তুমি রবে নীরবে | রবীন্দ্রসঙ্গীত | Tumi Robe Nirobe | Rabindrasangeet | Instrumental | Sarod

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 434

  • @pradip9760
    @pradip9760 3 года назад +252

    এই সুরের বাস্তবতা বোঝার জন্য বার বার বাঙালি হয়ে জন্মাতে রাজি আছি ❤️🌺

  • @sheikhsajibadit4547
    @sheikhsajibadit4547 3 года назад +362

    এই ধরণের ভালো কাজের দর্শকসংখ্যা দেখে বুঝতে পারি এই সময়ে দাঁড়িয়ে কি নিন্মমানের রুচি তৈরি করেছি আমরা। অসাধারণ বাজিয়েছেন!! আপনার সঙ্গীত সাধনা শুদ্ধতমরুপে বিকশিত হোক।

    • @shashwatimandal8000
      @shashwatimandal8000 3 года назад +4

      একদমই ঠিক বলেছেন।

    • @abhishekmookherjee3704
      @abhishekmookherjee3704 2 года назад

      thik bolechhen

    • @arijithazra7998
      @arijithazra7998 11 месяцев назад

      You are a genius

    • @haroprasadp
      @haroprasadp 10 месяцев назад +1

      আমরা চাকরির প্রস্তুতি নিতে নিতে Indian Classical সম্বন্ধে অনেক জানতে পেরেছি।
      তাই এখন মনে হয় রুচি মানুষের কোথায় গিয়ে দাঁড়িয়েছে

    • @DweepBiswas456
      @DweepBiswas456 8 месяцев назад

      🙏🙏🙏

  • @nilanjana03
    @nilanjana03 2 года назад +58

    ভাগ্যিস ঈশ্বর আমাকে বধির বানাননি।নইলে এই সুর অজানাই রয়ে যেত!তাই ঈশ্বরের প্রতি শত শত কৃতজ্ঞতা ❤️

  • @miltonbiswas9292
    @miltonbiswas9292 4 года назад +310

    ভাইরে এত প্রেম কেমনে ধারন করেন !!! আপনার স্ট্রক শুনলেই চোখে জল আসে আমার। শুধু সা বাজালেও একই প্রেম।

    • @rakeshsushil4296
      @rakeshsushil4296 3 года назад +1

      😍

    • @subhasreemitra2387
      @subhasreemitra2387 3 года назад +1

      Thik bolechhen

    • @souvikbandopadhayay3226
      @souvikbandopadhayay3226 3 года назад +26

      প্রচুর ঘাম আর রক্ত দিয়ে এটা পাওয়া যায়। দেখুন ওনার আঙ্গুল গুলো। প্রেম ওটাই। প্রতি রোমকূপ জুড়ে শিহরণ।

    • @kunaldebnath7790
      @kunaldebnath7790 3 года назад +2

      একদম চোখ যে না চাইতেই ভিজে যাই

    • @clashtitan-xm7xk
      @clashtitan-xm7xk 7 месяцев назад

      ​@@souvikbandopadhayay3226roktor kotha bolte prbo na but Ora definitely gham Naa..oite holo oil...Ami nije sarod sikchi 13 years dhore...false nail ar oil thakle bajate subhidhe hoy

  • @ankita_1405
    @ankita_1405 3 года назад +88

    বাইরে ঝোড়ো হাওয়া.... অন্ধকার ঘর.. জানলার ধার... আর headphone এ আপনার এই অসাধারণ পরিবেশন..... শান্তি খুঁজতে যথেষ্ট

  • @ananyabhattacharyya1425
    @ananyabhattacharyya1425 3 года назад +36

    কিছু মানুষ আছে পৃথিবীতে,যাদের এই গান কে বুকে ধারণ করতে হয়।সেই আত্মার আত্মীয় কে ছেড়ে থাকার একমাত্র সঙ্গী এই গান।

  • @debaratipahari1817
    @debaratipahari1817 3 года назад +34

    রবীন্দ্রনাথের এক অনবদ্য সৃষ্টি, যত শুনি মনে হয় শুনতেই থাকি। চোখে জল এসে যায়।

  • @oneyearstranger
    @oneyearstranger 3 года назад +46

    কী বলব! চলমান সময়ের কদর্য ইতরতায় আকণ্ঠ ডুবতে ডুবতে ভুলেই গেছি মানবিক সত্তাগুলোকে। আপনার বাজনা হৃদয়ে আলোড়ন তুলল। ভাল থাকবেন। অজস্র অভিবাদন জানাই।

  • @lifewithlittlerusty3045
    @lifewithlittlerusty3045 6 месяцев назад +4

    ঈশ্বর হয়তো সরোদ বাজাতে চেয়েছিলেন, তাই পৃথ্বিদেব দার জন্ম হয়েছে। অমৃত ঢেলে দিচ্ছে যেনো কেউ আমার কানে.... এই mortal ইশ্বর কে আমার প্রণাম জানাই ❤

  • @ashrafulkabiradil7405
    @ashrafulkabiradil7405 3 года назад +41

    বাংলাদেশ থেকে দেখছি, অসাধারণ লাগে আপনার বাজানো, একদম বুকের মাঝে গিয়ে লাগে।

  • @official_anik10
    @official_anik10 3 года назад +3

    বর্তমান যুগে গ্রামে শহরে প্রচলিত ওই বড়ো বড়ো বক্স জোরালো নিম্নমানের এর গান গুলো শুনে বাংলা বা যেকোনো গান কে ঘৃনা করতে শুরু করেছিল! এই পুরনো সঙ্গীত গুলো শুনে নতুন করে ভালোবাসার ইচ্ছা করছে

    • @arindambhat1980
      @arindambhat1980 3 года назад +2

      এই গান , এই সুর পুরোনো? এমন শাশ্বত , চিরকালীন গান আর কোথাও আছে।
      পৃথ্বীদেব বাবু - ধন্যবাদ আপনাকে!

  • @sristimitra
    @sristimitra 3 года назад +23

    মনে হলো এই সুরে হারানো প্রেম খুজে পেলাম। চোখের জল ধরে রাখতে পারলাম না। প্রতিরাতের সঙ্গী হয়ে গেলো ❤️ ধন্যবাদ

  • @toitoi1870
    @toitoi1870 3 месяца назад +2

    হৃদয় যখন প্রেমে নিমগ্ন থাকে, কেবল তখনি এই সুরের সৃষ্টি হয়।

  • @alekhyabanerjee3010
    @alekhyabanerjee3010 3 года назад +11

    সুরেই একমাত্র সেই যাদু আছে যা বাস্তবের সব টানাপোড়েন থেকে আমাদের খুব সহজেই অন্য এক সুন্দর জগতে পৌছে দিতে পারে।
    আর মনের অভিব্যক্তিকে রবীন্দ্রসঙ্গীতের মতো আর কেউ ব্যাখ্যা করতে পারে না।
    অসাধারণ লাগলো।

  • @tasmiraislamarny9681
    @tasmiraislamarny9681 3 года назад +18

    অশান্ত মনকে শান্ত করার জন্য আপনার এই প্রতিভা যথেষ্ট। ভালোবাসা আপনার জন্য। শুভকামনা। যত্নে থাকুন।

  • @sudiptohbk
    @sudiptohbk 3 года назад +9

    বিশ্ব কবির রচনায় অসাধারণ সব সুর লুকিয়ে আছে যা আজ ও বিশ্বকে অবাক করে। এই সুরের সূত্রকে ভেঙে পরে আমেরিকার কিছু মানুষ পেনটাটনিক স্কেল তৈরি করে।

  • @surajitbanerjee3479
    @surajitbanerjee3479 3 года назад +3

    আপনি বাজালে রবীন্দ্রনাথকে নিজের মতো খুঁজে পাই। আপনার মন, হাত সমান্তরাল ভাবে চলে। আপনি বিধাতার এক অন্যতম সৃষ্টি ।
    বড্ড ভালো লাগে আপনার কাজ।।

  • @SubhadipK
    @SubhadipK 17 часов назад

    খুব ভালো ও মন ছুঁয়ে যাওয়া এক একটা ধাপ প্রত্যেকটা বিট পরিষ্কার ও তীক্ষ্ম ❤😊

  • @anshumansingh4842
    @anshumansingh4842 3 года назад +76

    I cant understand the bengali title but I can feel the music..from the very depth of my soul. 🧡

    • @deep40
      @deep40 3 года назад +4

      it means "You will stay silently in my heart "...

    • @abritasvlogs2119
      @abritasvlogs2119 3 года назад +4

      bengali language bohot swt hain😌😌😌

    • @abritasvlogs2119
      @abritasvlogs2119 3 года назад +4

      bohot achha hai ❤️

    • @arindamganguly7815
      @arindamganguly7815 3 года назад +3

      This is the magic of music,It can touch you, doesn't matter you understand it or not..

    • @warriorgaming7015
      @warriorgaming7015 3 года назад +2

      Love from kolkata

  • @sourishpramanik1574
    @sourishpramanik1574 Год назад +2

    একটা অন্যরকম শান্তি☺☺❤❤❤❤ 3:06

  • @sonalikarmakar6340
    @sonalikarmakar6340 3 года назад +5

    দিনের শেষে , একটুকু শান্তির ছোঁয়া ... মন ছুঁয়ে যায় এই সুর...

  • @asmaislamripa4533
    @asmaislamripa4533 2 года назад +2

    হৃদয়ে হাহাকার সৃষ্টি করে।অকারণে কান্না আসে।

  • @jahangiralam-pr9pp
    @jahangiralam-pr9pp 3 года назад +7

    অসাধারণ প্রতিভা। ভালবাসা রইল বাংলাদেশ থেকে। ❤️❤️❤️🇧🇩🇧🇩

  • @chaitidutta2975
    @chaitidutta2975 23 дня назад

    খুব ভালো লেগেছে , অপূর্ব রবীন্দ্র সঙ্গীত 👍👌

  • @somnathghosal7599
    @somnathghosal7599 3 года назад +2

    পরম করুণাময়ী মা সারদার অপার কৃপালাভে অনুক্ষণ ধন্য হ'ন।
    আপনার জন্য রইলো এক আকাশ শুভেচ্ছা।

  • @abulhashemkhan1323
    @abulhashemkhan1323 2 года назад +5

    হৃদয়ে কেমন শীতল বাতাস বয়ে গেল। বেঁচে থাকলে একদিন অবশ্যই সরোদ বাজানো শিখবো।।। বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন ভাই।❤️❤️❤️

  • @rakhiroychowdhuri5287
    @rakhiroychowdhuri5287 3 года назад +8

    অসাধারণ ও বোধ হয় সঙ্গা হারিয়ে ফেলবে এমন মধুর বেদনাদায়ক শ্রুতির সামনে, তবে একটা কথা অবশ্যই বলবো এটা শুনে মনে হয় এটা যেন আমরণ শুনতে পারি কখনো রুদ্ধ না হয় এই ধনীর অমরত্ব জীবন থাকুক বা না থাকুক আপনার প্রতিভা যেন উদ্ভাসিত করে রাখে যুগযুগান্ত ধরে ধরণীর সকলের অন্তরকে!💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @shibajibiswas545
    @shibajibiswas545 Год назад

    আমি সত্যিই অসম্ভব নিরব হয়ে গেছি এ সুরের মূর্ছনায়।কথা আর যন্ত্র মিলে যে সুর তৈরি হয়েছে তাতে নিরব হতেই হয় বৈকি। বেঁচে থাক এ নিরবতা অনন্তকাল ধরে। 4:10

  • @drsabyasachimukherjee6953
    @drsabyasachimukherjee6953 3 года назад +13

    Haven't heard anything this much soothing.. Salute Sir!

  • @rajkumarmajumdar3635
    @rajkumarmajumdar3635 3 года назад +2

    আপনার বাজনা চোখে জল এনে দিয়েছে।সার্থক আপনার শিক্ষা,যত্ন আর অধ্যবসায়।

  • @anweshadas3743
    @anweshadas3743 3 года назад +6

    "tumi robe nirobe"
    What a magic ! Mesmerized

  • @lonelyplanet0709
    @lonelyplanet0709 3 года назад +2

    মনের জানালা গুলো খুলে গেলো। চোখ ঝাপসা হয়ে যায় পুরনো জলছবির প্রতিবিম্বের উপস্থিতিতে।

  • @RINKEEPATRA
    @RINKEEPATRA 3 года назад +8

    খুব সুন্দর ❤️❤️
    মনে হয় এইখানে শান্তি পেলাম 🙏🏻❤️❤️

  • @educatedaliens1904
    @educatedaliens1904 3 года назад

    আমিও জানি সে আর আমার হবে না, তবু আমার মনের কোনো এক গভীর কোণে তার জন্য চিরকাল জায়গা থেকে যাবে।খুব ভালোবাসার মানুষগুলো হয়ত হারিয়ে যাওয়ার জন্যই জীবনে আসে।আমাদের শুধু সেটা বুঝতে একটা জন্ম লেগে যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে গুছিয়ে রাখেন তার সৃষ্টির পরতে পরতে।
    আর এই একবিংশ শতাব্দীতে এসেও কিছু মানুষ তাদের ট্যালেন্ট দিয়ে সৃষ্টির যথার্থ মূল্যায়ন করে মনে করিয়ে দেয় সেই হারিয়ে ফেলা ভালোবাসার মানুষের কথা।

  • @ridersgora87
    @ridersgora87 8 месяцев назад

    অপূর্ব, আমি রাতে প্রায় শুনি, অন্ধকার ঘরে ভরাক্রান্ত হয়ে যায় মন টা। এত সুন্দর হৃদয় ছুঁয়ে যাওয়া

  • @champadas8330
    @champadas8330 3 года назад +1

    তুমি রবে নীরবে
    হৃদয়ে মম
    তুমি রবে নীরবে
    নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম
    তুমি রবে নীরবে
    হৃদয়ে মম
    তুমি রবে নীরবে
    মম জীবন যৌবন
    মম অখিল ভুবন
    তুমি ভরিবে গৌরবে
    নিশীথিনী-সম
    তুমি রবে নীরবে
    হৃদয়ে মম
    তুমি রবে নীরবে
    জাগিবে একাকী তব করুণ আঁখি
    তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি
    জাগিবে একাকী তব করুণ আঁখি
    তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি
    মম দুঃখবেদন
    মম সফল স্বপন
    মম দুঃখবেদন

  • @kanakdebnath8623
    @kanakdebnath8623 3 года назад +1

    যখন চারপাশের কঠিন বাস্তবগুলো সামনে এসে দাঁড়ায়, মনটা ভারাক্রান্ত হয়ে পরে... প্রতিদিন যন্ত্রের মতো রুটিন মেনে চলতে চলতে, শরীর ক্লান্ত হয়ে আসে... তখন এস্রাজের তারে "তুমি রবে নীরবে" এই গানটাকে শুনে মনে হয় যেন... এই সুর শোনার জন্যই তো বেঁচেথাকা... বার বার শুনি আর তৃপ্ত হই... সুরের চলন কোথায় যেন চোখের কোণে জল এনে দেয়... সবমিলিয়ে যেন এক বিশুদ্ধ অনুভুতির সৃষ্টি হয়... এইখানেই তো কবিগুরুর সার্থকতা...

    • @debashisbhattacharyya5424
      @debashisbhattacharyya5424 2 года назад

      একেবারেই ঠিক কথা।
      তবে বাদ্যযন্ত্রটি এস্রাজ নয়, সরোদ। নমস্কার

  • @biltudas6004
    @biltudas6004 3 года назад +20

    দাদা কে কত like পেলো তার কোনো ভ্যালু নেই.... তুমি তোমাতেই থাকো 🙏🙏🙏🙏

  • @arbappy823
    @arbappy823 3 года назад +4

    প্রশান্তির কিছু মহুর্ত কাটালাম। অসাধারণ ছিলো প্রিয়।

  • @tinkubanerjee5348
    @tinkubanerjee5348 3 года назад +3

    ভাষায় প্রকাশ করা যাবে না😌 মন প্রাণ শান্ত হয়ে গেল

  • @nayonviewpoint
    @nayonviewpoint 3 года назад +4

    আহা
    কি সুন্দর মন ভাল করে দেয়ার মত করে সুর।
    আপনার জন্য অনেক শুভকামনা।

  • @jayadas4678
    @jayadas4678 3 месяца назад

    সন্ধ্যা বেলায় ফাঁকা চাঁদের আলোয় ঝলমল ছাদে ফুলের গাছের মাঝে বসে একা একা শুনছিলাম। মনে হলো যেন সে আমার পাশে বসে আছে 😌💗 এক লহমায় মন টা ভালো হয়ে গেলো 🌼 সে যেখানেই থাকুক ভালো থাকুক 😌🌼

  • @kaustavghosh4651
    @kaustavghosh4651 3 года назад +5

    অসাধারন! অনেক কিছু পেলাম..... কবি তোমায় ও! তুমি রবে নীরবে 🙏

  • @sromondutta2956
    @sromondutta2956 3 года назад +4

    মন প্রাণ জুড়িয়ে গেল, অন্তর ছুয়ে গেল... অনেক শুভেচ্ছা নেবেন... ভালোবাসা নেবেন...❤️

  • @riyadas4644
    @riyadas4644 3 года назад +2

    রঙিন বসন্তের এক ঝাঁক পলাশের মতো সুন্দর 🍂🍂🍂🍂,,,

  • @gourangodas1132
    @gourangodas1132 3 года назад

    অনেকদিন পর বুকের হাহাকারগুলো বেরিয়ে আসলো দুচোখ বেয়ে। মাঝে মাঝে নিজেকে দেখার জন্য আয়নার দরকার হয়। তাই এসে বসি আপনার সুরের সুশীতল ছায়ায়। আপনার চরণে আমার কোটি নমস্কার।

  • @Mehedi-Hasansk5
    @Mehedi-Hasansk5 2 года назад

    প্রত্যেকের জীবনে বোধ হয় নিরবে কেউনা কেউ থেকে যায়।আর তারাই এই জীবন্ত সুরের মহত্ব উপলব্ধি করে।এপার বাংলা থেকে ভালবাসা রইল।

  • @shakatdas2331
    @shakatdas2331 9 месяцев назад

    তুমি রবে নীরবে হৃদয়ে মম
    তুমি রবে নীরবে
    নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম
    তুমি রবে নীরবে
    মম জীবন যৌবন, মম অখিল ভুবন
    তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
    তুমি রবে নীরবে
    জাগিবে একাকী তব করুণ আঁখি
    তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
    মম দুঃখবেদন, মম সফল স্বপন
    মম দুঃখবেদন, মম সফল স্বপন
    তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম
    তুমি রবে নীরবে হৃদয়ে মম
    তুমি রবে নীরবে

  • @pallabibhattacharjee1160
    @pallabibhattacharjee1160 3 года назад +2

    কেউ ভালোবাসতে ভুলে গেলে এত সুন্দর সুর শুনে আবার ভালোবাসা জেগে উঠবে অন্তর থেকে অনেক ভালো থাকবেন এই প্রথম আপনার সুর শুনলাম খুব ভালো লাগলো❤️❤️

  • @leenadastidar97
    @leenadastidar97 3 года назад

    "তুমি রবে নীরবে...হৃদয়ে মম.." শুনলেই শুধু ঠাকুমার মুখটা চোখে ভাসে।
    নাতজামাইকে নিয়ে গল্প করার আগেই ফাঁকি দিয়ে চলে গেল।

  • @tanjinaafrozekeya8471
    @tanjinaafrozekeya8471 2 года назад

    শরীরের লোম দাড়িয়ে যায় একমনে এটা শোনার সময়ে। কি অপূর্ব মোহনীয় সুরের মূর্ছনা...

  • @sayansaha8023
    @sayansaha8023 3 года назад +3

    A recent breakup or loss of someone, alone at night looking at the stars and hearing this track can take u to somewhere else 😌.

  • @rajosriroy351
    @rajosriroy351 3 года назад +5

    মম অখিল ভুবন,তুমি ভরিবে গৌরবে❤️❤️❤️❤️

  • @ashrafulalam1274
    @ashrafulalam1274 3 года назад +3

    সুরের মূর্ছনায় হারায়ে যাই মনের গভীরে।
    ভালবাসা আপনার জন্য।

  • @pappodas7399
    @pappodas7399 3 года назад +2

    যত শুনতেছি ততোই মুগ্ধ হচ্ছি।
    প্রশান্তি আসে মনের মধ্যে একটা।
    ভালোবাসা নিবেন দাদা🖤😇

  • @moutusigupta4125
    @moutusigupta4125 2 года назад +1

    এই স্বগীয় সুর চোখে জল আনতে বাধ্য 💕

  • @MonidipaDey-sx7oj
    @MonidipaDey-sx7oj Год назад +1

    একটিবার শুনুন 😊 অস্থির মিন স্থির হতে বাধ্য ❤❤

  • @imperfectthings2016
    @imperfectthings2016 3 года назад +6

    My God! Went through a sublime journey of 4 min 10 sec ❤️

  • @neelanjanahalder9032
    @neelanjanahalder9032 3 года назад

    আহা, কি অসাধারণ,। ইচ্ছে হয় আপনার সবগুলো ভিডিও আমি দেখি! কি প্রেম, কি অনুভূতি! আহা, আহা!! তুমি রবে নীরবে....

  • @বাংলারসুর-ঢ৭ধ
    @বাংলারসুর-ঢ৭ধ 3 года назад +2

    বাহ বাহ বাহ। বলার ভাষা নাই দাদা।

  • @jummanulislam6271
    @jummanulislam6271 3 года назад +2

    কলিজাটা ঠান্ডা হোয়ে গেলো....লাভ ফ্রম বিডি ❤️

  • @snippetswithgaurav6631
    @snippetswithgaurav6631 4 года назад +4

    Sotti ki opurbo bajiyocho. Amar eta bhor belay shunchilam...bhalo thako tumi. God bless you.

  • @LabaniRoy-k1p
    @LabaniRoy-k1p 3 месяца назад

    হৃদয় স্পর্শী, অনবদ্য ❤❤❤

  • @rashbeharighosh2385
    @rashbeharighosh2385 3 года назад +1

    অনবদ্য আপনার বাজানো,
    আরও অনেক পথ এইভাবেই চলুন
    গুরুদেব কে সঙ্গে নিয়ে,,
    ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা নিরন্তর।

  • @mandipghosh8761
    @mandipghosh8761 Год назад

    আহা,, কোথায় যেন হারিয়ে গেলাম,, কিয়া বাত কিয়া বাত

  • @md.jashimuddin5510
    @md.jashimuddin5510 3 года назад +2

    এত ভালো লেগেছে সেটা ভাষায় প্রকাশ করার মত নয়।

  • @titastitli
    @titastitli 3 года назад +3

    ❤️❤️❤️❤️❤️
    এতো সুন্দর , ভাষা হারিয়ে ফেলেছি ।

  • @TanmoySinha
    @TanmoySinha 3 года назад +1

    কোনো বিশেষণ যথেষ্ট নয়। অসাধারণ। হৃদয় ও আত্মা স্পর্শ করে যায় ।

  • @pranoyroy2410
    @pranoyroy2410 4 года назад +1

    হৃদয় ভাঙার একটি মিষ্টি বেদনা অনুভব করলাম

  • @promizannat9611
    @promizannat9611 3 года назад +1

    এতটা স্নিগ্ধ, এতটা শান্তি লাগলো কি বলবো দাদা।🤎

  • @florade809
    @florade809 2 года назад

    Ek kothai apni bhogoban !! Nahole eto sundor ki kore keu bajate pare 🙏

  • @shaswatimaity3356
    @shaswatimaity3356 4 года назад +4

    আহা মন টা জড়িয়ে গেলো 😇😍

  • @hridoyr3042
    @hridoyr3042 3 года назад

    পূর্ণ জ্যোৎস্নার রাতে খোলা হাওরে নৌকায়। কানে হেডফোন আর বাতাসের ঝাপটা। আহ কি শান্তি। ধন্যবাদ দাদা।

  • @OurMemoryCard
    @OurMemoryCard 2 года назад

    Oshadharon sobdo tao kom....
    Jotobar suni mon chuye jay!!
    ❤️ From - Our Memory Card 😊

  • @nirmoltripura6213
    @nirmoltripura6213 3 года назад +1

    দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটা রাগ উপহার দেয়ার জন্য, অন্তরের অন্তস্থল থেকে আপনাকে প্রনাম👏

  • @sompritirgan2522
    @sompritirgan2522 3 года назад

    বাহ্
    কিছু বলার ভাষা নেই। আমি নির্বাক।

  • @Glotubex
    @Glotubex 4 года назад +4

    Speachless ♥️♥️♥️ শুধু অবাক হোয়ে শুনছি।

  • @rabindrasangeetdr.mihirniy7503
    @rabindrasangeetdr.mihirniy7503 4 года назад +6

    khub sundor. I am so happy that you brought this track so complete . Great

  • @voboghure1088
    @voboghure1088 4 года назад +148

    এই মানুষটা এত আন্ডাররেটেড কেন,এই মানুষটা মিলিয়ন ভিউজ ডিজার্ভ করে।
    ভালবাসা জানবেন দাদা।

    • @samikchak
      @samikchak 3 года назад +7

      Under rated thakai bhalo... talent ta bhore othe... kono false pride chara...

    • @joyhansda6087
      @joyhansda6087 3 года назад +1

      Akhon Kar 40 50 er oporer Lok gulou dhik chaak dhik chaak bujhe ..sa re ga ma bujhe na ...sune na atta diye....ontore prokrito Sangeet e dhuke na.

    • @debayan-roy
      @debayan-roy 3 года назад +2

      জনপ্রিয়তার সঙ্গে উৎকর্ষতার সম্পর্ক চিরকালই আদায় কাঁচকলায়। যা কিছু ভালো, তা বেশিরভাগ ক্ষেত্রেই জনপ্রিয় নয়। অন্য দিক থেকে, যদি দেখেন কোনো জিনিস কম লোকে দেখছে, শুনছে তাহলে বুঝবেন তার মধ্যে সারবত্তা কিছু থাকলেও থাকতে পারে।

    • @megahertzzglc1052
      @megahertzzglc1052 3 года назад +5

      ঠিক যে কারণে সরোদে লুঙ্গি ড্যান্স বাজানো যায় না...

  • @debasishsaha2748
    @debasishsaha2748 Год назад

    Anoboddo.asadhron.congratulations Sorod player.

  • @souvanikdasvlog7894
    @souvanikdasvlog7894 2 года назад

    Khub khub sundor..hridoy chuye galo❤️

  • @indiraroysarma1590
    @indiraroysarma1590 3 года назад +4

    আহা..নীরবে শুধু শুনে চলেছি !👍👌👌👌

  • @pratikhalderandindianrhaps9092
    @pratikhalderandindianrhaps9092 3 года назад +1

    dill jeet liya apne . big fan from . west bengal jiaganj murshidabad.

  • @koelghosh2473
    @koelghosh2473 3 года назад

    Mon kharap hoye gelo, mon chhuye gelo.. Shunte shunte kemon jeno onyo jogote chole gechilam..

  • @ashrafmasum6917
    @ashrafmasum6917 3 года назад

    বাহ বাহ বাহ,অসাধারণ। রবীঠাকুরের সাহিত্যের মতোই যেন আপনার বাজানোটা

  • @chaitalimukherjee6877
    @chaitalimukherjee6877 3 года назад

    Osadharon Tumi, onek valobasha

  • @parthathakurchakraborty9635
    @parthathakurchakraborty9635 3 года назад +1

    সত্যি, তোমার বাজনা সত্যিই অসাধারন। সামনেও যেমন, এখানেও তেমন। অনেক ভালোবাসা বন্ধু।

  • @PulinBorua-s2l
    @PulinBorua-s2l 2 года назад

    আহ কি মধুর...যার মাঝে লুকায় অজস্র বেদনা 🥰

  • @bipashadey1896
    @bipashadey1896 2 года назад

    Khub khub sundor laglo

  • @srabanisarkar4850
    @srabanisarkar4850 3 года назад +1

    First time sarod a music covering sunlam darun legeche ...

  • @pradiptomahapatra9913
    @pradiptomahapatra9913 3 года назад

    Mon ta bhalo hoye gelo! Oshadharon

  • @arbitraryshatabdi7078
    @arbitraryshatabdi7078 3 года назад

    অসাধারণ। মনে হলো একটা ঠান্ডা বাতাস বয়ে গেলো পুরো শরীর আর মন জুড়ে,, আহা কি শান্তি। শ্রদ্ধা জানবেন 🙏🏻❤️

  • @মানুষ-জ৮হ
    @মানুষ-জ৮হ 3 года назад

    সত্যি.... তুমিও রবে নিরবে হৃদয়ে মম্….❤️❤️

  • @agnimitradasgupta3275
    @agnimitradasgupta3275 4 года назад +24

    Osadharon :) quarantine er moddhe tomar sob recording gulo sunchi! Thank you so much. Music ache bolei hoito aj grihobondi hoeo amra bondi noi.

  • @sumonkumarghosh6787
    @sumonkumarghosh6787 3 года назад

    এক গভীর প্রশান্তি লাভ হলো দাদা ।।
    কি দারুণ পরিবেশনা !!

  • @ambikahazra9224
    @ambikahazra9224 3 года назад

    আমি প্রশংসা করার জন্য ভাষা খুঁজে পাই না😌😌

  • @saurabhghosh4954
    @saurabhghosh4954 3 года назад +1

    RUclips recommended a gem to me. Love from USA.

  • @jonaidhossen810
    @jonaidhossen810 2 года назад

    এই সুর স্বর্গে ভেসে যায়।আহা কি দারুণ!

  • @aruphazra1999
    @aruphazra1999 3 года назад

    Mon ke nariye dei, sei songe chokhe jol vore ase.

  • @avijitchowdhury8517
    @avijitchowdhury8517 3 года назад

    আমি কাপুরুষ
    ধর্মের বিরুদ্ধে যেতে পারি নাই
    নীরবে ই তারে ধারণ আমার 💙