TUMI ROBE NIROBE / তুমি রবে নীরবে হৃদয়ে মম

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025
  • তুমি রবে নীরবে হৃদয়ে মম
    নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
    মম জীবন যৌবন মম অখিল ভুবন
    তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥
    জাগিবে একাকী তব করুণ আঁখি,
    তব অঞ্চলছায়া মোরে রাখিবে ঢাকি।
    মম দুঃখবেদন মম সফল স্বপন
    তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥
    রচনা পরিচিতি
    রচনাকাল: ১৮ কার্তিক ১৩০২ (১৮৯৫)
    কবির বয়স: ৩৪
    রচনাস্থান: জোড়াসাঁকো
    প্রকাশ: ১৮৯৬,আশ্বিন ১৩০৩ , কাব্যগ্রন্থাবলী (গান) |
    Poems 5
    গীতবিতান(পর্যায়;#/পৃ): প্রেম-প্রেমবৈচিত্র্য; ৬২/২৯৭
    রাগ / তাল: বেহাগ / একতাল
    স্বরলিপি: বীণাবাদিনী (১৩০৫); স্বরবিতান ১০
    স্বরলিপিকার: অনুল্লিখিত্ত; জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Комментарии •