গায়িকা হওয়ার তাগিদ বা খিদে কখনো অনুভব করিনি নিজের মধ্যে। মায়ের ছোট্ট ইচ্ছে পূরণ করতে গিয়েই হঠাৎ করে আবার গান গাইতে হল - তৈরি হল আমার প্রথম অ্যালবাম ‘পরশ থাকুক ‘। আপনজনদের উৎসাহে ও মুখ-প্রচারে একটি দুটি করে নতুন শ্রোতার ভালবাসা কুড়িয়েছি ফেসবুকে,ইউটিউব এ। আজ মাস চারেক বাদে যখন দেখি যে একটি গান ইউটিউব এ দেড় লক্ষ বার দেখা হয়েছে -পুরটাই কেমন যেন স্বপ্নের মত লাগে। এত কিছু পাবার যোগ্য কিনা জানিনা,কিন্তু এই নতুন ভাবে পথ চলা যাদের উজাড় করা ভালবাসা,আশীর্বাদ ও উৎসাহে সম্ভব হয়েছে,তাদের আন্তরিক কৃতজ্ঞতা,শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।
To do something, to fulfil mother's wish is something very great-- most us us forget what mother do in our becoming what we are today. Some successfull sons and daughters speak very high of their mothers in public or remember them with gratefulness in private. But it is really of some value if all such things are done when mothers are still living with us to know our feelings of her, our sense of homage to them. Such sons and daughters are wiser than average in view of their perceptions or realisations and acting accordingly, well in time. They need not repent for something in future.They can read their emotions better and are honest to express them in public.
Madhurima Sen Eta hoy. Boro abiskar suddenly unexpectedly e hoyche. Hoy toh apnar modhhe gayika hobar ekta gun ache, seta apni achomkai ber korlen. Aro gaan korun. Pro houwa apnar ichhe kintu ei team er hoy aro bes kichu Rabindra sangeet ar kichu baul sangeet o korun. Best of luck.
যখন এই শুনি মনে মধ্যে একটা আবেগপ্রবণ নিয়ে আসে । যতবার শুনি মা কে খুব পড়ে যাই , এবং চোখে জল চলে আসে ..সেই মা কে হারানো প্রায় ৭ বছর অতিক্রান্ত - 😢 ২০২৪ এসে দাঁড়িয়েও এবং পরবর্তী শেষ বয়সেও এই গানের মাধুর্য ফুটে উঠবে আমার হৃদয়ের প্রতিটি কোনায় । #souvik
আপনার মাকে অনেক ধন্যবাদ । আপনার মা যদি না চাইতেন তাহলে আমরা এমন একজন গুনি শিল্পীকে পেতামনা হয়ত । এই গানটি অনেকের কন্ঠে সুনেছি , আপনারটা অন্যরকম । একেবারে হৃদয় ছূয়ে যায় ।
অনেক দিন ধরে প্রায় 3 বছর আপনার গলার এই গান শুনে আসছি যতবারই শুনি ততবারই মুগ্ধ হয়ে যায়। অসাধারণ আপনার গানের গলা। একটা অনুরোধ আরো গান লঞ্চ করুন।। প্রণাম নেবেন।।
অনেক দিন পর গান শুনছি । মিথ্যা বলবো না , রবীন্দ্র সঙ্গীত এর ভক্ত ছিলাম না কিন্তু ইউটিউব এই গানটা শুনার পর থেকে ভক্ত হয়ে গেছি । অসম্ভব মুগ্ধতার সাথে গানটা শুনি। কাজ করার আলসেমি দুর হয়ে যায় । গান আমি বুঝি না। কিন্তু এই গানটা আপনার জন্যেই যেন লেখা ।
কিয়ানা মনে আছে গানটির কথা? আজ থেকে 3 বছর আগে আমরা একসাথে কতবার শুনছি মনে আছে তোমার? তোমার পছন্দের গান তারপরেও আমার মন খারাপ হয়ে যেতো বলে শুনতে দিতা না! দিনগুলা চোখের সামনে ভাসে আমার! খুব মিস করি সেই দিনগুলো! ভালোবাসি তোমাকে অনেক..!
Dear you are a beautiful lady with a good voice & spread love and effection in this beautiful world . God bless you. Rabindra Sangeet will alive till world existing.
গানের প্রতিটি লাইনের সাথে আমার অন্তস্থলের এখনকার প্রতিটা মুহুর্তের উপলব্ধি মিলে যাচ্ছে। গত কয়েকটা দিন ধরে গানটা শুনেই যাচ্ছি। প্রত্যেকবারই মনে হচ্ছে যেনো প্রথমবার শুনছি।অথচ এর আগেও অসংখ্য বার শুনেছি। এমনটা হয়নি কখনোই। স্মৃতি গুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে।❤️❤️❤️❤️
বাহির পানে চোখ মেলেছি , বাহির পানে আমার হৃদয় পানে চায়নি , আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি।।❤❤ সত্যি অসাধারণ একটি লাইন থাকতে আমরা কয়জন বুঝি হারিয়ে গেলে সবাই খুঁজি😢।।
This is one of the first Bengali songs that I started listening to and it’s become my all-time go-to song when I feel like listening to Bengali songs. Love the lyrics as well
@@alokchakraborty9899 I love music and listen to all kinds of. I am fascinated by Bengali songs, especially Rabindra Sangeet and others. In my view, it is a romantic language. Thank you for appreciating my comment.
Aita thik hindhi English,,ba Jai suni na Kno tripti Pai ek matro Bengali robindro Sangeet er moddha,,,jnina Kno ...but odvut rokomer vlobashay poripurno ei gan gulo Tai hyto ro bashi vlobshi
বাংলাদেশ থেকে বলছি✌ আজ ২০২০ সাল হয়ে গেছে সেই ২০১৮ সাল থেকে শুনছি এই গান টি।কোনো দিনও এমন নেই যে এই গানটি শুনে নি।ভালোবাসা রইলো সারা জীবন এই গান এর জন্য❤
গানটি রবিন্দ্র গুরু আপনার কন্ঠে মানুষের প্রেম উজার করে বেদনায় গভীর শোকে সুখী হওয়ার জন্য লিখেছিল। আপনি গেয়ে পুরাই মুগ্ধ করে দিলেন! 🌻💙💙 গভীর ভালোবাসা গায়কা ও গুরুর প্রতি।💔❤️❤️❤️
8 bochor pore abr elam ganta suntee... Gantaa jokhon prothom sunechilam tokhon ami class 7 e porii ekhon amii college er 2nd year e ekhono sunlee jeno mone hoy seii notunotto taa ekhono theke gechee.. Mone hoy jeno bar bar suniii❤khub e sundor ganer gola mon ke jeno alada santi deyy❤ bhalo thakben😊
আমার একটা প্রিয়দর্শিনী ছিলো।সে আমাকে এই গানটা শুনাতো,,আমার তখন ও চাকরি হয়নি।তখন তার অন্য যায়গায় বিয়ে হয়ে যায়।কমেন্ট টা তার স্মৃতিতে রেখে গেলাম।সে কখনো ফিরলে দেখতে পাবে।ভালোবাসা বেচে থাকুক,হ্নদয় মাঝে।।
Today is the 80th death anniversary of Kabiguru. In this morning I wanted to start with a song of Kobiguru. This is the best one, I presume. Thank you. Well sung.
@Tapan Halder Idiot! I said, how did Rama came on a comment made on a Rabindrasangeet? He is a Muslim and just appreciate the song. You have objection there also? You may worship Rama I don't, he is a chicken hearted fellow. I worship lord Shiva. পাকিস্তানে যাবার কথা অন্য কোথাও বলবেন। আজ যারা রাম রাম করে তারাই বিপ্লবীদের ধরিয়ে দিত একসময়।
@Tapan Halder Did I tell you that you are Dalit or so? I told being a Hindu Brammhin I can't see someone maligning it. I have no intention to argue on hypothetical things.
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি। তোমায় দেখতে আমি পাই নি। বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥ আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥ তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়- আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দু:খসুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি॥
Kabi Guru never never never fails to uplift.So does this young and talented girl.My dear angel! You have taken me back to my roots.Thank You.God Bless You.
Old is gold... it's true... Ligand song ..... Just awesome 👍😊 wow ... Apu TMR voice ta khub sundor ....... Ei gaanta TMR voice e mach hoyeche ... Love you 😘 from Bangladesh
The best song forever..... I just love it. Thank u so much Madhurima madam. The song has got a new attraction with your sweet voice. May god bless you.
কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পর যখন আমরা থাকবো না আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মতো।তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্যরাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে।আর প্রিয় মানুষটির কথা মনে করতাম।মানুষ বদলাবে,ঋতু বদলাবে কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!
bolar kicho nai. er ageo ei gan sonchi kinto kokhono 1 shate 20bar sonini kinto apnar konthe jado ache tar jonno atobar sonte holo...... ostir gailen apni. allah apnar onek vhalo rakhok
খুব অসাধারণ গাইছেন এর কোন তুলনা হয় না মাইন্ড ব্লোইং মনটা কেড়ে নেওয়ার মতো যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে সত্যি কথাই বলছেন গানে গানে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি।।।।।।
সারাদিন এই একটা গান এই একজনের কন্ঠে শুনে কী মহাতৃপ্তি পাই তা বলে বোঝাতে পারবো না। সারাদিন প্রতিদিন কতবার যে দেখি!! গায়িকা গাইয়ে গাইয়ে কেমন যেন তন্ময় হয়ে যায় আর আমিও হারিয়ে যাই!!!
গানটার মধ্যে কি যাদু আছে জানি না দিদি! তুমি এত সুন্দর করে গেয়েছ প্রতিদিন একবার হলেও শুনি।আশা করি এরকম আরও ভাল ভাল গান উপহার দেবে!! বেস্ট অফ লাক দিদি❤❤❤
Pronam neben Madam/Didi ami apnar Maa er ek jon srota, but natun kore natun generation er jonno apnar ei gaan satyi asadharon, ami las year ei gaan ta search korini, age prai onek bar seARCH DITAM, BUT AJKE 27m VIEW DEKHHE bujhlam apan gaan ta vison vabe ami miss korechhi. valo thakben and aro gaan composed korar avinandan roilo. Thank you.
গায়িকা হওয়ার তাগিদ বা খিদে কখনো অনুভব করিনি নিজের মধ্যে। মায়ের ছোট্ট ইচ্ছে পূরণ করতে গিয়েই হঠাৎ করে আবার গান গাইতে হল - তৈরি হল আমার প্রথম অ্যালবাম ‘পরশ থাকুক ‘। আপনজনদের উৎসাহে ও মুখ-প্রচারে একটি দুটি করে নতুন শ্রোতার ভালবাসা কুড়িয়েছি ফেসবুকে,ইউটিউব এ। আজ মাস চারেক বাদে যখন দেখি যে একটি গান ইউটিউব এ দেড় লক্ষ বার দেখা হয়েছে -পুরটাই কেমন যেন স্বপ্নের মত লাগে। এত কিছু পাবার যোগ্য কিনা জানিনা,কিন্তু এই নতুন ভাবে পথ চলা যাদের উজাড় করা ভালবাসা,আশীর্বাদ ও উৎসাহে সম্ভব হয়েছে,তাদের আন্তরিক কৃতজ্ঞতা,শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।
khub valo madam
To do something, to fulfil mother's wish is something very great-- most us us forget what mother do in our becoming what we are today. Some successfull sons and daughters speak very high of their mothers in public or remember them with gratefulness in private.
But it is really of some value if all such things are done when mothers are still living with us to know our feelings of her, our sense of homage to them.
Such sons and daughters are wiser than average in view of their perceptions or realisations and acting accordingly, well in time. They need not repent for something in future.They can read their emotions better and are honest to express them in public.
Madhurima Sen Eta hoy. Boro abiskar suddenly unexpectedly e hoyche. Hoy toh apnar modhhe gayika hobar ekta gun ache, seta apni achomkai ber korlen. Aro gaan korun. Pro houwa apnar ichhe kintu ei team er hoy aro bes kichu Rabindra sangeet ar kichu baul sangeet o korun. Best of luck.
Madhurima Sen Go ahead....all the best ...apu
Madhurima Sen ma'am asolei onek sundar hoiche. khub eee valo laglo .
dhonnobad
২০০০ দশকের ছেলে হয়েও আমার কাছে রাবিন্দ্র সংগীত খাুব ভালো লাগে।গানটা যতোই শুনি কখনো মন উঠে না।আগামিতে মনে হয় না এমন গান আর বাংলা বুকে আসবে।❤
অনেক শিল্পীর কণ্ঠে শুনেছি। কিন্তু আপনার কণ্ঠে এক অন্য স্বাদ পেলাম। মনে দাগ কেটে গেল।
যখন এই শুনি মনে মধ্যে একটা আবেগপ্রবণ নিয়ে আসে । যতবার শুনি মা কে খুব পড়ে যাই , এবং চোখে জল চলে আসে ..সেই মা কে হারানো প্রায় ৭ বছর অতিক্রান্ত - 😢 ২০২৪ এসে দাঁড়িয়েও এবং পরবর্তী শেষ বয়সেও এই গানের মাধুর্য ফুটে উঠবে আমার হৃদয়ের প্রতিটি কোনায় ।
#souvik
Mon vore gelo
আপনার মাকে অনেক ধন্যবাদ । আপনার মা যদি না চাইতেন তাহলে আমরা এমন একজন গুনি শিল্পীকে পেতামনা হয়ত । এই গানটি অনেকের কন্ঠে সুনেছি , আপনারটা অন্যরকম । একেবারে হৃদয় ছূয়ে যায় ।
গানটা শুনলে মনটা প্রশান্তিতে ভরে জায়। মধুরিমা সেন আপনি আসাধারন গেয়েছেন! ostir bolar kono vasa nai
অনেক দিন ধরে প্রায় 3 বছর আপনার গলার এই গান শুনে আসছি যতবারই শুনি ততবারই মুগ্ধ হয়ে যায়। অসাধারণ আপনার গানের গলা। একটা অনুরোধ আরো গান লঞ্চ করুন।। প্রণাম নেবেন।।
❤❤❤
Mu favorite song
অনেক দিন পর গান শুনছি । মিথ্যা বলবো না , রবীন্দ্র সঙ্গীত এর ভক্ত ছিলাম না কিন্তু ইউটিউব এই গানটা শুনার পর থেকে ভক্ত হয়ে গেছি । অসম্ভব মুগ্ধতার সাথে গানটা শুনি। কাজ করার আলসেমি দুর হয়ে যায় । গান আমি বুঝি না। কিন্তু এই গানটা আপনার জন্যেই যেন লেখা ।
Wind f
😍☺☺☺☺😍
ঝুটে কাহিকে।
ঝুট বলতে হ না হাম ছামাঝতে হে
কিয়ানা
মনে আছে গানটির কথা? আজ থেকে 3 বছর আগে আমরা একসাথে কতবার শুনছি মনে আছে তোমার? তোমার পছন্দের গান তারপরেও আমার মন খারাপ হয়ে যেতো বলে শুনতে দিতা না!
দিনগুলা চোখের সামনে ভাসে আমার!
খুব মিস করি সেই দিনগুলো!
ভালোবাসি তোমাকে অনেক..!
Asadharon Madhurima.... toke bhishon mishti lagche r ganer gala to tor sabsamoy bhalo. God bless !!
Nice re!!
Good one liked it..
মুগ্ধ হয়ে গেলাম।এককথায় অসাধারণ ❤
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবার শুনতে আসবো প্রিয় গানটি❤️🥰
দারুন লাগলো কমেন্ট টা
Dear you are a beautiful lady with a good voice & spread love and effection in this beautiful world . God bless you. Rabindra Sangeet will alive till world existing.
কবিগুরু কে এই জন্যই বোধহয় বিশ্বকবি বলা হয়। তার গান শুনলে কেন জানি মনটা ভালো হয়ে যায় তিনি সত্যিই বাংলা সাহিত্যের অবিসরণীয় একজন
ঠিক বলেছেন
গানের প্রতিটি লাইনের সাথে আমার অন্তস্থলের এখনকার প্রতিটা মুহুর্তের উপলব্ধি মিলে যাচ্ছে। গত কয়েকটা দিন ধরে গানটা শুনেই যাচ্ছি। প্রত্যেকবারই মনে হচ্ছে যেনো প্রথমবার শুনছি।অথচ এর আগেও অসংখ্য বার শুনেছি। এমনটা হয়নি কখনোই। স্মৃতি গুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে।❤️❤️❤️❤️
amar priyo rabindro sangeet . Madhurima khub valo geyechen . ami ganti khub upovog korechi .
Flying Eagle 😏
apnar ki somossa ?
Hridoy touch kora ekta sotti feel pelam...
Just heart touching....❤💞
এই গানটি যখন অন্যান্য শিল্প দের কন্ঠে শুনি তখন আমি কমেন্ট করে লিখি একবার মধুরিমা সেনের গাওয়া এই গানটি শোনার জন্য অনুরোধ করছি
Ii
Idea
Qeqwwwwwwaq
Jii r ei ganta eikhanei besi valo kore gawa r sur o 😍just loved it
Betar exclusive and nice song.
বাহির পানে চোখ মেলেছি , বাহির পানে
আমার হৃদয় পানে চায়নি ,
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাইনি।।❤❤
সত্যি অসাধারণ একটি লাইন
থাকতে আমরা কয়জন বুঝি
হারিয়ে গেলে সবাই খুঁজি😢।।
This is one of the first Bengali songs that I started listening to and it’s become my all-time go-to song when I feel like listening to Bengali songs. Love the lyrics as well
I am not a Bengali, but love listening to this song by you. So melodious.
You are really music lover.
@@alokchakraborty9899 I love music and listen to all kinds of. I am fascinated by Bengali songs, especially Rabindra Sangeet and others. In my view, it is a romantic language. Thank you for appreciating my comment.
Same here, I m a non bengali top and I absolutely love bengali songs💥🙌
@@komalacharekar Thanks for your response to my comment. Good, you also listen to Bengali songs. I also listen to Nazrul Geet..🙏🙏
What is nationality??
দিন দিন আধুনিক গান এর থেকে রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশি ভালো লাগছে ।
Aita thik hindhi English,,ba Jai suni na Kno tripti Pai ek matro Bengali robindro Sangeet er moddha,,,jnina Kno ...but odvut rokomer vlobashay poripurno ei gan gulo Tai hyto ro bashi vlobshi
@@sejutiroy1633 akdm sotti khotha bole6en asob er moddhe jno akta abeg nukaiae a6e.
আহ কি মধুর কন্ঠ...❤❤
one of the loveliest voice i have ever heard😌..যতবার ই শুনি আরও শুনতে ইচ্ছা হয়। ❤
Hmm💖
Yes bro
When listening your song it's feel my heart a Nightangle comes from heaven.
বাংলাদেশ থেকে বলছি✌
আজ ২০২০ সাল হয়ে গেছে সেই ২০১৮ সাল থেকে শুনছি এই গান টি।কোনো দিনও এমন নেই যে এই গানটি শুনে নি।ভালোবাসা রইলো সারা জীবন এই গান এর জন্য❤
Nice song
Khub valo legeche
All right
You're right
@@mhabuburrahman9884 ❤
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি অপূর্ব শুনতে পেলাম শিল্পীকে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি❤❤
গানটি রবিন্দ্র গুরু আপনার কন্ঠে মানুষের প্রেম উজার করে বেদনায় গভীর শোকে সুখী হওয়ার জন্য লিখেছিল।
আপনি গেয়ে পুরাই মুগ্ধ করে দিলেন! 🌻💙💙
গভীর ভালোবাসা গায়কা ও গুরুর প্রতি।💔❤️❤️❤️
Really amazing..... I really speechless and hear this Song again and again...
অসাধারন অনুভুতি অনুভুত হয়,,,,হৃদয়ের সব ক্লান্ত কোকিল যেন গেয়ে ওঠে,,আমার হিয়ার মাঝে,,,
Anek dhonyobaad apnake
Sundor Production :-) Sob Miliye! Anek Shubhechha Roilo ...
Thanks a lot Shom da...your music production inspired me a lot..specially the one with Shreya di. :)
Shymal Kumar Mukherjee
8 bochor pore abr elam ganta suntee... Gantaa jokhon prothom sunechilam tokhon ami class 7 e porii ekhon amii college er 2nd year e ekhono sunlee jeno mone hoy seii notunotto taa ekhono theke gechee.. Mone hoy jeno bar bar suniii❤khub e sundor ganer gola mon ke jeno alada santi deyy❤ bhalo thakben😊
আমার একটা প্রিয়দর্শিনী ছিলো।সে আমাকে এই গানটা শুনাতো,,আমার তখন ও চাকরি হয়নি।তখন তার অন্য যায়গায় বিয়ে হয়ে যায়।কমেন্ট টা তার স্মৃতিতে রেখে গেলাম।সে কখনো ফিরলে দেখতে পাবে।ভালোবাসা বেচে থাকুক,হ্নদয় মাঝে।।
Apni mon kharap korben na bhai...Apnaro bhalo hobe...bhalo thakben..
😊
Today is the 80th death anniversary of Kabiguru. In this morning I wanted to start with a song of Kobiguru. This is the best one, I presume. Thank you. Well sung.
আগে একবার কমেন্ট করেছিলাম আগের একাউন্ট থেকে। আবার কমেন্ট দিলাম দিদি। অনেক মন ভরে যায় গানটি শুনলে। 🌼🌼😘😘
Ai gan ta shudhu apnar konthey sova pay🥰🥰🥰 Mukhdho ami
চলছে, চলবে... প্রজন্ম থেকে প্রজন্ম, আজীবন ❤❤❤ হ্রদয় ছুয়ে যায় সবসময় ❤❤❤
সত্যি গানগুলো শুনলে প্রিয় মানুষকে ভোলা যায় না। খুব কষ্ট দেয়
এটাই জীবন ।।।
কত কী যে এই ছোট্ট জীবনটাকে কষ্ট দেয় !!!
@@mahfuzarrahman8897 rgggggģghgh and former
😣😣😣
akebare amar moner kotha bollen😓😓😓
২০২৪ সালে , এসে কে কে গানটি শুনছো?
Ami 🤞😊
Me
Amio
ami
🙋🏻♂️
এই গান টা আমি যতো জনের গলায় শুনেছি তারমধ্যে এটাই সেরা । যেমন গলা তেমন মিউজিক। এক কথায় অসাধারণ👍👍👍
This song is outstanding in your voice...❤️❤️
Tru
আমার খুব পছন্দের একটি গান, এত মধুর কন্ঠে শুনে বারবার শুনতে ইচ্ছে হয়।
@Tapan Halder এর মানে কি? এর মধ্যে শ্রীরাম কোথাথেকে আসলো? নিজেকে অসভ্য বর্বর প্রমাণ করতেই হবে।
@Tapan Halder Idiot! I said, how did Rama came on a comment made on a Rabindrasangeet? He is a Muslim and just appreciate the song. You have objection there also? You may worship Rama I don't, he is a chicken hearted fellow. I worship lord Shiva. পাকিস্তানে যাবার কথা অন্য কোথাও বলবেন। আজ যারা রাম রাম করে তারাই বিপ্লবীদের ধরিয়ে দিত একসময়।
@Tapan Halder Yes. আমার আসে যায় কারণ আমি একজন হিন্দু ব্রাক্ষ্মন, একজন অর্বাচীন তার বদনাম করবে সেটা সহ্য করতে পারবো না।
@Tapan Halder Did I tell you that you are Dalit or so? I told being a Hindu Brammhin I can't see someone maligning it. I have no intention to argue on hypothetical things.
@Tapan Halder Pakistan Murdabad,
MASTERPIECE SONG & FULL SKILLFUL SINGER --
TOTALLY AWESOME ...
U ans al the rgt
Eai gaan ta Amar life sange joriye ache ......
আহা আহা.....হৃদয়মনের এক অনাবিল তৃপ্তি। যাই লিখি না কেনো সেটা কমই হয়ে যাবে।ভীষণ ভীষণ ভালো লাগলো।রাবীন্দ্রিক শুভেচ্ছা অভিনন্দন জানাই।
মন ছুঁয়ে গেল দিদি।অসাধারণ ♥
অসাধারণ গান।আমি যে কতবার শুনছি আপনি ভাবতে ও পারবেন না
কি লিখবো বুঝতে পারছি না। মনে হচ্ছে এই গানটি এই গায়িকার জন্যেই সৃষ্টি👌
গানটি শোনার সময় অন্য কোনো দিক আর খেয়াল থাকেনা গানের মধ্যেই হারিয়ে যাই। এমন গুণী সংগীত শিল্পী পাওয়া ভারী দায়। অসাধারণ পরিবেশন #কানাই-দাস-বাউল
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়-
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দু:খসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি॥
TV
Nyc
Copy Pasteee
Copy Pasteee
Copy Pasteee
Apar voice a puro perfect gaan..... ddddaauuunnnnnn laglo gaan ta sune...❤️❤️❤️
অসাধারণ ! একবার শুনে মনে হয় আবার শুনি - আবার শুনি !! এ শোনার যেনো ইতি না হয় !! কবি গুরুর সাথে শিল্পীকে একরাশ শুভেচ্ছা ! 😭❤️😭
Just mon chuye gelo 🥰
Very Heart-Touching song 🎵 and Melodious voice 😊😊
I love this song a lot, coming from Suchitra bose in london❤️
Kabi Guru never never never fails to uplift.So does this young and talented girl.My dear angel! You have taken me back to my roots.Thank You.God Bless You.
আপনার কণ্ঠে গাওয়া এই গানটি আমার খুবই ভালো লাগে ❤️❤️ প্রতি রাতেই একবার শুনি।।
Ai ganta shudu Madhurima sen er kontei manai,
Love this so much❤️
সব গানের উর্ধে এই গানটা । এক্ষণে র গানের থেকে অনেক ভালো । গলা ত খুব সুন্দর পুরো গিয়া হৃদয় স্পর্শ করে।:-)
হৃদয়ে কেমন জানি একটা শান্তির পরশ ছুয়ে যায়।।।।
রবীন্দ্র ঠাকুর অনন্তের বাঁধন মানুষের সাথে ।
HMM
Old is gold... it's true...
Ligand song .....
Just awesome 👍😊 wow ...
Apu TMR voice ta khub sundor .......
Ei gaanta TMR voice e mach hoyeche ...
Love you 😘 from Bangladesh
Raheljahan rose Hi
আমি ও তোমার গাওয়া এই গানটি প্রায় বার কুড়ি শুনেছি. তোমার কন্ঠের তাল, ছন্দ, লয়..... বেশ ভালো.... গ্যালাটিও বেশ মিষ্টি.
The best song forever.....
I just love it. Thank u so much Madhurima madam. The song has got a new attraction with your sweet voice. May god bless you.
কমেন্ট রেখে গেলাম।
অনেকদিন পর যখন আমরা থাকবো না আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে আমাদেরও পছন্দ ছিলো গানটি ঠিক তাদের মতো।তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্যরাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে।আর প্রিয় মানুষটির কথা মনে করতাম।মানুষ বদলাবে,ঋতু বদলাবে কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!
Valobasha roilo vai
OK BROTHER
Right...
Kichu gaan Mon chuye jaii
Ok.vai
গান টা শুনে সত্যিই মন ভরে যায়। দিদি আপনার গলার সুর অসাধারণ
r8
😎
@@prosenjitdas5182 bh
T
amra Sara jiban apnar ei gang sunbo. Eto simplicity.ar bhab amader mone bhisan akta ta abeg ene daye.thank you namaskar.
সত্যি আমি যতবার গানটি শুনেছি বার বার শুনতে ইচ্ছে করে।ধন্যবাদ আপি এত সুন্দর ১টা পরিবেশনার জন্য।দোয়া করি আরো সুন্দর সুন্দর গান আগামী দিনে উপহার দিবেন।।
komol sarjker হেলো
আমার খুব পছন্দের একটা গান। খুব ভাল লেগেছে ধন্যবাদ
I.love you hiyar maze
এই রবীন্দ্র সংগীত আপনার এমন মধুর কন্ঠে শুনে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে, হারিয়ে যাওয়া মানুষের এসব স্মৃতি এমন মধুর কন্ঠে ও সুরে তুলে ধরার জন্য।💔❤️❤️
2017 থেকে এই গান শুনছি,,,যত দিন বাঁচবো ততো দিন শুনবো,,,গানটি শুনলে কি যেনো পুরোনো কথা মনে পড়ে,,,কি যেন ফেলে এসেছি মনে হয়,,
2020 সালে কে কে শুনছেন এই গান 😍😍আমার মতো 🙈🙈
Ami
melody song always forever specially Rabindra Sangeets
আমিও শুনছি (24/4/2020)
Ami 12-5-2020
ami
Excellent, very soft musical voice❤
I am from kerala.. Addicted to kolkatta... Love u
আহা কী অসাধারণ ...😍😍😍...
যতই শুনি মন ভরে না কিছুতেই ...❣️❣️....!!!
রবি ঠাকুর যেন,
তুমি একদিন গাইবে জেনেই ..
এই গানটি রচনা করেছিল ..।।।।😍😍
-5 years later, If you're still watching this you're a legend.
Hert touching tagor song very nice voice modhurima sen
IMAM HOSSAI
IMAM HOSSAIN bv
bolar kicho nai. er ageo ei gan sonchi kinto kokhono 1 shate 20bar sonini kinto apnar konthe jado ache tar jonno atobar sonte holo...... ostir gailen apni. allah apnar onek vhalo rakhok
Sotti onoboddo kontho ajj thaky 6yr agy gaan ta 1st suni...madhurima mam a ei video song ta❤❤❤
দি কি অসাধারণ গাইলেন ৪৫০ বার সুনলাম তবু সুন্তেই মন চাচ্ছে। দি আমাদের এমন অসাধারণ গান উপহার দিয়েন।
absolutely right
hi
Anik Jahidur Rashid কসুদSAow👎👎👎👎👎👎👎👎👎👎👎💕
sotti khub sundor gailen apni ,,.....
+Sumiya Islam hi
Osadharon Voice. Gaan tao khub Sundor
Tome o osadarn.thank you so mach....
খুব অসাধারণ গাইছেন এর কোন তুলনা হয় না মাইন্ড ব্লোইং মনটা কেড়ে নেওয়ার মতো যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে সত্যি কথাই বলছেন গানে গানে আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি।।।।।।
🤔👍👍👍👍👍👍👍
সারাদিন এই একটা গান এই একজনের কন্ঠে শুনে কী মহাতৃপ্তি পাই তা বলে বোঝাতে পারবো না। সারাদিন প্রতিদিন কতবার যে দেখি!! গায়িকা গাইয়ে গাইয়ে কেমন যেন তন্ময় হয়ে যায় আর আমিও হারিয়ে যাই!!!
I listen this song repeatedly because of your sweet voice.love from bangladesh .madhurima sen
beautiful heart touching song by robi thakur.. it's precious
l
0
Shubham Maitra
অসাধারণ গায়কী ভাঁব
এবং এই সংগীত আপনার কন্ঠেই মানান সই হয়েছে। সব মিলিয়ে অসাধারণ।
মাস্টার পিস দিদি এই গান যখনই শোনার বাসনা জাগে তখন আপনার সুর ছাড়া মনতৃপ্তি পাই না👏❤️
Heart song ❤
ruclips.net/video/mH8iFO_AFUI/видео.html
You are right I love rabinnanath
@@mad0987able eèèèèeeeèèeeeeeeeeeeeèeeeèeeeèèèe3èèèeeèèeeeeèeeè3eeeeèèèe3èeèeèèeeèeèeè3èèèeèeèeèeè3èeeèeeeeeeeeeèeèèeeèeèèèèeèeeeeeeè
ruclips.net/video/rZ7g0m21vTk/видео.html
@@mad0987able a z @
গানটার মধ্যে কি যাদু আছে জানি না দিদি! তুমি এত সুন্দর করে গেয়েছ প্রতিদিন একবার হলেও শুনি।আশা করি এরকম আরও ভাল ভাল গান উপহার দেবে!! বেস্ট অফ লাক দিদি❤❤❤
বারবার ফিরে আসি আপনার কন্ঠে গানটি শুনতে
ভালোবাসা নিবেন 🤍🌸💫
অসম্ভব সুন্দর একটি গান,,,,,
মন কি থাকে আর মনের মাঝে,, এমন গান শুনলে,,,
The way this song talks about human ignorance of god is amazing ... God is in our heart ❤️
Riju Chakraborty
@@abdulkhalek5760 আমার খুব ভালো লাগছে
হৃদয়ের গান শিখে তো অনেকই গাইতে জানে---
কজনে হৃদয় দিয়ে গাইতে জানে ?
অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকুন সবসময় ভাই
সব গান মনের কুড়াক হয় না, শুধু এই গান গুলাই।
Pronam neben Madam/Didi ami apnar Maa er ek jon srota, but natun kore natun generation er jonno apnar ei gaan satyi asadharon, ami las year ei gaan ta search korini, age prai onek bar seARCH DITAM, BUT AJKE 27m VIEW DEKHHE bujhlam apan gaan ta vison vabe ami miss korechhi. valo thakben and aro gaan composed korar avinandan roilo. Thank you.
যতবার শুনি ততবার-ই কোথায় যেনো আমি হারিয়ে যাচ্ছি
যত বার শুনি মনটা অামার কাছে থাকে না কোথায় হারিয়ে যায়
mihir das Do u know the meaning of this song?
Really Nice song ..... Thanks from View & Enjoy
thik bolacho
love u....
So sweet voice... Thanks for making this morning special
লক ডাউন ২ আগষ্ট’২০২১ সময় কাটানোর অন্যতম উপায়। ধন্যবাদ প্রিয় শিল্পী
You are a wonderful singer....
Youur voice has magic can hallucinate anyone😍
Thank you so much for your comment. It made my day.
@@MadhurimaSenlahiri w
@@MadhurimaSenlahiri❤ভালোবাসা নিবেন।
অসাধারন গান।। just mind blowing.. Love this song..
চার বছর আবার কমেন্ট করছি, এ গানটিতে মধুরিমা সেন এর কন্ঠ মাধুর্য অনন্য ও অসাধারণ!
ঠিক বলছেন আমি অন্য শিল্পীদের কন্ঠে গান শুনছিলাম কিন্তু এনার কন্ঠে গান টা সত্যি অসাধারণ লাগছে
এ গানটা তোমার কন্ঠেই মানায় ...!! এ গানটা তোমার কন্ঠে ধ্বনিত্ব হোক যুগ যুগ ধরে...!!
রবীন্দ্র সংগীত আমার খুবই প্রিয়।
বিশেষ করে সকাল বেলায়। 😍😍😍
Very nice song and the she sang very nicely.😮😮😮😮