় তা হলো সুননাহৱ কিতাব আললাহৱ ৱাছূল সঃ এবং সকল সাহাবিদেৱ তাবিঈন তাবে তাবি ঈনদেৱ সহ সকল ইমামদেৱ আত্যো ত্যাগেৱ বিনিময়ে যে সুৱক্ষিত দীনেৱ অৰ্ধেক অৰ্ধাংগো অপৱিহাৰ্জ ৱাছূল সঃ এৱ পবিত্ৰ কালাম কথা বা সহীহ হাদিস কে মুছে দেবে অসিকাৱ কৱবে আৱ সাধাৱন মানুষকে বিবভ্ৰানত কৱবে ।আমি আমৱা চুপ থাকবো ।জাহাননামে ঢোকাৱ জন্য এতটুকই যথেসঠো।নামাজেৱ কথা পবিত্ৰ কুৱআনে পাচ ওয়াকত কোথাও লেখা আছে ?? ঝাকাতেৱ দেয়াৱ কথা পবিত্ৰ কোৱআনে শুধু বলা আছে কত দিতে হবে কি পৱি মান সমপদ কত কত দিন থাকলে কাৱ জন্য জাকাত ফৱজ ব্যধ্যতা মুলক এগুলো কিছু কুৱআনে বলা হয়নি ।বিয়েৱ ব্যপাৱে পবিত্ৰ কুৱআনে শুধু কাকে কাকে বিয়ে কৱা যাবে এবং যাবেনা এতটুকু বলা আছে ।কি ভাবে কোন পদধতিতে বিয়ে এবং তালাক বা বিচছেদ হবে তা পবিত্ৰ কুৱআনে বিসতাৱিত বলা হয়নি।মেৱাজ ৱজনি কুৱআন মাজিদে শুধু মাসজিদ হাৱাম থেকে মাসজিদ আকসাৱ উলল্যেখ আছে এবং অন্য সুৱা অন্য আয়াতে জীবৱাঈল আঃ কে সিদৱাতুল মুনতাহায় একবাৱ ৱাছূল সঃ এৱ দেখাৱ কথা উললেখ কৱা হয়েছে।মৃত্যুৱ পৱ গোসল কৱানো জানাযা নামাজ সহ অন্যান্যে সব কিছু সমপৰ্খে পবিত্ৰ কোৱআনে বলা হয়নি ।এ সব কিছুৱ সবটা বিসাল পৱিসৱে কোথায় কাৱ হুকুমে কে নিৰ্ধাৱন কৱেছে ??তাৱ সব কিছু হাদিসেৱ কিতাব বা সুননাহৱ কিতাব নিদধাৱন কৱেছে ।
এই হুজুরকে যারা ভূল বুজেন তাদের নসিব মন্দ। আল্লাহ হুজুরকে (প্রফেসর সাবকে) দীর্ঘায়ু করুন, আমিন ছুম্মা আমিন।
হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাদের ক্ষমা করো। আমাদের প্রবেশ করাও তোমার জান্নাতে। আমিন।
আমিন সুম্মা আমিন।
.
কু রা ন মাজিদে ব লে কইতাব
হুজুর কুরআনের দলিল দিয়ে সুন্দর আলোচনা করেছেন।বাহাসের আগেই হেরে গেলাম কথাটি অনেক ভালো লাগলো। আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন, আমিন।
হাদিস অমান্য কারী কাফের।
আলহামদুলিল্লাহ।
হুজুর ইল্লীন ও সীজ্জীন সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। এর চেয়ে বেশি খুলে বলা সত্যিই আর সম্ভব না, আমার মনে হয়।
কোরানের এই কথা গুলো এই পর্যন্ত কোন আলেমের মুখ থেকে শুনি নাই আল্লাহ আপনি মাওলানা মোজাম্মেল হক সাহেব কে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন।
জাযাকাল্লাহ খায়রান।
আল্লাহ আমাদেরকে দুনিয়া-আখেরাতের উত্তম জ্ঞান ও উত্তম কল্যাণ দান করুন। আমীন।
আমার পছন্দের হুজুর
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের সুস্থ ও দীর্ঘ জীবন দান করুন আমিন।
সুন্দর বক্তব্য সম্পূর্ণ কোরআন হাদিস এর মধ্য থেকে, আপনার সাথে একমত কোরআনের আলোকে।
খুব যুকতি সঙ্গত আলোচনা, ভালো লাগলো। আমি বাহাসের আগেই হেরে গেলাম- এই কথাটা আরো বেশি সুন্দর লাগলো।
খুব সুন্দর বক্তব্য , অনেক কিছু জানতে পারলাম ।
কুরআন এবং হাদীস ত এই ভাবেই বুঝতে হয় । সুন্দর আলোচনা । এখন কে কতটুকু প্রাকটিক্যাল কাজ করে পরীক্ষায় নম্বর বেশি নিয়ে পাশ করতে পারি তার ওপর নির্ভর করছে আমাদের মুক্তি , পুরস্কার অথবা শাস্তি ।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ইমান নিয়ে মউতের তৌসিফ দান করুন। আমিন
আপনাকে সালাম সূরা মুহাম্মদ আয়াত ২৭ মৃত্যুর যন্ত্রণা কত ভয়
আল্লাহ,,,,, হযরতের হায়াতে বরকত বাড়িয়ে দিন
হযরতের প্রতিটা কথা যেন অন্তরে গেথে যাচ্চে
ফি আমানিল্লাহ
আপনাকে আল্লাহ নেক হায়াত জন করুন ! বাহাজদে বাঁশ অপেক্ষারত ! আমীন !
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা
সূরা যুমার্ আয়াত ৪২: আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না, তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন, তার প্রাণ ছাড়েন না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্যে। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। --বিঃদ্রঃ এই আয়াতের দিকে একটু লক্ষ্য করলেই স্পষ্ট হয়ে যায় ' নিদ্রা মৃত্যুর সমতুল্য 'শারীরিক অনুভূতি নিদ্রাকালে এবং অবধারিত মৃত্যুর মধ্যে কোনো তফাৎ নাই সুতরাং নিদ্রাকালে কোনো দুঃস্বপ্নে আমরা রীতিমতো ঘায়েল হতেই পারি যদি ঘুম না ভাঙে তাতো আঘাতের পর আঘাত চলতেই থাকলো এটাই কবরের আজাব বলে ধরে নিতে পারি ।
হুজুরের গ্যানগব'আলোচনা শুনলাম। অন্যান্য ইসলামী এসকলারদের সাথে উনার কিছু বিষয়ে দিমত দেখতে পাচ্ছি। হুজুর কে। অনুরোধ করবো দিমত বিষয় গুলো নিয়ে অন্যান্য আলেমদের। সাথে আলোচনায় বসে বিষয় গুলোর সমাধান করা। এতে আমাদের মত সাধারণ মুসলিম সম্প্রদায়ের লোকেরা উপকৃত হবো।
মুহাম্মদ সঃ কে একসাথে লক্ষ কোটি কবরে হাজির করা সম্ভব আল্লাহ পক্ষে
আল্লাহর পক্ষে সবই সম্ভব, হাদিস নিয়ে প্রফেসর সাবের সব বক্তব্যই আমার নিকট যুক্তি যুক্ত।
আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই
হুজুরের আলোচনা খুব ভালো লাগে..
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আবুধাবি হইতে শুনেতেছি একটু সময় পেলেই।
আপনার বক্তব্যের সাথে সজল রোশনের বক্তব্যের মিল খুজে পাওয়া যায়।
Sajal Roshan der explanation jodi ektu kheal koren tobe dekhte paben je amader Hadith manar temon Ekta dorkar nai ja Allah's Nabi o Rasul Mohammad Sallalahu Alyhiwasallam Salam ke oshikar korar namantor. Etobeshi namaj porar dorkar nai, masjid madrasa te daan korar dorkar nai etc etc. Uni ki Islam er Daiyee or Ihudi nasarader pokhher look ta bevey dekhar obokas achey.
জাকারিয়া কামাল স্যারের সাথেও!
মাওলানা মুজাম্মেল হাফিঃ এর এই বক্তব্য ১০০% সত্য
29:26 @@samadazad220
জাকারিয়া কামাল স্যারের সাথেও মিল আছে।
সব ভাই বোনদের বলবো।এই ভিডিওটা সভাই বার বর দেখেন।
এর পর আর কোনো
সহি কথা নাই।আল্লাহর
কিতাবের কথা।কোথাও
কোনো ভুল নেই।
ইনসাআল্লাহ।
বরং উল্টো। উনি নিজে বিভ্রান্ত হয়েছেন আর সরলপ্রাণ মুমিনদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
@@যাযাবর-ফ৩ঝ ভাই আপনার নামের কামের মিল আছে
হুজুর আপনাকে আমি হাজার সালাম জানাই আল্লাহু আকবর আল্লাহ আমার আল্লাহ আলহামদুলিল্লাহ
হে আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন। আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন। সকল মুমিন মুসলমানগণ কে ক্ষমা করুন। রব্বানিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মোমুনিনা ইয়াইমা ইয়া কিমুল হিসাব। রব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা।
চির সত্য ব্যাখ্যা এটাই ইনশাআল্লাহ
সত্যি অপুর্ব আলোচনা
আলোচনা গুলো অনেক সুন্দর
Kub valo bolen hujur
হে আল্লাহ, আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন
আল্লামা মোজাম্মেল হক,সঠিক বলছেন।
আল্লাহ আপনাকে নেক হায়াত করুন।
Allah rabbual izzat bole6en j amak Pete gele amar nabir (saw) er opor cholte hobe
Allah Amader Khub ador O jotno kore baniysen Amora kotha na sunleto kosto debei Etai Neom.Ami namazer Somoy Illen ke mone kore Namaj Pori. ALLAH sober chey mohan
হে আমার রব, আমাকে দাখিল করুন কল্যাণের সাথে, বের করুন কল্যাণের সাথে এবং আপনার নিকট হতে আমাকে সাহায্যকারী শক্তি দান করুন। বনি ইসরাইল-৮০]
আসসালামুয়ালাইকুম হুজুর,,, আপনার অনেক গুলো ভিডিও আমি দেখলাম,, আমার মনে অনেক গুলো প্রশ্ন ঘুরপাক খেতো সবসময়,, অনেক হুজুরের কথা শুনেছি কিন্তু আমি আমার মনের মতো কোনো উত্তর পাইনি,,, আপনার তাফসির শুনে আমি যে উত্তর গুলো আমি খুঁজে বেড়াইছি সেগুলো সবগুলো উত্তর আলহামদুলিল্লাহ পেয়ে গেছি,, আরো কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মনে,, মুমিনের মৃত্যু বা খারাপ লোকের মৃত্যু আমরা কিভাবে বুঝতে পারবো,,,বারযাখ জীবনে আমাদের আগে আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হবে কিনা এবং বারযাখ জীবনে দুনিয়ার আত্নীয় স্বজনের কথা মনে পড়ে কিনা,,,যারা সিজ্জীন এ থাকবে তারা তো শাস্তি পাবে কেয়ামত পর্যন্ত তাহলে সেই শাস্তি হলেও কি সে হাসরের পরে জাহান্নামে যাবে,, এইগুলো নিয়ে তাফসির করবেন দয়া করে
আল্লাহ আমাদের মাপ করেন আমিন
Your explanation is crystal clear.
বিশেষজ্ঞ আলেমদের সাথে বসেন।
সুন্দর আলোচনা
অনেক ভালো
চমৎকার আলোচনা
সুরা ইব্রাহিম এর 14নং আয়াতের তাফসীর করবেন
Apnar Wajti khub Bhalo Legeche. Kintu na jene apne Keno bolechen bhul boktobbo . Allah hu akbar
Very good discussion
﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ قَدْ يَئِسُوا مِنَ الْآخِرَةِ كَمَا يَئِسَ الْكُفَّارُ مِنْ أَصْحَابِ الْقُبُورِ﴾
১৩) হে ঈমানদারগণ, যাদের ওপর আল্লাহ গযব নাযিল করেছেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না৷ আখেরাত সম্পর্কে তারা ঠিক তেমনি নিরাশ যেমন কবরস্থ কাফেরা নিরাশ৷
সুরা মুমতাহিনা
হুজুর আপনি সঠিক কথা বলছেন
এতদিন শুনে আসছি এক আজরাইল জান কবজ করে, এখন শুনছি আজরাইলের অধিনস্থ ফেরেস্তা জান কবজ করে।
হুজুর ইল্লিয়িন এবং সিজ্জিনেতো বলা হয়েছে লিখিতো আমলনামা থাকবে কিন্তু আপনিতো বলছেন রুহ থাকবে ব্যপারটা আরেকটু স্পষ্ট করলে ভালো হয়।
Subhanallah
আল্লাহ খায়ের ☝️🤲।
হুজুর আগেই স্বীকার করলেন।
মৃত্যুর সময়ে *মালেকেল মোহূত* ফিরাস্ত তো জান কবজ করে।যেটা
সুনেছি! যাইহোক কুরআনের উদ্ধৃতি সত্যি হবে ☝️✌️
"82:4: and when the graves spill out" please explain. May Allah show us the straight path.
অনেক সুন্দর
হুজুরের বক্তব্য সঠিক।
কবরের আযাব হবেই, তবে এটি বুজার জন্য বিশাল আলোচনার প্রয়োজন।
যেমন বিদ্যুত বা ইলেকটিক ছটে যখন মানুষ আক্ৰানত হয় তখন কিযে ভয়া বহ কষট যন্ৰনা ভোগ কৱতে থাকে সেটা কাছেৱ মানুষ বা দুৱেৱ মানুষ কেউ বুজতে পাৱেনা ।আৱ তাৱ শৱিৱে কোন ভয়াবহ আঘাতেৱ চিননহ বা আগুনে পুৱে ভমব হয়া ঝলসে যায়াৱ কোন চিনহ দেখতে পায়া যায়না
Alhamdulillah Mashallah Jajakallay
hujur assalamualikum. you are right.
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুহাম্মদ সঃ কে পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করতে হবে।আংশিক নয়।এটাই একমাত্র উদ্দেশ্য।
Tue Poth Vrosto Hojur Tur EMAN Nai Tue Jahan name Jahal KAFAR Amin
Gift Allah long live.
60:13 হে মুমিনগণ! আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না, তারা তো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। যেমন হতাশ হয়েছে কাফিররা কবরবাসীদের বিষয়ে। (সুরা আল মুমতাহিনা)
কোরআনে আছে, ‘প্রতিটি মানুষকেই মৃত্যুস্বাদ আস্বাদন করতে হবে’। মুখোমুখি হতে হবে তিনটি প্রশ্নের। যা ‘সওয়াল জওয়াব’ নামে পরিচিত। কবরে শায়িত করার পর তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে
১.মান রাব্বুকা (তোমার প্রতিপালক কে?) (মুমিন হলে) উওর: রাব্বি আল্লাহ্ (আমার প্রতিপালক আল্লাহ)।
২.মান দীনুকা (তোমার ধর্ম কী ছিল) (মুমিন হলে) উত্তর: দীনি আল ইসলাম (আমার দীন ইসলাম)।
৩. মহানবী স. কে দেখিয়ে বলা হবে ‘মান হাযার রাজুল? (এ ব্যক্তিটি কে?) (মুমিন হলে) উত্তর: হাযা রাসুলুল্লাহ্ (তিনি আল্লাহর রাসুল)
এ তিনটি প্রশ্ন বোখারি শরিফের হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সা: বলেন, বান্দাকে যখন কবরে রেখে তার সঙ্গীরা বিদায় নিয়ে চলে যায়, সে তাদের পায়ের জুতা বা স্যান্ডেলের আওয়াজও শুনতে পায়। ওই সময়েই দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। জিজ্ঞেস করেন, ‘এ লোকটি অর্থাৎ মুহাম্মদ সা. সম্পর্কে তোমার ধারণা কী? মুমিন ব্যক্তি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তাকে বলা হয়, তাকিয়ে দেখো, ওই যে জাহান্নামে তোমার আসনটা, সেটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন বরাদ্দ করে দিয়েছেন। উভয় আসনই সে দেখতে পাবে।
মুনাফিক বা কাফেরকে প্রশ্ন করা হবে তুমি কি বলতে পারো এ লোকটা সম্পর্কে? সে বলবে, আমি তো কিছু জানি না। লোকেরা যা বলত, আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি তো জানতে চাওনি, অনুসরণও করনি। আর ওই মুহূর্তেই বিশাল এক লৌহ হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হবে। আঘাতের ফলে সে বিকট স্বরে আর্তচিৎকার করে উঠবে, যা তার আশপাশে জিন, ইনসান এ দুই সৃষ্টি ছাড়া আর সবাই শুনতে পাবে। (বুখারি শরিফ)।
অন্যান্য হাদিসে এসেছে, প্রথম প্রশ্ন হবে তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন থাকবে রাসূলুল্লাহ সা: সম্পর্কে। এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে।
Allhamdulillah
Alhamdulliah/subhanallah/amin.
আল্লাহ তো কোরআনে নিজে বলে দিয়েছেন তাঁর রাসূলকে কবরে যারা আছে তাদেরকে তুমি শুনাতে পারবে না।
কি লিখছেন?কিছুই তো বুঝলাম না।
@@বুননটিভি এর উত্তর কোরআন এ আছে। কোরআন পড়ুন তাহলে বুঝবেন।
অততনত যৌকতিক কথা
Those who mislead Muslims wrong, must be punished.
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর আসসালামুয়ালাইকুম হুজুর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করিতেছি আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিক আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আল্লাহ আপনাকে সকল প্রকার অসুখ বিসুখ বালা-মুসিবত থেকে নিরাপদে রাখুন আমিন আমি আপনাকে আমার জ্ঞানে বর্তমান জগতের মানুষের মধ্যে সবথেকে বড় আলেম মনে করি আমি আমার অন্তর থেকে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সবসময় শান্তিতে রাখুন আমিন
আমি বুজিনা কোন পথে যাবো শুধু নিত্য নতুন কথা শুনি আরো কিছু বছর গেলে অন্য কথা হবে
বহুদিন ধরে কবর আজাব সম্পর্কে ভাবতাম বুঝে আসতো না' এখন অনেকটা স্পষ্ট ধারনা আসছে ৷
আযরাইল নামটা আপনি কোথায় পেলেন?
অনুগ্রহ করে দলিল টা দিবেন?
সবার নাম কুরআনে থাকতে হবে এমন কোন কথা নেই।
হুজুর অাপনার বক্তব্য কোরঅানের রেফারেন্স মোতাবেক যৌক্তিক।
Please opine what is the difference between azrail and malakul mauth fereshta. I also solicit opinion about monkir - nokir questions and when or in which station it will be held.
Good Help you
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
Jajakallah , Regular Lecture chay
হুজুর একটা বিষয় পসট হছছেনা যে রুহ্ ইললিন ওসিজজিল এ থাকবে ইললিন ও সিজজিল কি? এটাকি সাজা ভোগের জায়গা তাই যদি হয় তাহলে আমরা জানি বিচারের আগে কোন সাজা হবেনা আর বিচার হবে হাশরের দিন তাহলে মাঝখানে র সময় টা রুহ্ এর কিহবে?
একটা জিনিস যেইটা আপনার ব্রেইনে ঢুকে না, সেইটা নিয়ে পূর্ববর্তী আলেমদের কথা ভালোভাবে পড়াশোনা না করে আরো লোকদের নিজের মতো গোমরাহ করার জন্য ধন্যবাদ।
খুব সুন্দর আলোচনা আমার একটি প্রশ্ন হলকোরআন এবং হাদিসের অনেক সমস্যার সমাধান সরাসরি নেই সেই ক্ষেত্রে সমাধান কি? সব হাদিস মানা যাবে না সেটা ঠিক আছে? হাদিস গ্রন্থে জাল হাদিস আনা আনার কারণ কি? তারতো ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসে আছে?
Thanks
হুজুর আপনি ঠিক ই বলেছেন যে হাদিস সম্পর্কে আপনার ধারণা কম।এই আলোচনায় কয়েকটি জাল হাদিস বলছেন।
ফিরাওন তো মরে ওপরে আছে, আপনি ঠিক কথাই বলেছেন।আপনি চালিয়ে যান, আল্লাহ একজন আছে,
হুজুর সুরা ইব্রাহিমের ২৭নম্বর আয়াতটা তাফসীর করলে উপকৃত হবো।
বিষয়টায় কয়েকটি সহি হাদিস সহ বিশ্লেষণ করলে আরো পরিস্কার। হতো।
ধন্যবাদ
মুহাম্মদ স: নবী হওয়ার পূর্বে যারা মারা গেছে, তাদেরকে ও কি কবরে মুহাম্মদ স: সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ?
Salamun alykum tibtum mobarak tayeban ami sura keyamathe paichi 3 dhol hobe bam pontthi dan pontthi agro pothi thara Nobi rosul and shohidh bina hishabe jannathi
আস্সালামু আলাইকুম, হুজুর একা একা গবেষনা না করে ভাল ভাল আলেমদের সাথে মিলে গবেষনা করলে মনে হয় ভাল হবে
গভেষনা কতজন মিলে করে জানেন কিছু, সবার নলেজ সমান না,,,
এক দল জান্নাতে যাবে মানে সরাসরি জান্নাতে যাবে তাদের কথা বলা হয়েছে হয়তো।
আলহামদুলিল্লাহ।
আপনার কোরআন ভিত্তিক দলিল প্রশাসনীয়। কিন্ত অনেক হাদীস সরাসরি কোরআনের সঙ্গে না মিল পাওয়ার কারণ হাদীস কে বাদ দেওয়া যদিও হাদীস টি সহি। যদিও এই হাদীসের সঠিক অর্থ আপনার অজানা। তাই শুধুমাত্র যুক্তি দিয়েই হাদীস কে বাদ দেওয়াটি সঠিক হবে না , ইসলাম যা বলেছেন । ধন্যবাদ
যেমন আপনি বলেছেন যে এই জিনিস বা এই হাদীস টি আমি মিলাতে পারছি না।
আসলেই ঠিক, অনেক হাদিসের অর্থই হুজুরের অজানা। যার কারণে কোরআনের সাথে হাদিসকে মিল করতে পারতেছেন না। যার কারণে অনেক সহিহ হাদিসকেও উনি কোরআনের সাথে সাংঘর্ষিক বলে বাদ দিয়ে যাচ্ছেন।
হুজুর সালাম নিন। এক শ্রেনীর
সুন্নি মুসলমান হযরত আলী রাঃ কে মওলা বলে আলী বলে থাকে। এ বিষয়ে আপনার সদয় মতামত জানতে আগ্রহী।
আচছা হুজুর আজরাইল নামটা কে দিয়ে ছেন যদি আপনি একটু জানাতেন ভালো লাগতো,
Gonahgar muslim ra illin naki sizzin e jabe ??? Doya kore ektu details janaben ki ???