Doya Diye Hobe Go Mor || Jayati || Prattyush || Rabindrasangeet & Sarod Jugalbandi || দয়া দিয়ে হবে

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Jayati Chakraborty Official presents ' DOYA DIYE HOBE GO MOR' ,
    a Jugalbandi of Rabindrasangeet and Sarod.
    দয়া দিয়ে হবে গো মোর - রবীন্দ্রসঙ্গীত ও সরোদ - যুগলবন্দী
    Credits :
    Vocal : Jayati Chakraborty
    Sarod & Music Arrangement: Prattyush Banerjee
    Tabla :Joy Nandy
    Recorded mixed and mastered by Goutam Basu at Studio Vibrations
    Video Team:
    Rana banerjee, Abhinaba Banerjee, Rittik Chakraborty,
    Mahisin Khan & Sandipan Pollay
    Edit & CC : Rana Banerjee
    Make up: Arijit Maity
    Creative: Subham Dutta
    Special thanks to Rupshirsha Das
    Lyrics
    দয়া দিয়ে হবে গো মোর
    জীবন ধুতে--
    নইলে কি আর পারব তোমার
    চরণ ছুঁতে।
    তোমায় দিতে পূজার ডালি
    বেড়িয়ে পড়ে সকল কালি,
    পরান আমার পারি নে তাই
    পায়ে থুতে।
    এতদিন তো ছিল না মোর
    কোনো ব্যথা,
    সর্ব অঙ্গে মাখা ছিল
    মলিনতা।
    আজ ওই শুভ্র কোলের তরে
    ব্যাকুল হৃদয় কেঁদে মরে
    দিয়ো না গো, দিয়ো না আর
    ধুলায় শুতে।
    #doyadiye #rabindrasangeet #sarode #jayatichakraborty #prattyushbanerjee #রবীন্দ্রসঙ্গীত #জয়তী

Комментарии • 719

  • @debajyotisengupta686
    @debajyotisengupta686 Год назад +70

    এ কি গান শুনলাম। ভৈরবী যেন সঙ্গবিহীন অসীমের চিরবিরহবেদনা নিয়ে উপস্থিত হয়েছে। শুনতে শুনতে মনে হল আমার চোখের সামনেকার শূন্য আকাশ এবং বাতাস পর্যন্ত একটা অন্তরনিরুদ্ধ ক্রন্দনের আবেগে যেন স্ফীত হয়ে উঠল -- বড়ো কাতর কিন্তু বড়ো সুন্দর সে অনুভুতি। যেন বিশ্বব্রহ্মাণ্ডের মর্মস্থল হতে একটা গম্ভীর কাতর করুণ রাগিণী উচ্ছ্বসিত হয়ে উঠছে। কি অসাধারণ গায়ন। আবেগ-গম্ভীর বিশ্বব্যাপী অশ্রুর বাষ্পে নিষিক্ত নিবেদন। গান হল শেষ - রয়ে গেল রেশ। ব্যতিক্রমী যন্ত্রানুষঙ্গ গানের বাণী ও ভাবনাকে আরো গভীর করে তুলেছে।

    • @sayantansaha53
      @sayantansaha53 Год назад +3

      Opurbo sundor comments

    • @baisakhimukherjee6438
      @baisakhimukherjee6438 Год назад +1

      Acha taal ki ektaal bilombit o
      druto bajano hoyeche🙏

    • @debajyotisengupta686
      @debajyotisengupta686 Год назад +3

      স্বরলিপিতে লেখা আছে একতাল। তবে আমি অনেক শিল্পীকে মুক্ত ছন্দে গাইতে শুনেছি।

    • @baisakhimukherjee6438
      @baisakhimukherjee6438 Год назад +1

      @@debajyotisengupta686 ধন্যবাদ 🙏

    • @SujitSarkar-f1m
      @SujitSarkar-f1m Год назад

      Nice comment, thank you sir.

  • @mdshuptosohanmolla5377
    @mdshuptosohanmolla5377 Год назад +6

    কি বলবো
    ভাষা নেই 🌺 কবি পক্ষে এক নতুন অাবির্ভাব। ধন্যবাদ জয়তী দিদি। অাপনার মতো শিল্পী কেন অামাদের বাংলাদেশে হয় না। শুনছি বাংলাদেশ মাদারীপুর জেলা থেকে সুপ্ত সোহান মোল্লা।

  • @parthadas8123
    @parthadas8123 День назад

    অসাধারন একটি সংগীত পরিবেশন শুনলাম। সত্যি মনটা ছুয়ে গেল সকালে।

  • @sushantasaha6067
    @sushantasaha6067 8 дней назад

    অসাধারণ! যেমন সরোদ তেমনই তবলার সহযোগ তেমনই গান ।তুলনাহীন ।

  • @ganeshsingha6708
    @ganeshsingha6708 5 месяцев назад +5

    দিদি আপনি এই গানটি আবার অন্য ভাবে গেয়ে শোনান।এ ভাবে গাইবেন না। হৃদয় ফালা ফালা হয়ে যায়।আজ রাত দশটা থেকে এখন ও শুনে চলেছি।মন ভরছে না। বাকি গান গুলো কবে শুনবো? আপনি ইচ্ছা করে এভাবে গেয়েছেন।

  • @sudeshnabiswas6779
    @sudeshnabiswas6779 Год назад +29

    ঈশ্বরের অনেক কৃপা আমি আপনাকে গুরু হিসেবে পেয়েছি। আপনাকে প্রণাম জানাই দিদি। এ গান তো শুধু গান নয়... এ গলা যে ঈশ্বরের সঙ্গে সেতু বন্ধন তৈরী করে।

  • @NibeditaBhattacharjee-fc8wl
    @NibeditaBhattacharjee-fc8wl 3 месяца назад

    অপূর্ব এক অনুভূতি।কোন শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।

  • @swagatasmakeoveracademy-cr6335
    @swagatasmakeoveracademy-cr6335 Год назад +10

    আমার ইষ্ট দেবের সামনে প্রতিদিন চালিয়ে ধ্যানে বসবো ।
    প্রণাম দিদি🙏

  • @sadhanbasu6505
    @sadhanbasu6505 9 месяцев назад +31

    আমরা বাঙালিরা সৌভাগ্যবান যে আমাদের রবি ঠাকুর আছেন। মানব আত্মার এমন প্রার্থনা সঙ্গীত আমাদের অনন্য সম্পদ।

    • @zeenatkhan7254
      @zeenatkhan7254 3 месяца назад

      Beautiful comments. Salute to you. Greetings from USA

    • @nazmunnahar6433
      @nazmunnahar6433 2 месяца назад

      অবশ্যই। নইলে আমারা, ইহ জগতে তীব্র যন্ত্রণার মধ্যে উৎফুল্ল চিত্তে বাঁচার প্রেরণা কোথায় পেতাম..!!!

    • @nabanitapanday5273
      @nabanitapanday5273 10 дней назад

      Sotti e ..tar sathe amra j bangla vashar pujari setao amader souvaggo

  • @DoliPaul-iv7dx
    @DoliPaul-iv7dx 3 месяца назад

    অপূর্ব গানের গলা আপনার, আপনার গান আমি প্রতিদিন শুনি আর এই গান শুনে আমি অনেক শান্তি পাই আপনি ভালো থাকবেন ..🙏

  • @santanusen9829
    @santanusen9829 Год назад +4

    অপূর্ব! আপনার কণ্ঠ মন ছুঁয়ে গেলো। যন্ত্রানুসঙ্গও অসাধারণ। 🙏

  • @ramabarai581
    @ramabarai581 Год назад +2

    এত গান নয় শুধু ,যেন জীবনের পরম প্রার্থনা

  • @sharanagato
    @sharanagato Год назад +1

    কি আর বলবো, মনে হয় ঈশ্বর কে অনুভব করি এমন একটি গান এমন দৈব কণ্ঠ ও যন্ত্রানুষঙ্গে শুনলে । 😔

  • @sauravsaha5311
    @sauravsaha5311 Год назад +10

    এমন শিল্পী আর দুটো দেখলাম না। সরস্বতী যেন সবটা দিয়ে ওনাকে গড়েছেন।

  • @sumitac8309
    @sumitac8309 Год назад

    Ki apurbo! mon vore gelo.

  • @indranilpaul7942
    @indranilpaul7942 Год назад +2

    চোখের জল ধরে রাখা যায় না দিদি. কি আকুতি 😢প্রাণ জড়িয়ে যায় যে ❤.

  • @jeonkookies8343
    @jeonkookies8343 10 месяцев назад

    প্রাণ জুড়িয়ে যাওয়া গান,,,,,, রবি ঠাকুর কে প্রণাম জানিয়ে,,,,শিল্পীকে প্রণাম জানাই,,,

  • @tapatimukheree7091
    @tapatimukheree7091 Год назад +3

    অপূর্ব অপূর্ব দিদি 🙏🙏👌👌
    সরোদ আর কন্ঠ স্বরের মেল বন্ধন
    ভীষন ভালো লাগলো ।মন ছুঁয়ে গেলো 💗💗 এইভাবে ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব 🙏🙏🙏

  • @jayantabarman3520
    @jayantabarman3520 Год назад +4

    রবি ঠাকুরের গানের যতগুলি সম্ভব আপনার ঐশ্বরিক সুর দিয়ে রাখুন ৷
    আপনার অ-বর্তমানে চিরকাল মানুষকে সুধা থেকে বঞ্চিত হবার হাত থেকে রক্ষা করুন ।

  • @SanatoniWarrior
    @SanatoniWarrior Год назад +13

    মা,,,এই রুপ সঙ্গীতে যেন অন্য রকম অনুভূতি 💚 সত্যিই অসাধারন 🙏 হৃদয় ছুয়ে গেছে তাই মা,,, বলতে মন চাইল 🙏

  • @pkbhattcharya
    @pkbhattcharya 8 месяцев назад

    Wonderful, divine. Jayati Ma'am, you are our favorite. Please keep making such presentations.

  • @Subratamaj68
    @Subratamaj68 Год назад

    Aneker konthei shunechhi , kintu ..... Mone apar shanti pelam

  • @anuptalukder1951
    @anuptalukder1951 10 месяцев назад

    চমৎকার কম্বিনেশন যেমন গায়িকা তেমনি বাদক অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম 🙏

  • @samirkumarghosh6222
    @samirkumarghosh6222 Год назад +3

    অপূর্ব মেলবন্ধন.... ধন্য দিদি, ঠাকুরের জন্মদিনের পূর্বে, এমন পাওনা.... ভালো থেকো দিদি, এইভাবেই যতদিন বাঁচবো, রবীন্দ্রসংগীত কে নিয়েই, আর একটা অনুরোধ দিদি, দেখো সাহেবদার (সাহেব চট্টোপাধ্যায় ) সাথে তোমার কোনো রবীন্দ্রসংগীত অ্যালবাম তৈরী করা যায় কিনা

  • @biplabroy174
    @biplabroy174 Год назад +12

    জয়তী আর প্রত্যুষ একসংগে মানেই দিন-এর দিবস হয়ে ওঠার গল্প। আজও দিনটিতে দিবসের মত রঙ চরালো, রঙিন করলো জয়তী প্রত্যুষ মিলে 🌹❤️

  • @krishnadas5510
    @krishnadas5510 Месяц назад

    Mon bhore gelo .🌹🌹

  • @ঘরকন্যাপ্রিয়াঙ্কা

    আহা!!মন প্রাণ জুড়িয়ে গেলে।❤

  • @bharotisarker6124
    @bharotisarker6124 Год назад +1

    বার বার শুনে ও মন ভরে না।অসাধারণ গেয়েছেন দিদি।💞💞

  • @chitradipsen8600
    @chitradipsen8600 Год назад +226

    বারবার শুনেও মন ভরছে না সরোদ আর এ গানের যুগলবন্দীতে, মনে গেঁথে গেল এ নিবেদন, ঈশ্বরের কাছে প্রকৃত আত্মনিবেদন বোধহয় এভাবেই করা সম্ভব। ঈশ্বরের কাছে এ গান প্রকাশ করলে সত্যিই চোখের জলে সব পাপ, দোষ, অন্যায় ধুয়ে যায় যেন। আপনার কন্ঠে এ গান শুনে মনে হচ্ছিল প্রতিটা শ্রোতার মুগ্ধ হওয়ার সাথে সাথে হয়তো ঈশ্বরও শুনছেন, এত পবিত্রতায় পরিপূর্ণ ছিল রবি ঠাকুরের এ গান। আপনার গান শুনে প্রতিনিয়তই নতুন কিছু শিখি, প্রত্যূষ স্যারের সরোদে ভৈরবীর অপার্থিব সুরঝঙ্কার শুনে বারবার গায়ে কাঁটা দিচ্ছিল, আর "চরণ ছুঁতে" অংশে মধ্য সপ্তকের শুদ্ধ ঋষভ থেকে মন্দ্র সপ্তকের কোমল ধৈবতের ছোঁয়ায় , আবার কখনো শুদ্ধ পঞ্চম থেকে কোমল ধৈবতে কোমল মধুর মীড়ের স্পর্শ আপনার কন্ঠে এবং প্রত্যূষ স্যারের সরোদে সত্যি যেভাবে ছুঁয়ে যাচ্ছিল, সত্যি কিছু বলার নেই, রবীন্দ্রনাথের ভৈরবীর রূপটা যেন পরিস্কার ভেসে উঠল চোখের সামনে। শেষের দিকে প্রত্যূষ স্যার সরোদের মধ্যে দিয়ে পুরো গানটা প্রকাশ করার পরেই আবার আপনি যখন "নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে" দিয়ে ধরলেন, এক অন্য মাত্রায় পৌঁছে গেছিল এ নিবেদন, সরোদের সঙ্গে ত্রিতাল সঙ্গত করতে করতে আবার একতালে ফিরে আসা, সত্যিই এক অপূর্ব সন্ধিক্ষণ ছিল ওই জায়গাটা, তালের মধ্যেও কি অসাধারণ সামঞ্জস্যতা...., গোটা অ্যারেঞ্জমেন্ট এবং জয় নন্দী স্যারের তালবাদ্যে এ সঙ্গীত পূর্ণ রূপ পেয়েছে, ২৫ শে বৈশাখ উপলক্ষ্যে অনেক বড়ো একটা উপহার পেলাম আমরা সবাই, আমার প্রণাম নেবেন❤❤❤❤🌼🙏🙏🙏।

    • @nripendranathdatta9317
      @nripendranathdatta9317 Год назад +4

      শেয়ার করলাম

    • @md.sayedurrahaman2509
      @md.sayedurrahaman2509 Год назад +14

      আরে ভাই শুধু কি আপনার প্রণাম নেবেন উনি , আমার সালাম নেবেন না?

    • @srikanttewary7918
      @srikanttewary7918 Год назад +5

      Mesmerizing

    • @tapasbose7270
      @tapasbose7270 Год назад +2

      * SADHU - SADHU *

    • @sayantansaha53
      @sayantansaha53 Год назад +1

      Osadharon comment darun laglo comment ta

  • @animeshdebnath1237
    @animeshdebnath1237 Год назад +90

    প্রাণস্পর্শী গায়কী!!
    ভাবছি, স্বয়ং গুরুবর রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে যেতেন এই গান শুনে।এতো দরদ দিয়ে কয়জনা গাইতে পারে।মুহূর্তে চিন্তার স্রোতকে মিলিয়ে দিচ্ছে পরম চৈতন্যে।।বিনম্র শ্রদ্ধা দিদি🙏

  • @purbapurkayastha5300
    @purbapurkayastha5300 Год назад

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। কি অসাধারণ মেলবন্ধন গান এবং যণ্ত্রাণুষঙ্গের। প্রাণঢালা আত্মনিবেদন। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম দিদি।

  • @swatichaudhuri1475
    @swatichaudhuri1475 Год назад +26

    দিদি, যতবারই শুনছি মনে হচ্ছে আত্মার শুদ্ধি করণ হচ্ছে 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @sobhasanyal1018
    @sobhasanyal1018 Год назад

    অপূর্ব সুন্দর পরিবেশন

  • @suvramoulik9266
    @suvramoulik9266 2 месяца назад

    দারুণ দারুণ গান শুনলাম

  • @russellphotograph
    @russellphotograph 7 месяцев назад

    This is a masterpiece of Jayati.

  • @deblinaroy3599
    @deblinaroy3599 Год назад +12

    প্রান ছুঁয়ে গেল.... সরোদ আলাদাই মাত্রা এনে দিয়েছে 😍

  • @AhmedAli-kv3qx
    @AhmedAli-kv3qx Месяц назад

    ভীষন ভাল লেগেছে!

  • @sreeojith2239
    @sreeojith2239 Год назад

    কী মধুর সুরে অসাধারণ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল।

  • @goswamisharmistha984
    @goswamisharmistha984 Год назад +16

    এ যেন শুধু গান নয় এ এক অনাবিল প্রশান্তি, আর এমন মধুর কণ্ঠ সকল দুঃখ বেদনা হরণ করে নেয়। দিদি তুমি অনন্য❤ আর তারসাথে সরোদের যুগলবন্দি যেন মধুরেণ সমাপয়েত্।❤

  • @shrabaniray799
    @shrabaniray799 Год назад +8

    আহা , অপূর্ব মনমুগ্ধকর । প্রান জুড়িয়ে গেল দিদি।🙏🙏

  • @arunghosh596
    @arunghosh596 Год назад +14

    রবি ঠাকুরের জন্মদিনে শুনলাম। বিভোর হয়ে গেলাম। তন্ময় হয়ে রইলাম। স্বর্গীয় অনুভুতি সারা মন জুড়ে! কি তৃপ্তি! মনে হলো ঈশ্বরের সামনে বসে আছি! অপূর্ব প্রশান্তি।।

    • @jyotidas2734
      @jyotidas2734 Год назад +1

      Thanks to channel for a beautiful presentation both vocal & of duet of Sarod & Tabla = a new style to be ever remembered.

    • @sumitachakraborty3435
      @sumitachakraborty3435 7 месяцев назад

  • @sujayachakraborty2312
    @sujayachakraborty2312 6 месяцев назад

    Eto sundor poribesona barbar sunte echa kore didi 🙏🙏❤❤

  • @gitikadasgupta895
    @gitikadasgupta895 Год назад

    আহা ...❤❤❤❤❤

  • @ARUNABHARAY-qd8ig
    @ARUNABHARAY-qd8ig 4 месяца назад

    Robindronather gane jodi emon ekjon guni shilpir kontho thake tahole sune sotti jibon dhnno ❤❤didi k pronam 🙏💖

  • @ganeshsingha6708
    @ganeshsingha6708 6 месяцев назад +2

    দিদি এই গানটি আবার নতুন করে গেয়ে শোনান তখন যেন তোমার পা দুটো আমার বুকের উপর রাখা হয়।

  • @SayedaFatemaAlZohora
    @SayedaFatemaAlZohora Год назад

    অসাধারণ,

  • @runusreesaha7391
    @runusreesaha7391 Год назад

    Ashadharon

  • @chaitaligoswami3997
    @chaitaligoswami3997 Год назад

    অনুপম এক অনুভূতি! অনির্বচনীয়

  • @saswatiacharyya.7194
    @saswatiacharyya.7194 Год назад

    Mon ta jeno kothay chole Jay didi apnar gan sunle🙏🏻❤️❤️

  • @rakhighosh5387
    @rakhighosh5387 Год назад

    osadharon.......kono bhasa ta prokas kora jaba na.....osadharon ......mono vora galo🙏

  • @niharenduchakraborti5114
    @niharenduchakraborti5114 Год назад

    অপূর্ব, অপূর্ব, বারবার শুনি।বারবারই শুনতে ইচ্ছে করে।দয়া দিয়ে জীবন ধুয়ে তাঁর চরণ ছোঁওয়ার চেষ্টা চলুক।
    গানটা ঐ উপলব্ধির জগতে পৌঁছে দেওয়ার একটা চাবিকাঠির মতো।
    অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।

  • @rajlakshmidas6617
    @rajlakshmidas6617 Год назад

    একরাশ মুগ্ধতা.. দিয়ে গেলে.. আহা আহা ❤️❤️❤️

  • @srabanipatra8225
    @srabanipatra8225 Год назад +1

    Didi, apner kantha, Ami nisidin tomay valobasi gun ti soner ashay bosa a6i,
    Thakur maa ar kacha pray kori
    apni sustha thakun valo thakun🙏🙏🙏🙏

  • @aparnapaul6273
    @aparnapaul6273 Год назад

    অপূর্ব অসাধারণ নিবেদন। প্রণাম জানাই দিদি। শুভকামনা নিরন্তর 👏💚🌺

  • @sarbanipramanik1244
    @sarbanipramanik1244 Год назад +9

    নিবেদন অর্পণ একেই বলে অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা এই প্রার্থনা যা বার বার শুনে ও মন ভরে না অসাধারণ এক শ্রদ্ধাঞ্জলি অনেক অনেক শুভ কামনা রইল ❤❤❤❤❤❤❤

  • @JyotsnaPal-px8jv
    @JyotsnaPal-px8jv 4 месяца назад

    তুমি কেমন করে গাও হে গুনি আমি অবাক হযে শুনি

  • @asokmukherjee6157
    @asokmukherjee6157 Год назад

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। অসাধারণ !!

  • @snigdhasinha6129
    @snigdhasinha6129 Год назад

    Apurbo melbondhon

  • @krishnadutta2336
    @krishnadutta2336 Год назад

    Apurbo

  • @kalishankarupadhaya9902
    @kalishankarupadhaya9902 Год назад

    Wow
    Very nice renditions cleair sweet
    Halka melodious voice .with
    Musicals insutuments fine mishti
    Singing...excellent !
    Prayers from god blessings !
    Tallent Singer.

  • @molidasgupta9649
    @molidasgupta9649 Год назад +13

    আপনার কণ্ঠে গানের প্রতিটি শব্দ হৃদয় জুড়ে বাস করে..... যতই শুনি তাও মন ভরে না। আপনি রবীন্দ্রনাথের গানকে আরো অনেক কাছের করে দিয়েছেন ...🙏🏻🙏🏻

  • @sutirthasarkar3144
    @sutirthasarkar3144 Год назад +4

    গঙ্গা জলের পবিত্রতার অনুভূতির সুর থাকলে, ঠিক এমনই শোনাতো। ।।।

  • @pkd168
    @pkd168 6 месяцев назад +8

    রবি ঠাকুরের গান তো নয় যেনো আলাদা এক অনুভূতি ❤️🤍

  • @riddhimandas7058
    @riddhimandas7058 Год назад

    হৃদয়স্পর্শী ❤️ আর আসন্ন রবীন্দ্রজয়ন্তী র প্রিয় একটি গান 😊

  • @saktipadamajumder
    @saktipadamajumder Месяц назад

    আমাদের সর্বাঙ্গে মলিনতা। তাই আমিও জানাই প্রাথনা তিনিযেন দয়া করেন!

  • @anjanabanerjee1452
    @anjanabanerjee1452 Год назад +1

    Jayatydi. Prathameboli Apurba. Dhanekhali sareete. Tomake. Apurba Lagchhe Dwitiyata Tomar Prarthanar. sathe Duidada Otumi Akdam. samarpaner. Ante Pouchhechho. Apurba. Apurba Sarod. Tabla. Tomar. Geety.sundar Avutapurba Kabir162 Tama janmodine. Take. Vaktipurna Pranam Namaskar Tomader O Sangethaka Sakalke. SarthakRabindranath

  • @tapaskumarbhattacharjee7865
    @tapaskumarbhattacharjee7865 Год назад +5

    আহা আহা, শুধুই মুগ্ধতা। জয়তী দি ভীষণ প্রিয় শিল্পী আমার। 🙏🙏🙏

  • @bhaskarbiswas164
    @bhaskarbiswas164 Год назад

    ভীষণ সুন্দর, অপূর্ব❤🙏

  • @chandanabandyopadhyay2294
    @chandanabandyopadhyay2294 Год назад +20

    সার্থক যুগলবন্দী 🙏❤️ সার্থক প্রার্থনা ! তালবাদ্যের যোগ্য সঙ্গত এই প্রার্থনাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে 🙏 জয়তী তুমি অনন্যা , ঈশ্বরের বর প্রাপ্তা ❤️ যখনই তোমার গান শুনি তখনই ঘরের প্রতিটি কোণায় তাঁর উপস্থিতি টের পাই 🙏♥️

    • @Lavonikormokar
      @Lavonikormokar Год назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @Lavonikormokar
      @Lavonikormokar Год назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @SHUBHASHISGHOSHOFFICIAL
    @SHUBHASHISGHOSHOFFICIAL Год назад +4

    Jayati Chakraborty Jayati Chakraborty একরাশ স্নিগ্ধতা প্রতিবার রেখে যান! কখনো কাছে গিয়ে বলতে পারিনি আপনি আছেন বলেই প্রতিটা গান এতোটা মাধুর্যতায় ভরে ওঠে। সময়, মন, মুহূর্ত সবকিছু ভালো হয়ে যায়। তবে একটা অভিযোগ আছে আপনার কাছে - "গানে গানে কেন কাঁদাও বলতে পারো....!" কেন? এখানে আমি তুমি বলেই সম্বোধন করলাম আপনাকে। অপরাধ নেবেন না। বড্ড কাছের যে। আসলে ঠিক কীভাবে বলতে হয় আমি জানি না, হয়তো ভুল করে ফেলি, তবে ওই ভুল টুকু দিয়েই না হয় আপনাকে বলি। শ্রদ্ধা 🙏

  • @susamanandy2021
    @susamanandy2021 Год назад

    Realy Heart touching Didi 🙏🙏🙏

  • @nabanitaduttadas4064
    @nabanitaduttadas4064 Год назад

    প্রাণটা জুড়িয়ে গেল 🙏🏼

  • @apudas7828
    @apudas7828 Год назад

    সরোদের সুরের ঝংকারের সমাপ্তি হলো -কিন্তু এ যেন শেষ হইয়্যাও হইলো না যেনো শেষ।পন্ডিত শ্রী প্রত্যুষ ব্যানার্জি🙏🙏🙏

  • @aadiroy3070
    @aadiroy3070 Год назад

    🙏🙏🙏 Man chuye gelo,, God bless you di bhai❤❤❤

  • @samirbhadury4390
    @samirbhadury4390 Год назад +7

    গানের প্রতিটি কথাকে যত্ন করে গভীর ভাবনায় উচ্চারণ এবং তার প্রকাশ ❤️❤️❤️। শুধু মুগ্ধতা 🙏🙏

  • @kaiseralimamunmamun1102
    @kaiseralimamunmamun1102 Год назад

    তন্ময় হয়ে শুনলাম আর শুনলাম।
    ভাবের কী গভীরতা !!!

  • @swagatabasu8105
    @swagatabasu8105 Год назад +35

    সরোদের সুর আর আপনার কণ্ঠ কোথায় যেন ভাসিয়ে নিয়ে গেলো.... দুজনের মেলবন্ধন অসাধারণ। বড়ো শান্তি জাগালো এ মনে। চারিদিকটা নিরবতায় ঢেকে গেলো। ❤️❤️❤️❤️

    • @AniruddhaSasmal-u7e
      @AniruddhaSasmal-u7e 6 месяцев назад +1

      তবলার সঙ্গত এতো পারফেক্ট ছিলো যে,, পুরো সঙ্গীত টিকে এক স্বর্গীয় মূর্ছনায় ভরে তুললো,,,,

  • @babuahmed-tn2if
    @babuahmed-tn2if Год назад

    কি অপূর্ব !!!
    ❤❤❤❤

  • @nibeditabhattacharyya2118
    @nibeditabhattacharyya2118 Год назад +5

    ব্যাকুল হৃদয় সত্যিই কেঁদেই চললো,গান টা শুনতে2।ধন্য তুমি জয়তি।তোমার কণ্ঠে ঈশ্বরের বাস🙏

  • @mausumimukhopadhyay9266
    @mausumimukhopadhyay9266 Год назад

    মুগ্ধ হলাম ❤

  • @bubuonnet
    @bubuonnet Год назад +4

    আত্মশুদ্ধি হল…গান নয়…যেন নিজেদের নিবেদন করতে বসেছিলেন তিনজনে মিলে….🙏

  • @suddhadas775
    @suddhadas775 Год назад +4

    অপূর্ব!! এতোটাই ভালো কোনো দিন ভুলতে পারবো না এই সুন্দর গান আপনার থেকে কিছুটা বয়সে বড় হয়েও -- আজ মনে হচ্ছে আপনার চরন ছুঁয়ে একটা প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @oporajitaanu3116
    @oporajitaanu3116 Год назад

    অতল মুগ্ধতা রেখে গেলাম ❤

  • @scchandra9473
    @scchandra9473 Год назад

    Ki bolbo bujhe pachhi na.. khub sundor naki darun.. naki aahaaa… Infact bhasa khuje pachhi na bhasa hara hoye jachhe.. Ki j parom shanti..bole bojhano jabe na jayati di…

  • @GoutamPal-mp4hv
    @GoutamPal-mp4hv Год назад +3

    অসাধারণ। সরোদ ও গানের এমন দুর্দান্ত যুগলববন্দি মন ভরিয়ে দিয়েছে। কোনো প্রশংসাই যথেষ্ট নয়।❤👌🌹

  • @SreematiMukherjee
    @SreematiMukherjee Год назад +1

    Wonderful complementarity! Both Jayati and Prattyush are excellent. I've always liked Prattyush Banerjee's equanimity and gentleness-- qualities that somehow communicate themselves through the various jugalbandis.

  • @nilavabhattacharjee1936
    @nilavabhattacharjee1936 Год назад +10

    কি যে শান্তি!! ❤️😇..প্রাণের আরাম🥀

  • @anuradhabanerjee641
    @anuradhabanerjee641 Год назад +11

    From which depth of your soul you sang this song...so spiritually elevating..
    Kaviguru has showered blessings on you👌

  • @ganeshsingha6708
    @ganeshsingha6708 6 месяцев назад

    কে ইনি? এতো পৃথিবীর মা। দুটো পা আমার দরকার নেই।যদি কোন দিন একটা পা ছুঁতে পারি তাহলে আমার সকল পাওয়া হয়ে যাবে।

  • @Anonymous-gm9hp
    @Anonymous-gm9hp 7 месяцев назад +3

    অনবরত দুঃখের সাগরে ভেসে থাকার অনন্ত শক্তি এই গান। মনে হয় এই তো এবার সব কষ্টের অবসান হবে।

  • @shampachatterjee3217
    @shampachatterjee3217 Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @junFs9131
    @junFs9131 Год назад

    ❤❤❤❤

  • @SreyoshiChatterjeeOfficial
    @SreyoshiChatterjeeOfficial Год назад +5

    সুরে ভেসে গেলাম .. ভৈরবীর অভিনব রাস্তা যেন টেনে নিয়ে গেলো একটা অসম্ভব সুন্দর স্বপ্ন দেশে ❤❤

    • @shivathealmighty
      @shivathealmighty Год назад

      দেখবেন আবার রাস্তা হারিয়ে ফেলবেন না।। ঝামেলা হবে বড্ড।। ভৈরবী রাগ টাই ওরম।। বেআক্কেলে।। একবার বাজতে থাকে মনে হয় ভিতরে কে যেন ক্রমাগত একটা হাপড় টানছে।। একটা ব্যাথার ভাব কিন্তু কোথাও একটা আনন্দও আছে।।

  • @nibeditadan2216
    @nibeditadan2216 3 месяца назад +2

    Tumi k go Jayati di. Ma Saraswati jeno shob tuku diye tomai gorechen. Tumi gaan gao na ishwar er aradhana shunte pai tomar ganer modhye. Pranam didi❤.❤❤

  • @sumonnaskar5966
    @sumonnaskar5966 Год назад

    অসাধারণ ❤❤

  • @kumkummukherjee1507
    @kumkummukherjee1507 Год назад +4

    দিদি তোমার গান সারাদিন শুনি তবুও যেন মনে অনেক খিদে থেকে যায় আর বিশেষ করে( দয়া দিয়ে) এটা শুনলে মনে হয় ঈশ্বরের কাছাকাছি পৌছে গেছি।
    সরোদ, তবলা অনবদ্য, সব মিলেমিশে অসাধারণ ।

  • @lishadey4713
    @lishadey4713 Год назад

    অসম্ভব প্রাপ্তি...🌼💗

  • @palash-nb2sd
    @palash-nb2sd Год назад

    সুন্দর

  • @Tagoremeandyou
    @Tagoremeandyou Год назад +6

    শোনার পর হৃদয়ের উদ্বেলতা আমায় স্তব্ধ করে দিয়েছে। ভালবাসা, শ্রদ্ধা। আমি নতজানু তোমাদের কাছে।

  • @papriroy2352
    @papriroy2352 Месяц назад

    🙏🙏🙏