AHA TOMAR SONGE PRANER KHELA / আহা তোমার সঙ্গে প্রাণের খেলা
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়--
বড়ো উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি সাধ ক'রে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো--
এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥
রচনা পরিচিতি:
রচনাকাল: ১৩১৭ (১৯১০)
কবির বয়স: ৪৯
প্রকাশ: পৌষ ১৩১৭ , রাজা নাটক র-র ১০ |
অরূপরতন;গান (১৯১৪)
The King of the Dark Chamber - Kshitish Sen
গীতবিতান(পর্যায়;#/পৃ): প্রেম-প্রেমবৈচিত্র্য; ৮৮/৩০৭
রাগ / তাল: পিলু / দাদরা (বা মুক্তছন্দ)
স্বরলিপি: স্বরবিতান ৪২ (অরূপরতন)
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
পাদটিকা:
ঠাকুরদার গান।
রবীন্দ্র-টপ্পা, মুক্তছন্দে গাওয়া হয়ে থাকে [র-ভা]।