Super Star Mono Solar Panel Review and Testing

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 582

  • @anamolhoqe6815
    @anamolhoqe6815 9 месяцев назад +13

    অসংখ্য ধন্যবাদ স্যার, সুপারস্টার মনো সোলার প্যানেল রিভিউ এর মাধ্যমে আমাদের কাঙ্খিত আশা পূরণ করার জন্য।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +3

      আমিও অত্যন্ত আনন্দিত কারণ আপনারা ভিডিওটি পছন্দ করেছেন।

    • @dipaksarkar9539
      @dipaksarkar9539 7 месяцев назад

      Super star per watt ar price kato

  • @ahsanalam2289
    @ahsanalam2289 9 месяцев назад +6

    প্রাসঙ্গিক কথাবার্তার মাধ্যমে অল্পসময়ে গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ। জাজাকাল্লাহ খাইরান।

  • @rabiulislam3499
    @rabiulislam3499 5 месяцев назад

    সাবলীল ভাষা।
    সুন্দর বর্ননা।
    সবার কমেন্ট এর রিপ্লাই।
    সব মিলে সুন্দর হইছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ

  • @anamolhoqe6815
    @anamolhoqe6815 9 месяцев назад +6

    আসসালামু আলাইকুম স্যার, অনেক অপেক্ষার পর আপনার সুপারস্টার সোলারের রিভিউ দেখা স্টার্ট করলাম, দেখার পর পুনরায় দ্বিতীয় কমেন্ট করবো ইনশাল্লাহ

  • @kasobdebnath
    @kasobdebnath 7 месяцев назад +1

    শাহিন ভাই আপনি ঠিক বলছেন আমার সোলার প্যানেল কিছুদিন আগেও দেখলাম 16 এম্পিয়ার প্লাস চার্জ হচ্ছিল ইদানিং দেখি 12 এম্পিয়ার এর উপরে চার্জ হয় না তারপর কিছুদিন আগে রাতে বৃষ্টি হলো দিনের আবহাওয়া মোটামুটি শীতল ছিল হালকা রোদ তখন আবার দেখলাম আগের মতই 17 এম্পিয়ারের চার্জ হচ্ছিল।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +1

      আসলে তাপমাত্রা সোলার প্যানেলের উপরে ভালোই প্রভাব ফেলে। একটু বৃষ্টি হয়ে তাপমাত্রা কমলে আবার এম্পিয়ার বৃদ্ধি পায়। এছাড়াও প্যানেলগুলো যদি একটু ভালো বাতাস লাগে এমন জায়গায় স্থাপন করা হয় তাহলে আমি দেখেছি আউটপুট সামান্য একটু হলেও বৃদ্ধি পায়।

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm 6 месяцев назад

      ​@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান আমি একটা বিষয় জানতে চাইছিলাম ভাইজান PWMR ১২ ভোল্টের হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব ২৪ ভোল্টের জিনকো 570ওয়াটের দুইট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব ২০০ এম্পিয়ারের একটি পানি ব্যাটারি ব্যবহার করব এখন প্রশ্ন হল আমি ***সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ারের ডিসি সার্টিফিকেট ব্যবহার করব ...
      ** ব্যাটারির জন্য কত এম্পিয়ার এর ডিসি সার্টিকেট বেকার ব্যবহার করবো
      ** SPD এম্পিয়ারের সার্কিট বেকার ব্যবহার করবো ... তিনটে বিষয় ক্লিয়ার একটু যদি ধারণা দিতেন উপকার হইত
      **কত আর এম ডি সি ক্যাবল ব্যবহার করতে হবে সোলার প্যানেলের জন্য // এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কত আর এম তার ব্যবহার করতে হবে ... সম্পূর্ণ মাল আমি খুরচা কিনে কিনে একা ফিটিং করব তাই একটু বিস্তারিত জানতে চাইছি কারো জানা থাকলে জানাবেন ....

  • @STENTERTAINMENT-BD
    @STENTERTAINMENT-BD 8 месяцев назад +1

    Vai rahimafrooz naki super star....kontar durability besi.....konta vlo hobe ...je kono akta bolben jeta valo

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +2

      বাংলাদেশে ১২ ভোল্টের যে সোলার প্যানেলগুলো পাওয়া যায় সেগুলোকে ৩ ভাগে বিভক্ত করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটি, গুড কোয়ালিটি এবং চিপ কোয়ালিটি। রহিম আফরোজ, সুপারস্টার, ওয়ালটন এবং গ্রামীণ শক্তি এগুলো হল প্রিমিয়াম কোয়ালিটির সোলার প্যানেল। এই কোম্পানি গুলোর সোলার প্যানেল অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আপনি যদি সবচেয়ে ভালো সোলার প্যানেল চান তাহলে প্রিমিয়াম কোয়ালিটির সোলার প্যানেলগুলো থেকে নিশ্চিন্তে যে কোনোটি কিনে ফেলুন। বাকি ২ ক্যাটাগরির প্যানেলগুলো এভোয়েড করুন।
      আর যদি বিশ্বমানের সোলার প্যানেল চান তাহলে বাংলাদেশের কোনটাই না কিনে JA, Jinko, Longi, Trina ইত্যাদি প্যানেলগুলো কিনতে পারেন। তবে এগুলো কিন্তু ২৪ ভোল্টের হয়। ১২ ভোল্টের প্যানেল কিনতে চাইলে বাংলাদেশীগুলো থেকেই সিলেক্ট করতে হবে।

  • @hasanhalima
    @hasanhalima Месяц назад +1

    200w Super star naki hamko panel konta best hobe janaben plzzzz

  • @mohammadabedhossen7333
    @mohammadabedhossen7333 9 месяцев назад +4

    আপনার একটা ভালো দিক হলো আপনি কমেন্টের রিপ্লাই দেন, ধন্যবাদ ❤❤❤❤

  • @HossainMdHoque
    @HossainMdHoque 9 месяцев назад +1

    Shahin Bhai,
    Its nice to see you are now fully dedicated to solar system tutorials. Its very helpful to the new installers they have got a perfect adviser. 5 years back a company( having little knowledge) installed my off-grid and ongrid system. Later i had to reorganize with proper specified materials by another company of Dhaka. It cost me a waste of Tk80000 to correct inappropriate guidance. Hope your viewers are lucky enough to have basic knowledge and not be cheated. Thanks. You know me very well. Keep fine.

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      Thank you for your comment and appreciation. Hope you are doing well. I think a lot of solar related sellers are dishonest and don't know how to install it properly. We should learn about solar system before installing or purchasing any kind of solar related products. That's why I'm trying to make solar related tutorial videos. I hope my audience will get benefit from this channel. Thank you again for your nice comment.

  • @SabanaMahmud
    @SabanaMahmud 15 часов назад

    ভাইয়া আমি ছয়টা ফ্যান ছয়টা লাইটৎ একটা মোটর এবং একটা রাউটারের জন্য সোলার প্যানেল ব্যবহার করতে চাচ্ছি , এক্ষেত্রে সোলার প্যানেল, ব্যাটারি এবং কন্ট্রোলার সহ আনুসাঙ্গিক জিনিসগুলো কোন কোম্পানির নিলে ভালো হয় দয়া করে জানাবেন। বাজেট কোন সমস্যা না।

  • @monisankarhalder1471
    @monisankarhalder1471 3 месяца назад +1

    Superstar panel maximum kato watt er hoy?

  • @ksabangladeshi256
    @ksabangladeshi256 9 месяцев назад +75

    আপনি সবগুলো ব্রান্ড নিয়ে একসাথে কোনটা সবচেয়ে ভালো আউটপুট দেয় মানে টপ ১০ মধ্যে বেস্ট রেটিং করে ১.২.২..... এবাবে ভিডিও দেন তাহলে সহজে সবাই সঠিকটা চিনবে এবং ঠকবে না

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +40

      ঠিক আছে আমি চেষ্টা করবো এরকম ভিডিও করার। আপনার সাজেশন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @mdmahbubhossainbhuiyan
      @mdmahbubhossainbhuiyan 9 месяцев назад +4

      Please bhi😢

    • @hasibalislam5225
      @hasibalislam5225 9 месяцев назад +4

      ​@@TechnologyBanglaShahinভাই আপনার এই ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম❤

    • @sabihazaman4967
      @sabihazaman4967 9 месяцев назад +5

      ​@@TechnologyBanglaShahin ভাই সুপার ষ্টার প্যানেল এক জায়গায় ৬০টাকা আর একজায়গায় ৫২ টাকা কোনটা আসল হবে?
      একই কোম্পানির প্যানেলের মধ্যে কি দামে এত পার্থক্য থাকে?

    • @khalidomi7061
      @khalidomi7061 9 месяцев назад

      Bhaia jodi paren dwsher manus ar onek upokar hoto.​@@TechnologyBanglaShahin

  • @lounchtvbd5712
    @lounchtvbd5712 7 месяцев назад +2

    Ami 5 light r 2 fan calaty cai solar dea...sudhu solar system hybrid system na...koto watt panel, charge controller, battery use korbo...??

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +1

      আপনি কি DC লাইট ফ্যান ব্যবহার করবেন। যদি তাই করেন তাহলে 100Ah ব্যাটারি, 200W সোলার প্যানেল, 10A চার্জ কন্ট্রোলার ও 70/76 ক্যাবল ব্যবহার করলেই হবে।

    • @lounchtvbd5712
      @lounchtvbd5712 7 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin ups battery ki solar system a use kora jaby...!!model WALTON UPS BATTERY 65AH...controlar Walton ar e 20Ah...??

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +1

      হ্যাঁ ব্যবহার করা যায়। চার্জ কন্ট্রোলার থেকে sealed lead acid battery সিলেক্ট করে দিলেই ব্যাটারি ঠিকমতো কাজ করে। তবে এই ব্যাটারিগুলোর দীর্ঘ স্থায়িত্ব এসিড-পানি ব্যাটারির চেয়ে একটু কম হয়।

    • @lounchtvbd5712
      @lounchtvbd5712 7 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin assa valo akta acid pani battery ar dam koto...65ah...
      Kon battery ty backup valo...??

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +1

      রহিম আফরোজ এর সোলার ব্যাটারি নিতে পারেন। সবগুলোর দাম তো এই মুহূর্তে আমার মনে নাই তবে সেদিন দেখলাম 100Ah এর দাম প্রায় ১৫ হাজার টাকা। এগুলোর প্রাইস আবার একটু ওঠানামা করে।

  • @mdabdulHALIM-sohel
    @mdabdulHALIM-sohel 7 месяцев назад +1

    amr 150w 5 ta solar panels and 160w 5 ta solar panels all 12w supper star . ki vabe setup korle valo output power pabo ? and i have another question pv current barle keno voltage kome aita ki normal or ki problem hote pare ?

    • @mdabdulHALIM-sohel
      @mdabdulHALIM-sohel 7 месяцев назад +1

      Waiting reply

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      প্রথমেই একটা বিষয় বলি: ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল সিরিজে কানেক্ট করলে আউটপুটে পাওয়ার লস হয় এবং যত প্যানেল ২ টার মধ্যে ওয়াট এর পার্থক্য থাকে তত লস বৃদ্ধি পায় কিন্তু ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল প্যারালাল কানেকশন করলে আউটপুট এ পাওয়ার লস হয় না। আপনি যদি সবগুলো প্যানেল প্যারালাল কানেকশন করেন তাহলে কোন পাওয়ার লস হবে না কিন্তু সমস্যা হচ্ছে এত বড় সিস্টেম ১২ ভোল্ট সেটআপের সাথে ব্যবহার করার জন্য তেমন কোন চার্জ কন্ট্রোলার বা সোলার ইনভার্টার নাই। যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ১২ ভোল্টের ক্ষেত্রে ১ হাজার ওয়াট প্যানেল সাপোর্ট করে। একটু লস হলেও আপনি দুইটি প্যানেল সিরিজে কানেক্ট করে ২৪ ভোল্ট করে নিতে পারেন। যেহেতু আপনার প্যানেল গুলোর ওয়াটের মধ্যে খুব বেশি পার্থক্য নাই তাই লস খুব বেশি হবে না। তবে কানেকশন করার আগে আপনি একটু মেপে দেখবেন কোন নির্দিষ্ট প্যানেল খুব কম আউটপুট দিচ্ছে কিনা বা ইফিসিয়েন্সি হারিয়ে ফেলেছে কিনা। সেই কম আউটপুট এর প্যানেলের সাথে যদি ভাল প্যানেল সিরিজ করেন তাহলে প্রচুর পাওয়ার লস হবে। ২৪ ভোল্ট করার পরে আপনি দশটা প্যানেল থেকে পাঁচটা ২৪ ভোল্টের স্ট্রিং পাবেন, এই স্ট্রিম গুলো প্যারালালে কানেকশন করবেন। তাহলে আপনি অনেক চার্জ কন্ট্রোলার এবং সোলার ইনভার্টার পেয়ে যাবেন যেগুলোর সাথে খুব ভালোভাবে আপনার সবগুলো প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ ২৪ ব্যবহার করতে হবে। অর্থাৎ ১২ ভোল্টের দুইটা ব্যাটারি ব্যবহার করতে হবে।

  • @Tgmssv7959
    @Tgmssv7959 9 месяцев назад +2

    Vai hight temperature a kon panel besi efficient ata niye akta video diyen plz

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      ঠিক আছে। আসলে একেক ম্যানুফ্যাকচার এর সোলার প্যানেল একেক রকম টেম্পারেচার কো-ইফিশিয়েন্ট। বাংলাদেশের প্যানেলগুলা প্রায় সেম ক্যাটাগরির। বাইরের দেশে কিছু প্যানেল আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারলে রেজাল্টের পার্থক্যটা অনেক আসতো। আবার কিছু কিছু সোলার বিশেষজ্ঞদের মতে পলি প্যানেলগুলো হাই টেম্পারেচারে ভালো কাজ করে যদিও ইন্টারন্যাশনাল কিছু ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে বুঝলাম বিষয়টা উল্টা। যাই হোক পরবর্তীতে এটা নিয়ে গবেষণা করবো।

    • @dipaksarkar9539
      @dipaksarkar9539 7 месяцев назад +1

      Ami akta solar pannel kine chai,. Konta kinte habe, plz suggest me to get proper efficiency.

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      @dipaksarkar9539 আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন।
      মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc.
      নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।

  • @khorshedalam2478
    @khorshedalam2478 5 месяцев назад +1

    আপনার লুঞ্জি 355 ওয়াট সোলার প্যানেল টা কেমন আউটপুট দিচ্ছে বর্তমানে। জানালেন প্লিজ। নতুন ভিডিও পাচ্ছি না কেন

  • @tuhindicosta
    @tuhindicosta 7 месяцев назад +2

    Best Kon Soler panel ta janaben plzzz,,, out put valo

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +2

      আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন।
      মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc.
      নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।

  • @mdabdulHALIM-sohel
    @mdabdulHALIM-sohel 7 месяцев назад +1

    Pv voltage 190v but amp1 or something amp kno kom ashe ?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      এম্পিয়ার সোলার প্যানেল নিজে থেকে পুশ করে না। ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেয়। আপনার সম্পূর্ণ সেটআপ সম্পর্কে ডিটেলস জেনে বলতে হবে কেন ১ এম্পিয়ার আসছে।

    • @mdabdulHALIM-sohel
      @mdabdulHALIM-sohel 7 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin super star mono 160 kore 10 panel series connection - Highbrid inverter - 3.5kw - and load 1000w

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      অনেকগুলো কারণে এম্পিয়ার ঠিকমতো আসেনা। যেমন: টেস্ট করার সময় পর্যাপ্ত লোড না চালালে। টেস্ট করার সময় সূর্যের তেজ ঠিকমত না থাকলে। এক বা একাধিক প্যানেলে ছায়া পড়লে। ক্যাবল এ সমস্যা থাকলে। সিরিজের কোন এক বা একাধিক সোলার প্যানেল এ লুজ কানেকশন থাকলে, নষ্ট হলে বা ঠিকমতো ফাংশন না করলে। এমনকি ইনভার্টার ঠিক মতো এম্পিয়ার টানাতে কোন সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে।

  • @monisankarhalder1471
    @monisankarhalder1471 4 месяца назад

    Dc circuit brekar r spd kothay paoa jabe?price kemon?
    Mcb & spd er kaj ta ki plz janaben

  • @sadikahmad7133
    @sadikahmad7133 7 месяцев назад +5

    আমি সোলার নিতে চাচ্ছি। চারটা সোলার ফ্যান এবং তিনটা লাইট ব্যবহার করা হবে। এতে ব্যাটারি কত পাওয়ার নিবো এবং সোলার প্যানেল কত পাওয়ারের নিতে পারি। এবং কোন কম্পানি ভালো হবে। আপনার কাছে সুপরামর্শ কামনা করছি।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +4

      100Ah রহিম আফরোজ এর সোলার ব্যাটারি। 260 ওয়াট সুপারস্টার সোলার প্যানেল। সুপারস্টার প্রিমিয়াম অথবা ASC 10/20 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার। প্যানেলের জন্য 70/76 ক্যাবল। ব্যাটারির জন্য 4rm ক্যাবল। লোড এর জন্য 23/76 ক্যাবল ব্যবহার করতে পারেন। খরচ একটু কমাতে চাইলে সোলার প্যানেল ফরচুন কোম্পানির নিতে পারেন।

  • @rushochoudhury8103
    @rushochoudhury8103 9 месяцев назад +2

    আপনার বর্ণনা ভঙ্গি সুন্দর। সহজেই বোঝা যায়

  • @SaifulIslam-xq4fy
    @SaifulIslam-xq4fy 3 месяца назад +1

    সুপারস্টার এবং ওয়ালটন সোলার প্যানেল দুইটার মধ্যে কোনটা ভাল

  • @shariyarahammedrabbi613
    @shariyarahammedrabbi613 9 месяцев назад +3

    Accha amar 160 wat super star mono solar r ekta 100 wat super star poly solar panel ei 2 ta parallel kore super star 40/76 cable diye luminous 20 ampr change controller a connection diyechi ai jonno kono problem hobe jodi ektu janan khub valo hoto ❤️

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +2

      যেহেতু আপনি প্যারালাল কানেকশন দিয়েছেন তাই দুই ধরনের প্যানেল হওয়ার পরেও কোন সমস্যা হবে না। তবে আপনি ক্যাবল আরেকটু মোটা সিলেক্ট করলে ঠিকমত আউটপুট পাবেন।

    • @MDRony-rd8ly
      @MDRony-rd8ly 8 месяцев назад

      আসসালামুয়ালাইকুম ভাই সুপারস্টার এর পলি প্যানেল টা কত করে কিনছেন পাসওয়ার্ড

  • @mohammadsalahuddin4373
    @mohammadsalahuddin4373 9 месяцев назад +4

    আসসালামুয়ালাইকুম।
    সোলার প্যানেল এর আপডেট টেকনোলজি নিয়ে তথ্য মূলক ভিডিও চাই । যেমন N-Type, Bifacial, HJT, Topcon ইত্যাদি।
    সোলার প্যানেল বিক্রেতা শুধু পলি এবং মনো নিয়ে কথা বলেন।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      N-type প্যানেল নিয়ে একটা ভিডিও দিয়েছি এই চ্যানেলে। Aiton সোলার প্যানেলের রিভিউ টা দেখবেন। এছাড়াও আপনি যে টেকনোলজির কথাগুলো বললেন সেগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনার সাজেশন শেয়ার করার জন্য।

  • @rockyyoukon7854
    @rockyyoukon7854 9 месяцев назад +1

    ধন্যবাদ ভাইজান....❤❤❤

  • @amirulbd27
    @amirulbd27 3 месяца назад

    sunshine solar panels review den

  • @jojokhan1632
    @jojokhan1632 5 месяцев назад

    আসসালামুয়ালাইকুম ভাইয়া কেমন আছেন? আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে।
    একটি পরামর্শের জন্য , আমার সুভাস্তিকা MPPT 1500 Solar Hybrid UPS, একটি সোলার আইপিএস আছে যেটি বর্তমানে আমি কারেন্ট দিয়ে ব্যবহার করতেছি, আমি এটার সঙ্গে সোলার সিস্টেম সংযুক্ত করতে চাচ্ছি, আমার আইপিএস টি 12 ভোল্টের, আমার ব্যাটারীটি হ্যামকো 200ah, দয়া করে আমাকে একটু রিপ্লাই দিবেন আমি কত ওয়াটের সোলার প্যানেল সংযুক্ত করব এবং কোন কোম্পানির টা সংযুক্ত করলে ভালো হবে। আমার লোড প্রায় 650 ওয়াট এর মত লাগে। ভাইয়া একটু আমাকে জানাবেন কোন কোম্পানির সোলার প্যানেলটি এই মেশিনের জন্য ভালো হবে।
    ধন্যবাদ ভাইয়া

  • @munmunnisharahman8157
    @munmunnisharahman8157 8 месяцев назад +1

    Assalamualikum
    Ma er jonnow kinte chachilum, apner watt ampier ami bujhi na. Direct kotha bole suggestion neya jabe ki ......

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      অলাইকুম আসসালাম।
      হ্যাঁ সাজেশন নিতে আমার এই নাম্বারে কল দিতে পারেন। 01758188500

  • @Funnyn1
    @Funnyn1 9 месяцев назад +2

    fast comment
    কোথায় থেকে নিয়েছেন দাম কত

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      এই প্যানেল গুলো কাপ্তান বাজার সহ বিভিন্ন সোলার এর বিক্রেতার কাছে পেয়ে যাবেন। বিক্রেতা ভেদে দাম ৬০ টাকা থেকে ৬৩ টাকার মধ্যে।

  • @hasanksa-tj4cf
    @hasanksa-tj4cf 3 дня назад

    সুপারস্টার সোলার প্যানেল কেনার জন্য কোন পেজ ভালো হবে

  • @sundordighiprank3147
    @sundordighiprank3147 9 месяцев назад +3

    Hamko pannel 65 watt & Hamko solar battery 30ah......Load 12 watt akta fan & 15 watt er led light koto hour backup pabo vai...plz janaben.

    • @hasanalmamun889
      @hasanalmamun889 9 месяцев назад +1

      ব্যাটারির ডেপথ অব ডিসচার্জ ৫০% ধরলে এবং ব্যাটারির এনার্জি কনভার্সন এফিসিয়েন্সি ৮০% ধরলে ৫ ঘণ্টার কিছু বেশী সময় চালাতে পারবেন বলে আশা করা যায়।

  • @Masudrana-dg7lo
    @Masudrana-dg7lo 9 месяцев назад +2

    200mah tubler battary koto watt panel lagte pare vai? janaben plz

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      400 ওয়াট প্যানেল লাগালে সারা দিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ হতে পারবে।

    • @selh22
      @selh22 9 месяцев назад

      ​@@TechnologyBanglaShahinright

  • @suroviAhmed-bx4bf
    @suroviAhmed-bx4bf 5 месяцев назад

    Super star 130 wt bortoman price koto hobe plz doya kore bolben ki ? 80 wt battery jonno koto wt pannel best hobe vi.

  • @baharuddin2283
    @baharuddin2283 8 месяцев назад +1

    temperature high hole output kom hoyer karon ki? standard temperature koto hole valo output paoya jai??

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      ২৫ ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যায়। এরপরে তাপমাত্রা যতই বাড়তে থাকবে আউটপুট কিছুটা করে কমতে থাকবে। এই বিষয়ে ভালোভাবে জানতে গুগলে STC for solar panel লিখে সার্চ দিতে পারেন।

    • @baharuddin2283
      @baharuddin2283 8 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin Thanks for your kind info

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      You are welcome.

  • @thewetcat
    @thewetcat 9 месяцев назад +2

    SRNE এর MPPT Controller দিয়ে কি ব্যাটারি ছাড়া সরাসরি লোড চলবে?

    • @JewelRana-nd8in
      @JewelRana-nd8in 9 месяцев назад

      চলবে দিনের বেলায়

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      এটা অফ গ্রিড ডি সি সিস্টেমে ব্যবহার করার জন্য একটি চার্জ কন্ট্রোলার। এটাতে ব্যাটারি অবশ্যই ব্যবহার করতে হবে।

    • @thewetcat
      @thewetcat 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin একজন বলল দিনের বেলা চলবে? দিনের বেলা কি সরাসরি চলবে ব্যাটারি ছাড়া?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      ব্যাটারি ছাড়া চলবে না। এটা অফ গ্রিড সোলার সিস্টেমে ব্যবহারের জন্য।

    • @thewetcat
      @thewetcat 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ।

  • @MdSumon-ii9zr
    @MdSumon-ii9zr 8 месяцев назад +1

    PWM charge controller দিয়ে আমি Longi 24v 550 watt প্যানেল লাগাতে পারব। এতে কি আমার 12 volt ২০০ এম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +1

      হ্যাঁ অবশ্যই পারবেন। তবে খানিকটা পাওয়ার লস হবে।

    • @MdSumon-ii9zr
      @MdSumon-ii9zr 8 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin কতটুকু লজ হবে ভাইয়া, আমি কি ওয়াট ও এম্পিয়ার ঠিকঠাক পাবো?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +1

      PWM চার্জ কন্ট্রোলার 12 ভোল্টের সোলার প্যানেলের জন্য ঠিক আছে কিন্তু 24 ভোল্টের সোলার প্যানেলে ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করলে অর্ধেক ওয়াট লস হয়।

    • @MdSumon-ii9zr
      @MdSumon-ii9zr 8 месяцев назад

      @@TechnologyBanglaShahin এখন বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ

  • @MdSanaullah-fi4bx
    @MdSanaullah-fi4bx 8 месяцев назад +1

    ভাই ইজি বাইকের ২০০ এমপিয়ার ১২ ভুল্টের ৪ টা ব্যাটারী চার্জ করতে কত ওয়াটের প্যানেল নিতে হবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      এই ধরনের 200Ah 12V এর একটি ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ কমপ্লিট করতে প্রয়োজন হয় 400 ওয়াট সোলার প্যানেল। 4 টা ব্যাটারির জন্য দরকার হবে 1600 ওয়াট এর সোলার প্যানেল। ফার্স্ট চার্জ করতে চাইলে প্যানেল আরেকটু বেশি ব্যবহার করতে হবে।

    • @MdSanaullah-fi4bx
      @MdSanaullah-fi4bx 8 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin ৪ টি প্যানেল কতটাকা খরচ হবে? জানাবেন প্লিজ!

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      প্যানেল বিক্রি হয় পার ওয়াট হিসাবে। বিভিন্ন কোম্পানির প্যানেলের প্রাইস বিভিন্ন রকম। জেনেটিক, লং রান, ফরচুন এগুলো মিডিয়াম বাজেটের প্যানেল। এগুলো প্রতি ওয়াট 30 টাকা থেকে 42 টাকা পর্যন্ত। কিছু আরো ভালো কোয়ালিটির প্যানেল আছে কিন্তু প্রাইস কম, তবে সেগুলো ২৪ ভোল্ট হওয়াতে সেগুলো ১২ ভোল্ট ব্যাটারি চার্জ করতে চাইলে MPPT সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হয়। যেমন: Longi, JA, Jinko, Trina ইত্যাদি। এগুলো ৩০ টাকার মধ্যেই পার ওয়াট পেয়ে যাবেন।

  • @hasanhalima
    @hasanhalima 4 месяца назад

    80ah battery koto watt panel lagbe.......

  • @shakhawatsultan6230
    @shakhawatsultan6230 9 месяцев назад +2

    আসসালামু আলাইকুম ভাই, MC4 কানেক্টর সম্পর্কে আপনার মতামত কী? ভালো না খারাপ? ব্যবহার করা উচিৎ কি-না? কিছুটা বিস্তারিত জানালে উপকৃত হবে সবাই।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      ভালো মানের MC4 কানেক্টর গুলো যদি আপনি পান মার্কেটে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। আমি একবার খারাপ কোয়ালিটির পেয়েছিলাম কিন্তু পরের বার ভালো কোয়ালিটির পেয়েছি। খারাপ কোয়ালিটির গুলোতে পাওয়ার লস হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রপারলি কানেক্ট হলেও ডিসকানেক্ট হতে চায় না।

  • @MDSHOHEL-kl1bb
    @MDSHOHEL-kl1bb 4 месяца назад

    ভাই মিশুক গাড়ির একটা ব্যাটারে কি ভালোভাবে চাষ করা যাবে। আমি তেমন কিছু চালাবো না শুধু লাইট

  • @dineislamallah
    @dineislamallah 9 месяцев назад +2

    প্রিয় ভাই আসসালামু আলাইকুম, আমি আমার বাসার জন্য সোলার নিতে চাচ্ছি এতে আমি চারটা সেলিং ফ্যান এবং ছয়টি লাইট জ্বালাতে চাই,অনুগ্রহ করে আপনি আমাকে সাজেস্ট করুন কোন ব্রান্ডের সোলার এবং ব্যাটারি নিলে আমি উপকৃত হব। আপনার সাজেশন এর জন্য অগ্রিম ধন্যবাদ। আশা করি আপনি আমার উত্তরটি দিবেন।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +3

      অলাইকুম আসসালাম। আপনার টোটাল পাওয়ার কনজামশন ৫০০ ওয়াটের মধ্যে তবে সোলার সিস্টেম যেহেতু সকালে এবং দুপুরের পরে কম বিদ্যুৎ প্রোডাকশন করে তাই ৬০০ থেকে ৮০০ ওয়াট প্যানেল ব্যবহার করার চেষ্টা করবেন। সুপারস্টার, ওয়ালটন, গ্রামীণ শক্তি, রহিম আফরোজ ইত্যাদি কোম্পানির প্যানেল ব্যবহার করতে পারেন, আবার TR-1 লিস্টেড কিছু প্যানেল যেমন: REC, Trina, Jinko, JA ইত্যাদিও ব্যবহার করতে পারেন। সাথে একটি সোলার ইনভার্টার এবং রহিম আফরোজের ব্যাটারি নিতে পারেন।

  • @Math_Solution_Academy.
    @Math_Solution_Academy. 9 месяцев назад +1

    সবগুলো ব্র্যান্ডের একসাথে একটা কম্পারিজন ভিডিও দেন ভাই।
    আর ভাই ৮০-১০০ ওয়াট প্যানেলের সাথে কত ওয়াট ব্যাটারি লাগাতে হবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      ব্যাটারির AH এর তুলনায় প্যানেলের ওয়াট ডবল ব্যবহার করবেন তাহলে ব্যাটারিটি সারা দিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ হতে পারবে।

  • @zZzakir
    @zZzakir 9 месяцев назад +1

    Thanks a lot brother. 100Ah LiFePO4 price?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      12V 100Ah LiFePO4 ব্যাটারির প্রাইস ৩০ হাজার টাকার আশেপাশে।

    • @zZzakir
      @zZzakir 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin এসিড ব্যাটারির সাথে কম্পেয়ার করলে কোনটা ভালো হবে? আপনার অভিজ্ঞতা শেয়ার করেন।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      এসিড ব্যাটারির চেয়ে এই ব্যাটারির প্রাইস প্রায় ডবল হলেও লাইফ সাইকেল কিন্তু চার গুণ পাওয়া যায় ফলে এই ব্যাটারি এসিড ব্যাটারির তুলনায় লাভজনক। এই ব্যাটারি অনেক হাই এম্পিয়ারে চার্জ এবং ডিসচার্জ হতে পারে কোনরকম ডিগ্রেড ছাড়াই ফলে এই ব্যাটারি খুব দ্রুত চার্জ করা সম্ভব এবং অনেক বেশি এম্পিয়ার ডিমান্ড করে এমন কোন কাজেও ব্যবহার করা যায়। ডেপথ অফ ডিসচার্জ বেশি সাপোর্ট করাতে সেম Ah এর এসিড ব্যাটারির তুলনায় ব্যাকআপ অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও পানি দেওয়া, ইকুলাইজেশন সহ অন্যান্য মেইনটেনেন্স গুলো এই ব্যাটারির ক্ষেত্রে করতে হয় না।

    • @zZzakir
      @zZzakir 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই 🥰

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      You are welcome.

  • @mdrahulamin4034
    @mdrahulamin4034 9 месяцев назад +3

    ধন্যবাদ আপনাকে

  • @md.sohelrana4194
    @md.sohelrana4194 4 месяца назад

    দাদা 50ওয়াট করে তিনটা সোলার প্যানেল 150 ওয়াট ভালো হবে নাকি একটা 150ওয়াট সোলার প্যানেল নিলে ভালো হবে । আর কোন কোম্পানির সোলার প্যানেল ভালো সার্ভিস দিবে।।।

  • @skfaysalkarimnahid5967
    @skfaysalkarimnahid5967 9 месяцев назад +3

    Vaia longi brand 24 volt ektu review den😊

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      আমার কাছে তো এটা এখন নাই। ঠিক আছে আমি তারপরও চেষ্টা করবো।

  • @YouTube_Shorts_58.87M
    @YouTube_Shorts_58.87M 5 месяцев назад +1

    বাজারে বর্তমানে 48v প্যানেল পাওয়া যাচ্ছে। আমি চাইছিলাম, 4v 550watt প্যানেল কিনতে। কারণ ভবিষ্যতে আমি হাইব্রিড করার ইচ্ছে আছে। বর্তমানে কি 48v প্যানেল থেকে 12v আউটপুট নেওয়া যায়??

  • @SaifulIslam-xq4fy
    @SaifulIslam-xq4fy 2 месяца назад +1

    পলি ভাল নাকি মনো সোলার ভাল জানাবেন ভাই

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  2 месяца назад

      থিওরিক্যালি মনো সোলার প্যানেল এর একটু লো লাইটে বেটার পারফরমেন্স দেওয়ার প্রবণতা উল্লেখ থাকলেও প্র্যাকটিকালি তেমন পার্থক্য চোখে পড়ে না। তবে লো টেম্পারেচারে মনো সামান্য একটু বেটার কাজ করে আর আউটলুকের দিক থেকে নিঃসন্দেহে মনো সোলার প্যানেল বেটার।

  • @md.mainuddinrony48
    @md.mainuddinrony48 7 месяцев назад +1

    Fortune 165 wat naki Genetic 200 wat nibo?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      দুইটাই প্রায় সেম ক্যাটাগরির। জেনেটিকের ২০০ এবং ২৫০ ওয়াট এই দুইটা ভালো। তবে জেনেটিকের ছোট প্যানেলগুলো অত ভালো না। আর ফর্চুনের যে কোন সাইজ নিতে পারেন।

  • @imranshuvo2669
    @imranshuvo2669 9 месяцев назад

    Valo output tahole kokhon pabo?
    R mono ki tmp beshi hbe output fall kore? Poly ki ei khetre fall korena?

  • @mehrab2011
    @mehrab2011 9 месяцев назад +1

    On grid 5 kw er jonno koto watt er panel r koita dile valo hobe bhai??

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      অন গ্রিড 5kw করার জন্য বড় 550-585W সাইজের JA, Jinko, Trina ইত্যাদি প্যানেল 9 পিস দিয়ে করতে পারেন।

  • @newvaly1
    @newvaly1 8 месяцев назад +1

    Vaia dc circit breacker nie video den

  • @eurobartavideo
    @eurobartavideo 9 месяцев назад +1

    Bhai ei apnar setup a ki ki use koren tar akta video dien.

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      হ্যাঁ এরকম ভিডিও দিয়েছি। My dc solar system নামের একটি ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন।

  • @RomjanAli-mo1pj
    @RomjanAli-mo1pj 8 месяцев назад +1

    Super Star 300watt mono 24v /12v Panel price update ta bolen vai

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      আমি তো এগুলো সেল করি না। আমি শুধু এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করি আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। সোলার বিক্রেতা অথবা ফেসবুকে সুপারস্টার সোলারের পেজ থেকে নাম্বার নিয়ে ওদের অফিসে যোগাযোগ করতে পারেন।

  • @arifvlog1098
    @arifvlog1098 9 месяцев назад +1

    ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে
    আরো ভালো লাগে আপনার চার্জ কন্ট্রোলার ও লিথিয়াম ব্যাটারি ।
    যদি জানাতেন
    আপনার ব্যাটারির দাম কত ভাই???

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      ধন্যবাদ ভাই। এ ধরনের 100Ah ব্যাটারিগুলোর দাম 30 হাজার টাকার আশেপাশে।

    • @arifvlog1098
      @arifvlog1098 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য,,,
      কোন ব্যান্ডের ব্যাটারি ভাই ???

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      Headway ব্র্যান্ডের। Headway ও Liwatt দুইটাই সিমিলার ব্র্যান্ড।

    • @arifvlog1098
      @arifvlog1098 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin আপনাকে আবার ও ধন্যবাদ ভাই রিপ্লাই দেওয়ার জন্য

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm 9 месяцев назад

      ​@@TechnologyBanglaShahin***১৪ ইঞ্চি 4টি ডিসি..ফেন.প্রতিটা ফ্যানেজ ১৫ ওয়াট করে নেয়
      ***7ওয়াটের 5টি.টিউবলাইট সুপারস্টার
      ***এই প্যাকেজ টা নিলে ভালো হবে নাকি সোলার আইপিএস নিয়ে ভাল হবে..জাতে বিদ্যুৎ ডিসিতে সাশ্রয় হবে ..সোলার আইপিএস এ ভালো হবে..খরচ কম হবে কোনটায় বিদ্যুৎ সাশ্রয় হবে কোনটায়...কোনটায়..যদি একটু.বাই পরামর্শ দিতেন
      ***আমি ভাবছি ডিসি এই সিস্টেম.টা আমার ভালো হবে.নাকি সোলার আইপিএস সিস্টেম করলে ভালো হবে.খরচ কম হবে বিদ্যুৎ সাশ্রয় হবে কোনটায়..ভাইয়া আপনারা কি বলেন...
      ***সুপারস্টারের মনো সোলার প্যানেল 160 ওয়ার্ড..
      ***লুমিনাসের 10 এম্পিয়ার চাষ কন্ট্রোল..
      ***রহিমা আফরোজ সোলার টিউবুলার.ব্যাটারি.১৩০ অ্যাম্পিয়ার..
      ***৭০-৭৬ তার ডিসি.বিআরবি কোম্পানি.10গজ..
      .

  • @hossain961
    @hossain961 9 месяцев назад +1

    বৃষ্টির সময় ও টানা ৩/৪ দিন মেঘাচ্ছন্ন থাকলে,কি পাওয়ার জেনেরেট করবে??

    • @titutalukder9099
      @titutalukder9099 9 месяцев назад +1

      Mono panel gula power generate kore.

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      বৃষ্টির সময় ও মেঘাচ্ছন্ন থাকলে পাওয়ার কম জেনারেট করবে। কতটা কম করবে এটা নির্ভর করছে মেঘাচ্ছন্ন ও বৃষ্টির পরিমাণ এর উপরে। মনো প্যানেলগুলো এরকম কন্ডিশনে সামান্য একটু বেটার পারফরমেন্স দেয় তবে আহামরি বেটার দেয় তা নয়।

  • @razamiya9828
    @razamiya9828 9 месяцев назад +1

    ভাই ডিসি ফ্যানে কি এসি রেগুলেটর ব্যবহার করা যাবে এবং এসি সুইচ ব্যবহার করা যাবে.?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      DC ফ্যানে DC ডিমার বা রেগুলেটর ব্যবহার করবেন। দারাজ এ পেয়ে যাবেন। ভালো DC সুইচ তেমন একটা এভেলেবেল নয় মার্কেটে। যদি পান অবশ্যই ব্যবহার করবেন আর না পেলে AC ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ব্র্যান্ডের গুলো করবেন, যেগুলোতে পিওর কপার ব্যবহার করা হয়।

  • @md.sohelrana4194
    @md.sohelrana4194 3 месяца назад

    দাদা জেনেটিক 100 ওয়াট সোলার প্যানেল ভালো হবে নাকি সানসাইন বা সোলার ল্যান্ড গোল্ড প্যালেন ভালো হবে 100 ওয়াট।

    • @monisankarhalder1471
      @monisankarhalder1471 3 месяца назад

      আমি জানতে চাই সুপারস্টার,রহিমাফরোজ,হ্যামকো,সোলার ল্যান্ড এর ভিতর কোনটা বেশি ভালো।
      ৪/৫ বছর পরে কোনটার আউটপুট ভালো থাকে।

  • @hasan360bd9
    @hasan360bd9 9 месяцев назад +1

    vai kom takar modde kon panel valo hoy 12v mut 400watt

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      কম টাকার মধ্যে ফরচুন, জেনেটিক, আলো এগুলো দেখতে পারেন।

    • @hasan360bd9
      @hasan360bd9 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin vai long ran ar sunshine 12v half-cut panel gulo kemon

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      @hasan360bd9 এগুলো খারাপ না। একটু কমের মধ্যে বেশ ভালই আউটপুট দেয়।

  • @njnila5776
    @njnila5776 9 месяцев назад +1

    ফার্স্ট টাইম বাসায় সোলার প্যানেল ব্যবহার করতে চাই। ভাইয়া আপনি সাজেস্ট করুন, পাঁচটি ফ্যান, ৬টি লাইট এর জন্য কোনটি ভালো হবে? কাইন্ডলি বাজেট সহ বলবেন।

    • @aikkar9796
      @aikkar9796 9 месяцев назад +1

      সর্বনিম্ন ১২০ ওয়াট। ব্যাটারি ৮০ এম্পিয়ার।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      আপনি যদি ডিসি সিস্টেম করেন তাহলে খরচ কম হবে কিন্তু আলাদাভাবে ডিসি ফ্যান লাইট কিনতে হবে। এসি সিস্টেম করতে চাইলে প্রায় এক হাজার ওয়াটের মতন করতে হবে। এসি সিস্টেম করলে আলাদা ভাবে ফ্যান লাইট কিনতে হবে না আপনার বাসায় যেগুলো আছে সেগুলোই চলবে। এসি সিস্টেম করলে কম্পনেন্ট গুলোর কোয়ালিটির উপরে নির্ভর করে ১ লাখ টাকার মত খরচ হতে পারে।

    • @njnila5776
      @njnila5776 9 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin ধন্যবাদ 😍

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      You are welcome.

  • @masummd1810
    @masummd1810 7 месяцев назад +1

    আসসালামুয়ালাইকুম ভাইজান কোন প্যানেল টা সবচেয়ে ভালো সুপারস্টার না হামকো দয়া করে জানাবেন অপেক্ষায় রইলাম

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      অলাইকুম আসসালাম। এই দুইটার মধ্যে সুপারস্টার কিছুটা এগিয়ে থাকবে।

  • @ArifulIslam-uw8uu
    @ArifulIslam-uw8uu 8 месяцев назад +1

    ভাই, 30 এমপির ব্যাটারীর সাথে কত উয়াট প্যানেল দিতে হবে

  • @Mdismail-nz1fu
    @Mdismail-nz1fu 9 месяцев назад +3

    Thank you Sir

  • @BURHANuddin-o5g
    @BURHANuddin-o5g 5 месяцев назад +1

    আমি সোলার নিতে চাচ্ছি। একটি সোলার ফ্যান ও দুটা লাইট ব্যবহার করবো। এতে কত ah ব্যাটারি ও প্যানেল কত ওয়াট নিবো। কোন কোম্পানি নিবো। ক্যাবল কোনটা নিবো। ফ্যান ও লাইট কোন কোম্পানির নিবো। ব্যাকআপ বেশি লাগবে। বেশি বাজেট ও কম বাজেট দুটায় বলবেন। ভাইয়া

  • @dailyagro
    @dailyagro 9 месяцев назад +1

    আমি ১২ ভোল্টের ডিসি সোলার সিস্টেম করতে চাই। তবে বুঝতে পারতেছি না এই তিনটার ভেতরে কোন সোলার প্যানেল টা ভালো হবে
    ১/সুপারস্টার
    ২/ওয়ালটন
    ৩/ফরচুন
    আপনার উত্তরের অপেক্ষায় রইলাম

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +3

      ১২ ভোল্ট সোলার সিস্টেমের জন্য সুপারস্টার এবং ওয়ালটন এই দুইটা ভালো এবং সিমিলার কোয়ালিটির সোলার প্যানেল। যেহেতু ওয়ালটন প্যানেল নতুন রিলিজ করার কারণে কিছুটা কম প্রাইসে দিচ্ছে এবং এদের প্যাকেজিং টা ভালো হওয়ার কারণে ট্রান্সপোর্টেশন এর সময় প্যানেল নিরাপদে থাকে তাই আপনি ওয়ালটন সিলেক্ট করতে পারেন। ফরচুন প্যানেলের বিল্ড কোয়ালিটি ওই দুইটা প্যানেলের চেয়ে একটু কম তবে পাওয়ার আউটপুট ওই দুইটার চেয়ে তেমন কম না। বাজেট একটু কম থাকলে ফরচুন সিলেক্ট করতে পারেন।

    • @dailyagro
      @dailyagro 9 месяцев назад

      Thanks ❤❤

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      You are welcome.

  • @rajibofficialbd
    @rajibofficialbd 5 месяцев назад

    Nt blu, super star konta valo hbe

  • @rubelahmed3650
    @rubelahmed3650 8 месяцев назад +1

    সোলার প্যানেল কোন কোম্পানির ভালো হবে হ্যামকো / সুপারস্টার? ১০০ এমপির ব্যাটারির জন্য কত সোলার প্যানেল দরকার হবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +2

      12 ভোল্টের প্যানেলগুলোর মধ্যে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি এগুলো ভালো। 100Ah ব্যাটারি সারাদিনের রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য 200W সোলার প্যানেল দরকার হয়। সাথে 10 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ও ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করবেন।

  • @mamunhossain4459
    @mamunhossain4459 9 месяцев назад +2

    SRNE Bluetooth কিনতে চাইলাম কোথায় পাওয়া যায় জানান?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      ইউটিউবে SRNE MPPT Solar Charge Controller লিখে সার্চ দিলে কিছু সেলার পেয়ে যাবেন। যেমন: Rural Sun Power. আবার BDTronics এর ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। গুগলে BDTronics লিখে সার্চ দিলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন।

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm 6 месяцев назад +1

      ​@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান আমি একটা বিষয় জানতে চাইছিলাম ভাইজান PWMR ১২ ভোল্টের হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব ২৪ ভোল্টের জিনকো 570ওয়াটের দুইট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব ২০০ এম্পিয়ারের একটি পানি ব্যাটারি ব্যবহার করব এখন প্রশ্ন হল আমি ***সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ারের ডিসি সার্টিফিকেট ব্যবহার করব ...
      ** ব্যাটারির জন্য কত এম্পিয়ার এর ডিসি সার্টিকেট বেকার ব্যবহার করবো
      ** SPD এম্পিয়ারের সার্কিট বেকার ব্যবহার করবো ... তিনটে বিষয় ক্লিয়ার একটু যদি ধারণা দিতেন উপকার হইত
      **কত আর এম ডি সি ক্যাবল ব্যবহার করতে হবে সোলার প্যানেলের জন্য // এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কত আর এম তার ব্যবহার করতে হবে ... সম্পূর্ণ মাল আমি খুরচা কিনে কিনে একা ফিটিং করব তাই একটু বিস্তারিত জানতে চাইছি কারো জানা থাকলে জানাবেন ....

  • @এহসানমাহমুদ
    @এহসানমাহমুদ 9 месяцев назад +1

    Walton না SSG কোনটা ভালো হবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      দুইটাই প্রায় সিমিলার টাইপের প্যানেল। দুইটাই ভালো।

  • @tanvirahmedsajib4129
    @tanvirahmedsajib4129 9 месяцев назад +1

    আসসালামু আলাইকুম ভাই। আমি জানতে চাচ্ছিলাম ৩টা ফ্যান এবং ৫টা লাইট এর জন্য আমার কিরকম সেটআপ প্রয়োজন।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      আপনি কি ডিসি সোলার সিস্টেম করবেন নাকি এসি সোলার সিস্টেম করবেন সেটা আগে ডিসিশন নিতে হবে।

  • @mahedihasan5264
    @mahedihasan5264 8 месяцев назад +1

    প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমি একটি ১০০ ওয়াটের সোলার প্যানেল কিনতে চাই কম বাজেটের ভিতরে জেনেটিক নাকি ফরচুন ভালো হবে
    আশা করি প্রশ্নের উত্তর দেবেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      অলাইকুম আসসালাম। কম দামে যে ভালো প্যানেলগুলো পাওয়া যায় সেগুলো হল: ফরচুন, জেনেটিক, আলো, লং রান। আরো কিছু কম দামি আছে কিন্তু ওগুলোর আউটপুট খারাপ। জেনেটিকের আবার বড় প্যানেলগুলো ভালো। ১০০ ওয়াট এর মধ্যে নিলে আপনি আলো অথবা ফরচুন নেন।

  • @mostpopularvideoofficial
    @mostpopularvideoofficial 9 месяцев назад +1

    জনাব আমি একটা বিষয় জানতে চাচ্ছি ১৩০ অ্যাম্পিয়ার ব্যাটারি সাথে কত ওয়াটার প্যানেল প্রয়োজন অনুরোধ করবো আমাকে একটু জানাবেন??

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      সারাদিনে রোদ থাকা অবস্থায় 130Ah ব্যাটারি ফুল চার্জ করার জন্য 260W সোলার প্যানেল দরকার হয়। আপনি প্যানেল কিছুটা কম বেশি ব্যবহার করতে পারেন তবে খুব কম বেশি ব্যবহার করবেন না।

    • @mostpopularvideoofficial
      @mostpopularvideoofficial 9 месяцев назад +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ❤️

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      You are welcome.

  • @ImranHossain-hr7zk
    @ImranHossain-hr7zk 9 месяцев назад +2

    সোলার প্যানেল কোন কোম্পানিরটা বেস্ট?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      ১২ ভোল্টের প্যানেলগুলোর মধ্যে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ এগুলো বেশ ভালো।

  • @Funnyn1
    @Funnyn1 9 месяцев назад

    long ran solar প্যানেলের রিভিউ চাই

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      ঠিক আছে, আমি চেষ্টা করবো। ওটা হাতে আসলে রিভিউ দিবো। এই মুহূর্তে অন্যান্য কিছু ইন্টারন্যাশনাল ও দেশী ব্র্যান্ডের প্যানেল হাতে এসেছে। বৃষ্টির কারণে ছাদে গিয়ে রোদের মধ্যে রিভিউ করতে পারছি না। আবহাওয়া একটু ঠিক হলেই ওগুলা রিভিউ দিব।

  • @mdrashedulhasan
    @mdrashedulhasan 9 месяцев назад +1

    ১৬৫ এম্পিয়ার হামকো ব্যাটারী ফুল চার্জ করতে কত ওয়াট সোলার প্যানেল লাগবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য মিনিমাম 300 ওয়াট সোলার প্যানেল প্রয়োজন।

  • @TimingPoint
    @TimingPoint 7 месяцев назад +1

    ভাই আমি hamko 30A ব্যাটারি আজ দিয়ে ২০দিন হচ্ছে নতুন নিয়েছি. কানেকশন ৩তারিখে দুপুরে সেট করছি,, ৩-৪তারিখ পুরো দিন চাজে দিয়েছি। ৫-৬তারিখে পুরো রাত(১৬" fan full গতিতে) ব্যাকাপ পেয়েছি,, কিন্তু এখন ১৬" একটা ফ্যান ফূল গতিতে ৩ঘন্টা পর্যন্ত চলে। আমি বুঝতেছি না ব্যাটারি কি নষ্ট হলো না খারাপ ব্যাটারি দিয়েছে। আবার সকালে ভালো রোদ উঠলে ১-২ ঘন্টাই full charge dekhai
    কেন আগের মতো পুরো রাত চলছে না,,আমার ৬৫wপ্যানেল
    °মনে হচ্ছে ব্যাটারি খুব তারাতারি ডিসচার্জ হচ্ছে.

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      আপনার ব্যাটারি ফুল চার্জ হচ্ছে না, ফুল চার্জ দেখালেও এগুলো আসলে ফুল চার্জ অনেক সময় হয় না, প্রয়োজনে ভালো চার্জ কন্ট্রোলার ব্যবহার করুন। আপনি আরেকটি ৬৫ ওয়াটের প্যানেল সংযুক্ত করুন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করবেন। প্যানেলগুলো এমন ভাবে সেট করবেন যেন একটুও ছায়া না পরে। প্যানেল তাড়াতাড়ি সংযুক্ত করুন তাছাড়া এভাবে যদি চালাতে থাকেন তাহলে ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে।

    • @TimingPoint
      @TimingPoint 7 месяцев назад

      @@TechnologyBanglaShahin ভাই,, তার তো ৭০-৭৬ ই। আর আমার বাসা এমনিতেই ফসলি জমির ভিতরে,,, আমার বাসার আশেপাশে কোন গাছপালাও নেই,, এখানে সকাল ৮-৫টা পর্যন্ত প্যানেলে সূর্যের রোদ পরে! আর আমি ব্যবহার করি চায়না ডিজিটাল চার্জ কন্টোলাল।
      আমার প্যানেল জেনেটিক ৬৫

  • @HolyLife-xl8ti
    @HolyLife-xl8ti 8 месяцев назад +1

    ভাই, ব্যাটারি প্যানেলের অনুপাত কত হলে চার্জ ভালোভাবে হবে আকাশ মেঘলা থাকলেও সমস্যা হবে না ও ব্যাটারি ডাউন হবে না????? দয়া করে জানাবেন।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +1

      সাধারণত সারাদিনে রোদ থাকা অবস্থায় ব্যাটারি ফুল চার্জ করতে চাইলে ব্যাটারির Ah এর চেয়ে ডবল ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে হবে। কিন্তু মেঘলা দিনে ফুল চার্জ করতে চাইলে প্যানেল তিনগুণ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে আবার যেদিন রোদ বেশি উঠবে সেদিন বেশি এম্পিয়ার ব্যাটারীতে প্রবেশ করার কারণে ব্যাটারির ক্ষতি হবে, এজন্য এমন চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে যেটাতে এম্পিয়ার লিমিট করা যায়। আবার খুব বেশি মেঘলা থাকলে যত বেশি প্যানেলই ব্যবহার করেন তেমন একটা লাভ হবে না। আমার মতে খুব বেশি মেঘলা থাকলে ব্যাটারি ফুল চার্জ হবে এটা না আশা করাই ভালো এবং অনেক প্যানেল ব্যবহার না করাই ভালো।

  • @soheltanbir5970
    @soheltanbir5970 8 месяцев назад +1

    কোন ব্যাটারী ভালো হবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      বাজেট ভালো থাকলে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিতে পারেন। এছাড়া রহিম আফরোজ অথবা হ্যামকো সোলার ব্যাটারি নিতে পারেন।

  • @MehediblogBd
    @MehediblogBd 8 месяцев назад +1

    মিসম্যাস সোলার প্যানেল প্যারালাল ও সিরিজ করলে কতটুকু
    লস হয়, এমন ভিডিও যদি দিতেন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      ঠিক আছে বিষয়টা নোট করে রাখলাম।

  • @shahidulislam-eu9pi
    @shahidulislam-eu9pi 8 месяцев назад +1

    আসসালামু আলাইকুম।
    আমি luminous NXG 1450 Solar Supported IPS কিনেছি। কিন্ত এখনো Solar কেনা হয় নাই। আমার পরামর্শ প্রয়োজন। আমি বর্তমানে বিদ্যুৎ দিয়ে IPS ব্যবহার করতেছি যেহেতু solar system রয়েছে তাই ভাবতেছি Solar নেবো। এখন আমার প্রশ্ন হচ্ছে 300 Waat Solar দিয়ে ( Hamko - HPD 200 ) এই ব্যাটারি চার্জ হবে? বা 300 Waat প্যানেল পারবে এই ব্যাটারি চার্জ করতে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      অলাইকুম আসসালাম। হ্যাঁ আপনি চার্জ করতে পারবেন। তবে বাজেট একটু ভালো থাকলে আরো ১০০ ওয়াট বেশি প্যানেল নিতে পারেন।

    • @shahidulislam-eu9pi
      @shahidulislam-eu9pi 8 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin Thank you

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      You are welcome.

    • @shahidulislam-eu9pi
      @shahidulislam-eu9pi 8 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin Last ar ekta question, ami jodi 400 waat er super start panel lagai tahole ki Electricity chara ( 2 Ta computer + 2 ta fan use korte parbo ) diner bela? ( Hamko - HPD 200 ) এই ব্যাটারি diye

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      সোলার প্যানেল ৪০০ ওয়াট লাগালে এখান থেকে ১০০ ওয়াট কম পাবেন STC ও টিল্ট এঙ্গেল জনিত সমস্যার কারণে। আরো ৫০-১০০ ওয়াট কম পাবেন স্টেপ আপ, ডিসি টু এসি কনভারশন জনিত কারণে। অর্থাৎ আপনি কিন্তু সরাসরি দিনের বেলায় মাত্র ২০০ ওয়াট লোড চালাতে পারবেন। এই সময় ব্যাটারি ফুল থাকতে হবে, ফুল না থাকলে আগে ব্যাটারি চার্জ করবে তারপরে ২০০ ওয়াট লোড সরাসরি চালাবে। আপনার যা যা লোড আছে সেগুলো ২০০ ওয়াটের থেকে বেশি হবে তাই ওই সময় লোড চালাতে গিয়ে বারবার ব্যাটারিকে টাচ করবে এবং কোন কোন ক্ষেত্রে লোড ঠিকমতো নাও নিতে পারে। এসব বিবেচনা করলে আপনার আরো ২০০ ওয়াট সোলার প্যানেল বেশি দরকার।

  • @ananhridoy2714
    @ananhridoy2714 8 месяцев назад +1

    ভাই আলো প্যানেল কেমন ? বাজেট অল্প তাই আলো ৪০ ওয়াট প্যানেল নিয়েছি।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +1

      একটু কম বাজেট রেঞ্জের মধ্যে বেশ ভালই প্যানেল বলা যায়। বিশেষ করে ওদের ১০০ ওয়াট প্যানেল টার পারফরম্যান্স আমার কাছে বেশ ভালো মনে হয়েছে যদিও ১৩০ ওয়াট এর পারফরমেন্স কেন জানি একটু খারাপ দেখলাম।

    • @ananhridoy2714
      @ananhridoy2714 8 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এই প্যানেল দিয়ে ১ টি সেইফ ১৬ ইঞ্চি ফ্যান চালাই কিন্তু আমি আরো একটি ৮ ইঞ্চি ফ্যান চালাতে চাচ্ছি। এখন এই ৪০ ওয়াট পেনেল দিয়ে কি দুইটি ফ্যান চালানো যাবে ?
      আলো প্যানেলে কোনো ওয়ারেন্টি নাই । এগুলো টেকসই কেমন হতে পারে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +1

      কতক্ষণ চালাবেন তার উপরে নির্ভর করছে। যদি বেশিক্ষণ চালান তাহলে প্যানেল আরেকটু বৃদ্ধি করা উচিত তাছাড়া ঠিকমতো ব্যাকআপ পাবেন না, আর পেলেও ব্যাটারি বেশি খালি হয়ে যাবে এবং ব্যাটারির দীর্ঘমেয়াদি আয়ু কমে যাবে।
      এই প্যানেল টেকসই হবে আশা করি।

  • @RdxArafatHosen
    @RdxArafatHosen 4 месяца назад

    Super star ⭐ 100watt mono panel er price koto akhon ?

  • @onlinehelptips2051
    @onlinehelptips2051 9 месяцев назад +1

    ভাই আমার ২ টা ১৫০+১৫০ ওয়াটের মনো Jrk এবং ১ টা ২০০ ওয়াটের গ্রামিন শক্তি মোট ৫০০ ওয়াটের পেনেল আছে।আমি লোডে সরর্বোচ্চ ২৯০-৩০০ ওয়াট পাই।
    কেবেল হিসাবে ৭০/৭৬ এর ৩ টা কেবেল আলাদা আলাদা ভাবে ব্যবহার করছি।এখন কি ওয়াট আরএকটু বেশি পাবার কোন উপায় আছে।
    বলবেন ভাই?
    My frist comment

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      ওয়াট আরেকটু বেশি পাওয়ার সম্ভাবনা কম কারন আপনার সেটআপ সব ঠিক আছে মনে হচ্ছে। তারপরেও এগুলো করে দেখতে পারেন: প্যানেল গুলো পরিষ্কার রাখতে হবে, অল্প হলেও ছায়া পরা যাবে না, প্যানেল দক্ষিণ দিকে ল্যাটিচিউড এঙ্গেলের চেয়ে কিছুটা কম এঙ্গেলে সেট করতে হবে। ফ্লেক্সিবল 6rm ক্যাবল ব্যবহার করতে হবে। এমনকি এক প্যানেল থেকে আরেক প্যানেলের কানেকশনটাও মোটা তার দিয়ে দিতে হবে। ব্যাটারির তারটাও মোটা হতে হবে। চার্জ কন্ট্রোলার MPPT হলে ভালো।

  • @AtaurRahman-tl8ll
    @AtaurRahman-tl8ll 8 месяцев назад +1

    আসসালামু আলাইকুম। ৪০০ ওয়াট সোলার প্যানেলের কত rm তার, কত এম্পিয়ার কন্ট্রোলার, ২০০ah ব্যাটারি তে কত rm তার ব্যবহার করব?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +1

      অলাইকুম আসসালাম। PWM নিলে 20 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন। DC সিস্টেম হলে ব্যাটারির ক্যাবল 6 sq mm (rm) আর AC সিস্টেম হলে 10 sq mm (rm) ব্যবহার করবেন।
      প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল:
      100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল।
      200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল।
      400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল।
      600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল।
      নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে।

  • @rahultanchangya4938
    @rahultanchangya4938 9 месяцев назад +1

    Hamko solar pawa jabe ki

  • @MahmaDulHasanভুঁইয়া
    @MahmaDulHasanভুঁইয়া 9 месяцев назад

    ভাইয়া আসাকরি ভালো আছেন আমাকে একটি বিষয় জানাবেন টপ টেন মনো পেনেল সম্পুর্ন কালো সেটা কি কোনো ব্রেন নাকি এবং এই পেনেলটার গুনগত মান কেমন

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      আসলে ভাইয়া টপ টেন প্যানেলটা আমি ব্যবহার করিনি তবে যতটুকু শুনেছি এই প্যানেল টা মিডিয়াম ক্যাটাগরির। যদিও ডিফারেন্ট কালারের জন্য বিক্রেতারা অনেক মার্কেটিং হাইপ উঠিয়েছে এটা নিয়ে।

  • @mostpopularvideoofficial
    @mostpopularvideoofficial 9 месяцев назад +1

    আসসালামু আলাইকুম জনাব
    ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি সাথে কত ওয়াটের অথবা কত ভোল্টের চার্জার কন্ট্রোলার ইউজ করব ?
    প্লিজ জানাবেন?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +2

      অলাইকুম আসসালাম। 130Ah ব্যাটারি সারাদিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ করার জন্য 260W সোলার প্যানেল দরকার হয়, যদিও এর চেয়ে কিছুটা কমবেশি ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারেন। এই সেটা আপ এ 20A এর চার্জ কন্ট্রোলার ও প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত 4 sq mm (4rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন।

    • @mostpopularvideoofficial
      @mostpopularvideoofficial 9 месяцев назад +1

      ভালো একটি পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব ❤️

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +1

      You are welcome.

  • @KhadijaAkter-o4x
    @KhadijaAkter-o4x 27 дней назад

    আমার ঘরে পল্লি বিদ্যুৎ আছে, যখন কারেন্ট চলে যায় শুধু ঐ সময় চলাব, আমি এক রুমের জন্য একটা লাইট এক ফেন দিয়ে একটা পেকেজ বানাবো, একটু সাজেশন দিতেন ৫ ওয়াট এক ফেন এক লাইট চালাবো কেমন বাজেট আসতে পারে সহমত পোষণ করছি 😊

  • @monirulislamccr
    @monirulislamccr 8 месяцев назад +1

    ওয়াট মিটার কি ভোল্টেজ কন্ট্রোল করে? ২৪ ভোল্টের প্যানেল সেটাপ ১২ ভোল্টে লাগাইলে ওয়াট মিটারে ভোল্টেজ দেখায় ১২.৭৭ ভোল্ট। তাহলে কি ওয়াট মিটার সোলার কন্ট্রোলারের মত কাজ করছে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад +1

      না ওয়াট মিটার শুধু ভোল্টেজ আর এম্পিয়ার দেখায়, কন্ট্রোল করে না। আপনার ২৪ ভোল্টের প্যানেল যখন ১২ ভোল্ট সেট আপ এ সেট করছেন তখন ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে।

  • @allchinamachinery770
    @allchinamachinery770 7 месяцев назад +1

    আসসালামু আলাইকুম ভাই,
    সুপারস্টার প্যানেল কত করে নিয়েছেন?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      অলাইকুম আসসালাম। এটা 60-63 টাকা ওয়াটে থাকার কাপ্তান বাজার সোলার মার্কেটে পেয়ে যাবেন।

  • @forhaduddinnayem6948
    @forhaduddinnayem6948 8 месяцев назад +1

    ভাই আমি ৮০ এম্পিয়ার ব্যাটারীর জন্য কত ওয়াটের মনো সোলার প্যানেল কিনবো??
    কোন কম্পানির সোলার প্যানেল কিনলে ব্যাটারী হেল্থ ভাল থাকবে

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      80Ah ব্যাটারির জন্য মিনিমাম 160W সোলার প্যানেল প্রয়োজন। সুপারস্টার, রহিম আফরোজ, ওয়ালটন, ফরচুন ইত্যাদি থেকে যেকোনো টা ব্যবহার করতে পারেন। ব্যাটারির হেলথ ভালো রাখার জন্য একটি ভালো সোলার চার্জ কন্ট্রোলার প্রয়োজন। সুপারস্টার প্রিমিয়াম, SRNE PWM ইত্যাদি চার্জ কন্ট্রোলার থেকে যেকোনো টা ব্যবহার করতে পারেন। আপনার ক্ষেত্রে 10A কন্ট্রোলার যথেষ্ট। ৭০/৭৬ ভালো মানের অরিজিনাল ক্যাবল ব্যবহার করবেন।

    • @forhaduddinnayem6948
      @forhaduddinnayem6948 8 месяцев назад +1

      ধন্যবাদ ভাই

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  8 месяцев назад

      You are welcome.

  • @amin4161000
    @amin4161000 9 месяцев назад +7

    আমি আপনার একজন একনিষ্ঠ ভক্ত। দয়া করে REC কম্পানির প্যানেল রিভিউ চাই প্লিজ।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      ঠিক আছে আমি চেষ্টা করবো।

    • @iddrisehowlader-oc9jm
      @iddrisehowlader-oc9jm 9 месяцев назад +1

      ​@@TechnologyBanglaShahin***১৪ ইঞ্চি 4টি ডিসি..ফেন.প্রতিটা ফ্যানেজ ১৫ ওয়াট করে নেয়
      ***7ওয়াটের 5টি.টিউবলাইট সুপারস্টার
      ***এই প্যাকেজ টা নিলে ভালো হবে নাকি সোলার আইপিএস নিয়ে ভাল হবে..জাতে বিদ্যুৎ ডিসিতে সাশ্রয় হবে ..সোলার আইপিএস এ ভালো হবে..খরচ কম হবে কোনটায় বিদ্যুৎ সাশ্রয় হবে কোনটায়...কোনটায়..যদি একটু.বাই পরামর্শ দিতেন
      ***আমি ভাবছি ডিসি এই সিস্টেম.টা আমার ভালো হবে.নাকি সোলার আইপিএস সিস্টেম করলে ভালো হবে.খরচ কম হবে বিদ্যুৎ সাশ্রয় হবে কোনটায়..ভাইয়া আপনারা কি বলেন...
      ***সুপারস্টারের মনো সোলার প্যানেল 160 ওয়ার্ড..
      ***লুমিনাসের 10 এম্পিয়ার চাষ কন্ট্রোল..
      ***রহিমা আফরোজ সোলার টিউবুলার.ব্যাটারি.১৩০ অ্যাম্পিয়ার..
      ***৭০-৭৬ তার ডিসি.বিআরবি কোম্পানি.10গজ..
      .

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад +2

      DC সিস্টেম খুব কম খরচেই করা যায় কিন্তু সমস্যা হচ্ছে আলাদাভাবে এটার জন্য DC ফ্যান লাইট কিনতে হয়। যদি আপনি এসব ফ্যান লাইট কিনতে সমস্যা বোধ না করেন তাহলে এটাই করতে পারেন।

  • @obaiDullah-rr7mu
    @obaiDullah-rr7mu 9 месяцев назад +1

    ভাই 55 এমপিয়ার এর ব্যাটারি তে ১০০ ওয়ার্ড প্যানেল লাগালে কোন সমস্যা হবে নাকি

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      না কোন সমস্যা হবে না। ব্যাটারির Ah এর চেয়ে সোলার প্যানেলের ওয়াট ডবল হলে ব্যাটারিটা সারা দিনে রোদ থাকা অবস্থায় ফুল চার্জ হতে পারবে।

  • @MDFahim-fh1lq
    @MDFahim-fh1lq 9 месяцев назад +1

    এই সেটাপ দিয়ে কয়টা লাইট ফ্যান চলবে,, এবং দাম কত

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      ভাইয়া, এখানে শুধু সোলার প্যানেল টা দেখিয়েছি। সম্পূর্ণ সেটা আপ দেখতে আমার এই চ্যানেলে আরো ভিডিও আছে ওগুলো দেখুন।

  • @nazmulhasanrony4499
    @nazmulhasanrony4499 9 месяцев назад

    ৩টি ফ্যান, ৩টি লাইট সেটআপ এর জন্য কিরকম খরচ হতে পারে।

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      এটা ডিপেন্ড করছে কেমন কোয়ালিটির ইকুইপমেন্ট গুলো সেট করবেন সেটার উপুরে, আবার কতক্ষণ ব্যাকআপ চাচ্ছেন সেটার উপরেও খরচ নির্ভর করবে। যদি ডিসি করেন খরচ অনেক কম হবে। AC সোলার সিস্টেম করলে খরচ অনেক বেশি হবে।

  • @MasudRana-gq1iz
    @MasudRana-gq1iz 9 месяцев назад +1

    ভাই কোন প্যানেল টা ভালো হবে কি ব্রান্ড

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি ইত্যাদি থেকে যেকোনো টা নিতে পারেন।

    • @MasudRana-gq1iz
      @MasudRana-gq1iz 9 месяцев назад

      দাম কেমন হবে?

  • @JahiRahman-l6w
    @JahiRahman-l6w 11 дней назад

    সবচেয়ে ভালো কোনটা

  • @prorakibulislam
    @prorakibulislam 7 месяцев назад +1

    আমি একটা ৫০০ ওয়াটের সোলার প্যানেল নিতে চাই। আমার আগে থেকেই হামকো’র একটি ২০০ এমএএইচ এর ব্যাপারী ও ৮০০ ওয়াটের আইপিএস আছে। কত ভোল্টের সোলার প্যানেল নিলে ভালো হবে এবং কোন ব্রান্ডের। (বি:দ্র: আমি একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি লাইট ও একটি ফ্যান চালাবো।)

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад

      আপনার IPS টি কি সোলার IPS? যদি তাই হয় তাহলে আপনার লোড অনুযায়ী 500/600 ওয়াট সোলার প্যানেল যথেষ্ট।

    • @prorakibulislam
      @prorakibulislam 7 месяцев назад +1

      @@TechnologyBanglaShahin না, আমার আইপিএস টি সোলার আইপিএস না। এখন আমি বিদ্যুৎ দিয়ে ব্যবহার করি, সোলার প্যানেল কিনলে পরে আইপিএসটি সোলারে ব্যবহার করার জন্য সার্ভিসিং করে নিবো। আর কোন ব্রান্ড এর প্যানেল ভালো হবে?

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  7 месяцев назад +1

      আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন।
      মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। তবে মাথায় রাখবেন এগুলো কিন্তু 24 ভোল্টের প্যানেল তাই mppt চার্জ কন্ট্রোলার লাগবে। যেমন: JA, Jinko, Trina, Longi etc.
      নোট: মার্কেটে কিন্তু নকল প্যানেলও আছে তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।

    • @prorakibulislam
      @prorakibulislam 7 месяцев назад

      @@TechnologyBanglaShahin আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

  • @naimhossainmasum1868
    @naimhossainmasum1868 9 месяцев назад +1

    Canadian solar panel revew

    • @TechnologyBanglaShahin
      @TechnologyBanglaShahin  9 месяцев назад

      ওটাতো এই মুহূর্তে হাতে নাই, ঠিক আছে আমার হাতে আসার সাথে সাথে রিভিউ দিয়ে দিব। এই মুহূর্তে আমার কাছে Longi সোলার প্যানেল এসেছে, ওটাও Tier-1 লিস্টেড সোলার প্যানেল। Made in Malaysia and further processing in Vietnam. কয়েকদিন ব্যবহার করে এটার রিভিউ দিব।

  • @abdulahadsiddiqueshuvo7398
    @abdulahadsiddiqueshuvo7398 4 месяца назад

    Panel tar price koto?