তোমার আমার এই বিরহের অন্তরালে : TOMAR AMARO EI BIROHERO
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে॥
তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে--
এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে॥
বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্তঃপুরে,
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে।
দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী,
যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে॥
রচনা পরিচিতি
রচনাকাল: ২ মাঘ ১৩৩৪ (১৬ জানুয়ারি,১৯২৮)
কবির বয়স: ৬৬
রচনাস্থান: শান্তিনিকেতন
প্রকাশ: -
গীতবিতান(পর্যায়;#/পৃ): পূজা-বিরহ; ১৩৪/৬২
রাগ / তাল: পিলু / অর্ধঝাঁপ
স্বরলিপি: সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা (১৩৩৭); স্বরবিতান ১
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
❤❤❤visan visan sundar gilen❤❤❤Asadharan❤❤❤❤❤❤
সুন্দর গাইলে বনধু❤
সুন্দর গাইলে বনধু❤