অলাইকুম আসসালাম। এটা ঢাকার সুন্দরবন স্কয়ার মার্কেট বা কাপ্তান বাজার সোলার মার্কেট সহ অনলাইনে যারা সোলার আইটেম সেল করে তাদের কারো কারো কাছে পাবেন। আমি এটা MH Power থেকে কিনেছিলাম। ফেসবুকে MH Power লিখে সার্চ দিলে ওদের পেজ পেয়ে যাবেন। এদেরকে বিশ্বস্ত মনে হয়েছে।
জি আমি সৎভাবে আসল তথ্যটা জানানোর চেষ্টা করছি। সমস্যা হচ্ছে যে ইদানিং বিষয়টা কারো কারো সহ্য হচ্ছে না। তবে আপনাদের মত অনেক বন্ধুরা আছে বলেই চেষ্টা করে যাচ্ছি।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো.. ***কারেন্টের লাইন টানবো . ***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব.. ***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে.. ***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত ***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার করব আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার😮
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোলার থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
আপনি যখন দেখবেন ভালো কিছু করতে গেলে অনকের সহ্য হয় না,ঠিক তখনি মনে করবেন আপনি সঠিক পথে আছেন এগিয়ে যান দোয়া করি,,, মানুষের কথা মনে করলে ভালো কিছু করতে পারবেন না,,, most welcome @@TechnologyBanglaShahin
অনেকদিন যাবত ২৪ বোল্ড টিয়ার ওয়ানের সোলার প্যানেলের রিভিউর অপেক্ষায় ছিলাম , যাক অবশেষে অপেক্ষার পালা শেষ হল, অনেক সুন্দর এবং উপকারী একটি রিভিউ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
@@TechnologyBanglaShahin আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
আমি Luminous solar IPS কিনেছি, সাথে ব্যাটারি কিনেছি Hamko 200 AH ( 12 V ) তাহলে আমি কি 24 ভোল্ট এর সোলার ব্যবহার করতে পারবো? Luminous solar IPS এর মাধ্যমে
ভাই,,, সৌরবিদ্যুতের মাধ্যমে ৩টি ফ্যান ও ৬ টি লাইট ব্যবহার করতে চাই।কত ওয়াটের প্যানেল ও কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করব?কোন কোম্পানির প্যানেল ও ব্যাটারি ভালো হবে? মনো প্যানেল/পলি প্যানেল কোনটা উত্তম হবে,,,আপনার সুপরামর্শ কামনা করছি।
Vai apnar video dakha onk vlo lglo.amr basai 2 ta ceiling fan,2 ta led light r 1 ta socket chalata kon solar panal vlo hoba?r budget friendly hoba?aktu kindly bolban.
২৪ ভোল্ট প্যানেলে ২৪ ভোল্ট ব্যাটারি ব্যবহার করলে সোলার চার্জ কন্ট্রোলার এর DC আউটপুট টার্মিনাল এ ভোল্ট কত থাকবে? ১২ ভোল্ট এর যন্ত্রাংশ কি ব্যবহার করা যাবে আউটপুট টার্মিনাল থেকে .?
MPPT কন্ট্রোলার হলে ২৪ ভোল্ট প্যানেলের সাথে ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা যাবে। এবং ১২ ভোল্টের সকল ধরনের ফ্যান, লাইট ইত্যাদি চালানো যাবে। ১২ ভোল্টের রাউটার হলে ওয়াইফাই চালানো যাবে তবে অনু থাকলে তাতে ভোল্টেজ কম ব্যবহার হতে পারে, সে ক্ষেত্রে স্টেপ ডাউন মোডিউল ব্যবহার করা যেতে পারে।
আসসালামুয়ালাইকুম শাহিনুর ভাই। আমি আপনার ভিডিও রেগুলার দেখি। আপনার এই রঞ্জি 355 ভিডিওটা দেখার পর আমার এই প্যানেলটি প্রতি অনেক আগ্রহ হয়েছে এবং কেনার প্রতি আগ্রহী হয়েছি। আমার আগের দুটি 50 ওয়াটের 12 ভোল্টের প্যানেল আছে। আমি চাচ্ছি 50 ওয়াট প্লাস 50 ওয়াট সিরিজ 24 ভোল্ট করে, লুঞ্জি প্যানেলের সাথে প্যারালাল করে যোগ করতে চাচ্ছি। এক্ষেত্রে পাও এম আর এম পি পি টি চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার আগের 120 এম্পিয়ার এর রিক্সার লিথিয়াম ব্যাটারি আছে। আর কতটুকু ব্যাটারি বাড়াতে হবে। আর আমি যে সেটিং এখানে বলেছি, সেইভাবে সেটিং করলে কোন সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন। অগ্রিম ধন্যবাদ।
অলাইকুম আসসালাম। হ্যাঁ 12 ভোল্টের দুইটি প্যানেল সিরিজে কানেক্ট করে এই Longi প্যানেলের সাথে প্যারালাল কানেকশন করতে পারবেন। 20 এম্পিয়ারের mppt চার্জ কন্ট্রোলার একটু ছোট হয়ে যায় কোম্পানির নির্দেশনা অনুযায়ী। ওদের রিকোমেন্ড অনুযায়ী নিতে গেলে 30 এম্পিয়ারের টা নিতে হবে। তবে শুধু longi প্যানেলটার সাথে 20 এম্পিয়ারের টা আপনি ব্যবহার করতে পারবেন কারণ STC জনিত কিছু লস কাউন্টে রাখতে হবে। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অনেক এম্পিয়ারে চার্জ নিয়ে থাকে তাই ব্যাটারি বৃদ্ধি না করলেও কোন সমস্যা হবে না, যদি ব্যাকআপ বেশি দরকার হয় তাহলে একই সাইজের আরেকটি ব্যাটারি প্যারালালের সংযুক্ত করতে পারেন।
অনেস্ট রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আমার একটা প্রশ্ন আছে ভা ভাইয়া আমার কাছে রিমসো ২০০ এম্পিয়ার এর নতুন ব্যটারি আছে। আমি এর সাথে কত এম্পিয়ার এর প্যানেল আর কোন কন্ট্রোলার ব্যবহার করলে আমি ৪ টা সিলিং ফ্যান & ৪ টা Ac লাইটা চালাতে পারব?? আমার শুধু রাতে ৫/৬ ঘন্টা ব্যাকআপ হলেই হবে। আশা করি উত্তরটা পাব নিরাশ করবেন না। অগ্রিম ধন্যবাদ ভাই
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো.. ***কারেন্টের লাইন টানবো . ***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব.. ***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে.. ***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত ***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার করব আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার
হ্যাঁ প্যারালাল ভাবে ইউজ করলে ব্যাকআপ বেশি পাবেন। তবে লং টার্ম ব্যবহার করার জন্য এই ধরনের সেটআপ মোটেও ভালো নয়। কারণ নতুন ব্যাটারিটি পুরাতন ব্যাটারির সাথে কানেক্টেড থাকায় নতুন ব্যাটারিটিও একটা সময় পর নষ্ট হওয়া শুরু করে। এই ধরনের সেটআপ দুইটি পুরাতন ব্যাটারির ক্ষেত্রে করাটাই বুদ্ধিমানের কাজ। নতুন ব্যাটারির ক্ষেত্রে রিক্স নেওয়া ঠিক না। আর পুরাতন ব্যাটারির ক্ষেত্রে কানেক্ট করলেও ব্যাটারি দুইটা একই Ah এর ব্যবহার করার চেষ্টা করবেন।
Shahin vai aj ami ai panel ta test krlm amr, Multimeter a 11 amp and 36 volt paisi. Total watt 396 watt but panel ar max watt 355. Amr meter ki vul reading dilo naki panel ai poriman watt produce korta para?
আপনি যেটা টেস্ট করেছেন ওটা ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট গুণ করে। ওটা একুরেটের থেকেও বেশি আসবে। আপনি লোডে দিয়ে যে ভোল্টেজ এবং এম্পিয়ার পান সেই দুইটা গুন করবেন। অথবা লোডে দিয়ে ডিসি ওয়াট মিটার ব্যবহার করবেন তাহলে একুরেট রেজাল্ট পাবেন।
কোম্পানির নির্দেশনা অনুযায়ী ২৬০ ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু প্যানেল থেকে সম্পূর্ণ আউটপুট কখনোই আসে না তাই আরও ১০০ ওয়াট বেশি যুক্ত করতে পারেন।
Dada ami 4ta 15 watt bulb 3ta 75watt fan ar 70 watt tv calabo.. mainly total watt asbe 700-800 er moto.. hybrid system korte koto watt panel lagbe at kon inverter valo hobe?
নোড ৭০০ ওয়াট হলে প্যানেল ১০০০/১২০০ ওয়াট ব্যবহার করবেন। ট্রান্সফরমার বেজড ইনভার্টার নিলে UTL Gamma Plus বা Smarten এর এক কিলোওয়াট বা এর বেশি নিতে পারেন। আর হাই ফ্রিকোয়েন্সির ইনভার্টার গুলোর মধ্যে Hinvert ও Growatt ভালো।
২০০ ওয়াট প্যানেল নিলে ১২ ভোল্টের প্যানেলগুলো নিতে হবে। রহিম আফরোজ, সুপারস্টার, ওয়ালটন, গ্রামীণ শক্তি ইত্যাদি মোটামুটি ভালো ব্যান্ড। আর একটু কম প্রাইস এর মধ্যে ফরচুন, আলো ইত্যাদি নিতে পারেন, এগুলোর আউটপুটও বেশ কম্পিটিটিভ। ২০০ ওয়াট প্যানেল থেকে কত ওয়াট পাবেন এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে। যেমন: টিল্ট অ্যাঙ্গেল, টেম্পারেচার, আবহাওয়া এগুলোর উপরে আউটপুট অনেক উঠানামা করে। মোটামুটি ভালো আবহাওয়াতে লোডে ৭০-৮০ পার্সেন্ট আউটপুট পেলে ভালো আউটপুট পাচ্ছেন ধরা যায়।
আমি একটা সোলার কিনতে চাচ্ছি,,এখন ১২ ভোল্ট কিনবো নাকি ২৪ ভোল্ট,, সাথে mppt চার্য কনটলার ও Superstar 12 ভোল্ট,, ১৬০ ওয়াট,, নাকি Longi 250 বা 350 ওয়াট,, কোনটা কিনলে আমার বেশি লাভ হবে।
২৪ ভোল্টের প্যানেল কিনলে আপনাকে দামি mppt চার্জ কন্ট্রোলার কিনতে হবে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ ও লাইট ফ্যান চালানোর জন্য। ১২ ভোল্টের প্যানেল কিনলে নরমাল কমদামি চার্জ কন্ট্রোলার দিয়েই কাজ চলবে। ২৪ ভোল্টের সিস্টেমগুলোর পারফরম্যান্স তুলনামূলক কিছুটা বেটার হয়, ২৪ ভোল্টের প্যানেল গুলোর কোয়ালিটিও খুবই ভালো হয়, সে হিসেবে প্যানেলের দাম বেশ কম। এখন আপনার ডিসিশনের উপরে নির্ভর করছে কোনটা কিনবেন। আমি পার্সোনালি ২৪ ভোল্টের প্যানেল প্রিফার করি।
Dada 355watt 24v LonGi panel and 20A Mppt Controller er sathe 200ah battery diye solar system kora jabe ki? Ar ai khetre gross load koto deya jabe solar a?
হ্যাঁ করা যাবে, তবে ব্যাটারিটি যদি সম্পূর্ণ খালি থাকে তাহলে সারাদিনে চার্জ নাও হতে পারে। এটার সাথে 150Ah ব্যাটারি ঠিক আছে। এটাতে ৪/৫ টা ডিসি ফ্যান ও ৪/৫ টা ডিসি লাইট চালাতে পারবেন।
Systematic way ta ki , Amr kache aagher kina 12v er 2 ta panel aache ,, ekhon jodi abr 24 v er 1 ta panel kini then kivabe MPPT Controller e eksathe use korte pari ? @@TechnologyBanglaShahin
মনে করেন আপনার কাছে দুইটি ১২ ভোল্টের এবং একটি ২৪ ভোল্টের প্যানেল আছে। ১২ ভোল্টের দুইটি প্যানেল সিরিজে কানেক্ট করে ২৪ ভোল্টের একটি স্ট্রিং তৈরি করবেন। এই ২৪ ভোল্টের স্ট্রিং এর সাথে আপনার আরেকটি ২৪ ভোল্টের প্যানেল প্যারালালে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। নোট: পাওয়ার লস এভোয়েড করার জন্য ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল সিরিজে কানেক্ট করবেন না, শুধুমাত্র সেম ওয়াটের প্যানেল সিরিজে কানেক্ট করবেন। প্যারালাল কানেকশন এর ক্ষেত্রে সেম ওয়াট হওয়ার প্রয়োজন নাই।
আমি এটা MH Power থেকে কিনেছিলাম। ফেসবুকে সার্চ দিলে ওদেরকে পেয়ে যাবেন। 12 ভোল্টের ব্যাটারির সাথে এই প্যানেল ব্যবহার করার জন্য MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।
এটা ঢাকার সুন্দরবন স্কয়ার মার্কেট বা কাপ্তানবাজার সোলার মার্কেট এ কিছু বড় বড় সেলার এর কাছে পাবেন। অথবা অনলাইনে যারা সোলার আইটেম সেল করে ওদের কারো কারো কাছে পাবেন। আমি এটা MH Power থেকে কুরিয়ারের মাধ্যমে কিনেছি। ফেসবুকে নাম লিখে সার্চ করলে ওদের পেজ পেয়ে যাবেন। ওই পেজের পোস্টগুলোতে ওদের নাম্বার সহ ডিটেইলস সবকিছু দেওয়া আছে।
ভাই আমার বাড়িতে সোলার এর ওয়ারিং (লতা তার ব্যবহার করা হয়েছে) করা আছে। ৬টি লাইট, ৪টি ফ্যান ব্যবহার করতে চায়। গড়ে ৬-৭ঘণ্টার ব্যাকাপ দরকার অর্থাৎ ইলেকট্রিসিটি না থাকলে চলবে। এক্ষেত্রে আমার কতো ওয়াটের সোলার প্যানেল,কতো ভোল্টের mah ব্যাটারি ও এর সাথে আর কি কি লাগবে, অনুগ্রহ করে বলবেন।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান আমি একটা বিষয় জানতে চাইছিলাম ভাইজান PWMR ১২ ভোল্টের হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব ২৪ ভোল্টের জিনকো 570ওয়াটের দুইট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব ২০০ এম্পিয়ারের একটি পানি ব্যাটারি ব্যবহার করব এখন প্রশ্ন হল আমি ***সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ারের ডিসি সার্টিফিকেট ব্যবহার করব ... ** ব্যাটারির জন্য কত এম্পিয়ার এর ডিসি সার্টিকেট বেকার ব্যবহার করবো ** SPD এম্পিয়ারের সার্কিট বেকার ব্যবহার করবো ... তিনটে বিষয় ক্লিয়ার একটু যদি ধারণা দিতেন উপকার হইত **কত আর এম ডি সি ক্যাবল ব্যবহার করতে হবে সোলার প্যানেলের জন্য // এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কত আর এম তার ব্যবহার করতে হবে ... সম্পূর্ণ মাল আমি খুরচা কিনে কিনে একা ফিটিং করব তাই একটু বিস্তারিত জানতে চাইছি কারো জানা থাকলে জানাবেন ........
আসসালামু আলাইকুম ভাইয়া। সেইম সোলার আমি ব্যবহার করছি। কিন্তু আমার বাসা থেকে সোলারের দূরত্ব প্রায় ২০ গজ। আমি ১০ এম্পেয়ার করে পাচ্ছি। আমি ৭০/৭৬ তার ব্যবহার করছি। এখন কি করলে আপনার মত ১৬-১৭ এম্পেয়ার পাব ? আমি srne er 20 amp কন্ট্রোলার ব্যবহার করছি। দয়া করে কি করলে ভাল এম্পেয়ার পাব জানালে উপকৃত হতাম। ধন্যবাদ ভাইয়া।
১২ ভোল্ট এর উপরের প্যানেল গুলোতে দূরত্ব একটু বেশি হলে সমস্যা হয় না। প্যানেলে কোনরকম অল্প হলেও ছায়া পড়ছে কিনা খেয়াল করুন। প্যানেল সূর্যের দিকে ঠিকভাবে ফেস করা আছে কিনা সেটাও খেয়াল করুন। ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করা যাবে তবে অবশ্যই অরিজিনাল ভালো কোম্পানির হতে হবে। ব্যাটারি খালি থাকতে হবে অথবা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করতে হবে তাহলে বেশি এম্পিয়ার টানবে। একটি একটি করে পর্যবেক্ষণ করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন। সমাধান না হলে পরবর্তীতে আমাকে আবার জানাবেন।
প্রথমে আপনাদের নিকট একটি জিনিস জানার ছিলো। আমাদের দেশীয় নামি-দামি ব্রান্ডের সোলার গুলোর দাম ৫০ টাকার উপরে। যেমন - হ্যামকো,সুপারস্টার,রহিমা আফরোজ এইগুলা। অন্য দিকে আন্তর্জাতিক মানের ব্যান্ডের প্রোডাক্ট গুলোর দাম ১৭- ২৫ টাকার মধ্যে। যেমন- canadian solar, longi, sun run সেক্ষেত্রে কি আন্তর্জাতিক মানের সোলার প্যানেল গুলোর চেয়ে আমাদের দেশীয় ব্রান্ডের সোলার গুলো অপেক্ষাকৃত ভালো??
আসসালামু আলাইকুম, ভাই আমি এর আগেও এই রকম একটা কমেন্ট করেছি কিন্তু আপনার কোন উত্তর পাইনি। দয়া করে উত্তর টা দিবেন ১০০ এম্পায়ার রহিম আফরোজ ব্যাটারির সাথে ২০ এম্পায়ার powmr ২০ ah চার্জ কন্ট্রোলার এর সাথে লঞ্জি ৩৫৫ ওয়াট প্যানেল দিলে কি কোন সমস্যা হবে??? মানে ব্যাটারি কি সেফ এবং ভালো লাষ্টিং করবে? আপনার উত্তর এর আশায় থাকবো।
ব্যাটারি ভোল্টেজ যদি ১২ হয় তাহলে সর্বোচ্চ ৫২০ ওয়াটের ১২ এবং ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ভোল্টেজ যদি ২৪ হয় তাহলে সর্বোচ্চ ১০৪০ ওয়াটের ২৪ ভোল্ট এর প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু বেশিরভাগ সোলার প্যানেল থেকেই কম আউটপুট আসে তাই ২০-৩০% বেশি প্যানেল ব্যবহার করা যায়।
ভাই, আমি সাধারন কন্ট্রলার use করি । আমি জানতে চাচ্ছি যে, কিভাবে সোলার এর মনিটর যেমন watt, amp এগুলা wifi এর মাদ্ধমে apps এ আনবো ? কোন এপ্স এবং কোন ডিভাইস ( সল্প মুল্যে হতে হবে ) দিয়ে সোলার মনিটর করা যাবে ?
এই ধরনের ইনফরমেশন গুলা অ্যাপ এর মাধ্যমে দেখতে হলে আপনাকে অবশ্যই একটু দামি চার্জ কন্ট্রোলার কিনতে হবে যেটাতে ব্লুটুথ অথবা ওয়াইফাই মডিউল প্লাগ ইন করা যায়। যেমন: SRNE, EPever ইত্যাদি।
লুমিনাস ১২ ভোল্ট সোলার প্যানেলের সাথে ব্যবহার করলে ভালো হবে। এই সোলার প্যানেলের সাথে লুমিনাস লাগালে ২৪ ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে। এই সোলার প্যানেলের সাথে ১২ ভোল্ট ব্যাটারি কানেক্ট করলে mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আউটপুট সবচেয়ে ভালো পাবেন।
80Ah ব্যাটারির জন্য মিনিমাম 160 ওয়াট সোলার প্যানেল দরকার হয়। এক্ষেত্রে আপনি 20 এম্পিয়ার MPPT চার্জ কন্ট্রোল টা নিতে পারেন, পরবর্তীতে আরো কিছু সোলার প্যানেল যুক্ত করার সুযোগ থাকবে।
@@TechnologyBanglaShahinআসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
যদি ২৪ ঘন্টাই চালাতে চান তাহলে দুইটা টেবিল ফ্যান ও দুইটা লাইট ব্যবহার করতে পারেন। আর যদি ৮-১০ ঘন্টা ব্যাক-আপ হলেই হয়ে যায় তাহলে ৪/৫ টা ফ্যান এবং ৪/৫ টা লাইট ব্যবহার করতে পারেন।
ভাই আমি আপনার প্রত্যেক ভিডিও দেখি আপনার কাছে একটা অনুরোধ রইল সময় করে একবার গ্ররোওয়াডের ৫ কিলো হাইব্রিড ইনভারর্টার এর কানেকশন পেরামিটার সেটাপ এক কথায় রিভিউটা যদি করেন খুব উপকার হতো
@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো.. ***কারেন্টের লাইন টানবো . ***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব.. ***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে.. ***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত ***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার করব আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার😊
আমার বাসায় পুরাতন সোলার সিস্টেম আছে ( সব কিছু ১২ volt ) আমি নতুন powmr keeper mppt solar charge controller 20A ( কিছু দিন আগে আপনি রিভিউ করেছেন) কিনেছি। প্রশ্ন হচ্ছে - এই (Mppt) কন্ট্রোলারের সাথে নতুন ২৪ ভোল্ট সোলার প্যানেল লাগালে সবকিছু আগের ডিসি মোডে ১২ ভোল্টে চলবে? যেমন- লাইট ফ্যান ও ব্যাটারি প্রশ্ন২- ২৪ ভোল্ট সোলার প্যানেলের ডিসি কারেন্ট কি শর্ট করে? প্রশ্ন ৩ - সাধারণত সোলার ব্যাটারি নামে যে এসিড ব্যাটারিগুলো পাওয়া যায় গুলো কিভাবে এই কন্ট্রোলারের সেটিং করব?
যেকোন MPPT সোলার চার্জ কন্ট্রোলের সাথে 24 ভোল্টের প্যানেল ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি সুন্দরভাবে চার্জ করা সম্ভব। সাথে 12 ভোল্টের ফ্যান লাইট ইত্যাদি চালানো সম্ভব। 24 ভোল্টের ডিসি কারেন্ট নিরাপদ তবে 48 ভোল্ট এর ক্ষেত্রে খুব হালকা শক করে। আর এর চেয়েও বেশি ভোল্টেজ হলে কিছুটা বিপদজনক হয়ে যায়। সাধারণ এসিড-পানি সোলার ব্যাটারির ক্ষেত্রে FLD সেটিংস টা সিলেট করবেন।
আমি লুঞ্জি ব্র্যান্ডের 355 অথবা 570 ওয়াট প্যানেল নিতে চাচ্ছি এরসাথে এমপিপিটি চার্জ কন্ট্রোলার কত এবং ব্যাটারি কত এম্পিয়ার নেব। প্লিজ জানাবেন আমি ঈদের আগে নিতে চাচ্ছি। এবং এইটা কি এসি আউটপুট নিলে ভালো হবে নাকি ডিসিতে চালালে ভালো হবে
355 ওয়াট প্যানেলের সাথে আপনি 150 এম্পিয়ারের লেড এসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন। সাথে 20 এম্পিয়ারের mppt চার্জ কন্ট্রোলার লাগবে। এটার ব্যাটারির সাথে ইনভার্টার ব্যবহার করে ac আউটপুট নিতে পারবেন। তবে দীর্ঘ সময়ের জন্য চালাতে চাইলে শুধু ডিসি ব্যবহার করতে হবে।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
ভাইয়া প্লিজ রিপ্লে দিবেন। আমি সুপারস্টার ১৬০ ওয়াট ১২ ভোল্টের ২ প্যানেল সিরিজ করে এবং লঞ্জি ৩৫৫ ওয়াট ২৪ ভোল্ট সোলার প্যানেল একসাথে ব্যবহার করতে চাচ্ছি। আমার mppt 30 amp এর চার্জ কন্ট্রোলার রয়েছে। এই কন্টোলার দিয়ে কি চালালে কোন সমস্যা হবে? আমার বাড়িতে সিস্টেম সব ১২ ভোল্টের। ❤❤❤
আমার অফ গ্রিড সোলার ১২ ভোল্ট PowMr 60A Mppt charge controller, সুতরাং আমি কি ২৪ ভোল্ট প্যানেল ব্যবাবহার করতে পারবো ? ১২ ভোল্ট এর জন্য পিভি ভোল্ট ৮০ পর্যন্ত নিবে লেখা আছে, 160watt Superstar এর একটা প্যানেল আছে, তার সাথে সিরিজ করে দিলে হবে এইটা?
১২ ভোল্ট আর ২৪ ভোল্ট এর প্যানেল প্যারালাল কানেকশন করলে আরো লস বেশি হবে। এসব ক্ষেত্রে ১২ ভোল্টের দুইটি প্যানেল সিরিজে সংযুক্ত করে ২৪ ভোল্টের প্যানেলের সাথে প্যারালাল কানেকশন করতে হয়।
ছোটখাটো সেট আপে পলি প্যানেলের সাথে মনো প্যানেল সংযোগ করলে সমস্যা হয় না। বড় বড় সেটাপে যেখানে অনেকগুলো প্যানেল একসাথে সিরিজ করতে হয় সেই সেটআপ গুলোতে হটস্পট ও অন্য দুর্ঘটনা এড়াতে মনো এবং পলি মিক্স করা নিষেধ।
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc. নোট: মার্কেটে কিন্তু নকল প্যানেলও আছে তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
@@TechnologyBanglaShahin আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
Class 2 solar panels are electrical appliances with double insulation, or reinforced protective insulation, to protect against electrical shocks and fires.
Vijan ami dokan ghore ekta solar setup dite chai, amar onek proshno ase, but solution paina, proshno gule likhe deya o somvob noi, apnar sathe kotha bolte hoto, but kivabe bolbo, please ektu help koren,
আসসালামু আলাইকুম। আমি আপনার এই ভিডিও দেখে longi ৩৫৫ ওয়াট সোলার কিনেছি 03/08/2024 তারিখে। আজকে ০৯/০৮/২০২৪ তারিখ,আমি গত দুইদিন হচ্ছে সোলার কানেকশন করেছি। কিন্তু এর মধ্যে আমি সোলারে সমস্যা পাচ্ছি। এই দুইদিন সোলার প্যানেল ছাদের উপরে থাকার কারণে রৌদ্রে সোলার প্যানেলের ভিতরে সাদা সাদা অনেক খানি জায়গা সাদা সাদা হয়ে গেছে ও নীল কালার মত লাগতেছে। এখন এটার করণীয় কি যদি আপনি একটু কিছু জানাতেন বা সমস্যাটা কি.???
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো.. ***কারেন্টের লাইন টানবো . ***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব.. ***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে.. ***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত ***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার করব আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার😮
পুরাতন এবং নতুন দুই রকম ব্যাটারি একসাথে কানেক্ট করলে অনেক সময় নতুন ব্যাটারিটা দ্রুত পারফরম্যান্স হারাতে থাকে। বিশেষজ্ঞদের মতে এটি কখনোই করা উচিত নয়। এতে করে ব্যাটারিগুলোর চার্জ এবং ডিসচার্জ ঠিকমতো হয় না। কোন কোন ক্ষেত্রে নতুন ব্যাটারিটা সব সময় পুরাতন ব্যাটারিকে ইন্টার্নাল ভাবে চার্জ করতে থাকে ফলে অনেকটাই লস হতে থেকে। তবে আপনার কাছে যদি একটি বেশি পুরাতন ও একটি মিডিয়াম পুরাতন ব্যাটারি থাকে তাহলে প্যারালাল কানেকশন করতে পারেন তবে সিরিজ কানেকশন কখনোই করবেন না। সিরিজ এবং প্যারালাল দুটোই করা যাবে যদি দুইটা ব্যাটারীই সমান ভাবে নতুন অথবা পুরাতন হয়। আর আপনার বর্তমান ব্যাটারিটি যদি একেবারে নতুন হয়ে থাকে তাহলে এই ধরনের রিক্স নিবেন না।
Shahin vai, ami jokhon battary ar sata inverter connect kori, tokon solar panel a toouch krla current shock kora. Any idea ata kano hocha. Please janaban.
লিকেজ কারেন্টের জন্য এমন শখ করে থাকে। আর্থিং এর লাইন ঠিকমতো সংযুক্ত করলে এই ধরনের সমস্যা সমাধান হয়ে যায়। এ বিষয়ে আপনার এলাকার ইলেকট্রিশিয়ান এর সাহায্য নিতে পারেন।
Smarten MPPT টা নরমাল ips কে সোলার ips এ কনভার্ট করার জন্য খুব ভালো তবে শুধু MPPT চার্জ কন্ট্রোলার হিসেবে SRNE এর মত এত কোয়ালিটি সম্পন্ন না। SRNE কোনরকম ফ্যানের আওয়াজ ছাড়াই হেভি হিট সিং এর মাধ্যমে সাইলেন্টলি খুব ইফিসিয়েন্সির সাথে কাজ করে। এটার মধ্যে ব্যাটারি ইকুলাইজেশন ফাংশান আছে এর ফলে ব্যাটারি অনেক দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও এম্পিয়ার লিমিট করা সহ আরো মজার মজার ফাংশন আছে যা ব্যবহার করলে অনেক মজা পাবেন এবং সম্পূর্ণ সোলার সিস্টেমের হেলথ ভালো থাকবে।
@@TechnologyBanglaShahin thanks a lot bhaijan shundor kore bojhaye bolar jonne. Akhon ami already smarten ta use kortesi,, aro panel add korle sathe SRNE controller ta ki use korte parbo? Ar korle battery er kono khoti hobe kina..
ভাইয়া আমার Smarten Superb 1100 মডেলের সোলার ইনভার্টার আছে, এখন আমি এখানে ৫৫০ ওয়াট এর Jinko bifacial পেনেল লাগাতে চাচ্ছি। আমার ২টা প্রশ্ন ছিল। কত rm তার ব্যবহার করতে হবে? আর পেনেল থেকে কি সরাসরি ইনভার্টার এ কানেক্ট দিব, নাকি সার্কিট ব্রেকার লাগবে?
একটি প্যানেল ব্যবহার করলে অরিজিনাল 4rm ফ্লেক্সিবল ক্যাবল যথেষ্ট, কেজি দরে জাহাজের কিছু ক্যাবল পাওয়া যায় ওগুলো 6 rm লাগবে। প্যানেল থেকে ইনভার্টার পর্যন্ত যে ক্যাবল আসবে ওখানে একটা DC সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। এটা না ব্যবহার করলেও হয় তবে ব্যবহার করা ভালো।
রেগুলার ৩০০ ওয়াট ব্যবহার করলে প্যানেল ৫০০ থেকে ৬০০ ওয়াট ইন্সটল করবেন। STC ও বিভিন্ন কারণে পরিপূর্ণ ওয়াট কখনোই প্যানেল থেকে পাওয়া যায় না। এছাড়াও আবহাওয়া একটু খারাপ থাকলেই প্যানেলগুলো কম বিদ্যুৎ জেনারেট করে।
আমি যতটুকু শুনেছি এটা tier1 লিস্টেড কোম্পানি তাই খারাপ হবে না। তবে সব সময় চেষ্টা করবেন একটু বেশি পপুলার বা রেপুটেড কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করতে।
মোটামুটি যতগুলো প্যানেল আমি চেক করেছি এর চেয়ে বেশি ইফিসিয়েন্সির প্যানেল পাইনি। ভবিষ্যতে আরো প্যানেল হাতে আসলে চেক করব তখন details বলা যাবে কোন প্যানেলটার ইফিশিয়েন্সি সবচেয়ে ভালো।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
এটা 355 ওয়াটের 24V সোলার প্যানেল। এটার সাথে 150Ah বা একটু কম বেশি ব্যাটারি সংযুক্ত করতে পারেন। 12 ভোল্টের ব্যাটারি হলে অবশ্যই mppt সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
@kazishazedakarim2006 কোম্পানির রিকমেন্ড অনুযায়ী একটু আন্ডার সাইজ হয়ে যায়। তবে যেহেতু STC জনিত কারণে ও বিশেষ করে আমাদের দেশের গরম আবহাওয়াতে সোলার প্যানেল অনেকটাই কম আউটপুট দেয় তাই ২৫-৩০% বেশি সোলার প্যানেল ব্যবহার করা যায়। আমি নিজেও এভাবে ব্যবহার করছি। যদি কোন একটি পিক টাইমে বেশি আউটপুট আসে তাও চার্জ কন্ট্রোলারের কোন ক্ষতি হয় না শুধু ওই মুহূর্তে এক্সট্রা আউটপুট ব্যবহার করতে পারে না। আর এরকম পিক হাই আউটপুট বাংলাদেশের আবহাওয়াতে খুবই রেয়ার।
ভাই আমি ফেনী র এক দোকান থেকে সোলার প্যানেল নিছি সে আমাকে এ প্যনেল টা ৫৫৫ ওয়াট বলে দিছে পরে আমি অন লাইনে চেক করতে গিয়ে দেখী ৩৫৫ ওয়াট এখন সে বলছে এটা মিথা কোম্পানি নাকি তাদের কে ৫৫৫ বলে দিচে এখন আমার করনিয় কি.? @@TechnologyBanglaShahin
এটা ডিসি ওয়াট মিটার। এটা দারাজ থেকে কিনতে পারবেন। যেহেতু চায়না থেকে বাংলাদেশে আপনার বাসায় ডেলিভারি হবে তাই সময় অনেক বেশি লাগবে। ক্রয় করার লিংক বেশ কিছু ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশনেও লিংক পেয়ে যাবেন। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে দেখতে পাবেন।
প্রতিটি লোডের জন্য 23/76 ক্যাবল ব্যবহার করতে পারেন। একসাথে তিনটি লোডের জন্য 40/76 ক্যাবল ব্যবহার করতে পারেন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে। 100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল। 200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল। 400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল। 600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল। 1000 ওয়াট পর্যন্ত 10 sq mm ক্যাবল। নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে। ক্যাবল গুলা অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে। ক্যাবল পাওয়ার জন্য কাপ্তান বাজার সোলার মার্কেট, বিভিন্ন বড় ইলেকট্রিক এর দোকান ও যারা সোলার রিলেটেড প্রজেক্ট এর কাজ করে তাদের কাছে খোঁজ নিতে পারেন।
আসলে ওটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যেত, আর পরে এগুলো একসময় দেখাবো। কম আলোতে আমি পার্সোনালি টেস্ট করেছি, অন্যান্য প্যানেলের চেয়ে পারফরম্যান্সে খুব ভালো তা না, সামান্য একটু ভালো। তবে বাহিরের টেম্পারেচার কম থাকলে আউটপুট চমৎকার দেয়।
আমাকে একটু পরামর্শ দেবেন। আমার বাসায় ১০০ ওয়াটের ১টি জেনেটিক সোলার প্যানেল ও ১২ ভোল্টের ১২০ অ্যাম্পিয়ার পাউডার ব্যাটারি আছে। আমি আমার সিস্টেম আপগ্রেড করতে চাই। ৩০ ওয়াটের চার্জ কন্ট্রোলার দিয়ে ঐ ১০০ ওয়াটের সাথে নতুন করে ১টি ২৫০ ওয়াট জেনেটিক সোলার প্যানেল নিয়ে মোট ৩৫০ ওয়াট বানানো ভালো হবে নাকি ৩৫৫ ওয়াটের নতুন ১টি লঞ্জি প্যানেল নিলে ভালো আউটপুট পাবো। (আমি পরে আরো আপগ্রেড করতে চাই।)
আপনি দুইটি অপশনের মধ্যে যেকোনো টি সিলেক্ট করতে পারেন। যেটা একটু কম খরচে করতে পারবেন সেটা করেন। কারণ দুইটার মধ্যে পারফরমেন্সের পার্থক্য খুব বেশি পাবেন না। তবে একটা জিনিস মাথায় রাখবেন: MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলেও ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল কখনোই সিরিজে কানেক্ট করবেন না, প্যারালালে কানেক্ট করবেন। সেম ওয়াট হলে তখন সিরিজে কানেক্ট করতে পারেন।
আসসালামুআলাইকুম, আশা করছি ভালো আছেন, বাসায় ছোট একটা ডিসি সেট আপ আছে, লোড কেবলমাত্র 15W LED, 5-7 W Numeral Clock, চলে বিদ্যুত না থাকলে অনু রাউটার লোডে যোগ হয়। আমার একটা অটোর ব্যাটারীতে 20AH পিডব্লিওএম কন্ট্রোলারে চার্জ হয় 12 ভোল্টের 150+10+10 প্যারালাল করে তিনটা প্যানেল থেকে, ব্যাটারী কখনওই ফুল চার্জ হয়না,যেহেতু প্যানেল ক্যাপাসিটি কম। আমি 24 ভোল্টের 250W এর একটা প্যানেল যুক্ত করতে চাচ্ছিলাম, পরবর্তীতে MPPT কন্টোলারে শিফট করবে আপাতত এটাতে যুক্ত করা কি সম্ভব ? ভালো আউটপুট দেয় এমন একটা 24 ভোল্টের প্যানেল পরামর্শ দিয়ে কৃতজ্ঞার ডোরে আবদ্ধ করবেন আশা করছি।
আপনার 20Ah ব্যাটারি 170 ওয়াট প্যানেল দিয়ে ফুল চার্জ হয়ে যাওয়ার কথা। ব্যাটারি, ক্যাবল বা সেট আপের কোন সমস্যা আছে কিনা এইটা খুঁজে বের করতে হবে। যাই হোক আপনি 24 ভোল্টের মধ্যে যেকোনো দুইটি প্যানেল থেকে একটি প্যানেল কিনতে পারেন। ফরচুন কোম্পানির 200 ওয়াট অথবা Longi কোম্পানির 355 ওয়াট, আরো ভালো কিছু 24 ভোল্টের প্যানেল আছে তবে সেগুলো আরো বড় বড়। তবে এই ধরনের প্যানেলগুলোর সাথে mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলে ভালো পারফরম্যান্স পাওয়া যায় না। আপনি 24 ভোল্টের মধ্যে ভালো প্যানেল সাজেস্ট করতে বললেন তাই করলাম তবে এত বড় প্যানেল দিয়ে অত ছোট ব্যাটারি চার্জ করতে গেলে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নষ্ট হবে। 24 ভোল্টের এর চেয়ে ছোট প্যানেল আর পাওয়া যায় না। আমার মনে হয় আপনার বর্তমান সেট আপের সমস্যাটি খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ হবে অথবা আপনি ব্যাটারি আপগ্রেড করে 24 ভোল্ট প্যানেল কিনতে পারেন।
@@TechnologyBanglaShahin না ভাই আমার ব্যাটারী ইজিবাইকের সম্ভবত ১২০-১৫০ ah. এর। আর আমার 150w এর একটা ১০wএর দুটো প্যানেল ১২ ভোল্টের এগুলো কি সিরিজ করে ২৪ ভোল্ট প্যানেল নিলে পরে যুক্ত করা যাবে?
ও আচ্ছা আপনার ব্যাটারি 120-150Ah. তাহলে নিশ্চিন্তে 24 ভোল্ট এর প্যানেল কিনতে পারেন। সে ক্ষেত্রে আপনি Longi 355 ওয়াট প্যানেল ও একটি 20A MPPT চার্জ কন্ট্রোলার কিনুন। ব্যাটারি অনেক দিন ধরে ঠিকমত চার্জ না হওয়ার কারণে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তাই তাড়াতাড়ি সেটআপ টি কমপ্লিট করুন। আগের প্যানেলগুলো নতুন প্যানেলের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে কিছু রুলস ফলো না করলে আউটপুট আরো কমে যাবে। যেমন: সেম ওয়াটের প্যানেল সিরিজে সংযুক্ত না করলে পারফরমেন্স ডাউন হয়ে যায়।
এক্ষেত্রে 10 ওয়াটের প্যানেলগুলো ব্যবহার না করাই ভালো। 150 ওয়াটের প্যানেলের সাথে আরেকটি 150 ওয়াটের প্যানেল সিরিজে সংযুক্ত করে 24 ভোল্টের স্ট্রিং তৈরি করে নিন। এবার ওই 24 ভোল্ট স্ট্রিং এর সাথে নতুন 24 ভোল্টের প্যানেল টি প্যারালালের সংযুক্ত করুন। এই সেটআপ এর জন্য 30A mppt কন্ট্রোলার ব্যবহার করবেন। তবে আমার মনে হয় ওভার অল খরচ আপনার অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমি হলে 12 ভোল্টের প্যানেলগুলো বিক্রি করে দিয়ে শুধু একটি 355W 24 ভোল্টের প্যানেল ও 20A mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করতাম কারণ বেশি বড় সেটআপ করে ব্যাটারিকে খুব বেশি এম্পায়ার প্রয়োগ করলে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নষ্ট হয়।
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাইয়া! আমি Longi 355w এই প্যানেলটা নিতে চাচ্ছিলাম। আমার বাসায় রহিমাআফরোজের 130watt প্যানেল একটা আছে অলরেডি যেটার বয়স প্রায় ১২বছর কিছুদিন আগেও টেস্ট করে দেখেছি 90watt এর মত আউটপুট পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি Longi 355watt এর এই প্যানেলটা যদি নি, এইটাও কি সেই রহিমাআফরোজের মত টেকশই হবে? অর্থাৎ Longi 355w প্যানেলটি 10/15 বছরের মধ্যে ডামেজ হয়ে যাওয়ার সম্ভবনা আছে কি? আমার খুব সন্দেহ হচ্ছে কারণ এই প্যানেল দাম রহিমা আফরোজের চেয়েও অনেক কম মূল্য পাওয়া যাচ্ছে মার্কেটে। আর একটা প্রশ্ন ভাইয়া! আমি SRNE 30A MPPT কন্ট্রোলার দিয়ে একটা সেটআপ করতে চাচ্ছি 12V 200Ah lead acid ব্যাটারি & 24V এর Longi 355watt এর সাথে আমার পুরানো 12v 130w প্যানেলটা সিরিজে কানেকশন দিতে চাচ্ছি যেহেতু SRNE কন্ট্রোলারটাতে max VOC 100V তাই 24V 355w প্যানেল এর সাথে আগের পুরানো 12v 130w প্যানেলটা সিরিজে কানেকশন দিয়ে ইউজ করবো ভাবছি। প্রশ্ন হচ্ছে প্যানেল ২টা যেহেতু ২রকম। একই সাইজের না ২টা প্যানেলেরই এম্পিয়ার আলাদা আলাদা সেক্ষত্রে প্যানেলের সমস্যা / প্যানেল ডেমেজ হওয়ার কোনো সম্ভবনা আছে কি ভাইয়া? বিস্তারিত আপনার মতামত জানাবেন ভাইয়া আমার সব প্রশ্নের উত্তর? আমি আপনার মতমতের অপেক্ষায় থাকবো ভাইয়া
আপনি যদি রহিম আফরোজ এর ফেসবুক পেজ টা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন তারা নিজেরাই Longi প্যানেলের পোস্ট দিয়েছে এবং সেল করছে। বেশ কিছু পোস্ট নিচে পেয়ে যাবেন। আসলে সব সময় দামের সাথে প্যানেলের কোয়ালিটি নির্ভর করে না। ২৪ ভোল্টের এই প্যানেলগুলো অনেক ভালো কোয়ালিটির কিন্তু দাম তুলনামূলক কম হয়ে থাকে। বিশ্বজুড়েই বড় সাইজের প্যানেল গুলার দাম অনেক কম হয় কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়। এই প্যানেলের সাথে আপনার আগের প্যানেলটি ব্যবহার করবেন না। দুইটার ওয়াট এর পার্থক্য থাকার কারণে সিরিজ কানেকশন করলে বড় প্যানেলটিও ছোট প্যানেলের সমান আউটপুট দিবে যা অত্যন্ত লস প্রজেক্ট। আবার এই দুইটা প্যানেলের মধ্যে ভোল্টেজের পার্থক্য থাকার কারণে আপনি প্যারালাল কানেকশনও করলেও প্রচুর লস হবে।
@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাইয়া, আরেকটা প্রশ্ন ভাইয়া? আমি SRNE 30A MPPT কন্ট্রোলারটা নিবো ভাবছি এবং সাথে 550W এর Longi প্যানেলটা ব্যবহার করবো। এখন প্রশ্ন হচ্ছে - আমি SRNE 30A Mppt কন্ট্রোলারটি'র ইউজার মেনুয়ালে দেখছি এটি 12V সিষ্টেমে সর্বোচ্চ 400W প্যানেল সার্পোট করবে। বাট আমি Longi 550W প্যানেল ইউজ করতে চাচ্ছি, আর এই 550W প্যানেল থেকে তো কখনই 550W আইটপুটপাবো না আমরা, আপনার ভিডিও'তে দেখেছিলাম আমি আপনি আপনার 355W Longi প্যানেল থেকে 250W এর কাছা কাছি পাচ্ছিলেন আউটপুট। সে'হিসেবে 550W প্যানেল থেকে 390W বা 400W এত মত পাওয়া যাবে। কন্ট্রোলারে যেহেতু 12V 400W সার্পোটেড! এবং আমি কন্ট্রোলার থেকে এম্পিয়ার লিমিট করে ইউজ করবো। 18A / 20A এইরকম এম্পিয়ার লিমিট করে ইউজ করবো হাই এম্পিয়ারে ব্যাটারি চার্জ করলে ব্যাটারির লাইফ টাইম কমে যায় তাই এম্পিয়ার মেইনটেইন করে চালাবো। এম্পিয়ার লিমিট করি বা না করি সেক্ষেত্রে আমার 550W প্যানেল থেকে যদি কোনো ভাবে 400W এর বেশি আউটপুট আসে তবে কন্ট্রোলারের কোনো সমস্যা হবে কিনা? 40A কন্ট্রোলারটি নেওয়ার মত বাজেট নেই, 30A টা নিবো ভাবছি আশা করি প্রথম বারের মত এবারও উত্তর দিবে। ধন্যবাদ ভাইয়া কষ্ট করে আমার এতো বড় টেক্সটা পড়ার জন্য
আপনার এনালাইসিস একদম সঠিক। কোম্পানি ৪০ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে বললেও আসলে বছরের বেশিরভাগ সময়ই ৩০ এম্পিয়ারের বেশি লাগবে না। আর যদি বছরের কোন একটা নির্দিষ্ট সময় আবহাওয়া ভালো থাকার কারণে ওয়াট বেশিও আসে তাও কোন ভয় নাই(আসলে আসবে না)। কারণ সোলার প্যানেল কখনোই কন্ট্রোলার/ব্যাটারি/লোড কে এম্পিয়ার পুশ করে না, কন্ট্রোলার যতটুকু ডিমান্ড করে সোলার প্যানেল ঠিক ততটুকু পাওয়ার প্রোভাইড করে যদি available থাকে। 30A কন্ট্রোলার তার নিজের চেয়ে বেশি এম্পিয়ার ডিমান্ড করবে না। কোম্পানি বেশি এম্পিয়ারের কন্ট্রোলার নিতে বলে কারণ আপনি যেন প্যানেলের সম্পূর্ণ পাওয়ারটাকে ব্যবহার করতে পারেন। বাংলাদেশের আবহাওয়াতে প্যানেলের সম্পূর্ণ আউটপুট পাওয়া সম্ভব না তাই বেশি এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নেওয়ার কোন মানে হয় না।
দোকান এর জন্য বিদ্যুৎ ব্যবহার না করে একটা ১৫০ লিটার এর ফ্রিজ ২ টা ফ্যান ৪/৫ এলএইডি লাইট একটা জুসার মেসিন চালাতে আমার কত ওয়াট সোলার সিস্টেম ব্যবহার করতে হবে?
শুধু দিনে সোলার থেকে চালানোর জন্য হলে খরচ কম হবে। এক্ষেত্রে রাতে সরাসরি কারেন্টের লাইনে সবকিছু চলবে। তবে আপনি যদি রাত দিন ২৪ ঘন্টা সোলারে চালাতে চান, সারারাত ফ্রিজ চালাতে চান তাহলে বেশি ব্যাটারি ব্যাকআপ লাগবে। জুসার যদি 1 হাজার ওয়াটের মধ্যে হয় তাহলে আপনি মিনিমাম দেড় হাজার ওয়াট সাপোর্ট দেয় এমন ইনভার্টার ব্যবহার করবেন। সাথে এক হাজার ওয়াটের সোলার প্যানেল। 200Ah ব্যাটারি ব্যবহার করবেন। সোলার সিস্টেম প্রয়োজনের চেয়ে বেশি install করতে হয় কারণ আবহাওয়া খারাপ থাকলেই এগুলো আউটপুট অনেক কমিয়ে দেয়। সারারাত ফ্রিজ চালানোর দরকার না হলে ব্যাটারি একটু ছোট নিতে পারেন।
30% লস তাপমাত্রার কারণে। এর আগে ওয়ালটন, সুপারস্টার সেগুলোও দেখেছিলাম। ওয়ালটন দেখছি সবচে' খারাপ আউটপুট দেয়! আর শিলা বৃষ্টিতো দিন দিন কমন হয়ে যাচ্ছে। এর থেকে প্যানেল রক্ষা করার উপায় কী?
উচ্চ তাপমাত্রা সোলার প্যানেলের খুব বড় শত্র। সূর্যের তীব্রতা ও এটমোস ফেয়ার ক্লিয়ার থাকলেও শুধুমাত্র তাপমাত্রা বেশির কারণে সোলার প্যানেল থেকে ভালো আউটপুট পাওয়া যায় না। ছোটখাটো শিলা বৃষ্টিতে সোলার প্যানেলের কিচ্ছু হয় না। খুব বড় ধরনের শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলে সোলার প্যানেলের উপরে ভেজা বস্তা বিছিয়ে দিলে প্যানেলের আর কোন ক্ষতি হয় না।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো.. ***কারেন্টের লাইন টানবো . ***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব.. ***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে.. ***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত ***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার করব আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার
১২ ভোল্টের হ্যামকো প্যানেল দুইটা দুইটা করে সিরিজে সংযুক্ত করলেই ৪টি ২৪ ভোল্টের স্ট্রিং হবে। এই ৪টি স্ট্রিং Longi প্যানেলের সাথে তখন প্যারালাল কানেকশন করতে পারবেন।
@jahangirhossain1890 আলাদা আলাদা ওয়াট এর প্যানেল বা স্ট্রিং সিরিজ করলে প্রচুর পাওয়ার লস হয়। ভিন্ন ওয়াট এর প্যানেল বা স্ট্রিং প্যারালাল কানেকশন করলে সমস্যা হয় না। হাইব্রিড মেশিনগুলোতে বেশি পরিমাণ ভোল্টেজ এর সোলার ইনপুট দরকার হয়। এটা করার সময় সেম ওয়াটের প্যানেল সিরিজে সংযুক্ত করে করার চেষ্টা করবেন।
৩৫৫ ওয়াট প্যানেলের জন্য ১৩০ Ah ব্যাটারী হলে চার্জ কন্ট্রোলার কত অ্যাম্পিয়ার হলে ভাল হবে? এবং ৫৮০ ওয়াট প্যানেলের জন্য ১৫০ Ah ব্যাটারী নিলে চার্জ কন্ট্রোলার কত অ্যাম্পিয়ার নিতে হবে? আপনার সময় ও সুযোগ হলে উত্তর দিয়েন। ধন্যবাদ ভাইয়া
STC সমস্যার কারণে কোনো প্যানেল পুরোপুরি আউটপুট দেয় না, এজন্য ৩৫৫ ওয়াট প্যানেলের সাথে ২০ এম্পিয়ার এবং ৫৮০ ওয়াট প্যানেলের সাথে ৩০ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যবহার করলেই যথেষ্ট।
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় ধরনের সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো একটু দাম কম হলেও মান খুব ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
আসসালামু আলাইকুম আমি একটা ডিসি সোলার সেটআপ করতে চাই। আমি ডিসি সেটাপের জন্য ২৪ ভোল্ট সোলার লাগাতে চাই। আমার ৪/৫টা সোলার ফ্যান -৬/৭ টা লাইট, রাউটার অনু এগুলো দিনের বেলায় সম্পূর্ণ সোলার থেকে চালাইতে চাই এবং রাতে ব্যাটারি থেকে এজন্য আমার কি কি ইকুপমেন্ট দরকার! যদি আমাকে একটু ধারণা দিতেন তা হলে উপক্রিত হতাম। ধন্যবাদ।।
অলাইকুম আসসালাম। সোলার ফ্যানগুলো কি টেবিল ফ্যান নাকি ডিসি সিলিং ফ্যান আর বাল্ব গুলো কত ওয়াট এর ব্যবহার করবেন সেটা উল্লেখ করেননি। এছাড়াও সবগুলো লোড কি একসাথে চালাবেন নাকি কিছু লোড সবসময়ের জন্য চলবে সেটাও উল্লেখ করেননি। আবার বাজেট জানলে লিড অ্যাসিড অথবা লিথিয়াম ব্যাটারি সাজেস্ট করা যেত। যাইহোক, নরমালি আপনি এমন একটি সেট আপের জন্য 130Ah ব্যাটারি এ 355 ওয়াট 24 ভোল্টের প্যাটেল ব্যবহার করতে পারেন। সাথে SRNE কোম্পানির 20 এম্পিয়ারের MPPT কাজ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
@TechnologyBanglaShahin #আসসালামু আলাইকুম। স্যার আমি সব সময় ২/৩ টা সিলিং ফ্যান প্রায় ১৮/২০ ঘন্টা ব্যাবহার করবো এবং দিনে ১/২ টা ১০ ওয়াটের লাইট এবং রাতে ৫/৬ টা লাইট ঘুমানোর আগ পর্যন্ত ব্যবহার করব। আমি পানি ব্যাটারি ব্যবহার করব। স্যার আমি আপাতত চাচ্ছি যে একটু খরচ বেশি হলেও এমন একটা সেটআপ করতে যে ভবিষ্যতের লং টাইম ডিসি সেটাপ চালাতে পারি । এজন্য কোন সোলার প্যানেল কোন ব্যাটারি এবং তার ব্যবহার করতে পারি যদি আমাকে একটু বিস্তারিত বলতেন আমি উপকৃত হতাম
আমার বুঝতে সমস্যা হচ্ছে যে আমি যদি সোলার প্যানেল বেশি ইউজ করি তাহলে ব্যাটারীতে কি কোন সমস্যা হবে কিনা এবং দিনে আর প্যানেল থেকে সব লোড চালানো যাবে কিনা। যাতে করে দিনে ব্যাটারি ফুল চার্জ থাকে এবং রাতে ব্যাটারি থেকে সারারাত চালাতে পারি
হ্যাঁ চালানো যাবে তবে ব্যাটারি সারাদিনে ফুল চার্জ হবে না যদি ব্যাটারি একেবারেই খালি থাকে। সেক্ষেত্রে আরো ৫০ থেকে ১০০ ওয়াট প্যানেল বেশি হলে এটার সমাধান হবে অথবা ব্যাটারি যদি 150Ah হয় তাও ভালো ভাবে ফুল চার্জ হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে আমরা বেশিরভাগ সময়ই ব্যাটারি কিন্তু পুরোপুরি খালি করি না। তাই এই প্যানেলটি 200Ah এর ব্যাটারির ক্ষেত্রে অনেকের কাছেই ব্যবহার উপযোগী হবে।
বড় প্যানেল আর ছোট প্যানেলের মধ্যে তারতম্যটা কোয়ালিটির দিক থেকে বিবেচনা করলে ঠিক হবে না। ২৪ ভোল্টের বড় বড় প্যানেলগুলো সাধারণত কোয়ালিটি খুব ভালো হয় কিন্তু দাম অত্যন্ত কম হয়। ২৪ ভোল্টের বড় প্যানেলগুলো ম্যানুফ্যাকচার করতে কোম্পানির খরচ অনেক কম হয়। তবে ১২ ভোল্টের মধ্যে বিভিন্ন দামের প্যানেল দেখা যায় যেগুলোর মধ্যে কোয়ালিটির কিছুটা পার্থক্য থাকে।
অলাইকুম আসসালাম। এটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি (LiFePO4)। এটার 12V 100Ah এর দাম 30 থেকে 32 হাজারের মধ্যে। Liwatt ও Headway এই দুইটা কম্পানির পাবেন। দুইটারই পারফরমেন্স সেম কারণ ভিতরে সেম কোম্পানির সেল ব্যবহার করা হয়েছে।
এই ব্যাটারির সাথে 260 ওয়াট এর আশেপাশে।সোলার প্যানেল ব্যবহার করলে ভালো পারফরম্যান্স পাবেন। ১২ ভোল্টের প্যানেল নিতে চাইলে সুপারস্টার, রহিম আফরোজ, ওয়ালটন, ফরচুন ইত্যাদি নিতে পারেন।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
ভাই আমার একটা বিষয় জানা খুব জরুরী। আমার একটি ১২ ভোল্টের ১০০ ওয়াট সুপারস্টার মনোপ্যানেল আছে। আমি কি এই প্যানেলের সাথে ১২ ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারব সিরিজ বা প্যারালাল কানেকশন করে? মানে ১২ ভোল্টের সাথে কি ২৪ ভোল্ট সোলার প্যানেল প্যারালাল কানেকশন বা সিরিজ কানেকশন করা যায়?
আপনার ১২ ভোল্ট প্যানেলের সাথে আরেকটি ১২ ভোল্ট প্যানেল প্যারালাল ও প্রয়োজনে সিরিজ কানেকশন করে ব্যবহার করতে পারবেন। কিন্তু ১২ ভোল্টের প্যানেলের সাথে ২৪ ভোল্টের প্যানেল প্যারালাল কানেকশন করলে অনেক আউটপুট লস হয়।
শাহিন ভাই আসসালামু আলাইকুম, এই প্যানেলটা কেনার নির্ভরশীল লিংক দিবেন প্লিজ
অলাইকুম আসসালাম। এটা ঢাকার সুন্দরবন স্কয়ার মার্কেট বা কাপ্তান বাজার সোলার মার্কেট সহ অনলাইনে যারা সোলার আইটেম সেল করে তাদের কারো কারো কাছে পাবেন। আমি এটা MH Power থেকে কিনেছিলাম। ফেসবুকে MH Power লিখে সার্চ দিলে ওদের পেজ পেয়ে যাবেন। এদেরকে বিশ্বস্ত মনে হয়েছে।
@iddrisehowlader-oc9jm আপনার এই প্রশ্নের উত্তরটি আমি একটু আগে আপনার আরেকটি কমেন্টে দিয়েছি। চেক করুন।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ আপনাকে স্যার
You are welcome.
আপনার ফোন নাম্বার টা দেয়া যাবে?
১৫০০ ওয়াট এর ইনভাটার দিয়ে কি এটা চালানো যাবে?
সেলুট ভাইয়া। আপনার কথার মাঝে সততা আছে অনেকটাই।। সত্যিটা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।❤❤
প্রথমে বলবো আপনি এভাবে সৎ পথে আরো এগিয়ে যান। আপনার জন্য শুভ কামনা। আপনার কাছে Trina and REC সোলার প্যানেলের রিভিউ চাই। আশা করি নিরাশ করবেন না।
জি আমি সৎভাবে আসল তথ্যটা জানানোর চেষ্টা করছি। সমস্যা হচ্ছে যে ইদানিং বিষয়টা কারো কারো সহ্য হচ্ছে না। তবে আপনাদের মত অনেক বন্ধুরা আছে বলেই চেষ্টা করে যাচ্ছি।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো..
***কারেন্টের লাইন টানবো .
***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব..
***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে..
***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত
***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার
করব
আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার😮
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোলার থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
আমিও জানতে চাই
আপনি যখন দেখবেন ভালো কিছু করতে গেলে অনকের সহ্য হয় না,ঠিক তখনি মনে করবেন আপনি সঠিক পথে আছেন এগিয়ে যান দোয়া করি,,, মানুষের কথা মনে করলে ভালো কিছু করতে পারবেন না,,, most welcome @@TechnologyBanglaShahin
অনেকদিন যাবত ২৪ বোল্ড টিয়ার ওয়ানের সোলার প্যানেলের রিভিউর অপেক্ষায় ছিলাম , যাক অবশেষে অপেক্ষার পালা শেষ হল, অনেক সুন্দর এবং উপকারী একটি রিভিউ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
@@TechnologyBanglaShahin
আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
সব কমেন্টের রিপ্লাই দেন ভাই এটা খুব ভালো লাগে।
যতটুকু পারি চেষ্টা করি ভাই সমস্যা সমাধান করার।
Longi 24 ভোল্টের 355 watt সোলার থেকে PowMr MPPT, সোলার চার্জার কন্ট্রোলার 20A দিয়ে 12 ভোল্টের 120A ব্যাটারি চার্জ করা যাবে কি ??
প্রথম কমেন্ট ও লাইক। আপনার জন্য ভালোবাসা অবিরাম,, ভাইয়া। ❤️❤️
অসংখ্য ধন্যবাদ।
আমি Luminous solar IPS কিনেছি, সাথে ব্যাটারি কিনেছি Hamko 200 AH ( 12 V ) তাহলে আমি কি 24 ভোল্ট এর সোলার ব্যবহার করতে পারবো? Luminous solar IPS এর মাধ্যমে
ভাই,,, সৌরবিদ্যুতের মাধ্যমে ৩টি ফ্যান ও ৬ টি লাইট ব্যবহার করতে চাই।কত ওয়াটের প্যানেল ও কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করব?কোন কোম্পানির প্যানেল ও ব্যাটারি ভালো হবে? মনো প্যানেল/পলি প্যানেল কোনটা উত্তম হবে,,,আপনার সুপরামর্শ কামনা করছি।
ভাই, খুব সুন্দর দেখাচ্ছে,আমি এটা নিয়ে কাজ করতে পারবো
হ্যাঁ প্যানেল টা দেখতে বেশ সুন্দর।
বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কোন প্যানেল ভালো হবে জানাবেন
Vai apnar video dakha onk vlo lglo.amr basai 2 ta ceiling fan,2 ta led light r 1 ta socket chalata kon solar panal vlo hoba?r budget friendly hoba?aktu kindly bolban.
২৪ ভোল্ট প্যানেলে ২৪ ভোল্ট ব্যাটারি ব্যবহার করলে সোলার চার্জ কন্ট্রোলার এর DC আউটপুট টার্মিনাল এ ভোল্ট কত থাকবে? ১২ ভোল্ট এর যন্ত্রাংশ কি ব্যবহার করা যাবে আউটপুট টার্মিনাল থেকে .?
Panel 24v & battery 12v,, mppt controller,,, 12v fan, light & WiFi use kora jabe??
MPPT কন্ট্রোলার হলে ২৪ ভোল্ট প্যানেলের সাথে ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা যাবে। এবং ১২ ভোল্টের সকল ধরনের ফ্যান, লাইট ইত্যাদি চালানো যাবে। ১২ ভোল্টের রাউটার হলে ওয়াইফাই চালানো যাবে তবে অনু থাকলে তাতে ভোল্টেজ কম ব্যবহার হতে পারে, সে ক্ষেত্রে স্টেপ ডাউন মোডিউল ব্যবহার করা যেতে পারে।
@@TechnologyBanglaShahinআমি এ রকম করেি ব্যবহার করছি।
আসসালামুয়ালাইকুম শাহিনুর ভাই। আমি আপনার ভিডিও রেগুলার দেখি। আপনার এই রঞ্জি 355 ভিডিওটা দেখার পর আমার এই প্যানেলটি প্রতি অনেক আগ্রহ হয়েছে এবং কেনার প্রতি আগ্রহী হয়েছি। আমার আগের দুটি 50 ওয়াটের 12 ভোল্টের প্যানেল আছে। আমি চাচ্ছি 50 ওয়াট প্লাস 50 ওয়াট সিরিজ 24 ভোল্ট করে, লুঞ্জি প্যানেলের সাথে প্যারালাল করে যোগ করতে চাচ্ছি। এক্ষেত্রে পাও এম আর এম পি পি টি চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার আগের 120 এম্পিয়ার এর রিক্সার লিথিয়াম ব্যাটারি আছে। আর কতটুকু ব্যাটারি বাড়াতে হবে। আর আমি যে সেটিং এখানে বলেছি, সেইভাবে সেটিং করলে কোন সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন। অগ্রিম ধন্যবাদ।
অলাইকুম আসসালাম। হ্যাঁ 12 ভোল্টের দুইটি প্যানেল সিরিজে কানেক্ট করে এই Longi প্যানেলের সাথে প্যারালাল কানেকশন করতে পারবেন। 20 এম্পিয়ারের mppt চার্জ কন্ট্রোলার একটু ছোট হয়ে যায় কোম্পানির নির্দেশনা অনুযায়ী। ওদের রিকোমেন্ড অনুযায়ী নিতে গেলে 30 এম্পিয়ারের টা নিতে হবে। তবে শুধু longi প্যানেলটার সাথে 20 এম্পিয়ারের টা আপনি ব্যবহার করতে পারবেন কারণ STC জনিত কিছু লস কাউন্টে রাখতে হবে। লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি অনেক এম্পিয়ারে চার্জ নিয়ে থাকে তাই ব্যাটারি বৃদ্ধি না করলেও কোন সমস্যা হবে না, যদি ব্যাকআপ বেশি দরকার হয় তাহলে একই সাইজের আরেকটি ব্যাটারি প্যারালালের সংযুক্ত করতে পারেন।
আপনার মতামত পেয়ে খুব খুশি হলাম ভাই আপনার হোয়াটস্যাপ লিংকটা কি একটু দেওয়া যাবে
অনেস্ট রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আমার একটা প্রশ্ন আছে ভা ভাইয়া আমার কাছে রিমসো ২০০ এম্পিয়ার এর নতুন ব্যটারি আছে। আমি এর সাথে কত এম্পিয়ার এর প্যানেল আর কোন কন্ট্রোলার ব্যবহার করলে আমি ৪ টা সিলিং ফ্যান & ৪ টা Ac লাইটা চালাতে পারব?? আমার শুধু রাতে ৫/৬ ঘন্টা ব্যাকআপ হলেই হবে। আশা করি উত্তরটা পাব নিরাশ করবেন না। অগ্রিম ধন্যবাদ ভাই
খুবই কোয়ালিটি ফুল প্যানেল , চায়না প্যানেলগুলায় প্রায়ই অভিযোগ আসে ২-৩ বছর যাওয়ার পর আউটপুট কমে যায় , শীতকালে এগুলার দাম আরো কম থাকে , সুন্দর ভিডিও
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
Jinkow naki?
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো..
***কারেন্টের লাইন টানবো .
***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব..
***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে..
***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত
***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার
করব
আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার
Flooded lead aci battery 100AH (Old) & 200AH (New) parallel kore use korle ki backup beshi pawa jabe naki kono problem hobe?
হ্যাঁ প্যারালাল ভাবে ইউজ করলে ব্যাকআপ বেশি পাবেন। তবে লং টার্ম ব্যবহার করার জন্য এই ধরনের সেটআপ মোটেও ভালো নয়। কারণ নতুন ব্যাটারিটি পুরাতন ব্যাটারির সাথে কানেক্টেড থাকায় নতুন ব্যাটারিটিও একটা সময় পর নষ্ট হওয়া শুরু করে। এই ধরনের সেটআপ দুইটি পুরাতন ব্যাটারির ক্ষেত্রে করাটাই বুদ্ধিমানের কাজ। নতুন ব্যাটারির ক্ষেত্রে রিক্স নেওয়া ঠিক না। আর পুরাতন ব্যাটারির ক্ষেত্রে কানেক্ট করলেও ব্যাটারি দুইটা একই Ah এর ব্যবহার করার চেষ্টা করবেন।
Shahin vai aj ami ai panel ta test krlm amr, Multimeter a 11 amp and 36 volt paisi. Total watt 396 watt but panel ar max watt 355. Amr meter ki vul reading dilo naki panel ai poriman watt produce korta para?
আপনি যেটা টেস্ট করেছেন ওটা ওপেন সার্কিট ভোল্টেজ আর শর্ট সার্কিট কারেন্ট গুণ করে। ওটা একুরেটের থেকেও বেশি আসবে। আপনি লোডে দিয়ে যে ভোল্টেজ এবং এম্পিয়ার পান সেই দুইটা গুন করবেন। অথবা লোডে দিয়ে ডিসি ওয়াট মিটার ব্যবহার করবেন তাহলে একুরেট রেজাল্ট পাবেন।
Vai powmr 20a 24v koto watt panel use kora jabe
কোম্পানির নির্দেশনা অনুযায়ী ২৬০ ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু প্যানেল থেকে সম্পূর্ণ আউটপুট কখনোই আসে না তাই আরও ১০০ ওয়াট বেশি যুক্ত করতে পারেন।
Powmr mppt charge controllar 20a
24v panel koto watt panel use kora jabe
Dada ami 4ta 15 watt bulb 3ta 75watt fan ar 70 watt tv calabo.. mainly total watt asbe 700-800 er moto.. hybrid system korte koto watt panel lagbe at kon inverter valo hobe?
নোড ৭০০ ওয়াট হলে প্যানেল ১০০০/১২০০ ওয়াট ব্যবহার করবেন। ট্রান্সফরমার বেজড ইনভার্টার নিলে UTL Gamma Plus বা Smarten এর এক কিলোওয়াট বা এর বেশি নিতে পারেন। আর হাই ফ্রিকোয়েন্সির ইনভার্টার গুলোর মধ্যে Hinvert ও Growatt ভালো।
বর্তমানে কোন কোম্পানি সোলার পেনেল ভালো।এবং ২০০ ওয়াট পেনেল থেকে কত ওয়াট আউট পোট পাব।
২০০ ওয়াট প্যানেল নিলে ১২ ভোল্টের প্যানেলগুলো নিতে হবে। রহিম আফরোজ, সুপারস্টার, ওয়ালটন, গ্রামীণ শক্তি ইত্যাদি মোটামুটি ভালো ব্যান্ড। আর একটু কম প্রাইস এর মধ্যে ফরচুন, আলো ইত্যাদি নিতে পারেন, এগুলোর আউটপুটও বেশ কম্পিটিটিভ। ২০০ ওয়াট প্যানেল থেকে কত ওয়াট পাবেন এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপরে। যেমন: টিল্ট অ্যাঙ্গেল, টেম্পারেচার, আবহাওয়া এগুলোর উপরে আউটপুট অনেক উঠানামা করে। মোটামুটি ভালো আবহাওয়াতে লোডে ৭০-৮০ পার্সেন্ট আউটপুট পেলে ভালো আউটপুট পাচ্ছেন ধরা যায়।
আমি একটা সোলার কিনতে চাচ্ছি,,এখন ১২ ভোল্ট কিনবো নাকি ২৪ ভোল্ট,, সাথে mppt চার্য কনটলার ও Superstar 12 ভোল্ট,, ১৬০ ওয়াট,, নাকি Longi 250 বা 350 ওয়াট,, কোনটা কিনলে আমার বেশি লাভ হবে।
২৪ ভোল্টের প্যানেল কিনলে আপনাকে দামি mppt চার্জ কন্ট্রোলার কিনতে হবে ১২ ভোল্টের ব্যাটারি চার্জ ও লাইট ফ্যান চালানোর জন্য। ১২ ভোল্টের প্যানেল কিনলে নরমাল কমদামি চার্জ কন্ট্রোলার দিয়েই কাজ চলবে। ২৪ ভোল্টের সিস্টেমগুলোর পারফরম্যান্স তুলনামূলক কিছুটা বেটার হয়, ২৪ ভোল্টের প্যানেল গুলোর কোয়ালিটিও খুবই ভালো হয়, সে হিসেবে প্যানেলের দাম বেশ কম। এখন আপনার ডিসিশনের উপরে নির্ভর করছে কোনটা কিনবেন। আমি পার্সোনালি ২৪ ভোল্টের প্যানেল প্রিফার করি।
Dada 355watt 24v LonGi panel and 20A Mppt Controller er sathe 200ah battery diye solar system kora jabe ki? Ar ai khetre gross load koto deya jabe solar a?
হ্যাঁ করা যাবে, তবে ব্যাটারিটি যদি সম্পূর্ণ খালি থাকে তাহলে সারাদিনে চার্জ নাও হতে পারে। এটার সাথে 150Ah ব্যাটারি ঠিক আছে। এটাতে ৪/৫ টা ডিসি ফ্যান ও ৪/৫ টা ডিসি লাইট চালাতে পারবেন।
12 volt 24 volt panal কি এক সাথে কানেকশন করা যায় mppt charge controlar দিয়ে
করা যায় তবে অনেক সিস্টেমেটিক ওয়েতে প্যানেল সেটআপ করতে হয়। নর্মালি যেকোনো একটা করাই ভালো।
Systematic way ta ki , Amr kache aagher kina 12v er 2 ta panel aache ,, ekhon jodi abr 24 v er 1 ta panel kini then kivabe MPPT Controller e eksathe use korte pari ? @@TechnologyBanglaShahin
মনে করেন আপনার কাছে দুইটি ১২ ভোল্টের এবং একটি ২৪ ভোল্টের প্যানেল আছে। ১২ ভোল্টের দুইটি প্যানেল সিরিজে কানেক্ট করে ২৪ ভোল্টের একটি স্ট্রিং তৈরি করবেন। এই ২৪ ভোল্টের স্ট্রিং এর সাথে আপনার আরেকটি ২৪ ভোল্টের প্যানেল প্যারালালে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন।
নোট: পাওয়ার লস এভোয়েড করার জন্য ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল সিরিজে কানেক্ট করবেন না, শুধুমাত্র সেম ওয়াটের প্যানেল সিরিজে কানেক্ট করবেন। প্যারালাল কানেকশন এর ক্ষেত্রে সেম ওয়াট হওয়ার প্রয়োজন নাই।
Vai solar panel betari Chara bebohar kora jabe
Longi 355 theke max koto paoa jay keu use korle janaben
Longi solar panel er authorized dealer er location bolben plz!?
130ah 12v er battery sathe ki longi solar panel use korte parbo!?
আমি এটা MH Power থেকে কিনেছিলাম। ফেসবুকে সার্চ দিলে ওদেরকে পেয়ে যাবেন। 12 ভোল্টের ব্যাটারির সাথে এই প্যানেল ব্যবহার করার জন্য MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।
লুমিনাস ১২/২৪ ভোল্ট ২০ অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যবহার করে 12 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা যাবে ?
না ওটাতে প্যানেল ১২ ভোল্টের হলে ব্যাটারি ১২ ভোল্ট এবং প্যানেল ২৪ ভোল্ট হলে ব্যাটারি ২৪ ভোল্ট ব্যবহার করতে হবে।
মাশাআল্লাহ ভাই খুব ভালো লাগলো, লুম সোলার আপনি কোথা থেকে কিনেছেন লিংক টা একটু দিবেন।
এটা ঢাকার সুন্দরবন স্কয়ার মার্কেট বা কাপ্তানবাজার সোলার মার্কেট এ কিছু বড় বড় সেলার এর কাছে পাবেন। অথবা অনলাইনে যারা সোলার আইটেম সেল করে ওদের কারো কারো কাছে পাবেন। আমি এটা MH Power থেকে কুরিয়ারের মাধ্যমে কিনেছি। ফেসবুকে নাম লিখে সার্চ করলে ওদের পেজ পেয়ে যাবেন। ওই পেজের পোস্টগুলোতে ওদের নাম্বার সহ ডিটেইলস সবকিছু দেওয়া আছে।
Konta shob thake valo maner solar panel
১২ ভোল্ট ব্যাটারিতে ব্যবহার করা যাবে?
ভাই আমার বাড়িতে সোলার এর ওয়ারিং (লতা তার ব্যবহার করা হয়েছে) করা আছে। ৬টি লাইট, ৪টি ফ্যান ব্যবহার করতে চায়। গড়ে ৬-৭ঘণ্টার ব্যাকাপ দরকার অর্থাৎ ইলেকট্রিসিটি না থাকলে চলবে। এক্ষেত্রে আমার কতো ওয়াটের সোলার প্যানেল,কতো ভোল্টের mah ব্যাটারি ও এর সাথে আর কি কি লাগবে, অনুগ্রহ করে বলবেন।
Assalamu alaikum,
vai apner shohoj shorol uposthaponar jonno khub valo laglo,
sub: na kore parlam na,
অলাইকুম আসসালাম। সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান আমি একটা বিষয় জানতে চাইছিলাম ভাইজান PWMR ১২ ভোল্টের হাইব্রিড ইনভার্টার ব্যবহার করব ২৪ ভোল্টের জিনকো 570ওয়াটের দুইট ওয়াট সোলার প্যানেল ব্যবহার করব ২০০ এম্পিয়ারের একটি পানি ব্যাটারি ব্যবহার করব এখন প্রশ্ন হল আমি ***সোলার প্যানেলের জন্য কত এম্পিয়ারের ডিসি সার্টিফিকেট ব্যবহার করব ...
** ব্যাটারির জন্য কত এম্পিয়ার এর ডিসি সার্টিকেট বেকার ব্যবহার করবো
** SPD এম্পিয়ারের সার্কিট বেকার ব্যবহার করবো ... তিনটে বিষয় ক্লিয়ার একটু যদি ধারণা দিতেন উপকার হইত
**কত আর এম ডি সি ক্যাবল ব্যবহার করতে হবে সোলার প্যানেলের জন্য // এবং কন্ট্রোলার থেকে ব্যাটারি পর্যন্ত কত আর এম তার ব্যবহার করতে হবে ... সম্পূর্ণ মাল আমি খুরচা কিনে কিনে একা ফিটিং করব তাই একটু বিস্তারিত জানতে চাইছি কারো জানা থাকলে জানাবেন ........
আসসালামু আলাইকুম ভাইয়া। সেইম সোলার আমি ব্যবহার করছি। কিন্তু আমার বাসা থেকে সোলারের দূরত্ব প্রায় ২০ গজ। আমি ১০ এম্পেয়ার করে পাচ্ছি। আমি ৭০/৭৬ তার ব্যবহার করছি। এখন কি করলে আপনার মত ১৬-১৭ এম্পেয়ার পাব ? আমি srne er 20 amp কন্ট্রোলার ব্যবহার করছি। দয়া করে কি করলে ভাল এম্পেয়ার পাব জানালে উপকৃত হতাম। ধন্যবাদ ভাইয়া।
১২ ভোল্ট এর উপরের প্যানেল গুলোতে দূরত্ব একটু বেশি হলে সমস্যা হয় না। প্যানেলে কোনরকম অল্প হলেও ছায়া পড়ছে কিনা খেয়াল করুন। প্যানেল সূর্যের দিকে ঠিকভাবে ফেস করা আছে কিনা সেটাও খেয়াল করুন। ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করা যাবে তবে অবশ্যই অরিজিনাল ভালো কোম্পানির হতে হবে। ব্যাটারি খালি থাকতে হবে অথবা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করতে হবে তাহলে বেশি এম্পিয়ার টানবে। একটি একটি করে পর্যবেক্ষণ করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন। সমাধান না হলে পরবর্তীতে আমাকে আবার জানাবেন।
Fortune 200x2 & Longi 355 কোনটা বেস্ট হবে ?
প্রথমে আপনাদের নিকট একটি জিনিস জানার ছিলো।
আমাদের দেশীয় নামি-দামি ব্রান্ডের সোলার গুলোর দাম ৫০ টাকার উপরে। যেমন - হ্যামকো,সুপারস্টার,রহিমা আফরোজ এইগুলা।
অন্য দিকে আন্তর্জাতিক মানের ব্যান্ডের প্রোডাক্ট গুলোর দাম ১৭- ২৫ টাকার মধ্যে। যেমন- canadian solar, longi, sun run
সেক্ষেত্রে কি আন্তর্জাতিক মানের সোলার প্যানেল গুলোর চেয়ে আমাদের দেশীয় ব্রান্ডের সোলার গুলো অপেক্ষাকৃত ভালো??
Ei solar pannel ta te ki powmr mppt 12/24v auto 20A er controller bebohar korte parbo?
হ্যাঁ পারবেন।
আসসালামু আলাইকুম, ভাই আমি এর আগেও এই রকম একটা কমেন্ট করেছি কিন্তু আপনার কোন উত্তর পাইনি। দয়া করে উত্তর টা দিবেন ১০০ এম্পায়ার রহিম আফরোজ ব্যাটারির সাথে ২০ এম্পায়ার powmr ২০ ah চার্জ কন্ট্রোলার এর সাথে লঞ্জি ৩৫৫ ওয়াট প্যানেল দিলে কি কোন সমস্যা হবে??? মানে ব্যাটারি কি সেফ এবং ভালো লাষ্টিং করবে? আপনার উত্তর এর আশায় থাকবো।
আপ্নার liwatt এর ব্যাটারী কেমন চলছে?
Longi....থেকে কি Rec... সোলার প্যানেল ভালো হবে..??
Longi 355w এবং Fortune 200w প্যানেলের সাইজ কি একই। নাকি কম/বেশি আছে। জানালে উপকৃত হবো।
Talesun Panel এর একটা রিভিউ করে দেখান। আশাকরি আপনি ভালো রেজাল্ট পাবেন ।
Longi vs Longi hi mo 6 কি পার্থক্য একটু জানাবেন ভাই
Sir 350w longi solar panal and 130Am পানি ব্যাটারীর জন্য কি ৭০/৭৬ তার কি ব্যবহার করতে পারি,?
যেহেতু প্যানেল টি ২৪ ভোল্টের তাই ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করতে পারেন। সাথে একটি mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।
SRNE 40 Ah a max koto watt solar panel use kora jabo 24 volt system panel. 40 ah SRNE MPPT use kori .
ব্যাটারি ভোল্টেজ যদি ১২ হয় তাহলে সর্বোচ্চ ৫২০ ওয়াটের ১২ এবং ২৪ ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন।
ব্যাটারি ভোল্টেজ যদি ২৪ হয় তাহলে সর্বোচ্চ ১০৪০ ওয়াটের ২৪ ভোল্ট এর প্যানেল ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু বেশিরভাগ সোলার প্যানেল থেকেই কম আউটপুট আসে তাই ২০-৩০% বেশি প্যানেল ব্যবহার করা যায়।
@@TechnologyBanglaShahin battery 🔋 24 volt . 1250 watt panel lagano jabo ki vi .
ভাই, আমি সাধারন কন্ট্রলার use করি । আমি জানতে চাচ্ছি যে, কিভাবে সোলার এর মনিটর যেমন watt, amp এগুলা wifi এর মাদ্ধমে apps এ আনবো ? কোন এপ্স এবং কোন ডিভাইস ( সল্প মুল্যে হতে হবে ) দিয়ে সোলার মনিটর করা যাবে ?
এই ধরনের ইনফরমেশন গুলা অ্যাপ এর মাধ্যমে দেখতে হলে আপনাকে অবশ্যই একটু দামি চার্জ কন্ট্রোলার কিনতে হবে যেটাতে ব্লুটুথ অথবা ওয়াইফাই মডিউল প্লাগ ইন করা যায়। যেমন: SRNE, EPever ইত্যাদি।
Luminous 20 A চার্জ কন্ট্রোলারে লাগানো যাবে কিনা। ১২ ভোল্টের ব্যাটারিতে কানেকশন দেওয়া যাবে কিনা
লুমিনাস ১২ ভোল্ট সোলার প্যানেলের সাথে ব্যবহার করলে ভালো হবে। এই সোলার প্যানেলের সাথে লুমিনাস লাগালে ২৪ ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে। এই সোলার প্যানেলের সাথে ১২ ভোল্ট ব্যাটারি কানেক্ট করলে mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে আউটপুট সবচেয়ে ভালো পাবেন।
JA bhalo hobe? Na Longi? একটা ভিডিও তে দেখলাম লংগি নাকি সেল নস্ট হয়ে যায়। শেড পরে সেল ক্র্যাক হয়
Vai ai panel ar sata ki ami powmr ar 20 apm mppt charge controller use krta prbl?
হ্যাঁ পারবেন।
Vai powmr 20a 24v koto watt panel use kora jabe
3:27 @@TechnologyBanglaShahin
একটা প্যানেলের জন্য Power MR mppt কত এম্পিয়ারের টা নিতে হবে? আমার ব্যাটারি ৮০ এম্পিয়ার ১২ ভোল্ট হলে?
80Ah ব্যাটারির জন্য মিনিমাম 160 ওয়াট সোলার প্যানেল দরকার হয়। এক্ষেত্রে আপনি 20 এম্পিয়ার MPPT চার্জ কন্ট্রোল টা নিতে পারেন, পরবর্তীতে আরো কিছু সোলার প্যানেল যুক্ত করার সুযোগ থাকবে।
@@TechnologyBanglaShahinআসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
ভাই 200 ওয়াট সোলার প্যানেল 100 Am বেটারী সেটাপের কি কি ব্যবহার করে যাবে জানিয়েন
যদি ২৪ ঘন্টাই চালাতে চান তাহলে দুইটা টেবিল ফ্যান ও দুইটা লাইট ব্যবহার করতে পারেন। আর যদি ৮-১০ ঘন্টা ব্যাক-আপ হলেই হয়ে যায় তাহলে ৪/৫ টা ফ্যান এবং ৪/৫ টা লাইট ব্যবহার করতে পারেন।
ভাই আমি আপনার প্রত্যেক ভিডিও দেখি আপনার কাছে একটা অনুরোধ রইল সময় করে একবার গ্ররোওয়াডের ৫ কিলো হাইব্রিড ইনভারর্টার এর কানেকশন পেরামিটার সেটাপ এক কথায় রিভিউটা যদি করেন খুব উপকার হতো
ঠিক আছে আমি চেষ্টা করবো, নোট রাখলাম।
@@TechnologyBanglaShahin
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো..
***কারেন্টের লাইন টানবো .
***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব..
***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে..
***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত
***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার
করব
আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার😊
আমার বাসায় পুরাতন সোলার সিস্টেম আছে ( সব কিছু ১২ volt ) আমি নতুন powmr keeper mppt solar charge controller 20A ( কিছু দিন আগে আপনি রিভিউ করেছেন) কিনেছি।
প্রশ্ন হচ্ছে - এই (Mppt) কন্ট্রোলারের সাথে নতুন ২৪ ভোল্ট সোলার প্যানেল লাগালে সবকিছু আগের ডিসি মোডে ১২ ভোল্টে চলবে?
যেমন- লাইট ফ্যান ও ব্যাটারি
প্রশ্ন২- ২৪ ভোল্ট সোলার প্যানেলের ডিসি কারেন্ট কি শর্ট করে?
প্রশ্ন ৩ - সাধারণত সোলার ব্যাটারি নামে যে এসিড ব্যাটারিগুলো পাওয়া যায় গুলো কিভাবে এই কন্ট্রোলারের সেটিং করব?
যেকোন MPPT সোলার চার্জ কন্ট্রোলের সাথে 24 ভোল্টের প্যানেল ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি সুন্দরভাবে চার্জ করা সম্ভব। সাথে 12 ভোল্টের ফ্যান লাইট ইত্যাদি চালানো সম্ভব।
24 ভোল্টের ডিসি কারেন্ট নিরাপদ তবে 48 ভোল্ট এর ক্ষেত্রে খুব হালকা শক করে। আর এর চেয়েও বেশি ভোল্টেজ হলে কিছুটা বিপদজনক হয়ে যায়।
সাধারণ এসিড-পানি সোলার ব্যাটারির ক্ষেত্রে FLD সেটিংস টা সিলেট করবেন।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই! আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমিন❤️
You are welcome.
আমি লুঞ্জি ব্র্যান্ডের 355 অথবা 570 ওয়াট প্যানেল নিতে চাচ্ছি এরসাথে এমপিপিটি চার্জ কন্ট্রোলার কত এবং ব্যাটারি কত এম্পিয়ার নেব। প্লিজ জানাবেন আমি ঈদের আগে নিতে চাচ্ছি। এবং এইটা কি এসি আউটপুট নিলে ভালো হবে নাকি ডিসিতে চালালে ভালো হবে
355 ওয়াট প্যানেলের সাথে আপনি 150 এম্পিয়ারের লেড এসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন। সাথে 20 এম্পিয়ারের mppt চার্জ কন্ট্রোলার লাগবে। এটার ব্যাটারির সাথে ইনভার্টার ব্যবহার করে ac আউটপুট নিতে পারবেন। তবে দীর্ঘ সময়ের জন্য চালাতে চাইলে শুধু ডিসি ব্যবহার করতে হবে।
@@TechnologyBanglaShahin thanks
You are welcome.
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
ভাইয়া প্লিজ রিপ্লে দিবেন। আমি সুপারস্টার ১৬০ ওয়াট ১২ ভোল্টের ২ প্যানেল সিরিজ করে এবং লঞ্জি ৩৫৫ ওয়াট ২৪ ভোল্ট সোলার প্যানেল একসাথে ব্যবহার করতে চাচ্ছি। আমার mppt 30 amp এর চার্জ কন্ট্রোলার রয়েছে। এই কন্টোলার দিয়ে কি চালালে কোন সমস্যা হবে? আমার বাড়িতে সিস্টেম সব ১২ ভোল্টের। ❤❤❤
আমি ব্যবহার করি। কোন সমস্যা হবে না।
আমার অফ গ্রিড সোলার ১২ ভোল্ট PowMr 60A Mppt charge controller, সুতরাং আমি কি ২৪ ভোল্ট প্যানেল ব্যবাবহার করতে পারবো ? ১২ ভোল্ট এর জন্য পিভি ভোল্ট ৮০ পর্যন্ত নিবে লেখা আছে, 160watt Superstar এর একটা প্যানেল আছে, তার সাথে সিরিজ করে দিলে হবে এইটা?
এই প্যানেলের সাথে সুপারস্টার প্যানেল সিরিজ করলে অনেক পাওয়ার লস হবে।
@@TechnologyBanglaShahin তাহলে ১২ ভোল্ট এবং ২৪ ভোল্ট প্যানেল কি প্যারালাল এ ব্যবহার করা যায় ? নাকি আর একটা ১২ ভোল্ট প্যানেল কিনে সিরিজ করব?
১২ ভোল্ট আর ২৪ ভোল্ট এর প্যানেল প্যারালাল কানেকশন করলে আরো লস বেশি হবে। এসব ক্ষেত্রে ১২ ভোল্টের দুইটি প্যানেল সিরিজে সংযুক্ত করে ২৪ ভোল্টের প্যানেলের সাথে প্যারালাল কানেকশন করতে হয়।
@@TechnologyBanglaShahin বুজতে পেরেছি, পলি প্যানেলের সাথে মনো প্যানেল সিরিজ করলে সমস্যা হয় কি?
ছোটখাটো সেট আপে পলি প্যানেলের সাথে মনো প্যানেল সংযোগ করলে সমস্যা হয় না। বড় বড় সেটাপে যেখানে অনেকগুলো প্যানেল একসাথে সিরিজ করতে হয় সেই সেটআপ গুলোতে হটস্পট ও অন্য দুর্ঘটনা এড়াতে মনো এবং পলি মিক্স করা নিষেধ।
Ami new solar setup korbo tai Ami jante chai ami kon panel ta use korbo?
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন।
মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc.
নোট: মার্কেটে কিন্তু নকল প্যানেলও আছে তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
Shahin vai powmr 20amper controllare 550w panel use kora jabe ki?
হ্যাঁ ব্যবহার করা যাবে তবে অনেক এম্পিয়ার অব্যবহৃত অবস্থায় থেকে যাবে।
2 battery Jodi use kori thahle ki ampere loss hbe?24system
@@TechnologyBanglaShahin
আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
স্যার আপনার সব কথা ঠিক আছে। কিন্তু প্যানেল এর ডিটেলস class-২ লিখা আছে। বিষয়টা যদি বুঝিয়ে বলতেন ভালো হতো।আমিও ২ টা প্যানেল নিবো সেইজন্য আর কি।
Class 2 solar panels are electrical appliances with double insulation, or reinforced protective insulation, to protect against electrical shocks and fires.
Bhai total 800-1000 watt 24v panel er jonne koto mm er cable use korte hobe?
প্যানেলগুলো যদি সিরিজে কানেক্ট করা থাকে তাহলে 4rm ক্যাবল যথেষ্ট। যদি প্যারালালে কানেক্ট করা থাকে তাহলে 6rm ক্যাবল লাগবে।
@@TechnologyBanglaShahin Dhonnobad bhai
You are welcome.
@@TechnologyBanglaShahin Bhai double wire ki 6rm kore hobe? Naki 3+3 rm kore?
Vijan ami dokan ghore ekta solar setup dite chai, amar onek proshno ase, but solution paina, proshno gule likhe deya o somvob noi, apnar sathe kotha bolte hoto, but kivabe bolbo, please ektu help koren,
আসসালামু আলাইকুম।
আমি আপনার এই ভিডিও দেখে longi ৩৫৫ ওয়াট সোলার কিনেছি 03/08/2024 তারিখে।
আজকে ০৯/০৮/২০২৪ তারিখ,আমি গত দুইদিন হচ্ছে সোলার কানেকশন করেছি। কিন্তু এর মধ্যে আমি সোলারে সমস্যা পাচ্ছি। এই দুইদিন সোলার প্যানেল ছাদের উপরে থাকার কারণে রৌদ্রে সোলার প্যানেলের ভিতরে সাদা সাদা অনেক খানি জায়গা সাদা সাদা হয়ে গেছে ও নীল কালার মত লাগতেছে।
এখন এটার করণীয় কি যদি আপনি একটু কিছু জানাতেন বা সমস্যাটা কি.???
REC twinpeak 375 , srne pwm 30ah charge controller, 130ah lead acid battery dia 3ta 16" fan koy gonta chalano jabe?
আপনি যদি প্যানেল থেকে এম্পিয়ার ঠিকমতো পান আর ব্যাটারি যদি বেশি পুরাতন না হয় তাহলে ২৪ ঘন্টাই চালাতে পারবেন।
Thank you vaia..
Arekta request silo Srne mppt controller dia lead acid battery highest koto amp ey charge kora jay seta judi test kore dekaten plz..
ঠিক আছে নোট রাখলাম।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো..
***কারেন্টের লাইন টানবো .
***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব..
***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে..
***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত
***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার
করব
আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার😮
ভাই আমি একটা বিষয় জানতে চাই একটা প্যানেল ধরেন উদাহরণস্বরূপ 100 ওয়াট একটা প্যানেল থেকে আমি কত ওয়াট আউটপুট ফেলে সেটা কি ভালো প্যানেল ধরে নিতে পারি
ভাইয়া আমার ২০০AH এর একটা পুরাতন আর একটা নতুন ব্যাটারি আছে।।আমি কি এটা প্যারালাল কানেকশন করতে পারবো?? এতে ব্যাটারির কোনো ক্ষতি হবে কি??
পুরাতন এবং নতুন দুই রকম ব্যাটারি একসাথে কানেক্ট করলে অনেক সময় নতুন ব্যাটারিটা দ্রুত পারফরম্যান্স হারাতে থাকে। বিশেষজ্ঞদের মতে এটি কখনোই করা উচিত নয়। এতে করে ব্যাটারিগুলোর চার্জ এবং ডিসচার্জ ঠিকমতো হয় না। কোন কোন ক্ষেত্রে নতুন ব্যাটারিটা সব সময় পুরাতন ব্যাটারিকে ইন্টার্নাল ভাবে চার্জ করতে থাকে ফলে অনেকটাই লস হতে থেকে। তবে আপনার কাছে যদি একটি বেশি পুরাতন ও একটি মিডিয়াম পুরাতন ব্যাটারি থাকে তাহলে প্যারালাল কানেকশন করতে পারেন তবে সিরিজ কানেকশন কখনোই করবেন না। সিরিজ এবং প্যারালাল দুটোই করা যাবে যদি দুইটা ব্যাটারীই সমান ভাবে নতুন অথবা পুরাতন হয়।
আর আপনার বর্তমান ব্যাটারিটি যদি একেবারে নতুন হয়ে থাকে তাহলে এই ধরনের রিক্স নিবেন না।
Shahin vai, ami jokhon battary ar sata inverter connect kori, tokon solar panel a toouch krla current shock kora. Any idea ata kano hocha. Please janaban.
Ami ai system a powMr 20 amp charge controller and DJDC battery use korsi and sunchonglic ar inverter use korache
লিকেজ কারেন্টের জন্য এমন শখ করে থাকে। আর্থিং এর লাইন ঠিকমতো সংযুক্ত করলে এই ধরনের সমস্যা সমাধান হয়ে যায়। এ বিষয়ে আপনার এলাকার ইলেকট্রিশিয়ান এর সাহায্য নিতে পারেন।
Assalamu Alaykum Bhaijan.
Smarteen MPPT charge controller ta kemon comparative to SRNE? Janaben kindly♥️
Smarten MPPT টা নরমাল ips কে সোলার ips এ কনভার্ট করার জন্য খুব ভালো তবে শুধু MPPT চার্জ কন্ট্রোলার হিসেবে SRNE এর মত এত কোয়ালিটি সম্পন্ন না। SRNE কোনরকম ফ্যানের আওয়াজ ছাড়াই হেভি হিট সিং এর মাধ্যমে সাইলেন্টলি খুব ইফিসিয়েন্সির সাথে কাজ করে। এটার মধ্যে ব্যাটারি ইকুলাইজেশন ফাংশান আছে এর ফলে ব্যাটারি অনেক দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও এম্পিয়ার লিমিট করা সহ আরো মজার মজার ফাংশন আছে যা ব্যবহার করলে অনেক মজা পাবেন এবং সম্পূর্ণ সোলার সিস্টেমের হেলথ ভালো থাকবে।
@@TechnologyBanglaShahin thanks a lot bhaijan shundor kore bojhaye bolar jonne.
Akhon ami already smarten ta use kortesi,, aro panel add korle sathe SRNE controller ta ki use korte parbo? Ar korle battery er kono khoti hobe kina..
একসাথে দুইটা একই সিস্টেমে না ব্যবহার করাই ভালো।
এটার সাথে কত rm cable ব্যবহার করতে হবে?
দোকানদার mm² বোঝেনা।
ভাইয়া আমার Smarten Superb 1100 মডেলের সোলার ইনভার্টার আছে, এখন আমি এখানে ৫৫০ ওয়াট এর Jinko bifacial পেনেল লাগাতে চাচ্ছি। আমার ২টা প্রশ্ন ছিল। কত rm তার ব্যবহার করতে হবে? আর পেনেল থেকে কি সরাসরি ইনভার্টার এ কানেক্ট দিব, নাকি সার্কিট ব্রেকার লাগবে?
একটি প্যানেল ব্যবহার করলে অরিজিনাল 4rm ফ্লেক্সিবল ক্যাবল যথেষ্ট, কেজি দরে জাহাজের কিছু ক্যাবল পাওয়া যায় ওগুলো 6 rm লাগবে। প্যানেল থেকে ইনভার্টার পর্যন্ত যে ক্যাবল আসবে ওখানে একটা DC সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। এটা না ব্যবহার করলেও হয় তবে ব্যবহার করা ভালো।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাইয়া, আমি যদি রেগুলার ৩০০ ওয়াট লোড সোলার থেকে ব্যবহার করতে চাই তাহলে কত ওয়াট পেনেল লাগালে ভালো হবে?
রেগুলার ৩০০ ওয়াট ব্যবহার করলে প্যানেল ৫০০ থেকে ৬০০ ওয়াট ইন্সটল করবেন। STC ও বিভিন্ন কারণে পরিপূর্ণ ওয়াট কখনোই প্যানেল থেকে পাওয়া যায় না। এছাড়াও আবহাওয়া একটু খারাপ থাকলেই প্যানেলগুলো কম বিদ্যুৎ জেনারেট করে।
renesola 315w solar panel
এই প্যানেলগুলো কি ভালো হবে কিনা একটু জানতে চাচ্ছিলাম
আমি যতটুকু শুনেছি এটা tier1 লিস্টেড কোম্পানি তাই খারাপ হবে না। তবে সব সময় চেষ্টা করবেন একটু বেশি পপুলার বা রেপুটেড কোম্পানির সোলার প্যানেল ব্যবহার করতে।
Vai ami deklam ei panel er efficiency kom. ami 3500watt er solar pump project korte chai. ei panel newa ki thik hobe?
মোটামুটি যতগুলো প্যানেল আমি চেক করেছি এর চেয়ে বেশি ইফিসিয়েন্সির প্যানেল পাইনি। ভবিষ্যতে আরো প্যানেল হাতে আসলে চেক করব তখন details বলা যাবে কোন প্যানেলটার ইফিশিয়েন্সি সবচেয়ে ভালো।
১৩০ এম্পেয়ার ব্যাটারীর সাথে কত ওয়াট Longi panal লাগবে আর কত ওয়ার্ড় চার্জ কন্টোলার লাগবে দয়া করে জানাবেন,,,,
355 ওয়াট এর এই Longi প্যানেলটা ব্যবহার করতে পারেন। সাথে 20 এম্পিয়ারের mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
আসসালামু আলাইকুম । ভাইয়া আমি ৩৫৫ ওয়াট প্যানেটা দিয়ে 12v130 mpr চাজ দেই। কিন্তুু সোলার থেকে ২০ mpr আসে তাতে কি ব্যাটারীর কোন সমস্যা হবে।একটু জানাবেন
বাসা বাড়িতে ব্যবহার করার জন্য কোন সোলার টি বেস্ট হবে
আমি যে সোলার প্যানেলগুলো রিভিউ করি এগুলো সব বাসা বাড়িতে ব্যবহার উপযোগী।
স্যার আমি কি ৩৫৫ ওয়াট এর শাথে ১২V,100AH battery এর সাথে ব্যবহার করতে পারব।
হ্যাঁ পারবেন। তবে এক্ষেত্র একটি mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
@@TechnologyBanglaShahin
Sir
apnar phone no ta ektu diben ami kotha boltechai
Sir
I need your cell phone number
ভাই Longi 350 ward solar panal এর জন্য কত ওয়াড ব্যাটারী লাগবে যদি বিস্তারিত জানান উপকৃিত হব
এটা 355 ওয়াটের 24V সোলার প্যানেল। এটার সাথে 150Ah বা একটু কম বেশি ব্যাটারি সংযুক্ত করতে পারেন। 12 ভোল্টের ব্যাটারি হলে অবশ্যই mppt সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
ভাই এই panel er bortoman দাম কত@@TechnologyBanglaShahin
এই প্যানেল দিয়ে ১২ভোল্ট ব্যাটারি চার্জ করতে কত এ্যাম্পিয়ার চার্য কন্ট্রোলার লাগবে।
20 এম্পিয়ারের MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
আসসালামুয়ালাইকুম।
আমার PowMr mppt 20amp কন্ট্রোলারের সাথে এই প্যানেল ব্যবহার করা যাবে?
আমার ব্যাটারি ১২ ভোল্ট ১০০ এম্পিয়ার লিথিয়াম ফসফেট
অলাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই ব্যবহার করা যাবে। আমি নিজেও এভাবে ব্যবহার করছি।
৩৫৫ ওয়াটের জন্য ২০ এপমিয়ার চার্জ কন্ট্রোলার Undersized হয়ে যায় না?
@kazishazedakarim2006 কোম্পানির রিকমেন্ড অনুযায়ী একটু আন্ডার সাইজ হয়ে যায়। তবে যেহেতু STC জনিত কারণে ও বিশেষ করে আমাদের দেশের গরম আবহাওয়াতে সোলার প্যানেল অনেকটাই কম আউটপুট দেয় তাই ২৫-৩০% বেশি সোলার প্যানেল ব্যবহার করা যায়। আমি নিজেও এভাবে ব্যবহার করছি। যদি কোন একটি পিক টাইমে বেশি আউটপুট আসে তাও চার্জ কন্ট্রোলারের কোন ক্ষতি হয় না শুধু ওই মুহূর্তে এক্সট্রা আউটপুট ব্যবহার করতে পারে না। আর এরকম পিক হাই আউটপুট বাংলাদেশের আবহাওয়াতে খুবই রেয়ার।
ভাই আমি ফেনী র এক দোকান থেকে সোলার প্যানেল নিছি সে আমাকে এ প্যনেল টা ৫৫৫ ওয়াট বলে দিছে পরে আমি অন লাইনে চেক করতে গিয়ে দেখী ৩৫৫ ওয়াট এখন সে বলছে এটা মিথা কোম্পানি নাকি তাদের কে ৫৫৫ বলে দিচে এখন আমার করনিয় কি.? @@TechnologyBanglaShahin
ভাই আপনার হাতে যে ছোট লোড মিটার এটা কোথা থেকে কিনলে ভালো হয় আর দাম কেমন একটু জানাবেন।।
এটা ডিসি ওয়াট মিটার। এটা দারাজ থেকে কিনতে পারবেন। যেহেতু চায়না থেকে বাংলাদেশে আপনার বাসায় ডেলিভারি হবে তাই সময় অনেক বেশি লাগবে। ক্রয় করার লিংক বেশ কিছু ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশনেও লিংক পেয়ে যাবেন। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে দেখতে পাবেন।
বাসায় ওয়ারিং করার জন্য কি তার ব্যবহার করব দয়া করে জানাবেন
সোলারের ওয়ারিং এর জন্য কি তার ব্যবহার করব
প্রতিটি লোডের জন্য 23/76 ক্যাবল ব্যবহার করতে পারেন। একসাথে তিনটি লোডের জন্য 40/76 ক্যাবল ব্যবহার করতে পারেন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে।
100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল।
200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল।
400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল।
600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল।
1000 ওয়াট পর্যন্ত 10 sq mm ক্যাবল।
নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে। ক্যাবল গুলা অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে।
ক্যাবল পাওয়ার জন্য কাপ্তান বাজার সোলার মার্কেট, বিভিন্ন বড় ইলেকট্রিক এর দোকান ও যারা সোলার রিলেটেড প্রজেক্ট এর কাজ করে তাদের কাছে খোঁজ নিতে পারেন।
স্যার আপনাকে কম আলোতে পারফরমেন্স চেক করতে বলেছিলাম, বর্ষাকালে কি হবে সেটা বোঝার জন্য, তা তো কিছু বললেন না।
আসলে ওটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যেত, আর পরে এগুলো একসময় দেখাবো। কম আলোতে আমি পার্সোনালি টেস্ট করেছি, অন্যান্য প্যানেলের চেয়ে পারফরম্যান্সে খুব ভালো তা না, সামান্য একটু ভালো। তবে বাহিরের টেম্পারেচার কম থাকলে আউটপুট চমৎকার দেয়।
আমাকে একটু পরামর্শ দেবেন।
আমার বাসায় ১০০ ওয়াটের ১টি জেনেটিক সোলার প্যানেল ও ১২ ভোল্টের ১২০ অ্যাম্পিয়ার পাউডার ব্যাটারি আছে।
আমি আমার সিস্টেম আপগ্রেড করতে চাই। ৩০ ওয়াটের চার্জ কন্ট্রোলার দিয়ে ঐ ১০০ ওয়াটের সাথে নতুন করে ১টি ২৫০ ওয়াট জেনেটিক সোলার প্যানেল নিয়ে মোট ৩৫০ ওয়াট বানানো ভালো হবে নাকি ৩৫৫ ওয়াটের নতুন ১টি লঞ্জি প্যানেল নিলে ভালো আউটপুট পাবো।
(আমি পরে আরো আপগ্রেড করতে চাই।)
আপনি দুইটি অপশনের মধ্যে যেকোনো টি সিলেক্ট করতে পারেন। যেটা একটু কম খরচে করতে পারবেন সেটা করেন। কারণ দুইটার মধ্যে পারফরমেন্সের পার্থক্য খুব বেশি পাবেন না। তবে একটা জিনিস মাথায় রাখবেন: MPPT চার্জ কন্ট্রোলার ব্যবহার করলেও ভিন্ন ভিন্ন ওয়াটের প্যানেল কখনোই সিরিজে কানেক্ট করবেন না, প্যারালালে কানেক্ট করবেন। সেম ওয়াট হলে তখন সিরিজে কানেক্ট করতে পারেন।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইল।
আসসালামুআলাইকুম, আশা করছি ভালো আছেন, বাসায় ছোট একটা ডিসি সেট আপ আছে, লোড কেবলমাত্র 15W LED, 5-7 W Numeral Clock, চলে বিদ্যুত না থাকলে অনু রাউটার লোডে যোগ হয়।
আমার একটা অটোর ব্যাটারীতে 20AH পিডব্লিওএম কন্ট্রোলারে চার্জ হয় 12 ভোল্টের 150+10+10 প্যারালাল করে তিনটা প্যানেল থেকে, ব্যাটারী কখনওই ফুল চার্জ হয়না,যেহেতু প্যানেল ক্যাপাসিটি কম। আমি 24 ভোল্টের 250W এর একটা প্যানেল যুক্ত করতে চাচ্ছিলাম, পরবর্তীতে MPPT কন্টোলারে শিফট করবে আপাতত এটাতে যুক্ত করা কি সম্ভব ?
ভালো আউটপুট দেয় এমন একটা 24 ভোল্টের প্যানেল পরামর্শ দিয়ে কৃতজ্ঞার ডোরে আবদ্ধ করবেন আশা করছি।
আপনার 20Ah ব্যাটারি 170 ওয়াট প্যানেল দিয়ে ফুল চার্জ হয়ে যাওয়ার কথা। ব্যাটারি, ক্যাবল বা সেট আপের কোন সমস্যা আছে কিনা এইটা খুঁজে বের করতে হবে। যাই হোক আপনি 24 ভোল্টের মধ্যে যেকোনো দুইটি প্যানেল থেকে একটি প্যানেল কিনতে পারেন। ফরচুন কোম্পানির 200 ওয়াট অথবা Longi কোম্পানির 355 ওয়াট, আরো ভালো কিছু 24 ভোল্টের প্যানেল আছে তবে সেগুলো আরো বড় বড়। তবে এই ধরনের প্যানেলগুলোর সাথে mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলে ভালো পারফরম্যান্স পাওয়া যায় না। আপনি 24 ভোল্টের মধ্যে ভালো প্যানেল সাজেস্ট করতে বললেন তাই করলাম তবে এত বড় প্যানেল দিয়ে অত ছোট ব্যাটারি চার্জ করতে গেলে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নষ্ট হবে। 24 ভোল্টের এর চেয়ে ছোট প্যানেল আর পাওয়া যায় না। আমার মনে হয় আপনার বর্তমান সেট আপের সমস্যাটি খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ হবে অথবা আপনি ব্যাটারি আপগ্রেড করে 24 ভোল্ট প্যানেল কিনতে পারেন।
@@TechnologyBanglaShahin না ভাই আমার ব্যাটারী ইজিবাইকের সম্ভবত ১২০-১৫০ ah. এর।
আর আমার 150w এর একটা ১০wএর দুটো প্যানেল ১২ ভোল্টের এগুলো কি সিরিজ করে ২৪ ভোল্ট প্যানেল নিলে পরে যুক্ত করা যাবে?
ও আচ্ছা আপনার ব্যাটারি 120-150Ah. তাহলে নিশ্চিন্তে 24 ভোল্ট এর প্যানেল কিনতে পারেন। সে ক্ষেত্রে আপনি Longi 355 ওয়াট প্যানেল ও একটি 20A MPPT চার্জ কন্ট্রোলার কিনুন। ব্যাটারি অনেক দিন ধরে ঠিকমত চার্জ না হওয়ার কারণে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তাই তাড়াতাড়ি সেটআপ টি কমপ্লিট করুন। আগের প্যানেলগুলো নতুন প্যানেলের সাথে সংযুক্ত করার ক্ষেত্রে কিছু রুলস ফলো না করলে আউটপুট আরো কমে যাবে। যেমন: সেম ওয়াটের প্যানেল সিরিজে সংযুক্ত না করলে পারফরমেন্স ডাউন হয়ে যায়।
@@TechnologyBanglaShahin আগের প্যানেলগুলো কিভাবে ২৪ ভোল্টের প্যানেলের সাথে সংযুক্ত করতে পারি, সে ক্ষেত্রে mppt কতো Ah কন্ট্রোলার দরকার পড়বে।
এক্ষেত্রে 10 ওয়াটের প্যানেলগুলো ব্যবহার না করাই ভালো। 150 ওয়াটের প্যানেলের সাথে আরেকটি 150 ওয়াটের প্যানেল সিরিজে সংযুক্ত করে 24 ভোল্টের স্ট্রিং তৈরি করে নিন। এবার ওই 24 ভোল্ট স্ট্রিং এর সাথে নতুন 24 ভোল্টের প্যানেল টি প্যারালালের সংযুক্ত করুন। এই সেটআপ এর জন্য 30A mppt কন্ট্রোলার ব্যবহার করবেন। তবে আমার মনে হয় ওভার অল খরচ আপনার অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমি হলে 12 ভোল্টের প্যানেলগুলো বিক্রি করে দিয়ে শুধু একটি 355W 24 ভোল্টের প্যানেল ও 20A mppt চার্জ কন্ট্রোলার ব্যবহার করতাম কারণ বেশি বড় সেটআপ করে ব্যাটারিকে খুব বেশি এম্পায়ার প্রয়োগ করলে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নষ্ট হয়।
Vaijan charge control koto ampire nisan? R price koto nisa? Panel per watt koto nisa?
SRNE MPPT 30A এখন আট হাজারের মতো। প্যানেলের প্রাইস ও কোথায় পাওয়া যেতে পারে এই সম্পর্কে ডিটেলস ভিডিও শেষের দিকে বলেছি।
Vaijan Basic er charge controler kemon hoba?
এই কোম্পানির চার্জ কন্ট্রোলের ব্যবহার করিনি। আমি শুধুমাত্র হাই কোয়ালিটির চার্জ কন্ট্রোল গুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করি।
Thanks vaijan for your good advice. ❤️❤️❤️
You are welcome.
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন ভাইয়া!
আমি Longi 355w এই প্যানেলটা নিতে চাচ্ছিলাম।
আমার বাসায় রহিমাআফরোজের 130watt প্যানেল একটা আছে অলরেডি যেটার বয়স প্রায় ১২বছর কিছুদিন আগেও টেস্ট করে দেখেছি 90watt এর মত আউটপুট পাওয়া যাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে আমি যদি Longi 355watt এর এই প্যানেলটা যদি নি, এইটাও কি সেই রহিমাআফরোজের মত টেকশই হবে?
অর্থাৎ Longi 355w প্যানেলটি 10/15 বছরের মধ্যে ডামেজ হয়ে যাওয়ার সম্ভবনা আছে কি?
আমার খুব সন্দেহ হচ্ছে কারণ এই প্যানেল দাম রহিমা আফরোজের চেয়েও অনেক কম মূল্য পাওয়া যাচ্ছে মার্কেটে।
আর একটা প্রশ্ন ভাইয়া!
আমি SRNE 30A MPPT কন্ট্রোলার দিয়ে একটা সেটআপ করতে চাচ্ছি 12V 200Ah lead acid ব্যাটারি & 24V এর Longi 355watt এর সাথে আমার পুরানো 12v 130w প্যানেলটা সিরিজে কানেকশন দিতে চাচ্ছি যেহেতু SRNE কন্ট্রোলারটাতে max VOC 100V তাই 24V 355w প্যানেল এর সাথে আগের পুরানো 12v 130w প্যানেলটা সিরিজে কানেকশন দিয়ে ইউজ করবো ভাবছি।
প্রশ্ন হচ্ছে প্যানেল ২টা যেহেতু ২রকম। একই সাইজের না
২টা প্যানেলেরই এম্পিয়ার আলাদা আলাদা সেক্ষত্রে প্যানেলের সমস্যা / প্যানেল ডেমেজ হওয়ার কোনো সম্ভবনা আছে কি ভাইয়া?
বিস্তারিত আপনার মতামত জানাবেন ভাইয়া আমার সব প্রশ্নের উত্তর?
আমি আপনার মতমতের অপেক্ষায় থাকবো ভাইয়া
আপনি যদি রহিম আফরোজ এর ফেসবুক পেজ টা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন তারা নিজেরাই Longi প্যানেলের পোস্ট দিয়েছে এবং সেল করছে। বেশ কিছু পোস্ট নিচে পেয়ে যাবেন। আসলে সব সময় দামের সাথে প্যানেলের কোয়ালিটি নির্ভর করে না। ২৪ ভোল্টের এই প্যানেলগুলো অনেক ভালো কোয়ালিটির কিন্তু দাম তুলনামূলক কম হয়ে থাকে। বিশ্বজুড়েই বড় সাইজের প্যানেল গুলার দাম অনেক কম হয় কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়। এই প্যানেলের সাথে আপনার আগের প্যানেলটি ব্যবহার করবেন না। দুইটার ওয়াট এর পার্থক্য থাকার কারণে সিরিজ কানেকশন করলে বড় প্যানেলটিও ছোট প্যানেলের সমান আউটপুট দিবে যা অত্যন্ত লস প্রজেক্ট। আবার এই দুইটা প্যানেলের মধ্যে ভোল্টেজের পার্থক্য থাকার কারণে আপনি প্যারালাল কানেকশনও করলেও প্রচুর লস হবে।
@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাইয়া,
আরেকটা প্রশ্ন ভাইয়া?
আমি SRNE 30A MPPT কন্ট্রোলারটা নিবো ভাবছি এবং সাথে 550W এর Longi প্যানেলটা ব্যবহার করবো।
এখন প্রশ্ন হচ্ছে - আমি SRNE 30A Mppt কন্ট্রোলারটি'র ইউজার মেনুয়ালে দেখছি এটি 12V সিষ্টেমে সর্বোচ্চ 400W প্যানেল সার্পোট করবে।
বাট আমি Longi 550W প্যানেল ইউজ করতে চাচ্ছি, আর এই 550W প্যানেল থেকে তো কখনই 550W আইটপুটপাবো না আমরা, আপনার ভিডিও'তে দেখেছিলাম আমি আপনি আপনার 355W Longi প্যানেল থেকে 250W এর কাছা কাছি পাচ্ছিলেন আউটপুট। সে'হিসেবে 550W প্যানেল থেকে 390W বা 400W এত মত পাওয়া যাবে।
কন্ট্রোলারে যেহেতু 12V 400W সার্পোটেড!
এবং আমি কন্ট্রোলার থেকে এম্পিয়ার লিমিট করে ইউজ করবো। 18A / 20A এইরকম এম্পিয়ার লিমিট করে ইউজ করবো হাই এম্পিয়ারে ব্যাটারি চার্জ করলে ব্যাটারির লাইফ টাইম কমে যায় তাই এম্পিয়ার মেইনটেইন করে চালাবো।
এম্পিয়ার লিমিট করি বা না করি
সেক্ষেত্রে আমার 550W প্যানেল থেকে যদি কোনো ভাবে 400W এর বেশি আউটপুট আসে তবে কন্ট্রোলারের কোনো সমস্যা হবে কিনা?
40A কন্ট্রোলারটি নেওয়ার মত বাজেট নেই, 30A টা নিবো ভাবছি
আশা করি প্রথম বারের মত এবারও উত্তর দিবে।
ধন্যবাদ ভাইয়া কষ্ট করে আমার এতো বড় টেক্সটা পড়ার জন্য
আপনার এনালাইসিস একদম সঠিক। কোম্পানি ৪০ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে বললেও আসলে বছরের বেশিরভাগ সময়ই ৩০ এম্পিয়ারের বেশি লাগবে না। আর যদি বছরের কোন একটা নির্দিষ্ট সময় আবহাওয়া ভালো থাকার কারণে ওয়াট বেশিও আসে তাও কোন ভয় নাই(আসলে আসবে না)। কারণ সোলার প্যানেল কখনোই কন্ট্রোলার/ব্যাটারি/লোড কে এম্পিয়ার পুশ করে না, কন্ট্রোলার যতটুকু ডিমান্ড করে সোলার প্যানেল ঠিক ততটুকু পাওয়ার প্রোভাইড করে যদি available থাকে। 30A কন্ট্রোলার তার নিজের চেয়ে বেশি এম্পিয়ার ডিমান্ড করবে না। কোম্পানি বেশি এম্পিয়ারের কন্ট্রোলার নিতে বলে কারণ আপনি যেন প্যানেলের সম্পূর্ণ পাওয়ারটাকে ব্যবহার করতে পারেন। বাংলাদেশের আবহাওয়াতে প্যানেলের সম্পূর্ণ আউটপুট পাওয়া সম্ভব না তাই বেশি এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার নেওয়ার কোন মানে হয় না।
@@TechnologyBanglaShahin Thanks a lot vaiya
দোকান এর জন্য বিদ্যুৎ ব্যবহার না করে
একটা ১৫০ লিটার এর ফ্রিজ ২ টা ফ্যান ৪/৫ এলএইডি লাইট একটা জুসার মেসিন চালাতে আমার কত ওয়াট সোলার সিস্টেম ব্যবহার করতে হবে?
শুধু দিনে সোলার থেকে চালানোর জন্য হলে খরচ কম হবে। এক্ষেত্রে রাতে সরাসরি কারেন্টের লাইনে সবকিছু চলবে।
তবে আপনি যদি রাত দিন ২৪ ঘন্টা সোলারে চালাতে চান, সারারাত ফ্রিজ চালাতে চান তাহলে বেশি ব্যাটারি ব্যাকআপ লাগবে। জুসার যদি 1 হাজার ওয়াটের মধ্যে হয় তাহলে আপনি মিনিমাম দেড় হাজার ওয়াট সাপোর্ট দেয় এমন ইনভার্টার ব্যবহার করবেন। সাথে এক হাজার ওয়াটের সোলার প্যানেল। 200Ah ব্যাটারি ব্যবহার করবেন। সোলার সিস্টেম প্রয়োজনের চেয়ে বেশি install করতে হয় কারণ আবহাওয়া খারাপ থাকলেই এগুলো আউটপুট অনেক কমিয়ে দেয়। সারারাত ফ্রিজ চালানোর দরকার না হলে ব্যাটারি একটু ছোট নিতে পারেন।
30% লস তাপমাত্রার কারণে। এর আগে ওয়ালটন, সুপারস্টার সেগুলোও দেখেছিলাম। ওয়ালটন দেখছি সবচে' খারাপ আউটপুট দেয়! আর শিলা বৃষ্টিতো দিন দিন কমন হয়ে যাচ্ছে। এর থেকে প্যানেল রক্ষা করার উপায় কী?
উচ্চ তাপমাত্রা সোলার প্যানেলের খুব বড় শত্র। সূর্যের তীব্রতা ও এটমোস ফেয়ার ক্লিয়ার থাকলেও শুধুমাত্র তাপমাত্রা বেশির কারণে সোলার প্যানেল থেকে ভালো আউটপুট পাওয়া যায় না।
ছোটখাটো শিলা বৃষ্টিতে সোলার প্যানেলের কিচ্ছু হয় না। খুব বড় ধরনের শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলে সোলার প্যানেলের উপরে ভেজা বস্তা বিছিয়ে দিলে প্যানেলের আর কোন ক্ষতি হয় না।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি..স্যার আমার একটা বিষয়ে জানা বিশেষ জরুরী আমার বাড়িতে ***ওয়াল কেটে দিল ওয়ারিং এর পাইপ বসাবো ডিসি সিস্টেম করার জন্য লাইন টানবো..
***কারেন্টের লাইন টানবো .
***এখন কথা হল কন্ট্রোলার থেকে রুম পর্যন্ত মেইন লাইনে কোন তার ব্যবহার করব..
***রুম থেকে লাইট ফ্যান এর জন্য কোন তার ব্যবহার করবো..সিঙ্গেলের তার নাকি ডবল কোরের তার..ফোনটা আমার জন্য ভালো হবে..
***এবং সোলার থেকে POWMR 30AH সার্চ কন্ট্রোলার পর্যন্ত
***লুঙ্গি ৩৫৫ ওয়াটের সোলার প্যানেল দিব২৪ ভোল্টের সোলার প্যানেল থেকে কন্ট্রোল আর পর্যন্ত কোন তার ব্যবহার
করব
আশা করি স্যার সব উত্তর দিবেন..আমি ডিসি সিস্টেম করবো স্যার..কনসিল ওয়ারিং করবো ওবালের ভিতরে.থেকে.আপনার সাজেশন শুনে তার কিনব...ধন্যবাদ স্যার
শাহিন ভাই, আমার ১২ভোল্টের হ্যামকো প্যানেল আছে ৮ টি(১০৪০ ওয়াট)। এই প্যানেলের সাথে Longi প্যানেল সিরিজ বা প্যারালাল করা যাবে কিনা? কোন অসুবিধা হবে কিনা?
১২ ভোল্টের হ্যামকো প্যানেল দুইটা দুইটা করে সিরিজে সংযুক্ত করলেই ৪টি ২৪ ভোল্টের স্ট্রিং হবে। এই ৪টি স্ট্রিং Longi প্যানেলের সাথে তখন প্যারালাল কানেকশন করতে পারবেন।
এই ৪টি স্টিং এর সাথে Longi সিরিজ করে১২০ ভোল্ট করলে কোন সমস্যা হবে কিনা? বা হাইব্রিড h-invator সংযুক্ত করতে কিভাবে ভালো হবে?
@jahangirhossain1890 আলাদা আলাদা ওয়াট এর প্যানেল বা স্ট্রিং সিরিজ করলে প্রচুর পাওয়ার লস হয়। ভিন্ন ওয়াট এর প্যানেল বা স্ট্রিং প্যারালাল কানেকশন করলে সমস্যা হয় না। হাইব্রিড মেশিনগুলোতে বেশি পরিমাণ ভোল্টেজ এর সোলার ইনপুট দরকার হয়। এটা করার সময় সেম ওয়াটের প্যানেল সিরিজে সংযুক্ত করে করার চেষ্টা করবেন।
৩৫৫ ওয়াট প্যানেলের জন্য ১৩০ Ah ব্যাটারী হলে চার্জ কন্ট্রোলার কত অ্যাম্পিয়ার হলে ভাল হবে?
এবং ৫৮০ ওয়াট প্যানেলের জন্য ১৫০ Ah ব্যাটারী নিলে চার্জ কন্ট্রোলার কত অ্যাম্পিয়ার নিতে হবে?
আপনার সময় ও সুযোগ হলে উত্তর দিয়েন।
ধন্যবাদ ভাইয়া
STC সমস্যার কারণে কোনো প্যানেল পুরোপুরি আউটপুট দেয় না, এজন্য ৩৫৫ ওয়াট প্যানেলের সাথে ২০ এম্পিয়ার এবং ৫৮০ ওয়াট প্যানেলের সাথে ৩০ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যবহার করলেই যথেষ্ট।
Vai ami 12 volt solar nite chasci ..vai konta nile valo hoi
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন।
মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় ধরনের সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো একটু দাম কম হলেও মান খুব ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc.
নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
আসসালামু আলাইকুম
আমি একটা ডিসি সোলার সেটআপ করতে চাই। আমি ডিসি সেটাপের জন্য ২৪ ভোল্ট সোলার লাগাতে চাই। আমার ৪/৫টা সোলার ফ্যান -৬/৭ টা লাইট, রাউটার অনু এগুলো দিনের বেলায় সম্পূর্ণ সোলার থেকে চালাইতে চাই এবং রাতে ব্যাটারি থেকে এজন্য আমার কি কি ইকুপমেন্ট দরকার! যদি আমাকে একটু ধারণা দিতেন তা হলে উপক্রিত হতাম। ধন্যবাদ।।
অলাইকুম আসসালাম। সোলার ফ্যানগুলো কি টেবিল ফ্যান নাকি ডিসি সিলিং ফ্যান আর বাল্ব গুলো কত ওয়াট এর ব্যবহার করবেন সেটা উল্লেখ করেননি। এছাড়াও সবগুলো লোড কি একসাথে চালাবেন নাকি কিছু লোড সবসময়ের জন্য চলবে সেটাও উল্লেখ করেননি। আবার বাজেট জানলে লিড অ্যাসিড অথবা লিথিয়াম ব্যাটারি সাজেস্ট করা যেত। যাইহোক, নরমালি আপনি এমন একটি সেট আপের জন্য 130Ah ব্যাটারি এ 355 ওয়াট 24 ভোল্টের প্যাটেল ব্যবহার করতে পারেন। সাথে SRNE কোম্পানির 20 এম্পিয়ারের MPPT কাজ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন।
@TechnologyBanglaShahin #আসসালামু আলাইকুম। স্যার আমি সব সময় ২/৩ টা সিলিং ফ্যান প্রায় ১৮/২০ ঘন্টা ব্যাবহার করবো এবং দিনে ১/২ টা ১০ ওয়াটের লাইট এবং রাতে ৫/৬ টা লাইট ঘুমানোর আগ পর্যন্ত ব্যবহার করব। আমি পানি ব্যাটারি ব্যবহার করব। স্যার আমি আপাতত চাচ্ছি যে একটু খরচ বেশি হলেও এমন একটা সেটআপ করতে যে ভবিষ্যতের লং টাইম ডিসি সেটাপ চালাতে পারি । এজন্য কোন সোলার প্যানেল কোন ব্যাটারি এবং তার ব্যবহার করতে পারি যদি আমাকে একটু বিস্তারিত বলতেন আমি উপকৃত হতাম
আমার বুঝতে সমস্যা হচ্ছে যে আমি যদি সোলার প্যানেল বেশি ইউজ করি তাহলে ব্যাটারীতে কি কোন সমস্যা হবে কিনা এবং দিনে আর প্যানেল থেকে সব লোড চালানো যাবে কিনা। যাতে করে দিনে ব্যাটারি ফুল চার্জ থাকে এবং রাতে ব্যাটারি থেকে সারারাত চালাতে পারি
আসলে কমেন্টে তো আর সব ডিটেলস বলা যায় না আপনি এটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে সরাসরি ফোন দিতে পারেন। 01758188500
Vai longi vs fortune konta nile valo hobe?
Longi কিছুটা বেটার।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই❤️
আসসালামুয়ালাইকুম ভাই এই প্যানেলটা আপনি কোথা থেকে কিনেছেন?
২০০ এম্পিয়ার টল টিউবুলার ব্যাটারি চালানো যাবে এই প্যানেল দিয়ে আর ফুল চার্জ হবে?
হ্যাঁ চালানো যাবে তবে ব্যাটারি সারাদিনে ফুল চার্জ হবে না যদি ব্যাটারি একেবারেই খালি থাকে। সেক্ষেত্রে আরো ৫০ থেকে ১০০ ওয়াট প্যানেল বেশি হলে এটার সমাধান হবে অথবা ব্যাটারি যদি 150Ah হয় তাও ভালো ভাবে ফুল চার্জ হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে আমরা বেশিরভাগ সময়ই ব্যাটারি কিন্তু পুরোপুরি খালি করি না। তাই এই প্যানেলটি 200Ah এর ব্যাটারির ক্ষেত্রে অনেকের কাছেই ব্যবহার উপযোগী হবে।
আচ্ছা আমার একটা প্রশ্ন কিছু প্যানেল এমন ২৮-৩০ টাকা আবার কিছু ৫০ টাকার উপরে । কেন এই তারতম্য ?
বড় প্যানেল আর ছোট প্যানেলের মধ্যে তারতম্যটা কোয়ালিটির দিক থেকে বিবেচনা করলে ঠিক হবে না। ২৪ ভোল্টের বড় বড় প্যানেলগুলো সাধারণত কোয়ালিটি খুব ভালো হয় কিন্তু দাম অত্যন্ত কম হয়। ২৪ ভোল্টের বড় প্যানেলগুলো ম্যানুফ্যাকচার করতে কোম্পানির খরচ অনেক কম হয়। তবে ১২ ভোল্টের মধ্যে বিভিন্ন দামের প্যানেল দেখা যায় যেগুলোর মধ্যে কোয়ালিটির কিছুটা পার্থক্য থাকে।
আসসালামু আলাইকুম স্যার আপনি যে ব্যাটারিটা দিয়ে চেক করেছেন সেই ব্যাটারির দাম কত এবং কোন কোম্পানির দয়া করে বলবেন
অলাইকুম আসসালাম। এটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি (LiFePO4)। এটার 12V 100Ah এর দাম 30 থেকে 32 হাজারের মধ্যে। Liwatt ও Headway এই দুইটা কম্পানির পাবেন। দুইটারই পারফরমেন্স সেম কারণ ভিতরে সেম কোম্পানির সেল ব্যবহার করা হয়েছে।
@@TechnologyBanglaShahin স্যার আপনি কোথায় থেকে সংগ্রহ করেছেন। অগ্রিম ধন্যবাদ
আমি রহিম আফরোজ ট্রল টিউবলার ১৩৫ ব্যাটারির সাথে কত ওয়াট সোলার প্যানেল লাগাতে হবে।সব চেয়ে ভালো কোন সোালর প্যানেল হবে।
প্লিজ জানাবেন।
এই ব্যাটারির সাথে 260 ওয়াট এর আশেপাশে।সোলার প্যানেল ব্যবহার করলে ভালো পারফরম্যান্স পাবেন। ১২ ভোল্টের প্যানেল নিতে চাইলে সুপারস্টার, রহিম আফরোজ, ওয়ালটন, ফরচুন ইত্যাদি নিতে পারেন।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
বর্তমান সুপার স্টার ১০০ ওয়াট সোলার গুলোর মান কেমন??? কিনলে কি ভালো আউটপুট পাবো??? নাকি অন্য কোনো সোলার কিনবো???
ভাই আমার একটা বিষয় জানা খুব জরুরী। আমার একটি ১২ ভোল্টের ১০০ ওয়াট সুপারস্টার মনোপ্যানেল আছে। আমি কি এই প্যানেলের সাথে ১২ ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারব সিরিজ বা প্যারালাল কানেকশন করে? মানে ১২ ভোল্টের সাথে কি ২৪ ভোল্ট সোলার প্যানেল প্যারালাল কানেকশন বা সিরিজ কানেকশন করা যায়?
আপনার ১২ ভোল্ট প্যানেলের সাথে আরেকটি ১২ ভোল্ট প্যানেল প্যারালাল ও প্রয়োজনে সিরিজ কানেকশন করে ব্যবহার করতে পারবেন। কিন্তু ১২ ভোল্টের প্যানেলের সাথে ২৪ ভোল্টের প্যানেল প্যারালাল কানেকশন করলে অনেক আউটপুট লস হয়।