খুব সুন্দর করে বুঝিয়ে দিলে। "কবিতা পড়তে গেলে একটা কাব্য দীক্ষা দরকার" এই লাইন টার মধ্যেই সবটা বলে দিলে। এরকম আরো ভালো ভালো ভিডিও চাই। আর নানারকম বাংলা কবিতা নিয়ে আলোচনা হলে ভালো হয় 😊♥️
আমার কবিতা পড়তে খুব ভালো লাগে কিছু বুঝতে পারি কিছু পারি না, আর এটা বুঝতে পারি না যেটা বুঝলাম সেটা ঠিক কি না। তুমি এত ভালভাবে বোঝালে এরপর থেকে কবিতা পড়ার সময় তোমার সব কথা মনে রেখে পড়ব। Thank you so much dada 😊
একি বললেন! সত্যি বলতে আপনার কথা শুনে কবিতার প্রেমে পড়ার ইচ্ছা প্রবল হয়ে গেলো। সেই সাথে মনে হচ্ছে আপনার প্রেম এ ঢুকে যাচ্ছি।। অনেক ভালোবাসা রইলো ও শুভ কামনা রইলো।।
@@Onyopath বাংলা কবিতায় এখন খুব মাত্রায় দেখছি এক ধরনের ঋণাত্বক ধর্মী কবিতা চলছে মনে কবিতায় যা বলা হচ্ছে তা কবির ভাবনার বিপরীতে লেখা ... উদাহরণ স্বরূপ অনুপম দার একটা গান আছে " আমি আজকাল ভালো আছি " তো আমিও একটু আধটু লেখা লেখা করি , কিছুদিন আগে এরকম একটা কবিতা আমি লিখেছিলাম তো আমার সেই কবিতাটি পড়ার পর লোকে বলছে এটা যে ঋণাত্বক ধর্মী কবিতা সেটা আমি না বলে দিলে পাঠক গণ ধরতে পারবে না , এমনকি তারাও বুঝতে পারেনি প্রথম বার ... সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে কবিতা লেখা পড়া বা বোঝা , ছন্দ বা অলংকরণ সব তোমার কাছেই শেখা ... এক্ষেত্রে এমন কোন ধরার প্রবাহকে বজায় রাখার জন্য বা এই ধরনের কবিতার মর্মার্থ আত্মস্থ করার বা লেখার জন্য কি কি ব্যাকরণ মাথায় রাখতে হবে ! এটা জানতে পারলে খুব উপকৃত হতাম ...
কবি হিসাবে জয় গোস্বামীর কবিতা আমায় অনেক ভালো লাগে , রবিন্দ্রনাথ ঠাকুরের কিছু কিছু কবিতা যেমন সোনার তরি , নিস্কৃতি , শাজাহান , ভালো লাগে । কিছু কিছু কবিতা নিজে পড়তে ভালো লাগে বার বার কিন্তু ভালো অর্থ বুঝে উঠতে পারিনা । টিউটোরিয়াল এই কবিতাটির ভাব অর্থ আমি বুঝি পারি বারিক জিবনের দন্দ্ব সম্পর্ক আলোচনা আছে।
"অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ" -- আজকে কবিতাটির অর্থ আমার জীবনের অর্থের সাদৃশ্য খুঁজে পেলাম। জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি ❤️। আর তুমি এতো রোমান্টিক কেন? 🤭💞💙💙
Thank you sir.... "যেতে পারি কিন্তু কেনো যাবো" কবিতা টা আমাদের 3rd yr er সিলেবাস এ আছে , কিছুটা বুঝেছিলাম কিন্তু আজকে পুরোটা বুঝতে পারলাম। আর কবিতা নিয়েও ধারণাটা অনেকটা স্পষ্ট হয়ে গেল....
সত্যি বলছি এত সুন্দর করে বুঝতে পারার অনুভূতিটা অসাধারণ। 👍আপনার প্রতিটি ভিডিও তে একটা আলাদা অনুভূতি আছে। আমি কোনো Student না।একজন সাধারণ housewife ,,আমার একটা অনুরোধ জীবনানন্দ দাশের "বোধ" কবিতাটি যদি আলোচনা করা যায় তাহলে খুব ভালো হয়। আমার সাথে আরো অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সব আলোচনার মধ্যেই আপনার নিজস্ব স্বাতন্ত্র্যের ছোয়া... যা আমাদের অভিজ্ঞতাকে আরো সফল করে তোলে... আপনার পরবর্তী আলোচনার অপেক্ষায় থাকলাম ... আর হ্যাঁ, UGC NET Exam সিলেবাসের বিষয় গুলির আলোচনা করলে আরো উপকৃত হব ....
@@Onyopath দাদা , বাংলা বিষয়ের বিভিন্ন টপিক....যাই হোক, সিলেবাস তো বিশাল বড়ো... unit- vii প্রবন্ধ থেকে কিছু কিছু প্রবন্ধ আলোচনা করুন - যেমন 1. বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে " মনুষ্যফল" , " বড়বাজার ", " বিদ্যাপতি ও জয়দেব " " বঙ্গদর্শনের পত্র সূচনা " .... এমনই সব প্রবন্ধ ... কী আর বলবো দাদা!! পর পর দুবার NET পাস করলাম ... একটুর জন্য JRF টা হচ্ছে না... এই Unit থেকে একটু হেল্প করুন...
খুবই ভালো বোঝান আপনি , আপনার আরো ভিডিও ; বৈষ্ণব পদাবলী কি এটাতো আপনার কাছ থেকেই জানা , "ভরা বাদর ,মাহ ভাদর শুন্য মন্দির মোর" এই কবিতাটা খুঁজতে গিয়ে আপনাকে পাওয়া
ভাইয়া,,,কবিতা আবৃত্তি নিয়ে একটা ক্লাস নেন,,, কিভাবে কবিতা আবৃত্তি করতে হয়,,,তার নিয়ম কারুন ই বা কি,,,কবিতা আমার ভীষণ পছন্দের একটা বিষয়,,, কবিতা কিভাবে আবৃত্তি করতে পারবো তার একটা দিকনির্দেশনা,,, আপনার কাছে একান্ত কাম্য,,, ধন্যবাদ
ধন্যবাদ স্যার, উত্তর দেয়ার জন্য। আমি সাহিত্যের ছাত্র তাই আমি মুগ্ধ হয়ে আপনার ভিডিও গুলি দেখি যা আমার খুবি উপকারে আসে ।। আগের চ্যানেল কোনটি আমার জানা নেই। যদি সম্ভব হয় স্যার আমি আপনার সাথে ফেসবুকে এড হতে চাই।।।
স্যার জীবনানন্দ রবিঠাকুর এবং কাজী নজরুল সম্পর্কে জানকে হলে আমাকে কোন কোন বইগুলো পড়লে তাঁদের সম্পর্কে ভালো করে জানতে পারবো সেই বই গুলোর নাম বললে খুব উপকৃত হবো প্রিয় স্যার😍😍
খুব সুন্দর! একজন আদর্শ শিক্ষক হবার সকল গুণ বিদ্যমান। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা!
খুব সুন্দর করে বুঝিয়ে দিলে। "কবিতা পড়তে গেলে একটা কাব্য দীক্ষা দরকার" এই লাইন টার মধ্যেই সবটা বলে দিলে। এরকম আরো ভালো ভালো ভিডিও চাই। আর নানারকম বাংলা কবিতা নিয়ে আলোচনা হলে ভালো হয় 😊♥️
সত্যিই অদ্ভুত আঁধার আজ.... অন্ধরাই চোখে দেখে বেশি.... বর্তমান পরিস্থিতিতে প্রতিনিয়ত প্রতিপলে তা-ই মনে হচ্ছে। তাই তো তা চিরকালীন.. চিরশাশ্বত...
আপনাকে আগে টিউটোপিয়ায় দেখেছিলাম এবং এখনো দেখছি এখানেও আপনাকে দেখে খুবই খুবই ভালো লাগলো আমার।
আমার কবিতা পড়তে খুব ভালো লাগে কিছু বুঝতে পারি কিছু পারি না, আর এটা বুঝতে পারি না যেটা বুঝলাম সেটা ঠিক কি না। তুমি এত ভালভাবে বোঝালে এরপর থেকে কবিতা পড়ার সময় তোমার সব কথা মনে রেখে পড়ব।
Thank you so much dada 😊
সত্যই দাদা কবিতা বুঝতে একটু অসুবিধাই
হয়। খুবই ভালো লাগলো আপনার কবিতা সহজ করে বোঝানোর এই প্রয়াসটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা 💮💐🌷🌷💮💮💮💮
ধন্যবাদ।
আল মাহমূদের সোনালি কাবিনের ব্যাখ্যা করুন।
একি বললেন! সত্যি বলতে আপনার কথা শুনে কবিতার প্রেমে পড়ার ইচ্ছা প্রবল হয়ে গেলো। সেই সাথে মনে হচ্ছে আপনার প্রেম এ ঢুকে যাচ্ছি।। অনেক ভালোবাসা রইলো ও শুভ কামনা রইলো।।
ধন্যবাদ
Dada tmr bojhanor style ta khub khub sundor. ...thanks ato vlo kore amader samne "kobita ki vabe porbo".... ta bojhanor Jonno. .
নমস্কার , কবিতা সম্পর্কে যে সংক্ষিপ্ত পরিসরে আলোচনাকরলেন তা খুবই ভালো লাগলো /
অসাধারণ আঙ্গিকে কঠিন বিষয়কে সহজ করে উপস্থাপনা, বন্ধুকবিদের সবাইকে পাঠব বন্ধুকবি
খুব সুন্দর দাদা আপনার কথা। আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবেন, আপনার অপেক্ষায় থাকবো ❤
তুমি সুন্দর কথা বলো। খুব সুন্দর করে বোঝাও। ভালো থেকো। আশীর্বাদ করি
দাদা,, তোমার চ্যানেলে সত্যি কিছু পাওয়ায় আছে। ধন্যবাদ আর দিচ্ছি না। সাথে আছি।
ধন্যবাদ
খুব খুব ভালো লাগলো, অনেক কিছু পরিষ্কার হলো.... খুব ভালো থাকবেন 🙏🙏🙏
আজ প্রায় অনেক দিন ধরে জাস্ট এই টপিকটার জন্যই অপেক্ষা করছিলাম ... অনেক অনেক ধন্যবাদ
এরকম আর কী বোঝার অসুবিধা আছে?
@@Onyopath বাংলা কবিতায় এখন খুব মাত্রায় দেখছি এক ধরনের ঋণাত্বক ধর্মী কবিতা চলছে মনে কবিতায় যা বলা হচ্ছে তা কবির ভাবনার বিপরীতে লেখা ... উদাহরণ স্বরূপ অনুপম দার একটা গান আছে " আমি আজকাল ভালো আছি "
তো আমিও একটু আধটু লেখা লেখা করি , কিছুদিন আগে এরকম একটা কবিতা আমি লিখেছিলাম তো আমার সেই কবিতাটি পড়ার পর লোকে বলছে এটা যে ঋণাত্বক ধর্মী কবিতা সেটা আমি না বলে দিলে পাঠক গণ ধরতে পারবে না , এমনকি তারাও বুঝতে পারেনি প্রথম বার ... সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে কবিতা লেখা পড়া বা বোঝা , ছন্দ বা অলংকরণ সব তোমার কাছেই শেখা ...
এক্ষেত্রে এমন কোন ধরার প্রবাহকে বজায় রাখার জন্য বা এই ধরনের কবিতার মর্মার্থ আত্মস্থ করার বা লেখার জন্য কি কি ব্যাকরণ মাথায় রাখতে হবে ! এটা জানতে পারলে খুব উপকৃত হতাম ...
ধন্যবাদ স্যার,আপনার আলোচনায় উপকৃত হলাম....
কবি হিসাবে জয় গোস্বামীর কবিতা আমায় অনেক ভালো লাগে , রবিন্দ্রনাথ ঠাকুরের কিছু কিছু কবিতা যেমন সোনার তরি , নিস্কৃতি , শাজাহান , ভালো লাগে ।
কিছু কিছু কবিতা নিজে পড়তে ভালো লাগে বার বার কিন্তু ভালো অর্থ বুঝে উঠতে পারিনা ।
টিউটোরিয়াল এই কবিতাটির ভাব অর্থ আমি বুঝি পারি বারিক জিবনের দন্দ্ব সম্পর্ক আলোচনা আছে।
অসম্ভব মাধুর্যময় ব্যাখ্যা!
খুব সুন্দর হয়েছে দাদা । পুরোপুরি বুঝে গেলাম ।😊😊
🙂
বাংলা কবিতা কে আরো বুঝতে সাহায্য পেলাম । আরো এমনি video বানাবেন। 🙏
"অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ" -- আজকে কবিতাটির অর্থ আমার জীবনের অর্থের সাদৃশ্য খুঁজে পেলাম। জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি ❤️। আর তুমি এতো রোমান্টিক কেন? 🤭💞💙💙
Dada.... Kub kub valo laglo. Tomar katha gulo kub kub sundor
আরো অনেক ভালো ভালো ভিডিও চাই । আমি বাংলা বিভাগের ছাত্রী ।আপনার ভিডিও আমাকে অনেক সাহায্য করে , ধন্যবাদ দাদা ❤️
অসাধারণ হয়েছে দাদাভাই ❤️👏👏 কবিতা এবার বুঝতে অনেক সুবিধা হবে 😊
বেশ
জীবনানন্দের লেখা কবিতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে বেশ উপকার হয়।
অসংখ্য ধন্যবাদ দাদা,আলহামদুলিল্লাহ ভালো করে বুঝালে।
এরকম আর কী বোঝার অসুবিধা আছে? জানিও
@@Onyopath ❤️❤️❤️
আপনি একদম সঠিকভাবে বিষয়কে বুঝিয়েছেন।
Thank you sir.... "যেতে পারি কিন্তু কেনো যাবো" কবিতা টা আমাদের 3rd yr er সিলেবাস এ আছে , কিছুটা বুঝেছিলাম কিন্তু আজকে পুরোটা বুঝতে পারলাম। আর কবিতা নিয়েও ধারণাটা অনেকটা স্পষ্ট হয়ে গেল....
বেশ
❤
সুন্দর আলোচনা। মুগ্ধ হলাম
দারুণ দাদা.......কি ভীষণ ভালো লাগলো গো❣❣❣
দাদা 💓 বাংলাদেশ থেকে সালাম নিয়েন। আপনার ক্লাস গুলো আমার অনেক ভালো লাগে
স্যার খুব সুন্দর বুঝিয়েছেন।আপনি যদি আধুনিক কবিতা বোঝান তবে খুব উপকৃত হব।
আজ একটা দেওয়া হয়েছে
সত্যি বলছি এত সুন্দর করে বুঝতে পারার অনুভূতিটা অসাধারণ। 👍আপনার প্রতিটি ভিডিও তে একটা আলাদা অনুভূতি আছে। আমি কোনো Student না।একজন সাধারণ housewife ,,আমার একটা অনুরোধ জীবনানন্দ দাশের "বোধ" কবিতাটি যদি আলোচনা করা যায় তাহলে খুব ভালো হয়। আমার সাথে আরো অনেকেই উপকৃত হবে। ধন্যবাদ।
খুব ভালোলাগলো.. এমন সচরাচর দেখা যায় না। নিশ্চই করবো। আমার আরেকটা চ্যানেলে আছেন?
হ্যাঁ আমি দুটো চ্যানেল এর দর্শক। আগের ভিডিও গুলো দেখতে আমার খুব ভালো লাগে আর ভবিষ্যতেও দেখতে চাই। 😊😊😊
সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ..
অনেক ধন্যবাদ এই বিষয়টা আলোচনার জন্য
দাদা আপনি খুব ভালো করে বোঝান ৷ এখন লকডান তাই পরতে পারছি না ৷ তাই "বীরাঙ্গনা কাব্য" , "এষা" ,কাব্য. আলোচনা করে দিয়েন
দেখি
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সব আলোচনার মধ্যেই আপনার নিজস্ব স্বাতন্ত্র্যের ছোয়া... যা আমাদের অভিজ্ঞতাকে আরো সফল করে তোলে... আপনার পরবর্তী আলোচনার অপেক্ষায় থাকলাম ... আর হ্যাঁ, UGC NET Exam সিলেবাসের বিষয় গুলির আলোচনা করলে আরো উপকৃত হব ....
সাবজেক্ট কী আলোচনা করবো বলো। আলোচনা করার মতো আছে টা কী
@@Onyopath দাদা , বাংলা বিষয়ের বিভিন্ন টপিক....যাই হোক, সিলেবাস তো বিশাল বড়ো... unit- vii প্রবন্ধ থেকে কিছু কিছু প্রবন্ধ আলোচনা করুন - যেমন 1. বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে " মনুষ্যফল" , " বড়বাজার ", " বিদ্যাপতি ও জয়দেব " " বঙ্গদর্শনের পত্র সূচনা " .... এমনই সব প্রবন্ধ ...
কী আর বলবো দাদা!! পর পর দুবার NET পাস করলাম ... একটুর জন্য JRF টা হচ্ছে না... এই Unit থেকে একটু হেল্প করুন...
চমৎকার আপনার কাব্য বিশ্লেষণ
Khub upokrito hobo jodi den to.aagam dhonnobad.
Na dekhei command korlam...osadharon..Karon jani bhalo lagbe❤️
আচ্ছা 😀
খুবই ভালো বোঝান আপনি , আপনার আরো ভিডিও ; বৈষ্ণব পদাবলী কি এটাতো আপনার কাছ থেকেই জানা , "ভরা বাদর ,মাহ ভাদর
শুন্য মন্দির মোর" এই কবিতাটা খুঁজতে গিয়ে আপনাকে পাওয়া
Khub valo kore bujte parlam
Onak donnobad dada ,kub e vlo laglo suna r onak oviggota o orjon korlam
সঙ্গে থেকো
এমন কিছু একটার অপেক্ষায় ছিলাম।
ধন্যবাদ
khub vlo hoyeche dada. Erakom video dile khub upokrito hoi
এরকম আর কী বোঝার অসুবিধা আছে?
ভি.ডি.ও.টি খুব ভালো লাগলো।
Khub valo laglo ....
ভাইয়া,,,কবিতা আবৃত্তি নিয়ে একটা ক্লাস নেন,,,
কিভাবে কবিতা আবৃত্তি করতে হয়,,,তার নিয়ম কারুন ই বা কি,,,কবিতা আমার ভীষণ পছন্দের একটা বিষয়,,, কবিতা কিভাবে আবৃত্তি করতে পারবো তার একটা দিকনির্দেশনা,,, আপনার কাছে একান্ত কাম্য,,, ধন্যবাদ
Dada thanks 😘😘😘
মুগ্ধতা রাখলাম ।
Khub valo laglo sir eta satyi ekta important topic silo
😊
খুব সুন্দর করে বুঝিয়েছো।
Love and respect from Dhaka
সঙ্গে থাকবেন। আপনি আমার আগের চ্যানেলটায় আছেন?
ধন্যবাদ স্যার, উত্তর দেয়ার জন্য। আমি সাহিত্যের ছাত্র তাই আমি মুগ্ধ হয়ে আপনার ভিডিও গুলি দেখি যা আমার খুবি উপকারে আসে ।। আগের চ্যানেল কোনটি আমার জানা নেই। যদি সম্ভব হয় স্যার আমি আপনার সাথে ফেসবুকে এড হতে চাই।।।
ruclips.net/channel/UCt3_YdHxU-Oiy4M4A5d16UA
Onk sundor hoica thanks for
😊
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
দাদা একটা প্রশ্ন আছে , কবিত্ব কি বয়সের উপর নির্ভর করে ?
অনেক ভালো লাগলো ❤❤❤
অপূর্ব
দাদা তোমার পরানো গুলো ভালো লাগে, আর ভালো ভাবে বুজতেই পারি,,,,
দাদা,,কবি নজরুলের কবিতা সম্পর্কে একটি ভিডিও তৈরি করুন 🙏💕💕💕
Data নষ্ট হয়নি তো ,,,সার্থক হয়েছে,,,,আর বাকি রইল প্রকাশ ভঙ্গি ,,,,, অসাধারণ 👍 👍,,,, ধন্যবাদ 🙏😊😊 অপেক্ষায় রইলাম "সুচেতনার" জন্য সঙ্গে আপনার ও🙄।।
এরকম আর কী বোঝার অসুবিধা আছে?
@@Onyopathহ্যাঁ....তা তো আছে। কিন্তু সবাইর অনুরোধ রাখা আপনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তা বুঝতে পারি।😔😔
সমৃদ্ধ হলাম। আরও জানতে চাই
বৈষ্ণব পদাবলীর পদগুলি নিয়ে আলোচনা করার অনুরোধ রইল 🙏।
হবে
@@Onyopath ধন্যবাদ🙏
Very fine.
অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা অনবদ্য ❤️
ank kichu bujte parlam sir. ro ei rakm vedio pete chai please......
বেশ
bhalo laglo...
স্যার মানসী কাব্যের ''নিষ্ফল কামনা''kobita টি আলোচনা করেন please 🙏🙏
খুব সুন্দর বোঝানো
খুব সুন্দর
Sir very good
Khub laglo dada....subscribe kore dilam...suvo kamona roilo dada
ধন্যবাদ
জীবনানন্দ দাশের 'আট বছর আগের একদিন' কবিতাটি আলোচনা করলে খুব উপকৃত হতাম।
আচ্ছা
অসাধারণ
ধন্যবাদ স্যার
অসাধারন হয়েছে দাদা।
ধন্যবাদ
দারুন
স্যার! রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র নিয়ে একটা ভিডিও বানানোর অনুরোধ রইল।
আচ্ছা, দেখি
ধন্যবাদ দাদা ❤🙏 পাশে থেকো।
স্বাগত
Khub bhalo laglo
ধন্যবাদ
Apner alochanar apekhay thaklam
ধন্যবাদ
Sir bochilam adhunik ar adijugar kobitata alochona korla valo hoto
জয় গোস্বামীর কবিতা নিয়ে আলোচনা চাই।
অসংখ্য ধন্যবাদ
স্বাগত
দাদা "বনলতা সেন "কিংবা "আট বছর আগের এক দিন " ...নিয়ে যদি একবার কিছু বলতে .......
অপেক্ষাই থাকলাম
বেশ
@@Onyopathtkmup
Sir khub kage laglo apner alochana. Rabindranath ar Chitra kabba ta alochana korle valo hoto
দেখি
খুব ভালো লাগলো
ধন্যবাদ
Dada onek din video post korchan na kano?
Sir bolchilam unobingso sotabdir sahita somporka alochona korla valo hoto
অনির্বানদা তোমার ১০ টী পছন্দের কবিতার বই কি কি❤️
Thank you sir
জীবনানন্দের "আট বছর আগের একদিন" টাও আলোচনা করলে ভালো হত দাদা।।
করবো
খুব উপকার হয়।
দাদা , আপনি ভিডিও এডিটিং কোন সফটওয়্যার দিয়ে করেন ?
স্যার জীবনানন্দ রবিঠাকুর এবং কাজী নজরুল সম্পর্কে জানকে হলে আমাকে কোন কোন বইগুলো পড়লে তাঁদের সম্পর্কে ভালো করে জানতে পারবো সেই বই গুলোর নাম বললে খুব উপকৃত হবো প্রিয় স্যার😍😍
ওনাদের কবিতার বইই পড়তে হবে
Dada amr samne interview amake tulonamulok varotiyo sahito samporke kichu dharona din na pls.
👍👍👍👍
🙂
❤
ভাইয়া আমি কবিতা অর্থ একে ভারে বুজি নাহ আমার মনে হয় যদি কবিরা সহজ ভাষা লিখতে তা হলে আমার মত ছাত্র ছাত্রী বুঝতে পারত
অত্যন্ত কার্যকরী তথ্য
ধন্যবাদ
আসসালামু আলাইকুম কিছু বইয়ের তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করতে চাই