আপনার আবিস্কার প্রশংসনীয়। আপনার কাজ আপনাকেই এগিয়ে নিতে হবে, কেউ আসুক বা না আসুক, নিজেই মার্কেটিং এর মাধ্যমে দেশের আইন মেনে এগিয়ে যান। আল্লাহ সফল করুন। আমিন।
ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য, আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে আমার ভিডিওটা মানুষের জন্য এত প্রয়োজনীয়, সত্যিই এখন আমি বুঝতে পারছি, শুধু দেশে নয় দেশের বাহির থেকে অনেকেই ফোন দিচ্ছে আমার মত অধমকে, এই কারণে আমি আরো পর্যবেক্ষণ করতেছি যাতে আমার দ্বারা মানুষের ক্ষতি না করে কিছু উপকার করতে যদি পারি, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করছি, আমার জন্য দোয়া করেন, আমি যেন দেশ ও জাতিকে কিছু উপহার দিতে পারি, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম,,, স্যার আপনার জন্য আমি আমার বাড়ির সোলার সিস্টেমের কাজ অফ রেখছি। মূলত যাদের কাছে থেকে প্রজেক্ট ( ৫ কিলোওয়াট) করে নিব, তাদের সাথে আলোচনা শেষ করার পরে আপনার ভিডিও দেখতে পাই, এবং তাদেরকে না করে দেই। স্যার, এখন আপনার ভিডিওর অপেক্ষায়,,,,। আপনি যেদিন আমাদের শেখাবেন, ইনশাআল্লাহ তখন আমি আমার বাড়ির সোলার সিস্টেমের কাজ করবো।
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
জনাব আপনি এই প্রজেক্টটা অনেক সুন্দরভাবে গুছিয়ে একটা প্লান এর মাধ্যমে করার চেষ্টা করবেন । যাতে করে আপনার মাধ্যমে একটি ড্রয়িং নিয়ে যে কেউ এটা করতে পারে। মানুষ নিজ খরচে এটা করলেও আপনার জন্য অনেক দোয়া করবে। ইনশাআল্লাহ।
সরকারের উচিত এ সকল মেধাবীদের মেধার যথাযথ মূল্যায়ন করা।এ ক্ষেত্রে বড় বড় কোম্পানি ও এগিয়ে আসতে পারে। বিশেষ করে এ সকল আবিষ্কার কে দ্রুত ছড়িয়ে দিতে মিডিয়ার ও বিশেষ ভূমিকা পালন করতে হবে। পরিশেষে আমি নিজে একজন শিক্ষক হিসেবে ওনার আবিষ্কারে আমি ও গর্বিত।
আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কাজ কিছু করতে পারি, আপনি বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন আপনার জন্য দোয়া রইল,
He made few engineering misconception here, lets talk about it 1. 12v can not make 1200 watt? It's a lie. even 5 volt can make 1200 Watt if you give enough Ampere to it which is 240 A. Now do you know how thick a 240 A Cable is and how expensive it is? 2. Parallel operation of inverter is very much possible, even whole world do this in solar power plant. 3. Now lets do the math, 4pc 12V 130 Ah battery, which gives me 6240 Watt hour energy, now solar battery have 50% depth of charge, so, you can only take out half of this energy, that means 3120 watt hour energy is useable here. he uses a 2000 watt solar panel, in a good day this panel at 70% max efficiency it will generate 1400 Watt energy. In a good day in Bangladesh, you get 5 to 6 hour good sunlight which will give the solar panel effectively produce 7000 Watt hour energy at max. So there is no magic here, no innovation here. Now calculation for the AC side, 4pc 3000 Watt inverter, has the AC power capacity of 12 kW in theory, but for AC power you need to calculate for the reactive load, which can be calculated using the power factor. the reason some inverter can not take more then 1000W because rest of the power is wasted in reactive power. So he can genuinely get 4000 w using 4 inverter. Now the last and the most interesting part, conservation of energy. as mentioned before the battery has a storage power of 3120 Watt hour. If the inverters are run in max capacity which is in his word 5000 Watt AC, the system will discharge in a hour. Because stored energy is used up. Think it like a water tank, filling up with a small pipe (2000W), and using it up with a large pipe (5000W), amount water is same. Nice try but sorry, conservation of energy is fundamental. Thanks@@ahmselimmaster7980
DC bus short kore dekte paren. Shetai ekmatro upai eishob bangla inverter parallel korar. AC output synchronize na hole parallel kora shomvob na. loop create hobe. Grid e generator jevabe parallel e shobai ekshathe thake. Parallel inverter onek jaigai use kore. Load o equally share kore. egulo synchronize thake ekta arektar shathe. same frequency, same valtage, same instantanios phase angle.
চার্জিং কন্ট্রোলার এবং ইনভার্টার কিভাবে সংযোগ করলেন একসাথে এই নিয়ে একটি ভিডিও করলে দেশ ও জাতি জানতে পারবে এবং আপনার প্রতি উৎসাহিত হয়ে সবাই নিজের পরিবারের জন্য এরকম প্রজেক্ট তৈরি করতে উৎসাহিত হবে
মাশাআল্লাহ্ ... আল্লাহ আপনাকে যে প্রতিভা দিয়েছেন তা দিয়ে অবশ্যই দেশ ও দশের উপকার হবেই হবে... আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে নেক হায়াত দান করেন... সাথে সাথে আরো এমন অনেক কিছু মানুষের মাঝে নতুন আবিষ্কার করে দিতে পারেন যাতে অনেকে তা ব্যবহার করে সাবলম্বী হতে পারেন....
আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের দেশের এই জন্য অমূল্য সম্পদ। আপনি আপনার নিজস্ব আবিষ্কার সকলের মাঝে ভাবে বিলিয়ে দিচ্ছেন। যা অবশ্যই অনেক মহৎ হৃদয়ের একজন ব্যক্তি হলেই করা সম্ভব। তবে আপনার কাছে যদি কেউ এই বিষয়ে সাহায্য চাই। আশা করি আপনি অবশ্যই তাকে এই বিষয়ে সাহায্য করবেন। এবং আপনার হাদিয়া বা পারিশ্রমিক সহনশীল রাখবেন । ইনশাল্লাহ আমাদের বাঙালি জাতি এবং আমাদের বাংলাদেশ। আপনার দ্বারা উপকৃত হবেন। আল্লাহর কাছে আপনার নেক হায়াত এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন।
ভাই আমি একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র বাংলাদেশ সব পাওয়ার স্টেশন যদি এক লাইনে যুক্ত করা যায়। এত সামান্য ইনভার্টার। যে কোনো AC লাইন কে সংযুক্ত করতে হলে 3 টি শর্ত পুরন করতে হয়। 1) ভোল্টেজ সেম হতে হবে 2) হার্জ সেম হতে হবে 3) ফেজ এংগেল সেম হতে হবে এর যে কোন একটি না মানলে 3 ফেজ লাইনের ন্যয় আলাদা ফেজ হয়ে যাবে। আর ওনার সব ইনভার্টার একি ব্রান্ডের হওয়া হয়ত এই শরত 3 টি খুব সহজে পুরোন করেছে। তাই কোন সমস্যা হয়নি। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে এই সাধারণ পদ্ধতি টি জানি। তাই এই সিম্পল কাজের জন্য অনাকে কেউ পাগল বলবে না। আর বললেও উনি যাদের কাছে প্রশ্ন করেছেন তারা হয়ত নামে ইঞ্জিনিয়ার কাজের না। তবে উনি ভালো একটা কাজ করেছেন।
ভাই আমি একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র বাংলাদেশ সব পাওয়ার স্টেশন যদি এক লাইনে যুক্ত করা যায়। এত সামান্য ইনভার্টার। যে কোনো AC লাইন কে সংযুক্ত করতে হলে 3 টি শর্ত পুরন করতে হয়। 1) ভোল্টেজ সেম হতে হবে 2) হার্জ সেম হতে হবে 3) ফেজ এংগেল সেম হতে হবে এর যে কোন একটি না মানলে 3 ফেজ লাইনের ন্যয় আলাদা ফেজ হয়ে যাবে। আর ওনার সব ইনভার্টার একি ব্রান্ডের হওয়া হয়ত এই শরত 3 টি খুব সহজে পুরোন করেছে। তাই কোন সমস্যা হয়নি। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে এই সাধারণ পদ্ধতি টি জানি। তাই এই সিম্পল কাজের জন্য অনাকে কেউ পাগল বলবে না। আর বললেও উনি যাদের কাছে প্রশ্ন করেছেন তারা হয়ত নামে ইঞ্জিনিয়ার কাজের না। তবে উনি ভালো একটা কাজ করেছেন।
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
ভাই ইনভারটার যদি নিজের প্রযুক্তি দিয়ে আবিশকার করতেন তাহলে বলতে পারতাম কিছু একটা করেছেন। সবগুলু ইনভারটার চাইনিজ এগুল সমস্যার সৃষ্টি করে।ধার করা প্রযুক্তি দিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না ।গবেশনার পরিধি আর ও বারান।আর অ্যান্ড ডি বলতে একটা কথা আছে।ধন্যবাদ।
আপনার প্রজেক্ট সত্যিই প্রসংশনীয়, যদি প্রজেক্টগুলি ভেঙ্গে ছোট ছোট আকার অথাৎ অল্প দামের করতে পারতেন তাহলে আরো বেশি ভালো হবে জনাব..। সব শ্রেণী পেশার মানুষ কিনতে আগ্রহী হবে।
আচ্ছা সে সোলার প্যানেল, ব্যাটারি, ইনডার্টার ইত্যাদি বাজার থেকে কিনে বিদ্যুৎ উৎপাদন করেছেন বলে আপনি খুশি হতে পারলেন না! তাহলে আপনি এর চাইতেও উন্নত একটা কিছু করে দেখান তো । আসলে এখানেই আমাদের সমস্যা। আমরা অন্যের উন্নতি/আবিষ্কার/সফলতায় খুশি হতে পারি না। আপনাকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল।
@adbulkader. আপনি growatt solar inverter টা একটু দেকে রিপ্লাই দিয়েন। আর এখানে যে lead aicd battery ব্যবহার করা হয়েছে তার আয়ুষ্কালটা কত হবে জানেন। না জানলে একটু এই সম্পর্কে দেখে নিন। জানতে হলে ভালোটা জানেন। অযথা আউল-ফাউল জেনে টাকা নষ্ট করা। সময় নষ্ট করা হয়
Wonderful. Salaam n thank you v much. please don't explain everything. Others will copy. Please show how many bulbs are giving light. May Allah help you expand more. I'm sooooo proud of you. Please look at internet/books to do better n better. Fi Amanilla. High regards.
অামি যতটুক বুঝতে পেরেছি, উনি 12volt 130ah চারটি ব্যাটারি ব্যবহার করেছেন, প্রত্যকটির ব্যাটারির Dc থেকে Ac Current করার জন্য অলাদা অলাদা চারটি inverter ব্যবহার করেছেন, তারপর inverter গুলোকে প্যারালাল সংযোগ দিয়েছেন, যাতে করে বিদ্যুৎ ২২০ ভোল্ট অাছে কিন্তু watt বৃদ্ধি পেয়েছে। এবার অাসা যাক চার্জে উনি ব্যাটারি গুলোকে চার্জ করার জন্য সোলার প্যানেল ব্যবহার করেছেন, যাতে তিনি চারটি ব্যাটারির জন্য ২টি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেছে যাতে ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে auto ভাবে cut হয়ে যাই। অাপনারা যারা simple এর মধ্যে এই সিস্টেম করতে চাচ্ছেন তারা কমেন্টে জানান।
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
এত খাটা খাটি না করে বাজারে এখন অনেক উন্নত মানের স্মার্ট সোলার হাইব্রিড সিস্টেম পাওয়া যাচ্ছে। যাতে অনেক সেফটি ফিচার রয়েছে এবং আউটপুট শর্ট সার্কিট প্রটেকশন দেয়া হয়েছে এবং ফুল সাইন ওয়েভ। এক্ষেত্রে বলে রাখি আপনি যদি 48 ভোল্টের ইনভার্টার ব্যবহার করতেন তাহলে আপনার আউটপুট লোড আরো বেশি পেতেন। আপনি গবেষণা চালিয়ে যান তবে আপনার আরো অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে। আপনার জন্য শুভকামনা রইলো। রইলো।
ji 12 volt er system loss onek beshi. DC 48 volt 72 volt othoba 110 volt er inverter gular system loss onek kom. ar 220 VDC inverter gular syetm loss to onek kom karon oikhane voltage step up kora lagena. 220 VDC theke 220 VAC shorarshori pawa jai
ভাই গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমি আবিষ্কার শব্দটি বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ইউটিউব ভাই যখন আমাকে বলেছেন আপনি কি আবিষ্কার করেছেন, উত্তরে আমার আবিষ্কার কথাটি চলে এসেছে, আমি প্রথমে প্যানেলের ওখানে দাঁড়িয়ে বলেছি যে, আমি কি আবিষ্কার করেছি এটা বড় কথা নয়, আমার আগেও হয়তো কেউ এটা আবিষ্কার করেছে, আমার জানা নেই আমার আগে কেউ বাংলাদেশে এইভাবে বাড়ি থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে কিনা, যদি কেউ বিচ্ছিন্ন না করে থাকে, তাহলে আমি প্রথম ব্যক্তির যে সরকারের ভর্তুকি দেওয়া বিদ্যুৎ ব্যবহার করতেছি না। আমার এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য বাণিজ্যিক নয়, ব্যবসার জন্য নয়, আমি সচেতনতা বা এইভাবে একটি পরিবার স্বনির্ভর বিদ্যুৎ দ্বারা পরিচালিত করা যায়, এইটাই জানানোর জন্য ভিডিওটি পোস্ট করেছি, আমার মত শিক্ষক বাংলাদেশের লক্ষ লক্ষ জন আছেন, সরকারি চাকরিজীবী লক্ষ লক্ষ জন আছেন, বাংলাদেশে অনেক বিত্তবান ব্যক্তিগণ আছেন, আমি অনুরোধ করব, আমার মত আপনিও আপনার পরিবারটি সোলার প্যানেল থেকে চালান, তাহলে এই দেশে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাতেও কোন দিনের জন্য লোডশেডিং হবে না, বিদ্যুতের ঘাটতি আর হবে না। তাহলে দেশ উপকৃত হবে জাতীয় উপকৃত হবে আপনি নিজে ২৪ ঘন্টা বিদ্যুৎ পাবেন। আমার সমালোচনা করার জন্য ধন্যবাদ, আসলে এটি আমার সবেমাত্র শুরু, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের মানুষের কল্যাণমূলক কোনো সেবা দিতে পারি। আমিন, ধন্যবাদ।
যেহেতু যথেষ্ট পরিমাণে চার্জ থাকে তাই একটি ছোট এসি রুমের কন্ট্রোল রুম তৈরি করতে পারেন। এতে রুম সব সময় ঠান্ডা থাকার কারণে রেজিস্ট্যান্স কম হবে এবং ডিভাইসের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। ইনভার্টারে কুলিং ফ্যান রাখলে ইনভার্টার ভালো থাকবে। আমি একজন ইঞ্জিনিয়ার, যা বুঝলাম এটা দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য অবশ্যই একটি কুলিং রুমের প্রয়োজন হবে। তাছাড়া নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারলে আপনি দীর্ঘ ১৫ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আরো অধিক লোড বহন করতে পারবে।
Masa Allah marhaba Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Alhamdulillah Alhamdulillah Onek sundor kotha bolesan masa Allah marhaba Allahu akbar Allahu akbar
Mosfet gate control signal ta ekta inverter theke niyese, ar baki supply independently niyese. Pore output ek kore diyese, ar ata shombov karon frequency mile jawar jonne
আপনাকে ধন্যবাদ। আপনি ভিডিও করে যে তথ্য জনগনকে দিলেন, তার সত্যতা যাচাই এর জন্য কারিগরী তথ্য প্রদান করলে বিশ্বাস যোগ্য হবে। please provide circuit drawing, equipment specification if understand.
আপনার আবিষ্কার অবশ্যই প্রসংশনীয়, আমিও চাই ভবিষ্যতে বিদ্যুতের বিকল্প কিছু তৈরি হোক যাতে মানুষ একটু সস্তি পায়, আপনার নাম্বার টা যদি একটু দিতেন তাহলে অপকৃতি হতাম।
মাত্র ৪ ব্যাটারি দিয়ে ৫০০০ ওয়াট সর্বোচ্চ ১ঘন্টা ৩০ মিনিট নেয়া সম্ভব!! আর ২০০০ ওয়াট থেকে ৫০০০ ওয়াট উতপাদন করা কখনো ই সম্ভব না!! এটা ফিজিখস এর নিয়ম অনুযায়ী অসম্ভব!! দয়া করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না!!
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, আসলে ভাই একটা রাইস কুকার ১০০০ ওয়ার্ড, মটর ১০০০ ওয়াট, ম্যাজিক চুলা ২০০০ ওয়াট, ফ্রিজ টিভি লাইট সবকিছু মিলেই হবে পাসওয়ার্ড ৫০০০ ওয়াট, কখনোই একটানা দেড় ঘন্টা সবকিছু চালু রাখতে পারবেন না, কারণ মোটর 10 মিনিট চলতেই টাংকি ভুল হয়ে যাবে, ফ্রিজ দশ মিনিট লোড নেওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, রাইস কুকার ৩০ মিনিটের মধ্যেই ভাত হয়ে যাবে আপনি কখনোই ৫০০০ ওয়ার্ড একটানা চালাতে পারবেন না আমি বলেছি ২৪ ঘন্টা বাড়ি ব্যাকআপ দেয়। প্রয়োজনে আমাকে কল করতে পারেন, ধন্যবাদ
ইনভার্টারের কানেকশন গুলো যদি ডায়াগ্রাম একে দেখাতেন। তাছাড়া বারতি কোন পার্টস্ যোগ হয়েছে কিনা ইনভর্টারে তাও বললে আরো সুবিদা হতো। আসা রাখি সামনের পর্বে পাবো। ধন্যবাদ।
This is why education is so important. Please educate yourself and try to know the real meaning of something new discover and what is research and development 😢😢😢
Too err is human. Do something yourself and then catch others' mistakes, I just said he made electricity by combining old technology with new technology. This is his success. By paralleling low-cost inverters, using electricity through an output. This is his invention. you understood. thanks
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। আপনি যদি একান্ত ভাবে চান তাহলে করে দেওয়া যাবে। আসলে তিনি তার সেটআপটা নিজের জন্য করেছেন ব্যবসায়িক উদ্দেশ্য করেন নি।
আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার আবিষ্কারকে শ্রদ্ধা জান্নাচ্ছি। আমার মনে হয় এখানে ইনভার্টার স্হাপন না করে আইপিএস স্হাপন করলে অনেক ঝামেলা কমত। আপনি চাইলে একটি আইপিএস দিয়েই করতে পারতেন। বর্তমানে 1k/2k ips পাওয়া যায়।
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
@@AdilTecBDযতোটুকু করেছেন, সেটিও যুগান্তকারী। যদি এসি এবং ওভেন চালানো সম্ভব হয়, তাহলে আপনার এই গবেষণার ফলাফল পুরো দেশকে বদলে দেয়ার মতো একটি প্রযুক্তি হবে।
তিনি পুরাতন প্রযুক্তির যে ইনভার্টার সেগুলোকে মডিফাই করে যা সকল ইনভার্টার গুলোর বিদ্যুৎ কে একত্রিত করে একটি আউটপুট এর মাধ্যমে সাপ্লাইয়ের উপযোগী করেছেন এটি হচ্ছে তার আবিষ্কার
@@AdilTecBDিডিও যে বিষয় নিয়ে তৈরি করা সেই বিষয়টিকে দেখানো হয়নি যেমন কিভাবে চারটি ইনভার্টার একত্রিত করে একটি আউটপুট লাইন করেছে এবং কিভাবে সোলার এর লাইন থেকে কন্ট্রোলার এর মাধ্যমে ব্যাটারি চার্জিং সেট করেছে ভালো করে বোঝানো হয় নাই শুধু এটাই বুঝলাম ব্যাটারিগুলো প্যারালাল লাইন এবং সোলার প্যানেল গুলু সিরিজ লাইন।😢 এই ভিডিও করে কি লাভ
সত্যিই অবাক হয়েছি কিভাবে একজন মানুষ 12 ভোল্টের ব্যাটারি কারেন্ট 220 ভোল্ট এসিকে আবিষ্কার করার দাবি করতে পারে? এটি একটি ইনভার্টারের মাধ্যমে 12 ভোল্ট DC থেকে 220 ভোল্টের AC তৈরির একটি সাধারণ সিস্টেম, যা অনেক গ্রামবাসী মিয়ানমারের গ্রামে একই সিস্টেম তৈরি করে 20 বছর আগে মিয়ানমারে I
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য,,তিনি বিদ্যুৎ আবিষ্কারের দাবীদার না,, তিনি কম দামি ইনভাটার গুলোকে একত্রিত করে একটি আউটপুট এর মাধ্যমে বেড় করেছেন,,,, লোকাল ইন্ভাটার গুলো সিনক্রনাইজিং করা খুবই কষ্টকর,, ফ্রিকোয়েন্সি আপডাউন এর কারণে বাস্ট হয়ে যায়,,, সেই কাজটি মডিফাইয়ের মাধ্যমে মাধ্যমে চারটি ইনভার্টার একত্র করে একটি আউটপুটে বের করেছেন,,,, এটাই তার সাফল্য,,,, ভিডিও থাম্ব মেলে বলা হয়েছে পুরাতন প্রযুক্তির সাথে নতুন প্রযুক্তির সমন্বয় ,,, misunderstanding
আরো ২ বছর আগে ১২ ভোল্টের ৩ টা ব্যাটারি ও ৪ টা প্যানেল প্যারালাল কানেকশন করে ২০০০ ওয়াট ইনভার্টার। রিলের মাধ্যমে অটোকাট করে ২ বছর ধরে ব্যবহার করছি।আমি অটোরিকশার পুরাতন ছাই ব্যাটারি ব্যাহার করি।আমার টোটাল খরচ ১১০০০ টাকা
ভাই এই ৪টা ইনভার্টার কি ভাবে একসাথে সংযোগ করেছে, সেটার একটা বিশ্লেষণ ভিডিও দিলে আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম। দয়া করে এর উপর একটা ভিডিও বানিয়ে আমাদের শেখার সুযোগ করে দিবেন।
ইনভার্টারটা খুলুন সবগুলো ইনভার্টারের ডিসি সাইটটা যেখানে হাইভোল্টেজ থাকে ৩০০ ভোল্টের উপরে থাকে সেগুলোকে প্যারালাল কানেকশন করুন এবং H- ব্রিজ দিয়ে ড্রাইভ করান আপনার কাজ হয়ে গেছে
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, আসলে আমার গবেষণা শেষ হয়নি ইতিমধ্যেই ভিডিওটি করা হয়েছে, যেগুলো এলোমেলো তার দেখতেছন এগুলো সব DC, এ সি তার ওখানে একটাই আছে শুধু ইনভাটারের সঙ্গে। তারপরও গোছানো হইলে ভাল হত দুঃখিত গোছাতে পারিনি, ধন্যবাদ।
মহোদয় অনুগ্রহ করে প্রতিটি সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, সার্কিট ব্রেকার, মপস ও এনার্জী মিটার এর ব্লকডায়াগ্রাম (সিঙ্গেললাইন ডায়াগ্রামসহ) একটি সহজবদ্ধ ভিডিও বানান। …..অপেক্ষায় রইলাম নিউইয়র্ক থেকে।
ভাই আমার একটি সোলার প্লেট আছে 85 ওয়ার্ডের তার বয়স হলো 10 থেকে 12 বছর এখন প্যানেলটি আর আগের মতন কাজ করে না কি করলে প্যানেলটি আর আগের মতন সার্চ করবে জানিয়ে দিলে প্রকৃত❤❤❤
সোলার প্লেটের ময়লা পড়ে থাকলে ভালো করে পরিষ্কার করে নিন,,,নরমাল কোম্পানির সূরা গুলো ১০ থেকে ১৫ বছর ব্যবহার করলে প্রতিবছর একটি পারসেন্টেজ হারে আউটপুট কমতে থাকে,,,তাই উচিত ভাল ব্র্যান্ডের সোলার প্যানেল ব্যবহার করা,,,,ভালো আউটপুটের জন্য ভালো মানের তার ব্যবহার করতে পারেন।
আমি একজন EEE ইন্জিনিয়ার এবং গ্রান্টি দিয়ে বলছি, তার অধিকাংশ তথ্যই অবৈজ্ঞানিক এবং ভুল। তার সিস্টেম কাজ করছে এটা ঠিক কিন্তু তার সিস্টেম ইফিসিয়েন্সি অনেক কম। তাই আশা করি এটাকে সফলতা ভেবে এমন ভাবে সেটাপ করবেন না।
ব্যাটারি থেকে ইনভার্টারের কানেকশনকে প্যারালালে নাকি সিরিজে দিয়েছেন ইনভার্টার থেকে আউটপুট এর কানেকশন সিরিজে নাকি প্যারালালে দিয়েছেন সেটা একটু বলবেন ? এই প্লান্টার একটি চিত্র একে দিলে ব্যক্তিগতভাবে আমি উপকৃত হব বলে মনে করি।
আপনার আবিস্কার প্রশংসনীয়। আপনার কাজ আপনাকেই এগিয়ে নিতে হবে, কেউ আসুক বা না আসুক, নিজেই মার্কেটিং এর মাধ্যমে দেশের আইন মেনে এগিয়ে যান। আল্লাহ সফল করুন। আমিন।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
Number den
আপনার ফোন নং দেওয়া যাবে কি?
আপনার এই আবিষ্কার কাজে লাগালে খুব কম খরচে পুরো বাংলাদেশে বিদ্যুৎ এর চাহিদা পূরণ করা সবভব।অভাবনীয় প্রচেষ্টা।আল্লাহ আপনার মঙ্গল করুক।
ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য, আমি প্রথমে বুঝতে পারিনি যে আসলে আমার ভিডিওটা মানুষের জন্য এত প্রয়োজনীয়, সত্যিই এখন আমি বুঝতে পারছি, শুধু দেশে নয় দেশের বাহির থেকে অনেকেই ফোন দিচ্ছে আমার মত অধমকে, এই কারণে আমি আরো পর্যবেক্ষণ করতেছি যাতে আমার দ্বারা মানুষের ক্ষতি না করে কিছু উপকার করতে যদি পারি, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করছি, আমার জন্য দোয়া করেন, আমি যেন দেশ ও জাতিকে কিছু উপহার দিতে পারি, ধন্যবাদ।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
আসসালামু আলাইকুম,,, স্যার আপনার জন্য আমি আমার বাড়ির সোলার সিস্টেমের কাজ অফ রেখছি। মূলত যাদের কাছে থেকে প্রজেক্ট ( ৫ কিলোওয়াট) করে নিব, তাদের সাথে আলোচনা শেষ করার পরে আপনার ভিডিও দেখতে পাই, এবং তাদেরকে না করে দেই। স্যার, এখন আপনার ভিডিওর অপেক্ষায়,,,,। আপনি যেদিন আমাদের শেখাবেন, ইনশাআল্লাহ তখন আমি আমার বাড়ির সোলার সিস্টেমের কাজ করবো।
Apnar kaj ses hole review video chai
@@vorerpoth
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
জনাব আপনি এই প্রজেক্টটা অনেক সুন্দরভাবে গুছিয়ে একটা প্লান এর মাধ্যমে করার চেষ্টা করবেন । যাতে করে আপনার মাধ্যমে একটি ড্রয়িং নিয়ে যে কেউ এটা করতে পারে। মানুষ নিজ খরচে এটা করলেও আপনার জন্য অনেক দোয়া করবে। ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ গঠনমূলক সাজেশন দেয়ার জন্য।।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ গঠনমূলক সাজেশন দেয়ার জন্য।।
Low quality thinking & low quality inverter, it's not sustainable i hope.
By assalamu alaykum aponar nambrya den
ইনভার্টার গুলো একত্রে করার ভিডিও দেখার জন্য অপেক্ষা করলাম😊😊
All the best
সরকারের উচিত এ সকল মেধাবীদের মেধার যথাযথ মূল্যায়ন করা।এ ক্ষেত্রে বড় বড় কোম্পানি ও এগিয়ে আসতে পারে। বিশেষ করে এ সকল আবিষ্কার কে দ্রুত ছড়িয়ে দিতে মিডিয়ার ও বিশেষ ভূমিকা পালন করতে হবে। পরিশেষে আমি নিজে একজন শিক্ষক হিসেবে ওনার আবিষ্কারে আমি ও গর্বিত।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কাজ কিছু করতে পারি, আপনি বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন আপনার জন্য দোয়া রইল,
He made few engineering misconception here, lets talk about it
1. 12v can not make 1200 watt? It's a lie. even 5 volt can make 1200 Watt if you give enough Ampere to it which is 240 A. Now do you know how thick a 240 A Cable is and how expensive it is?
2. Parallel operation of inverter is very much possible, even whole world do this in solar power plant.
3. Now lets do the math,
4pc 12V 130 Ah battery, which gives me 6240 Watt hour energy, now solar battery have 50% depth of charge, so, you can only take out half of this energy, that means 3120 watt hour energy is useable here.
he uses a 2000 watt solar panel, in a good day this panel at 70% max efficiency it will generate 1400 Watt energy. In a good day in Bangladesh, you get 5 to 6 hour good sunlight which will give the solar panel effectively produce 7000 Watt hour energy at max. So there is no magic here, no innovation here.
Now calculation for the AC side,
4pc 3000 Watt inverter, has the AC power capacity of 12 kW in theory, but for AC power you need to calculate for the reactive load, which can be calculated using the power factor. the reason some inverter can not take more then 1000W because rest of the power is wasted in reactive power. So he can genuinely get 4000 w using 4 inverter.
Now the last and the most interesting part, conservation of energy.
as mentioned before the battery has a storage power of 3120 Watt hour. If the inverters are run in max capacity which is in his word 5000 Watt AC, the system will discharge in a hour. Because stored energy is used up.
Think it like a water tank, filling up with a small pipe (2000W), and using it up with a large pipe (5000W), amount water is same. Nice try but sorry, conservation of energy is fundamental. Thanks@@ahmselimmaster7980
নাম্বার দিয়েন প্লিজ
সরকার ওকে হালুয়া বানাবে
প্লিজ, ইনভার্টার গুলোকে একত্র করার মাধ্যমে শক্তিশালি করার পদ্ধতি সবার সাথে শেয়ার করে দেশ ও জাতির উপকার করুন।
ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি একটু সময় নিয়ে আপনাদের ওই ভিডিওটি করে সবাইকে দিব যাতে দেশের সকলে উপকৃত হয়, ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
DC bus short kore dekte paren. Shetai ekmatro upai eishob bangla inverter parallel korar. AC output synchronize na hole parallel kora shomvob na. loop create hobe. Grid e generator jevabe parallel e shobai ekshathe thake. Parallel inverter onek jaigai use kore. Load o equally share kore. egulo synchronize thake ekta arektar shathe. same frequency, same valtage, same instantanios phase angle.
ভাই 4টার প্লাস এক সাথে আর মাইনাস এক সাথে করলেই হয়ে যাবে
ruclips.net/video/pwGBt2QB8Qg/видео.html
সত্যি আপনার গবেষণা প্রশংসনীয়, এটা বাণিজ্যিকভাবে করেন, শুভকামনা রইল
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
চার্জিং কন্ট্রোলার এবং ইনভার্টার কিভাবে সংযোগ করলেন একসাথে এই নিয়ে একটি ভিডিও করলে দেশ ও জাতি জানতে পারবে এবং আপনার প্রতি উৎসাহিত হয়ে সবাই নিজের পরিবারের জন্য এরকম প্রজেক্ট তৈরি করতে উৎসাহিত হবে
Controller and Inverter er connection box ei deya thake, and Google a onk image ache
@@aliazam8842ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ
এ সোলার প্রজেক্ট আপনি করে দেন বা বিক্রি করেন কিনা।তাহলে অনগ্রহ করে মোবাইল নাম্বার টি দিবেন।আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।
লিংক দেন @@aliazam8842
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। তিনি এটা নিয়ে আরো পরিক্ষা করছেন,,,, সময় সাপেক্ষে ভিডিও পাবেন
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনার আবিষ্কার খুব ভালো তবে আপনার আবিষ্কার অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে দেশ এবং জাতি সবাই উপকৃত হবে।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
সকল সামর্থ্যবান লোকজন যদি এই রকম প্রজেক্ট করত তাহলে বিদ্যুৎ সমস্যার কিছুটা হলেও সমাধান হত
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য,,, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে বিদ্যুৎ সমস্যার কিছুটা হলে উন্নতি হবে
আপনাকে অনেক ধন্যবাদ।আশা করি আপনার উদ্ভাবনকে দেখে অনেকেই উৎসাহিত হবে এবংসরকারী বিদ্যুতের চাহিদা অনেকটাই কমবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
মহান আল্লাহ আপনাকে সমৃদ্ধি দান করুন এবং আপনার আবিস্কার জনকল্যাণে ভূমিকা রাখুক এই প্রার্থনা ।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
মাশা আল্লাহ। আপনাকে ধন্যবাদ। ভাই আমি যদি আমার বাসায় লাগাতে চাই কি ভাবে সম্ভব। জানাবেন।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। মোবাইল নম্বর এ-ই চ্যানেল পার্ট-২ ভিডিও তে দেয়া আছে দেখে নিবেন।
মাশাআল্লাহ্ ... আল্লাহ আপনাকে যে প্রতিভা দিয়েছেন তা দিয়ে অবশ্যই দেশ ও দশের উপকার হবেই হবে... আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে নেক হায়াত দান করেন... সাথে সাথে আরো এমন অনেক কিছু মানুষের মাঝে নতুন আবিষ্কার করে দিতে পারেন যাতে অনেকে তা ব্যবহার করে সাবলম্বী হতে পারেন....
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
ইনভাটার গুলো একত্র করার নিয়ম টা দেখালে উপকার হত
আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের দেশের এই জন্য অমূল্য সম্পদ। আপনি আপনার নিজস্ব আবিষ্কার সকলের মাঝে ভাবে বিলিয়ে দিচ্ছেন। যা অবশ্যই অনেক মহৎ হৃদয়ের একজন ব্যক্তি হলেই করা সম্ভব। তবে আপনার কাছে যদি কেউ এই বিষয়ে সাহায্য চাই। আশা করি আপনি অবশ্যই তাকে এই বিষয়ে সাহায্য করবেন। এবং আপনার হাদিয়া বা পারিশ্রমিক সহনশীল রাখবেন । ইনশাল্লাহ আমাদের বাঙালি জাতি এবং আমাদের বাংলাদেশ। আপনার দ্বারা উপকৃত হবেন। আল্লাহর কাছে আপনার নেক হায়াত এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন।
ভাই আমি একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র
বাংলাদেশ সব পাওয়ার স্টেশন যদি এক লাইনে যুক্ত করা যায়। এত সামান্য ইনভার্টার।
যে কোনো AC লাইন কে সংযুক্ত করতে হলে 3 টি শর্ত পুরন করতে হয়।
1) ভোল্টেজ সেম হতে হবে
2) হার্জ সেম হতে হবে
3) ফেজ এংগেল সেম হতে হবে
এর যে কোন একটি না মানলে 3 ফেজ লাইনের ন্যয় আলাদা ফেজ হয়ে যাবে।
আর ওনার সব ইনভার্টার একি ব্রান্ডের হওয়া হয়ত এই শরত 3 টি খুব সহজে পুরোন করেছে।
তাই কোন সমস্যা হয়নি।
যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে এই সাধারণ পদ্ধতি টি জানি। তাই এই সিম্পল কাজের জন্য অনাকে কেউ পাগল বলবে না। আর বললেও উনি যাদের কাছে প্রশ্ন করেছেন তারা হয়ত নামে ইঞ্জিনিয়ার কাজের না।
তবে উনি ভালো একটা কাজ করেছেন।
ভাই আমি একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র
বাংলাদেশ সব পাওয়ার স্টেশন যদি এক লাইনে যুক্ত করা যায়। এত সামান্য ইনভার্টার।
যে কোনো AC লাইন কে সংযুক্ত করতে হলে 3 টি শর্ত পুরন করতে হয়।
1) ভোল্টেজ সেম হতে হবে
2) হার্জ সেম হতে হবে
3) ফেজ এংগেল সেম হতে হবে
এর যে কোন একটি না মানলে 3 ফেজ লাইনের ন্যয় আলাদা ফেজ হয়ে যাবে।
আর ওনার সব ইনভার্টার একি ব্রান্ডের হওয়া হয়ত এই শরত 3 টি খুব সহজে পুরোন করেছে।
তাই কোন সমস্যা হয়নি।
যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে এই সাধারণ পদ্ধতি টি জানি। তাই এই সিম্পল কাজের জন্য অনাকে কেউ পাগল বলবে না। আর বললেও উনি যাদের কাছে প্রশ্ন করেছেন তারা হয়ত নামে ইঞ্জিনিয়ার কাজের না।
তবে উনি ভালো একটা কাজ করেছেন।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
Excellent
Go ahead
Shariatpur
Thanks
ধন্যবাদ আপনাকে, এই প্রকল্প বানিজ্যিকভাবে বাস্তবায়ন করার পরিকল্পনা করুন
সরকারের উচিত এরকম মেধাবী প্রতিবা যারা আছে তাদের কে দেশের কাজে লাগানো তাহলেই দেশ দূত এগিয়ে যাবে ।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
ভাই ইনভারটার যদি নিজের প্রযুক্তি দিয়ে আবিশকার করতেন তাহলে বলতে পারতাম কিছু একটা করেছেন। সবগুলু ইনভারটার চাইনিজ এগুল সমস্যার সৃষ্টি করে।ধার করা প্রযুক্তি দিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না
।গবেশনার পরিধি আর ও বারান।আর অ্যান্ড ডি বলতে একটা কথা আছে।ধন্যবাদ।
আপনার প্রজেক্ট সত্যিই প্রসংশনীয়, যদি প্রজেক্টগুলি ভেঙ্গে ছোট ছোট আকার অথাৎ অল্প দামের করতে পারতেন তাহলে আরো বেশি ভালো হবে জনাব..। সব শ্রেণী পেশার মানুষ কিনতে আগ্রহী হবে।
সব কিছু বাজারের কিনা মাল্, নিজের তৈরি কিছুই না, ব্যাটারি, সোলার প্যানেল, ইনভার্টার, চার্জার ,সব বাজার থেকে কিনে বলছেন নিজের তৈরি?
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য. ভিডিও থাম্বেলেই বলা হয়েছে মডিফাই টেকনোলজি
আচ্ছা সে সোলার প্যানেল, ব্যাটারি, ইনডার্টার ইত্যাদি বাজার থেকে কিনে বিদ্যুৎ উৎপাদন করেছেন বলে আপনি খুশি হতে পারলেন না! তাহলে আপনি এর চাইতেও উন্নত একটা কিছু করে দেখান তো ।
আসলে এখানেই আমাদের সমস্যা। আমরা অন্যের উন্নতি/আবিষ্কার/সফলতায় খুশি হতে পারি না।
আপনাকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল।
এগুলা তো বাজারেই পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি প্যাকেজ বিক্রি করে এসবের, ওনার উৎপাদনের কি আছে😅😅@@AbdulKader-ft9hy
@adbulkader. আপনি growatt solar inverter টা একটু দেকে রিপ্লাই দিয়েন। আর এখানে যে lead aicd battery ব্যবহার করা হয়েছে তার আয়ুষ্কালটা কত হবে জানেন। না জানলে একটু এই সম্পর্কে দেখে নিন। জানতে হলে ভালোটা জানেন। অযথা আউল-ফাউল জেনে টাকা নষ্ট করা। সময় নষ্ট করা হয়
ভাই সব কিছু না কিনলে পাবে কোথায়? উনি শুধু মডিফাই করে বিদ্যুৎ ব্যবহারে বৃদ্ধি করেছেন
খুব ভালো কাজ করেছেন।আসলে হাইব্রিড ইনভার্টার অনেক দাম,,,, creative idea
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
Vi apnake selute. You r real inventor
Thanks
Wonderful. Salaam n thank you v much. please don't explain everything. Others will copy. Please show how many bulbs are giving light.
May Allah help you expand more. I'm sooooo proud of you. Please look at internet/books to do better n better. Fi Amanilla. High regards.
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। কি কি লোড চালানো যায় সেই বিষয় গুলো এ-ই চ্যানেল পার্ট-২ ভিডিও তে দেয়া হয়েছে।
অামি যতটুক বুঝতে পেরেছি, উনি 12volt 130ah চারটি ব্যাটারি ব্যবহার করেছেন, প্রত্যকটির ব্যাটারির Dc থেকে Ac Current করার জন্য অলাদা অলাদা চারটি inverter ব্যবহার করেছেন, তারপর inverter গুলোকে প্যারালাল সংযোগ দিয়েছেন, যাতে করে বিদ্যুৎ ২২০ ভোল্ট অাছে কিন্তু watt বৃদ্ধি পেয়েছে। এবার অাসা যাক চার্জে উনি ব্যাটারি গুলোকে চার্জ করার জন্য সোলার প্যানেল ব্যবহার করেছেন, যাতে তিনি চারটি ব্যাটারির জন্য ২টি সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করেছে যাতে ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে auto ভাবে cut হয়ে যাই। অাপনারা যারা simple এর মধ্যে এই সিস্টেম করতে চাচ্ছেন তারা কমেন্টে জানান।
Thanks
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
@@rifatkhan881Ai koyha gula apni aro sundor vashay bolte parten, Apni je Sikkhito manus seta bujhar kono upy nai
Alhamdullah JajajakaAllah for the good job
Thanks
মাষ্টার সাহেব আপনাকে অনেক ধন্যবাদ।আশা করি আপনার উদ্ভাবনকে দেখে অনেকেই উৎসাহিত হবে এবংসরকারী বিদ্যুতের চাহিদা অনেকটাই কমবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
Sir, Excellent presentation & like You it's possible to save lot of Electricity power by your New innovation,Saba's Bangladesh
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
খুব ভালো লাগলো, বাঙালি দের মধ্যে বিঞ্জান চর্চার অভাব নেই জেনে ।
বাঙালী হলো একটা বদমাশ।
এত খাটা খাটি না করে বাজারে এখন অনেক উন্নত মানের স্মার্ট সোলার হাইব্রিড সিস্টেম পাওয়া যাচ্ছে। যাতে অনেক সেফটি ফিচার রয়েছে এবং আউটপুট শর্ট সার্কিট প্রটেকশন দেয়া হয়েছে এবং ফুল সাইন ওয়েভ। এক্ষেত্রে বলে রাখি আপনি যদি 48 ভোল্টের ইনভার্টার ব্যবহার করতেন তাহলে আপনার আউটপুট লোড আরো বেশি পেতেন। আপনি গবেষণা চালিয়ে যান তবে আপনার আরো অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে। আপনার জন্য শুভকামনা রইলো। রইলো।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
ji 12 volt er system loss onek beshi. DC 48 volt 72 volt othoba 110 volt er inverter gular system loss onek kom. ar 220 VDC inverter gular syetm loss to onek kom karon oikhane voltage step up kora lagena. 220 VDC theke 220 VAC shorarshori pawa jai
thankyou great man immandar but go ahead more and more I m a inverter technician want to work with you sir
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। ভিডিও পার্ট-২ কন্টাক্ট নাম্বার দেয়া আছে দেখে নিবেন।
অসংখ্য ধন্যবাদ ❤
thanks
সহজ উপায় সহজ পদ্ধতিতে আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়. খুবই চমৎকার
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
Phone number
Phone number
Osthir invention, inverter ki selim saheb abiskar korlen? Naki solar panel ? Konta abiskar korechen uni?
modified Technology
ভাই গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমি আবিষ্কার শব্দটি বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ইউটিউব ভাই যখন আমাকে বলেছেন আপনি কি আবিষ্কার করেছেন, উত্তরে আমার আবিষ্কার কথাটি চলে এসেছে, আমি প্রথমে প্যানেলের ওখানে দাঁড়িয়ে বলেছি যে, আমি কি আবিষ্কার করেছি এটা বড় কথা নয়, আমার আগেও হয়তো কেউ এটা আবিষ্কার করেছে, আমার জানা নেই আমার আগে কেউ বাংলাদেশে এইভাবে বাড়ি থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে কিনা, যদি কেউ বিচ্ছিন্ন না করে থাকে, তাহলে আমি প্রথম ব্যক্তির যে সরকারের ভর্তুকি দেওয়া বিদ্যুৎ ব্যবহার করতেছি না। আমার এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য বাণিজ্যিক নয়, ব্যবসার জন্য নয়, আমি সচেতনতা বা এইভাবে একটি পরিবার স্বনির্ভর বিদ্যুৎ দ্বারা পরিচালিত করা যায়, এইটাই জানানোর জন্য ভিডিওটি পোস্ট করেছি, আমার মত শিক্ষক বাংলাদেশের লক্ষ লক্ষ জন আছেন, সরকারি চাকরিজীবী লক্ষ লক্ষ জন আছেন, বাংলাদেশে অনেক বিত্তবান ব্যক্তিগণ আছেন, আমি অনুরোধ করব, আমার মত আপনিও আপনার পরিবারটি সোলার প্যানেল থেকে চালান, তাহলে এই দেশে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তাতেও কোন দিনের জন্য লোডশেডিং হবে না, বিদ্যুতের ঘাটতি আর হবে না। তাহলে দেশ উপকৃত হবে জাতীয় উপকৃত হবে আপনি নিজে ২৪ ঘন্টা বিদ্যুৎ পাবেন। আমার সমালোচনা করার জন্য ধন্যবাদ, আসলে এটি আমার সবেমাত্র শুরু, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের মানুষের কল্যাণমূলক কোনো সেবা দিতে পারি। আমিন, ধন্যবাদ।
আপনি synch বা গ্রিড টাই ইনভার্টার ব্যাবহার করলেই তো সহজে ই অটো প্যারালাল হয়ে যাবে।
উনি কমদামি ইনভার্টার গুলো একত্রিত করে একটা আউট পুটের মাধ্যমে বের করেছেন জাস্ট মডিফাই
জানা নাই তাই
Unaka ai kotha ta ka bujaba
উনি কি Syncronizing বোঝেন? এই বিদ্যুতের Hz কত উনি নিজেই জানেন নাকি।
আপনি এত বুঝলে কিছু করে দেখান@@sanaulislamdulal2443
I feel proud of you. May Allah bless you
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
আপনার থেকে শিক্ষা নিলাম স্যার।
যেহেতু যথেষ্ট পরিমাণে চার্জ থাকে তাই একটি ছোট এসি রুমের কন্ট্রোল রুম তৈরি করতে পারেন। এতে রুম সব সময় ঠান্ডা থাকার কারণে রেজিস্ট্যান্স কম হবে এবং ডিভাইসের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। ইনভার্টারে কুলিং ফ্যান রাখলে ইনভার্টার ভালো থাকবে। আমি একজন ইঞ্জিনিয়ার, যা বুঝলাম এটা দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য অবশ্যই একটি কুলিং রুমের প্রয়োজন হবে। তাছাড়া নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারলে আপনি দীর্ঘ ১৫ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আরো অধিক লোড বহন করতে পারবে।
ধন্যবাদ sir গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
আপনার দীর্ঘ জিবি কামনা করছি উত্তর উত্তর আপনার শুভকামনা রইল আরো বেশিই বেশি নতুন নতুন আবিষ্কার করে জনসেবা করতে পারেন দোয়াকরি
Thanks
আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ৪ টি ইনভার্টার একত্রিত করার একটা ভিডিও দিলে ভালো হয়
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। সময় সাপেক্ষে ভিডিও পাবেন
ruclips.net/video/_0VPtLCVcmA/видео.html
Masa Allah marhaba Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Alhamdulillah Alhamdulillah Onek sundor kotha bolesan masa Allah marhaba Allahu akbar Allahu akbar
আলহামদুলিল্লাহ
Electricity and Fuel ministry should award him
thanks
চমৎকার ফাটাফাটি ❤❤❤❤❤❤
Thanks
Mosfet gate control signal ta ekta inverter theke niyese, ar baki supply independently niyese. Pore output ek kore diyese, ar ata shombov karon frequency mile jawar jonne
লোকটাকে বাঁচিয়ে রাখুন মহান রাব্বুল আলামিন!
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। আলহামদুলিল্লাহ
একটি আউটপুট একটু দেখান স্যার। আপনার এই বিষয়টা সবাই দেখতে চায়। অনেক কমেন্ট দেখলাম
এখানে পরপর দুটি ভিডিও আছে,,,, সেখানে বাস্তব লোড কি কি আছে চালিয়ে দেখানো হয়েছে
জাতির উদ্দেশে তৈরি পদ্ধতি share করে দেন !
আমি আপনাকে ধন্যবাদ জানাই।
Thanks
গরমে টানা মেঘলা বৃষ্টি মুখর দিনে এবং শীতে কুশাছন্ন দিনে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাবে কি?
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। মেঘলা দিনে ব্যাটারি থেকে ব্যাকআপ পাওয়া যাবে সূর্য যদি সামান্য আলো পাওয়া যায় তাহলেই কাজ হবে
খাজনার ছাইতে বাজনা বেশীি
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
2000 ওয়াট প্যানেলের দাম ই তো অনেক, এক লাখের উপরে,,,,,,😮😮😮
ধন্যবাদ
ডিজাইনে আরো পরিবর্তন আনলে আরো ভালো বিদ্যুৎ উৎপাদন হবে ।
MPPT চার্জ কন্ট্রোলার এবং ভালো মানের ইনভার্টার নিতে হবে ।
thanks for your legal information.
ان شاء الله ـ আরো আগেই সোলার প্যানেল থেকেই ইনভার্টার ব্যবহার
করে কম্পিউটার সহ নিজস্ব
বিদ্যুতের ঘাটতি কিছুটা হলেও লাগব করতে পেরেছি ৷আলহামদুলিল্লাহ৷
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। আলহামদুলিল্লাহ
আপনাকে ধন্যবাদ। আপনি ভিডিও করে যে তথ্য জনগনকে দিলেন, তার সত্যতা যাচাই এর জন্য কারিগরী তথ্য প্রদান করলে বিশ্বাস যোগ্য হবে। please provide circuit drawing, equipment specification if understand.
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। সময় সাপেক্ষে ভিডিও পাবেন।
That's right
মামা আসলেই একজন সত্যিকারের প্রতিভাবান লোক
Apnar mamar mobile number ta den pls
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই
ইনভার্টারগুলোর কানেকশন দেওয়ার পদ্ধতিসহ সম্পূর্ন সিস্টেম সুন্দর করে দেখালে উপকৃত হবো। ধন্যবাদ
সময় সাপেক্ষে ভিডিও পাবেন।
@@AdilTecBD Thanks
আপনার আবিষ্কার অবশ্যই প্রসংশনীয়, আমিও চাই ভবিষ্যতে বিদ্যুতের বিকল্প কিছু তৈরি হোক যাতে মানুষ একটু সস্তি পায়, আপনার নাম্বার টা যদি একটু দিতেন তাহলে অপকৃতি হতাম।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। মোবাইল নম্বর পার্ট-২ ভিডিও তে দেয়া আছে দেখে নিবেন
মাত্র ৪ ব্যাটারি দিয়ে ৫০০০ ওয়াট সর্বোচ্চ ১ঘন্টা ৩০ মিনিট নেয়া সম্ভব!! আর ২০০০ ওয়াট থেকে ৫০০০ ওয়াট উতপাদন করা কখনো ই সম্ভব না!! এটা ফিজিখস এর নিয়ম অনুযায়ী অসম্ভব!! দয়া করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না!!
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, আসলে ভাই একটা রাইস কুকার ১০০০ ওয়ার্ড, মটর ১০০০ ওয়াট, ম্যাজিক চুলা ২০০০ ওয়াট, ফ্রিজ টিভি লাইট সবকিছু মিলেই হবে পাসওয়ার্ড ৫০০০ ওয়াট, কখনোই একটানা দেড় ঘন্টা সবকিছু চালু রাখতে পারবেন না, কারণ মোটর 10 মিনিট চলতেই টাংকি ভুল হয়ে যাবে, ফ্রিজ দশ মিনিট লোড নেওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, রাইস কুকার ৩০ মিনিটের মধ্যেই ভাত হয়ে যাবে আপনি কখনোই ৫০০০ ওয়ার্ড একটানা চালাতে পারবেন না আমি বলেছি ২৪ ঘন্টা বাড়ি ব্যাকআপ দেয়। প্রয়োজনে আমাকে কল করতে পারেন, ধন্যবাদ
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
@@ahmselimmaster7980 আপনার নাম্বার দিয়েন প্লিজ
Apnar contact number?
ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে কি
ইনভার্টারের কানেকশন গুলো যদি ডায়াগ্রাম একে দেখাতেন। তাছাড়া বারতি কোন পার্টস্ যোগ হয়েছে কিনা ইনভর্টারে তাও বললে আরো সুবিদা হতো। আসা রাখি সামনের পর্বে পাবো। ধন্যবাদ।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
This is why education is so important. Please educate yourself and try to know the real meaning of something new discover and what is research and development 😢😢😢
Too err is human. Do something yourself and then catch others' mistakes, I just said he made electricity by combining old technology with new technology. This is his success. By paralleling low-cost inverters, using electricity through an output. This is his invention. you understood. thanks
@@AdilTecBD i already do i am an electrical engineer at seatrium in Singapore
Paralleling inverters are not recommended as their frequency may not be in phase with each other.This is not called research.
@@nperr Your basic idea is 100% correct.
Der thanks for your video I see the Zurich Switzerland I want to make your system can you help me
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। আপনি যদি একান্ত ভাবে চান তাহলে করে দেওয়া যাবে। আসলে তিনি তার সেটআপটা নিজের জন্য করেছেন ব্যবসায়িক উদ্দেশ্য করেন নি।
ভাই আমি শিক্ষক সাহেব সাথে কি যোগাযোগ করতে পারবো
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য মোবাইল নম্বর পার্ট-২ ভিডিও তে দেয়া আছে
আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার আবিষ্কারকে শ্রদ্ধা জান্নাচ্ছি। আমার মনে হয় এখানে ইনভার্টার স্হাপন না করে আইপিএস স্হাপন করলে অনেক ঝামেলা কমত। আপনি চাইলে একটি আইপিএস দিয়েই করতে পারতেন। বর্তমানে 1k/2k ips পাওয়া যায়।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
5kw load diye dekhaben, 2000w panel theke
ভাই আপনি আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার বাসার সকল লোড দিন ৪০০০ watt তো দুরের কথা আপনি ২০০০ watt এর বেশি কিছু পাবেন না। এখানে আপনার সোলার ২০০০watt এর পাওয়ার এবং আপনার ব্যাটারির পাওয়ার ১৬০ amp 12volt কে watt এ কনভার্ট করলে ১৯২০ watt হয় অর্থাৎ আপনার ব্যাটারি প্যাক এবং সোলার প্যানেল এর পাওয়ার যোগ করলে ৩৯২০ watt পাবেন তাই মানুষ কে বোকা বানানোর ব্যাপারে সাবধান হন। নিজের তো ২ লাখ টাকা হোগা মারা খাইছেন। আবার অন্য মানুষ কে হোগা মারা লইতে বলেন। মিয়া আমি Dc inverter technology নিয়া ডিপ্লোমা করতাছি। আমি ২০২২ সালে এই সিস্টেম ব্যবহার কইরা ২৪ হাজার টাকা পুটকিমারা খেইছি তাই আপনাকে বলবো যে এই সিস্টেম এর পিছনে টাকা নষ্ট কইরেন না। আপনার ব্যাটারি সংযোগ অফ করুন তার পর আপনার সোলার প্যানেল এর লোড দিন তাহলেই বুঝতে পারবেন বেপারটা 😂।
ধন্যবাদ।
তবে রৌদ্র বেশি হলে এর পাশাপাশি ঝর্ণা ফ্যন দিয়ে কন্ট্রোল করার ব্যবস্থা থাকা।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। বর্তমান তিনি চারজিং সিস্টেম পুরোপুরি কন্ট্রোল করেছেন
এই সেভা আমরা কি ভাবে পেতে পারি আপনার সাথে যোগা যোগ করবো কি করে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য মোবাইল নম্বর পার্ট-২ ভিডিও তে পাবেন
স্যার এত জামেলা না করে একটা বক্সে সেট আপ করুন সবগুলো। তাহলে দেখতে সুন্দর দেখাবে।
Thanks
May Allah bless you.
ধন্যবাদ
প্লিজ ইনভার্টার গুলো একএ করার ভিডিও দিন খুবই উপকৃত হবে!
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। সময় সাপেক্ষে ভিডিও পাবেন
আরেকটা ভিডিওতে ঘরে কী কী চলছে একটু দেখাইয়েন,স্যার।
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, ইনশাআল্লাহ আপনারা চাইলে আবার দেখাবো
ধন্যবাদ মাস্টার সাহেব কে
Onar number ta dele valo hoi
Part 2 video ta paban
Don't stop your research. Now focus on how to develop using equipments more.
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
ধন্যবাদ ভাই
all the best.... Thanks
ইউটিউবরা ভাই কে বলছি আবিস্কার শব্দের অর্থ জেনে তারপর ভিডিও বানাবেন
thanks
আপনার আবিষ্কৃত পদ্ধতিতে উৎপাদিত এই পরিমাণ বিদ্যুতের সাহায্যে কি এসি চালানো সম্ভব?
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। এসি বাদে বর্তমানে সকল লোড চলছে, এখনো এসির সংযোগ দেয়া হয়নি
@@AdilTecBDযতোটুকু করেছেন, সেটিও যুগান্তকারী। যদি এসি এবং ওভেন চালানো সম্ভব হয়, তাহলে আপনার এই গবেষণার ফলাফল পুরো দেশকে বদলে দেয়ার মতো একটি প্রযুক্তি হবে।
ইনভার্টার ভিষয় তা ভাল করে জানান
সময় সাপেক্ষে ভিডিও পাবেন
আল্লাহ তালা এই ভাই কে নেক হায়াত দানকরুক আমিন। ভাইয়ের নাম্বার টা যদি দিতেন তাহলে খুব ভালো হতো।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য মোবাইল নম্বর এ-ই চ্যানেল পার্ট-২ ভিডিও তে দেয়া আছে।
আপনি এগুলো কখনই আবিষ্কার করেন নি ।এগুলো কিনে করেছেন ।
তিনি পুরাতন প্রযুক্তির যে ইনভার্টার সেগুলোকে মডিফাই করে যা সকল ইনভার্টার গুলোর বিদ্যুৎ কে একত্রিত করে একটি আউটপুট এর মাধ্যমে সাপ্লাইয়ের উপযোগী করেছেন এটি হচ্ছে তার আবিষ্কার
@@AdilTecBDিডিও যে বিষয় নিয়ে তৈরি করা সেই বিষয়টিকে দেখানো হয়নি যেমন কিভাবে চারটি ইনভার্টার একত্রিত করে একটি আউটপুট লাইন করেছে এবং কিভাবে সোলার এর লাইন থেকে কন্ট্রোলার এর মাধ্যমে ব্যাটারি চার্জিং সেট করেছে ভালো করে বোঝানো হয় নাই শুধু এটাই বুঝলাম ব্যাটারিগুলো প্যারালাল লাইন এবং সোলার প্যানেল গুলু সিরিজ লাইন।😢 এই ভিডিও করে কি লাভ
সত্যিই অবাক হয়েছি কিভাবে একজন মানুষ 12 ভোল্টের ব্যাটারি কারেন্ট 220 ভোল্ট এসিকে আবিষ্কার করার দাবি করতে পারে? এটি একটি ইনভার্টারের মাধ্যমে 12 ভোল্ট DC থেকে 220 ভোল্টের AC তৈরির একটি সাধারণ সিস্টেম, যা অনেক গ্রামবাসী মিয়ানমারের গ্রামে একই সিস্টেম তৈরি করে 20 বছর আগে মিয়ানমারে I
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য,,তিনি বিদ্যুৎ আবিষ্কারের দাবীদার না,, তিনি কম দামি ইনভাটার গুলোকে একত্রিত করে একটি আউটপুট এর মাধ্যমে বেড় করেছেন,,,, লোকাল ইন্ভাটার গুলো সিনক্রনাইজিং করা খুবই কষ্টকর,, ফ্রিকোয়েন্সি আপডাউন এর কারণে বাস্ট হয়ে যায়,,, সেই কাজটি মডিফাইয়ের মাধ্যমে মাধ্যমে চারটি ইনভার্টার একত্র করে একটি আউটপুটে বের করেছেন,,,, এটাই তার সাফল্য,,,, ভিডিও থাম্ব মেলে বলা হয়েছে পুরাতন প্রযুক্তির সাথে নতুন প্রযুক্তির সমন্বয় ,,, misunderstanding
আরো ২ বছর আগে ১২ ভোল্টের ৩ টা ব্যাটারি ও ৪ টা প্যানেল প্যারালাল কানেকশন করে ২০০০ ওয়াট ইনভার্টার। রিলের মাধ্যমে অটোকাট করে ২ বছর ধরে ব্যবহার করছি।আমি অটোরিকশার পুরাতন ছাই ব্যাটারি ব্যাহার করি।আমার টোটাল খরচ ১১০০০ টাকা
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
Dada apna phone number
ভাই রিলের মাধ্যমে ওটোকাট কিভাবে করেন আপনার ফোন নাম্বার দেওয়া যাবে?
inverter কিবাবে লাইন দিওয়া হয়েছে
সময় সাপেক্ষে ভিডিও পাবেন
ভাই এই ৪টা ইনভার্টার কি ভাবে একসাথে সংযোগ করেছে, সেটার একটা বিশ্লেষণ ভিডিও দিলে আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম।
দয়া করে এর উপর একটা ভিডিও বানিয়ে আমাদের শেখার সুযোগ করে দিবেন।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। সময় সাপেক্ষে ভিডিও পাবেন।
ইনভার্টারটা খুলুন সবগুলো ইনভার্টারের ডিসি সাইটটা যেখানে হাইভোল্টেজ থাকে ৩০০ ভোল্টের উপরে থাকে সেগুলোকে প্যারালাল কানেকশন করুন এবং H- ব্রিজ দিয়ে ড্রাইভ করান আপনার কাজ হয়ে গেছে
আস্সালামুআলাইকুম ভাই control room থেকে এলো মেলো অপ্রয়োজনীয় বস্তু গুলো সরিয়ে নিলে Fire Hazard থেকে নিরাপদে থাকবেন।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, আসলে আমার গবেষণা শেষ হয়নি ইতিমধ্যেই ভিডিওটি করা হয়েছে, যেগুলো এলোমেলো তার দেখতেছন এগুলো সব DC, এ সি তার ওখানে একটাই আছে শুধু ইনভাটারের সঙ্গে। তারপরও গোছানো হইলে ভাল হত দুঃখিত গোছাতে পারিনি, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে
❤️💜
Thanks
আমি একজন টেকনিশিয়ান খুব সুন্দর ভাই এগিয়ে যান
Thanks
মহোদয় অনুগ্রহ করে প্রতিটি সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, সার্কিট ব্রেকার, মপস ও এনার্জী মিটার এর ব্লকডায়াগ্রাম (সিঙ্গেললাইন ডায়াগ্রামসহ) একটি সহজবদ্ধ ভিডিও বানান।
…..অপেক্ষায় রইলাম নিউইয়র্ক থেকে।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। সময় সাপেক্ষে ভিডিও পাবেন।
ভাই আমার একটি প্রশ্নের ❤
সোলার প্যানেল আছে
প্যানেলের বয়স 10 থেকে 12
সোলার প্যানেল দিয়ে আগের মতন ভোল্টেজ এখন ডেলিভারি হয় না আমি কি করতে পারি এখন
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। পাঁচ ছয় বছর পর থেকে সোলার প্যানেলের এফিসিয়েন্সি ৫% হারে প্রতি বছর কমতে থাকে
ভাই আমি আপনার থেকে আপনার বাসার মতন একটা পেনেল কিনতে ছাই পারলে জানাবেন ধন্যবাদ।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য মোবাইল নম্বর পার্ট-২ ভিডিও তে দেয়া আছে
ভাই আমার একটি সোলার প্লেট আছে 85 ওয়ার্ডের তার বয়স হলো 10 থেকে 12 বছর
এখন প্যানেলটি আর আগের মতন কাজ করে না
কি করলে প্যানেলটি আর আগের মতন সার্চ করবে জানিয়ে দিলে প্রকৃত❤❤❤
সোলার প্লেটের ময়লা পড়ে থাকলে ভালো করে পরিষ্কার করে নিন,,,নরমাল কোম্পানির সূরা গুলো ১০ থেকে ১৫ বছর ব্যবহার করলে প্রতিবছর একটি পারসেন্টেজ হারে আউটপুট কমতে থাকে,,,তাই উচিত ভাল ব্র্যান্ডের সোলার প্যানেল ব্যবহার করা,,,,ভালো আউটপুটের জন্য ভালো মানের তার ব্যবহার করতে পারেন।
Apnake osongkho donnobad. Kintu ato taka ?
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা পেতে চাইলে একটু খরচ তো করতেই হবে ভাই।
বাসবার তৈরি করেছেন আর তার মাধ্যমে চারটা ইনভার্টারের কানেকশন একজায়গায় করেছেন আপনারা ডায়োড ব্যবহার করে চার মুখি বিদ্যুৎ একটা আউটপুটে নিতে পারবেন।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
Thanks. How can we help from you.
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য মোবাইল নম্বর এ-ই চ্যানেল পার্ট-২ ভিডিও তে দেয়া আছে।
উনার সাথে জোগাজোগ করার উপায় বা মাধ্যম দিলে উপকৃত হতাম
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। ভিডিও পার্ট-২ কন্টাক্ট নাম্বার দেয়া আছে দেখে নিবেন।
আমি একজন EEE ইন্জিনিয়ার এবং গ্রান্টি দিয়ে বলছি, তার অধিকাংশ তথ্যই অবৈজ্ঞানিক এবং ভুল। তার সিস্টেম কাজ করছে এটা ঠিক কিন্তু তার সিস্টেম ইফিসিয়েন্সি অনেক কম। তাই আশা করি এটাকে সফলতা ভেবে এমন ভাবে সেটাপ করবেন না।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
স্যার ইনভেটার গুলো কানেকশনের পদ্ধতি গুলো দেখিয়ে দিন এবং দেশ ও জনগণের সেবা করার সুযোগ দিন
ব্যাটারি থেকে ইনভার্টারের কানেকশনকে প্যারালালে নাকি সিরিজে দিয়েছেন
ইনভার্টার থেকে আউটপুট এর কানেকশন সিরিজে নাকি প্যারালালে দিয়েছেন সেটা একটু বলবেন ?
এই প্লান্টার একটি চিত্র একে দিলে ব্যক্তিগতভাবে আমি উপকৃত হব বলে মনে করি।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য। সকল সংযোগ প্যরালাল
মা শা আল্লাহ, আপনার এ পরিশ্রমে আপনার উপকার অবশ্যই হবে, কিন্তু এ তে সরকারের বা তাদের সংশ্লিস্ট কারও কোন লাভ নেই অতএব চলবে না।
ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য।
M ভাইয়ের সাথে আমিও একমত
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য
Assalamulikum, Energy meter use kora hoice monitoring er jonno?
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ মতামত দেয়ার জন্য, ইউনিট মেজারমেন্ট করার জন্য উনি এনার্জি মিটার ব্যবহার করেছেন।